Posts

Showing posts from August 8, 2018

কালো বলে ভারতীয় ইঞ্জিনিয়ারকে খুন, মার্কিন নৌ সেনা অফিসারের তিনটি যাবজ্জীবন

Image
স্ত্রীর সঙ্গে শ্রীনিবাস কুচিভোটলা। কোনও অপরাধ নেই, অভিযোগ নেই। শুধু গায়ের রঙ কালো বলেই এক জনকে খুন করেছিল। গুলি করেছিল অন্য জনকে। আদালতে 'গর্ব' করে সেকথা স্বীকারও করেছে খুনি। তার পরই ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার খুনি মার্কিন নৌসেনা অফিসারকে তিন তিনটি যাবজ্জীবনের সাজা দিল কানসাসের আদালত। তিনটি সাজাই এক সঙ্গে চলবে। ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি কানসাসের একটি পাবে শ্রীনিবাসের সঙ্গে সামান্য বচসা হয় মার্কিন নৌসেনা অফিসার অ্যাডাম পিউরিনটনের। তার এক সপ্তাহ পর ওই পাবেই শ্রীনিবাসকে এবং অলোক মাদাসানিকে খুনের চেষ্টা করে সে। শ্রীনিবাসের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান মাদাসানি। পালানোর বাধা দেওয়ায় আরও একজনকে গুলি করে পিউরিনটন। সেই খুন এবং খুনের চেষ্টার মামলাতেই তিনটি যাবজ্জীবনের সাজা শুনিয়েছেন কানসাস আদালতের বিচারক। রায়ের পর অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস বলেন, ''শুধুমাত্র বর্ণবিদ্বেষ, জাতি, ধর্ম বা নাগরিকত্বের ভিত্তিতে কাউকে পূর্ব পরিকল্পনা মতো খুন করা হয়েছে। তার জেরে একটি প্রতিশ্রুতিমান ইঞ্জিনিয়ারের জীবন শেষ হয়ে গিয়েছে। অন্যদের জীবনে নেমে এসেছে নানা সমস্যা। অ্যাটর্নি জেনার

চাকদহে আক্রান্ত শমীক ভট্টাচার্য, গাড়িতে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

Image
চাকদহে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পথে আক্রান্ত হলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। কালো পতাকা দেখানোর পাশাপাশি তাঁর গাড়িতে হামলা ও তাঁকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শিলচর কাণ্ডের প্রতিবাদে কালো পতাকা দেখানোর নামে তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ শমীকবাবুর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার চাকদহের হিংনাড়ায় বিজেপির একটি কর্মসূচি ছিল। সেখানে যাচ্ছিলেন দলের প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য। চাকদহের চৌমাথা এলাকায় আগে থেকেই তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখানোর জন্য জড়ো হয়েছিলেন। ওই কর্মসূচিতে উত্তেজনার আশঙ্কায় পুলিশও মোতায়েন করা হয়েছিল। শমীকবাবুর গাড়ি চৌমাথায় যেতেই ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শুরু হয় বিক্ষোভ। একইসঙ্গে গাড়িতে লাঠিসোটা দিয়ে পেটানো শুরু হয়। গাড়ির কাচ চুরমার হয়ে যায়। কোনওক্রমে তাঁর গাড়ি সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে দলীয় কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা। শমীক ভট্টাচার্যের অভিযোগ, আগে থেকেই তৃণমূল কর্মীরা ওই এলাকায় জড়ো হয়েছিল। পুলিশ জানত, হামলা হতে পারে। তার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন,

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘটল দুর্ঘটনা!

Image
হুগলি: প্রকৃতির ডাকে সাড়া দিতে রেললাইন ধরে হাঁটছিলেন এক গৃহবধূ। তাঁর সঙ্গে ছিল কিশোরী মেয়েও। কিন্তু, উলটো দিক থেকে যে ট্রেন আসছে, খেয়াল ছিল না কারও। ফলে যা হওয়ার, তাই হল। ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ায়। মৃতারা হলেন রিংকু দাস ও তাঁর মেয়ে সৌমি। রিংকুদেবীরা থাকেন কলকাতায়। এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে সপরিবারে গাড়ি ভাড়া করে বর্ধমানে গিয়েছিলেন। মঙ্গলবার গাড়িতে করেই কলকাতায় ফিরছিলেন তাঁরা। গাড়িতে ছিলেন ৭ জন। পরিবারের লোকেরা জানিয়েছেন, সন্ধ্যায় ৭টা নাগাদ যখন তাঁরা হুগলির পাণ্ডুয়ায় পৌঁছান, তখন হাওড়াগামী একটি লোকাল ট্রেন আসছিল। তাই সিমলাগড় রেলগেটে গাড়ি দাঁড়িয়ে পড়ে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমেছিলেন রিংকু। রেল লাইনের ধার দিয়ে হাঁটছিলেন তিনি। মায়ের পিছু নেয় বছর চোদ্দোর সৌমিও। কিন্তু, কখন যে উলটো দিকে ট্রেন চলে এসেছে, অন্ধকারে তা টের পাননি কেউই। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মা ও মেয়ে। ঘটনাস্থলে মারা যায় সৌমি। গুরুতর জখম রিংকুদেবীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে। কিন্তু, চিকিৎসকরা তাঁকেও মৃত বলে

নোট বাতিলের পর গুজরাত থেকেই বাজেয়াপ্ত প্রায় ৬ কোটি টাকার জালনোট

Image
নয়াদিল্লি : নোট বাতিলের পর গুজরাত থেকে দেশের মধ্যে সবথেকে বেশি পরিমাণ জাল নোট উদ্ধার হয়। প্রায় ৫ কোটি ৯৪ লক্ষ টাকার জালনোট এই রাজ্য থেকে বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির। তিনি বলেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো'র (এনসিআরবি) রেকর্ড অনুযায়ী নোট বাতিলের পর গোটা দেশে ১৩ কোটি ৮০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। মূলত বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলি থেকে এই নোট উদ্ধার হয়। তারমধ্যে গুজরাত থেকে উদ্ধার হয় ৫ কোটি ৯৪ লক্ষ টাকা। এছাড়াও উত্তরপ্রদেশ থেকে ২ কোটি ১৯ লক্ষ, পশ্চিমবঙ্গ থেকে দু'কোটি এবং মিজোরাম থেকে ১ কোটি এবং অন্যান্য রাজ্যগুলি থেকেও বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করে কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলি। রাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জালনোটের প্রবেশ আটকাতে কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলি একযোগে কাজ করছে। জালনোট পাচারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। জালনোটের পাচার রুখতে বাংলাদেশের সঙ্গে ভারতের মউ স্বাক্ষর হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ৯

২০২০ সালের সেপ্টেম্বরের আগেই তৈরি হবে কল্যাণী এইমস: কেন্দ্র

Image
নয়াদিল্লি : ২০২০ সালের সেপ্টেম্বরের আগেই পশ্চিমবঙ্গের কল্যাণীতে এইমস প্রতিষ্ঠিত হয়ে যাবে। মঙ্গলবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এমনই ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। একইসঙ্গে তিনি জানান, দ্রুত কাজ হচ্ছে বলে এই ধরনের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের মান বিন্দুমাত্র ক্ষুন্ন হবে না। নাড্ডা আরও বলেন, দেশের বিভিন্নপ্রান্তে ২১টি অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স-এর শাখা তৈরি হচ্ছে। কোথাও গুণমানের সঙ্গে আপস করা হবে না। সর্বত্র উচ্চমান বজায় রাখা হবে। কল্যাণীর ব্যাপারে তিনি বলেন, সরকারিভাবে যে সময়সীমা নির্ধারিত ছিল, তার অনেক আগেই ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে এইমস তৈরি হয়ে যাবে। ২০১৫ সালের অক্টোবরে মন্ত্রিসভা কল্যাণী এইমস প্রকল্পের জন্য ১ হাজার ৭৫৪ কোটি টাকা বরাদ্দ করেছে।

স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক, প্রতিবেশী যুবককে অ্যাসিড

Image
হাওড়া: প্রতিবেশী যুবকের সঙ্গে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে ওই যুবককে আ্যসিড ছোঁড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে বাগনান থানার পশ্চিম বাইনানের দক্ষিণ হাবাল গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম শেখ আতিয়ার। গুরুতর জখম অবস্থায় তিনি এখন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আতিয়ারের অভিযোগের ভিত্তিতে বাগনান থানার পুলিস অভিযুক্ত আসাদুল শেখকে গ্রেপ্তার করেছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ হাবাল গ্রামের বাসিন্দা আসাদুল কর্মসূত্রে কুয়েতে থাকে। গ্রামের বাড়িতে স্ত্রী মায়ের সঙ্গে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসাদুল বাড়িতে না থাকায় বিভিন্ন প্রয়োজনে তার স্ত্রীর ডাকে আতিয়ার তার বাড়িতে আসা ছাড়াও তাকে সঙ্গে নিয়ে নানা জায়গায় যেত। দীর্ঘদিন ধরে নিজের স্ত্রীর সঙ্গে আতিয়ারের এই সম্পর্ক আসাদুল সন্দেহের চোখে দেখত। মাসখানেক আগে আসাদুল কুয়েত থেকে বাড়ি ফেরার পরে এই নিয়ে আতিয়ারকে সাবধান করে। কিন্তু তারপরেও স্ত্রীর সঙ্গে কথাবার্তা ও বাড়িতে আসাযাওয়া করতে থাকে। অভিযোগ, সোমবার রাতে আতিয়ার সাইকেল নিয়ে ফেরার সময়ে বাড়ি থেকে কিছুটা দূরে আসাদুল তাঁকে লক্ষ্য করে

রূপশ্রীর টাকা ফেরাল ছাত্রী

Image
পাকা দেখা সারতে গিয়ে পাত্রের কাণ্ড-কারখানা শুনে থ মেয়ের বাবা। পাড়া-পড়শির কাছে জানতে পারেন, ছেলেটি নাকি প্রায়ই মদ্যপ অবস্থায় রাস্তাঘাটে পড়ে থাকে। ফিরে এসে মেয়েকে সে কথা জানান। বেঁকে বসে মেয়েও। জানিয়ে দেয়, ওই পাত্রের সঙ্গে কখনওই বিয়ে করবে না। আরও পড়াশোনা করবে। এ দিকে, তত দিনে বিয়ের জন্য আবেদন করে রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা পেয়ে গিয়েছিল পরিবারটি। তাঁরা ফেরত দিয়েছেন সেই টাকা। মেয়ের বাড়ি পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রামে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্রজবল্লভপুর স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ে সন্ধ্যা মণ্ডল। বয়স আঠারো পেরিয়েছে। জুলাই মাসের ১০ তারিখ বিয়ের ঠিক হয়েছিল। তার আগেই রূপশ্রীর টাকা হাতে আসে। নিয়ম অনুযায়ী, ওই প্রকল্পে আবেদন করতে হলে বিয়ের কার্ড আবেদনপত্রের সঙ্গে দিতে হয়। কার্ড ছাপিয়ে তা দেওয়াও হয়েছিল। পাত্রের ঠিকানা সাগরের সুমতিনগরের মন্দিরতলায়। বিয়ের কয়েক দিন আগে পাত্রীর পরিবারের লোকজন পাকা দেখা সারতে যান সেই বাড়িতে। সে সময়ে তাঁরা জানতে পারেন পাত্রের স্বভাবের কথা। মাথায় হাত পড়ে পাত্রীর পরিবারের। মেয়েও যখন তা জানতে পেরে বিয়েতে বেঁকে বসে, তখন খুব একটা আপত্তি করেননি বাড়ির

মাসিক বেতন ২ লাখ, ৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের জন্য পড়ুন

Image
নয়াদিল্লি: বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া ৷ আবেদনের শেষ তারিখ ১৮ অগাস্ট ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন দফতরে ও বিভিন্ন পদে মোট ৫৫ জন কর্মী নিয়োগ করবে ওই সংস্থা ৷ নির্বাচিত হলে নবনিযুক্ত কর্মীদের মাসিক বেতন হবে ২ লাখ ৷ মোট শূন্যপদ- ৫৫ ৷ রেলটেল মোট চারটি বিভাগে কর্মী নিয়োগ করছে ৷ এর মধ্যে অ্যাসিস্টটেন্ট জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) পদে নেওয়া হবে ৭ জনকে, সিনিয়র ম্যানেজার, অপারেশন সাপোর্ট সিস্টেম (NOC প্রসেস অ্যান্ড প্র্যাকটিস) এবং সিনিয়র ম্যানেজার, অপারেশন সাপোর্ট সিস্টেম (সার্ভিস অ্যাসিউরেন্স) উভয় ক্ষেত্রেই শূন্যপদের সংখ্যা ১টি ৷ এছাড়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিয়োগ করা হবে ৪৪ জন কর্মীকে ৷ যোগ্যতা - উক্ত পদগুলিতে আবেদনের জন্য যে কোনও সরকারি মান্যতাপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে BE/B.tech অথবা BSc. ডিগ্রি থাকা আবশ্যক ৷ এছাড়া যোগ্যতা সংক্রান্ত বাকি বিস্তারিত তথ্য পাবেন সংস্থার অনলাইন বিজ্ঞাপনে ৷ বিজ্ঞপ্তিটি মিলবে- https://www.railtelindia.com/images/careers/Vacancy%20notice%20E-0,%20E-3,%20E-4%20-%20Final.pdf আবেদনের

সারা বছর সুস্থ থাকার একটাই পাসওয়ার্ড-- কালোজিরে

Image
কলকাতা: কালোজিরে! বাঙালি হেঁশেলের ভীষণ পরিচিত এক সদস্য! তবে শুধু রান্নার উপকরণ হিসেবেই সে সীমাবদ্ধ নয়! রয়েছে আরও হাজারটা গুণ! কালোজিরের মধ্যে কী আছে আর কী নেই! নাইজেলোন, থাইমোকিনোন, লিনোলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, জিংক, ম্যাগনেশিয়াম ,ফসফেট, সেলেনিয়াম, ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-বি ২, নায়াসিন, ভিটামিন-সি, ফসফরাস, কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণু নাশক নানা গুরুত্বপূর্ণ উপাদানে ভরপুর! কাজেই সবসময় হাতের কাছে রাখুন কালোজিরে! কারণ-- ১) স্মরণ শক্তি বৃদ্ধিতে কালোজিরের জুড়ি মেলা ভার! এক চা চামচ পুদিনাপাতার রস বা কমলার রস বা এক কাপ লাল চায়ের সঙ্গে এক চা চামচ কালোজিরের তেল মিশিয়ে দিনে তিনবার নিয়মিত খান! স্মরণ শক্তি বাড়বে, দুশ্চিন্তা দূর হয়! ২) কালোজিরে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক। নিয়মিত কালোজিরে খেলে মস্তিস্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। কালোজিরের তেল হার্টে রুগিদের জন্যও খুব উপকারি। এক কাপ দুধে এক চা চামচ কালোজিরের তেল এবং প্রতিদিন ২বার করে খেতে থাকলে হার্টের সমস্যা থেকে মুক্ত থাকা যাবে। সাথে কালোজিরার তেল দিয়ে বুকে নিয়মিত মালিশ করতে হবে। ৩) হঠাৎ মাথা ব্যথা শু

এটিএম জালিয়াতি চক্রে এবার মুম্বই-যোগ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Image
এটিএম প্রতারণায় নয়া তথ্য। জেরায় অপরাধের কথা স্বীকার ধৃতদের । এলগিন রোড ও কসবায় এটিএমে তথ্য চুরির কথা স্বীকার অভিযুক্তদের। কলকাতা: এটিএম প্রতারণায় নয়া তথ্য। জেরায় অপরাধের কথা স্বীকার ধৃতদের । এলগিন রোড ও কসবায় এটিএমে তথ্য চুরির কথা স্বীকার অভিযুক্তদের। এলগিন রোডে কোটাক মাহিন্দ্রার এটিএমে চুরির চেষ্টার আগে কসবায় ইন্ডাসইন্ড ব্যাঙ্কের এটিএমে স্কিমার বসিয়ে তথ্য চুরি। গতরাতে এলগিন রোডের এটিএমে স্কিমার বসাতে গিয়ে ধরা পড়ে রোহিত নায়ার। রোহিতকে জেরায় আরও ২ জনের হদিশ। গ্রেফতার হয় সইদ ও সুধীর রাজেন। উদ্ধার ২টি স্কিমার, ১টি পিনহোল ক্যামেরা। উদ্ধার মোবাইল ফোন ও ল্যাপটপ। এটিএম জালিয়াতি চক্রে এবার মুম্বই-যোগ। ধৃত মুম্বইয়ের তিন বাসিন্দা। ধৃত সইদ, সুধীর রঞ্জন ও রোহিত নায়ার। ইলেকট্রিকাল ইনজিনিয়ারিংয়ের ছাত্র রোহিত। এলগিন রোডে এটিএম স্কিমিংয়ের চেষ্টা চালাতে গিয়ে ধরা পড়ে এক যুবক। পালিয়ে যায় তার আরও ২ । জানা যায়, দু'জনই মুম্বই যাচ্ছে । এরপরই তল্লাশিতে ধৃত ওই ২ যুবক । এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার ২। গ্রেফতার করেছে ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। আগে ধৃত ২ রোমানিয়ানের সঙ্গে যোগ রয়েছে ৩ জনের।

ঘন জঙ্গলে মিলল নরকঙ্কাল! কাঠ কুড়োতে গিয়ে ভয়ে কাঁটা মহিলারা

Image
বাঁকুড়া : মৃতদেহে মাংস বলে আর কিছুই নেই বললেই চলে। গভীর জঙ্গল পড়ে রয়েছে কঙ্কাল। হাড়ের ফাঁকে যেটুকু মাংস অবশিষ্ট আছে, তাও খুবলে খাচ্ছে কুকুরের দল। কাঠ কু়ড়োতে গিয়ে এমন দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন গ্রামের মহিলারা। শেষপর্যন্ত, খবর দেওয়া হয় থানায়। কঙ্কালটি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে। এখনও মৃতের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাঁকুড়ায় গঙ্গাজলঘাঁটির প্রত্যন্ত গ্রাম চয়নপুর। গ্রামটি স্থানীয় গোবিন্দধাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রামের পাশেই গভীর জঙ্গল। প্রতিদিন জঙ্গলে কাঠ কুড়াতে যান গ্রামের মহিলারা। মঙ্গলবার বিকেলেও গিয়েছিলেন। চয়নপুর গ্রামের মহিলারা জানিয়েছেন, কাঠ কুড়িয়ে ফেরার পথে, জঙ্গলে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন তাঁরা। হাড়ের ফাঁকে থাকা পচা মাংস খুবলে খাচ্ছিল কুকুরের দল। এমন দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান মহিলারা। গ্রামে খবর পাঠান তাঁরা। ছুটে আসেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় গঙ্গাজলঘাঁটি থানায়। কঙ্কালটি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, কঙ্কালটি পুরুষের। মৃত ব্যক্তির পরনের ছিল লুঙ্গি ও জামা। তবে মৃত ব্যক

৯ ঘণ্টা সাফাইকর্ম শেষে দুটো রুটি, উত্তরপ্রদেশের হোমে নারকীয় ছবি!

Image
বিহার হোম কাণ্ডের পর মুজাফ্ফরপুর হোম কাণ্ডে ক্রমাগত অস্বস্তি বাড়ছে বিজেপি সরকারের। ইতিমধ্যেই সংসদে এনিয়ে মুলতুবি প্রস্তাব এনেছে বিরোধীরা। যোগীর রাজ্যে হোম থেকে উদ্ধার মেয়েদের উপর কী নৃশংস অত্যাচার চলত তা প্রকাশ্যে আসতেই সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। তড়িঘড়ি উত্তরপ্রদেশ পুলিশ এক বিরোধী নেতাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের অভিযোগ, তিনি কংগ্রেসে যোগদান করতে চাইছিলেন বলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সরকার। যে কাণ্ড নিয়ে লখনউ থেকে দিল্লির রাজনীতি তোলপাড় তার গভীরতাও কম নয়। হোম থেকে উদ্ধার মেয়েদের সঙ্গে কথা বলে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে হোমে মেয়েদের উপর পাশবিক অত্যাচার চালাত ওয়ার্ডেন এবং তাঁর মেয়ে। শারীরিক নিগ্রহের পাশাপাশি, কায়িক পরিশ্রমেও বাধ্য করা হত কিশোরীদের। পরিবর্তে নিয়মিত খেতেও দেওয়া হত না। দেওরিয়ার হোম থেকে উদ্ধার কিশোরীদের সঙ্গে কথা বলেছেন উত্তরপ্রদেশ মহিলা সহায়তা কেন্দ্রের স্বেচ্ছাসেবীরা। তাদের মেয়েরা জানিয়েছে, ভোর পাঁচটায় ঘুম থেকে তুলে দেওয়া হত তাদের। ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে গোটা হোম চত্বর পরিষ্কার করতে হত তাদের। ঠিকমতো পরিষ্কার করতে না পার

করুণানিধির শেষবিদায়ে চূড়ান্ত বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত ২, আহত ৩৩

Image
চেন্নাইয়ের রাজাজি হলের বাইরের প্রাঙ্গণে কলাইনর করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মানুষের ঢল নেমেছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোতে পরিণত হয় মানুষের ভিড়। বাড়তে থাকে বিশৃঙ্খলা। একসময়ে বাধ্য হয়ে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ডিএমকে নেতা এমকে স্তালিন নিয়ে রাজ্য জুড়ে সদস্য সমর্থকদের শান্ত থাকার আবেদন জানান। তবে তা সত্ত্বেও জনতার উন্মাদনা বাঁধ ভেঙে যায়। হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও ৩৩জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এদিন বিকেল ৪টে পর্যন্ত করুণানিধির মরদেহ রাজাজি হলে শায়িত রাখা হবে। তারপরে শবযাত্রা এগিয়ে যাবে মেরিনা বিচের দিকে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় করুণানিধিকে শেষবিদায় জানানো হবে। এদিন সকালেই ডিএমকে-র আবেদন মেনে নিয়ে মাদ্রাজ হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। মেরিনা বিচে আন্নাদুরাইয়ের মেমোরিয়ালের অদূরেই কলাইনরকে সমাধিস্থ করা হবে। যা তৈরির কাজ ইতিমধ্যে জোরকদমে চলছে। এদিন সংসদের দুই কক্ষের কাজ পুরোপুরি মুলতুবি করে দেওয়া হয়। সাংসদ না হলেও করুণানিধির মতো বিরাট মাপের নেতার সম্মানে সভার কাজ মুলতুবি রাখা হয়। তামিলনাড়ুতে এদি

'ক্লথ সেন্টার'এর আড়ালেই চলত কারবার, এবার ঘোলায় অস্ত্র কারখানার হদিশ

Image
বসতবাড়ি, বাড়ির একতলায় একটি ছোট্ট জামাকাপড়ের দোকান, আরেক পাশে একটি ঘরের দরজা তালা বন্ধ। সেই দরজা খুলতেই বেরিয়ে পড়ল আসল রহস্য। জগদ্দলের পর এবার উত্তর ২৪ পরগনার ঘোলা। এবার বাড়ির মধ্যে অস্ত্র কারখানার হদিশ পেল এসটিএফ। উদ্ধার হয়েছে ৯০ টিরও বেশি আগ্নেয়াস্ত্র। বাড়ির মালিক সহ তিন জনকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে তল্লাশি। ঘোলা বাজার এলাকায় বস্ত্র ব্যবসায়ী হিসাবেই পরিচিত কালাচাঁদ পাল। নিজের বাড়িতে ছোটো একটি জামাকাপড়ের দোকান রয়েছে। এছাড়া দোকানেই পাইকারি হিসাবে কাপড় দেন তিনি। তাঁরই বাড়ির একতলায় অস্ত্র কারখানার হদিশ পেল পুলিস। জানা গিয়েছে, কালাচাঁদ কয়েক মাস আগে পাপ্পু খান নামে এক যুবককে বাড়ি ভাড়া দেন। এই পাপ্পু খানই অস্ত্রের কারবারি বলে তদন্তকারীদের কাছে খবর ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার সকালে কালাচাঁদের বাড়ির একতলায় তল্লাশি চালায় এসটিএফ। একতলার ঘরের দরজা ভেঙে ঢুকতেই চোখে পড়ে দেওয়াল ভেঙে বসানো হয়েছে লেদ মেশিন। রয়েছে অস্ত্র তৈরির নানান সরঞ্জাম। অনেক অত্যাধুনিক অস্ত্রও রাখা রয়েছে ওই ঘরে। কিন্তু মূল অভিযুক্ত পাপ্পু খান ফেরার। তদন্তকারীরা ওই বাড়ির

স্কুল বাসে রোজ সিনিয়রদের যৌন নিগ্রহের শিকার ৯-এর ছাত্র

Image
কয়েকদিন ধরে অদ্ভুত আচরণ করছিল ৯ বছরের ছেলেটি। একা একা থাকছিল। বাবা-মায়ের সঙ্গে কথা বলতে চাইছিল না। সন্দেহ হওয়ায় তার বাবা-মা তাকে কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করতেই ব্যাপারটা সামনে এল। শিশুটি জানাল, বাড়ি ফেরার সময় স্কুল বাসে দিনের পর দিন তার উপর যৌন নির্যাতন চালিয়েছে স্কুলেরই সিনিয়র ছাত্ররা। শিক্ষকদের জানানোয় তাঁরা শিশুটির কথা হেসে উড়িয়ে দেন বলে অভিযোগ। তাঁরা নাকি বলেছিলেন, 'তুমি তো খুব কিউট দেখতে, তাই বড়রা তোমার সঙ্গে মজা করছে।'  দিল্লির বিবেক বিহারে একটি বেসরকারি স্কুলে পড়ে ওই শিশুটি। তার কাছ থেকে সব শোনার পর তার বাবা-মা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তবে কর্তৃপক্ষ বিষয়টি আমল না-দেওয়ায় বাধ্য হয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ মামলা রুজু করতে চাপে পড়ে স্কুলের ভাইস প্রিন্সিপাল জানান, তাঁরা পুলিশকে সাহায্য করছেন। অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত এবং তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। শিশুটির বাবা-মা জানিয়েছেন, প্রথম ঘটনাটি ঘটে ২৭ জুলাই। শিশুটির কথায়, ক্লাস সেভেন, নাইন ও টেনের তিন ছাত্র তাকে বাসের পেছনে নিয়ে গিয়ে জোর করে কোলে বসায়। এরপর তারা প্যান্টের চেন খুলে শিশুটিকে যৌন নিগ্রহ করে বলে

ATM-এ স্কিমিং ডিভাইস লাগাতে গিয়ে ধৃত যুবক

Image
কলকাতা : ATM-এ স্কিমিং ডিভাইস লাগাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। পলাতক ২ জন। ঘটনাটি ভবানীপুর থানা এলাকার এলগিন রোডের। ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হবে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ব্যাটারি, ক্যামেরা সহ বেশ কিছু সরঞ্জাম। গতকাল রাত ৮টা ২০মিনিটে ভবানীপুর থানা এলাকার এলগিন রোডে একটি বেসরকারি ব্যাঙ্কের ATM-র কাছে ঘটনাটি ঘটে। সেসময় বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল। ATM-এর নিরাপত্তারক্ষী সইফুদ্দিন শেখ গেটের কাছে দাঁড়িয়েছিলেন। আচমকা তিনি কিছু পরার শব্দ পান। ভিতরে তাকিয়ে দেখেন ATM-এর ভেতরে থাকা যুবক কিছু একটা করছেন। তখন বাইরে দাঁড়িয়েছিল ওই যুবকের দুই বন্ধু। নিরাপত্তারক্ষী তাদের দিকে তাকাতেই তারা দৌড়ে পালিয়ে যায়। এতে সন্দেহ আরও বাড়ে নিরাপত্তারক্ষীর। ATM-এর গেট লক করে তিনি ব্যাঙ্ক ম্যানেজারকে খবর দেন। পরে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে একজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।  পুলিশের অনুমান, এদের একটি চক্র আছে। সেই চক্রের হদিশ পেতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শহরে আর কোনও ATM-এ স্কিমিং করা হয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ। বাকি দু'জনের খোঁজে তল্লাশি চলছে।

লরির সঙ্গে পুণ্যার্থী বোঝাই বাসের ধাক্কা, মৃত ২

Image
দুর্ঘটনাগ্রস্ত বাস       বর্ধমান : জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে পুণ্যার্থী বোঝাই বাসের ধাক্কায় মৃত্যু হল ২ জনের। আহত হয়েছে প্রায় ২৫ জন। আজ ভোরে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান শহর সংলগ্ন সুকান্তপল্লি লাগোয়া দু'নম্বর জাতীয় সড়কে। মৃতদের দু'জনেই মহিলা। জানা যায়, বাসটি উত্তরপ্রদেশের কুশীনগর থেকে কালীঘাট যাচ্ছিল। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ অগাস্ট উত্তরপ্রদেশের কুশীনগর থেকে একটি পুণ্যার্থী বোঝাই বাস বাবাধামের উদ্দেশ্যে রওনা হয়। বাসটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিল। আজ বাসটি যাচ্ছিল কালীঘাট। দু'নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে এসে ধাক্কা মারে বাসটি। ভোরের দিকে বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।  আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু'জন মহিলা পুণ্যার্থীকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, ভোরের দিকে ঘুমে চালকের চোখ লেগে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটে।

মুরগির খাঁচায় মরণফাঁদ, খেলতে গিয়ে মৃত্যু ২ বছরের শিশুর

Image
প্রত্যেকদিন ওই জায়গাতেই খেলে ভাইবোন। মঙ্গলবার সন্ধ্যাতেও খেলছিল। পাশেই পোলট্রি ফার্ম। দূর থেকে ছোট্ট ছোট্ট মুরগির ছানা দেখলেও, মা বারণ করে দেওয়ায় এর আগে কোনওদিনও তাদের কাছে যায়নি বছর দুয়েকের ইন্দ্রাক্ষী সরকার ও তার পাঁচ বছরের দাদা কৌশিক। কিন্তু এদিন ভুলটা করে ফেলেছিল। ছোট্ট মুরগির ছানা কাছ থেকে দেখার জন্য একেবারে পোলট্রি ফার্মে ঢুকে পড়েছিল ভাইবোন। মুরগির ছানাদের সঙ্গে ইশারায় কথা বলার ফাঁকেই ইন্দ্রাক্ষী কখন ছুঁয়ে ফেলেছিল খাঁচা। বোনকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে, তার গায়ে হাত দেয় দাদা। দুজনের মুখ দিয়েই গ্যাজলা বেরোতে থাকে। ছেলেমেয়ে অনেকক্ষণ বাড়ি না ফেরায় পোলট্রি ফার্মের কাছে যেতে বাবা-মা যা দেখলেই, তাতে ছ্যাঁক উঠল বুকটা। কোচবিহারের পুণ্ডিবাড়ি থানা এলাকার বানেশ্বরের ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ইন্দ্রাক্ষী ও কৌশিক ভাইবোন। পাশের বাড়ির পাশেই থাকেন পোল্ট্রি ব্যবসায়ী ইন্দ্রজিত্ দাস। তাঁর বাড়িতে পোলট্রি ফার্ম রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই খেলছিল ইন্দ্রাক্ষী ও কৌশিক। কিন্তু মুরগির খাঁচাতেই ছিল মরণফাঁদ। খেলতে গিয়ে বুঝতেই পারেনি দুবছরের শিশুকন্যা। খেলতে খেলতে মুরগির খাঁচা ছুঁয়ে ফেলাতেই মৃত্যু হল

ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে

Image
রানিনগর : নিকাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি মুর্শিদাবাদের রানিনগরের উত্তর চর মাঝের দিয়ার। মৃতের নাম নাজিমুদ্দিন শেখ (৪৮)। এই ঘটনায় এক মহিলাকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, পারভিন বিবি নামে এক মহিলার সঙ্গে নাজিমুদ্দিনের নিকাহ বহির্ভূত সম্পর্ক ছিল। নাজিমুদ্দিনের বিবি নুরবানুর অভিযোগ, মেয়ের বিয়ের নাম করে পারভিন বিবি নাজিমুদ্দিনের থেকে ১ লাখ ৪০ হাজার টাকা নেয়। তারপর থেকেই সম্পর্ক অবনতি হতে শুরু করে।  নুরবানু বিবির অভিযোগ, পারভিন বিবি ও তার শওহর বাদশা শেখ নাজিমুদ্দিনকে খুন করেছে। তাঁর যৌনাঙ্গ কেটে গ্রামের মাঠে ফেলে দেয়। নুরবানু বিবির অভিযোগের ভিত্তিতে পুলিশ পারভিন বিবিকে আটক করেছে। তবে বাদশা শেখ পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

যৌন হেনস্থার অভিযোগকারী মেডিক্যাল ছাত্রী অবসাদে আত্মঘাতী

Image
অন্ধ্রপ্রদেশের তিরুপতির এসভি মেডিক্যাল কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা পোস্ট গ্র্যাজুয়েটের সেই ছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার চিত্তুর জেলার পিলেরু শহরের ফ্ল্যাট থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।  গত এপ্রিলে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের তিন শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ করেছিলেন ওই মেডিক্যাল ছাত্রী। সেই অভিযোগের প্রেক্ষিতে গত মে মাসে কলেজ কর্তৃপক্ষ কমিটি গঠন করে তদন্তে নামে।  এর মধ্যেই পোস্ট-গ্র্যাজুয়েট পরীক্ষার ফল বেরোলে দেখা যায়, ওই ছাত্রী অনুত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার ফল দেখে মানসিক ভাবে ভেঙে পড়েন। বন্ধুদের কাছে অভিযোগ করেন, তিন শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার কারণে ইচ্ছাকৃত ভাবে তাঁকে ফেল করানো হয়েছে। সহপাঠীরা জানান, সেই হতাশা থেকেই ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তির দাবিতে এদিন মেডিক্যাল কলেজে তাঁর অবস্থান বিক্ষোভও করেন। তদন্ত কমিটির রিপোর্ট পেশ করার দাবিও জানানো হয়। আত্মঘাতী ওই ছাত্রীর পরিবার জানায়, মে মাসে তদন্ত হলেও, সংশ্লিষ্ট কমিটি এখনও রিপোর্ট দেয়নি।

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল ব্যক্তিকে

Image
মাদারিহাট : ৬ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। তাই এক ব্যক্তিকে গলায় জুতোর মালা পরিয়ে ও মুখে চুনকালি মাখিয়ে গণধোলাই দিয়ে হাটের মধ্যে ঘোরালেন গ্রামবাসীরা। বিস্কুটের লোভ দেখিয়ে ওই নাবালিকার উপর অত্যাচার চালানো হয় বলে পরিতোষ বর্মণ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপরই গতকাল দুপুর ২টো নাগাদ আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের টোটোপাড়ায় ঘটনাটি ঘটে। পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা। মাদারিহাট থানার অফিসার ইনচার্জ সুনীল রায় জানান, অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। আজ অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিতোষ বর্মণ এলাকার হাটে হাটে গালামাল বিক্রি করে। গতকাল টোটোপাড়ার সাপ্তাহিক হাট ছিল। সেই সূত্রেই সেখানে যায় পরিতোষ। সেখানে এক নেপালি পরিবারে নিজের জিনিসপত্র রাখে। সেই পরিবারেরই সদস্য ওই নাবালিকা। পরিবার সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ নাবালিকাকে বিস্কুটের লোভ দেখিয়ে কোলে নিয়ে হাটে যায় পরিতোষ। হাটে যাওয়ার পথে এক নির্জন জায়গায় নাবালিকার উপর যৌন অত্যাচার চালায় অভিযুক্ত। পরে তাকে ছেড়ে দেয়। নাবালিকাটি বাড়িতে

অনলাইনে ছবি পোস্ট করে নিজের বিপদ ডেকে আনছেন না তো?

Image
সোশাল মিডিয়ায় রোজই আমরা কিছু না কিছু আপলোড করি। এর মধ্যে বেশিরভাগই ছবি অথবা ভিডিও। মোবাইল থেকে বিভিন্ন সময়ে ছবি তুলে তা সঠিকভাবে পরীক্ষা না করেই আমরা সেই ছবি সোশাল মিডিয়াল আপলোড করে দিই। রেস্টুরেন্টে প্রিয়জনের সাথে ডেট বা বন্ধুদের সাথে সমুদ্র সৈকত ভ্রমণ সোশাল মিডিয়ায় পোস্ট থেকে বাদ যায় না কিছুই। প্রতি নিয়ত ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটে কিছু না কিছু পোস্ট করতে থাকি আমরা। সাধারন ছবি শেয়ারের সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা সেই ছবির সাথে সোশাল মিডিয়ায় জন সমক্ষে নিয়ে আসি। অনলাইনে প্রতি নিয়ত ছবি পোস্ট করে অজান্তেই নিজের বা প্রিয়জনের বিপদ ডেকে আনছেন না তো? সুরক্ষা নিশ্চিত কর্তে অনলাইনে ছবি পোস্ট করার আগে কোন জিনিসগুলিতে নজর দেওয়া উচিৎ? ছবিতে আপনাকে ছাড়া আর কী দেখা যাচ্ছে? অনেক সময় সেলফি অথবা ফোনে তোলা অন্য ছবিতে নিজেকে ছাড়াও অনেক ব্যক্তিগত তথ্য থেকে যায়। বিশেষ করে ঘরের ভিতরে তোলা ছবিতে বাড়ির অনেকঅটাই দেখা যায়। যা আপনার সুরক্ষার জন্য ভালো নয়। এছাড়াও আপনার সাথে ছবিতে অন্য কেউ থাকলে সেই ব্যক্তি কোথায় রয়েছেন তা অজান্তেই আনলাইনে চলে আসে। এর ফলে আপনি অজান্তেই নিজেকে ও অন্যকে বিপদের সাম

‘কুপ্রস্তাব’, অটো থেকে ঝাঁপ দিল কিশোরী

Image
রাতের এক্সপ্রেসওয়ে। হু হু ছুটছে অটো। ভিতরে গুটিসুটি মেরে বসে একাদশ শ্রেণির এক ছাত্রী। সে-ই একমাত্র যাত্রী। তার নামার কথা কেউটিয়ায়। কিন্তু স্টপ ছাড়িয়ে গেলেও চালক তাকে নামাচ্ছে না। চালক জানিয়েছে, তাকে সে ঘুরতে নিয়ে যাচ্ছে। তারস্বরে চিৎকার জুড়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত উল্টো দিক থেকে আসা লরিকে জায়গা দিতে গতি কমে অটোর। সেই সুযোগে চলন্ত অটো থেকে ঝাঁপ মারে মেয়েটি। সোমবার রাতের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দলের কেউটিয়ায়। স্থানীয়েরাই ওই ছাত্রীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার ২৪ ঘণ্টা পরেও আতঙ্ক কাটেনি কিশোরীর। সোমবার রাস্তার ধারে অটো রেখে বেপাত্তা হয়েছিল চালক শেখ কাবিল। মঙ্গলবার কেউটিয়ার চৌরঙ্গি থেকে তাকে ধরে পুলিশ। কিশোরীর অভিযোগ, কাবিল তাকে কুপ্রস্তাব দিয়েছিল। সে তা না মানায় তাকে নিয়ে অন্য কোথাও যাওয়ার মতলব ছিল তার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই কিশোরীর বাড়ি আমডাঙা এলাকায়। সোমবার রাত আটটা নাগাদ সে কেউটিয়ায় মাসির বাড়ি যাওয়ার জন্য কাবিলের অটোয় ওঠে। তখন অটোয় ছিলেন চার যাত্রী। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার মুখে তাঁরা সকলে নেমে যান। কিন্তু কেউটিয়া আসার পরেও কাবিল অটো না থ

শ্বাসরোধ করেই খুন পূজাকে

Image
প্রসবের সপ্তাহখানেকও আগেও স্ত্রীকে বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য বোঝাতে এসেছিলেন হাওড়ার দীপক জৈন। তা নিয়ে দু'জনের বাদানুবাদ গড়ায় হাতাহাতিতে। রাগের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন দীপক। নাক-মুখ চেপে ধরার জন্য ভেঙে যায় পূজার নাকের হাড়ও! নারকেলডাঙা মেন রোডে অন্তঃসত্ত্বা পূজা জৈনের খুনের ঘটনায় এমনটাই মনে করছে পুলিশ। ময়না-তদন্তে দেখা গিয়েছে, পূজার নাক থেকে রক্ত বেরিয়েছিল। এই ঘটনায় পুলিশ এক রকম নিশ্চিত, শ্বশুরবাড়িতে ঢুকে পূজাকে খুন করেছিলেন তাঁর স্বামী দীপকই। পরে খাট সরিয়ে দেহটি নীচে রেখে চম্পট দেন তিনি। মঙ্গলবার রাত পর্যন্ত অবশ্য দীপক অধরা। রাজ্যের বাইরেও তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খুনের কারণ হিসেবে তদন্তে উঠে এসেছে, আর্থিক কারণে সন্তান চাইছিলেন না দীপক। আগেও দু'বার স্ত্রীর গর্ভপাত করান তিনি। সম্প্রতি ফের অন্তঃসত্ত্বা হলে পূজার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন দীপক। পুলিশ জানিয়েছে, এ নিয়ে বচসার জেরেই নারকেলডাঙায় বাপের বাড়িতে চলে এসেছিলেন পূজা। তদন্তকারীরা পূজার পরিবারের সঙ্গে কথা বলে জেনেছেন, সম্প্রতি স্ত্রীর সঙ্গে ভাল ব্যবহার শুরু করেছিলেন দীপক। সপ্তাহে একবার তাঁক

কাশ্মীরে সংঘর্ষে মেজর-সহ হত ৬

Image
মেজর কৌস্তুভ প্রকাশ কুমার রানে এবং হামির সিংহ। মণদীপ সিংহ এবং বিক্রমজিৎ সিংহ উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে বড়সড় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনা। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক মেজর-সহ চার ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহত হয়েছে দুই জঙ্গিও। সেনা জানিয়েছে, গত কাল রাতে গুরেজ সেক্টরে ভারতের পন্থ, গোবিন্দ, লোসার ১ ও বাখতোর পোস্ট লক্ষ্য করে হামলা শুরু করে পাক সেনা। জবাব দেয় ভারতীয় সেনাও। জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করার জন্যই এই হামলা চালানো হয়েছে বলে মনে করছে সেনা। পাক হামলার পরেই নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি দেখতে পায় সেনা। অনুপ্রবেশ করার সময়েই জঙ্গিদের একটি দলকে চ্যালেঞ্জ করে সেনার রাষ্ট্রীয় রাইফেলস। সংঘর্ষে মেজর কৌস্তুভ প্রকাশ কুমার রানে এবং বিক্রমজিৎ সিংহ, হামির সিংহ ও মণদীপ সিংহ নামে তিন জওয়ান নিহত হন। নিহত হয় দুই জঙ্গিও। চার জন জঙ্গি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পালিয়েছে বলে জানিয়েছে সেনা। সংঘর্ষের সময়েই সেনাকে সাহায্য করতে দল পাঠিয়েছে পুলিশ। তবে সেনা এখনও জঙ্গিদের দেহ তাঁদের হাতে তুলে দেয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। বান্দিপোরার পুলিশ সুপার শেখ জ়ুলফিকর আজ়াদ জানিয়েছেন, যে এ

শ্রীমুথুভেল করুণানিধি (১৯২৪-২০১৮)

Image
পাঁচ বছর আগের কথা। ভারতীয় সিনেমার শতবর্ষ উদযাপন হচ্ছে। তামিলনাড়ুর সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জয়ললিতা তামিল ছবির নমস্যদের নাম পড়ছেন। 'কালাইনার' করুণানিধির নাম নেই। ডিএমকে এ নিয়ে রাগ কম করেনি। তামিল রাজনীতির লোকজন শুধু বলেছিলেন, করুণানিধি মুখ্যমন্ত্রী থাকলে জয়ার নামটা বাদ পড়ত! ১৯৭২ থেকে তামিল রাজনীতির অন্যতম নির্ণায়ক এই বৈরিতা, যা করুণা বনাম এমজিআর থেকে করুণা বনাম জয়ায় প্রবাহিত। অথচ জয়ললিতার 'গুরু', এডিএমকে-র প্রতিষ্ঠাতা এম জি রামচন্দ্রন কিন্তু অনেক দিন পর্যন্ত করুণানিধির ঘনিষ্ঠ সহযোগী এবং বন্ধু ছিলেন। চল্লিশের দশক থেকে দু'জনের সম্পর্ক। এমজিআর নায়ক আর করুণা চিত্রনাট্যকার। করুণার চোখা সংলাপ পর্দায় বহু বার জীবন্ত করে তুলেছেন এমজিআর— 'রাজাকুমারী','অভিমন্যু', 'মরুধানাত্তু ইলাবরসি', 'মন্ত্রিকুমারী'...। শিবাজি গণেশনের প্রথম ছবিও করুণার লেখা, 'পরাশক্তি'। তামিল ছবিকে দ্রাবিড় অস্মিতা ও রাজনীতির মুখপাত্র করে তোলার কাজটা যাঁরা সুচারু ভাবে করেছিলেন, করুণা তাঁদের মধ্যে প্রথম সারিতে। ব্রাহ্মণ্যবাদ আর অস্পৃশ্যতার বিরোধিতা তার প্রধান উপজ

বিরাট কোহালিই সেরা, কিংবদন্তি হতে ওঁর আর বেশি দেরি নেই, বলছেন ধোনি

Image
ধোনির মতে, বিরাট কোহালিই সেরা। তিনি নিজে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। তাঁর সাফল্যের তালিকা দেশের যে কোনও তারকা ক্রিকেটারের কাছে ঈর্ষণীয়। সেই মহেন্দ্র সিংহ ধোনিই যখন নতুন এক কিংবদন্তি দেখতে পাচ্ছেন বিরাট কোহালির মধ্যে, তখন তা বাস্তব হতে কতক্ষণ? প্রাক্তন ভারত অধিনায়কের মতে, ''বিরাট কোহালিই সেরা। ও এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, যেখান থেকে কিংবদন্তি হতে আর বেশি দেরি নেই।'' ভারতীয় দলের বর্তমান অধিনায়ক যে দলের অন্যান্য ক্রিকেটারদের চেয়ে অনেক এগিয়ে, তা বোঝা গিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত প্রথম টেস্টেই। যেখানে তিনি একা লড়াই করে গেলেও অন্যরা তাঁর ধারেকাছে যাওয়ার মতো পারফরম্যান্সও দেখাতে পারেননি। এর আগে যে ইংল্যান্ড ছিল বিরাটের বড় গাঁট, সেই দেশে এ বার সফরের শুরু থেকেই বুঝিয়ে দিতে শুরু করলেন, তিনিই সেরা। তাঁর এই ধারাবাহিক সাফল্যে মুগ্ধ ধোনি এক বাণিজ্যিক প্রচার অনুষ্ঠানে এসে বললেন, ''গত কয়েক বছরে ও যে ভাবে প্রায় সব দেশেই  দুর্দান্ত ব্যাটিং করেছে, তা অসাধারণ।'' ধোনির নেতৃত্বেই খেলা শুরু যে কোহালির, সেই কোহালি আজ বিশ্বের সেরা ব্যাটসম্যান। এজবাস্টনে নিজের পারফ

তান্ত্রিকের খোঁজে পুলিশ, কৃষ্ণনগরের সেই কিশোরীর গলা থেকে বেরোল আর একটি সূচ!

Image
আশঙ্কাই সত্যি হল। কৃষ্ণনগরের সেই কিশোরীর গলায় এক তান্ত্রিকই সূচ ঢুকিয়ে ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। এখন সেই তান্ত্রিককে হন্যে হয়ে খুঁজছেন তদন্তকারী অফিসাররা। জেলা পুলিশের পাশাপাশি এই ঘটনায় কলকাতার এন্টালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। কৃষ্ণনগরের বাসিন্দা অপরূপা বিশ্বাসের গলার ভিতরে ১০টি সূচ আটকে ছিল। ওই অবস্থাতেই এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় ওই কিশোরীকে। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, একটি গলার পিছনের দিকে আর বাকি ৯টি সূচ সামনের দিকে খাদ্যনালীর আশপাশে আটকে রয়েছে। ওই কিশোরী সূচগুলি খেয়ে ফেলেছিল বলে প্রাথমিক ভাবে মনে করা করা হলেও, অস্ত্রোপচারের পরে চিকিৎসক মনোজ মুখোপাধ্যায় জানান, সূচগুলো বাইরে থেকেই ঢোকানো হয়। এক সপ্তাহ আগে ৯টি সূচ অস্ত্রোপচার করে বার করা হয়। আটকে ছিল আরও একটি। মঙ্গলবার ফের অস্ত্রোপচার করে আটকে থাকা বাকি সূচটিও বার করেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, এখন অনেকটাই সুস্থ রয়েছে অপরূপা। আপাতত তাকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক মনোজ মুখোপাধ্যায় বলেন, "দু'টি অস্ত্রপচারই সফল। এখন অপরূপা বিপন্মুক্ত। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।" অপরূপার বয়স মাত্র ১৪ বছর। প

বাড়ি ফিরে আর চিপ্‌স খাওয়া হল না রাজদীপের

Image
কান্নায় ভেঙে পড়েছেন তার মা রিঙ্কি এবং ডান দিকে রাজদীপ সর্দার। চিপ্‌স খাওয়ার বায়না করেছিল তিন বছরের ছেলে। প্রথমে রাজি না হলেও পরে তা কিনে দিয়ে মা বলেছিলেন, ''বাড়ি গিয়ে ভাত খাওয়াব। এটা বিকেলে খাবি।'' কথা শুনে মায়ের সঙ্গেই অটোয় চেপে বসেছিল ওই শিশু। হাতে ধরা ছিল চিপসের প্যাকেট। কিন্তু বাড়ির কিছুটা আগেই রাস্তার উপরে ছিটকে পড়ল সেই প্যাকেট। পায়ে থাকা ছোট্ট কমলা-সবুজ রঙের জুতোটাও পড়ে রইল রাস্তার ধারে। আচমকাই ব্রেক কষায় অটো থেকে ছিটকে ম্যাস্টিক অ্যাসফল্টের রাস্তায় আছাড় খেয়ে পড়ে মৃত্যু হল শিশুটির। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে বরাহনগরের অক্ষয়কুমার মুখার্জি রোডের বিবেক মোড়ে। পুলিশ জানায়, শিশুটির নাম রাজদীপ সর্দার ওরফে গোলু। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অটোচালক ভোলা দত্তকে। শিশুটির মায়ের অভিযোগ, অটোর বেপরোয়া গতি এবং আচমকা প্রচণ্ড জোরে ব্রেক কষার জন্যই এমন ঘটনা ঘটেছে। এমনকি ছেলে পড়ে যাওয়ার পরে তাকে তুলে হাসপাতালে নিয়ে না গিয়ে উল্টে চম্পট দেন অটোচালক। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে বেপরোয়া গাড়ি চালানো ও গাফিলতির কারণে মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্