২০২০ সালের সেপ্টেম্বরের আগেই তৈরি হবে কল্যাণী এইমস: কেন্দ্র

নয়াদিল্লি : ২০২০ সালের সেপ্টেম্বরের আগেই পশ্চিমবঙ্গের কল্যাণীতে এইমস প্রতিষ্ঠিত হয়ে যাবে। মঙ্গলবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এমনই ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। একইসঙ্গে তিনি জানান, দ্রুত কাজ হচ্ছে বলে এই ধরনের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের মান বিন্দুমাত্র ক্ষুন্ন হবে না। নাড্ডা আরও বলেন, দেশের বিভিন্নপ্রান্তে ২১টি অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স-এর শাখা তৈরি হচ্ছে। কোথাও গুণমানের সঙ্গে আপস করা হবে না। সর্বত্র উচ্চমান বজায় রাখা হবে। কল্যাণীর ব্যাপারে তিনি বলেন, সরকারিভাবে যে সময়সীমা নির্ধারিত ছিল, তার অনেক আগেই ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে এইমস তৈরি হয়ে যাবে। ২০১৫ সালের অক্টোবরে মন্ত্রিসভা কল্যাণী এইমস প্রকল্পের জন্য ১ হাজার ৭৫৪ কোটি টাকা বরাদ্দ করেছে।