Posts

Showing posts from December 25, 2018

চালু হল ভারতের দীর্ঘতম সেতু, জীবিকা হারালেন বহু মানুষ

Image
অসমে ব্রহ্মপুত্র নদের ওপর যখন ভারতের বৃহত্তম সেতুর উদ্বোধন আর সাধারণের উল্লাস, ঠিক তখনই যেন প্রদীপের নিচে অন্ধকার। যেসব লোক বছরের পর বছর ধরে নৌকায় মানুষ কিংবা জিনিস পারাপার করছেন, তাঁরা এবার নিজেদের পেশা হারানোয় ভয়ে শঙ্কিত। পারাপারে যুক্ত ৪০ টি নৌকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ টি নৌকা ব্রহ্মপুত্রের উত্তর থেকে দক্ষিণে কিংবা দক্ষিণ থেকে উত্তরে মানুষ এবং জিনিস পারাপারের কাজে যুক্ত। শুধু এসবই নয়, দুচাকা কিংবা ছোট গাড়িও পারাপার করে থাকে এইসব ছোট-বড় নৌকাগুলি। এগুলির মধ্যে দুটি নিয়ন্ত্রণ করে সরকার। বাকিগুলি বেসরকারি পর্যায়ে নিয়ন্ত্রিত হয়। প্রত্যেক নৌকা চালনা করে তিনজন। ২৫ ডিসেম্বর ব্রহ্মপুত্রের ওপর বগিবিল ব্রিজ সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেতুর উদ্বোধনের পর ধেমাজি থেকে বড় হাসপাতাল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান এমন কী ডিব্রুগড় বিমানবন্দরে অতি সাধারণ ভাবেই পৌঁছে যেতে পারবেন স্থানীয় মানুষ।     জীবনধারনের জন্য নতুন উপায়ের খোঁজ শুধু নৌকায় কাজ করা লোকজনই নন, ঘাটে খাবারের দোকান কিংবা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা অন্য গাড়ির মালিক কিংবা কর্মীরা জীবনধারনের জন্য

বুধে ফের ব্যাংক ধর্মঘট, চূড়ান্ত নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ

Image
কলকাতাঃ  চলতি মাসের ২১ তারিখ ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। যার জেরে নাজেহাল হন লক্ষাধিক গ্রাহক। মাঝে দুদিন ব্যাংক বন্ধ ছিল। অর্থাৎ শনিবার এবং রবিবার। মাঝে সোমবার ব্যাংক খোলা থাকলেও আজ ২৫ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার বন্ধ ছিল ব্যাংক। আগামীকালও বুধবারও ব্যাংক বন্ধ থাকবে। দেশের দেশের অধিকাংশ ব্যাংক কর্মচারী সংগঠন। অবশ্য সেই ধর্মঘটে বাদ থাকবে রিজার্ভ ব্যাংক এবং কো-অপারেটিভ ব্যাংকগুলি। ধর্মঘটে যোগ দেওয়ার কথা এটিএমগুলিরও। ফলে আগামীকাল টাকা পাওয়া নিয়ে একটা সমস্যা থাকবে। শরিক অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজেন নাগর বলেন, ব্যাংক অব বরোদা, দেনা এবং এবং বিজয়া ব্যাংকের সংযুক্তির প্রতিবাদেই আমরা ধর্মঘটে যাচ্ছি। এর আগে স্টেট ব্যাংকের সঙ্গে সহযোগী ব্যাংকগুলি মিশেছে এবং স্টেট ব্যাংকের লোকসান ও অনুৎপাদক সম্পদ দুই-ই বেড়েছে। ফলে ব্যাংকের সংযুক্তিকরণ কোনও কাজের কথা নয়, তা প্রমাণ হয়ে গিয়েছে। বরং তাতে ব্যাংকের আর্থিক ক্ষতি বাড়ে। তাই আমরা এই ইস্যুতে ধর্মঘটে যাচ্ছি ২৬ ডিসম্বর।

টাটাদের জন্য অধিগৃহীত জমি চাষিদের ফেরান হবে ছত্তিশগড়ে

Image
রায়পুর: সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার ছত্তিশগড়ে টাটাদের কারখানার জন্য অধিগৃহীত জমি চাষিদের ফিরিয়ে দিচ্ছে ৷ বস্তার জেলায় টাটা স্টিলের কারখানার জন্য ২০০৮ সালে এই জমি অধিরগ্রহণ করা হয়েছিল৷ মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এই মর্মে অফিসারদের কাছে নির্দেশিকা ইস্যু করেছে যাতে চাষিদের জমি ফিরিয়ে দেওয়া হয়৷ এই চাষিদের বেশির ভাগই উপজাতি এবং এই বিষয়ে একটি প্রস্তাব পরের মন্ত্রীসভার বৈঠকে পেশ করা হবে৷ সরকারি ভাবে বিবৃতিতে তা জানান৷ বিশেষত সদ্য সমাপ্ত রাজ্য নির্বাচন শেষ হওয়ার আগেই বাঘেল এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, লোহাংডিগুয়া জেলা অঞ্চলে যেখানে প্রকল্পটা বাতিল করায় টাটা স্টিলের নেওয়া জমি অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে তা ফিরিয়ে দেওয়া হবে যদি কংগ্রেস ক্ষমতা আসে৷ দলের ম্যানিফোস্টো-তে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যেসব কৃষি জমি শিল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছে কিন্তু যেখানে পাঁচ বছরের মধ্য কাজ হয়নি তা ফিরিয়ে দেওয়া হবে৷ ২০০৮ সালে তৎকালীন রাজ্য সরকার টাটা স্টিলের প্রকল্পের জন্য দশটি গ্রামের ১৭০৭ জন চাষির কাছ থেকে মোট ১৭৬৪.৬১ হেক্টর জমি নেওয়া হয়েছিল৷ ২০০৫ সালে টাট

‘পাকিস্তানের ভাষণ প্রয়োজন নেই’, সংখ্যালঘু ইস্যুতে ইমরানকে তোপ কাইফের

Image
নাসিরুদ্দিন শাহের পর এবার পাক প্রধানমন্ত্রীকে নিশানা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। 'সংখ্যালঘু' নিয়ে পাকিস্তানের কোনও ভাষণ ভারতের প্রয়োজন নেই, ইমরান খানকে সোজাসুজি বার্তা দিলেন ন্যাটওয়েস্ট (২০০২) ফাইনালের নায়ক। টুইটারে পাক প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে ক্যাফু লিখেছেন, "দেশ যখন ভাগ হয়েছিল তখন প্রায় ২০ শতাংশ সংখ্যালঘু ছিলেন পাকিস্তানে। এখন সেটা ২ শতাংশের কাছাকাছি এসে ঠেকেছে। উল্টোদিকে, স্বাধীনতার পর ভারতে সংখ্যালঘুদের সংখ্যা তুলনায় অনেকটাই বেড়েছে। এই বিষয়ে পাকিস্তানের মতো দেশের ভাষণ দেওয়া একেবারেই মানায় না।" প্রসঙ্গত, দিন কয়েক আগেই এক টেলিভিশন সাক্ষাত্কারে দেশের শাসন নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি উত্তরপ্রদেশে বুলন্দ শহরে পুলিস হত্যার ঘটনার নিন্দা করে তিনি সরকারে 'গো রক্ষার নীতি'র তীব্র সমালোচনা করেন। তিনি এমনও বলেন, পুলিসের মৃত্যুর চেয়েও গরুর মৃত্যু নিয়ে বেশি ভাবা হচ্ছে। সাক্ষাত্কারে নিজের সন্তানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই পদ্মশ্রী। এরপরই নাসিরুদ্দিন শাহের বক্তব্যকে হাতিয়ার করে মোদী সর

অনলাইনে চাকরির আবেদন, সেখানেও হাজির স্কিমাররা, টাকা খোয়ালেন সল্টলেকের তরুণী

Image
এটিএম নয়, এবার চাকরির আবেদন করতে গিয়ে স্কিমারদের পাল্লায় পড়ে প্রায় ৫০ হাজার টাকা খোয়ালেন সল্টলেকের এক তরুণী। অন্য সবার মতোই সল্টলেকের এ-ই ব্লকের বাসিন্দা কণিকা ঘোষ চাকরির খবরাখবরের কয়েকটি সাইটে নিজের জীবনপঞ্জি আপলোড করেছিলেন। তিনি বিধাননগরের সাইবার অপরাধ থানায় জানানো অভিযোগে লিখেছেন, ২৩ ডিসেম্বর এক জন মহিলা তাঁকে ফোন করেন। ওই মহিলা নিজেকে একটি নিয়োগ সংস্থার প্রতিনিধি হিসাবে পরিচয় দেন। কণিকা তাঁর অভিযোগে জানিয়েছেন, ওই মহিলা তাঁকে বলেন, তাঁরা কনিকার জীবনপঞ্জি দেখেছেন। কলকাতার একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থা কর্মী নিয়োগ করছে, এবং তাঁদের চাহিদার সঙ্গে কনিকার জীবনপঞ্জি মিল রয়েছে। ওই তরুনী তাঁর অভিযোগ পত্রে জানিয়েছেন, নিয়োগ সংস্থার প্রতিনিধি তাঁকে ডাব্লু ডাব্লু ডাব্লু ডট ক্যারিয়ারওয়ে ডট ইন নামে একটি সাইটের ঠিকানা দেন। তাঁকে বলে হয়, এই সাইটে গিয়ে অনলাইনে কনিকাকে চাকরির আবেদন পত্র পূরণ করে জমা দিতে হবে। তার জন্য অনলাইনেই ৪৯ টাকা জমা দিতে বলা হয় তাঁকে। কনিকাকে বলা হয়, অনলাইনে ফরম জমা দেওয়ার পর ২৪ ডিসেম্বর রাত ১০ টা থেকে ১২ টার মধ্যে তাঁর টেলিফোনে প্রাথমিক ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে। সেই অনুয

আন্দামানে নেতাজির নামে দ্বীপ, রবিবার ঘোষণা করেবেন প্রধানমন্ত্রী

Image
নিউ দিল্লি : আন্দামান নিকোবরের তিনটি দ্বীপের নাম বদলে যাচ্ছে। জানা গিয়েছে রোজ, নেলি এবং হ্যাভলক দ্বীপের নামে বদল আসতে চলেছে। নতুন নাম হচ্ছে যথাক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু, শহিদ এবং স্বরাজ দ্বীপ। আগামী রবিবার আন্দামানে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা হবে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে নাম বদল করতে প্রয়োজন এমন সমস্ত কাজই করা  হয়ে  গিয়েছে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গেই থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নাম বদলের পাশাপাশি এই দু'জন ১৫০ মিটার লম্বা একটি জাতীয় পতাকাও উড়িয়ে দেবেন।  ৭৫ বছর আগে ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর আজাদহিন্দ সরকার তৈরি করেন নেতাজি।  সেই ঘটনাটিকে স্মরণ করতেই  এমন  উদ্যোগ  নিয়েছে কেন্দ্রীয় সরকার।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজের সরকারের প্রতিষ্ঠা করে  দুটি দ্বীপের নাম স্বাধীন এবং  স্বরাজ রেখেছিলেন নেতাজি।  নাম বদল নিয়ে নতুন করে  চর্চা  শুরু হয় বছর  দেড়েক আগে। ২০১৭ সালের মার্চ মাসে  রাজ্যসভার এক বিজেপি সাংসদ হ্যাভলক  দ্বীপের নাম  বদলের সুপারিশ করেন।  হ্যাভল ছিলেন ব্রিটিশ সেনা  বাহিনীর জেনারেল। তিনি  ভারতীয়দের বিরুদ্ধে  লড়াই ক

অসমে সবথেকে বড় রেলব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: ১০টি তথ্য

Image
অসমে সবথেকে বড় রেলরোড ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি দেশের সবথেকে বড় রেলব্রিজ। এর শিলান্যাস হয়েছিল ১৯৯৭ সালে। ৫ কিলোমিটার দীর্ঘ এই রেলব্রিজ তৈরি ব্রহ্মপুত্র নদের ওপর.ডিব্রুগড় এবং ধেমাচিকে যুক্ত করবে। এই ব্রিজ তৈরির ফলে ডিব্রুগড় এবং ধেমাচির মধ্যে 170 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে না। এছাড়াও সামরিক দিক থেকেও এই ব্রিজের গুরুত্ব যথেষ্ঠ। এই ব্রিজের ওপর দিয়ে যেমন ট্যাঙ্ক যাতায়াত করতে পারবে, তেমনই যুদ্ধবিমানও নামতে পারবে এখানে। জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ তথ্য  সম্পূর্ণ ঝালাইয়ের সাহায্যে তৈরি এই রেলরোড ব্রিজটি তৈরি করা হয়েছে. ইঞ্জিনিয়ারদের মতে, এই প্রযুক্তি ব্যবহারের ফলে রেলরোড ব্রিজটির রক্ষণাবেক্ষণের খরচ অনেকটাই কম হবে    কয়েক বছর আটকে থাকার পর ২০০২ সালে নির্মাণ কাজের সূচনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অধুনা প্রয়াত অটলবিহারী বাজপেয়ী। আজ ব্রিজের  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   উদ্বোধনের পরই সেতুটি খুলে  দেওয়া হবে। গোটা ব্যাপারটাই অনেকর কাছে  প্রত্যাশা পূরণের মতো।    এই ব্রিজের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করবেন তিনসুকিয়া

ঘণ্টায় ৬০ টাকা, অভাব ও শিল্পের যোগসূত্র যখন ওদের নগ্ন শরীর...

Image
বেশি রোজগারের জন্য বেশি কাপড় খুলতে হয়। ফুলের পাপড়ির মতো শরীর যত অনাবৃত হবে রেট ততই বাড়বে। বসে থাকতে হবে ঘণ্টার পর ঘণ্টা। প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ টাকা রোজগার। দূর থেকে সবাই দেখবে। প্রয়োজন পড়লে ছোঁবেও। তবে এই ছোঁয়ায় যৌনতা নেই। শরীর আছে, অথচ কামনা নেই। এখানে আছে 'আত্মার বহিঃপ্রকাশ'। সাদা ক্যানভাস ফুটিয়ে তোলে শরীরের প্রতিটা রোম, চোখের প্রতিটা পলক। ভাঁজে ভাঁজে বিভাজিত হয় বক্ষ। কিন্তু কোথাও কোনও অপবিত্রতা নেই। এই কাজ শিল্পের জন্য। শিল্পীর জন্য। এই কাজ  ন্যুড মডেল হওয়ার। সংস্কৃতি চর্চায়, বিশেষ করে আঁকায় বিমূর্তকে মূর্ত রূপ দিতেই ন্যুড মডেলদের ব্যবহার করা হয়। কলকাতা তো বটেই দেশের সমস্ত কৃষ্টিক্ষেত্রেই এই পেশার চল আছে।  লক্ষ্মী (কল্পিত নাম), একজন ন্যুড মডেল। উনি চেয়েছিলেন ছেলেমেয়েদের একটা স্বপ্ননীড় গড়ে দিতে। সেখানে একটা জাগরণ হবে (গৃহপ্রবেশ অনুষ্ঠানের সময় ঈশ্বরের নাম সংকীর্তন)। সেই স্বপ্ন নিয়েই ন্যুড মডেল হওয়া, আর এখন আর্ট কলেজের অন্যতম মডেল লক্ষ্মী। প্রথম যে দিন নিজেকে এই পেশায় নিয়ে এসেছিলেন, একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না তিনি। পোশাক খুলতে হবে, এটা ভেবেই যেন হিমশীতল স্রোত বয়ে যেত।

ভারতীয় সেনা ছাউনিতে হামলার উদ্দেশ্যে ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক সেনার

Image
মুখে শান্তির কথা বললেও, প্রত্যেকদিনই সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক রেঞ্জার্সরা৷ পাল্লা দিয়ে ভারত বিরোধী ষড়যন্ত্রও চালিয়ে যাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই৷ পাক আক্রমণের যোগ্য জবাব দিচ্ছেন ভারতীয় জওয়ানরাও৷ সূত্রের খবর, দিনের পর দিন সীমান্তে ভারতীয় সেনার কাছে পর্যুদস্ত হওয়ায়, ভারতের বিরুদ্ধে এবার আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে রাওয়ালপিণ্ডি৷ অব্যর্থ লক্ষ্যে ভারতীয় সেনা ছাউনিগুলিতে হামলা চালাতে এবার জিপিএস সিস্টেম সম্বলিত অত্যাধুনিক মর্টার কিনতে চলেছে পাক সেনা৷ জানা গিয়েছে, বিশ্বের গুটিকয়েক দেশের অস্ত্রাগারেই মজুত রয়েছে এই জিপিএস সম্বলিত মর্টার৷ আমেরিকা, ইউরোপের কয়েকটি দেশ এবং চিনা সেনা ব্যবহার করে থাকে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মর্টার৷ সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার কাছে বারংবার পরাজিত হতে হতে এবার মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান৷ ফলে ভারতের বিরুদ্ধে এই জিপিএস সম্বলিত মর্টার ব্যবহারের পরিকল্পনা করছে রাওয়ালপিণ্ডি এবং সেই উদ্দেশ্যে এই মর্টার কেনার প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছে তারা৷ ইতিমধ্যে কথাবার্তা চলছে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মা

সিজোফ্রেনিয়া না ‘প্যাথলজিক্যাল গ্রিফ’, ওঁদের মন নিয়ে ধন্দে মনোবিজ্ঞানীরা

Image
আট বছর আগে বাবা মারা গিয়েছেন। মায়ের মৃত্যুর পর তাই একাকীত্ব গ্রাস করে ফেলেছিল বেকার 'সিজোফ্রেনিক' মৈত্রেয় ভট্টাচার্যকে। এমনই আশঙ্কা মনোবিজ্ঞানীদের। তবে, মেডিক্যাল পরীক্ষার আগে স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না কেউ। তাঁদের বক্তব্য, অনেক কিছুই হতে পারে। তবে সিজোফ্রেনিক হওয়ার সম্ভাবনাই বেশি। পিজির 'ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি'-র অধিকর্তা ডা. প্রদীপ সাহা এবং পাভলভ হাসপাতালের সাইকিয়াট্রিস্ট ডা. শর্মিলা সরকার, দু'জনেই রবিনসন স্ট্রিটের পার্থ দে-র মেডিক্যাল টিমে ছিলেন। দু'জনেই সল্টলেকের ঘটনায় রবিনসন স্ট্রিটের ছায়া দেখতে পেয়েছেন। প্রদীপবাবুর পর্যবেক্ষণ, "কাজ না করা, আশপাশ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, মায়ের দেহ আগলে থাকা– এ সব দেখে মনে হচ্ছে মৈত্রেয় 'সিজোফ্রেনিয়া উইথ পুওর ড্রাগ কমপ্লায়েন্স'-এর শিকার। দীর্ঘদিন ওষুধ না খাওয়ায় এমন ভয়ংকর চেহারা নিয়েছে মানসিক রোগ। কথা বললে বিষয়টি পরিষ্কার হবে। তবে যেভাবে মায়ের দেহ আগলে রেখে বসে ছিল তাতে মনে হয় 'ডিলিউশন'-ও কাজ করছিল মৈত্রেয়র মনে।" আগে চল্লিশ-পঞ্চাশ বছরে একবার রবিনসন স্ট্রিটের মতো ঘটনা ঘটত। এখন প্রতি দু&#

মহিলা পেইং গেস্টদের ঘরে লুকনো ক্যামেরা, মুম্বইয়ে ধৃত বাড়িওয়ালা

Image
ঘরের মধ্যে লুকিয়েই রেখেছিলেন ছোট্ট ক্যামেরা। সেই ক্যামেরার সঙ্গে অপর ঘরে রাখা টিভির সরাসরি যোগ ছিল। শুধু টিভি নয়, গোপন ক্যামেরার সঙ্গে যোগ ছিল মোবাইলেরও। আর তা থেকেই তরুণী পেইং গেস্টদের ছবি-ভিডিয়ো দেখতেন। বেশ কিছু দিন চলছিল এ ভাবেই। তাল কাটে যখন পেইং গেস্ট এক তরুণী ঘরের মধ্যে একটি ইলেকট্রনিক অ্যাডপটার কাপড়ে জড়ানো অবস্থায় দেখতে পান। সন্দেহ হয় ওই তাঁর। বিষয়টি অপর তিন জনকেও জানান। সন্দেহের বশে বিষয়টি বাড়িওয়ালাকেও জানান তাঁরা। কিন্তু, তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। এর পরই পুলিশে খবর দেন তাঁরা। পুলিশের তল্লাশিতেই সামনে আসে আসল তথ্য। জানা যায়, ৪৭ বছরের বাড়িওয়ালা মহিলা পেইং গেস্টদের ঘরে গোপান ক্যামেরা লুকিয়ে রাখেন। ঘটনাটি দক্ষিণ মুম্বইয়ে। গত ১৯ ডিসেম্বর তরুণীদের অভিযোগের প্রেক্ষিতে ডিবি মার্গ পুলিশ গ্রেফতার করে ওই ব্যক্তিকে। ধৃত ওই ব্যক্তির মোবাইল থেকে তরুণীদের অনেক ছবি-ভিডিয়ো উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রথমে গোপন ক্যামেরা বসানোর বিষয়টি অস্বীকার করেছিলেন ওই অভিযুক্ত। উল্টে তিনি দাবি করেছিলেন, ইন্টারনেট সংযোগের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ডিবি মার্গ পুলিশের এই কর্তা জা

রান করতেই হবে! ব্যাটসম্যানদের কড়া বার্তা কোহালির

Image
প্রচারমাধ্যমের মুখোমুখি বিরাট কোহালি। মেলবোর্নে মঙ্গলবার। দুই টেস্টের চার ইনিংসে ৪০ উইকেট নিয়েছেন বোলাররা। কিন্তু, ব্যাটসম্যানদের তরফে সেই ধারাবাহিকতা নেই। অ্যাডিলেড টেস্টে সেঞ্চুরি করেছিলেন চেতেশ্বর পূজারা। পার্‌থ টেস্টে সেঞ্চুরি করেন বিরাট কোহালি। আর অজিঙ্ক রাহানে দু'বার পঞ্চাশ করেছেন দুই টেস্টে। কিন্তু, সামগ্রিক ভাবে ভারতের ব্যাটিং নিয়ে থেকেই যাচ্ছে উদ্বেগ। আর সেই কারণেই বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার আবেদন করেছেন ভারত অধিনায়ক। কোহালির কথায়, ''আমাদের বোলাররা ভাল করছে। তাই ব্যাটসম্যানদের দায়িত্ব পালন করা জরুরি। না হলে আমরা যে ধরনের রান বোর্ডে তুলছি, তাতে বোলারদের পক্ষে লড়াই চালানো সম্ভব হবে না। যদি আমরা পরে ব্যাট করি, তবে লিড নিতে হবে, বা বিপক্ষের রানের যতটা সম্ভব কাছে যেতে হবে। যদি একটা বড় রানের সমান-সমান তোলা যায়, তবে ম্যাচটা দ্বিতীয় ইনিংসের উপর নির্ভরশীল হয়ে ওঠে। আর প্রথম ইনিংসে যদি লিড নেওয়া যায়, তবে তা কাজে আসে।'' ব্যক্তিগত পারফরম্যান্স নয়। কোহালি জোর দিয়েছেন সমষ্টিগত পারফরম্যান্সে। তাঁর মতে, ''ব্যাটসম্যানদের সম

‘গুলি করে মারুন’ ফোনে নির্দেশ দিয়ে বিতর্কে কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী

Image
ফোনে নির্দেশ দেওয়ার সময় ক্যামেরায় ধরা পড়লেন কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। উত্তেজিত ভাবে তাঁকে ফোনে কথা বলতে শোনা যাচ্ছিল। ফোনে তিনি কাউকে নির্দেশ দিচ্ছিলেন, 'আমি জানি না ওরা কারা, কোন দয়া নয়,গুলি করে মারুন'। কর্নাটকের  মুখ্যমন্ত্রীর এই ফোনবার্তা নিয়েই তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে কাকে তিনি নির্দেশ দিচ্ছিলেন, কেনই বা গুলি করার নির্দেশ? বিষয়টা পরে অবশ্য ধীরে ধীরে স্পষ্ট হয়েছে। সূত্রের খবর, ফোনের ও পারে ছিলেন পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক। তাঁকেই নাকি এই নির্দেশ দিচ্ছিলেন কুমারস্বামী। দলীয় এক নেতা খুন হয়েছিলেন। তাঁকে যারা খুন করেছিল, তাদেরই গুলি করে মারার নির্দেশ দিচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, জেডিএস নেতা এইচ প্রকাশকে সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দক্ষিণ কর্নাটকের মাণ্ড্যর কাছে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। তার পর দেহ ফেলে রেখেই চম্পট দেয় তারা।  ওই দিনই রাজ্যের বিজয়পুর জেলায় পরিদর্শনে গিয়েছিলেন কুমারস্বামী। সেখানে পা রাখা মাত্রই গোয়েন্দা সূত্রে তাঁকে দলীয় নেতার খুনের বিষয়টি জানানো হয়। তখনই তাঁকে উত্তেজিত ভাবে ফোনে নির্দেশ দিতে শোনা

প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

Image
প্রয়াত বিখ্যাত কবি ও সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। সোমবার রাতেই শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ২৫ ডিসেম্বর, মঙ্গলবার ক্রিসমাসের সকালে মৃত্যু হয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা উঠলেই প্রথমে যাঁর কথা মনে পড়ে সেটি হল 'অমলকান্তি'। কবি লিখেছেন,  ''অমলকান্তি আমার বন্ধু/ সে রোদ্দুর হতে চেয়েছিল।'' অমলকান্তি রোদ্দুর হতে পেরেছিলেন কিনা জানা নেই, তবে মঙ্গলবার সকালে রোদ্দুরে মিশে গেলেন প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। শুধু অমলকান্তি কবিতা কেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা মনে পড়লে মনে পড়ে 'উলঙ্গ রাজা'। কাব্যগ্রন্থের কথা। কবিতায় ছোট্ট শিশুকে দিয়ে রাজাকে কবি প্রশ্ন করেছিলেন, 'রাজা তোর কাপড় কোথায়?' কবির লেখা আরও একটি বিখ্যাত কবিতা 'কলকাতার যীশু'। বাংলার কবিতা ও সাহিত্যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অবদান অনস্বীকার্য। তাঁর লেখা বেশকিছু ছোটগল্প ও উপন্যাস সাহিত্যপ্রেমীর কাছে কাছে চিরপ্রিয় হয়ে থাকবে। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য ১৯৭৪

মিউটেশন এবার থেকে হবে অনলাইনে, সিদ্ধান্ত রাজ্যের

Image
কলকাতা: জমির মিউটেশন সংক্রান্ত জটিলতা কাটাতে বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের ভূমি ও ভূমি-রাজস্বমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর পরিচালনায় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে অনলাইনে রাজ্যজুড়ে জমির মিউটেশন হবে। সেক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের কষ্ট করে ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের (বিএলআরও) অফিসে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না। এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, এর ফলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। তাঁর দাবি, বছরে গড়ে প্রায় ১২ লক্ষ মানুষ জমির মিউটেশন সংক্রান্ত কাজ করান। সেক্ষেত্রে এখন থেকে রেজিস্ট্রির সময় নথিভূক্ত হওয়া জমির ক্রেতা-বিক্রেতার যেসব তথ্য সরকারি খাতার উঠে যায়, তার ভিত্তিতেই কম্পিউটারের এক ক্লিকে মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। ভূমি দপ্তর সূত্রের দাবি, মিউটেশনের কাজ করার ক্ষেত্রে সরকারি স্তরে দীর্ঘসূত্রিতার অভিযোগ বহুদিন ধরেই উঠছে। পাশাপাশি এই কাজ করিয়ে দেওয়ার নাম করে জমির ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে মোটা টাকা আদায় করা হতো বলেও বিভিন্ন মহলের অভিযোগ। বিষয়টি কানে যেতেই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের এই সমস্যা সম

রবিনসন কাণ্ডের ছায়া সল্টলেকে, ১৮ দিন ধরে মৃত মায়ের দেহ আগলে রাখল ছেলে

Image
কলকাতা: সল্টলেক বি ই ব্লকে মায়ের মৃতদেহ ১৮ দিন ধরে আগলে রাখল ছেলে। রবিবার রাতে ঘটনাটি জানাজানি হতেই ওই বাড়ি থেকে মৃতার পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিস। ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে মৈত্রেয় ভট্টাচার্য জানিয়েছে, তাদের পরিবার খ্রিস্টধর্মে বিশ্বাসী। তাঁর মায়ের শেষ ইচ্ছা ছিল, তিনি মারা যাওয়ার ২১ দিন পর তাঁকে মাটিতে পুঁতে দিতে। সেই মতো মা কৃষ্ণা ভট্টাচার্যের দেহ পুঁতে দেওয়ার প্রস্তুতি শুরু করেছিল ছেলে মৈত্রেয়। কিন্তু, একা সেই কাজ করা সম্ভব নয়। তাই সাহায্য চাইতে রবিবার বিডন স্ট্রিটে এক পরিচিতর বাড়িতে গিয়েছিল। ওই পরিচিতরাই বিধাননগর উত্তর থানাকে খবর দেন। পুলিস বিডন স্ট্রিটে গিয়ে মৈত্রেয়বাবুকে নিয়ে বি ‌ই-২২০ বাড়িতে আসে। সেখান থেকে রাতেই কৃষ্ণাদেবীর দেহ উদ্ধার করা হয়েছে। যদিও কীভাবে কৃষ্ণাদেবীর মৃত্যু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিস জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে মায়ের মৃত্যু সম্পর্কে মৈত্রেয়র দাবি, মা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। চলাফেরা করতে পারতেন না। তাঁদের বাড়িতে কোনও খাট ছিল না। মাকে শোয়ানোর জন্য একটি আলমারিকে মাটিতে শুইয়ে দেন মৈত্রেয়বাবু। ত

বড়দিনের বাজার দর জেনে নিন

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ২২টাকা প্রতিকিলো . জ্যোতি আলু – ১৪টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো .আদা – ৬০ টাকা প্রতিকিলো .রসুন – ৭০ টাকা প্রতিকিলো . ফুলকপি – ২০ টাকা প্রতি পিস .বাঁধাকপি – ১৫ টাকা প্রতি কিলো .পটল – ৬০টাকা প্রতিকিলো .ঢ্যাঁড়শ – ৩০টাকা প্রতিকিলো .উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো .বেগুন – ২০টাকা প্রতিকিলো .টমেটো – ৪০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ৬০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ৩০ টাকা প্রতিকিলো .পালং শাক – ২০টাকা প্রতি কিলো .লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো .গাজর – ৩০-৪০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো .পিঁয়াজকলি – ৩০ টাকা প্রতি কেজি মাছ .গোটারুই –১৬০-২২০ টাকা কিলো .কাটারুই – ২০০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-২৮০ টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪০০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪০০-৫০০ টাকা প্রতি কিলো .ভেটকি -৪০০-৫৫০ টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৫০০

জলসীমায় আমেরিকার জাহাজ ঢুকতে দেবে না ইরান

Image
তেহরান: পারস্য উপসাগরে ঘুরছে আমেরিকার বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেইনিস। গত শুরকবার যা খুব কাছাকাছি চলে আসে ইরানের জলসীমার। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে তেহরান। একই সঙ্গে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেইনিস ইরানের কোনও ক্ষতি করতে পারবে না বলে দাবি করা হয়েছে ওই দেশের প্রশাসনের পক্ষ থেকে। ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক শিতল হয়েছে। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক মঞ্চে। ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে নিষেধাজঙা জারি করে আমেরিকা। শুধু তাইনয়, ওয়াশিংটনের মিত্র রাষ্ট্রগুলিকেও ইরান থেকে তেল কিনতে নিষেধ করা হয়। সেই তালিকায় ভারতও ছিল। অনেক রাষ্ট্র আমেরিকার আহ্বানে সাড়া দিলেও দিল্লি তেমন কোনও পদক্ষেপ নেয়নি। তবে জলসীমায় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেইনিসের অবস্থানের বিষয়ে মুখ খুলেছেন ইরানের সামরিক বাহিনীর উপপ্রধান সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি। তিনি বলেছেন, "আমরা কখনই আমেরিকার কোনও জাহাজকে আমাদের জলসীমায় ঢুকতে দেব না।" একই সঙ্গে তিনি আরও বলেছেন, "ই ইউএসএস জন সি স্টেইনিসকে ইরানের সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর জবাব হবে, তারা কখনো মার্কিন জ

টিটাগড়ের কারখানায় তৈরি হল অত্যাধুনিক জাহাজ

Image
বারাকপুর: কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডাঃ হর্ষবর্ধনের হাত ধরে উদ্বোধন হল জাহাজ সাগর তারার। মূলত সামুদ্রিক গবেষনার কাজে ব্যাবহার করা হবে জাহাজ সাগর তারাকে। রাজ্যের বারাকপুর শিল্পাঞ্চলের জাহাজ কারখানা টিটাগড় ওয়াগন লিমিটেড কোম্পানি এই জাহাজটি নির্মাণ করেছে। জাহাজটি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক ১০০ কোটি টাকা।   ২০১৭ সালে ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসান টেকনলজি বা এনআইওটি কর্তৃপক্ষের সঙ্গে এই সামুদ্রিক গবেষনার কাজে ব্যাবহৃত জাহাজটি নির্মানের বিষয়ে চুক্তি হয়। সেই চুক্তিমত সোমবার রাতে এই জাহাজটি জলে ভাসল। জাহাজটি জলে ভাসার আগে পরিদর্শন করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রী ড: হর্ষবর্ধন। জাহাজটি আপাতত কয়েকদিন পরীক্ষামূলকভাবে বারাকপুরের গঙ্গায় ভাসমান থাকবে। মূলত আবহাওয়া দফতরের আগাম সূচনা দিতে এই সাগর তারা জাহাজ কার্যকারী ভুমিকা নেবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন। নতুন এই সামুদ্রিক গবেষণার কাজে ব্যাবহৃত এই জাহাজে আট জন বিজ্ঞানি এবং ১২ জন ক্রু মেম্বার থাকবে। জাহাজটি ৪৩ ফুট লম্বা৷ জাহাজটির বিশেষত্ব হল জাহাজের ২.৫ মিটার অংশ পর্যন্ত

জিএসটি ব্যবস্থাকে আরও সরলীকরণের পথে হাঁটবে কেন্দ্র, ইঙ্গিত জেটলির

Image
একসঙ্গে একগাদা করের বদলে সারা দেশে অভিন্ন করের নিয়ম জিএসটি চালু করেছে কেন্দ্র। সেই ব্যবস্থার দেড় বছর পূর্তিতে আর এক নয়া ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই করব্যবস্থাকে আরও সরলীকরণের পথে কেন্দ্র হাঁটতে চলেছে বলে ব্যাখ্যা করেছেন তিনি। অরুণ জেটলি বলেছেন, রাজস্ব বাড়লে ভারতের জিএসটি স্ল্যাব হতে পারে - ০ শতাংশ, ৫ শতাংশ ও ১২-১৮ শতাংশের মধ্যে কোনও একটি। অর্থাৎ বহুল ব্যবহৃত জিনিসের কর ব্যবস্থায় আরও সরলীকরণ করার কথা ভাবনাচিন্তা চলছে। তবে বিলাসবহুল পণ্যে কর কমানোর কোনও ভাবনা সরকারের নেই বলেই জেটলি জানিয়েছেন। ফেসবুক পোস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ১২১৬টি পণ্য সাধারণভাবে বেশি ব্যবহার করা হয়। তার মধ্যে ১৮৩টির কোনও কর নেই। ৩০৮টির ৫ শতাংশ কর, ১৭৮টির ১২ শতাংশ কর ও ৫১৭টির ১৮ শতাংশ কর নেওয়া হয়। ২৮ শতাংশের স্ল্যাবে ২৮টি পণ্য রয়েছে। ভবিষ্যতে ১২-১৮ শতাংশের মধ্যে কোনও একটি স্ল্যাব রাখা হবে বলে ইঙ্গিত দিয়েছেন জেটলি। তবে তা সময়সাপেক্ষ বলেও একইসঙ্গে জানিয়েছেন। প্রসঙ্গত, গত শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর ২৩টি পণ্যের কর কমানো হয়েছে। ভবিষ্যতে পণ্যের দাম নিয়ে যে আরও সরলীকরণের পথে কেন্দ্র হাঁ

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরলেন ধোনি, একদিনের সিরিজের দলেও আছেন মাহি

Image
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও এমএসডিকে দলে রাখেননি নির্বাচকরা। সীমিত ওভারের ক্রিকেটে ধোনির সাম্প্রতিক ফর্ম এবং দুটো টি টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে না থাকার পর অনেকেই আশঙ্কা করেছিলেন যে ২০১৯ বিশ্বকাপের দলে ধোনি থাকবেন তো? অনেকেই ভেবেছিলেন ধোনিকে ধীরে ধীরে ছেঁটে ফেলতে চাইছেন নির্বাচকরা তাই টি-টোয়েন্টি দলে রাখছেন না তাঁকে। সব জল্পনায় জল ঢেলে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলেও ফিরলেন মাহি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ এবং তার পরেই নিউ জিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সোমবার এই দুই সিরিজের জন্য দল বাছতে বসেছিলেন এমএসকে প্রসাদের নির্বাচক কমিটি। ধোনির দলে ফেরা একপ্রকার নিশ্চিতই ছিল। তবে একদিনের দল থেকে বাদ পড়লেন ঋষভ পন্থ। দলে এলেন মহম্মদ শামিও। এশিয়া কাপে চোট পাওয়া হার্দিক পান্ডিয়াও একদিনের এবং টি-টোয়েন্টি দলে ফিরলেন। # একনজরে অস্ট্রেলিয়া ও নিউ জি

২০১৯-এর দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা সিবিএসই-র

Image
২০১৯ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার সময়সূচি ঘোষণা করল সিবিএসই। বোর্ডের তরফে জানানো হয়েছে দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে ২১ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত। গত বছরের তুলনায় এবছর পরীক্ষা বেশ কিছুদিন এগিয়ে নিয়ে এল বোর্ড। পরীক্ষার্থীদের জানানো হয়েছে পরীক্ষাসূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বোর্ডের ওয়েবসাইট cbse.nic.in থেকে। পরীক্ষার সাত সপ্তাহ আগেই এই সময়সূচি ঘোষণা করল বোর্ড। পরীক্ষা হবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। তবে উত্তরপত্র দিয়ে দেওয়া হবে সকাল দশটাতেই। প্রশ্নপত্র দেওয়া হবে সকাল ১০টা ১৫ মিনিটে। আগামী বছরে নিট বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার তারিখের সঙ্গে বোর্ডের পরীক্ষার তারিখ যাতে মিলে না যায় তার ওপরে নজর রাখা হয়েছে। কারণ গত বছর বোর্ডের পদার্থ বিদ্যার পরীক্ষার তারিখ বদল করতে হয় কারণ দিনটি সর্বভারতীয় জয়েন্টের তারিখের সঙ্গে একই দিনে পড়ে যায়। সিবিএসই-র কন্ট্রোলার এ ভরদ্বাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, বোর্ডের পরীক্ষার সূচি ঠিক করার সময়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভর্তির

শবরদের গ্রামে তিনশো বাড়ি, পানীয় জল

Image
লোধা-শবরদের জন্য নতুন তিনশোটি বাড়ি তৈরি হবে ঝাড়গ্রাম জেলায়। বাংলা আবাস যোজনায় তৈরি হবে ওই সব বাড়ি। এ ছাড়া সরকারি প্রকল্পে তৈরি লোধা-শবরদের পুরনো বাড়িগুলিও সংস্কার করা হবে। লোধা-শবরদের গ্রামে হবে নতুন পরিস্রুত পানীয় জলের প্রকল্প। লোধা-শবরদের বিকল্প জীবিকা ও সারা বছরের কর্মসংস্থানের জন্য নেওয়া হয়েছে সুনির্দিষ্ট কর্মসূচি। শবর-লোধাদের সার্বিক উন্নতির লক্ষে ঝাড়গ্রাম জেলার জন্য ১০ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন শবরদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা-ভিত্তিক উন্নয়ন। এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছ থেকে শবর পল্লিগুলির সার্বিক অবস্থা ও প্রয়োজন সম্পর্কে রিপোর্ট তলব করেছিল নবান্ন। সূত্রে খবর, সেই রিপোর্টের ভিত্তিতে শবরদের বাড়ি, পানীয় জল ও জীবিকার বন্দোবস্তের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একেবারেই যাদের আস্তানার অবস্থা খারাপ এমন তিনশোটি পরিবারকে প্রথম পর্যায়ে বাংলা আবাস যোজনায় নতুন বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। এ জন্য খরচ ধরা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। এ ছাড়া ২০ লক্ষ টাকা খরচ করে একশোটি পুরনো বাড়ি সংস্কার করা হবে। বাংলা আবাস যোজনায়

এপ্রিল থেকে প্রিপেইড হচ্ছে বিদ্যুৎ

Image
নয়াদিল্লি: মাসের শেষে বিদ্যুতের বিল দেখে আর মাথায় হাত দিতে হয়! এই দূরাবস্থা দূর করে সুদিন আনতে চলেছে মোদী সরকার। মোবাইলের মতোই বিদ্যুতের বিল হয়ে যাবে প্রিপেইড। আগাম দিতে হবে টাকা। তবে তা কখনই প্রয়োজনের বেশি নয়। ঠিক যতটা দরকার ততটাই দিতে হবে, মানে রিচার্জ করতে হবে। সোমবার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে এই খবর জানানণ হয়েছে। সেই নির্দেশিকা অনুসারে আগামী বছরের এপ্রিল মাসের প্রথম দিন থেকে দেশে প্রিপেড মিটার চালু হয়ে যাবে। সম্ভব হলে এপ্রিল মাসের আগেও এই ব্যবস্থা চালু হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে। এই ব্যবস্থা চালু করার জন্য প্রতিটি গ্রাহককে পৃথক যন্ত্র বসাতে হবে। সেই মিটারের সাহায্যের বিদ্যুতের ব্যবহার সম্পর্কে জানতে পারবে গ্রাহক। নিজেদের বিদ্যুতের খরচ এবং ব্যবহার সম্পর্কেও অবগত থাকতে পারবে সকলে। একই সঙ্গে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থাও বিদ্যুতের ব্যবহার সম্পর্কে সচেতন হতে পারবে। পরিষেবা প্রদানকারী সংস্থার থেকে গ্রাহক পরিষেবাকেই অধিক গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আরকে সিং। তাঁর মতে, "অনেক জায়গা থেকেই বিদ্য

সুন্দরী স্ত্রীর হাতে এক এক করে খুন ২ স্বামী! ১৪ বছর আগের ঘটনা যেন থ্রিলার

Image
খড়দহ হত্যাকাণ্ডে পরতে পরতে থ্রিলার। তদন্তে নেমে তদন্তকারীদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। যা যে কোনও সিনেমার থ্রিলারকে অবলীলায় হার মানাতে পারে। একে একে দুই স্বামীকে নিজের হাতেই সরিয়ে দিয়েছেন স্ত্রী, এমনকী প্রথম স্বামীর পরিবারের চার সদস্যের অস্বাভাবিক মৃত্যুর পিছনেও তাঁর হাত রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশে তদন্তে উঠে এসেছে, অদিতি চেয়েছিল তৃতীয় বিয়ে করতে। সেখানেই বাধ সেধেছিল দ্বিতীয় স্বামী প্রতুল। আর তারই জেরে তাঁকে দুনিয়া থেকে সরে যেতে হয়। প্রথম বিয়েতে স্বামীর অস্বাভাবিক মৃত্যু। দ্বিতীয় বিয়েতে বিচ্ছেদের পরই প্রাক্তন স্বামীর রহস্য মৃত্যু। ক্রমেই দ্বিতীয় স্বামী প্রতুল চক্রবর্তীর খুনের তদন্তে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। কেঁচো খুড়তে গিয়ে বেরিয়ে পড়ে কেউটে। একটা খুনের কিনারা করতে গিয়ে বেরিয়ে এসেছে ১৪ বছর আগে ঘটে যাওয়া আর একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। একই সঙ্গে বারাসতের চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। আর সেই ঘটনার পিছনে প্রতুল হত্যাকাণ্ডে জড়িত স্ত্রী অদিতির হাত রয়েছে বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। পুনরায় এই মামলা উত্থাপন করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন ২০০৪ সালে অদিতির

দুর্নীতি মামলায় ৭ বছরের জেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শরিফের

Image
দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ডের সাজা দিল সে দেশের দুর্নীতিবিরোধী আদালত। অল-আজিজিয়া দুর্নীতি মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারপতি মহম্মদ আরশাদ মালিক। নিজেকে নির্দোষ দাবি করে রবিবার শরিফ জানিয়েছেন, সততার সঙ্গে দেশের সেবা করেছেন তিনি।  গত সপ্তাহে অল অজিজিয়া ও ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট মামলার শুনানি শেষ হয় ইসলামাবাদের আদালতে। তবে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি মহম্মদ আরশাদ মালিক। এদিন শরিককে সাতবছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়। আদালতের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শরিফের সমর্থকরা। ফলে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। রায় ঘোষণার পর ভেঙে পড়েন শরিফ সমর্থকরা। শোনা গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনিও। আয়ের সঙ্গতিহীন মামলায় ২০০৮ সালে জুলাইয়ে নওয়াজ শরিফ, তাঁর কন্যা মরিয়ম ও জামাতা মহম্মদ সফদারকে ১১, ৮ ও ১ বছরের শাস্তি ঘোষণা করেছিল ইসলামাবাদের হাইকোর্ট।

মদে উপর নিষেধাজ্ঞায় ‘শান্তি’ ফিরেছে বিহারের ঘরে ঘরে!

Image
নীতীশ সরকারের মদ-নিষেধাজ্ঞার জেরে রাজ্যের ঘরে ঘরে 'খুশি' ফিরে এসেছে। রাজ্য সরকারের মহিলা বিকাশ নিগমের অধীনস্থ জেন্ডার রিসার্চ সেন্টারের সমীক্ষায় দেখা যাচ্ছে, রাজ্যে পারিবারিক হিংসার পরিমাণ ৫৪ শতাংশ থেকে কমে ৫ শতাংশে নেমেছে। সেন্টার রাজ্যের পাঁচটি জেলায় এই সমীক্ষা চালায়। রিপোর্টে দাবি করা হয়েছে, গ্রামীণ গোলমালের সংখ্যা আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। বিরোধীদের পাল্টা দাবি, রাজ্য জুড়ে পাচারকারীরা ঘরে ঘরে মদ পৌঁছে দিচ্ছে। আপাত দৃষ্টিতে শান্তি রয়েছে মনে হলেও জেল খাটার ভয়ে অনেকেই 'চুপচাপ' মদ খাচ্ছেন। মদ খেয়ে হল্লাবাজী বন্ধ। সে কারণেই গ্রামে 'শান্তি' নজরে আসছে। রাজ্যকে পাঁচটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের একটি করে জেলা বাছাই করা হয়। ভৌগলিক ও আর্থিক ফারাকের ভিত্তিতে নওয়াদা, পূর্ণিয়া, সমস্তীপুর, পশ্চিম চম্পারণ এবং কৈমুর থেকে নমুনা সমীক্ষা করা হয়। ২৩৬৮ জনের সঙ্গে কথা বলেছেন তাঁরা। পাঁচটি জেলায় ১০০১ জন মহিলার সঙ্গে ২৬টি যৌথ আলোচনা, ২৪২ জন পুরুষের সঙ্গে ২০টি যৌথ আলোচনা, ৬৪৭টি কিশোরীর সঙ্গে ১০টি যৌথ আলোচনা এবং ৩০৬ জন মহিলার সঙ্গে একান্ত ব্যক্তিগত আলোচনা করা হয়েছে। নিষেধাজ্ঞ

ধর্মঘটে যাচ্ছে ওলা-উবর, আজ থেকে কলকাতায় উধাও হতে পারে ১৫,০০০ ক্যাব!

Image
বড়দিনের উৎসব মাটি করে দিতে পারে অনলাইন ক্যাব চালকদের ধর্মঘট। আজ, মঙ্গলবার কলকাতা শহর থেকে উধাও হয়ে যেতে পারে ১২ থেকে ১৫ হাজার অনলাইন ক্যাব ওলা-উবর। সব মিলিয়ে বর্তমানে শহরে ২৫০০০ অনলাইন ক্যাব চলে। আজ চালকদের আইডি বন্ধ করা নিয়ে ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের নেতৃত্বরা প্রায় ১৫০ চালককে নিয়ে অ্যাপ ক্যাবের দফতরে যান। তাঁদের দাবি, আইডি সাসপেনশন তুলে নিতে হবে। কিন্তু তাঁদের দাবি না শুনে উল্টে পুলিশ দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই তাঁরা ধর্মঘটের সিদ্ধান্ত নেন। ক্যাব চালকদের আচরণ পছন্দ না হলে বা যাত্রীদের সঙ্গে কোনও খারাপ আচরণ করলে অনেক সময়ই চালকদের বিরুদ্ধে অভিযোগ করে দেন যাত্রীরা। এর ফলে অভিযোগের গুরুত্ব বিচার করে তাঁদের সাসপেন্ড করা হয়। এটাকেই আইডি সাসপেনশন বলে। আর এখানেই আপত্তি চালকদের। কারণ তাঁদের অভিযোগ, বহু ক্ষেত্রে যাত্রীরা অশোভন আচরণ করেন। চালকেরা তার প্রতিবাদ করলেই তাঁদের নামে অভিযোগ করে দেন যাত্রীরা। আর সত্যাসত্য বিচার না করেই আইডি বন্ধ করে দেয় সংস্থা। ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের জেনারেল সেক্রেটারি ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন

হাওড়ার গ্রামে অ্যাকাউন্টে ঢুকেছে ফসল বিমার টাকাই, জানা গেল তদন্তে

Image
ফসল বিমার টাকাই ঢুকেছে জয়পুরের বাসিন্দাদের অ্যাকাউন্টে— তদন্তে এমনই জানাল প্রশাসন। আর তা নিয়ে আর এক দফা চাপান উতোর শুরু হয়েছে। টাকা প্রাপকদের অনেকেই যে চাষি নন, এমনই অভিযোগ উঠেছে হাওড়ার জয়পুরের ঘোড়াবেড়িয়া-চিৎনান গ্রামে। দায় ঠেলাঠেলি শুরু হয়েছে জেলা কৃষি দফতর এবং সংশ্লিষ্ট বিমা সংস্থার মধ্যে। সোমবার অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) শঙ্করপ্রসাদ পাল বলেন, ''আমরা তদন্ত করে দেখেছি, ২০১৭ সালে ওই দু'টি পঞ্চায়েতে বন্যায় সময়ে খরিফ ফসলের যে ক্ষতি হয়েছিল এটা তারই ক্ষতিপূরণ। যে সংস্থার কাছে চাষিরা বিমা করিয়েছিলেন তারাই দু'দিন ধরে সরাসরি চাষিদের অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়েছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তির অবকাশ নেই।'' গত শুক্র ও শনিবার হাওড়ার জয়পুরের ঘোড়াবেড়িয়া-চিৎনান গ্রাম পঞ্চায়েতে দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। অভিযোগ, ওই সব গ্রাহকের অনেকেই বুঝতে পারেননি কোথা থেকে এল ওই টাকা। জেলা প্রশাসনের দাবি, চাষের সময় চাষিরা ফসল বিমা করিয়ে রাখেন। সেই বিমার প্রিমিয়াম দেয় রাজ্য ও কেন্দ্র সরকার যৌথ ভাবে। প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষতি হলে বি

হোয়্যাটস অ্যাপ চ্যাট পড়তে পারবে সরকার?‌ নির্দেশিকা নিয়ে প্রশ্ন নেটিজেনদের

Image
দু'‌দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিতর্কিত নির্দেশিকা জারি করে বলা হয়েছিল দেশের ১০টি কেন্দ্রীয় সংস্থা নজরদারি চালাবে ব্যক্তিগত কম্পিউটার থেকে ফোনে। অর্থাৎ সেখানে আড়িপাতার বিষয়টি উঠে আসায় শোরগোল পড়ে যায় দেশজুড়ে। এবার এনডিএ সরকার নতুন ইনফরমেশন টেকনোলজি আইন এনে হোয়াটসঅ্যাপে নজরদারি চালাবে বলে খবর পাওয়া যাচ্ছে। আইটি আইনের ৭৯ ধারাকে সংশোধন করে তা লাগু করা হবে বলে খবর। যাতে বেআইনি তথ্য সম্বলিত প্রচার আটকানো যায়। সরকারের একটি সূত্রে খবর, আইফোন সহ–অ্যান্ড্রয়েড ফোনগুলিতে চলবে নজরদারি। সেখানের মেসেজ, চ্যাট, ইমেজ, ভিডিওতে নজরদারি চালানো হবে। সেক্ষেত্রেও ব্যক্তিগত গোপনীয়তায় হাত পড়বে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এখনই একসঙ্গে ৫টির বেশি ইমেজ বা ভিডিও পাঠানো যায় না। এরকমই প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে যাতে হোয়াটসঅ্যাপে গুজব, বিকৃত মেসেজ, অশ্লীল মেসেজ সহ–অন্যান্য বিতর্কিত ভিডিও স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যায়। তার জন্য বিভিন্ন সংস্থাকে জানানো হয়েছে বলে খবর। তাছাড়া এই কাজে নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। যাতে সবসময় বিষয়গুলির ওপর নজর রাখা যায়। ইতিমধ্যেই এই মর্মে একট