Posts

Showing posts from July 9, 2018

বহু বাধা পেরিয়ে উর্দুতে রামায়ণ অনুবাদ মুসলিম কন্যার

Image
রামায়ণের সারকথাই মন টানে মাহির। এ যেন সম্প্রীতির আকালেও সাম্প্রদায়িক মিলনের নজির। সামাজিক বাধা তুচ্ছ করে মুসলিমের হাতে হিন্দু মহাকাব্যের অনুবাদ! কানপুরের মাহি তালাত সিদ্দিকির ঘরে থরে থরে বই সাজানো। কোনওটা ভারতীয় পুরাণ, কোনওটা আবার দর্শন সাহিত্য। হিন্দি সাহিত্যের মেধাবী ছাত্রীটির রয়েছে অনুবাদের নেশা। এ বার সেই নেশাকে কাজে লাগিয়েই মাতৃভাষা উর্দুতে 'রামায়ণ' অনুবাদ করে ফেললেন মাহি। ইতিমধ্যেই  গোটা রাজ্য মাহিকে চিনে ফেলেছে এই কাজের জন্য। সামাজিক বাধা কেমন ছিল? মাহির কথায়, তা এরটা সময় তীব্র ছিল বইকি। সময়ের সঙ্গে সঙ্গে কমেছে সে সব। কিন্তু সব প্রতিকূলতা সরাতে তাঁর পরিবারকে পাশে পেয়েছেন তিনি। কাজ শেষ হওয়ার পর স্থানীয় প্রশাসন ও বিদ্বজ্জনদের থেকেও মিলেছে স্বীকৃতি। দু'-বছর আগে, কানপুরের বাসিন্দা বদরিনারায়ণ তিওয়ারি, মাহি তালাতকে হিন্দিতে অনুবাদ হওয়া  রামায়ণের একটি কপি দিয়েছিলেন, সেটি পড়েই তিনি উর্দুতে রামায়ণ অনুবাদের সিদ্ধান্ত নেন। কিন্তু হঠাৎ রামায়ণ অনুবাদের সিদ্ধান্ত কেন নিলেন মাহি? জানিয়েছেন, হিন্দু মহাকাব্য হলেও এর মধ্যে ভারতীয় পরিবারতন্ত্র, সামাজিক গঠন ও ভ্রাতৃত্বকে যে মর্যাদা

চিনা মাদকে মার্কিন যোগ!

Image
উদ্ধার হওয়া মাদক। কলকাতায় ধৃত চিনা মাদক পাচারকারীর সঙ্গে যোগ থাকতে পারে মার্কিন যুক্তরা্ষ্ট্রেরও। আর সেই আশঙ্কা থেকেই এ বার ধৃত পাঁচ চিনা নাগরিককে জেরা করতে কলকাতায় এলেন তিন সদস্যের মার্কিন গোয়েন্দা-দল। মঙ্গলবার সিআইডির সদর দফতর ভবানী ভবনে তাঁরা যাবেন ধৃতদের জেরা করতে। ২৯ জুন কলকাতা স্টেশনে রেলপুলিশের হাতে প্রায় ৩৯ কোটি টাকার পার্টি ড্রাগ নিয়ে ধরা পড়ে পাঁচ চিনা নাগরিক। প্রায় দুই কুইন্টাল ড্রাগ বাজেয়াপ্ত হয় ধৃতদের কাছ থেকে। জেরায় জানা যায়, ধৃতরা চিনের গুয়াংঝৌ প্রদেশের বাসিন্দা। আন্তর্জাতিক মাদকের বাজারে, এই গুয়াংঝৌর মাদক কারবারীরা কুখ্যাত সারা বিশ্ব জুড়ে পার্টি বা সাইকোট্রপিক ড্রাগ সরবরাহ করার জন্য। এই ড্রাগ চক্রের জাল ছড়িয়ে চিন-ভারত-মায়ানমার-হংকং হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত। সম্প্রতি মার্কিন মুলুকে বেশ কয়েক বার এ রকম মাদক ধরা পড়েছে, যার পেছনে চিনা মাদক কারবারীদের যোগ খুঁজে পেয়েছেন মার্কিন গোয়েন্দারা। আর সেই সূত্র ধরেই গোয়েন্দাদের সন্দেহ, কলকাতাতে ধৃত চিনারাও ওই গুয়াংঝৌ চক্রেরই সদস্য। ২০০৩ সালেও এই গুয়াংঝৌ চক্রের হদিশ পাওয়া গিয়েছিল কলকাতাতে। সে বারও মার্কিন গোয়েন্দাদের দেওয়া সূ

কলকাতায় ভর সন্ধ্যায় অফিসের মধ্যে ধর্ষিতা তরুণী

Image
এই বহুতলটির চার তলাতেই রয়েছে ওই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার অফিস। সেখানেই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। চব্বিশ বছরের তরুণী নিজের এক পরিচিত মহিলার সঙ্গে এসেছিলেন মধ্য কলকাতার একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে। আর সেখানেই ভর সন্ধ্যাবেলা তাঁকে ধর্ষণ করে ওই সংস্থারই এক কর্মী। এমনটাই অভিযোগ তরুণীর। নিগৃহীতা তরুণীর অভিযোগ, এই গোটা ঘটনায় অভিযুক্তকে সাহায্য করেছে সেই মহিলা, যার সঙ্গে তিনি রবিবার সন্ধ্যায় বৌবাজার মোড়ের কাছে নির্মল চন্দ্র স্ট্রিটের ওই অফিসে গিয়েছিলেন। ঠিক কী হয়েছিল রবিবার সন্ধ্যায়? বৌবাজার থানায় তরুণী জানিয়েছেন, স্বেচ্ছাসেবী সংস্থার ওই কর্মী শেখ রাজীব হোসেনের বাড়ি কড়েয়াতে। যে মহিলা তাঁকে রবিবার সন্ধ্যায় ওই অফিসে নিয়ে গিয়েছিলেন, সেই বৈশাখী করণ বিশ্বাস মাধ্যমেই ওই যুবকের সঙ্গে আলাপ তরুণীর। ওই সংস্থাটি মূলত পথশি‌শুদের একটি স্কুল চালায়। সেই স্কুলে পথশিশুদের পড়ানোর জন্য শিক্ষিকা খুঁজছিল সংস্থাটি। সেই সূত্র ধরেই সন্ধ্যায় তরুণী  বৈশাখীর সঙ্গে যান নির্মল চন্দ্র স্ট্রিটের অফিসে। বহুতলের চারতলায় স্বেচ্ছাসেবী সংস্থার অফিস। ওই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাটির শাখা রয়

ক্ষুদে পড়ুয়াদের স্কুলে আনতে বাস ড্রাইভার হলেন শিক্ষক

Image
একটি অনুপ্রেরণামূলক ঘটনা। পড়ুয়ারা যাতে স্কুলে আসে, তা নিশ্চিত করতেই বাস চালকের আসনে বসলেন এক শিক্ষক। কর্নাটকের উদুপির একটি স্কুলের শারীরশিক্ষা বিষয়ের শিক্ষক নিজেই বাস চালিয়ে ক্ষুদে পড়ুয়াদের স্কুলে আনার উদ্যোগ নিলেন। রাজারাম নামে ওই শিক্ষক লক্ষ্য করেন যে, বরেলি গভর্নমেন্ট হায়ার প্রাইমারি স্কুলে পড়ুয়ার সংখ্য কমছে। কারণ, পড়ুয়াদের জঙ্গলের মধ্যে দিয়ে  তিন কিমি রাস্তা পেরিয়ে স্কুলে আসতে হয়। পড়ুয়াদের এই সমস্যার কথা জেনে অন্যান্যদের সাহায্যে একটি বাস কিনে ফেলেন ওই শিক্ষক। এরপর বাস চালিয়ে পড়ুয়াদের নিয়ে আসা ও দিয়ে আসার কাজ শুরু করেন। তাঁর এই উদ্যোগ দারুণ সফল হয়। স্কুলছুটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। স্কুলের পড়ুয়ার সংখ্যা ৬০ থেকে বেড়ে হয়েছে ৯০।

ভারতে সস্তায় ক্যানসারের ওষুধ সাপ্লাই করবে চিন

Image
বেজিং: ভারতে রফতানি করা ওষুধের দাম কমানোর কথা জানাল চিন। পাশাপাশি আরও বেশি ওষুধ রফতানি করা হবে বলেও জানিয়েছে বেজিং। বিশেষত ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে আরও বেশি ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। ভারতের সঙ্গে এই সংক্রান্ত একটা চুক্তি করেছে চিন। ভারত এবং চিন দুই দেশ ১ জুলাই থেকে কয়েকটি জিনিসের আমদানি শুল্ক কমিয়েছে। এশিয়া পেসিফিক ট্রেড এগ্রিমেন্টের চতুর্থ পর্যায়ের আলোচনার পর এই সিদ্ধান্তে এসেছে দুই দেশ। এই চুক্তির মধ্যে রয়েছে বাংলাদেশ, লাওস, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা। চিন জানিয়েছে ভারতে আসা ৮৫৪৯টি জিনিসের ট্যারিফ কমানো হচ্ছে আর ভারত ৩১৪২ টি জিনিসের ট্যারিফ কমাচ্ছে। ভারতের বাজারে চিন থেকে সাবে ওষুধ। আর ভারত পাঠাবে চাল ও চিনি। সোমবার চিনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে এইভাবে ভারতে ওষুধ রফতানি বাড়াতে চায় বেজিং। সম্প্রতি চিনে ক্যান্সারের ওষুধ নিয়ে একটি ছবি বেশ জনপ্রিয় হয়। ছবির নাম 'Dying to Survive,' যেখানে ক্যান্সারের ওষুধে 'জিরো' ট্যারিফের বিষয়টি দেখানো হয়েছে। আর এই ছবি ১৫০০ কোটির ব্যবসা করেছে। ছবিটি মুক্তি পাওয়ার পর ওষুধের দামের বিষয়টা প্রকাশ্যে আসে। ১ জুলাই থেকে ট্যার

বাড়ল ৩ গুণ, এবছর রাজ্যে প্রচুর পার্শ্ব শিক্ষক নিয়োগ

Image
রাজ্যে এবার পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে ৩০ শতাংশ। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্শ্ব শিক্ষকদের সম্মেলনে ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগে ১০ শতাংশ পার্শ্বশিক্ষক নিয়োগ করা হত। এবার এবছর তা এক ধাক্কায় ২০ শতাংশ বাড়ানো হল। আর বাড়ানো হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। ৬০ বছর বয়স পর্যন্ত পার্শ্ব শিক্ষকরা চাকরি করতে পারবেন। রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য এ যে সুখবর, তা বলাই বাহুল্য। পাশাপাশি পার্শ্বশিক্ষকদের বেতন এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করার কথাও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। বর্ধিত বেতন ১ মার্চ ২০১৮ থেকে কার্যকর হবে বলে জানান পার্থবাবু। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্শ্বশিক্ষকদের সম্মেলন ছিল। প্রথমে ফোনে ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই মঞ্চে ওঠেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্শ্ব শিক্ষকদের  বেতন বাড়ানোর দাবি  দীর্ঘদিনের। ভাষণের শুরুতেই শিক্ষামন্ত্রীর গলায় তাঁদের দাবিপূরণের কথা শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক। প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের  বেতন এক ধাক্কায় প্রায় দ্বিগুণ বাড়িয়ে  ১০ হাজার টাকা ও উচ্চ প্রাথমিকে বেতন বাড়িয়

এক লিটার দুধের দাম তিন হাজার টাকা ?

Image
মনে পড়ে 'সোনার কেল্লা' ছবির সেই দৃশ্য। যখন চায়ের মধ্যে দেওয়া দুধ উটের হতে পারে শুনে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল লালমোহনবাবুর? এখন কিন্তু আর মোটেই দুর্লভ্য নয় এই দুধ। চাইলেই মিলবে, অনলাইনে কেবল একটি ক্লিকের অপেক্ষা। গরুর দুধ আর নয়, এবার অনলাইনে ভারতের অন্য এক প্রাণীর দুধ বিদেশেও। আর তাতেই আসছে ডলার। গরু নয়, ডলার আনছে ভারতের উট। রাজস্থান থেকে বিপুল পরিমাণে দুধ যাচ্ছে আমেরিকা-সহ বিভিন্ন দেশে। মনে পড়ে 'সোনার কেল্লা' ছবির সেই দৃশ্য। যখন চায়ের মধ্যে দেওয়া দুধ উটের হতে পারে শুনে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল লালমোহনবাবুর? এখন কিন্তু আর মোটেই দুর্লভ্য নয় এই দুধ। চাইলেই মিলবে, অনলাইনে কেবল একটি ক্লিকের অপেক্ষা। শুধু উটের দুধই নয় ওই দুধ থেকে তৈরি মিল্ক পাউডারের চাহিদাও বাড়ছে। দাম উঠেছে লিটার প্রতি ৫০ ডলার। ভারতীয় মুদ্রায় যা কমবেশি ৩ হাজার টাকা। তবে সরাসরি উট মালিকরা দুধ রফতানি করতে পারছেন না। বিকানির, কচ্ছ, সুরাতের দুধ প্যাকেজিং এবং মিল্ক পাউডার প্রস্তুতকারী সংস্থার মাধ্যমে যাচ্ছে দেশে, বিদেশে। ২০০ মিলিলিটারের বোতলে তরল দুধ আর পাউডার বিক্রি হচ্ছে ২০০ ও ৫০০ গ্রাম প্যাকেটে। আমাজনের মা

বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানা গড়ে উঠছে এদেশে! জানেন কোথায়?

Image
সাউথ কোরিয়া নয় বা চিন নয়। স্যামসং নিজেদের সবচেয়ে বড় কারখানাটি তৈরি করেছে এদেশে। বিশ্বের সবচয়ে বড় মোবাইল তৈরির কারখানাটি এখন রয়েছে নয়ডায়। সামনে কিছুটা জায়গা খোলা মাঠ। বাঁদিকের এলাকা জুড়ে নির্মিয়মান বাড়ি। নয়ডার এমন একটি জায়গায় গড়ে উঠেছে স্যামসং এর সবচেয়ে বড় মোবাইল কারখানাটি। চিন, দক্ষিণ কোরিয়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে ভারতের নয়ডাকেই বেছে নিয়েছে বিশ্বের অন্যতম নামী মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসং। আর এর একটাই কারণ, বিশ্বমানচিত্রে নয়ডা ক্রমেই বাণিজ্যের অন্যতম গুরু্তবপূর্ণ এলাকা হিসাবে নিজেকে তুলে ধরছে। নয়ডার ৮২ সেক্টরে , ৩৫ একর জমি নিয়ে স্যামসংএর এই বৃহত্তম কারখানা গড়ার নেপথ্যেও রয়েছে এই একই কারণ। কারখানা সংলগ্ন এলাকায় রয়েছে হেলিপ্যাডও । যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে। স্যামসং এর মত নামী দক্ষিণ কোরিয়ার সংস্থা নয়ডার এই কারখানাতে ৪৯.১৫ বিলিয়ন টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। এই কারখআনাতে থাকছে অত্যাধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা। এই কারখানা পরে আরও সম্প্রসারণের কথাও ভাবছে সংস্থা। যেখানে ১২ কোটি মোবাইল প্রস্তুত করার পথে এগিয়ে চলেছে স

বিবাহ বিচ্ছেদ মামলায় স্ত্রীর ‘গোপন’ তথ্য প্রকাশ করার দাবি শোভনের

Image
বৈশাখীর সঙ্গে আদালতে শোভন।  সোমবারও বিশেষ বন্ধু বৈশাখী চট্টোপাধ্যায়ের সঙ্গে আদালতে এসে মেয়র শোভন চট্টোপাধ্যায় আদালতের কাছে দাবি জানালেন, তাঁর স্ত্রীর আয়ের উৎস ও খরচের ফিরিস্তি আদালতে পেশ করা হোক। তার কারণ শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় তাঁর ছেলে মেয়ের পড়াশোনা ও দেখভালের জন্য ৩০ লক্ষ টাকা শোভনের কাছে দাবি করেছেন। পাশাপাশি সূত্রের খবর, রত্না তাঁর মামলার খরচ চালাতে গিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। এখানেই আপত্তি তুলেছেন মেয়র। আদালতের কাছে তাঁর আইনজীবীদের প্রশ্ন, রত্নার এত টাকা খরচ করে বিবাহ বিচ্ছেদের মামলা করার ক্ষমতা কোথা থেকে এল? ১৫ লক্ষ টাকা যদি তিনি খরচই করতে পারেন, তাহলে ছেলেমেয়ের জন্য ৩০ লক্ষ টাকা চাইছেন কেন? তাঁর আয়ের উৎস গোপন না রেখে প্রকাশ্যে আনা হোক। জানানো হোক আদালতকে। আলিপুর আদালতের বিচারক রত্নাকে বলেছেন, ১২ জুলাইয়ের মধ্যে তাঁর আয়ের উৎস ও খরচপত্রের সব নথি পেশ করতে। তার মানে রত্নার রোজগার কী, কত টাকা ব্যাঙ্কে রয়েছে, কত টাকা বিনিয়োগ করেছেন, কত গয়না রয়েছে, কত টাকার বিমা করানো রয়েছে, কত নগদ হাতে রয়েছে— এরকমই সব তথ্য ও নথি আদালতকে জানাতে হবে। ১৮ জুলাই মেয়র সেই সব নথি ও তথ

পার্শ্ব শিক্ষকদের বেতন একলাফে অনেকখানি বাড়িয়ে চমক শিক্ষামন্ত্রীর

Image
অবশেষে মিটল দাবি৷ রাজ্যের ৪৬ হাজার পার্শ্বশিক্ষকের বেতন প্রায় দ্বিগুণ বাড়ানোর কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আজ, তৃণমূলপন্থী পার্শ্ব শিক্ষক মঞ্চের ডাকা একটি সভা থেকে শিক্ষামন্ত্রীর ঘোষণা, ''প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের বেতন পাঁচ হাজার ৯৫৪ থেকে বাড়িয়ে ১০ হাজার ও উচ্চ প্রাথমিকে ৮ হাজার ১৮৬ থেকে বাড়িয়ে ১৩ হাজার টাকা করা হবে৷'' পয়লা মার্চ ২০১৮ থেকে কার্যকর নয়া ব্যবস্থা৷ শুধু বেতন বাড়ানোর ঘোষণার পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী৷ পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ সংরক্ষণ করা হবে বলেও জানান৷ এছাড়াও, পার্শ্ব শিক্ষকদের স্কুলের পরিচালন কমিটিতে অন্তর্ভুক্তি ও স্টাফ রুমে বসার অধিকার প্রসঙ্গেও এদিন আশ্বাস দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ বলেন, ''জানি, আপনাদের অনেক সমস্যা আছে৷ সেগুলি নিয়ে বসে আলোচনা হবে৷'' এদিন একগুচ্ছ ঘোষণার সঙ্গে সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতেও ছাড়েননি পার্থ৷ বলেন, ''কথা কথায় মামলা করবেন না৷ মামলা-টামলা করে ক

চোখ মেরে ১ কোটি ইনকাম, প্রিয়া প্রকাশের নতুন কীর্তি !

Image
মুম্বই: লোকে টাকা অর্জন করতে কী না করেন ৷ কেউ কেউ অফিসে ঘণ্টার পর ঘণ্টা ডিউটি ৷ কেউ কেউ কাঠফাটা রোদে ঘুরে ঘুরে উপার্জন ৷ বলিউডের সেলিব্রিটিরা তো গোটা দিন ধরে শ্যুটিং করেই চলেন ৷ আর আরেক দিকে দেখুন ভাইরাল হওয়া প্রিয়া প্রকাশ এক চোখ মেরেই ১ কোটি উপার্জন করতে চলেছেন ! ভাবছেন এ আবার কীরকম কাণ্ড ! খোলসা করি বরং, সেই প্রিয়া প্রকাশ ভারিয়ারকে মনে আছে ? সেই যে দক্ষিণী অভিনেত্রী ৷ যিনি কিনা, ওরু আদার লাভ নামের একটি ছবিতে মাত্র ুদকয়েক সেকেন্ডের চোখের ইশারায়, গোটা দুনিয়ায় ঝড় তুলেছেন ৷ তবে সেই ঝড় এখনও চলছে ৷ নতুন খবর অনুযায়ী, প্রিয়া প্রকাশ নতুন কয়েকটি বিজ্ঞাপনে সাইন করেছেন ৷ যার জন্য তাঁর পারিশ্রমিক ১ কোটি টাকা ! শুধু তাই নয়, শোনা গিয়েছে ইনস্টাগ্রামে ছবি আপলোড করার জন্যও নাকি বেশ মোটা টাকা পান প্রিয়া ৷ তার ওপর বলিউডে গুঞ্জন, হিন্দি সিনেমায় নাকি খুব শীঘ্রই দেখা যাবে প্রিয়া প্রকাশকে ৷ শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে 'শিম্বা'তেও নাকি দেখা যেতে পারে প্রিয়াকে ৷

অপরাধীদের ফাঁসিতেই সায় দিল সুপ্রিম কোর্ট

Image
নয়াদিল্লি: অপেক্ষা শেষ। আর কোনও আবেদনের জায়গা রাখল না সুপ্রিম কোর্ট। নির্ভয়া-কাণ্ডের অপরাধীদের ফাঁসির সাজাই বহাল রাখল শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি আর বানুমাথি ও অশোকভূষণের বেঞ্চ এদিন ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মুকেশ (29), পবন গুপ্ত (22), বিনয় শর্মা (23)'র শাস্তির ব্যাপারে রায় দিল। তবে, ফাঁসির আদেশপ্রাপ্ত চতুর্থজন অক্ষয় কুমার সিংহ নিজের ফাঁসির সাজা কমানোর জন্য আর কোনও আবেদন করেনি। গত বছরের মে মাসে দিল্লি হাইকোর্টের দেওয়া শাস্তি বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। এরপর শাস্তি কমানোর জন্য তারপর আবেদন করে দোষীরা। গত বছরের নভেম্বরে তাদের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত। দু'পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রাখার কথা ঘোষণা করে সুপ্রিম কোর্ট। অভিযুক্তদের একজন, ওই বাসের চালক রাম সিংহ, জেলের মধ্যেই আত্মহত্যা করে। অন্য আরেকজন অভিযুক্ত, যার বয়স ওই ঘটনার সময় ১৮'র কম ছিল, তাকে জুভেনাইল হোমে রাখা হয়েছিল। তিন বছর সেখানে থাকার পর ছেড়েও দেওয়া হয় তাকে। এই ঘটনাটিকে সুপ্রিম কোর্টের রায়ে 'নৃশংস, পাশবিক ও নারকীয়' বলে অভিহিত করা হয়। ২০১২, ১৬ ডিসেম্বর রাত: রাত ৯টা। প্যার

সুপারহিট ‘সঞ্জু’, নিজের জীবনী বেচে কত কোটি পেলেন আসল সঞ্জয়

Image
সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' বাণিজ্যিক ভাবে সফল মুক্তির পরে পরেই। ছবির কাহিনি নিয়ে যতই বিতর্ক হোক, একের পর এক রেকর্ড গড়ে চলেছে সঞ্জয় দত্তর বায়োপিক। রণবীর কপূর অভিনয় দিয়ে শুধু দর্শক মন জয় করেননি। বক্স অফিসও জিতে নিয়েছেন। একের পর এক মাইলস্টোন গড়ে ফেলেছে 'সঞ্জু'। দু'দিনে ৫০ কোটির ব্যবসা, তিন দিনে ১০০ কোটি, পাঁচ দিনে ১৫০ কোটির পরে, এক সপ্তাহে ২০০ কোটির ব্যবসা করার রেকর্ডও এখন 'সঞ্জু'-র পকেটে। কিন্তু এই ছবির জন্য কত টাকা পেয়েছেন সঞ্জয় দত্ত? না, এখনও পর্যন্ত পরিচালক, প্রযোজক বা সঞ্জয় দত্ত এ নিয়ে মুখ খোলেননি। কিন্তু একটি সর্বভারতীয় পত্রিকা সূত্র উল্লেখ করে দাবি করেছে— এই বায়োপিকের জন্য শুধু বিশাল অঙ্কের টাকাই নয়, সেই সঙ্গে লভ্যাংশও নিচ্ছেন বাস্তবের সঞ্জু। ওই সূত্রের দাবি, 'সঞ্জু' ছবির কাহিনি বিক্রির জন্য সঞ্জয় দত্তের পক্ষে ব্যাপক দরাদরি করা হয়। শেষে ৯-১০ কোটি টাকার মতো অঙ্কে সমঝোতা হয়। এর পরেও বক্স অফিস প্রফিটের একটা অংশ সঞ্জয় দত্তকে দেওয়ার চুক্তি করেন প্রযোজন বিধুবিনোদ চোপড়া।

হিজবুলে যোগদান করলেন আইপিএস অফিসারের ভাই

Image
সোশ্যাল মিডিয়ায় শামসুলের এই ছবি পোস্ট করেছে মুজাহিদিন । শ্রীনগর:   সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিলেন আইপিএস অফিসারের ভাই । ২২ মে জাকুরার কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে নিঁখোজ হয়ে গিয়েছিলেন শামসুল হক মেঙ্গনু । রবিবারেই শামসুলের সশস্ত্র একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে হিজবুল। ছবিটিতে শামসুলের পরনে সবুজ পোশাক ও হাতে ধরা আছে অ্যাসল্ট রাইফেল। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার দ্রাগুড় গ্রামের বাসিন্দা ছিলেন শামসুল । কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে ইউনানি মেডিসিন ও সার্জারি নিয়ে পড়াশুনা করতেন ।  তাঁর দাদা ইনামুল হক উত্তর-পূর্ব ভারতে কর্মরত । তিনি ২০১২ ব্যাচের আইপিএস অফিসার । সম্প্রতি হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বেশ কয়েকজন তরুণকে নিয়োগ করেছে মুজাহিদিন । শামসুলের সঙ্গেও  আরও বেশ কয়েকজন মুজাহিদিনে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে । গত দু'বছর ধরেই কাশ্মীরের শিক্ষিত যুবকদের মধ্যে সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। এবছর অন্তত ৫০ জন যুবক সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে ।

ব্যান্ডেল স্টেশনে বসে হস্তমৈথুন, ফেসবুক লাইভে বিকৃতকামীকে চেনালেন তরুণী

Image
চলন্ত বাসের পর এবার ভরা স্টেশন। ফের প্রকাশ্যে হস্তমৈথুনের ঘটনা বাংলায়। এবার ঘটনাস্থল ব্যান্ডেল স্টেশন। সেখানেই মহিলাদের দেখে এই কাজ করছিল এক মধ্যবয়স্ক ব্যক্তি। ফেসবুক লাইভ করে সেই বিকৃতকামীকে সামনে আনলেন এক তরুণী। জানা যাচ্ছে, রবিবার হাওড়াগামী লোকাল যখন ব্যান্ডেল স্টেশনে দাঁড়ায় তখন মহিলাদের লক্ষ্য করে ওই মধ্যবয়স্ক ব্যক্তি কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। প্রথমে মহিলারা দেখেও কোনও প্রতিবাদ করেননি। এই সময় প্রকাশ্যেই হস্তমৈথুন শুরু করে মধ্য পঞ্চাশের ওই ব্যক্তি। তখনই এক তরুণী নিচে নেমে আসেন। ফেসবুক লাইভ শুরু করেন। তাঁরা জানাচ্ছেন, আজকাল সকলেই প্রমাণ চান। মুখের কথা কেউ বিশ্বাস করতে চান না। তাই একেবারে হাতেনাতে প্রমাণ দিতেই প্রযুক্তির দ্বারস্থ হন তিনি। ফেসবুক লাইভ করা শুরু করেন তিনি। সে সময় রেল পুলিশ কাছাকাছিই ছিল। তরুণীকে ভিডিও করতে দেখে তাঁরা এগিয়ে আসেন। অন্যান্য মহিলারাও সেই সময় প্রতিবাদ শুরু করেন। এরপরই পুলিশ ওই ব্যক্তিকে ধরতে যায়। কিন্তু কোনওক্রমে সে পালিয়ে যায়। চলন্ত ট্রেনে উঠে পড়ে। এরপর ওই ব্যক্তির আর হদিশ মেলেনি। তবে পুলিশ জানাচ্ছে, ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। বর্ধমান জিআরপি-কে পুরে

জেলে কুখ্যাত ডন মুন্না বজরঙ্গীকে গুলি করে খুন

Image
লখনউ: উত্তরপ্রদেশের বাগপত জেলে গুলি করে খুন করা হল কুখ্যাত ডন মুন্না বজরঙ্গীকে (৫১)। আজ সকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মুন্নাকে আজ আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সুনীল রাঠি নামে অপর এক বন্দি তাকে লক্ষ্য করে গুলি চালায়। ১০ বার গুলি করার পর দেহটি একটি নর্দমায় ফেলে দেয় সুনীল। এই ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, 'জেলের মধ্যে এই ধরনের ঘটনা অত্যন্ত গুরুতর। কারাধ্যক্ষকে সাসপেন্ড করা এবং বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তের পর এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' সূত্রের খবর, জেলের নিরাপত্তায় গাফিলতির অভিযোগে উপ-কারাধ্যক্ষকেও সাসপেন্ড করা হয়েছে। এই ডনের স্ত্রী সীমা সিংহ গত ২৯ জুন সাংবাদিক বৈঠকে দাবি করেন, 'আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বলতে চাই, আমার স্বামীর জীবনের ঝুঁকি আছে। তাঁকে ভুয়ো সংঘর্ষে হত্যা করার চক্রান্ত চলছে।' এর কিছুদিনের মধ্যেই জেলে মুন্না খুন হওয়ায় উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। মুন্নার আইনজীবী ভি শ্রীবাস্তব বলেছেন, 'গত রাতে ঝাঁসি থেক

থাইল্যান্ডে খুদে ফুটবলারদের উদ্ধারে নামছে ‘মিনি সাবমেরিন’

Image
চার কিশোর ফুটবলারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও বাকি বেশ কয়েকজন। এবং তাদের কোচ। থাইল্যান্ডের গুহায় আটকে পড়া খুদে ফুটবলারদের উদ্ধার করতে এবার বিশেষ সাবমেরিন ব্যবহার করতে পারে সেনার বিপর্যয় মোকাবিলা দল। প্রায় পনেরোদিন থাইল্যান্ডের ওই গুহায় আটকে ছিল খুদে ফুটবলাররা। অ্যাডভেঞ্চারের নেশা আর বন্ধুর জন্মদিনে পালনে সেখানে যাওয়া। আচমকাই প্রাকৃতিক বিপর্যয়। গুহার সামনে পুরো অংশ জলমগ্ন। যা পেরিয়ে আসার সাধ্য নেই। একমাত্র প্রশিক্ষিত সাঁতারুরাই তা পারবেন। ফলে ওই গুহাতেই আটকে ছিল খুদে ফুটবলার ও তাদের কোচ। শেষমেশ সেনা তাদের হদিশ পায়। কিন্তু কী করে পুরো উদ্ধারকাজ চালানো হবে তা নিয়ে গোড়ায় সংশয় ছিল সেনার মধ্যেই। অবশেষে অনেক পরিকল্পনা করে গতকাল, রবিবার থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। দুজন ডাইভার এক একজন খুদে ফুটবলারকে উদ্ধার করছে। সামনে থেকে জল সরানোরও বন্দোবস্ত করা হয়েছে। এইভাবে গতকাল চারজনকে উদ্ধার করা হয়েছে। অক্সিজেন ও অন্যান্য সামগ্রী নিয়ে ফের আজ মিশনে হাজির সেনা। তবে এবার বিশেষ সাবমেরিনের সাহায্য নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। টাইম ম্যাগাজিন সূত্রে খবর, মাস্ক বোরিং কোম্পানির এক মুখপাত্র জান

নাবালিকাকে ধর্ষণের চেষ্টা স্বামীর, পুলিশে খবর দিলেন স্ত্রী

Image
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্বামীকে পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী। মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ঘটনাটি ঘটেছে। প্রতিবেশী নাবালিকাকে জোর করে পোশাক খুলতে বাধ্য করছে স্বামী, এমনটাই চোখে পড়েছিল স্ত্রীর। এরপরই অ্যালার্ম বাজিয়ে পুলিশ ডাকলেন স্ত্রী। বিরসা পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর জানান, বছর পঁচিশের অভিযুক্ত সাকু নেতম পাশের বাড়িরই দশ বছরের এক নাবালিকাকে শারীরিক নিগ্রহ করতে যাচ্ছিল। সেই সময় বাড়িতে ওই নাবালিকা ছাড়া আর কেউ ছিল না। স্বামীর সন্দেহজনক আচরণ দেখে শুক্রবার সন্ধ্যায় তাকে অনুসরণ করেছিলেন স্ত্রী। সেই সময় ঘটনাটি চোখে পড়ে তাঁর। এরপরই পুলিশে খবর দেন স্ত্রী। যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। নাবালিকার পরিবারের সঙ্গে বহু দিনের আলাপ ছিল অভিযুক্তর। ভারতীয় দণ্ডবিধির পকসো আইন (নাবালিকা যৌন নিগ্রহের চেষ্টা) ছাড়াও প্রতিবেশীর বাড়িতে জোর করে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

নির্ভয়া খুন ও গণধর্ষণ: দোষীদের ফাঁসি হবে? আজ রায় সুপ্রিম কোর্টের

Image
নয়াদিল্লি: নির্ভয়া খুন ও গণধর্ষণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত মুকেশ, বিনয় ও পবনের শাস্তির পুনর্বিবেচনা চেয়ে দায়ের করা আবেদনের ওপর আজ রায় দেবে সুপ্রিম কোর্ট। চতুর্থ অপরাধী অক্ষয় কোনও পুনর্বিবেচনার আবেদন করেনি। ২০১২-র ১৬ ডিসেম্বরে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের এক ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণ করা হয়। ঘটনার কিছুদিন বাদে মারা যান তিনি। নির্ভয়া মামলার অপরাধী মোট ৬ জন। রাম সিংহ নামে একজনের মামলা চলাকালীনই তিহার জেলে মৃত্যু হয়। একজনের বয়স ঘটনার সময় ১৮ না ছোঁয়ায় তাকে পাঠানো হয় সংশোধনাগারে। ৩ বছর পর মুক্তি পেয়ে যায় সে। বাকি ৪ অপরাধী বিনয়, মুকেশ, পবন ও অক্ষয়কে গত বছর ৫ মে সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা দেয়। শাস্তি ঘোষণার সময় আদালত বলে, এমন বর্বররা দয়ার যোগ্য নয়। এর আগে নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্টও তাদের মৃত্যুদণ্ড বহাল রাখে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় তারা। ২০১২-র ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রী দক্ষিণ দিল্লির একটি চলন্ত বাসে ৬ জনের দ্বারা ধর্ষিতা হন। ঘটনার পর তাঁকে ও তাঁর পুরুষ বন্ধুকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় অপরাধীরা। তাঁর শরীরের মধ্যে লোহার রড ঢুকিয়ে অন্ত্র বার করে আনা হয়েছিল। স

ভারতে আশ্রয় চান আফগানিস্তানের শিখরা

Image
কাবুল : আতঙ্কে ভুগছেন আফগানিস্তানের শিখরা৷ প্রায় ২৫ টি শিখ পরিবার প্রাণ বাঁচাতে এখন ভারতীয় নাগরিকত্ব চাইছেন৷ তারা কোনওভাবেই যুদ্ধবিধ্বস্ত কাবুলে ফিরতে চাইছেন না৷ আর তাই কংগ্রেস শাসিত পাঞ্জাব সরকারের কাছে তাদের কাতর আবেদন প্রাণ বাঁচাতে যেন তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়৷ বছর কয়েক আগে কাবুল থেকে পাঞ্জাবের লুধিয়ানায় এসে আশ্রয় নিয়েছিলেন এই পঁচিশটি পরিবার৷ কিন্তু নাগরিকত্ব না থাকায় প্রতিদিন নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের৷  তারা জানিয়েছেন, যখন তারা কাবুলে ছিলেন তখন সেখান থেকে ৪০টি পরিবার এদেশে এসেছিল৷ কিন্তু এখন মাত্র ২৫টি পরিবার রয়ে গিয়েছে৷ নূন্যতম চিকিৎসা না পেয়ে তাদের মধ্যে মারা গিয়েছেন অনেকে৷ পাচ্ছেন না শিক্ষার অধিকার৷ আফগানিস্তানে জোর করে তাদের মুসলিম করে দেওয়া হচ্ছিল৷ এই ধর্মান্তকরণের প্রতিবাদ করে তাঁরা এদেশে পালিয়ে আসেন৷ কিন্তু সেখানেও অস্তিত্ব সংকটে ভুগছেন তাঁরা৷ শুধু তাই নয়, মুসলিম করে দেওয়া ছাড়াও, পরিবারের মহিলাদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়৷ ফলে প্রাণ সংকটে পড়ে আফগানিস্তান ছাড়েন এরা৷

লোকাল ট্রেনে সিট রাখা উচিত ? কী বলছে রেলের আইন জেনে নিন

Image
নিত্য নৈমিত্তিক সমস্যা লোকাল ট্রেনে সিট রাখা নিয়ে। ঝগড়া এমন পর্যায়ে পৌঁছয় কখনও কখনও হাতাহাতি হয়ে যাওয়ারও উদাহরণ কম নেই। কিন্তু আইন কী বলছে ? আইন অনুযায়ী কখনই লোকাল ট্রেনে সিট রাখা উচিত নয়। রেল অ্যাক্টের ১৫৫ ধারাতে সে কথা বলা রয়েছে। প্রয়োজনে আরপিএফকে অভিযোগ পর্যন্ত করা যেতে পারে। প্রসঙ্গত, দক্ষিণ পূর্ব শাখার রেল যাত্রীরা এবার থেকে মোবাইলেই কেটে নিতে পারবেন রেলের অসংরক্ষিত আসনের টিকিট। জুলাই থেকে UTS- মোবাইল অন গো নামে অ্যাপের সুবিধা পাবেন প্রত্যন্ত এলাকার মানুষও। জুলাই থেকে গোটা দক্ষিণ পূর্ব রেলে শুরু হবে এই পরিষেবা। এতদিন এই পরিষেবা মিলত শুধু সাবআর্বান সেকশনের স্টেশনগুলোয়। তাড়াহুড়োর সময়ে টিকিট কাটতে যাত্রীদের যাতে আর লাইনে দাঁড়াতে না হয়, সে জন্যই এই অ্যাপের ব্যবস্থা। এতদিন মোবাইল অ্যাপে সংরক্ষিত আসনের টিকিট পাওয়া যেত। এবার পাওয়া যাবে অসংরক্ষিত আসনের টিকিটও। • প্রথমে গুগল স্টোরে গিয়ে আপনাকে UTS অ্যাপ নিজের মোবাইলে ইনস্টল করতে হবে। একেবারে ফ্রি অ্যাপ, কোনও টাকা লাগবে না • তারপর নাম মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে • ওয়ালেট থাকবে। সেখান থেকেই পে করতে হবে • তবে ৫ কিলোমিটারের মধ্

মৃতা স্ত্রীকে ফেলে পলাতক স্বামী, খুনের অভিযোগ

Image
তাঁদের মেয়েকে খুন করে জামাই পালিয়েছে বলে পুলিশে অভিযোগ জানাল এক তরুণীর পরিবার। পণের দাবিতে বধূ খুনের একটি অস্বাভাবিক মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তরুণীর পরিবার সূত্রের খবর, রবিবার ভোরে শ্বশুরবাড়িতে ফোন করে স্ত্রীর মৃত্যুর খবর দেন সইফ আলি নামে এক যুবক। খবর পেয়ে দ্রুত পরিজনেরা মেয়ের বাড়ি এসে দেখেন, আধবোজা অবস্থায় বিছানায় শুয়ে তাঁদের মেয়ে। বছরখানেকের ছেলেটি ঘুমোচ্ছে তাঁর পাশেই। কিন্তু খোঁজ নেই সইফের। এর পরেই তাঁরা দ্রুত ফোন করেন তালতলা থানায়। পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে বছর বাইশের ওই তরুণীকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতা ওই তরুণীর নাম কুমসুম বানু। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কুমসুমকে নিয়ে এক মাস আগে ৮ আব্দুল লতিফ স্ট্রিটের এক চিলতে ঘরে ভাড়া নিয়ে উঠেছিলেন সইফ। তাঁদের একটি বছরখানেকের পুত্র সন্তানও রয়েছে। সইফ একটি বেসরকারি খাবার সরবরাহকারী সংস্থায় 'ডেলিভারি বয়' হিসাবে কাজ করেন। কুমসুমের পরিজনেদের অভিযোগ, বছর আড়াই আগে বিয়ে হয়েছে তাঁদের। তার পর থেকে সইফ মাঝেমধ্যেই পণ চেয়ে স্ত্রীকে মারধর করতেন। রবিবার ভোরে সইফই প্রথম শ্বশু

ডানকুনির বধূ উদ্ধার পুণেতে, গ্রেফতার ৪

Image
বিয়ের পর থেকেই মেয়ের উপরে অত্যাচার চলছিল। কয়েক মাস পর থেকে মেয়ের খোঁজ পাচ্ছিলেন না মা-বাবা। তাই ডানকুনি থানায় পণের দাবিতে বধূ-নির্যাতেনর মামলা রুজু করেন মা। কিন্তু মেয়ে কোথায়? মামলা হাতে পেয়ে সন্দেহ হয়েছিল দুঁদে পুলিশ অফিসার (এক সময়ে সিআইডি-র অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট বা এএইচটিইউ-এর অফিসার, বর্তমানে এসিপি ট্রাফিক, চন্দননগর) শর্বরী ভট্টাচার্যের। গত ৩০ মে মেয়ের মায়ের আরও একটি লিখিত অভিযোগের ভিত্তিতে শর্বরীদেবীর সঙ্গে যৌথ ভাবে তদন্তে নামে ডানকুনি থানার পুলিশ। সেই তদন্তের ভিত্তিতে বছর উনিশের তরুণী গৃহবধূকে রবিবার পুণে থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয়েছে ওই তরুণীধূকে পাচারের মূল চক্রী আনসারুল হক, মর্জিনা বিবি, বরজাঁহা আলি এবং জামশেদ আলি। তদন্তকারী অফিসারেরা জানান, গত বছরের শেষ দিকে ডানকুনির বাসিন্দা, পেশায় সংবাদপত্র বিক্রেতা এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির অন্যেরা মেয়েটির উপরে অত্যাচার করতেন বলে অভিযোগ। চলতি বছরের ফেব্রুয়ারিতে তরুণীর মা জানতে পারেন, মেয়ে নিখোঁজ। জামাইও পলাতক। পণের দাবিতে মেয়ের উপরে অত্যাচার হয়েছে বা মেয়েকে খুন করা হয়েছে ভেবে

নেট গুজবে হিংসার পিছনে কি চক্রান্ত

Image
বিশ্বকে হাতের মুঠোয় এনে সমাজকে জুড়ছে মোবাইল ও ইন্টারনেট। সমাজকে টুকরো-টুকরো করার হাতিয়ারও হচ্ছে এ দু'টি! এদের মাধ্যমে ছড়াচ্ছে বিদ্বেষ, হিংসা। আমেরিকায় গত নির্বাচনের আগে এমনটা ঘটেছিল। অভিযোগ, ফেসবুকের মাধ্যমে। যা নিয়ে তদন্তও চলছে সে দেশে। ভারতেও নেট-গুজব উদ্বেগের বিষয় হয়ে উঠছে। ছড়িয়ে পড়ছে গুজব, ভুল বার্তা, প্ররোচণামূলক ছবি ও খবর। নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অসম— উপকারী বন্ধু মোবাইল ও ইন্টারনেট এখন গোটা উত্তর-পূর্বেরই বড় মাথাব্যথা। এর পিছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগও এসেছে অসম পুলিশের কাছে। কী সেই চক্রান্ত? অসম পুলিশের বিশেষ ডিজিপি (বিশেষ শাখা) পল্লব ভট্টাচার্যের মতে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ধরনের বার্তা ছড়ানো হতে পারে। এমনও হতে পারে যে, নাগরিকপঞ্জি নবীকরণের চূড়ান্ত দিন এগিয়ে আসার মুখে নিরাপত্তাবাহিনী ও প্রশাসনকে অন্যত্র ব্যস্ত করে তোলার চক্রান্ত চলছে। সমস্যা হল,এ সব বার্তার উৎস বার করা খুবই কঠিন। অসম পুলিশের সাইবার সেলের মতে, জনজাতি ও সংখ্যালঘু অধ্যুষিত অনগ্রসর এলাকায় ইংরেজি বার্তার সত্য-মিথ্যা ধরতে পারার মতো মানুষ কম। কিন্তু উত্তেজক ছবি ও স্থানীয় ভাষার বার্তা মুহূর্তে ছড়ি

জটিল উনিশের অঙ্ক, ৩৫ শতাংশ মুসলিম ভোটের আশায় বিজেপি

Image
আগামী লোকসভা ভোটে সংখ্যালঘুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের পথই বেছে নেবেন৷ বিরোধীরা যে ঘৃণা এবং ভয়ের রাজনীতি করার চেষ্টা করছে তা আর গ্রহণ করবেন না এদেশের মুসলিম সমাজ৷ রবিবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নাকভি৷ ২০১৯ যত এগিয়ে আসছে তত বাড়ছে ভোট রাজনীতির অংক কষা৷ আর সম্প্রতি দেশজুড়ে যে উপনির্বাচনগুলি হয়েছে তাঁর ফল মোটেই সুখকর নয় বিজেপির জন্য৷ তাই এবার শুধু হিন্দুত্ব নয়, সংখ্যালঘুদের ভোটকেও চোখের মণি করছে বিজেপি৷ আর ১৯'-এ বিজেপির লক্ষ্য অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ মুসলিম ভোট৷ মূলত মুসলিম মহিলাদের ভোটকে টার্গেট করা হচ্ছে৷ তাছাড়া কয়েকটি মুসলিম সংগঠনের সঙ্গেও ভাল সম্পর্ক বিজেপির৷ সুত্রের খবর, জনসংযোগ বাড়ানোর জন্য আরও সক্রিয় করা হচ্ছে আরএসএসের মুসলিম সংগঠনকেও৷ মুখতার আব্বাস নাকভি রবিবার বলেন, "গত চারবছরে দেশে বড় কোনও সাম্প্রদিয়ক হানাহানি ঘটেনি৷ এটা আমাদের সাফল্য যে গোটা দেশে শান্তি এবং ভীতিহীন পরিবেশ বজায় আছে, সব সম্প্রদায়ের মধ্য সম্প্রীতি বজায় রাখতে পেরেছি আমরাই৷" নাকভির দাবি, উন্নয়নের ধারা বজায় রাখতে অন্তত এক তৃতীয়াংশ সংখ্যালঘুরা মো

ফের নাবালিকাকে গণধর্ষণ মধ্যপ্রদেশে, অভিযুক্ত আত্মীয়রা

Image
ফের গণধর্ষণের শিকার হল এক নাবালিকা। এবারের ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডে। নির্যাতিতার বয়স ১৪ বছর। তার আত্মীয়দের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে বলে জানিয়েছে পুলিশ। গত ১৫ দিনে এই নিয়ে পাঁচটি নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। ঘটনাটি ঘটে দিন দুয়েক আগে। কিন্তু শনিবার রাতে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, বুন্দেলখণ্ডের ছত্তরপুর জেলার খাজুরাহো থানা এলাকায় ঘটনাটি ঘটে। ওই নাবালিকা নিজের ঘরেই ঘুমোচ্ছিল। মাঝরাতে তাকে ঘুম থেকে তুলে টেনে হিঁচড়ে ছাদে নিয়ে যায় অভিযুক্তরা। তারপর ছাদেই তাকে গণধর্ষণ করে। সবচেয়ে অদ্ভূত ব্যাপার, অভিযুক্তরা প্রত্যেকেই ওই নাবালিকার আত্মীয়। প্রত্যেকেই নির্যাতিতার বাড়ির আশপাশে থাকত। অভিযুক্তদের মধ্যে তিনজন নাবালক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। খাজুরাহো থানার ইনচার্জ প্রশান্ত মিশ্র জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পকসো আইনে কয়েকটি ধারায়ও দায়ের হয়েছে মামলা। অভিযুক্তরা এখনও পলাতক। তাদের গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। ওই নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা হয়েছে। আপাতত সে সুস্থ রয়েছে। ছত্তরপুর জেল

সন্দেহের বশে স্ত্রীকে খুন, ১১ দিনের মধ্যেই যাবজ্জীবনের রায় আদালতের

Image
বেঙ্গালুরু: স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলেন ৭৫ বছরের চেন্নাবাসাইয়া । সেই অভিযোগেই তাকে যাবজ্জীবন কারাদন্ড দিল কর্ণাটকের চিত্রদুর্গার জেলা আদালত । হত্যাকান্ডের ঠিক ১১ দিনের মধ্যই এই রায় দিয়েছে জেলা আদালত । চিত্রদুর্গা জেলার চাল্লাকেরে শহরের বাসিন্দা চেন্নাবাসাইয়া মনে করতেন তার স্ত্রী, ৬৫ বছরের পুতাম্মা তার প্রতি বিশ্বস্ত নন । দিন দিন বেড়ে চলেছিল সন্দেহ । এমনকি তার অনুপস্থিতিতে বাড়িতে কাউকে প্রবেশ না করতে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন স্ত্রীকে । কিন্তু ২৬ জুন,  বাড়িতে পুতাম্মার বেশ কয়েকজন আত্মীয় আসেন । সন্ধ্যাবেলা তাঁর আত্মীয়রা চলে যাওয়া সত্ত্বেও আবার স্ত্রীর বিশ্বস্ততায় সন্দেহ প্রকাশ করেন অভিযুক্ত । ২৭ জুন সকালেই নির্মমভাবে স্ত্রীকে প্রহার করেন অভিযুক্ত যার ফলে মৃত্যু হয় পুতাম্মার। এরপর প্রতিবেশীদের অভিযোগ পেয়ে চেন্নাবাসাইয়াকে গ্রেফতার করে পুলিশ। ২ দিনের মধ্যেই দাখিল হয় চার্জশিট । দ্রুত শুরু হয় তদন্ত । একদিনের মধ্যেই রিপোর্ট দেয় ফরেনসিক ল্যাব । সঠিক সময়ে প্রয়োজনীয় প্রমাণ ও প্রত্যক্ষদর্শী সহ শুরু হয় মামলা। ১১ দিনের মধ্যেই যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করে আদালত । চিত্রদুর্গার এসপি

ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জয় দীপার, প্রত্যাবর্তনেই সফল বাঙালি তনয়া

Image
চোট সারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন দীপা কর্মকারের। তুরস্কের মেসিনে জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জিতলেন দীপা। প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। দীর্ঘ দিন ধরে চোটের কারণে ভুগছিলেন দীপা। প্রায় দু'বছর পর চোট সারিয়ে ফিল্ডে নেমেছিলেন তিনি। ফলে তিনি এই চ্যাম্পিয়নশিপে কতটা কী করতে পারবেন, তা নিয়ে সংশয় ছিল অনেকের মনেই। তবে, সকল আশঙ্কাকে ভুল প্রমাণ করে দীপা বুঝিয়ে দিলেন চোটের কারণে দীর্ঘ দিন প্রতিযোগীতার বাইরে থাকলেও তাঁর পারফরম্যান্স রয়েছে আগের মতোই ক্ষুরধার। ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপের ফাইনাল ইভেন্টে ১৪.১৫০ পয়েন্ট নিয়ে সোনা জিতে নেন দীপা। ২০১৬ রিও অলিম্পিকের পর চোট কাটিয়ে ফিরেই এই সাফল্য পাওয়ার জন্য পুরো কৃতিত্বটাই দীপা দিচ্ছেন তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীকে। লিগামেন্টে চোটের পর অস্ত্রোপচার হয়েছিল দীপা। অস্ত্রোপচারের পর দীর্ঘ দিন রিহ্যাব চেলেছিল দীপার। সেই কারণে চলতি বছর গোল কোস্ট কমনওয়েথ গেমসেও অংশ নিতে পারেননি তিনি। শুধু ফাইনালেই দীপা নজর কাড়া পারফর্ম করে সোনা জিতে নিয়েছেন সেটা কিন্তু নয়, এই প্রতিযোগীতার প্রথম থেকে দারুণ ছন্দে পাওয়া যায় দীপাকে। ১৩.৪০০ পয়েন্ট নিয়ে রূপ

ধসের জেরে লাইনচ্যুত ট্রেন, মৃত ১০

Image
আঙ্কারা: ভয়াবহ দুর্ঘটনার কবলে ট্রেন৷ ধসের জেরে লাইনচ্যুত হল একটি যাত্রীবাহী ট্রেনের পাঁচটি কামরা৷ এখনও অবধি দশ জন যাত্রী মৃত বলে জানা গিয়েছে৷ ৭২ জন আহত৷ রবিবার ঘটনাটি ঘটে তুরস্কের নর্থ ওয়েস্টার্ন তেকিরদাগ প্রদেশে৷ স্থানীয় সংবাদ মাধ্যমে ট্রেন দুর্ঘটনার জন্য প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করেন তেরিকবাগে গভর্নর মেহমেট সিলান৷ তিনি জানান, সেই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল৷ তার জেরে ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়৷ দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ হেলিকপ্টারে শুরু হয়েছে উদ্ধার অভিযান৷ পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্স৷ ইতিমধ্যে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ শুরু হয়েছে চিকিৎসা৷ দুর্ঘটনার খবর দেওয়া হয় প্রেসিডেন্ট তাইপ এরডোগানকে৷ পরিবহনমন্ত্রী জানান, দুর্ঘটনার খুঁটিনাটি তথ্য দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে৷ তিনি মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে৷ উদ্ধারকার্য শুরু করা গেলে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঠিক মতো আহতদের কাছে পৌঁছানো যাচ্ছে না৷ কারণ বৃষ্টি ও ধস নামার ফলে সেখানে যেতে বেগ পেতে হচ্ছে তাদের৷

২০০ কোটি পার করে বক্স অফিসে ছুটছে 'সঞ্জু'র অশ্বমেধের ঘোড়া

Image
প্রথম ৩ দিনে ১০০ কোটির ব্যবসা ছাড়াও এক দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে 'সঞ্জু'। মুক্তির পর তৃতীয় দিনে, রবিবার ৪৬ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এর আগে এই রেকর্ড ছিল বাহুবলী ২-এর।  বক্স অফিসে থামার নাম নেই রণবীর কাপুর অভিনীত রাজকুমার হিরানির ছবি 'সঞ্জু'-র। রিলিজের পর প্রথম সপ্তাহান্তেই ১০০ কোটি পার করেছিল 'সঞ্জু'। দ্বিতীয় সপ্তাহেও একের পর এক নিশান পার করে চলেছে ছবিটি। রণবীরের টলোমলো কেরিয়ারে সঞ্জীবনী হয়ে এসেছে 'সঞ্জু'। মাত্র ৭ দিনে ২০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি। ৯ দিনে ছবির আয় প্রকায় ২৩৭ কোটি টাকা।  বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে, মুক্তির ১ সপ্তাহ পর গত শুক্রবার ১৩.৫০ কোটি টাকার ব্যবসা করেছে সঞ্জু। শনিবার ব্যবসা হয়েছে ২১ কোটির। এভাবে চললে রিলিজের পর তৃতীয় সপ্তাহে ২৮৫ কোটি টাকার ব্যবসা করতে পারে সঞ্জু। আর চলতি সপ্তাহে কোনও বড় ব্যানারের ছবি মুক্তি না পাওয়ায় বক্স অফিসে প্রতিযোগিতার ময়দানও ফাঁকা। প্রথম ৩ দিনে ১০০ কোটির ব্যবসা ছাড়াও এক দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে 'সঞ্জু'। মুক্তির পর তৃতীয় দিনে, রবিবার ৪৬ কোটি টাকার ব্যবসা করেছে এ

পেনশনের সংস্কারে কী পদক্ষেপ, প্রশ্ন অর্থ কমিশনের

Image
আগামী ১৬ জুলাই এন কে সিংহের নেতৃত্বে পঞ্চদশ অর্থ কমিশন কলকাতা সফরে আসছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, তার আগে পেনশন ক্ষেত্রে সংস্কারের  জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছে কমিশন। বিশেষ করে জানতে চাওয়া হয়েছে, পেনশন দিতে সরকারের বছরে কত টাকা গলে যাচ্ছে? ন্যাশনাল পেনশন সিস্টেম(এনপিএস)-এ রাজ্য কর্মীদের জন্য চালু করা হয়নি কেন? এই সব প্রশ্নের প্রেক্ষিতে অর্থ দফতরের একাংশ মনে করছে, পঞ্চদশ অর্থ কমিশন হয়তো একপ্রকার বাধ্যতামূলকভাবেই সরকারি কর্মীদের পেনশনের দায় আর সরকারের ঘাড়ে রাখতে দেবে না। কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারগুলি যে ভাবে এনপিএস তহবিলে কর্মীদের টাকা কেটে নিয়ে পেনশনের জন্য গচ্ছিত রাখছে, পশ্চিমবঙ্গকেও একই পথে যেতে বাধ্য করবে। অর্থ দফতরের এক কর্তার কথায়, ''অর্থ কমিশনের মূল বিবেচ্যই হল রাজ্যগুলির আর্থিক দায় কমানো। এ রাজ্যে এখনও পেনশনের ভার সরকারই গ্রহণ করে। বছরে এ জন্য  ১৬ হাজার কোটি টাকা খরচ হয়। কমিশনকে তা-ই জানানো হবে।''  সরকারের ঘাড় থেকে পেনশনের বোঝা নামানোর জন্য কেন্দ্রীয় সরকার ন্যাশনাল পেনশন সিস্টেম চালু করে। এই প্রকল্পে বিভিন্ন সংস্থা সরকারি ও

অ্যাসিড বিক্রি বন্ধ করুন, বঙ্গে ডাক লক্ষ্মীর

Image
দেশ জুড়ে অবাধে অ্যাসিড বিক্রির বিপদের দিকে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তিনি। এ বার #স্টপসেলঅ্যাসিড-এর ডাক দিয়ে এ রাজ্যে পা রাখলেন লক্ষ্মী অগ্রবাল। গোটা দেশেই অ্যাসিড-হানার বিরুদ্ধে লড়াইয়ের বিশিষ্ট মুখ দিল্লির ২৮ বছরের তরুণী লক্ষ্মী। অ্যাসিড বিক্রি বন্ধের ডাক দিয়ে দেশেবিদেশের হাজার কুড়ি স্বেচ্ছাসেবীকে পাশে পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে দিল্লি, চণ্ডীগড়, বুন্দেলখণ্ডের অনেকে পথে নেমেছেন। কলকাতার কিছু সমাজকর্মীর সঙ্গে হাত মিলিয়ে আজ, সোমবার বাংলা-সহ পূর্ব ও উত্তর-পূর্বে #স্টপসেলঅ্যাসিড-এর আওয়াজ তুলছেন লক্ষ্মী। ১৫ বছর বয়সে দিল্লির তুঘলক রোডে লক্ষ্মীর মুখে অ্যাসিড মারে দুষ্কৃতীরা। সেই থেকে শুধু নিজের বাঁচার লড়াই নয়, অন্য অ্যাসিড-আক্রান্তদেরও পাশে দাঁড়াচ্ছেন তিনি। হার না-মানা সাহসের জন্য আমেরিকার প্রাক্তন 'ফার্স্ট লেডি' মিশেল ওবামার হাতে পুরস্কৃত লক্ষ্মীর লড়াই অ্যাসিড-আক্রান্তদের ভরসা জুগিয়েছে অনেকটাই। তাঁর জনস্বার্থ মামলায় অ্যাসিডদগ্ধদের তিন থেকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। খোলা বাজারে অ্যাসিড বিক্রির ক্ষেত্রে

গায়ে আগুন দিয়ে শেষ বয়ান ধর্ষিতার

Image
গত এক বছর ধরে প্রতিবেশী যুবক বারবার ধর্ষণ করেছে বলে অভিযোগ, মুখ খুললে ফল মারাত্মক হবে বলে শাসিয়েছে। লাগাতার এই মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন দিয়েছিল কিশোরী। শুক্রবার এম আর বাঙুর হাসপাতালে মারা গিয়েছে সে। কিন্তু তার আগে মৃত্যুকালীন জবানবন্দিতে সে তার উপরে নির্যাতনের কথা এবং ধর্ষকের নামধাম বলে গিয়েছে পুলিশকে। মেয়েটির অন্তিম বয়ানের ভিত্তিতেই পুলিশ বারুইপুর থানা এলাকা থেকে শেখ ইমরান এবং লালচাঁদ সিপাই নামে দুই যুবককে গ্রেফতার করে। মেয়েটির অভিযোগ, ইমরান তাকে একাধিক বার ধর্ষণ করেছে। শাসানি দিয়ে গিয়েছে লালচাঁদ। পুলিশ দু'জনের বিরুদ্ধেই পকসো আইনে মামলা করেছে। যোগ করেছে আত্মহত্যায় প্ররোচনার ধারাও। সাক্ষ্য আইনে মৃত্যুকালীন জবানবন্দির গুরুত্ব বিরাট। এর আগে ২০১৩ সালে মধ্যমগ্রামে ধর্ষিতা কিশোরী দগ্ধ অবস্থায় মৃত্যুর আগে পুলিশকে তার যাবতীয় অভিযোগ নিজের মুখে জানিয়ে গিয়েছিল। শুক্রবার মৃত কিশোরীর বাড়ি বারুইপুরে খোদাবাজার এলাকার গোলপুকুরে। পুলিশ সূত্রে খবর, ২৯ জুন ইমরান ওই কিশোরীকে শেষ বার ধর্ষণ করে বলে অভিযোগ। ওই দিনই সন্ধ্যায় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই ছাত্রী। গুরুতর জখম

১৫ দিন পর, তাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার ৬, এখনও আটকে ৭

Image
অবসান হতে চলেছে ১৫ দিনের উৎকণ্ঠার। তাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলারকে একে একে বাইরে নিয়ে আসতে শুরু করেছেন উদ্ধারকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনকে ইতিমধ্যেই গুহা থেকে বের করা সম্ভব হয়েছে। এখনও ভিতরে আটকে রয়েছে ৬ ফুটবলার এবং তাদের কোচ। উদ্ধারকারী দলের এক সদস্যকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স ও স্থানীয় সংবাদমাধ্যমগুলি এই খবর জানিয়েছে। রয়টার্স সূত্রে খবর, ১০ ঘণ্টা পর দ্বিতীয় দফায় বাকি ফুটবলারদের উদ্ধারের কাজ শুরু হবে। উদ্ধারের পরই তাঁদের অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ফুটবলাররা সুস্থই আছে। তাদের চিকিৎসা চলছে। গত ২৩ মে নিখোঁজ হয় তাইল্যান্ডের ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। ৯ দিন পর ২ জুন তাদের খোঁজ মেলে গুহার মধ্যে। কিন্তু খোঁজ মেলার পরই উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। কারণ প্রবল বৃষ্টিতে জল ঢুকে একাধিক জায়গায় গুহায় ঢোকার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। উদ্ধারে নামানো হয় নৌসেনা, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের। ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হয় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের। যোগ দেন দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসকরা। একইসঙ্গে শুরু হয় গুহা

পাকিস্তান আমাদের বাঁচিয়ে দিল নিকৃষ্টতম হওয়া থেকে, বললেন অমর্ত্য

Image
দু'জনেই গেরুয়া শিবিরের কাছে ঘোষিত চক্ষুশূল! একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অন্য জন অর্থনীতিবিদ জঁ দ্রেজ। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসে দু'জনেই তীব্র ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদীর জমানাকে। অমর্ত্য সেনের মতে, গত চার বছরে দেশ 'ভুল দিকে বিরাট লাফ দিয়েছে'! যার জেরে উপমহাদেশে পাকিস্তানের পরেই ভারত এখন দ্বিতীয় নিকৃষ্ট দেশ! আর মোদী সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পকে 'ধাপ্পাবাজি' বলে ব্যাখ্যা করে সরকারের বিভিন্ন নীতিকে তুলোধনা করলেন জঁ দ্রেজ। রবিবার জঁ দ্রেজের সঙ্গে যৌথ ভাবে লেখা 'অ্যান আনসার্টেন গ্লোরি: ইন্ডিয়া এন্ড ইটস কন্ট্রাডিকশন' বইয়ের হিন্দি অনুবাদ, 'ভারত অউর উসকে বিরোধাভাস'-এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে অমর্ত্য বলেন, ''পরিস্থিতি খুব খারাপ হয়েছে।…২০১৪-র পর থেকে ভুল দিকে বিরাট লাফ দিয়েছে। আর্থিক উন্নতিতে দ্রুততম হয়েও আমরা পিছনের দিকে যাচ্ছি।'' বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, বছর কুড়ি আগেও এই অঞ্চলের ছ'টি দেশের মধ্যে ভারত ছিল দ্বিতীয় সেরা। শ্রীলঙ্কার পরেই। ''এখন দ্বিতীয় নিকৃষ্ট! আমাদের নিকৃষ্ট