Posts

Showing posts from July 1, 2018

পরীক্ষা-নিরীক্ষা শেষ, বাহিনীতে আসছে দেশের সেরা ক্ষেপণাস্ত্র

Image
'অগ্নি-৫'। তূণীরের সেরা 'বাণ'টি আর কিছু দিনের মধ্যেই আসতে চলেছে ভারতের সেনাবাহিনীর অস্ত্রভাঁড়ারে। সরকারি সূত্র্রের খবর, গোটা চিনকে পাল্লার মধ্যে নিয়ে আসার সেই আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) 'অগ্নি-৫'-এর যাবতীয় পরীক্ষা-নিরীক্ষাই প্রায় শেষ পর্যায়ে। ভারতের প্রথম আইসিবিএম 'অগ্নি-৫'-এর পাল্লা সাড়ে ৫ হাজার কিলোমিটারেরও বেশি। তার মানে, বেজিং, সাংহাই, গুয়াংঝৌ-সহ চিনের সবক'টি গুরুত্বপূর্ণ শহরই এসে পড়বে 'অগ্নি-৫'-এর আওতায়। থাকবে হংকংও। আইসিবিএম: ষষ্ঠ দেশ ভারত এই আইসিবিএমের থাকবে পরমাণু অস্ত্র বহন করার ক্ষমতা। আমেরিকা, চিন, রাশিয়া, ফ্রান্স ও উত্তর কোরিয়ার পর এ বার আইসিবিএম আসছে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাঁড়ারেও। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, দু'-এক মাসের মধ্যেই 'অগ্নি-৫'-কে নিয়ে আসা হবে ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কম্যান্ড (এসএফসি)-র অস্ত্রভাঁড়ারে। গত মাসেই ওডিশার উপকূলে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় 'অগ্নি-৫'-এর। আগামী কয়েক সপ্তাহে আরও কয়েক বার হবে 'অগ্নি-৫'-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ। সেনাবাহি

মানসিক ভারসাম্যহীন যুবতীকে লাগাতার ধর্ষণ, কাঠগড়ায় মন্দিরের পুরোহিত

Image
কোন পথে এগোচ্ছে এই দেশ? মানুষের বুদ্ধি, দায়িত্বজ্ঞান কি সবই আজ ধ্বংসের মুখে? যৌন লালসার কাছে কি নিজের বিবেককেও বিকিয়ে দিচ্ছেন সমাজের কিছু হীনমন্য মানুষ? ওড়িশায় ন্যক্কারজনক ঘটনার পর এই প্রশ্নগুলো ফের মাথাচাড়া দিয়ে উঠল। কারণ এবার মন্দিরের পুরোহিতের হাতেই ধর্ষণের শিকার হলেন এক মানসিক ভারসাম্যহীন যুবতী। ঘটনা ওড়িশার গঞ্জাম জেলার ঘটনা। দেব-দ্বিজে অসীম ভক্তি। ঈশ্বরের নাম করেই দিন কেটে যায়। আর মন্দিরের এই হিন্দু পুরোহিতের বিরুদ্ধেই উঠল ধর্ষণের অভিযোগ। একবার নয়, ২৮ বছরের মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে দিনের পর দিন ধর্ষণ করেছে পুরোহিত বলে অভিযোগ। যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। শুক্রবার বেরহামপুর রেলওয়ে স্টেশন থেকে অভিযুক্ত পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিঞ্জিলি থানার ইনস্পেক্ট ইন-চার্জ প্রশান্ত কুমার সাহু জানাচ্ছেন, অভিযুক্ত পুরোহিতের বাড়ি মুম্বইয়ে। কাজের সূত্রে গত ছ'মাস ধরে ওড়িশায় গঞ্জাম জেলার এক গ্রামে থাকে সে। গত বেশ কয়েকদিন ধরেই ওই যুবতীয় অসহায়তার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করছিল সে। কিন্তু প্রথমে কেউই কিছু টের পায়নি। যুবতীও কাউকে কিছু খুলে বলেননি। বিষয়টি প্রথম জানাজানি হয়, যখন ত

মদের আসরে তুলকালাম! গুলি, পাল্টা মারে মৃত ২

Image
মদের আসরে বচসার জেরে মৃত দুই। ঘটনাটি হুগলির চুঁচুড়ার। মৃত দুজন মহম্মদ নজিরুলুদ্দিন এবং প্রদীপ দস্তিদার স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। আসরের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চুঁচুড়া পুলিশের। মৃত দুজন আগে থেকেই অসামাজিক কাজের জন্য পুলিশের খাতায় নথিভুক্ত ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য রাতের মতোই হুগলির প্রগতিনগরে রাস্তার ধারে মদের আসর বসেছিল। হঠাৎ সেখানে বচসা শুরু হয়। সেখানে থাকা মহম্মদ নজিরুলুদ্দিন গুলি চালিয়ে দেয়। তাতে আহত হন প্রদীপ দস্তিদার। আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এদিকে, গুলি চালানোর ঘটনার পর মদের আসরে থাকা বাকিরা মহম্মদ নজিরুলুদ্দিনকে মারধর শুরু করে। তাকে তক্তা দিয়ে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশই মহম্মদ নজিরুলুদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কী কারণে এই বচসা তা জানা যায়নি। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ডাটা ও ভয়েস কলিং এর সাথেই একাধিক সুবিধা পাওয়া যাবে আইডিয়ার ২২৭ টাকার প্ল্যানে

Image
বাজারে টিকে থাকতে একের পর এক নতুন প্ল্যান লঞ্চ করছে আইডিয়া সেলুলার। এবার নতুন ২২৭ টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করল আইডিয়া। ২৮ দিন ভ্যালিড থাকবে এই প্ল্যান। সম্প্রতি এয়ারটেল ২১৯ টাকার প্ল্যানের সাথেই টক্কর দিতে এই প্ল্যান লঞ্চ করেছে আইডিয়া। ২১৯ টাকার প্ল্যানে গ্রাহকদের বিনামূল্যে ডাটা ও ভসেল কলিং এর সুবিধার সাথেই বিনামূল্যে কলার টিউন দিচ্ছে এয়ারটেল। আইডিয়ার নতুন ২২৭ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.4GB ডাটা পাবেন। এর সাথেই গ্রাহকরা আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন। এই প্ল্যানের ভয়েস কলিং এ দিনে ২৫০ মিনিট ও সপ্তাহে ১০০০ মিনিটের সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছে আইডিয়া। এর সাথেই ২২৭ টাকার এই প্ল্যানে ১০০ টি SMS পাওয়া যাবে। উপরের এই সব সুবিধার সাথেই নতুন এই প্ল্যানে গ্রাহকদের বিনামূল্যে ডায়ালার টিউন ও মকিসড কল অ্যালার্ট সাবস্ক্রিপশান দেবে আইডিয়া। আপাতত নির্বাচিত কিছু সার্কেলে এই প্ল্যান লঞ্চ হয়েছে। খুব শিঘ্রই সব সার্কেলে এই প্ল্যান লঞ্চ করবে আইডিয়া। আইডিয়াতে মিসড কল অ্যালার্ট সাবস্ক্রিপশানের জন্য মাসে ৩০ টাকা দিতে হয়। ২২৭ টাকার এই প্যানে গ্রাহকরা ১৫ দিন বিনামূল্যে এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

রিলায়েন্স জিও-র 'মনসুন অফার', মিলবে ৪৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, কীভাবে পাবেন জেনে নিন

Image
নতুন এক মনসুন অফার নিয়ে এল রিলায়েন্স জিও। এই অফারে ব্যবহারকারীরা ৪৯০০ টাকা পর্যন্ত বেনিফিট পেতে পারেন। সেই সঙ্গে ৩.২ টিবি অর্থাৎ ৩২০০ জিবি ফোরজি ডাটা পাওয়া যাবে। তবে এই লাভের গুড় খেতে গেলে ব্যাবহারকারীকে কিছু খসাতেও হবে, 'অপো' সংস্থার নতুন ফোন কিনতে হবে। অপো সংস্থার সঙ্গে হাত মিলিয়েই এই নয়া অফারটি নিয়ে এসেছে জিও। জিও-র বর্তমান গ্রাহক ও নতুন গ্রাহক সবাই এই অফার পাবেন। কিনতে হবে নতুন একটি জিও ফোন। আর অফারটি থাকছে শুধুমাত্র ১৯৯ ও ২৯৯ টাকার রিচার্জের উপরেই। এই দুই রিচার্জে ২৮ দিনের জন্য প্রতিদিন যথাক্রমে ২ জিবি ও ৩ জিবি করে ডাটা পাওয়া যায়। এবার দেখা যাক কিভাবে মিলবে এই বেনিফিট বা লাভ। অফারটি গ্রহন করার সঙ্গে সঙ্গে ৫০ টাকা মূল্যের ৩৬টি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক কুপন মিলবে। যার সম্মিলিত মূল্য ১৮০০ টাকা। পরবর্তী মাসিক রিচার্জের সময় এই কুপনগুলি ভাঙানো যাবে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর অবধি ভ্যালিড থাকবে কুপনগুলি। এছাড়া তিন ভাগে মোট ১৮০০ টাকা অবধি জিও মানি ক্রেডিট পাওয়া যাবে। ২৯৯ টাকার রিচার্জ যারা করেন তারা মোট ১৩টি রিচার্জ ও ১ বছর পর, ২৬টি রিচার্জ এবং ২ বছর পর, ৩৯টি রিচার্জ এবং ৩ বছর পর

পার্কস্ট্রিটে বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা, গ্রেপ্তার ৯ মহিলা সহ ১৮

Image
কলকাতা : পার্কস্ট্রিটে বিউটি পার্লারের আড়ালে চলছিল দেহব্যবসা। খবর ছিল পুলিশের কাছে। নজর রাখা হচ্ছিল পার্লারটির উপর। গতরাতে পার্লারটিতে হানা দেয় পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার করা হয় ৯ মহিলা এবং ৩ গ্রাহককে। এছাড়া দেহব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ছয়জনকে পুলিশ সূত্রে খবর, ভবনটির ঠিকানা ৮২ পার্কস্ট্রিট। সেটির চারতলায় দেহব্যবসা চলছিল কিছুদিন ধরে। তবে সামনে লাগানো ছিল বিউটি পার্লারে বোর্ড। পার্ক মিষ্টির দোকানের পাশে ওই ভবনটিতে অপরিচিতদের যাতায়াত ছিল। বেআইনি কাজ কারবারের খবর পায় পুলিশ। গতরাতে গ্রাহক সেজে পুলিশ হানা দেয় সেখানে। আপত্তিজনক অবস্থায় গ্রেপ্তার করা হয় তিন গ্রাহককে। গ্রেপ্তার করা হয়েছে ওই পার্লারের ম‍্যানেজারকেও। তার নাম বিকাশ চক্রবর্তী। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ দালালকেও। পার্কস্ট্রিটের মতো অভিজাত এলাকায় কীভাবে দিনের পর দিন চালানো হত দেহব্যবসা তা খতিয়ে দেখছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ভবনটির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেনিয়াপুকুর থানায় এনিয়ে অভিযোগ দায়ের হয়েছে।

সংশোধনাগারে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক

Image
সংশোধনাগারে ও মাদক পাচারের অভিযোগে অমিতাভ চৌধুরি নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করল পুলিশ। গতরাতে বারুইপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আলিপুর থানার পুলিশ। অমিতাভ চৌধুরিকে জেরা করে মহম্মদ মোশারফ নামে এক ব্যক্তির নাম জানতে পেরেছে পুলিশ। রক্ষীদের নজর এড়িয়ে চোরাপথে সংশোধনাগারে মাদক থেকে মোবাইল পাচারের অভিযোগ রয়েছে বহুদিন ধরেই। বর্ধমান থেকে হুগলির গুড়াপে সংশোধনাগারে মিলেছে মোবাইল। এছাড়া আগে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বন্দী পালানোর ঘটনার পর জেলে তল্লাশি চালিয়ে পাওয়া যায় মোবাইল, হিটার। কিন্তু সংশোধনাগারে এগুলি কীভাবে ঢুকছে তা কিছুতেই বুঝতে পারছিলেন না কারা কর্তৃপক্ষ। কারাকর্মীদের উপর বাড়ছিল সন্দেহ। তবে অমিতাভ চৌধুরি গ্রেপ্তারের পর বেশকিছুটা ধারনা বদলালো বলে মনে করা হচ্ছে।  অমিতাভকে জেরা করে মোশারফের সন্ধান পায় পুলিশ। জানা যায় অমিতাভর পাশাপাশি এই ব্যক্তি আলিপুর সংশোধনাগারে মাদক এবং মোবাইল পাচার করত। তবে কোন পথে, কিভাবে, তা এখনও জানতে পারেনি পুলিশ। অমিতাভ চৌধুরিকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ।  কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, "সংশোধনাগারে বেআইনি কার্যকলাপ রুখতে আমরা ব

মাত্র ৫ টাকা ভিজিটে রোগী দেখেন কালনার চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী

Image
কালনা: এ রাজ্যে চিকিৎসার পরিষেবা নিয়ে রোগীর পরিবারের অভিযোগের শেষ নেই৷ গাফিলতির অভিযোগে বেশিরভাগ সময়ই কাঠগড়ায় তোলা হয় চিকিৎসকদেরই৷ এমনকী, রোগীমৃত্যুর পর ডাক্তারদের গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না অনেকেই৷ তাঁদের বক্তব্য, রোগীকে সুস্থ করে তোলা নয়, যেনতেনপ্রকারে রোজগার করাটাই নাকি চিকিৎসকদের লক্ষ্য৷ কিন্তু, সকলেই যে তেমন নন, তার উজ্জ্বল উদাহরণ পূর্ব বর্ধমানের কালনার গৌরাঙ্গ গোস্বামী৷ প্রতিদিন দুশোরও বেশি রোগী দেখেন এই চিকিৎসক৷ ভিজিট মাত্র পাঁচ টাকা! আর কেউ যদি সেটুকু টাকাও দিতে না পারেন, তাহলেও চিকিৎসা করতে আপত্তি নেই গৌরাঙ্গবাবুর৷ উলটে প্রয়োজনে নিজের পকেটে টাকা খরচ করে রোগীর পথ্যেরও ব্যবস্থা করে দেন তিনি৷ চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামীর বাড়ি কালনার ফটকদ্বার এলাকার৷ স্থানীয় বাসিন্দাদের কাছে 'গরিবের ডাক্তার' নামে পরিচিত তিনি৷ দিনরাত খোলা ডাক্তারবাবুর চেম্বার৷ সেরকম গুরুতর কিছু হলে আবার রোগীরা পৌঁছে যান বাড়িতেও৷ তবে বাড়িই হোক কিংবা চেম্বার, ভিজিট পাঁচ টাকা! স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে যখন অন্য চিকিৎসকরা ৫০ টাকা ভিজিট নিতেন, তখনও ৫ ভিজিটেই রোগী দেখতেন গৌরাঙ্গ গোস্বামী৷ তারপর ভাগীর

বিবাহিত যুবকের সঙ্গে সম্পর্ক! গ্রমবাসিরা নিল চরম সিদ্ধান্ত!!

Image
বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূর মাথার চুল কামিয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গোটা গ্রামে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মু্র্শিদাবাদের ভগবানগোলায়। জানা গেছে, ওই গৃহবধূ ভগবানগোলার মহিষাস্থলি গ্রাম পঞ্চায়েতের কাটামারি গ্রামের বাসিন্দা। অভিযোগ, পাশের গ্রাম কানাপুকুরের এক বিবাহিত যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। একদিকে এই গৃহবধূর যেমন সন্তান রয়েছে, তেমনই অভিযুক্ত যুবক ফকরুল শেখেরও সংসার-সন্তান রয়েছে। কিন্তু, এইসব কিছুর পরেও তাঁরা দুজনে একাধিকবার পালিয়ে যান বলে অভিযোগ। তারপর আবার ফিরেও আসেন। এই ঘটনায় 'বিচারে'র উদ্দেশে শনিবার সকালে গ্রামে সালিশি সভা বসে। সেখানেই ওই গৃহবধূর 'বিচার' করা হয়। 'বিচার'-এর পর ওই গৃহবধূর মাথার চুল কামিয়ে দেন গ্রামের মহিলারা। তারপরই তাঁকে জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই বাঁকুড়ার মেজিয়া ও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় একইরকম দুটি ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে 'যুগল'কে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করেছিল গ্রামাবাসীরা।

গোপন ক্যামেরায় গৃহবধূর নগ্ন স্নানদৃশ্য তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়াল প্রতিবেশী

Image
গৃহবধূর নগ্ন স্নানদৃশ্য গোপন ক্যামেরায় রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ার পোস্ট করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে মালদার কালিয়াচকে। অভিযোগ, বাথরুমে গোপন ক্যামেরা লাগিয়ে গৃহবধূর স্নানদৃশ্য রেকর্ড করেন ওই যুবক। কালিয়াচকের বাখরপুরের বাসিন্দা ওই গৃহবধূ। অভিযুক্ত যুবক মহম্মদ ইমরুল কায়েশ তাঁর প্রতিবেশী। দুই পরিবারের মধ্যে বেশ সুসম্পর্কই ছিল। সেই সুবাদে দুই বাড়ির লোকেরই দুই বাড়িতে যাতায়াত ছিল। সম্প্রতি ইমরুল একটি স্পাই ক্যাম কেনেন। অভিযোগ, তারপরই সে ওই গৃহবধূদের বাড়িতে এসে সুযোগ বুঝে ক্যামেরাটি বাথরুমে লাগিয়ে দিয়ে যান। সেই গোপন ক্যামেরাতেই রেকর্ড হয় গৃহবধূর নগ্ন স্নানদৃশ্য। তারপর সেই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন অভিযুক্ত ইমরুল। সোশ্যাল মিডিয়াতেই বিষয়টি নজরে আসে গ্রামবাসীদের। এরপরই যুবককে জেরা করে জানা যায় আসল ঘটনা। সঙ্গে সঙ্গেই এই ঘটনায় কালিয়াচক থানার দ্বারস্থ হয় ওই গৃহবধূ। তবে অভিযোগ পেয়েও পুলিস নির্বিকার রয়েছে, যথোপযুক্ত কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি ওই গৃহবধূর পরিবারের। পাশাপাশি, অভিযুক্ত যুবক ও তাঁর পরিবার অভিযোগ প্রত্যাহারের জন্য ক্রমাগত প্রাণনাশের হুমকি দি

পড়ুয়াদের মাদক পাচার, এনসিবি জালে ব্যবসায়ী

Image
এলএসডি, মেথিলিন ডিঅক্সি মেথামফেটামিন বা এমডিএমএ থেকে কোকেন। যা চাইবেন হাতে হাতে পৌঁছে যাবে খদ্দেরের কাছে।  এ ভাবেই স্কুল-কলেজের পড়ুয়া থেকে অভিজাত ক্লাবের পার্টিগোয়ারদের হাতে মাদক পৌঁছে দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি-র পূর্বাঞ্চলীয় অধিকর্তা দিলীপ শ্রীবাস্তব বলেন, 'ধৃতের নাম মুব্বাসির আন্নান। বাড়ি ভবানীপুরে।' তাঁর কাছ থেকে ৩৫টি এলএসডি ব্লট এবং ৭ গ্রাম এমডিএমএ পিল বাজেয়াপ্ত হয়েছে বলে দাবি গোয়েন্দাদের। উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। তাঁকে জেরা করে আরও বড় চক্রের হদিস মিলতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। তিনি মূলত স্কুল-কলেজের পড়ুয়াদের কাছেই অর্ডার মতো মাদক পৌঁছে দিতেন বলে তদন্তকারীদের দাবি। দু'দিন আগেই মাদক সেবন ও পাচারের অভিযোগে শহরের দুই নামী ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়াদের পাকড়াও করেছে কলকাতা পুলিশ। তাঁদের কাছ থেকে পুলিশ জানতে পারে, আরও অন্তত জনা কুড়ি-পঁচিশ কলেজ পড়ুয়া রয়েছেন এই চক্রে। তাঁদের মধ্যে কয়েক জন পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। গত এক বছরে কলকাতা ও আশপাশের বিভিন্ন

উত্তরাখণ্ড: খাদে বাস পড়ে মৃত ৪৭জন যাত্রী

Image
ভয়াবহ বাসদুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডে। রবিবার সকালে একটি যাত্রী বোঝাই বাস খাদে পড়ে যায়। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ জন যাত্রী।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পওরি গাড়ওয়ালের নৈনিদান্ডা ব্লকের পিপালি-ভোয়ান মোটরওয়ে এলাকায়।  সূত্রের খবর, ২৮ সিটের একটি মিনিবাস মোট ৫০ জন যাত্রী নিয়ে ভোয়ান থেকে রামনগর যাচ্ছিল। তবে, কী কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও সুনিস্চিত করা বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় উদ্ধারকারী দলের সদস্যরা।  দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গাড়ওয়াল কমিশনার দিলীপ জাওয়ালকর জানিয়েছেন, ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।  পওরি পুলিশ সুপার জগত রাম জানিয়েছেন, প্রাইভেট বাসটি জিওইন গ্রামের কাছে গিয়ে উল্টে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে গিয়ে পড়ে যায়। ঘটনায় মৃতদের পরিবারকে সান্ত্বনা জানান মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদেরকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি এও জানান, ভয়বাহ এই দুর্ঘটনায় গুরুতর জখমদের দরকার পড়লে দেরাদুনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা

ট্রেনে জায়গা রাখার জুলুম, টুইটে ধৃত ৫

Image
কামরা-দখল: অভিযোগ জানিয়ে রেলমন্ত্রককে টুইট সুশোভনবাবুর। খবরের কাগজ পেতে রোজই তাঁরা রানাঘাট লোকালে পাঁচ জনে পনেরো জনের জায়গা রাখেন। জায়গা ছাড়তে বললে জবাব আসে— এটাই নিয়ম! সে দিনও তা-ই বলেছিলেন ট্রেন ধরতে আসা এক ডাক্তারবাবুকে। তিনি যে সটান রেল মন্ত্রককে টুইট করে বসবেন, তা বোধহয় তাঁরা ঠাহর করতে পারেননি। আর তার জেরে যে শনিবার পাঁচ জনকে শ্রীঘরে যেতে হতে পারে, তা তো কল্পনারও অতীত! পরে তাঁরা জামিনে ছাড়া পেয়েছেন বটে, কিন্তু সে তো পরের কথা। গত শুক্রবার রানাঘাট থেকে কলকাতায় ফিরবেন বলে সকাল সাড়ে ৭টার লোকাল ধরেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের আয়ুর্বেদ ইনটার্ন সুশোভন পাল। উঠে দেখেন, গোটা কামরায় ছ'সাত  জন বসে আছেন। কিন্তু বাদ বাকি সব আসনই জলের বোতল, খবরের কাগজ, ছাতা রেখে দখল করা! তিনি একটি কাগজ সরিয়ে বসতে গেলে রে-রে করে ওঠেন কামরায় থাকা বাকিরা। সুশোভনের অভিযোগ, ''ওঁরা নিত্যযাত্রী। একজোট হয়ে চড়া গলায় ওঁরা আমায় আসন ছাড়তে বলেন এবং না উঠলে যে কপালে অশেষ দুঃখ আছে, সেটাও জানিয়ে দেন।''  তাঁর আক্ষেপ, রানাঘাট স্টেশন থেকে ট্রেন যখন ছাড়ে, তখনও বহু আসন খালি পড়ে। অথচ যাঁরা নিত্যযাত্রী নন, ত

বেকারত্ব নিয়ে খোঁটা, তুতো ভাইয়ের মা,স্ত্রীও ছেলেকে খুন করল তরুণ

Image
নাসিক: তুতো ভাইয়ের পরিবারের তিনজনকে কুপিয়ে খুন করল ২১ বছরের এক তরুণ। মহারাষ্ট্রের নাসিক জেলার আদিবাসী অধ্যুষিত মালওয়াড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তের নাম সচিন গনপত। পুলিশ জানিয়েছে, বেকারত্বা নিয়ে বারেবারেই খোঁটা দেওয়ায় রাগের মাথায় ওই কাজ করেছে গনপত। গতকাল সকালে এই ঘটনা ঘটে। গতকাল সন্ধেতেই গনপতকে গ্রেফতার করা হয়। জেলা গ্রামীন ডেপুটি পুলিশ সুপার অতুল জেনদে বলেছেন, অভিযুক্ত দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাস করেছে। কিন্তু কোনও কাজ পায়নি। এই নিয়ে তুলো ভাই ও তাঁর পরিবার গনপতকে প্রায়ই উপহাস করত। এছাড়াও দুই পরিবারের জমি সংক্রান্ত পুরানো বিবাদও ছিল। শনিবার সকালে গনপত ছুরি হাতে তার তুতো ভাইয়ের বাড়িতে চড়াও হয়। হাতের কাছে যাকেই পায়, তাকেই ছুরির কোপ মারতে শুরু করে। এই হামলায় নিহতদের মধ্যে রয়েছে গনপতের তুতো ভাইয়ের মা হীরাবাই শঙ্কর চিমাতে (৪৫), স্ক্রী মঙ্গল গণেশ চিমাতে (৩০) এবং ছেলে রোহিত (৪)। গনপতের হামলার পর আশঙ্কাজনক অবস্থায় আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সা চলাকালে তিনজনেরই মৃত্যু হয়। গনপত রোহিতের দাদা যশের ওপরও হামলা চালায়। কিন্তু দৌড়ে পালিয়ে গিয়ে কোনওক্রম

মেসির অবসর নিয়ে আবার জল্পনা

Image
মস্কো: অবসর নিতে চলেছেন লিওনেল মেসি ? আন্তর্জাতিক ক্রীড়া মহলে ঘুরতে শুরু করেছে এই প্রশ্ন৷ বিশ্বকাপের নক আউট পর্বে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে আর্জেন্তিনার পরাজয়ে তিনি কি ফুটবলই ছেড়ে দিচ্ছেন? এই প্রশ্নে তোলপাড় ফুৃটবল বিশ্ব৷ যদিও মেসির প্রতিক্রিয়া মেলেনি৷ তবে একাধিক আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ মাধ্যমের খবর অবসর নিতে চলেছেন বিশ্বের অন্যতম প্রতিভাবান মেসি৷ দেশের হয়ে বিশ্বকাপ না খেললেও ক্লাব ফুটবলে তাঁকে দেখতে চাইবে মানুষ৷ কিন্তু সমস্যা অন্য জায়গায়৷ পাঁচবার ব্যালন ডি'অর থেকে গোল্ডেন বুট, গোল্ডেন বল৷ বিশ্ব ফুটবলের প্রায় সমস্ত সেরা পুরস্কারগুলি রয়েছে মেসির ঝুলিতে৷নিজের ১৩ বছরের ফুটবল কেরিয়ারে বিশ্বফুটবলের একাধিক রেকর্ড ভেঙ্গেছেন৷ গড়েছেনও প্রচুর নতুন রেকর্ড৷ মারাদোনা থেকে পেলের মত কিংবদন্তি ফুটবলাররা স্বীকার করে নিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের একজন লিও মেসি৷ এরকম একজন ফুটবলারের আর কি পাওয়ার থাকতে পারে ফুটবল থেকে? কেন এই রকম আবেগ নিয়ে বিশ্বকাপের আসরে নামা৷ আর্জেন্তিনার হারের দিন কান্নায় ভেঙে পড়া৷ উত্তরটা অনেকেরই জানা,মেসির ঝুলিতে একটিও বিশ্বকাপ নেই৷ এরকম এক প্রতিভাবান

ইঞ্জিনিয়ার স্ত্রীকে যৌনদাসী করে বিক্রির চক্রান্ত ফাঁস, অভিযুক্ত স্বামী, তদন্তে এনআইএ

Image
বেঙ্গালুরু: ইঞ্জিনিয়ার স্ত্রীকে যৌনদাসী করে আইসিসরের হাতে বিক্রির অভিযোগে অভিযুক্ত আয়কর দফতরের আধিকারিকের স্ত্রীর চিঠিতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কেরলের কথিত লভ জেহাদের সঙ্গে সংযুক্ত মামলার তদন্ত করছে এনআইএ এর তদন্তে ৷ কর্ণাটকের এক সেলস ট্যাস্ক আধিকারিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য ৷ কেরলের বাসিন্দা এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছেন ৷ জোর করে ধর্মান্তকরণ করে আইসিসের যৌনদাসী করার চেষ্টা করেছিল ৷ শনিবার এনআইএ সূত্রে জানা গিয়েছে ওই ট্যাস্ক আধিকারিকের স্ত্রীর কাছ থেকে পাওয়া ৮টি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ পুলিশ বাজেয়াপ্ত সামগ্রী থেকে তথ্য উদ্ধার করতে করার কাজ শুরু করেছে ৷ সবদিক থেকেই ইসলামিক স্টেটের সঙ্গে যোগাযোগ যে স্পষ্ট ছিল সেই আধিকারিকের তা স্পষ্ট হয়েছে ৷ স্ত্রীর অভিযোগ ভুল তথ্য দেখিয়ে রিয়াজ তাকে বিয়ে করেছে বিয়ের পরেই ধর্মান্তকরণে চাপ দিয়েছে ৷ ভুয়ো পাসপোর্ট তৈরি করে স্ত্রীকে কেরলে বেআইনি বন্দি করে রেখেছিল ৷ এরপর ২০১৭ সালেই ইসলামিক স্টেটে যোগ দিয়েছে তার অসংলগ্ন গতিবিধিতে সন্দেহ হতেই জানতে পারা গিয়েছে তার স্বামীর এই

জন্মদিনের আগেই মেয়েকে নৃশংস শাস্তি বাবার

Image
শুক্রবার সকালে চন্দ্রিকার বাবা তাঁকে একজনের সঙ্গে ফোনে কথা বলতে দেখেন। পরে তিনি জানতে পারেন যে চন্দ্রিকা এক যুবকের সঙ্গে ফোনে কথা বলছে। ইচ্ছা ছিল পরিবারের সঙ্গে জন্মদিনের সময় কাটাবে। কিন্তু তা করতে গিয়ে বিপদ ডেকে আনলেন তরুণী। বাড়িতেই কুড়ুলের কোপে প্রাণ হারাতে হল তাঁকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা টি চন্দ্রিকা কয়েকদিনের জন্য বাড়িতে আসেন। জানা গিয়েছে, কয়েকদিন পরেই জন্মদিন ছিল টি চন্দ্রিকার। তাই জন্য বাড়ি ফিরেছিলেন তিনি। একটি প্রাইভেট কলেজের হস্টেলে থেকে পড়াশুনা করতেন চন্দ্রিকা। শুক্রবার সকালে চন্দ্রিকার বাবা তাঁকে একজনের সঙ্গে ফোনে কথা বলতে দেখেন। পরে তিনি জানতে পারেন যে চন্দ্রিকা এক যুবকের সঙ্গে ফোনে কথা বলছে। চন্দ্রিকাও তাঁকে জানায়, ওই যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তাঁরা একে অপরকে বিয়ে করতে চান। অভিযোগ, এর পরেই চন্দ্রিকার বাবা ক্ষোভে ফেঁটে পড়েন। চন্দ্রিকার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে দেন তিনি। এর পরেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বাবা-মেয়ে। অভিযোগ, বচসার সময় হাতের কাছে থাকা একটি কুঠার ন

ফের বাড়ল আধার-প্যানকার্ড সংযুক্তিকরণের সময় সীমা

Image
নয়াদিল্লি: ফের বাড়ল আধার-প্যানকার্ড সংযুক্তিকরণের সময় সীমা ৷ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ল সময় সীমা ৷ গতকালই এই বর্ধিত সময় সীমা ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্স বা সিবিডিটি কর্তৃপক্ষ ৷ এই নিয়ে পঞ্চমবার বর্ধিত হল আধার-প্যান সংযুক্তিকরণের সময় সীমা ৷ গত কয়েক বছর ধরেই কেন্দ্র এই নির্দেশিকা জারি করেছে দফায় দফায় ৷ দেশের আয়কর দফতর সংবিধানের ১১৯ আয়কর আইনের আওতায় নির্দেশিকা জারি করেছে আধার-প্যান বা প্যান-আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক ৷ আয়কর দফতর সূত্রে খবর মার্চ ২০১৮ পর্যন্ত মোট ৩৩ কোটি মানুষের প্যানকার্ডের মধ্যে আধার-প্যানকার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন ১৬.৬৫ কোটি মানুষ ৷ কয়েক দফায় প্যানকার্ড ও আধার সংযুক্তিকরণের সময় সীমা বেড়েছে ৷ সর্বশেষ নির্দেশ অনুযায়ী আধার-প্যানকার্ড সংযুক্তিকরণের শেষ সময় সীমা ছিল গতকাল অর্থাৎ জুন ৩০ ৷ তবে এখন তা বেড়ে হয়েছে মার্চ ২০১৯ ৷

বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম, টালমাটাল মধ্যবিত্তের হেঁশেল

Image
নয়াদিল্লি: ফের মধ্যবিত্তের মাথায় হাত ৷ মধ্যবিত্তের হেঁশেলে পড়ল কোপ ৷ ভর্তুকিহীন গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ৷ সিলিন্ডার প্রতি ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়েছে ৫৭.৫০ টাকা বেড়েছে ৷ এখন থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হয়েছে ৭৮১.৫০ টাকা ৷ আজ থেকেই কার্যকর হয়েছে বর্ধিত দাম ৷ তবে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম অপরিবর্তিত তবে বছরে ১২টির বেশি সিলিন্ডার ব্যবহারকারীদেরও এখন থেকে এই দামে গ্যাসের সিলিন্ডার কিনতে হবে ৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক আগেই সিদ্ধান্ত নিয়েছিল আজ থেকে তা কার্যকর করা হয়েছে ৷ এমনিতেই পেট্রোপণ্যের বর্ধিত দামের ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া দামে এমনিতেই টালমাটাল অবস্থা আম আদমির ৷ রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি যেন আধমরা আমজনতার ওপর নতুন করে মরার ওপর খাঁড়ার ঘা পড়ল ।

সেক্স করলেই মিলবে আইফোন, নাবালিকা ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের

Image
বিকৃত মানসিকতার পরিচয় অনন্য নজির ৷ ঘটনার কেন্দ্রবিন্দু নিউইয়র্ক ৷ ৭০ বছরের অঙ্কের শিক্ষক বছর ষোলোর দুই ছাত্রীকে অর্থের বিনিময়ে কুপ্রস্তাব দিয়েছেন ৷ তিনি তাঁর দুই ছাত্রীকে বলেছিলেন নগ্ন বা অর্ধনগ্ন ছবি তুলে পাঠালে তার বিনিময়ে টাকা দেওয়া হবে ৷ শুধুই তা নয় দুই ছাত্রীর মধ্যে এক ছাত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাবও দিয়েছিলেন ৷ তাঁর প্রস্তাব ছিল যদি তার সঙ্গে যৌন সম্পর্ক করে সেই ছাত্রী উপহার সরূপ পেতে পারে একটি আইফোন ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে ৷ অবিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করেছে সেন্ট্রাল আইলিপ স্কুল কর্তৃপক্ষ ৷ শিশু সুরক্ষা দফতর শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপে বদ্ধ পরিকর ৷ ঘটনার তদন্তে উঠে এসেছে মানসিক বিকারগ্রস্ত শিক্ষক এক ছাত্রীকে বিকিনি পরে ছবি তুলে পাঠানোর জন্য ৫ আমেরিকান ডলার দিয়েছিলেন অন্য ছাত্রীকে নগ্ন ছবির জন্য ১৫০ মার্কিন ডলার দিয়েছিলেন ৷ পুলিশ কমিশনার গেলারেডাইন হার্ট পরে দ্বিতীয় ছাত্রীকে প্রস্তাব দিয়েছেন তার সঙ্গে যৌন সম্পর্ক করলে ওই শিক্ষক উপহার সরূপ আইফোন দেবেন ৷ ওই ছাত্রী প্রস্তাবে সম্মত হননি ৷ পুলিশ সূত্রে খবর আদালতে অভিযুক্ত শিক্ষকের আইনজীবির নাম উল্লেখ

দিল্লির বুরারিতে মৃত্যু মিছিল, একই বাড়ির ১১ জন অদ্ভুতভাবে মৃত

Image
নয়াদিল্লি: দিল্লির বুরারি এলাকার এক বাড়ি থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার হল। মৃতদের মধ্যে ৭ জন মহিলা ও ৪ জন পুরুষ। তাঁদের প্রত্যেকের দেহ ঝুলন্ত অবস্থায় ছিল। এক পরিবারে ২-৩ জনের আত্মহত্যার খবর আমরা শুনেছি। কিন্তু এক সঙ্গে ১১ জনের মৃত্যু? তাও একইভাবে গলায় ফাঁস দিয়ে? রবিবার সকালে এমনই ঘটনার সাক্ষী হল বুরারি। সন্ত নগরের ২ নম্বর গলির বাড়িতে এই ঘটনা ঘটেছে। ১১ জনই এক পরিবারের, তাঁরা প্রত্যেকেই ঝুলছিলেন, একই ঘরের মধ্যে ওভারহেড তার থেকে। প্রত্যেকের চোখ ও মুখ কাপড়ে বাঁধা ছিল। কীভাবে এঁরা মারা গেলেন তা এখনও পরিষ্কার নয়। পুলিশ ঘটনাস্থলে এসেছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা গণ আত্মহত্যার ঘটনা। ওই পরিবারের একটি দোকান ছিল, আসবাবপত্রের ব্যবসাও ছিল তাদের। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কাপ জয়ের স্বপ্ন শেষ, সাম্পাওলির ভুলেই বিদায় মেসিদের

Image
ফ্রান্স ৪ • আর্জেন্টিনা ৩ ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম একাদশ দেখেই আঁতকে উঠেছিলাম। এ কী দল নামাচ্ছেন হর্হে সাম্পাওলি! ৪-৩-৩ ছকে ফরোয়ার্ডে লিয়োনেল মেসির সঙ্গে ক্রিস্তিয়ান পাভন এবং অ্যাঙ্খেল দি মারিয়া। রিজার্ভ বেঞ্চে বসে সের্খিয়ো আগুয়েরো, গন্সালো ইগুয়াইন! মেসির মতো শিল্পীকে কোনও দলই স্বাভাবিক খেলা খেলতে দেওয়ার ভুল করবে না। ম্যাচের প্রিভিউতেই লিখেছিলাম, মাঝমাঠে এনগোলো কঁতের উপরে থাকবে আর্জেন্টিনা অধিনায়ককে আটকানোর মূল দায়িত্ব। তাঁকে সাহায্য করবেন পল পোগবা। ফরাসি পাহারাদারদের এড়ানোর জন্যই মেসি একটু পিছন থেকে খেলছিলেন। একেবারেই ঠিক ভাবনা। কারণ, ওঁকে আটকানোর জন্য কঁতে ও পোগবা নিজেদের জায়গা ছেড়ে উঠে যাবেন। তৈরি হবে শূন্যস্থান। যা কাজে লাগাবেন অন্য ফুটবলাররা। এই কারণেই আগুয়েরো বা হিগুয়াইনের মধ্যে অন্তত এক জনকে প্রথম দলে রাখা উচিত ছিল সাম্পাওলির। যাঁদের কাজ হত ফ্রান্সের ডিফেন্ডারদের সব সময় অস্বস্তিতে রাখা। দুই প্রান্ত থেকে উড়ে আসা বল থেকে গোল করার চেষ্টা করা। অবাক হয়ে দেখলাম তার কিছুই হল না। উল্টে ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দিলেন আঁতোয়া গ্রিজম্যান। এই বিশ্বকাপে

পাতালে বৃহত্তম জলসেচ প্রকল্প গড়ছে তেলঙ্গানা

Image
সূর্যের ক্ষীণ রশ্মিটুকু মিলিয়ে গিয়েছে মিনিট পাঁচেক আগে। মোবাইলের টাওয়ার নিখোঁজ। নিকষ অন্ধকার সুড়ঙ্গে ভরসা কেবল গাড়ির হেডলাইট। হু হু করে ছুটে চলেছি। বলা ভাল, অভিকর্ষের টানে নেমে চলেছি জলকাদায় ভর্তি সুড়ঙ্গ দিয়ে। চাকা পিছলে যাচ্ছে, গোঁ গোঁ করছে ইঞ্জিন, ছিটকাচ্ছে পাথর-মাটি। ফের গিয়ার বদল করে করে ছুটছে গাড়ি। সুড়ঙ্গের দু'পাশে সাইনবোর্ড মিনিটে মিনিটে বুঝিয়ে দিচ্ছে, ভূপৃষ্ঠের ঠিক কতটা নীচে নেমেছি আমরা। দু'শো মিটারের সাইন বোর্ড পেরিয়েছি বেশ কিছুক্ষণ আগেই। লক্ষ্য ৩৩০ মিটার নীচে নামা। যেখানে তৈরি হচ্ছে ভারত তথা বিশ্বের সবচেয়ে বড় জলসেচ প্রকল্প। সুড়ঙ্গের ভুলভুলাইয়ার জট কাটিয়ে, হাঁটু সমান জল পেরিয়ে অবশেষে পৌঁছলাম শেষ বিন্দুতে। এখানে ৩২৪ মিটারের আইফেল টাওয়ারকে দাঁড় করিয়ে দিলেও মাটির উপরে মাথা তুলতে পারবে না। মাইকে গমগম করছে নির্মাণ সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার্স লিমিটেড (এমইআইএল)-এর অধিকর্তা বি শ্রীনিবাস রেড্ডির গলা, ''আসুন পরিচয় করিয়ে দিই, কালেশ্বরম প্রকল্পের সঙ্গে। গোদাবরী নদী-নির্ভর এই প্রকল্পটি হতে চলেছে দেশের তথা বিশ্বের বৃহত্তম জলসেচ প্রকল্প।'

দড়ি বেয়ে পাহাড় ভেঙে রোগীর পাশে মহিলা চিকিৎসক

Image
পাহাড়ের উপরে গভীর জঙ্গলে ছোট্ট গ্রাম। সেখানে বাস করে অবলুপ্ত হতে বসা প্রাচীন জনজাতি। মেরেকেটে এখন তাঁদের সংখ্যা ২০০-২২০। কেরলের মলপ্পুরম জেলার এর্নাদ তালুকে সেই হারিয়ে যেতে বসা 'চোলানায়কর' জনজাতির এক মরণাপন্ন রোগীকে বাঁচাতে বৃষ্টির মধ্যে প্রায় দেড় কিলোমিটার পথ দড়িতে ঝুলে-ঝুলে পিচ্ছিল পাহাড়ে উঠে চিকিৎসা করে এসেছেন এক তরুণী সরকারি চিকিৎসক। জেলার স্বাস্থ্য দফতরের কর্তারাই জানাচ্ছেন, এক যুগের মধ্যে এই প্রথম কোনও চিকিৎসক ওই দুর্গম গ্রাম 'পানাপ্পুঝা উরু'তে পা রাখলেন।  পরে স্থানীয় কয়েক জনের সাহায্যে অসুস্থ প্রৌঢ়কে নামিয়ে হাসপাতালে ভর্তি করেন তিনি। অস্ত্রোপচারের পর আপাতত বিপন্মুক্ত রোগী। চিকিৎসক-রোগী সম্পর্কে ক্রমবর্ধমান অবনতির আবহে ব্যতিক্রমী বৃষ্টি হয়ে এসেছে এই ঘটনা, যেখানে রোগীকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করে নকশাল অধ্যুষিত এলাকায় দড়ি বেয়ে পাহাড়ে উঠেছেন বছর তিরিশের অশ্বথী সোমান। চিকিৎসক দিবসের প্রাক্কালে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিনি। সাড়ে চার বছরের শিশুপুত্র ও আড়াই বছরের শিশুকন্যার মা অশ্বথীর কথায়, ''এই জনজাতির মানুষ সভ্য জগতের সংস্পর্শ এড়িয়ে থাকতে চান। ওই র

মেসির পর বিদায় রোনাল্ডোর, জ্বলে উঠলেন কাভানি

Image
উরুগুয়ে ২ • পর্তুগাল ১ রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্ব শুরুর দিনেই জোড়া নক্ষত্র পতন! এ বার যে তারকাদের দ্যুতি দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব, তার মধ্যে লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিদায় নিলেন শনিবার। এল এম টেন এবং সি আর সেভেন বিদায় নেওয়ার দিনে বিশ্বকাপের মঞ্চে ভেসে উঠলেন দুই নতুন তারকা। ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং উরুগুয়ের এদিনসন কাভানি। মেসি, রোনাল্ডোর পায়ে এ দিন গোল নেই, ওদের দু'জনের নামের পাশে জোড়া গোল। তবে একটা জিনিস প্রমাণিত, তা হল কোনও একজন ফুটবলের উপর নির্ভর করে আর যাই হোক বিশ্বকাপের সব ম্যাচ জেতা কঠিন।    লা লিগায় যখন লড়াই হয় তখন লুইস সুয়ারেস চাপা পড়ে যান লিয়োনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লড়াইয়ের মধ্যে। কিন্তু দেশের জার্সিতে তো অন্য লড়াই। বার্সেলোনার সুয়ারেসের সঙ্গে রিয়াল মাদ্রিদের রোনাল্ডোর দ্বৈরথের দিকে তাই শনিবার নজর ছিল সবার। কিন্তু সেই লড়াই ছাপিয়ে উজ্জ্বল হয়ে উঠলেন লম্বা চুলের কাভানি। সুয়ারেসের সঙ্গে জুটি বেঁধে বিস্ফোরক হয়ে দাঁড়ালেন প্যারিস সাঁ জারমাঁর এই স্ট্রাইকার। আসাধারণ দুটো গোল করলেন কাভানি। কী দুর্দান্ত হেড, কী অসাধারণ প্লেসিং! চোখের আরা

সাম্পাওলির ভুলেই বিদায় মেসিদের

Image
ফ্রান্স ৪ • আর্জেন্টিনা ৩ ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম একাদশ দেখেই আঁতকে উঠেছিলাম। এ কী দল নামাচ্ছেন হর্হে সাম্পাওলি! ৪-৩-৩ ছকে ফরোয়ার্ডে লিয়োনেল মেসির সঙ্গে ক্রিস্তিয়ান পাভন এবং অ্যাঙ্খেল দি মারিয়া। রিজার্ভ বেঞ্চে বসে সের্খিয়ো আগুয়েরো, গন্সালো ইগুয়াইন! মেসির মতো শিল্পীকে কোনও দলই স্বাভাবিক খেলা খেলতে দেওয়ার ভুল করবে না। ম্যাচের প্রিভিউতেই লিখেছিলাম, মাঝমাঠে এনগোলো কঁতের উপরে থাকবে আর্জেন্টিনা অধিনায়ককে আটকানোর মূল দায়িত্ব। তাঁকে সাহায্য করবেন পল পোগবা। ফরাসি পাহারাদারদের এড়ানোর জন্যই মেসি একটু পিছন থেকে খেলছিলেন। একেবারেই ঠিক ভাবনা। কারণ, ওঁকে আটকানোর জন্য কঁতে ও পোগবা নিজেদের জায়গা ছেড়ে উঠে যাবেন। তৈরি হবে শূন্যস্থান। যা কাজে লাগাবেন অন্য ফুটবলাররা। এই কারণেই আগুয়েরো বা হিগুয়াইনের মধ্যে অন্তত এক জনকে প্রথম দলে রাখা উচিত ছিল সাম্পাওলির। যাঁদের কাজ হত ফ্রান্সের ডিফেন্ডারদের সব সময় অস্বস্তিতে রাখা। দুই প্রান্ত থেকে উড়ে আসা বল থেকে গোল করার চেষ্টা করা। অবাক হয়ে দেখলাম তার কিছুই হল না। উল্টে ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দিলেন আঁতোয়া গ্রিজম্যান। এই বিশ্বকাপে