মেসির অবসর নিয়ে আবার জল্পনা


মস্কো: অবসর নিতে চলেছেন লিওনেল মেসি ? আন্তর্জাতিক ক্রীড়া মহলে ঘুরতে শুরু করেছে এই প্রশ্ন৷ বিশ্বকাপের নক আউট পর্বে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে আর্জেন্তিনার পরাজয়ে তিনি কি ফুটবলই ছেড়ে দিচ্ছেন? এই প্রশ্নে তোলপাড় ফুৃটবল বিশ্ব৷ যদিও মেসির প্রতিক্রিয়া মেলেনি৷

তবে একাধিক আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ মাধ্যমের খবর অবসর নিতে চলেছেন বিশ্বের অন্যতম প্রতিভাবান মেসি৷ দেশের হয়ে বিশ্বকাপ না খেললেও ক্লাব ফুটবলে তাঁকে দেখতে চাইবে মানুষ৷ কিন্তু সমস্যা অন্য জায়গায়৷ পাঁচবার ব্যালন ডি'অর থেকে গোল্ডেন বুট, গোল্ডেন বল৷ বিশ্ব ফুটবলের প্রায় সমস্ত সেরা পুরস্কারগুলি রয়েছে মেসির ঝুলিতে৷নিজের ১৩ বছরের ফুটবল কেরিয়ারে বিশ্বফুটবলের একাধিক রেকর্ড ভেঙ্গেছেন৷ গড়েছেনও প্রচুর নতুন রেকর্ড৷ মারাদোনা থেকে পেলের মত কিংবদন্তি ফুটবলাররা স্বীকার করে নিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের একজন লিও মেসি৷

এরকম একজন ফুটবলারের আর কি পাওয়ার থাকতে পারে ফুটবল থেকে? কেন এই রকম আবেগ নিয়ে বিশ্বকাপের আসরে নামা৷ আর্জেন্তিনার হারের দিন কান্নায় ভেঙে পড়া৷ উত্তরটা অনেকেরই জানা,মেসির ঝুলিতে একটিও বিশ্বকাপ নেই৷ এরকম এক প্রতিভাবান প্লেয়ার দলকে বিশ্বকাপ দিতে পারেননি৷ এই জ্বালাই তাড়া করে বেড়ায় লিওকে৷ যে কারণেই ২০১৪ বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হারের পর হতাশ হয়ে অবসর ঘোষণা করেছিলেন ফুটবল থেকে৷ বিশ্বের নানা প্রান্তের মানুষের অনুরোধে অবসর ভেঙে ফুটবলে ফেরেন ঈশ্বর৷
 
গত ২৪ জুন ৩১শে পা রেখেছেন মেসি৷ স্বাভাবিকবাবেই বলা যায় আরও চারটে বছর অপেক্ষা করে বিশ্বকাপ খেলাটা খুব একটা সহজ নয়৷ তাই মেসি যদি এখানেই ইতি টানেন তাঁর ফুটবল কেরিয়ারের তাহলে সেটা ভয়ঙ্কর দুঃখের হলেও অসম্ভব কিছু হবে না৷