Posts

Showing posts from July 25, 2018

চারতলা থেকে ঝাঁপ, বেহালায় তিন ঘণ্টা রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন তরুণী

Image
এই আবাসনের ছাদ থেকেই ঝাঁপ।  চারতলার ছাদ থেকে পড়ে তিন ঘণ্টার বেশি সময় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এক যুবতী। রাতভর তিনি যন্ত্রণায় গোঙালেন। সকাল হওয়ার আগে ওই আবাসনের কেউ জানতে পারলেন না আহত যুবতীর কথা। আশ্চর্যজনক ভাবে তার পরও প্রাণেও বাঁচলেন বেহালার পঁচিশ বছরের হরিশমা পাণ্ডে। স্বামী দীনেশ পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। দম্পতির আড়াই বছরের একটি ছেলেওআছে। বেহালার সত্যেন রায় রোডের জগৎপুর এলাকার টিটি টাওয়ার্স নামে একটি বহুতলের চার তলার ফ্ল্যাটে থাকেন এই দম্পতি। বুধবার সকালে ঘুম থেকে উঠে বিছানায় স্ত্রী হরিশমাকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন তাঁর স্বামী দীনেশ। তারপরই তিনি দেখেন ফ্ল্যাটের মূল দরজা খোলা। এত সকালে স্ত্রী বাইরে গিয়েছেন, বিষয়টাস্বাভাবিক ঠেকেনি দীনেশের কাছে। খোঁজাখুজি শুরু করতেইতাঁর চোখে পড়ে ভয়ানক দৃশ্য। দীনেশ দেখেন, আবাসনের পেছনের দিকে সিমেন্ট বাঁধানো চাতালের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন হরিশমা। দীনেশের চিত্কার শুনে বাইরে বেরিয়ে আসেন তাঁর প্রতিবেশীরা। দ্রুত উদ্ধার করে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, প্রচুর রক্তক্ষরণ হয়েছে হরিশমার। অ

এটা সোনা! পাচারের ধরন দেখে হতভম্ব শুল্ক দফতরের অফিসাররাও

Image
এই সেই সোনার পেস্ট। একটা পাত্রের মধ্যে রাখা রয়েছে হালকা হলুদ রঙের পেস্ট জাতীয় কোনও পদার্থ। প্রথমে দেখলে মনে হবে সেটা মানুষের মল। শুল্ক দফতরের অফিসাররাও তা-ই ভেবেছিলেন। মলের মত দেখতে ওই পেস্টটাই যে সোনা, সেটা কারও ধারণাতেই আসে‌নি। গত ২১ জুলাই হায়দরাবাদের বিমানবন্দরে এক পাচারকারীর কাছ থেকে এমনই  সোনার পেস্ট উদ্ধার হয়। ২২ জুলাই সংবাদ সংস্থা এএনআই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়। এএনআই সূত্রে খবর, এক কেজি ৮৫০ গ্রাম সোনা ছিল ওই পেস্টে। সেখান থেকে এক কেজি ১২০ গ্রাম ৭৮ মিলিগ্রামের মতো সোনা পাওয়া গিয়েছে। যার দাম প্রায় সাড়ে ৩৪ লক্ষ। কখনও জুতোর সোলে, কখনও টেপ দিয়ে শরীরের মধ্যে জড়িয়ে, কখনও ট্রলির চাকায়— এ রকম নানা উপায়ে সোনা পাচারের ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কিন্তু হায়দরাবাদ বিমানবন্দরে সোনা পাচারের এই অভিনব ধরন দেখে রীতিমতো ঘুম উড়ে গিয়েছে শুল্ক দফতরের। এ ভাবেও সোনা পাচার করা সম্ভব! বিশেষজ্ঞরা বলছেন, ভারতে সোনা পাচারের ঘটনা দিন দিন বাড়ছে। পাচার রুখতে অত্যাধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে দেশের প্রতিটি বিমানবন্দরে। নিরাপত্তা যত বেড়েছে, পাচারের পুরনো পদ্ধতি থে

‘হলের চেয়ে নেটফ্লিক্সে লোকে বাংলা ছবি বেশি দেখে’, বলছেন ইন্দ্রাশিস

Image
'পিউপা' নিয়ে আশাবাদী ইন্দ্রাশিস।  বুদ্ধদেব দাশগুপ্ত তাঁর অনুজ পরিচালক ইন্দ্রাশিস লাহিড়ীকে লিখে পাঠিয়েছিলেন, 'বিলু রাক্ষস' দেখে আমি সত্যি অভিভূত। আমার দেখা এ কালের ভাল বাংলা ছবির মধ্যে রইল এই ছবি। এর মধ্যে এক রকম স্বচ্ছ, সৎ শিল্প আছে। সিনেমা সঠিক ভাবে বোধগম্য না হলে এ ছবি তৈরি করা অসম্ভব। আমি এই পরিচালকের পরবর্তী ছবি দেখার অপেক্ষায়।' ইন্দ্রাশিষের পরবর্তী ছবি অবশেষে ২৭ জুলাই প্রেক্ষাগৃহে। সেন্সর বোর্ড, হল পাওয়া, অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে 'পিউপা'-কে। ''আসলে আমার পেছনে ব্যাকআপ নেই। বড় ব্যানার নেই। মিডিয়া উন্মুখ নয়...'' একটু যেন হতাশার সুর তাঁর গলায়। কিন্তু পরক্ষণেই স্বর বদলে জানালেন, সুরিন্দর ফিল্মস্ এই ছবির জন্য হাত বাড়িয়ে দেওয়ায় তিনি যারপরনাই খুশি। তাঁর ছবি মানেই অন্য ফর্মে গল্প বলা। কাস্টিংয়ের ধরন আলাদা। রিয়্যালিস্টিক শুট। লং শট। এডিটিং-এর ঝক্কি কম। নিজের ছবির গল্প তিনি নিজেই লেখেন। ''আসলে এই ভাবেই গল্প বলতে চাইছি। মানে দর্শক কোন জায়গাটা ভালবাসবে। কোথায় কাঁদবে। গান কেমন চাইবে? আমি ভাবি না। আমি জানি আমার ছবি ব্লক বাস্টার হবে না

গুজরাতে দাঙ্গা বাধানোর দায়ে হার্দিক পটেলের দু’বছরের জেল, পেলেন জামিনও

Image
হার্দিক পটেল।   ২০১৫ সালে দাঙ্গা বাধানোর মামলায় হার্দিক পটেলকে দু'বছরের কারাদণ্ডের নির্দেশ দিল গুজরাতের একটি আদালত। হার্দিকের সঙ্গে তাঁর দুই সঙ্গীকেও একই সাজা শুনিয়েছেন বিচারক। তিন জনকেই জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। যদিও পরে হার্দিক ও তাঁর সঙ্গীরা জামিন পেয়ে গিয়েছেন। আদালতের রায়ের আগেই ফেসবুকে একটি ভিডিয়ো বার্তায় সমর্থকদের শান্ত থাকার আর্জি জানিয়েছেন হার্দিক। জানা গিয়েছে, ২০১৫ সালে আন্দোলনের সময় বিষ্ণগড়ের বিজেপি বিধায়ক হৃষিকেশ পটেলের বাড়ি ভাঙচুরে নেতৃত্ব দেন হার্দিক। সাংবাদিকদের উপর আক্রমণ, দাঙ্গায় প্ররোচনা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয় হার্দিক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। সেই মামলাতেই বুধবার রায় দিয়েছে বিষ্ণগড় আদালত। সরকারি আইনজীবী চন্দ্র সিংহ রাজপুত জানিয়েছেন, ''ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮ এবং ১৪৯ নম্বর ধারায় দোষী সাব্যস্ত করে হার্দিক ও তাঁর দুই সঙ্গী লালজি পটেল ও এ কে পটেলকে দু'বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক। একইসঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।'' পরে ওই আদালতেই তাঁদের জামিন মঞ্জুর হয়। পতিদারদের সংরক্ষণের দাবিতে ২০১৫ স

নগ্ন ছবি দেখিয়ে ‘প্রেমিকার’ ব্ল্যাকমেল, আত্মঘাতী সোনারপুরের তরুণ

Image
সৌরভ ঘোষ। দিন দিন প্রেমিকার মানসিক অত্যাচার বেড়েই চলেছিল। চাপ দিচ্ছিলেন টাকা দেওয়ার জন্য।সেই টাকা দিতে না পারলে হেনস্থা, বাড়ির লোকেদের দিয়ে মারধরও করতেন। শুধু তাই নয়, শারীরিক সম্পর্কের ভিডিও দেখিয়ে নানা ভাবে ব্ল্যাকমেল করা হত। সেই চাপ সহ্য করতে না পেরে শেষমেশ আত্মহত্যার পথই বেছে নেন সৌরভ ঘোষ নামে এক তরুণ। পুলিশ সূত্রে খবর, সৌরভের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। তাঁর এক দাদা থাকেন উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে। গত ১৯ জুলাই সেই দাদার বাড়িতে গিয়েছিলেন সৌরভ। ওই দিনই তিনি হৃদয়পুর স্টেশনের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহ্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতির অবনতি হলে তাঁকে দক্ষিণ শহরতলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২১ জুলাই মৃত্যু হয় সৌরভের। আত্মহত্যার চেষ্টা করার আগে মোবাইলে একটি ভিডিয়ো করেন তিনি। সেখানে প্রেমিকা সম্পর্কে তাঁর নানা অভিযোগ জানান। সোনারপুরেই থাকেন সৌরভের প্রেমিকা পূজা দাস।তাঁর বাড়ি স্থানীয় বুড়ি বটতলায়। সৌরভের বাড়ির পাশেই পূজার মামাবাড়ি। সেখানে যাওয়া-আসার সুবাদেই দু'জনের মধ্যে পরিচয়। তার পর ঘনিষ্ঠতা

কীভাবে ডুয়াল ক্যামেরার স্মার্টফোনে তুলবেন ‘পারফেক্ট’ ছবি?

Image
উন্নত প্রযুক্তি আর স্মার্টফোনের যুগে এখন সকলেই ফটোগ্রাফার। কেউ মনের মতো সেলফি তুলতে দিনভর ক্যামেরার সামনে পোজ দেন তো কেউ লেন্সবন্দি করতে ভালবাসেন প্রকৃতিকে। প্রযুক্তির কল্যাণে এখন স্মার্টফোন এতটাই স্মার্ট হয়ে উঠেছে যে সারাক্ষণ সঙ্গে ডিএসএলআর ক্যামেরা না হলেও চলে। এখন তো আবার ডুয়াল ক্যামেরার স্মার্টফোনও এসে গিয়েছে বাজারে। তবে ছবি তোলার নেশায় শুধু স্মার্টফোনটি কিনে ফেললেই কিন্তু কেল্লা ফতে নয়। আপনাকে শিখে নিতে হবে ভাল ছবি তুলতে ঠিক কী কী প্রয়োজন। কীভাবে আপনার তোলা ছবিটি এক্কেবারে পারফেক্ট হবে। তেমনই কিছু টিপস রইল এই প্রতিবেদনে। আগে মোবাইল ক্যামেরার কাজ শুধু ছিল কিছু মুহূর্তকে ফ্রেমবন্দি করা। কিন্তু এখন চাহিদার সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে মোবাইল ক্যামেরার ভূমিকাও। একটা ছবিকে কীভাবে জীবন্ত করে তোলা যায়, সেই প্রয়াসই করেন চিত্রগ্রাহকরা। আর এক্ষেত্রে দারুণ উপকারী ডুয়াল ক্যামেরা। দুটি ক্যামেরার লেন্সের আলাদা আলাদা কাজ। দেখে নেওয়া যাক, কোনটাকে কীভাবে কাজে লাগাতে হবে। ১. আপনার ছবির বিষয়বস্তু কী? সেটা যেন আপনার কাছে স্পষ্ট হয়। কোনও মুখের ছবি তুলতে গেলে মাথায় রাখুন ক্যামেরায় যেন তা কোনওভাবেই কৃত্রিম ন

মোবাইলে গেমের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন গৃহশিক্ষকের

Image
তেহট্ট: মোবাইলে গেমের লোভ দেখিয়ে শিশুকন্যাকে বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী গৃহশিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ৷ মঙ্গলবার দুপুরে ধৃত গৃহশিক্ষককে কৃষ্ণনগর পকসো কোর্টে তোলা হয়৷ পুলিশ জানিয়েছে, ধৃত গৃহশিক্ষকের নাম বিশ্বজিৎ সরকার৷ নাকাশিপাড়া থানার বিল্বগ্রাম পূর্বপাড়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী যুবক বিশ্বজিৎ সোমবার দুপুরে পাঁচ বছরের এই শিশুকন্যার বাড়িতে যায়। তার সামনে মোবাইল গেম খেলা দেখাতে থাকে। এরপর অঙ্গনওয়াড়ি স্কুলে পড়া ছাত্রীটিকে মোবাইলে গেমের লোভ দেখিয়ে পাশেই নিজের বাড়িতে নিয়ে যায় বিশ্বজিৎ। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর শিশুকন্যাটি বাড়ি না ফিরলে তার বিশ্বজিতদের বাড়ি যায়। সেখানে মেয়েকে কাঁদতে দেখে। বাড়ি ফিরে রাতে থানায় যৌন নির্যাতনের অভিযোগ করে। পুলিশ অভিযোগ পেয়ে রাতে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করে৷ এদিন ধৃতকে কৃষ্ণনগর পকসো কোর্টে তোলা হয়৷ এদিনের এই ঘটনার জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা৷ শিক্ষকতার মতো এক

খাতায় কলমে ‘বিবাহিত’, কন্যাশ্রীর টাকা না পেয়ে বিপাকে কলেজ ছাত্রী

Image
হুগলি: বিয়ের কোনও পরিকল্পনা নেই। বরং মেয়েকে পড়াশোনা শেখাতে চান বাবা-মা। কিন্তু, কলেজ ছাত্রীটি  নাকি বিবাহিত! তাই কন্যাশ্রী প্রকল্পের সরকারি অনুদান পাচ্ছেন না তিনি। স্রেফ টাকার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যেতে বসেছে বিএ প্রথম বর্ষের ছাত্রী ঝুমা মালিকের। হুগলির চুঁচুড়ার দেবানন্দপুরের বাসিন্দা নিমাই মালিক। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছেন একমাত্র ঝুমা। কলেজে ভরতিও হয়েছেন। পেশায় দিনমজুর নিমাইবাবু চান, পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হোক মেয়ে। কিন্তু বেশিদূর পড়ানোর মতো আর্থিক সামর্থ্য নেই তাঁর। নিমাই মালিকের অভিযোগ, গত বছর স্কুল থেকে কন্যাশ্রী প্রকল্পের ফর্ম তুলতে গিয়েছিলেন ঝুমা। স্কুল কর্তৃপক্ষ জানায়, ওই ছাত্রী বিবাহিত। তাই কন্যাশ্রী প্রকল্পের অনুদানের জন্য আবেদন করতে পারবেন না। তাঁর দাবি, ঝুমার যে বিয়ে হয়নি, তা লিখিতভাবে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। তাঁদের কন্যাশ্রী প্রকল্পের ওয়েবসাইটে তথ্য দেখায় স্কুল কর্তৃপক্ষ। ওয়েবসাইটে ওই ছাত্রীর ম্যারিটাল স্টেটাস ম্যারেড! অবিবাহিত মেয়ে কী করে বিবাহিত হয়ে গেল! বুঝে উঠতে পারছেন না ঝুমা মালিকের বাড়ির লোকেরা। কন্যাশ্রী প্রকল্পের অনুদা

AMAZON ECHO সঙ্গে পাল্লা দিতে হাজির BIXBY

Image
নয়াদিল্লি: বিতর্কিত 'Amazon Echo' কে টেক্কা দিতে স্যামসাং বাজারে আনছে 'Bixby' স্মার্ট স্পিকার৷ বলা বাহুল্য, ভয়েস অ্যাসিস্টেন্ট বিভাগে বড়সড় পরিবর্তন আনতে চলেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি৷ মুনাফা বৃদ্ধিকে নিশ্চিত করতেই সংস্থা নিয়েছে নয়া সিদ্ধান্তটি৷ স্যামসাংয়ের সমস্ত গ্যালাক্সি ডিভাইসগুলিতে 'Bixby'অ্যাসিস্টেন্টটিকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে, বিষয়টি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিশেষ আকর্ষণ করতে পারেনি৷ বর্তমানে, স্যামসাং একটি স্মার্ট স্পিকারের উপর কাজ করছে৷ যেটি খুব শীঘ্রই Galaxy Note 9 এর সঙ্গে আত্মপ্রকাশ করতে চলেছে৷ সম্প্রতি, 'Magbee' ব্রান্ডটি মার্কেটে বাজারে এসেছে৷ আর, এই Magbee ব্রান্ডটির মধ্যে Bixby স্মার্ট স্পিকারটি হতে চলেছে প্রথম পণ্য৷ যদিও, স্মার্ট স্পিকারটির লঞ্চের বিষয়ে স্যামসাং কোন আনুষ্ঠানিক ঘোষণা করেনি৷ শোনা যাচ্ছে, আগামী ৯ আগস্ট Galaxy Note 9 লঞ্চের সময় সংস্থা একই সঙ্গে নিয়ে আসছে স্মার্ট স্পিকার (Magbee) এবং একটি স্মার্টওয়াচ৷ কিছুদিন আগেই মার্কিনি গ্রাহকদের জন্য সংস্থা নিয়ে এসেছিল Samsung Galaxy ওয়াচ৷ ঘড়িটির মডেল নম্

আগস্ট মাসে লঞ্চ হবে Oppo-র নতুন দুটি ফোন

Image
মার্চ মাসে লঞ্চ হয়েছিল Oppo F7। ইতিমধ্যেই F সিরিজের পরের জেনারেশানের ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে চিনের স্মার্টফোন কোম্পানি Oppo। একাধিক রিপোর্টে জানানো হয়েছে নতুন এই ফোনের নাম Oppo F9। একই সাথে Oppo F9 Pro লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগস্ট মাসে এক ইভেন্টে এই দুটি ফোন লঞ্চ করা হবে। Oppo F9 এর থেকে Oppo F9 Pro তে আপগ্রেডেড স্পেসিফিকেশান ব্যবহার হবে। সম্প্রতি GSMArena ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে ব্লুটুথ সার্টিফিকেশান ডাটাবেসে Oppo F9 দেখা গিয়েছে। এই মাসের শুরুতে এই সার্টিফিকেশান পেয়েছে কোম্পানিটি। এই লিস্টিং এই ফোনের Pro ভার্সাওনটিও দেখা গিয়েছে। এর সাথেই একটি টিজার দেখা গিয়েছে। যদিও এই ফোনের টজারে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। এই টিজারে জানা গিয়েছে এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হবে। এর সাথেই সেলফি ক্যামেরাতে উন্নতি আসতে পারে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পোস্ট করা এই টিজারে ফোনের আউটলাইনের একটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবিতে দেখা যাছহে নতুন এই ফোনে ডুয়াল ক্যামেরতা সেটব আপ থাকবে। প্রসঙ্গত মার্চ মাসে লঞ্চ হওয়া F সিরিজের আগের ফোন Oppo F7 এ সিঙ্গেল রিয়ার ক্যামেরা ব্

এবার Truecaller দিয়ে কল রেকর্ড করা যাবে

Image
ভারতে স্মার্টফোন গ্রাহকদের কাছে Truecaller একটি অতি পরিচিত নাম। কয়েক মাস আগেই Truecaller এর প্রিমিয়াম সাবস্ক্রিপশান চালু করা হয়েছিল। প্রিমিয়াম সাবস্ক্রিপশানে গ্রাহকদের উৎসাহিত করতে সম্প্রতি একাধিক নতুন ফিচার লঞ্চ করা হয়েছে। এর মধ্যেই অন্যতম প্রোফাইল ভিজিটার ফিচার। এবার প্রিমিয়াম গ্রাহকদের জন্য কল রেকর্ডিং এর ফিচার নিয়ে এলো Truecaller। শুধুমাত্র অ্যানড্রয়েড অ্যাপ এই এই কল রেকর্ডিং ফিচার ব্যবহার করা যাবে। এখনো iOS অ্যাপ এ কল রেকর্ডিং ফিচার যোগ হয়নি। সম্প্রতি iOS 12 এর Truecaller এ স্প্যাম প্রোটেকশান ফিচার যোগ করেছে Apple। কোম্পানি জানিয়েছে শুধুমাত্র Truecaller প্রিমিয়াম গ্রাহকরা কল রেকর্ড ফিচার ব্যবহার করতে পারবেন। তবে আপাতত ১৪ দিন এই ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাবে। এর পরে Truecaller এ কল রেকর্ডিং ফিচার ব্যবহার করতে প্রিমিয়াম সাবস্ক্রিপশান বাধ্যতামূলক। ইতিমধ্যেই অ্যানড্রয়েডে একাধিক কল রেকর্ডিং অ্যাপ রয়েছে। গুগুলের অপারেটিং সিস্টেমে কল রেকর্ডিং নতুন কোন ফিচার নয়। এই ফিচার দিয়ে ইনকামিং কল রেকর্ড করা যাবে। এর ফলেই আপনি যে কোন করবেন দা ধরবেন সব কল রেকর্ড করা যাবে। কোন গ্রাহকের আইনি জটিলতা

মোদী সরকারের কোপে মমতা! কেন্দ্রের সিদ্ধান্তে নতুন করে চাপছে ২৫০ কোটির বোঝা

Image
এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য আর্থিক বরাদ্দ কমিয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ফলে রাজ্যের ঘাড়ে নতুন করে বসতে চলেছে ২৫০ কোটির বোঝা। এখন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের সাম্মানিকের অধিকাংশই রাজ্যের তৃণমূল সরকারকে বহন করতে হবে। উল্লেখ্য, সম্প্রতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের সাম্মানিক বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সাম্মানিকের বোঝা আরও চাপবে নতুন বছর থেকে। কেন্দ্রের বিজেপি সরকার যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য আর্থিক বরাদ্দ কমিয়ে দিয়েছে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এনেছেন শিশু, নারী ও সমাজতল্যাণমন্ত্রী শশী পাঁজা। বিধানসভাতেও প্রসঙ্গটি তুলেছেন তিনি। এমনকী তিনি উল্লেখ করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বরাদ্দ কমিয়ে দেওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বাড়িয়ে দিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে ১ লক্ষ ১৫ হাজার ৪৫৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। জেলা স্তরে প্রকল্প আধিকারিক ছাড়াও রয়েছেন সাতজন, ব্লকস্তরে রয়েছে চারজন কর্মী। তাদের মধ্যে জেলা স্তরের দুজনকে ও ব্লক স্তরের একজনের বেতন দেয় কেন্দ্র। বাকি সামলাতে হয় রাজ্যকে।

ধূপগুড়িতে চুরি করতে এসেছিল তারা! জেরায় স্বীকার করল ৪ মহিলা-ই

Image
গুজবের জেরে জলপাইগুড়ি-তে  ঘনঘন গণপিটুনির ঘটনায় এবার নড়েচড়ে বসলো জেলা পুলিসও। মারধর গুজবে কান দিয়ে কাউকে মারধর করে আইন হাতে তুলে নিলে খুনের মামলা রুজু করা হবে। সাংবাদিক সম্মেলন ডেকে সাফ জানিয়ে দিলেন জেলা পুলিস সুপার। ধূপগুড়িতে ছেলেধরা সন্দেহে ৪ মহিলাকে গণপিটুনি! উদ্ধারের পর রাতভর পুলিসি জেরায় সামনে এল আসল সত্য। ওই ৪ মহিলাই নাকি  চোর। সোমবার ধূপগুড়ি ডাউকিমারি এলাকায় ওই ৪ মহিলা এসেছিল চুরির উদ্দেশেই, এমনটাই জানিয়েছে ওয়াকিবহাল মহল। এদের সকলের বাড়ি নিউ জলপাইগুড়ি থানা এলাকায়। এদের বিরুদ্ধে আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে। ৪ মহিলাকেই গ্রেফতার করে জলপাইগুড়ি আদালতে তোলা হলে ২জনকে ৪ দিন পুলিসি হেফাজতেই থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। ওই ৪ মহিলার বিরুদ্ধে অভিযোগ, গত ২২ তারিখ ধূপগুড়ি ডাউকিমারি বাজারে একটি দোকান থেকে কাপড় চুরি করে তারা। গতকালও এমনই উদ্দেশ্য ছিল তাদের। পুলিশি জেরার মুখে সে কথা স্বীকারও করে নিয়েছে তারা। একই সঙ্গে ওই ৪ মহিলাকে মারধরের ঘটনায় ফুটেজ সংগ্রহ করে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। গুজবের জেরে জলপাইগুড়ি-তে  ঘনঘন গণপিটুনির ঘটনায় এবার নড়েচড়ে বসলো জেলা পুলিসও। মারধর গুজবে কান

অফিসে সহকর্মীকে দিনের পর দিন যৌনহেনস্থা

Image
অফিসেই দিনের পর দিন যৌনহেনস্থা। অফিস কর্তাদের বলেও সুরাহা মেলেনি। বাধ্য হয়েই হাওড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। হাওড়া পুর নিগমের লাইসেন্স ডিপার্টমেন্টে কাজ করতেন তরুণী। হাওড়া থানায় অভিযোগ জানিয়েও সাহায্য মেলেনি বলে দাবি তরুণীর।  লাইসেন্স দফতরের মেয়র পারিষদ অরুণ রায় চৌধুরী জানিয়েছেন তিনি এনিয়ে কোনও অভিযোগ পাননি। হাওড়া পুরসভার মেয়রও জানিয়েছেন ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অফিসেই দিনের পর দিন যৌনহেনস্থা। অফিস কর্তাদের বলেও সুরাহা মেলেনি। বাধ্য হয়েই হাওড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। হাওড়া পুর নিগমের লাইসেন্স ডিপার্টমেন্টে কাজ করতেন তরুণী। হাওড়া থানায় অভিযোগ জানিয়েও সাহায্য মেলেনি বলে দাবি তরুণীর।  লাইসেন্স দফতরের মেয়র পারিষদ অরুণ রায় চৌধুরী জানিয়েছেন তিনি এনিয়ে কোনও অভিযোগ পাননি। হাওড়া পুরসভার মেয়রও জানিয়েছেন ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। হাওড়া পুরনিগমের লাইসেন্স ডিপার্টমেন্ট ডেটা কালেক্টরের কাজ করতেন তরুণী। তরুণীর অভিযোগ, এক পদস্থ অফিসার ও একজন কর্মী বিভিন্ন অছিলায় তাকে যৌন হেনস্থা করত। তরুণীর অভিযোগ, হেনস্থার প্রতিবাদ করায় তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। তরুনীর পাশে দাঁড়ান পুর

রিকশাচালক তরুণীকে থানায় ডেকে সংবর্ধনা

Image
সন্ধ্যায় থানা থেকে ফোন পেয়ে অবাকই হয়েছিলেন কসবার সোনালি ঘোষ। কিছু না বুঝেই সেখানে যান তিনি। সেখানেই সোমবার যে ভাবে তাঁর জন্মদিন পালন করলেন থানার অফিসারেরা, তাতে অভিভূত পেশায় রিকশাচালক ওই মহিলা।   কসবায় রিকশা চালান বছর তিরিশের সোনালি। ছ'বছর আগে বাবার মৃত্যুর পরে সংসারের হাল ধরতে হয় তাঁকে। তিন বছর আগে বাবার পেশাকেই বেছে নেন সোনালি। তাঁর এই জীবন সংগ্রামকে সম্মান দিতেই সোমবার তাঁকে সংবর্ধনা দেন কসবা থানার ওসি দেবাশিস দত্ত। সোনালি বলছেন, ''মহিলা রিকশাচালক হিসেবে পুরস্কার দেওয়া হয়। পরে জন্মদিনের কথা বলতেই বড়বাবু আমার হাতে উপহার তুলে দেন। আমি অভিভূত।'' রিকশা চালানোকেই কেন পেশা করলেন? সোনালি বলছেন, ''অন্য কাজে ভাল উপার্জন না হওয়ায় রিকশা চালানো শুরু করি।'' টালির চালের বাড়িতে মা-ভাইকে নিয়ে বাস তাঁর। রিকশা চালিয়েই মাস তিনেক আগে ছোট বোনের বিয়ে দিয়েছেন। তবে নিজের বিয়ে নিয়ে এখনই ভাবতে রাজি নন। সাফ বলছেন, ''অসুস্থ মায়ের চিকিৎসা করাতে হচ্ছে। পরিবার ছাড়া অন্য কিছু এখন ভাবতেই পারছি না।''

পরিচ্ছন্ন হস্টেল চায় কলকাতাও

Image
সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়াদের ছাত্রাবাসের দাবিতে অনশন শোরগোল ফেলেছে গোটা রাজ্যে। আন্দোলনের মুখে তাঁদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। এ বার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের পরিস্থিতি শোচনীয়, এই অভিযোগ তুলে সরব হলেন সেখানকার পড়ুয়ারা। পলেস্তরা খসে পড়া দেওয়াল, পরিস্রুত পানীয় জলের অভাব, অপরিচ্ছন্ন ঘর নিয়ে ক্ষোভ জমছে পড়ুয়াদের মধ্যে। সিন্ডিকেট, সেনেট কক্ষ-সহ উপাচার্যের ঘরের অবস্থা পরিবর্তনে কর্তৃপক্ষ উদ্যোগী হলেও পড়ুয়াদের থাকার জায়গার ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, মোট ১৬টি ছাত্রাবাস রয়েছে। অভিযোগ, কোনও ছাত্রাবাসেরই সার্বিক পরিস্থিতি ভাল নয়। ছাত্রাবাসের সব জায়গাই অপরিচ্ছন্ন। দেওয়াল, ছাদ থেকে ক্রমাগত খসে পড়ে পলেস্তরা, নোংরা হয়ে যায় বই-খাতা। প্রতিটি তলায় নেই পানীয় জলের ব্যবস্থাও। ছাত্রাবাসগুলির মধ্যে নিউ ল হস্টেল, বিডন রো-এর পিজি লেডি স্টুডেন্টস হল, আমহার্স্ট স্ট্রিটের হস্টেলের অবস্থা বেশি খারাপ।  পিজি লেডি-তে সর্বত্র ঘুরে বেড়ায় বিড়াল। যত্রতত্র পড়ে থাকে আবর্জনা। কয়েক সপ্তাহ আগেই সিলিং-এর কাঠ ভেঙে পড়েছিল। পানীয় জল

গুজবে গণপিটুনি, ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে

Image
গুজবের জেরে গনপিটুনিতে কেউ আহত বা নিহত হলে, ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। এই জন্য অবিলম্বে সমস্ত রাজ্যকে নতুন ক্ষতিপূরণ প্রকল্প তৈরি করতে হবে, নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গনপিটুনির ঘটনা রুখতে ১৫ দফা নির্দেশিকা পাঠানো হয়েছে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে। মন্ত্রক জানিয়েছে, প্রত্যেক রাজ্যের প্রতি জেলায় এক জন করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। সেই নোডাল অফিসার কোনও ভাবেই পুলিশ সুপার পদমর্যাদার নীচে হবেন না। তাঁকে সহায়তা করবেন এক জন ডেপুটি পুলিশ সুপার। তাঁদের নেতৃত্বে প্রতিটি জেলায় তৈরি করতে হবে একটি বিশেষ টাস্ক ফোর্স। কী ভাবে গুজব ছড়ানো এবং গনপিটুনি রোখা হবে? এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। ওই নোডাল অফিসারদের নেতৃত্বে থাকা বিশেষ টাস্ক ফোর্স জেলার স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করবে। সেই সঙ্গে একটি গোয়েন্দা দল গঠন করতে হবে যারা নিয়মিত তথ্য সংগ্রহ করবে। কোনও এলাকায় কেউ বিদ্বেষমূলক কোনও ভাষণ দিচ্ছে কি না বা সোশ্যাল মিডিয়ায় কেউ হিংসা ছড়ানোর চেষ্টা করছেন কি না, সে বিষয়ে নজর রাখবে এই টাস্ক ফোর্স। সেই সঙ্গে যাঁরা এ ধরনের

৩ বছরের শিশুকে তুলে আছাড়, কারাদণ্ড শিক্ষিকার

Image
ছাত্রের বয়স ছিল তিন বছর। ঘরের দরজা বন্ধ করে সেই শিশুটিকেই বেধড়ক মারধর করেছিলেন গৃহশিক্ষিকা। ঘরে বসানো ছিল সিসিটিভি ক্যামেরা। গোটা ঘটনাই ধরা পড়ে গিয়েছিল তাতে। পরে যা 'ভাইরাল' হয়ে যায় দেশ জুড়ে। কলকাতার লেক টাউন থানা এলাকার সেই ঘটনায় সোমবার অভিযুক্ত মহিলাকে দোষী সাব্যস্ত করে ছ'মাসের কারাদণ্ড দিল বিধাননগর আদালত। এ দিনই অবশ্য ওই গৃহশিক্ষিকা জামিন পেয়েছেন। তাঁর আইনজীবী জানান, তাঁরা উচ্চ আদালতে যাবেন। সরকার পক্ষের বিশেষ কৌঁসুলির বক্তব্য, সাজার মেয়াদ বাড়ানোর আবেদন করতে তাঁরাও উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন। ঘটনাটি ২০১৪ সালের ২২ জুলাইয়ের। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষিকা পূজা সিংহকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। পরে তিনি জামিনে ছাড়া পান। সোমবার সেই মামলায় পূজা সিংহকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন এসিজেএম শুভ্রসোম ঘোষাল।  শিশুটির পরিবারের তরফে দায়ের করা অভিযোগে জানানো হয়েছিল, ২০১৪-র ২২ জুলাই লেক টাউন থানা এলাকার বাসিন্দা ওই পড়ুয়াকে পড়াতে যান পূজা। যে ঘরে তিনি পড়াচ্ছিলেন, সেই ঘর থেকে শিশুটির মা শালিনীকে বেরিয়ে যেতে বলেন তিনি। শালিনী বেরোতেই দরজা বন্ধ করে দেন

রুয়ান্ডাকে গরু দান মোদীর, বার্তা দেশে

Image
এ বার গোদান কূটনীতি!  আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে সম্ভবত এই প্রথম বিষয়টির আমদানি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কাল আফ্রিকার রুয়ান্ডার একটি দরিদ্র গ্রামে ২০০টি গরু উপহার দিলেন তিনি। রুয়ান্ডা সরকারের 'গিরিনকা' কর্মসূচির অধীনে এই গোদান করা হল। 'গিরিনকা'-র অর্থ 'দরিদ্র পরিবারপিছু একটি গরু'। সে দেশের শতাব্দী প্রাচীন ঐতিহ্য অনুসারে সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য গরু উপহার দেওয়া হয়ে থাকে। ঘটনাচক্রে, গোরক্ষকদের তাণ্ডব নিয়ে দেশে যখন  তুমুল বিতর্ক, তারই মধ্যে আফ্রিকার একটি দেশে গিয়ে গোদান করলেন মোদী। এবং এমন একটি দেশে, যেখানে অন্যতম  প্রিয় খাদ্য হল 'বিফ স্টু'— আলু, কড়াইশুটি, গাজর দিয়ে গোমাংসের পাতলা ঝোল। 'গিরিনকা' কর্মসূচির লক্ষ্য অবশ্য দীর্ঘমেয়াদি পুষ্টি। অপুষ্ট শিশুদের গরুর দুধ জোগানোই এর প্রধান উদ্দেশ্য। এই প্রথম সে দেশে গেলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। উদ্দেশ্য অবশ্যই বাণিজ্যিক-সামরিক ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। রাশিয়া, চিনের মতো বহু দেশের সঙ্গেই বাণিজ্যিক-সামরিক সম্পর্ক রয়েছে আফ্রিকার এই দেশটির। সন্দেহ নেই, প্রতিযোগিতা

মেলা ফেরত মূক যুবতীকে ‘গণধর্ষণ’

Image
উল্টোরথের মেলা থেকে ফেরার পথে মূক-বধির এক যুবতীকে বাঁশঝাড়ে তুলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে গণধর্ষণের অভিযোগ উঠল বাঁকুড়া জেলার পাত্রসায়রে। উদ্ধারের পরে সেই যুবতী অভিযুক্তের নাম কাগজে লিখে দেন। পরে অভিযোগ পেয়ে পুলিশ স্থানীয় মৌকুচি গ্রামের শ্যামসুন্দর খাঁড়া নামে সেই অভিযুক্ত যুবককে মঙ্গলবার সকালে গ্রেফতার করে। বাকি তিন অভিযুক্তের খোঁজ চলছে বলে জানিয়েছেন এসডিপিও (বিষ্ণুপুর) সুকোমলকান্তি দাস। পেশায় দিনমজুর যুবতীর বাবা জানান, পড়শি এক মহিলার সঙ্গে তাঁর বছর কুড়ির মেয়ে রবিবার গ্রামে উল্টোরথের মেলা দেখতে গিয়েছিলেন। রাত ১০টার সময় তাঁরা ফিরছিলেন। ভিড়ের মধ্যে তরুণীকে দেখতে না পেয়ে পড়শি ওই মহিলা একা বাড়ি ফেরেন। এক ঘণ্টা পরে যুবতীর বাবা খবর পান, গ্রামের এক প্রান্তে বাঁশঝাড়ে তাঁর মেয়ে পড়ে রয়েছেন। সোমবার সন্ধ্যায় যুবতীর বাবা পাত্রসায়র থানায় লিখিত অভিযোগে জানান, মেয়েকে অচৈতন্য অবস্থায় বাড়ি নিয়ে আসেন। জ্ঞান ফেরার পরে তাঁর মেয়ে আকারে-ইঙ্গিতে বোঝান, মেলা থেকে ফেরার পথে তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে। যুবতীর বাবার অভিযোগ, ''মেয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছিল। ইঙ্গিতে সে জানায়, মুখ, হাত

অন্ধ বিশ্বাস নয় সোশ্যাল মিডিয়াকে, সতর্কবার্তা দীপক মিশ্রের

Image
সোশ্যাল মিডিয়ায় কোনও লেখা, ছবি বা ভিডিয়ো পেলেই তাতে অন্ধের মতো বিশ্বাস না করার পরামর্শ দিলেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার ক্ষেত্রেও যে সতর্ক হওয়া দরকার, সে কথাও বিশেষ ভাবে মনে করিয়ে দেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে একের পর এক মৃত্যু ঘটে চলেছে। গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট এর তীব্র নিন্দা করে বলেছে, এই ভয়াবহ জনতারাজ বরদাস্ত করা যায় না। লৌহমুষ্টিতে একে দমন করতে হবে। কোনও মতেই এমন কাজকে দেশের 'নয়া নিয়ম' হয়ে উঠতে দেওয়া যায় না। উন্মত্ত জনতার মারধরে লিপ্ত হওয়ার মতো ঘটনা রুখতে আইন করারও পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। এ ব্যাপারে মোদী সরকার তার মতো করে এগোচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতি মনে করেন মানুষকেও অনেক বেশি সজাগ হতে হবে। আজ এক অনুষ্ঠানে এই মত প্রকাশ করেন তিনি। কারণ, সম্প্রতি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো লেখা মানুষকে খেপিয়ে তুলছে, হিংসাত্মক কাজে প্ররোচিত করছে।  তাঁর কথায়, ''এটা ঠিক যে মত প্রকাশের স্বাধীনতাই সব থেকে বড় কথা। এটি এক মূল্যবান অধিকার। কিন্তু সেই অধিকার ভোগ করা পাশাপাশি দায়িত্বশীলও হতে হবে। সংবাদমা

২৬ বছর পরে মার্চের সেই দিন কি ফেরাতে পারবেন ইমরান?

Image
ছাব্বিশ বছর আগে মার্চের একটা দিন। লক্ষ লক্ষ পাকিস্তানির চোখ টিভির পর্দায়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সে দিন ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমেই ঝোড়ো ইনিংস খেললেন পাক অধিনায়ক। তার পর দ্বিতীয় ইনিংসে টার্গেটের থেকে ২২ রান কমে গুটিয়ে গেল ইংল্যান্ড। কাপ হাতে পাক অধিনায়ক সে দিন বলেছিলেন, ''ক্রিকেট জীবনের গোধূলি লগ্নে দাঁড়িয়ে এই জয় আমার বহু দিনের স্বপ্নকে পূরণ করবে। একটা ক্যানসার হাসপাতাল বানানোর স্বপ্ন।'' হ্যাঁ, এটাই ইমরান খান। একটি স্বপ্নপূরণের মুহূর্ত, বা তার আগে থেকেই, যিনি পরের স্বপ্ন দেখতে শুরু করে দেন। এক বারই ক্রিকেট বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। তাঁর নেতৃত্বে। তিনিই তৈরি করেছেন দেশের প্রথম ক্যানসার স্পেশ্যালিটি হাসপাতাল, মায়ের স্মৃতিতে। এই সব স্বপ্নপূরণের পিছনে প্রধান চালিকাশক্তি ছিল— ইমরানের চূড়ান্ত আত্মবিশ্বাস। ১৯৯৬ সালে তৈরি করেছিলেন 'পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই)'। তার এক বছর পরে ভোটে একটি আসনও জেতেনি দল। হেরে যান ইমরানও। কিন্তু ক্রিকেটের বাইশ গজের মতো রাজনীতির ময়দানেও হারতে শেখেননি তিনি। তাই কাল যখন গণতন্

প্রধানমন্ত্রী পদে মমতা-মায়াকেও মানতে রাজি রাহুল

Image
প্রধানমন্ত্রী পদে রাহুল গাঁধীর নাম ঘোষণা করে দল যে বিরোধী শিবিরে আগেভাগে কোনও অস্বস্তি তৈরি করতে নারাজ, তা গত কালই স্পষ্ট করেছিল কংগ্রেস। আজ এক ধাপ এগিয়ে কংগ্রেসের শীর্ষ সূত্রে বলা হল, বিজেপিকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা মায়াবতীর মতো কাউকে মেনে নিতেও দলের আপত্তি নেই। গত রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দাবি উঠেছিল, বিরোধী জোটে রাহুলকে মধ্যমণি করে তাঁকেই প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হোক। পরে দলের পক্ষ থেকে জানানো হয়, রাহুলই কংগ্রেসের মুখ। এর পরে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া প্রকাশ্যেই সমর্থন করেছিলেন রাহুলকে। কিন্তু লালু-পুত্র তেজস্বী অন্য পথে হেঁটে বলে দেন, বিরোধী জোটে প্রধানমন্ত্রী পদের দাবিদার অনেকে। প্রধানমন্ত্রী পদে মমতাকে বসানো নিয়ে জল্পনা রয়েছে অনেক দিন ধরেই। মায়াবতীও প্রধানমন্ত্রী হওয়ার জন্য সক্রিয়। আজ কংগ্রেসকে কার্যত সতর্কবার্তা দিয়ে দলিত নেত্রী বলেছেন, আসন বণ্টন ঠিক মতো না হলে জোট হবে না। এমন পরিস্থিতির মধ্যেই আজ ঘনিষ্ঠ মহলে রাহুলের বার্তা, বিজেপিকে রুখতে তিনি নমনীয় হতে রাজি। কংগ্রেস শীর্ষ সূত্রের মতে, রাহুল মনে করেন, প্রধানমন্ত্রিত্বের থেকেও এই মুহূর্তে গুরু