Posts

Showing posts from June 13, 2018

১৮ বছর ধরে একই নম্বরে টিকিট কেটে সাড়ে ১৩ কোটির লটারি পেলেন যুবক

Image
লটারি পেয়ে উৎফুল্ল মাইকেল ট্র্যান। কথায় বলে সবুরে মেওয়া ফলে। এ ক্ষেত্রে যেন তা মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। দীর্ঘ ১৮ বছরের চেষ্টার পর লটারিতে বিপুল অঙ্কের টাকা পেয়ে খবরের শিরোনামে চলে এসেছেন আমেরিকার এক যুবক। চেষ্টাটা শুরু হয়েছিল বহু বছর আগে। একবার নয়, দু'বার নয়, দীর্ঘ ১৮ বছর ধরে লাগাতার চেষ্টা। শেষে মা লক্ষ্মী যেন প্রসন্ন হলেন। দীর্ঘ দিনের অধ্যবসায়ের ফল মিলল একেবারে সুদ-সহ। সাড়ে ১৩ কোটি টাকারও বেশি লটারি জিতে মাইকেল ট্র্যান এখন নেট দুনিয়ার হিরো। সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গিয়েছে তাঁর গল্প। বিষয়টা ঠিক কী? আমেরিকার বয়েজ শহরের বাসিন্দা মাইকেল। তাঁর ছিল লটারির টিকিট কাটার শখ। শহরের পাওয়ারবল লটারি ড্র থেকে টিকিট কাটা শুরু করেন তিনি। কিন্তু কোনও বারই কপালে কিছুই জোটেনি। তাতে অবশ্য হার মানেননি ট্র্যান। ফের টিকিট কাটেন তিনি। সে বারেও হাত ফাঁকা। তারপর আরও একবার, তার পর আবার...। এই করতে করতে কেটে যায় ১৮ বছর। ট্র্যান মনে হয় নিজেও বুঝতে পারেননি কতটা সময় কেটে গিয়েছে। মজার ব্যাপার হল, প্রতি বার একই নম্বরের টিকিট কাটতে থাকেন তিনি। টাকা পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত ট্র্যান জানিয়েছেন, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন

ত্রিপুরায় বন্যায় গৃহহীন ৩৫০০ পরিবার

Image
আগরতলা: টানা বৃষ্টি চলছে ত্রিপুরায়৷ গত ২৪ ঘন্টায় মুষলধারায় বৃষ্টি হওয়ার ফলে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। প্রায় ৩৫০০ পরিবার গৃহহীন৷ তাদের ঠাঁই দেওয়া হয়েছে আশ্রয় শিবিরে৷ বুধবার সকালেই প্রায় ৫০০ পরিবার বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে খোঁজে বেরিয়ে পড়ে৷ খারাপ অবস্থায় রয়েছে পশ্চিম ত্রিপুরার সদর সাব ডিভিশন৷ সদরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তপন কুমার দাস জানিয়েছেন বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকছে৷ এখনই বেশিরভাগ ঘরবাড়ি জলের তলায়৷ ত্রিপুরা প্রশাসন সূত্রের খবর, বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। উত্তর ত্রিপুরার পার্বত্য এলাকাতেও জলের স্তর বাড়তে শুরু করেছে। সেখান থেকে আশ্রয়শিবিরে সরানো হচ্ছে বাসিন্দাদের৷ অসম-আগরতলা জাতীয় সড়ক বন্যায় জলের তলায় ছিল৷ মঙ্গলবার জল কিছুটা নামতে রাস্তা পরিস্কারের কাজ শুরু হয়৷ এতদিন মুখ থুবড়ে পড়েছিল ট্রাফিক ব্যাবস্থা৷ বুধবার থেকে যান চলাচল শুরু হয়েছে৷ তবে তা স্বাভাবিক নয়৷ খুব ধীরে যান চলাচল করছে বলে প্রশাসন সূত্রে খবর৷ আথারামুড়া পার্বত্য এলাকা থেকে ধসের কারণেও এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়৷ আরও বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে বলে

কোয়ান্টিকো সিরিজ লেখিকা পেলেন ধর্ষণ ও খুনের হুমকি

Image
ওয়াশিংটন: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার এবার উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির শিকার বাংলাদেশি বংশোদ্ভূত একজন মার্কিন লেখিকা শর্বরী জোহরা আহমেদ৷ তাঁকে লাগাতার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে৷ কিছু ক্ষেত্রে পেয়েছেন প্রাণনাশের হুমকিও৷ একাধিক মার্কিন সংবাদ মাধ্যমে খবরটি সম্প্রচারিত হতেই শুরু হয়েছে বিতর্ক৷ জানা গিয়েছে, মার্কিন মুলুকের টিভি সিরিজ কোয়ান্টিকো'র 'দ্য ব্লাড অফ রোমিও' নামের এই পর্বটি ঘিরেই বিতর্ক৷ কাহিনীর চরিত্র অ্যালেক্স পারিশ একটি জঙ্গি হামলার পরিকল্পনাকে বানচাল করছেন৷ এতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেখানো হয়েছে, কাশ্মীরে এক সম্মেলনের আগে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং কয়েকজন হিন্দুত্ববাদী এতে জড়িত৷ হামলার পর তারা দোষ দিতে চেয়েছিলেন পাকিস্তানকে। পর্বটি সম্প্রচার হতেই সোশ্যাল সাইটে তীব্র আক্রমণের মুখে পড়তে হয় প্রিয়াঙ্কা চোপড়াকে৷ পরে প্রিয়াঙ্কা চরিত্রটিতে অভিনয় করার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন। এবার টার্গেট কোয়ান্টিকো সিরিজের লেখিকা শর্বরী জোহরা আহমেদ নামে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক৷ তবে সেই বিতর্কিত কাহিনীর সঙ্গে তাঁর কোনও যোগ নেই

২০২১-২২ থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে যোগ দিতে গেলে পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক

Image
নয়াদিল্লি: শুধু ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা জাতীয় প্রবেশিকায় উত্তীর্ণ হওয়াটাই যথেষ্ট নয়। আগামী ২০২১-২২ থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে প্রার্থীদের পিএইচডি ডিগ্রিও। এমনটাই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। বর্তমানে, পিএইচডি ডিগ্রিধারী অথবা মাস্টার্সের সঙ্গে নেট-উত্তীর্ণ—উভয়ই বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারি অধ্যাপক পদের জন্য আবেদন করতে পারেন। কিন্তু, অদূর ভবিষ্যতে, এই নিয়মে বদল আনতে চলেছে কেন্দ্র। এদিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র নতুন নিয়মাবলি খোলসা করতে গিয়ে জাভড়েকর বলেন, উচ্চশিক্ষার গুণমান বৃদ্ধি এবং দেশের সেরা মেধা ও দক্ষতাকে আকৃষ্ট করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, এখন থেকে বিদেশ থেকে (বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত) পিএইচি সম্পন্ন করলে সেই প্রার্থীও দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে আবেদন করতে পারবেন। বর্তমানে, তেমন সংস্থান নেই। তিনি একইসঙ্গে জানান, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করা হলেও, কলেজ শিক্ষকদের ক্ষেত্রে অ্যাকাডেমিক পারফরম্যান্স ইন্ডিকেটর (এপিআই) প্রত্যাহার করা হয়ে

খুনের সুপারি থেকে মাদকের কারবার, জেলবন্দি প্রেমিকের হয়ে ব্যবসা সামলান এই ছাত্রী!

Image
সুস্মিতাকে গ্রেফতারের পরেই পর্দাফাঁস হয়ে যায় আড়ালে থাকা গ্যাংলিডারের পরিচয়। জেলে বসে রয়েছে প্রেমিক। আর জেলের বাইরে তার হয়েই সাম্রাজ্য সামলাচ্ছেন প্রেমিকা! তোলাবাজি থেকে বাইক চুরি, ডাকাতি থেকে খুনের সুপারি— সবটাই একা হাতে নিয়ন্ত্রণ করতেন মধ্যমগ্রামের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী! জেলের ভিতরে থাকা দাগী এক অপরাধীকে হেরোইন পাচার করতে গিয়েই মঙ্গলবার ধরা পড়ে যান বছর একুশের ওই তরুণী। সুস্মিতা মালাকার নামে ওই তরুণীকে আটক করার পর পুলিশ প্রথমে তাঁকে 'চুনোপুঁটি' বলেই মনে করেছিল। কিন্তু জেরার মুখে জানা যায়, আপাত নিরীহ ওই কলেজছাত্রী বকলমে একটা গ্যাং-এর নেত্রী! জেলে বসে থাকা অপরাধী, যে আসলে ওই তরুণীর প্রেমিক, তারই নির্দেশে চলত তোলাবাজি, ডাকাতি বা খুনের মতো অপরাধ। আর গোটা চক্রটাই একা হাতে সামলাতেন সুস্মিতা! মঙ্গলবার বিকেলে দমদম সেন্ট্রাল জেলে এসেছিল সুস্মিতা। জেলরক্ষীদের তিনি জানিয়েছিলেন, বিচারাধীন বন্দি ভগীরথ সরকারের সঙ্গে দেখা করতে চান। নিজেকে ভগীরথের আত্মীয় বলে পরিচয় দিয়েছিলেন। নিরাপত্তারক্ষীদের দাবি, তল্লাশি চালানোর সময় একটি পাউডারের কৌটো পাওয়া যায় ওই তরুণীর কাছ

স্ত্রীকে শিক্ষা দিতে ডিনামাইট ফাটিয়ে বাড়ি ওড়ালেন স্বামী

Image
সিউড়ি: কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন জামির মোল্লা৷ ছুটি পেলে মাঝেমধ্যে বাড়িতে আসেন বছর ৪০-এর ওই ব্যক্তি৷ মঙ্গলবার বিকেলে সেভাবেই ফিরেছিলেন তিনি৷ কিন্তু তাল কাটল দাম্পত্যকলহ৷ ছুটিতে বাড়িতে এসেও শান্তি নেই! তাই রাগে বাড়িতেই ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে ফেললেন তিনি৷ ফলে বিস্ফোরণে উড়ে গেল গোটা বাড়িটাই৷ চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে এই বাংলাতেই৷ ঘটনাস্থল বীরভূমের সদাইপুর থানার সাহাপুর গ্রাম৷ সেখানেই এমন ঘটনা ঘটিয়ে চারিদিকে হইচই ফেলে দিয়েছেন জামির মোল্লা৷ আতঙ্কিত এলাকার বাসিন্দারা৷ তবে স্ত্রীকে শিক্ষা দিতে গিয়ে নিজেই গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি৷ তাঁকে ভর্তি করা হয়েছে সিউড়ি হাসপাতালে৷ আপাতত সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন৷ যদিও তাঁর স্ত্রী সবুরা বিবির আঘাত তেমন গুরুতর নয় বলেই জানা গিয়েছে৷ এদিকে এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে৷ তার মধ্যে অন্যতম জামির মোল্লার কাছে ডিনামাইটের মতো বিস্ফোরক এল কীভাবে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামির মোল্লা পাঁচামি পাথর খাদানের কাজ করেন৷ সেখান থেকেই তিনি মঙ্গলবার বিকেলে বাড়ি ফিরেছিলেন৷ তার পরই এই ঘটনা ঘটান৷ ফলে পুলিশের অনুমান, খাদান থেকেই ওই ডি

৩৯০০০ কোটির ঋণে ডুবে ভিডিওকন!

Image
নয়াদিল্লি: কয়েক হাজার কোটি টাকার ঋণে ডুবে আছে ভারতের জনপ্রিয় সংস্থা ভিডিওকন। আর তার জন্য সরাসরি নরেন্দ্র মোদীর উপর দায় চাপাল সংস্থা। পাশাপাশি, ব্রাজিলের সরকার এবং সুপ্রিম কোর্টের উপর দায় চাপানো হয়েছে। ভিডিওকন ইতিমধ্যেই দেউলিয়া হওয়ার মুখে। গত সপ্তাহে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল সংস্থাকে একটি নোটিশ দিয়েছে, যেখানে আগামী ১৮০ দিনের মধ্যে নীলামের মাধ্যমে নতুন মালিক খুঁজতে হবে ভিডিওকনকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ঋণ রয়েছে এই কোম্পানির।   সংস্থার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের পর ক্যাথোড রে টিউব টেলিভিশন তৈরির প্রয়োজনীয় জিনিসের আমদানি বন্ধ হয়ে যায়। এর ফলে কার্যত বন্ধ হয়ে যায় ব্যবসা। অন্যদিকে, এই সংস্থার তেল ও গ্যাসের ব্যবসা মার খেয়েছে ব্রাজিলে। এছাড়া সুপ্রিম কোর্ট লাইসেন্স বাতিল করে দেওয়ার পর তাদের টেলিকমের ব্যবসা শুরুর পথও বন্ধ হয়ে যায়। বিজয় মালিয়ার ঋণের টাকার পরিমানের পাঁচগুন বেশি টাকার ঋণের বোঝা রয়েছে ভিডিওকনের উপর, এমন খবর আগেই সামনে এসেছিল। ভিডিওকন কোম্পানি মূলত বাড়ির প্রয়োজনীয় সামগ্রী বিক্রির একটি সংস্থা৷ সেই ভিডিওকন ব্রান্ডের উপর রয়েছে ৩৯ হা

চন্দননগরে লিভ ইন পার্টনারের ফ্ল্যাটে উদ্ধার যুবকের মৃতদেহ

Image
চন্দননগর : চন্দননগরের একটি আবাসন থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। নাম সুমন ঘোষ (২৮)। জানা যাচ্ছে বছর ৪৫-এর এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। ওই মহিলার সঙ্গে লিভ টুগেদার করতেন তিনি। ঘটনাটি চন্দননগরের বড়বাজারের কর্তিকা আবাসনের। সুমনের বাড়ি ব্যান্ডেলের হেমন্ত বসু কলোনি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকবছর আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়। তারপর থেকে এক মেয়েকে সঙ্গে নিয়ে চন্দননগরের কর্তিকা আবাসনে থাকতেন তিনি। এরই মাঝে পরিচয় হয় সুমনের সঙ্গে। প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁদের মধ্যে। এরপর ওই মহিলার আবাসনেই থাকতে শুরু করেন সুমন।  মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গতরাতে মদ খেয়ে বাড়ি ঢোকে সুমন। তারপর নিজের ঘরে ঢুকে যায়। রাত পৌনে ১টা নাগাদ ওই মহিলা থানায় ফোন করে জানান সুমন দরজা খুলছে না। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে সিলিং ফ্যান থেকে ঝুলছে সুমনের দেহ। ওই মহিলাই তারপর সুমনের বাড়িতে ফোন করে মৃত্যু সংবাদ দেয়।  সুমনের দাদা মৃত্যুঞ্জয় ঘোষ জানান, ওই মহিলার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রয়েছে সুমনের। তবে তাঁদের মধ্যে বিয়ে হয়নি। মৃত্যুর কারণ কী সেবিষয়ে এখনও ধোঁয়া

ঘুমন্ত কুকুরের ওপর গরম পিচ ঢেলে রাস্তা তৈরি হল আগরায়

Image
আগরা: আগরার একটি এলাকায় তৈরি হচ্ছিল রাস্তা। রাস্তার ধারে শুয়ে ঘুমোচ্ছিল একটি সারমেয়। রাস্তা তৈরির জন্যে নির্মানকর্মীরা এসে সেই সারমেয়টিকে তুলে না দিয়ে তারওপর দিয়েই গরম পিচ ঢেলে দেয়। এরপর সেই কুকুরের শরীরের ওপর রোলার কোস্টার চালিয়ে পিচ ঢালা রাস্তা তৈরি করে ফেলে নির্মানকর্মীরা। এক অবলা প্রাণীর ওপর এমন নৃশংসতা হওয়ার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন কোনও এক নেটিজেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। সমাজকর্মী এবং সারমেয়প্রেমীরা সোশ্যাল মিডিয়ায় তাঁদের ক্ষোভ উগড়ে দেন। নির্মাণকর্মীদের এমন নৃশংসতা দেখে বাক্যহারা হয়ে গিয়েছেন বহু নেটিজেন। তাঁদের দাবি, অপরাধীদের খুঁজে বের করে এখনই কড়া শাস্তি দিতে হবে। মনুষত্ব্যের অপমান এটি। ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। আগরা সদর থানায় দায়ের হয়েছে এফআইআর।অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে জানিয়েছেন এসএইচও। আগরায় যে রাস্তাটি ফুল সইদ ক্রসিং থেকে সার্কিট হাউস ও তাজমহলের দিকে যাচ্ছে, সেখানেই এই ঘটনাটি ঘটেছে। 

মল-মূত্র সঙ্গে নিয়ে দেশে ফিরলেন কিম

Image
নিরাপত্তা বড় বালাই। কারণ তিনি এবং তাঁর পদ দু'টোই ভীষণ দামি। তিনি মানে কিম জং উন এবং তাঁর পদ অর্থাৎ কমিউনিস্ট উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক। এমনিতেই কাউকে বিশ্বাস করেন না তিনি। সর্বদা আশঙ্কা, তাঁকে ক্ষমতা থেকে সরাতে এবং খুন করতে চক্রান্ত চলছে। সন্দেহ, আমেরিকা, ইউরোপ, জাপান এবং নিজের অধীনস্থ সেনাবাহিনীর একদল উচ্চাকাঙ্ক্ষী জেনারেল তাঁর বিরুদ্ধে অভ্যুত্থানের চক্রান্ত করছে। তাই নিজের চলাফেরা, খাওয়া-দাওয়া, গতিবিধি, রুচি-পছন্দ নিয়ে সব সময় রহস্যের ঘেরাটোপে থাকতে পছন্দ করেন তিনি। এহেন ব্যক্তি নিজের বাসভবনের বাইরে কোথাও জলস্পর্শ করেন না। এমনকী নিরাপত্তার কারণে মল-মূত্র, থুতু ফেললেও তা নির্দিষ্ট টয়লেট বক্সে সংরক্ষিত করা হয়। তারপর তা নির্দিষ্ট জৈব-রাসায়ানিক প্রক্রিয়ায় নষ্ট করা হয় তাঁর সুরক্ষিত প্রাসাদের অন্দরমহলেই। উদ্দেশ্য, সর্বাধিনায়ক কিমের বর্জ্য পদার্থের নমুনা যেন কোনওভাবেই শত্রুদের হাতে না পড়ে। সিঙ্গাপুরের মহাবৈঠকে এসেও এই নিয়মের ব্যতিক্রম হয়নি। কিমের সঙ্গে থাকা মেডিক্যাল টিম সিঙ্গাপুরে কিমের যাবতীয় বর্জ্য পদার্থ নির্দিষ্ট বক্সে সংরক্ষণ করেছে। সবটাই এয়ার চায়নার বিশেষ কার্গো বিমানে কি

মানসিক ভারসাম্যহীন বোনের মুণ্ডচ্ছেদ করল দাদা

Image
আলিপুরদুয়ার: মুণ্ডচ্ছেদ করে নিজের বোনকে খুন করল দাদা। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের উত্তর পানিয়ালগুড়ি গ্রামের এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। অভিযুক্ত সঞ্জয় সেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দাঁ ও খুনে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। তদন্তে নেমে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়েছে গোটা এলাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সাবিত্রী সেন (২৪)। তিনি মানসিক ভারসাম্যহীন। অভিযুক্ত সঞ্জয় সেনও মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। সাবিত্রীদেবীরা পাঁচ ভাই-দুই বোন। বিয়ে হওয়ার পর অন্য ভাইরা একই গ্রামে পৃথক বাড়িতে থাকলেও শুধু সাবিত্রীদেবী ও সঞ্জয় উত্তর পানিয়ালগুড়ি গ্রামের বাড়িতে থাকতেন। বাবা নরেশ সেন কৃষিকাজ করেন। মা শয্যাশায়ী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে ওই বাড়ি থেকে ভাইবোনের চিৎকার শোনা গিয়েছিল। বিষয়টি নিত্যকার ভেবে প্রতিবেশীরা আর পাত্তা দেয়নি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সঞ্জয়কে দেখা গেলেও সাবিত্রীদেবীকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা ওই বাড়িতে ঢুকে সাবিত্রীর খোঁজ করেন। তখন রান্নাঘরের পিছন থেকে সা

রাজধানীতে ফের গাড়ির ভেতর ধর্ষণের অভিযোগ

Image
ফের দিল্লির রাস্তায় ধর্ষণ। ফুটপাথের এক কিশোরীকে তুলে নিয়ে গাড়ির মধ্যে Rape করা হল। সোমবার রাতে দিল্লির বুরারিতে ঘটেছে এই ঘটনা।  পুলিশ জানিয়েছে, ১৩ বছরের ওই কিশোরীর কোনও বাড়ি-ঘর নেই। সে রাস্তার ধার দিয়ে হাঁটছিল। তখনই অভিযুক্ত ব্যক্তি তাকে গাড়িতে তুলে নেয়। এরপর পরিত্যক্ত একটি জায়গায় গাড়ি পার্ক করে সেখানেই ধর্ষণ করে মেয়েটিকে। রাতেই বিধ্বস্ত মেয়েটিকে রাস্তায় ফেলে পালায় সে।  এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ফুটপাথে বসে মেয়েটিকে কাঁদতে দেখে এক পথচারী কী হয়েছে জিজ্ঞেস করায়, তাঁকে সব খুলে বলে মেয়েটি। তিনিই পুলিশকে ফোন করেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়।  মেয়েটি জানিয়েছে, রাত কাটানোর জন্য সে একটি আশ্রয় খুঁজছিল। কাছেরই একটি পার্কের দিকে হেঁটে যাচ্ছিল। তখনই অভিযুক্ত তাঁকে সেই পার্কে পৌঁছে দেবে বলে জানিয়ে লিফ্ট দিতে চায়। তার মতলব বুঝতে না-পেরে গাড়িতে উঠে পড়ে কিশোরীটি। এরপরই গাড়িটি একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। 

ভেবেচিন্তে গ্রহণ রাখুন বন্ধুত্বের অনুরোধ! সোশ্যাল মিডিয়া নিয়ে আর যা বলছে কলকাতা পুলিশ

Image
সুদূর ইংল্যান্ড থেকে এসেছে নানা উপহার। সোনার গয়না, ব্যাগ, নানাবিধ প্রসাধনী। পাঠিয়েছে আপনারই এক বন্ধু, যার সঙ্গে আপনি বন্ধুত্ব পাতিয়েছিলেন ফেসবুক ম্যাসেঞ্জার আর হোয়াটস্যাপে। আপনিও খুশি কাস্টমস থেকে ফোন পেয়ে। উপহারগুলো বিদেশ থেকে এসেছে, তাই কাস্টমস ডিউটি দিয়ে তবেই হাতে পাওয়া যাবে। পাঠিয়েও দিলেন টাকা, একবারও কিছু না ভেবে।চিন্তাও করলেন না একবার, এতগুলো টাকা পাঠানো ঠিক হচ্ছে ? ঠিক এমনই এক ফাঁদে পা দিয়েছিলেন ৫৩ বছর বয়সের সান্দ্রা। এন্টালি থানা এলাকার বাসিন্দা। স্বামী মারা গেছেন আগেই। একদিন হঠাৎ ইংল্যান্ড নিবাসী জনৈক ড্যানিয়েল স্ট্যানের কাছ থেকে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট এল। প্রোফাইলের ছবি একজন বিদেশির। এরপর শুরু হল হোয়াটস্যাপে চ্যাটিং। হোয়াটস্যাপ নম্বরটিও ইংল্যান্ডের। 'বন্ধুত্ব' ক্রমে গাঢ় হল। একদিন বিদেশি বন্ধুর পাঠানো গয়না, আই ফোন সহ নানা দামি উপহারের সুখবরও জানতে পারলেন সান্দ্রা। কাস্টমস অফিসের নাম করে ফোনও এল। ড্যানিয়েল আগেই বলে রেখেছিল অবশ্য, ২৯০০০ টাকা ডিউটি দিলে তবেই হাতে মিলবে উপহার। সান্দ্রা সানন্দে দিলেন। উপহার কিন্তু হাতে এল না।'ড্যানিয়েল' বোঝাল, নিয়মকানুনের ফাঁসে পড়

কার্বাইড-পাকা ফল বিক্রি বন্ধ অসমে, ধাক্কা বঙ্গেও

Image
ফল পরীক্ষা: গুয়াহাটির বাজারে। রাজ্যে কার্বাইডে পাকানো ফলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে অসমের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজরিকার নেতৃত্বে খাদ্য সুরক্ষা দফতরের কর্তারা গুয়াহাটির বিভিন্ন বাজার ও গুদামে ঘুরে ফল ও দুধের মান পরীক্ষা করছেন। হাতেনাতে ১৫ কুইন্টাল কার্বাইডে পাকানো আম ধরেছেন। সব আম নষ্ট করে ফেলা হয়েছে। একই ভাবে আজ গুয়াহাটির কলা গুদামে হানা দিয়ে ১৯২ কাঁদি কলা বাজেয়াপ্ত করা হয়। গুদামেই মিলেছে প্রচুর কার্বাইড। এর ফলে পশ্চিমবঙ্গ ও বিহার থেকে কাঁচা বা আধপাকা আম আমদানি বন্ধ হয়ে গিয়েছে। অসমের আম ব্যবসায়ীরা জানান, মরশুমের শুরুতে অসমে আম আসে দক্ষিণ ভারত থেকে। পরে আসে মূলত, পশ্চিমবঙ্গ ও বিহার থেকে। কলা মূলত রাজ্যেরই ফল। কিছু কলা আসে মেঘালয় থেকে। আম-কলা গুদামে রাখার পরে ক্যালসিয়াম কার্বাইডের সাহায্যে তা পাকিয়ে দোকানে দোকানে পাঠানো হয়। রাজ্য স্বাস্থ্য সুরক্ষা কর্তাদের মতে, কার্বাইডে পাকানো আম-কলা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তার জেরে চামড়ার ক্যানসার, পেটের ক্যানসার ও অন্যান্য রোগ হতে পারে। পাকা ফলের গা থেকে বেরনো জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কার্বাইড। তাতে অ্যাসিটিলিন গ্য

লড়াইয়ের আরেক নাম পরিস্থিতি, ইচ্ছে থাকলেই উপায় হয়।

Image
জয়: পরিস্থিতির সঙ্গে লড়াই কোয়েলের। প্রবাদ-প্রবচনগুলো বোধহয় আজও তাদের প্রাসঙ্গিকতা হারায়নি। ইচ্ছে থাকলেই যে উপায় হয় এই কথাটা আবার সত্যি করে দেখাল কোয়েল।  চাউমিন ফ্যাক্টরিতে কাজ করতে হতো বলে প্রতিদিন স্কুলে যাওয়া হতো না শিলিগুড়ির অরবিন্দপল্লির বাসিন্দা কোয়েল মন্ডলের। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত কাজ করে দিনে ৭০ টাকা আয় হত কোয়েলের। তার রোজগার আর মা ববিতার স্কুলের মিড ডে মিলের রান্না করে মাসে এক হাজার পাঁচশো টাকা মতো হত। এই দিয়েই সংসার চলত তাদের। এ বারের উচ্চ মাধ্যমিকে ৪৪ শতাংশ নম্বর পেয়েছে কোয়েল। তার মোট নম্বর ২১৯। সে বাংলায় ৫২, ইংরেজিতে ৪৩, ইতিহাসে ৪৩, হোম সায়েন্সে ৪১, পলিটিক্যাল সায়েন্সে ৪০ পেয়েছে। তাই অভাবের সংসারে চোখের সামনে শুধু অন্ধকারই দেখছে কোয়েল। শিলিগুড়ির রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলের ছাত্রী কোয়েলের মাত্র একজন গৃহশিক্ষক ছিল। অভাবের কথা ভেবে তিনিও প্রতি মাসে টাকা কম নিতেন। ওই স্কুলের প্রধান শিক্ষিকা দূর্বা ব্রক্ষ্ম বলেন, ''আমরা ওকে সবরকমভাবেই সাহায্য করি। সে বই খাতা হোক বা অন্য কিছু। মেয়েটা পড়ার জন্য একটু বেশি সময় পেলেই আরও ভাল ফল করত।'' কো

ছুরির কোপে মারাত্মক জখম হয়েও দুষ্কৃতিকে ধরার চেষ্টা, দৃশ্য দেখে আতঙ্কে পথচলতি সাধারণ বাসিন্দারা।

Image
রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। সেই অবস্থাতেই আততায়ীকে ধরতে ছুটছেন এক ব্যক্তি। ভক্তিনগর থানার অদূরে এমন দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার শুরু করে দেন পথচলতি সাধারণ বাসিন্দারা। প্রায় ২৫ মিটার দৌড়েও আততায়ীকে ধরতে না পেরে পড়ে যান ওই ব্যক্তি। মঙ্গলবার দুপুরের ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গাড়ি কেনাবেচা নিয়ে বিবাদের জেরে হামলার ঘটনা ঘটেছে।  বিষয়টি  তদন্ত করে দেখছে ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়ি কমিশনারেটের ডিসিপি গৌরব লাল বলেন, ''বিষয়টা খোঁজ নিয়ে দেখছি।'' শিলিগুড়ির গণেশ ঘোষ পাড়ার বাসিন্দা প্রদীপ ঘোষের ভক্তিনগর থানার রামচন্দ্রনগরে একটি গ্যারাজ রয়েছে। পাশাপাশি পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসাও করতেন তিনি। এ দিন দুপুরে বাড়িতে খেতে যাওয়ার সময় গ্যারাজের পাশেই থাকা অফিস ঘর বন্ধ করতে এসেছিলেন তিনি। তখনই অফিসের ভিতরেই থাকা এক ব্যক্তি ধারাল অস্ত্র দিয়ে তাঁর উপর এলোপাথাড়ি হামলা চালায়। প্রদীপবাবুর গলার বাঁদিকে, হাতে এবং কোমরের পিছনে আঘাত লাগে। ওই অবস্থাতেই তিনি দুষ্কৃতীকে ধরার  জন্য তাড়া করেন। কিন্তু কিছু দূর গিয়েই তিনি পড়ে যান। স্থানীয় বাসিন্দা সাবিত্রী ছেত্রী বলেন, ''বাইরে

ভুটানে আটকে রেখে ‘নির্যাতন’ ঠিকাদারকে

Image
ভুটানের এক নির্মাণ সংস্থায় শ্রমিক সরবরাহের বরাত পেয়েছিলেন ঠিকাদার। দিন কুড়ি আগে কয়েক জন শ্রমিককে সেখানে পৌঁছে দিতে যান।  পশ্চিম বর্ধমানের বার্নপুরের ওই ঠিকাদার প্রসেনজিৎ চক্রবর্তীকে সেখানে আটকে রেখে শ্রমিকের কাজ করানো ও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ পরিবারের। বার্নপুরের বাটা মোড়ে বাড়ি প্রসেনজিৎবাবুর। মঙ্গলবার তাঁর স্ত্রী পিঙ্কিদেবী হিরাপুর থানা, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমাশাসক (আসানসোল)-এর কাছে স্বামীকে উদ্ধারের আবেদন করেন। অতিরিক্ত জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানান, প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। পিঙ্কিদেবীর দাবি, ভুটানের পারো বিমানবন্দরে নির্মাণকাজে নিযুক্ত এক সংস্থায় শ্রমিক সরবরাহের ঠিকা পান তাঁর স্বামী। গত ২২ মে চার শ্রমিককে নিয়ে সেখানে যান তিনি। দিন দুই পরে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। পিঙ্কিদেবী বলেন, ''রবিবার রাতে হঠাৎ স্বামী ফোন করে জানান, ওই নির্মাণ সংস্থাটি তাঁকেও আটকে রেখে শ্রমিকের কাজ করাচ্ছে। প্রতিবাদ করলে মারধর করা হচ্ছে। খেতে দেওয়া হচ্ছে না। অসুস্থ হলে চিকিৎসাও করানো হচ্ছে না।'' সোমবার রাতেও স্বামীর সঙ্গে ফোনে কথা

ঠাকুরমার ঝুলির পাঠ এ বার স্কুলে স্কুলে

Image
পাক ধরা চুল, ক্ষীণদৃষ্টি, অশক্ত শরীর অথচ তীক্ষ্ণ স্মৃতিশক্তি নিয়ে মধ্যমণি হয়ে বসে রয়েছেন ঠাকুরমা। সামনে ভিড় জমিয়েছে খুদের দল। ঠাকুরমা ঝুলি থেকে বের করছেন একের পর এক রাজ রাজাদের গল্প। কোনওটা শেখায় নির্ভীকতা, কোনওটা নৈতিকতা। অতীতের এই রেওয়াজ ইদানীং কমেছে। পাঠ্যক্রম ও প্রতিযোগিতার চাপে ছোটরা আজ বড়ই ব্যস্ত। কিন্তু গল্প শোনা এবং সেটাকে বলা ও লেখার মধ্যে দিয়ে পড়ুয়াদের যে সার্বিক উন্নতি হয় তা উপলব্ধি করতে পেরেছে স্কুলশিক্ষা দফতর। তাই কয়েক মাস আগে জেলা সফরে গিয়ে দফতরের বিশেষজ্ঞ কমিটি জানায়, পাঠ্যক্রমের বাইরেও বিতর্কসভা এবং গল্পের আসরের প্রতি পড়ুয়াদের ঝোঁক বাড়াতে হবে। সেই পথেই এগোচ্ছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদ ও কলকাতা জেলা শিক্ষা দফতর। সূত্রের খবর প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, স্কুলে মাসে অন্তত একটি করে গল্পের আসর বসাতে হবে। প্রয়োজনে স্কুলগুলি প্রতি সপ্তাহেও তা করতে পারে। যেখানে পড়ুয়ারা গল্প পড়ে এসে শোনাবে অথবা শুনবে। পূর্ব বর্ধমানের জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) খগেন রায় জানান, বিতর্ক সভা-সহ এই ধরনের কার্যকলাপ স্কুলগুলিতে করার জন্য ন

মোমের আস্তরণ দেওয়া আপেল আটক

Image
মোমের আস্তরণ দেওয়া আপেল বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমে দুই ফল বিক্রেতাকে আটক করল চিৎপুর থানার পুলিশ। মঙ্গলবার দমদম রোড এবং পাইকপাড়ার আশুবাবুর বাজারে এই অভিযান চালায় কলকাতা পুরসভা। এ দিন সকালে দমদম রোডের কুমার আশুতোষ ইনস্টিটিউশন (ব্রাঞ্চ) স্কুলের সামনের একটি দোকান থেকে আপেল কেনেন সৃজন বসু নামে এক ব্যক্তি। কেনার আগে ছুরি দিয়ে আপেল কাটতে গিয়ে দেখেন, তার গায়ে মোমের আস্তরণ রয়েছে। এ নিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। খবর পেয়ে সেখানে যান চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম হালদার। অভিযুক্ত ফল বিক্রেতা ও তাঁর পাশের ব্যবসায়ীর থেকে একই জিনিস পেয়ে পুলিশ দু'জনকে আটকও করে। পাইকপাড়ার আশুবাবুর বাজারে এ দিন অভিযানে গিয়ে এক এবং চার নম্বর বরোর ফুড ইনস্পেক্টর আব্দুস সাত্তার মণ্ডল ও প্রদীপ মালিক মোমের আস্তরণ দেওয়া ছ'পেটি আপেল উদ্ধার করেন। চার নম্বর ওয়ার্ডে টিএমসিপি-র কার্যনির্বাহী সভাপতি সৌরদীপ কুণ্ডুর সঙ্গে বচসা শুরু হয় ব্যবসায়ীদের। রবিন বণিক নামে ফল বিক্রেতার দাবি, ''এ ছাড়া বাজারে কোনও আপেল বিক্রি হচ্ছে না। এমন আপেল বিক্রি বন্ধ করতে পাইকারি বাজারে অভিযান করা হোক।'' এ নিয়ে

‘ভুল গ্রুপের’ রক্ত শরীরে, প্রাণ সংশয়

Image
বৈশাখী সাহা বার বার সতর্ক করা সত্ত্বেও ভুল রক্ত দেওয়ায় এক রোগীর জীবন বিপন্ন হওয়ার অভিযোগ উঠল এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। রোগীর স্বামীর দাবি, তাঁর স্ত্রীর এমনই অবস্থা যে, গোটা শরীর হলুদ হয়ে গিয়েছে। কিডনি এবং ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে। রাখতে হয়েছে ভেন্টিলেটরে। বিধাননগর পুলিশের পাশাপাশি এ নিয়ে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন এবং মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানিয়েছে রোগীর পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এ দিন ভুল রক্ত দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। 'এক্টোপিক প্রেগন্যান্সি' নিয়ে গত মে মাসের শেষে সল্টলেকের কলম্বিয়া এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজারহাটের বাসিন্দা বছর পঁয়ত্রিশের বৈশাখী সাহাকে। সেখানে অস্ত্রোপচার হয় তাঁর। রোগীর স্বামী অভিজিৎ সাহার অভিযোগ, অস্ত্রোপচারের পরে তাঁর স্ত্রীকে ভুল গ্রুপের রক্ত দেওয়া হয়েছে। তিনি জানান, বৈশাখীর রক্তের গ্রুপ এ পজিটিভ। তার বদলে বৈশাখীকে এবি পজিটিভ রক্ত দেওয়া হয়েছে। এর জেরেই বৈশাখীর শরীর হলুদ হয়ে গিয়েছে। ভেন্টিলেটরে রেখে তাঁর চিকিৎসা চলছে। মঙ্গলবার অভিজিৎ বলেন, ''সুস্থ করে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে আমার স্ত্রীক

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত স্কুল শিক্ষক

Image
মালদহ: বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রাথমিক স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দিলে ওই গৃহবধূকে মারধরও করা হয় বলে অভিযোগ। মালদহের মানিকচকের ঘটনা৷ পলাতক অভিযুক্ত স্কুল শিক্ষক৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ মঙ্গলবার ভোরে বাড়িতে একাই ছিলেন মালদহের মানিকচক থানার সৈয়দপুর গ্রামের বছর পঁচিশের ওই গৃহবধূ৷ তাঁর স্বামী ভুটভুটি চালক হওয়ায় সকালেই কাজে চলে যান তিনি৷ অভিযোগ, দরজা খোলা পেয়ে সুযোগ বুঝে সেই সময়ই ঘরে ঢোকে অভিযুক্ত নয়ন কর্মকার৷ বছর পয়তাল্লিশের ওই ব্যক্তি পেশায় স্কুল শিক্ষক৷ পুলিশকে দেওয়া বিবরণে নির্যাতিতা মহিলা জানায়, বাড়িতে ঢুকেই তাঁর মুখ চেপে ধরে অভিযুক্ত৷ এরপর তাঁর শাড়ি ছিঁড়ে ধর্ষণের চেষ্টা করে সে৷ সঙ্গে সঙ্গে প্রতিরোধ করেন নির্যাতিতা৷ তখন তাঁর উপর চলে অকথ্য অত্যাচার৷ তাঁকে কিল, চর, ঘুসি মারতে থাকে অভিযুক্ত নয়ন৷ এরপর নির্যাতিতা মহিলা চিৎকার করলে, ছুটে আসে প্রতিবেশীরা৷ সঙ্গে সঙ্গে চম্পট দেয় অভিযুক্ত৷ ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা৷ প্রতিবেশীদের সহায়তায় পরে তিনি অভিযোগ দায়ের করেন মানিকচক থানায়৷ তাঁর অভিযোগের ভিত্ত

গরুর সঙ্গে সঙ্গমে বাধ্য করে ব্ল্যাকমেলিং

Image
সিউড়ি: গরুর সঙ্গে সঙ্গম! সেই ঘটনার ভিডিও ভাইরাল হল বীরভূমে৷ অভিযোগও দায়ের হল পুলিশের কাছে৷ তদন্তে নেমে একজনকে আটকও করেছে পুলিশ৷ সে আবার নাবালক৷ তবে যাকে আটক করা হয়েছে, সে গরুর সঙ্গে সঙ্গম করেনি৷ বরং তার বিরুদ্ধে অভিযোগ, সে অন্য একজনকে গরুর সঙ্গে সঙ্গমে বাধ্য করে৷ তার পর সেই ঘটনা ক্যামেরাবন্দি করে৷ সেই ভিডিওই ভাইরাল হয়েছে বীরভূমে৷ আর যাকে গরুর সঙ্গে যৌনসংসর্গ স্থাপনে বাধ্য করা হয় সেও এক কিশোর৷ সে-ই গরু নিয়ে মাঠে গিয়েছিল৷ ভিডিও ভাইরাল হতেই বাড়িতে সে সব জানায়৷ তার পর অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে৷ ঘটনার সূত্রপাত ওই ভিডিও ঘিরে৷ বীরভূমে আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ভিডিও৷ ভিডিওতে দেখা যায় একটি গরুর সঙ্গে সঙ্গম করছে এক কিশোর৷ পরে জানা যায় ভিডিওটি বীরভূমের খয়রাশোল থানার জামরান গ্রামে৷ পরিচয়ও মেলে ওই কিশোরের৷ তখন সে বাড়িতে সব জানায়৷ তখনই ছেলেটির বাবা খয়রাশোল থানায় অভিযোগ দায়ের করেন৷ পুলিশের কাছে ছেলেটি জানিয়েছে, ঘটনাটি সোমবার ঘটেছে৷ সেদিন সে মাঠে গরু চরাতে গিয়েছিল৷ তখন সেখানে আসে ওই গ্রামেরই সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ হওয়া অন্য এক কিশোর৷ ওই কিশোরই তাকে গরু

কুড়ি দিনের আলাপেই ‘লাইভ’ আত্মহত্যা! নাকি একাধিক সম্পর্কেই কি হতাশ মৌসুমী?

Image
ধৃত আরিয়ান। (ডানদিকে) আত্মঘাতী মৌসুমী। ফেসবুক লাইভে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্ত আরিয়ানকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। সোমবার রাতে সোনারপুর থানার খুঁড়িগাছি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শনিবার রাতে প্রেমিক আরিয়ানের সঙ্গে ফেসবুকে লাইভ চ্যাটিংয়ের মাঝেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মৌসুমী মিস্ত্রি নামে ওই ছাত্রী। ফেসবুকেই রেকর্ড হয়ে যায় মৌসুমীর আত্মহত্যার ঘটনা। ফেসবুক থেকে আরিয়ানের পরিচয় পাওযার পরেই ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল মৌসুমীর পরিবার। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ জানতে পারে, ছোটবেলায় মা মারা যাওয়ার পরে এই খুঁড়িগাছি এলাকায় মামার বাড়ি থেকেই পড়াশোনা করত আরিয়ান। তবে পুলিশ সুত্রে খবর, আরিয়ান নয় অভিযুক্তের আসল নাম সুমন দাস। সোনারপুর থানার কামারাবাদ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির এই ছাত্র আরিয়ান নামে ফেক ফেসবুক আইডি খুলেই চ্যাট করত অভিযুক্ত সুমন দাস। ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, মাত্র দিন কুড়ি আগে এই সুমনের সঙ্গে যোগাযোগ হয় মৌসুমীর। ঘটনার দিন রাতেও হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে একাধিক বার সুমনের সঙ্গে ওই