Posts

Showing posts from November 30, 2018

পশ্চিমবঙ্গে কয়লাখনি বন্টনে দুর্নীতি, দোষী সাব্যস্ত প্রাক্তন কয়লা সচিব

Image
দোষী সাব্যস্ত প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা। পশ্চিমবঙ্গে কয়লাখনি বণ্টনে ব্যাপক দুর্নীতি ও ষড়যন্ত্রের ঘটনায় প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্ত-সহ আরও চার জনকে দোষী সাব্যস্ত করল বিশেষ সিবিআই আদালত। দোষীদের মধ্যে আছেন কয়লা মন্ত্রকের প্রাক্তন যুগ্ম সচিব কে এস ক্রোফা এবং কয়লা মন্ত্রকের তৎকালীন অধিকর্তা কে সি সামরিয়াও। কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে পশ্চিমবঙ্গের দু'টি খনি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার মামলাতেই এই রায় দিল দিল্লির বিশেষ সিবিআই আদালত। ২০০৮ সালে অবসর নেওয়ার আগে প্রথম ইউপিএ সরকারের কয়লা সচিব ছিলেন এইচ সি গুপ্তা। একই সঙ্গে ছিলেন কয়লাখনি বণ্টন নিয়ে তৈরি স্ক্রিনিং কমিটির প্রধান। তার কার্যকালেই সারা দেশের ৪০টি কয়লাখনি অবৈধ ভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার কেলেঙ্কারি সামনে এসেছিল। যে কারণে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছিল ভারতীয় করদাতাদের। ২০১২ সালে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। রায় ঘোষণার পাশাপাশি দোষী সাব্যস্তদের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। আগামী ৩ ডিসেম্বর দোষীদের শাস্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশেষ সিবিআই বিচারক ভারত পরাশর। পশ্চিমবঙ্গের ময়রা আর

চাপে ইমরান সরকার, সর্বকালীন রেকর্ড গড়ে পাকিস্তানি মুদ্রার পতন

Image
অনেকের মতে, পাক সরকারের নীতির কারণেই পাকিস্তানি মুদ্রার দামে পতন ঘটছে। নয়া বিনিয়োগের ফলে উন্নয়নের সঠিক পথেই হাঁটছে দেশ, এমনটাই দাবি পাক সরকারের। এমনকি, ক্ষমতায় আসার পর গত ১০০ দিনের কৃতিত্বও ঘটা করে উদ্‌যাপন করেছে ইমরান খান সরকার। কিন্তু, তার পর দিনই ঘটে গেল বিপত্তি! দেশের ইতিহাসে সবচেয়ে নীচে নেমে গেল পাকিস্তানি মুদ্রার দাম। শুক্রবার সর্বকালীন রেকর্ড গড়ে ডলার প্রতি বিনিময় মূল্য দাঁড়াল ১৪৪ রুপি (পাকিস্তানি)। বৃহস্পতিবার সে দেশের ব্যাঙ্কগুলির মধ্যে লেনদেনে ডলার প্রতি পাকিস্তানি মুদ্রার দাম ছিল ১৩৪ রুপি। এ দিন সকালে ১ ডলারের দাম হয় ১৪২ রুপি। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পাক মুদ্রার দামে আরও পতন হতে থাকে। দিনের শেষে মোট ১০ রুপি কমে তা দাঁড়ায় ১৪৪-এ। স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের এক শীর্ষ কর্তার দাবি, "শেয়ার বাজারের কারবারিরা আতঙ্কগ্রস্ত হওয়ার কারণেই পাক মুদ্রার ক্রমাগত পতন হচ্ছে। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, পাকিস্তানি মুদ্রার দামে পতন ঘটার অন্যতম কারণ হল পাক সরকারের নীতি। সম্প্রতি ঋণের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)-এর স

কৃষি ও শিল্পে মন্দা, জিডিপি বৃদ্ধির হার কমে ৭.১ শতাংশ

Image
চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক রিপোর্টে তাৎপর্যপূর্ণ ভাবে কমে গেল ভারতের মোট জাতীয় উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার। শিল্প ও কৃষিতে মন্দার কারণেই জিডিপি বৃদ্ধির হার ৭.১ শতাংশে নামল, এমনটাই বলা হয়েছে জাতীয় পরিসংখ্যান অফিসের সদ্য প্রকাশিত রিপোর্টে। অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক রিপোর্টে অবশ্য বেশ চাঙ্গা ছিল ভারতীয় অর্থনীতি। প্রথম তিন মাসে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। যে কারণে শঙ্কার মেঘ কাটিয়ে উঠে কিছুটা স্বস্তিতেই ছিল দেশের শিল্প মহল। কিন্তু পরের তিন মাসে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের হিসেবে সেই বৃদ্ধির হার কমে গিয়ে দাঁড়াল ৭.১ শতাংশে, যা প্রথম তিন মাসের থেকে অনেকটাই কম। জিডিপিতে ধস নামলেও গত বছরে এই সময়কালের থেকে তা অনেকটাই ভাল। গত বছরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বৃদ্ধির হার ছিল ৬.৩ শতাংশ। জিডিপি-র এই ধস অর্থনীতিবিদদের কাছে অনেকটাই অপ্রত্যাশিত। ব্লুমবার্গ সংস্থার অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের জিডিপি বৃদ্ধির হার থাকবে ৭.৫ শতাংশের কাছাকাছি। রয়টার্সের অর্থনীতিবিদদের প্যানেলের পূর্বাভাস ছিল ৭.৪ শতাংশ। সেখানে জিডিপি ৭.১ শতাংশে নেমে যাওয়া অবাক

চোটের জন্য বাইরে পৃথ্বী, প্রথম টেস্টে ওপেনার সমস্যায় ভারত

Image
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই দলের বাইরে পৃথ্বী শ। গোড়ালিতে চোট পেয়ে প্রথম একাদশ থেকে ছিটকে গেলেন পৃথ্বী। আগামী বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট।  সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের সময় ক্যাচ ধরতে গিয়ে চোট পান পৃথ্বী শ। অশ্বিনের বলে ব্রায়ান্টের শট ধরতে গিয়েই চোট পান তরুণ ক্রিকেটার। মচকে যায় গোড়ালি। যন্ত্রণায় কাতরাতে থাকা পৃথ্বীকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোজা হাসপাতাল। পরে পৃথ্বীর চোটের কথা ঘোষণা করে BCCI। অভিষেক টেস্ট থেকেই ভালো ফর্মে থাকা পৃথ্বী শ 'কে নিয়ে অস্ট্রেলিয়া সফরে আগ্রহ ছিল ক্রিকেট-ভক্তদের মধ্যে। ১৯ বছরের ক্রিকেটার প্রস্তুতি ম্যাচেও প্রশংসনীয় ৬৬ রান করেন। তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে ওপেনার নিয়ে সমস্যা ছিল ভারতীয় টিম ম্যানেজম্যান্টের। এবার তা আরও বেড়ে গেল। ওপেনিং করতে নেমে ব্যর্থ লোকেশ রাহুল। অন্যদিকে মুরলী বিজয়কে খেলানো হয়নি সিডনি ম্যাচে। এরমধ্যেই পৃথ্বীর চোট আরও সমস্যা বাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট দলের জন্য। 

আকাশে উড়ল মাইনসুইপার, ল্যান্ডমাইন কোথায় জানিয়ে দেবে স্যাটেলাইট!

Image
গত ১৭ বছরে ভারতে মাটির নীচে লুকনো ল্যান্ডমাইনে পা পড়ে মৃত্যু হয়েছে ৩,৭০০ জনের। এই একটা তথ্যই বোধহয় HysIA স্যাটেলাইটের প্রয়োজনীয়তা বোঝাতে যথেষ্ট। বৃহস্পতিবার এই কৃত্রিম উপগ্রহটি সভল ভাবে উত্‍‌ক্ষেপণ করতে সক্ষম হল ইসরো। এই কৃত্রিম উপগ্রহ আকাশ থেকেই বলে দেবে মাটির নীচে কোথায় লুকনো রয়েছে ল্যান্ডমাইন।  মাটি থেকে ৬০০ কিলোমিটার ওপরে পৃথিবীকে ঘিরে প্রদক্ষিণ করবে HysIA। মাটির নীচে ৫ সেন্টিমিটার পর্যন্ত ধরা পড়বে এর ক্যামেরায়। শুকনো জমি, জলাভূমি, বরফে ঢাকা জমি বা মরুভূমি, সর্বত্রই কড়া নজর রাখবে এই উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা। কৃত্রিম উপগ্রহের মাধ্যমেই লুকনো ল্যান্ডমাইনের হদিশ মেলায় বহু মানুষের প্রাণ বাঁচবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও কৃষিকাজেও সাহায্য করবে HysIA। ভালো ফসলের থেকে খারাপ ফসলকে আলাদা করে দেখানোরও ক্ষমতা রয়েছে এর মধ্যে। তবে আইআইটি ম্যাড্রাসের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক উদয় কে খানখোজে জানিয়েছেন যে রাডারের মত অত ভালো না হলেও এই কৃত্রিম উপগ্রহ অত্যন্ত কার্যকরী হবে বলেই আশা করা হচ্ছে। এতদিন পর্যন্ত শুধু আমেরিকা ও চিনের কাছেই এই প্রযুক্তি ছিল।

‘বন্যা মোকাবিলায় ২৭৬৮ কোটি ব্যয়ে নিম্ন দামোদর অববাহিকা পরিকল্পনা’

Image
কালনা: বর্ধমানের কালনার সরকারি সভা থেকে বিষমদ কাণ্ড নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিষমদ কেন খান? প্রশ্ন মুখ্যমন্ত্রীর৷ এই প্রসঙ্গে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানান তিনি৷ সেই সব পরিবারের পাশে সরকার রয়েছে বলেও জানান৷ তিনি বলেন এই বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে৷ বিষ মদ যেন বিক্রি না হয়, সে বিষয়ে জেলা প্রশাসনকে সচেতন থাকতে নির্দেশ দিয়েছেন তিনি৷ পাশাপাশি এদিন নতুন প্রকল্পের কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন ২৭৬৮ কোটি টাকায় নিম্ন দামোদর অববাহিকা পরিকল্পনা তৈরি করেছে রাজ্য সরকার৷ এর ফলে সেচের জলের সমস্যা মিটবে৷ সর্বোপরি মিটবে বন্যার সমস্যা৷ তিনি বলেন বর্ধমান জেলায় রয়েছে মাটি তীর্থ৷ কেন্দ্র বলেছে ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করবে৷ কিন্তু বাংলার কৃষকদের আয় ইতিমধ্যেই আমরা তিন গুণ বাড়িয়েছি৷ মুখ্যমন্ত্রী বলেন মেদিনীপুর থেকে বর্ধমান হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত রাস্তা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার৷ আগামি ২-৩ বছরের মধ্যেই সেই পরিকল্পনার ফল মিলবে৷ ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যায়ে রাস্তা তৈরি হবে৷ আসানসোল পানাগড় হয়ে যাবে

দুবাই থেকে মুম্বই, সমুদ্রের নীচ দিয়ে ২০০০ কিলোমিটার পথ জুড়ে যাবে রেলে

Image
ভারতের বুলেট ট্রেনের থেকেও কঠিন চ্যালেঞ্জ নিতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহী সরকার। শুনতে আশ্চর্য লাগলেও খবর হল, রেল লাইন জুড়ে দেবে মুম্বই ও দুবাইকে। এমনই একটি পরিকল্পনা করেছে দুবাইয়ের একটি সংস্থা। খবর খালিজ টাইমস সূত্রে। দুবাইয়ে ফুজাইরা থেকে মুম্বইয়ের দূরত্ব ২০০০ কিলোমিটার। গোটা রাস্তাটাই হবে সমুদ্রের নীচে দিয়ে। তবে লাইনটি হবে ভাসমান। ভবিষ্যতে ওই পথে যাত্রী পরিবহণ করা হবে। পাশাপাশি ওই রাস্তায় চালানো হবে পণ্যবাহী ট্রেনও। একইসঙ্গে বসানো হবে তেলের পাইপ লাইনও। দুবাইয়ের ন্যাশনাল অ্যাডভাইসর ব্যুরো লিমিটেড রয়েছে ওই ধরনের পরিকল্পনার পেছনে। সংস্থার প্রতিষ্ঠাতা আলশেখি খালিজ টাইমসকে জানিয়েছেন, গোটা ব্যাপারটাই এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। দুবাইয়ের ফুজাইরার সঙ্গে মুম্বইকে রেলপথে জুড়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। উদ্দেশ্যে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকটাই বাড়িয়ে ফেলা। ফুজাইরা থেকে তেল পাঠানো হবে মম্বইয়ে। অন্যদিকে, নর্মদার অতিরিক্ত জল নিয়ে আসা হবে দুবাইয়ে। ওই পথটি বিভিন্ন সংস্থাও তাদের বাণিজ্যের জন্য ব্যবহার করতে পারবে। আলশেখি সংবাদমাধ্যমে আরও জানিয়েছেন, এই ধরনের একটি কাজে হাত দেওয়া

পাকিস্তানকে ‘কড়া বার্তা’ দিতেই অধিকৃত কাশ্মীরকে ভারতের ম্যাপে রেখেছিল চিনা মিডিয়া?

Image
এই ছবিই দেখানো হয় চিনা সরকারি টেলিভিশন চ্যানেলে। পাক অধিকৃত কাশ্মীরকে কি ইচ্ছাকৃত ভাবেই ভারতের মানচিত্রে ঢুকিয়েছিল চিনের সরকারি টেলিভিশন চ্যানেল 'চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক' (সিজিটিএন)? তাতে কি বেজিংয়ের কোনও আপত্তি ছিল না? মানচিত্র নিয়ে বরাবরই খুব খুঁতখুঁতে চিনা প্রশাসন ওই চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা না নেওয়ায় সেই জল্পনা শুরু হয়েছে। ভারতীয় কূটনীতিকদের একাংশ মনে করছেন, সাম্প্রতিক সময়ে এটা ভারত-চিন সম্পর্কের একটা সদর্থক দিক। চিন সরকারের একটি সূত্রের খবর, বন্দুকবাজদের ওই হামলায় করাচির চিনা উপ-দূতাবাসের দুই নিরাপত্তারক্ষীর মৃত্যুর ঘটনায় যথেষ্টই বিব্রত বেজিং। এর আগেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে চিন ও পাকিস্তানের মধ্যে নির্মীয়মাণ অর্থনৈতিক করিডরে। ওই করিডর যাঁরা বানাচ্ছেন, সেই চিনা শ্রমিকদের উপর আগেও হামলা চালিয়েছে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরা। এই সব ঘটনার প্রেক্ষিতেই চিনের ধারণা হয়েছে, পাক ভূখণ্ডে চিনা নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না ইসলামাবাদ। তাই, পাক অধিকৃত কাশ্মীরকে ইচ্ছাকৃত ভাবেই ভারতের মানচিত্রে ঢোকানো হয়েছিল চিনের সরকারি টেলিভিশন চ্যা

ইথিওপিয়ায় বেতন না পাওয়া কর্মীদের হাতে পণবন্দি IL&FS-এর ৭ ভারতীয়

Image
বেতন দেয়নি ভারতীয় সংস্থা। তা নিয়ে বিক্ষোভ ইথিওপিয়ায়। কর্তৃপক্ষের নাগাল মেলেনি। তাই স্থানীয় কর্মীদের রাগ গিয়ে পড়েছে সংস্থার ভারতীয় কর্মীদের উপরই। সংস্থায় কর্মরত ৭ ভারতীয়কে ২৫ নভেম্বর থেকে পণবন্দি করে রেখেছে তারা। তাদের নজর এড়িয়ে কোনওরকমে টুইটারের মাধ্যমে ভারত সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন পণবন্দিদের মধ্যে একজন। মোদী সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি। বিষয়টি নজরে পড়তেই নড়ে চড়ে বসেছে বিদেশমন্ত্রক। পরিস্থিতি খতিয়ে দেখছে তারা। ২৯ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে টুইটারে জরুরি বার্তা পোস্ট করেন নীরজ রঘুবংশী নামের এক ব্যক্তি। পরিকাঠামো এবং অর্থনৈতিক পরিষেবা প্রদানকারী ভারতীয় সংস্থা 'আইএল অ্যান্ড এফএস' সংস্থার ইথিওপিয়া শাখার কর্মী হিসাবে নিজের পরিচয় দেন তিনি। জানান, 'আইএল অ্যান্ড এফএস সংস্থা বেতন দেয়নি। সেই কারণে আমাদের সাতজনকে পণবন্দী করে রেখেছে ইথিওপিয়ার স্থানীয় মানুষ। কিন্তু এতে আমাদের দোষ কোথায়? গত পাঁচ মাস ধরে আমরা নিজেরাই বেতন পাইনি। মারাত্মক কিছু ঘটে যাওয়ার আগে দয়া করে আমাদের সাহায্য

শান্তিপুর বিষমদ কাণ্ডে গ্রেপ্তার কিংপিন গণেশ হালদার

Image
কৃষ্ণনগর: শান্তিপুর বিষমদ কাণ্ডে নয়া মোড়৷ লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে গ্রেপ্তার করা হল  বিষমদ কাণ্ডের কিংপিন গণেশ হালদারকে৷ অভিযোগ, নৃসিংহপুরের চৌধুরিপাড়ার মৃত চন্দন মাহাতো ওরফে গুলবরের ঠেকে চোলাই সরবহার করত ধৃত৷ গঙ্গার চরে গোপন ডেরায় চোলাই তৈরি করে গুলবরের ঠেকে পাঠাত গণেশ৷ তদন্তকারীদের ধারণা, ধৃত গণেশের তৈরি চোলাই পান করেই নৃসিংহপুরের ১২ জনের মৃত্যু হয়েছে৷ বিষমদ কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এই নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ৷ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি। রাজ্য পুলিশও তদন্ত চালিয়ে যাচ্ছে। নদিয়ার শান্তিপুরের ওই ঘটনায় আবগারি দপ্তরের বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী সভাকক্ষের পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আবগারি দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছেন, বেআইনি কারবার রুখতে নিয়মিত নজরদারি করতে হবে, অভিযান চালাতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, "ধারাবাহিকভাবে অভিযান চালাতে হবে। ৩৬৫ দিনই অভিযান চালাতে হবে।" শান্তিপুরের ঘটনায় পূর্ব বর্ধম

মোবাইলে ব্যালেন্স থাকলে পরিষেবা বন্ধ করা যাবে না, নির্দেশ ট্রাইয়ের

Image
প্রি-পেড অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে মোবাইল পরিষেবা বন্ধ করা যাবে না বলে টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিল ট্রাই৷ সম্প্রতি, টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে পরিষেবা চালু রাখতে গেলে বাধ্যতামূলকভাবে গ্রাহকদের মান্থলি রিচার্জ প্ল্যান চাপিয়ে দেওয়ার অভিযোগ ওঠে৷ গ্রাহকদের এই হয়রানি প্রসঙ্গে ট্রাইয়ের চেয়ারম্যান আরএস শর্মা সংবাদমাধ্যমে জানান, অনেক গ্রাহক অভিযোগ করেছেন, প্রি-পেড অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স থাকা সত্ত্বেও সার্ভিস প্রোভাইডাররা বার বার মেসেজ পাঠাচ্ছে৷ মান্থলি রিচার্জের জন্য বাধ্য করানো হচ্ছে৷ বাজারে এই মুহূর্তে মোবাইল সার্ভিস প্রোভাইডারের সংখ্যা হাতে গোনা৷ রিলায়েন্স  জিও'র সঙ্গে টেক্কা দিতে গিয়ে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রায় বেশিরভাগ টেলিকম সংস্থাকেই৷ অভিযোগ, লোকসান মেটাতে গ্রাহকদের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে দেশের একাধিক মোবাইল সার্ভিস প্রোভাইডারা৷ ফলে, সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের৷ ট্রাই চাইছে, পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনও অস্বচ্ছতা যেন না থাকে৷ এমনকি, প্রি-পেড অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স থাকলে, যাতে গ্রাহকদের হয়রানির শিকার না হতে হয়, সে বিষয়েও লক্ষ্

‘সুসম্পর্ক রাখতে গেল প্রথমেই ধর্মনিরপেক্ষ হতে হবে পাকিস্তানকে’, সাফ বার্তা সেনাপ্রধানের

Image
ইমরানকে পাল্টা দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। পাকিস্তানকে ভারতের সঙ্গে পাশাপাশি সুসম্পর্ক রেখে চলতে গেলে সে দেশকে আগে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে হবে। সম্প্রতি ইমরান খান মন্তব্য করেন জার্মানি ও ফ্রান্স যদি সুসম্পর্ক রেখে চলতে পারে তাহলে ভারত ও পাকিস্তান কেন নয়! সেই মন্তব্যেরই জবাব দিলেন বিপিন রাওয়াত। শুক্রবার সংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে গেলে আগে নিজের দেশের আভ্যন্তরিন ব্যবস্থা বদল করতে হবে। পাকিস্তান নিজেকে একটি ইসলামি দেশ হিসেবে ঘোষণা করেছে। ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। পাকিস্তান যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চায় তাহলে তাকে আগে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে হবে। করতারপুর করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইমরান খানের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় বিপিন রাওয়াতকে। সম্প্রতি ইমরান মন্তব্য করেছেন, ভারত এক পা বাড়ালে পাকিস্তান দুপা এগোবে। পাক প্রধানমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে বিপিন রাওয়াত বলেন, 'ভারত প্রথম পদক্ষেপ বহুবার করেছে। এবার এক পা এগিয়ে দেখাক পকিস্তান। পাকিস্তানে দিনদিন সন্ত্রাস বেড়ে চলেছে। এবার একবার অন্তত সন্ত্রাব

শান্তিপুর বিষমদকাণ্ডে পুলিসের জালে কিংপিন গণেশ হালদার

Image
নদীয়ার শান্তিপুরে বিষমদ কাণ্ডে ইতিমধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও ১৮ জন এখন হাসপাতালে ভর্তি। এর মধ্যেই পুলিসের জালে ধরা পড়ল চোলাই মদ কারবারের কিং পিন গণেশ হালদার। বৃহস্পতিবার রাতে তাকে শান্তিপুরের চৌধুরীপাড়া থেকে গ্রেফতার করে পুলিস। বুধবার শান্তিপুরের চৌধুরীপাড়ায় বিষাক্ত চোলাই খেয়ে ৯ জনের মৃত্যু হয়। রাতে আরও এক জনের মৃত্যু হয় কল্যাণীর জে এন এম হাসপাতালে। এদিন হাসপাতালে আরও দুজন মারা যান। বিষমদ কাণ্ডে অভিযুক্ত চন্দন মাহাতর মৃত্যু হয় আগেই। মৃত্যু হয়েছে চন্দনের এক আত্মীয়েরও। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে মনে করা হচ্ছে। সরকারের তরফে গতকালই মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়।  স্থানীয়দের দাবি, বাইরে থেকে চোলাই নিয়ে আসা হত। কালনা থেকে নদীপথে নৌকার খোলে ভরে মদের কারবারিরা চোলাই আনত। বিষমদ কাণ্ডে চারজনকে গ্রেফতার করা হয়। সেলই চারজনকে জেরা করেই মূল অভিযুক্ত গণেশ হালদারের নাগাল পেয়েছে পুলিস। বিষমদ খেয়ে একের পর এক মৃত্যুর খবর আসার পরই তদন্তে নামে সিআইডি। সাসপেন্ড করা হয় এক ওসি, দুই সার্কেল ইন্সপেক্টর সহ আবগারি দফতরের এগারো কর্মীকে। ক্লোজ করা হল শান্তিপুর

উষ্ণায়নে আপনার হার্ট, কিডনির অসুখ বাড়ছে, বলছে গবেষণা

Image
উষ্ণায়নের দৌলতে জলবায়ু পরিবর্তনের জোর ধাক্কা লাগছে আমাদের হৃদয়ে! আমাদের শরীরের নিম্নাংশেও! বিপদঘণ্টা বাজিয়ে দিচ্ছে হার্ট, কিডনিতে। অস্বাভাবিক ভাবে দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলে উত্তরোত্তর চাপ বাড়ছে আমাদের হৃদযন্ত্রে (হার্ট)। বিগড়ে যাচ্ছে আমাদের দু'টি কি়ডনিও। যা মৃত্যু বা পঙ্গুত্বকে আরও এগিয়ে আনছে। ভারতের মতো দেশে তা শ্রমিক, কর্মচারীদের কাজ করার শক্তি কমিয়ে দিচ্ছে। চিকিৎসা-সংক্রান্ত আন্তর্জাতিক জার্নাল 'দ্য ল্যানসেট'-এর হালের সংখ্যায় প্রকাশিত একটি কাউন্টডাউন রিপোর্ট এই তথ্য দিয়েছে। ওই রিপোর্ট বলছে, দ্রুত অস্বাভাবিক ভাবে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর 'জ্বর' (তাপমাত্রা) বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তার জেরে বাড়ছে তীব্র তাপপ্রবাহের ঘটনা। আর সেই তাপপ্রবাহের প্রাবল্যও। সেই তীব্র তাপপ্রবাহের জন্য বিভিন্ন রোগ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক ভাবে বাড়ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের বিশিষ্ট অধ্যাপক, গবেষকদের দেওয়া তথ্যের ভিত্তিতেই তৈরি করা হয়েছে ওই কাউন্টডাউন রিপোর্ট। ওই রিপোর্ট জানিয়েছে, দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলে ১৯০১ থেকে ২০০৭ পর্যন্ত গত ১০৬ বছরে ভারতের বিভিন

মিতালি পর্বের মূল্য চোকাতে হবে কোচকে! সম্ভবত মেয়াদ বাড়াচ্ছে না BCCI

Image
ভারতের সিনিয়র ক্রিকেটার মিতালি রাজকে নিয়ে সাম্প্রতিক বিতর্কে জড়িয়ে পড়ার কঠিন মূল্য চোকাতে হতে পারে কোচ রমেশ পাওয়ারকে। শুক্রবারই তাঁর মেয়াদ উত্তীর্ণ হচ্ছেন। সূত্রের খবর, এরপর আর তাঁর মেয়াদ না-বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে BCCI।  সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মিতালিকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তারপরেই কোচের বিরুদ্ধে মিতালির বিস্ফোরক অভিযোগ ও কোচের পালটা অভিযোগে সরগরম মহিলা ক্রিকেট মহল। শুক্রবারই শেষ হচ্ছে পাওয়ারের মেয়াদ। BCCI-এর ঘনিষ্ঠ সূত্র বলছে, মিতালি-রমেশের বাকযুদ্ধে দলের মনোবল ধাক্কা পেয়েছে। এর জেরে কোচ হিসেবে রমেশের মেয়াদ আর না-বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নক-আউট ম্যাচে পরপর হাফ-সেঞ্চুরি, দুটো প্লেয়ার অফ দ্য ম্যাচ জেতার পরও মিতালিকে সেমিফাইনালে বাদ দেওয়ার সিদ্ধান্তকেও ভালো ভাবে নেয়নি বোর্ড। কর্তাদের অভিযোগ, মিতালিকে বাদ দেওয়ার পর যে প্রবল চাপের মুখে পড়তে হয়েছিল, শক্ত হাতে তারও মোকাবিলা করতে পারেননি রমেশ। জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর BCCI-এর সঙ্গে বৈঠকে বেশ কয়েকটি প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি রমেশ। কেন মিতালিকে মিডল অর্ডারে খেলানোর সিদ্ধান্ত নে

ফরাক্কায় মাটি মাফিয়াদের রুখতে প্রশাসনের দ্বারস্থ পঞ্চায়েত প্রধান

Image
ফরাক্কা : রাজ্যজুড়ে চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। একদিকে বর্ধমানে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী যখন বেআইনি বালি ও মাটি মাফিয়া প্রসঙ্গে প্রশাসনকে সতর্ক করছেন, অন্যদিকে তখন রাজ্যের এক প্রান্তে রমরমিয়ে চলছে সেই কার্যকলাপ। পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে উঠেছে যে অবৈধভাবে ফিডার ক্যানেলের মাটি কাটার অভিযোগ নিয়ে ফরাক্কার ব্লক প্রশাসনের দ্বারস্থ হতে হল খোদ পঞ্চায়েত প্রধানকেই। অভিযোগ, প্রশাসন এবিষয়ে সেভাবে কোনও তৎপরতা দেখায় না। তাই এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে ফরাক্কা ব্লক ভূমি সংস্কার ও রাজস্ব দপ্তরের আধিকারিক তরুণ কুমার দাস, BDO আবুল আলা মাবুদ আনসার ও IC উদয়শংকর ঘোষকে লিখিত অভিযোগ জমা দিলেন বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বলা মণ্ডল। এই অভিযোগ পাওয়ার পরই কার্যত নড়েচড়ে বসে ভূমি সংস্কার ও রাজস্ব দপ্তর। বর্তমানে বিষয়টি কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ফরাক্কার ফিডার ক্যানেলের পশ্চিমপাড়ের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে। উজ্জ্বলা মণ্ডলের অভিযোগ, কিছুদিন থেকে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে আর্থ মুভিং মেশিন দিয়ে বিঘা বিঘা জমি নষ্ট করা হচ্ছে। তারপর মাটি কেটে অন্যত্র পাচার করা হচ্ছে। পঞ্চায়

খুব শীঘ্রই বাজার কাঁপাতে আসছে 'কন্যাশ্রী কলম', নাম রেখেছেন মুখ্যমন্ত্রী নিজেই

Image
পরিবেশ বান্ধব কলম তৈরি করছেন বাংলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পুরুলিয়ার একদল মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাগজ দিয়ে পরিবেশ বান্ধব পেন তৈরি করেছেন। গত মঙ্গলবার পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে জেলায় গেলে সেখানেই তাঁকে এই কলম উপহার দেওয়া হয়। এমন প্রকল্প দেখে দারুণ খুশি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেন হাতে খুশি মুখ্যমন্ত্রী তার নাম দেন 'কন্যাশ্রী কলম'। এই ধরনের পেনে প্লাস্টিকের ব্যবহার একেবারে নামমাত্র। রাজ্য সরকার চাইছেও ধীরে ধীরে প্লাস্টিকের ব্যবহার একেবারে কমিয়ে দিতে। সেই উদ্দেশ্য এই ধরনের উদ্যোগ সফল করবে বলে মনে করা হচ্ছে। পেনটির দাম রাখা হয়েছে ৫ টাকা। পেনের রিফিল প্লাস্টিকের হলেও বাকীটা রঙবেরঙের কাগজ দিয়ে তৈরি। দেখতেও দারুণ সুন্দর। প্লাস্টিকের পেনের মতোই চুটিয়ে ব্যবহার করা যাবে পেনটি। তবে তা পরিবেশ বান্ধব হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, পেনের ভিতরে পলাশ বা সিমূল গাছের বীজ ভরা থাকবে। ফলে ব্যবহারের পর ছুড়ে ফেলে দিলে তা থেকে গাছ বের হবে। ফলে একইসঙ্গে বনসৃজনও করা যাবে।

বিচারক লোয়ার মৃত্যু মামলা না শুনতে চেয়ে পিছোলেন তিন বিচারপতি, ঘনীভূত রহস্য

Image
২০১৪ সালের ১ ডিসেম্বর প্রয়াত হওয়া বিচারক বিএইচ লোয়ার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় মামলা হয়েছে। একপক্ষ বলছে লোয়াকে খুন করা হয়েছে। কারণ তিনি সোহরাবউদ্দিনের বিতর্কিত মামলা শুনছিলেন। তিনি প্রয়াত হওয়ার পরই এই মামলায় অভিযুক্ত বিজেপি নেতা অমিত শাহকে বেকসুর খালাস করা হয়। আবার একটি রিপোর্ট বলছে, একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে লোয়ার মৃত্যু হয়েছে। ঘটনা যাই হোক, বম্বে হাইকোর্টের তিনজন বিচারক লোয়া মামলা না শুনতে চেয়ে পিছিয়ে গিয়েছেন। মামলা ছিল লোয়াকে বিষ দিয়ে মারা হয়েছে সেই আবেদন করে। সেখানে দাবি করা হয় রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ ব্যবহার করে লোয়াকে মেরে ফেলা হয়েছে। তবে এই মামলা থেকে পিছিয়ে গিয়েছেন বিচারপতি এসবি সুকরে, এসএম মোদক ও স্বপ্না জোশী। সুকরে মনে করছেন লোয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মরেছেন। মোদক ঘটনার সময় লোয়ার সঙ্গে ছিলেন বলে মামলা থেকে সরে গিয়েছেন। সেই দাবিও মানা যায়। তবে বিচারপতি জোশী কেন সরলেন তার কারণ স্পষ্ট নয়। আর তাতেই ঘনীভূত হচ্ছে রহস্য। এর আগে সুপ্রিম কোর্টেও বিচারক লোয়ার মৃত্যু নিয়ে শুনানি চলেছে। তবে সেখানেও স্বাভাবিক মৃত্যুর কথাই বলা হয়েছে। নতুন করে হওয়া এই মামলায় কেন বিচার

‘অযোধ্যা নয়, চাই কৃষিঋণ মকুব’, সংসদ মার্গ অভিযানে দিল্লিতে হাজির হাজার হাজার কৃষক

Image
কৃষকদের সংসদভবন অভিযান ঘিরে ক্রমশ পারদ চড়ছে রাজধানীতে। শুক্রবার রামলীলা ময়দান থেকে হাজার হাজার কৃষক মিছিল করে যাবেন সংসদভবন পর্যন্ত। আন্দোলনে সামিল বাম সহ দুশো কৃষক সংগঠন। বৃহসস্পতিবারই রাজধানীতে এসে হাজির হয়েছেন কয়েক হাজার কৃষক। রাজধানীর পাঁচ দিক থেকে তাঁরা লামলীলা ময়দানে ঢুকেছেন। কয়েক হাজার কৃষক আশ্রয় নিয়েছেন দিল্লির বহু গুরুদ্বারে। কৃষকরা এসেছেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও গুজরাট থেকে। আজ তারা সংসদভবনের দিকে মিছিল করে যাবেন। তাঁদের ঠেকাতে মেতায়েন করা হয়েছে ৩,৫০০ পুলিস। কী দাবি কৃষকদের? কিষাণ মুক্তি মার্চে অংশগ্রহণকারী দেশের প্রায় দুশো কৃষক চাইছেন তাঁদের কৃষিঋণ মকুব করা হোক, ফসলের ন্যায্যমূল্য বাড়ানো হোক। কমপক্ষে উত্পাদন খরচেন দেড়গুণ দাম দেওয়া হোক। তাঁদের মুখে স্লোগান, জয় জওয়ান, জয় কিষাণ, অযোধ্যা নয় ঋণ মকুব করতে হবে। কৃষকরা চাইছেন তাঁদের সমস্যা নিয়ে সংসদে ২১ দিনের বিশেষ অধিবেশন ডাকা হোক। বিক্ষোভকারী কৃষকদের এক ছাতার তলায় এনেছে অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার রাতে হাজার হাজার কৃষক কাটিয়েছেন রামলীলা ময়দানের তাঁবু

দাউদ, হাফিজ সইদের পাপের দায় নিতে অস্বীকার ইমরানের

Image
ইসলামাবাদ : সন্ত্রাসে মদতদাতা রাষ্ট্র হিসেবেই দুনিয়ার কাছে পরিচিত পাকিস্তান। সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে অধিকাংশ সাহায্যও আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তকমা থেকে চোখ ঘোরাতে নতুন কৌশল নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টেলিভিশন সাক্ষাৎকারে ইমরান বুঝিয়ে দিয়েছেন, দাউদ ইব্রাহিম বা হাফিজ সইদের মতো ভারতের 'মোস্ট ওয়ান্টেড'দের জন্য তাঁকে শুধু শুধু কাঠগড়ায় দাঁড় করাচ্ছে নয়াদিল্লি। সেই সঙ্গে ইমরানের কৌশলী মন্তব্য, অতীতের পাপের দায় তাঁর নয়। তাঁর ক্রিকেট মস্তিষ্ক নিয়ে কোনওদিন প্রশ্ন উঠেনি। রাজনীতির ময়দানে সেই ২২ গজের বুদ্ধিই এখন কাজে লাগাতে চাইছেন ইমরান খান। তিনি জানেন, দুনিয়ার কাছে নিজেদের হারানো মর্যাদা ফেরাতে গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক জরুরি। তাই ভারতের সঙ্গে আলোচনার রাস্তা খুলতে মরিয়া হয়ে পড়েছেন ইমরান। সেই কারণে দাউদ ইব্রাহিম বা হাফিজ সইদের দায় ঝেড়ে ফেলছেন। আবার আলোচনার টেবিলে কাশ্মীর সমস্যার সমাধানের কথাও বলছেন। দাউদ ইব্রাহিম ও হাফিজ সইদ। একজন ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলার মূল চক্রী। আর অন্যজন ২০০৮ সালের মুম্বই হামলার প্রধান অভিযুক্ত। ভারত

৯৫৭ ফুড ইন্সপেক্টর পদে পরীক্ষা দেবেন ১১ লক্ষ

Image
কলকাতা: রাজ্যের খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদে ৯৫৭ জন কর্মী নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঠিক হল। পরীক্ষার আয়োজক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বুধবার রাতে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২৭ জানুয়ারি রাজ্যব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক। সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা ছিল চলতি বছরের ১ জানুয়ারি অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। তফসিলি জাতি ও উপজাতিদের জন্য অতিরিক্ত পাঁচ বছর ছাড় এবং ওবিসিদের জন্য তিন বছর ছাড় দেওয়া হয়েছে। পিএসসি'র কাছে এই পদের জন্য ১১ লক্ষ ৬ হাজার ৩৪৭ আবেদন জমা পড়েছে। লিখিত পরীক্ষা নেওয়ার জন্য গোটা রাজ্যে তিন হাজারের বেশি পরীক্ষাকেন্দ্র বেছেছে পিএসসি। দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এমসিকিউ ধাঁচে উত্তর দিতে হবে। এই পরীক্ষায় যাঁরা সফল হবেন, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তাতে উত্তীর্ণ হলে মিলবে চাকরি। পিএসসি'র চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত বলেন, গত ২২ আগস্ট ফুড ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম। আবেদনের শেষ দিন ছিল ১৯ সেপ্টেম্বর। তার মধ্যে থেকে ১১ লক্ষের

এক নজরে জিও এয়ারটেল ও ভোডাফোনের দিনে 2GB ডাটার প্ল্যানগুলি

Image
ভারতে রোজই ডাটা ব্যবহার বেড়ে চলেছে। তাই আরও বেশি ডাটা সহ নয়মিত নতুন প্ল্যান বাজারে আসছে। এক সমীক্ষায় জানা গিয়েছে ও০২৩ সালে ডাটা ব্যবহার প্রায় পাঁচ গুণ বেড়ে যাবে। কয়েক মাস আগেও দিনে 1GB ডাটা যথেষ্ট হলেও এখন আর 1GB ডাটা তে কাজ মিটছে না অনেকের। তাই বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি দিনে 2GB ডাটার প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এক নজরে জিও, এয়ারটেল, ভোডাফোনের দিনে 2GB ডাটার প্ল্যান গুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক। জিওর 2GB প্ল্যান জিও ১৯৮ টাকা প্ল্যান জিও ১৯৮ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। জিও ৩৯৮ টাকা প্ল্যান জিও ৩৯৮ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৭০ দিন। জিও ৪৪৮ টাকা প্ল্যান জিও ৪৪৮ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। জিও ৪৯৮ টাকা প্ল্যান জিও ৪৯৮ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৯১ দিন। এয়ারটেলের 2GB প্ল্যান এয়ারটেল ২৫

দুষ্টুমির শাস্তি, বছর চারেকের শিশুর হাত মচকে দিলেন শিক্ষিকা!

Image
বর্ধমান: অমানবিক! নার্সারি স্কুলের এক পড়ুয়ার হাত মুচড়ে দিলেন শিক্ষিকা! কাঠগড়ায় বর্ধমান শহরের নামী একটি বেসরকারি স্কুল। বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। অভিযুক্ত শিক্ষিকাকে আপাতত স্কুলে না আসার নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।  বর্ধমান শহরের যে বেসরকারি নার্সারি স্কুলে এমন অমানবিক ঘটনা ঘটেছে, সেই স্কুলের যথেষ্ট নামডাক রয়েছে। শুধু বর্ধমানেই নয়, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই স্কুলটির শাখা রয়েছে। ছেলেমেয়েদের ওই স্কুলটিতে ভরতি করার জন্য মুখিয়ে থাকেন অভিভাবকরা। পড়ানোর খরচও কম নয়। জানা গিয়েছে, বর্ধমান শহরে ওই স্কুলের নার্সারি বিভাগের ছাত্রী বছর চারেকের শিশুটি। পরিবারের লোকেদের অভিযোগ, ক্লাসে সামান্য দুষ্টুমি করলেই তাকে বেধড়ক মারধর করতেন দেবলীনা সাহা নামে এক শিক্ষিকা। এমনকী, মারধরের কথা বাড়িতে বললে স্কুলে আটকে রাখার হুমকি দিতেন তিনি। কিন্তু, শেষপর্যন্ত ঘটনাটি আর চাপা রইল না। বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে মেয়েকে কান্নাকাটি করতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকেরা। কারণ জিজ্ঞেস করায় শিশুটি বলে, স্কুলে মেম তার হাত মচকে

শীতের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

Image
শ্রীনগর: শীত উপলক্ষ্যে এক বা দুই সপ্তাহ নয়, টানা তিন মাস ছুটি ঘোষণা করল জম্মু-কাশ্মীর সরকার৷ বৃহস্পতিবার কাশ্মীর ডিভিশনের স্কুলগুলিতে, এবং রাজ্যের উইন্টার জোনে যে স্কুলগুলি রয়েছে সেগুলিরও চুটির কথা ঘোষমা করে সরকার৷ এই ছুটি উপলক্ষ্যে একটি অর্ডারও বের করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট৷ সেই অর্ডার অনুযায়ী, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা ৬ ডিসেম্বর থেকে ২০১৯-এর ৩ মার্চ পর্যন্ত ছুটি পাবে৷ অন্যদিকে, নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ১৭ ডিসেম্বর থেকে ২০১৯-এর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই শীতের ছুটি উপভোগ করতে পারবে৷ তবে কোনও পরীক্ষা থাকলে সেই পরীক্ষার পরেই আধিকারিকরা এই উইন্টার ব্রেক নিতে পারবে৷ তবে বেশ কিছু ট্রেনিং প্রোগ্রামেও অংশগ্রহণ করতে হবে এই আধিকারিকদের৷ তবে পরের বছর ২৩ ফেব্রুয়ারি স্কুল খোলার আগের দিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি আধিকারিকদের স্কুলে উপস্থিত হয়ে স্কুলের পরিস্থতি তদারকি করে নিতে হবে৷

চিনে জলের তলায় ছুটবে এই বুলেট ট্রেন !

Image
বেজিং: দেশে প্রথম আন্ডারওয়াটার বুলেট ট্রেন তৈরির প্রোজেক্টে অনুমতি দিল চিনা সরকার৷ বৃহস্পতিবার সংবাদ সূত্রে জানা যায়, সাংহাইয়ের দক্ষিণে পোর্ট সিটি নিংবোর সঙ্গে ঝাউসানকে যুক্ত করবে৷ প্রস্তাবিত এই আন্ডারওয়াটার টানেল ৭৭ কিলোমিটার ইয়ং-ঝাউ রেলওয়ে প্ল্যানের একটি অংশ যা পর্যটনকেও উৎসাহিত করবে বলে আসা করা হচ্ছে৷ ২০০৫ সালে এই পরিকল্পনার কথা প্রথম জানানো হয়েছিল৷ নভেম্বরে বেজিং তাতে অনুমতি দিল৷ ৭৭ কিলোমিটারের এই রাস্তায় প্রায় ৭০.৯২ কিমি ট্র্যাক নতুন তৈরি করা হয়েছে, যার মধ্যে ১৬.২ কিমি আন্ডারসি সেকশন রয়েছে৷ মাত্র ৮০ মিনিটেই পর্যটকদের হ্যাংঝাউ থেকে ঝাউসান নিয়ে যাবে এই বুলেট ট্রেনটি৷ বর্তমানে এই রাস্তা বাসে যেতে সময় লাগে প্রায় ৪.৫ ঘন্টা এবং প্রাইভেট গাড়িতে ২.৫ঘন্টা৷ সমগ্র রাস্তায় সাতটি স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে৷ ২০১৯-এই এই প্রোজেক্ট শুরু হওয়ার কথা যা শেষ হতে হতে ২০২৫ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে৷

ভারতে বন্ধ বিশ্বের সবচেয়ে বড় পর্নোগ্রাফি সাইট, কোন আশঙ্কার কথা বলছেন সংস্থার সিইও

Image
কানাডাস্থিত প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি পর্ন সাইট পর্ন হাব বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে। এটি ইন্টারনেটের হিসাবে বিশ্বের সবচেয়ে বড় পর্ন সাইট। ভারত সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সংস্থাটি। পর্ন হাবের ভাইস প্রেসিডেন্ট কোরি প্রাইস বলছেন, এই ধরনের সিদ্ধান্ত ভারতের জনগণেরই ক্ষতি করবে। তাঁর কথায়, এর ফলে ঝুঁকিপূর্ণ পর্ন ওয়েবসাইটের দিকে মানুষের নজর যাবে। সেখানে অনেক বেআইনি কনটেন্ট থাকে। সেগুলি মানুষ দেখতে চাইবে। ঘটনা হল, অক্টোবর মাসে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে নির্দেশ দিয়ে ৮২৭টি পর্ন ওয়েবসাইট বন্ধ করে দেয়। এক্ষেত্রে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশ মানতে বলা হয়েছিল। এই প্রসঙ্গে পর্ন হাবের ভাইস প্রেসিডেন্ট বলেন, ভারতে গোপনে পর্ন দেখা কোনও অপরাধ নয়। ভারত সরকারের সঙ্গে আমরা কাজ করতে চাই। কোনও সমস্যা থাকলে তাও সমাধান করতে চাই। টেলিকম দুনিয়ায় জিও যেমন বহু পর্ন ওয়েবসাইট দেখানো বন্ধ করে দিয়েছে। জিও ব্যবহারকারীরা সিংহভাগ পর্ন ওয়েবসাইট দেখতে পান না। এমনকী ভোডাফোন, এয়ারটেলের মতো সংস্থাও একই পথে হেঁটেছে। প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর উত্তরাখণ্ড হাইকোর্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে

মাকে দাহ করে এসে মৃত্যু ছেলেরও

Image
চৌধুরীপাড়ায় চন্দনের চোলাইয়ের ঠেক থেকে মদ কিনে খেয়েছিলেন মা আর ছেলে দু'জনেই। একটু আগে-পরে। আগে মারা গেলেন মা। তত ক্ষণে বিষমদ ছোবল বসিয়েছে ছেলের শরীরেও। তবু হাসপাতালে না গিয়ে মায়ের মৃতদেহ দাহ করতে গিয়েছিলেন তিনি। তার পর পেটের যন্ত্রণা আর জ্বালায় জ্ঞান হারান। বৃহস্পতিবার দুপুরে মারা গেলেন ছেলেও।  চৌধুরীপাড়াতেই অনেক দিনের বাস ভালোয়া মাহাতো ও তাঁর ছেলে কৃষ্ণের। আনাজ বিক্রেতা ভালোয়ার স্বামী মারা গিয়েছেন। আছেন আর এক ছেলে গোলাপচাঁদ এবং মেয়ে সোনা। বড় ছেলে কৃষ্ণ অন্যের জমিতে জনমজুরি করতেন। স্ত্রী আশা মাহাতো, তিন বছরের মেয়ে নন্দিনী আর পাঁচ মাসের ছেলে কানহাইয়াকে নিয়ে সংসার। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার চন্দনের ঠেক থেকে চোলাই কিনেছিলেন ভালোয়া। বুধবার ভোরে আনাজ নিয়ে বালি বাজার যাওয়ার আগে সেই চোলাই খান। তার পর ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়।  জানা গিয়েছে, কৃষ্ণও অধিকাংশ দিন সন্ধ্যার পরে চন্দনের ঠেকে যেতেন। মঙ্গলবারও কয়েক জন বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন। বুধবার সকালে মায়ের মৃত্যুসংবাদ আসে। তখনই চন্দনের ঠেকে গিয়ে চোলাই খাও

মৃত্যুফাঁদ মিথাইল অ্যালকোহলেই

Image
জালে: শান্তিপুর বিষমদ কাণ্ডে ধৃত জয়দেব সাঁতরা এবং গুচিয়া মাহাতোকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার। কমেছে ভাটিখানার সংখ্যা। তাই 'র' স্পিরিট বা ইথাইল অ্যালকোহলে জল মিশিয়ে তৈরি হচ্ছে চোলাইয়ের বিকল্প। শান্তিপুর বিষমদ কাণ্ডে অভিযোগের আঙুল উঠেছে এই 'বিকল্প' মদের দিকেই। কিন্তু গোটা রাজ্যে, এমনকি দেশের বিভিন্ন প্রান্তে 'বিকল্প' মদের ব্যবসা চললেও আচমকা এই মৃত্যুর কারণ কী? আবগারি দফতর সূত্রের খবর, ইথাইল অ্যালকোহলে জল মিশিয়ে তৈরি মদে নেশা তেমন জমে না। সিদ্ধির নেশা জমাতে অনেকে তামার পয়সা ঘষে নেন, তেমনই নেশা জমাতে মিথাইল অ্যালকোহল মেশানো হচ্ছে 'বিকল্প' মদে। রং, কাঠের পালিশ তৈরির কাজে ব্যবহৃত এই মিথাইল অ্যালকোহল দেহে বিষের কাজ করে। পরিমাণ একটু বেশি হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। দফতরের কর্তাদের একাংশের অনুমান, শান্তিপুরে সেটাই হয়েছে।  কেন কমেছে ভাটিখানার সংখ্যা? আবগারি সূত্রের খবর, চোলাই মূলত গুড় থেকেই তৈরি হয়। কিন্তু গুড়ের দাম বাড়ায় তা থেকে চোলাই বানানো লাভজনক হচ্ছে না। গুড়ের বিকল্প হিসেবে চালের গুঁড়ো ব্যবহার করা যায়। তবে চোলাই তৈরির সেই পদ্ধতি তুলনায় জটিল।

‘মদ ঠিকই আছে, এই তো খাচ্ছি’, বিষ মদে মৃত্যু দোকানদার চন্দনেরও

Image
স্বজন হারানোর কান্না। চৌধুরীপাড়ায় চন্দন ওরফে গুলবার মাহাতোর চোলাইয়ের ঠেকে তাঁরা নিয়মিত খদ্দের। মঙ্গলবার দু'-এক চুমুক মেরেই কেমন সন্দেহ হয়েছিল তাঁদের। বলেছিলেন,  'কিছু গোলমাল আছে। স্বাদটা যেন অন্য রকম, কেমন অস্বস্তি হচ্ছে।' পাত্তা দেননি চন্দন। জোর দিয়ে বলেছিলেন, 'গোলমাল হতেই পারে না। খুব ভাল জায়গা থেকে সাপ্লাই আসে।' তবু দু'-এক জন গাঁইগুঁই করতে থাকায় নিজেই ঢকঢক করে চোলাই গলায় ঢেলে বলেন— 'দেখ, আমিও তো খাচ্ছি। মাল ঠিকই আছে।'  বুধবার রাতে কল্যাণীর জেএনএম হাসপাতালে মারা গিয়েছেন চন্দন। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি বলরাম মাহাতো জানালেন, সে দিন শুরুতে চোলাই খাননি চন্দন। অন্যদের অাশ্বস্ত করতেই খেতে শুরু করেন। চন্দনের ভাই লক্ষ্মীও বুধবার রাতেই মারা গিয়েছেন কল্যাণীর হাসপাতালে।  বিষমদের জেরে মৃত্যুমিছিল বৃহস্পতিবারেও থামেনি। এ দিন সকালে কৃষ্ণনগরে শক্তিনগর জেলা হাসপাতালে কৃষ্ণ মাহাতো (২৮) এবং গঙ্গাধর মাহাতোর (৩০) মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা এই নিয়ে দাঁড়াল ১২। রাত পর্যন্ত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি ২৮ জন। আজ, শুক্রবার মন্ত্রী তথা তৃণমূলের নদিয়