এক নজরে জিও এয়ারটেল ও ভোডাফোনের দিনে 2GB ডাটার প্ল্যানগুলি


ভারতে রোজই ডাটা ব্যবহার বেড়ে চলেছে। তাই আরও বেশি ডাটা সহ নয়মিত নতুন প্ল্যান বাজারে আসছে। এক সমীক্ষায় জানা গিয়েছে ও০২৩ সালে ডাটা ব্যবহার প্রায় পাঁচ গুণ বেড়ে যাবে। কয়েক মাস আগেও দিনে 1GB ডাটা যথেষ্ট হলেও এখন আর 1GB ডাটা তে কাজ মিটছে না অনেকের। তাই বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি দিনে 2GB ডাটার প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এক নজরে জিও, এয়ারটেল, ভোডাফোনের দিনে 2GB ডাটার প্ল্যান গুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক।


জিওর 2GB প্ল্যান

জিও ১৯৮ টাকা প্ল্যান
জিও ১৯৮ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

জিও ৩৯৮ টাকা প্ল্যান
জিও ৩৯৮ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৭০ দিন।

জিও ৪৪৮ টাকা প্ল্যান
জিও ৪৪৮ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।

জিও ৪৯৮ টাকা প্ল্যান
জিও ৪৯৮ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৯১ দিন।

এয়ারটেলের 2GB প্ল্যান

এয়ারটেল ২৫৯ টাকা প্ল্যান
এয়ারটেল ১৯৮ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS করা যাবে। দিল্লি সার্কেলে এই প্ল্যান ব্যবহার করা গিয়েছে।

এয়ারটেল ৪৯৯ টাকা প্ল্যান
এয়ারটেল ৪৯৯ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৭০ দিন।

ভোডাফোনের 2GB প্ল্যান

ভোডাফোনের ২৫৫ প্ল্যান
ভোডাফোন ২৫৫ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

ভোডাফোনের ৫১১ প্ল্যান
ভোডাফোন ৫১১ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।