Posts

Showing posts from February 3, 2019

দেউলিয়া পাকিস্তানকে বড় ঋণ দিচ্ছে ‘বন্ধু’ চিন

Image
সন্ত্রাসের প্রশ্নে মুখ ফিরিয়েছে আমেরিকা। বন্ধ হয়েছে প্রায় সমস্ত সামরিক সাহায্য। তাতে কী? নতুন পাকিস্তানের নতুন বন্ধু হয়েছে চিন। আরও গভীর হচ্ছে সেই বন্ধুত্ব। ঋণজর্জরিত দেশের কোষাগারে অক্সিজেন জোগাতে মোটা অঙ্কের সাহায্যের হাতও বাড়িয়ে দিল বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি। সূত্রের খবর, ইমরান খানের পাকিস্তানকে আড়াইশো কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে শি জিনপিংয়ের চিন। পাকিস্তানের কুর্সিতে ইমরান খানের অভিষেক হওয়ার পর জাতীয় ভাঁড়ারে নজর পড়েছে। দেখা গিয়েছে, বৈদেশিক মুদ্রার সঞ্চয় প্রায় তলানিতে। এই মুহূর্তে হাতে যা আছে, তাতে টেনেটুনে দুটো মাস চলবে। এই পরিস্থিতি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্বব্যাংক, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক – কেউই পাকিস্তানকে সাহায্য করতে রাজি নয়। এই পরিস্থিতি অবশ্য একদিনে হয়নি। প্রায় পাঁচ, ছ'বছর ধরে পাকিস্তানের কোষাগারের এমন হতশ্রী দশা। সামরিক খাতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাহায্য মিলছিল। সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করতে। কিন্তু জঙ্গি অধ্যুষিত এলাকার কোনও উন্নতি তো হয়ইনি, সক্রিয়তা বেড়েছে জঙ্গিদের। সেসব দেখেই ধাপে ধাপে সামরিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা। এমনই চরম মুহূর্তে পাক

দৃষ্টিহীন ছেলেকে খেলার বিবরণ শোনাচ্ছেন মা, নেটদুনিয়ার মন জিতছে ভিডিও

Image
এ ছবি কথা বলছে। একটি ছবিতেই বর্ণিত হচ্ছে ছেলের প্রতি মায়ের ভালবাসা। বর্ণিত হচ্ছে খেলার প্রতি এক বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুর অবারিত আকর্ষণ। মা-ছেলের এই ভালবাসার ছবি মন জয় করছে নেটদুনিয়ার। কী আছে এই ছবিতে? একটা ফুটবল স্টেডিয়াম। খেলা দেখতে এসেছে অন্ধ একটি শিশু। সঙ্গে রয়েছেন তার মা। ছেলে চোখে দেখতে পায় না। তাতে কী? ছেলে যাতে ম্যাচের একটি মুহূর্তও মিস না করে, তা নিশ্চিত করতে পুঙ্খানুপুঙ্খ ধারা বিবরণী দিচ্ছেন মা। অন্ধ ছেলের প্রতি মায়ের এই স্নেহ, ভালবাসা এখন ভাইরাল । ছবিটি ব্রাজিলের এক মহিলা ও তাঁর ছেলের। মহিলার নাম সিলভিয়া গ্রেকো। তাঁর ছেলে নিকোলাস দৃষ্টিহীন, অটিজমে আক্রান্ত। কিন্তু সেসব যে আদৌ কোনও প্রতিবন্ধকতা নয়। কোনও প্রতিবন্ধকতায় যে জীবনকে উপভোগ করার পথে বাঁধা হয়ে উঠতে পারে না, তা বুঝিয়ে দিল এই মা-ছেলে। এই ছবিটি গ্রেকো নিজেই টুইট করেছেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ফুটবল ম্যাচে তিনি ও তাঁর ছেলে গ্যালারিতে বসে রয়েছেন। ছেলেটি সাও পাওলোর পামেরাস দলকে সমর্থন করছে। এবং ছেলেটি দৃষ্টিহীন হওয়ায় গোটা ম্যাচের ধারাবিবরণী দিয়ে যাচ্ছেন তার মা। ভিডিওটি পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে যায়। একের পর এক রিটু

কলকাতার পুলিশ কমিশনারের বাংলোয় সিবিআই আধিকারিকরা

Image
রাজীব কুমারের সরকারি বাসভবনে গেলেন সিবিআই আধিকারিকরা।  সিবিআই বনাম কলকাতা পুলিশ সংঘাত চরমে। কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই আধিকারিকদের ঢুকতে বাধা দিলেন পুলিশ কর্মীরা। রবিবার সন্ধ্যা ছ'টা নাগাদ সিবিআই আধিকারিকদের একটি দল কলকাতা কমিশনারের লাউডন স্ট্রিটের সরকারি বাসভবনে যান। সেখানে সিবিআই-এর আধিকারিকরা ঢুকতে গেলে কলকাতা পুলিশের আধিকারিকরা তাঁদের বাধা দেন। আগাম না জানিয়ে কমিশনারের বাড়িতে ঢোকা যায় না বলে জানান পুলিশ আধিকারিকরা। সেখানে ছিলেন অতিরিক্ত উপ-নগরপাল অপরাজিতা রাই। তাঁর সঙ্গেই বচসা চলে। সিবিআই আধিকারিকরা এই গোটা ঘটনা তাঁরা ক্যামেরাবন্দি করেন। সিবিআই কর্তারা দাবি করেছেন, কলকাতা পুলিশকে তাঁরা আগাম জানিয়েই গিয়েছিলেন কমিশনারের বাড়িতে।

৫ লক্ষ সুইমিং পুল ভরিয়ে দেওয়ার জল আছে কাছেপিঠের গ্রহাণুতে!

Image
এই সৌরমণ্ডলে আমাদের ঘরের কাছেই জল আর খনিজ পদার্থের অফুরন্ত ভাণ্ডারের খবর দিলেন বিজ্ঞানীরা। এই প্রথম তাঁরা হিসেব কষে দেখালেন, যে পরিমাণে জল রয়েছে আমাদের ঘাড়ে কার্যত নিশ্বাস ফেলা গ্রহাণুদের  মধ্যে, তা দিয়ে অলিম্পিকের প্রায় দেড় থেকে পাঁচ লক্ষ সুইমিং পুল ভরিয়ে দেওয়া যাবে। তাঁরা জানিয়েছেন, আমাদের আশপাশেই রয়েছে অফুরন্ত জলে ভরা এমন সর্বাধিক ৮০টি গ্রহাণু। খুব কম হলেও সেই সংখ্যাটা কিছুতেই নেমে যাবে না ২৬-এর তলায়। চাঁদ থেকে জল আনার চেয়ে অনেক সহজে জল নিয়ে আসা যাবে ওই গ্রহাণুগুলো থেকে। গবেষণাপত্রটি বেরিয়েছে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল 'জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ'-এর ৬ ডিসেম্বর সংখ্যায়। গবেষণা এও জানিয়েছে, চাঁদের থেকেও সহজে পৌঁছে যাওয়া যায়, জলে ভরা এমন ৩৫০টি থেকে ১ হাজার ৫০টি গ্রহাণু রয়েছে আমাদের আশপাশেই। যাদের বলা হয় 'নিয়ার-আর্থ অবজেক্ট' বা 'এনইও'। মূল গবেষক জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্স রিসার্চ ল্যাবরেটরির অধ্যাপক অ্যান্ড্রু রিভকিন গবেষণাপত্রে লিখেছেন, ওই গ্রহাণুগুলোতে যে পরিমাণে খনিজ পদার্থ রয়েছে তা থেকে প্রচুর পরিম

বাজেটে হতাশ শিক্ষামহল, ফি বাড়ারও আশঙ্কা প্রবল

Image
তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নানা বিষয়ে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তাঁর ভাষণ শোনাতে টিভি-রেডিয়োর ব্যবস্থা করতে হয় প্রতিষ্ঠান পরিচালকদের। এমনকী পরীক্ষায় বসার আগে কী ভাবে তৈরি হলে ছাত্রছাত্রীরা সহজেই সাফল্য পেতে পারে, তার উপায়ও বাতলে দেন তিনি। শুক্রবার কেন্দ্রীয় বাজেট পেশের সময় ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের যে কোনও ঘোষণায় বাঁ-হাতে দাপটের সঙ্গে সংসদে টেবিল চাপড়াতে দেখা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু সেই প্রধানমন্ত্রীর আমলেই শিক্ষা বাজেটে বরাদ্দ নামমাত্র বাড়ানো হয়েছে বলে অভিযোগ অর্থনীতিবিদদের। আইআইটি, আইআইএম, আইআইএসইআর, ইউজিসি এবং এআইসিটিই-র মতো প্রতিষ্ঠানে বরাদ্দ ছাঁটাইয়ের অভিযোগেও সরব তাঁরা। পীযূষের দাবি, ২০১৯-২০'র বাজেট প্রস্তাবে স্কুল ও উচ্চশিক্ষা খাতে ৯৩, ৮৪৭.৬৪ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। যা নাকি গত বাজেটের তুলনায় দশ শতাংশ বেশি। গত বছর শিক্ষা বাজেটে বরাদ্দ ছিল ৮৫, ০১০ কোটি টাকা। এ বার উচ্চশিক্ষায় ৩৭,৪৬১.০১ কোটি টাকা ও স্কুলশিক্ষায় ৫৬,৩৮৬.৬৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এ দিকে ঘটনা হল, মানবসম্পদ উন্নয়নমন্ত্রক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকন

ইজিপ্টে উদ্ধার শিশু–পশু সহ ৪০টি মমি

Image
ইজিপ্টের কবরস্থান থেকে উদ্ধার হল ৪০টি মমি। ওই মমিগুলি টলেমি যুগের বলে জানিয়েছেন দেশের পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রী। পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রী খালেদ এল–এনানি জানান, প্রাপ্তবয়স্ক, শিশু ও পশুদের মমিগুলি মাটিতে শোয়ানো অবস্থায় ছিল। মাটির ক্ষয়ে যাওয়া কফিনে করে ওই মমিগুলি ভূগর্ভে রাখা ছিল সযত্নে। তিনি বলেন, '‌মোট ৪০টি মমি উদ্ধার হয়েছে।'‌ পুরাতত্ত্ববিদ রামি রসমি বলেন, '‌১২টি শিশু ও ৬টি পশু সহ ৪০টি মমি উদ্ধার হয়েছে। এই মমিগুলির মধ্যে প্রাপ্তবয়স্ক মহিলা ও পুরুষরাও রয়েছে।'‌ ইজিপ্টে যখন এই মমি পদ্ধতি চালু হয়, তা সবচেয়ে বেশি দেখা গিয়েছিল টলেমির রাজত্বকালে। এরপর এই রাজত্ব সামলেছেন আলেকজান্দ্রার দ্য গ্রেট। ৩২৩ থেকে ৩০ খ্রীষ্ট জন্মের পর এই মমি প্রথা দেখা গিয়েছিল ইজিপ্টে। গত বছর ফেব্রুয়ারির শেষের দিকে উদ্ধার হয় এই মিনিয়া কবরস্থল। গবেষকদের অনুমান, এই মমিগুলি কোনও ছোট পরিবারের সদস্যদের। ৯ মিটার নীচে ভূগর্ভে দু'‌টি সমাধি উদ্ধার হয়েছে। মোট ছ'‌টি ঘরে এই দেহগুলি রাখা ছিল। সমাধি থেকে বেশ কিছু মাটির পাত্র ও প্যাপিরাসের টুকরো পাওয়া গিয়েছে। গবেষকরা এগুলি সংগ্রহ করে পরীক্ষা করে দেখবে এগুলি

হিরে রয়েছে এই বিশ্বাসে ১০০০ কেজির মূর্তি চুরি করল চোরেরা

Image
‌অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার এক শিবমন্দির থেকে ১০০০ কেজি নন্দীর মূর্তি চুরি যাওয়ার ঘটনায় পুলিস ১৫ জনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, গত ২৪ জানুয়ারি রাতে রামচন্দ্রপুরমের ৪০০ বছরের পুরনো অগাস্থিস্বরা স্বামীর মন্দির থেকে এই মূর্তি চুরি হয়েছিল। শনিবার পুলিস এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৫ জনকে গ্রেপ্তার করেছে। পুলিস যদিও মন্দির থেকে ৫০ কিমি দূরে ভাঙা নন্দীর মূর্তি উদ্ধার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা ওই নন্দীর মূর্তিতে হিরে রয়েছে এই বিশ্বাসে ওই ১০০০ কেজির মূর্তিটি চুরি করেছিল। তারা ওই মূর্তিটি নিয়ে একটি খালের ধারে যায় এবং মূর্তিটি ভাঙে। কিন্তু কোনও মূল্যবান পাথর খুঁজে পায়নি তারা। পুলিসের অনুমান, এই চুরির ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে। পুলিসের এক আধিকারিক জানিয়েছে, দল গঠন করে এই ঘটনার তদন্ত করা হচ্ছে। পুলিস স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অভিযুক্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে। কীভাবে ওই বিরাট মূর্তিটি চোরেরা নিয়ে গেল তা নিয়েও উঠছে প্রশ্ন। ওই মন্দিরে সি সি ক্যামেরা না থাকায় পুলিসের তদন্তে একটু সমস্যা হচ্ছে। 

‘‌‌যা বলি তা করে দেখাই’‌, জম্মু–কাশ্মীরে দাবি মোদির

Image
'‌আমরা যা বলি তা করে দেখাই।'‌ লোকসভা ভোটের আগে জম্মু–কাশ্মীরবাসীর মন পাওয়ার লক্ষ্যে রবিবার জম্মু, শ্রীনগর এবং লেহ্‌–তে একদিনের ঝটিকা সফরে গিয়ে এই দাবিই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সৌভাগ্য যোজনার আওতায় রাজ্যের ১০০ শতাংশ ঘরে বিদ্যুদয়নের প্রতিশ্রুতি দিয়ে লেহ্‌–এর ডাটাং গ্রামের কাছে ডাহ্‌ নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্প এবং ২২০ কিলোভোল্টের ট্রান্সমিশন সিস্টেমের উদ্‌ঘাটন করেন মোদি। ২০১৪ সাল এই দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি। উদ্বোধনের পর মোদি বলেন, '‌আমি সেই দুটি প্রকল্পের আজ উদ্বোধন করলাম যেগুলির ভিত্তিপ্রস্তর একদিন আমি স্থাপন করেছিলাম। সেসময়ই আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমিই আসব এই দুটি প্রকল্পের উদ্বোধনে। আগের যুগের গয়ংগচ্ছ মানসিকতা আর থাকবে না। আগামী পাঁচ বছরে এই সংস্কৃতিকে আমি পুরোপুরি উপড়ে ফেলব।' মোদি আরও বলেন, '‌লাদাখ স্বশাসিত পাহাড় উন্নয়ন পর্ষদ বা এলএএইচডিসি আইন পরিবর্তনের পর পর্ষদকে সেই অধিকার দেওয়া হয়েছে যাতে তারা লাদাখের উন্নয়নের নিজেরাই হাতের টাকা ব্যয় করতে পারবে। বিলাসপুর–মানালি–লেহ্‌ রেলপথ সম্পূর্ণ হয়ে গেলেই লেহ্‌–র উন্নয়ন এ

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী

Image
যুবককে কিডন্যাপ করে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার আইটি সংস্থার ছয় যুবতী। অভিযোগ, কয়েকদিন ধরে ওই কাঠমিস্ত্রী ছেলেটি মহিলার পিছু নিয়েছিল। তাঁকে উচিত শিক্ষা দিতেই এভাবে কিডন্যাপ করা হয়। একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন ওই মহিলা। তারপর কোথাও থেকে নম্বর জোগাড় করে ফোন করা শুরু করে। বারবার দেখা করার অনুরোধ করতে থাকে। ঘটনাটি সেকেন্দ্রাবাদের। ছেলেটির নাম ভি সাই কুমার। বয়স মাত্র ২৩ বছর। পেশায় কাঠমিস্ত্রী। মহিলা হায়দরাবাদের একটি বড় বহুজাতিক সংস্থায় কাজ করেন বলে জানা গিয়েছে। ওই মহিলাকে দেখে ভাল লেগে যায় সাই কুমারের। এরপর প্রত্যেকদিন অনুসরণ করতে থাকেন তিনি। কোনওভাবে ওই মহিলার ফোন নম্বরও জোগাড় করেন ওই যুবক। বারবার ওই মহিলাকে দেখা করার অনুরোধ করেন তিনি। দীর্ঘদিন এমন চলতে থাকায় মাথা ঠিক রাখতে পারেনি মহিলা। ছেলেটিকে উচিত শিক্ষা দিতে আরও পাঁচ বন্ধুর সঙ্গে পরিকল্পনা করেন। তারপর সেকেন্দ্রাবাদের একটি অচেনা জায়গায় ছেলেটিকে ডাকে ওই মহিলা। নিজের পাঁচ বন্ধুকে নিয়ে সেখানে হাজির হয়। ভাল লাগার দুর্বলতা কাজে লাগিয়ে চূড়ান্ত হেনস্থা করা হয় ওই যুবককে। খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গোপালপুরম এলাকার অ্যাসিস্টেন্ট পু

সুন্দরবনের জঙ্গলে স্বামীর দেহ আগলে রাতভর বসে থাকলেন স্ত্রী

Image
মৃত স্বামীকে বুকে আঁকড়ে রাতভর জঙ্গলে বসে স্ত্রী। সারারাত প্রবল ঠান্ডার মধ্যে আটকে পড়ে আছেন জনবিচ্ছিন্ন নির্জন দ্বীপে। চারিদিক থেকে ধেয়ে আসছে বাঘ-শুয়োর-সহ হাজারো পশু। এই ভাবে কিছুক্ষণ থাকতে থাকতে অবশেষে জ্ঞান হারান স্ত্রী নিজেও। দুই দিন পর উদ্ধার করা হল তাঁকে। গ্রামবাসী, ব্যাঘ্র প্রকল্পের কর্মী ও পুলিশের সহযোগিতায় ওই মহিলাকে ভরতি করা হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কোস্টাল থানার কুমিরমারী গ্রামে। জানা গিয়েছে, কুমিরমারী গ্রামের বাসিন্দা পরিতোষ মণ্ডল ও তাঁর স্ত্রী অনিমা কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনের বসিরহাট রেঞ্জের আড়বেঁশের জঙ্গলে। জঙ্গলে নেমে আসে অন্ধকার। নৌকা খাঁড়িতে রেখে জঙ্গলের মধ্যে কাঁকড়া ধরতে নামেন ওই দম্পতি। কিন্তু রাস্তা গুলিয়ে ফেলেন তাঁরা। দিনের আলো না ফুটলে নৌকায় ফেরা যে আর সম্ভব নয় তা বুঝতে পারেন দু'জনই। সারা দিন না খেয়ে আর শীতের মধ্যে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিতোষ। চোখের সামনে স্বামীকে মরতে দেখেও কিছুই করার ছিল না অনিমার। মৃত স্বামীকে কাঁধে নিয়ে রাতের অন্ধকারে বাঘের ভয়ে চলে আসেন একটি নদীর চড়ায়। সুন্দরবনের নদীর খাঁড়িতে তখন জোয়ার শুরু হয়

ডিইএলইডি পরীক্ষায় ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে বিক্ষোভ শিক্ষকদের

Image
ফের ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র। যার জেরে ৩ ফেব্রুয়ারি ডিইএলইডি-র পরীক্ষা নিয়ে ক্ষোভ ছড়াল বিভিন্ন কেন্দ্রে। ২০ ও ২১ ডিসেম্বর ডিইএলইডি-র ৫০৬ ও ৫০৭ নম্বর পেপারের পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু, প্রশ্ন ফাঁসের অভিযোগে চারদিন পরে সেই পরীক্ষা বাতিল করেছে ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইওএস। এই বাতিল পরীক্ষাই ৩ ফেব্রুয়ারি নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে। কিন্তু, এদিন সকালেও শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলা হয়। এই ঘটনায় জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ডিইএলইডি পরীক্ষায় প্রশিক্ষণ নেওয়া শিক্ষকরা বিক্ষোভও দেখান। ৩১ মার্চের মধ্য়ে রাজ্যের ১লক্ষ ৬৯ হাজার শিক্ষককে ডিইএলইডি পরীক্ষার শংসাপত্র জমা করতে হবে। নচেৎ এনসিটিই-র নির্দেশ অনুযায়ী অনিশ্চিত হতে পারে চাকরি। এই কারণে১ লক্ষ ৬৯ হাজার শিক্ষক অনলাইন-এ এনআইওএস-এর দ্বারা পরিচালিত ডিইএলইডি কোর্সে প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু, বারবার পরীক্ষা বাতিল হতে থাকলে তাঁরা বিপদে পড়বেন বলে দাবি করছেন শিক্ষক প্রশিক্ষণ নেওয়া বহু প্রাথমিক শিক্ষক। ৩ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেডের জেরে জেলায় জেলায় বাসের সংখ্যা কম। কারণ বাম কর্মী-সমর্থকদের নিয়ে একটা বি

বান্ধবীদের তুষারপাত দেখাতে কয়েক লাখ টাকার সুপার বাইক চুরি, রাজধানীতে গ্রেফতার ২

Image
বান্ধবীদের নিয়ে বাইকে চড়ে উত্তরাখণ্ডে তুষারপাত দেখতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেল রাজধানীর ২ তরুণের। উল্টে তারা এখন দিল্লি পুলিসের জালে। অভিযোগ, বিপুল দামের স্পোটর্স বাইক চুরির। শুক্রবার দিল্লির উত্তমনগরে ফাঁদ পেতে রবি সিং ভাদোরয়া(২৭) ও সুখবিন্দর সিংকে(২৩) ধরে ফেলে পুলিস। দিল্লি পুলিসের কমিশনার(দ্বারকা) অ্যান্টো অ্যালফোনসে সংবাদমাধ্যমে জানিয়েছেন ওই দুই যুবকের হেফাজত থেকে একাধিক চুরির বাইক উদ্ধার করা হয়েছে। জেরায় ওই দুই যুবক জানিয়েছে, বান্ধবীদের সঙ্গে প্রায়ই তারা রাজধানীর বাইরে ঘুরতে যেত। কিন্তু জমছিল না। তাই তারা ঠিক করে বাইকে চড়ে হিমাচলপ্রদেশ বা উত্তরাখণ্ডের কোনও একটি জায়গায় তুষারপাত দেখতে যাবে। ঠিক হয় বান্ধবীদের চমকে দেওয়ার জন্য সুপার বাইক জোগাড় করবে। এতে পাহাড়ী রাস্তায় যাওয়াও সুবিধে হবে। বিপুল দামের ওই বাইক জোগাড় করার রাস্তা কী! চুরি করার সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা। পুলিস জানিয়েছে, চুরি করা বাইক নিয়ে পাহাড় থেকে ঘুরে এসে তা বেচে দেবে বলে পরিকল্পনা করেছিল ওই দুই যুবক। শুধু তাই নয়, ওই দুই যুবকের নেশাই ছিল দামী বাইক চুরি করে তাতে বান্ধবীদের নিয়ে ঘুরে পরে তা বেচে দেওয়া। তাদের

সেনার হাতে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি ৭৩,০০০ অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল

Image
ভারতীয় সেনার হাতে আসছে আরও উন্নত হাতিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে অত্যাধুনিক রাইফেল। এনিয়ে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দিল প্রতিরক্ষামন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে সংবাদমাধ্যমের খবর, বহুদিন ধরেই ভারতীয় সেনার জন্য উন্নত রাইফেল কেনার প্রস্তাবটি পড়ে ছিল। শনিবার সেই প্রস্তাব পাস করে দিল মন্ত্রক। এবার যত দ্রুত সম্ভব ভারতীয় সেনার হাতে আসছে ৭৩,০০০ অ্যাসল্ট রাইফেল। জানা যাচ্ছে চিন-ভারত সীমান্তের ৩৬০০ কিলোমিটার এলাকার প্রহরায় ভারতীয় সেনার হাতে থাকবে সিগ স্যয়ার রাইফেল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের একাধিক দেশ এই রাইফেল ব্যবহার করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই চুক্তির সঙ্গে জড়িত এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই ওই চুক্তি হয়ে যাবে। চুক্তির এক বছরের মধ্যেই ওইসব রাইফেল সেনার হাতে এসে যাবে। শোনা যাচ্ছে ইনসাস রাইফেলের জায়গা নেবে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি ওই রাইফেল। উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে বিদেশ থেকে ৭ লাখ রাইফেল, ৪৪,০০০ হালকা মেশিনগান ও ৪৪,৬০০ কারবাইন কেনার প্রক্রিয়া শুরু করে প্রতিরক্ষা মন্ত্রক। বছর দেড়েক আগে সরকারি সংস্থা ইনশাপোর-এর তৈরি রাইফেল

সিন্ডিকেটের ভাগ না মেলায় ৯০ হাজার কোটির কেন্দ্রীয় প্রকল্পে বাধা মমতার: মোদী

Image
পূর্ব ভারতের উন্নতি চায় কেন্দ্র। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু রাজ্য সরকার বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দুর্গাপুরের জনসভায় এমন অভিযোগই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।       নরেন্দ্র মোদী দাবি করেন, পশ্চিমবাংলায় পরিকাঠামো সংক্রান্ত প্রায় ৯০ হাজার কোটি টাকার প্রকল্প আটকে রয়েছে। কয়েকটি প্রকল্প শুরু হলেও ঢিমেতালে চলছে। সড়ক, রেল, জলপরিবহণ, বিদ্যুত্, স্বাস্থ্যের মতো বিষয়ের সঙ্গে জড়িত এই প্রকল্পগুলি। কিন্তু কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করছে না রাজ্য সরকার।  কেন রাজ্য সরকার সহযোগিতা করছে না, তার ব্যাখ্যাও দিয়েছেন মোদী। তাঁর কথায়, ''যেখানে সিন্ডিকেটের ভাগ নেই, সেই সব প্রকল্পে হাত দেয় না তৃণমূল। উন্নয়নবিরোধী সরকার থাকলে উন্নয়ন গতি পাবে না। মানুষের স্বপ্নকে নতুন উড়ান দেওয়ার কাজ করছে কেন্দ্রীয় সরকার''।  আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যের অংশীদারি সত্ত্বেও প্রধানমন্ত্রী নিজের ছবি দিয়ে প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই এই প্রকল্প থেকে সরে এসেছে রাজ্য সরকার। নিজের ভাষণে সেই অধ্যায়ের উল্লেখ করে প্রধানমন্ত্রী দাবি করেন,

প্ল্যাকার্ড হাতে ভিক্ষা করছেন প্রাক্তন জওয়ান, টুইটারে সরব গম্ভীর

Image
সেনাবাহিনীর প্রতি বরাবরই শ্রদ্ধাশীল দেখা গিয়েছে ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে। সম্প্রতি দিল্লির রাস্তায় এক প্রাক্তন জওয়ানকে ভিক্ষা করতে দেখে, টুইটারে সরব হলেন প্রাক্তন এই ক্রিকেটার। টুইটারে গৌতম গম্ভীরের শেয়ার করা একটি পোস্টে দেখা যাচ্ছে এক বয়স্ক মানুষকে হাতে প্ল্যাকার্ড নিয়ে দিল্লির রাস্তায় ভিক্ষা করতে। সেই প্ল্যাকার্ডের থেকেই জানা যাচ্ছে যে পীতাম্বরম নামের ওই ব্যক্তি একজন প্রাক্তন সেনা জওয়ান। ১৯৬৫ এবং ১৯৭১ সালে দেশের হয়ে লড়াই করেছিলেন তিনি। এই ব্যক্তি যে প্রাক্তন সেনা জওয়ান তা তাঁর আইডেন্টিটি কার্ড দেখেও নিশ্চিত হওয়া যায় বলেও জানিয়েছেন গম্ভীর। এরপরই টুইটারে বিষয়টি সকলের সামনে নিয়ে আসেন গম্ভীর। সম্প্রতি ওই ব্যক্তি দুর্ঘটনায় পড়েছিলেন বলে জানা গিয়েছে। আর্থিক সমস্যার কারণে সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না তিনি। কোনও পদ্ধতিগত সমস্যার কারণে পাচ্ছেন না বাহিনী থেকে সাহায্যও। সেই কারণেই হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামতে হয়েছে তাঁকে। তারপরেই প্রশাসন এবং সেনাবাহিনীকে এই ব্যাপারে পদক্ষেপ করার জন্য অনুরোধ করে এই পোস্ট করেন গম্ভীর। এরপরেই সেনার মুখপাত্রের ত

পাকিস্তানে ফিরতে চান প্রাক্তন জঙ্গিদের স্ত্রীরা

Image
বিক্ষোভ: শ্রীনগরের প্রেস এনক্লেভে প্রাক্তন জঙ্গিদের পাকিস্তানি স্ত্রীরা। শনিবার। প্রাক্তন জঙ্গিদের পুনর্বাসনের নীতি ঘোষণা করেছিল ভারত সরকার। সেই নীতির সুবিধে পেতে স্বামীদের সঙ্গে পাক-অধিকৃত কাশ্মীর ছেড়ে জম্মু-কাশ্মীরে এসেছিলেন তাঁরা। এখন প্রাক্তন জঙ্গিদের স্ত্রীদের দাবি, তাঁরা পাকিস্তানি। তাই তাঁদের পাকিস্তানেই ফেরত পাঠানো হোক। এই বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের হস্তক্ষেপ চান ওই মহিলারা। আজ শ্রীনগরের প্রেস এনক্লেভে বিক্ষোভ দেখান অন্তত ৫০ জন প্রাক্তন জঙ্গির স্ত্রী। তাঁদের দাবি, ২০১০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার চাপে জঙ্গি পুনর্বাসন নীতি ঘোষণা করেছিল ভারত। তাতে বলা হয়েছিল, ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বেশ কিছু কাশ্মীরি যুবক পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন। তাঁদের মধ্যে যাঁরা জঙ্গি কার্যকলাপে যোগ দেননি তাঁরা জম্মু-কাশ্মীরে ফিরতে পারেন। ওই সব যুবক, তাঁদের স্ত্রী-সন্তান এবং তাঁদের উপরে নির্ভরশীল সকলের ভারতে আসার আবেদন বিবেচনা করে দেখা হবে। জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দার মর

প্রধানমন্ত্রীর কথায় ‘যন্ত্রণা ভুলে গেলাম’

Image
জখম বিজেপি কর্মী গৌতম সিংহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটআউট সরানোর প্রতিবাদ করতে গিয়ে 'মার' খেতে হয়েছে। কিন্তু তার পরে খোদ প্রধানমন্ত্রী তাঁর কথা শনিবারের জনসভায় উল্লেখ করায়, যন্ত্রণা 'ভ্যানিশ' গৌতম সিংহের। দুর্গাপুরের বেনাচিতির এই বিজেপি যুবকর্মী পরিবহণ ব্যবসায়ী। মোদী এ দিন যখন নেহরু স্টেডিয়ামের মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন, তখন ডান কপালে ও নাকে প্লাস্টার লাগানো বছর তিরিশের গৌতম ছিলেন মঞ্চের সামনেই। আচমকা তাঁর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''সামনে এক জনকে দেখছি, তাঁর মুখে ব্যান্ডেজ। নাকে চোট। কিন্তু 'হিম্মত' এটাই, তার পরেও তিনি এখানে দাঁড়িয়ে আছেন। পশ্চিমবঙ্গের প্রতিটি বিজেপি নেতা, কর্মীর এই তপস্যা বিফল হবে না।'' সেই সঙ্গে তাঁর সংযোজন: ''কাল রাতে যা হয়েছে, তা আমি জানি।'' গৌতমবাবুর দাবি, শুক্রবার রাতে দুর্গাপুর মহিলা কলেজ লাগোয়া এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি এবং বিজেপির কিছু নেতা-কর্মী। দেখেন, প্রধানমন্ত্রীর কাটআউট সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট টাঙাচ্ছেন ২৫-৩০ জন। গৌতমবাবুর অভিযোগ, ''ওঁদের বলি, মুখ্যমন্ত্রী

রাজীব কুমারকে প্রশ্ন করতে চায় সিবিআই

Image
সিবিআই রোজ ভ্যালি, সারদা কাণ্ডে কিছু 'হারানো নথি' বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে সংবাদ সংস্থা পিটিআই শনিবার রাতে দাবি করেছে। ওই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সিবিআই অফিসারদের তরফে তাদের জানানো হয়েছে, রাজীব কুমারকে একাধিক বার হাজিরার জন্য নোটিস পাঠানো হলেও তিনি আসেননি। 'সর্বশেষ উপায়' হিসেবে গ্রেফতারির মতো চূড়ান্ত পদক্ষেপের সংস্থান আছে বলেও ওই অফিসারেরা পিটিআইকে জানিয়েছেন। সংবাদ সংস্থার তরফে সিপি-র মোবাইলে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। সিপির অফিস থেকে সংবাদ সংস্থাকে বাড়ির যে নম্বর দেওয়া হয়েছিল, তাতেও যোগাযোগ করা যায়নি। রাজ্য প্রশাসনের তরফে এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাওয়া হয়নি। তবে প্রশাসনের একটি সূত্রের ব্যাখ্যা, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা যাবে না, তবে আলোচনার জন্য ডাকা যেতে পারে— এই মর্মে আদালতের নির্দেশ রয়েছে। ফলে এখন এ ধরনের প্রচার বিভ্রান্তিমূলক।

মরুরাজ্যে মৃত্যুমিছিল: সোয়াইন ফ্লুয়ে মৃত্যু ছুঁল ৮৪

Image
সোয়াইন ফ্লু আক্রমণের জেরে মরুরাজ্যে মৃত্যুমিছিল অব্যাহত। শনিবার সরকারি একটি সূত্রে সোয়াইন ফ্লুয়ে এ পর্যন্ত ৮৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা শনিবার জানিয়েছেন, সাধারণ মানুষ H1N1 ভাইরাসে আক্রান্ত কি না, নিশ্চিত হতে রাজ্যের সমস্ত জেলায় সরকারি উদ্যোগে রক্তপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বরমার ও উদয়পুরে ফ্লু আক্রান্ত আরও দু-জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮৪ হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে মোট ফ্লু আক্রান্ত ২,২৮৯। তিনি জানান, তিনটে প্রাইভেট ল্যাবরেটরি-সহ মোট ১১টি জায়গায় এখন H1N1 ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। খুব শিগগিরই ৫০টি কেন্দ্রে এই পরীক্ষা করানো যাবে।

মোদী তো দুর্নীতির ঠাকুরদাদা: পাল্টা আক্রমণ শাণালেন মমতা

Image
পাল্টা: আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'দুর্নীতির ঠাকুরদাদা' বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী জমানায় দেশে দাঙ্গা, নোটবন্দি, জিএসটি, গোরক্ষার নামে খুন, তদন্তের নামে বিভিন্ন সংস্থা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে হেনস্থার মতো একের পর এক দুর্নীতি হয়েছে বলে বারবারই সরব মমতা। শনিবার ঠাকুরনগর এবং দুর্গাপুরের জোড়া সভায় সিন্ডিকেট থেকে সিবিআই— বিভিন্ন প্রসঙ্গে তাঁকে প্রধানমন্ত্রী আক্রমণ করার পরেই পাল্টা আক্রমণ শাণিয়েছেন মমতা। সরাসরি মোদীর নাম করে তাঁর মন্তব্য, ''উনিই তো দুর্নীতির ঠাকুরদাদা! চোরের মায়ের বড় গলা! উনিই তো সিন্ডিকেটের সবচেয়ে বড় নেতা।'' মমতার মুখে প্রধানমন্ত্রী মোদীর নাম উল্লেখ করে এই ধরনের তীব্র আক্রমণ নজিরবিহীন বলে রাজনৈতিক মহলের একাংশের অভিমত। এ রাজ্যে গরিব মানুষকে বঞ্চিত করে বেসরকারি অর্থলগ্নি সংস্থা, সারদা-কাণ্ড বা ছবি বিক্রির টাকা 'এক দরজায়' যাচ্ছে বলে অভিযোগ করেছেন মোদী। সিন্ডিকেটের স্বার্থ ছাড়া এ রাজ্যে কোনও কাজ হয় না বলে মোদীর অভিযোগের জবাবে মমতা বলেন, ''নোটবন্দির নামে দেশকে তছনছ ক

আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত

Image
নয়াদিল্লি: দেশের স্থলবাহিনীর অস্ত্রের ভাণ্ডার ভরিয়ে তুলতে বড় পদক্ষেপ নিল প্রতিরক্ষামন্ত্রক৷ লাল ফিতে ফাঁস খুলে আমেরিকা থেকে বিপুল পরিমাণ অ্যাসল্ট রাইফেল কেনার অনুমোদন দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন৷ এর ফলে দেশের স্থলবাহিনী ৭৩ হাজার অ্যাসল্ট রাইফেল পাবে৷ জি নিউজ জানিয়েছে এই খবর৷ রিপোর্ট অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এই প্রস্তাবে সায় দিয়েছেন৷ যে অস্ত্র আমেরিকা আসবে সেগুলি চিন সীমান্তে থাকা ভারতীয় জওয়ানদের সরবরাহ করা হবে৷ আধুনিক প্রযুক্তিতে তৈরি এই রাইফেল মাকিন সেনা তো বটেই অনেক ইউরোপের অনেক দেশও ব্যবহার করে৷ প্রতিরক্ষামন্ত্রকের এক সূত্রকে উদ্ধৃত করে জি নিউজ জানিয়েছে, চলতি সপ্তাহে অস্ত্র কেনার চুক্তি চূড়ান্ত হবে৷ মার্কিন ওই অস্ত্র কোম্পানিকে এক বছর সময় দেওয়া হয়েছে৷ এই এক বছরের মধ্যে ৭৩ হাজার অ্যাসল্ট রাইফেল ভারতের হাতে তুলে দিতে হবে৷ স্থলবাহিনীর জওয়ানরা আইএমনএসএএস রাইফেল ব্যবহার করে থাকে৷ সেই রাইফেলের জায়গায় জওয়ানদের হাতে উঠবে অ্যাসল্ট৷ অ্যাসল্ট রাইফেল আগেও ব্যবহার করত ভারতীয় সেনা৷ তবে সেটা ছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি৷ সেই রাইফেল তৈরি হত পশ্চিমবঙ্গ

১৫ মিনিটের বক্তব্যে ‘মোদী ম্যাজিকে’ ডুব মতুয়াদের

Image
ঠাকুরনগর (উত্তর চব্বিশপরগণা): সাম্প্রতিক কালে এটিই বোধহয় প্রধানমন্ত্রীর সবচেয়ে ছোট ভাষণ। ঠাকুরনগরের জনসভায় সব মিলিয়ে প্রায় ১৫ মিনিট বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী৷ আর তাতেই যেন ডুবে রইলেন বাংলার মতুয়া সম্প্রদায়ের মানুষরা।   সদ্য ঘোষণা হওয়া বাজেট থেকে লোকসভায় পাশ হওয়া 'নাগরিকত্ব বিল' নিয়ে মঞ্চে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। নিচে "জয় হরি বোল" এবং "মোদীইইইইই, মোওওওদী" ধ্বনি একসঙ্গে মিশে গিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। ভিড়ের মধ্যে গুঞ্জন, "এই প্রথম কোনও প্রধানমন্ত্রী মতুয়াদের কথা শুনতে ঠাকুরনগরে এলেন।" প্রধানমন্ত্রীর কপ্টার হেলিপ্যাডে নামার আগে আকাশ পথে ঠাকুরনগরের মাঠের উপরে চক্কর দিচ্ছে। ঠিক তখনই মাঝ পথে বলা থামিয়ে দিতে হয় মঞ্চে থাকা বিজেপি নেতাকে। কারণ ঠাকুরনগরের মাঠ তখন প্রধানমন্ত্রীকে শুনতে চাইছে। ২০১৪ সালের লোকসভা ভোটের আগে সংবাদমাধ্যমে চর্চায় ছিল 'মোদী ম্যাজিক" শব্দটি। সে সময় ভোটবাক্সেও যে নরেন্দ্র মোদী ম্যাজিক দেখিয়েছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ৫ বছর পর? ষাটোর্ধ্ব মানুষটিকে ঘিরে এখনও কী রয়েছে সেই উন্মাদনা? সে নিয়ে বিতর্ক থাক

আসছেন মোদী, নিরাপত্তা ঘেরাটোপে কাশ্মীর

Image
নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ডালি নিয়ে কাশ্মীরে আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রবিবার জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় করবেন জনসভা৷ তার আগে বিজয়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন৷ মোদীর সফরের আগে গোটা কাশ্মীরকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছে৷ মাছিও যাতে গলতে না পারে এতটাই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা৷ জম্মু কাশ্মীরের বিধানসভা ভেঙে যাওয়ার পর এটাই মোদীর প্রথম কাশ্মীর সফর৷ তাই মোদীর নিরাপত্তায় এতটুকুও ফাঁকফোকর না থাকে তার জন্য চতুর্স্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে৷ এছেড়া শনিবার রাতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন রাজ্যপালের দুই দূত কে বিজয় কুমার ও স্কন্দন কৃষ্ণান৷ তাঁরা সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন৷ ওইদিন রাতেই অতিরিক্ত আট কোম্পানি সেনা নামানো হয়েছে৷ রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ স্টেশন, সীমান্তে রাতে কড়া নজরদারি রাখা হয়েছে৷  টহল দিচ্ছে সেনা৷ গোটা কাশ্মীর যেন দূর্গে পরিণত হয়েছে৷ মোদীর জনসভাকে ঐতিহাসিক করে তুলতে চেষ্টার ক

টস জিতে ব্যাটিং ভারতের, দলে তিন পরিবর্তন

Image
ওয়েলিংটন: পঞ্চম তথা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের৷ রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দলে এদিন তিনটি পরিবর্তন রয়েছে৷   হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে দলে ফিরলেন ধোনি৷ চোটের জন্য চলতি সিরিজের তৃতীয় ও চতুর্থ ওয়ান ডে'তে বিশ্রামে ছিলেন মাহি৷ কার্তিকের পরিবর্তে এদিন উইকেটের পিছনে দস্তানার দায়িত্বে ফিরলেন ৩৩৭ ওয়ান ডে'র অভিজ্ঞতাসম্পন্ন উইকেটকিপার৷ ধোনিসহ ভারতীয় দলে আরও দুই পরিবর্তন৷ বোলিংয়ে খলিলের পরিবর্তে দলে ফিরলেন মহম্মদ শামি৷ সিরিজ জয়ের পর শামিকে এক ম্যাচ বিশ্রামে পাঠানো হয়েছিল৷ কুলদীপের পরিবর্তে এদিন দলে রয়েছেন তরুণ অল-রাউন্ডার বিজয় শংকর৷ অর্থাৎ সিরিজের শেষ ম্যাচে দুই অল-রাউন্ডার খেলিয়ে নিজেদের শক্তি যাচাই পরীক্ষা করে নিচ্ছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ কিউয়িদের বিরুদ্ধে সিরিজে ৩-১ এগিয়ে রয়েছে ভারত৷

আমেরিকায় গ্রেপ্তার পড়ুয়াদের জন্য হটলাইন পরিষেবা শুরু ভারতীয় দূতাবাসে

Image
মার্কিন মুলুকে রমরমিয়ে জাল পাসপোর্ট ও ভিসার কারবার চালাত ১২৯ জন ভারতীয় পড়ুয়া৷ এই অভিযোগে তাদের গ্রেপ্তার করে আমেরিকার অভিবাসন এবং শুল্ক দপ্তর। ইতিমধ্যে এই পড়ুয়াদের সাহায্যার্থে এগিয়ে এসেছে আমেরিকার ভারতীয় দূতাবাস৷ তাদের সাহায্যের জন্য ২৪ ঘণ্টার হটলাইন পরিষেবা চালু করা হয়েছে৷ ব্যবস্থা করা হয়েছে সব রকমের আইনি সহায়তার৷ ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন৷ এর আগে মার্কিন মুলুকে এত বেশি সংখ্যক ভারতীয় পড়ুয়ার একসঙ্গে গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা৷ ধৃতদের বিরুদ্ধে তদন্তে নেমেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির তদন্তকারীরা৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থের বিনিময়ে বিদেশিদের পড়ুয়াদের জাল পরিচয়পত্রের ব্যবস্থা করে দিত তারা৷ এই জাল ভিসা ও পাসপোর্টের কারবারিদের ধরতে একটি পরিকল্পনা তৈরি করেন তদন্তকারীরা৷ সেই প্ল্যান অনুযায়ী ফার্মিংটন হিলস নামে একটি বিশ্ববিদ্যালয় শুরু করে তারা৷ তদন্তকারীদের বিছানো ফাঁদে পা দেয় অভিযুক্তরা। ওই বিশ্ববিদ্যালয়ে ভরতি হয় তারা এবং সেখানে এই চক্র শুরুর চেষ্টা করে।  তখনই তাদের হাতেনাতে পাকড়াও করেন তদন্তকারীরা৷ যদিও গ্রেপ্তার হওয়া এই ভ

বিমানে যাত্রীর ব্যাগের ভিতরে জ্যান্ত চিতাবাঘ! চেন্নাই বিমানবন্দরে চাঞ্চল্য অবাক ঘটনায়

Image
সোনা-রুপো বা মাদক অনেক কিছুই চোখের আড়ালে পাচার হয়ে যায় বিমানবন্দর দিয়ে। তা বলে আস্ত চিতাবাঘ শাবকও কি না পাচার হয়ে যাচ্ছিল বিমানবন্দর দিয়ে। বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল চিতাবাঘ শাবক। চাঞ্চল্যকর এই কাণ্ড ঘটেছে চেন্নাই বিমানবন্দরে। চিতাবাঘ শাবকটিকে উদ্ধার করেছে বন দফতর। শনিবার থাইল্যান্ড থেকে চেন্নাই বিমানবন্দরে এসে নামেন এক থাই যুবক। ওই যাত্রীর নাম কাহা মইদিন। কাহার ব্যাগ চেক করতে গিয়েই তাজ্জব বিমানবন্দরের কর্মীরা। কাহাকে দেখেই সন্দে হয়েছিল শুল্ক দফতরের কর্মীদের। তাঁরা কাহাকে দাঁড় করিয়ে ব্যাগ তল্লাশি করেন। তখনই ব্যাগ থেকে বেরিয়ে আসে আস্ত চিতাবাঘ। ব্যাগ থেকে একটি চাপা শব্দ শুনতে পেয়েছিলেন কর্মীরা। ব্যাগ তল্লাশি করে দেখা যায়, পিঙ্ক রঙের প্লাস্টিকের ব্যাগে রয়েছে চিতাবাঘের শাবক। চিতাবাঘের ওই শাবককে উদ্ধার করে ফিডিং বোতলে দুধ খাওয়ানো হয়। খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা চিতাবাঘ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায়। তাঁরা জানান, চিতাবাঘটি পারদাস প্রজাতির। লম্বায় ৫৪ সেমি শাবকটির ওজন ১ কেজি ১০ গ্রাম। চিতাবাঘ শাবকটিকে তামিলনাড়ুর আড়িনগর চিড়িয়াখানায় পাঠানো হয়। থাই যুবকের বিরুদ্ধ

নয়া সিবিআই অধিকর্তা হলেন মধ্য প্রদেশের প্রাক্তন ডিজিপি ঋষি কুমার শুক্লা

Image
নয়া সিবিআই অধিকর্তা হলেন আইপিএস অফিসার ঋষি কুমার শুক্লা । শনিবার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের নিয়োগ কমিটি ১৯৮৪ ব্যাচের এই অফিসারকে সিবিআই অধিকর্তা পদে নিয়োগ করে। মধ্য প্রদেশে প্রাক্তন ডিরেক্টর জেনারেল অব পুলিস (ডিজিপি) দু'বছরের জন্য ওই পদে নিযুক্ত করা হল। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সিবিআই অধিকর্তা হিসাবে ওই পদ সামলাচ্ছিলেন এম নাগেশ্বর রাও। শনিবারই সিবিআইয়ের অধির্কতা পদের জন্য চূড়ান্ত নাম কেন্দ্র ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছিল। গতকাল দ্বিতীয় বৈঠক হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের নিয়োগ কমিটির। জানা যায়, এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চতুর্থ জনের নাম প্রস্তাব রাখলে, তার বিরোধিতা করেন কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। গত ২৪ জানুয়ারি প্রথম বৈঠকে সিবিআইয়ের অধিকর্তা বাছাইয়ের সিদ্ধান্ত নিতে পারেনি উচ্চপর্যায়ের কমিটি। ওই কমিটির সদস্য খাড়গে দাবি করেছিলেন, যে প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে, তাঁদের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য নেই। জানা যায়, সরকারের তরফে তিন জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছিল। তাঁরা হলেন, ১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার জাভেদ আহমেদ, রজনীকান্ত

বাংলায় পরিবর্তন নিশ্চিত, সভা থেকেই বড় চ্যালেঞ্জ মোদীর, নস্যাৎ মমতার

Image
চ্যালেঞ্জ: দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচন বড়জোড় মাস দুয়েক দূরে। রাজ্যে বিধানসভার নির্বাচনের বাকি অন্তত দু'বছর। কিন্তু শনিবার এখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে সরকার বদলের ভবিষ্যদ্বাণী করে জানিয়ে গেলেন, ''আমার কথা লিখে রাখুন, এই সরকারের যাওয়ার সময় এসে গিয়েছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, বাংলায় পরিবর্তন নিশ্চিত।'' যা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ''আগে ওরা দিল্লি সামলাক। মোদী বেনারস থেকে জিততে পারবেন তো? রাজনাথ নিজের আসন থেকে জিতবেন তো? যোগী আগে উত্তরপ্রদেশ সামলান। আমাদের রাজ্যের সরকার কবে যাবে না যাবে, তা বাংলার মানুষ ঠিক করবে।'' দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম সংলগ্ন মাঠে শনিবার মোদীর বক্তৃতা বারে বারেই সন্ত্রাস, গণতন্ত্র হত্যা, দুর্নীতি এবং সিন্ডিকেটের অভিযোগে বিদ্ধ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং দলকে। প্রধানমন্ত্রীর অভিযোগ, রিয়েল এস্টেট ব্যবসায় কালো টাকা রুখতে কেন্দ্রীয় সরকার যে আইন করেছে, তা এ রাজ্যে প্রয়োগ করতে নারাজ তৃণমূল সরকার। তাঁর বক্তব্য, ''সেই

বিহারের হাজিপুরে রেল দুর্ঘটনা, মৃত অন্তত ছয়

Image
দুর্ঘটনার ছবি বিহারের হাজিপুরের কাছে রেল দুর্ঘটনা। দিল্লি গামী সীমাঞ্চল এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত ছয় জন প্রাণ হারিয়েছেন বলে রেল সূত্রে খবর । রবিবার ভোর ৩.৫৮ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। রেল মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে, বরাউনি শোনপুর থেকে রিলিফ ট্রেন ইতিমধ্যেই রওনা দিয়েছে হাজিপুরের দিকে। রেল মন্ত্রকের সূত্রে শোনপুর, হাজিপুর ও বরাউনিতে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল ০৬১৫৮২২১৬৪৫, ০৬২২৪২৭২২৩০, ০৬২৭৯২৩২২২২ । এই দুর্ঘটনায় অসংখ্য ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধার কাজ শুরু হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রেল সূত্রে খবর, যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসের যাত্রীদের ভোর ৩.৫৮ মিনিট নাগাদ মারাত্মক একটা শব্দে ঘুম ভেঙে যায়। সেই সময়ই শাহাদাই বুজুর্গের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। শোনপুর ডিভিশন সূত্রে খবর, ৩.৫২ মিনিট নাগাদ মেহনার রোড দিয়ে ট্রেনটি যাচ্ছিল। তার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনাটি ঘটেছে। শোনপুর ও বরাউনি থেকে চিকিৎসকের দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। রেল মন্ত্রী পীযুষ গোয়াল একটি টুইটে এই দুর্ঘটনার