রাজীব কুমারকে প্রশ্ন করতে চায় সিবিআই


সিবিআই রোজ ভ্যালি, সারদা কাণ্ডে কিছু 'হারানো নথি' বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে সংবাদ সংস্থা পিটিআই শনিবার রাতে দাবি করেছে।

ওই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সিবিআই অফিসারদের তরফে তাদের জানানো হয়েছে, রাজীব কুমারকে একাধিক বার হাজিরার জন্য নোটিস পাঠানো হলেও তিনি আসেননি। 'সর্বশেষ উপায়' হিসেবে গ্রেফতারির মতো চূড়ান্ত পদক্ষেপের সংস্থান আছে বলেও ওই অফিসারেরা পিটিআইকে জানিয়েছেন।

সংবাদ সংস্থার তরফে সিপি-র মোবাইলে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। সিপির অফিস থেকে সংবাদ সংস্থাকে বাড়ির যে নম্বর দেওয়া হয়েছিল, তাতেও যোগাযোগ করা যায়নি। রাজ্য প্রশাসনের তরফে এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাওয়া হয়নি। তবে প্রশাসনের একটি সূত্রের ব্যাখ্যা, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা যাবে না, তবে আলোচনার জন্য ডাকা যেতে পারে— এই মর্মে আদালতের নির্দেশ রয়েছে। ফলে এখন এ ধরনের প্রচার বিভ্রান্তিমূলক।