Posts

Showing posts from July 3, 2018

অন-লাইনে ভর্তি তো কি? কী ভাবে টাকা তুলতে হয় ‘দাদা’রা জানেন

Image
দত্তপুকুরের নিবাধুই হাইস্কুলের ছাত্র সুরজিৎ মণ্ডল। উচ্চমাধ্যমিকে ৪০২ নম্বর পেয়ে বঙ্গবাসী কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হওয়ার জন্য অন-লাইনে ফর্ম ভর্তি করেছিলেন। কিন্তু ভর্তি হওয়া আর হয়নি। গত ১৮ জুন ওই কলেজে প্রথম তালিকা প্রকাশিত হয়। তার ১৮ নম্বরে সুরজিতের নাম ছিল। কিন্তু, কেন ভর্তি হতে পারলেন না? সুরজিৎ তাঁর অভিজ্ঞতা জানিয়ে বলেন, "ভর্তির জন্য তিনটি তারিখ দেওয়া হয়েছিল। ২২, ২৩ এবং ২৫ জুন। ভর্তির জন্য ২২ তারিখ টাকা জোগাড় করতে পারিনি। তাই আমি ২৩ তারিখ গিয়েছিলাম। ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। বেলা ১১টার সময় গেট খুলল। কিন্তু একটু পরেই দরজা বন্ধ করে ইউনিয়নের দাদারা বললেন, আর ভর্তি হবে না। ফিরে এলাম।" এখানেই শেষ নয়। সে দিন সুরজিৎ কলেজের বাইরে থাকা পুলিশকর্মীদের সাহায্যও চেয়েছিলেন। কিন্তু পুলিশকর্মীরা ইউনিয়নের এক 'দাদা'র কাছে সুরজিৎকে পাঠিয়ে দেন। তার পরের অভিজ্ঞতা? সুরজিতের কথায়, "আমাকে ইউনিয়নের এক দাদা বলেন, ১৮ হাজার টাকা লাগবে। তা হলে ভর্তির ব্যবস্থা করা হবে। আমাকে একটা ফোন নম্বরও দেওয়া হয়। বলা হয় পরে ফোন করতে।" সুরজিতের বাবা সঞ্জয় মণ্ডল পেশায় রংমিস্ত্রি। মাসে মের

মন্দৌসরের পর এবার মধ্যপ্রদেশে চার বছরের শিশুকে ধর্ষণ

Image
সাতনা: মন্দৌসরের ঘটনার রেশ এখনও কাটেনি ৷ তারই মধ্যে ফের লালসার শিকার হল চার বছরের শিশু ৷ রবিবার এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলায় ৷ সোমবার গুরুতর আহত অবস্থায় শিশুটিকে একটি নির্জন জায়গায় থেকে উদ্ধার করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, বাড়ির বাইরে ঘুমিয়েছিল শিশুটি ৷ সেখান থেকে অভিযুক্ত মাহেন্দ্র সিং (২৩) তাকে অপহরণ করে ৷ এরপর তার উপর নৃশংস যৌন অত্যাচার চালায় অভিযুক্ত ৷ শিশুটি অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্ত তাকে মৃত ভেবে পরশমানিয়া এলাকায় নির্জন স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যায় ৷ শিশুটির খোঁজে তল্লাশি শুরু করলে গ্রামবাসী ও শিশুটির বাবা মা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ৷ এরপর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ এরপর অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

মেয়ে-বোনের জন্যেও মিলবে পিতৃত্বকালীন ছুটি

Image
কলকাতা: রাজ্য সরকারি চাকুরিরত পুরুষদের জন্য সুখবর৷ তাদের পিতৃত্বকালীন ছুটি বাড়তে পারে রাজ্যে৷ এমনই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার৷ বর্তমান নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীরা ৩০ দিন পিতৃত্বকালীন ছুটি পান৷ সেই ছুটি আরও ১৫ দিন বাড়িয়ে ৪৫ দিন করতে চায় রাজ্য সরকার৷ জানা গিয়েছে, পিতৃত্বকালীন ছুটি বাড়াতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন প্রস্তাব দেয় অর্থ দফতরকে৷ সেই প্রস্তাবকে মান‍্যতা দিতে এমন‌ই সিদ্ধান্ত নিতে পারে সরকার। নবান্ন সূত্রে এমনটাই খবর৷ মুখ‍্যমন্ত্রীর অনুমোদন পেলেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য সরকার। পাশাপাশি রাজ‍্য সরকারি কর্মচারীদের স্ত্রী ছাড়াও যদি অন‍্য কোনও নির্ভরশীল থাকে (বোন,দিদি,মেয়ে ইত‍্যাদি) তাদের জন‍্যেও এই ছুটির আবেদন করতে পারবেন কর্মীরা।

১১ জানলা, ১১ রড, ১১ পাইপ, রহস্য কাটছে না ‘আত্মঘাতী’ ১১ জনকে নিয়ে!

Image
ভাটিয়া-বাড়ির এই ১১টি পাইপ নিয়েই প্রশ্ন। ১১-র গোলকধাঁধায় জড়িয়ে যাচ্ছে ভাটিয়া পরিবারের মৃত্যু রহস্য। একই পরিবারের ১১ জনের মৃত্যু ঘিরে রহস্য কিছু কম ছিল না। তাতে নতুন মোড় এসেছে বাড়ি ঘিরে এই ১১-র রহস্য! ভাটিয়া পরিবারের বুরারির ওই বাড়িতে মোট ১১টা পাইপ এবং ১১টা জানলা রয়েছে। ১১টা রড দিয়ে তৈরি হয়েছে বাড়ির সদর দরজা। মৃত্যুর সংখ্যার সঙ্গে বাড়ির অন্যান্য বিষয়ে ১১-র এই অদ্ভুত মিলটাই এখন ভাবাচ্ছে পুলিশকে। তবে কি গুপ্তসাধনার জন্য অনেক আগে থেকে প্রস্তুত ছিল ভাটিয়া পরিবার? পূর্বপরিকল্পনা মতো তা-ই ১১-র সঙ্গে মিল করে জানলা, দরজা বানিয়েছিলেন তাঁরা? মৃত্যু-রহস্যের তদন্ত করার সময় বাড়ির পিছনের দেওয়ালে ১১টি পাইপ দেখতে পেয়েছিলেন তদন্তকারীরা। যার মধ্যে ৪টি পাইপ সোজা এবং বাকি ৭টি পাইপ বাঁকানো। এখানেও মিল পাওয়া গিয়েছে মৃতদের সঙ্গে। কারণ খুব অদ্ভুত ভাবে যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৪ জন পুরুষ এবং বাকি ৭ জন মহিলা ছিলেন। তার উপর পুরো বাড়িতে জানলার সংখ্যাও ১১। এমনকি বাড়িতে ঢোকার প্রধান দরজাও ১১টি লোহার রড দিয়ে তৈরি করিয়েছিল ভাটিয়া পরিবার। পুলিশ জানিয়েছে, বাঁকানো পাইপগুলো জল বেরনোর জন্য এবং বাকি ৪ট

অতিরিক্ত যৌনতাই ফুটবলারদের সাফল্যের চাবিকাঠি? কী বলছেন বিশেষজ্ঞরা?

Image
বিশ্বকাপের উন্মেদনা বিশ্বজুড়ে। সেই সঙ্গে ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারাও হয়ে উঠেছেন আলোচ্য বিষয়। আলোচনায় এও উঠে আসছে কোন ফুটবলারের কতগুলি সম্পর্ক। এতে অবশ্য অতীত, বর্তমান; দুটোই জায়গা করে নিয়েছে। শুধু সম্পর্কে যদি কথোপকথন থেমে থাকত, তাও হত। কিন্তু তা তো নয়। চায়ের দোকানে, পাড়ার ক্লাবে বা অফিসের টিফিন টাইমে ফুটবলারদের সেই সব গার্লফ্রেন্ডরা হয়ে উঠছেন হিরোইন। প্রেমের থেকেও সেখানে বড় যৌনতা। আর হবে নাই বা কেন? ফুটবলাররাও তো কিছু কম যান না। মুখোরোচক গল্প তো তাঁরা নিজেরাই ব্যক্তিগত জীবনে ফেঁদে রেখেছেন। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে দেখতে গেলে তাঁদের দোষ দিয়েও লাভ নেই। শিল্পীদের যেমন একাধিক প্রেমের খবর পাওয়া যায়, খেলোয়াড়দেরও তাই। তবে শুধু স্পটলাইটে থাকবেন বলে কিন্তু নয়। শারীরিক চাহিদা এখানে প্রধান ও মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়। বিজ্ঞান বলছে, যৌনতা বেশি করলে নাকি ভাল ফুটবলার হওয়া যায়। শুধু ফুটবলার নয়, অ্যাথলিটদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একটি সমীক্ষায় প্রকাশ পেয়েছে এই তথ্য। একবার অলিম্পিকের কোচ মিক ইয়ংয়ের সঙ্গে সেক্স টয় কোম্পানি আদম ও ইভ একটি সমীক্ষা করেছিল। সেখানে প্রকাশ পেয়েছিল এই মারাত্মক তথ্য।

'গত বছরে ৭০ লক্ষ্য কর্মসংস্থান হয়েছে'

Image
নয়াদিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণের অন্যতম হাতিয়ার কর্মসংস্থানে ব্যর্থতার অভিযোগ। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলি মোদীর বছরে এক কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতির উল্লেখ করে সরব হয়েছে। এবার এই অভিযোগ খারিজ করে বিরোধীদের পালের হাওয়া টানার চেষ্টা করলেন মোদী। তাঁর দাবি, ইপিএফও-র তথ্যের ভিত্তিতে সমীক্ষায় দেখা গিয়েছে গত বছরে সংগঠিত ক্ষেত্রে ৭০ লক্ষ কর্মসংস্থান হয়েছে। মোদী বলেছেন, ইপিএফও-র তথ্য অনুযায়ী, ২০১৭-র সেপ্টেম্বর থেকে ২০১৮-র এপ্রিল পর্যন্ত ৪১ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। একটি সাক্ষাত্কারে মোদী বলেছেন, 'অংসগঠিত ক্ষেত্রেই ৮০ শতাংশ কর্মসংস্থান হয়। সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের আনুষঙ্গিক প্রভাব পড়ে অসংগঠিত ক্ষেত্রে। আট মাসে যদি সংগঠিত ক্ষেত্রে ৪১ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়, তাহলে তাহলে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে মিলিয়ে সংখ্যাটা কত হয়?' মোদী আরও বলেছেন, মুদ্রা মাইক্রো ঋণের আওতায় ১২ কোটি ঋণ দেওয়া হয়েছে। প্রতিটি ঋণে একজনের করে কর্মসংস্থান হয়েছে বলে ধরে নেওয়াটা কি অসঙ্গত হবে? একইসঙ্গে রাজ্য সরকারগুলির তথ্য উল্লেখ করে বলেছেন, রা

৬ মাসের শিশুকন্যাকে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন মা, কেন এমন করলেন তিনি জানেন?

Image
জলপাইগুড়ি: ৬ মাসের শিশুকন্যাকে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন মা। স্থানীয়দের তত্পরতায় প্রাণে বাঁচল শিশু। হাসপাতালে ভর্তি মা ও শিশু। শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার সাপ্টিবাড়িতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল সন্ধেয় অঞ্জু শীল নামে ওই গৃহবধূ তাঁর শিশুকন্যাকে শৌলি নদীতে ফেলে দেন। স্থানীয়রা দেখতে পেয়ে, সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে। বর্তমানে মা ও শিশু দু'জনেই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি। গৃহবধূর স্বামীর খোঁজ না মেলায়, শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। প্রাথমিক তদন্তে অনুমান, শারীরিক অসুস্থতা থেকেই ওই গৃহবধূ এই কাণ্ড ঘটিয়েছেন।

দীর্ঘদিনের যৌন সম্পর্ক কি বিয়ের সমতুল্য? প্রশ্ন সুপ্রিম কোর্টের

Image
সময় পালটেছে। পালটেছে বিয়ে নিয়ে মানুষের ধারণা। ক্যাজুয়াল সম্পর্কের দিকে ঝুঁকছে  আজকের প্রজন্ম। দুই প্রাপ্তবয়স্ক পুরুষ-মহিলা সামাজিকতার তোয়াক্কা না করেই শরীরী সম্পর্কে লিপ্ত হচ্ছেন। দীর্ঘদিনের এমন সম্পর্ককে কি বিয়ের মতো সামাজিক বন্ধনের সমান মর্যাদা দেওয়া যেতে পারে? এমনটাই জানতে চাইল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে মতামত জানানোর জন্য অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালকে নির্দেশ দেওয়া হয়েছে। এক মামলার পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালতে বিষয়টি ওঠে। ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি আদালতে দাবি করেন অভিযোগকারী মহিলার সঙ্গের দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত তিনি। দুই পক্ষের সম্মতিতেই এই সম্পর্ক স্থাপন হয়েছে। তিনি মহিলাকে জোরও করেননি। কিন্তু এর জন্য তিনি বিবাহ করতে বাধ্য নন। সেই সিদ্ধান্তই মহিলাকে জানিয়েছিলেন। এর জেরে মহিলা ধর্ষণের অভিযোগ এনেছেন। এমন মামলার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি জানান, বিয়ে ছাড়াও শারীরিক সম্পর্কের দায় থেকে যায়। কিন্তু ভারতীয় সংবিধানে এ নিয়ে সুনির্দিষ্ট কোনও আইন না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা ছাড়া পেয়ে যান। এমন সম্পর্ককে কি বিয়ের সমতুল্য হিসেবে ধরা উচিত? সেক্ষেত্রে এমন শ

পণের দাবিতে গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ

Image
পণের দাবিতে গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। চারদিন লড়াইয়ের পর হাসপাতালে মৃত্যু গৃহবধূর। স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ। মুর্শিদাবাদের রেজিনগর থানার দাদপুরের ঘটনা। মৃত গৃহবধূর নাম বর্ষা বিবি। বছরদুয়েক আগে একই গ্রামের বাসিন্দা আলমগীর শেখের সঙ্গে বিয়ে হয় বর্ষার। দম্পতির সাতমাসের একটি সন্তান রয়েছে। গৃহবধূর বাপের বাড়ির পরিবারের দাবি, বিয়ের পর থেকেই আরও টাকা আনার দাবিতে শুরু হয় অত্যাচার। মারধরও করা হত। মাঝেমধ্যেই বাপের বাড়িতে চলে আসতেন ওই গৃহবধূ। সম্প্রতি একটি জমি জামাই ও মেয়ের নামে লিখে দিতে চান গৃহবধূর বাবা। কিন্তু জমির পরিমাণ সন্তুষ্ট করতে পারেনি জামাইকে। এনিয়ে বিবাদের জেরে ২৮ জুন, ওই গৃহবধূকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ওই গৃহবধূ। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। রেজিনগর থানায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।অভিযুক্তরা পলাতক।

হাসপাতালে জরায়ুর বাইরেই প্রাণ পেল শিশু, কীর্তি ন্যাশনাল মেডিক্যালের

Image
প্রসব বেদনায় প্রসূতি ছটফট করছিলেন। ঝুঁকি না নিয়ে বারুইপুর হাসপাতালের চিকিৎসকরা সিজার করলেন। কিন্তু এ কী? বাচ্চা কোথায়? জরায়ু তো খাঁ খাঁ! ধড়াস করে ওঠে ডাক্তারবাবুর বুক। তড়িঘড়ি প্রসূতির পেট সেলাই করে তাঁকে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। নোট দেন 'এক্সট্রা ইউটেরিয়ান প্রেগন্যান্সি'। গত শুক্রবার অত্যন্ত সংকটজনক অবস্থায় মাবিয়া মণ্ডল নামে ওই মহিলাকে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভরতি করা হয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. হীরালাল কোনারের অধীনে। দেরি করেননি হীরালালবাবু। দ্রুত সিজার করেন। দেখেন, বাচ্চা রয়েছে পেটের ভিতর, পেরিটোনিয়াল ক্যাভিটিতে। চিকিৎসক মহলের দাবি, এমন ঘটনা বিরলের মধ্যে বিরলতম। কোটিতে একটা হয় না। হলেও বাচ্চা পরিণতি পায় না। পরিণতি পেলে জীবন্ত ভূমিষ্ঠ হয় না। কিন্তু এক্ষেত্রে সবাইকে অবাক করে শিশুটি জীবন্ত ভূমিষ্ঠ হয়েছে। যদিও ওজন অনেকটাই কম ছিল। মাত্র ১.৭৫ কেজি। অস্ত্রোপচারের পর মা'র প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই রক্তপাত বন্ধ করেন ন্যাশনালের ডাক্তারবাবুরা। মা ও সন্তান দু'জনেই

পুলিশ লাইন চত্বরে মহিলা কনস্টেবলকে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত স্বামী

Image
কোচবিহারলাইন চত্বরে মহিলা কনস্টেবলকে কুপিয়ে খুনের চেষ্টা। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম মাণিক বর্মন।আক্রান্ত কনস্টেবলের নাম অর্পিতা বর্মন। পেশায় এনভিএফ কর্মী তিনি। অর্পিতার গলায় পিঠে ও ঘাড়ে ছুরি মারে অভিযুক্ত। আঘাত গুরুতর হওয়ায় কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অর্পিতাদেবী। সোমবার মধ্যারাতের দিকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার পুলিশ লাইনে। তবে দুষ্কর্ম করে পালাতে পারেনি অভিযুক্ত। তাকে আটক করেছে পুলিশ। এদিকে পুলিশ লাইন চত্বরে রক্তারক্তি কাণ্ড ঘটলেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পদস্থ কর্তারা জানা গিয়েছে, অভিযুক্ত মাণিক বর্মণ আক্রান্ত কনস্টেবলের স্ত্রী। বছর তিনেক আগে তাঁদের আইনি বিয়ে হয়। যদিও তাঁরা একসঙ্গে থাকতেন না। এই বিয়ে নিয়েও তাঁদের মধ্যে অশান্তি চলছিল। অর্পিতাদেবী পুলিশ লাইনেই থাকেন। অন্যদিকে দিনহাটার বাড়িতে থাকে অভিযুক্ত। বেশ কিছুদিন ধরেই এই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। তবে বিষয়টি নিয়ে কখনওই সহকর্মীদের কাছে মুখ খোলেননি ওই মহিলা কনস্টেবল। অভিযোগ, এই প্রথম স্বামী তাঁকে খুনের চেষ্টা করেছে এমন নয়। এর আগেও বেশ কয়েকবার পুলিশ লাইনের মধ্যেই নিগ্রহের শিকার হয়েছেন অর্পিতাদেবী।

নেপালে প্রাকৃতিক বিপর্যয়, আটকে ১৫০০ ভারতীয় তীর্থযাত্রী

Image
কাঠমান্ডু : নেপালে প্রবল বৃষ্টি ও ধসে আটকে পড়েছেন দেড় হাজারেরও বেশি ভারতীয় তীর্থযাত্রী। মানস সরোবর যাত্রায় গিয়ে নেপালগঞ্জ-সিমিকোট-হিলসা রুটে তাঁরা আটকে পড়েছেন বলে খবর। আজ সকাল থেকে আবহাওয়া কিছুটা হলেও স্বাভাবিক। ফলে বিমানে করে আটক তীর্যযাত্রীদের উদ্ধারের একটা সম্ভাবনা দেখা গেছে। কাঠমুন্ডুতে ভারতীয় দূতাবাস সূত্রে পাওয়া খবর, সিমিকোটে ৫২৫ জন তীর্যযাত্রী আটকে রয়েছেন। হিলসায় ৫৫০ জন ও তিব্বতের দিকে আটকে পড়েছেন ৫০০ জন ভারতীয় তীর্থযাত্রী।  আটকে পড়া তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নেপালগঞ্জ ও সিমিকোটে ভারতীয় দূতাবাস থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় জল, খাবার ও থাকার ব্যবস্থা করবেন এই প্রতিনিধিরা।  প্রতিবছরই নেপাল ও তিব্বত হয়ে মাস সরোবর যাত্রী করেন হাজার হাজার ভারতীয় তীর্থযাত্রী। বিদেশমন্ত্রক জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এই যাত্রার আয়োজন করে। উত্তরাখণ্ডের লিপুরেখা পাস ও সিকিমের নাথু-লা পাস রুট হয়ে তীর্যযাত্রীরা তিব্বতে পাড়ি দেন।  হটলাইন নম্বর- প্রণব গণেশ, ফার্স্ট সেক্রেটারি(দূতাবাস)-+৯৭৭৯৮৫১১০৭০০৬ তাশি খাম্পা, সেকেন্ড সেক্রেটারি(দূতাবাস)-+৯৭৭৯৮৫১১৫৫০০৭ তরুণ রাহেজা, অ্যাটাচ(দূত

বিনাটিকিটে ট্রেনে উঠলেই এবার হাজার টাকা জরিমানা!

Image
ষোলোগে বেড়েছিল পাঁচগুণ। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়লে জরিমানা দিতে হয় ২৫০ টাকা। এখন জরিমানার পরিমাণ চারগুণ বাড়িয়ে এক হাজার করার পরিকল্পনা নিতে চলেছে রেল। তবে এই বাড়তি চারগুণ রেলের ভাড়ার পরিপূর্ণ করার পরিকল্পনাতে নয়। বিনাটিকিটে ভ্রমণের বাতিক একেবারে বন্ধ করতে এই পরিকল্পনা নিতে চলেছে রেল বোর্ড। বিনাটিকিটে ভ্রমণ করা অপরাধ অবশ্যই আইনত দণ্ডনীয়। ফলে জরিমানার চাপ বাড়ানোর অর্থই অপরাধ চিরতরে বন্ধ করা বলে মনে করেছেন কমার্শিয়াল বিভাগের কর্তারা। বিনাটিকিটে ভ্রমণের জরিমানা এক হাজার টাকা করার জন্য রেল বোর্ডের কাছে সুপারিশ করেছে পশ্চিম রেল। গত সপ্তাহে মুম্বইয়ে রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানিকে তথ্যগতভাবে এই সুপারিশ করে পশ্চিম রেল জানিয়েছে, বিনাটিকিটে ভ্রমণের প্রবণতা এখনও অটুট। এই প্রবণতা বন্ধ করতে একমাত্র পথ জরিমানার পরিমাণ বর্তমানের চারগুণ করা হোক। ওই রেল জানিয়েছে, গত এপ্রিলে বিনটিকিটে ভ্রমণের জন্য ৩.২৪ লক্ষ যাত্রীকে ধরা হয়েছে। জরিমানা বাবদ আদায় হয় সাড়ে পঁচিশ কোটি টাকা। তাঁরা চেয়ারম্যানকে তথ্য দিয়ে বলেন, গত বছরের তুলনায় বিনাটিকিটে ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২

নদিয়ায় বাড়িতে ঢুকে তরুণীকে কুপিয়ে খুন

Image
নদিয়া: বাড়িতে ঢুকে খুন করা হল এক তরুণীকে৷ চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার রাণাঘাটের৷ জানা গিয়েছে, পায়রাডাঙার এক বাসিন্দা ওই তরুণীকে কুপিয়ে খুন করা হয়েছে৷ এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে৷ শুরু হয়েছে জেরা৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, খুনের সময় বাড়ি ফাঁকা ছিল৷  দুষ্কৃতী সেই সময় বাড়িতে ঢোকে৷ তাঁকে ধর্ষণ করার চেষ্টা করা হয়৷ তরুণী বাধা দিতে গেলে দু'জনের মধ্যে ধস্তাধস্তি হয়৷ তখনই ধারালো অস্ত্র বের করে তরুণীকে কোপানো হয়৷ মঙ্গলবার সকালে খুনের কথা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷ পুলিশ এসে বিছানায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ওই তরুণীর নিথর দেহ৷ বিছানার চাদরে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা যায়৷ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ৷ তদন্তের খাতিরে ফিংগারপ্রিন্ট বিশেষজ্ঞদের সাহায্য পাওয়া যায় কীনা তা দেখছে পুলিশ৷ এছাড়া কোনও উদ্দেশ্য নিয়ে এই হামলা করা হয়েছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে৷

মাদকমুক্ত পাঞ্জাব গড়তে নতুন প্রস্তাব আনল মন্ত্রীসভা

Image
চন্ডিগড়: পাঞ্জাবের যুব সম্প্রদায়ের একটি বড় অংশই মাদকের নেশায় ডুবে থাকেন । দীর্ঘকাল ধরে অপরিমিত মাত্রায় মাদক সেবনের ফলে মৃত্যুও  হয়েছে বহু মানুষের । এরই সমাপ্তি ঘটাতে মাদক পাচারকারী ও সরবরাহকারীদের মৃত্যুদন্ড দেওয়ার প্রস্তাব আনল পাঞ্জাব সরকার । মন্ত্রিসভায় ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে এই প্রস্তাব । একটি টুইটে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই  প্রস্তাব পাঠানো হয়েছে।  অমরিন্দর জানিয়েছেন, পাঞ্জাবের একটি প্রজন্ম পুরো নষ্ট হয়ে যাচ্ছে মাদকাসক্তির কারণে। তিনি মনে করেণ এই কাজের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া জরুরি। ।  মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে । গড়া হয়েছে একটি বিশেষ টাস্ক-ফোর্স যারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট করবে। যদিও আপ, শিরোমণি আকালি দল সহ বিরোধী দলগুলি অনেকদিন ধরেই অমরিন্দরের সমালোচনায় সরব হয়েছে । তাদের মতে অমরিন্দর সরকার মাদকমুক্ত পাঞ্জাব গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেনি । তাদের মতে, মাদকপাচার রুখতে যে ন্যুনতম নিয়ন্ত্রণ দরকার সেটি করতেও ব্যর্থ এই সরকার ।

প্রতিকূল আবহাওয়া, মানস সরোবরের যাত্রাপথে নেপালে আটকে ২৫০ ভারতীয়

Image
প্রতিকূল আবহাওয়া। বারবার বিঘ্নিত অমরনাথ যাত্রা। এবার আটকে গেল ২৫০ পুণ্যার্থীর মানস সরোবর যাত্রাও। টানা বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল। সিমিকোট এলাকায় আটকে কর্ণাটকের ২৫০ বাসিন্দা। প্রত্যেকেই কৈলাসের মানস সরোবরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু পাহাড়ি এলাকায় ক্রমাগত বৃষ্টি ও ধসের কারণে আটকে গিয়েছেন পুণ্যার্থীরা। প্রিয়জনের প্রাণ নিয়ে শঙ্কিত ভারতে থাকা পরিবার। যদিও কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর তরফ থেকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। জানানো হয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে কর্ণাটক সিএমও-র পক্ষ থেকে। কৈলাস মানস সরোবর যাত্রার দু'টি পৃথক রুট রয়েছে। একটি নাথু লা রুট, যা সিকিম হয়ে যায়। অন্যটি লিপুলেখ পাস রুট, যা উত্তরাখণ্ড দিয়ে যেতে হয়। কিন্তু কিছুদিন আগেই ডোকলামের ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনার মধ্যে টানা ৭৩ দিনের সংঘর্ষের জেরে নাথু লা রুট বন্ধ করে দিয়েছিল চিন। ফলে গতবছর মানস সরোবরে যেতে পারেননি পর্যটকরা। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে চিনা প্রশাসনিক কর্তাদের কথোপকথনে বরফ গলে। চলতি বছরে ফের নাথু লা রুট খোলা হয়। জুন মাসের আট তারিখ থেকে চলতি বছরের যাত্রা

নেইমারের গোলে বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের!

Image
ফিরমিনহোর গোলে সংখ্যাটা দাঁড়াল ২২৮। সোমবার সামারা অ্যারেনায় সাম্বার ঝলক। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও নিজেদের করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জার্মানিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল এখন সেলেকাওদের। সামারা অ্যারেনায় সোমবার শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের ৫১ মিনিটে নেইমার গোল করার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপে রেকর্ড গড়ে ফেলল ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের এটি ২২৭ তম গোল। ২২৬টি গোল নিয়ে যুগ্মভাবে তালিকার শীর্ষে ছিল ব্রাজিল ও জার্মানি। নেইমারের গোলে জার্মানিকে টপকে গেল ব্রাজিল। ফিরমিনহোর গোলে সংখ্যাটা দাঁড়াল ২২৮। গতবারের চ্যাম্পিয়নরা গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। ফলে রাশিয়ায় নিজেদের রেকর্ডকে আরও উন্নত করার সুযোগ থাকছে ব্রাজিলের। গোলের তালিকায় ব্রাজিল ও জার্মানির অনেক পিছনে আছে বাকিরা। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার মোট গোল ১৩৭টি। ১০০ এর বেশি গোল আছে আর মাত্র দুটি দলের ইতালি (১২৮) এবং ফ্রান্স (১১৩)।

সরকারি দপ্তরে খরচ কমাতে একগুচ্ছ নির্দেশ রাজ্যের

Image
সরকারের বিভিন্ন দপ্তরে ব্যয় সংকোচের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশ বাস্তবায়নের জন্য তিনি মুখ্যসচিব মলয় দে-কে দায়িত্ব দিয়েছেন। সেই নির্দেশমতো গতকাল রাজ্য সরকারি দপ্তরের দৈনন্দিন খরচে লাগাম টানতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন তিনি। বিভিন্ন দপ্তর কীভাবে তাদের বাড়তি ব্যয় ছেঁটে ফেলবে সেব্যাপারে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। যেমন- সরকারি কনফারেন্স বা সেমিনারের জন্য হোটেল বা বেসরকারি হলের পরিবর্তে সরকারি হল বা স্টেডিয়াম ব্যবহার করতে হবে। অনুষ্ঠানের আয়োজন করতে হবে যথাসম্ভব সাদামাটাভাবে। সরকারি অনুষ্ঠানে অতিথিদের বহুমূল্য উপহার বা বিরাট খাওয়াদাওয়ার প্রথা যথাসম্ভব এড়িয়ে যেতে হবে। এমনকী সব অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানোর প্রথাতেও দাঁড়ি টানতে চাইছে নবান্ন। সরকারি আধিকারিকদের বিদেশ সফর এমনকী প্রয়োজন ছাড়া দিল্লি যাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একান্ত প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আধিকারিকরা এধরনের সফর করতে পারবেন। কথায় কথায় জেলা থেকে আঞ্চলিক বা রাজ্য সদর দপ্তরে এসে আধিকারিকদের বৈঠক করার প্রবণতাও এড়িয়ে চলতে

আফগানিস্তানে ২০ জন শিখকে হত্যা করল আইএস, নিন্দায় সরব ভারত

Image
'শিখ সম্প্রদায় কাফের, হাজারা মুসলিমরা অপবিত্র। এদের হত্যা করাই জেহাদ।'- আফগানিস্তানে ঘাঁটি গাড়ার পর থেকে এমনটাই ঘোষণা করে আসছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। সেই পথেই হেঁটে রবিবার ২০ জন শিখ সম্প্রদায়ের নিরীহ মানুষকে হত্যা করল সন্ত্রাসবাদী সংগঠনটি। ঘটনার তীব্র নিন্দায় ভারত। সন্ত্রাসজর্জর দেশটির জালালাবাদে হামলার ঘটনাটি ঘটে। একটি গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আইএস জঙ্গিরা। যানটিতে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের বেশ কয়েকজন যাত্রী ছিলেন। বিস্ফোরণে তাঁদের মধ্যে ২০ জন নিহত হয়েছেন। আহত বহু। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন তাঁরা। উল্লেখ্য, হামলায় নিহত হয়েছেন শিখ নেতা অবতার সিং খালসা। দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে একমাত্র সংখ্যালঘু প্রার্থী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে দেশটির মুষ্টিমেয় শিখ মানুষের পক্ষে বড়সড় আঘাত। কয়েক দশক ধরে চলা সন্ত্রাসবাদের জেরে মুসলিম প্রধান আফগানিস্তানে মাত্র এক হাজার জন শিখ রয়েছেন। সম্প্রদায়ের অনেকেই প্রাণ ও সম্ভ্রম বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছেন। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। টুইট করে নি

পাক জেলে বন্দি ৪৭১ জন ভারতীয়, চাঞ্চল্যকর রিপোর্ট নয়াদিল্লির হাতে

Image
উত্তপ্ত রয়েছে কূটনৈতিক পরিস্থিতি৷ আর তারমধ্যেই উভয় দেশের বিভিন্ন জেলে বন্দি অবস্থায় থাকা পরস্পরের নাগরিক ও মৎস্যজীবীদের মুক্ত করার সিদ্ধান্ত নিল ভারত-পাকিস্তান৷ জানা গিয়েছে, ২০০৮-এ ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তি মেনেই দু'দেশ শুরু করতে চলেছে বন্দি মুক্তির এই প্রক্রিয়া৷ যেখানে পাক প্রশাসনের কাছে ভারত দাবি করেছে, ইতিমধ্যে যারা সাজার সময়সীমা অতিক্রম করেছেন এবং ভারতীয় বলে যাঁদের নাগরিকত্ব নিশ্চিত করা গিয়েছে তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হোক৷ পাশাপাশি ভারতের কাছেও একই অনুরোধ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকেও৷ জানা গিয়েছে, ভারতের হাতে পাকিস্তান তুলে দিয়েছে সেখানকার বিভিন্ন জেলে বন্দি ৫৩ জন ভারতীয় নাগরিক ও ৪১৮ জন ভারতীয় মৎস্যজীবী বন্দির পরিসংখ্যান৷ পাশাপাশি, ভারত পাকিস্তানকে জানিয়েছে, ২৪৯ জন পাক নাগরিক ও ১০৮ জন পাক মৎস্যজীবীর পরিসংখ্যান৷ এনারা প্রত্যেকেই কোনও সময় সীমান্ত পেড়িয়ে বা জলসীমা লঙ্ঘন করে পাক জমিতে ঢুকে পড়েছিল৷ এদেরই চটজলদি মুক্তি দেওয়ার দাবি জানান হয়েছে৷ ভারতীয় নাগরিক কুলভূষণ যাদব ও হামিদ নেহাল আনসারিকে দীর্ঘদিন ধরেই তাদের দেশে বন্দি করে রেখেছে

মালয়েশিয়াতে চাকরির নামে প্রতারণা, পাসপোর্ট কেড়ে দুই যুবককে আটকে রাখল এজেন্ট

Image
মালয়েশিয়াতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। দুই যুবককে দেশে ফেরাতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আরজি জানালেন তাঁদের মা। প্রতারিত দুই যুবকের নাম মহম্মদ বিলাল ও মহম্মদ গাউস। দু'জনেরই বাড়ি হায়দরাবাদে। অভিযোগ, মালয়েশিয়াতে পৌঁছানোর পর তাঁদের পাসপোর্ট কেড়ে নেয় এজেন্ট মহম্মদ ইউসুফ। তারপর হোটেলে আটকে রাখে। এখন বিদেশ বিভুঁইয়ে অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন দুই যুবক। ছেলেদের এই পরিস্থিতিতে ভেঙে পড়েছেন তাঁদের মা। আটক যুবক মহম্মদ বিলালের মা রাশদা বেগম ছেলেকে ফেরাতে বিদেশী মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, মালয়েশিয়ায় ভাল চাকরি ও বেশি বেতনের লোভ দেখায় এজেন্ট মহম্মদ ইউসুফ। মহম্মদ বিলাল ও গাউস এজেন্টের পাতা ফাঁদে পা দেন। ভাল চাকরির বিনিময়ে এক লক্ষ টাকা দাবি করে এজেন্ট। চাকরি পাবেন এই আনন্দে টাকার অঙ্ক নিয়ে মাথা ঘামাননি দুই যুবক। দু'জনেই এক লক্ষ করে টাকা জমা দেন এজেন্টের কাছে। তারপর নির্দিষ্ট দিনে তাঁদের মালয়েশিয়ায় নিয়ে যায় এজেন্ট ইউনুস। অভিযোগ, সেখানে পৌঁছানোর পরই এজেন্টের ভোল বদলে যায়। দুই যুবকের কাছ থেকে পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। এই ঘটনায় হতভম্ব দু'জনে কিছু বুঝে ওঠার আগেই হোটেলের

এই সহজ উপায়ে বের করুন গলায় আটকে যাওয়া মাছের কাঁটা !

Image
রে ইলিশ মাছ ভরপুর ৷ আর আপনিও রোজ ভাতের পাতে ইলিশের রসনায় ডুব দিচ্ছেন৷ আর ঠিক এমন সময়ই গলায় আটকে গেল কাঁটা ! তারপর তা নিয়ে নানা অস্বস্তি৷ গলা থেকে কাঁটা বের করতে কত না হুজ্জতি৷ কলা খেলেন, শুকনো ভাত খেলেন ৷ কিন্তু লাভ কিছুই হল না ৷ বলি কি নিচে লেখা উপায় গুলো একবার ট্রাই করুন ৷ দেখবেন গলায় আটকানো মাছের কাঁটা দিব্যি দূর হবে! গলায় আটকে যাওয়া কাঁটা নামানোর আধুনিক পদ্ধতি হচ্ছে কোল্ডড্রিঙ্ক। গলায় কাঁটা আটকার সঙ্গে সঙ্গে এক গ্লাস কোল্ডড্রিঙ্ক পান করলে তা নরম হয়ে নেমে যায়। গলায় আটকে যাওয়া মাছের কাঁটা সাদা ভাত খেয়ে খুব সহজে নামানো যায়। এ জন্য আপনাকে ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। তারপর জল দিয়ে গিলে ফেলতে হবে। এতে সহজে গলায় আটকা মাছের কাঁটা নেমে যাবে। মনে রাখবেন, শুধু ভাত খেলে কিন্তু কাঁটা নামবে না। গলায় মাছের কাঁটা আটকে গেলে জল পান করুন। পারলে হালকা গরম জলের সঙ্গে সামান্য পরিমাণ নুন মিশিয়ে পান করুন। এতে গলায় আটকা মাছের কাঁটা নরম হয়ে নেমে যায়। গলায় মাছের কাঁটা আটকে গেলে এক টুকরা লেবু নিন। তাতে একটু নুন মাখিয়ে চুষে চুষে এর রস খান। দেখবেন কাঁটা নরম হয়ে নিমিষেই নেমে যাবে। গলায় কাঁটা

৩৬৫ দিন সুস্থ থাকতে চান? রোজ খান ধনে পাতা !

Image
কলকাতা: ডালে. তরকারিতে, মুড়ি মাখা থেকে শুরু করে ফুচকায় ! ধেন পাতার ব্যবহার নানা খাবারে ৷ শুধু স্বাদে নয়, ধনে পাতার স্বাস্থ্য গুণও অনেক বেশি ৷ চিকিৎসকরা বলছেন, রোজ ধনে পাতা খেলে অনেক রোগ দূর হবে ঝটপট৷ ১) প্রতিদিন ধনেপাতার শরবত খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে। কিডনির মধ্যে জমে থাকা ক্ষতিকর লবন এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। ২) ধনে পাতা খেলে শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কমে যায়, ভালো কোলেস্টরলের মাত্রা বৃদ্ধি পায়। হজমে উপকারী, যকৃতকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং পেট পরিষ্কার হয়ে যায় ধনে পাতা খেলে। ৩) ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা বিশেষ উপকারী একটি খাবার। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়। ধনে পাতায় থাকা অ্যান্টি-সেপটিক মুখে আলসার নিরাময়েও উপকারী, চোখের জন্যও ভালো। ৪) ঋতুস্রাবের সময় রক্তসঞ্চানল ভাল হওয়ার জন্যে ধনেপাতা খেলে উপকার পাওয়া যায়। এতে থাকা আয়রন রক্তশূন্যতা সারাতেও বেশ উপকারী। ধনে পাতার ফ্যাট স্যলুবল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন 'এ' ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে। ৫) এতে রয়েছে অ

সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি! নিশানায় রাজনৈতিক নেত্রীর মেয়ে

Image
মুম্বই: সুষমা স্বরাজের পর এবার নিশানায় প্রিয়াঙ্কা চতুর্বেদী ৷ সোশ্যাল মিডিয়ায় হুুমকির মুখে পড়েছেন কংগ্রেস নেত্রী ৷ তাঁর ১০ বছরের মেয়েকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ৷ সেই ট্যুইটটি নিজের ট্যুইট হ্যান্ডেলে পোস্ট করেন প্রিয়াঙ্কা ৷ গিরিশ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ট্যুইটি করা হয় ৷ অ্যাকাউন্টে থাকা ডিপিটি আবার হিন্দু ধর্মের আরাধ্য দেবতার ৷ তাই নিয়েই প্রশ্ন করেছেন কংগ্রেস নেত্রী ৷ ধর্মভীরু এমন ব্যক্তি এই পোস্ট করতে পারেন ? প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা ৷ ইতিমধ্যেই মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করেছেন নেত্রী ৷

মমতার মেসি নেই! সামনেই ‘লোকসভা কাপ’, দেখুন কোন দলের কোন পজিশনে কে

Image
যে কোনও দিন নাকি লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে যেতে পারে। এমনটাই খবর রাজনৈতিক মহলে। বিশ্বকাপের বাজারে দেখে নেওয়া যাক কেমন হতে পারে 'নীল-সাদা' আর 'গেরুয়া-সবুজ' বাহিনীর টিম স্ট্র্যাটেজি। বিশ্বকাপের 'লিভ ইট আপ' মিউজিক থামতে না থামতেই দামামা বাজিয়ে দিতে পারেন নরেন্দ্র মোদী। যে কোনও দিন নাকি লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে যেতে পারে। এমনটাই খবর রাজনৈতিক মহলে। বিশ্বকাপের বাজারে দেখে নেওয়া যাক কেমন হতে পারে 'নীল-সাদা' আর 'গেরুয়া-সবুজ' বাহিনীর টিম স্ট্র্যাটেজি। না, গোটা দেশের নয় ফুটবলপাগল বাঙালির জন্য রইল দুই দলের বেঙ্গল টিমের খবর। ক'দিন আগেই রাজ্য সফর সেরে যাওয়া বিজেপি-র কোচ বুঝিয়ে দিয়ে গিয়েছেন গেরুয়া বাহিনী এবার আক্রমণাত্মক ভূমিকায় মাঠে নামবে। অন্যান্য ক্ষমতাসীন রাজ্যে বিজেপির স্ট্র্যাটেজি যাই হোক না কেন বাংলার জন্য অল-আউট ম্যাচ খেলাই লক্ষ্য। আর স্টার প্লেয়ার রূপে খোদ নরেন্দ্র মোদীই যে থাকবেন সেটা তো বলাই বাহুল্য। দেশের মতো রাজ্যেও মাঝমাঠ সামলানোর দায়িত্ব নিজের হাতেই রাখবেন মোদীভাই। কখনও সেন্ট্রাল মিডফিল্ডার আবার কখনও সেন্টার ফরোয়ার্ড হিসেবে তাঁকেই দেখা

১০ কেজি গাঁজা-সহ ধৃত তিন

Image
মাদক দ্রব্য পাচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক। সম্প্রতি হাওড়ায় পুলিশের এক অনুষ্ঠানে এসে এই সতর্কবার্তা দিয়েছিলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আঞ্চলিক অধিকর্তা। কিছু দিন পরেই রবিবার হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে উদ্ধার হল এক বস্তা গাঁজা। ধরা পড়ল তিন পাচারকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে ধৃতেরা জানিয়েছে, ভিন্‌ রাজ্য থেকে আনা ওই গাঁজা হাওড়া ও কলকাতার বিভিন্ন জায়গায় সরবরাহ করার কথা ছিল। পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার কোনা এক্সপ্রেসওয়েতে পুলিশ রুটিনমাফিক গাড়ি তল্লাশি করছিল। ওই সময় নিবড়ার দিক থেকে দ্রুতগতিতে কলকাতার দিকে যাচ্ছিল একটি ব্যক্তিগত গাড়ি। গাড়িটি অতি দ্রুত আসতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। সেটি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১০ কেজি গাঁজা ভর্তি একটি বস্তা। এর পরেই গাড়ির চালক-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় গাড়িটি। পুলিশ জানায়, ধৃতদের নাম শচীন পাল, মনিরুল ইসলাম এবং মহম্মদ সাজ্জাদ। শচীনের বাড়ি অসমে। মনিরুলের বাড়ি মুর্শিদাবাদে এবং মহম্মদ সাজ্জাদ আদতে বিহারের বাসিন্দা হলেও বর্তমানে বাঁকড়ায় থাকে। তিন জনের

মোদীর ফিটনেস ভিডিও শুটে খরচ ৩৫ লাখ! তারুর-রাজ্যবর্ধন টুইট-যুদ্ধ

Image
নরেন্দ্র মোদীর ফিটনেস ভিডিও ও ছবি তুলতে প্রধানমন্ত্রীর দফতরের খরচ হয়েছে ৩৫ লাখ টাকা! পিএমও-র তরফে সরকারি ভাবে বিষয়টি স্বীকার না করলেও এই নিয়ে টুইটারে রীতিমতো তরজায় জড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর এবং কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। প্রাক্তন মন্ত্রীর দাবি উড়িয়ে রাজ্যবর্ধন বলেছেন, এই ভিডিওর জন্য এক টাকাও খরচ করেনি প্রধানমন্ত্রীর দফতর। মোদীর ফিটনেস ভিডিও এবং ছবি তোলার খরচ নিয়ে টুইটারে চর্চা চলছিলই। সোমবার তাতে যোগ দেন প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী। শশী তারুর দাবি করেন, মোদীর ফিটনেসের ভিডিও শুট করতে প্রধানমন্ত্রীর দফতরের খরচ হয়েছে ৩৫ লাখ টাকা। আর যোগা ডে-র প্রচারে আয়ূষ মন্ত্রক খরচ করেছে ২০ কোটি টাকা। এর সঙ্গেই প্রাক্তন মন্ত্রীর সংযোজন, ''এই সরকার ভুল তথ্য দিয়ে সত্যকে চাপা দিচ্ছে। সমস্ত আশা শেষ করে দিয়েছে।'' এই টুইটের পরই তাতে প্রচুর রিটুইট, রিঅ্যাক্ট, কমেন্টস শুরু হয়। পাল্টা টুইটে কেউ তারুরের পক্ষে দাঁড়িয়ে, কেউ কেন্দ্রের সমালোচনায় নেমে পড়েন, কেউ বা বিপক্ষে মত দেন। শশী তারুরের সমালোচনাও করেন অনেকে। তবে সরকারি ভাবে তারুরের টুইট

দোষীদের মাথা কাটলে ‘পুরস্কার’!

Image
একটু একটু করে সেরে উঠেছে আট বছরের মন্দসৌরের ধর্ষিতা শিশুটি, জানিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় অনেকটাই স্বাস্থ্যের উন্নতি হয়েছে তার। শিগগিরই আইসিইউতেও সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে তাকে। এই ঘটনার জন্য দায়ী ব্যক্তির মাথা কাটলে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন এক বিজেপি নেতা। গত ২৬ জুন, মিষ্টির লোভ দেখিয়ে অপহরণ করে আট বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করে। এমনকি ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুনেরও চেষ্টা হয়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বছর কুড়ির ইরফান ও আসিফ নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। তবে অভিযোগ, মধ্যপ্রদেশ পুলিশের কাছে অভিযুক্তদের ধরার সূত্র বলতে শুধু সিসিটিভিতে দেখা একজোড়া নতুন জুতো আর হাতের কব্জিতে একটি কালো সুতো। ফলে এরাই আসল অভিযুক্ত কি না তা নিয়ে সংশয় রয়েছে। ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির দাবিতে রবিবার রাস্তায় নামেন হাজার হাজার মন্দসৌরবাসী। সোমবারও চলে বিক্ষোভ। তবে নির্যাতিতা শিশুটির বাবা-মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও ক্ষতিপূরণ নয়, দোষীদের ফাঁসিই চান তাঁরা। আর সোমবার অভিযুক্তদের মাথা কাটার বিনিময়ে ৫ লক্ষ টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছেন বিজেপি নেতা সঞ্জীব

ভর্তিতে টাকার খেলা মানতেই নারাজ পার্থ

Image
কলেজে টাকা নিয়ে ভর্তির দুর্নীতিকে কার্যত আড়াল করে সাইবার ক্যাফের উপর দোষ চাপানোর চেষ্টা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার উত্তর থেকে মধ্য কলকাতায় তিনটি কলেজে ভর্তি-জুলুমের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ''বিভিন্ন সাইবার ক্যাফেতে যাচ্ছে ছেলেমেয়েরা। সেখানে আবেদনপত্র পূরণে কিছু গোলমাল হচ্ছে। ফলে ভর্তি হতে গিয়ে সমস্যায় পড়ছে অনেকেই। এর সঙ্গে কলেজে ঘুষ নেওয়ার কোনও সম্পর্ক নেই।'' মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের পরে এ দিন পার্থবাবু প্রথমে যান জয়পুরিয়া কলেজে। ঘটনাচক্রে এ দিন সকালেই ওই কলেজে ভর্তির আবেদনের টাকা অনলাইনে জমা দেওয়ার পরেও অতিরিক্ত টাকার দাবির অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু বেলা দু'টো নাগাদ জয়পুরিয়ায় গিয়ে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে বৈঠকের পরে পার্থবাবু সাইবার ক্যাফের 'গোলযোগ'-এর তত্ত্ব দেন। তাঁর দাবি, ''সংবাদপত্রের খবরের সঙ্গে বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। যে পদ্ধতিতে কাজ হচ্ছে, সেখানে অর্থ নেওয়ার কোনও জায়গাই নেই। অভিযোগ থাকলে গ্রেফতার হবে। তবে সত্যতা তো যাচাই করতে হবে।'' সুরেন্দ্রনাথ কলেজের

টাইব্রেকারে সুবিচার: বিজ্ঞান কী বলে

Image
ফুটবল ইজ় আ সিম্পল গেম, টোয়েন্টি টু মেন চেজ় আ বল ফর নাইন্টি মিনিটস অ্যান্ড অ্যাট দি এন্ড দি জার্মানস অলওয়েজ় উইন। ঠাট্টা করে কথাটা বলেছিলেন ব্রিটিশ ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক গ্যারি লিনেকার। এ বারের বিশ্বকাপে প্রাথমিক পর্বে ম্যাচগুলো যে ভাবে গড়িয়েছে, তাতে জার্মানি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও, নক আউট পর্বে লিনেকারের ওই মন্তব্য অমোঘ হয়ে দাঁড়াতে পারে। রাশিয়ায় বিশ্বকাপের সব চেয়ে বড় বৈশিষ্ট্য কী? টানটান উত্তেজনা। নাহ্, ভুল হল। বিশ্বকাপের ম্যাচে উত্তেজনা তো থাকবেই। বৈশিষ্ট্য উত্তেজনার উৎসে। অনেক ম্যাচেই ফলাফল ঠিক হচ্ছে একেবারে অন্তিম লগ্নে। মানে, টিমগুলো তুল্যমূল্য। লড়াই হচ্ছে প্রায় সমানে সমানে। প্রাথমিক পর্বে না হয় ড্র স্বাগত, কিন্তু নক আউটে? তখন তো নিষ্পত্তি চাই। অতএব টাইব্রেকার। আর, ওই পথে হেস্তনেস্ত করতে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় লিনেকারের মন্তব্য। কেন? টাইব্রেকার শুরুর আগের টস! যে দল জেতে, সচরাচর তারা প্রথম পেনাল্টি মারে। এবং গোল দেয়। রবিবার স্পেন এবং ডেনমার্ক প্রথম পেনাল্টি মেরে হেরে গেলেও, বেশির ভাগ ক্ষেত্রেই মানসিক চাপে পড়ে টসে-হারা দল। এই চাপ অব্যাহত থাকে প্রত্যেক রাউন্ডে দ্ব

কর্মসংস্থান কত হল, হিসেব মেলাতে গিয়ে হোঁচট খেলেন মোদী

Image
লোকসভা ভোটের প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে ২ কোটি মানুষের রোজগারের সুযোগ করে দেবেন। চার বছর পেরিয়ে গেলেও সেই হিসেব মেলাতে পারলেন না নরেন্দ্র মোদী। কর্মসংস্থানের সঠিক সংখ্যা দিতে গিয়ে হাতড়াতে হল তাঁকে। শেষ পর্যন্ত কবুল করে নিলেন, এ নিয়ে বিরোধীদের অভিযোগ অসত্য নয়। গত শনিবারই একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী। যা এখন ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে। দেশের আর্থিক পরিস্থিতির কথা বলতে গিয়ে মোদী এখানে দুষেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে 'ল্যান্ডমাইন' বিছিয়ে যাওয়ার জন্য 'অর্থনীতিবিদ' মনমোহন ও 'সবজান্তা' চিদম্বরমকে কটাক্ষ করেছেন তিনি। মোদীর দাবি, বাজেটেও ভুল পরিসংখ্যান দিয়েছিলেন চিদম্বরম। কিন্তু 'রাষ্ট্রনীতি'কে 'রাজনীতি'র ঊর্ধ্বে ঠাঁই দেন বলেই মনমোহন জমানার আর্থিক হাল নিয়ে তিনি তরজায় নামেননি। তবে এত অভিযোগের পরেও প্রধানমন্ত্রীকে হোঁচট খেতে হয়েছে রোজগারের সুযোগ নিয়ে তাঁর নিজের প্রতিশ্রুতি পালন করার প্রশ্নে। সাক্ষাৎকারে মোদী শুনিয়েছেন মুদ্রা যোজনায় ১২ কোটি ব্যক্তিকে ঋণ

মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Image
বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল ৭ জুলাই নাকি বিয়ে করছেন মহাক্ষয় ওরফে মিমো। কিন্তু তার আগেই বড়সড় বিতর্কের মুখে মিঠুন চক্রবর্তীর বড় ছেলে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক তরুণী। সোমবার দিল্লির রোহিনী আদালতে মিমোর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়। আদালতের নির্দেশেই এফআইআর দায়ের হয়েছে বলে ইন্ডিয়া টুডে-র একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে। যদিও এ বিষয়ে মিঠুন চক্রবর্তী ও তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একতা গৌবা সোমবার আদালতের নির্দেশ জানিয়ে বলেন, "এটা একটা হাই প্রোফাইল মামলা। এতে রাজ্যসভার প্রাক্তন সাংসদের নামও জড়িয়ে রয়েছে।" ইন্ডিয়া টুডে ছাড়াও আরও কয়েকটি ইংরেজি সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশিত হয়েছে, শুধুই মিমোই নয়, অভিযোগ দায়ের হয়েছে মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও জোর করে গর্ভপাতে করানোর অভিযোগ উঠেছে। ইংরেজি সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত খবর অনুযায়ী, ২০১৫ থেকে অভিযোগকারী তরুণীর মহাক্ষয়ের সম্পর্ক ছিল। অভিযোগ, পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে ওই ওই তরুণীকে অচেতন

'গোল করে ও করিয়ে যাবতীয় সমালোচনার জবাব দিলেন নেমার'

Image
বাজিমাত: গোল করে এবং করিয়ে নায়ক নেমার-ই। লুইস ফিলিপ স্কোলারির পরামর্শও বাঁচাতে পারল না মেক্সিকোকে। প্রত্যাশা মতোই বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেলেন নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)-রা। এ বার অপেক্ষা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের। ম্যাচের প্রিভিউয়ে দু'টো ব্যাপারে লিখেছিলাম। এক) জার্মানির বিরুদ্ধে যে-রণনীতি নিয়ে খেলেছিল মেক্সিকো, এই ম্যাচেও ওরা সেই ছকে খেলবে। অর্থাৎ, প্রতি আক্রমণে শুরুতেই গোল করার জন্য মরিয়া হয়ে ঝাঁপাবেন হাভিয়ের হার্নান্দেজ (চিচারিতো)-রা। দুই) মেক্সিকোর বিরুদ্ধেই নিজেকে প্রমাণ করবেন নেমার। আমার অনুমানই ঠিক। প্রথম ২০ মিনিট মেক্সিকোর ফুটবলারেরা রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল ব্রাজিল ভক্তদের। ম্যাচের দু'মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন মেক্সিকোর ইয়ার্ভিং লোসানো। ওঁর শট আমাদের ডিফেন্ডার মিরান্দা ফিলহোর গায়ে লেগে কর্নার না-হলে শুরুতেই পিছিয়ে পড়ত ব্রাজিল। চিচারিতোরা দেখেছিলেন, ব্রাজিলের রাইট ব্যাক পাগেনা লেমোস জায়গায় থাকছিলেন না। ওঁরা তাই বাঁ প্রান্তকেই বেছে নিয়েছিলেন আক্রমণের জন্য। ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা কোচ স্কোলারির খুব ভাল বন্ধু খুয়ান কার্লোস অসরি।