Posts

Showing posts from September 12, 2018

প্রথম মহিলা হিসেব ৩০০ উইকেট ঝুলনের, রেকর্ড মিতালিরও

Image
নতুন রেকর্ড ঝুলনের। ঝুলন গোস্বামী ফের নজির গড়লেন। এ বার প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট নিলেন তিনি। একই সঙ্গে ভারত অধিনায়ক মিতালি রাজও গড়লেন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি একদিনের ম্যাচ খেলার রেকর্ড। মঙ্গলবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডে ম্যাচে নয় উইকেটে হারিয়েছে ভারত। সেই ম্যাচেই দুই উইকেট নিয়েছিলেন ঝুলন। প্রথম উইকেট নিয়েই তিনি পৌঁছন ৩০০ উইকেটে। এখন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট শিকার সংখ্যা হল ৩০১। এর মধ্যে টেস্টে এসেছে ৪০ উইকেট, একদিনের ক্রিকেটে এসেছে ২০৫ উইকেট, টি-টোয়েন্টিতে এসেছে ৫৬ উইকেট। একদিনের ক্রিকেটে তিনিই একমাত্র ক্রিকেটার যাঁর দুশো উইকেট রয়েছে। অন্য দিকে, মিতালি রাজ আবার ১১৮ বার দেশকে নেতৃত্ব দিলেন ওয়ানডে ফরম্যাটে। যা রেকর্ড। ইংল্যান্ডের শার্লটে এডওয়ার্ডস ১১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁকে টপকে গেলেন মিতালি। এই তালিকার তিন রয়েছেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। তিনি ১০১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়াকে।

ফের দুরন্ত অফার জিও-র, এবার রিচার্জ করতে লাগবে আরও কম টাকা !

Image
কলকাতা: জিও মানেই অফারের ছড়াছড়ি ৷ সংস্থার দু'বছরের পূর্তি উপলক্ষে একের পর এক অফার দিয়েই চলেছে জিও ৷ কিন্তু অফার এখানেই শেষ হচ্ছে না ৷ এবার জিও-র সবচেয়ে বেশি সেল হওয়া ৩৯৯ টাকার প্ল্যানেও আরও ১০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে ৷ অর্থাৎ এই প্ল্যান এবার রিচার্জ করতে আরও ১০০ টাকা ডিসকাউন্টে মাত্র ২৯৯ টাকায় পাওয়া যাবে ৷ এর জন্য মোবাইল ওয়ালেট সংস্থা PhonePe-র সঙ্গে গাটছড়া বেঁধেছে জিও ৷ ১২ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০১৮-র মধ্যে গ্রাহকরা মাই জিও অ্যাপ থেকে এই অফার পাবেন ৷ সংস্থার দ্বিতীয় বর্ষের পূর্তিতে প্রায় প্রতি মাসেই গ্রাহকদের কোনও না কোনও নতুন অফার দিয়ে চমক দিচ্ছে জিও ৷ এবার PhonePe-র সঙ্গে গাটছড়া বাঁধায় এই মোবাইল ওয়ালেটের মাধ্যমে রিচার্জ করলে আরও ১০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন গ্রাহকরা ৷ জিও-র এই ৩৯৯ টাকার প্ল্যানই সবচেয়ে জনপ্রিয় ৷ এই অফারে এবার তিন মাসের জন্য আনলিমিটেড ডেটা (৪২ জিবি) এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা গ্রাহকরা পাবেন মাত্র ২৯৯ টাকায় ৷ জিও-র প্রিপেড গ্রাহকরা এই ১০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দু'ভাবে পাবেন ৷ ১. মাইজিও অ্যাপ থেকে বুক করলে ৫০টাকা ক্যাশব্যা

বাহুবলীকে টেক্কা, সবচেয়ে ব্যয়বহুল ছবি তৈরিতে কত খরচ হল জানেন ?

Image
মুম্বই: অক্ষয় কুমারের নতুন ছবি 2.0 তৈরিতে খরচ হয়েছে বিপুল ৷ মুক্তির আগেই জোর চর্চা শুরু হয়েছে ছবি নিয়ে ৷ এক তো অক্ষয় রজনীকান্ত মুখোমুখি ৷ সঙ্গে খলের চরিত্রে অক্ষয় ৷ তবে তার থেকেও যে বিষয়টি নিয়ে সবার চোখ ছানাবড়া হবে তা হল ছবির বাজেট ৷ থ্রি ডি টেকনোলজিতে শ্যুট হওয়া এই ছবিটির ভিএফএক্স গ্রাফিক্সের জন্যই খরচ হয়েছে ৩৪৪ কোটি টাকা ! ছবির একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই খরচের এই তথ্য সামনে এনেছেন খোদ অক্ষয় ৷ তিনি লিখেছেন ভারতের প্রথম ৩৪৪ কোটির ভিএফএক্স ওয়ান্ডার ! ৩০০০ টেকনিশিয়ান একযোগ কাজ করেছেন এই ছবিতে ৷ শুধু খরচ নয়, এই প্রথম কোন ভারতীয় ছবি পুরোপুরি শ্যুট হয়েছে 3D টেকনোলজিতে ৷ এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি খরচের ছবি ছিল বাহুবলী ৷ ছবিটি বানাতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা ৷ কিন্তু তাকে এবার টেক্কা দেওয়ার সময় এসে গেল ৷ ২৯শে নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ রয়েছে অনেকেরই ৷ দক্ষিণী ভাষা ছাড়াও হিন্দিতে মুক্তি পাবে 2.0 ছবিটি ৷

সরকারি নার্সদের অবসরের বয়স বাড়াল রাজ্য সরকার

Image
কলকাতা: পুজোর আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর ৷ সরকারি নার্সদের অবসরের বয়স বাড়াল রাজ্য সরকার ৷ অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে করা হল ৬২ ৷ বুধবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত ৷ রাজ্যের এই সিদ্ধান্তে আপ্লুত সরকারি নার্সেরা ৷ একইসঙ্গে খুশির খবর রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্যেও ৷ পয়লা অক্টোবর থেকে আয় বাড়ছে সিভিক পুলিশদের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা মতোই এবার বাড়তি বেতন হাতে পাবেন সিভিক ভলান্টিয়াররা ৷

বেতন বাড়ছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের।

Image
ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। এবার সরকারি শিলমোহর পড়ে গেল। বেতন বাড়ছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের। সাড়ে ৫ হাজার টাকা থেকে বেতন বেড়ে হচ্ছে ৮ হাজার টাকা। গত মে মাসে বঙ্গ সম্মানের মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দ্রুত বেতন বাড়ানো হবে সিভিক ভলান্টিয়ারদের। মূলত পঞ্চায়েত নির্বাচনে ভাল কাজের পুরস্কার পেয়েছিলেন সিভিকরা। তাছাড়া দীর্ঘদিন ধরেই বেতনবৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। এবার তাদের সেই দাবি পূরণ হতে চলেছে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরকারিভাবে মুখ্যমন্ত্রীর ঘোষণায় শিলমোহর পড়ে গেল। বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একথা ঘোষণা করেছেন। এতদিন পর্যন্ত সিভিক ভলান্টিয়ারদের বেতন ছিল সাড়ে পাঁচ হাজার টাকা। ১ অক্টোবর থেকে তা বাড়িয়ে করা হবে আট হাজার টাকা। তাছাড়া যাঁরা বর্তমানে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, তাঁদের প্রশিক্ষণ দিয়ে হোম গার্ড ও পরে কনস্টেবল করে নেওয়ারও পদ্ধতি শুরু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এবার সিভিক ভলান্টিয়ারদের সরাসরি পুলিশকর্মী হওয়ার সুযোগ থাকল। সিভিকদের পাশাপাশি জুনিয়র হোম গার্ড

ঘুমন্ত নাবালিকাকে ধর্ষণে বাধা দিতে গিয়ে খুন হলেন নির্যাতিতার দাদু।

Image
রায়গঞ্জ: করণদিঘিতে ঘুমন্ত নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ উঠল প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দিতে গিয়ে খুন হলেন নির্যাতিতার দাদু। এই ঘটনায় অভিযুক্তের ছুরির কোপে গুরুতর আহত হয়েছেন নির্যাতিতার ঠাকুমা। ঘটনাস্থলে ছিল নির্যাতিতার ন'মাসের ভাই। সে-ও ঘটনার অভিঘাতে বোবা হয়ে গিয়েছে। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘিতে। পুলিশ জানিয়েছে, ষষ্ঠ শ্রেণির ছাত্রী ওই নাবালিকা নিজের ঘরে ঘুমোচ্ছিল। লাগোয়া দুটি ঘরের একটিতে দাদু ঠাকুমার সঙ্গে ছোট ভাই ও অন্য ঘরটিতে বাবা-মা ঘুমিয়েছিলেন। অভিযোগ, রাত একটার কিছু পরে প্রতিবেশী যুবক আলি শাহ (৩২) নাবালিকার ঘরে ঢোকে। ঘুমন্ত নাবালিকার উপরে নারকীয় অত্যাচার চালায়। আতঙ্কিত নির্যাতিতা কোনওরকমে অভিযুক্তের কবল থেকে নিজেকে ছাড়িয়ে চিৎকার শুরু করে। নাতনির চিৎকারে ততক্ষণে পাশের ঘর থেকে ছুটে এসেছেন দাদু  আরিফুল মণ্ডল (নাম পরিবর্তিত)। অভিযুক্তকে ধরতে যেতেই দাদুর গলায় ছুরি চালিয়ে দেয় আলি শাহ। স্বামীকে বাঁচাতে এসে আক্রান্ত হন ঠাকুমা রুবিনা বিবি (নাম পরিবর্তিত)। তাঁর পিঠে ও

দিনে দর্জি, রাতে সিরিয়াল কিলার, ভয়ঙ্কর খুনিকে ধরলেন এশিয়ান গেমসে পদক জয়ী জুডো প্লেয়ার

Image
দেখে বোঝার উপায় নেই। দিব্যি লোকটা সকাল থেকে দোকান খুলে দর্জিগিরির কাজ করে যেত। নিপাট ভদ্র মানুষ বলেই সকলে চেনে তাকে। কিন্তু এই লোকটা-ই যে একটা সিরিয়াল কিলার তা কেউ কখনও জানতে পারেনি। সকলে তার খুনি পরিচয় সামনে আসে যখন আদেশ খামরাকে পুলিশ গ্রেফতার করে, তারপরে। আদেশ খামরা নামে এই দর্জির বিরুদ্ধে এক একটি নয় ৩৩টি খুনের মামলা দায়ের হয়েছে। ভয়ানক এই খুনিকে গান-পয়েন্টে রেখে গ্রেফতার করেন এশিয়ান গেমসে জুডো-তে ব্রোঞ্জ জয়ী মহিলা খেলোয়াড় বিট্টু শর্মা। বর্তমানে মধ্যপ্রদেশ পুলিশে পুলিশ সুপার পদে কর্মরত তিনি। ভোপালের এক ঘিঞ্জি এলাকায় একটা ছোট টেলারিং-এর দোকান চালাত আদেশ। কিন্তু রাত হলেই কাঁধে কুড়ুল চাপিয়ে নেমে পড়ত খুনের নেশায়। আর তার প্রতিটি খুনেরই শিকার ট্রাক চালক এবং তাঁদের খালাসিরা। জানা গিয়েছে, ২০১০ সালে অমরাবতীতে প্রথম খুন করে আদেশ। এরপর নাসিকেও সে এক ট্রাক চালককে খুন করেছে বলে মধ্যপ্রদেশ পুলিশের দাবি। গত কয়েক বছর ধরেই এমন ৩০টি খুনের কেসে নাজেহাল হয়ে যায় মধ্যপ্রদেশ পুলিশ। এই ঘটনায় খুন হওয়ারা সকলেই ছিল ট্রাক চালক। তদন্তে পুলিশ এটাও বুঝতে পারে খুন গুলো এক ব্যক্তিরই করা। মধ্যপ্রদেশের যেখানে যেখানে

প্রেমিকার শরীরের গোপন অংশে মেহেন্দি দিয়ে লেখা ফোন নম্বর, খসে পড়ল প্রিয়জনের মুখোশ

Image
প্রেমিকার শরীরের গোপন অংশে মেহেন্দি দিয়ে লেখা দুটি ফোন নম্বর! সেই ফোন নম্বরের সূত্র ধরেই খুনের কিনারা করে ফেলল পুলিশ। ফাঁস হয়ে গেল নির্মমভাবে স্টোনম্যানের কায়দায় খুনের চক্রীদের আসল চেহারা। ফাঁস হয়ে গেল খুনের মোটিভও। অনার-কিলিংয়ের শিকার বিহারের তরুণীর বাবা-দাদা ধরা পড়ে গেল অবশেষে। বাবা-দাদার সঙ্গে গাড়িতে করে কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথেই তরুণী বুঝতে পেরেছিল, সে খুন হতে পারে। সেইজন্যই মেহেন্দি করার অছিলায় উরুতে লিখে রাখে দুটি নম্বর। সে চেয়েছিল, তাকে যদি প্রেমের অপরাধে পৃথিবী ছেড়ে চলে যেতেই হয়, তার খুনিরা যেন শাস্তি পায়। অবশেষে তরুণী খুনের কিনারা হল ওই ফোন নম্বরের সূত্র ধরেই। কর্মসূত্রে কলকাতায় থাকতেন যুবতীর বাবা মহম্মদ মুস্তাক ও দাদা জাহিদ। বিহারের মুজফফরপুরে তাদের বাড়ি। একই গ্রামের বাসিন্দা করণ রামকে ভালোবেসেছিল জেহানা খাতুন। দুজনের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। তারা চেয়েছিল বিয়ে করতে। কিন্তু জেহানার বাড়ি থেকে ছিল প্রবল আপত্তি। আপত্তি অগ্রাহ্য করেই করণের সঙ্গে একবার নাগপুরে চলে যায় জেহানা। এরপর জোর করেই করণের হাত থেকে জেহানাকে ছিনিয়ে নিয়ে আসে তার বাবা ও দাদা। এরপর জেহানাকে ন

ছত্তীসগড়ে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরই ধর্ষিতাকে স্থানীয়দের সামনে বেধড়ক মার

Image
রায়পুর:  দুদিন আগেই ছত্তীসগড়ের কাঙ্কের জেলায় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে ১৫ বছরের এক কিশোরী। এরপরই আচমকা ভাইরাল হয়ে যায় একটি ভিডিও। দেখা যায় নির্যাতিতা ওই কিশোরীকে বেধড়ক মারধর করা হচ্ছে। পুরো ঘটনাটিই ঘটে এলাকার স্থানীয় বাসিন্দাদের সামনে। মারার ভিডিওটি ভাইরালও হয়ে গিয়েছে। তবে ওই একই গ্রাম থেকে অপর এক মহিলাকে মারের ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে ওই মহিলার বাড়িতেই ধর্ষণ করা হয়েছে। পুলিশ সূত্রে আরও দাবি করা হয়েছে, দুটি ভিডিওই রায়পুর থেকে ২৫০ কিমি দূরে এই ঘটনা সংক্রান্ত এক বৈঠকের দিন তোলা হয়। গত ৯ সেপ্টেম্বর নাবালিকাটি থানায় ধর্ষণের মামলা দায়ের করে। তার আগের ঘটনা এটি। নাবালিকার পরিবারের সদস্যরা গত ৯ সেপ্টেম্বর নিরাশু বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। নির্যাতিতার দাবি, ধর্ষণের কাণ্ডটি তিন মাস আগে ঘটেছে। মেয়েটি তার মাকে পুরো ঘটনাটি জানানোর পরই স্থানীয় গ্রামবাসীরা একটি বৈঠক ডাকে। তারপরের দিনই মেয়েটির পরিবার পুলিশে যান। তবে মেয়েটিকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে ৩৭৬ ধারা ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তদের।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে ২২,০০০ কোটি টাকা লাভের মুখ দেখতে পারে রাজ্যগুলি

Image
মুম্বই: কমছে টাকার দাম । প্রতিনিয়ত রেকর্ড ভেঙে আন্তর্জাতিক বাজারে মহার্ঘ হচ্ছে অপরিশোধিত তেল । অতিরিক্ত ডলার গুনতে গিয়ে কেন্দ্রের বিদেশী মুদ্রার ভাড়ার তলানিতে । কিন্তু এরই মধ্যে প্রায় ২২,৭০০ কোটি টাকা লাভের মুখ দেখতে পারে রাজ্যগুলি, একটি রিপোর্টে এমনই জানা গিয়েছে । আজও রেকর্ড পতন হয়ে ভারতীয় মুদ্রার দাম হয়েছে ৭২.৮৮ টাকা । মঙ্গলবারেও বেড়েছে ডলার প্রতি অপরিশোধিত তেলের দাম । সেনসেক্সও পড়েছে প্রায় ১.৩৯ শতাংশ হারে । এই সবকিছুর মধ্যেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে বেশ খানিকটা অর্থনৈতিক লভ্যাংশের মুখ দেখবে রাজ্যগুলি, SBIএর একটি গবেষণায় এমনই তথ্য তুলে ধরা হয়েছে । চলতি অর্থবছরে নির্ধারিত বাজেটের চেয়ে প্রায় ২২,৭০০ কোটি টাকা অতিরিক্ত লাভ করতে পারে রাজ্যগুলি । এই অপ্রত্যাশিত লাভের কারণে রাজ্যের রাজস্ব ঘাটতি ১৫-২০ শতাংশে কমতে পারে, যদি অন্য সবকিছু অপরিবর্তিত থাকে,এমনই জানানো হয়েছে ওই রিপোর্টে ।

ডিএ মামলা: রাজ্যকে DA নিয়ে হলফনামা জমার নির্দেশ স্যাটের

Image
কলকাতা: কলকাতা হাইকোর্টের রায়ে ডিএ মামলা ফিরেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এ ৷ বুধবার মামলার শুনানিতে রাজ্য সরকারকে ডিএ নিয়ে হলফনামা জমার নির্দেশ দিল স্যাট ৷ কেন্দ্রের সমহারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে নিয়ে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে ৷ চেন্নাই, দিল্লিতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়েও রাজ্যের সিদ্ধান্ত জানতে চেয়েছে স্যাট ৷ মামলার পরবর্তী শুনানি ৪ অক্টোবর ৷ ১৬ মাস ধরে আইনি যুক্তি, পাল্টা যুক্তির লড়াই শেষে ৩১ অগাস্ট সরকারি কর্মীদের মহার্ঘভাতা নিয়ে গুরুত্বপূর্ণ রায় শোনায় কলকাতা হাইকোর্ট ৷ সরকারি কর্মীদের মহার্ঘভাতা আইনসিদ্ধ অধিকার এই দাবিতে সিলমোহর দিল আদালত ৷ ২০১৭ সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এ মহার্ঘভাতা নিয়ে মামলার শুনানির সময় রাজ্য সরকার জানিয়েছিল ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়। মহার্ঘ ভাতা দেওয়া না দেওয়া সরকারের ইচ্ছের অধীন ৷ সরকারের এই দাবিতে সিলমোহর দিয়েছিল স্যাটও ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। সেই মামলাতেই বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি

ফের কমল টাকার দাম! বিদেশি সংস্থার শেয়ার বিক্রির ধুম

Image
ফের কমল টাকার দাম। বুধবার ১২ সেপ্টেম্বর যা পৌঁছে যায় এযাবত সর্বনিম্ন স্তরে। এদিন বাজার খোলার পর টাকার মূল্য মঙ্গলবারের থেকে ৫ পয়সা কমে গিয়ে দাঁড়ায় ডলার পিছু ৭২.৭৫ টাকায়। পরে তা নেমে যায় ৭২.৯২-এ। বিদেশি সংস্থাগুলি মঙ্গলবার দেশের বাজারে থাকা তাদের শেয়ার বিক্রি জোরদার করে। তিনমাসের মধ্যে এদিনই সর্বোচ্চ ১,৪৫৪ কোটি টাকার শেয়ার বিক্রি করে দেয় তারা। শেয়ার বিশেষজ্ঞদের মতে টাকার দাম কমতে থাকায় মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা। আর সেই সঙ্গে সুদের হারও বেড়ে যেতে পারে। শুধুমাত্র গত মাসেই টাকার দাম ৫ শতাংশ কমেছে। এখনও পর্যন্ত এই বছরে টাকার দাম কমেছে প্রায় ১২ শতাংশের ওপর। বিশ্বের বাজারে তেলের দাম বাড়তে থাকায় আর ভারতের জ্বালানি তেলের ৮০ শতাংশ আমদানি হওয়ায়, কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ বছরের মধ্যে সবথেকে বেশি ঘাটতি দেখা দিয়েছে।

পুজো কমিটিকে টাকা দিচ্ছেন, আমাদেরও বাঁচান মুখ্যমন্ত্রীঃ আর্জি রোগীদের

Image
কলকাতা : কেউ বলছেন, ভাত-ডাল নয়, ডায়ালিসিস চাই। ডায়ালিসিস ছাড়া আমরা বাঁচতে পারব না। আবার কারও প্রশ্ন, পুজো কমিটিগুলোকে টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আমাদের বাঁচার জন্য কে টাকা দেবেন ? ফ্রিতে ডায়ালিসিস করাতে না পেরে দিনভর চলল ভোগান্তি। প্রায় ১২ ঘণ্টা ভোগান্তির শেষে সমাধান মিলেছে। হয়েছে ফ্রি ডায়ালিসিস। পরের বার এই পরিষেবা পাওয়া যাবে কি না, তার কোনও নিশ্চয়তা খুঁজে পাচ্ছেন না পরিজনরা। আর দিনভর ভোগান্তির মধ্যে রোগী এবং পরিজনদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্নের পাশাপাশি আবেদন, "একটু দেখুন আমাদের"। গতকাল ঘটনাটি বেলেঘাটা ID হাসপাতালের। এই হাসপাতালে PPP মডেলে চালু আছে ডায়ালিসিস পরিষেবা। ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি এই পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যায্যমূল্যের এই ডায়ালিসিস সেন্টারে বহু রোগীকে ফ্রিতেও পরিষেবা দেওয়া হয়। কিন্তু গতকাল সকাল থেকে হাসপাতালের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আর ফ্রিতে এই পরিষেবা দেওয়া সম্ভব নয়। রোগী এবং তাঁদের পরিজনরা তা জানার পরই ক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, PPP মডেলের চুক্তিবদ্ধ এই সেন্টারের কর্তৃপক্ষ তথা সংশ্লিষ্ট সংস্থা ফ্রি ডায়ালিস

‘বিপদের মুখে দেশ, রাফায়েলেই জবাব দেবে ভারতীয় বায়ুসেনা’

Image
নয়াদিল্লি: বিশ্বে কোনও দেশকে ভারতের মতো গম্ভীর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে না, বুধবার ভারতের বাযুসেনা প্রধান বিএস ধানোযা এই কথা বলেন৷ তবে শত্রুপক্ষকে ধরাশায়ী করতে ভারতকে আরও শক্তিশালী হতে হবে, তিব্বতে চিন যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে, আর তাই ভারতের প্রয়োজন আরও বেশি সংখ্যক যুদ্ধবিমান৷ বায়ুসেনা প্রধান জানান, রাফায়েল বিমান এবং মিসাইল ডিফেন্স সিস্টেম এস-৪০০-এর মাধ্যমে ভারতীয় সেনা আরও শক্তিশালী হয়ে উঠবে৷ ভারতের কাছে ৩১ স্কোয়াড্রন রয়েছে যা শত্রু মোকাবিলায় যথেষ্ট নয় বলে মত তাঁর৷ এই রাফায়েল চুক্তি নিয়েই বিরোধী দলগুলির নিশানায় কেন্দ্রীয় সরকার৷ এই বিষয় নিয়েই এই প্রথম ভারতীয় বায়ুসেনা প্রধান বক্তব্য পেশ করেন৷ মোদী সরকারকে এই বিষয়ে সমর্থন করে তিনি বলেন, রাফায়েল বিমানের সাহায্যে সমস্যার সমাধান করা আরও সহজ হবে৷ তবে এর পাশাপাশি তিনি এও জানান, ভারতের কাছে বেশ কিছু অস্ত্রের অভাব রয়েছে যার জন্য অনেকক্ষেত্রেই শত্রু মোকাবিলার কাজ কিছুক্ষেত্রে কঠিন হতে পারে৷ এদিকে, ভারতকে রীতিমত ধাক্কা দিয়ে চিনের সঙ্গে মহড়ার সিদ্ধান্ত নিল নেপাল। আগামী ১৭ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চিনের চেংদুতে চিন

২০২২ সালে ফ্রান্স ও যুক্তরাজ্যের চেয়েও বেশি কোটিপতি থাকবে ভারতে, বলছে রিপোর্ট

Image
নিউ ইয়র্ক: ২০২২ সালের মধ্যে ফ্রান্স,রাশিয়া ও যুক্তরাজ্যের তুলনায় ভারতবর্ষে ধনকুবেরের সংখ্যা বেশি হবে যাদের মোট সম্পত্তির পরিমাণ হবে প্রায় ৩,৫০০ কোটি টাকা । নিউ ইয়র্কের এস্টেট সংস্থা নাইট ফ্র্যাঙ্কের একটি রিপোর্টে এই রকমই তথ্য তুলে ধরা হয়েছে । ২০১৭ সালে ভারতে প্রায় ২০০ জন কোটিপতি ছিল যা ২০২২-এ বেড়ে হবে ৩৪০। ২০২২-এ ফ্রান্সে অর্থবান ব্যক্তির সংখ্যা হবে ৩১০, যুক্তরাজ্য ও রাশিয়ায় হবে ২২০। সম্পদ প্রতিবেদন অনুযায়ী আগামী বছরে এশিয়ায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণে অনেক কারণেই বৃদ্ধি পেতে চলেছে কোটিপতির সংখ্যা । সমগ্র এশিয়ায় ধনকুবেরের সংখ্যা হতে পারে ৩,০০০ । অর্থবান নাগরিকের সংখ্যার দিক দিয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যকেও অতিক্রম করবে ভারত । আন্তর্জাতিক অর্থনীতিতে এশিয়ার উপস্থিতিও বহুগুণে বৃদ্ধি পাবে। যদিও এই তালিকার শীর্ষে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ধনশালী নাগরিকের সংখ্যা ১৮৩০ থেকে বেড়ে হবে ২,৫০০ । মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই থাকতে পারে চিন ও জাপান । রিপোর্ট অনুযায়ী, অর্থবান নাগরিকের সংখ্যার দিক দিয়ে ইতিমধ্যেই ইউরোপকে ছাড়িয়ে গিয়েছে উত্তর-আমেরিকা ।

বচসার জেরে বৃদ্ধ দম্পতি ও ছেলেকে মারধর, সিন্ডিকেটই কি কারণ?

Image
খুব সামান্য একটি বিষয়ে বচসা। আর সেই বচসার জেরে অশীতিপর দম্পতিকে মারধর করল এক দল যুবক। মা-বাবাকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল ওই দম্পতির ছেলের। আক্রান্ত দম্পতির অভিযোগ, গোটা ঘটনার পিছনে সিন্ডিকেটের হাত রয়েছে। বাড়ি তৈরির সময়ে সিন্ডিকেটের থেকে জিনিসপত্র না কেনার জন্যই বার বার হামলার শিকার হচ্ছেন তাঁরা। পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না। গত মঙ্গলবারের ওই ঘটনা সম্পর্কে সোনারপুর থানার এক আধিকারিক বলেন, "ওই বৃদ্ধের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধানের পরই এফআইআর দায়ের করা হবে।" সোনারপুর থানা এলাকার মহামায়াতলা মণ্ডল পড়ার বাসিন্দা ৮৩ বছরের সীতাংশুমোহন সরকার এবং তাঁর স্ত্রী রত্না সরকার। তাঁদের ছেলে সৌমেন্দ্রমোহন সরকার কর্মসূত্রে পঞ্জাবে থাকেন। তবে ঘটনার দিন তিনি সোনারপুরের বাড়িতেই ছিলেন। বচসার সূত্রপাত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ। বৃদ্ধ সীতাংশুমোহনের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকার কিছু মানুষ তাঁদের বাড়ির সামনে নর্দমাতে আবর্জনা ফেলছেন। প্রতিবাদ করেও লাভ হয়নি। গতকাল একই ভাবে আবর্জনা ফেললে তিনি ফের প্রতিবাদ করেন। তখন স্থানীয় কিছু যুবক তাঁকে কটূক্তি করেন। ধাক্কা মারেন। এর পর মারতে উদ্যত

ইন্টারনেটের নতুন চ্যালেঞ্জ ‘হট ওয়াটার’, ভয়ঙ্কর পরিণতি হল কিশোরের

Image
১৫ বছরের কাইল্যান্ড ক্লার্ক এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি। একটি ভয়ঙ্কর কাজ করতে গিয়ে সে পুড়িয়েছে নিজের মুখ। বন্ধুর সঙ্গে মজা করে বলেছিল, 'হট ওয়াটার চ্যালেঞ্জ' খেললে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। কাইল্যান্ড যখন ঘুমাচ্ছিল তখন তার বন্ধু এসে ফুটন্ত জল মুখের উপর ফেলে দিয়েছিল। ''আমার ত্বক তো খুলে পড়ে যাচ্ছিল। আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠেছিলাম,'' বলছেন কাইল্যান্ড। তার পুড়ে যাওয়ার ক্ষত ছিল দ্বিতীয় ডিগ্রির। যাতে জ্বালা করে ও ত্বকের উপর ফোসকা পড়ে যায়।   শুধু কাইল্যান্ডই নয়, আমেরিকার আরও কয়েকজনও এই ভয়ঙ্কর চ্যালেঞ্জের খেলা খেলতে গিয়ে হাসপাতালে ঠাঁই নিয়েছেন। একজন মারা গিয়েছেন বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'টাইম'-এর খবর। ২০১৭ সালের জুলাইতে একটি ৮ ব‌‌‌‌‌‌‌‌ছরের বাচ্চা মারা যায় যখন তার ভাই তাকে ফুটন্ত জল খাওয়ার চ্যালেঞ্জ ছুড়েছিল। তার গলা পুড়ে যায়। সে বধির হয়ে যায়। পরে সে মারা যায়।    'হট ওয়াটার চ্যালেঞ্জ' আসলে কী? এই খেলায় কারোর উপরে ফুটন্ত জল ফেলে দিতে হয় বা স্ট্র দিয়ে ফুটন্ত জল খেতে হয়। এই থেলা খুবই ভয়ঙ্কর। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে না গে

অসমের ভূমিকম্পে কাঁপল কলকাতা পর্যন্ত, আতঙ্কে রাস্তায় লোকজন

Image
মাঝারি ভূমিকম্পে নড়ে উঠল অসমের কোকরাঝাড়। আর তার রেশ উত্তরবঙ্গ হয়ে এসে পড়ল কলকাতা পর্যন্ত। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। বেলা ১০টা ২০ মিনিট ৫৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। স্থায়ী ছিল ২০-৩০ সেকেণ্ড। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাশ জানিয়েছেন, কোকরাঝাড়ে কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার, মালদহ-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বেশ ভাল টের পাওয়া গিয়েছে এই কম্পন। ভাল টের পাওয়া গিয়েছে মুর্শিদাবাদেও। অসম, পশ্চিমবঙ্গ ছাড়া কম্পন অনুভূত হয়েছে সিকিম, মেঘালয়, বিহারেও। ভুটান, বাংলাদেশ, মায়ানমারেও টের পাওয়া গিয়েছে কম্পন। উত্তরবঙ্গের অনেক স্কুলেই ভূমিকম্পের পর ছুটি দিয়ে দেওয়া হয়। তখন সবে অনেকেই স্কুল-কলেজ, অফিসকাছারির জন্য রওনা দিয়েছেন। কেউ বা পৌঁছেও গিয়েছেন গন্তব্যে। এমন সময়ে হঠাৎই কম্পন টের পান মানুষ। আতঙ্কে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসেন ঘরবাড়ি, অফিস ছেড়ে। কলকাতা আর সল্টলেকেও নানা বহুতলের নীচে জড়ো হতে দেখা যায় অনেককেই। মোবাইলের সংযোগও কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে যায় কিছু ক্ষণের জন্য। নদী আর জলাশয়েও এর প্রভাব স্

সেতু, রাস্তা ভাঙলে দায় নিতেই হবে ইঞ্জিনিয়ারকে, ওজর চলবে না

Image
মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় দোষীদের খুঁজতে তদন্ত করানো হবে। দোষীদের শাস্তি হবে। মঙ্গলবার দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকে তিনি বলেন, এখানে অনেক মিরজাফর রয়েছেন। তাঁদের চিহ্নিতও করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, মাঝেরহাট ব্রিজ–কাণ্ডের তদন্তও প্রায় শেষ পর্যায়ে। দু–একদিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এ নিয়ে রিপোর্ট জমা পড়বে। ঠিক হয়েছে, পুজোর পরেই শুরু হবে মাঝেরহাট ব্রিজ মেরামতের কাজ। তবে পুজোর সময় ও আগে ওই অঞ্চলে বাড়তি যান–চলাচলে যাতে সমস্যা না হয় তার জন্য বিকল্প দুটি পথ তৈরি করে ফেলা হবে। এর জন্য শিয়ালদা ডিভিশন যাতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় সাহায্য করে তার নির্দেশ দিয়েছে রেল। নবান্ন সূত্রে জানা গেছে, ভেঙেপড়া মাঝেরহাট ব্রিজ কীভাবে তৈরি হবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। ব্রিজের যে অংশ ভেঙে পড়েছে, শুধু সেই অংশটিই তৈরি করা হবে, না কি তার সঙ্গে বাকি অংশটিও সংস্কার এবং বাড়তি ওজন কমানো হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। মাঝেরহাট ব্রিজের পাশে বিকল্প পথ দুটি তৈরি করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। কেএমসি, কেএমডিএ, পিডব্লিউডি এবং র

উত্তরবঙ্গে ভূমিকম্প, কেঁপে উঠল কলকাতাও

Image
ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। রেশ এসে পড়ল কলকাতা পর্যন্ত। কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে মালদহ, মুর্শিদাবাদেও। বেলা ১০টা ২৫ নাগাদ এই কম্পন অনুভূত হয়। সেক্টর ফাইভের বহুতলেও কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হওয়ার সঙ্গেসঙ্গেই আতঙ্কে বহুতল থেকে রাস্তায় নেমে আসেন অফিসকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই রাজ্যের একাধিক জেলা থেকে ভূমিকম্পের খবর আসতে থাকে। কম্পন অনুভূত হয় কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। পাশাপাশি উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমেও কম্পন অনুভূত হয়েছে। শুধু রাজ্যে নয়। এদিন সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে ভূস্বর্গ জম্মু–কাশ্মীরও। একইসঙ্গে পড়শি রাজ্য বিহার, ঝাড়খণ্ড, অসমেও কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। জানা গিয়েছে অসমের কোকরাঝাড়ে ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভুটান, বাংলাদেশ, মায়ানমারের কম্পন অনুভূত হয়। বুধবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে ভূস্বর্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পের উৎসস্থল উত্তর কার্গিল। এদিকে ঠিক ভোর ৫টা ৪৩ মিনিট নাগাদ আরও একটি কম্পন টের পাওয়া যায় হরিয়ানার ঝ

ধূমপানের প্রলোভন দেখিয়ে বৃদ্ধকে খুন করে ছিনতাই।

Image
কৃষ্ণনগর: বছর সত্তরের এক বৃদ্ধকে ঘরে ডেকে এনে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মাদুর দিয়ে মৃতদেহ মুড়িয়ে খাটের নিচে রেখে বাড়ি থেকে চম্পট দেয় অভিযুক্ত। খবর পেয়ে দরজা ভেঙে খাটের নিচ থেকে  বৃদ্ধের মৃতদেহ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খুনের আগে ওই বৃদ্ধের গলার সোনার চেন ও সোনার আংটি ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার তাহেরপুর থানার বারাসত গ্রাম পঞ্চায়েতের খ্রিস্টান পাড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত ওই বৃদ্ধের নাম বাদল মন্ডল (৭০)। তাহেরপুরের খ্রীস্টান পাড়াতেই তাঁর বাড়ি।  হৃদরোগে ভুগছিলেন বাদলবাবু । ধূমপানে ছিল নিষেধাজ্ঞা। যদিও বাড়ি থেকে বেরিয়ে  মাঝেমধ্যেই লুকিয়ে ধূমপান করতেন ওই বৃদ্ধ। সন্ধের পর বাড়ির কাছের রাস্তায় তাঁকে ধূমপান করতে  দেখেছেন এলাকার অনেকেই । রবিবার সন্ধেতেও ধূমপান করছিলেন বাদলবাবু। শেষবার তাঁকে দেখা গিয়েছিল সাত-আটটি বাড়ি দূরের বাসিন্দা রকি বিশ্বাসের সঙ্গে কথা বলতে। তারপরই নিখোঁজ হয়ে যান। রাতেও বাড়ি ফেরেননি। পরের দিনও বিকেল গড়িয়ে গেলেও, বাদল মণ্ডলের আর খোঁজ  পাওয়া যায়নি । সোমবার সন্ধের পর রকি বিশ্বাসের বাবা বাবু বিশ্বাস ওই বৃদ্ধের বাড়

স্বপ্নাকে আধুনিক চিকিৎসার সব সুবিধা দিতে চায় এইমস

Image
হেপটাথ্যালন বিভাগে এশিয়ান গেমস-এ সোনা জয়ী অ্যাথলেট স্বপ্ন বর্মন দেশের গর্ব। তাঁর দাঁতের সংক্রমন এবং লোয়ার ব্যাকের যন্ত্রণার যথাযথ চিকিত্‍সার দায়িত্ব নিতে প্রস্তুত AIIMS। স্বপ্নাকে আধুনিক চিকিত্‍সার সব সুবিধে দিতে চায় তারা। AIIMS-এর তরফে জানানো হয়েছে, 'আপনি দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছেন। এবার আমাদের পালা। আপনার সব যন্ত্রণার অবসান করে আপনার মুখে হাসি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। এইমস-এর ২ হাজার রেসিডেন্ট ডাক্তার আপনাকে সেরা চিকিত্‍সা দেওয়ার জন্যে সর্বদা প্রস্তুত।'  কিছুদিন আগেই স্বপ্না বর্মনের কোচ সুভাষ সরকার জানিয়েছিলেন স্বপ্নার লোয়ার ব্যাকের সমস্যা নিরাময়ের জন্যে বেশ কিছু ডাক্তারি পরীক্ষা হবে এবং প্রয়োজনে অস্ত্রোপচারও হতে পারে। তিনি এও জানান, স্বপ্নার বর্তমানে যে শারীরিক অবস্থা, তাতে কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।   AIIMS-এর হরজিত্‍ সিং ভাট্টি জানিয়েছেন, 'গত এক বছর ধরে স্বপ্না লাম্বার অংশে যন্ত্রণায় ভুগছেন। তিনি আগামীদিনে অস্ত্রোপচারের কথাও ভাবছেন। তিনি দেশের নাম উজ্জ্বল করেছেন। এবার আমাদের পালা ওঁর পাশে দাঁড়ানোর। AIIMS-এর চিকিত্‍সার মান সারা দেশে সর্বশ্রেষ্

বাইক নিয়ে উপদেশ! স্থগিত করে দিল কোর্ট

Image
দু'চাকার গাড়ি (মোটরবাইক) কেনা এবং তার নথিভুক্তি নিয়ে রাজ্যের পরিবহণ দফতরের উপদেশমূলক বিজ্ঞপ্তির উপরে অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। ২৮ জুন পরিবহণ দফতর ওই বিজ্ঞপ্তি জারি করে সব আঞ্চলিক পরিবহণ কর্তৃপক্ষ (আরটিএ)-কে জানায়, লাইসেন্স না-থাকলে দু'চাকার যান কেনা বা নথিভুক্ত করা যাবে না। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সোসাইটি ফর ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) কলকাতা হাইকোর্টে মামলা করে। বিচারপতি হরিশ টন্ডন মঙ্গলবার সেই বিজ্ঞপ্তির উপরে নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। সিয়ামের আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় জানান, বিচারপতি টন্ডন ওই বিজ্ঞপ্তির তিন ও চার নম্বর উপদেশের উপরে স্থগিতাদেশ দেন। সেখানে বলা হয়েছে, লাইসেন্স ছাড়া দু'চাকার গাড়ি (মোটরবাইক, স্কুটার ইত্যাদি) কেনা যাবে না। কোনও অপ্রাপ্তবয়স্ক দু'চাকার গাড়ি কিনতে চাইলে অভিভাবককে কেনার সময় উপস্থিত থেকে সম্মতি দিতে হবে। সিয়ামের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেনের বক্তব্য, এ রাজ্যে মাসে গড়ে এক লক্ষ দু'চাকার গাড়ি বিক্রি হলেও অগস্টে তা নেমে আসে ৩২ হাজারে। তবে উৎসবের মরসুমে সাধারণত গাড়ির বিক্রি ব

বোনের বিয়ের দিনেই এল ভাইয়ের ঝাঁঝরা দেহ

Image
মেয়ের বিয়ে। বাড়িতে সাজো সাজো রব। তারই মধ্যে এসে পৌঁছল কনের ভাইয়ের মৃত্যুর খবর। দক্ষিণ কাশ্মীরের হারওয়ানে লোন পরিবারের চিত্রটা হঠাৎ বদলে গেল তখনই। সোপোর জেলার হারওয়ানের বাসিন্দা বছর চৌত্রিশের লিয়াকত আহমেদ লোন গত বছরের ৮ জুলাই থেকে নিখোঁজ। তিন সন্তানের বাবা লিয়াকত তার পরে কী করছিল, তা তাঁরা জানতেই পারেননি বলে দাবি লোন পরিবারের সদস্যদের। ইতিমধ্যে লিয়াকতের বোন শাইস্তার বিয়ে ঠিক হয়। আজই ছিল বিয়ের দিন। হঠাৎ খবর আসে, হান্দোয়ারার গালুরা গ্রামে বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে লিয়াকত। পুলিশ জানিয়েছে, গত বছর হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকীতে লিয়াকত ওই জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। লোন পরিবারের এক সদস্য ফোনে বিহ্বল স্বরে বললেন, ''আমরা লিয়াকতের দেহ পেয়েছি। এখন বিয়ের বদলে শেযকৃত্যের ব্যবস্থা করতে হবে।'' সেনা জানিয়েছে, আজ ভোরে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হান্দোয়ারার গালুরা গ্রামে তল্লাশি শুরু করে বাহিনী। জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। তাতে নিহত হয় লিয়াকত-সহ দুই জঙ্গি। দ্বিতীয় জনের নাম ফুরকান। বছর আঠারোর ওই জঙ্গি হান্দোয়ারার

তেলঙ্গানায় খাদে বাস, মৃত্যু ৫৭ তীর্থযাত্রীর

Image
পাহাড়ের উপরে মন্দির থেকে নামার সময় বাস খাদে পড়ে প্রাণ হারালেন অন্তত ৫৭ জন তীর্থযাত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ তেলঙ্গানার কোদাগাট্টু ঘাট অঞ্চলে সরু পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় সড়ক পরিবহণ নিগমের (টিএসআরটিসি) বাসটি খাদে পড়ে যায়। মৃতদের মধ্যে ৩০ জন মহিলা, ২৩ জন পুরুষ এবং ৪ জন শিশু বলে জানিয়েছেন জাগতিয়াল জেলার পুলিশ সুপার সিন্ধু শর্মা। ২৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। ৪৫ জনকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। আহত ৪৩। পাহাড়ের উপরে শ্রী অঞ্জনেয়াস্বামী মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে ওই রাস্তা দিয়ে জগতিয়ালে ফিরছিল বাসটি। সেটিতে ৪০ জন যাত্রীর বসার জায়গা থাকলেও ছিলেন অন্তত ৮৭ জন। পুলিশ জানিয়েছে, বাস চালক শ্রীনিবাস এই রুটে নতুন। পাহাড়ি রাস্তায় বাঁকের কোনও দিকনির্দেশ না থাকায় বুঝতে পারেননি তিনি। অন্য একটি বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে তড়িঘড়ি ব্রেক কষেন চালক। সে সময় পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীরা তাল সামলাতে না পেরে তাঁর উপর হুমড়ি খেয়ে পড়েন। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। স্থানীয়দের বক্তব্য, যে রাস্তায় দুর্ঘটনা হয়েছে, তা কোদাগাট্টু থেকে জাগতিয়ালে আসার প্রধান রাস্তা নয়। এ

ফের ফাঁস আধার তথ্য, বিতর্ক শুরু

Image
ফের বিতর্কে আধার-তথ্য। এ বার একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার তদন্তে উঠে এল, কী ভাবে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে ফাঁস হয়েছে কোটি কোটি ভারতীয়ের ব্যক্তিগত তথ্য। এত টুকুই নয়, সংস্থাটির তদন্তে দাবি করা হয়েছে, সফটওয়্যার প্যাচের মাধ্যমে ১২ ডিজিটের আধার কার্ডও বানিয়ে ফেলা সম্ভব। আর তা বায়োমেট্রিক তথ্যকে পাশ কাটিয়েই। এই খবর সামনে আসতেই দেশের নিরাপত্তা ও ভারতের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে নতুন বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আধার তথ্য ফাঁস করা সম্ভব কি না, তা নিয়ে বিতর্ক নতুন নয়। এ নিয়ে দেশের বিরোধী দলগুলির অভিযোগ বারবার খারিজ করে এসেছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, ইউআইডিএআই-এর সিইও অজয় ভূষণ কিংবা ট্রাইয়ের চেয়ারম্যান আর এস শর্মা দাবি করে এসেছেন, আধারের তথ্য সুরক্ষিত। আর নাগরিকদের বায়োমেট্রিক তথ্য, ফিঙ্গারপ্রিন্ট কোনও ভাবেই অপব্যবহার করা সম্ভব নয়। কিন্তু  সংস্থাটির তদন্তে উঠে আসা দাবি যদি সত্যি হয়, তা হলে সেটা মোদী সরকারকে বিরাট ভাবে কোণঠাসা করতে পারে। সংস্থাটির দাবি, বিশেষ সফটওয়্যারটির মাধ্যমে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে ১২ ডিজিটের আধার নম্বর তৈরি করা

অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি, নামানো হল প্রচারেও

Image
ভোট আসতেই প্রচারের সব মাধ্যমকে সব রকম ভাবে ব্যবহার করা শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা করতে গিয়ে বিজেপি পরিচালিত 'নমো-অ্যাপ'-এর মাধ্যমে আজ আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা করার সঙ্গে সঙ্গে ওই কর্মীদের নামিয়ে দিলেন 'মোদী-কেয়ার'-এর প্রচারের কাজে। দূরদর্শনে সরাসরি সম্প্রচারিত হল বিজেপির 'নমো-অ্যাপ'-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ভিডিয়ো বক্তৃতা, যেখানে এই ঘোষণা করলেন তিনি। আজকের এই ভিডিয়ো বক্তৃতার প্রচারের কথা গত কালই নিজের টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেটি যে দূরদর্শনে দেখানো হবে, সেটিও জানান তিনি। এ দিন প্রায় ঘণ্টা দেড়েক ধরে বিভিন্ন রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে কথা বলার পরে সবার শেষে করলেন ভাতা বাড়ানোর ঘোষণাটি। বললেন, আশা কর্মীদের উৎসাহ-ভাতায় কেন্দ্রের অংশ দ্বিগুণ করে দেওয়া হল। এর সঙ্গে দু'টি সরকারি বিমা প্রকল্পে তাঁদের পরিবারের জন্য মোট ৪ লক্ষ টাকা বিমার সুবিধাও থাকবে, যার প্রিমিয়াম দেবে কেন্দ্র সরকার। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও তাঁদের সহায়কদের সাম্মানিক ভাতাও বাড়ানো হল। যাঁরা ৩ হাজার টাকা পান, এখন তাঁরা পাবেন সাড

১৭ বছর পরে নিউ ইয়র্কে নতুন আতঙ্ক ক্যানসার

Image
বুকের ডান দিকে ফোলা জায়গাটা রোজই যেন একটু একটু করে বাড়ছিল। স্ত্রী বারবার বললেও বিশেষ পাত্তা দেননি নিউ ইয়র্ক পুলিশের প্রাক্তন সার্জেন্ট মাইকেল গাই়ডস। তারপর ডাক্তার যে দিন দেখে বললেন 'স্তন ক্যানসার', নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি ৬৫ বছর বয়সি মাইকেল। পুরুষদের স্তন ক্যানসার অত্যন্ত বিরল। কিন্তু গত কয়েক বছরে নিউ ইয়র্কে অন্তত ১৫ জন পুরুষ এই ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এবং তাঁরা সকলেই সতেরো বছর আগে লোয়ার ম্যানহাটন এলাকায় থাকতেন বা কাজ করতেন। ২০০১-এর ১১ সেপ্টেম্বর। ওসামা বিন লাদেনের জঙ্গি বাহিনী গুঁড়িয়ে দিয়েছিল নিউ ইয়র্কের 'টুইন টাওয়ার'। মারা গিয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ। বহুতল দু'টি ভেঙে পড়ার পরেও বেশ কয়েক মাস ধরে আগুন জ্বলেছিল বহু বাড়িতে। আর বিষাক্ত বাতাসে ভরে গিয়েছিল এলাকা। সে সময়ে লোয়ার ম্যানহাটন এলাকায় যে সব মানুষ থাকতেন বা কর্মসূত্রে যেতেন, তাঁরা সকলেই কম-বেশি সেই দূষণের শিকার হয়েছিলেন। গত কয়েক বছরে সেই সব মানুষের একটা বড় অংশ ক্যানসার-সহ নানা মারণরোগে আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। একটি পরিসংখ্যান বলছে, গত ১৭ বছরে নিউ ইয়র্ক ও তার আশপাশে ক্যানসার আক্রান্ত

অচৈতন্য বৃদ্ধ দম্পতিকে বেন্টিঙ্ক স্ট্রিটে ফেলেই উধাও হলুদ ট্যাক্সি!

Image
এমনিতে বিকেলের দিকে বেন্টিঙ্ক স্ট্রিট জমজমাটই থাকে। কিন্তু মঙ্গলবার বৃষ্টির জন্যে ভিড় কিছুটা কমই ছিল। কেউ দোকানের ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন। কেউ গাছের তলায়। সবে মাত্র বৃষ্টি একটু ধরেছে। এমন সময় একটি হলুদ ট্যাক্সি এসে থামল রাস্তার উপর। কিছুক্ষণ পর এক বৃদ্ধ দম্পতিকে নামিয়েই দ্রুত গতিতে চলে গেল ট্যাক্সিটি। মালিকের গাড়ি পার্কিং করে এই দৃশ্য দূর থেকে দেখছিলেন অন্য এক গাড়ির চালক। তিনি কিছু বুঝে ওঠার আগেই হলুদ ট্যাক্সিটি দ্রুতগতিতে চলে যায়। তিনিই মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকা পুলিশকে খবর দেন। সঙ্গে সঙ্গে ভিড় ঘিরে ধরে ওই দম্পতিকে। চলে আসেন পুলিশকর্মীরাও। কিন্তু, ওই ট্যাক্সিকে আর ধরা যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা দম্পতির চোখেমুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। দু'জনেই অচৈতন্য অবস্থায় ছিলেন। কর্তব্যরত পুলিশ অফিসারেরা তাঁদের অ্যাম্বুল্যান্স করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, কথা বলার মতো অবস্থায় এখনও নেই তাঁরা। তাই এখনও পর্যন্ত ওই দম্পতির পরিচয় জানা যায়নি। কে বা কারা ওই দম্পতিকে বেন্টিঙ্ক স্ট্রিটে নামিয়ে গেলেন, তা-ও জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ওই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে ট্যাক্সিচালক

দুর্বল স্বাস্থ্য পরিষেবার কারণে ভারতে রোজ মৃত্যু হয় ৪ হাজার জনের! বলছে সমীক্ষা

Image
অপরিচ্ছন্ন হাসপাতাল, নার্স ও কর্মীদের দুর্ব্যবহার, একই ডাক্তারের অধীনে অসংখ্য রোগী— এর জেরেই মান নামছে চিকিৎসার। অনেক ক্ষেত্রে আবার ভুল চিকিৎসার শিকার রোগীরা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বছরের পর বছর ভারতীয় স্বাস্থ্য পরিষেবার কাঠামোকে নড়বড়ে করেছে এই বিষয়গুলি। মেডিক্যাল জার্নাল 'দ্য ল্যান্সেটে' প্রকাশিত, দুর্বল স্বাস্থ্য পরিষেবার কারণে প্রতি বছর মৃত্যু হয় ১৬ লাখ ভারতীয়ের। দৈনিক মারা যান গড়ে ৪ হাজার ৩০০ জন। বিশেষজ্ঞদের মতে, সরকারি হাসপাতালগুলির পরিষেবা অনেক ক্ষেত্রেই একেবারে তলানিতে। তুলনায় বেসরকারি ক্ষেত্রে চিকিৎসার মান উন্নত। চিকিৎসা ব্যবস্থার এই ফাঁকগুলি মেরামতের চেষ্টা করা হয়নি। সারা বিশ্বে স্বাস্থ্য পরিষেবার মান সংক্রান্ত একটি রিপোর্টে জানা গিয়েছে, পৃথিবীতে ৮৬ লাখ মানুষের মধ্যে ৫০ লাখ মানুষের মৃত্যুর কারণ খারাপ মানের স্বাস্থ্য পরিষেবা। বাকি ৩৬ লাখ মানুষ অধিকাংশ ক্ষেত্রে পরিষেবার নাগালই পান না। রিপোর্ট বলছে, এই সমস্যা শুধু ভারতের নয়। নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলির ৩৪ শতাংশ বাসিন্দার একই অভিজ্ঞতা। যার ফলে স্বাস্থ্য পরিষেবার উপর ভরসা ও বিশ্বাস কমেছে মানুষের। অন্য একটি রিপোর্ট বলছে,

তেলে ১ টাকা ছাড় রাজ্যের, বিরোধীরা বলল ‘মুখরক্ষা’র চেষ্টা মমতার

Image
এক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দু-এক টাকা কর ছাড় দিয়ে কোনও লাভ হয় না। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই মঙ্গলবার নবান্নে দাঁড়িয়ে পেট্রল ও ডিজেলের উপর থেকে আপাতত লিটার প্রতি এক টাকা করে কর-ছাড়ের কথা ঘোষণা করলেন তিনি। আজ, বুধবার সকাল ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে তেল সংস্থাগুলি জানিয়েছে। বিরোধীদের কটাক্ষ, পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান-সহ নানা বিষয়ে প্রশ্ন ও চাপের মুখে পড়েই এভাবে 'মুখরক্ষা'র চেষ্টা করেছে রাজ্য সরকার। তেলের দাম কমানোর কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''আমরা কোনও কর বাড়াইনি। সেসও বাড়াইনি। যে সব রাজ্যে ভোট আছে তারা এক টাকা থেকে দেড় টাকা করে দাম কমাচ্ছে। আমরা কিছু সময়ের জন্য এক টাকা ছাড় দিলাম।'' সূত্রের খবর, মূল বিক্রয়কর থেকে এই এক টাকা ছাড় দেওয়া হচ্ছে। এ দিন রাত পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি জারি না হলেও মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তেল সংস্থাগুলি বুধবার থেকে এক টাকা কমিয়ে পেট্রল ও ডিজেলের দাম ধার্য করে দিয়েছে। সকাল ছ'টা থেকে নতুন দামে তেল মিলবে বলে তেল সংস্থার সূত্রে খবর। যেমন কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে লিটার প্রত

দেশে গণপিটুনিতে খুন হলেও ক্ষমতায় আসবে বিজেপিই, হুঙ্কার অমিত শাহের

Image
১২৫ বছর আগে এই দিনটিতেই শিকাগোতে সহিষ্ণুতার বাণী শুনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ।  আর আজ বিজেপির সভাপতি অমিত শাহ জানিয়ে দিলেন, গণপিটুনিতে মহম্মদ আখলাকের মতো কেউ খুনই হোন আর অসহিষ্ণুতার প্রতিবাদে কেউ পুরস্কারই ফেরান, ক্ষমতায় আসবে বিজেপিই। বিরোধীদের মতে, হত্যাকাণ্ড বা প্রতিবাদকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলেই মনে করছে না বিজেপি। ভোটমুখী রাজস্থানের রাজধানী জয়পুরে এ দিন সভা করেন বিজেপি সভাপতি। বিজেপির ফের ক্ষমতায় ফেরার সম্ভাবনা নিয়ে আরও সুর চড়ান তিনি। আর তা করতে গিয়ে টেনে আনেন উত্তরপ্রদেশের দাদরিতে গণপিটুনিতে হত্যার প্রসঙ্গ। দাদরিতে স্বঘোষিত গোরক্ষকদের হাতে মহম্মদ আখলাকের হত্যার অভিযোগ নিয়ে বেকায়দায় পড়েছিল নরেন্দ্র মোদী সরকার। দেশে অসহিষ্ণুতা বাড়ার প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দেন বিশিষ্ট জনেদের একাংশ। কিন্তু তার পরেও গত বছরে উত্তরপ্রদেশে জয় পেয়েছে বিজেপি। রাজস্থানের অলওয়ারেও স্বঘোষিত গোরক্ষকদের হামলায় মৃত্যুর অভিযোগ উঠেছে। রাজসমুন্দে অভিযোগ উঠেছে  'লাভ জেহাদ'-এ জড়িত সন্দেহে পুড়িয়ে মারার। রাজস্থানের বিজেপি সরকার এই ধরনের ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করছে না বলে অভিযোগ বি