বাহুবলীকে টেক্কা, সবচেয়ে ব্যয়বহুল ছবি তৈরিতে কত খরচ হল জানেন ?


মুম্বই: অক্ষয় কুমারের নতুন ছবি 2.0 তৈরিতে খরচ হয়েছে বিপুল ৷ মুক্তির আগেই জোর চর্চা শুরু হয়েছে ছবি নিয়ে ৷ এক তো অক্ষয় রজনীকান্ত মুখোমুখি ৷ সঙ্গে খলের চরিত্রে অক্ষয় ৷ তবে তার থেকেও যে বিষয়টি নিয়ে সবার চোখ ছানাবড়া হবে তা হল ছবির বাজেট ৷ থ্রি ডি টেকনোলজিতে শ্যুট হওয়া এই ছবিটির ভিএফএক্স গ্রাফিক্সের জন্যই খরচ হয়েছে ৩৪৪ কোটি টাকা !

ছবির একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই খরচের এই তথ্য সামনে এনেছেন খোদ অক্ষয় ৷ তিনি লিখেছেন ভারতের প্রথম ৩৪৪ কোটির ভিএফএক্স ওয়ান্ডার ! ৩০০০ টেকনিশিয়ান একযোগ কাজ করেছেন এই ছবিতে ৷ শুধু খরচ নয়, এই প্রথম কোন ভারতীয় ছবি পুরোপুরি শ্যুট হয়েছে 3D টেকনোলজিতে ৷

এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি খরচের ছবি ছিল বাহুবলী ৷ ছবিটি বানাতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা ৷ কিন্তু তাকে এবার টেক্কা দেওয়ার সময় এসে গেল ৷ ২৯শে নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ রয়েছে অনেকেরই ৷ দক্ষিণী ভাষা ছাড়াও হিন্দিতে মুক্তি পাবে 2.0 ছবিটি ৷