Posts

Showing posts from October 8, 2018

SEX-এ আপত্তি, রাগে স্ত্রী-র মাথা কেটে নিল স্বামী

Image
যৌন মিলনে আপত্তি জানানোয় রাগে স্ত্রী-কে কুপিয়ে খুন করে তাঁর মাথা কেটে নিলেন স্বামী। রবিবার ত্রিচির তিরুভেরুম্বুরে এই ঘটনা ঘটেছে। ২৬ বছরের স্ত্রী জেসিন্থা জসবিনকে খুন করার অভিযোগে কাট্টুরের ডি শঙ্কর সগায়ারাজকে গ্রেফতার করেছে পুলিশ। চলতি বছর জানুয়ারিতে বিয়ে হয়েছিল এই দম্পতির। তবে বিয়ের কয়েক সপ্তাহ পর থেকেই তাঁদের মধ্যে নানা বিষয়ে ঝামেলা শুরু হয়। বিমা কোম্পানির এজেন্ট শঙ্কর নিয়মিত কাজে যেতেন না। এই নিয়ে তাঁর স্ত্রী-র সঙ্গে প্রায়ই ঝগড়া বাধত। কয়েক মাস আগে স্ত্রীকে না-জানিয়ে তাঁর বেশকিছু গয়না বন্ধক রাখেন শঙ্কর। এই নিয়ে তাঁদের মধ্যে তুমুল অশান্তি বাধে। শঙ্করের উপর বেজায় চটে বাপের বাড়ি চলে যান জেসিন্থা। গত ৩০ সেপ্টেম্বর শঙ্কর ও তাঁর বাবা-মা বুঝিয়ে-সুঝিয়ে জেসিন্থাকে ফিরিয়ে আনেন। গত শনিবার রাতে ফের গণ্ডগোল বাধে। পুলিশ জানিয়েছে, জেসিন্থা যৌন সম্পর্ক স্থাপনে আপত্তি জানানোয় বেজায় ক্ষেপে যান শঙ্কর। রাত ২টো নাগাদ যখন জেসিন্থা ঘুমোচ্ছেন, তখন তাঁর স্বামী তাঁকে কুপিয়ে খুন করে তাঁর মুণ্ডচ্ছেদ করে দেয়।

ভারতের লাইসেন্স কোন কোন দেশে অনুমতি দেওয়া হয়, দেখে নিন একনজরে:

Image
বিদেশে ভারতীয়দের অভাব নেই। আমেরিকা, লন্ডন, জার্মানি সব দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয়রা। কেউ প্রায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন, কেউ আবার কর্মসূত্রে বছর কয়েকের জন্য দেশছাড়া। সে যাই হোক, বিদেশে ট্রাভেল ডেসটিনেশনগুলো চষে বেড়িয়ে ফেলতে চান এসব প্রবাসীরা। নিজে ড্রাইভ করে ব্রিটেন বা ফ্রান্সের রাস্তায় ঘোরার আনন্দই আলাদা। তবে লাইসেন্স নিয়ে অনেক সময় চিন্তায় পড়তে হয়। কিন্তু নতুন নিয়মে ভারতীয়রা দেশের লাইসেন্সেই বিদেশর রাস্তায় গাড়ি চালাতে পারবেন। কোন কোন দেশে এমন অনুমতি দেওয়া হয়, দেখে নিন একনজরে: গ্রেট ব্রিটেন: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলসের রাস্তায় গাড়ি চালাতে পারবেন ভারতীয় পাসপোর্ট থাকলে। এক বছর পর্যন্ত এই অনুমতি দেওয়া হয়। তবে কী ধরনের গাড়ি চালানো যাবে, তার কিছু নিয়ম রয়েছে। ফ্রান্স: ভারতের ড্রাইভিং লাইসেন্স থাকলে ফ্রান্সের রাস্তায় গাড়ি চালানো যাবে। তবে সেটাই এক বছর পর্যন্ত মেয়াদ থাকবে। তবে লাইসেন্সের এক ফরাসি অনুবাদ থাকা জরুরি। নরওয়ে: নরওয়েতে যাওয়ার তিন মাস পর্যন্ত ভারতীয় লাইসেন্সের গাড়ি চালানো সম্ভব। জার্মানি: ভারতের ড্রাইভিং লাইসেন্স থাকলেই গাড়ি চালানো যাবে জার্মানির রাস্তায়। এর সময়সীমা ওই

‘একসময় ঋতুমতী মহিলাদেরও রান্নাঘরে ঢুকতে দেওয়া হত না’

Image
তিরুঅনন্তপুরম: সবরীমালা মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে কোনও পিটিশন জমা করবে না কেরল সরকার৷ সোমবার সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ তিনি জানান, রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ মানতে বাধ্য৷ পাশাপাশি সবরীমালা ইস্যুতে বিজেপি ও আরএসএস রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ এদিন মুখ্যমন্ত্রী বিজেপির দ্বিমুখী আচরণের প্রবল সমালোচনা করেন৷ জানান, কেরলে সবরীমালা মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করছে তারা৷ অথচ ২০১৬ সালে বম্বে হাইকোর্ট শনি শিংনাপুর মন্দিরে মহিলাদের প্রবেশের অধিকার দিল তখন বিজেপি সরকার সেই রায় মেনে নিল৷ সুপ্রিম কোর্ট হাজি আলি দরগাতে মহিলাদের প্রবেশের অধিকার দিল৷ তখনও বিজেপি মুখে রা পর্যন্ত কাড়েনি৷ মহারাষ্ট্রের বেলায় এক নীতি আর কেরলে এক নীতি চলছে গেরুয়া দল৷ এতেই তাদের দ্বিমুখী মনোভাবের পরিচয় পাওয়া যায়৷ বিরোধী দলগুলিতে তাদের ভূমিকার কথা মনে করিয়ে দেন কেরলের মুখ্যমন্ত্রী৷ জানান, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করলে চলবে না৷ সময় এসে গিয়েছে গঠনমূলক ও

কুয়াশা থেকেই তৈরি হবে জল! বিশেষ যন্ত্র আইআইটি মান্ডির গবেষকদের

Image
নয়াদিল্লি: কুয়াশা থেকে জল তৈরির উপায় খুঁজে বার করে ফেলেছেন আইআইটি মান্ডির গবেষকরা। তাঁরা একটি বিশেষ যন্ত্র তৈরি করেছেন। সেই যন্ত্রের মাধ্যমেই কুয়াশাকে কাজে লাগিয়ে জল তৈরি করা সম্ভব। এ বিষয়ে আইআইটি মান্ডির অধ্যাপক বেঙ্কট কৃষ্ণন জানিয়েছেন, 'শুখা ও আংশিকভাবে শুখা অঞ্চলে এমন অনেক গাছ আছে যেগুলির পাতা শিশির ও কুয়াশা থেকে জল সংগ্রহ করে। তারা যদি সেটা করতে পারে, তাহলে আমরাও পারি।' সারা বিশ্বেই পানীয় জলের চাহিদা বেড়ে চলেছে। সেই চাহিদা মেটানোর জন্য সারা বিশ্বের বিজ্ঞানীরাই অপ্রচলিত সূত্র থেকে জল সংগ্রহের লক্ষ্যে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে আইআইটি মান্ডির গবেষকদের দাবি, এক্ষেত্রে তাঁরা সাফল্য পেয়েছেন। একটি সাময়িক পত্রিকায় এই গবেষণার বিষয়টি প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়েই গবেষণা শুরু করেন। ভারতে জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে, তাতে পানীয় জলের চাহিদা মেটানো জরুরি। সেই কারণেই কুয়াশা থেকে জল সংগ্রহ করার উপায় খুঁজে বার করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন চালু করল বাংলাদেশ

Image
ঢাকা: জাতীয় নির্বাচনের আগে দেশের আইন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল শেখ হাসিনা সরকার। ভুল তথ্য বা ধর্মীয় উসকানিমূলক কিছু প্রকাশ হলেই সরকার কড়া ব্যবস্থা নিতে পারবে। আইনে থাকছে সোশ্যাল সাইটে ভুয়ো বার্তা ছড়ানোর বিরুদ্ধে কঠিনতর পদক্ষেপ। এসব নিয়েই বাংলাদেশে চালু হল ডিজিটাল নিরাপত্তা আইন। রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ সেই বিলে সই করতেই আইনটি কার্যকর হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একের পর এক ভুয়ো ও উত্তেজনাকর ছবি-তথ্য ছড়ানোর ঘটনায় ধর্মীয় গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়েছে বাংলাদেশে। আক্রান্ত হয়েছেন সংখ্যালঘু হিন্দুরা। শুধু তাই নয়, বিভিন্ন সময় ভুয়ো তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন,যাদের অপরাধী মন নেই, তাদের ভয় পাওয়ার কিছু নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নোংরামি ঠেকাতেই এই আইন করা হয়েছে। এক নজরে আইনটি- • নতুন আইনের ১৪টি ধারার অপরাধ হবে অ-জামিনযোগ্য। বিশ্বের যেকোনো জায়গায় বসে বাংলাদেশের কোনও নাগরিক এই আইন লঙ্ঘন করলেই তার বিরুদ্ধে বিচার করা যাবে। • আক্রমণাত্মক, ভুয়ো ও ভীতি প্রদর্শক তথ্য প্রকাশ, মানহানিকর তথ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত, আইনশৃঙ্

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, পুজোর মুখেই ভাসবে রাজ্য!

Image
আশঙ্কাই সত্যি হল, রাজ্যের দিকে ধেয়ে আসছে বর্ষাসুর! আজ সোমবার পিতৃপক্ষের শেষ দিন। আগামিকাল দেবীপক্ষের সূচনা। ছেলেপুলে নিয়ে বাপের বাড়ির উদ্দেশে রওনা দেবেন উমা। কিন্তু, সেই আগমনের আগেই বাধা হয়ে দাঁড়াল নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, এ দিন গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আন্দামানের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ওই গভীর নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। নিম্নচাপের জেরে একটি ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বঙ্গোপসাগরের উপকূলের দিকে। পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বৃষ্টিশুরু হবে। ঘূর্ণিঝড়ের অভিমুখ এখনও পর্যন্ত রাজ্য ঘেঁষে ওড়িশা-অন্ধ্রপ্রদেশের দিকে রয়েছে। তার প্রভাবে বৃহস্পতিবার থেকে তিনদিন টানা বৃষ্টিহওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ না সরলে পুজোর সময়েও বৃষ্টি চলবে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস বলেন, "বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। তার জেরেই বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত হবে।"

অর্থনীতিতে জোড়া জয় আমেরিকার, নোবেল পেলেন দুই মার্কিন গবেষক

Image
অর্থনীতিতে নোবেল পেলেন আমেরিকার দুই গবেষক। উইলিয়াম নরধাওস এবং পল রোমার। সোমবার তাঁদের নোবেল দেওয়া হয়। ৭৭ বছরের নরধাওস ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি বিশ্ব উষ্ণায়নের উপর কাজ করেছেন। গ্রিনহাউস গ্যাসের ক্ষতির হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া সম্ভব তাঁর গবেষণা তা নিয়েই। নরধাওসই প্রথম ব্যক্তি যিনি গ্লোবাল ইকনমিক-ক্লাইমেট সিস্টেমের সহজ মডেল বানিয়েছেন। আর ৬২বছরের পল রোমারনিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশ্বব্যাঙ্কেরমুখ্য অর্থনীতিবিদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। রোমারের গবেষণায় দেখানো হয়েছে, কী ভাবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধিকে সুসংহত করতে পারে সঞ্চিত চিন্তাধারা। তিনি ব্যাখ্যা করেছেন,আর্থনৈতিক শক্তি কী ভাবে নতুন নতুন ভাবনা এবং উদ্ভাবনের জন্ম দেওয়া সংস্থার ইচ্ছার উপরে নিয়ন্ত্রণ কায়েম করতে পারে।

পাকিস্তানের হাতে ব্রহ্মস মিসাইলের গুরুত্বপূর্ণ তথ্য পাচার

Image
পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্ট সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা৷ ধৃতের নাম নিশান্ত আগরওয়াল৷তবে, এরা নাম ভাড়িয়ে কাজ করত বলেই মনে করছেন গোয়েন্দারা।  নাগপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ দীর্ঘদিন ধরে ভারতীয় সেনার ব্রহ্মস মিসাইল ইউনিটে কাজ করছিল সে৷ সূত্রের খবর, ভারতের এই গুরুত্বপূর্ণ ও অত্যাধুনিক মিসাইল সম্পর্কিত বহু তথ্য ইতিমধ্যেই পাকিস্তানে পাচার করেছে নিশান্ত আগরওয়াল৷ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশ পুলিশের সন্দেহের তালিকায় ছিল ধৃত নিশান্ত আগরওয়াল৷ তাকে চোখে চোখে রাখছিল পুলিশ৷ যথোপযুক্ত তথ্য-প্রমাণ হাতে এবার হাতে আসায়, তাকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখার অফিসারেরা৷ যদিও এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে চাইছেন না পুলিশের উচ্চপদস্থ কর্তারা৷ এই ঘটনায় ইতিমধ্যে নড়েচড়ে বসেছে প্রশাসন৷ আতঙ্ক আরও বাড়িয়েছে, পাক গুপ্তচর সংস্থার ভারতের অস্ত্রাগারের অন্দরে ঢুকে পরার বিষয়টি৷ এই ব্যক্তি যেহেতু ব্রহ্মস মিসাইল ইউনিটে কাজ করত, তাই অনুমান করা হচ্ছে ইতিমধ্যে অনেক গোপন তথ্য আইএসআই-এর হাতে তুলে দিয়েছে ধৃত নিশান্

আইসিসি-র এক নম্বরে বিরাট-বুমরাহ

Image
দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হেরেও আইসিসি ব়্যাংকিংয়ে নিজের জায়গা অটুট রাখলেন ক্যাপ্টেন কোহলি৷ ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরেই রইলেন বিরাট কোহলি৷ আর বোলারদের মধ্যে শীর্ষে স্থানে উঠে এলেন জসপ্রীত বুমরাহ৷ সম্প্রতি এশিয়া কাপে (ওয়ান ডে) না-খেলেও ব্যাটসম্যানদের তালিকায় ৮৮৪ ব়্যাংকিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট৷ দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁর ডেপুটি রোহিত শর্মা৷ তাঁর ব়্যাংকিং পয়েন্ট ৮৪২৷ প্রথম দশে রয়েছেন আর এক ভারতীয়৷ এশিয়া কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট শিখর ধাওয়ান 80 পয়েন্ট নিয়ে রয়েছেন পাঁচ নম্বরে৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দলে না-থাকলেও এশিয়া কাপে ভালো পারফর্ম করে বোলাদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বুমরাহ৷ ভারতের 'ডেথ ওভার স্পেশালিস্ট' পেসার বুমরাহর পয়েন্ট ৭৮৭৷ তিন নম্বরে রয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব৷ বাঁ-হাতি স্পিনারের পয়েন্ট ৭০০৷ তবে দ্বিতীয় স্থানে উঠে এলেন আফগান স্পিনার রশিদ খান (৭৮৮)৷ ভারতীয় লেগ-স্পিনার যুবেন্দ্র চাহাল রয়েছেন ১১ নম্বরে৷ দলীয় ব়্যাংকিংয়ে অবশ্য দু' নম্বরে রয়েছে বিরাটের ভারত

কলকাতায় দুর্ঘটনায় মৃত্যু প্রেমিকের, আত্মহত্যা করল কিশোরী প্রেমিকা

Image
শ্রেয়সী মাইতি। কলকাতায় চাকরির পরীক্ষা দিতে এসে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রেমিকের। তার ন'দিনের মাথায় সেই শোক সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন প্রেমিকা! গত ৩০ সেপ্টেম্বর দমদম স্টেশনে ঢোকার সময় ট্রেন থেকে পড়ে মারা গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা নিত্যানন্দ দাস। ওই দিন তাঁর পাবলিক সার্ভিস কমিশনের চাকরির পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। আগের দিন তিনি এগরা থেকে এসে বেলঘরিয়াতে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। বেলঘরিয়া থেকেই উঠেছিলেন শিয়ালদহমুখী ডাউন কৃষ্ণনগর লোকালে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের দরজায় দাঁড়িয়ে মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন নিত্যানন্দ। সেই সময়েই অসতর্ক হয়ে তিনি ট্রেন থেকে পড়ে যান। খবরটা পরের দিনই জেনেছিলেন এগরার দোবাঁধি-মির্জাপুরের বাসিন্দা দ্বাদশ শ্রেণির ছাত্রী শ্রেয়সী মাইতি। সোমবার সকালে বাড়ির চিলেকোঠার ঘরে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। শ্রেয়সীর কাকা দেবব্রত মাইতি বলেন," সকালে বাড়িতে কেউ ছিল না। মেয়েকে দেখতে না পেয়ে ওর মা চিলেকোঠায় পড়ার ঘরে যায়। সেখানেই দেখে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে শ্রেয়সী।" সঙ্গে সঙ্গে পরিবারে

অপবাদের লজ্জায় আত্মঘাতী গৃহবধূ

Image
মালদহ: গৃহবধূকে উত্যক্ত করত প্রতিবেশী যুবক৷ লজ্জায় কাউকে কিছু জানাতে পারেনি সে৷ উলটে গৃহবধূর সঙ্গেই ওই যুবককে জড়িয়ে নানান রসালো গল্প ফেঁদেছিল গ্রামবাসীরা৷ সেই অপমান সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন মালদহের হবিবপুর থানার কলাই বাড়ি গ্রামের রাধা নিয়োগী৷ ঘটনার পর থেকে অবশ্য পলাতক অভিযুক্ত যুবক বিকাশ মণ্ডল৷ তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ৷ দুই সন্তানের জননী রাধা নিয়োগীর মৃত্যুতে শোকের ছায়া কলাই বাড়ি থানায়৷ মৃতার মেয়ের অভিযোগ, 'বিগত কিছুদিন ধরে গ্রামেরই এক যুবক বিকাশ মণ্ডল গৃহবধূকে উত্যক্ত করছিল। এই নিয়ে গ্রামবাসীরা ওই গৃহবধূর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে৷ রবিবার ওই যুবককে গৃহবধূর বাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীদের সমালোচনার মুখে পড়েন রাধা৷ তারপরই দরজা বন্ধ করে গায়ে আগুন লাগিয়ে অত্মহত্যা করে সে৷'

ডিসকাউন্ট- ফ্রি শিপিং! পুজোর মুখে আমাজনের একগুচ্ছ উপহার

Image
উৎসবের মরশুমে আকর্ষণীয় ছাড় দিচ্ছে একাধিক ই-কমার্স সংস্থা৷ কিন্তু, কোনটি আপনার জন্য সঠিক অপশন? অনেকেই বুঝে উঠতে পারেন না৷ তাদের জন্যই রইল সহজ সমাধান৷ ১০ অক্টোবর থেকে আমাজন নিয়ে আসছে গ্রেট ইন্ডিয়ান সেল৷ অন্যদিকে,আমাজন প্রাইম মেম্বাররা একদিন আগে (৯ অক্টোবর) সেল থেকে পছন্দের জিনিস সুযোগ পাবেন৷ স্মার্টফোন, টিভি, ফ্যাশন সহ অন্যান্য একাধিক ক্যাটাগোরির উপরে থাকছে ডিসকাউন্ট৷ আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভেল সেলে অতিরিক্ত কী পেতে চলেছেন গ্রাহকরা? ১) বিনামূল্যে মোবাইল ইন্সিওরেন্স অফার করছে ই-কর্মাস সাইটটি৷ গ্রেট ইন্ডিয়ান সেল থেকে কেনা সমস্ত মোবাইল ফোনের উপর গ্রাহকরা বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা পেয়ে যাবেন৷ এছাড়াও, টোটাল ড্যামেজ প্রটেকশন প্ল্যানও অফার করছে সংস্থা৷ ২) গ্রেট ইন্ডিয়ান সেল থেকে কেনা রেফ্রিজেটর, টিভি, ওয়াশিং মেসিন সহ অন্যান্য প্রডাক্টের উপর এক বছরের বেশি সময়ের ওয়ারেন্টি পাবেন গ্রাহকরা৷ এক কথায়, অতিরিক্ত সময়ের ওয়ারন্টির সুযোগ থাকছে এখানে৷ ৩) আমাজনের নতুন গ্রাহকদের জন্য প্রথম অর্ডারের উপর ফ্রী শিপিংয়ের সুযোগ থাকছে৷ নতুন কাস্টমাররা মিনিমান ৪৯৯ টাকার অ

৮ মাসের শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের

Image
কাঁথি: মায়ের হাতেই খুন হল ৮ মাসের শিশুকন্যা। আত্মহত্যার চেষ্টা করল মা–ও। এই ঘটনায় কার্যত স্তম্ভিত ভগবানপুরের আবাসবেড়িয়া গ্রামের বাসিন্দারা। শনিবার রাতের ঘটনায় ভগবানপুর থানার পুলিস উদ্ধার করেছে শিশু মৌসুমি বেরার মৃতদেহ। তমলুকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কেরোসিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করা মা নীলিমা বেরা। কঁাথির অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, ওই শিশুমৃত্যুর ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। শিশুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। তবে ঠিক কী কারণে এই খুন, তার কারণ এখনও অজানা তঁাদের। নানা মানুষের মুখে ঘুরছে নানা ব্যাখ্যা। নীলিমার শাশুড়ি রাধারানির জানান, নীলিমা বেশ বেপরোয়া স্বভাবের। ১৮ মাস আগে তঁার ছেলে গৌতমের সঙ্গে বছর পঁচিশের নীলিমার বিয়ে হয়েছিল। মাতৃত্বে সম্মতি ছিল না তার। প্রায় জোর করেই সন্তান ধারণে বাধ্য করিয়ে ছিলেন তাঁরা। ৮ মাস আগে মৌসুমির জন্ম। সেই থেকেই নাকি ওই দুধের শিশুর প্রতি অবহেলা বাড়তে থাকে নীলিমার। আর এই কারণেই নাকি অশান্তি। জানা গেছে, ৮ মাসের মৌসুমিকে বাড়িতে রেখে শুক্রবার নন

ইস্তফা দিলেন ইন্টারপোল প্রধান মেং হংওয়েই আন্তর্জাতিক শিরোনাম

Image
হংকংঃ নিজের দেশ চিনে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছিলেন আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়েই। সেই খবর সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য চিনে আটক করা হয় তাঁকে। রবিবার ইন্টারপোলের তরফে বিবৃতিতে জানানো হয়, ইস্তফা দিয়েছেন মেং হংওয়েই। দ্রুত তাঁর ইস্তফা মঞ্জুরও করবে ইন্টারপোল। তবে ইন্টারপোল সূত্রে খবর, চিনের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা চলছে। গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের লিঁয়োয় ইন্টারপোলের সদর দপ্তর থেকে চিন সফরে বেরিয়ে উধাও হয়ে গিয়েছিলেন মেং। কোনও খোঁজ মিলছিল না তাঁর। তাঁর স্ত্রী গ্রেস মেং পুলিশের কাছে অভিযোগ জানালে তদন্ত শুরু হয়। ২০১৬ সালে ইন্টারপোলের প্রথম চিনা প্রধান হন মেং। ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফ্রান্সের লিঁয়োতেই বসবাস শুরু করেন তিনি। ২০২০ সাল পর্যন্ত ওই পদে থাকার কথা ছিল তাঁর।

গড়ফায় বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার প্রৌঢ়ের পচাগলা দেহ

Image
বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচগলা দেহ। মৃতের নাম নান্টু পাল। বয়স ৫৫ বছর। ঘটনাটি ঘটেছে কলকাতার গড়ফায়। মহালয়ার সকালে হঠাত্ই এলাকাবাসীর নাকে আসে কটূ গন্ধ। গন্ধের তীব্রতা এতই যে, এলাকায় টেকা দায় হয়ে যায়। দুর্গন্ধের তীব্রতায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের মনে। সঙ্গে সঙ্গেই তাঁরা খবর দেন গড়ফা থানায়। পুলিস এসে তল্লাশি চালাতেই গড়ফার প্রতাপগড়ের একটি বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় এক মাঝ বয়সী ব্যক্তির পচগলা দেহ। জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন নান্টু পাল নামে ওই ব্যক্তি। প্রতিবেশীরা জানিয়েছেন, দিন কয়েক আগে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝামেলা বাধে নান্টু পালের। তুমুল কথাকাটাকাটির আওয়াজ পান তাঁরা। অশান্তির পরই বাড়ি ছেড়ে চলে যান নান্টু পালের স্ত্রী ও সন্তান। তারপর থেকে বাড়িতে একাই ছিলেন নান্টু পাল। মানসিক অবসাদে ভুগছিলেন। একাকিত্ব গ্রাস করেছিল তাঁকে। শেষ তিন-চারদিন ধরে তাঁকে বাড়ির বাইরে বেরতে দেখা যায়নি। এরপরই এদিন সকালে নাকে আসে কটু গন্ধ। বাড়িতে গিয়ে দেখা যায়, দরজার বাইরে দড়িতে ঝুলছে জামা। দরজা ভিতর থেকে বন্ধ। দরজা খুলে ঘরে ঢুকতেই নাকে আসে বিকট গন্ধ। তল্লাশি চালাতেই বন্ধ ঘরের ভিতর থে

বাংলার প্রথম দুর্গাপুজো কোথায় হয়েছিল?

Image
লাল মাটির আঁকাবাঁকা পথ, যার দু'পাশে শাল-সেগুনের গাঢ় সবুজ জঙ্গল, আর বাহারি প্রকৃতির হাত ধরে সোজা গিয়ে থামতে হয় মেধসাশ্রমে। সেখানেই বিরাজ করেন মা অষ্টভূজা সিংহবাহিনী। অষ্টভূজা সিংহবাহিনী মায়ের মন্দির। পুজো আসছে ভাবলেই ভীষণ এক ভাললাগা, আর তার সঙ্গে দিন গোনাও শুরু মনে মনে। পুজো মানেই তো ঠাকুর দেখার আনন্দ, নতুন সাজ-পোশাক, আলোর রোশনাই, খাওয়াদাওয়া, আড্ডা— এক অফুরন্ত ছুটির মেজাজ।  পুজোর আরও একটি দিক হল— টুক করে বেরিয়ে পড়া, কাছে দূরে যেখানেই হোক। চেনা ছক থেকে বেরিয়ে ছুটির মজার আলাদাই স্বাদ। আর তার সঙ্গে যদি উপরি হিসেবে পাওয়া যায় পুজোর গন্ধ, তা হলে তো কথাই নেই।  এই বাংলাতেই এমন এক জায়গা রয়েছে যেখানে পুজোর বাদ্যি উপভোগ করা যায় ছুটিকে ভর করেই। নাম, গড়জঙ্গল। ঘন সবুজ আর লাল মাটির রহস্য মাখা ইতিহাস হাতছানি দিয়ে ডাকে যেন সবাইকে। লাল মাটির আঁকাবাঁকা পথ, যার দু'পাশে শাল-সেগুনের গাঢ় সবুজ জঙ্গল, আর বাহারি প্রকৃতির হাত ধরে সোজা গিয়ে থামতে হয় মেধসাশ্রমে। সেখানেই বিরাজ করেন মা অষ্টভূজা সিংহবাহিনী। কথিত, রাজা সুরথ এখানেই প্রথম দুর্গা পুজো করেছিলেন। মেধস মুনির কাছ থেকে দীক্ষা নিয়েই সুরথ রাজা এ স্থা

লোকসভা নির্বাচনে দেশের প্রতিটি পোলিং স্টেশনে থাকবে নতুন ভিভিপ্যাট, ঘোষণা কমিশনের

Image
লোকসভা ভোটে সারা দেশের মোট ১০.৬ লক্ষ বুথে ভিভিপ্যাট বা ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেইল মেশিন বসবে বলে জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। শনিবার পাঁচ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম, তেলাঙ্গানা ও ছত্তিশগড়ে ডিসেম্বরের মধ্যেই ভোটাভুটি ও ফলাফল প্রকাশিত হয়ে যাবে বলে জানা গিয়েছে। সব পোলিং স্টেশনে ভিভিপ্যাট কমিশন জানিয়েছে, সারা দেশে একশো শতাংশ পোলিং স্টেশনে যাতে ভিভিপ্যাট দেওয়া যায় সেজন্য বিভিন্ন জেলার আধিকারিকদের প্রাথমিক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। লোকসভায় তা প্রয়োগ করা হবে।     তৈরি কমিশন মোট ২২.৩ লক্ষ ব্যালট ইউনিট, ১৬.৩ লক্ষ কন্ট্রোল ইউনিট ও সবমিলিয়ে মোট ১৭.৩ লক্ষ ভিভিপ্যাট মেশিন আগামী নির্বাচনে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি ইভিএম ও ভিভিপ্যাটের উৎপাদন ও সরবরাহ সঠিকভাবে হচ্ছে কিনা সেটাও দেখা হচ্ছে। ভুল থেকে শিক্ষা নির্বাচন কমিশনের পোল প্যানেল গত সেপ্টেম্বরে জানায়, অতিরিক্ত ভিভিপ্যাটের ব্যবস্থা এবছর করা হয়েছে। কারণ অতীতে বেশ কিছু মেশিন নির্বাচনের সময় খারাপ হয়ে গিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

খাদ্যসুরক্ষায় জোর, রেস্তোরাঁয় নির্দেশিকা অমান্যে কড়া ব্যবস্থা

Image
খাবার পরিবেশনের সময়ে পরিচ্ছন্ন ইউনিফর্ম পরে থাকতে হবে। টেবিলে খাবার পরিবেশনের আগে অবশ্যই হাত সাফসুতরো থাকতে হবে। অসুস্থ শরীরে কোনও অবস্থাতেই রান্না অথবা খাবার পরিবেশন করা যাবে না। প্লেট অথবা চামচ টেবিলে দেওয়ার আগে আলাদা পরিষ্কার কাপড় দিয়ে তা মুছতে হবে। রেস্তোরাঁয় 'ফ্রোজেন প্রোডাক্ট'কে রাখতে হবে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে, রান্না করা খাবারকে (হট ফুড) রাখতে হবে ৬০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। এই নির্দেশিকা অমান্য করলে এ বার কড়া পদক্ষেপের রাস্তায় হাঁটবে কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ অক্টোবরের মধ্যে গাইডলাইন-বোর্ড রেস্তোরাঁয় নির্দিষ্ট জায়গায় না-রাখা হলে 'কড়া পদক্ষেপ' গ্রহণ করার নয়া নির্দেশিকা দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (ফাসাই)। দেশের সমস্ত রেস্তোরাঁ ও ফুড জয়েন্টের জন্য অনেক দিন আগেই এমনই এক ডজন গাইডলাইন তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অন্তর্গত ফাসাই। রেস্তোরাঁয় জনসমক্ষে এই গাইডলাইন সংবলিত বোর্ড রাখা বাধ্যতামূলক করেছে তারা। মূল উদ্দেশ্য, রেস্তোরাঁয় কী ধরনের খাদ্যসুরক্ষা বহাল থাকা প্রয়োজন সেই সম্পর্কে আমজনতাকে সচেতন করা। কারণ একটি রেস

এক নজরে ৩০০ টাকার নীচে জিও, এয়ারটেল ও ভোডাফোনের সেরা প্রিপেড প্ল্যান

Image
গত কয়েক মাসে প্রিপেড মোবাইলের প্ল্যানে বিপুল পরিবর্তন এসেছে। এক ধাপে অনেকটাই কমেছে মোবাইল প্ল্যানের দাম। সম্প্রতি আগের থেকে অনেক কম দামে অনেক বেশি সুবিধা পাওয়া যাচ্ছে। Jio, Airtel ও Vodafone এর মধ্যে নিরন্তর লড়াইয়ে আখেরে লাভবান হচ্ছেন গ্রাহকরা। ভারতের জনপ্রিয় তিনটি নেটওয়ার্ক জিও, এয়ারটেল ও ভোডাফোনের ৩০০ টাকার নীচে প্রিপেড প্ল্যানগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক। জিও ২৯৯ টাকার প্ল্যান জিও ২৯৯ টাকার প্ল্যানে দিনে 3GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। 3GB ডাটা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। জিও ১৯৮ টাকার প্ল্যান জিও ২৯৯ টাকার প্ল্যানে দিনে 2GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। এয়ারটেল ১৯৯ টাকার প্ল্যান জিওর ১৯৮ টাকার প্ল্যানের সাথে প্রতিযোগিতায় ১৯৯ টাকার প্ল্যান লঞ্চ করেছিল এয়ারটেল। এই প্ল্যানে প্রতদিন 1.4GB ডাটা পাওয়া যায়। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। এয়ারটেল ১৯৫ টাকার প্ল্যা

হিন্দিভাষীদের উপরে হামলা, গুজরাত ছেড়ে পালাচ্ছেন শয়ে শয়ে মানুষ

Image
গুজরাত ছাড়ছেন শয়ে শয়ে মানুষ। বিহার ও উত্তরপ্রদেশ থেকে জীবিকার টানে নরেন্দ্র মোদীর রাজ্যে আসা হিন্দিভাষীদের উপরে হামলা শুরু হতেই চোখে পড়ার মতো ভিড় স্টেশনগুলিতে। কিন্তু হামলার কথা মেনেও রাজ্য পুলিশের ডিজি-র বক্তব্য, ''বহিরাগতেরা উৎসবের মরসুমে বাড়ি ফিরলে তার অন্য মানে করা উচিত নয়।'' ১৪ মাসের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে সবরকণ্ঠা জেলার হিম্মতনগরের কাছে গত ২৮ সেপ্টেম্বর বিহারের এক বাসিন্দা গ্রেফতার হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা শুরু হয়েছে হিন্দিভাষী বহিরাগতদের উপরে। রাজ্য পুলিশের ডিজি শিবানন্দ ঝা বলেন, 'ছ'টি জেলায় হিংসা ছড়িয়েছে, যার মধ্যে সব চেয়ে খারাপ অবস্থা মেহসানা এবং সবরকণ্ঠার।'' ডিজি জানান, গাঁধীনগর, পাটান এবং অমদাবাদেও হামলার অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত ৩৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ৪২টি। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দু'জনকে চিহ্নিত করেছে সাইবার ক্রাইম সেল। রাজ্য রিজার্ভ পুলিশের ১৭ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে উপদ্রুত এলাকাগুলিতে। অভিযোগ উঠেছে, স্থানীয় নেতাদের ক্রমাগত হুমকির জেরেই হিন্দিভাষীদের গুজরাত ছাড়ার হিড়ি

বউদের অত্যাচার! জীবিত স্ত্রীদের নামেই পিণ্ডদান কয়েকশো স্বামীর

Image
স্বামীদের বক্তব্য, তাঁদের জীবন শেষ করে দিচ্ছে এই স্ত্রীরা৷ তাই পিণ্ডদান করে মানসিক ভাবে বউদের থেকে মুক্তি চাইছেন স্বামীরা৷ নাসিকে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বহু পুরুষকে তাঁদের স্ত্রীরা শারীরিক নির্যাতন করে৷ পুলিশ স্টেশনে স্ত্রীদের অত্যাচারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে৷ নাসিক: স্ত্রীর অত্যাচারে ক্লান্ত৷ অবস্থা এতটাই চরমে উঠেছে যে, জীবিত স্ত্রী-দেরই পিণ্ডদান করলেন নাসিকের বহু মানুষ৷ ওই স্বামীদের বক্তব্য, মানসিক অত্যাচারের সঙ্গেই চলতে থাকে শারীরিক অত্যাচার৷ তাই জোটবদ্ধ হয়ে স্বামীরা সকলে মিলে অত্যাচারি স্ত্রীদের পিণ্ডদান করে মৃত্যুকামনা করলেন৷ স্বামীদের বক্তব্য, তাঁদের জীবন শেষ করে দিচ্ছে এই স্ত্রীরা৷ তাই পিণ্ডদান করে মানসিক ভাবে বউদের থেকে মুক্তি চাইছেন স্বামীরা৷ নাসিকে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বহু পুরুষকে তাঁদের স্ত্রীরা শারীরিক নির্যাতন করে৷ পুলিশ স্টেশনে স্ত্রীদের অত্যাচারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে৷ এক ব্যক্তির কথায়, 'আমরা সকলে মিলে গিয়ে থানায় জানিয়েছি, আমাদের অত্যাচার করে স্ত্রী৷' আসলে অনেক পুরুষ এই ঘটনা প্রকাশ্যে আনতে বা থানায় অভিযোগ জানাতে ভয়

ভোটগ্রহণ পর্বের মাঝেই পাথর ছোঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত ভূ-স্বর্গ

Image
শ্রীনগর: সন্ত্রাসবাদীদের হুমকি এবং কয়েকটি রাজনৈতিক দলের (ন্যাশনাল কনফারেন্স ও মেহবুবা মুফতির পিপল'স ডেমোক্রেটিক পার্টি) বয়কটের মাঝেই আজ সোমবার জম্মু-কাশ্মীরে চলছে পুরসভা নির্বাচন৷ সকাল ৭টা থেকেই এই ভোটগ্রহণ পর্ব চলছে৷ আর এই ভোটগ্রহণকে কেন্দ্র করে পরিস্থিতি যেন উত্তপ্ত না হয়ে ওঠে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করে দেওয়া হয়েছে৷ প্রথম পর্বে ১১জেলায় ভোটগ্রহণ হবে৷ তবে এই প্রক্রিয়া চলাকালীনই বান্দিপোরায় একটি পোলিং বুথে পাথর ছোঁড়ার কাণ্ড ঘটে৷ কিছু বিক্ষোভাকারী পাথর ছুঁড়তে শুরু করে৷ এতে বিজেপির আদিল আহমেদ বহরু আহত হন বলে জানা যায়৷ তিনি বান্দিপোরার ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে লড়ছেন৷ সোমবার যে সব জেলাতে ভোটগ্রহণ চলছে তার মধ্যে রয়েছে অনন্তনাগ(৪ ওয়ার্ড), বাদগাম (১ ওয়ার্ড), বান্দিপোরা (১৬ ওয়ার্ড), বারামুলা (১৫ ওয়ার্ড), জম্মু (১৫৩ ওয়ার্ড), কারগিল (১৩ ওয়ার্ড), কূপওয়াড়া (১৮ ওয়ার্ড), লেহ (১৩ ওয়ার্ড), পুঞ্চ (২৬ ওয়ার্ড), রাজৌরি (৫৯ ওয়ার্ড), শ্রীনগর (৩ ওয়ার্ড)৷ কিছু কিছু সিটে প্রার্থীরা না দাঁড়ানোর জন্য প্রথম থেকেই নিজেদের জয়ী ঘোষণা করেছেন বিজেপির প্রার্থীরা৷ তবে

তর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন দুজন।

Image
মহালয়ার প্রভাতেই দুর্ঘটনা। পিতৃপুরুষের তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন হুগলির দুজন। এখনও পর্যন্ত একজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আর একজন এখনও নিখোঁজ। প্রথম ঘটনাটি ঘটে হুগলির হিন্দমোটরের বটতলা ঘাটে। সেখানে গঙ্গায় তর্পণ করতে নেমেছিলেন প্রৌঢ় সুবোধ যশ। জলের তোড়ে হঠাৎই পা পিছলে পড়ে যান তিনি। ঘাটের কাছেই জলে ডুবে যান ওই প্রৌঢ়। প্রায় সঙ্গে সঙ্গেই খবর যায় উদ্ধারকারী দলের কাছে। উদ্ধার কাজ শুরু করে দেন তাঁরা। প্রায় দু'ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা যায় তাঁর দেহ। জানা গিয়েছে, পেশায় অধ্যাপক ছিলেন সুবোধ যশ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করতেন। অন্যদিকে তর্পণ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে হুগলির শেওড়াফুলিতেও। সেখানে পিতৃপক্ষের অবসানে তর্পণ করতে নেমেছিলেন তারকেশ্বরের ব্যবসায়ী সন্দীপ সাঁতরা। হঠাৎই জলের তোড়ে তলিয়ে যান তিনি। এখনও তাঁর দেহ উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজ চলছে। নিখোঁজ সন্দীপের এখনও কোনও সন্ধান মেলেনি। পিতৃপক্ষের অবসান আজ। তাই সকাল থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে শুরু হয়েছে তর্পণ। এর জন্য কলকাতার প্রতিটি ঘাটে আজ বাড়ানো হয়েছে নিরাপত্তা। তর্পণ করতে গিয়ে যাতে কেউ জলে ভেসে না যান, তার জন্

গ্লোবাল ওয়ার্মিংয়ের করাল গ্রাসে গোটা বিশ্ব, ভয়ঙ্কর রিপোর্ট পেশ রাষ্ট্রপুঞ্জের

Image
বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের করাল গ্রাসে যেন ধীরে ধীরে চলে যাচ্ছে পৃথিবী। ২০৩০ থেকে ২০৫২ সালের মধ্যে অন্তত ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে চলেছে বলে ইতিমধ্যে সতর্ক করে দিলেন পরিবেশ বিজ্ঞানীরা। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, এভাবে চলতে থাকলে উষ্ণায়নের বিরুদ্ধে আমরা কোনও সদর্থক উদ্যোগ যদি না নিতে পারি, তাহলে ধ্বংসের আর বেশি বাকী নেই। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের পরিবেশ সংক্রান্ত শাখা 'ইন্টারগভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় বৈঠক করে। কমিটি একটি রিপোর্ট জমা করেছে। যা পরিবেশের বদল ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে ২০১৫ সালে বিভিন্ন দেশের সরকারের অনুরোধে এই কমিটি তৈরির দায়িত্ব কাঁধে নেয়। রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকা ২০১৫ সালের প্যারিস জলবায়ু সংক্রান্ত চুক্তি কীভাবে বলবৎ করতে হবে, এই রিপোর্ট তাতে সাহায্য ও দিকনির্দেশ করবে বলে জানা গিয়েছে। এটিকে বিজ্ঞানসম্মত গাইড বলছে রাষ্ট্রপুঞ্জ। নামিয়ে আনতে হবে তাপমাত্রা প্যারিস চুক্তির লক্ষ্য হল বিশ্বজনীন তাপমাত্রার গড়কে শিল্পাঞ্চল মাত্রায় অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস নামিয়ে আনা। যাতে সামগ্রিকভাবে ১.৫ ডিগ্রি সেলসিয়াস ত

রেজিস্ট্রির দুদিন আগেই অন্যত্র বিয়ে প্রেমিকের! জানার পরই আত্মহত্যার চেষ্টা প্রেমিকার

Image
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ উঠল বিজেপি পঞ্চয়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, রেজিস্ট্রির দুদিন আগে অন্যত্র বিয়েও করে নেন ওই বিজেপি সদস্য। অভিযুক্ত বিজেপি পঞ্চায়েত সদস্যের নাম বিকাশ পাল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির। ধুপগুড়ির গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অভিযুক্ত বিকাশ পাল। জানা গিয়েছে, ওই যুবতী পেশায় একজন স্বাস্থ্যকর্মী। বছর দুয়েকের ধরে বিকাশ পালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই যুবতী। যুবতীর বাড়িতে আসা-যাওয়া ছিল বিকাশের। দু-বাড়িতেই যুগলের সম্পর্কের কথা জানত। রবিবার তাঁদের রেজিস্ট্রির  হওয়ার কথা ছিল। কিন্তু, তার আগেই ওই যুবতী জানতে পারেন, বিকাশ পাল বিবাহিত। দু-দিন আগেই বিয়ে করে নিয়েছেন বিকাশ পাল। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীর সঙ্গে একাধিকবার সহবাস করেছেন বিকাশ পাল। এই কথা জানার পরই মুষড়ে পড়েন ওই যুবতী। প্রেমিক বিকাশ পালের বাড়ির সামনে গিয়ে ধরনায় বসেন। কিন্তু ততক্ষণে পলাতক বিকাশ ও তাঁর বাড়ির লোকেরা। এরপরই বাড়ি ফিরে এসে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবতী। গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। জানলা দিয়ে এই ঘটনা দেখতে পেয়ে

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় দূর্গা-আরাধনার আগমনী

Image
আশ্বিনে মাখা রোদে কাসফুলের দলুনি। বর্ষা বিদায়ের মাটির সোদাঁ গন্ধে পুজো-পুজো আমেজ। নিয়ম করে গত কয়েক মাস ধরে মেতে থাকা কেনাকাটায়। এখন যার চূড়ান্ত ফাইনাল টাচ। পুজো মণ্ডপগুলো-তে জোরদার তোড়জোড়। আসলে সকলেই এখন চূড়ান্তভাবে উমা বরণের প্রস্তুতি ব্যস্ত।  ক্যালেন্ডারের পাতা আর পাঁজির হিসাব বলছে দুর্গাপুজোর পুজোর বোধনে আর ৬দিন বাকি। আর সেই দিন থেকে অপার বাংলা মেতে উঠবে উমা-আরাধনায়। কিন্তু, সেই চূড়ান্ত উৎসবের শুরু আগেই আনন্দ-উৎসবের ঢাকে আজ থেকেই কাঠি পড়ে গেল। কারণ আজ মহালয়া। এদিন থেকে পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের শুরু। এই সময়ে মা দূর্গা-র মহিষাসুরমর্দিনী রূপ প্রকট হয়েছিল। সেই কারণে মহালয়া মানেই বাঙালিদের কাছে দুর্গোৎসবের সূচনার প্রিল্যুড বললে অত্যুক্তি হয় না। সারা বছর বাঙালির ভোরে ঘুম থেকে ওঠার শপথ নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু, মহালয়ার ভোরে তিনটে সাড়ে তিনটায় ঘুম থেকে উঠে রেডিও-তে হয়ে চলা স্তোত্র পাঠে কান পাতাটা বাঙালির অন্যতম অভ্যাস। টেলিভিশনে মহিষাসুর মর্দিনীরি চিত্রনাট্যরূপ-এর দাপাদাপিও যাতে থাবা বসাতে পারেনি। মহালয়ার এই দিনেই জেগে উঠে বাড়ির এককোণে বছরভর অবহেলায় পড়ে থাকা রেডিওসেটটি।

গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাইক-লরির মুখোমুখী সংঘর্ষে নিহত ৩

Image
গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। কুলটিতে বাইকের সঙ্গে লরির মুখোমুখী সংঘর্ষে নিহত তিন যুবক। সোমবার একটি বাইকে চড়ে কুলিট থেকে আসানসোলের দিকে আসছিলেন তিন যুবক। অন্যদিকে নিয়ামত পর থেকে বরাকরের দিকে যাচ্ছিল একটি লরি। পুলিস জানিয়েছে, কুলটি নিউ রোডের কাছে বাইক ও লরিটির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। প্রবল ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন তিনজনই। প্রত্যক্ষদর্শীদের দাবি তিনজনের মাথাতেই হেলমেট ছিল না। আচমকা এই দুর্ঘটনায় ঘটনাস্থলে এলাকার লোকজন জমা হয়ে যায়। তারাই বাইক আরোহীদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরই এলাকার মানুষজন প্রবল বিক্ষোভ শুরু করেন। তাদের বক্তব্য এলাকায় লরি চলাচলে পুলিসের কোনও নিয়ন্ত্রণ নেই। এর জন্যই দুর্ঘটনা।

তেলের ছ্যাঁকায় নাভিশ্বাস আম আদমি’র

Image
নয়া দিল্লি: উর্ধ্বমুখী জ্বালানির দাম৷ সোমবার লিটার পিছু পেট্রল ও ডিজেলের দাম বাড়ল যথাক্রমে ২১ ও ২৯ পয়সা৷ এদিন সকাল হতেই জ্বালানির নয়া দাম ঘোষণা করে তেল সংস্থাগুলি৷ ফলে আরও মহার্ঘ পেট্রল ও ডিজেল৷ রাজধানী দিল্লিতে এদিন পেট্রলের দাম প্রতি লিটার ৮২.03 টাকা৷ ডিজেলের দাম লিটার প্রতি ৭৩.৮২ টাকা৷ বানিজ্য নগরী মুম্বইতে লিটার প্রতি পেট্রল ও ডিডেলের দাম যথাক্রমে ৮৭.৫০ টাকা ও ৭৭.৩৭ টাকা৷ কলকাতায় সোমবার প্রতি লিটার পেট্রলের দাম ২১ পয়সা বেড়ে ৮৩.৮৭ টাকা৷ ডিজেলের দাম বেড়েছে ২৯ পয়সা৷ কলকাতায় এদিন ডিজেলের দাম ৭৫.৬৭ টাকা৷ কেন্দ্র ও রাষ্ট্রায়াত্ত তেল সংস্থাগুলির যুক্তি পেট্রল ডিজেলের ক্রমবর্ধমান দাম বাড়ার কারণ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি৷ তবে নাগাড়ে তেলের দাম বাড়ায় বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদী সরকারকে৷ আসন্ন পাঁচ রাজ্যের ভোটে যাতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব না পড়ে তাই তড়িঘড়ি পদক্ষেপ করে কেন্দ্র৷ লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম আড়াই টাকা করে কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ কিন্তু তাতেও অবস্থার বদল হয়নি৷ তেলের ছ্যাঁকায় নাভিশ্বাস উঠছে দে

Nokia 5.1 Plus বনাম Zenfone Max Pro M1 বনাম Redmi 6 Pro: সেরা কে?

Image
সম্প্রতি ভারতে মিডরেঞ্জ সেগমেন্ট লঞ্চ হয়েছে একাধিক স্মার্টফোন। এর মধ্যে উল্লেখযোগ্য Zenfone Max Pro M1 ও Redmi 6 Pro। এছাড়াও গত সপ্তাহে বিক্রি শুরু হয়েছ Nokia 5.1 Plus। এই তিনটি ফোনের দাম শুরু হচ্ছে এগারো হাজার টাকা থেকে। কিন্তু কোন ফোন অন্যদের থেকে এগিয়ে। এক নজরে দেখে নেওয়া যাক। Nokia 5.1 Plus বনাম Zenfone Max Pro M1 বনাম Redmi 6 Pro এর দাম ভারতে Nokia 5.1 Plusএর দাম ১০,৯৯৯ টাকা। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে পাওয়া যায় Nokia 5.1 Plus। Zenfone Max Pro M1 এর দাম শুরু ১০,৯৯৯ টাকা থেকে। এই ফোনও পাওয়া যাবে শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে। Redmi 6 এর দাম শুরু ১০,৯৯৯ টাকা থেকে। তবে এই ফোন পাওয়া যাবে শুধুমাত্র Amazon থেকে। Nokia 5.1 Plus বনাম Zenfone Max Pro M1 বনাম Redmi 6 Pro এর ডিসপ্লে Nokia 5.1 Plus ফোনের প্রধান আকর্ষন ৫.৮৬ ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি ৫..৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। Redmi 6 Pro তে রয়েছে একটি ৫.৮৪ ইঞ্চি Full HD+ ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Nokia 5.1 Plus বনা

মায়ানমারে ফিরলেই খুন হতে হবে সাতজনকে, এমনই আশঙ্কায় ভুগছেন রোহিঙ্গারা৷

Image
সুপ্রিম কোর্টের নির্দেশে মায়ানমারে ফিরে যেতে হয়েছে ভারতে অনুপ্রবেশ করা সাত রোহিঙ্গাকে৷ হাসি মুখেই ঘরে ফিরেছেন তাঁরা৷ তবে এতেও আশঙ্কা কাটছে না৷ কারণ,  ভবিষ্যতে খুন করা হতে পারে এই সাতজনকে৷ এমনই আশঙ্কাতেই ভুগছেন কালিন্দি কুঞ্জ ক্যাম্পে বসবাসকারী অন্যান্য রোহিঙ্গারা৷ কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের অনুরোধ, মায়ানমারের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতে থাকতে দেওয়া হোক উদ্বাস্তুদের৷ নয়ত মায়ানমারে ফিরলে বেঘোরে প্রাণ যাবে তাঁদের৷ এই আশঙ্কায় এখন ভুগছেন মহম্মদ ফারুক৷ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রের কাছে তিনি জানান, "২০১২ থেকে আমি ভারতে আছি। কেন্দ্রের কাছে একটাই অনুরোধ আমাদের এদেশে থাকতে দিন। নিজের দেশে ইতিমধ্যেই আমরা অনেক প্রতিকূলতার মোকাবিলা করেছি৷ কেউ তাঁর নিজের দেশ ছাড়তে চায় না, আমরা ছাড়িনি৷ পরিস্থিতি আমাদের বাধ্য করেছে৷" উল্লেখ্য, মায়ানমার সেনার প্রবল অত্যাচারের মুখে পড়ে ২০১৭-তে দেশ ছাড়েন প্রায় সাড়ে ছ'লক্ষ রোহিঙ্গা। মূলত মায়ানমারের উত্তরাংশের রাখাইন প্রদেশে এদের বাস ছিল। এদের একটা বড় অংশ গিয়ে উদ্বাস্তু হিসাবে প্রবেশ করেছে বাংলাদেশে৷ স

ধর্ম ও জাতপাতের সুড়সুড়ি দিয়ে বাংলায় ক্ষমতায় আসা যায় না : শোভনদেব

Image
কলকাতা : "বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। ধর্ম ও জাতপাতের সুড়সুড়ি দিয়ে এখানে ক্ষমতায় আসা যায় না।" নাম না করে BJP-কে আক্রমণ শানালেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দুর্গাপুজো উপলক্ষ্যে গতকাল একটি ম্যাগ্যাজিন প্রকাশ অনুষ্ঠান শেষে শোভনদেববাবু বলেন, "স্বপ্ন দেখতে তো সবাই ভালোবাসে। স্বপ্নে কেউ কেউ নিজেকে দুনিয়ার সম্রাট বলে মনে করে। তার সঙ্গে বাস্তবে কোনও মিল পাওয়া যায় না।" তিনি আরও বলেন, "২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পরও রাজ্যে সবকটি উপনির্বাচনে হেরেছে BJP।" তাঁর কটাক্ষ, "২০১৪ সাল থেকেই BJP স্বপ্ন দেখে আসছে। ওরা স্বপ্নই দেখুক। আমরা নিজেদের কাজ চালিয়ে যাব।" বিদ্যুৎমন্ত্রীর দাবি, বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে কীভাবে উন্নয়নের জোয়ার এসেছে। তিনি বলেন, "তৃণমূলের আমলে সমাজের সকল শ্রেণীর মানুষের সার্বিক উন্নয়ন হয়েছে। বাংলায় গরির,মেহনতি মানুষ যেভাবে উপকৃত হয়েছে তার ধারেকাছে ভারতের অন্য কোনও রাজ্যে নেই।" তাঁর দাবি, "মানুষ কাজ চায়। খালি পেটে রাজনীতি হয় না। আমরা যদি সঠিকভাবে মানুষকে পানীয় জল, খাদ্য

৫১টি শাখা বন্ধ করে দিচ্ছে এই ব্যাংক! সমস্যার মুখে গ্রাহকরা

Image
পুনে: দেশ জুড়ে মোট ৫১ টি শাখা বন্ধের সিদ্ধান্ত নিল ব্যাংক অফ মহারাস্ট্র (বিওএম)৷ সূত্রের খবর, খরচ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ ২০৪৩ কোটির আর্থিক কেলেঙ্কারির জন্য কিছুদিন আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল ব্যাংকটির নাম৷ যেখানে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ব্যাংকটির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) রবীন্দ্র মারাঠি সহ আরও পাঁচকে গ্রেফতার করে মহারাস্ট্র পুলিশ৷ পুনেতে অবস্থিত ব্যাংকটির প্রধান দফতর জানাচ্ছে, খরচ কমানোর এই প্রক্রিয়াতে ইতিমধ্যেই (১ অক্টোবর) বন্ধ করা হয়েছে শহরতলির মোট ৫১ টি শাখাকে৷ বড়সড় আর্থিক ক্ষতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিষয়টি নিয়ে মন্তব্য করেন ব্যাংকটির একজন অভিজ্ঞ অফিসার৷ তিনি বলেন, এই ৫১ টি শাখাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেগুলিকে আশেপাশের শাখাগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে৷ পাবলিক সেক্টর ব্যাংকগুলির মধ্যে ব্যাংক অফ মহারাস্ট্র প্রথম এই ধরণের বড়সড় সিদ্ধান্ত নিল৷ সারা দেশ জুড়ে বিওএমের মোট ১৯০০ টি শাখা রয়েছে৷ যার মধ্যে ঠাণে (৭), মুম্বই (৬), পুনে (৫), জয়পুর (৪), নাসিক(৩), বেঙ্গালুরু (৩), অমরাবতী (২), লাতুর(২), ঔরাঙ্গ

ব্রেকফাস্ট না দেওয়ায় বৃদ্ধাকে ১৫ কোপে খুন

Image
মুম্বই: সকালের জলখাবার না দিতে পারায় ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে কুপিয়ে খুন করল ৩৯-এর এক মহিলা৷ থানের খোপাত এলাকার ঘটনা৷ পুলিশ জানায়, স্বপনা কুলকার্নি নামের ওই মহিলা তার বৃদ্ধা আত্মীয়া শোভা কুলকার্নিকে ব্রেকফাস্ট করে দিতে বলে৷ কিন্তু শোভাদেবীর থেকে কোনও উত্তর না পেয়ে রাগে কোপাতে থাকে তাকে৷ শনিবার এই ভয়ঙ্কর ঘটনা ঘটে৷ কমপক্ষে ১৫ বার কোপানো হয়েছে বলে জানা গিয়েছে৷ বৃদ্ধা মারা যান৷ স্বপনা কুলকার্নির বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছে৷ শুরু হয়েছে তদন্ত৷ এদিকে, মাসের শুরুতেই পরকীয়াতে স্বামীকে আটকাতে না পেরে আত্মঘাতী হলেন স্ত্রী৷ সুপ্রিম রায়ে পরকীয়া আর অপরাধ নয়। তাহলে, স্ত্রী'র কথা শুনব কেন? চেন্নাইয়ের বাসিন্দা ফ্র্যাংকলিন তাই স্ত্রী'র আপত্তি সত্বেও ক্রমশ মজে যাচ্ছিলেন পরকীয়ায়। দিনের পর দিন বিবাহ-বহির্ভূত সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তাই শেষমেস আত্মহত্যার পথ বেছে নেন স্ত্রী পুষ্পলতা। চেন্নাইতে ওয়াচম্যানের কাজ করেন জন পল ফ্র্যাংকলিন। বছর দুয়েক আগে তাঁর সঙ্গে পুষ্পলতার বিয়ে হয়। বাড়ির আপত্তি সত্বেও ভালবেসেই দু'জন দু'জনকে বিয়ে করেছিলেন। তাঁদের এক সন্তানও হয়। কিন্তু এরপরই অন্য

পুজোর মরসুমে সুখবর! ৫০,০০০ চাকরির সুযোগ দিচ্ছে এই সংস্থা

Image
নয়াদিল্লি: পুজোর মরসুমে সুখবর৷ প্রচুর চাকরির সুযোগ করে দিচ্ছে অনলাইন রিটেল কোম্পানি অ্যামাজন ইন্ডিয়া৷ পুজো শুরুর আগেই সারা দেশে ৫০,০০০ অস্থায়ী চাকরির সুযোগ করে দিচ্ছে সংস্থাটি৷ প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্টকে টক্কর দিতেই অ্যামাজন এই বড় পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে৷ সমগ্র দেশে ৫০-এরও বেশি সাপ্লাই সেন্টার রয়েছে৷ প্রায় ১৫০ ডেলিভারি সেন্টার রয়েছে৷ অ্যামাজন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট (India Customer Fulfilment) থেকে অখিল সাকসেনা জানিয়েছেন, গ্রাহকদের কেনাকাটার সুবিধার জন্যই টিম আরও বড় করা হয়েছে৷ তাই উৎসবের মরসুমে এই চাকরির সুযোগও দেওয়া হচ্ছে৷ গতবছরের তুলনায় তাই গ্রাহক সেবাকেন্দ্রও দ্বিগুণ করে দেওয়া হয়েছে৷ তিনি আরও জানান, অস্থায়ী এমপ্লয়ির সংখ্যা যে সংস্থার লাভে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে তেমনটাই মনে করা হচ্ছে৷ আগামী ১০-১৫ অক্টোবর গ্রাহকদের জন্য গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের আয়োজন করবে অ্যামাজন।

স্কুলবাসে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌনহেনস্তা! অভিযুক্ত বাসেরই ‘আঙ্কেল’

Image
রায়গঞ্জ: প্রথম শ্রেণির এক ছাত্রীকে স্কুলবাসে যৌন হয়রানির শিকার হতে হল৷ এমনটাই অভিযোগ উঠেছে রায়গঞ্জে৷ অভিযোগের আঙুল রায়গঞ্জের একটি প্রথম সারির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাসকর্মীর বিরুদ্ধে৷ রক্ষক যে এমন ভক্ষক হয়ে উঠবে তা ভেবেই পাচ্ছেন না অভিভাবকরা৷ ছাত্রীর পরিবারের অভিযোগ, গত শনিবার স্কুল থেকে ফেরার সময় চলন্ত স্কুলবাসের মধ্যেই প্রথম শ্রেনীর ছাত্রীটিকে যৌননিগ্রহ করে স্কুলবাসের সহকারী চালক৷ অমানবিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ শহরে৷ স্কুলের বাসেই বাড়ি ফিরছিল ওই ছাত্রী৷ বাসে এমন ঘটনায় তাজ্জব অন্যান্য অভিভাবকরাও৷ অভিযোগ, ঘটনার সময় বাসটি প্রায় ফাঁকা ছিল৷ আগে একে একে ছাত্র ছাত্রীরা নেমে পড়ে৷ নির্যাতিতা ছাত্রী-সহ মাত্র দু'জন ছিল বাসে সেইসময়৷ অভিযোগ, বাসটি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই বাসকর্মী প্রথম শ্রেনীর ছাত্রীটির সঙ্গে নোংরামো করে৷ বাড়ি এসে সে সব কথা বললে শনিবার রাতেই প্রতিবেশীদের সঙ্গে নিয়ে রায়গঞ্জ মহিলা থানায় বাসের খালাসির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়৷ লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর মা। রবিবার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নির্যাতিতা ছাত্রীর

পুরীর মন্দিরে প্রবেশ করলেন শতাধিক পাকিস্তানি

Image
পুরী: অডিশায় অবস্থিত পুরীর পবিত্র জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন শতাধিক জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন শতাধিক পাকিস্তানি। দেশভাগের ৭০ বছরের ইতিহাসে যা কার্যত নজিরবিহীন। পাকিস্তান থেকে ১০০ জনেরও বেশি তীর্থযাত্রীদের দল ভারতে এসেছেন। চলতি মাসের চার তারিখ থেকে তাঁদের পাঁচ দিনের সফর শুরু হয়েছে। রবিবার ছিল সেই সফরের চতুর্থ দিন। এই চ্রুর্থ দিনে তাঁরা ওডিশায় আসেন। সেখানের বিখ্যাত পুরীর জগন্নাথ মন্দির দর্শন করেন তাঁরা। তাঁদের এই সফরের জন্য ভারত সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়। ভিসা প্রদানের ক্ষেত্রেও তাঁদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। এ দিন সন্ধ্যায় পুরী শহরেই মন্দিরের অদূরে তাঁদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। এক তীর্থ যাত্রী আত্মারাম বলেছেন, "আমি এর আগে অনেকবার ভারতে এসেছি। কিন্তু জগন্নাথ মন্দিরে এই প্রথমবার এলাম। এক অসাধারণ অনুভূতি নিয়ে ফিরব।" একই অভিজ্ঞতা অপর তীর্থযাত্রী রমেশের। করাচির বাসিন্দা ওই ব্যক্তি নিজের শহরেই একটা বড় জগন্নাথ মন্দির গড়তে চান। তাঁর কথায়, "প্রতি বছর করাচিতে বর করে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়। প্রায় ১২০০ মানুষ সেই শোভাযাত্রায় অংশ নিয়ে

কটূক্তির প্রতিবাদ করায় বিহারে হস্টেলে ঢুকে ৪০ জন ছাত্রীকে বেধড়ক মারধর

Image
সুপৌল: নীতীশ কুমার প্রশাসন যতই সুশাসনের দাবি করুক না কেন, বিহার রয়েছে বিহারেই। মেয়েদের শ্লীলতাহানি, কটূক্তি, মারধরের ঘটনা কোনওভাবেই বন্ধ হচ্ছে না। সুপৌলের কস্তুরবা গাঁধী হাইস্কুলের ছাত্রীরা কটূক্তির প্রতিবাদ করায় হস্টেলে ঢুকে তাঁদের মারধর করল দুষ্কৃতীরা। ৪০ জন ছাত্রী জখম। তাঁদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চারজনের আঘাত গুরুতর। কিন্তু এখনও পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। এই ঘটনার পর স্থানীয় বিধায়ক ও সাংসদ হাসপাতালে গিয়ে আহত ছাত্রীদের সঙ্গে দেখা করেছেন। স্থানীয় সূত্রে খবর, ছাত্রীরা যখন খেলছিল, তখন কয়েকজন যুবক তাদের কটূক্তি করে এবং স্কুলের দেওয়ালে অশ্লীল শব্দ লেখে। এর প্রতিবাদ করে ছাত্রীরা। এরপরেই দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে হস্টেলে ঢুকে ছাত্রীদের মারধর করে ওই যুবকরা। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতীশ কুমার ট্যুইট করে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন।

২-৩ বছরের মধ্যেই মাওবাদী সমস্যা দেশ থেকে নির্মূল হবে: রাজনাথ

Image
লখনউ: আর বছরের তিনেকের মধ্যেই দেশ থেকে মাওবাদী সমস্যার ইতি ঘটবে। এমনটাই জানালেন রাজনাথ সিংহ। এদিন লখনউতে সিআরপিএফ শিবিরে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ)-এর ২৬ তম বার্ষিকী উদযাপন করার অনুষ্ঠান যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটা সময়ে দেশে মাওবাদী-অধ্যুষিত জেলার সংখ্যা ১২৬ ছিল। সেই সংখ্যা কমে বর্তমানে ১০-১২ দাঁড়িয়েছে। রাজনাথ যোগ করেন, সেই দিন আর দূরে নেই। সম্ভবত, ২-৩ বছরের মধ্যেই দেশ থেকে মাওবাদী সমস্যা নির্মূল হবে। আর এটা হবে আপনাদের সঙ্কল্প, সাহস ও কঠোর পরিশ্রমের জন্য। তিনি বলেন, মাওবাদী অঞ্চলে আপনারা যে পরিমাণ কঠোর পরিশ্রম করেছেন, তার জন্য আপনাদের অভিনন্দন। প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহত্তম সিআরপিএফ-এর একটি অঙ্গ হল র‌্যাফ। রাজনাথ জানান, এবছর ১৩১ জন মাওবাদীকে মেরেছে সিআরপিএফ। পাশাপাশি, ১,২৭৮ জনকে গ্রেফতার করেছে এবং ৫৮ জনকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে।

আইন করে ব্যাঙ্ক, মোবাইল ফোন সংস্থাগুলিকে আধার ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে, ইঙ্গিত জেটলির

Image
নয়াদিল্লি: সংসদে বিল পাশ করে মোবাইল ফোন সংযোগ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হতে পারে। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, 'সুপ্রিম কোর্ট আধারকে বৈধ বলে রায় দিয়েছে। যেগুলি অনুমোদন করেনি আদালত, আইন এনে সেগুলিকে বৈধ করা যায়। রায়ে বলা হয়, বেসরকারি সংস্থাগুলি আধার ব্যবহার করতে পারবে না। তবে ৫৭ ধারায় বলা হয়েছে, আইনের মাধ্যমে অন্যদের আধার ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। তাই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলে এক্ষেত্রে সমস্যা থাকবে না।' সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল ফোনের সংযোগের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। কোনও বেসরকারি সংস্থা আধার ব্যবহার করতে পারবে না। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানালেও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল ফোন সংযোগের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার পক্ষে সওয়াল করেছেন জেটলি। তবে সরকার সংসদে এ বিষয়ে বিল পেশ করবে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

সীতার ত্বক প্রতিস্থাপনের তোড়জোড়

Image
দমদম নাগেরবাজারের বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ সীতা ঘোষ রবিবার অল্প হাঁটাচলা করেছেন। তাঁর ত্বক প্রতিস্থাপন করা হতে পারে বলে এসএসকেএম হাসপাতালের খবর। সীতাদেবীর পরিবারকে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাতে চলেছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। মঙ্গলবার সকালে নাগেরবাজারের কাজিপাড়ায় বিস্ফোরণে মৃত্যু হয় সীতাদেবীর আট বছরের ছেলে বিভাস ওরফে বিল্টুর। সীতাদেবী গুরুতর আহত হন। সংসার টানতে কাজিপাড়ার একটি মিষ্টির দোকানে কাজ করেন বিভাসের বাবা জন্মেজয় ঘোষ। সীতাদেবী পরিচারিকার কাজ করতেন। কিন্তু ওই বিস্ফোরণে বদলে গিয়েছে তাঁদের পারিবারিক পরিস্থিতি। তাই সাহায্যের আবেদন জানাতে যোগরঞ্জনবাবুর সঙ্গে এ দিন দেখা করেন বিভাসের কাকা দীপেঞ্জয়বাবু। যোগরঞ্জনবাবু বলেন, ''দিদি (মুখ্যমন্ত্রী) বিষয়টি জানেন। ওদের পরিবারকে যদি একটা চাকরি দেওয়া যায়, সেই আবেদন জানাব। আবেদনপত্র নিয়ে মঙ্গলবার দিদির কাছে যাবে বিভাসের পরিবার।'' আর দীপেঞ্জয়বাবু বলেন, ''যোগরঞ্জনবাবু জানান, শুক্রবার দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেছেন। দিদির সঙ্গে দেখা করার চেষ্টা করবেন উনি।'

বহিরাগতেরা পালাচ্ছেন, গুজরাতে ধৃত ৩৪২

Image
গুজরাত ছাড়ছেন শয়ে শয়ে মানুষ। বিহার ও উত্তরপ্রদেশ থেকে জীবিকার টানে নরেন্দ্র মোদীর রাজ্যে আসা হিন্দিভাষীদের উপরে হামলা শুরু হতেই চোখে পড়ার মতো ভিড় স্টেশনগুলিতে। কিন্তু হামলার কথা মেনেও রাজ্য পুলিশের ডিজি-র বক্তব্য, ''বহিরাগতেরা উৎসবের মরসুমে বাড়ি ফিরলে তার অন্য মানে করা উচিত নয়।'' ১৪ মাসের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে সবরকণ্ঠা জেলার হিম্মতনগরের কাছে গত ২৮ সেপ্টেম্বর বিহারের এক বাসিন্দা গ্রেফতার হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা শুরু হয়েছে হিন্দিভাষী বহিরাগতদের উপরে। রাজ্য পুলিশের ডিজি শিবানন্দ ঝা বলেন, 'ছ'টি জেলায় হিংসা ছড়িয়েছে, যার মধ্যে সব চেয়ে খারাপ অবস্থা মেহসানা এবং সবরকণ্ঠার।'' ডিজি জানান, গাঁধীনগর, পাটান এবং অমদাবাদেও হামলার অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত ৩৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ৪২টি। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দু'জনকে চিহ্নিত করেছে সাইবার ক্রাইম সেল। রাজ্য রিজার্ভ পুলিশের ১৭ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে উপদ্রুত এলাকাগুলিতে। অভিযোগ উঠেছে, স্থানীয় নেতাদের ক্রমাগত হুমকির জেরেই হিন্দিভাষীদের গুজরাত ছাড়ার হিড়ি

বাধা আসে যার জন্ম নিয়েই, শ্রদ্ধায় তার স্থান কোথায়

Image
বছর দুই আগের কথা হবে। নেট দুনিয়ায় ঘুরপাক খেয়েছিল ছবিটি। গঙ্গার ধারে তর্পণের জন্য জড়ো হয়েছিলেন কানপুরের কয়েক জন মহিলা। জল দিচ্ছিলেন সেই কন্যাদের, যারা এই মায়েদের গর্ভ থেকে বেরিয়ে পৃথিবীর আলোটুকুও দেখার অধিকার পায়নি।  তর্পণে মহিলাদের দেখা পাওয়া এই প্রথম নয়। তবে যে ভাবে ছবিটি ঘুরেছিল এক ফোন থেকে অন্য ফোনে, নিন্দা এবং প্রশংসা কুড়িয়ে, তা-ই বুঝিয়ে দিয়েছিল ঘটনাটি বিরল। গত কয়েক বছরে অপ্রচলিত এই উদ্যোগে শামিল হতে দেখা গিয়েছে বহু অঞ্চলের মেয়েদের। এ শহরের আনাচ-কানাচেও ধরা পড়েছে তেমন কিছু দৃশ্য। তবু মহালয়ার ভোরে পুরুষদের ভিড়ের মাঝ থেকে ভিজে কাপড়ে কোনও মাঝবয়সী মহিলার একা উঠে আসার দৃশ্য অকল্পনীয় না হলেও অপ্রচলিত তো বটে। কিন্তু মেয়েদের সঙ্গে তর্পণের সম্পর্ক প্রচলিত নয় কেন, ভাবলেই ফিরে আসে সেই ছবি। যে দেশে বহু মেয়ের জন্মানোর অধিকারই জোটে না, সেখানে আবার তর্পণ! শব্দটি শুনেছিলাম ঠাকুরদার মৃত্যুর পরে। তাঁর স্মৃতিতে অনেকের লেখা জড়ো করে তৈরি হয়েছিল বই। পরম যত্নে নাম দেওয়া হয়েছিল 'তর্পণ'। জানা গিয়েছিল, প্রচলিত বাংলায় এ শব্দ ব্যবহার হয় শ্রদ্ধা জানানোর অর্থেও। সে দিন যেটা জানানো হয়নি, তা হল শ্রদ্