আইসিসি-র এক নম্বরে বিরাট-বুমরাহ


দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হেরেও আইসিসি ব়্যাংকিংয়ে নিজের জায়গা অটুট রাখলেন ক্যাপ্টেন কোহলি৷ ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরেই রইলেন বিরাট কোহলি৷ আর বোলারদের মধ্যে শীর্ষে স্থানে উঠে এলেন জসপ্রীত বুমরাহ৷

সম্প্রতি এশিয়া কাপে (ওয়ান ডে) না-খেলেও ব্যাটসম্যানদের তালিকায় ৮৮৪ ব়্যাংকিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট৷ দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁর ডেপুটি রোহিত শর্মা৷ তাঁর ব়্যাংকিং পয়েন্ট ৮৪২৷ প্রথম দশে রয়েছেন আর এক ভারতীয়৷ এশিয়া কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট শিখর ধাওয়ান 80 পয়েন্ট নিয়ে রয়েছেন পাঁচ নম্বরে৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দলে না-থাকলেও এশিয়া কাপে ভালো পারফর্ম করে বোলাদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বুমরাহ৷ ভারতের 'ডেথ ওভার স্পেশালিস্ট' পেসার বুমরাহর পয়েন্ট ৭৮৭৷ তিন নম্বরে রয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব৷ বাঁ-হাতি স্পিনারের পয়েন্ট ৭০০৷ তবে দ্বিতীয় স্থানে উঠে এলেন আফগান স্পিনার রশিদ খান (৭৮৮)৷ ভারতীয় লেগ-স্পিনার যুবেন্দ্র চাহাল রয়েছেন ১১ নম্বরে৷

দলীয় ব়্যাংকিংয়ে অবশ্য দু' নম্বরে রয়েছে বিরাটের ভারত৷ ১২২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের পিছনে টিম ইন্ডিয়া৷ ওয়ান ডে সিরিজে ভারতে হারিয়ে ১২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রুটবাহিনী৷ তবে শীর্ষস্থান ধরে রাখতে গেলে বুধবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজ জিততে হবে ইংল্যান্ডকে৷ দ্বীপরাষ্ট্রের কাছে সিরিজ হারলেও ইংল্যান্ডকে সরিয়ে ফের এক নম্বর জায়গাটা দখল করে নেমে ভারত৷ কারণ চলতি মাসের শেষে অর্থাৎ ২১ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া৷