Posts

Showing posts from October 27, 2018

#MeToo: ‘ধর্ষণ দৃশ্যের আগে মোবাইলে অভিনেত্রীর সম্মতি রেকর্ড করে নেই’

Image
#MeToo বিতর্কে অভিযোগ থামছে না। বরং যৌন হেনস্থা নিয়ে প্রতিদিনই সর্বত্র বহু আলোচনার জেরে আলোড়নে পরিণত হয়েছে #MeTooIndia। এবার এই বিতর্কে মুখ খুললেন বলিউডের পরিচিত মুখ ও অভিনেতা দলীপ তাহিল। ভিলেনের চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত তাহিলের বলেন, 'সিনেমায় ধর্ষণের দৃশ্যের আগে অভিনেত্রীর সম্মতি ফোনে রেকর্ড করে রাখি।'  'আপনি যেই পেশাতেই থাকুন না কেন, দুর্বলের সুবিধা নেওয়ার চেষ্টা করা উচিত নয়। সিনিয়র অভিনেতা হিসেবে আমি যেমন, আগে প্রোডাকশন কোম্পানির কাছে চিঠি চেয়ে নিতাম। পরে হঠাৎ খেয়াল হল, সঙ্গে তো ফোন রয়েছে। তাই ধর্ষণের দৃশ্যের আগে অভিনেত্রীর সম্মতি ফোনে রেকর্ড করে নেই।' এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা দলীপ তাহিল। তাঁর মতে আজ নয়, ২৫ বছর আগে থেকেই এই 'সম্মতি' নিয়েই ধর্ষণ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এই প্রসঙ্গে, দু'দশক আগের এক ঘটনার কথা উল্লেখ করেন তাহিল। বলেন, 'প্রায় ২৫ বছর আগে, একই ধরনের এক দৃশ্যের আগে পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। নাম বলব না, তবে ওই পরিচালক সেদিন আমায় বলেছিলেন, নতুন মেয়ে আছে। ওই দৃশ্যে অভিনয়ের সময়ে ওর পোশাক দু'হাত দিয়ে ছিঁড়ে দিতে। আর এই বিষয়টা

ছত্তিসগড়ে IED বিস্ফোরণ, হত ৪ CRPF জওয়ান

Image
ছত্তিসগড়ের বিজাপুরে মাওবাদী হামলায় প্রাণ হারালেন ১৬৮ ব্যাটালিয়নের ৪ জওয়ান। আহত হয়েছেন আরও ২ জন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  শনিবার ২৭ অক্টোবর টহল দেওয়ার সময় আওয়াপল্লি থানার কাছেই একটি বড় মাপের IED বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৪ জওয়ান। এঁদের মধ্যে একজন সাব ইনস্পেক্টর, একজন হেড কনস্টেবল এবং ২ জন কনস্টেবল রয়েছেন। আরও ২ জওয়ান গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছত্তিসগড়ের ডিআইজি পি সুন্দররাজ সাংবাদিকদের এ কথা জানান। আগামী মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনা চিন্তায় রাখবে প্রশাসনকে। ১২ নভেম্বর প্রথম পর্যায়ের ভোট রাজ্যের সমস্ত মাওবাদী উপদ্রুত অঞ্চলে করা হবে। গত অগস্ট মাসে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড থেকে ৭ হাজার সিআরপিএফ জওয়ানকে ছত্তিসগড়ে মোতায়েন করা হয়। ওই একই মাসে যৌথ অভিযানে সুকমায় ১৫ মাওবাদীর মৃত্যু হয়। 

ওষুধের মূল্য নিয়ন্ত্রণে রেখে পরিষেবা দেওয়ার চেষ্টা মোদীর

Image
গত চার বছরে নরেন্দ্র মোদী সরকারের সাফল্যের তালিকায় যেসব কাজ সবার আগে রয়েছে, তার মধ্যে রয়েছে, সাধারণের নাগালে স্বাস্থ্য পরিষেবা। এব্যাপারে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকার বারবারই বলেছে, সামর্থ্যের মধ্যে, গুণমানের স্বাস্থ্য পরিষেবা সবার জন্য।     নিয়ন্ত্রণের মধ্যে ওষুধের মূল্য দেশের ওষুধের দাম নির্ধারক এনপিপিএ ৯২ টি ওযুধের যৌগের মূল্য বেধে দিয়েছে। এর মধ্যে রয়েছে, ক্যানসার, হেপাটাইটিস সি, মাইগ্রেন এবং ডায়াবিটিসের ওষুধ। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) জানিয়েছে, ৭২ টি ওষুধের যৌগের দাম বেধে দেওয়া হয়েছে। ৯টি মূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে। উপরন্তু, অথরিটি ১১ টি ওষুধের পাইকারি মূল্যও নতুন করে নির্ধারণ করেছে।   নির্দেশিকায় জানানো হয়েছে, এনপিপিএ ৯২ টি ওষুধের মূল্য নির্দিষ্ট/পরিবর্তন করে দিয়েছে। যেসব ওযুধ এই নির্দেশিকার আওতায় পড়েনি, সেইসব ওষুধ প্রস্তুতকারকদের পাইকারি ওষুধের মূল্য বাৎসরিক সর্বোচ্চ ১০ শতাংশ হারে বাড়ানো কথাও বলা হয়েছে সরকারি নির্দেশিকায়।     জনৌষধি পরিযোজনা প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার অধীনে ৩৩ টি রাজ্য এবং কেন্দ্রশা

সম্বন্ধ দেখতে গিয়ে পাত্রীর দাদার 'ফাঁদে' ধরা দিলেন ঠগ পাত্র, পুরো যেন সিনেমা!

Image
নাম-পরিচয় ভাঁড়িয়ে পাত্রী দেখতে গিয়ে ধরা পড়ে গেল যুবক। কেন্দ্রীয় পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সেজে জলপাইগুড়িতে পাত্রী দেখতে গিয়েছিলেন সল্টলেকের যুবক। হাতেনাতে ধরা পরে শেষমেশে তাঁর স্থান হল শ্রীঘরে। ধৃতের নাম চিরঞ্জিত রায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। গত ৭ ও ২১ তারিখে ছোট বোনের বিয়ের সম্বন্ধ দেখার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেন জলপাইগুড়ি চরকডাঙির বাসিন্দা পেশায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেল ট্যাক্স ধ্রুবরঞ্জন সরকার। বিজ্ঞাপন দেখে ফোনে পাত্রীর বাবার সঙ্গে যোগাযোগ করেন চিরঞ্জিত রায়। তারপর শুক্রবার রাতের ট্রেনে শনিবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশনে এসে নামেন। তাঁকে অভ্যর্থনা জানাতে স্টেশনে হাজির ছিলেন ধ্রুবঞ্জন বাবু নিজে। গাড়িতে চাপিয়ে সানন্দে পাত্রকে নিয়ে বাড়ি আসেন। বাড়ি পৌঁছেই শুরু হয়ে যায় পাত্রী দেখার পর্ব। সঙ্গে চলতে থাকে ভূরিভোজ। দূর থেকে পাত্র এসেছে মেয়ে দেখতে, আপ্যায়নে তাই কোনও ত্রুটি রাখতে চায়নি মেয়ের বাড়ি। খাওয়াদাওয়ার এলাহি আয়োজন করা হয়েছিল। কিন্তু, বেশ খানিকক্ষণ কথাবার্তা চলার পরই সন্দেহ হতে থাকে ধ্রুবরঞ্জন বাবুর। তিনি জানিয়েছেন, চিরঞ্জিত রায়ের কথায় কেমন যেন অসঙ্গতি ধ

আউটডোরে ঘণ্টাপিছু ডাক্তার ভাড়া নেবে রাজ্য সরকার

Image
এবার ঘণ্টাপিছু ডাক্তার ভাড়া নেবে রাজ্য। প্রাথমিক ও ব্লক প্রাথমিক স্তরে আউটডোর চালাতে এই সিদ্ধান্ত। জটিলতা কমাতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে নজিরবিহীনভাবে এই ডাক্তার ভাড়া নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের আশা, নিয়োগ প্রক্রিয়ার এই বিকেন্দ্রীকরণ প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার-সংকট মেটাতে বড় ভূমিকা নেবে। এক স্বাস্থ্যকর্তা জানালেন, সরকারি ব্যবস্থার বাইরে চিকিৎসকদের একটা বড় অংশ প্রাইভেট প্র্যাকটিস করেন। এই অংশকে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত করতেই এই সিদ্ধান্ত। শুক্রবার এই মর্মে সরকার বিজ্ঞপ্তি জারি করে। তারপরই প্রস্তুতি নিতে শুরু করেছেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা। এঁদের নেতৃত্বেই জেলাস্তরে তিন সদস্যের কমিটি তৈরি হবে। বাকি দু'জনকে মনোনীত করবেন সিএমওএইচ'রা। তারপর দেওয়া হবে কর্মখালির বিজ্ঞাপন। চেম্বার করার অভিজ্ঞতা রয়েছে এমন ডাক্তারদেরই 'ভাড়া' নেওয়া হবে। আগে এলে আগে  সুযোগের ভিত্তিতে নিয়োগ হবে। ইচ্ছুক ডাক্তারদের তিনটি জায়গার 'অপশন' দেওয়া হবে। এর মধ্যে পছন্দসই একটিতে আউটডোর করতে পারবেন তাঁরা। চিকিৎসকরাও সরকারের এই পদক্ষেপকে স্বাগত জা

দারুণ খবর! এক ধাক্কায় ৩০ হাজার টাকা বাড়ছে বেতন

Image
নয়াদিল্লি:  ফ্রেসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল উইপ্রো (Wipro)৷ বহু বছর ধরে একই ছিল বেতন তালিকাটি৷ তথ্য জানাচ্ছে, আগে ফ্রেসারদের বার্ষিক বেতন ছিল ৩.২ লক্ষ টাকা৷ বর্তমানে যেটিকে বাড়িয়ে ৩.৫ লক্ষ (বার্ষিক) করা হয়েছে৷ উইপ্রো প্রেসিডেন্ট ও চিফ হিউম্যান রির্সোসেস অফিসার সৌরভ গোভিল জানাচ্ছেন, 'নিয়োগের গুণমানকে উন্নত করতে একটি কোডিং টেস্টের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ নিয়োগ প্রক্রিয়াটির সম্প্রসারণের জন্য বোর্ড-বেসড ন্যাশানাল ট্যালেন্ট টেস্ট নিয়ে আসার কথা ভাবা হচ্ছে৷ গত বছরের তুলনায় ২৫-৩০ শতাংশ বেশি নিয়োগ করেছি৷' অন্যদিকে, পিছিয়ে নেই টিসিএস এবং ইনফোসিসের মত সংস্থাগুলিও৷ প্রায় একই ধরণেই কোশল অবলম্বন করতে দেখা গিয়েছে সংস্থাগুলিকে৷ উপযুক্ত প্রার্থীকে বেছে নেওয়ার জন্য ইতিমধ্যেই ন্যাশানাল লেভেল টেস্ট নিয়ে এসেছে টিসিএস৷ যেখানে ফ্রেসারদের অফার করা হচ্ছে তুলনামূলক বেশি বেতন৷ মূলত তিনটি পর্বে ফ্রেসার হায়ার করে থাকে উইপ্রো৷ যার প্রথমপর্বে আইআইটি কলেজগুলি থেকে নিয়োগ করা হয় ফ্রেসার৷ যাদের অ্যাভারেজ স্যালারি অফার করা হয় ১২ লক্ষ টাকা৷ গোভিল জানাচ্ছেন, বিভিন্ন কলেজের বি

খুলছে না পর্ন সাইট! উত্তর খুঁজছে Jio ইউজাররা

Image
নয়াদিল্লি: দেশ জুড়ে পর্ন ওয়েবসাইটে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। বৃহস্পতিবার অন্তত ৮২৭টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড হাই কোর্টের রায় অনুযায়ী সব টেলিকম সংস্থাগুলিকে পর্নোগ্রাফিক কনটেন্ট সরিয়ে নিতে বলা হয়। ৮২৭টি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেয় কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। সঙ্গে সঙ্গে সবকটি ওয়েবসাইট ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় টেলিকম সংস্থাগুলিকে। এই নির্দেশিকা জারি ওয়ার পরই পর্নোগ্রাফিক কনটেন্ট তুলে নেয় রিলায়েন্স জিও। বেশ কিছু ওয়েবসাইট তারা তাদের নেটওয়ার্ক থেকে ব্লক করে দেয়। রেডিটে জিও গ্রাহকরা রিপোর্ট করেছে যে তাঁরা ওইসব ওয়েবসাইট দেখতে পারছেন না। অনেক গ্রাহকই জানতে চেয়েছেন যে সব জিও গ্রাহকদের একই অভিজ্ঞতা কিনা। অ্যাডাল্ট ওয়েবসাইট খুলতে গেলেই ওয়েব পেজ লোড হওয়া বন্ধ হয়ে যাচ্ছে। উত্তরাখন্ড হাই কোর্ট ৮৫৭ ওয়েবসাইটকে ব্লক করার কথা জানিয়েছিল৷ যার মধ্যে ৩০ টি পোর্টালে কোনরকম পর্ণগ্রাফিক কনটেন্ট খুঁজে পায়নি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি (Meity). এর আগেও পর্ণসাইট বন্ধের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল৷ তবে, তা পুরোমাত্রায় সাফল্য পায়নি৷ তবে সরকারের এই নয

‌জেলে বিশেষ সুবিধে দাউদের ভাইকে, সাসপেন্ড পাঁচ পুলিসকর্মী

Image
২০১৭ সালে পুলিসের জালে ধরা পড়েছিল দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকার। তারপর থেকেই জেলবন্দি সে। কিন্তু জেলে বিশেষ সুবিধে পাচ্ছে ইকবাল। সম্প্রতি সামনে এসেছে সেই ছবি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের স্টিং অপারেশনে সেই ছবি প্রকাশ্যে এসেছে। আর এই জন্য বিতর্কের মুখে পড়ে শুক্রবার পাঁচজন পুলিসকর্মীকে সাসপেন্ড করেছে মহারাষ্ট্র পুলিস। সংবাদসংস্থা এএনআই–এর পক্ষ থেকে একথা জানানো হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর যুগ্ম পুলিস কমিশনার মধুকর পাণ্ডে ওই পুলিসকর্মীদের গ্রেপ্তার করেছেন।  সম্প্রতি প্রকাশিত স্টিং অপারেশনের ভিডিওটিতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার আদালতের নির্দেশ অনুযায়ী কাসকরকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে নিজের আত্মীয়দের নিয়ে গল্প করতে থাকেন। এমনকি বিরিয়ানি এবং সিগারেট খেতেও দেখা যায়। এরপরই শুরু হয় বিতর্ক। যারপরই কড়া সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র পুলিস।

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ

Image
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হল এক নাবালিকাকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলায়। অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, লালগোলার পণ্ডিতপুরের বাসিন্দা ওই নাবালিকা দশম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সন্ধেবেলায় ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী যুবক আকাশ শেখ ও তার বন্ধু। অভিযোগ, তারপর একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্তরা। একইসঙ্গে ওই ছাত্রীকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার কথা বাড়িতে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। বাড়ি ফিরে ভয়ে প্রথমে নির্যাতনের কথা চেপে যায় নাবালিকা। এরপর অসুস্থ হয়ে পড়ে সে। সব ঘটনা জানায় পরিবারের লোকেদের। গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা নাবালিকাকে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বহরমপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত আকাশ শেখকে গ্রেপ্তার করেছে পুলিস।

সেতু বিপর্যয়ের পর প্রতিদিন গড়ে ৩০,০০০ যাত্রী বাড়লেও রেকর্ড গড়ল মেট্রো

Image
এবার পুজোয় নজির গড়ল কলকাতা মেট্রো। বুড়ো হাড়েও ভেল্কি দেখাল। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পরে রোজই যাত্রী বেড়েছে মেট্রো রেলে। কলকাতা মেট্রোর ইতিহাসে  রেকর্ডসংখ্যক যাত্রী সওয়ার হয়েছেন এবার পুজোয়। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জেরে পুজোর একেবারে মুখে এই ঘটনায় মাথায় হাত পড়েছিল গোটা শহরের। নতুন লেভেল ক্রসিং, বেইলি ব্রিজ তৈরিতে কিছুটা সমস্যা মিটেছে ঠিকই। কিন্তু পুজোর ভিড় সামলাতে যাত্রী পরিবহণে আসল ছক্কা মেরেছে মেট্রো রেল।  চৌঠা সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পরে প্রতিদিন গড়ে মেট্রোর যাত্রীসংখ্যা বেড়েছে ৩০,০০০।  ১ সেপ্টেম্বর মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ৬ লক্ষ ৪৪ হাজার ৫০৪ ২ সেপ্টেম্বর মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ২লক্ষ ৪৭ হাজার ৫৯২ ৩ সেপ্টেম্বর মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ৬ লক্ষ ২৩ হাজার ৪০১ ৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট সেতু। বিপর্যস্ত হয় শহরের ট্রাফিক। ৫ সেপ্টেম্বর যাত্রী সংখ্যা ছিল ৭ লক্ষ ১১ হাজার ৮৬২ ৬ সেপ্টেম্বর যাত্রী সংখ্যা ছিল ৭ লক্ষ ৯হাজার ২৩৭ ৭ সেপ্টেম্বর যাত্রী সংখ্যা ছিল ৭ লক্ষ ২৬ হাজার ২৯১  এবার পুজোয় চতুর্থী থেকে দশমী পর্যন্ত পুজো সার্ভিস দিয়েছে মেট্রো রেল। এককথায় তাক লাগানো সার্

কোমর ভেঙে হাসপাতালে, তাতেই রাতারাতি কোটিপতি প্রৌঢ়

Image
কোমর ভেঙে হাসপাতালে গিয়েছিলেন প্রৌঢ়। দরকার ছিল হিপ রিপ্লেসমেন্টের। কিন্তু কে জানত, হাসপাতালে ভর্তি অবস্থাতেই ভাগ্য ফিরে যাবে! নিউ জার্সির বাসিন্দা ওই ব্যক্তির নাম আর্ল লিভিংস্টোন। বয়স ৮৭ বছর। লটারির টিকিট কেনার নেশা রয়েছে। সম্প্রতি লটারির টিকিট কিনতে বেরিয়েছিলেন বৃদ্ধ। কিন্তু মুখ থুবড়ে পড়ে যান রাস্তায়। তাতে কোমর ভেঙে যায়।ভর্তি হতে হয় জেফারসন স্ট্র্যাটফোর্ড হাসপাতালে। মনে একরাশ বিরক্তি নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। বেডে শুয়ে থাকতেও একঘেয়ে লাগছিল। তাই হাসপাতালের কর্মীদের কাছে দুঃখ করেছিলেন, এমনই অবস্থা যে লটারির টিকিট কেনারও উপায় নেই! কথা শুনে তাঁর ওপর মায়া হয়েছিল। তাই হাসপাতালের একটি লটারি পুলে তাঁকে সামিল করেন হাসপাতালের কর্মীরা। তাতেই বাজিমাত করেছেন আর্ল লিভিংস্টোন। ১৪১ জনের মধ্যে জয়ী হয়েছে তিনি। জিতেছেন ১০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি ৩১ লক্ষ টাকা। প্রথমে খবরটা বিশ্বাস করে উঠতে পারেননি তিনি। তবে দলে দলে সকলে এসে অভিনন্দন জানালে ঘোর কাটে। তবে হাসপাতাল কর্মীদের ধন্যবাদ জানাতে ভোলেননি। তাঁরা না থাকলে কিছুই সম্ভব হতো না যে! এখনও হাসপাতালেই রয়েছেন লিভিংস্টোন। খুব শিগগি

সিরিয়ায় নিহত সিদ্ধার্থ ধর, কে এই বাঙালি জঙ্গি?

Image
সিদ্ধার্থ ধরকে মনে আছে? বছর আড়াই আগে যে বাঙালি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গির হাতে পাঁচ বন্দি নির্মম ভাবে খুন হয়েছিলেন! সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছিল। এ বছরের গোড়াতেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তালিকায় (গ্লোবাল টেররিজম লিস্ট) তার নাম অন্তর্ভুক্ত করেছিল মার্কিন প্রশাসন। সেই সিদ্ধার্থ ধর অর্থাৎ 'জিহাদি সিড' বা আবু রুমায়শাহ নামে আইএস-এর পরিচিত মুখ সম্প্রতি সিরিয়ায় সন্ত্রাসদমন অভিযানে মারা গিয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। ব্রিটিশ সন্ত্রাসদমন বিশেষজ্ঞ চার্লস লিস্টার সবার আগে টুইটারে সিদ্ধার্থের মৃত্যুর খবর প্রকাশ করেন। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ব্রিটিশ গোয়েন্দারা। তবে লন্ডনের এক কট্টরপন্থী ইসলাম শিক্ষক যিনি এক সময় সিদ্ধার্থের খুব ঘনিষ্ঠ ছিলেন, সেই আনজেম চৌধরিও একই সঙ্গে সিদ্ধার্থের মৃত্যুর খবর স্বীকার করেছেন। অমরনাথ অমরসিঙ্গম নামে আর এক সন্ত্রাসদমন বিশেষজ্ঞ টুইটারে জানিয়েছেন, আবু তুরাব নামে এক আইএস জঙ্গির থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সম্ভবত গত বছর সিরিয়ার রাকায় জঙ্গি দমন অভিযানে মৃত্যু হয় সিদ্ধার্থের। অভিযানে সম্ভবত মারা গিয়েছে সিদ্ধার্থের স্ত্রী-সন্

ঋণের ফাঁদে ইসলামাবাদ, বন্ধুত্বের মুখোশে পাকিস্তানে লুঠ চালাচ্ছে চিন?

Image
পাক অর্থনীতির বুকে এখন চিনচিনে ব্যথা। ভোটে জেতার পর নিজের দেশকে যে চিনা মডেলে উন্নত করবেন বলেছিলেন ইমরান খান, সেই চিনা আগ্রাসন নিয়েই এখন উল্টো সুর গাইতে শুরু করে দিয়েছেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এই পরিস্থিতির জন্য সরাসরি কোনও দায় নেই ইমরানের। কিন্তু পাকিস্তানের দায়িত্ব তো এখন তাঁরই কাঁধে! ''পাকিস্তানের সঙ্গে চিনের বন্ধুত্ব হিমালয়ের থেকেও উঁচু এবং আরব সাগরের থেকেও গভীর।'' ২০১৩ সালে চিন সফরে গিয়ে নিজেদের সম্পর্ককে এভাবেই ব্যাখ্যা করে এসেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কূটনৈতিক সেই সম্পর্ক আরও গভীর করতে কয়েকশো কোটি ডলারের বিনিয়োগের প্রস্তাব নিয়ে ২০১৫ সালে পাকিস্তানে গিয়েছিলেন চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। ইউরোপ, এশিয়া আর আফ্রিকা জুড়ে 'বেল্ট অ্যান্ড রোড' নামের যে রাস্তা ও রেলপথ বানানোর প্রকল্প শুরু করেছে চিন, ইসলামাবাদকে তার অংশীদার করে নিতেই ছিল এই সফর। চিন থেকে এই রাস্তা ইসলামাবাদ ও পেশোয়ার হয়ে সরাসরি পৌঁছবে গ্বাদর সমুদ্রবন্দর। নিজেদের বন্ধুত্বকে আন্তর্জাতিক অর্থনীতিতে জায়গা করে দিতে এই রাস্তার নাম রাখা হয়েছিল চায়না-পাকিস্তান ইকনমিক করিডর।  বিশেষজ্ঞদের

শবরীমালা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন, কেরলের আশ্রমে আগুন ধরাল দুষ্কৃতীরা

Image
তিরুঅনন্তপুরমের আশ্রমে আগুন লাগিয়ে দেওয়া হয়। ছবি সৌজন্য এএনআই। শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানানোয় কেরলের এক ধর্মীয় গুরুর আশ্রমে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। শবরীমালা নিয়ে এখনও তেতে রয়েছে গোটা কেরল। সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে ক্ষোভ-বিক্ষোভ চলছেই। শরবীমালায় মহিলাদের প্রবেশের বিরুদ্ধে পাল্লা ভারী প্রথম থেকেই। কিন্তু তার মধ্যেও রাজ্যেরই একটা অংশ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। তাঁদের মধ্যেই এক জন স্বামী সন্দীপানন্দ গিরি। তিরুঅনন্তপুরমে একটি আশ্রম চালান তিনি। সেই আশ্রমেই হামলা চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত আড়াইটে নাগাদ দুটো গাড়ি ও একটি স্কুটারে করে দুষ্কৃতীরা এসেছিল। বেশ কিছু ক্ষণ তাণ্ডব চালিয়ে আশ্রমে আগুন জ্বালিয়ে দেয় তারা। দু'টি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। আশ্রমে হামলার খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি সেখানে পুলিশ পাহারার ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন। শনিবার সকালে আশ্রম পরিদর্শনে যান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই হামলার তীব্র নিন্দা করে তিনি বলেন, "মতাদর্শগত ভাবে এঁটে উঠতে না পেরে এ ভাব

পুরাতন মালদহের কোলপাড়ায় ৫ ভাইবোনের অভিভাবক ৯ বছরের কাজলি

Image
কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিয়েছে বাবা-মা মালদহ : দারিদ্রের সঙ্গে লড়াই করতে নেমে মাত্র ন'বছর বয়সেই বাড়ির অভিভাবক হয়ে উঠেছে কাজলি। অর্ধাহারের মধ্যে ঘর সামলানো থেকে শুরু করে ভাইবোনদের খাওয়ানো, দেখভাল— সবাই করে কাজলি। এই অসম লড়াইয়ের মধ্যেই ভাইবোনদের স্বপ্ন দেখাচ্ছে সে। পুরাতন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতের কমলদিঘি কোলপাড়ায় ওই শিশু পরিবারটি থাকে। সংসারে আর্থিক সংকটের কারণে অনাহারে বাবা-মা দু'জনেই ভিন রাজ্যে চলে গিয়েছেন। বাবা-মায়ের জায়গায় সংসারের হাল ধরেছে কাজলি কোল(৯)। তারা পাঁচ ভাইবোন এক সঙ্গেই থাকে। তাদের নাম সমিতা (৮), জয়দেব (৭), দেবা(৫)এবং উর্মিতা (১০)। উর্মিতা কানে শোনে না। চোখেও দেখে না। বৃহস্পতিবার রাতেই সে দিকভ্রষ্ট হয়ে অন্যত্র চলে গিয়েছিল। পুলিস তাকে উদ্ধার করেছে। বর্তমানে মালদহ থানার হেফাজতে রয়েছে সে। শিশুদের এই জীবন সংগ্রাম নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপির সতেন্দ্রনাথ সরকার বলেন, খুবই উদ্বেগজনক ঘটনা যে আমাদের সংসদে এরকম একটা পরিবার রয়েছে। কখনও আধপেটা খেয়ে আবার কখনও না খেয়ে দিন চলে ওই শিশুদের। সংসারের অভাব দেখে বাব-মা তাদের ছেড়ে বাইরে কাজ করত

স্বামীকে ঘরজামাই হতে বাধা দেওয়ায় সাঁইথিয়ায় শাশুড়িকে খুন, ধৃত পুত্রবধূ

Image
রামপুরহাট: স্বামীকে ঘরজামাই থাকতে বাধা দিয়েছিলেন শাশুড়ি। সেই আক্রোশে শাশুড়ি কেরিমা বিবিকে (৭০) কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বউমার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে সাঁইথিয়া থানার আদিরাপাড়া গ্রামে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীরা অভিযুক্ত বউমাকে ধরে মারধর করেন বলে অভিযোগ। পরে পুলিস এসে উত্তেজিত গ্রামবাসীদের হাত থেকে ওই বধূকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃতার ছেলের অভিযোগের ভিত্তিতে বউমা নাসিরা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিস। শুক্রবার সিউড়ি আদালতে তাকে তোলা হলে ভারপ্রাপ্ত সিজেএম সোহন মুখোপাধ্যায় চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিসের পক্ষ থেকে অবশ্য ধৃতকে ১০ দিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদিরাপাড়া গ্রামে একটি বাড়িতে ছেলে, বউমা ও নাতনিকে নিয়ে থাকতেন বৃদ্ধা কেরিমা বিবি। ছেলে শেখ হান্নান বাতাসপুর স্টেশন সংলগ্ন এলাকায় শ্বশুরের করে দেওয়া একটি ফলের দোকান চালান। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ওই বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁর গলায়, ঘাড়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। জানা গিয়েছে, ঘটনার সময় তিনি নামাজ পড়ছিলেন। পা

হিমাচলের প্রত্যন্ত অঞ্চলে এবার ওষুধ পৌঁছে দেবে ড্রোন!

Image
মানুষের সুবিধার্থে এবার ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে হিমাচল প্রদেশ সরকার। কুলু জেলার যে সব অঞ্চলে সহজে পৌঁছানো যায় না, সেই সব প্রত্যন্ত এলাকায় প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া এবং অসুস্থ ব্যক্তিদের থেকে রক্তের নমুনা সংগ্রহ করার জন্যেই ব্যবহৃত হবে ড্রোন। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই এই প্রকল্প শুরু হতে চলেছে কুলুতে। ড্রোন মারফত ওষুধ পৌঁছানোর কাজে সাফল্য এলে ভবিষ্যতে এই ব্যবস্থা দ্রুত চালু করা হবে কিন্নর, লাহুল-স্পিতি, পাঙ্গি এবং কিল্লারের আদিবাসী অঞ্চলে। শীতকালে এখানে প্রবল তুষারপাত হওয়ায় বেশিরভাগ সময়েই এই সব এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিপদে পড়েন সাধারণ মানুষ। আগামীদিনের যাতে এই সমস্যা মেটানো যায় সেই লক্ষ্যেই ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত হিমাচল প্রদেশ সরকারের। হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর জানিয়েছেন, সঠিক রোগ নির্ণয়ের জন্যে রক্ত পরীক্ষা অত্যন্ত জরুরি। এই সব ড্রোনগুলি বিভিন্ন পরীক্ষার জন্যে প্রয়োজনীয় নমুনা স্থানীয় হেলথ সেন্টার থেকে নিয়ে যাবে জেলা হাসপাতালে। ডাক্তাররা সব নমুনা পরীক্ষা করে রোগীদের ওষুধের প্রেসক্রিপশন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ই-মেল করে দেবেন। এই প্রকল্পের জ

স্কুলবাসেই যৌন নির্যাতনের শিকার সাড়ে তিন বছরের এক খুদে পড়ুয়া৷

Image
দিনের পর দিন বাড়ছে যৌন হেনস্তার ঘটনা৷ কখনও বিকৃত লালসার শিকার হচ্ছেন শতর্ধ্বো মহিলা, আবার কখনও শিশুরাও৷ এবার স্কুলবাসেই যৌন নির্যাতনের শিকার হল সাড়ে তিন বছরের এক খুদে পড়ুয়া৷  ঘটনাস্থল গ্রেটার নয়ডা৷ গ্রেটার নয়ডার সেক্টর ৭০-র একটি বেসরকারি স্কুলের নার্সারিতে পড়ে সাড়ে তিন বছরের ওই শিশুটি৷ বাবা এবং মা দুজনই কর্মরত হওয়ায় স্কুল বাসে করেই বাড়ি ফিরত সে৷ অন্যান্য দিনের মতো শুক্রবারও স্কুল থেকে বাসে করে বাড়ির সামনে ছেড়ে দেওয়া হয় শিশুটিকে৷ সেখানেই দাঁড়িয়েছিলেন ছাত্রীর বাবা৷ বাবাকে দেখেই কান্নাকাটি শুরু করে ওই খুদে পড়ুয়া৷ প্রথমে কিছুই বলতে চায়নি শিশুটি৷ অভিযোগ, বেশ কিছুক্ষণ পর বাবাকে জানায় বাসেই তার অন্তর্বাস খোলে চালক৷ গোপনাঙ্গে অশ্লীলভাবে স্পর্শ করে বলেও অভিযোগ ওই ছাত্রীর৷ স্কুলবাসের এই ঘটনার কথা ফোনে স্ত্রীকে জানান শিশুর বাবা৷ অফিস থেকে ফিরে আবারও ঘটনার কথা মেয়েকে জিজ্ঞাসা করেন ওই মহিলা৷ সেই সময় বাসচালকের বিরুদ্ধে একই অভিযোগ করে শিশুটি৷ নিজেদের মোবাইলে শিশুর বয়ান রেকর্ড করেন তাঁর বাবা-মা৷ ওই বয়ান রেকর্ডে বাধা দেয় শিশুটি৷ সে জানায়, ঘটনার কথা বাড়িতে জানালে চালক মারধর ক

‘কোনও শব্দ করা যেত না, ৪০ মাস নরকযন্ত্রণা ভোগ করেছি’

Image
পেশায় সাংবাদিক। কাজের তাগিদে গিয়েছিলেন সিরিয়ায়। কিন্তু ভাগ্যবিড়ম্বনায় আইএস জঙ্গিদের হাতে ধরা পড়ে হয়ে গেলেন পণবন্দি। তাও দু-এক মাস নয়, দীর্ঘ ৪০ মাস! সেই দুঃসহ যন্ত্রণার ভয়ংকর বর্ণনা দিয়েছেন সদ্যমুক্ত জাপানি সাংবাদিক জাম্পেই ইয়াসুদা। বৃহস্পতিবার ঘরে ফিরে সিরিয়ায় আটক থাকার দিনগুলিকে 'নরক' বলে মন্তব্য করেছেন তিনি। শারীরিক ও মানসিক, উভয় ক্ষেত্রেই তাঁকে কার্যত 'নরকযন্ত্রণা' ভোগ করতে হয়েছে। 'চর' সন্দেহে তাঁর উপর অবর্ণনীয় অত্যাচার চালিয়েছে জঙ্গিরা। জাপানি দৈনিক আশাই সিমবুম'কে দেওয়া সাক্ষ্যাৎকারে এমনই বিবরণ দিলেন জাম্পেই। কীরকম সেই অভিজ্ঞতা? কোনও রকম শব্দ করা ছিল একেবারেই নিষেধ। তা সে ঘুমের মধ্যে হোক বা জেগে থাকা অবস্থায়। ঘুমের মধ্যে নাক ডাকা যাবে না বলে ফতোয়া দিয়েছিল আইএস। রোজই রক্ষীরা তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দিত। কিন্তু সেই দিনটা আর আসত না। কখনও খাবার দেওয়া হত না। কখনও ক্যানবন্দি খাবার পৌঁছত তাঁর কাছে। কিন্তু দেওয়া হত না ক্যান খোলার 'ওপেনার'। মাত্র ১.৫ মিটার লম্বা ও ১ মিটার চওড়া জায়গায় বন্দি করে রাখা হয়েছিল আট মাস। ছিল না স্নান করা, কাপড়

‘সিরিয়া নয়, মানবতার জন্য সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদী পাকিস্তান’

Image
আন্তর্জাতিক ফোরামে ফের মাথা কাটা গেল পাকিস্তানের। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদীদের আতুরঘর ইমরান খানের দেশ। সম্প্রতি এই রিপোর্টই পেশ করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্রুপ (Strategic Foresight Group)। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সন্ত্রাসবাদীদের জন্য স্বর্গরাজ্য ভারতের প্রতিবেশী দেশ। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জঙ্গিগোষ্ঠীগুলিও পাকিস্তানের মাটিতে নিশ্চিন্তে লালায়িত হচ্ছে। এমনকি আইসিস কবলিত সিরিয়াও পাকিস্তানের মতো অত বিপজ্জনক দেশ নয়। গ্লোবাল টেরর থ্রেট ইন্ডিক্যান্ট শীর্ষক একটি রিপোর্টে বলা হয়েছে, আইসিসের আতুরঘর সিরিয়ার চেয়েও ৩ গুণ বেশি বিপজ্জনক পাকিস্তান। মানবতার জন্য সিরিয়া যতটা বিপজ্জনক তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক এই পাকিস্তান। রিপোর্টে বলা হয়েছে, আমরা যদি সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে দেখি, তাদের ক্ষমতা এবং পরিসংখ্যান বিচার করি তাহলে দেখা যাবে বেশিরভাগই পাকিস্তানে অবস্থিত। বেশ কিছু অবস্থিত আফগানিস্তানেও। এই সংগঠনগুলিও পাকিস্তানের সমর্থনেই কাজ করে। পাকিস্তানকে সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত করার পাশাপাশি আফগান তালিবান এবং লস্কর-ই-তই

জীবন হবে আরও সরল ; তথ্যপ্রযুক্তিতে বাঙালি গবেষকের নয়া দিশা

Image
গবেষক দীপশুভ্র গুহরায়       কলকাতা : জীবন হবে সরল। পরিচালন পদ্ধতি হবে আরও সহজ। প্রতিটি পদক্ষেপ থাকবে আপনার কন্ট্রোলে। গবেষক দীপশুভ্র গুহরায় এমনই এক ডিভাইস আবিষ্কার করে ফেলেছেন যার ফলে পালটে যাবে আমার আপনার দৈনন্দিন কাজের ধরন। বাড়ি হোক বা হাসপাতাল, চাষাবাদ হোক বা নিরাপত্তা ব্যবস্থা। ফ্লাইওভারের সমস্যা হোক বা ভয়াবহ আগুন। বারাসতের বাসিন্দা গবেষক দীপশুভ্র গুহরায়ের আবিষ্কৃত ডিভাইসের ব্যবহারে বিপদের আঁচ পাওয়া যাবে আগে থেকেই। কিন্তু, কী এমন আবিষ্কার করেছেন দীপশুভ্র? তিনি জানান, পৃথিবীর মধ্যে সব থেকে কম খরচে এমন এক ডিভাইস তিনি তৈরি করেছেন যার মাধ্যমে আটকানো যাবে ডেটা বা তথ্য লস বা ডেটার জেনারেশন লস। উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক আপনার বাড়িতে একটি পাখা আছে। যা মোবাইল ফোন দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। অফিসের তাড়ায় পাখা বন্ধ না করেই চলে গেছেন। অফিসে গিয়ে মোবাইলের মাধ্যমে আপনি সেই পাখা বন্ধ করার হুকুম করলেন। কিন্তু, পাখা বন্ধ হল হুকুম করার আধঘণ্টা পর। কেন এমন হল? কারণ, আপনি যেখানে আছেন বা যেখানে আপনার বাড়ি সেখানে মোবাইল টাওয়ারের সমস্যা বা ইন্টারনেটের সমস্যা। ফলে আপনার কাছে প্রযুক্তি থাকার পরও আপনার কাজ

তবে কি ক্যাপ্টেন কোহলির বিদায় আসন্ন

Image
কোহলির দিকেও বার্তা যাচ্ছে। তুমিও অধিনায়ক কিন্তু সেটা আজকে। কাল তোমাকে ইচ্ছা করলেই সরিয়ে দিতে পারি। ভারতের হয়ে সফল অধিনায়কদের ভবিতব্যটা বহুবার এমনই হয়েছে। হয় অধিনায়ককে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে, নয়তো অধিনায়ক নিজেই দায়িত্ব ছেড়ে বেড়িয়ে আসতে বাধ্য হয়েছেন। টি-২০ ফরম্যাটে রোহিতের উপর টিম ম্যানেজমেন্টের ভরসা সেই ইঙ্গিতই দিচ্ছে। দেখাচ্ছে, বিকল্প তৈরি। ভারতের হাতে ক্যাপ্টেন থেকে উইকেটকিপার। ভুরি ভুরি বিকল্প। 'নেক্সট' ভাবতে গিয়ে কোথাও যেন আবারও ফিরছে সেই পুরনো ধারা। শুধু একটু অন্যরকম ভাবে। বর্তমান যেন হঠাৎ করেই 'এক্স' হতে পারেন, এমন সম্ভাবনা দেখা দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলিকে বিশ্রাম দিয়ে রোহিতকে দায়িত্ব দেওয়া সেই জল্পনায় উস্কানি দিচ্ছে। কপিল দেব, ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ১৯৮৩-তে বিশ্বকাপ জয়ের ঠিক পরের বছর ১৯৮৪ সালে ইংল্যান্ড খেলতে ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসে। চতুর্থ টেস্টে দল থেকে বাদ পড়তে হয়েছিল কপিলকে। এখনও ক্রিকেটমহলে কান পাতলে শোনা যায় কিভাবে মুম্বইয়া ক্রিকেট রাজনীতির শিকার হয়েছিলেন হরিয়ানা হ্যারিকেন। যদিও ১৯৮৭- বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেন ক

বিজনেস পার্টনারকে মেরে ২৫ টুকরো, পরে নিজের স্ত্রীকেও খুন!

Image
ধার নেওয়া টাকা চাওয়ায় বিজনেস পার্টনারকে খুনের পর দেহ টুকরো টুকরো করে রাস্তায় ফেলে দিলেন এক ব্যক্তি। ১৪ অক্টোবর, গুরুগ্রামের ঘটনা। বিজনেস পার্টনার জসকরণ সিংহের কাছ থেকে ৪০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন হরনেক সিংহ। প্রায় দিনই হরনেককে টাকা ফেরত দেওয়ার জন্য বলতেন তিনি। অভিযোগ, দিচ্ছি, দেবো বলে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছিলেন হরনেক। এ দিকে বিরাট অঙ্কের ওই টাকা না পেয়ে ক্রমশ হতাশ হচ্ছিলেন জসকরণ। মনের মধ্যে একটা ক্ষোভও জমা হচ্ছিল। এ নিয়ে তাঁদের দু'জনের মধ্যে বার কয়েক বচসাও হয়। হরনেক জানতেন, তাঁর পক্ষে এত টাকা মেটানো সম্ভব নয়। তাই জসকিরণের হাত থেকে রেহাই পেতে একটা ছক কষে ফেলেন। আর তাতে সাহায্য করেন তাঁর স্ত্রী ও এক বন্ধু। পুলিশ সূত্রে খবর, টাকা চাইতে ১৪ অক্টোবর হরনেকের বাড়িতে ফের হানা দেন জসকরণ। কিন্তু তাঁর জন্য যে ভয়ানক পরিণতি অপেক্ষা করছিল সেটা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। সে দিন বাড়িতেই ছিলেন হরনেক। তাঁর এক বন্ধুও ছিলেন সেখানে। জসকরণ ঘরে ঢুকতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন হরনেক, তাঁর স্ত্রী গুরমেহর এবং হরনকের বন্ধু। তিন জনে মিলে জসকরণেরহাত-পা বেঁধে ফেলেন। তার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হ

সন্ত্রাসের প্রশ্নে সিরিয়ার থেকেও তিন গুণ বেশি বিপজ্জনক পাকিস্তান, বলছে রিপোর্ট

Image
আজকের পৃথিবীর কাছে সিরিয়ার থেকেও তিন গুণ বেশি ভয়ঙ্কর পাকিস্তান। দেশ জুড়ে অসংখ্য সন্ত্রাসবাদী শিবির এবং তার পেছনে সরকারি মদতের কারণেই পাকিস্তান আজ বিপজ্জনক সারা পৃথিবীর কাছে। 'অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্রুপ' প্রকাশিত একটি রিপোর্ট 'হিউম্যানিটি অ্যাট রিস্ক, গ্লোবাল টেরর থ্রেট ইন্ডিকেন্ট'-এ সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সারা বিশ্বে মানবতার ওপর সন্ত্রাসের হামলার পেছনে কোন কোন 'ফ্যাক্টর' কাজ করে, তাই বোঝার চেষ্টা করা হয়েছে রিপোর্টটিতে। আফগান তালিবান এবং লস্কর-ই-তইবা, এই দু'টি গোষ্ঠী সারা পৃথিবীর কাছে সব থেকে বিপজ্জনক। আর সব থেকে বেশি সন্ত্রাসের ঘাঁটি আছে পাকিস্তানেই। সেই কারণে সন্ত্রাসের মদতদাতা দেশগুলির তালিকায় সব থেকে ওপরে আছে পাকিস্তান। এমনটাই বলা হয়েছে এই সদ্য প্রকাশিত রিপোর্টে। পরবর্তী এক দশকে পৃথিবীর সামনে কতটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে সন্ত্রাসবাদীরা, এবং তার মোকাবিলা কীভাবে করা সম্ভব, সেই পরামর্শও দেওয়া হয়েছে ৮০ পাতার এই রিপোর্টে। বলা হয়েছে, ''সমাজের সর্ব ক্ষেত্রে চরমপন্থীদের উত্থান, গণবিধ্বংসী অস্ত্রের যথেচ্ছ ব্যবহার,

কান্না থামাতে ১ মাসের সন্তানকে জলে ডুবিয়ে মারল মা

Image
কান্না থামাতে ১ মাসের ছেলেকে জলে চুবিয়ে মারল মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। ১৯ বছর বয়সী ওই তরুণী নিজের সন্তানকে খুন করে প্রথমে অপহরণের গল্প ফাঁদে। যদিও পুলিসি জেরার মুখে ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করেছে ওই তরুণী। পুলিসের দাবি, জেরায় জিনা ফ্লোয়েল নামে ওই তরুণী জানিয়েছেন, ছেলের কান্নায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সে। কান্না থামাতেই শিশুটিকে সে জলে চুবিয়ে ধরেছিল। তাতেই মৃত্যু হয় ১ মাস বয়সী শিশুটির। এরপর মার্কিন জরুরি পরিষেবা হেল্পলাইন ৯১১–এ ফোন করে তিনি জানান, ছেলেকে অপহরণ করা হয়েছে। তবে পুলিসি জিজ্ঞাসাবাদের মুখে ছেলেকে হত্যা করার কথা স্বীকার করে নেয় সে। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিস। তদন্তকারীরা জানিয়েছেন, ছেলেকে খুনের আগে ইন্টারনেটে নানা রকম সার্চ করেন জিনা। '‌কী করে হঠাৎ করে মরে যাওয়া যায়'‌, '‌জলে ডুবে শিশুদের মরতে কত সময় লাগে'‌ এমন সব জিনিস তিনি সার্চ করেছিলেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। মৃত শিশুটির বাবা এরিক কেনকু আদালতে জানিয়েছেন, '‌আমাদের পরিবারে কোনও সমস্যা ছিল না। আমার ছেলের মতো ভাল ছেলে হয় না। ভাবতে পারছি না যে ওকে আর কোনওদিন বুকে জড়

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে নেই ধোনি

Image
নয়াদিল্লি: অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতের দল বেছে নিলেন নির্বাচকরা। এই দলে রাখা হল না প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহলিকে। তাঁর জায়গায় দলের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ফের অধিনায়কত্ব করবেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ হবে ৪ নভেম্বর রবিবার কলকাতার ইডেন গার্ডেনে। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া-উভয় দলের বিরুদ্ধে টি ২০ সিরিজে ধোনির পরিবর্তে দলে নেওয়া হয়েছে ঋষভ পন্তকে। দীনেশ কার্তিক থাকছেন ঋষভের কভার হিসেবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি ২০ সিরিজে ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধবন, কে এল রাহুল, শ্রেয়স আয়ার, মণীষ পান্ডে, দীনেশ কার্তিক, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহল, ওয়াশিংটন সুন্দর, ক্রুণাল পান্ড্য, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, খলিল আহমেদ।  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের টি ২০ সিরিজে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক),শিখর ধবন, কে এল রাহুল

বিকৃত যৌনাচারের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়

Image
বারাকপুর: যৌনতা নিয়ে মানুষের মধ্যে বিকৃত মানসিকতা ক্রমশই প্রকট হচ্ছে৷ কয়েকদিন আগে নদীয়ার চাকদহে শতায়ু বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল৷ ধরা পড়েছিল বছর ২০-র এক যুবক৷ এবার ঠিক তার উলটো ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার শ্যামনগর বাসুদেবপুর এলাকায়৷ সেখানে সাত বছরের এক শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে৷ আর এক্ষেত্রে অভিযুক্তের বয়স ৫৫৷ নাম অহীন্দ্র ঢালি৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ৷ নির্যাতিতার বয়ান অনুযায়ী, লক্ষ্মীপুজোর রাতে ঘটনাটি ঘটে৷ ওই প্রৌঢ় তার প্রতিবেশী৷ তাকে মেয়েটি দাদু বলে ডাকে৷ সেই রাতে প্রসাদ খাওয়ানোর জন্য মেয়েটিকে ডাকে অহীন্দ্র৷ তখন তার বাড়িতে কেউ ছিল না৷ সেই সুযোগে একরত্তি মেয়েটির উপর অত্যাচার চালায় অভিযুক্ত৷ যদিও নিজের চেষ্টায় সফল হয়নি সে৷ তার কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হয় ওই নাবালিকা৷ পরে বাড়ির অভিভাবকদের বিষয়টি জানায়৷ নির্যাতিতার বাড়ির লোকজন জগদ্দল থানায় ওই ব্যক্তির নামে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার রাতে তদন্তে নেমে অভিযুক্ত অহিন্দ্র ঢালিকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা

সাংবিধানিক সঙ্কটে শ্রীলঙ্কা, প্রধানমন্ত্রীকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট

Image
শ্রীলঙ্কা এখন কার্যত সাংবিধানিক সঙ্কটের মুখে দাঁড়িয়ে। বিগত কয়েক মাস ধরে চলা সংঘাতের জেরে চরম অস্থিরতা তৈরি হয়েছিল সে দেশে। অবশেষে শুক্রবার চূড়ান্ত সিন্ধান্ত নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। দেশের প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দিলেন রনিল বিক্রমসিংঘেকে। আর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষ। রাজাপক্ষে প্রেসিডেন্ট থাকার সময়ে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট সিরিসেনা। ২০১৫ সালে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)-র সমর্থনেই প্রেসিডেন্ট হয়েছিলেন সিরিসেনা। বেশ কিছু দিন ধরেই রনিলের সঙ্গে তিক্ততা চলছিল রনিল বিক্রমসিংঘে আর সিরিসেনার। কিছুদিন আগেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অভিযোগ করেন, তাঁকে এবং মাহিন্দা রাজাপক্ষর ভাই গোতাভায়া রাজাপক্ষকে খুনের ষড়যন্ত্র হচ্ছে জেনেও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না রনিল বিক্রমসিংঘের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)। সিরিসেনাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগের আঙুল উঠেছিল ভারতীয় গুপ্তচর সংস্থা 'র'-এর বিরুদ্ধে। যদিও দিল্লি এই অভিযোগ ভিত্তি

সবে ১২, আমতার সইফা এবার বসছে মাধ্যমিকে!

Image
২৭ বছর পর আবার '‌অবাক মেয়ে'‌। মৌসুমির পর এবার সইফা। ২৭ বছর আগে মৌসুমি মাধ্যমিক দিয়েছিল মাত্র আট বছরে। আর সইফা আগামী বছরের মাধ্যমিকে বসতে চলেছে বারো বছর বয়সে। ওই সময় মৌসুমিকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল। সইফার ঘটনা আবার মনে করিয়ে দিল সেই '‌অবাক মেয়ে'‌ মৌসুমি চক্রবর্তীকে। হাওড়ার আমতার কাষ্ঠসাঙ্গড়া গ্রামের মেয়ে সইফা খাতুন। সইফার জন্ম ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর। কোনও দিন স্কুলে যায়নি সইফা। ২০১৮ সালের মাধ্যমিকে যাতে সে বসতে পারে তার আর্জি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলির কাছে এসেছিলেন সইফার বাবা শেখ মহম্মদ আইনুল। আইনুলবাবু পেশায় গ্রামীণ চিকিৎসক। আরও দুটি ভাই আছে। আইনুলবাবুর দাবি, তাঁর মেয়ে মুখস্থবিদ্যা নয়, বিরল প্রতিভার অধিকারী। মাধ্যমিকে '‌ফার্স্ট'‌ হবে। দিনে মাত্র দেড় থেকে দু'‌ঘণ্টা পড়ে সে। পড়াশোনায় '‌তুখোড়'‌ হওয়া সত্ত্বেও স্কুলে যায়নি কেন?‌  আইনুলবাবু বলেন, '‌যখন মেয়েকে প্রথম শ্রেণিতে ভর্তি করাতে নিয়ে যাই তখন উঁচু ক্লাসের সব বই পড়া শেষ। বয়স কম থাকায় পঞ্চম শ্রেণিতে স্কুল ভর্তি নেয়নি। নিচু ক্লাসে আর ভর্তি হতে চায়নি সইফা।  বাড়িতেই পড়তে চেয়েছি

সিরিয়াতেই কি মৃত্যু বাঙালি জঙ্গি সিদ্ধার্থ ধরের?

Image
এ বছরের গোড়াতেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তালিকায় (গ্লোবাল টেররিজম লিস্ট) তার নাম অন্তর্ভুক্ত করেছিল মার্কিন প্রশাসন। 'জিহাদি সিড' বা আবু রুমায়শাহ নামে ইসলামিক স্টেট-এর সেই পরিচিত মুখ সিরিয়ায় সন্ত্রাসদমন অভিযানে মারা গিয়েছে বলে সম্প্রতি দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। 'জিহাদি সিড'-এর আরও একটি পরিচয় অবশ্য আছে। তার আসল নাম সিদ্ধার্থ ধর। আড়াই বছর আগে বাঙালি এই আইএস জঙ্গির পাঁচ বন্দিকে নির্মম ভাবে হত্যার একটি ভি়ডিয়ো প্রকাশ পেয়েছিল। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে হইচই পড়ে যায়। জন্মসূত্রে বাঙালি হলেও সিদ্ধার্থ ব্রিটিশ নাগরিক ছিল। বাবা-মা, দুই বোনের সঙ্গে উত্তর লন্ডনের পামার্স গ্রিন এলাকায় থাকত সে। সিদ্ধার্থের মৃত্যু নিয়ে অবশ্য তার পরিবারের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।  ব্রিটিশ সন্ত্রাসদমন বিশেষজ্ঞ চার্লস লিস্টার সবার আগে টুইটারে সিদ্ধার্থের মৃত্যুর খবর প্রকাশ করেন। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ব্রিটিশ গোয়েন্দারা। তবে লন্ডনের এক কট্টরপন্থী ইসলাম শিক্ষক যিনি এক সময় সিদ্ধার্থের খুব ঘনিষ্ঠ ছিলেন, সেই আনজেম চৌধরিও একই সঙ্গে সিদ্ধার্থের মৃত্যুর খবর স্বীকার করেছেন। অমরনাথ অমরস

ক্লাসে চেয়ার বাদ, ক্ষুব্ধ শিক্ষকেরা

Image
ক্লাসরুমে পড়াতে গিয়ে চেয়ার মিলবে না শিক্ষকদের। দক্ষিণ ২৪ পরগনা জেলা স্কুলশিক্ষা দফতরের এই সিদ্ধান্ত 'অপমানজনক' বলে মনে করছে শিক্ষক সমাজের একাংশ। এমনকি, এই উদ্যোগ 'বাস্তবসম্মত' নয় বলেও মনে করছে শাসক দলের শিক্ষক সংগঠন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিআই নজরুল হক সিপাই জানিয়েছিলেন, ক্লাসে 'টিচিং-লার্নিং' পদ্ধতি ঠিক করতে সকল পড়ুয়ার কাছে শিক্ষক যাতে পৌঁছতে পারেন, তার জন্যেই চেয়ার বাদের সিদ্ধান্ত। সে ক্ষেত্রে ৪০ মিনিট ক্লাসের পুরোটাই দাঁড়িয়ে অথবা হাঁটাচলা করে কাটাতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। এখানেই আপত্তি তুলছে শিক্ষক সমাজের একাংশ। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কথায়, ''বাইরে থেকে শিক্ষকদের উপরে এ ভাবে নির্দেশিকা চাপিয়ে দেওয়া অপমানের সামিল। শিক্ষকতা কোনও চাকরি নয়, ব্রত। কোনও চাপ দিয়ে সেটা করানো যায় না।'' বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ-সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের প্রতিক্রিয়া, ''কোনও উন্নত দেশেই এ ধরনের নিয়ম আছে বলে জানা নেই। চেয়ার না থাকলেই ক্লাসে ভাল পঠনপাঠন হবে, চেয়ার থাকলে হবে না— এই ভাবনা বাস্তবসম্মত নয়।

সরকারি স্কুলে শিক্ষকের আকাল, সরব সংগঠন

Image
সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং ও নিয়োগ শুরু হয়েছে। কিছু জটিলতায় আটকে রয়েছে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ। এর মধ্যেই সরকারি স্কুলে শিক্ষকের আকাল নিয়ে সরব হল সরকারি স্কুলের শিক্ষক সংগঠন। যদিও স্কুলশিক্ষা দফতর জানাচ্ছে, ইতিমধ্যেই শূন্যপদের তালিকা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এ পাঠানো হয়েছে। কিছু স্কুলে নিয়োগ শুরু হয়েছে, কিছু স্কুলে নিয়োগের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। এ রাজ্যে পুরনো সরকারি স্কুল রয়েছে ৪১টি। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ট ফান্ডের (বিআরজিএফ) ৪০টি ও ইংরেজি মাধ্যমের ৬৭টি মডেল স্কুল। তবে এই ১৪৮টি স্কুলের মধ্যে চলছে ১২৪টি স্কুল। সর্বত্রই শিক্ষকের ঘাটতি রয়েছে বলে দফতরে অভিযোগ জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষক সমিতি। খাস কলকাতায় হিন্দু-হেয়ারের মতো স্কুলেও শিক্ষকের পদ ফাঁকা। পঠনপাঠন ঠিক ভাবে করতে গেলে অবিলম্বে শিক্ষক নিয়োগ প্রয়োজন বলে দাবি করেছে তারা। বিকাশ ভবনের এক কর্তা জানান, পিএসসি-তে শূন্যপদের তালিকা পাঠানো হয়েছে। বিআরজিএফ ও মডেল স্কুলে প্রায় তিনশো শিক্ষক নিয়োগ হলেও সাধারণ সরকারি স্কুলে

পড়ুয়ারা ঠিক মতো না শিখলে জবাব দিতে হবে প্রধান শিক্ষককে

Image
পৃথিবীর গতি সম্পর্কে অষ্টম শ্রেণির এক পড়ুয়ার উত্তর শুনে কার্যত মাথা ঘুরে গিয়েছিল স্কুলশিক্ষা দফতরের কর্তাদের। বৃত্তের সংজ্ঞা দিতে গিয়ে 'গোল গোল জিনিস' বলেই হাল ছেড়ে দিয়েছিল নবম শ্রেণির পড়ুয়া। শুধু তা-ই নয়, গণিত ও ইংরেজির প্রাথমিক জ্ঞানটুকুও অনেক পড়ুয়ার মধ্যে দেখা যায়নি। সাম্প্রতিক কালে বিভিন্ন জেলায় সরকার-পোষিত বাংলা মাধ্যম স্কুলগুলিতে পরিদর্শনে গিয়ে এমনই অভিজ্ঞতা হয়েছে পরিদর্শকদের। তাই এ বার আর শুধু আলাপ-আলোচনা নয়, পড়ুয়াদের না জানার দায় নিতে হবে স্কুলের প্রধান শিক্ষকদেরও। বেশ কয়েকটি জেলা এ বিষয়ে কড়া হতে চলেছে বলে সূত্রের খবর। কলকাতা ও তার লাগোয়া কয়েকটি জেলার কিছু স্কুল পড়ুয়ার অভাবে বন্ধ করে দিতে হয়েছে। কেন স্কুলগুলির এই অবস্থা, তার কারণ খতিয়ে দেখতে গিয়ে বারবার স্কুল পরিদর্শনের প্রসঙ্গ উঠেছিল। তার পরে মন্ত্রীর নির্দেশে স্কুল পরিদর্শনে জোর দেয় স্কুলশিক্ষা দফতরও। সচিব থেকে শুরু করে স্কুলশিক্ষা দফতর ও কমিশনারেটের কর্তারাও স্কুল পরিদর্শন শুরু করেন। আর তখনই জানা যায় পড়ুয়াদের একাংশের এই অবস্থার কথা। দক্ষিণ ২৪ পরগনায় অষ্টম শ্রেণির এক পড়ুয়ার পৃথিবীর গতি সম্পর্কে কোনও ধারণাই নে

দাড়িভিটের শিক্ষা, নতুন নিয়োগপত্র

Image
দাড়িভিটের 'বিপদ' এড়াতে এ বার প্রায় ৫০০ জন শিক্ষককে নতুন করে নিয়োগপত্র দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। একাদশ-দ্বাদশ স্তরের বিভিন্ন বিদ্যালয়ে তাঁদের নিয়োগ করা হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা শুক্রবার জানান, যে সমস্ত শূন্যপদে নিয়োগ হয়েছিল তার মধ্যে প্রায় ৫০০টি শূন্যপদে ত্রুটি ধরা পড়েছে। কোনও স্কুলে শূন্যপদ না থাকা সত্ত্বেও সেখানে যেমন শিক্ষক নিয়োগ হয়েছে, তেমনই কোথাও আসন ফাঁকা থাকলেও শিক্ষক নিয়োগ হয়নি। উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে এমনই অভিযোগ উঠেছিল। তার জেরে গোলমালে জড়িয়ে স্থানীয় দু'জনের মৃত্যু হয়। দাড়িভিট থেকে শিক্ষা নিয়ে নতুন করে সমস্ত স্কুলে শূন্যপদের তালিকা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল বিকাশ ভবন। তাতেই এই গরমিল ধরা পড়ে। নিয়ম অনুযায়ী, স্কুল থেকে শূন্যপদের তালিকা পৌঁছয় সংশ্লিষ্ট ডিআইদের কাছে। পুরো তালিকা খতিয়ে দেখে 'প্রায়র পারমিশন' বা পিপি দেন ডিআই'রা। তা পাঠানো হয় স্কুলশিক্ষা কমিশনারের দফতরে। সেখান থেকে শূন্যপদের তালিকা পৌঁছয় স্কুল সার্ভিস কমিশনে। কমিশন এর পর শূন্যপদের তালিকা তৈরি করে প্রার্থী নির্বাচন করে। স্কুল সার্

পাতে পান্তা পড়ায় বৃদ্ধা মাকে রড দিয়ে মার, গ্রেফতার ছেলে

Image
পান্তাভাত খেতে দেওয়ার 'অপরাধে' বৃদ্ধা মাকে বেধড়ক চড়-ঘুষি মারল ছেলে। লোহার রড নিয়েও চড়াও হয়েছিল সে। রডের আঘাতে বৃদ্ধার ডান হাতের বেশ কিছুটা অংশ কেটে গিয়েছে।  বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কল্যাণগড়ের ষাটফুট এলাকায়। রাতেই পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে গ্রেফতার করে তাকে। ছেলের হাতে প্রহৃত হওয়ার কথা স্বীকার করলেও বৃদ্ধা ছেলের নামে থানায় অভিযোগ করতে রাজি নন। উল্টে, শুক্রবার সকালে থানায় গিয়ে ওসি আশিস দলুইয়ের কাছে ছেলেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন তিনি। পুলিশ অবশ্য ছেলেকে ছাড়েনি। বুধবার রাতেও অশোকনগর থানার ওসি একই ঘটনার সাক্ষী হয়েছিলেন।  বিল্ডিংমোড় এলাকার বাসিন্দা বৃদ্ধ মানিকলাল বিশ্বাস থানায় গিয়ে ছেলেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। ছেলে প্রদীপের বিরুদ্ধে বাবাটে চড়-থাপ্পড় মারার অভিযোগ ছিল। পুলিশ প্রদীপকেও ছাড়েনি। পরে সে আদালতে জামিন পায়।         পুলিশ জানিয়েছে, শুক্রবারও পুলিশ বৃদ্ধা লক্ষ্মী মিত্রের অনুরোধ রাখেনি। ছেলের বিরুদ্ধে বৃদ্ধা কোনও অভিযোগ না করলেও পুলিশ  স্বতঃপ্রণোদিত ভাবে (সুয়ো মোটো) শিবশঙ্কর মিত্র নামে তাঁর ছেলের বিরুদ্ধে মদ খেয়ে ঝামেলা বাধানো