#MeToo: ‘ধর্ষণ দৃশ্যের আগে মোবাইলে অভিনেত্রীর সম্মতি রেকর্ড করে নেই’


#MeToo বিতর্কে অভিযোগ থামছে না। বরং যৌন হেনস্থা নিয়ে প্রতিদিনই সর্বত্র বহু আলোচনার জেরে আলোড়নে পরিণত হয়েছে #MeTooIndia। এবার এই বিতর্কে মুখ খুললেন বলিউডের পরিচিত মুখ ও অভিনেতা দলীপ তাহিল। ভিলেনের চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত তাহিলের বলেন, 'সিনেমায় ধর্ষণের দৃশ্যের আগে অভিনেত্রীর সম্মতি ফোনে রেকর্ড করে রাখি।' 

'আপনি যেই পেশাতেই থাকুন না কেন, দুর্বলের সুবিধা নেওয়ার চেষ্টা করা উচিত নয়। সিনিয়র অভিনেতা হিসেবে আমি যেমন, আগে প্রোডাকশন কোম্পানির কাছে চিঠি চেয়ে নিতাম। পরে হঠাৎ খেয়াল হল, সঙ্গে তো ফোন রয়েছে। তাই ধর্ষণের দৃশ্যের আগে অভিনেত্রীর সম্মতি ফোনে রেকর্ড করে নেই।' এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা দলীপ তাহিল।

তাঁর মতে আজ নয়, ২৫ বছর আগে থেকেই এই 'সম্মতি' নিয়েই ধর্ষণ দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

এই প্রসঙ্গে, দু'দশক আগের এক ঘটনার কথা উল্লেখ করেন তাহিল। বলেন, 'প্রায় ২৫ বছর আগে, একই ধরনের এক দৃশ্যের আগে পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। নাম বলব না, তবে ওই পরিচালক সেদিন আমায় বলেছিলেন, নতুন মেয়ে আছে। ওই দৃশ্যে অভিনয়ের সময়ে ওর পোশাক দু'হাত দিয়ে ছিঁড়ে দিতে। আর এই বিষয়টা দৃশ্যের শ্যুটিংয়ের আগে ওই অভিনেত্রীকে জানানো হবে না।' পরিচালকের 'প্ল্যান' অভিনেত্রীকে সেদিন জানিয়ে দিয়েছিলেন দলীপ তাহিল। 'মেয়েটি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গিয়েছিল।' 

পরে ওই নবাগতা অভিনেত্রীকে ধর্ষণ দৃশ্যে অভিনয় করতে রাজি করেছিলেন বলে জানান তাহিল। 'ওকে আমি বলেছিলাম, এমন কিছু হবে না যা আগে থেকে জানানো হচ্ছে না।' হলিউডেও শ্যুটিং শুরুর আগে অভিনেত্রীরা 'চুক্তিতে সব স্পষ্ট' করে নেন বলেও মনে করিয়ে দেন দলীপ তাহিল।