Posts

Showing posts from July 30, 2018

ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

Image
বার্ষিক ৮-৯ শতাংশ থেকে কমতে কমতে ৬.৫ শতাংশে গিয়ে দাঁড়িয়েছিল ফিক্সড ডিপোজিটের সুদ। যাঁরা ফিক্সড ডিপোজিট থেকে আয়ের উপর নির্ভরশীল, তাঁরা পড়েছিলেন অথৈ জলে। সোমবার একটু হলেও সুখবর এল। ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ভারতের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)। গড়ে ০.০৫-০.১০ শতাংশ সুদের হার বাড়ানো হল চারটি ডিপোজিট মেয়াদ খাতে। যাঁদের ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট আছে, সেই আমানতকারীরা সুদ বাড়ার ফলে বছরে ৫০০-১০০০ টাকা বেশি পাবেন। কোন মেয়াদে কতটা বাড়ল এসবিআই ত্রৈমাসিক ভিত্তিতে সুদের হার হিসাব করে। ইংরেজিতে একে বলে কোয়ার্টারলি ইন্টারেস্ট কমপাউন্ডিং। ১ বছর থেকে ২ বছরের মধ্যেকার মেয়াদে আগে পাওয়া যাচ্ছিল ৬.৬৫ শতাংশ বার্ষিক সুদ। সেটা বেড়ে করে দেওয়া হয়েছে ৬.৭০ শতাংশ। উদাহরণ স্বরূপ— ১০ লাখ টাকা রাখলে আগে পাওয়া যেত বার্ষিক ৬৮,১৭৬ টাকা সুদ। এখন, সেই সুদের অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৬৮,৭০২ টাকা— অর্থাৎ আগের থেকে ৫২৬ টাকা বেশি। ২ বছর থেকে ৩ বছরের মেয়াদে সুদের হার বাড়ানো হয়েছে খানিকটা বেশি। আগে এই মেয়াদে ১০ লাখ টাকা রাখলে ৬.৬৫ শতাংশ সুদের হারে আপনি পেতেন ৬৮,১৭৬ টাকা সুদ। কিন্তু এখন ৬.৭৫ শতাংশ হারে আপ

হার্ট অ্যাটাক হতে পারে! আগাম বুঝবেন কী ভাবে?

Image
বুকে চাপ এলেই সতর্ক হোন। হৃদরোগ থাবা বসাতে পারে বুঝলে সত্বর ইসিজি-র শরণ নিন।  আধুনিক জীবনযাত্রা, পরিবর্তিত খাদ্যাভ্যাস ইত্যাদির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে হৃদরোগের ভয়। বাইরের খাবার, নৈশজীবনের হুল্লোড়, তেল-মশলা, মাত্রাতিরিক্ত মদ্যপান— এ সব অভ্যাসের সঙ্গে যত বেশি জড়িয়ে পড়ছে মানুষ, ততই শরীরে জমছে মেদ, সঙ্গে বাড়ছে হার্ট অ্যাটাকের জুজু, যা তাড়িয়ে বেড়াচ্ছে আমাদের। অনেক সময় হার্ট অ্যাটাক হলেও ঠিক ভাবে বোঝা যায় না। তার আগেই হয়ে যায় ব্যাপক ক্ষতি। কোনও কোনও সময় বুকে কোনও রকমের যন্ত্রণা ছাড়াও হানা দেয় হার্ট অ্যাটাক। ফলে বিপদের আগাম আঁচ পাওয়া যায় না। তবে চিকিৎসকদের মতে, কিছু উপসর্গ দেখা দিলে যদি আগে থেকেই সচেতন হওয়া যায়, তবে হার্ট অ্যাটাক রুখে দেওয়া সম্ভব। হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকারের মতে, গড়পড়তা হার্ট অ্যাটাকের রোগীদের মধ্যে ৩০ শতাংশেরই প্রথম বার অ্যাটাক হয়। তাই অভিজ্ঞতা না থাকায় লক্ষণ টের পান না তাঁরা। ডায়াবিটিকরাও অনেক সময় বুঝতে পারেন না হার্ট অ্যাটাকের লক্ষণ। হার্ট অ্যাটাকের আগে বুকে ব্যথার চেয়েও বেশি চাপ অনুভব করেন মানুষ। খেয়াল রাখুন, বুক, ঘাড়, চোয়াল, বা তলপেটে কোনও চাপ আসছে কি

আমি এক মুসলিম মায়ের জারজ সন্তান, বিস্ফোরক মহেশ

Image
মহেশ ভট্ট। বলিউডের প্রযোজক-পরিচালক। এক ডাকে তাঁকে চেনেন সকলে। তাঁর কাজ তাঁর হয়ে কথা বলেছে দীর্ঘ দিন। পাশাপাশি তাঁর ক্যাসানোভা ইমেজও কম আকর্ষণীয় নয়। সেই মহেশ এ বার খোলসা করলেন নিজের জীবনের এক চরম সত্য। ''আমি জানি না বাবা কী জিনিস। বাবার কোনও স্মৃতিই নেই আমার। তাই বাবার ভূমিকা কেমন হওয়া উচিত তাও জানি না। কারণ আমি এক মুসলিম মায়ের জারজ সন্তান। আমার মায়ের নাম শিরিন মহম্মদ আলি''— হিন্দুস্তান টাইমসকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে সম্প্রতি এই কথা বলেছেন মহেশ। কিন্ত তাঁর নাম মহেশ ভট্ট হল কী ভাবে? এই প্রশ্নের উত্তরে মহেশ জানিয়েছেন, তাঁর মা নাকি বলেছিলেন, মহেশের বাবা ছেলের এই নাম রাখতে বলেছিলেন। মহেশ ছোটবেলায় অপেক্ষা করতেন বাবার জন্য। কবে বাবা আসবেন, তাঁর নাম কেন মহেশ রাখলেন তা বুঝিয়ে দেবেন। না! সে অপেক্ষায় কোনও লাভ হয়নি। কারণ কোনও দিনই নাকি মহেশের বাবা ছেলের সঙ্গে দেখা করতে আসেননি। তবে বাবার পরিচয় মায়ের কাছ থেকে পেয়েছিলেন মহেশ। তাঁর বাবার নাম ছিল নানাভাই ভট্ট। কিন্তু মহেশের জন্মের পর তাঁর ও তাঁর মায়ের কোনও দায়িত্বই নাকি নেননি নানাভাই। মায়ের পছন্দ মতো কোনও কাজই নাকি জীবনে করতে পারেননি

"সম্পত্তি লিখে দাও, নইলে জানলা দিয়ে ফেলে দেব"

Image
সম্পত্তি লিখে দিতে রাজি হননি বলে ছিয়াত্তর বছরের বৃদ্ধা মাকে দোতলার জানলা দিয়ে ফেলে দেওয়ার হুমকি দিল ছেলে। খালি হুমকি নয়, গত কয়েক মাস ধরে বৃদ্ধাকে বিভিন্ন সময়ে মারধরও করেছে ছেলে এবং পুত্রবধূ, এমনটাই অভিযোগ। শেষ পর্যন্ত ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই বৃদ্ধা। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ১৮ বছর আগে, প্রায় চার কাঠা জমি কিনে সোনারপুর থানা এলাকার মিশন পল্লীতে বাড়ি করেন অর্চনা কোলে। সোমবার নিজের দোতলার ঘরে বসে তিনি বলেন,"আমার স্বামী ছিলেন ব্যাঙ্ক কর্মী। ১৯৯০ সালে হঠাৎ তাঁর মৃত্যুর পর আমাকেই চাকরিটা নিতে বলেছিলেন স্বামীর সহকর্মীরা। আমি তখন ভেবেছিলাম চাকরিটা ছেলেদের কেউ একজন করুক।দুই ছেলেকেই বলেছিলাম।বড় ছেলে সঞ্জীব চাকরিটা পায়।" বৃদ্ধা তখন হাওড়ার সালকিয়ায় শ্বশুর বাড়িতে থাকেন। তাঁর এখনও মনে আছে কেন তিনি সেই বাড়ি ছেড়ে চলে আসেন। তিনি বলেন,"বড় ছেলে চাকরি পাওয়ার পর থেকে কোনও টাকা পয়সা দিত না। রোজ রোজ অশান্তি এড়াতে ছোট ছেলেকে নিয়ে সোনারপুরে জমি কিনে বাড়ি করে চলে আসি। ছোট ছেলে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত।" ২০০০ সালে সোনারপুরে আসার পর ধীরে ধ

ফের বুরারি কাণ্ডের ছায়া, রাঁচিতে মিলল একই পরিবারের সাত সদস্যের ঝুলন্ত দেহ

Image
একই পরিবারের ১১ জন সদস্যের ঝুলন্ত দেহ মিলেছিল দিল্লির বুরারিতে। এবার ঝাড়খণ্ডের রাঁচিতেও বুরারি কাণ্ডের ছায়া। রাঁচিতে একই পরিবারের সাত জন সদস্যের মৃতদেহ মিলল। এঁদের মধ্যে সাত ও চার বছরের দুটি শিশুও রয়েছে। কাঙ্কে থানা এলাকার এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। রবিবার রাতেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, আর্থিক টানাপড়েনের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন দীপক কুমার ঝা ও তাঁর পরিবার। তবে ময়না তদন্তের রিপোর্ট না পেলে কিছু নিশ্চিতভাবে বলা যাবে না বলে জানিয়েছেন রাঁচির এসএসপি অনীশ কুমার গুপ্ত। তিনি বলেন, ''মনে করা হচ্ছে, এটি গণ আত্মহ্ত্যার ঘটনা।'' পুলিশ জানিয়েছে, দীপকবাবুরা বিহারের ভাগলপুরের বাসিন্দা। বেসরকারি সংস্থায় সেলসম্যানের কাজ করতেন তিনি। দীপক বাবু ছাড়াও তাঁর দুই শিশুসন্তান, বাবা-মা, স্ত্রী ও এক ভাইয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। দুজনের ঝুলন্ত দেহ পাওয়া যায়। বাকিদের মৃতদেহ মেলে ঘরের বিছানায়। স্থানীয়দের কথায়, দীপক বাবু একটি ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। তাঁর বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর ভাইয়ের কোনও নিশ্চিত আয় ছিল না। আর্থিক অনটনের সঙ্গে মোকাবিলা কর

নাগরিকপঞ্জিতে নাম নেই ৪০ লাখের, অসম জুড়ে হাই অ্যালার্ট

Image
অসমের খসড়া ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) বা নাগরিকপঞ্জি থেকে বাদ গেল ৪০ লাখ মানুষের নাম। সোমবারই এই রেজিস্টার প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকা থেকে জানা গিয়েছে, প্রায় তিন কোটি ৩০ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রকাশিত হয়েছে প্রায় দু'কোটি ৯০ লক্ষ নাম। এই তালিকা প্রকাশের কিছুক্ষণ পরই এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক। বাঙালি তাড়াও অভিযান চলছে। ভোট রাজনীতি করতে গিয়ে বিভাজনে উস্কানি দিচ্ছে কেন্দ্র। এই ৪০ লাখ লোকের ভবিষ্যৎ কী হবে? এই বিপুল সংখ্যক মানুষের পুনর্বাসন প্যাকেজ নিয়ে কিছু ভেবেছে কেন্দ্র? নিজের দেশের মধ্যেই উদ্বাস্তু হয়ে পড়বে এই মানুষগুলো। যদি পুশব্যাক হয়, অর্থাৎ বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়, এবং বাংলাদেশ যদি তাঁদের না নেয়, তাহলে তাঁরা কোথায় যাবে? কিন্তু এনআরসি কো-অর্ডিনেটরের এই বক্তব্যের পরও অশান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই আশঙ্কা থেকেই অসম জুড়ে নিরাপত্তার বন্দোবস্ত জোরদার করা হয়েছে। সেনাবাহিনীকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে। অসম ও প্রতিবেশী রাজ্যগুলিতে ২২০০০ আ

মোবাইল বিক্রেতাদের সঙ্গে দহরম মহরম, পরের ঘটনা জানলে চমকাবেন

Image
শেষমেশ পার পাওয়া গেল না। পুলিশের ফাঁদে পা দিয়ে হাতেনাতে ধরা পড়ল সেই গুণধর।  টার্গেট ছিলেন বিভিন্ন মোবাইলের দোকানদাররা। প্রথমে ভাব জমিয়ে আলাপ, তার পরে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেনামে সিম নেওয়া। এর পরেই সেই সিম দিয়ে ফোন করে চলত জালিয়াতি। শেষমেশ পার পাওয়া গেল না। পুলিশের ফাঁদে পা দিয়ে হাতেনাতে ধরা পড়ল সেই গুণধর।  দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা মুখার্জি গেট এলাকা থেকে এক প্রতারককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অনুজকুমার গুপ্ত। মুম্বইয়ের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, প্রথমে একাধিক জায়গায় ফোন করে ভুয়ো পরিচয় দিয়ে এটিএমের পিন নম্বর জোগাড় করত অনুজ। তার পর সেই টাকা অনলাইন মারফত তুলে নিত। এ জন্য প্রচুর সিম কার্ড ব্যবহার করত সে। বিভিন্ন মোবাইলের দোকানে নিয়মিত যাতায়াত ছিল তার। সেই আলাপের সুবাদেই দোকানদারদের হাত করে বেনামে সিম নিয়ে নিত সে। আপাতত, ট্রানজিট রিমান্ডে অনুজকে মুম্বই নিয়ে যাওয়া হবে। পুলিশের ধারণা, এই চক্রে আরও বেশ কয়েক জন জড়িত থাকতে পারে।

২৪ ঘণ্টাতেই মধ্যমগ্রামে তৃণমূল নেতা খুনের কিনারা! গ্রেফতার ৭০ বছরের বৃদ্ধ

Image
২৪ ঘণ্টাতেই মধ্যমগ্রামে তৃণমূল নেতা খুনের কিনারার দাবি করল মধ্যমগ্রাম পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কারখানারই অপর এক নিরাপত্তারক্ষী বছর ৭০-এর শিবপদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে সোমবার আদালতে তোলা হবে। খুনে আর কেকে জড়িত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। সুধীর দাস। মধ্যমগ্রাম পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি। এলাকায় বিধায়কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। কারখানার মালিকও বিশ্বাস করতেন সুধীর দাসকে। বৃদ্ধ শিবপদ সরকারের অভিযোগ, সেই বিশ্বাসের সুযোগ নিয়েই কারখানার যাবতীয় সুবিধা ভোগ করতেন বছর কুড়ি ধরে কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা সুধীর দাস। শুধু তাই নয়, বৃদ্ধের অভিযোগ, কারখানার সবকর্মীর বেতন হত ওই সুধীর দাসের হাত দিয়েই। ফলে পুরো টাকা কর্মীদের তিনি দিতেন না বলে অভিযোগ। অন্যদের টাকা সুধীর দাস আত্মসাত করতেন বলে অভিযোগ করেছেন বৃদ্ধ শিবপদ সরকার। রবিবার সন্দেহজনক মনে হওয়ায় কারখানার অপর নিরাপত্তারক্ষী বছর সত্তরের শিবপদ সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তবে ৭০ বছরের ওই বৃদ্ধ ভেঙে পড়েননি বলেই দাবি পুলিশের। কোনও কোনও সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টাও করেন বলে অভিযে

‘দেশবাসীকে উদ্বাস্তু করে দিচ্ছে কেন্দ্র’

Image
কলকাতা: অসমের জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার ওই নাগরিক পঞ্জীর দ্বিতীয় তালিকা প্রকাশ হতেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের রাস্তায় নেমে পড়লেন তিনি৷ নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, এনআরসি নিয়ে তিনি উদ্বিগ্ন৷ কারণ, দেশবাসীকে উদ্বাস্তু করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷   মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ''বিজেপি ইচ্ছে করে আইসোলেট করছে৷ হিন্দু-মুসলমান নির্বিশেষে বাদ দেওয়া হচ্ছে৷ চার-পাঁচ পুরুষ ধরে আছে, তাদের বাদ দেওয়া হচ্ছে৷'' এদিন সাংবাদিকদের সামনে রীতিমতো তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে জানান, সরকারি নথি থাকা সত্ত্বেও তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে৷ তিনি বাদ চলে যাওয়া মানুষদের সঙ্গে যোগাযোগ করতে চান৷ কিন্তু অসমে ফোন-ইন্টারনেট কোনও কিছুই কাজ করছে না৷ তাই যোগাযোগ সম্ভব হচ্ছে না৷ তবে শীঘ্রই তিনি অসমে সাংসদদের একটি দল পাঠাবেন বলে জানিয়েছেন৷ প্রয়োজনে তিনি নিজেই যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বিস্তারিত আসছে…

কাঁধে করে বাবার শবদেহ শ্মশানে নিয়ে যাওয়া ‘অপরাধ’, একঘরে চার কন্যা

Image
ছেলে নেই৷ রাজস্থানের বুন্দি জেলার রাগের কলোনির বাসিন্দা দুর্গাশংকরের অবলম্বন বলতে ছিলেন চার মেয়ে৷ দীর্ঘদিন ধরেই অসুখে ভুগছিলেন তিনি৷ শনিবার রাতে মারা যান বছর আটান্নর দুর্গাশংকর৷ অপুত্রক ওই ব্যক্তির ইচ্ছা ছিল মৃত্যুর পর চার মেয়ের কাঁধে করেই শ্মশানে যাবেন তিনি৷ মারা যাওয়ার পরেও বাবার শেষ ইচ্ছা ভুলতে পারেননি তাঁর চার মেয়ে৷ রবিবার বিকেলে বাবাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যান তাঁরা৷ কিন্তু শেষকৃত্য মিটতে না মিটতেই বিপাকে পড়েছেন দুর্গাশংকরের মেয়েরা৷ বাবার 'ইচ্ছাপূরণ'-এর অপরাধে এই পরিবারটিকে একঘরে করে দেওয়ার নিদান দেয় খাপ পঞ্চায়েত৷ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন৷ দুর্গাশংকরের বড় মেয়ে মিনা বলেন, ''বাবা মারা যাওয়ার পর তাঁর শেষ ইচ্ছার কথা জানতে পারেন খাপ পঞ্চায়েতের সদস্যরা৷ বাবার ইচ্ছাপূরণে বাধা দেওয়া হয়৷ কিন্তু সেকথা না শুনেই আমরা বাবাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাই৷ শেষকৃত্য সেরে ফিরে দেখি কমিউনিটির স্নানাগার তালাবন্ধ৷ কেউই ওই স্নানাগারের চাবি দেয়নি আমাদের৷ এই সময়ে কেউই বাড়িতে রান্না করেন না৷ কিন্তু প্রতিবেশীরা কেউই খাবার পাঠায়নি আমাদের৷ খাপ পঞ্

চেয়ারে দীর্ঘক্ষণ বসে কাজ, শিরদাঁড়ার ক্ষয় রুখতে মেনে চলুন এই উপায়

Image
কাজের চাপে কুঁজো হয়ে যাচ্ছেন অনেকেই। অনেকে, মানে অফিসজীবীদের প্রায় ৭০ শতাংশ! সরকারি পুষ্টি সংস্থা ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশনের সমীক্ষায় দেখা যাচ্ছে, দিনের প্রায় ছ'ঘণ্টা যাঁরা চেয়ারে বসে কাজ করেন, মেরুদণ্ড নুয়ে পড়ছে মূলত তাঁদেরই। আর এঁদেরই ভিড় উপচে পড়ছে অস্থি চিকিৎসকদের চেম্বারে চেম্বারে। দেখা দিয়েছে নতুন অসুখ 'পুওর পশ্চার সিনড্রোম।' উপসর্গ, কাঁধে, পিঠে অসহ্য ব্যথা। যেমন সাঁকরাইলের অমিয় বর্মন। বেসরকারি সংস্থার অফিসকর্মী বছর পঞ্চাশের প্রৌঢ় কোমরের যন্ত্রণায় টিকতে পারছেন না। অনেক জায়গা ঘুরে শেষমেশ হত্যে দিয়েছেন পিজির আউটডোরে। কলকাতা তথা রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তারবাবু পরীক্ষা করে যা বললেন, শুনে অমিয়বাবুর চক্ষু চড়কগাছ। শিরদাঁড়া বেবাক বেঁকে গিয়েছে! কীভাবে? চিকিৎসক জানিয়ে দিলেন, দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাটানোই কাল হয়েছে! এসএসকেএম-এর অস্থি শল্য চিকিৎসার বিভাগীয় প্রধান ডা. আনন্দকিশোর পালের কথায়, "শুধু অমিয়বাবু নন। ওঁর মতো হাজারো মানুষের দিনের বেশিরভাগ সময়টা কাটে অফিসের চেয়ারে বসে। টেরও পান না, কিভাবে শরীরের ক্ষতি হচ্ছে। যখন হুঁশ ফেরে ততদি

যৌন সঙ্গমের পর সঙ্গীকে পুড়িয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ মহিলা

Image
টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে যৌন সঙ্গমের পর খুন। হাত পা বেঁধে সঙ্গমের পর পুরুষ সঙ্গীকে পুড়িয়ে হত্যা করল সঙ্গিনী। এমনই অভিযোগ উঠেছে। খুনের পর থানায় আত্মসমপর্ণ করেছে অভিযুক্ত মহিলা। মৃত ব্যক্তির নাম শেখ সাব্বির (৩২)। অভিযুক্ত মহিলার নাম শাকিরা( ২৮)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার প্রকাশম জেলায়। জানা গিয়েছে, মৃত ও অভিযুক্ত দুজনেই পূর্ব পরিচিত। একই এলাকার বাসিন্দা হওয়ার পাশপাশি তারা ব্যবসায়িক পার্টনারও। দু'জনেই একসঙ্গে একটি পোলট্রি ফার্ম চালায়। মাসখানেক ধরে টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে বিবাদ চলছে। দু'জনেই বিবাহিত। অর্থাৎ সাব্বিরের স্ত্রী ও শাকিরার স্বামী রয়েছেন। তারপরেও তারা মাঝে মধ্যেই যৌন সঙ্গম করত। দু'জনের সম্মতিতেই মূলত হাত পা বেঁধে চলত যৌন সঙ্গম। প্রতিদিন পোলট্রি ফার্মেই তারা মিলিত হত। গত শনিবার রাতে দুই পার্টনার প্রতিদিনের মতো পোলট্রি ফার্মে আসে। সাব্বিরকে খুন করার পরিকল্পনা নিয়েই সেদিন ফার্মে এসেছিল শাকিরা। সেই প্রথমে যৌন সংসর্গের জন্য জোরাজুরি করতে থাকে। সাব্বির রাজি হতেই চেয়ারের সঙ্গে তার হাত পা বেঁধে দেয় শাকিরা। অভিযোগ, সঙ্গম সম্পূর্ণ হলে সাব্বিরের গ

কেরালায় ছুরিকাহত ছাত্রীর মৃত্যু, অভিযুক্ত এ রাজ্যের শ্রমিক! উত্তেজনা এলাকায়

Image
আইনের ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পর ফের একবার বিতর্কের কেন্দ্রে কেরালার কোচির পেরুম্বাউর এলাকা। যেখানে ভিনরাজ্যের শ্রমিকদের অস্থায়ী বসতি রয়েছে। এবার আরও এক কলেজ ছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে এক ভিনরাজ্যের শ্রমিকের বিরুদ্ধে। ২২ বছরের যুবতী নীমীশাকে নৃশংস ভাবে হত্যার অভিযোগ উঠেছে বাংলার এক শ্রমিকের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  অসুস্থ থাকায় সম্প্রতি MES কলেজ থেকে ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন নীমীশা। সঙ্গে তাঁর ঠাকুমা। নীমীশার বাবার অনুপস্থিতিতে সোমবার সকাল ৯টা নাগাদ বাড়িতে ঢোকে অভিযুক্ত। এরপর বৃদ্ধার গলার সোনার চেন লুটের চেষ্টা করে বলে অভিযোগ। ঠাকুমার চিৎকারে ছুটে আসেন নীমীশা। বাধা দেওয়ার চেষ্টা করেন চোরকে। সে সময়ই নীমীশার উপর ছুরি-হামলা করে অভিযুক্ত শ্রমিক। যুবতীর কাকা ছুটে এলে, তাঁর উপরও হামলা করা হয়। এদিকে, আক্রান্তদের চিৎকারের জেরে আশপাশের লোকজন ছুটে আসে। পালাতে গিয়ে ধরা পড়ে অভিযুক্ত। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক জেরার পর ধৃত শ্রমিক বাংলার বাসিন্দা বলে জানা যাচ্ছে। তার সঙ্গে আর কেউ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।  জেলা হাসপাতালে নিয়ে

নমোর ওপর রাসায়নিক হামলার হুমকি, গ্রেপ্তার যুবক

Image
প্রধানমন্ত্রীর ওপর রাসায়নিক হামলা চালানোর হুমকি দিয়ে পুলিশে জালে এক ব্যক্তি। মুম্বই সেন্ট্রাল রেল স্টেশন থেকে কাশীনাথ মণ্ডল নামে ওই ব্যক্তিকে গত ২৭ জুলাই গ্রেপ্তার করেছে পুলিশ।  জানা গিয়েছে কাশীনাথ কোনও ভাবে নয়াদিল্লির ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কনট্রোল রুমের নম্বর যোগাড় করে সেখানে ফোন করে। গত শুক্রবার ফোন করে সে জানায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর রাসায়নিক হামলা চালানো হবে। ফোনের সূত্র ধরে এনএসজি জানতে পারে যে মুম্বই থেকে ফোন করেছিল সে। এনএসজি-র থেকে খবর পেয়ে মুম্বই সেন্ট্রাল রেল স্টেশন থেকে কাশীনাথকে গ্রেপ্তার করে পুলিশ। সে তখন সুরাতের ট্রেন ধরার অপেক্ষায় ছিল। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা কাশীনাথ পুলিশকে জানিয়েছে যে তার এক বন্ধু ঝাড়খণ্ডে সম্প্রতি মাওবাদী হামলায় মারা গিয়েছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েই এই হুমকি ফোন করে সে।

জমি দিয়ে ধর্ষণের অভিযোগ তুলে নিতে চাপ দেন বিশপ

Image
তিরুঅনন্তপুরম: গত কয়েকদিন ধরে কেরলে বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের খবর শিরোনামে আসছে। এবার এই ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। অভিযুক্ত বিশপ নাকি নানকে ফোন করে ধর্ষণের মামলা তুলে নিতে বলেছেন, এমনকী তার বদলে জমি দেওয়ার কথাও বলেছেন। সম্প্রতি পুলিশের তদন্তে সেই বিস্ফোরক অডিও বার্তা প্রকাশ্যে এসেছে। পুলিশ ওই অডিও খতিয়ে দেখছে। কেরলের সিরিয়-মালাবার চার্চের এক বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে পুলিশ। এক সন্ন্যাসিনী অভিযোগ করেছেন, ওই বিশপ গত ২ বছরে ১৩ বার ধর্ষণ করেছেন তাঁকে।   অভিযুক্ত বিশপের নাম ফ্রাঙ্ক মুল্লাক্কাল। তিনি কোট্টায়মের বাসিন্দা। অভিযোগকারিনী একটি কনভেন্টের মাদার সুপিরিয়র। তিনিই পুরো বিষয়টি পুলিসকে জানিয়েছেন। বিশপের দাবি, অভিযোগকারিণী তাঁকে ব্ল্যাকমেল করছেন, আগেও দিয়েছেন যৌন কেলেঙ্কারি কাণ্ডে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তাঁকে। এ নিয়ে তিনিও অভিযোগ দায়ের করেছেন সন্ন্যাসিনীর বিরুদ্ধে। সন্ন্যাসিনী জানিয়েছেন, ২০১৪-য় গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার জন্য তাঁকে ডেকে পাঠান ওই বিশপ। তারপর ধর্ষণ করেন। পরের ২ বছরে ১৩ বার এভাবে ধর্ষণ করা হয়েছে তাঁকে। গত বছরই এ ব্যাপারে চ

মহিলাকে ধাক্কা মারল অটোচালক

Image
কলকাতা: শহরে ফের অটোচালকের দৌরাত্ম্য৷ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মহিলাকে ধাক্কা মারার অভিযোগ অটো চালকের বিরুদ্ধে৷ যাদবপুর ৮বি-বাসস্ট্যান্ডের সামনে মহিলাকে ধাক্কা মারে অটো চালক৷ অটো দেরিতে ছাড়ায় বাস ধরতে যান ওই মহিলা, বাসও দেরিতে ছাড়বে দেখে আবার ওই অটোতেই ফিরে যান মহিলা৷ তখনই তাঁকে ধাক্কা মারে অটোচালক বলে অভিযোগ৷ ধাক্কা মারার সময় মহিলার সঙ্গে ছিলেন তাঁর ছেলে৷ ছেলেক স্কুলে দিতে যাচ্ছিলেন এই মহিলা৷ অভিযোগ, ছেলের অঙ্ক পরীক্ষা থাকায় স্কুল যাওয়ার তাড়া ছিল৷ অটো ভরাতে যাত্রীদের অপেক্ষায় ছিল অটো চালক৷ সেই কারণেই ছেলেকে নিয়ে বাসে উঠতে যান মহিলা৷ ফিরে আসেন আবার অটোতেই৷ তাতেই রেগে যান ওই অটো চালক, রাগে মহিলাকে ধাক্কা মারে বলে অভিযোগ৷ গোটা ঘটনায় ব্যস্ত ৮ বি এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়৷ ফের প্রকাশ্যে আসে অটো চালকের দৌরাত্ম্য অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা৷ ঘটনার তদন্তে পুলিশ৷ কয়েক মাস আগেই অটো চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এক মহিলা৷ সেই মহিলাকে মারধর করে ওই চালক বলেও অভিযোগ ওঠে৷ অটোচালকদের এই বেপরোয়া ব্যবহার রুখতে প্রয়োজন কড়া আইন বলে মনে

উত্তরপ্রদেশে ধর্ষিতার আত্মহত্যার খবর পেয়ে আত্মঘাতী ধর্ষকও!

Image
আত্মঘাতী হয়েছেন ধর্ষিতা। খবর পেয়ে আত্মহত্যা করলেন ধর্ষকও! উত্তরপ্রদেশের ফিরোজাবাদের ঘটনা। শুক্রবার ২৮ বছর বয়সী ধর্ষিতা আত্মহত্যা করেন। ঠিক তার পরদিনই ২৪ বছর বয়সী ধর্ষণে অভিযুক্ত অমিতের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। দু'জনের কাছ থেকেই সুইসাইড নোট মিলেছে। পুলিশ জানিয়েছে, ধর্ষিতা তরুণী তাঁর মৃত্যুর জন্য অমিত-সহ তিন জনকে দায়ী করেছেন। অমিতের কাছ থেকে পাওয়া সুইসাইড নোটে এই ঘটনার জন্য অমিত একমাত্র নিজেকেই দায়ী করেছেন। তরুণীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করেছেন অমিত। পুলিশ দুটো সুইসাইড নোটই যাচাইয়ের জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছে। গত বৃহস্পতিবার ওই তরুণী পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, মাস তিনেক আগে অমিত এবং তাঁর দুই বন্ধু অনিল আর জিতেন্দ্র জোর করে তাঁর ঘরে ঢোকেন। ধর্ষণ করেন তাঁকে। তখন বাড়িতে আর কেউ ছিলেন না। অভিযোগ পেয়ে পুলিশ তাঁর শারীরিক পরীক্ষা করায়। যার রিপোর্ট এখনও মেলেনি। গত শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান রেকর্ড করার কথা ছিল। তার আগের দিনই ওই তরুণী আত্মহত্যা করেন বলে জানতে পারে পুলিশ। তরুণীর কাছ থেকে মেলা সুইসাইড নোটে অমিতের সঙ্গে তাঁর দু

নিজের দেশেই উদ্বাস্তু ৪০ লক্ষ, বাঙালি খেদাও চলছে, তীব্র তোপ মমতার

Image
অসমের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে মুখ্যমন্ত্রী সোমবার প্রশ্ন তুললেন, ''অসম থেকে বাঙালিদের জোর করে তাড়ানো হচ্ছে না তো? ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কেন নামানো হল? বুলডোজ করা হবে না তো?'' কেন প্রায় গোটা অসম জুড়ে ইন্টারনেট পরিষেবা অচল করে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সে প্রশ্নও তুলেছেন। দেশের মধ্যেই ৪০ লক্ষ লোককে উদ্বাস্তু বানিয়ে দেওয়া হল বলে তিনি মন্তব্য করেছেন। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও জাতীয় নাগরিকপঞ্জির খসড়ায় নাম ওঠেনি অনেকেরই— দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি কয়েক জনের আধার কার্ড ও পাসপোর্টের প্রতিলিপি দেখিয়ে দাবি করেন, এনআরসি-তে তাঁদের নাম ওঠেনি। জাতীয় নাগরিক পঞ্জির খসড়া আগেও প্রকাশ করা হয়েছিল অসমে। তাতেও অনেকের নামই বাদ পড়েছিল। তবে সে খসড়া চূড়ান্ত ছিল না। ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও যাঁদের নাম বাদ পড়েছিল, তাঁরা পরের দফার খসড়ায় এনআরসি-র অন্তর্ভুক্ত হয়ে যাবেন বলে জানানো হয়েছিল। এ দিন অসমের রাজধানী দিসপুরে সাংবাদিক বৈঠক করে ন

ছুটিতে থাকা CRPF জওয়ানকে গুলি করে হত্যা জঙ্গিদের

Image
নাসির আহমেদ শ্রীনগর : ছুটিতে থাকা এক CRPF জওয়ানকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। মৃত CRPF জওয়ানের নাম নাসির আহমেদ। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিজের বাড়িতেই তিনি গুলিবিদ্ধ হন। পুলিশের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগেই ছুটি নিয়ে পুলওয়ামার নাইরা গ্রামে বাড়িতে এসেছিলেন CRPF-র ১৮২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান নাসির। গতকাল তাঁর বাড়িতে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। নাসিরকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ক্যানসার কোষমুক্ত যমজ সন্তানের জন্ম, নজির গড়লেন মুম্বইয়ের চিকিৎসকরা

Image
মা, দুই মাসি ও মামা ক্যানসারে আক্রান্ত। স্বাভাবিক নিয়মে গর্ভস্থ ভ্রুণের শরীরেও  মারণরোগের জিন থাকার আশঙ্কা ছিল৷ ডাক্তারি পরীক্ষায় তেমনটাই জানা গিয়েছিল৷ কিন্তু সন্তান শরীরে ক্যানসারের জিন নিয়ে জন্মাক, তা চাননি বেঙ্গালুরুর স্বয়ম প্রভা৷ তাঁর ইচ্ছাপূরণ করলেন মুম্বইয়ের যশলোক হাসপাতালের চিকিৎসকরা। তবে যমজ দুই শিশুর ভবিষ্যতে ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, তা কিন্তু নয়৷ তবে মামারবাড়ির দিক থেকে জন্মসূত্রে যাতে তাদের শরীরের ক্যানসারের জিন না থাকে, তা নিশ্চিত করতে পেরেছেন চিকিৎসকরা৷ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন দুই মাসি৷ মারণরোগের সঙ্গে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন মা ও মামা৷ এমনকী, বছর আটেক আগে বেঙ্গালুরুর বাসিন্দা স্বয়ম প্রভা জানতে পারেন, শরীরে ক্যানসারের জিন বহন করছেন তিনি নিজেও৷ চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত মায়ের শরীর থেকেই ক্যানসারের জিন পরিবাহিত হয় সন্তানের শরীরে৷ পরবর্তীকালে যে বা যারা পৃথিবীতে আসবে, তাদের শারীরিক সুস্থতা চিন্তিত হয়ে পড়েন স্বয়ম প্রভা৷ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে জানতে পারেন, ভ্রূণের জেনেটিক অ্যানালিসিস করে ক্যানসার প্রবণতা সম্পর্কে আগাম জানা সম্ভব৷

২০ মিনিট ধরে ট্রেন লাইনের পাশে যন্ত্রণায় ছটফট করলেন প্রৌঢ়। এগিয়ে এল না কেউ

Image
মর্মান্তিক: লাইনের ধারে পড়ে রয়েছে প্রৌঢ়ের দেহ। রেলের দাবি, দুর্ঘটনার পর মেমো লিখে পাঠালে তবে পুলিশ ব্যবস্থা নিতে পারে। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, আত্মহত্যার চেষ্টা নয়, ওই ব্যক্তি অন্যমনস্ক থাকাতেই ওই দুর্ঘটনা। ট্রেন লাইনের ধারে পড়ে ছটফট করছেন এক প্রৌঢ়। তাঁকে ঘিরে জটলা। অনেকে আবার কী হয়েছে শুনে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন নিজের কাজে। কেউ আবার মোবাইল ফোনে ছবি তুলতে ব্যস্ত! কিন্তু ওই আহত প্রৌঢ়কে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপার সকলেই উদাসীন! ট্রেনের ধাক্কায় রবিবার বাঘাযতীন রেল স্টেশনের কাছে প্রায় ২০ মিনিট আহত অবস্থায় ছটফট করতে করতে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। রেল পুলিশ সূত্রের খবর, এদিন বেলা পৌনে ১২টা নাগাদ বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝের রেল গেটটি বন্ধ করেছিলেন গেটম্যান। স্থানীয়েরা জানিয়েছেন, ডাউন ক্যানিং লোকাল ওই লেভেল ক্রসিংটি পেরিয়ে যাওয়ার মুখেই বছর ৬৫'র প্রৌঢ় লাইন বরাবর ট্রেনের কাছে চলে যান। ট্রেনের ধাক্কায় প্রৌঢ় ছিটকে পড়েন লাইনের ধারে। মাথা ফেটে রক্ত বার হতে থাকে। হাত, পা'ও ভেঙে যায় ওই প্রৌঢ়ের। ট্রেন চলে যাওয়ার পরেও প্রৌঢ় বেঁচে আছেন দেখে স্থানীয়দের কেউ কেউ গেটম্যা

মাত্র ৪ মিনিটে ফুল চার্জ হবে টোটো, নতুন প্রযুক্তি আনছে এসেল গ্রুপ

Image
উত্তর প্রদেশের টোটো চালকদের জন্য অত্যাধুনিক ব্যাটারি আনতে চলেছে এসেল গ্রুপ। রবিবার উত্তর প্রদেশের রাজধানী লখনউতে এক বাণিজ্য সম্মেলনে উদ্যম এসেল ইনফ্রাপ্রপাটিজের এই পরিকল্পনার কথা জানান সংস্থার কর্ণধার তথা রাজ্যসভার সাংসদ ডক্টর সুভাষ চন্দ্র।  এই প্রকল্পের অধীনে উত্তর প্রদেশের ২০টি শহরে ২৫০টি চার্জিং স্টেশন বানাবে এসেল গ্রুপ। তৈরি হবে ১,০০০ ব্যাটারি সুইপিং স্টেশন। ফলে টোটো না কিনেই টোটো চালিয়ে উপার্জন করতে পারবেন যুবারা। কিছুদিন পর সেই টোটো হয়ে যাবে তাঁদেরই।  এদিনের অনুষ্ঠানে ডক্টর সুভাষ চন্দ্র বলেন, বর্তমানে দেশে প্রায় ৬ লক্ষ ই-রিকশ চলছে। এই ই-রিকশগুলির ব্যাটারি সিসা দিয়ে তৈরি। পুরনো প্রযুক্তির এই ব্যাটারি চার্জ হতে ১০ ঘণ্টা সময় লাগে। এর ফলে একজন টোটোচালক দৈনিক ৪০০ টাকার বেশি আয় করতে পারেন না। এর বদলে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করলে মাত্র ১ ঘণ্টাতেই সেই ব্যাটারি। তাছাড়া ব্যাটারি সোয়াইপিং স্টেশনে আগে থেকে চার্জ দেওয়া ব্যাটারি লাগিয়ে নিলে মাত্র ৪ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে ই-রিকশ। এর ফলে দ্বিগুণ আয় করতে পারবেন ই-রিকশ চালকরা। এজন্য ১,৭৫০ কোটি টাকা বিনিয়োগ করবে এসেল গ্রুপ। এই প্রকল্পে

রাজস্থানে মেয়েরা বাবার শেষকৃত্য সম্পন্ন করায় পরিবারকে একঘরে করল খাপ পঞ্চায়েত

Image
কোটা: ভাই না থাকায় বাবার শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন করেন চার মেয়ে। এই কারণে সেই পরিবারকে একঘরে করার অভিযোগ উঠল খাপ পঞ্চায়েতের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনা রাজস্থানের বুন্দি জেলার। রাগের সম্প্রদায়ের খাপ পঞ্চায়েতের সদস্যরা অবশ্য এই পরিবারটিকে একঘরে করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তবে মৃত ব্যক্তির পরিবারের লোকজনের দাবি, শেষকৃত্যের পর প্রথামাফিক তাঁদের স্নান করতে দেওয়া হয়নি। নীরবে তাঁদের একঘরে করে দেওয়া হয়েছে। শনিবার রাতে দুর্গাশঙ্কর টেইলর (৫৮) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপরেই খাপ পঞ্চায়েতের রোষে পড়ে ওই পরিবার। দুর্গাশঙ্করের বড় মেয়ে মীনা জানিয়েছেন, 'আমাদের কোনও ভাই নেই। তাই বাবার শেষ ইচ্ছানুযায়ী আমরা চার বোন তাঁর দেহ কাঁধে নিয়ে শেষকৃত্যের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিই। এতে আপত্তি জানান খাপ পঞ্চায়েতের সদস্যরা। তাঁরা হুঁশিয়ারি দেন, আমরা বাবার শেষকৃত্য সম্পন্ন করলে একঘরে করে দেওয়া হবে। কিন্তু আমরা সেই হুঁশিয়ারিতে কান না দেওয়ায় আমার অসুস্থ মা সহ পরিবারের সবাইকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেটাও আমরা না করায় এই অঞ্চলের সবাই শেষকৃত্যের পর যেখানে স্নান করেন, সেখা

শ্রীরমাপদ চৌধুরী (১৯২২-২০১৮)

Image
রমাপদ চৌধুরী। বিষ্ণুশর্মা নয়, বিষ্ণুরামের গল্প দিয়ে গল্পসমগ্র শুরু করেছিলেন রমাপদ চৌধুরী। রেলকর্মী বিষ্ণুরাম, জীবন যার অতি সাধারণ। কর্মক্ষেত্র আর গৃহক্ষেত্র দুই যুদ্ধেই যে পরাজিত হতে হতে বেঁচে থাকে। অল্পসল্প ঘুষ নেওয়া, সুবিধের কিংবা অর্থের, নীতিতে আটকায় না যার। হঠাৎ একদিন সে আবিষ্কার করে তার যৌবন গত হয়েছে। এ সংসারে থাকা অপেক্ষা তার স্টেশনঘর অনেক ভাল টরে টক্কাটরে... টরে টরে... টক্কা পরিণত বয়সে, লেখক হিসেবে যখন প্রতিষ্ঠিত তখনও সেই জীবনের মায়া ছাড়তে পারেননি। 'ঋষি, দস্যু ও এক কিশোর বালক' নামের এক অসাধারণ আত্মলেখনকথায় লিখেছেন, ''আজ এতকাল বাদে পিছন ফিরে তাকালেই একটি গল্প আমাকে বিস্মিত করে। সে গল্পের নাম 'উদয়াস্ত', গল্পসমগ্রের প্রথম গল্প, সতেরো আঠারো বছর বয়সে লেখা। সেই গল্পহীন জীবনের গল্প, সেই রিক্তপ্রসাধন সহজ সরল ভাষা নিয়েই তো আমি যাত্রা শুরু করেছিলাম। সেখানেই আবার পৌঁছতে চাইছি এত আঁকাবাঁকা পথ পার হয়ে এসে।'' রেলশহর খড়্গপুরের রেল কলোনিতে যাঁর কৈশোর কেটেছে, পিতার চাকরিসূত্রে এবং ভ্রমণবিলাসের কারণে স্কুলজীবনেই যিনি ঘুরে নিতে পেরেছেন 'সারা ভারতবর্ষ', তাঁর

যৌন জীবনে ভাটা? এই ১টি খাবারই হতে পারে আপনার ম্যাজিক সমাধান

Image
কলকাতা: প্রতিদিন ঘুমনোর আগে যৌনক্রমতা বাড়ানো জন্য যৌন শক্তি বর্ধক ওষুধ না খাওযারই পরামর্শ দেন চিকিৎসকরা। এতে আখেরে সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে ধীরে ধীরে ৷ বরং গবেষণায় দেখা গিয়েছে পুরুষের পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমেই যৌন শক্তি পেয়ে থাকে। এক্ষেত্রে গরুর খাঁটি দুধ ও ডিমের ভূমিকা অসাধারন। যৌন শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইউনানী ঔষধ গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে। এজন্য অবশ্যই অভিজ্ঞ ও রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন সস্তার যৌন শক্তিবর্ধক ট্যাবলেট কেনা থেকে বিরত থাকুন। যৌন শক্তি বাড়ানোর কোন মন্ত্র আছে বলে বিজ্ঞান বিশ্বাস করেন না। যারা আপনাকে মন্ত্র পড়ে সহবাসের পরামর্শ দেয়, তারা নিছক আপনার সঙ্গে প্রতারনা করে মাত্র। তাই যে কোনও চিকিৎসকা বা পরামর্শের জন্য রেজিষ্টার্ড চিচিকিৎসকের পরামর্শ নিন। এখন আসি আসল কোথায় প্রতি দিন ঘুমনোর আগে খাঁটি মধু ও কালজিরা একটি পান দিয়ে খাবেন। ১০০% কাজে লাগবেই। তবে আজ জানাবো, অন্য একটি ভেষজ ওষুধের কথা ৷ বলা হয় শুধুমাত্র এটি খেলেই আপনার যৌন জীবন চাঙ্গা হয়ে উঠবে ৷ গবেষণা অনুযায়ী জিনসেং নামে একটি মৃল বীর্যস্খলনের সময় কাল কার্যকরী ও পার্শ্বপ্র

প্লে স্টোর থেকে এই অ্যাপগুলি নিষিদ্ধ ঘোষনা করল Google

Image
Apple এর পরে এবার ক্রিপটোকারেন্সি অ্যাপ নিষিদ্ধ করল Google। প্লে স্টোর থেকে সব ক্রিপটোকারেন্সি মাইনিং অ্যাপ নিষিদ্ধ করল Google। যদিও যে সব অ্যাপ সার্ভারে ক্রিপটোকারেন্সি মাইনিং এর কাজ করে সেই অ্যাপ এ কোন নিষেধাজ্ঞা আনেনি Google। গত মাসে অ্যাপ স্টোরে ক্রিপটোকারেন্সির জন্য নতুন বিভাগ শুরু করেছিল Apple। সেখানে কোম্পানি পরিষ্কার জানিয়ে দিয়েছিল সেই বিভাগে অ্যাপ এ এই অ্যাপ এ পিছনে বিজ্ঞাপন চলতে পারে। অ্যানড্রয়েডপুলশে এক রিপোর্টে জানানো হয়েছে শিশুদের জন্য তৈরী যে সব অ্যাপ এ অ্যাডাল্ট থিম ব্যবহার হয়েছে সেই অ্যাপগুলিকেও প্লে স্টোর থেকে নিষিদ্ধ করেছে Google। এর সাথেই কোম্পানি জানিয়েছে প্লে স্টোরে কোন অ্যাপ কে পর্ণোগ্রাফির মতো নিষিদ্ধ কনটেন্ট প্রোমোট করতে দেবে না। "যে সব অ্যাপ এ যৌনবৃত্তির কাজে ব্যবহৃত সব কনটেন্ট ছড়ানো হয় সেই সব অ্যাপ নিষিদ্ধ হবে" বলে প্লে স্টোরের তরফ থেকে জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে কোনভাগে শিশুদের কোন অ্যাপ এর ভিতরে কোন যৌন আকর্ষণকারী কিছু থাজলে সেই অ্যাপ ডিলিট করে দেওয়ার সাথেসাথেই ডেভেলপারের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। এছাড়া যে সব অ্যাপ সমাজে গ্নডোগোল সৃষ্টি ক

জ্বরে মৃত্যু কিশোরীর, ডাইনি অপবাদে মার মহিলাকে

Image
আলিপুরদুয়ার : জ্বরে কিশোরীর মৃত্যু। আর তার জেরেই এক মহিলাকে ডাইনি সন্দেহে বেধড়ক মারধর করল এলাকার লোকজন। আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝেরডাবরি চাবাগানে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। ডাইনি সন্দেহে মারধরের ঘটনায় শামুকতলা থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এই এলাকার ক্লাস সিক্সের ছাত্রী আচল চিক বড়াইক। ১১ বছরের এই নাবালিকার মৃত্যুর কারণ হিসেবে ধরা হয় চল্লিশ পার হওয়া বৃন্দাকে। তার তুকতাকের কারণেই এই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে চাবাগানের এক দল শ্রমিক ও তাদের পরিবার। তার জেরেই তাকে শনিবার রাতে বাড়ি থেকে টেনে বের করে মারধর করা হয় বলে অভিযোগ। বাড়িতে একমাত্র ছেলে বসন্তের সঙ্গে থাকত বৃন্দা। জনরোষের মুখে পড়ে আর কিছু করতে পারেনি বসন্ত।  পরে স্থানীয় লোকজন ছুটে এসে বৃন্দাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করে। গতকাল সকালে পরিস্থিতির অবনতি হলে তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয়। শনিবার রাতে ওই মহিলাকে মারধর করা হয়। জানা গেছে জখম মহিলার নাম বৃন্দা চিক বড়াইক। মাঝের ডাবরি চাবাগানের বড়াইক লাইনের বাসিন্দা তিনি। রবিবার সকালে পরিস্থিতির অবনতি হলে তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয়। বৃন্দার ছেলে

এমএলএসে প্রথম গোলের ম্যাচে রক্তাক্ত রুনি

Image
জখম: এমএলএসে খেলতে নেমে আহত রুনি। ডিসি ইউনাইটেডের হয়ে প্রথম গোল করার ম্যাচেই রক্তাক্ত ওয়েন রুনি। রবিবার মেজর লিগ সকার (এমএলএস)-এ কলরাডো র‌্যাপিডসের এক ফুটবলারের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে যায় প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের। কিন্তু মাঠ ছাড়েননি রুনি। ক্ষতস্থানে সেলাই করে ফিরে আসেন মাঠে। ইংল্যান্ড ছেড়ে এ বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ডিসি ইউনাইটেডে যোগ দিয়েছেন রুনি। প্রথম তিনটি ম্যাচে গোল করতে পারেননি তিনি। রবিবার কলোরাডোর বিরুদ্ধে ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রুনি। ৮২ মিনিটে কলোরাডোর হয়ে সমতা ফেরান কেলাইন আকোস্তা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিকি জ্যাকসনের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় ডিসি ইউনাইটেড। এর পরেই ঘটে বিপর্যয়। সংযুক্ত সময়ে কর্নার পায় কলরাডো। রক্ষণকে সাহায্য করতে রুনি নেমে আসেন পেনাল্টি বক্সে। সেখানেই বিপক্ষের এক ফুটবলারের সঙ্গে সংঘর্ষে আহত হন প্রাক্তন ম্যান ইউনাইটেড কিংবদন্তি। রুনির শুশ্রূষার জন্য কয়েক মিনিট বন্ধও ছিল ম্যাচ। খেলতে খেলতে রুনির রক্তাক্ত হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৩ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় সতীর্থ ফিল জোন্সের সঙ্গে সংঘর্ষে কপাল ফেটে গিয়েছি

গোয়েন্দাদের জালে সোনা-সহ দুই যুবক

Image
মিজোরাম থেকে আসা দুই যুবকের কাছ থেকে আড়াই কোটি টাকার চোরাই সোনা উদ্ধার করলেন ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর অফিসারেরা। গ্রেফতার হয়েছে ওই দু'জন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শিয়ালদহ স্টেশনে। ডিআরআই সূত্রের খবর, মায়ানমার থেকে এই সোনা পাচার হয়ে মিজোরামের সীমান্ত এলাকা দিয়ে ভারতে ঢোকে। সেখান থেকে সড়কপথে ৫০টি সোনার বিস্কুট নিয়ে অন্য চোরাচালানকারীরা শিলচরে পৌঁছয়। সেখানে ওই সোনা তুলে দেওয়া হয় এই দুই যুবকের হাতে। ৮ কেজি ৩০০ গ্রাম ওজনের সেই সোনায় আঠা লাগিয়ে টেপ জড়ানো হয়। পরে তা জুতোয় লুকিয়ে শুক্রবার দু'জনে শিলিগুড়ি পৌঁছন। এ দিকে, চোরাই সোনা নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতায় আসার খবর গোয়েন্দাদের কাছে আগেই পৌঁছেছিল। এমনকি তাঁদের কামরা ও আসনের নম্বর সংক্রান্ত তথ্যও ছিল গোয়েন্দাদের কাছে। ট্রেন থেকে নামতেই তাঁদের গ্রেফতার করা হয়। গোয়েন্দাদের অনুমান, কলকাতার কিছু স্বর্ণ ব্যবসায়ী নিয়মিত এই সোনা গলিয়ে গয়না গড়ছেন। ডিআরআই সূত্রের খবর, ২০১৭-১৮ আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারত মিলিয়ে ১১০ কোটি টাকার চোরাই সোনা ধরা পড়েছিল। সেখানে চলতি আর্থিক বছরের প্রথম চার মাসেই ৫৬ কোটি

যে নামেই ডাকো?

Image
রাজ্যকে প্রথম সারিতে লইয়া আসিবার তবে ইহাও একটি উপায়। খাতায় কলমে নাম 'ওয়েস্ট বেঙ্গল' হওয়ায় রাজ্যওয়াড়ি তালিকায় পশ্চিমবঙ্গের ডাক পড়ে সবার শেষে। সর্বত্র। সেই ত্রুটি সংশোধনে গোড়ায় ত্রিফলা নামের প্রস্তাব করিয়াছিল রাজ্য সরকার— বাংলায় 'বঙ্গ', হিন্দিতে 'বঙ্গাল' আর ইংরাজিতে 'বেঙ্গল'। সেই প্রস্তাবটি শেষ অবধি নাকচ হইয়া তিন ভাষাতেই একটি নাম স্থির হইল। বাংলা। তিন নাম অপেক্ষা একটি নাম ভাল, নিঃসন্দেহে। কিন্তু, আদৌ নূতন নামের কোনও প্রয়োজন ছিল না। রাজ্যের তালিকার শেষে থাকিবার যুক্তিটি অতি দুর্বল। যে কোনও সরকারি সভায় রাজ্যের নামের ক্রম অনুসারেই ডাকিতে হইবে, এই নিয়মটি অপরিবর্তনীয় নহে। শেষে ডাক পড়িলে যদি আপত্তি থাকে, তবে মুখ্যমন্ত্রী এই প্রথাটি বদলাইবার পক্ষে সওয়াল করিতে পারিতেন। বস্তুত, কিছু সরকারি বৈঠকে নিয়ম আছে, এক দফায় গোড়া হইতে ডাক পড়িলে পরের দফায় শেষ হইতে রাজ্যগুলিকে ডাকা হয়। অথবা, লটারির মাধ্যমে ডাকিবার প্রথাও চালু করিবার দাবি পেশ করা যাইত। সেই পরিবর্তন অনেক সহজ হইত। রাজ্যের নাম পাল্টাইয়া ফেলিবার সিদ্ধান্তে ইতিহাসবোধের যে অভাব প্রকট হইল, ডাকিবার পদ্ধতি পরিবর্তনে

৮ মাস পরে মুক্ত প্যালেস্তাইনি কন্যা

Image
মুক্তমনা: জেল থেকে ছাড়া পাওয়ার পরে বাবা-মার সঙ্গে আহেদ তামিমি। রবিবার পশ্চিম ভূখণ্ডে। দুই সেনাকে চড় মারার অপরাধে আট মাস জেল হয়েছিল প্যালেস্তাইনি কিশোরীর। আজ মুক্তি পেল আহেদ তামিমি নামে সেই মেয়েটি। বন্দি ছিলেন তার মা-ও। ইজ়রায়েলি সেনার বিরুদ্ধে প্যালেস্তাইনের প্রতিবাদে এখন আহেদই হয়ে উঠেছে অন্যতম মুখ। তার ভিডিয়ো ঘুরছে সবার কাছে। আহেদের বয়স ১৭। আজ ছাড়া পাওয়ার পরে মা নরিম্যানের সঙ্গে ওয়েস্ট ব্যাঙ্কে নিজেদের গ্রাম নবি সালে-তে পৌঁছয় সে। সেখানে তাঁদের ঘিরে ধরে হাজার হাজার সমর্থক এবং বহু সাংবাদিক। ভিড় ঠেলে প্রায় শোনাই যাচ্ছিল না আহেদের গলা। সে বলেছে, ''যত দিন না ইজ়রায়েলি আগ্রাসন শেষ হচ্ছে, প্রতিবাদ চলবে। জেলে বন্দি মহিলারা খুব সাহসী। ওঁদের পাশে আছি। আমাকে যাঁরা সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ।'' আহেদের বাবা বাশাম স্ত্রী-কন্যাকে জড়িয়ে একসঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যান। ভিড় থেকে স্লোগান আসে, ''আমরা স্বাধীন ভাবে বাঁচতে চাই।'' পরে আহেদ যায় রামাল্লায় প্যালেস্তাইনি নেতা ইয়াসের আরাফতের সমাধিক্ষেত্রে ফুল দিতে। গত জুনে ইজ়রায়েল-প্যালেস্তাইন সংঘর্ষে নিহত এক যুবকের বাড়ির

সিআইডি-র সাইটে ফরাসি খোঁচায় প্রশ্ন

Image
টেলিকম নিয়ন্ত্রক সংস্থার (ট্রাই) শীর্ষ কর্তা আর এস শর্মার চ্যালেঞ্জ নিয়ে তাঁর আধার-তথ্য ফাঁস করে দিয়েছিলেন। সেই ফরাসি ওয়েব-সুরক্ষা বিশেষজ্ঞই এ বার টুইট করে দাবি করলেন, বাংলার সিআইডি-র সাইটে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা আছে। গোটা ঘটনায় অন্য মাত্রা যোগ হল রাহুল গাঁধীর নামে একটি টুইটে। যা 'নকল' বলেই পরে জানা যাচ্ছে। ফরাসি ওয়েব-সুরক্ষা বিশেষজ্ঞ এলিয়ট অ্যাল্ডারসন রবিবার টুইট করে দাবি করেন, সিআইডি-র সাইটে নিরাপত্তাহীনতা কিছু সমস্যা আছে। তার জন্য সিআইডি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে। হঠাৎ ফরাসি এক বিশেষজ্ঞ কেন এবং কী ভাবে সিআইডি-র সাইটের নিরাপত্তা খতিয়ে দেখে ফেললেন, প্রশ্ন উঠেছে তা নিয়েই। রাজ্যের সাইবার মামলার বিশেষ সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায়ের মতে, ''ওয়েবসাইটের নিরাপত্তাহীনতা যথাযথ ভাবে খতিয়ে দেখতে হলে তার ভিতরে ঢুকতে হয়। উনি অনুমতি ছাড়া এই কাজ করলে ভারতীয় আইন অনুযায়ী তা অপরাধ।'' প্রশাসনিক সূত্রের খবর, এর পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি আছে নাকি এটা কোনও চক্রের চক্রান্ত— সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। অ্যাল্ডারসনের টুইট-বিতর্ক সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য

স্থায়ী পেনশন, পিএফে হাত ধুয়ে ফেলল ত্রিপুরা

Image
বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি ছিল ঘরে ঘরে চাকরি, সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কমিশনের মাধ্যমে বাড়তি মাইনে এবং আরও একগুচ্ছ সুযোগ-সুবিধার। ভোটে জিতে ত্রিপুরায় ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে বিজেপি সরকার সিদ্ধান্ত নিল, সরকারি কর্মী বা শিক্ষক হিসেবে যাঁরা নতুন চাকরিতে ঢুকবেন, তাঁদের জন্য নির্দিষ্ট পেনশন বলে আর কিছু থাকবে না। থাকবে না প্রভিডেন্ট ফান্ডও। এমন সিদ্ধান্তের জেরে মানুষের সঙ্গে 'প্রতারণা'র অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব সিপিএম ও তৃণমূল। ত্রিপুরার অর্থ দফতর গত সপ্তাহে বিজ্ঞপ্তি (নং: এফ বি (১)-ফিন (জি)/২০০৪ (পি-১)) জারি করে জানিয়ে দিয়েছে, নতুন সরকারি কর্মীদের জন্য আর স্থায়ী পেনশনের ব্যবস্থা থাকবে না। যাঁরা ১ জুলাই, ২০১৮ থেকে কাজে যোগ দেবেন, তাঁদের অবসরকালীন পাওনা বিবেচিত হবে 'কন্ট্রিবিউটরি পেনশন স্কিম' মেনে। কেন্দ্রের ওই প্রকল্পের আদলে ত্রিপুরা সরকারও নিজস্ব নিয়ম-বিধি চালু করছে। বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের যুক্তি, পেনশন খাতে ২০০৬-০৭ সালে রাজ্যের খরচ হত ২৬৭ কোটি ৩৫ লক্ষ টাকা। সেই বোঝা বেড়ে ২০১৭-১৮ সালে ১৬০৫ কোটি এক লক্ষে দাঁড়িয়েছে। ভবিষ্যতের নাগরিকদের উপরে আর

লোকসভা ভোটের আগে পরীক্ষা দিতে হবে রিটার্নিং অফিসারদের

Image
লোকসভা ভোটের আগে দেশের সমস্ত রিটার্নিং অফিসারকে (আরও) ১০ মিনিটের একটি লিখিত পরীক্ষা ও একটি মৌখিক পরীক্ষা দিতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়ত একান্ত সাক্ষাৎকারে এ খবর জানিয়ে বলেছেন, ''ভোটের সময় রিটার্নিং অফিসারের হাতে থাকে চূড়ান্ত ক্ষমতা। ক্ষমতা অপব্যবহারের সুযোগ থাকে। তাই এই অফিসারদের সব আইন-কানুন খুব ভাল করে জানা দরকার। তাই পরীক্ষা'' তাঁর দাবি, কর্নাটক নির্বাচনে কিছু ক্ষেত্রে পরীক্ষামূলক ভাবে এতে ভাল ফল মিলেছে। অন্য নির্বাচনী অফিসারেরও পরীক্ষা নেওয়া নিয়ে আলোচনা হচ্ছে। এ ছাড়া, রিটার্নিং অফিসারের ভূমিকা দেখতে প্রত্যেক কেন্দ্রে কমিশন চার-পাঁচ জনের পর্যবেক্ষক দলও পাঠাবে কমিশনের সিদ্ধান্তে আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবাল এবং চন্দ্রবাবু নায়ডুর। তাঁদের দলের বক্তব্য, এটা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ। এত দিন ধরে যে ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেটাই ভাল। 'আরও'-দের পরীক্ষার নামে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে বলেও তাদের অভিযোগ। নির্বাচন কমিশনের সূত্র বলছে, ভোট ঘোষণা হলে 'আরও'-রা কমিশনের আওতায় আসেন। পরীক্ষা