মোবাইল বিক্রেতাদের সঙ্গে দহরম মহরম, পরের ঘটনা জানলে চমকাবেন


শেষমেশ পার পাওয়া গেল না। পুলিশের ফাঁদে পা দিয়ে হাতেনাতে ধরা পড়ল সেই গুণধর। 

টার্গেট ছিলেন বিভিন্ন মোবাইলের দোকানদাররা। প্রথমে ভাব জমিয়ে আলাপ, তার পরে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেনামে সিম নেওয়া। এর পরেই সেই সিম দিয়ে ফোন করে চলত জালিয়াতি। শেষমেশ পার পাওয়া গেল না। পুলিশের ফাঁদে পা দিয়ে হাতেনাতে ধরা পড়ল সেই গুণধর। 

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা মুখার্জি গেট এলাকা থেকে এক প্রতারককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অনুজকুমার গুপ্ত। মুম্বইয়ের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, প্রথমে একাধিক জায়গায় ফোন করে ভুয়ো পরিচয় দিয়ে এটিএমের পিন নম্বর জোগাড় করত অনুজ। তার পর সেই টাকা অনলাইন মারফত তুলে নিত। এ জন্য প্রচুর সিম কার্ড ব্যবহার করত সে। বিভিন্ন মোবাইলের দোকানে নিয়মিত যাতায়াত ছিল তার। সেই আলাপের সুবাদেই দোকানদারদের হাত করে বেনামে সিম নিয়ে নিত সে।

আপাতত, ট্রানজিট রিমান্ডে অনুজকে মুম্বই নিয়ে যাওয়া হবে। পুলিশের ধারণা, এই চক্রে আরও বেশ কয়েক জন জড়িত থাকতে পারে।