Posts

Showing posts from September 13, 2018

এবার ট্রেনের কামরায় মিলবে ওয়াই-ফাই

Image
ট্রেনযাত্রায় একঘেয়েমিকে বিদায় দিতে এবার কামরাতেই বসানো হচ্ছে ওয়াই-ফাই। তবে এজন্য একটিও গাঁটের কড়ি খরচ করতে হবে না যাত্রীদের। এজন্য বিনা পয়সাতেই যাত্রীরা নেটদুনিয়াতে ঢুকে পড়তে পারবেন ট্রেনে উঠেই।   'ফ্রি-হাইস্পিড পাবলিক ওয়াই-ফাই' নামের এই পরিষেবা পাইলট প্রোজেক্ট হিসাবে চালু করা হচ্ছে উত্তর রেলের ট্রেনগুলিতে। এর পরেই বিভিন্ন জোনের ট্রেনগুলিতেও এই পরিষেবা চালু হয়ে যাবে শিগগিরই। উত্তর রেলের ৬৪টি এক্সপ্রেসে কোচে ওয়াই-ফাই হটস্পট লাগানো হবে। নির্ধারিত ট্রেনগুলির বিন্যাসও হবে অন্য রকমের। কামরার দরজার একদিকে থাকবে জাতীয় পতাকার ছবি, অন্য দিকে স্বচ্ছ ভারতের লোগো। ২০১৫ সালে রেল পরিকল্পনা নিয়েছিল ৪০০টি স্টেশনে ফ্রি ওয়াই-ফাই পরিষেবার। গুগলের সহযোগিতায় সেই পরিষেবা বাস্তবায়নের পর রেল আরও এক ধাপ এগিয়ে ট্রেনের কামরাতেই এই পরিষেবা দিতে চলেছে। রেল বোর্ড কর্তাদের কথায়, দীর্ঘ পথে সেফটি, সিকিউরিটি ও ক্লিনলিনেসের জন্য এই পরিকল্পনা। তবে মনোরঞ্জনের জন্য যে এই পরিষেবাকে সবার আগে কাজে লাগাবেন, সে সম্পর্কে নিশ্চিত তাঁরা। শুধু ওয়াইফাই নয়, কোচে বসছে সুরক্ষার জন্য প্রয়োজনীয় সিসিটিভিও।কোচে কোথা

ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা রং মিস্ত্রির !

Image
শিলিগুড়ি: বাড়িতে রং করতে এসে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্তকে হাতনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ চলল গণপিটুনি৷ শেষপর্যন্ত ওই যুবককে উদ্ধার করে পুলিশ৷ আপাতত তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার ভরদুপুরে এই ঘটনা চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে৷ শিলিগুড়ির সুভাষপল্লিতে থাকেন এক দম্পতি৷ স্বামী সরকারি স্কুলের শিক্ষক৷ আর স্ত্রী গৃহবধূ৷ দুই মেয়ে স্কুলে পড়ে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে ওই দম্পতির বাড়িতে রঙের কাজ করছিল রফিকুল শেখ নামে এক যুবক৷ বৃহস্পতিবার দুপুরে বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ৷ ওই মহিলার অভিযোগ, তাঁকে পিছন জাপটে ধরে শোওয়ার ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে রফিকুল৷ চিৎকার শুনে যখন প্রতিবেশী বাড়ির ভিতর ঢোকেন, তখন দেখেন, ওই গৃহবধূর হাত ধরে টানাটানি করছে রফিকুল৷ এরপরই তাকে বেধড়ক মারধর করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷ এদিকে ভরদুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির সুভাষপল্লীতে৷ আতঙ্কে ওই দম্পতি৷ তবে থানায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর৷ জানা গিয়েছে, অভিযুক্ত রফিকুল শে

কীভাবে ভারতে টেলিকম দুনিয়ায় বিপ্লব আনল জিও?

Image
সবে দুই বছরে পড়ল জিও। ইতিমধ্যেই ভারতের অন্যতম প্রধান নেটওয়ার্কের তকমা পেয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। জিওর নাম শুনলে প্রতিযোগী কোম্পানির ঘুম ছুটে যাচ্ছে। রোজই নতুন অফার নিয়ে গ্রাহকের মন জয় করছে জিও। গত দুই বছরে ভারতবাসীর স্মার্টফোন ও ডাটা ব্যবহারের অভ্যাস বদলে দিয়েছে জিও। জিওর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এক হয়ে গিয়েছে ভোডাফোন ও আইডিয়া। জিও বাজারে আসার পরে ভারতে টেলিকম জগতে আসা পরিবর্তনগুলিতে নজর রাখা যাক। ১। জিও বাজারে আসার আগে ভারতবাসী মোট ২০ কোটি জিবি ডাটা ব্যবহার করতেন। এখন ভারতবাসী মাসে ৩৭ কোটি জিবি ডাটা ব্যবহার করেন। ২। জিও বাজারে আসার আগে 1GB ডাটার গড় মূল্য ছিল ২৫০ টাকা। এখন 1GB ডাটার গড় মূল্য মাত্র ১৫ টাকা। ৩। জিও লঞ্চের সময় মোবাইল ডাটা ব্যবহারে সারা বিশ্বে ভারতের স্থান ছিল ১৫৫। এখন সারা বিশ্বে মোবাইল ডাতা ব্যবহারে ভারত এক নম্বর স্থান অধিকার করে। ৪। জিও লঞ্চের পরে ভারতে মোট ৭ কোটি গ্রাহক প্রথব বার ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার শুরু করেন। ৫। জিও লঞ্চের আগে ভারতে মোট ৯ টি বেসরকারী নেটওয়ার্ক ছিল। এখন সারা দেশে মাত্র তিনটি বেসরকারী নেটওয়ার্ক প্রোভাইডার রয়েছে। এই তিনটি

মালিয়া-জেটলিকে সংসদে কথা বলতে দেখেছিলেন কংগ্রেস সাংসদ পুনিয়া, শুনুন তাঁর বিস্ফোরক বয়ান

Image
বিজয় মালিয়া ইস্যুতে সাংবাদিক সম্মেলন করে বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। স্পষ্ট দাবি করলেন, বিজয় মালিয়া ইস্যুতে জেটলি যা বলছেন তা সর্বৈব মিথ্যা। সবকিছু জেনে, বৈঠক ও তার পরে পরামর্শ করেই বিজয় মালিয়াকে দেশ ছাড়তে বলে কেন্দ্র। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের কংগ্রেস সাংসদ পিএল পুনিয়ার বক্তব্যও তুলে ধরেন তিনি। পুনিয়া স্পষ্ট জানিয়েছেন, সংসদে জেটলির সঙ্গে মালিয়ার বেশ কিছুক্ষণ কথা হয়। তার পরের দিনই দেশ ছাড়েন মালিয়া। ঠিক কী অভিযোগ পিএল পুনিয়ার? '২০১৬ সালের ২৯ তারিখ বাজেট পেশ হল। তারপরে ১ মার্চ সংসদের সেন্ট্রাল হলে আমি বসেছিলাম। সেইসময়ে আমি দেখি অরুণ জেটলি ও বিজয় মালিয়া একটা কোণে দাঁড়িয়ে কথা বলছেন। খানিক দূর থেকে দেখে মনে হল খুব অন্তরঙ্গ হয়ে কথা বলছেন। তারপরে ৫-৭ মিনিট পরে সেন্ট্রাল হলের বেঞ্চে বসে দুজনে কথা বলছিলেন। আর ঘটনা হল, বিজয় মালিয়া সেইসময়ে সংসদে শুধুমাত্র ১ তারিখই এসেছিলেন। তার আগে আসেননি। অরুণ জেটলির সঙ্গে দেখা করতেই এসেছিলেন। তারপরে ৩ মার্চ সংবাদমাধ্যমে খবর আসে যে ২ তারিখ তিনি লন্ডনে চলে গিয়েছেন

মুসলিমদের হাত থেকে কী করে বাঁচবেনে হিন্দু মেয়েরা, বিশ্ব হিন্দু পরিষদ বাতলে দিল ১০ উপায়

Image
মুসলিম ছেলেরা তোমাদের লোভ দেখাতে পারে। খবরদার সেই লোভে পা দেবে না। এমন বাক্য লিখেই এখন লিফলেট বিলি করছে বিশ্ব হিন্দু পরিষদ। এই লিফলেটে পরিষ্কার করে লেখা রয়েছে মুসলিম ছেলেদের বিছানো ফাঁদ থেকে রেহাই পেতে হিন্দু মেয়েদের কী করতে হবে, কী করতে হবে না। সূত্রের খবর বিলি হওয়া এই লিফলেটেই একটি স্থানে বিবাহিত হিন্দু মেয়েদের সারাক্ষণ শাঁখা-সিঁদূর পরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এতে নাকি হিন্দুত্বের রক্ষা হবে। এমনকী, কোনও মুসলিম ছেলের সঙ্গে হিন্দু মেয়েদের বিয়ে হলে নাম না পরিবর্তনের জেদ বজায় রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। কোনও হিন্দু মেয়ের শ্বশুরবাড়ি যদি মুসলিম হয় তাহলে সারাক্ষণ হিন্দু পুজো-আর্চা পালন করা থেকে শুরু করে বিভিন্ন হিন্দু সংস্কার বজায় রাখারও কথা বলা হয়েছে। মুসলিম পরব না মেনে নিজের হিন্দু উৎসব পালন করার কথা নাকি লেখা হয়েছে এই লিফলেটে। বলতে গেলে বিশ্ব হিন্দু পরিষদের তৈরি করা এই লিফলেটে আগাগোড়াটাই মুসলিম বিদ্বেষে ভর্তি। যার মূল কথাই হল হিন্দু মেয়েরা হিন্দু ছেলেদেরই বিয়ে করুক অথবা মুসলিম ছেলেকে বিয়ে করলেও তাকে ধর্ম পরিবর্তন করে হিন্দু হতে বলুক। বিশ্ব হিন্দু পরিষদের এই লিফলেট নিয়ে বিতর্কও শুরু

এশিয়ার মধ্যে তৃতীয় স্থান দখল করল কলকাতার আইআইএম

Image
কলকাতা: 2018 সালের 'ফিনান্সিয়াল টাইমস মাস্টার্স ইন ম্যানেজমেন্ট র‍্যাঙ্কিং'এর সংস্করণে আইআইএম কলকাতা গোটা দেশের মধ্যে দ্বিতীয় এবং গোটা এশিয়ার মধ্যে তৃতীয় বিজনেস স্কুলের স্থান অর্জন করেছে। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েকঘন্টা আগেই প্রথম ঘোষণা করা এই ফলাফলের কথা। বুধবার আইআইএম কলকাতার পক্ষ থেকে জানানো হয় যে, গোটা বিশ্বে আইআইএম কলকাতার স্থান 23 -তম। গতবারের  28-তম'র থেকে যা পাঁচধাপ উন্নতি করেছে।  এই বছরের সমীক্ষায় গোটা বিশ্বজুড়ে মোট একশো চারটি বিজনেস স্কুল অংশগ্রহণ করে। ঘটনাচক্রে,  2015 সালের স্নাতকস্তরের রেটিং বিষয় ভিত্তিক ভাবে যা করা হয়েছিল, তার ওপর ভিত্তি করে অর্থনীতির ক্ষেত্রে প্রথম স্থান এবং বাণিজ্যের ক্ষেত্রে সপ্তম স্থান অধিকার করেছিল আইআইএম কলকাতা। প্রথম দশটি বিজনেস স্কুল থেকে সংগৃহীত তথ্য এবং তাদের স্কুলে কী কী বিষয় পড়ানো হয়, তার ওপর ভিত্তি করেই তৈরি হয় এই র‍্যাঙ্ক। দুটো ভিন্ন সমীক্ষার মাধ্যমে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয় এই র‍্যাঙ্ক। প্রথমটি তৈরি হয় বিজনেস স্কুলের ওপর ভিত্তি করে। দ্বিতীয় র‍্যাঙ্কটি তৈরি হয়  2015 সালে স্নাতক হয়েছিলেন যাঁরা, তাঁদের ওপর ভিত্তি করে,

অভিযোগকারীকেই জেলে পাঠালো বিচারক

Image
সিউড়ি: যিনি মামলা করেছেন, তাঁকেই জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক! তাঁর মন্তব্য, 'আপনার সুবিধামতো আদালতে ব্যবহার করবেন, এটা হতে পারে না। এটা ফুটবল খেলার মাঠ নয়, যে  গোল করে নিজের চাহিদা মিটিয়ে নেবেন।' অভিনব ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট আদালতে।   ব্যাপারটি কী? বীরভূমের মল্লারপুরের যুবনি গ্রামের বাসিন্দা সেলিম শেখ। পেশায় তিনি ব্যবসায়ী। তারাপীঠের সেলিম অভিযোগ করেছিলেন, ২৭ আগস্ট রাতে তাঁর দোকানে ভাঙচুর ও বোমাবাজি করা হয়েছে। দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলা হয়। আদালতে তোলা হলে, দু'জনকেই জেল হেফাজতের নির্দেশ দেন রামপুরহাট আদালতের বিচারক।  বুধবার ফের মামলাটি ওঠে অতিরিক্ত মুখ্য বিচারকের এজলাসে। কিন্তু, এবার একশো আশি ডিগ্রি ঘুরে যান অভিযোগকারী সেলিম শেখ। হলফনামা দিয়ে আদালতকে জানান, অভিযুক্তের সঙ্গে আলোচনা করে গন্ডগোল মিটিয়ে নিয়েছেন। তাঁর আর কোনও অভিযোগ নেই। হলফনামায় শুধু এটুকু জানিয়েই ক্ষান্ত হননি সেলিম শেখ। মল্লারপুরের ওই ব্যবসায়ী বলেন, তাঁর দোকানে আদৌও কোনও হামলা বা বোমাবাজির ঘটনা ঘটেনি। মামলার সরকারি আইনজীবী সৈকত হাটি জানিয়েছেন, অভিযোগকারীর হলফনামায় অসন

বিশ্বকর্মা পুজোয় হাফ ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

Image
কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ বিশ্বকর্মা পুজোয় সরকারি কর্মচারীদের জন্য হাফ ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ৷ এই বিষয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ বিশ্বকর্মা পুজোয় দুপুর ২টোর পর সমস্ত সরকারি অফিস ছুটি হয়ে যাবে ৷ প্রতিবছরের মতো এবছরও বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর অথার্ৎ সোমবার ৷ বিশ্বকর্মা পুজো মানে বাঙালির উৎসবের ঢাকে কাঠি পড়া। এর কয়েকদিন পড়েই শুরু হবে দুর্গা পুজো ৷ অথার্ৎ সোমবার থেকেই পুজোর ও ছুটির আমেজে মাততে চলেছে বাঙালিরা ৷

‌স্বামীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করলেও পেনসন পাবেন সরকারিকর্মীর বিধবারা

Image
স্বামীর মৃত্যুর পরেও দ্বিতীয়বার বিয়ে করলে আগের পেনসন পেতেন না সরকারিকর্মীর স্ত্রীরা।  কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল এবার জানিয়েছেন, দ্বিতীয়বার বিয়ে করলেও সরকারিকর্মীদের বিধবারা পেনসন পাবেন। দিল্লির বাসিন্দা প্রয়াত পবন কুমার গুপ্তার স্ত্রীর করা মামলার প্রেক্ষিতেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্যাট। প্রয়াত পবন কুমার গুপ্তা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কর্মরত থাকাকালীনই তিনি মারা যান।  নিয়ম অনুযায়ী পারিবারিক পেনসন পেতেন তাঁর স্ত্রী।  তিনি দ্বিতীয়বার বিয়ে করার পর ছেলের নামে সেই পেনসন ট্রান্সফার করার অনুরোধ জানান। ক্যাট প্রতিরক্ষামন্ত্রককে অবিলম্বে রেনু গুপ্তার পেনসন তাঁর ছেলের নামে ট্রান্সফার করার নির্দেশ দেয়। ছেলের ২৫ বছর বয়স না হওয়া পর্যন্ত এই পেনসন রেনু পাবেন বলেও জানানো হয়। সেই মামলা চালাকালীনই ক্যাট জানিয়েছে, রেনু গুপ্তা ছেলের নামে পেনসন ট্রান্সফার না করলেও সেটা তিনি পেতেন। কারণ ১৯৭২ সালের করা পেনসন আইন অনুযায়ী দ্বিতীয়বার বিয়ের পরেও সরকারীকর্মীদের বিধবারা কোনও রকম আইনি জটিলতা ছাড়াই পেনসন পেতে পারেন। ১৯৯৮ সালের পবন কুমারের মৃত্যুর পর তাঁর স্ত্রী রেনুকে স্টোর কিপারের পদে চ

বাবা চোর!‌ অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী কিশোরী

Image
নন্দীগ্রাম :‌ বাবা চোর! এই অপবাদ সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল কিশোরী। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম থানার আমদাবাদে। মৃতার নাম সোমা মাঝি (১৭)। বুধবার সন্ধেয় ঘরের মধ্যে ওড়নার ফাঁসে আত্মঘাতী হয় সে। খবর পেয়ে পুলিস এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কিশোরীটি আত্মঘাতী হওয়ায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে নন্দীগ্রাম থানায়। এই ঘটনার পর থেকেই অবশ্য মুখে কুলুপ এঁটেছে মৃতার পরিবারের লোকেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীর বাবা শম্ভু মাঝি বর্তমানে খেজুরির হেঁড়িয়ার একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। গত মঙ্গলবার রাতে খেজুরির বজবজিয়াতে চোর সন্দেহে তাঁকে গণধোলাই দেন স্থানীয়রা। সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শম্ভু ভেড়িতে মাছ চুরি করতে এসেছিলেন। এই সন্দেহে তাঁকে মারধর করা হয়েছিল। যদিও এই ঘটনায় অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছিল হেঁড়িয়া পুলিস। আর মঙ্গলবার রাতের এই ঘটনার পরই শম্ভুর মেয়ে সোমা আত্মঘাতী হন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁদের দাবি, বাবার বিরুদ্ধে ওঠা চোর অপবাদ সহ্য না করতে পেরে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী।

স্বপ্নার বায়োপিক বানাতে চান সৃজিত মুখোপাধ্যায়

Image
প্রদীপের নিচে থেকেই গড়েছেন ইতিহাস। জলপাইগুড়ির অচেনা গলির অপরিচিত মুখটি রাতারাতি এসেছিল লাইমলাইটে। এশিয়ান গেমসে হেপ্টাথেলনে সোনা জিতে দেশের-দশের মুখ উজ্জ্বল করেছিলেন। সেই স্বপ্না বর্মনকে নিয়ে এবার বায়োপিক তৈরির কথা ভাবছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গত কয়েক বছরে বলিউডে বায়োপিকের হিড়িক পড়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে হকির কিংবদন্তি মিলখা সিং, সকলের জীবনের নানা অজানা কাহিনি ফুটে উঠেছে বড়পর্দায়। সাফল্যের সিঁড়ি চড়তে কীভাবে প্রতিপদে জয় করতে হয়েছে প্রতিকূলতাকে, তা অনুপ্রেরণা দিয়েছে আগামী প্রজন্মকে। মেরি কম থেকে গীতা-ববিতা ফোগাটের জীবনযুদ্ধের কাহিনি মন ছুঁয়েছে দর্শকদের। এসব ছবি বক্সঅফিসেও সুপারহিট। এবার সে পথেই হাঁটতে চলেছেন বাঙালি পরিচালক। সত্যি ঘটনাকে নিজের শৈল্পিক ছোঁয়ায় রুপোলি পর্দায় তুলে ধরতে বরাবরই ভালবাসেন সৃজিত। ব্লকবাস্টার ছবি উমা হোক কিংবা আপকামিং ছবি এক যে ছিল রাজা, প্রতি ক্ষেত্রেই বাস্তবের ছোঁয়া থাকে সৃজিতের সিনেমায়। আর বাংলার এই সফল পরিচালকই এবার স্বপ্নাকে নিয়ে ছবি তৈরির আগ্রহ দেখিয়েছেন। শোনা যাচ্ছে, অনুমতি চেয়ে ইতিমধ্যেই নাকি সোনার মেয়ে স্বপ্নাকে ফোনও

মেয়ের ছদ্মবেশে মোদির উপর হামলার ছক!

Image
নয়াদিল্লি: ইন্দোরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর জঙ্গি হামলা আশঙ্কা প্রবল। গোয়েন্দাদের কাছে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷ শুক্রবার অর্থাত্‍‌ ১৪ সেপ্টেম্বর ইন্দোর সফরে যাচ্ছেন মোদি৷ গোয়েন্দাদের কাছে খবর, মোদির উপর হামলা চালানোর তোড়জোড় সারছে জঙ্গিরা৷ প্রধানমন্ত্রীর যে ধরনের নিরাপত্তা থাকে, ইন্দোরে তার চেয়ে বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ এক কথায়, মাছি না-গলার ব্যবস্থা! ইন্দোরে বোহরা সমাজের ৫৩তম ধর্মগুরুর প্রবচনে যোগ দেবেন৷ সৈফি মসজিদে ৩০ মিনিট থাকবেন প্রধানমন্ত্রী৷ গোয়েন্দাদের দেওয়া ইন-পুট বলছে, মহিলার ছদ্মবেশে আততায়ী হামলা চালাতে পারে৷ মোদির জন্য যে প্যান্ডেল তৈরি করা হয়েছে, তা একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে৷ প্রতিটি ব্যক্তির তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ ৪ স্তরীয় সুরক্ষবলয় তৈরি করা হয়েছে মোদির জন্য৷ প্রধানমন্ত্রী ঢোকার পরেই সাধারণ মানুষরা প্রবেশ করতে পারবেন৷ প্যান্ডেলের চারদিকে ১২৫টি ক্যামেরা লাগানো হয়েছে৷ প্রতিটি ব্যক্তির গতিবিধি লক্ষ্য রাখা হবে ক্যামেরার সাহায্যে৷ প্রধানমন্ত্রী যখন ইন্দোরে ঢুকবেন, তখন ২০ মিনিট ইন্দোরের আকাশ নো-ফ্লাইং জোন করে দেওয়া হবে৷ অ

পুজোর আগেই ডিএ নিয়ে সুসংবাদ শুনবেন রাজ্য সরকারি কর্মীরা?

Image
কলকাতাঃ  রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ দিল স্যাট। আগামী ৪ অক্টোবর স্যাটের বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হবে। সেদিনই রাজ্যকে এই সংক্রান্ত হলফনামা পেশের নির্দেশ দিয়েছে। শুধু রাজ্যকেই নয়, মামলাকারী অর্থাৎ সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকেও হলফনামা পেশের নির্দেশ দিয়েছে আদালত। নতুন করে এই মামলার দিন ধার্জ হওয়াতে খুশি সরকারি কর্মীরা। একই সঙ্গে নতুন করে আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে, বিজেপি প্রভাবিত রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদ স্যাটে এই মামলায় যুক্ত হওয়ার আবেদন করেছেন। সংগঠনের আহ্বায়ক দেবাশিস শীল জানিয়েছেন, তাঁদের দায়ের করা মামলার শুনানি কবে হবে, তা স্যাটের বেঞ্চ আগামী ১৭ সেপ্টেম্বর জানাবে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর বি শরাফের ডিভিশন বেঞ্চ গত ৩১ আগস্ট ডিএ মামলার রায় দেয়। হাইকোর্টের রায়ে জানিয়ে দেওয়া হয়, ডিএ পাওয়ার বিষয়টি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে। এর আগে স্যাটের নির্দেশে বলা হয়েছিল, ডিএ পাওয়াটা কর্মী

রাতের অন্ধকারে হাতসাফাই, ক্যাবিনেট ভেঙে লুঠ এটিএম-এর সব টাকা

Image
খতিয়ে দেখা হচ্ছে ওই এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজের ছবি। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, ফুটেজ খতিয়ে দেখে তা শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। অরক্ষিত এটিএম-এর ফের টাকা লুঠ। ঘটনাটি ঘটেছে পূ্ব মেদিনীপুরের ভগবানপুরে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি কলকাতা ও কলকাতার উপকণ্ঠে এটিএম জালিয়াতির ঘটনায় প্রতারিত হন একাধিক গ্রাহক। ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা রুখতে এবং এটিএমগুলিকে সুরক্ষিত করতে প্রতিটি কাউন্টারে নিরাপত্তারক্ষী রাখার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল প্রশাসন। কিন্তু তারপরেও যে পরিস্থিতির খুব একটা নড়চড় হয়নি, ভগবানপুরের ঘটনা তারই প্রমাণ। এদিন সকালে নজরে আসে ভগবানপুরের কলাবেড়িয়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমটি ভাঙা অবস্থায় পড়ে আছে। এটিএম ভেঙে সমস্ত টাকা লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতীদল। পুলিস জানিয়েছে, এটিএম-এ টাকা ভরা হয় যে অংশ দিয়ে, সেই জায়গার ক্যাবিনেট রীতিমতো চাপ দিয়ে ভেঙেছে দুষ্কৃতীরা। তারপরই সব টাকা লুঠ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই এটিএম-এ কোনও নিরাপত্তারক্ষী ছিল না। আর তার ফলেই রাতের অন্ধকারে এভাবে দুষ্কৃতীরাজ। নিরাপত্তারক্ষী না থা

বাহুবলীকে টেক্কা, সবচেয়ে ব্যয়বহুল ছবি তৈরিতে কত খরচ হল জানেন ?

Image
মুম্বই: অক্ষয় কুমারের নতুন ছবি 2.0 তৈরিতে খরচ হয়েছে বিপুল ৷ মুক্তির আগেই জোর চর্চা শুরু হয়েছে ছবি নিয়ে ৷ এক তো অক্ষয় রজনীকান্ত মুখোমুখি ৷ সঙ্গে খলের চরিত্রে অক্ষয় ৷ তবে তার থেকেও যে বিষয়টি নিয়ে সবার চোখ ছানাবড়া হবে তা হল ছবির বাজেট ৷ থ্রি ডি টেকনোলজিতে শ্যুট হওয়া এই ছবিটির ভিএফএক্স গ্রাফিক্সের জন্যই খরচ হয়েছে ৩৪৪ কোটি টাকা ! ছবির একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই খরচের এই তথ্য সামনে এনেছেন খোদ অক্ষয় ৷ তিনি লিখেছেন ভারতের প্রথম ৩৪৪ কোটির ভিএফএক্স ওয়ান্ডার ! ৩০০০ টেকনিশিয়ান একযোগ কাজ করেছেন এই ছবিতে ৷ শুধু খরচ নয়, এই প্রথম কোন ভারতীয় ছবি পুরোপুরি শ্যুট হয়েছে 3D টেকনোলজিতে ৷ এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি খরচের ছবি ছিল বাহুবলী ৷ ছবিটি বানাতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা ৷ কিন্তু তাকে এবার টেক্কা দেওয়ার সময় এসে গেল ৷ ২৯শে নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ রয়েছে অনেকেরই ৷ দক্ষিণী ভাষা ছাড়াও হিন্দিতে মুক্তি পাবে 2.0 ছবিটি ৷

নিষিদ্ধ হল স্যারিডন, ট্যাক্সিম-সহ ৩২৮ টি জনপ্রিয় ওষুধ

Image
বাজার চলতি ৩২৮ টি জনপ্রিয় ওষুধ নিষিদ্ধ করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নিষিদ্ধ ওষুধের মধ্যে আছে পিরামলের বানানো স্যারিডন, অ্যালকেম ল্যাবরেটরি-র ট্যাক্সিম এ-জেড এবং ম্যাকলয়েড ফার্মার প্যানডার্ম প্লাস মলম। অবিলম্বে এই ওষুধ গুলির উৎপাদন ও বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন কোম্পানিকে বাজার থেকে অন্তত ছয় হাজার'টি ব্র্যান্ডের ওষুধ তুলে নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার বাজারমূল্য আনুমানিক দুই থেকে তিন হাজার কোটি টাকা। নিষিদ্ধ হওয়া ওষুধ গুলি হল ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধ। অর্থাৎ, দু'টি বা তিনটি ওষুধ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে যে ওষুধ তৈরি হয়। ২০১৬ সালের মার্চেই এই ধরণের ওষুধ গুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র। সরকারের যুক্তি ছিল, দুই বা তিনটি ওষুধ মিশিয়ে এই ওষুধগুলি তৈরি হয়। তাই কোনও রোগীর একটি ওষুধ দরকার হলেও তাঁকে অন্য ওষুধ খেতে হয়, প্রয়োজন না থাকলেও। যা আসলে ওষুধের অতিরিক্ত ব্যবহার। যার ফলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখোমুখি হন রোগীরা। নিষিদ্ধ ঘোষণা করা ওষুধগুলির মধ্যে আছে ডায়াবিটিসের ওষুধ গ্লুকোনর্ম পিজি, অ্যান্টিবায়োটিক লুপিডিকলক্স।

পাঁচ ঘণ্টায় কলকাতা থেকে কলকাতা থেকে চিনের কুনমিং !

Image
কলকাতা থেকে চিনের কুনমিং। ইউনান প্রদেশের এই ছবির মতো শহরটিতে আকাশপথে যেতে সময় লাগে সাকুল্যে সওয়া দুই ঘণ্টা। আর রেলপথে? বড়জোর ঘণ্টা পাঁচেক। এবার কলকাতা থেকে বুলেট ট্রেনে পৌঁছনো যাবে কুনমিং। মাঝে পড়বে বাংলাদেশ ও মায়ানমার। রেলপথ তৈরি করতে আগ্রহ দেখিয়েছে চিন সরকার। বুধবার কলকাতায় একটি অনুষ্ঠানে চিনের কনসাল জেনারেল মা ঝানোউ জানান, 'স্কলার'দের কাছ থেকেই এই প্রস্তাবটি প্রথমে আসে। 'অত্যন্ত আকর্ষণীয়' এই প্রস্তাবটি বাস্তবায়িত করতে আগ্রহী চিন সরকার। এই রুটে বুলেট ট্রেন চালু করা গেলে কলকাতা-সহ পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সহজেই জোড়া যাবে বাংলাদেশ, মায়ানমার ও চিনকে। চার দেশের মধ্যে পণ্য ও মানুষের যাতায়াত সুবিধাজনক হবে। ট্রেনটি কলকাতা থেকে রওনা দিয়ে বাংলাদেশের ঢাকা হয়ে যাবে মায়ানমার। ঘণ্টায় গড়ে চারশো কিলোমিটার বেগে মায়ামারের সীমান্ত পেরিয়ে চিনের কুনমিংয়ে গিয়ে থামবে বুলেট ট্রেন। স্টেশনগুলিতে দাঁড়াতে  যত কম সময় নেবে, তত তাড়াতাড়ি ট্রেন পৌঁছবে কলকাতা থেকে চিন। চিন সরকার চায়, বিশেষজ্ঞরা আরও বেশি করে এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করুন। এর পর বিষয়টি নিয়ে ভারত, বাংলাদেশ

চালকের উপস্থিত বুদ্ধি! কলকাতায় বড় দুর্ঘটনা এড়াল রেল

Image
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ পাতিপুকুর রেলস্টেশনের কাছে একই লাইনে সামনা সামনি গিয়ে পড়ে ডাউন হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস এবং আপ জসিডি প্যাসেঞ্জার। চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। সিগন্যালের বিপত্তির জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। বুধবার রাত দশটা পঁচিশ নাগাদ, কলকাতা স্টেশন ছাড়ে আপ জসিডি প্যাসেঞ্জার। সিগন্যালের সমস্যা থাকায় ট্রেনটিকে চক্ররেলের লাইন দিয়ে পাস করানোর চেষ্টা হয়। কিন্তু সেই লাইনে আগে থেকেই দাঁড়িয়ে ছিল কলকাতা স্টেশনগামী ডাউন হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। আপ জসিডি প্যাসেঞ্জার সবেমাত্র কলকাতা স্টেশন ছাড়ায় ট্রেনের গতি খুব একটা বেশি ছিল না বলেই জানা গিয়েছে। চালকও একই লাইনে সামনে অপর ট্রেনটিকে দূর থেকে দেখতে পেয়ে ব্রেক কষে দাঁড়িয়ে পড়েন। প্রায় ১০০ মিটার দূরে দাঁড়িয়ে পড়ে আপ জসিডি প্যাসেঞ্জার। সূত্রের খবর অনুযায়ী প্রায় আধঘণ্টা ট্রেন দুটি একই অবস্থায় দাঁড়িয়ে থাকে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। রেলের তরফে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য না করা হলেও, সিগন্যালের ত্রু

একা থাকতেন, বন্ধ ঘরে উদ্ধার অবিবাহিত ব্যক্তির পচা-গলা দেহ

Image
বারাকপুরে ট্যাক্সি চালকের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার করা হল ট্যাক্সি চালক উজ্জ্বল মুখার্জির পচা গলা দেহ। ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সর্বপল্লী এলাকায় থাকতেন উজ্জ্বল মুখোপাধ্যায়। বিয়ে করেননি তিনি। বাড়িতে একাই থাকতেন বছর ৪৫-এর ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় 'ভালো ছেলে' হিসেবেই পরিচিত ছিলেন উজ্জ্বল মুখোপাধ্যায়। কিন্তু কী করে খুন হলেন তিনি? কে তাঁকে খুন করল? এখনও পর্যন্ত সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। বুধবার বাড়ি থেকে পচা কটূ গন্ধ বেরতে দেখে সন্দেহ  হয় এলাকাবাসীর। সঙ্গে সঙ্গেই তাঁরা টিটাগড় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিস এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত স্থানীয়রা।   স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উজ্জ্বল মুখোপাধ্যায়ের বাড়িতে বেশ কিছু বহিরাগত যুবকের আসা যাওয়া ছিল। কিন্তু গত ৩ থেকে ৪ দিন ধরে তাদের আর এলাকায় দেখা যায়নি। উজ্জ্বল মুখোপাধ্যায় খুনে এই যুবকদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, উজ্জ্বল মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে অন্

ক্যালিফোর্নিয়ায় আত্মঘাতী বন্দুকবাজের তাণ্ডব, মৃত অন্তত ৬

Image
ফের বন্দুকবাজের গুলিতে রক্তাক্ত আমেরিকা। এ বার খোদ ক্যালিফোর্নিয়ায়। বুধবার রাতে শহরের একাধিক জায়গায় বন্দুক নিয়ে তাণ্ডব চালালো এক দুষ্কৃতী। এখনও পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। পাঁচ জন সাধারণ মানুষকে হত্যার পর আত্মঘাতী হয়েছে ওই দুষ্কৃতী নিজেও । বন্দুকবাজের পরিচয় এখনও জানা যায়নি। কোনও নির্দিষ্ট জায়গা নয়, একাধিক জায়গায় বন্দুক নিয়ে তাণ্ডব চালায় ওই দুষ্কৃতী। পাঁচ জনকে হত্যার পর তার দিকে ধেয়ে যান শহরের নিরাপত্তারক্ষীরা। ঠিক তখনই নিজের গুলিতে নিজেকে শেষ করে দেয় সে। ঠিক কী কারণে এই হত্যালীলা, তা এখনও জানা যায়নি। যদিও মৃত ব্যক্তিদের সবাই প্রাপ্তবয়স্ক, এমনটাই জানিয়েছেন শহরের কার্ণ কাউন্টির শেরিফ। প্রত্যক্ষদর্শীদের জেরা করার পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, এক জনকে বেশ কিছুক্ষণ তাড়া করার পর গুলি করে হত্যা করে ওই বন্দুকবাজ। তাই ব্যক্তিগত আক্রোশের জেরে এই হিংসা, পুলিশের প্রাথমিক অনুমান এমনটাই। যদিও এই ঘটনায় সন্ত্রাসবাদী যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখছে ক্যালিফোর্নিয়া পুলিশ।

অধিনায়ক হিসেবে নতুন রেকর্ড গড়লেন মিতালি

Image
নয়াদিল্লি: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের সাফল্য নিয়ে নতুন করে বলার আর কিছু নেই ৷ একগুচ্ছ রেকর্ড ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে ৷ এবার আরও একটা নতুন রেকর্ড যুক্ত হল তাঁর মুকুটে ৷  সবচেয়ে বেশি সংখ্যক ওয়ান ডে ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড এখন মিতালির দখলেই ৷ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেললেন মিতালি। এখনও পর্যন্ত মোট ১১৮টি ওয়ান ডে-তে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডের দখলে ৷ মঙ্গলবার তাঁকেই টপকে গেলেন মিতালি ৷ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সাফল্যের পরিমাণও অনেক বেশি মিতালির ৷ এখনও পর্যন্ত তাঁর নেতৃত্বে ৭২টি ওয়ান ডে জিতেছে ভারত ৷ অন্যদিকে ৪৩টি ম্যাচে হার হজম করেছে তাঁরা ৷ সাফল্যের হার ৬২.৬০ ৷

মমতার শিকাগো সফর নিয়ে আবেদন আসেনি বলে জানাল বিদেশমন্ত্রক

Image
মমতা বন্দ্যোপাধ্যায় ও রাভিশ কুমার       দিল্লি : মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর নিয়ে কোনও আবেদনই আসেনি। গতকাল একথাই জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার। এপ্রসঙ্গে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফরের ক্লিয়ারেন্স চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কোনও আবেদনই আসেনি। তাই তাঁকে অনুমতি না দেওয়ার যে অভিযোগ উঠছে তা সত্যি নয়।" মঙ্গলবার স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তিতে বেলুড় মঠে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, "বিবেকানন্দ শিকাগোতে গিয়ে বিশ্ববাসীর মন জয় করেছিলেন। শিকাগোর যে হলে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন আমরা এবছর সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম। আমন্ত্রণটা ছিল মূলত রামকৃষ্ণ মিশনের। কিন্তু, কিছু ষড়যন্ত্রকারীর জন্য তা সম্ভব হয়নি। তারাই একাজ করেছে যারা চায়নি রামকৃষ্ণ মিশন ওখানে অনুষ্ঠানটা করে। অনেকেই হয়তো চায়নি বাংলার মানুষ ওখানে পৌঁছে যাক। এই ঘটনায় আমি সত্যিই খুব দুঃখ পেয়েছি।" তাঁর এই মন্তব্যের পরেই বিদেশ মন্ত্রকের তরফে গতকাল জানানো হয় মমতার শিকাগোর সফর নিয়ে তাদের কাছে কোনও আবেদন আসেনি। 

'রাজ্যসভার সদস্যপদের অপব্যবহার করেছেন মালিয়া ও তাঁর দাবি ভিত্তিহীন,' অরুণ জেটলি

Image
নয়াদিল্লি: দেশ ছাড়ার আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে সবকিছু মিটমাট করে নিতে চেয়েছিলেন-গতকাল লন্ডনের কোর্টে শুনানির সময়ই এই কথাই জানিয়েছিলেন কিংফিশার কর্তা বিজয় মালিয়া । মালিয়ার দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি । মালিয়ার বয়ান নিছকই মিথ্যে ও ভিত্তিহীন বলে জানিয়েছেন জেটলি । ২০১৪ সাল থেকে মালিয়ার সঙ্গে জেটলির কোনওভাবেই সাক্ষাৎ হয়নি, যদিও রাজ্যসভার সদস্য হওয়ার দরুণ সুযোগের একবার সেই সুযোগের অপব্যবহার করেছিলেন মালিয়া, একটি ফেসবুক পোস্টে বিস্তারিত জানিয়েছেন জেটলি। জেটলি জানিয়েছেন একবার সভার অধিবেশন শেষ হওয়ার পর জেটলির সঙ্গে টাকা-পয়সা বিষয়ক কিছু কথা বলতে গিয়েছিলেন মালিয়া কিন্তু জেটলি তাঁকে সাফ জানিয়ে দিয়েছিলেন এবিষয়ে তাঁর কিছু করার নেই ও মালিয়া তাঁর ব্যাঙ্কের সঙ্গেই কথা বলে নিক ।  ৯ হাজার কোটি টাকার ঋণ ফেরত না দিয়ে দেশ ছেড়েছিলেন মালিয়া ৷ এই নিয়ে তার বিরুদ্ধে মামলা চলছে ৷ ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে কিংফিশার কর্ণধার বিজয় মালিয়ার প্রত্যপর্ণ চেয়ে আবেদন করেছে CBI। সংবাদমাধ্যমের কাছে মালিয়ার এই বিস্ফোরক দাবির পর নয়া মোড় নিয়েছে গোটা বিষয়টি ।

পুজোর আগেই বাজারে নতুন বাইক!

Image
পুজোয় আসছে এই বাইক। নিজস্ব চিত্র এবার পুজোয় নতুন বাইক আনলো হিরো। 'এক্সট্রিম ২০০ আর' নামে নতুন এই মোটর বাইকে অত্যাধুনিক ফিচার এনেছে হিরো। প্রস্তুতকারকদের দাবি, এবার পুজোয় বাইক-প্রেমীদের মধ্যে সাড়া ফেলবে হিরোর নতুন এই মোটর সাইকেলটি। রাজ্যের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 'শ্রীকৃষ্ণ হিরো' মোটর বাইকের শোরুমে নতুন এই মোটর বাইকটি লঞ্চ করে। ২০০ সিসির বাইকের মধ্যে অন্যান্য কোম্পানির বাইকগুলিকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবে এই নতুন বাইক। এমনই দাবি উদ্যোক্তাদের। ১৮ বিএইচপি ক্ষমতাসম্পন্ন বাইকটিতে রয়েছে দুর্দান্ত পিকআপ। মাত্র ৪.৩ সেকেন্ডেই ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দৌড়তে সক্ষম নতুন এই বাইক। ফ্রন্ট ডিক্স ব্রেক, রেয়ার ডিস্ক ব্রেক ছাড়াও বাইকটিকে রয়েছে সেভেন স্টেপ মোনো সাসপেনশন সকার, এলইডি হেডলাইট, সুদৃশ্য ব্যাকলাইট-সহ আরও বহু অত্যাধুনিক প্রযুক্তি।  প্রস্তুতকারকদের তরফ থেকে জানানো হয়েছে, বাইকটির দাম নব্বই হাজার টাকার আশপাশে। প্রতি বছর পুজোতে নতুন বাইক কেনার হিড়িক দেখা যায় বাইক-প্রেমীদের মধ্যে। আর সেদিকে নজর রেখেই পুজোর বাজার ধরতে এই নতুন বাইক বাজারে নিয়ে এল হিরো। বাইক ব্যবসা

কম্পনের শক্তি ছিল হিরোশিমায় ফেলা পরমাণু বোমার আড়াই গুণ!

Image
তিন বছর আগে নেপালের দু'টি ভূমিকম্পে নির্গত শক্তির পরিমাণ ছিল ৬টি পরমাণু বোমার শক্তি। আর বুধবার সকাল ১০টা বেজে ১৯ মিনিটে অসমের কোকরাঝাড়ে ৫.৬ মাত্রার (রিখটার স্কেলে) যে ভূমিকম্প কেন্দ্রীভূত হল, তাতে জাপানের হিরোশিমায় ফেলা পরমাণু বোমার আড়াই গুণ শক্তি নির্গত হয়েছে বলে ভূবিজ্ঞানীদের প্রাথমিক হিসেব।  নেপালের ওই ভূমিকম্প মাটির তলায় থাকা বিভিন্ন পাতের খাঁজ (হিঞ্জ) ও চ্যুতি (ফল্ট)-গুলিকে ভয়ঙ্কর ভাবে নাড়িয়ে দিয়েছিল। তাই সব সময় অস্থির হয়ে রয়েছে মাটির নীচের পাতগুলি। সে কারণে এ দিন কোকরাঝাড়ের সঙ্গে কেঁপে উঠেছে শিলিগুড়ি, রামপুরহাট, এমনকি কলকাতাও। যদিও কলকাতার অধিকাংশ মানুষই দিনের ভূমিকম্প অনুভব করতে পারেননি। কারণ, শহরে অনুভূত কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল মাত্র তিন। তবে কোকরাঝাড়ে রাধাগোবিন্দ মন্দিরের চূড়া ভেঙেছে। ফাটল ধরেছে বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের দেওয়ালে। খড়্গপুর আইআইটি-র সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়েছে, কম্পন কলকাতার দিকে আসার পথে একসময় তার মাত্রা দুই-য়ে নেমে গিয়েছিল। কলকাতায় এসে তা কিছুটা বাড়ে। আইআইটি খড়্গপুরের ভূপদার্থবিদ্যা বিভাগের ভূবিজ্ঞানী শঙ্কর কুমার নাথের ব্

চিতাবাঘের মল-মূত্র সঙ্গে নিয়ে সার্জিক্যাল স্ট্রাইকে গিয়েছিলেন ভারতীয় সেনা জওয়ানরা৷

Image
সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সময় অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের পাশাপাশি চিতাবাঘের মল-মূত্র সঙ্গে নিয়ে গিয়েছিলেন ভারতীয় সেনা জওয়ানরা৷ বুধবার এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন নাগরাকোটা কর্পসের প্রাক্তন কমান্ডো লেফটেন্যান্ট জেনারেল রাজেন্দ্র নিম্বরকর৷   তখনও উরি হামলার ঘা দগদগে প্রতিটি ভারতীয়র মনে৷ প্রতিশোধ স্পৃহায় ছটপট করছেন দেশবাসী৷ এমতাবস্থায় ২৯ সেপ্টেম্বর সকালে একটি অপ্রত্যাশিত সুখবর শোনান ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং৷ জানান, অমাবস্যার রাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করে এসেছেন ভারতীয় স্পেশ্যাল ফোর্সের প্যারা কমান্ডোরা৷ এই খবর ছড়িয়ে পড়তেই চড়েছে বিতর্ক৷ বেড়েছে অভিযোগ, পালটা অভিযোগের পর্ব৷ সেই সময় জম্মু-কাশ্মীরের নওশেরা সেক্টরে ব্রিগেডিয়ার কমান্ডার হিসাবে নেতৃত্ব দিতেন লেফটেন্যান্ট জেনারেল রাজেন্দ্র নিম্বরকর৷ বুধবার একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি৷ সার্জিক্যাল স্ট্রাইকে অসামান্য অবদানের জন্য তিনি পান বাজিরাও পেশোয়া প্রতিষ্ঠান পুরস্কার৷ সেখানেই এমন চাঞ্চল্যকর দাবি করেন লেফটেন্যান্ট জেনারেল৷ বলেন, উপত্যকায় কাজের সুবাদে

তদন্তে আনা হল ভিন্‌ রাজ্যের স্ক্যানার

Image
মাঝেরহাট সেতু ভেঙে পড়ার ঘটনার তদন্তে এ বার থ্রি-ডি স্ক্যানারের সাহায্য নিল কলকাতা পুলিশ। গত দু'দিন ধরে এই যন্ত্র এনে সেতুর ভাঙা অংশের ছবি তুলেছেন বিশেষ তদন্তকারী দল বা সিট-এর সদস্যেরা। থ্রি-ডি স্ক্যানারে যে সব ধরনের ছবি ধরা পড়ছে, তা খতিয়ে দেখে মূল্যায়নের জন্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। লালবাজার সূত্রে খবর, প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, মাঝেরহাট সেতু ভেঙে পড়ার ঘটনার তদন্তে খড়্গপুর আইআইটি-র বিশেষজ্ঞদের সাহায্যই চাওয়া হবে।  থ্রি-ডি  স্ক্যানারের কাজ কী? লালবাজার সূত্রে খবর, ভাঙা সেতুর যে সব অংশে পৌঁছনো সম্ভব হয়নি, লেজ়ারের মাধ্যমে সেখানকার পুঙ্খানুপুঙ্খ ছবি তুলেছে থ্রি-ডি স্ক্যানার। সেতুটি কী ভাবে ভেঙেছে, ভাঙার আগে কী অবস্থায় ছিল এবং সেতুর ঢালাইয়ের নীচে থাকা লোহার বিমগুলির অবস্থার ছবি ধরা গিয়েছে এই যন্ত্রের মাধ্যমে। পাশাপাশি, সেতুর বাকি অংশের এখন হাল কী, তাও ধরা পড়েছে। এতে সেতুর নকশা যেমন ধরা পড়ে, তেমনই রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয়েছিল কি না, সে ছবিও ধরা পড়ে যন্ত্রে। কলকাতা পুলিশের কাছে এই স্ক্যানার না থাকায় হায়দরাবাদ থেকে এই যন্ত্রটি ভাড়া করে আনা হয়েছিল।  পুলিশ সূত্রের অনুমান

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা সিধুর, হতে পারে জেলযাত্রা

Image
সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু। ৩০ বছর আগের একটি পুরনো মামলার জেরে জেলযাত্রা হতে পারে তাঁর। ওই মামলায় সুপ্রিম কোর্টেই নামমাত্র জরিমানা হয়েছিল সিধুর। তবে বুধবার তাঁকে শো-কজ নোটিস পাঠিয়ে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, কেন তাঁর কড়া শাস্তি হবে না? ১৯৮৮-এর ২৭ ডিসেম্বর পাতিয়ালার রাস্তায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে গুরনাম সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সিধু ও তাঁর বন্ধু রুপিন্দ্র সিংহ সান্ধু। অভিযোগ, গুরনামকে গাড়ি থেকে জোর করে টেনে বার করে মারধর করেন তাঁরা। ওই ঘটনার পর মারা যান গুরনাম। ওই মামলায় দায়রা আদালতে ছাড়া পেয়ে গেলেও ২০০৬-এ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ে অনিচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত হন সিধু। হাইকোর্টের রায়ে তাঁর তিন বছরের কারাদণ্ড হয়। কিন্তু, পরের বছর সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিধু। মাস চারেক আগে সেই মামলার রায় দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি জে চেলমেশ্বর (বর্তমানে অবসরপ্রাপ্ত) এবং বিচারপতি সঞ্জয় কিষান কলের বেঞ্চ। তাতে হাইকোর্টের ওই রায় বাতিল করে সিধুর এক হাজার টাকার জরিমানা হয়। এর পর অমৃতসর কেন্দ্র থ

‘জাহানাকে ওরা বলে, বিয়ে দেবে আমাদের, কিন্তু মাঝপথেই মেরে ফেলল’

Image
তাঁর সঙ্গে বিয়ে হবে এই আশ্বাসে কলকাতা থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল জাহানা খাতুনকে (১৯)—এমনই দাবি করলেন জাহানার প্রেমিক কর্ণ রাম। বছর বাইশের ওই যুবকের অভিযোগ, ''মাঝ রাস্তাতেই বাবা-দাদা মিলে ওকে মেরে ফেলল। পরিবারের সম্মান রক্ষার নামে শেষ করে দেওয়া হল ওকে!'' ভিন্-ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক মানতে না পারায় জাহানাকে খুন করা হয়েছে অভিযোগে তাঁর বাবা মহম্মদ মুস্তাক ও দাদা মহম্মদ জাহিদকে সোমবার গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান পুলিশ। বুধবার গোপন জবানবন্দি দিতে বর্ধমান আদালতে হাজির করানো হয় কর্ণকে। বিহারের মুজফ্ফরপুরের চক আলহদাদ গ্রামের বাসিন্দা জাহানার দেহ মেলে গত ৩০ অগস্ট। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে। শরীরে মেহেন্দি দিয়ে লেখা মোবাইল নম্বরের সূত্র ধরে কর্ণের হদিস পায় পুলিশ। কর্ণ জাহানার পড়শি। আট বছর আগে জরির কাজ শিখতে আমদাবাদে গিয়েছিলেন। কাজ শিখে যোগ দেন নাগপুরের একটি কারখানায়। বুধবার কর্ণ জানান, বছর দু'য়েক আগে জাহানার সঙ্গে আলাপ হয় তাঁর। বাড়ে ঘনিষ্ঠতা। বছরখানেক আগে সমস্তিপুরে মাসির বাড়ি যাওয়ার নাম করে নাগপুরে পৌঁছে যান জাহানা। কিন্তু সে কথা জানাজানি হতেই 'হামলা' হয় ক

দেশ ছাড়ার আগে অরুণ জেটলির সঙ্গে দেখা করেছিলেন, দাবি বিজয় মাল্যর

Image
বিজয় মাল্য, ললিত মোদী, নীরব মোদীদের দেশ ছেড়ে পালাতে সাহায্য করার অভিযোগে  নরেন্দ্র মোদী সরকারকে বার বার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা। আজ লন্ডনে বিজয় মাল্য দাবি করেছেন, দেশ ছাড়ার আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। এ-ও জানিয়েছিলেন যে লন্ডনে যাচ্ছেন। অর্থমন্ত্রীর নাম করেননি মাল্য। কিন্তু তড়িঘড়ি ফেসবুকে বিবৃতি দিয়েছেন অরুণ জেটলি। মাল্য যে সংসদে এক বার তাঁর সঙ্গে দেখা করেছিলেন সে কথা স্বীকার করলেও জেটলির দাবি, মাল্যের 'ভাঁওতা'-য় কান দেননি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বলেছেন, ''লন্ডনে মাল্য গুরুতর অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রীর উচিত এখনই নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া। তদন্ত চলাকালীন অরুণ জেটলির অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত।'' বিজয় মাল্যের প্রত্যর্পণ নিয়ে শুনানি চলছে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে। আজ আদালতের বাইরে সাংবাদিকেরা মাল্যকে প্রশ্ন করেন, ''দেশ ছা়ড়ার আগে আপনাকে কি কেউ সতর্ক করেছিলেন?'' মাল্য বলেন, ''জেনিভায় একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য দেশ ছেড়েছিলাম। তার আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে ব্

তেলে আগুন, ঘুম কেড়েছে টাকাও, শনিবার বৈঠকে বসতে পারেন মোদী

Image
দিন কয়েক আগেই অর্থমন্ত্রী অরুণ জেটলির আশ্বাস ছিল তেল ও টাকা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পরে ওই দুই বিষয়ে মুখে কুলুপ ছিল দুই মন্ত্রীরও। অথচ ক্ষমতার অলিন্দে খবর, অর্থনীতির হাল হকিকৎ বুঝতে শনিবারেই বৈঠকে বসতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! সেখানে থাকতে পারেন জেটলি, নীতি আয়োগের উপাধ্যক্ষ রাজীব কুমার, প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায়, অর্থসচিব হাসমুখ আঢিয়াও। অনেকেরই প্রশ্ন, তেলের আগুন দাম আর তলানিতে ঠেকা টাকা নিয়ে যদি কেন্দ্রের উদ্বেগ না-ই থাকে, তা হলে খোদ মোদীকে বৈঠকে বসতে হচ্ছে কেন? অন্তত সরকারি সূত্রের খবর তো তেমনই। আশঙ্কা যে দানা বাঁধছে, তা অবশ্য স্পষ্ট এ দিন সকালে আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গের বাজার ও আমজনতাকে আশ্বস্ত করার চেষ্টাতেই। তাঁর দাবি, ডলারে টাকার দাম যাতে উদ্বেগজনক হয়ে না দাঁড়ায়, সে জন্য কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক উদ্যোগী হবে। বাজার সূত্রের খবর, এ দিন শীর্ষ ব্যাঙ্ক হস্তক্ষেপ করেওছে। কিছুটা তার দৌলতেই দিনে এক সময় ৭২.৯১ টাকায় উঠে যাওয়া ডলার শেষে নেমে এসেছে ৭২.১৮ টাকায়। যা আগের দিনের তুলনায় ৫১ পয়সা কম।

ভারতীর এত গয়না! অবাক ব্যবসায়ীরাও

Image
রকমারি আংটি, হার, চুড়ি। সবই সোনার। যা দেখে চোখ ছানাবড়া সোনার ব্যবসায়ীদেরও। দাসপুর সোনা প্রতারণা মামলায় অভিযুক্ত প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের মাদুরদহের বাড়ি থেকে বাজেয়াপ্ত টাকা-সোনা মঙ্গলবার ঘাটাল আদালতে জমা করে সিআইডি। সোনা পরখ করার জন্য সিআইডি কিছু পুরনো সোনার ব্যবসায়ীকে ডেকেছিল। সোনার সম্ভার দেখে তাঁদেরই কয়েক জন বললেন, ''এত দিন ব্যবসা করছি। এত রকমারি ও এতটা সোনা জম্মে দেখিনি।" মঙ্গলবার সকাল সাড়ে ১২টা থেকে শুরু হয়েছিল যন্ত্রের সাহায্যে টাকা গোনা। রাত তখন ১১টা। টাকা গোনার কাজ শেষ হতে হাঁফ ছাড়লেন সিআইডি কর্তারা। গোনা শুরু হয়েছিল দু'হাজার টাকা দিয়ে। তার পর পাঁচশো আর একশো। দিনের শেষে মোট টাকার অঙ্ক দাঁড়ায় ছ'কোটি। সিআইডি জানিয়েছে, ভারতী ছাড়াও দাসপুর সোনা প্রতারণা মামলায় অভিযুক্ত ঘাটালের প্রাক্তন সিআই শুভঙ্কর দে ও দাসপুর থানার প্রাক্তন ওসি প্রদীপ রথ-সহ অন্য পুলিশ অফিসারদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকাও ছিল। টাকা গোনা শেষ হতেই শুরু হয় সোনার হিসেব। সিল করা ট্রাঙ্ক থেকে এক এক করে বার করা হয় অ্যাটাচি। সেখানেই নানা আধুনিক বাক্সে ছিল সোনার গয়না। সোনা ব্যবসায়ীরা সে সব গয়ন

ঢুকছে চিনা সেনা, বিরোধীদের প্রশ্নের মুখে মোদী

Image
ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট এখনও পেশ হয়নি। বিরোধীদের অভিযোগ, প্রকাশ্যে চলে এলে চরম অস্বস্তিতে পড়বে মোদী সরকার— এই আশঙ্কাতেই চেপে রাখা হয়েছে ওই রিপোর্ট। তা সত্ত্বেও সাম্প্রতিক একাধিক চিনা অনুপ্রবেশের তথ্য সামনে চলে আসায় যথেষ্ট চাপে পড়ে গিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, উহানে দীর্ঘ ঘরোয়া সংলাপ এবং সীমান্ত নিয়ে রাজনৈতিক স্তরে আলোচনার পরেও কেন ভারতকে নিরাপত্তার প্রশ্নে সমঝোতা করতে হচ্ছে? প্রতিরক্ষা মন্ত্রক সূত্র জানাচ্ছে, গত মাসে চিনা সেনা (পিএলএ) অন্তত তিন বার উত্তরাখণ্ডের চামোলি জেলার বারৌতি গ্রামের অদূরে  প্রকৃত নিয়ন্ত্রণরেখা দিয়ে অনুপ্রবেশ করেছে। তাৎপর্যপূর্ণ ভাবে এক বছর আগে ঠিক একই জায়গা দিয়ে পিএলএ প্রায় ১ কিলোমিটার ঢুকে এসেছিল ভারতীয় ভূখণ্ডে। ২০১৩ সালে ও তার পরের বছর আকাশপথেও এই একই এলাকা দিয়ে পিএলএ সীমালঙ্ঘন করেছিল। নর্দান কম্যান্ডের কম্যান্ডার-ইন-চিফ লেফটেন্যান্ট রণবীর সিংহ আগেই বিষয়টি স্বীকার করে নিয়ে বলেছিলেন, ''প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে যে জায়গায় আমাদের মতপার্থক্য রয়েছে, সেই সব জায়গাতেই সেনা অনুপ্রবেশ ঘ