চালকের উপস্থিত বুদ্ধি! কলকাতায় বড় দুর্ঘটনা এড়াল রেল


বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ পাতিপুকুর রেলস্টেশনের কাছে একই লাইনে সামনা সামনি গিয়ে পড়ে ডাউন হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস এবং আপ জসিডি প্যাসেঞ্জার। চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। সিগন্যালের বিপত্তির জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। বুধবার রাত দশটা পঁচিশ নাগাদ, কলকাতা স্টেশন ছাড়ে আপ জসিডি প্যাসেঞ্জার। সিগন্যালের সমস্যা থাকায় ট্রেনটিকে চক্ররেলের লাইন দিয়ে পাস করানোর চেষ্টা হয়। কিন্তু সেই লাইনে আগে থেকেই দাঁড়িয়ে ছিল কলকাতা স্টেশনগামী ডাউন হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস।

আপ জসিডি প্যাসেঞ্জার সবেমাত্র কলকাতা স্টেশন ছাড়ায় ট্রেনের গতি খুব একটা বেশি ছিল না বলেই জানা গিয়েছে। চালকও একই লাইনে সামনে অপর ট্রেনটিকে দূর থেকে দেখতে পেয়ে ব্রেক কষে দাঁড়িয়ে পড়েন। প্রায় ১০০ মিটার দূরে দাঁড়িয়ে পড়ে আপ জসিডি প্যাসেঞ্জার।

সূত্রের খবর অনুযায়ী প্রায় আধঘণ্টা ট্রেন দুটি একই অবস্থায় দাঁড়িয়ে থাকে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। রেলের তরফে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য না করা হলেও, সিগন্যালের ত্রুটির জেরেই এই পরিস্থিতি বলে সূত্রের খবর।