Posts

Showing posts from January 1, 2019

ভারতের উদ্বেগ বাড়িয়ে ৬০০ রুশ টি-৯০ ট্যাঙ্ক কিনছে পাকিস্তান

Image
সীমান্তে ভারতের উদ্বেগ বাড়াচ্ছে পাকিস্তান। শক্তি বাড়াতে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক টি-৯০ ট্যাঙ্কার কিনছে ইমরানের দেশ। ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি হতে প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান। সেনাবাহিনীর আধুনিকীকরণের কাজ শুরু করার সঙ্গে সঙ্গে অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার কাজও শুরু করে দিয়েছে পাক সেনা। এজন্য তারা রাশিয়া থেকে ৬০০টি টি-৯০ ট্যাঙ্ক কিনতে চলেছে। শুধুমাত্র ট্যাঙ্কই নয়, ইতালি থেকে ২৪৫টি ১৫০ মিলিমিটারের এসপি মাইক-১০ বন্দুক কিনছে পাকিস্তান। এরমধ্যে ১৫০টি ইতিমধ্যেই তাদের হাতে এসে পৌঁছেছে। সংবাদসংস্থা পিটিআইয়ের দেওয়া খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় টি-৯০ ট্যাঙ্ক গুলিকে মোতায়েন করার কথা ভাবছে ইসলামাবাদ। বেশ কিছু ট্যাঙ্ক মোতায়েন করা হবে পাঞ্জাব বা রাজস্থান সীমান্তেও। কম্পিউটার নিয়ন্ত্রিত হামলার প্রযুক্তি থাকবে। লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনও সম্ভাবনাই থাকবে না। ট্যাঙ্কের ভিতরে বসে এক ক্লিকেই তিন থেকে চার কিলোমিটারের মধ্যে নির্ভুলভাবে নিশানায় আঘাত হানা যাবে। ৬০০টি ট্যাঙ্কের মধ্যে কিছু মোতায়েন থাকবে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা

লক্ষ্য ভিভিআইপিরা, আত্মঘাতী হামলা চালাতে ভারতে এসেছে জঙ্গিদল

Image
বছরের শুরুতে ফের জঙ্গির খোঁজে তল্লাশি চালালো জাতীয় তদন্তকারী সংস্থা (‌এনআইএ)‌। মঙ্গলবার আমরোহার পাঁচ জায়গায় তল্লাশি চালিয়েছে তাঁরা। গত সপ্তাহে জঙ্গি সংগঠন আইএস যোগ থাকায় তল্লাশি চালিয়েছিলেন এনআইএ'‌র গোয়েন্দারা। কারণ বছরের শুরুতেও এই জঙ্গি সংগঠন নাশকতা ছড়াতে পারে বলে খবর ছিল গোয়েন্দাদের কাছে। দেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে গিয়েছে বলে খবর। যার পুরোটা জানাতে নারাজ এনআইএ। গোপনীয়তা রাখতে হচ্ছে গোটা চাঁইকে পাকড়াও করার জন্য। এনআইএ সূত্রে খবর, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে তল্লাশি চালিয়ে মোট ১০ জন আইএস সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা মূলত সন্ত্রাসবাদী মডিউলের সঙ্গে যুক্ত। অর্থাৎ কাউকে খতম করতে নিজেদের প্রাণের বলিও দিতে পারে তারা। তাই দেশের ভিভিআইপি যাঁরা তাঁদের টার্গেট করতেই এদের এই দেশে প্রবেশ। কিন্তু এমন ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই চিরুনি তল্লাশি। ভিভিআইপি ব্যক্তিকে খতম করতে তারা প্রথমে নজর রাখে। তারপর পরিকল্পনা করে খতম করার জন্য। তাতে যদি প্রাণ দিতেও হয় তা দেয় এই ফিঁদায়ে মডিউল। বিনিময়ে তাদের পরিবার পায় প্রচুর টাকা। উত্তরপ্রদেশ ও দিল্লি থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের তালিকা প্র

নতুন বছরের মোদীর উপহার: ২৩ পণ্যের দাম কমল

Image
নয়াদিল্লি:  সাধারণ মানুষের জন্যে নতুন বছরের উপহার মোদী সরকারের। ২৩টি পণ্য এবং পরিষেবার দাম কমালো মোদী সরকার। যার মধ্যে সিনেমার টিকিট, টিভি এবং মনিটর স্ক্রিনের মতো পণ্য রয়েছে। আজ বছরের শুরু অর্থাৎ মঙ্গলবার এই সমস্ত পণ্যের জিএসটি কমানোর বিজ্ঞপ্তি জারি করেছে। আর এরপরেই এই সমস্ত পণ্যের দাম কমছে বলে জানানো হয়েছে। এক ধাক্কায় পণ্যগুলির দাম কমায় স্বস্তিতে সাধারণ মানুষ। প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে ২৩টি পণ্য এবং পরিষেবার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার মধ্যে ছিল সিনেমার টিকিট, মনিটর স্ক্রিন, পাওয়ার ব্যাংক, ফ্রোজেন এবং সংরক্ষিত সবজি রয়েছে। এছাড়াও, সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটিতে বেঁধে দেওয়া হয়েছে সিমেন্ট, বড় পর্দার টিভি, এয়ারকন্ডিশন, ডিস ওয়াশার সহ বেশ কিছু লাক্সারি পণ্যকে। এছাড়াও বেশ কিছু পণ্য যেমন পাওয়ার ব্যাংক, ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা রেকর্ডার, ভিডিও গেম কনসুলের জিএসটি এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। ২৮ শতাংশ জিএসটি থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। প্রতিবন্ধীদের ক্ষেত্রেও ভালো খবর। শারীরিকভাবে অক্ষক কিংবা প্রতিবন্ধীদের ব্যবহৃত বিভিন্ন পণ্য এবং তার পার্টসের জি

আজ থেকে বন্ধ বহু এটিএম কার্ড, আপনারটা নয়তো?

Image
আজ থেকে কাজ করবে না চিপ বিহীন এটিএম কার্ড। চিপ বিহীন ডেবিট ও ক্রেডিট কার্ড আজ থেকে আর কাজ করবে না ভারতের বাজারে। অর্থাত্ যে সমস্ত কার্ডে শুধুমাত্র ম্যাগনেস্ট্রিপ রয়েছে, সেই কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা যাবে না। ওই কার্ড ব্যবহার করে করা যাবে না শপিংও। আজ থেকে কেবল মাত্র চিপযুক্ত ডেবিট ও ক্রেডিট কার্ডই কাজ করবে ভারতের বাজারে। বছর তিনেক আগে এক নির্দেশে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সমস্ত ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছিল চিপবিহীন এটিএম কার্ডের মাধ্যমে বন্ধ করতে হবে লেনদেন। এবং গ্রাহককে নতুন চিপ নির্ভর কার্ড দেওয়ার নির্দেশ দেয় আরবিআই। তারপর থেকেই ব্যাঙ্কগুলি ম্যাগনেটিক স্ট্রিপের কার্ডগুলি বদলে চিপযুক্ত কার্ড দিতে শুরু করে। ম্যাগনেস্ট্রিপ কার্ডের থেকে চিপযুক্ত কার্ড অনেক বেশি সুরক্ষিত। এই কার্ড ক্লোন করা যায় না সহজে। এটিএম জালিয়াতি রুখতে তাই এই কার্ড ব্যবহার শুরু করে ব্যাঙ্কগুলি। কিন্তু এখনও বিভিন্ন ব্যাঙ্কের অনেক গ্রাহক আছেন যাদের কাছে ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডই রয়ে গিয়েছে। ফলে তারা নিশ্চিত ভাবে সমস্যার মুখোমুখি হবেন।  কী করে বুঝবেন আপনার কাছে থাকা কার্ডটি চিপ যুক্ত কিনা? হলুদ কার্ডটি

পাকিস্তানের জেলে বন্দি ৫৩৭ ভারতীয়

Image
পাকিস্তানের জেলে বন্দি অবস্থায় রয়েছেন ৫৩৭ জন ভারতীয়। পাক বিদেশমন্ত্রক সূত্রে একটি তালিকা প্রকাশ করে খবরটি জানানো হয়েছে। সূত্রের খবর, ওই ৫৩৭ জন বন্দির মধ্যে ৫৪ জন সাধারণ নাগরিক এবং ৪৮৩ জন মৎস্যজীবী। ভারত ও পাক দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, দুই দেশকেই বছর দু'বার করে বন্দিদের তালিকা প্রকাশ করতে হয়। ২০০৮ সালের ২১ মে এই চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। পাক বিদেশমন্ত্রক সূত্রে খবর, ''আজ সকালেই সরকারের তরফে ইসলামাবাদে ৫৩৭ জন ভারতীয় বন্দির তালিকা ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দেওয়া হয়।'' ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হওয়া এই চুক্তি অনুযায়ী, দুই দেশকেই বছরে দু'বার করে এই তালিকা প্রকাশ করতে হয়। প্রত্যেক বছরের ১ জানুয়ারি প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকাটি ১ জুলাই প্রকাশিত হয়। তবে সূত্রের আরও খবর, ভারতের জেলগুলিতে কত জন পাকিস্তানি বন্দি রয়েছে সেই তালিকা এখনও দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের কাছে এসে পৌঁছয়নি। প্রশ্ন উঠছে পাকিস্তানের জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবীদের এই বিশাল তালিকাটি নিয়ে। দু'দেশেরই বিদেশমন্ত্রক সূত্রের খবর, মৎস্যজীবীরা বেআইনি ভাবে মাছ পাচার করার কার

বছরের শুরুতেই বিরাট সুখবর দিল মোদী সরকার, রেলের ১৪ হাজার শূন্যপদে নিয়োগ

Image
নতুন বছরের শুরুতেই কর্মসংস্থানের বিরাট সুযোগ দিচ্ছে রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি ৬২ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। নতুন বছরের প্রথম দিনেই এল আরও সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ডাইরেক্টর জানিয়েছেন, ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ক্লার্ক, টাইপিস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ১৪ হাজার লোক নিয়োগ করা হবে। রেলের তরফে জানানো হয়েছে, সব শাখার ইঞ্জিনিয়ার ছাত্রছাত্রীরা এইসব পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। ২ জানুয়ারি থেকে দরখাস্ত করা যাবে। ৩১ জানুয়ারি পর্যন্ত দরখাস্ত গ্রহণ করা হরবে। সাধারণ প্রার্থীদের জন্য ৫০০ টাকা পরীক্ষা ফি লাগবে। তফসিলি জাতি-উপজাতি প্রার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। অর্থাৎ ২৫০ টাকা পরীক্ষা ফি তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের জন্য। এই পদগুলিতে নিয়োগ শুরু হবে মার্চ মাসের মাঝামাঝি। উল্লেখ্য, ইতিমধ্যে ৬২ হাজার শূন্যপদের জন্য যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে আবেদন জমা পড়েছে ২ কোটিরও বেশি। সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় এই ১৪ হাজার কর্মী নিয়োগের কথা। তার মধ্যে জুনিয়র ক্লার্ক, টাইপিস্ট পদে লোক নিয়োগ করা হচ্ছে প

তিন বছরে সেনা প্রকল্পে ১.৭৮ লক্ষ কোটি টাকা মঞ্জুর করেছে মোদী সরকার

Image
গত তিন বছরে প্রতিরক্ষা মন্ত্রকের ১১১টি প্রকল্পে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। যার আনুমানিক মূল্য ১.৭৮ লক্ষ কোটি টাকা। মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে প্রতিরক্ষা সেক্টরের জন্য এই পরিমাণ অর্থবরাদ্দ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে লোকসভায় জানান, ২০১৫-১৮ সালের মধ্যে কেন্দ্র সরকার অ্যাকসেপ্টেন্স অব নেসেসিটি হিসাবে ১১১টি প্রতিরক্ষা প্রস্তাবে সায় দিয়েছে। তাতে খরচ পড়বে মোট ১লক্ষ ৭৮ হাজার ৯০০ কোটি টাকা। তবে ভারতীয় সংস্থার মাধ্যমেই মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এগুলি বানাতে হবে বলে জানানো হয়েছে। সেইমতো প্রস্তাব পাশ হয়েছে। আগামী কয়েক বছরে হেলিকপ্টার, ফাইটার এয়ারক্র্যাফ্ট, সাবমেরিন তৈরি করে সেনার চাহিদা পূরণ করা হবে। এর মধ্যে বেশ কিছু প্রকল্প শুরু করে কিছু বায়ুসেনা বিমান ডেলিভারিও দেওয়া হয়েছে। এতে বড় ভূমিকা নিচ্ছে হ্যাল সংস্থা। ১৬টির মধ্যে ১০টি যুদ্ধবিমান ডেলিভারি দেওয়া হয়েছে। বাকী ৬টি এবছরের মার্চ মাসের মধ্যে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে।

পরিত্যক্ত শিশুকে স্তন্যদান করিয়ে নজির কনস্টেবলের

Image
ওই মহিলা কনস্টেবল। দু'মাসের পরিত্যক্ত শিশুকে দুগ্ধপান করিয়ে প্রশংসা কুড়লেন এক মহিলা কনস্টেবল। খুব দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য হায়দরাবাদের পুলিশ কমিশনার আনজানি কুমারের কাছে প্রশংসিত হয়েছেন ওই মহিলার স্বামীও। তিনিও একজন পুলিশ কনস্টেবল। সোমবার হায়দরাবাদের আফজলগঞ্জ থানা এলাকার ঘটনা। প্রিয়ঙ্কা নামে ওই মহিলা কনস্টেবল বেগমপেট মহিলা পুলিশ স্টেশনে কর্মরত। আর তাঁর স্বামী কর্মরত রবিন্দর আফজলগঞ্জ পুলিশ থানায়। পুলিশ সূত্রের খবর, হায়দরাবাদের ওসমানিয়া জেনারেল হাসপাতালের বাইরে থেকে ওই শিশুকে উদ্ধার করেছিলেন স্থানীয় ইরফান নামে এক ব্যক্তি। ইরফানের কথামতো, এক মহিলা তাঁর কাছে ওই শিশুকে রেখে জল খেতে গিয়েছিলেন। কিন্তু তারপর আর ফিরে আসেননি। তারপর বাধ্য হয়ে ইরফান শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান। কিন্তু কোনও ভাবেই তাকে কিছু খাওয়াতে পারেননি। ক্রমাগত কেঁদে চলেছিল সে। তাই ওই রাতেই আফজলগঞ্জ থানায় শিশুকে নিয়ে আসেন। আফজলগঞ্জ থানায় তখন কর্মরত ছিলেন রবিন্দর। তিনিই বেগমপেট থানায় স্ত্রীকে ফোন করে বিষয়টি জানান। স্ত্রী প্রিয়ঙ্কা আর দেরি করেননি। সঙ্গে সঙ্গেই একটি ক্যাব বুক করে আফজলগঞ্জ থানায় চলে আসেন। প্রিয়ঙ্কার নি

একজন সুদক্ষ লেখক ও সহকর্মীকে হারালাম : অমিতাভ বচ্চন

Image
হিন্দি চলচ্চিত্র জগতের আরও এক নক্ষত্র পতন হল। কেদার খানের মৃত্যু চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি। সেই ক্ষতিপূরণ কোনওভাবেই সম্ভব নয়। তাঁর কাজ, তাঁর অভিনয় দর্শক মনে চিরস্থায়ী। তাঁর মৃত্যু শুধু তাঁর অনুরাগীদেরই মন ভাঙেনি। বরং বলি মহলেও নেমেছে শোকের ছায়া। তাঁর সহ-অভিনেতা থেকে বলিউডের শিল্পীরা শোকবার্তা জানিয়েছেন। অমিতাভ বচ্চন : কাদের খান চলে গেলেন। খুবই দুঃখের খবর। আমার প্রার্থনা ও স্বান্ত্বনা রইল। অসাধারণ একজন স্টেজ আর্টিস্ট ও খুব ভালো একজন অভিনেতা। আমরা অনেক ছবিতে কাজ করেছি একসঙ্গে। খুব ভালো একজন সহ-অভিনেতা। সুদক্ষ একজন লেখক ও গণিত বিশেষজ্ঞও বটে ! মনোজ বাজপেয়ী : RIP কাদের খান সাহেব। প্রায় ৩০০ ছবিতে তিনি তাঁর লেখার দ্বারা ও কমেডির মাধ্্যমে আমাদের মনোরঞ্জন করেছেন। আপনাকে মিস করব। মধুর ভান্ডারকর : এইরকম একজন প্রতিভাবান লেখক, অভিনেতা ও কমেডিয়ানের মৃত্যুর খবর খুবই দুঃখজনক। একইসময়ে তিনি আমাদের কাঁদিয়েছেন আবার হাসিয়েছেন। ওঁর বলা সংলাপ সবসময় আমাদের মনোরঞ্জন করেছে।  স্মৃতি ইরানি : আপনি যদি আট বা নয়ের দশকের বাচ্চা হয়ে থাকেন। এবং সেই সময়ের হিন্দি ছবি দেখে থাকেন তাহলে কাদের খানের ম্যাজিক আপনি দেখে থাক

প্রয়াত অভিনেতা কাদের খান

Image
চলে গেলেন অভিনেতা কাদের খান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সূত্রের খবর, চিকিৎসক মহল নিউমোনিয়া হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছিলেন। কানাডার এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরিবার সূত্রে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে । কাদের খানের ছেলে সরফরাজ় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ৩১ ডিসেম্বর কানাডিয়ান সময় অনুযায়ী সন্ধ্যা ছ'টায় তিনি মারা যান। দুপুরের দিকেই কোমায় চলে গেছিলেন তিনি। গত ১৬-১৭ সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভরতি ছিলেন।  সরফরাজ় বলেন, "কানাডাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আপনাদের আশীর্বাদ ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ।" হিন্দি ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ১৯৭৩ সালে 'দাগ' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন কাদের খান। আট ও নয়ের দশকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। 'প্যায়ার কা দেবতা', 'জরু কা গোলাম', 'আঁখিয়ো সে গোলি মারে', 'আনারি নং ১', 'মুঝসে শাদি করোগি', 'দুলহে রাজা', ছবিতে তাঁর অভিনয়, সংলাপ রীতিমত জনপ্রিয় হয়েছে।  প্রায় ৩০০-এর বেশি ছবিতে কাজ করেছেন তিনি। এছাড়া

রান্নার গ্যাসের পর এবার একধাক্কায় অনেকটাই কমল তেলের দাম

Image
নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই একের পর এক সুখবর৷ ফের কমল জ্বালানি তেলের মূল্য৷ মঙ্গলবার সকাল ৬টা থেকে নতুন দাম লাগু হয়েছে৷ কোথায় কত হয়েছে এই দাম দেখে নিন- পেট্রল: দিল্লি- ১৭ পয়সা দাম কমে ৬৮.৬৫টাকা হয়েছে কলকাতা- ১৮ পয়সা কমে ৭০.৭৮ টাকা মুম্বই- ১৭ পয়সা কমে ৭৪.৩০টাকা দাম হয়েছে চেন্নাই- ১৯ পয়সা কমে দাম হয়েছে ৭১.২২ টাকা ডিজেল: দিল্লি- ২ পয়সা কমে দাম হয়েছে ৬২.৬৬টাকা কলকাতা- ১৯ পয়সা কমে ৬৪.৪২ টাকা দাম হয়েছে মুম্বই- ২ পয়সা কমে ৬৫.৫৬টাকা দাম হয়েছে চেন্নাই- ২১ পয়সা কমে বর্তমান দাম ৬৬.১৪টাকা আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করেই ভারতে জ্বালানির মূল্য ওঠানামা করে মূলত৷ বিগত কয়েকদিন ধরে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমছে, আর তার থেকে আশা করা হচ্ছে, ভারতের আরও ২-৩টাকা দাম কমতে পারে জ্বালানি তেলের৷

গত তিন বছরে ১১১টি মিলিটারি প্রজেক্টে অনুমোদন দিয়েছে কেন্দ্র

Image
নয়াদিল্লি: গত তিন বছরে প্রতিরক্ষায় ১১১টি মিলিটারি প্রজেক্টে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। 'মেক ইন ইন্ডিয়া'য় ১.৭৮ লক্ষ কোটি টাকার সামরিক সরঞ্জাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে। লোকসভায় তিনি জানিয়েছেন, ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮-র মধ্যে জরুরি ভিত্তিতে ১১১টি প্রজেক্টে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম কেনা এবং তৈরির করার ক্ষেত্রে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।   একইসঙ্গে এই তিন বছরে ৬৫,৪৭১ কোটি টাকার মোট ৯৯টি চুক্তি ভারতীয় ভেন্ডারদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রজেক্ট এই 'মেক ইন ইন্ডিয়া।' এই উদ্যোগের আওতায় হেলিকপ্টার, ফাইটার জেট ও সাবমেরিন তৈরির পরিকল্পনা রয়েছে। মন্ত্রী জানিয়েছেন, লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস-এর প্রজেক্টে ইতিমধ্যেই ১০টির ডেলিভারি দেওয়া হয়েছে। শীঘ্রই দেওয়া হবে আরও ছ'টি। ২০১৯-এর মার্চ মাসের মধ্যে ওই ছ'টি তেজস তুলে দেওয়া হবে বায়ুসেনার হাতে।

মৃণাল সেনের শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে অগুণিত ভক্তের ভিড়

Image
কলকাতা: বছর শুরুর দিন প্রয়াত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের শেষযাত্রা। তাঁকে শেষ বারের মতো দেখতে ভিড় করেছেন গুণমুগ্ধরা। মঙ্গলবার পিস হেভেন থেকে দুপুর তিনটায় দেশপ্রিয় পার্কের কাছে নিজের বাসভবনে মৃণাল সেনকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে শেষ বারের মতো দেখতে আসেন কবি শঙ্খ ঘোষ, মাধবী মুখোপাধ্যায়, সন্দীপ রায়, চিন্ময় গুহ, অঞ্জন দত্ত-সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন মৃণাল সেনের ছেলে। মৃণাল সেনের শেষযাত্রায় দেখা যায় বিমান বসু ও সুজন চক্রবর্তীকেও। প্রয়াত পরিচালকের ইচ্ছে মতো কেউ তাঁকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেননি। দেশপ্রিয় পার্ক থেকে মৃণাল সেনের মরদেহ নিয়ে যাওয়া হবে ক্যাওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

এক বছরে ভারতে ব্যাঙ্ক জালিয়াতিতে গায়েব ৪১ হাজার কোটি টাকা, রিপোর্ট আরবিআই এর

Image
একেরপর এক কেলেঙ্কারিতে জড়িয়ে ভারতের ব্যাঙ্কিং সেক্টর কার্যত ধুঁকছে। এক বছরে ব্যাঙ্ক জালিয়াতিতে গায়েব হয়ে গিয়েছে ৪১ হাজার ১৬৭ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষের এমনই চমক দেওয়া রিপোর্ট পেশ করেছে আরবিআই। আগের অর্থবর্ষের চেয়ে ৭২ শতাংশ হারে জালিয়াতির ঘটনা বেড়েছে বলে রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে। আরবিআই রিপোর্ট ২০১৬-১৭ সালে ব্যাঙ্ক জালিয়াতিতে গায়েব হয়েছিল ২৯ হাজার ৯৩৩ কোটি টাকা। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে, পরের অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৪১ হাজার ১৬৭ কোটি টাকা।     কত জালিয়াতি এক বছরে আরবিআই রিপোর্ট মোতাবেক, ২০১৭-১৮ অর্থবর্ষে ৫৯১৭টি জালিয়াতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫২৬টি বড় ঘটনা। ২০৫৯টি সাইবার অপরাধের ঘটনা।     কীভাবে জালিয়াতি অফ-ব্যালান্স শিট অপারেশনস, ফরেন এক্সচেঞ্জ ট্র্যানজাকশনস, ডিপোজিট অ্যাকাউন্টস, সাইবার অ্যাক্টিভিটির ঘটনা বেশি করে ঘটেছে বলে জানিয়েছে আরবিআই রিপোর্ট।     কোথায় জালিয়াতি পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে জালিয়াতির ঘটনা ঘটেছে ৯৪ শতাংশ হারে। বাকী ছয় শতাংশ জালিয়াতি হয়েছে বেসরকারি ব্যাঙ্কে। এর মধ্যে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জালিয়াতির ঘটনা রয়েছে। যা জালিয়াতির পরিমাণকে বাড়িয়ে দ

১ কোটি ৩০ লক্ষ নাম বাদ, অসমের নাগরিকপঞ্জির প্রথম খসড়ার প্রকাশ

Image
অসমে নাগরিকপঞ্জিতে নাম ঢোকানোর জন্য জমা নেওয়া হচ্ছে আবেদনপত্র। অসমের নাগরিকপঞ্জির প্রথম প্রকাশিত খসড়া থেকে বাদ পড়ল প্রায় ১ কোটি ৩০ লক্ষ আবেদনকারীর নাম। সোমবার নাগরিকপঞ্জির ওই প্রথম খসড়া প্রকাশিত হয়েছে। গত কাল মধ্য রাতে এক সাংবাদিক সম্মেলনে ওই খসড়া প্রকাশ করে দেশের রেজিস্ট্রার জেনারেল শৈলেশ জানিয়েছেন, যাঁদের নাম প্রকাশিত প্রথম খসড়ায় বাদ পড়েছে, তাঁদের নামধাম, ঠিকানা-সহ যাবতীয় তথ্য নানা রকম ভাবে খতিয়ে দেখা হচ্ছে। সেই সব পরীক্ষানিরীক্ষা শেষ হলে অসমের নাগরিকপঞ্জির অন্য খসড়াটিও প্রকাশ করা হবে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স (এনআরসি)-এর অসমের কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা বলেছেন, ''যাঁদের নাম প্রথম তালিকায় বাদ পড়ল, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। আবেদনকারীদের নামধাম, পরিচিতি খতিয়ে দেখার প্রক্রিয়াগুলি বেশ জটিল। তাই কোনও পরিবারের কোনও এক বা দুই সদস্যের নাম বাদ পড়তে পারে।'' কবে অসমের নাগরিকপঞ্জির দ্বিতীয় খসড়াটি প্রকাশিত হবে? দেশের রেজিস্ট্রার জেনারেল শৈলেশ জানিয়েছেন, সেটা সুপ্রিম কোর্টই ঠিক করবে। কারণ, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া গাইডলাইন মেনেই এই খসড়াটি প্রকাশ করা হ

দেশভক্তির প্রমাণ চাই স্কুলেও, হাজিরা দিতে ইয়েস স্যর নয়, বলতে হবে ‘জয় হিন্দ’

Image
নয়া নির্দেশিকা গুজরাতের স্কুলে। নাম ডাকার সময় আর 'ইয়েস স্যর,' 'প্রেজেন্ট স্যর' বলা যাবে না। তার বদলে বলতে হবে 'জয় হিন্দ' অথবা 'জয় ভারত।' প্রত্যেকদিন স্কুলে হাজিরা দেওয়ার সময় এই নিয়ম মেনে চলতে হবে পড়ুয়াদের। নতুন বছরে এমন নির্দেশিকা জারি হল গুজরাত জুড়ে।যাতে শিশু বয়স থেকে পড়ুয়াদের মনে দেশভক্তি জাগিয়ে তোলা যায়। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। সোমবার গুজরাতে শিক্ষা দফতরের জরুরি বৈঠক ছিল। সেখানেই এই সিদ্ধান্ত গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ভূপেন্দ্র সিংহ চূড়াসমা। যার পর নির্দেশিকা জারি করে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ। তাতে বলা হয়, শিশু বয়স থেকে পড়ুয়াদের মনে দেশভক্তি জাগিয়ে তোলাই লক্ষ্য। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি এবং অনুদানপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। ১ জানুয়ারি থেকেই শুরু করতে হবে। ক্লাসে হাজিরা দিতে 'জয় হিন্দ' বা 'জয় ভারত'  বলতে হবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল পড়ুয়াকে। বছরের শুরুতে মধ্যপ্রদেশে যখন বিজেপি সরকার ছিল, তখন সেখ

মুখ্যমন্ত্রীর সচিব পরিচয়ে ইসকনের ভক্তদের টাকা আত্মসাৎ, গ্রেফতার অভিযুক্ত

Image
ধৃত তাপস বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঁড়িয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম তাপস বন্দ্যোপাধ্যায়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ওই প্রতারক নিজেকে মুখ্যমন্ত্রীর সচিব বলে পরিচয় দিয়ে নদিয়া জেলার মায়াপুরে ইসকনের মন্দিরে প্রায়ই যাতায়াত করতেন। এভাবেই তাঁর সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে পরিচয়ও হয়। নীলবাতি লাগানো গাড়ি চড়ে বেড়াতেন তাপস। অভিযোগ, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময়ে বারে বারেই তিনি বুঝিয়ে দিতেন, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক খুবই ভাল। এমনকি দাবি করেন, কিছুদিনের মধ্যেই তিনি নদিয়ার জেলাশাসক হচ্ছেন। মুখ্যমন্ত্রীর নাম ভাঁড়িয়ে এ ভাবে তিনি ইসকন কর্তৃপক্ষের কাছ থেকে বেশ কিছু সুযোগসুবিধাও নেন। পাশাপাশি, জমি বেচা-কেনা এবং বিভিন্ন বহুতল প্রোজেক্টের নাম করে তিনি ইসকনের ভক্তদের কাছ থেকে প্রচুর টাকা আত্মসাৎও করেন বলে অভিযোগ। সিআইডি-র একটি সূত্র জানিয়েছে, তাপস বন্দ্যোপাধ্যায় ২০১৪ সালের মার্চ মাসে প্রথম মায়াপুরে ইসকনের মন্দিরে যান। সেখানে গিয়ে নিজেকে তিনি মুখ্যমন্ত্রীর সচিব বলে পরিচয় দেন।তার পর থেকে মাঝমধ্যেই তাপস সেখানে যেতেন। তিনি যে ব

ICC মহিলা টি২০ বিশ্ব একাদশের নেতৃত্বে হরমনপ্রীত

Image
আইসিসি মহিলা টি২০ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হলেন হরমনপ্রীত কাউর। দলে রয়েছেন তাঁর দুই সতীর্থ ওপেনার স্মৃতি মান্ধানা এবং লেগ স্পিনার পুনম যাদব। আইসিসি মহিলা ODI ক্রিকেট দলেও জায়গা পেয়েছেন মান্ধানা ও যাদব। সেই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নিউ জিল্যান্ডের সুজি বেটস। সোমবার দুটি দলের খেলোয়াড় নির্বাচন করেন লিসা স্থালেকর, শার্লট এডওয়ার্ডস, আঞ্জুম চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেট তারকা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে গঠিত ভোটিং অ্যাকাডেমি। ২০১৮ সালের পারফর্ম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করা হয়েছে বলে জানা গিয়েছে। আইসিসি মহিলা টি২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে তোলার কৃতিত্ব হিসেবে হরমনপ্রীতকে আইসিসি দলের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। ওই প্রতিযোগিতায় তিনি মোট ১৮৩ রান করেন, যার স্ট্রাইক রেট ১৬০.৫। গোটা বছরের হিসেবে ১২৬.২ স্ট্রাইক রেট-সহ তাঁর সংগ্রহ ৬৬৩ রান। মহিলা টি২০ ক্রিকেট ব্যাটারদের র‌্যাংকিং তালিকায় তাঁর স্থান তিন নম্বরে। অধিনায়ক নির্বাচিত হয়ে বিস্মিত ঊনত্রিশের হরমনপ্রীত নিজে। অকপটে তিনি জানিয়েছেন, 'সত্যি বলতে কি, খুবই অবাক হয়েছি। গত দুই বছরে আমরা খুব বেশি টি২০ আন্

দাম্পত্য জীবনে বিরক্ত, স্বামীকে অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপন মহিলার!

Image
দাম্পত্যে যেমন ভালবাসা থাকবে, তেমনই কলহ থাকবে এটাও স্বাভাবিক৷ কিন্তু সেই কলহ ধীরে ধীরে বাড়লে তা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে৷ আইনত বিচ্ছেদের পথে সম্পর্কে ইতি টানেন অনেকে৷ তবে সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে জার্মানির এই মহিলা যা করলেন তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই৷ এমন উপায়েও যে স্বামী-স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ ঘটানো যায় তা দেখালেন তিনি৷ দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে বিরক্তি জন্মে গিয়েছিল৷ অবশেষ স্বামীকে অনলাইনে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলেন জার্মানির হ্যামবুর্গের বাসিন্দা ডর্টে এল৷ জানা গিয়েছে, তাঁর স্বামীকে বিক্রির জন্য ই-কমার্স সাইট 'ইবে'তে বিজ্ঞাপন দিয়েছেন বছর চল্লিশের এই মহিলা৷ বিজ্ঞাপনের বিবরণে ডর্টে জানিয়েছেন, সাত বছর ধরে কাটান বৈবাহিক জীবনে স্বামীর সঙ্গে আর স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তিনি৷ তাই স্বামীকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ কেউ মাত্র ১৬ পাউন্ড মূল্য দিলেই স্বামীকে বিক্রি করে দেবেন তিনি৷ যদি কারও কোনও অসুবিধা থাকে, প্রয়োজনে দরাদরি করতেও রাজি তিনি৷ কেন আইনি পথে বিচ্ছেদ করছেন না৷ যদিও এই বিষয়ে কোনও সদুত্তর দেননি ডর্টে এল নামের ওই মহিলা৷ তবে, বিজ্ঞাপনের

ঋণমকুবেও মেটেনি সমস্যা, পিঁয়াজের দাম শুনে অসুস্থ হয়ে মৃত্যু কৃষকের

Image
ধার দেনা করে চাষ করেছিলেন মধ্যপ্রদেশের মান্দসৌরের কৃষক বেহরুলাল মালব্য। গোটা রাজ্যেই এবছর দারুণ ফলন হয়েছে আদা এবং পিঁয়াজের। কিন্তু খালি ফলন হলে তো হবে না, দামও পেতে হবে। মাথায় ঋণের পাহাড়, ভেবেছিলেন ফসল বেচেই শোধ করবেন সেসব। কিন্তু, পিঁয়াজের দাম তাঁর সে আশায় জল ঢেলে দেয়। এত কম দাম হবে কল্পনাও করতে পারেননি বেহরুলাল। এক কেজি পিঁয়াজের দাম মাত্র ৩ টাকা ৭২ পয়সা। শোনার পরই অসুস্থ হয়ে পড়েন ওই কৃষক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এ বছর ভাল ফলন হয়েছে পিঁয়াজের ও আদার। কিন্তু অতিরিক্ত উৎপাদনের জন্য বাজারে জোগান বেশি। চাহিদার তুলনায় জোগান বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই তলানিতে পিঁয়াজের দাম। তাই, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। মোটের উপর পিঁয়াজের দাম কুইন্টালপ্রতি মাত্র ৫০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। কেজি হিসেবে যা দাঁড়ায় ৫০ পয়সা থেকে ৮ টাকা মাত্র। বেহরুলালের জমিতে এবছর মোট পিঁয়াজ হয়েছে ২৭ কুইন্টাল মতো। সেই ২৭ কুইন্টাল পিঁয়াজ তিনি বিক্রি করতে গিয়েছিলেন মান্দসৌরের একটি মান্ডিতে। আগে থেকেই শুনেছিলেন পিঁয়াজের দাম কম। কিন্তু তা বলে কেজি প্রতি মাত্র ৩ টাক

সতী প্রথা, বাল্যবিবাহ বন্ধ হয়েছে তিন তালাকও বন্ধ হওয়া উচিৎ: ইসরত জাহান

Image
কলকাতা: তিন তালাক বন্ধ করার জন্য বেশ কয়েকবছর ধরে আন্দোলন করে আসছেন হাওড়ার ইসরত জাহান৷ সম্প্রতি লোকসভায় তিন তালাক বিরোধী বিল পাশ করেছে কেন্দ্র সরকার৷ কিন্তু সোমবার রাজ্যসভায় বিরোধীদের বিরোধিতায় আটকে গিয়েছে এই বিল৷ এরপরই ইসরত নিজের ক্ষোভ উগরে দিলেন৷ ইসরত বলেন, ''জানি না কেন এই বিলের বিরোধিতা হচ্ছে৷ অনেকে মুসলিম ল-এর দোহাই দিচ্ছেন৷ বিশ্বের ২০টা মুসিলম রাষ্ট্রে তিন তালাক বন্ধ হয়েছে৷ অথচ ভারতে এটা বন্ধ করতে বাধা দেওয়া হচ্ছে৷ তাহলে মুসলিম মেয়েরা কোথায় যাবে? বিয়ে করে তালাক দিয়ে মুসলিম মেয়েদের দোরে দোরে ঘোরার জন্য ছেড়ে দেওয়া হবে নাকি?'' সোমবারসকালে অধিবেশন শুরু হতেই বিরোধীদের হইহট্টগোলে অধিবেশন মুলতবি হয়ে যায়। পরে দুপুর দু'টোয় ফের শুরু হয় অধিবেশণ৷ কিন্তু প্রস্তাবিত তিন তালাক সংশোধনী বিল আলোচনার দাবিতে একযোগে বিরোধিতা শুরু করে বিরোধীরা৷ ফলে ১৫ মিনিটের জন্য মুলতবি হয়ে যায় অধিবেশন৷ পরে আড়াইটার সময় এদিনের মতো মুলতবি করে দেওয়া হয় অধিবেশন৷ বিজেপি প্রস্তাবিত তিন তালাক সংশোধনী বিলে ৩ বছরের শাস্তির বিধান রয়েছে৷ যার বিরোধিতায় সরব কংগ্রেস সহ অন্যা

হার্ভার্ডে ১৭০-এ ১৭১ পেয়ে চমকে দিলেন ভারতের এই IAS

Image
নয়াদিল্লি: পরীক্ষায় কোনও বিষয়ে পুরো নম্বর তোলা যথেষ্ট পরিশ্রমসাধ্য৷ বেশিরভাগ ক্ষেত্রেই তা অসম্ভবই বলাায়৷ তবে অনেকক্ষেত্রে পরীক্ষকের ভুলে এমন কাণ্ড যে ঘটেনি তা নয়৷ তবে আইআইটি দিল্লি গ্র্যাজুয়েট এবং আইএএস টপার অঙ্কুর গর্গের সঙ্গে ঘটেছে এমন এক ঘটনা যা সাড়া ফেলে দিয়েছে শিক্ষাজগতে৷ সূত্রের খবর, হার্ভার্ড ইউনিভার্সিটির একটি পেপারে অঙ্কুর ১৭০ নম্বরে ১৭১ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন৷ ২০০২ সালের ব্যাচের আইএএস অফিসার অঙ্কুর গর্গ৷ তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ম্যাক্রো ইকোনমিক্স পেপারে ১৭০-এ ১৭১ পান৷ এই বিরল ফলাফলের ছবি অঙ্কুর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে বলেন, যখন স্কুলে পড়তাম তখন আমাকে বাবা বলতেন ১০-এ ১০ পাওয়া যথেষ্ট নয়, ১০-এ ১১ পেতে হবে৷ উল্লেখ্য, তিনি ২০০২ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন৷ বর্তমানে অঙ্কুর হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে দুবছরের কোর্স করছেন৷ রিপোর্ট অনুযায়ী, অঙ্কুর, মাত্র ২২ বছর বয়সে সিভিল সার্ভিসেস পরীক্ষা সফল হন৷ সবথেকে কম বয়সে তিনি আইএএস-এ সফল হন৷

BNP প্রার্থীকে ভোট দেওয়ায় গণধর্ষণের শিকার নোয়াখালীর গৃহবধূ

Image
ঢাকা: বিরোধী দলের প্রতীকে ভোট দিয়েছিলেন। শুধু দিয়েছিলেন বললে একটু ভুল হবে, বুথের মধ্যে শাসকদলের নেতার নির্দেশ অমান্য করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছিলেন। সেই অপরাধে গণধর্ষণের শিকার হতে হল গৃহবধূকে।   চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নোয়াখালী এলাকায়। রবিবার বাংলাদেশে হয়ে গিয়েছে জাতীয় নির্বাচন। বিশাল জনাদেশ নিয়ে ফের ক্ষমতায় ফিরেছে আওয়ামি লীগ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। এই নির্বাচন নিয়ে রিগিং এবং সন্ত্রাসের একগুচ্ছ অভিযোগ রয়েছে বিরোধী শিবিরের। সেই সকল বিষয় ছাপিয়ে গিয়েছে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায়। চার সন্তানের জননী বছর ৩৫-এর ওই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁর উপরে ১২ থেকে ১৫ জন মিলে অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত সকলেই আওয়ামি লিগের সদস্য। নৌকার স্থানীয় নেতা এবং ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য রুহুল আমিনের অনুগামী বলে দাবি করেছেন নির্যাতিতা। নির্যাতিতার বয়ান অনুসারে, রবিবার গভীর রাতে তাঁর বাড়ির দরজা ধাক্কায় কয়েকজন। নিজেদের পুলিশ পরিচয় দেওয়ায় গভীর রাতে দরজা খুলতে দ্বিধা করেনি কেউ। কিন্তু সেই ভাবনাটাই কাল হল। বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে সেই গৃহ

আকাশছোঁয়া মাইনের এই আইটি চাকরি সম্পর্কে অজানা কিছু তথ্য

Image
সম্প্রতি হ্যাকারদের বাড়বাড়ন্ত চরমে পৌঁছেছে। তাই সব কোম্পানির সাইবার সিকিউরিটি নিয়ে চিন্তিত। তাই আইটি জগতে সাইবার সুরক্ষা বিশেশজ্ঞদের (CISO) কদর বাড়ছে। এই মুহুর্তে সবথেকে বেশি মাইনে পান সুরক্ষা বিশেষজ্ঞরাই। আগামী বছর এই পদের চাহিদা আরও ২০ শতাংশ বাড়বে। হ্যাকারদের বাড়বাড়ন্তই এই সুরক্ষা বিশেষজ্ঞদের জনপ্রিয়তার প্রধান কারন। এই মুহুর্তে বিশ্বব্যাপী ৩০ লক্ষ সাইবার বিশেষজ্ঞের চাহিদা রয়েছে। তবে ভালো মানের সাইবার বিশেষজ্ঞের অভাব তৈরী হয়েছে। অনেক কোম্পানি গাঁটের টাকা খরচ করে সাইবার বিশেষজ্ঞদের ট্রেনিং এর ব্যবস্থা করেছে। সারা বিশ্বের বেশিরভার সুরক্ষা বিশেষজ্ঞ এই মুহুর্তে এশিয়াতে রয়েছেন। ফলে বিশ্বের অন্য প্রান্তে চাহিদা আরও বাড়ছে এই প্রফেশানালদের চাহিদা। এক নজরে সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের সমর্কে অজানা কিছু তথ্য দেখে নেওয়া যাক। ১। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা (CISO) বছরে ৬০ লক্ষ টাকা থেকে ১.২ কোটি টাকা রোজগার করেন। ২। তবে টেকনিকাল অফিসারের থেকে ২০ শতাংশ কম মাইনে পান এই সিকিউরিটি অফিসাররা। ৩। আইটি চাকরির তুলনায় তিন গুন দ্রুত বাড়ছে সাইবার বিশেষজ্ঞদের চাহিদা। ৪। ব্যাঙ্ক, স্বাস্থ্য, ই-কমার্স, ইঞ্জিনিয়ারিং,

উনিশে, একুশে পা তৃণমূলের, নতুন বছরে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Image
ঘড়ির কাঁটায় ঠিক বারোটা বাজতেই নিউ ইয়ার ইভে মেতে উঠল গোটা দেশ। বিদায় ২০১৮, স্বাগত ২০১৯। ক্যালেন্ডারের পাতা উল্টে গেল। একুশে পা দিল তৃণমূল কংগ্রেসও। নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দেশবাসীকে নতুন বার্তা দিয়ে বললেন, এই বছর হবে দেশের ইতিহাসে নতুন মাইলস্টোন। ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনের সেই চারা গাছ(তৃণমূল কংগ্রেস)আজ মহীরূহ।  একুশে পা দেওয়ার প্রাক্কালে টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, "একুশে পা তৃণমূলের। সাবালকত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে দলের পক্ষ থেকে মা-মা-মাটি-মানুষকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও সালাম। মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে, চলবে।" একুশে পা তৃণমূলের। সাবালকত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে দলের পক্ষ থেকে মা-মা-মাটি-মানুষকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও সালাম। মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে, চলবে। দলের প্রতিষ্ঠা দিবসে মা-মাটি-মানুষকে শুভেচ্ছা জানিয়ে একুশের জয়গান করলেন মুখ্যমন্ত্রী। ভিডিও বার্তায় তিনি বলেন, "একুশ কখনও ভয় পায় না, একুশ কখনও মাথা নত করে না, একুশ কখনও মানুষের পাশ থেকে সরে য

২৯৮-এ হাসিনার জোট ২৮৮, পক্ষে-বিপক্ষে তর্ক শুরু

Image
জয়ের পর খোশমেজাজে শেখ হাসিনা। অভাবিত ফলাফল। ২৯৯টির মধ্যে একটি আসনে ভোট গোনা স্থগিত হয়েছে। বাকি ২৯৮টি আসনের বেসরকারি ফলে এরশাদের জাতীয় পার্টি ও কয়েকটি ছোট দলকে নিয়ে শেখ হাসিনার মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। এর মধ্যে আওয়ামি লিগ জিতেছে ২৫৫ এবং জাতীয় পার্টি ২২টিতে। বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের ৭টি আসনের মধ্যে খালেদা জিয়ার দল বিএনপি ৫টি এবং কামাল হোসেনের গণফোরাম ২টি আসন জিতেছে। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাসীন দলের এই বিরাট জয়কে হাসিনা 'উন্নয়ন ও দেশের অগ্রগতির পক্ষে এবং দুর্নীতি-জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের রায়' বলে ঘোষণা করলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির অভিযোগ করেছেন, ''সাজানো নির্বাচনের ফল ভোটের আগেই ঠিক করে রাখা হয়েছিল।'' নিজের এলাকা ঠাকুরগাঁওয়ে পরাজিত হলেও খালেদা জিয়ার আসন বগুড়ায় বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব। বিএনপির জয়ী প্রার্থীরা সাংসদ হিসেবে শপথ না-নেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন বলে  ইঙ্গিত মিলেছে। তবে শরিক গণফোরামের দুই জয়ী প্রার্থী শপথ নেবেন বলে জানিয়েছেন। এ দিন জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের পরে বিএনপি ও গণফোরামের কর্মীদের মধ্যে এ নিয়ে বচসা ও হাতাহ

ছেলেই চাই, দশমবার মা হতে গিয়ে মরেই গেলেন মহারাষ্ট্রের মীরা

Image
পর পর সাতটিই কন্যাসন্তান— তাই রেহাই নেই। বংশরক্ষায় যে করেই হোক, ছেলে তো চাই। ছেলের আশায় অন্তত দশ বার অন্তঃসত্ত্বা হয়েছেন। দু-দু'বার গর্ভপাতও করতে হয়েছে। তবু পুত্রসন্তানের জন্য পরিবারের নিয়মিত চাপ— শারীরিক ও মানসিক ভাবে জেরবার করে দিচ্ছিল মহিলাকে।   এত ধকলে শরীর ভেঙে পড়েছিল আগেই। তবু পরিবারের আকাঙ্ক্ষা ও চাপের মুখে ফের অন্তঃসত্ত্বা হওয়ার ঝুঁকি নেন মহারাষ্ট্রের বিড় জেলার বাসিন্দা মীরা এখান্ডে। ভেবেছিলেন, এ বার অন্তত পরিবারকে ছেলের মুখ দেখাতে পারবেন। এ বার তাঁর ছেলে তো হল। কিন্তু বংশরক্ষা হল না। মৃত পুত্রসন্তান প্রসব করলেন। ধকলের মুখে হাত তুলে দিল শরীরও। দশম বার মা হতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেলেন  ৩৮ বছরের মীরা। শনিবার মুম্বই থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে বিড় জেলার মাজালগাঁও সিভিল হাসপাতালে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হন মীরা। চিকিৎসকেরা জানিয়েছেন, সেখানেই একটি মৃত পুত্রসন্তান হয় তাঁর। তবে এর পরে তার রক্তপাত আর বন্ধ  করা যায়নি। স্থানীয় সূত্রের খবর, মাজালগাঁওয়ে একটি পানের দোকান চালাতেন মীরা। অভাবের সংসার। অনাদরে, অবহেলায় সাতটি মেয়ের মধ্যে একটি মারাও গিয়েছে। পুলিশ জানিয়েছে, নি

বছরের শেষ শহরে জোড়া খুন

Image
বছরের শেষ দিনে শহরের দু'‌জায়গায় খুন হলেন দুই যুবক। সোমবার সকাল ১১টা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার, সায়েন্স সিটি লাগোয়া আড়ুরোতায় জলপ্রকল্পের সামনে রাস্তার ধারে থাকা ঝোপের ভিতর এক যুবকের উপর হয়ে থাকা মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। রাস্তার ধারে দাঁড় করানো ছিল একটি অ্যাপ ক্যাব। খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অ্যাপ ক্যাবের নম্বর দেখে প্রাথমিক তদন্তে পুলিস জানতে পারে, মৃত যুবকের নাম ইমরান খান। তিনি সিআইটি রোডের বাসিন্দা। ৩২ বছরের ইমরান পেশায় অ্যাপ ক্যাব চালক। মৃতদেহের শরীরে, কানের পাশে গভীর ক্ষত রয়েছে। মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন। ইমরানের বাড়ির লোকজন দেহ শনাক্ত করে পুলিসে জানিয়েছেন, সোমবার ভোররাত একটা নাগাদ ইমরান গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। পরে ফোনে তিনি বাড়িতে জানান, তিনি যাত্রী নিয়ে যাচ্ছেন। ভোররাত প্রায় দুটো পর্যন্ত তাঁর সঙ্গে বাড়ির কথা হয়েছিল। পুলিস জানিয়েছে, রাস্তার ধারের সিসিটিভি–র ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটি ভোররাত আড়াইটে নাগাদ আড়ুপোতায় আসে। কিন্তু কারা বা কেন ইমরানকে খুন করল তা নিয়ে ধন্দে পুলিস। কারণ, ইমরানের মোবাইল ফোন ছাড়

রান্নার গ্যাসের দাম কমল ৫.‌৯১ টাকা

Image
অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম। একধাক্কায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমল ৫.‌৯১ টাকা। একমাসের মধ্যে এই নিয়ে দু'‌বার কমল রান্নার গ্যাসের দাম। দিল্লিতে ১৪.‌২ কেজি গ্যাসের দাম কমে এবার হল ৪৯৪ টাকা ৯৯ পয়সা, যার আগে দাম ছিল ৫০০.‌৯০ টাকা। ইন্ডিয়াল ওয়েল কর্পোরেশনের তরফে এই তথ্য জানানো হয়েছে। ডিসেম্বরের এক তারিখে এলপিজির দাম কমেছিল ৬.‌৫২ টাকা। টানা ছ'‌মাস দাম বাড়ার পর বছরের শেষ মাসে প্রথমবার দাম কমেছিল। সব মিলিয়েল একমাসেই ১৪.‌১৩ টাকা কমল রান্নার গ্যাসের দাম। অন্যদিকে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এক্ষেত্রে কমল ১২০.‌৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমাতেই এই মূল্য হ্রাস হয়েছে। রাজধানীতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমে এখন হল ৬৮৯ টাকা। ডিসেম্বরের এক তারিখে এই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমেছিল ১৩৩ টাকা। এখন সমস্ত এলপিজি সিলিন্ডারই ক্রেতাকে বাজার থেকে সাধারণ দামেই কিনতে হয়। সরকার তারপর ১২টি সিলিন্ডারের দাম ক্রেতাকে ফেরত দেয়। টাকা সরাসারি চলে আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গেই রান্নার গ্যাসের দাম বাড়ানো যায় না, বাড়ে ভর্তুকি। দাম কমল