গত তিন বছরে ১১১টি মিলিটারি প্রজেক্টে অনুমোদন দিয়েছে কেন্দ্র


নয়াদিল্লি: গত তিন বছরে প্রতিরক্ষায় ১১১টি মিলিটারি প্রজেক্টে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। 'মেক ইন ইন্ডিয়া'য় ১.৭৮ লক্ষ কোটি টাকার সামরিক সরঞ্জাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে।

লোকসভায় তিনি জানিয়েছেন, ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮-র মধ্যে জরুরি ভিত্তিতে ১১১টি প্রজেক্টে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম কেনা এবং তৈরির করার ক্ষেত্রে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
 
একইসঙ্গে এই তিন বছরে ৬৫,৪৭১ কোটি টাকার মোট ৯৯টি চুক্তি ভারতীয় ভেন্ডারদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রজেক্ট এই 'মেক ইন ইন্ডিয়া।' এই উদ্যোগের আওতায় হেলিকপ্টার, ফাইটার জেট ও সাবমেরিন তৈরির পরিকল্পনা রয়েছে। মন্ত্রী জানিয়েছেন, লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস-এর প্রজেক্টে ইতিমধ্যেই ১০টির ডেলিভারি দেওয়া হয়েছে। শীঘ্রই দেওয়া হবে আরও ছ'টি।

২০১৯-এর মার্চ মাসের মধ্যে ওই ছ'টি তেজস তুলে দেওয়া হবে বায়ুসেনার হাতে।