Posts

Showing posts from December 8, 2018

ভরদুপুরে শহরে চপারে মাথা কেটে উল্লাস করল খুনি

Image
এই ব্যক্তিকেই কুপিয়ে খুন করা হয়েছে। ঘিঞ্জি এলাকা। ভর দুপুরে রাস্তায় প্রচুর ভিড়। হঠাৎই একটি দোকানের পাশে দেখা গেল, এক ব্যক্তি রাস্তায় পড়ে রয়েছেন। ধড়-মুন্ডু আলাদা। ফিনকি দিয়ে রক্ত বেরচ্ছে। পাশে চপার হাতে দাঁড়িয়ে রয়েছে এক যুবক! ঘটনাস্থল রাজাবাগান এলাকার সিমপুকুর লেন। শনিবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে।এই দৃশ্য দেখে কার্যত হকচকিয়ে যান পথচলতি মানুষ। তাঁদেরই মধ্যে বশির নামের এক যুবক চপার হাতে ওই যুবককে আটকাতে যান।তাঁর হাতেও পড়ে চপারের কোপ।পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে, এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়।  মৃতের নাম ইশামুল হক  ওরফে চুন্নু মিঞা (৪৮)। তাঁরবাড়ি শ্যামপুকুর এলাকাতে। এই ঘটনায় গ্রেফতার করা হয় কালাম কুরেশি নামে এক ব্যক্তিকে। কেন তাঁকে এভাবে মাঝ রাস্তায় গলা কেটে খুন করা হলে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও স্থানীয় সূত্রে খবর, পুরনো শত্রুতার কারণেই চুন্নুকে খুন করা হয়েছে। অভিযুক্ত যুবককে উত্তেজিত জনতা মারধর করে। পরে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে সে জানিয়েছে, তার স্ত্রীকে নাকি উত্যক্ত করতেন চুন্নু মিঞা। তাই তাঁকে খুন করেছে। এক প্রত্যক্ষদর্শ

প্রথম টেস্টের ব্যাটন রইল বিরাট কোহলির হাতে, করলেন নয়া রেকর্ড

Image
অস্ট্রেলিয়ার প্রতি ভারত অধিনায়কের ভালোবাসার কথা ক্রিকেট বিশ্বে খুবই আলোচিত বিষয়। তাই এবার সেই প্রেমকে আরও একটু গাঢ় করলেন স্বয়ং বিরাট। শনিবার টেস্টের তৃতীয় দিনে মাঝেমধ্যে বৃষ্টিতে ভেজা অ্যাডিলেডের সবুজ ক্রিজে, ভারত অধিনায়ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূর্ণ করলেন তাঁর ১ হাজার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে, তিনি হলেন চতুর্থ ভারতীয় যে অজিদের বিরুদ্ধে নটি টেস্টেই চার সংখ্যার ক্লাবে প্রবেশ করলেন। এর আগে মাস্টারব্লাস্টার সচিন তেন্ড‌ুলকার, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড় এই অসামান্য খ্যাতি অর্জন করতে পেরেছেন।  শনিবার মাঝেমধ্যে বৃষ্টিতে অ্যাডিলেড ছিল প্রায় জনশূন্য। তবু দিনের শেষে প্রথম টেস্টের ব্যাটন রইল বিরাট কোহলির হাতে। ম্যাচের গতিপ্রকৃতির রেশ ধরে যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে ভারতের দিকে পাল্লা ভারী বলাই যায়। প্রথম ইনিংসেই ভারত ১৫ রানে এগিয়ে গিয়েছিল। দিনের শেষে তারা অস্ট্রেলিয়ার উপর চাপিয়ে দিল ১৬৬ রান। হাতে রয়ছে ৭ উইকেট। ক্রিজে রয়েছেন সেই চেতেশ্বর পূজারা (৪০) ও অজিঙ্ক রাহানে (১)। এদিন পূজারার সঙ্গে কোহলি যতক্ষণ মাঠে থাকলেন, ততক্ষণ বোঝা যায়নি ভারত বিপদে পড়তে পারে। এমনিতেই অ

বাঙালি বিজ্ঞানীর আবিষ্কার, মাটিতেই নষ্ট হচ্ছে প্লাস্টিক

Image
বারাকপুর: উত্তর ২৪ পরগণা খড়দহের বাঙালি বিজ্ঞানীর হাত ধরে ব্যাকটেরিয়া ও ছত্রাকের মাধ্যমে পঞ্চভূতে বিলীন হচ্ছে প্লাস্টিকজাত দ্রব্য৷ প্লাস্টিকজাত দ্রব্যকে ধ্বংস করার ফর্মুলা এবং ১৫টি প্রজাতির ব্যাকটেরিয়া ও ছত্রাক আবিষ্কার করলেন উত্তর ২৪ পরগনার খড়দহের বাঙালি বিজ্ঞানী তথা অধ্যাপক ড: স্বপন কুমার ঘোষ । স্বপন বাবু উত্তর ২৪ পরগনার খড়দার রহরা রামকৃষ্ণ মিশন শতবার্ষিকী কলেজের বোটানির অধ্যাপক এবং ক্যান্সার গবেষক। ইতিমধ্যেই ক্যান্সারের জীবাণু ধংস করার নতুন প্রতিষেধক আবিষ্কারেরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বাঙালি গবেষক । রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের ল্যাবরেটরিতেই গবেষনা করে প্লাস্টিকজাত দ্রব্য ধ্বংসকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক আবিষ্কার করেছেন বিজ্ঞানী স্বপন কুমার ঘোষ। স্বপন বাবুর দাবি, ৫০ মাইক্রনের কম প্লাস্টিকজাত যেসব দ্রব্য প্রকৃত অর্থে পরিবেশকে দূষিত করে বা যা মাটিতে মেশে না, সেই সব প্লাস্টিকজাত দ্রব্যকে মাত্র ১৫০ দিনে তার তৈরী ব্যাকটেরিয়া ধ্বংস করে পঞ্চভূতে বিলীন করে দেবে৷ ২০১২ সাল থেকে ব্যাকটেরিয়া ও ছত্রাক নিয়ে গবেষনা করছেন উত্তর ২৪ পরগনার খড়দহের এই বাঙালি বিজ্ঞানী৷ ইতিমধ্যেই তার এ

ভয়ঙ্কর দিন আসছেই? এ বছর আরও বেড়েছে বাতাসের বিষ, জানাল রাষ্ট্রপুঞ্জ

Image
গত বছরের তুলনায় এ বছর আরও বেড়েছে বাতাসের বিষ। বেড়েছে বিশ্বে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ। অন্তত ২ শতাংশ। মূলত, জীবাশ্ম জ্বালানি (ফসিল ফুয়েল)-র দৌলতে। এই পরিস্থিতিতে কয়লা, জীবাশ্ম জ্বালানির উপর চিন ও ভারতের নির্ভরতাও উদ্বেগজনক। ২০১৪ থেকে ২০১৬, এই তিন বছরে তার পরিমাণ একটুও না বাড়ার পর ২০১৭-য় বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ বেড়েছিল ১.৬ শতাংশ। এ বছরে সেই 'রথ' তো থামানো যায়ইনি, বরং তার গতি আরও বেড়ে গিয়েছে। বেড়ে চলেছে। পোল্যান্ডের কয়লাখনি প্রধান এলাকা কাতোয়াইসিতে রাষ্ট্রপুঞ্জের সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনে গৃহীত রিপোর্ট এ কথা জানিয়েছে। বলা হয়েছে, এখনও পর্যন্ত যা হিসাব, তাতে ২০১৮-র ৩১ ডিসেম্বর বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৩৭.১ গিগাটনে। যা আগের বছরের চেয়ে ২ শতাংশ বেশি। উষ্ণায়নের জন্য পৃথিবীর তাপমাত্রা যাতে আরও ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে না যায়, সে জন্য রাষ্ট্রপুঞ্জের সদস্য ১৯০টি দেশকেই ফিবছরে তার গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ কমাতে বলা হয়েছিল প্যারিস জলবায়ু চুক্তিতে, ২০১৫-য়। তার জন্য সময়সীমা বেঁধে দেওয়

ফাঁকা ঘরে কিশোরকে আটকে যৌনতায় মাতলেন গৃহবধূ

Image
চেন্নাইঃ  এক কিশোরকে আটকে রেখে দিনের পর দিন যৌন নিগ্রহের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এই মহিলা। ইতিমধ্যে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আয়নাভারমে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। কি কারণে এই ঘটনা তা জানতে মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গত ২৭ নভেম্বর থেকে ওই কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়ে। তামিলনাড়ুর আয়নাভারমের বাসিন্দা ওই কিশোর। পরিবারের লোকজন হাজারো খোঁজাখুজির পরেও কোনও খোঁজ পায় না ওই কিশোরের। এরপরেই হঠাত করে একদিন পরিবার জানতে পারে ওই এলাকারই এক গৃহবধূও নিখোঁজ। দুই ঘটনার সঙ্গে কোনও মিল রয়েছে কিনা তা খোঁজার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। বেশ কিছু ক্ষেত্রে মিল পাওয়ার পরেই পুলিশকে জানানো হয়। ঘটনার তদন্তে নামেন পুলিশ আধিকারিকরা। বিভিন্ন সূত্র খুঁজতে খুঁজতে একটি বাড়ি থেকে ওই কিশোরকে উদ্ধার করে পুলিশ। সেখানেই গ্রেফতার করা হয় ওই মহিলাকে। এরপরেই রীতিমত চখু চড়ক অবস্থা হয় পুলিশ আধিকারিকরা। জানা যায়, ভুল বুঝিয়ে ওই কিশোরকে ওই বাড়িতে নিয়ে যায় ওই মহিলাই। এরপর সেখানে আট

দারুণ খবর: অবসরের পরেও রোজগারের দারুণ সুযোগ দিচ্ছে মোদী সরকার

Image
নয়াদিল্লি: অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের আয় যাতে আকর্ষণীয় হয় তারজন্য কেন্দ্রীয় সরকার রাজি হয়েছে মূল বেতনের ১৪ শতাংশ দেবে জাতীয় পেনশন ব্যবস্থা (এনপিএস) ৷ এই উদ্যোগের ফলে উপকৃত হবেন ৩৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী৷ তবে ব্যক্তিগতভাবে একজনের জমা দেওয়ার ক্ষেত্রে তা সর্বাধিক মূল বেতনের ১০ শতাংশই রাখা হয়েছে যা আয়কর ছাড় পাওয়া যাবে আয়কর থেকে৷ ২০০৪ সালে সরকারি কর্মীদের জন্য সরকারি অনুদানপুষ্ট জাতীয় পেনশন ব্যবস্থা চালু করা হয়৷ পরে ২০০৯ সাল থেকে তা সকলের আওতায় আনা হয়৷ ওই প্রকল্পের গ্রাহকরা তাদের কর্মজীবনের সময় পেনশন অ্যাকাউন্টে সময় মতো টাকা জমা করবে৷ এরপর যখন অবসর নেবে তখন ওই গ্রাহক কিছু থোক টাকা তুলে নিতে পারে এবং বাকী অংশ অবসরের পর অ্যানুইটি পেনশন হিসেবে নিতে পারে৷ বর্তমানে কর্মীরা ন্যূনতম মূল বেতনের ১০ শতাংশ এনপিএস প্রকল্পে জমা করতে পারে এবং সম পরিমাণ অর্থ সরকারের পক্ষ থেকে ওই তহবিলে দেওয়া হয়৷ এবার মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে সরকারের পক্ষ থেকে ওই তহবিলে ১৪ শতাংশ দেবে বলে সূত্রের খবর৷ এই তহবিলে কর্মীরা যা জমা দেবে তা আয়কর আইনের ৮০সি ছাড়ও পাওয়া যাবে৷

রাতে ঘুম হচ্ছে না? দায়ী আপনার স্মার্টফোন

Image
স্মার্টফোন ও কম্পিউটার স্ক্রিনের কৃত্রিম আলো রাতের ঘুম কেড়ে নিচ্ছে। সম্প্রতি এই কথা জানিয়েছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারনে মাথা যন্ত্রণা, রাতে ঘুম না আসার মতো সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। সম্প্রতি এক দল মার্কিন গবেষক জানিয়েছেন চোখের কিছু কোষ চারপাশের আলোকে দেখে আমাদের শরীরের মধ্যে থাকা ঘড়িকে বদলে দেয়। এর ফলে শরীর ভিতরে দিন ও রাতের তফাৎ বুঝতে পারে না। এই কোষে রাতের বেলায় আলো পৌঁছালে শরীর বিভ্রান্ত হয়ে পড়ে। নতুন এই গবেষণা মাইগ্রেন, ইনসোমনিয়ার মতো রোগের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিল। এর ফলে পরে ক্যান্সার, ইনিসুলিন রেজিস্টেন্সের মতো মারাত্মক রোগ শরীরে বাসা বাঁধতে পারে। "আমরা সারাক্ষণ কৃত্রিম আলোর সামনে থাকি। দিনের বেলায় ঘরে থাকলে বা সন্দ্যার পরে ঘরে ও বাইরে আমরা কৃত্রিম আলোতে থাকি। এর ফলে শরীরের মধ্যে দিন ও রাতকে বোঝার যে ঘড়ি রয়েছে তা বিভ্রান্ত হয়ে পড়ছে। যা মারাত্মক সব রোগ ডেকে আনছে।" বলে জানিয়েছেন এক গবেষক। আমাদের চোখের পিছনে রেটিনা থাকে। রেটিনার সমথেকে ভিতরের স্তরে আলোক সংবেদনশীল কোষ থাকে। ডিজিটার ক্যামেরার সেন্সারের সাথে এই কোষের তুলনা করা যেতে পারে

গলায় দড়ি দিয়ে ঝুলছেন বাবা-মা, নীচে খেলছে ছেলেমেয়ে!

Image
তাপস নাইয়া এবং প্রিয়াঙ্কা নাইয়া। ঘরে গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন বাবা-মা। আর তাঁদের দিকে তাকিয়ে রয়েছে দুই সন্তান! ছেলেমেয়েকে খেলায় ব্যস্ত রেখে, কখন যে তাঁরা আত্মহত্যা করেছেন, তা বুঝতেও পারেনি ভাইবোন।  শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার গড়িয়ার বৈষ্ণবপাড়ায়। বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, ঘরের ভিতর থেকে তালা দেওয়া। ভিতরে দু‌'জনকে ও ভাবে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে। ওই দুই শিশু এখন প্রতিবেশীদের কাছেই রয়েছেন। কেন তাঁরা আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। মৃতদের নাম তাপস নাইয়া (২৯) এবং প্রিয়াঙ্কা নাইয়া (২৪)। ২০১৩ সালে তাঁরা বিয়ে করেন। পেশায় মাছ ব্যবসায়ী তাপসের সংসারে সম্প্রতি আর্থিক অনটন চলছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলাও হয়। আত্মহত্যার নেপথ্যে আর্থিক অনটনই একমাত্র কারণ কি না, তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। প্রতিবেশীরা জানান, দু'জনের মধ্যে ভাল সম্পর্কই ছিল। প্রতিবেশীদের সঙ্গেও তাঁরা ভাল ব্যবহার করত

৩৬০০ পদে নিয়োগ হবে শিক্ষক

Image
আগরতলা: কয়েক হাজার শূন্যপদে শুরু হবে শিক্ষক নিয়োগ। ইতিমধ্যেই নোটিশ দিয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা। ত্রিপুরায় পোস্টগ্র্যাজুয়েট টিচার ও ট্রেনড গ্র্যাজুয়েট টিচার, এই দুটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। আগরতলাতেই নেওয়া হবে নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষায় প্রার্থীদের অন্তত ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। তবেই প্রাথমিক তালিকায় নাম উঠবে। এসসি, এসটি-দের জন্য এই প্রাপ্ত নম্বর হতে হবে ৩০ শতাংশ।   শূন্যপদের সংখ্যা- ৩৬১১ ওই পরীক্ষায় থাকবে ১৫০টি মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রত্যেকটিতে ১ নম্বর। এছাড়া অঙ্কের আলাদা পেপার থাকবে। তাতে থাকবে ৭৫টি MCQ. প্রত্যেক প্রশ্নে ২ নম্বর করে দেওয়া হবে। ইংরেজি ও বাংলায় তৈরি হবে প্রশ্নপত্র। পরীক্ষার পর trb.tripura.gov.in   ওয়েবসাইটে প্রকাশ করা হবে উত্তরপত্র। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় পরীক্ষার অ্যাডমিট কার্ড জমা দিতে হবে। ত্রিপুরার বাসিন্দা হওয়ার প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া অন্যান্য যোগ্যতা, বয়সের প্রমাণও দিতে হবে। ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন লিংক খোলা থাকবে। সেখানেই আবেদন করা যাবে।

দেশে টাকা পাঠানোয় সারা বিশ্বে এক নম্বরে ভারতীয়রা, বলছে বিশ্বব্যাঙ্ক

Image
দেশে টাকা পাঠানোয় সারা বিশ্বে এক নম্বরে রয়েছেন ভারতীয়রাই। বিদেশে বসবাসকারী ভারতীয়রা যত টাকা দেশে পাঠান, তা সবচেয়ে বেশি বলেই নিজেদের রিপোর্টে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক। এবছরে ৮০ বিলিয়ন মার্কিন ডলার ভারতীয়রা দেশে পাঠিয়েছে। ভারতের পর রয়েছে চিন (৬৭ বিলিয়ন মার্কিন ডলার), মেক্সিকো ও ফিলিপিন্স (৩৪ বিলিয়ন মার্কিন ডলার), মিশর (২৬ বিলিয়ন মার্কিন ডলার)। গত কয়েক বছরে ভারতীয়রা দেশে টাকা পাঠানোয় উল্লেখযোগ্য উন্নতি করেছে। ২০১৬ সালে যা ছিল ৬২.৭ বিলিয়ন মার্কিন ডলার বা ২০১৭ সালে বেড়ে হয়েছে ৬৫.৩ বিলিয়ন মার্কিন ডলার। টাকা পাঠানোয় সবচেয়ে কম খরচ হয় দক্ষিণ এশিয়ায়। ৫.৪ শতাংশ। আর সাব-সাহারন আফ্রিকায় সবচেয়ে বেশি ৯ শতাংশ খরচ হয়। বাংলাদেশ ও পাকিস্তানও এশিয়ার দেশ হিসাবে কিছুটা উন্নতি করেছে বলে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে। গালফ কাউন্সিলের জন্য বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী কিছুটা সমস্যার মুখোমুখি হয়েছে বলে রিপোর্ট বলছে।

পেঁয়াজ বেচে প্রতি কেজিতে ৩৯ পয়সা! পুরো টাকা মুখ্যমন্ত্রীকে পাঠালেন কৃষক

Image
নাসিকের এক কৃষক কিছুদিন আগে পেঁয়াজ বেচে পাওয়া সামান্য টাকা গাঁটের কড়ি খরচ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এবারও প্রায় একই কাজ করলেন নাসিকেরই আর এক কৃষক। নাসিকের ইওলা তহশিলের অন্দরশূল গ্রামের বাসিন্দা চন্দ্রকান্ত ভিকান দেশমুখ পেঁয়াজ বেচে পাওয়া ২১৬ টাকা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে পাঠিয়ে দিয়েছেন। ৫৪৫ কেজি পেঁয়াজ বেচে ২১৬ টাকা পেয়েছেন তিনি। যার অর্থ তিনি পেঁয়াজ বেচে কেজিতে ৩৯ পয়সা পেয়েছেন। স্থানীয় কৃষক কমিটির নিলামে দাম ওঠে কেজিতে ৫১ পয়সা। তবে হিসাবে পর কেটে-ছেঁটে তিনি পেয়েছেন কেজিতে ৩৯ পয়সা দর। এমনকী বেচার কাগজও দেখিয়েছেন তিনি। চন্দ্রাকান্তের বিনীত প্রশ্ন, এবার তিনি ঘর চালাবেন কী করে? ফলে রাগ দেখিয়ে তিনি প্রতিবাদে ২১৬ টাকা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন বলেও জানিয়েছেন এই পেঁয়াজ চাষি। প্রসঙ্গত, এই নাসিক জেলা সারা দেশের পেঁয়াজ উতপাদনের অর্ধেক করে থাকে। কিছুদিন আগে এখানকার কৃষক ৭৫০ কেজি পেঁয়াজ বেচে ১০৬৪ টাকা পান। তা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলে বইছে বাতাস, শব্দ রেকর্ড করল নাসা, শুনে নিন আপনিও

Image
'লাল গ্রহ' মঙ্গল। ইনসাইটের সাত ফুট লম্বা সোলারল প্যানেল। মঙ্গল-ধ্বনি বাজিয়ে দিল 'ইনসাইট'! তাকে 'কান' পেতে বেশি দিন থাকতে হল না। লাল গ্রহের মাটিতে পা ছোঁয়ানোর ১০ দিনের মধ্যেই ইনসাইট শুনতে পেল বইতে থাকা বাতাসের শব্দ। ফের উস্কে দিল দৃশ্যতই রুখুসুখু 'লাল গ্রহ'-এ এখনও প্রাণের স্পন্দন শুনতে পাওয়ার আশাও! বাতাস বইছে মানে, এখনও বায়ুমণ্ডল রয়েছে মঙ্গলে। ফলে, রয়েছে প্রাণের বেঁচেবর্তে থাকার অন্যতম 'রসদ'ও! বইতে থাকা বাতাসের শব্দ কেমন মঙ্গলে? নীচু স্বরে বাতাসের সেই গা ছমছমে গুড়গুড়ে শব্দ শুনতে শুনতে উত্তেজনায় নিজেও কেঁপে উঠেছে নাসার পাঠানো ল্যান্ডার মহাকাশযান। আর সেই শব্দের কম্পন অনুভব করেই চুপচাপ বসে থাকেনি ইনসাইট। তা রেকর্ড করে আমার, আপনার শোনার জন্য মঙ্গল থেকে রিলে করে পাঠিয়েও দিয়েছে আমাদের। কত জোরে বাতাস বইছে মঙ্গলে? মঙ্গলের পিঠে ওই বইতে থাকা বাতাসের শব্দ শুনেছে ইনসাইট, ঠিক সাত দিন আগে। গত ১ ডিসেম্বর। তার পর তা রেকর্ড করে পাসাডেনায় নাসার জেট প্রোপালসান ল্যাবরেটরিতে রিলে করে পাঠিয়েছে ইনসাইট ল্যান্ডার। তা পরীক্ষা করে নাসা জানিয়েছে, গত ১ ডিসেম্বর মঙ্গলের বুকে

এত হইচইয়ের ব্যাপারই নয়, মুখ খুললেন সার্জিক্যাল স্ট্রাইকের ‘বস’

Image
পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার 'সার্জিক্যাল স্ট্রাইক' নিয়ে দেশ জুড়ে যে হইচই হচ্ছে, তা কোনও ভাবেই কাম্য নয়। এ ধরনের গুরুত্বপূর্ণ অভিযানের বিষয় গোপন রাখাই বাঞ্ছনীয়। চণ্ডীগড়ে সেনা সাহিত্য উৎসবে বক্তৃতা করতেগিয়ে এমন মন্তব্যই করলেন প্রাক্তন সেনাকর্তা জেনারেল ডি এস হুদা। সার্জিক্যাল স্ট্রাইকের সময় তিনি নর্দার্ন কম্যান্ডের দায়িত্বে ছিলেন। ২০১৬-য় জম্মু-কাশ্মীরের উরি সেক্টরেরসেনা ছাউনিতেপাক সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছিলেন ১৯ভারতীয় জওয়ান। দু'সপ্তাহের মধ্যেইচরম প্রত্যাঘাত হেনেছিল ভারত। তখন নর্দার্ন কম্যান্ডের নেতৃত্বে ছিলেন জেনারেল হুদা। পাল্টা সেই হামলার পরিকল্পনায় সিলমোহর দিয়েছিলেন তিনিই। তার পরেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সন্ত্রাসের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এর পরেই 'সার্জিকাল স্ট্রাইক' চলে আসে খবরের শিরোনামে। এই অভিযানের কৃতিত্ব নিতে তৎপর হয়ে ওঠেন দেশের রাজনীতিকরাও।  চণ্ডীগড়ের সেনা সাহিত্য উৎসবে তা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন একাধিক প্রাক্তনসেনাকর্তা। জেনারেল হুদার বক্তব্য,''এ ধরনের সফল অভিযানের পর  আনন্দ হওয়া অত্যন্ত স্বাভাবিক। কি

বরফে ঢাকা পড়ল সান্দাকফু

Image
উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা হাজির হতেই হালকা তুষারপাত হল দার্জিলিংয়ের সান্দাকফুতে। শুক্রবার ভোরে মিহি কুচির মতো বরফে ছেয়ে যায় সান্দাকফুর বিস্তীর্ণ এলাকা। লাগোয়া ফালুটেও হালকা বরফ পড়েছে। কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের গ্যাংটক শাখা সূত্রের খবর,  পাশের রাজ্য সিকিমের লাচুং, লাচেন, নাথুলাতেও ভারী তুষারপাত হয়েছে।  দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। প্রভাব পড়েছে সমতলেও। শিলিগুড়িতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছেপিঠে ঘোরাফেরা করেছে। শুক্রবার ভোরে শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক রঞ্জন রায় জানান, পশ্চিমী ঝঞ্ঝা এখন উত্তর পশ্চিম ভারতে সক্রিয় হয়েছে। তিনি বলেন, ''এর প্রভাবে সান্দাকফুতে হালকা তুষারপাত হয়েছে।'' তিনি জানান, উপগ্রহ চিত্র দেখে অনুমান, দু'দিনের মধ্যে আরও একটি নতুন ঝঞ্ঝা হাজির হতে পারে উত্তর-পশ্চিম দিক থেকে। তা হলে আরও জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে বলে পূর্বাভাস রয়েছে। সান্দাকফুতে তুষারপাতের খবরে পর্যটন ব্যবসায়ীরা ডিসেম্বরে বাড়তি ভিড়ের আশা করছেন। হিমালয়

ধোনিকে ছাপিয়ে অ্যাডিলেডে নজির গড়লেন ঋষভ

Image
অস্ট্রেলিয়ায় এটাই ঋষভ পন্থের প্রথম টেস্ট। আর প্রথম টেস্টে প্রথমবার উইকেটকিপিং করতে এসেই রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় উইকেটকিপারদের মধ্যে কোনও টেস্ট ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল ধোনির। তিনি ২০০৮ সালে পারথ টেস্টে এক ইনিংসে পাঁচ ক্যাচ নিয়েছিলেন। ২০১৪ সালে মেলবোর্নে ধোনি আবার চারটি ক্যাচ নেওয়ার সঙ্গে সঙ্গে একটি স্টাম্পিং করেছিলেন। মানে, তাঁর মোট শিকার ছিল পাঁচ। অ্যাডিলেডে চলতি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ঋষভ  সেখানে ছয়টি ক্যাচ নিয়েছেন। যা ক্যাঙারুদের দেশে কোনও ভারতীয় উইকেটকিপারের সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড। শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিন উসমান খাওয়াজা তাঁর প্রথম শিকার। রবিচন্দ্রন অশ্বিনের বলে তাঁর ক্যাচ নেন তিনি। এরপর জশপ্রীত বুমরার বলে নেন পিটার হ্যান্ডসকম্বের ক্যাচ। তারপর ইশান্ত শর্মার বলে অজি অধিনায়ক টিম পেনের ক্যাচ ধরেন। শনিবার আবার অস্ট্রেলিয়ার তিন উইকেটের নেপথ্যেই রয়েছেন তিনি। প্রথেম বুমরার বলে ধরেন মিচেল স্টার্কের ক্যাচ। আর মহম্মদ শামির পরপর দুই বলে ধরেন ট্র্যাভিস হেড ও জশ হেজলউডের ক্যাচ।

ছ’ বছরে ঘরহারা হয়েও রূপান্তরকামী আজ বিচারক

Image
অনাথ আশ্রমের আবাসিক থেকে লোক আদালতের বিচারকের পদে বসার লড়াইটা সহজ ছিল না সুমনা প্রামাণিকের। তবে রোখ আর মনের জোরে শেষ পর্যন্ত সামাজিক স্বীকৃতি ছিনিয়ে এনেছেন বছর তেইশের সুমনা। আজ, শনিবার শুরু হওয়া জাতীয় লোক আদালতে তাঁকে বিচারকের আসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন নদিয়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। কর্তাদের বক্তব্য, সমাজকে একটা ইতিবাচক বার্তা দিতেই এমন সিদ্ধান্ত। কৃষ্ণনগরে ভাড়া বাড়িতে একাই থাকেন সুমনা। প্রাইভেট টিউশন করে দিন চলে তাঁর। ছোট্ট সুমন ঠিক অন্য ছেলেদের মতো ছিল না। পুতুল খেলা, গামছা জড়িয়ে লম্বা চুল তৈরি থেকে শুরু করে তার হাবভাব পুরোপুরি মেয়েদের মতো। 'অন্যরকম' পুত্রকে রাখতে চাননি বাবা-মা। ছ'বছরে ঠাঁই করিমপুর অনাথ আশ্রমে। সেখানেও অন্য ছেলেরা নানা ভাবে উত্ত্যক্ত করত তাকে। কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে অনাথ আশ্রমে পড়াশোনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। মাধ্যমিক পড়ার সময়েই সুমন বুঝতে পারে, সে আসলে নারী। পরে গণিতে অনার্স নিয়ে বগুলা শ্রীকৃষ্ণ কলেজের স্নাতক। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করে এ বছর নভেম্বরে রাজ্যপালের হাত থেকে নেন স্বর্ণপদক। তার পরেও অব

নিয়ন্ত্রণ হারিয়ে কাশ্মীরে গভীর খাদে বাস, মৃত ১১

Image
জম্মু-কাশ্মীরে খাদে বাস পড়ে গিয়ে মৃত্যু হল অন্তত ১১ জনের। আহত আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় শনিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৭৫ কিলোমিটার দূরে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস। বাসটি লোরান থেকে পুঞ্চে যাচ্ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটির নম্বর JK02W0445। পুঞ্চ থেকে ৩০ কিলোমিটার দূরে প্লেরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই সেটি খাদে পড়ে যায় বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার। আহতদের চিকিত্‍সার জন্য মাণ্ডির জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

জানুয়ারি মাসে বাজারে আসবে পরবর্তী শাওমি ফোন: থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

Image
এতদিন স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি ফোনের ক্যামেরায় একের বেশি ক্যামেরা ব্যবহার করে গ্রাহকের নজর কাড়ার চেষ্টা করছিল। এবার সেই তালিকায় আবার যোগ হল পুরনো মেগাপিক্সেল এর যুদ্ধ। আগামী সপ্তাহে বাজারে আসছে পরবর্তী শাওমি স্মার্টফোন। এই স্মার্টফোনে থাকবে একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। আগে Huawei Mate 20 Pro আর Huawei P20 Pro ফোনে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছিল। এখনও পর্যন্ত এটাই মোবাইল ফোনে ব্যবহার হওয়া সবথেকে বেশি মেগাপিক্সেল ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চ করলে মোবাইল ফোনে সবথেকে বেশি মেগাপিক্সেল ক্যামেরার তকমা ছিনিয়ে নেবে শাওমি। সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে শাওমি প্রেসিডেন্ট একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে একটি স্মার্টফোনের ক্যামেরার পাশে '৪৮ মেগাপিক্সেল' লেখা থাকতে দেখা গিয়েছে। ক্যামেরার পাশেই দেখা গিয়েছে LED ফ্ল্যাশ। জুলাই মাসে Sony লঞ্চ করেছিল IMX586 ক্যামেরা সেন্সার। নতুন শাওমি স্মার্টফোনের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায় সেই ক্যামেরা সেন্সার ব্যবহার হতে পারে। এই সেন্সারে বেশি পিক্সেল থাকলেও আকারে তুলনামুলক ছোট পিক্সেলগুলি। তাই HDR ফটোগ্র

বেতন মেলেনি নয়া শিক্ষকদের

Image
এ বার বিষের কৌটো হাতে নিয়ে স্কুল পরিদর্শকের অফিসে বিক্ষোভ দেখালেন উত্তর দিনাজপুরে উচ্চ মাধ্যমিক স্তরে নতুন  নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। বেতন সমস্যা নিয়ে আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলতে চাননি। তখন সমস্যা না মিটলে তাঁরা বিষ খেয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। তার পরেই নড়েচড়ে বসেন আধিকারিকরা। শুক্রবার কর্ণজোড়ায় স্কুল পরিদর্শকের দফতরে ঘটনা। অভিযোগ, শিক্ষক নিয়োগের অনিয়ম নজরে আসার পরেও উত্তর দিনাজপুর জেলায় নব নিযুক্ত উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের একাংশের ক্ষেত্রে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। তাতে নতুন চাকরিতে যোগ দিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে তাঁদের। নিয়োগ হওয়ার পরে গত আড়াই মাস ধরে বেতন পাচ্ছেন না। অনেকে নিয়োগপত্র হাতে নিয়ে এখনও স্কুলে যোগ দিতে পারেননি। তাঁদের একাংশকে এসএমএস পাঠিয়ে স্কুল সার্ভিস কমিশন নতুন জায়গায় নিয়োগ করেছেন। বাকিদের কী হবে জানতে গেলে দফতরের আধিকারিকরা জানেন না বলে দুর্ব্যবহার করছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সমস্যা না মিটলে তাঁরা বিষ খেয়ে স্কুল পরিদর্শকের সামনে আত্মহত্যা করার হুমকি দেন। এ দিন তা নিয়ে কথা বলতে গেলে আধিকারিকরা প্রথমে উচ্চবাচ্য করতে চাননি

২৩৫-এ অল আউট অস্ট্রেলিয়া, ১৫ রানে এগিয়ে ভারত

Image
অ্যাডিলেড : ২৩৫ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। শামি পরপর দুই বলে দুটো উইকেট তুলে শেষ করলেন অস্ট্রেলিয়ার ইনিংস। তার আগে সকালে দিনের প্রথম উইকেট তুলে নেন বুমরা। প্রথম ইনিংসে ভারত ১৫ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া থেকে। গতকাল দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৯১। আজ আরও ৪৪ রান যোগ করে তারা। মূলত ট্র্যাভিস হেডের ৭২ রানের উপর ভর করে ২৩৫-এ পৌঁছায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে বুমরা আর রবিচন্দ্রন অশ্বিন নেন তিনটে করে উইকেট। দুটো করে উইকেট পান শামি আর ইশান্ত শর্মা। গতকাল ইশান্তের প্রথম উইকেট নেওয়ার পরে অস্ট্রেলিয়ান মিডিল অর্ডারকে ভাঙেন অশ্বিন।  প্রথম ইনিংসে ভারতের হয়ে চেতেশ্বর পূজারা সেঞ্চুরি করেন। তাঁকে ছাড়া ব্যর্থ ছিল বাকি ভারতীয় ব্যাটসম্যানরা। ভারত দ্বিতীয় ইনিংস শুরু করার আগে বৃষ্টি নামায় আগাম লাঞ্চ বিরতি নেওয়া হয়। বৃষ্টির জন্যে আজ খেলা শুরু হয় ৪৫ মিনিট দেরিতে। বুমরা মিচেল স্টার্ককে আউট করার পরে আবার খেলা বন্ধ হয় বৃষ্টির কারণে। বৃষ্টি বিঘ্নিত দিনে ভারত ১৫ রানের লিড কতটা বাড়াতে পারে এখন সেটাই দেখার।

বিবিকে তিন তালাক দিয়ে চড় খেলেন ব্যক্তি

Image
মুজ়াফফরপুর : অপরাধ, বিবিকে সর্বসমক্ষে তিন তালাক। এই দোষে বিহারের মুজ়াফফরপুরে এক ব্যক্তিকে চড় মারলেন তার বিবি। শুরুটা বিবির তরফে হলেও তা শীঘ্রই দুপক্ষের হাতাহাতিতে পরিণত হয়। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। গ্রামের পঞ্চায়েত সদস্যদের সামনে সেই ব্যক্তি তার বিবিকে তালাক দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। কিন্তু যেই মুহূর্তে তিনি তিন তালাক বলেন, তখনই তাঁর বিবি তাঁকে চড় কষান। এই অতর্কিত আক্রমণে হকচকিয়ে গেলেও, সেই ব্যক্তি তৎক্ষণাৎ তার পালটা জবাব দেন। এইভাবে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। গ্রামবাসীরা এগিয়ে এসে তাঁদের শান্ত করেন। দু'বছর আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের এক মাসের মধ্যেই বিভিন্ন সমস্যা শুরু হয় তাঁদের মধ্যে। পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হতে থাকে। দৈনন্দিন এই ঝামেলা নিয়ে তাদের পরিবারের সদস্যরা যথেষ্ট বিরক্ত ছিলেন। তাই এই সমস্যা সমাধানের জন্য তারা গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন বলে জানা গেছে।

‌নিউইয়র্কে সিএনএন–এর অফিসে বোমাতঙ্ক, বন্ধ রইল সম্প্রচার

Image
আবারও বোমাতঙ্কে ত্রস্ত হয়ে উঠল নিউইয়র্ক। এবার সেদেশের সংবাদমাধ্যম সিএনএন–এর অফিসে বোমাতঙ্ক। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রইল সম্প্রচারও। তবে তল্লাশির পর কোনও বোমা পাওয়া যায়নি বলেই খবর। নিছক আতঙ্ক ছড়াতেই ভুয়ো ফোনে অফিসে বোম থাকার কথা বলা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ ডন লেমনের অনুষ্ঠান '‌সিএনএন টুনাইট'‌ চলাকালীনই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোন আসে। ফোনে বলা হয়, সিএনএন–এর অফিসে নাকি বোমা রয়েছে। আর এরপরই সঙ্গে সঙ্গে ওই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। বদলে আগের অনুষ্ঠান দেখানো শুরু হয়। এই প্রসঙ্গে লেমন জানান, আমাদের দ্রুত অফিস থেকে বেরিয়ে দূরে সরে যেতে বলা হয়। এরপরই বাইরে বেরিয়ে যাই। ভেতরে যাঁরা সরাসরি সম্প্রচারের যুক্ত ছিলাম, তারা সবাই বাইরে চলে আসি। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী। আসেন গোয়েন্দা এবং নিউইয়র্ক পুলিসের বম্ব স্কোয়াডও। তবে বেশ কিছুক্ষণ তল্লাশির পরও কোনও বোমার হদিশ মেলেনি। কে ওই ফোনটি করেছিলেন?‌ জানতে তদন্তে নেমেছে পুলিস।

সাইবার অপরাধ দমনে ভারতের সেরা বাংলা

Image
ফের রাজ্যের মাথায় শ্রেষ্ঠত্বের শিরোপা। সাইবার অপরাধ দমনে কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় নেমে জয় ছিনিয়ে আনলেন কলকাতা পুলিস আধিকারিক অক্ষয় সাহা এবং ব্যারাকপুর পুলিস কমিশনারেটের আধিকারিক অনুপম চক্রবর্তী। ব্যক্তিগতভাবে তদন্তকারী হিসেবে প্রথম হয়েছেন অক্ষয়। অন্যদিকে অনুপম হয়েছেন দ্বিতীয়। পুরস্কারটি হল ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া ‌(‌ডিএসসিআই)‌–ন্যাসকম এক্সেলেন্স অ্যাওয়ার্ড। যা '‌ইন্ডিয়ান সাইবার কপ অ্যাওয়ার্ড'‌ হিসেবে পরিচিত‌‌। প্রতিযোগিতায় সংস্থা হিসেবে দেশের সেরা হয়েছে ভূপাল সিটি পুলিস এবং দ্বিতীয় হয়েছে কলকাতা পুলিস। এই পুরস্কারের বিষয়ে সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতা এবং ব্যারাকপুর পুলিসকে জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যারাকপুর পুলিস কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরি বলেন, 'আমরা গর্বিত। এই পুরস্কার আগামীদিনে আমাদের আরও ভাল কাজ করার অনুপ্রেরণা জোগাবে।'‌   গোটা দেশ জুড়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সিবিআই এবং এনআইএ–র মতো কেন্দ্রীয় সংস্থাগুলিও। ব্যারাকপুর কমিশনারেটের এক পুলিস কর্তা বলেন, সাইবার অপরাধ নিয়েই এই প্রতিযোগিতা হয়। দেখা হয় নির্দিষ্ট অপরাধের বিভিন্ন

আনলাইন শপিং করুন ইনস্টাগ্রামে

Image
২০১৯ সালে ভারতে অনলাইন শপিং ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম। নতুন এই ফিচারে ইনস্টাগ্রাম অ্যাপ থেকেই গ্রাহকরা অনলাইন শপিং করতে পারবেন। এতদিন কোন পোস্টের পাশে 'বাই' বাটনে ক্লিক করলে সেলারের ওয়েবসাইটে পৌঁছে দিন ইনস্টাগ্রাম অ্যাপ। ২০১৯ সাল থেকে এই বাটনে ট্যাপ করে ইনস্টাগ্রাম অ্যাপের ভিতর থেকেই কেনাকাটা করা যাবে। ২০১৬ সাল থেকে ইনস্টাগ্রাম অ্যাপ এ শপিং করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই ফিচার লঞ্চ হয়েছিল। এখন সারা পৃথিবীর ৪৬ টি দেশে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে অনলাইন শপিং করা যায়। ইনস্টাগ্রামের মুখপাত্র জানিয়েছেন, "সারা বিশ্ব এই ফিচার ছড়িয়ে দিতে চাইছি আমরা। ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার।" প্রতি মাসে ৯ কোটি গ্রাহক ইনস্টাগ্রাম থেকে কেনাকাটা করেন। কোন পোস্টের পাশে 'বাই' বাটনে ক্লিক করলে গ্রাহক প্রোডাক্ট ডেসক্রিপশান পেজে পৌঁছে যাবেন। সেখান থেকে প্রোডাক্ট সেভ করে ইনস্টাগ্রাম ব্রাউজিং এ ফিরে আসা যাবে। একটি ছবির সাথে সর্বোচ্চ পাঁচটি প্রোডাক্ট বিক্রি করা যাবে। একই ভাবে ভিডিওর সাথে ২০ টি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন সেলাররা। স্টোরিজে প্রোডাক্ট স্টিকার ব্যবহার করা যাবে। যে

ডুয়ার্সে ১৫ কোটি টাকার চারটি তক্ষক-সহ ধৃত যুবক

Image
মালবাজার: ফের ডুয়ার্সে সক্রিয় বন্যপ্রাণী পাচার চক্র৷ গোপন সূত্রে অভিযান চালিয়ে লুপ্তপ্রায় বিরল প্রজাতির চারটি তক্ষক উদ্ধার করল পুলিশ৷ এক ফুটেরও কম উচ্চতার সরীসৃপ এই তক্ষকের আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ১৫ কোটি টাকা কাছাকাছি বলে সূত্রে খবর৷ ভারত হয়ে চিনে চোরাপথে পাচারের আগেই নগড়াকাটা বাইপাস সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের পাশেই পুলিশের জালে ধরা পড়ে বিরল প্রজাতির চারটি তক্ষক৷ বেআইনিভাবে বন্যপ্রাণী পাচারের অভিযোগে দীনেশ বিশ্বকর্মা নামের বছর যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷ দীনেশ ডুয়ার্সের দলগাঁও চা বাগান সংলগ্ন এলাকায় বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে জেরা করে পাচারচক্রের মূল পান্ডাদের সন্ধান শুরু করেছে পুলিশ৷ আজ, শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে নগড়াকাটা বাইপাস ৩১ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি এলাকায় ফাঁদ পাতে পুলিশ৷ দীর্ঘ অপেক্ষার পর ১৫ কোটি টাকার চারটি তক্ষক-সহ পাচারকারীকে পাকড়াও করে পুলিশ৷ ধৃত দীনেশ পুলিশকে জানিয়েছে, তক্ষক চারটি লম্বায় পাঁচ থেকে সাত ইঞ্চির কাছাকাছি৷ ওজন প্রায় ৫০০ গ্রামের বেশি৷ ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে,

চলন্ত বাসে মহিলাকে দেখে হস্তমৈথুন, যুবককে মেরে পুলিশে দিলেন নির্যাতিতা

Image
বর্ধমান: চলন্ত বাসে ফের বিকৃতকামের শিকার হলেন এক মহিলা। বাসে মহিলার পিছনে দাঁড়িয়ে চূড়ান্ত অসভ্যতা শুরু করে এক যুবক৷ বিষয়টি বাসকর্মীদের জানিয়েও কাজ হয়নি৷ সহযাত্রীরাও সাহায্য করেননি বলে অভিযোগ৷ ভিড় বাসে একসময় ওই যুবক হস্তমৈথুনও শুরু করে দেয় বলে অভিযোগ। হাল ছাড়েননি মহিলা। কেঁদে না ভাসিয়ে প্রতিবাদ করেন নিজেই। ওই যুবককে টেনে বাস থেকে নামিয়ে তুলে দেন ট্রাফিক পুলিশের হাতে। পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ৷ সম্প্রতি, কলকাতা-সহ রাজ্যে বিভিন্ন বয়সি পুরুষের এই ধরনের বিকৃতকামের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ কয়েকটি ক্ষেত্রে চলন্ত বাস ও ট্রেনে হস্তমৈথুন করার ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। তার ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারও করে পুলিশ৷ এবার তেমনই একটি ঘটনার শিকার হলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা বছর ৪০-এর এক মহিলা। তাঁর সাহসিকতায় গ্রেপ্তার হয় মঙ্গলকোটের নতুনহাটের বাসিন্দা রাজেশ সাহা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মঙ্গলকোটের কৈচর থেকে বর্ধমানগামী একটি বাসে ওঠেন ওই মহিলা। তিনি বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছি

‘শারীরিক চাহিদা মেটাতে চাই’, এসকর্ট সার্ভিস সাইটে গৃহবধূর নামে পোস্ট

Image
"আমি সদ্য বিবাহিতা সুন্দরী তরুণী গৃহবধূ। আমার স্বামী শারীরিকভাবে অক্ষম। আমার শারীরিক চাহিদা মেটাতে পারেন না। কিন্তু আমার চাহিদা প্রচুর। সেই চাহিদা মেটানোর জন্য অবাধ মেলামেশার পুরুষ বন্ধু চাই। দু'ঘণ্টার জন্য ৫০০ টাকার বিনিময়ে পাওয়া যাবে আমাকে।" ঠিক এই কথাগুলি লিখেই কে বা কারা যাদবপুরের এক তরুণী সুন্দরী গৃহবধূর নাম, ফোন নম্বর, ঠিকানা ও ছবি দিয়ে পোস্ট করে দিয়েছিল এসকর্ট সার্ভিসের ওয়েবসাইটে। শুধুমাত্র ওই গৃহবধূই নন, তাঁর অবিবাহিত ননদেরও ছবি-সহ বিস্তারিত তথ্য এসকর্ট সার্ভিসের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছিল। সেই পোস্ট ভাইরাল হতেই টানা দু'মাস ধরে নানা উটকো লোকের উৎপাতে দিনে-রাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ওই গৃহবধূ ও তাঁর ননদ। এর ফলে তাঁদের পারিবারিক ও সামাজিক স্বাভাবিক জীবনও বিপন্ন হয়ে উঠেছিল। পাড়ায় মুখ দেখাতে পর্যন্ত পারছিলেন না এই পরিবারের সমস্ত সদস্যই। এমনকী সদ্য বিয়ে করা স্বামীর সঙ্গেও ভুল বোঝাবুঝি হচ্ছিল ওই গৃহবধূর। অগত্যা বাধ্য হয়ে ওই গৃহবধূ ও তাঁর ননদ দ্বারস্থ হন লালবাজারের গোয়েন্দাদের। বিস্তারিত জানিয়ে তাঁরা অভিযোগ দায়ের করেন লালবাজারের সাইবার থানায়। অভিযোগ পাওয়ার

সোনার বাংলা গড়ছেন হাসিনা দাবি হাই কমিশনারের

Image
নিউ দিল্লি : সোনার বাংলা গড়ার কাজ করছেন  বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ  হাসিনা। এমনই মনে  করেন  ভারতে  বাংলাদেশের  হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি। তাঁর মনে  হয় বঙ্গবন্ধু মুজিবর রহমান যে  স্বপ্ন দেখেছেন তা  পূরণ করার চেষ্টা  করছেন হাসিনা।  জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালের   মুক্তিযুদ্ধ নিয়ে  এক সেমিনারে বক্ত্যব রাখতে গিয়ে হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশকে  মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ঘুড়ে দাঁড়াতে সাহায্য করে। এরপর মেয়ে হাসিনাকে বাবা বঙ্গবন্ধুর সঙ্গে এক আসনে বসিয়ে  হাইকমিশনার বলেন, পিতা ও কন্যাকে সবচেয়ে  ভাল ব্যাখ্যা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন  বাবা দেশের জন্ম দিয়েছেন আর মেয়ে  সেটাকে রক্ষা করেছেন। দেশে উন্নয়নের কাজ কতটা হয়েছে তা বোঝাতে গিয়ে বাংলাদেশের জিডিপি তথ্য পেশ করেন তিনি। তাঁর দেওয়া  তথ্য বলছে বাংলাদেশের বর্তমান জিডিপি  7.86 শতাংশ। বাংলাদেশ যে আর্থিক বৃদ্ধির মডেন হয়ে উঠেছে  সেকথাও জানিয়েদেন হাইকমিশনার। আমাদের ঘাড়ে রেখে বন্দুক চালাবার দিন শেষ, আমেরিকাকে তোপ ইমরানের আর মাস খানেকের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে। তাঁর আগে হাইকমিশনারের

ব্রাজ়িলে ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা, গুলির লড়াইতে মৃত ১২

Image
ব্রাসিলিয়া : ব্রাজ়িলে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ে মৃত্যু হল ১২ জনের। তার মধ্যে ৬ জন সাধারণ নাগরিক। তাঁদের অপহরণ করেছিল দুষ্কৃতীরা। এছাড়া পুলিশের গুলিতে মৃত্যু হয় ৬ দুষ্কৃতীর। ওই দুষ্কৃতীরা ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা করেছিল। উত্তর-পূর্ব ব্রাজ়িলের মিলাগরেজ়ে গতকাল দুটি ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা করে দুষ্কৃতীরা। ডাকাতি করতে আসার সময় রাস্তায় একটি গাড়ি আটকায়। ওই গাড়িতে থাকা পাঁচজনকে অপহরণ করে। তারপর তাদের গাড়ি নিয়েই ব্যাঙ্কে ডাকাতি করে আসে। পুলিশ বাধা দিলে দু'পক্ষের গুলির লড়াই শুরু হয়। সেইসময় ওই পাঁচ অপহৃত সহ ৬ জনকে গুলি চালিয়ে খুন করে দুষ্কৃতীরা। তার মধ্যে দু'জন নাবালক। মৃতদের মধ্যে পাঁচজন একই পরিবারের বলে পুলিশ জানিয়েছে। পুলিশের গুলিতে ৬ দুষ্কৃতী নিহত হয়। দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কয়েকজন পালিয়ে যায়। তিনটি গাড়ি আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র। 

উত্তরাখণ্ডে ব্যান হল সারার ডেবিউ ছবি ‘কেদারনাথ’

Image
মুম্বই: উত্তরাখণ্ডে ব্যান করা হল সারা আলি খানের ডেবিউ ছবি 'কেদারনাথ'র স্ক্রিনিং৷ উদাম সিং নগর এবং নৈনিতালের জেলা শাসকরা ছবিটির উপর ব্যান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ আজই মুক্তি পেয়েছে 'কেদারনাথ'৷ তাদের অভিযোগ কিন্তু নতুন নয়৷ সারা এবং সুশান্ত অভিনীত এই ছবি নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলেন উত্তরাখণ্ডের মন্ত্রী সত্যপাল মহারাজ৷ তাঁর অভিযোগ ছবির চিত্রনাট্য একেবারেই ভারতীয় সংস্কৃতির জন্য ঠিক নয়৷ 'কেদারনাথ' একটি উস্কানিমূলক ছবি বল দাবি করেছেন তিনি৷ লাভ জিহাদকে প্রোমোট করছে 'কেদারনাথ'৷ এমনই অভিযোগ নিয়ে ছবিটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন চারধামের তীর্থ পুরোহিতরা৷ ছবিতে সুশান্ত এক মুসলিম ছেলের ভূমিকায় এবং সারা একজন হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করেছেন৷ তাঁদের প্রেমকাহিনীকে কেন্দ্র করেই গল্প বুনেছেন পরিচালক অভিষেক কাপুর৷ ছবির টিজারে কেদারনাথের মন্দিরের সামনে সুশান্ত এবং সারার কিসিং সিনও রয়েছে৷ সেই নিয়েই শুরু হয়েছে সমস্যা৷ এই দৃশ্যটির বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিলেন তীর্থ পুরোহিতরা৷ ছবিটিকে ব্যান করার দাবিও করেছেন কেদার সভার চেয়ারম্যান বিনোদ শুক্লা৷

মারিওর গোলে ডার্বি জয় জুভেন্তাসের

Image
তুরিন: আপফ্রন্টে তাঁর ধারাবাহিক দুরন্ত পারফর্ম্যান্সে চিন্তা কমছে কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির। গোল করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন জুভেন্তাসের ক্রোট তারকা মারিও মানজুকিচ। অন্যথা হল না শুক্রবার ইন্টার মিলানের বিরুদ্ধে ডার্বিতেও। 'সুপার মারিও' মানজুকিচের করা একমাত্র গোলেই ডার্বি জয় জুভেন্তাসের। এই জয় লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে জুভেন্তাসকে এগিয়ে রাখল ১১ পয়েন্টে। জুভেন্তাস ম্যাচ জিতলেও তুরিনে এদিন ম্যাচের প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলে ইন্টার মিলান। সুযোগ তৈরির দিক দিয়েও জুভেন্তাসকে টেক্কা দেয় তারা। কিন্তু সুযোগ নষ্টের কারণে ম্যাচে এগিয়ে যেতে পারেননি ইকার্ডিরা। এমনকি ম্যাচে মিলানের এগিয়ে যাওয়ার পক্ষে বাধা হয়ে দাঁড়ায় পোস্টও। জুভেন্তাসের হয়ে দিবালা, রোনাল্ডো কয়েকটি ক্ষেত্রে পৌঁছে গিয়েছিলেন গোল করার মত পরিস্থিতিতে। তবে যাইহোক, এদিন ডার্বির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। দ্বিতীয়ার্ধে পা রাখতেই ঘরের মাঠে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেন জুভেন্তাস ফুটবলাররা। মানজুকিচের গোলের আগে গোল করার মত পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন সিআরসেভেন। কিন্তু এক্ষেত্রে তাঁর শট বার উচিয়ে চলে যায়।

নাশকতা চালাতে ভারতে এসে গ্রেফতার পাক গুপ্তচর

Image
শ্রীনগর: ভারতে নাশকতা চালাতে এসে গ্রেফতার হল পাক গুপ্তচর। শুক্রবার তাকে জম্মু-কাশ্মীরের কিস্তুয়ার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।   সমগ্র জম্মু-কাশ্মীর রাজ্যে জঙ্গি বা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত লোকের অভাব নেই। নিয়মিত তাদের ধরপাকড় চলে। পাকিস্তানপন্থী কিনবা পাকিস্তান থেকে জঙ্গিবাদের প্রশিক্ষণ নিয়ে আসা মানুষের অভাব নেই সমগ্র জম্মু-কাশ্মীরে। কিন্তু সরাসরি পাক গুপ্তচর বিশেষ সুবিধা করে উঠতে পারে না উপত্যকা সহ সমগ্র রাজ্যে। সেই ধারনা বদলে গেল এই শুক্রবারে। কারণ পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই এর এজেন্ট সন্দেহে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম সেহরান সেখ ওরফে আবু জুবাইর। পাকিস্তানের গুপ্তচর হিসেবে সে কাজ করছিল বলে অভিযোগ। জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ধৃত সেহরান সেখ পাক জঙ্গি সংগঠন হারকাত উল মুজাহিদিনের সঙ্গে জড়িত ছিল। কাশ্মীরের মাটিতে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা ছিল বলেও দাবি করেছে পুলিশ। কাশ্মীরের কিস্তুয়ার জেলায় পুলিশের গতিবিধি সম্পর্কে নজরদারি চালাচ্ছিল। শুধু তাই নয়, সেনাবাহিনীর কার্যকলাপের উপরেও ছিল ধৃত জঙ্গির কড়া নজরদারি। ধৃত সেহরান

ইন্টারনেটে পড়াশোনা করে আত্মঘাতী অভিজাত পরিবারের একাদশ শ্রেণির ছাত্র অর্ক

Image
ইন্টারনেটে রীতিমতো পড়াশোনা করে নিয়েছিল। তারপর ফাঁকা বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে পাটুলিতে। বাবা ইন্ডিয়ান ওয়েলের কর্মী, মা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মরত। দিদি আইনজীবী। পাটুলির অভিজাত পরিবারের সন্তান অর্কপ্রভ বসু। পাঠভবনের একাদশ শ্রেণিতে পড়ত সে। পরিবার সূত্রে জানা গিয়েছে ব্লু হোয়েল গেম খেলে এক বছর আগেও হাতের শিরা কেটে ফেলেছিল অর্কপ্রভ। পরিবার আঁচ করতে পেরে সঠিক সময়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সায় সুস্থ হয়ে ওঠে সে। এরপর থেকে তার কাউন্সেলিং চলছিল। অর্কপ্রভ পড়াশোনায় খুব একটা মনোযোগী ছিল না বলে জানা গিয়েছে। একাদশ শ্রেণিতেই দুবছর ধরে পড়ছে সে। সেক্ষেত্রেও তার একটা মানসিক অবসাদ তৈরি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ি ফাঁকা ছিল। অর্ক ছাড়া বাড়িতে ছিলেন শুধুমাত্র তাদের পরিচারিকা। আচমকাই সজোরে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পান তিনি। বাড়ির ওয়াচম্যানকে ডেকে এনে ঘরের দরজা ভেঙে দেখেন, সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে অর্ক।  খবর পেয়ে চলে আসেন অর্কের বাবা-মা-দিদি। খবর দেওয়া হয় পুলিসে। পাটুলি থানার পুলিস গিয়ে দেখে, ল্যাপটপে সুইসাইড সংক্রান্ততথ্য

ভরা বাসে ‘অসভ্যতা’, যুবককে টেনেহিঁচড়ে নামিয়ে পুলিশের হাতে দিলেন বধূ

Image
চলন্ত বাসে এক যুবক তাঁর সঙ্গে অসভ্যতা করছে বলে কন্ডাক্টরকে জানিয়েছিলেন মহিলা। কিন্তু কন্ডাক্টর বা বাসের অন্য যাত্রীরা কেউ প্রতিবাদ করেননি বলে তাঁর অভিযোগ। আরও কয়েক কিলোমিটার আসার পরে বর্ধমান স্টেশনের আগে উড়ালপুলের মুখে বর্ধমান-কাটোয়া রুটের ওই বাসটি দাঁড়াতেই সোজা কর্তব্যরত ট্র্যাফিক পুলিশের কাছে হাজির হয়ে যান তিনি। ওই যুবককে টেনেহিঁচড়ে নামিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পরে বর্ধমান থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলকোটের নতুনহাটের যুবক রাজেশ সাহাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে মঙ্গলকোটের কৈচর থেকে বাসে উঠেছিলেন বছর চল্লিশের ওই মহিলা। তাঁর স্বামী একটি মামলায় বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে জেল-হাজতে রয়েছেন। তাঁর সঙ্গে দেখা করতেই এসেছিলেন তিনি। আর অভিযুক্ত রাজেশ ভাতারের নর্জা মোড় থেকে ওই বাসে উঠেছিলেন। ওই মহিলার অভিযোগ, ''বাসে ওঠার পরে আমার পিছনে দাঁড়ায় ছেলেটি। তারপর থেকে সমানে নোংরামি করছিল। বেশ কয়েকবার বারণ করলেও শোনেনি। কন্ডাক্টরকে বলতে গেলে তিনি জানিয়ে দেন, আপনাদের সমস্যা আপনারা মিটিয়ে নেন।'' ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, কারও কাছে

মুখ্যমন্ত্রীর বাড়িতে চিঠি পাঠাল সিবিআই! ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে যুদ্ধং দেহি তৃণমূলে

Image
মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের নোটিস গেল এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তাঁর বাড়ির অফিসে ৪০ বছর ধরে সচিবের কাজ করা মানিক মজুমদারকে সিবিআইয়ের দফতরে হাজির হতে বলে চিঠি পাঠানো হয়েছে। একই চিঠি গিয়েছে তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং  সুব্রত বক্সির কাছেও। তৃণমূলের এক প্রাক্তন সাংসদকেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। ১০ থেকে ১৩ ডিসেম্বর পর পর এঁদের হাজিরা দিতে বলা হয়েছে। তৃণমূল অবশ্য বিষয়টি 'রাজনৈতিক প্রতিহিংসা' বলে যুদ্ধং দেহি মনোভাব নিয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব সূত্রে বলা হয়, যাঁদের নামে এ ভাবে চিঠি পাঠানো হয়েছে, তাঁরা কেউ হাজিরা দেবেন না। কারণ, বিজেপি চাপ দিয়ে 'বশ্যতা' স্বীকার করাতে চাইছে। দল এই প্রতিহিংসার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে লড়াই করবে। কোনও মতে মাথা নত করবে না। তাতে ওরা যা পারে করুক। দলের এক শীর্ষকর্তার কথায়,''দিল্লির শাসকেরা বুঝতে পারছেন, ওঁদের দিন ঘনিয়ে আসছে। তাই এ ভাবে ধমকে-চমকে বাগ মানাতে চাইছে। কিন্তু বাংলার মাটিকে ওরা চেনে না। এখানে ভয় দেখিয়ে লাভ নেই।'' সিবিআইয়ের দাবি, তৃণমূলের  মুখপত্রের তহবিল যাঁরা রক্