উত্তরাখণ্ডে ব্যান হল সারার ডেবিউ ছবি ‘কেদারনাথ’


মুম্বই: উত্তরাখণ্ডে ব্যান করা হল সারা আলি খানের ডেবিউ ছবি 'কেদারনাথ'র স্ক্রিনিং৷ উদাম সিং নগর এবং নৈনিতালের জেলা শাসকরা ছবিটির উপর ব্যান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ আজই মুক্তি পেয়েছে 'কেদারনাথ'৷ তাদের অভিযোগ কিন্তু নতুন নয়৷

সারা এবং সুশান্ত অভিনীত এই ছবি নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলেন উত্তরাখণ্ডের মন্ত্রী সত্যপাল মহারাজ৷ তাঁর অভিযোগ ছবির চিত্রনাট্য একেবারেই ভারতীয় সংস্কৃতির জন্য ঠিক নয়৷ 'কেদারনাথ' একটি উস্কানিমূলক ছবি বল দাবি করেছেন তিনি৷ লাভ জিহাদকে প্রোমোট করছে 'কেদারনাথ'৷

এমনই অভিযোগ নিয়ে ছবিটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন চারধামের তীর্থ পুরোহিতরা৷ ছবিতে সুশান্ত এক মুসলিম ছেলের ভূমিকায় এবং সারা একজন হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করেছেন৷ তাঁদের প্রেমকাহিনীকে কেন্দ্র করেই গল্প বুনেছেন পরিচালক অভিষেক কাপুর৷

ছবির টিজারে কেদারনাথের মন্দিরের সামনে সুশান্ত এবং সারার কিসিং সিনও রয়েছে৷ সেই নিয়েই শুরু হয়েছে সমস্যা৷ এই দৃশ্যটির বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিলেন তীর্থ পুরোহিতরা৷ ছবিটিকে ব্যান করার দাবিও করেছেন কেদার সভার চেয়ারম্যান বিনোদ শুক্লা৷