Posts

Showing posts from November 16, 2018

ধর্ষণের পর পুড়িয়ে খুন কিশোরী পরিচারিকাকে, ফাঁসির সাজা দোষীসাব্যস্ত বাড়ি মালিকের

Image
ফাঁকা বাড়িতে নাবালিকা পরিচারিকাকে একা পেয়ে ধর্ষণের পর খুন করেছিলেন বাড়ির মালিক। তারপর ওই পরিচারিকার দেহ পুড়িয়ে প্রমাণ লোপাটেরও চেষ্টা করা হয়েছিল। ঘৃণ্য এই অপরাধের চরম সাজা দিল তমলুক আদালত। শুক্রবার বিচারক দোষী সাব্যস্ত শ্রীমন্ত তুঙ্গ (৫০)-এর ফাঁসির সাজা ঘোষণা করেন। এদিন তমলুক জেলা দেওয়ানি ও ফৌজদারি আদালতের বিচারক সঞ্চিতা সরকার ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত শ্রীমন্তের ফাঁসির সাজা শোনানোর পাশাপাশি নির্দেশ দেন মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের। এই সাজা শোনার পর আনন্দে কেঁদে কেলেন মৃত নাবালিকার মা। তিনি বলেন, আদালতের এই বিচারে আমার মেয়ের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। বৃহস্পতিবার ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৭৬, ২০১, ও পকসো আইনের ৬ নম্বর ধারায় দোষীসাব্যস্ত করা হয় শ্রীমন্ত তুঙ্গকে। তারপর এদিন সাজা ঘোষণা হল। আইনজীবী জানান, ২০১৬ সালের ৮ আগস্ট ঘটেছিল নির্মম এই ঘটনা। ফাঁকা বাড়িতে নাবালিকা পরিচারিকাকে একা পেয়ে যৌন নিপীড়ন চালিয়েছিল শ্রীমন্ত। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি সে, হলদিয়া বন্দরের অস্থায়ী কর্মী শ্রীমন্ত এরপর প্রমাণ লোপাট করতে তাকে খুন করে। এবং খুনের পর বাথরুমে মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সাড়ে ৫ লাখ দিলেই রেলে চাকরি! রেলকর্তার ভিডিয়ো ফাঁস হতেই হুলস্থূল, বড় চক্রের হদিশ

Image
স্যান্ডো গেঞ্জি পরে ঘরের মধ্যে বসে রয়েছেন রেলের এক অফিসার। উল্টো দিকে চাকরিপ্রার্থী। ঘরের মধ্যেই চলছে 'ইন্টারভিউ'। ওই অফিসারের প্রশ্ন: কোথায় চাকরি চাই? দুটো জায়গা ব্লক করে তো লাভ নেই, কত এনেছেন? চাকরিপ্রার্থী: আমাকে কত দিতে হবে? সঙ্গে সঙ্গেই পাল্টা প্রশ্ন এল, ''এখন কত এনেছেন?'' পকেট থেকে ওই যুবক এর পর বার করে দিলেন দেড় লাখ টাকা। টাকার বান্ডিল নিয়েই রেলের অফিসার জানিয়ে দিলেন, ''আপনাকে আরও চার লাখ টাকা দিতে হবে। চাকরি পেতে বেশি দিন লাগবে না।'' এর পরে কী করতে হবে, তা-ও বুঝিয়ে দেন ওই অফিসার। তার পর বললেন, ''আমার তিনটে মোবাইল নম্বর রয়েছে। কোনও দরকার পড়লে ফোন করবেন। কোথাও যেন আবার চলে যাবেন না।'' গোটা কথোপকথনটাই লুকিয়ে মোবাইলে ভি়ডিয়ো রেকর্ড করে রাখেন আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা রাকেশ পণ্ডিত। তাঁর অভিযোগ, ওই কথোপকথনের সময় দেড় লাখ টাকা দেওয়ার কয়েক দিনের মধ্যে তিনি বাকি চার লাখ টাকাও দিয়ে দেন। কিন্তু, রেলে তাঁর কোনও চাকরি আজ পর্যন্ত হয়নি। এর পর অফিসারের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ এনেছেন ওই যুবক। রাকেশের অভিযোগ, রেলের ওই

বিনি বনসালের পথে হাঁটতে চলেছেন মিন্ত্রা-জাবং এর সিইও?

Image
মুম্বইঃ এবার সিইও পদ থেকে ইস্তফা দেওয়ার পথে মিন্ত্রা ও জাবং শপিং পোর্টালের সিইও অনন্ত নারায়ণন। সংস্থার নতুন গঠন অনুযায়ী বর্তমানে কল্যাণ কৃষ্ণমূর্তি সংস্থার সর্বময় কর্তা। মিন্ত্রা, জাবং এবং ফোন পে-এর সিইও-রা তাঁকেই রিপোর্ট করবেন। কল্যাণ কৃষ্ণমূর্তির কাজের ধরন একদম আলাদা। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে অনন্ত নারায়ণনের সম্পর্ক মোটেই ভালো নয়। সম্প্রতি ফ্লিপকার্টকে অন্য দুটি পোর্টালের থেকে বেশি প্রাধান্য দেওয়ায় এই টানাপোড়েন আরও বেড়েছে। বিনি বনসলের অতি ঘনিষ্ঠ ছিলেন অনন্ত নারায়ণন। আগামীদিনে ফ্লিপকার্টে তাঁর জন্যে যে পথ মসৃণ হবে না, তা সহজেই অনুমান করা যায়। ২০১৪ সালের মে মাসে মিন্ত্রা এবং ২০১৬ সালের জুলাই মাসে জাবং কেনে ফ্লিপকার্ট। ২ হাজার কোটি টাকা ব্যায়ে মিন্ত্রা কিনেছে ফ্লিপকার্ট। জাবং কিনতে খরচ হয়েছিল মাত্র ৫০৪ কোটি টাকা।

কুলতলিতে মিলল অস্ত্র কারখানার হদিশ

Image
কুলতলি : কুলতলিতে মিলল অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির সরঞ্জাম। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও কুলতলি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এগুলি উদ্ধার করে। বিশ্বনাথ মণ্ডল ও বিকাশ মণ্ডল নামে দু'জনকে গ্রেপ্তারও করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার SOG দল ও কুলতলি থানার পুলিশ যৌথভাবে বিশ্বনাথ মণ্ডলের বাড়িতে হানা দেয়। সে আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি অস্ত্র তৈরি করত বলে তাদের কাছে খবর ছিল। তার বাড়িতে হানা দিয়ে পুলিশ জানতে পারে বিহারের এক বাসিন্দা এখানে অস্ত্র তৈরি করত। ছট পুজো উপলক্ষ্যে সে বিহারে গেছে। পুলিশ ঘটনাস্থান থেকে বিশ্বনাথ মণ্ডল ও বিকাশ মণ্ডলকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছ'টি বন্দুক ও ছয় রাউন্ড গুলি সহ প্রায় ১০টি বোমা উদ্ধার হয়। এছাড়াও অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। লোহার পাইপ, কাঠের বাট, লোহার রড, ফায়ারিং পিন, ড্রিল মেশিন, পালিশ মেশিন, হাত লেদ মেশিন, লোহার ফলক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।  পুলিশ সূত্রে খবর, এর আগে যারা অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল তারা ড্রিল মেশিন সহ যে সমস্ত

ফেসবুক কর্মীদের উপর অ্যাপলের গ্যাজেট ব্যবহারে নিষেধাজ্ঞা

Image
ফেসবুক অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করার ক্ষেত্রে বার বার ব্যর্থ হয়েছে ফেসবুক। নিরাপত্তা জাল কেটে কোটি কোটি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য হ্যাক হওয়ার কথা স্বীকারও করে নিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা। ফেসবুক এ কথা স্বীকার করেছে যে, নির্দিষ্ট অ্যাকাউন্টে নির্দিষ্ট বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার কাজে গ্রাহকের ফোন নম্বরই ব্যবহার করেন তারা। অর্থাত্, অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে আপনি যে ফোন নম্বর ফেসবুক-এ দিয়েছেন, ফেসবুক তা দিয়েই বিজ্ঞাপনী প্রচার বা ব্যবসা চালাচ্ছে। কিন্তু নিজেরা স্বীকার করলেও এই একই কথা বোধহয় টিম কুকের মুখ থেকেও শুনতে হবে, তা হয়তো ভাবেননি জুকারবার্গ। তাই চটে গিয়ে নিজের সংস্থার কর্মীদের আই ফোন-সহ অ্যাপলের সমস্ত গ্যাজেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞাই জারি করেছেন তিনি। অ্যাপলের পরিবর্তে কর্মীদের অ্যান্ড্রয়েড ব্যবহারের কথা বলেছেন জুকারবার্গ। টিম কুকের ঠিক কোন কথায় এতটা চটলেন মার্ক জুকারবার্গ? সম্প্রতি একটি মার্কিন টিভি চ্যানেলের সাক্ষাৎকারে অ্যাপল কর্ণধার বলেন, "আই ফোন-সহ সংস্থার অন্যান্য গ্যাজেট ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে না অ্যাপল। গোপনীয়তা আসলে মানবাধিকার

ফের ‘বিশেষ’ অস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার, নজর আমেরিকার

Image
পিয়ংইয়ং: নিরস্ত্রীকরণ কর্মসূচী চলছে৷ তারই মাঝে ফের স্বমহিমায় ফিরলেন উত্তর কোরিয়া প্রধান কিম জং উন৷ সেদেশের তরফ থেকে জানানো হয়েছে একটি 'হাই টেক ট্যাকটিক্যাল' অস্ত্রের পরীক্ষা সফল হয়েছে৷ তবে ঠিক কী সেই অস্ত্র, তা খোলসা করে জানানো হয়নি উত্তর কোরিয়ার পক্ষ থেকে৷ কোরিয়া উপদ্বীপে এই সামরিক পরীক্ষা করা হয়েছে বলে সেদেশের ইয়ুনহ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে৷ কোরিয়ান সেন্ট্রাল ব্রডকাস্টিং স্টেশনকে উদ্ধৃত করে এই তথ্য দিয়েছে সংবাদ সংস্থা ইয়ুনহ্যাপ৷ তবে এই পরীক্ষার সঠিক স্থান কোনটি ছিল, তা জানানো হয়নি৷ নেতা কিমের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পূর্ণ হয়েছে৷   দেশের সেনাকে শক্তিশালী করে তুলতেই এই পরীক্ষা বলে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর৷ নর্থ কোরিয়ান স্টেট মিডিয়া জানাচ্ছে, এই আগ্নেয়াস্ত্রটি বহুদিন ধরেই পরীক্ষামূলক অবস্থায় ছিল৷ এদিন চূড়ান্ত পরীক্ষা করা হয়, যা সফল হয়েছে৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে একদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তি চুক্তির হাত বাড়িয়েছে উত্তর কোরিয়া৷ অন্যদিকে এই অস্ত্র পরীক্ষা দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে৷ উল্লেখ্য দিন কয়েক আগেই দক্ষিণ কোরি

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে যে বড় রেকর্ডগুলোর সামনে বিরাট কোহালি

Image
অস্ট্রেলিয়ায় বিরাটের মুখে এই হাসিই দেখতে চাইছে ভারত। সদ্য একদিনের ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজারে পৌঁছেছেন বিরাট কোহালি। ভেঙেছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন চার টেস্টের সিরিজেও বেশ কিছু রেকর্ডের হাতছানি রয়েছে ভারত অধিনায়কের সামনে। টেস্টে ১২৪ ইনিংসে ৬,৩৩১ রান করেছেন কোহালি। সাত হাজার রানে পৌঁছতে তাঁর দরকার আর ৬৬৯ রান। অস্ট্রেলিয়ায় চার টেস্টে আট ইনিংস পাচ্ছেন তিনি। যদি টেস্ট সিরিজে সাত হাজার রান পূর্ণ করতে পারেন, তবে তিনি হবেন এই মাইলস্টোনে দ্রুততম ভারতীয়। এই রেকর্ড এখন রয়েছে বীরেন্দ্র সহবাগের। ১৩৪ ইনিংসে টেস্টে সাত হাজার রান করেছিলেন বীরু। অস্ট্রেলিয়ায় কোনও ভারতীয়ের টেস্ট সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। 'লিটল চ্যাম্পিয়ন' করেছেন ছয় সেঞ্চুরি। কোহালির এখনই রয়েছে পাঁচ সেঞ্চুরি। গত সফরে চার টেস্টে চার সেঞ্চুরি করেছিলেন তিনি। এ বারও চার টেস্ট পাচ্ছেন কোহালি। ফলে, সেঞ্চুরির সংখ্যায় টপকে যেতেই পারেন সচিনকে। আর তিনি রয়েওছেন দুরন্ত ছন্দে। গত সফরে অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজে ৬৯২ রান করেছিলেন কোহালি। দেখার হল, এ বার অস্ট

শিঘ্রই এই শহরগুলিতে লঞ্চ হবে জিও গিগাফাইবার

Image
কোম্পানির মতে প্রথম তিন মাস বিনামূল্যে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর জন্য শুরুতে ৪,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে। কানেকশান ছেড়ে দিলে এই টাকা ফেরৎ পাওয়া যাবে। ৪,৫০০ টাকায় একটি গিগাফাইবার রাউটার আর একটি জিওটিভি রাউটার পাওয়া যাবে। এখনও গিগাফাইবার ব্রডব্যান্ডের দাম প্রকাশ করেনি জিও। তবে একাধিক রিপোর্টে জানা গিয়েছে মাসে ৫০০ টাকা থেকে জিও গিগাফাইবার প্ল্যান শুরু হবে। অগাস্ট মাসে জিও গিগাফাইবারের রেজিস্ট্রেশান শুরু হয়েছিল। ইতিমিধ্যেই একাধিক রিপোর্ট থেকে জিও গিগাফাইবারের প্ল্যান সম্পর্কে জানা গিয়েছে। তবে কোম্পানির তরফ থেকে এখনো গিগাফফাইবারের প্ল্যান সম্পর্কে কিছু জানানো হয়নি। শুরুতে প্রিভিউ অফারে লঞ্চ হবে জিওর ব্রডব্যান্ড সার্ভিস। 100 Mbps স্পিডে মাসে 100GB ডাটা ব্যবহার করা যাবে। তিন মাস চলবে প্রিভিউ অফার। টেলিকম সার্ভিসের মতোই এই সার্ভিসের সাথে সব জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে শুরুতে ৪,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। এর সাথেই জিও নিয়ে আসছে একগুচ্ছ স্মার্টহোম সার্ভিস। জুন মাসে কোম্পানির বার্ষিক সাধারন সভায় ফাইবার বেসড ব্রডব্যান্ড কানেকশান Jio GigaFiber লঞ্চ

আল কায়েদা কম্যান্ডার জঙ্গি জাকির মুসা রয়েছে পঞ্জাবে, জারি হাই অ্যালার্ট

Image
রাজ্যে জঈশ ই মহম্মদ জঙ্গিদের একটি দল ঢুকেছে বলে পঞ্জাব পুলিশ সারা রাজ্যে সতর্কতা জারি করেছিল। ইন্টেলিজেন্স সূত্রে সেরকমই নির্দেশ এসেছিল। এবার জানা গিয়েছে, আল কায়েদা কম্যান্ডার জঙ্গি জাকির মুসাও নাকি রয়েছে পাঞ্জাবে। তাই তাকে ধরতেও জারি হয়েছে উচ্চ সতর্কতা। মুসা ঢুকেছে পঞ্জাবে আল কায়েদার কাশ্মীর ইউনিটের প্রধান মুসাকে ধরতে চেয়ে পঞ্জাবের নানা জায়গায় পোস্টার পড়েছে। খবর এসেছে ফিরোজপুর দিয়ে মুসা বেশ কয়েকজন জঈশ জঙ্গিকে সঙ্গে নিয়ে পঞ্জাবে ঢুকেছে।     এসএসপির বয়ান গুরদাসপুর এসএসপি সরণদীপ সিং জানিয়েছেন, ফিরোজপুর দিয়ে পঞ্জাবে বেশ কয়েকজন জঙ্গি প্রবেশ করেছে। তাই চারিদিকে সতর্কতা জারি হয়েছে। নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। পঞ্জাব পুলিশের কাছে নির্দিষ্ট করে তথ্য এসেছে মুসা অমৃতসরের আশেপাশে রয়েছে। তাই তাকে ধরতে পোস্টার সাঁটা হয়েছে। কেউ কোনও খোঁজ পেলে তা দিতে অনুরোধ করা হয়েছে। মোস্ট ওয়ান্টেড মুসা এই মুসা আল কায়েদার শাখা আনসার গাজওয়াত উল হিন্দের নেতা। বহুবার ফিঁদায়ে হামলা করার পরিকল্পনা সে করেছে। আগে হিজবুল মুজাহিদিনের সদস্য থাকলেও পরে সে আল কায়েদায় যোগ দেয়। কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি এই মুসা।

'চোখ মারা'য় এক যুবকের তিন বছরের জেল হল মহারাষ্ট্রে

Image
চোখ টেপা বা চলতি বাংলায় চোখ মারা যে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে তা বোধহয় আন্দাজ করতে পারেনি মহারাষ্ট্রের বীর জেলার পুরুষোত্তম বীর। তবে সেই অপরাধেই তিন বছরের জন্য তাকে কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। জানা গিয়েছে, পুরুষোত্তমের বয়স ২৪ বছর। চোখ মারা ও আড় চোখে নাবালিকা মেয়ের দিকে তাকানোয় তাকে মহারাষ্ট্রের মারাঠওয়াড়ার বীর আদালত সাজা শুনিয়েছে। ঘটনাটি ঘটে ২০১৭ সালের ২০ এপ্রিল। অভিযুক্ত পুরুষোত্তম বীরের তাকাল গহন এলাকার বাসিন্দা। সে রায়মোহার রাস্তায় ১৬ বছরের এক নাহালিকাকে চোখ মারে বলে অভিযোগ। একইসঙ্গে আড়চোখে নজর রাখারও অভিযোগ ওঠে। নাবালিকা ও তার পরিবার পটোদা থানায় লিখিত অভিযোগ জানায়। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (খ) ধারায় মামলা দায়ের করে। সাব-ইনস্পেক্টর অরুণ ডোঙ্গরে তদন্ত চালান। সাতজন সাক্ষী অভিযুক্তের বিরুদ্ধে বয়ান দেন। যা দেখে বিচারক অভিযুক্তকে ৫০০ টাকা জরিমানা ও তিন বছরের সাজা শোনান।

সার্ফ দিয়ে কলকাতায় তৈরি হচ্ছে দুধ! আর কী ভাবে তৈরি হয় জাল দুধ, জানুন

Image
'দুধ না খেলে হবে না ভালো ছেলে' বা 'দুধ-দুধ-দুধ-দুধ পিও রোজ গ্লাসফুল'- দুধ নিয়ে কত যে গান আর জিংঙ্গেল তৈরি হয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু দুধের নাম শুনলে মনে হয় না কেউ বলবে 'গিভ মি মোর'। কারণ, আমাদের নিত্য প্রয়োজনীয় এবং জীবেনর অবিচ্ছেদ অঙ্গ হয়ে যাওয়া দুধ তার বিশুদ্ধতাই হারিয়ে ফেলেছে। একটা সময় দুধে জল মিশিয়ে জাল-কারবার শুরু হয়েছিল। এখন দুধের সেই জাল-কারবার-এ আরও এত ধরনের জল মিশিয়ে দেওয়া হচ্ছে যে সে সব কাহিনি জানলে সাধারণ মানুষ দুধ খাওয়ার অভ্যাস ত্যাগ করে দিতে পারেন। সবচেয়ে বড় কথা গরুর বা মহিষের দুধ দিয়েই এই জাল কারবার চলছে তা নয়। কালোবাজারির দল বিভিন্ন ধরনের জিনিস মিশিয়েও তৈরি করে ফেলছে দুধ। যা দেখতে এবং খেতে একদম আসল দুধের মতো। উত্তরপ্রদেশএর বুন্দেল শহরে এমনই এক দুধের কালোবাজারির খবর বছর খানেক আগে ফাঁস করেছিল সর্বভারতীয় এক টেলিভিশন নিউজ চ্যানেল। তারা দেখিয়েছিল কী ভাবে তৈরি করা জাল দুধ। এমন এমন জিনিস দিয়ে সেই দুধ তৈরি হচ্ছে যার উপকরণের কথা জানতে পারলে চোখ কপালে তুলবেন। আর এই জাল দুধ বুন্দেলশহর থেকে চারদিকে ছড়িয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছিল এই প্রতিবেদনে। সবচেয়ে বড়

টি২০-তে এ বার সব পুরুষ ক্রিকেটারকে টপকে গেলেন মিতালি

Image
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেন মিতালি। পাকিস্তানের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরিতেই টপকে গিয়েছিলেন রোহিত শর্মাকে। ভারতীয়দের মধ্যে মহিলা-পুরুষ নির্বিশেষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন। আর বৃহস্পতিবার মিতালি রাজ টপকে গেলেন নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিলকে। টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষদের ক্রিকেটে সবচেয়ে বেশি রান রয়েছে গাপ্টিলের। ২২২৭১ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫১ রানের ইনিংসে মিতালি টপকে গেলেন তাঁকে। অর্থাত্, পুরুষদের ক্রিকেটে সর্বাধিক রানসংগ্রহকারীর চেয়েও এগিয়ে রইলেন তিনি। টি-টোয়েন্টিতে মিতালির রান এখন ২২৮৩। গাপ্টিলের চেয়ে ১২ রানে এগিয়ে তিনি। সার্বিক ভাবে এই ফরম্যাটে তিনি অবশ্য রান সংগ্রহকারীর তালিকায় চার নম্বরে। তিন মহিলা ক্রিকেটার সুজি বেটস  (২৯৬১ রান), স্টেপানি টেলর (২৬৯১ রান) ও শার্লটে এডওয়ার্ডসের (২৬০৫ রান) পিছনে রয়েছেন মিতালি। ২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এই নিয়ে সপ্তম হাফ-সেঞ্চুরি করে ফেললেন মিতালি। যা রেকর্ড। মহিলা-পুরুষ নির্বিশেষে এই বছরে কুড়ি ওভারের ক্রিকেটে এত হাফ-সেঞ্চুরি কেউ করেননি। এই বছরে মহিলাদের ক

মাতৃত্বকালীন ছুটিতে থাকা নারীকে ১৪ সপ্তাহের বেতনের ৫০ শতাংশ দেবে কেন্দ্র

Image
নয়াদিল্লিঃ মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধির কারণে কর্মক্ষেত্রে মহিলাদের কম নিয়োগের বেশ কিছু ঘটনার কথা সামনে এসেছে। এর ফলে মাতৃত্বকালীন ছুটিতে থাকা নারীকে ১৪ সপ্তাহের ছুটিতে থাকা প্রসূতি মহিলার ৫০ শতাংশ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্টের অধীনে মহিলাদের ১২ সপ্তাহের জন্য প্রদত্ত ছুটির কথা ঘোষণা করা হয়। ২০১৭ সালের মার্চে একটি সংশোধনীর মাধ্যমে তা ২৬ সপ্তাহের জন্য বাড়িয়ে দেওয়া হয়। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক সূত্রের খবর, সেস ফান্ড এবং শ্রমিকদের কল্যাণে তার ব্যবহার সম্পর্কিত লেবার স্ট্যান্ডিং কমিটির ২৮তম প্রতিবেদন অনুযায়ী, ৩২ হাজার ৬৩২.৯৫ কোটি টাকা সেস হিসাবে সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৩১ মার্চ ২০১৭ সালের মধ্যে ৭ হাজার ৫১৬.৫২ কোটি টাকা ব্যবহার করা হয়েছে। বাকি পরিমাণ টাকা মাতৃত্ব সুবিধার স্কিমের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রম মন্ত্রকের নির্দেশে টাকার পরিমাণের বণ্টন করবে রাজ্য সরকার জানান এক নারী ও শিশু কল্যাণ কর্মকর্তা। যে মহিলার বেতন মাসে ১৫ হাজার টাকা বা তার বেশি, তাঁরাই এই সুবিধা পাবেন। সরকারি পর্যায়ে একটি বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ

কাশ্মীরে নিরীহ নাগরিককে হত্যা করল জঙ্গিরা

Image
জঙ্গি কার্যকলাপে ফের উত্তপ্ত উপত্যকা৷ প্রথমে সাধারণ এক নাগরিককে অপহরণ করে জঙ্গিরা৷ শুক্রবার অপহৃতের দেহ উদ্ধার করা হয়৷ এই ঘটনায় নতুন করে চাপা উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার সোপিয়ানে৷  কোনও জঙ্গি সংগঠন এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি৷ শুক্রবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় স্থানীয় এক নাগরিকের দেহ উদ্ধার করা হয়৷ তাঁর দেহে মিলেছে একাধিক গুলির চিহ্ন৷ পুলিশের অনুমান, গুলি করেই খুন করা হয়েছে নিরীহ ওই নাগরিককে৷ নিহতের নাম নাদিম মনজুর৷ জানা গিয়েছে, তিনি দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সাফারাঙ্গির বাসিন্দা৷ প্রশ্ন উঠছে, কীভাবে সাফারাঙ্গির বাসিন্দা নাদিমের দেহ পুলওয়ামায় এসে পৌঁছল? সেনা সূত্রে খবর, গত ১৫ নভেম্বর তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জঙ্গিরা৷ আতঙ্কিত হয়ে পড়েন তাঁর পরিজনেরা৷ ওইদিন থেকে শুরু হয় খোঁজাখুঁজি৷ তাতেও পাওয়া যায়নি নাদিমকে৷ শুক্রবার সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পুলওয়ামায় নাদিমের দেহ উদ্ধার করা হয়৷ আগেই মৃতের পরিবারের লোকজনেরা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন৷ এদিন সকালে দেহ উদ্ধারের পর তাঁরাই নাদিমের দেহটি শনাক্ত করেন৷ কে বা কারা এই

খাস কলকাতায় তৈরি হচ্ছিল ভেজাল দুধ! হাতেনাতে গ্রেফতার তিন জন

Image
কারখানা থেকে উদ্ধার হওয়া ভেজাল দুধ। একটা বড় পাত্রে জল দিয়ে তাতে মিশিয়ে দেওয়া হচ্ছে ডিটারজেন্ট পাউডার। তার সঙ্গে মেশানো হচ্ছে প্যাকেট ভর্তি রাসায়নিক, তারপর মেশানো হচ্ছে অ্যারারুট। মিশছে আরও কিছু রাসায়নিক। ব্যস‌! আসল-নকল বোঝে আর কার সাধ্যি! এইভাবেই দীর্ঘদিন ধরে খাস কলকাতার বুকে রমরমিয়ে চলছিল ভেজাল দুধের কারবার। বৃহস্পতিবার রাতে সেই কারখানাতেই হানা দিল পুলিশ।হাতেনাতে ধরা পড়েছে তিন জন। মুচিপাড়া থানা এলাকার বৈঠকখানা রোড। এই ঠিকানাতেই এত দিন ধরে ভেজাল দুধ তৈরির কারখানা চলছিল। দামি ব্র্যান্ডের প্যাকেটে ভরে সেই দুধ আবার চলে যেত বিভিন্ন হোটেলে, বাড়িতে, দোকানে। এতদিন এই দুধইখাচ্ছিলেন মানুষ। সম্প্রতি গোপন সূত্রে পুলিশ এই কারখানার হদিশ পায়। বৃহস্পতিবার রাতে বৈঠকখানার রোডের ওই ঠিকানায় হানা দেয় মুচিপাড়া থানার পুলিশের একটি দল। কারখানার ভিতরে সে সময় তিন যুবক ছিল। তাদেরই হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে ৩৬০ লিটার ভেজাল দুধও। উদ্ধার হয়েছে দুধ তৈরির সামগ্রী। বিভিন্ন রাসায়নিক, অ্যারারুট এবং ডিটারজেন্ট পাউডারের মতো সামগ্রী।

তামিলনাড়ুতে প্রবল বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় Gaja

Image
চেন্নাই: আশঙ্কাকে সত্যি করে তামিলনাড়ুতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় Gaja. বৃহস্পতিবার এবং শুক্রবারের মাঝে, রাত ১.৪০মিনিট নাগদ তামিলনাড়ুর নাগাপট্টনমে ধাক্কা খেল এটি৷ এর প্রভাবে বায়ুর গতিবেগ ছিল ঘন্টায় ৯০-১০০ কিলোমিটার৷ ভারী বৃষ্টিপাতও শুরু হয়৷ এর ফলে নাগাপট্টনম এবং বেদারণয়মে প্রবল বৃষ্টিপাত হয়৷ বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে যায়, সেই সঙ্গে বায়ুর গতিবেগও বাড়তে থাকে৷ চেন্নাইয়ের আবহাওয়া দফতর জানায়, সমুদ্র পার করে ভূখণ্ডে এসে পড়েছে এই ঘূর্ণিঝড়৷ এর তীব্রতাকে মাথায় রেখে প্রায় ৬০-এরও বেশি মানুষকে ছয় জেলার ৩৩১ টি ত্রাণশিবিরে পৌঁছে দেওয়া হয়েছে৷ যে সব এলাকা দিয়ে এই ঘূর্ণিঝড় যাবে সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ ইতিমধ্যেই নাগাপট্টিনম, তিরুওয়ারুর, কুড্ডালোর এবং রামনাথপুরমসহ সাত জেলার সব স্কুল কলেজ বন্ধ করে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে৷ ভারতীয় নৌসেনা দক্ষিণ তামিলনাড়ু এবং পুদুচেরির সৈকতে সতর্কবার্তা জারি করেছে৷ নৌসেনা আধিকারিকরা জানান, জনগণকে বিপদের সময় সাহায্যের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

উত্তর ভারতে সক্রিয় জঙ্গি মুসা

Image
উনিশের লোকসভা নির্বাচনের আগে পাঞ্জাব-সহ উত্তর ভারতে বিভিন্ন অংশে নাশকতার ছক কষছে একাধিক জঙ্গি গোষ্ঠী৷ জইশের সঙ্গে একত্রে এই নাশকতা চালানোর পরিকল্পনা করছে আল-কায়েদা৷ গোয়েন্দা সূত্রে খবর, ভারতের ওই অংশে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে আল-কায়েদা কমান্ডার জাকির মুসা৷ একাধিক স্থানে তার গতিবিধি নজরে এসেছে গোয়েন্দাদের৷ জঙ্গি টার্গেটে রয়েছে উত্তর ভারতের আরএসএস-এর শাখাগুলি এবং আরএসএস কর্মীরা৷ সম্প্রতি পাঞ্জাবে অমৃতসরে চার-পাঁচ জন সঙ্গীর সঙ্গে নজরে এসেছে আল-কায়েদা কমান্ডার মুসা৷ এরপরেই তার ছবি দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে পুলিশ৷ মুসা-সহ অন্যান্য জঙ্গিদের খোঁজ করছেন গোয়েন্দারা৷ নভেম্বরের শুরুতেই একটি রিপোর্ট প্রকাশ করেন করা হয়৷ যাতে কার্যত ঘুম উড়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের৷ সূত্রের খবর, সেখানে বলা হয়েছে গত ২৬ অক্টোবর জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার কোনও গোপন স্থানে উপত্যকার জঙ্গিদের সঙ্গে বৈঠকে করেছে জাকির মুসা৷ সেখানে উপস্থিত ছিল কাশ্মীরে সক্রিয় জইশের সদস্যরা৷ ওই বৈঠকেই ঠিক হয়েছে যে, উনিশের আগে উত্তর ভারতে বড়সড় কোনও নাশকতা চালানো হবে৷ নয়াদিল্লিকে বড় ধাক্কা দিতেই এই উদ্যোগ৷

১ ডিসেম্বর অনশনের ডাক ট্রাক মালিক সংগঠনের

Image
কলকাতা : ওভারলোডিং ও পুলিশি জুলুমের প্রতিবাদে গতকাল রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন। ১ ডিসেম্বর গান্ধি মূর্তির পাদদেশে অনশনে বসার ডাক দিয়েছে তারা। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন-এর সম্পাদক সুভাষচন্দ্র বসু জানান, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েও কোনো ফল হয়নি। তাই এই অনশনে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে পুলিশি জুলুম সব থেকে বেশি। বর্ধমানে প্রতি মাসে ৭০,০০০ হাজার টাকা দিতে হয় পুলিশকে। পশ্চিম মেদিনীপুরের ৬০,০০০ টাকা ও হুগলিতে ২০,০০০ টাকা দিতে হয়। পুলিশকে এত টাকা দিয়ে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকার ২৫ শতাংশ ওভারলোডিং-র অনুমতি দিয়েছে। এরাজ্যে তা দ্রুত চালু করা হোক। এখন ১০ চাকার গাড়িতে ২৫ টন, ১২ চাকার গাড়িতে ২০ টন ও ১৪ চাকার গাড়িতে ৩০ টন মাল নেওয়ার অনুমতি আছে।" সুভাষচন্দ্রবাবু গতকাল বলেন, "হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, পরিবহনমন্ত্রী, মুখ্যমন্ত্রী সকলের কাছে আবেদন করেও কোনও ফল হয়নি। আজ ও আগামী দু'দিন জেলায়

কবে বের হবে PSC প্রিলির রেজাল্ট?

Image
কলকাতা : প্রিলিমিনারি পরীক্ষার পর প্রায় ৮ মাস কেটে গেছে। কিন্তু, এখনও প্রকাশিত হয়নি মিসলেনিয়াস-২০১৮-র ফলাফল। কবে হবে ফল প্রকাশ? পরীক্ষার্থীদের এই প্রশ্নের উত্তর অজানা পাবলিক সার্ভিস কমিশনের (PSC) চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্তরও। অন্যদিকে PSC দ্রুত ফল প্রকাশ না করলে পরীক্ষার্থীরা আন্দোলনের পথে হাঁটবেন বলে জানাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন মিসলেনিয়াস পদের জন‍্য এই পরীক্ষাটি পরিচালনা করে পাবলিক সার্ভিস কমিশন। ডিজ়াস্টার ম‍্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজ়াস্টার ম‍্যানেজমেন্ট অফিসার, ব্লক/মিউনিসিপ্যাল/বরো ইউথ অফিসার, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টরের মতো প্রায় ২০টি পদে নিয়োগের জন্য Miscellaneous Service Recruitment Examination হয়। এবছরের মিসলেনিয়াসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ২০১৮ সালের ৪ মার্চ। প্রায় ৫০০ শূন্যপদের জন‍্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু, প্রিলিমিনারি পরীক্ষার পর প্রায় ৮ মাস কেটে গেলেও এখনও প্রকাশিত হয়নি ফলাফল। ফলাফল প্রকাশের পর উত্তীর্ণদের দিতে হবে "মেইনস" পরীক্ষা। তাতে সফল হলে ইন্টারভিউ। কিন্তু, এখনও পর্যন্ত প্রিলিমিনারির ফলাফলই প্রকাশ

নতুন সাজে শিয়ালদা, থাকছে লিফট; শপিংমল ও ফুড কোর্ট

Image
কলকাতা : নতুনভাবে সাজিয়ে তোলা হবে শিয়ালদা স্টেশন। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে। জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র। আগামী ছ'মাস ধরে স্টেশনে সংস্কারের কাজ চলবে। স্টেশনের ২, ৩, ৪, ৪এ ও ৯সি প্ল্যাটফর্মগুলি উঁচু করা হবে। নতুন রেকের লোকাল ট্রেনগুলির জন্যই এই প্ল্যাটফর্মগুলি উঁচু করা হবে। এতে যাত্রীদের ট্রেনে ওঠা-নামায় সুবিধা হবে।  এছাড়া যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে স্টেশনে ছ'টি লিফট বসানো হবে। তৈরি হবে শপিং মল ও ফুডকোর্ট। ঢেলে সাজানো হবে টিকিট বুকিং কাউন্টারগুলি ও পার্কিং লট।

২১ লক্ষ বিছানা সংক্রান্ত জিনিস চুরি গিয়েছে ট্রেন থেকে

Image
তোয়ালে, বিছানার চাদর, কম্বল সহ ২১ লক্ষ জিনিস চুরি গেল ট্রেন থেকে। এমন ঘটনা ঘটেছে ট্রেনের এসি কামরাগুলিতে। জানা গিয়েছে, সব মিলিয়ে কোটি টাকার জিনিস চুরি গিয়েছে ২০১৭–১৮ সালে। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীরাই এই চুরি করেছে। শেষ অর্থবর্ষে ২১,৭২,২৪৬টি বিছানা সংক্রান্ত পণ্য যার মধ্যে ১২,৮৩,৪১৫টি হাত মোছার তোয়ালে, ৪,৭১,০৭৭টি চাদর এবং ৩,১৪,৯৫২টি বালিশের কভার চুরি গিয়েছে। এর পাশাপাশি ট্রেনের এসি কামরা থেকে ৫৬,২৮৭টি বালিশ এবং ৪৬,৫১৫টি কম্বলও চুরি হয়েছে। রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, '‌সব মিলিয়ে প্রায় ১৪ কোটি টাকার জিনিস চুরি হয়েছে।'‌ এমনিতেও নিয়মিতভাবে রেল বিভাগের কাছে শৌচালয়ের মগ, কল, ফ্লাশ পাইপ এবং আয়না চুরির অভিযোগ জমা পড়ে। রেল বিভাগের কাছে এতগুলি জিনিস কেনা এখন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এসি কামরায় যাঁরা যাতায়াত করেন তাঁরা বেশ অভিজাত হন। বর্তমানে এসি কামরার যাত্রীদের জন্য মোট ৩ লক্ষ বেডরোল পণ্য দেওয়া হয়। যার মধ্যে প্রত্যেক যাত্রীদের জন্য ২টি বিছানার চাদর, বালিশ এবং কম্বল বাধ্যতামূলক।  প্রত্যেক সফরের পর রেলের পক্ষ থেকে চুরি যাওয়া জিনিসের তালিকা তৈরি করে জমা দেও

শ্যালকের গলায় ব্লেড চালানোর অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে

Image
মালদাঃ ভাইয়ের গলায় ব্লেড চালানোর অভিযোগ এনে স্বামীর শাস্তি চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন এক গৃহবধূ। গৃহবধূর নাম পায়েল চৌধুরী। ঘটনাটি পুরাতন মালদার মঙ্গলবাড়ির খৈহাট্টার। জানা গিয়েছে, ভাইয়ের চোখের সামনে পায়েলের গায়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে তাঁকে মারার চেষ্টা করছিল জামাইবাবু। তা দেখে পায়েলকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে তাঁর ভাই। কিন্তু তখন শ্যালকের গলায় ব্লেড চালিয়ে গলার নলি কাটার চেষ্টা করল জামাইবাবু। আহত অবস্থায় শ্যালক মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। গৃহবধূ জানিয়েছেন, ছয় বছর আগে খৈহাট্টার বাসিন্দা সুমন চৌধুরীর সঙ্গে প্রেম করে বিয়ে হয় তাঁর। তাদের দুটি সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী পণের জন্য অত্যাচার করত। দফায় দফায় টাকা দিলেও স্বামীর অত্যাচার বন্ধ হয়নি। গত সোমবারও টাকা চেয়ে পায়েলকে মারধর করে এবং গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে তাঁর স্বামী। সেই সময় ঘটনাচক্রে পায়েলের ভাই রানা সিং সেখানে উপস্থিত ছিলেন। সে পায়েলকে বাঁচাতে গেলে সুমন, রানার গলা লক্ষ্য করে ব্লেড চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রানাকে হাসপাতালে ভরতি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। রানা সি

আইফোনের বিরুদ্ধে উঠল মারাত্মক এই অভিযোগ

Image
লঞ্চের পর থেকে বিতর্ক নতুন আইফোনের পিছিন ছাড়ছে না। এবার নতুন অভিযোগ উঠলো আইফোনের বিরুদ্ধে। সম্প্রতি একাধিক আইফোন গ্রাহক অভিযোগ তুলেছেন 'iCloud' অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে বাধ্য করছে অ্যাপেল। টুইটারে একাধিক গ্রাহক এই অভিযোগ তোলার পরে এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছে অ্যাপেল। যে সব গ্রাহকের অ্যাপেল আইডি লক বা ডিসেবেল হয়ে গিয়েছে সব গ্রাহককে টুইটারে যোগাযোগ করছে কুপারটিনোর কোম্পানিটি। তবে এই সমস্যার কারন জানায়নি অ্যাপেল। তবে এক রিপোর্টে জানানো হয়েছে সুরক্ষার কারনেই একাধিক অ্যাপেল আই পাসওয়ার্ড রিসেট করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে অ্যাপেল জানিয়েছিল কিছু আইফোন এক্স ফোনের ডিসপ্লেতে সমস্যা রয়েছে। ২০১৭ সালের ফ্ল্যাগশিপ আইফোনের ডিসপ্লের টাচে সমস্যা রয়েছে বলে জানিয়েছে অ্যাপলে। কোম্পানির অফিশিয়াল সাপোর্ট পেজে জানানো হয়েছে, "কিছু আইফোন এক্স গ্রাহক টাচে সমস্যার মুখোমুখি হচ্ছেন। ডিসপ্লের ভিতরে সমস্যার জন্য গ্রাহক এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।" আপনার আইফোন এক্স ফোনে এই সমস্যা রয়েছে কী না তা জানার সহজ উপায় দেখে নেওয়া যাক। আপনার আইফোন এক্স ফোনে এই সমস্যা রয়েছে কী না তা দুই ভাবে জানা যাবে ব

খাশোগি হত্যায় ১৭ সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আমেরিকার

Image
ইস্তানবুলে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের ১৭ জন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা।  খাশোগি হত্যায় এই প্রথম জোরদার পদক্ষেপ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিষিদ্ধ সৌদি নাগরিকদের তালিকায় রয়েছেন যুবরাজ মহম্মদ বিন সলমনের প্রাক্তন ঘনিষ্ঠ সহচর সাউদ আর-কাহতানি এবং তুরস্কের সৌদি কনসাল জেনারেল মহম্মদ আলোতাইবি। এছাড়াও তালিকায় রয়েছেন কাহতানির ঘনিষ্ঠ সহযোগী মাহের মুতরেব, যাঁকে যুবরাজ মহম্মদের মার্কিন ও ইউরোপ সফরের সময় একাধিক ফোটোতে দেখা গিয়েছে। গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ ও দুর্নীতি রোধে প্রণোদিত আন্তর্জাতিক ম্যাগনিট্‌স্কি মানবাধিকার দায় আইন অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার মার্কিন রাজস্ব সচিব স্টিভেন নিউচিন এক বিবৃতিতে জানিয়েছেন, 'আমেরিকায় বসবাস ও কর্মরত সাংবাদিককে যারা নিশানা ষড়যন্ত্র করে হত্যা করেছে, তাদের নিজেদের কৃতকর্মের জন্য কঠোর ফল ভোগ করতে হবে। রাজনৈতিক মতবাদী ও সাংবাদিকদের হিংসার নিশানা বানানো রুখতে সৌদি আরব সরকারকে যথাযথ পদক্ষেপ করতে হবে।' রিয়াধের বিরুদ্ধে এযাবত্‍ এমন কঠিন পদক্ষেপ করতে দেখা যায়নি আমেরিক

এই রেস্তোরাঁতে রোবট ‘জিনজার’ই আপনার ওয়েটার

Image
খাবারের ট্রে হাতে হাজির 'জিনজার'৷ বুঝলেন না তাই তো? ভাবছেন কে এই জিনজার? সম্প্রতি, নেপালের এক রেস্তোরাঁতে দেখা মিলেছে জিনজারের৷ তাও আবার নিপুণ ওয়েটারের ভূমিকায়৷ একদল ইয়াং উদ্ভাবনকারীই জন্ম দেয় উদ্ভাবনটির৷ তারপর, থেকেই তার ব্যস্ততা শুরু৷ প্রায় পাঁচ ফুটের জিনজার দুই ধরণের ভাষাই বোঝে, ইংরেজি এবং নেপালি৷ রাজধানী কাঠমান্ডুর নাউলো রেস্তোরাঁতেই আপাতত বাস জিনজারের৷ ২৫ জনের ইয়াং ইঞ্জিনিয়ারদের মিলিত প্রচেষ্টার ফল হিসেবেই সামনে আসে রোবট জিনজার৷ দলের এক অভিজ্ঞ ইঞ্জিনিয়ার জানাচ্ছেন, রোবট তৈরির কাজ সম্পূর্ণ করতে বেশ কয়েক মাস সময় লেগেছে৷ চার মাস বয়সী নাউলো রেস্তোরাঁতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া৷ খাবার মেনুই রেস্তোরাটির আকর্ষণ নয়৷ অনেকেই আবার রোবট দর্শনের আশায় ভিড় জমাচ্ছেন রেস্তোরাঁতে৷ আধুনিকতা রয়েছে রেস্তোরাঁটির পরতে পরতে৷ টেবিলে ফিট করা রয়েছে একটি টাচ স্ক্রিন মেনু কার্ড৷ যেখান থেকে নিজের মনের মত ডিস অর্ডার করতে পারবেন সাধারণ মানুষ৷ স্ক্রিন টাচের মাধ্যমেই দেওয়া যাবে অর্ডার৷ খাবার রেডি হলে রান্নাঘরে ডাকা হবে জিনজারকে৷ আর নির্দেশমত সে পরিবেশন করবে অর্ডার করা খাবার৷

টি-২০ বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত, আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে হরমনপ্রীতরা

Image
টিটোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে অনায়াসে হারিয়ে দিলেন দেশের প্রমীলারা। আরও অর্ধ শতরান করলেন উদ্বোধনী ব্যাটম্যান মিতালি রাজ। ৫২ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া।   বৃহস্পতিবার টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। দারুণ শুরু করেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। মিতালি রাজ করেন ৫৬ বলে ৫১ রান। আর এক উদ্বোধনী ব্যাটসম্যান স্মৃতি মন্ধানার ব্যাটে এল ২৯ বলে ৩৩ রান। এরপর জেমিয়া রডরিগেজ করেন ১৮ রান। এদিন বেশি রান করতে পারেননি অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৩ বলে ৭ রান করে আউট হন। নির্ধারিত ২০ ওভারে ওঠে ১৪৫। বলে রাখি, ৩ ও ৩৯ রানে মিতালি রাজের ক্যাচ ফস্কায় আয়ারল্যান্ড। আর তার খেসারত দিতে হল তাদের। আরও একবার ম্যান অব ম্যাচের ট্রফি নিয়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ।   লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিল আয়ারল্যান্ড। উদ্বোধনী ব্যাটসম্যান ক্লেয়ার শিলিংটন করেন ২৩ বলে ২৩। ইসোবেল জয়েস করেন ৩৩। কিন্তু তারপর থেকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েন আইরিশ প্রমীলারা। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেননি তাঁরা। ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে আয়ারল্যান

‌সূর্যের নিকটতম নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সুপার আর্থ

Image
সূর্যের সব থেকে কাছের একক নক্ষত্র বার্নার্ডস্‌ স্টারকে প্রদক্ষিণ করছে সুপার আর্থ বা পৃথিবী থেকে ৩.‌২গুণ বড় একটি গ্রহ। অভাবনীয় এই মহাজাগতিক বিস্ময় আবিষ্কার করে স্বভাবতই উচ্ছ্বসিত জ্যোতির্বিজ্ঞানীরা। বার্নার্ডস্‌ স্টার রয়েছে পৃথিবী থেকে মাত্র ৬ আলোকবর্ষ দূরে, যা ছায়াপথ অনুসারে বাড়ির পিছনের বাগানের দূরত্ব। গ্রহটির নাম বিজ্ঞানীরা দিয়েছেন বার্নার্ডস্‌ স্টার বি। নিস্তেজ আলোয় ভরা অত্যন্ত শীতল এই গ্রহ নিজের নক্ষত্র বার্নার্ডস্‌ স্টারকে ২৩৩ দিনে সম্পূর্ণ প্রদক্ষিণ করে। বিজ্ঞানীরা বলছেন, নক্ষত্রের খুব কাছে থাকলেও, পৃথিবী সূর্যের কাছ থেকে যা আলো পায় তার থেকে দুই শতাংশেরও কম আলো পায় বার্নার্ডস্‌ স্টার বি। ফলে গ্রহের তাপমাত্রা হিমাঙ্কের ১৭০ ডিগ্রি সেলসিয়াস নিচে। সেজন্য বার্নার্ডস্‌ স্টার বি–তে প্রাণ সঞ্চার সম্ভব নয়। বিজ্ঞানী ইগনাসি রিবাস জানাচ্ছেন, এত শীতলতার ফলে গ্রহে তরল জল নেই। জল থাকলেও তা গ্যাস বা বরফের আকারে রয়েছে। প্রায় ২০ বছর ধরে ডপলার এফেক্ট নামে বিশেষ ধরনের প্রযুক্তি এবং যন্ত্রপাতির সাহায্যে বার্নার্ডস্‌ স্টার এবং তার গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই নক্ষত্র মহাকাশে ঘণ্টায় পাঁচ লক্ষ ক

কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার বিরুদ্ধে ফের জোর সওয়াল রাজ্যের

Image
রাজ্য প্রশাসনিক ট্রাইবুনালে (স্যাট) আপাতত শেষ হল মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি। রাজ্য সরকারি কর্মীদেরও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার যে দাবি কর্মী সংগঠনগুলি তুলেছে, তার বিপক্ষে বৃহস্পতিবার ফের জোর সওয়াল করলেন রাজ্যের আইনজীবী। কেন্দ্র এবং রাজ্যের কর্মীদের চাকরির শর্ত বা দায়দায়িত্ব আলাদা, তাই এই হারে ডিএ দেওয়ার বাধ্যবাধকতা নেই। ট্রাইবুনালে এ দিন এমনই বলেছে রাজ্য সরকার। তবে স্যাটের বেঞ্চ সে যুক্তি মানতে রাজি হয়নি। নিজেদের বক্তব্যের সমর্থনে নথি জমা দিক সরকার— সরকারি আইনজীবীকে এমনই নির্দেশ দিয়েছে দুই সদস্যের বেঞ্চ। হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, ডিএ সরকারের দয়ার দান নয়, কর্মীদের অধিকার। তবে কী হারে বা বছরে কত বার ডিএ দেওয়া হবে, সে বিষয়ে স্যাটকেই সিদ্ধান্ত নিতে হবে নেবে বলে হাইকোর্ট জানিয়েছিল। দু'মাসের মধ্যে মামলার নিষ্পত্তির নির্দেশও দিয়েছিল। কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে মামলা ফিরে যায় স্যাট-এ। বিচারপতি আর কে বাগ এবং সুবেশ দাসের বেঞ্চে বুধবার এবং বৃহস্পতিবার মামলাটির শুনানি হয়েছে। সেই শুনানির দ্বিতীয় দিনে রাজ্য সরকারের আইনজীবী অপূর্বলাল চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়া

সরকারি প্যাকেজ ছেড়ে আন্দোলনে নামুন, মাওবাদী নেতা আকাশের খোলা চিঠি জঙ্গলমহলে

Image
লালগড় আন্দোলনের কোনও কোনও জায়গায় বন্দুক রাজনীতির নিয়ন্ত্রকে পরিণত হয়েছিল। দীর্ঘ দিন পর নীরবতা ভেঙে জঙ্গলমহলের মানুষের কাছে লালগড় আন্দোলনের ভুল স্বীকার করে খোলা চিঠিতে বার্তা দিলেন মাওবাদী নেতা আকাশ। কিষেণজির মৃত্যুর পর এই প্রথম সরাসরি জঙ্গলমহলের মানুষের উদ্দেশে কোনও বার্তা পাঠালেন সিপিআই (মাওবাদী) নেতৃত্ব। এই চিঠি ইতিমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে মানুষের হাতে পৌঁছেছে। জঙ্গলমহলের লড়াকু জনগণ এবং পার্টি কর্মীদের প্রতি ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র আবেদন শীর্ষক এই তিন পাতার চিঠিতে শুরুতেই আত্মসমালোচনা করেছেন আকাশ। বর্তমানে তিনি মাওবাদীদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। তিনি আত্মসমালোচনা করে বলেছেন, দীর্ঘ সাত বছর জঙ্গলমহলের মানুষের থেকে বিচ্ছিন্ন থাকার জন্য। ওই চিঠিতে আকাশ বলেছেন, "লালগড় আন্দোলনের পরিচালনায় আমাদের কিছু ভুলভ্রান্তি থেকেছে। যার ফলস্বরূপ শত্রুপক্ষের এমন কিছু মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা না নিয়েও প্রতিরোধ করা যেত।" আকাশ স্বীকার করেছেন যে ওই অনাবশ্যক হত্যা এড়াতে ব্যর্থ হওয়ায় সমর্থকদের একাংশ সংগঠনের কাজে ক্ষুব্ধ হয়েছেন। চিঠিতে ওই