তামিলনাড়ুতে প্রবল বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় Gaja


চেন্নাই: আশঙ্কাকে সত্যি করে তামিলনাড়ুতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় Gaja. বৃহস্পতিবার এবং শুক্রবারের মাঝে, রাত ১.৪০মিনিট নাগদ তামিলনাড়ুর নাগাপট্টনমে ধাক্কা খেল এটি৷ এর প্রভাবে বায়ুর গতিবেগ ছিল ঘন্টায় ৯০-১০০ কিলোমিটার৷ ভারী বৃষ্টিপাতও শুরু হয়৷

এর ফলে নাগাপট্টনম এবং বেদারণয়মে প্রবল বৃষ্টিপাত হয়৷ বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে যায়, সেই সঙ্গে বায়ুর গতিবেগও বাড়তে থাকে৷

চেন্নাইয়ের আবহাওয়া দফতর জানায়, সমুদ্র পার করে ভূখণ্ডে এসে পড়েছে এই ঘূর্ণিঝড়৷ এর তীব্রতাকে মাথায় রেখে প্রায় ৬০-এরও বেশি মানুষকে ছয় জেলার ৩৩১ টি ত্রাণশিবিরে পৌঁছে দেওয়া হয়েছে৷ যে সব এলাকা দিয়ে এই ঘূর্ণিঝড় যাবে সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷

ইতিমধ্যেই নাগাপট্টিনম, তিরুওয়ারুর, কুড্ডালোর এবং রামনাথপুরমসহ সাত জেলার সব স্কুল কলেজ বন্ধ করে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে৷ ভারতীয় নৌসেনা দক্ষিণ তামিলনাড়ু এবং পুদুচেরির সৈকতে সতর্কবার্তা জারি করেছে৷ নৌসেনা আধিকারিকরা জানান, জনগণকে বিপদের সময় সাহায্যের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷