Posts

Showing posts from January 8, 2019

স্ত্রীর পা না বিষাক্ত সাপ? ভুল ভাঙল ব্যাট দিয়ে মারার পর...

Image
ফ্যাশনের চূড়ান্ত শখ মহিলার। সেই শখই শেষে কাল হয়ে গেল। সাপের খোলসের মতো স্টকিং কিনে এনে সেটি পরেছিলেন মহিলা। স্বামী সেটিকে সাপ ভেবে ভয়ে মরে শেষে দিলেন ব্যাটের বারি। মহিলার পা গিয়েছে ভেঙে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির রোল ওঠে। নেটিজেনদের অনেকে আবার দুঃখপ্রকাশও করেছেন। আসল ঘটনাটি ঠিক কী? অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই মহিলা সাপের চামড়ার মতো একটি স্টকিং কিনে নিয়ে আসেন। পা পর্যন্ত ঢাকা এক ধরনের পোশাক স্টকিং। সেটা পরে সারা দিন নানা ছবিও তোলেন। পোশাকটি এতই পছন্দের ছিল যে মহিলা সেটা পরেই রাতে শুয়ে পড়েন। গায়ে চাদর ঢাকা দেওয়া ছিল তাঁর। তবে পা দুটো চাদরের বাইরেই ছিল। মহিলার স্বামী ফিরে এসে শোয়ার ঘরে ঢুকেই চমকে যান। শোয়ার ঘরে টিম টিম করে আলো জ্বলছিল। সেই কম আলোতেই তাঁর স্ত্রীর পা দুটোকে ভেবেছিলেন সাপ। বিন্দুমাত্র দেরি না করে, ঘরের কোণেই রাখা বেসবলের ব্যাট দিয়ে প্রচন্ড জোরে আঘাত করেন স্ত্রীর পা দুটোর উপর। স্ত্রী যন্ত্রণায় চিত্কার করে উঠতেই ভুল ভাঙে তাঁর। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। পা ভেঙে যায় মহিলার। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নানা রকম প্রতিক্রিয়া আসে।

গ্রুথ ফিনান্স মিশছে বন্ধন ব্যাংকের সঙ্গে

Image
কলকাতা: কিছুদিন আগেই রিজার্ভ ব্যাংক ফরমান জারি করেছিল বন্ধনের প্রোমোটারের অংশীদারি কমানোর৷ সেই পথে এগোতে এবার গৃহঋণ সংস্থা গ্রুহ ফিনান্স বন্ধন ব্যাংকের সঙ্গে মিশে গেল৷ কারণ শেয়ার বিনিময়ের মাধ্যমে হবে এই অধিগ্রহণ৷ এই পদক্ষেপের ফলে বন্ধন ব্যাংকের প্রোমোটারের অংশীদারিত্ব নেমে আসছে ৬১ শতাংশে৷ তবে রিজার্ভ ব্যাংকের নিময় অনুসারে প্রোমোটারদের এর পরেও ২১ শতাংশ শেয়ার ছাড়তে হবে৷ বন্ধন ব্যাংকের কর্তা চন্দ্রশেখর ঘোষ জানিয়েছেন, এই বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ '' ২ টাকা মূল দামের প্রতি ১,০০০টি গ্রুহর শেয়ারের বিনিময়ে বন্ধন ব্যাংকের ১০ টাকা মূল দামের ৫৬৮টি ইকুইটি শেয়ার দেওয়া হবে। গ্রুহর সিংহ ভাগ শেয়ার আছে গৃহঋণ সংস্থা এইচডিএফসির হাতে। বন্ধনের সঙ্গে গ্রুহ ফিনান্স মেশার জন্য সংস্থা দু'টির মধ্যে শেয়ার বিনিময়ের যে অনুপাত ঠিক হয়েছে, তাতে এইচডিএফসির হাতে আসবে বন্ধনের ১৫% শেয়ার এবং বাকি ৬% যাবে অন্য শেয়ারহোল্ডারদের কাছে। অন্যদিকে গ্রুহ মূলত কম খরচের বাড়ি তৈরির জন্য ঋণ দেওয়ার সংস্থা হিসেবে যারা পরিচিত। ফলে এই দুই সংস্থার মিশে যাওয়ায় গৃহঋণ বাজারে ব্যবসার বিস্তার ঘটবে৷ তাছ

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ায় বিরাট পুরস্কার বোর্ডের

Image
মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট সাফল্যের পুরস্কার পেল কোহলি অ্যান্ড কোং৷ বিরাটদের আর্থিক পুরস্কারে সম্মানিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ ক্রিকেটাদের পাশাপাশি কোচ এবং সাপোর্ট স্টাফদের জন্যেও আর্ধিক পুরস্কার ঘোষণা করে বিসিসিআই৷ সোমবার সিডনিতে ইতিহাস সৃষ্টি করে ভারতীয় দল৷ এসসিজি-তে সিরিজের শেষ টেস্ট ড্র হলেও চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ হারায় বিরাটবাহিনী৷ অ্যাডিলেড ওভাল ও মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে ২-১ এগিয়ে থেকেই সিডনিতে শেষ টেস্ট খেলতে নেমেছিল ভারত৷ এসসিজি-তে চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্তের দুরন্ত ব্যাটিংয়ে সাত উইকেটে ৬২২ রান তুলে ভারত ডিক্লেয়ার্ড দেওয়ার পর অস্ট্রেলিয়াকে ফলো-অন করায় টিম কোহলি৷ ৩০০ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া৷ প্রথম ইনিংসে ৩২২ রানে পিছিয়ে থেকে ফলো-অন করে অজিবাহিনী৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৬ রান তোলার পর বৃষ্টিতে খেলা ভেস্তে৷ যায়৷ সোমবার ম্যাচের শেষ দিন বাইশ গজে একটিও বল গড়ায়নি৷ ভারতীয় সময় সকাল ৯টার সময় ম্যাচের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ার৷ সেই সঙ্গে অজিভূমে ইতিহাস সৃষ্টি করে ভারত৷

বনধকে উপেক্ষা করে অফিসে সরকারি কর্মীদের হাজিরা ১০০ শতাংশ

Image
কলকাতাঃ  কেন্দ্রীয় বাম সমর্থিত শ্রমিক সংগঠন গুলির ডাকে ৪৮ ঘণ্টার বনধ চলছে। তবে বনধের প্রথমদিনে বিশেষ প্রভাব দেখা যায়নি মহাকরন, নবান্ন সহ একাধিক সরকারি দফতরে। অন্যান্য দিনের মতোই যথেষ্ট কর্ম ব্যস্ততা ছিল সমস্ত দফতরে। জানা গিয়েছে, নবান্ন, মহাকরন সহ অন্যান্য সরকারি দফতরে সরকারি কর্মীদের হাজিরা ছিল ৯০ শতাংশেও বেশি। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর রয়েছে যেমন ভূমি রাজস্ব দফতর পুনর্বাসন এবং নগর উন্নয়ন দফতর, সেচ দফতর,আইন ও বিচার বিভাগ ও শ্রম দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরে ১১ টার মধ্যেই পৌঁছে যান কর্মীরা। শুধু কর্মীরাই নয়, মন্ত্রীরাও ঠিক সময়ে নিজেদের দফতরে পৌঁছে যান। একাধিক দাবিতে ৪৮ ঘন্টার ধর্মঘট চলছে। বনধের প্রথমদিনে যাতে অফিস যেতে সমস্যা হতে পারে। সেই আশঙ্কায় রাত থেকেই মহাকরন, নবান্ন সহ সমস্ত সরকারি দফতরে থেকে যান কর্মীরা। সেখানেই থাকেন খাওয়া-দাওয়া করেন। আর আজ মঙ্গলবার সকালে নির্দিষ্ট সময় তারা তাদের কাজ শুরু করে দেন। তবে সরকারি কর্মীরা একাংশ যারা সকাল সকাল অফিসে ঢুকে যাবেন বলে মনে করেছিলেন তাদের অনেকেই অফিস আসতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ সকালের দিকে বহু জায়গায় ট্রেন অবরোধ, বাস রকোর জেরে সমস

ধর্ষণের অভিযোগ, জামিনে ছাড়া পাওয়ার পর কী বললেন আলোকনাথ?

Image
বি-টাউনে যখন #MeToo ঝড়ে উঠে আসছে একাধিক অভিনেতার নাম। আর এই তালিকায় রয়েছে জনপ্রিয় অভিনেতা আলোকনাথের নামও। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামালা রুজু করা হয় এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে আপাতত তিনি আগাম জামিনে মুক্ত রয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা এই যৌন হেনস্থার অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন আলোকনাথ। অভিনেতা অবশ্য এবিষয়ে বিশেষ কিছুই বলতে চাননি। IANS-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি শুধু বলেন, ''এই কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য আমার স্ত্রী আশুকে ধন্যবাদ। আদালতের নির্দেশের উপরই নির্ভর করছে আমারা এই মামলায় কী পদক্ষেপ করব। আদালত ও আমার আইনজীবী আমাকে চুপ থাকার জন্য বলেছে। আমি সেই কথা মেনেই চুপ রয়েছি। হয়ত দু-একটা কথা রাগে বের হয়ে এসেছে। তবে মোটের উপর আমি চুপই রয়েছি। আর আমি এবিষয়ে বিশেষ কিছু এখনই বলতেও চাই না। এই মুহূর্তে আমার কোনও মন্তব্য করা ঠিক নয়। যখন আমার বলা ঠিক হবে, আমি তখনই বলবো। তবে আমি আগাম জামিন পেয়েছি, এজন্য কৃকজ্ঞ। '' প্রসঙ্গত, আলোকনাথের বিরুদ্ধে যোন হেনস্থার অভিযোগ এনেছেন খ্যাতনামা এক লেখিকা তথা প্রযোজক। গত ৮ অক্টোবর ফেসবুকে প্রথম মুখ খোলেন তিনি। তাঁর অভিযোগ ছিল ১৯ বছর আগে তি

‌আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ ভারতীয় গীতা গোপীনাথ

Image
ফের বিশ্বমঞ্চে ভারতীয় মহিলার জয়জয়কার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফ–এর প্রধান অর্থনীতিবিদ হলেন কর্নাটকের গীতা গোপীনাথ। মহিলা হিসেবে তিনিই প্রথম এই পদে বসলেন।  হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সমাজ এবং অর্থনীতির অধ্যাপক, ৪৭ বছরের গীতা আদতে মাইসুরুর মেয়ে। গত ৩১ ডিসেম্বর মরিস অবস্ট্‌ফেল্ড অবসর নেওয়ার পর দায়িত্বভার গ্রহণ করেছেন গীতা। আইএমএফ–এর এমডি ক্রিশ্চিয়ান ল্যাগার্ডে গীতাকে বিশ্বের অন্যতম সেরা অর্থনীতিবিদ, অসাধারণ শিক্ষাগতযোগ্যতা, বুদ্ধিমত্তা দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এক ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন। গীতা মনে করছেন, আজকের যুগে একাধিক অর্থনৈতিক সংস্থার ভিড়ে বিশ্বায়ন পিছিয়ে পড়ছে। সেই সমস্যা মোকাবিলা করাই সব থেকে বড় চ্যালেঞ্জ আইএমএফএর কাছে বলে মনে করছেন গীতা। সেকারণে তাঁর আশা, আইএমএফকে বিশ্ব অর্থনীতিতে নীতি বিষয়ক সমস্যায় বুদ্ধিদীপ্ত অবস্থান নিতে সাহায্য করতে পারবেন তিনি।

জিও ব্রাউজারের হাত ধরে বাংলায় ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা পেল বাঙালি

Image
স্মার্টফোনের জন্য নতুন ব্রাউজার অ্যাপ্লিকেশান নিয়ে এল জিও। আটটি প্রাদেশিক ভাষায় এই ব্রাউজার ব্যবহার করা যাবে। এর মধ্যে অন্যতম বাংলা। শুধুমাত্র অ্যানড্রয়েড স্মার্টফোনে জিও ব্রাউজার ব্যবহার করা যাবে। এতদিন ব্রাউজারের সব ফিচার ইংরাজিতে ব্যবহার করতে বাধ্য হলেও অবশেষে বাংলায় ব্রাউজার ব্যবহারের স্বাধীনতা পাবে বাঙালি। জিও ব্রাউজার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্যে নজর দেওয়া যাক। ১। শুধুমাত্র অ্যাজড্রয়েড গ্রাহকরা জিও ব্রাউজার ব্যবহার করতে পারবেন। ২। ইতিমধ্যেই প্লে স্টোর থেকে ১০ লক্ষের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ। ৩। জিও ছাড়াও অন্যান্য নেটওয়ার্কের গ্রাহকরা জিও ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। ৪। আইফোনে এই অ্যাপ কবে পৌঁছাবে জানানো হয়নি। ৫। জিও জানিয়েছে, "এই প্রথম ভারতীয়দের কথা মাথায় রেখে কোন ব্রাউজার ডিজাইন করা হয়েছে।" ৬। আটটি আলাদা ভাষায় জিও ব্রাউজার ব্যবহার করা যাবে। ৭। 'সেটিংস' এ গিয়ে 'চেঞ্জ ল্যাঙ্গুয়েজ' থেকে নিজের পছনের ভাষা সিলেক্ট করে 'ওকে' প্রেস করে দিতে হবে। ৮। মাত্র 4.8MB সাইজের এই অ্যাপ ফোনে খুব কম জায়গা নষ্ট করবে। ৯। ব্রাউজারের হোম পে

অতি-ধনীরা ৬০-৭০% কর দিন, চান আলেকজ়ান্দ্রিয়া

Image
আলেকজ়ান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ। শপথ নেওয়ার দিন থেকেই চর্চায় রয়েছেন তিনি। এ বার আমেরিকার অতি-ধনীদের ('আল্ট্রা রিচ') উপরে ৬০-৭০ শতাংশ কর চাপানোর প্রস্তাব দিয়ে ফের শিরোনামে মার্কিন কংগ্রেসের তরুণতম সদস্যা আলেকজ়ান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ। কঠিন পরিশ্রম করে রোজগার  করতে হত বাবা-মাকে— নিউ ইয়র্কের ২৯-এর তরুণী সেটা দেখেই বড় হয়েছেন। প্রচারের সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোও ভোলেননি। আয়কর প্রসঙ্গে তাই একটি মার্কিন চ্যানেলকে বলেছেন, ''ওদের যথেষ্ট পরিমাণ কর দেওয়া উচিত।'' রাষ্ট্রপুঞ্জের পরিবেশ প্রকল্পের সবুজ নয়া চুক্তির ('গ্রিন নিউ ডিল') আওতায় রাখা হচ্ছে প্রস্তাবিত এই শুল্ক পরিকল্পনাকে। ডেমোক্র্যাটিক সদস্যা, যিনি এখন জনপ্রিয় তাঁর টুইটার-পরিচয় 'এওসি' (নামের আদ্যক্ষর) দিয়ে, চাইছেন অতি-ধনীদের থেকে আদায় করা করের ওই অর্থ 'সবুজ নয়া চুক্তি'তে ঢালতে। এই চুক্তির লক্ষ্য ২০৩০-র মধ্যে কার্বন নিঃসরণ একেবারে বন্ধ করে দেওয়া।  মার্কিন চ্যানেলে আলেকজ়ান্দ্রিয়ার প্রস্তাব, ''মাসে ০-৭৫ হাজার ডলার যাঁর রোজগার, ধরুন ১০-১৫ শতাংশ আয়কর দেবেন তিনি। এর পরে যদি আপনি

বিরল ভিন গ্রহের হদিশ! মিলতে পারে জলও, দাবি বিজ্ঞানীদের

Image
ভিন গ্রহ 'কে-২-২৮৮বিবি'। ভিন গ্রহের ভিন মুলুকে প্রাণের হদিশ পাওয়ার আশা ফের জোরালো হল। খোঁজ মিলল কিছুটা অন্য ধরনের একটি ভিন গ্রহের। যা আকারে পৃথিবীর প্রায় দ্বিগুণ। আর আমাদের নেপচুন গ্রহের অর্ধেক। সেই ভিন গ্রহটি রয়েছে তার নক্ষত্র থেকে এমন একটি দূরত্বে, যাকে বলে 'হ্যাবিটেব্‌ল জোন' বা বাসযোগ্য এলাকা। যেখানে জলের তরল অবস্থায় থাকার সম্ভাবনা থাকে যথেষ্টই। এ বার ওই ভিন গ্রহে যদি বায়ুমণ্ডলের অস্তিত্বেরও প্রমাণ মেলে, তা হলে সেই মুলুকে প্রাণের হদিশ পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হবে। সিয়াট্‌লে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২৩৩তম বৈঠকে, সোমবার ওই নজরকাড়া আবিষ্কারের ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে নাসার কেপলার টেলিস্কোপের পাঠানো তথ্যাদিই ওই ভিন গ্রহটির খোঁজখবর দিয়েছে। ভিন গ্রহটির নাম দেওয়া হয়েছে, 'কে-২-২৮৮বিবি'। রয়েছে আমাদের থেকে ২২৬ আলোকবর্ষ দূরে। 'টরাস' নক্ষত্রপুঞ্জে। আমাদের সূর্যের চেয়ে আকারে অনেক ছোট, অনেক হাল্কা আর প্রায় 'টিমটিম' করে জ্বলা একটি তারাকে এক বার কক্ষপথে প্রদক্ষিণ করতে ভিন গ্রহটি সময় লাগে ৩১.৩ পার্থিব দিন। মানে, আমাদের ৩১ দিনের মাস পেরনোর প

‌কাঠুযায় আটক অস্ত্র ও বিস্ফোরক বোঝাই ট্রাক, গ্রেপ্তার হিজবুলের দুই লিঙ্ক ম্যান

Image
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনকে অস্ত্র সরবরাহ করাই ছিল মূল উদ্দেশ্য। আগাম খবর পেয়ে কাঠুয়ায় তল্লাশি শুরু করে জন্মু–কাশ্মীর পুলিস। গন্তব্যে পৌঁছনোর আগেই অস্ত্র বোঝাই ট্রাকটিকে আটক করা হয়। তাতে উদ্ধার হয়েছে বিপুল পরিমান অস্ত্র এবং বিস্ফোরক। হিজবুল জঙ্গিদের অস্ত্র সরবরাহ করার জন্য যাচ্ছিল ট্রাকটি। গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। একজনের নাম নিসার আহমেদ এবং অপর জনের নাম আকিব। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুলের লিঙ্ক ম্যান বলে মনে করা হচ্ছে। ট্রাকটিতে প্রায় ৭১,০০০ টাকা মূল্যের অস্ত্র রয়েছে বলে জানিয়েছেন কাঠুয়ার পুলিস সুপার শ্রীধর পাটিল। তিনি জানিয়েছেন চেকপয়েন্ট থেকে খবর দেওয়া হয়েছিল পুলিসকে। তারপরেই লখনপুর থানা থেকে পেট্রোলিং পার্টি পাঠিয়ে আটক করা হয় ট্রাকটিকে। পাঞ্জাব থেকে আসছিল ট্রাকটি। যে দুই লিঙ্কম্যানকে গ্রেপ্তার করা হয়েছে তারা পুলওয়ামার অবন্তীপুরা জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অবন্তিপুরার ত্রালে গত বৃহস্পতিবার তিন জঙ্গিকে খতম করেছিল পুলিস এবং সেনাবাহিনী।

উপস্থিতি স্বাভাবিক! ৪৮ ঘন্টার ধর্মঘটে সচল আইটি সেক্টর

Image
আইটি সেক্টর সল্টলেকের সেক্টর ফাইভে সকাল থেকেই উপস্থিতির হার স্বাভাবিক। যাঁরা  সকালের ডিউটিতে এসেছেন, তাঁরা  সবাই বলছেন রাস্তায় কোনও বাধা পাননি তাঁরা। বরং অন্যদিনের থেকে রাস্তা ফাঁকা থাকায় অফিসে পৌঁছে গিয়েছে তাড়াতাড়ি। সেক্টর ফাইভের অন্যতম ব্যস্ত এলাকা কলেজ মোড়। অন্যদিনের মতো সেখানে সারি দিয়ে গাড়ি দাঁড়াতে দেখা গিয়েছে সকাল থেকেই। সেইসব গাড়ি থেকে নামা ওঠার বিরাম নেই যাত্রীদের। যেসব কর্মী বাড়ি ফিরে যাচ্ছেন, তাঁদের আশা বাড়ি ফিরতে কোনও অসুবিধা হবে না। আর যাঁরা অফিসে আসছেন, তাঁরা খুবই খুশি, রাস্তা অন্যদিনের তুলনায় ফাঁকা থাকায় তাড়াতাড়ি অফিসে আসতে পেরে।

ক্যানসারে ভুগছেন হৃতিকের বাবা, পরিচালক রাকেশ রোশন

Image
মুম্বই: হৃতিক রোশনের বাবা ও নামী পরিচালক রাকেশ রোশনের গলায় ক্যানসার ধরা পড়েছে। তবে স্বস্তির কথা, তা এখনও প্রাথমিক স্তরে। হৃতিক নিজেই এ কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে এ খবর দিয়েছেন হৃতিক। বলেছেন, তাঁর বাবার শিগগিরই অস্ত্রোপচার হবে। বাবাকে মানসিকভাবে সবথেকে শক্তিশালী ব্যক্তি জানিয়ে বলিউডের অন্যতম সেরা নায়ক বলেছেন, ক্যানসারের সঙ্গে যুদ্ধের জন্য তাঁদের পরিবার পুরোপুরি তৈরি। বাবার সঙ্গে জিমে শারীরিক কসরতের একটি ছবিও পোস্ট করেছেন তিনি, বলেছেন, বাবা অস্ত্রোপচারের দিন জিমে যেতে পারবেন না। হৃতিকের আজকের হৃতিক রোশন হয়ে ওঠার পিছনে রাকেশ রোশনের বিরাট অবদান রয়েছে। তাঁর প্রথম ছবি কহো না পেয়ার হ্যায় থেকে কোই মিল গ্যয়া, কৃষ সিরিজ, কাবিল- সবই রাকেশের নির্মাণ। তাঁদের পরিবারে অবশ্য ক্যানসারের ইতিহাস রয়েছে, হৃতিকের দিদি সুনয়নারও বছর কয়েক আগে জরায়ুর ক্যানসার ধরা পড়ে, তবে তিনি সেরে উঠেছেন। রাকেশ নিজেও বেশ কিছু হিট ছবির নায়ক, রেখার সঙ্গে তাঁর জুটি এক সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। খুদাগর্জ, খুন ভরি মাঙ্গ, করণ অর্জুন-এর মত হিট ছবি পরিচালনা করেছেন তিনি।

ভারত বনধের দিন 'জয়েন্ট এন্ট্রান্স' পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের

Image
বামেদের ডাকা ভারত বনধে যাতে জয়েন্ট পরীক্ষার্থীরা অসুবিধায় না পড়েন তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্যসরকার। এদিন ধর্মঘটে যাতে কোনও পরিস্থিতিতেই জয়েন্ট পরীক্ষার্থীরা অসুবিধায় না পড়েন তার জন্য বিশেষ পরিবহন ব্য়বস্থার আয়োজন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের রাজ্যসরকার। কোনওভাবে যদি কোনো জয়েন্ট পরীক্ষার্থী সমস্যায় পড়েন রাস্তাঘাটে তাহলে তাঁকে সাহায্যে এগিয়ে আসবে প্রশাসন। এমনই দাবি করেছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য রাজ্যসরকার ২,২০০ বাস কলকাতার রাস্তায় চালু করার ঘোষণা আগেই করেছিল রাজ্যসরকার। এছাড়াও ৩০ শতাংশ বাড়তি বাস এদিন রাজ্যের বিভিন্ন অংশে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দফতর। উল্লেখ্য, বন্ধের দিন অর্থাৎ ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার 'মেইন' পর্বের পরীক্ষা আয়োজিত হচ্ছে। আর এমন এক সময়ে বনধ সংগঠিত হওয়া পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন ভেবেই রাজ্যসরকার তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে।

বামেদের বনধে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি, ব্যাহত রেল পরিষেবা

Image
বামেদের বনধে কলকাতা-সহ গোটা রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি। ধর্মঘটের সমর্থনে মিছিল করাকে কেন্দ্র করে রণক্ষেত্র যাদবপুর।গড়িয়া বাজারে ভাঙচুর চলল বেসরকারি বাসে। সকাল থেকে ব্যাহত রেল পরিষেবাও। হাওড়া ও শিয়ালদহের বিভিন্ন শাখায় চলছে রেল অবরোধ। শিয়ালদহ মেন শাখার বনগাঁ, হাসনাবাদ, বারাসত-কল্যাণী রুটে বন্ধ লোকাল ট্রেন। বেশ কয়েকটি জায়গায় পুলিশ ধর্মঘটীদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। যাদবপুরে গ্রেপ্তার অনাদি শাহু-সহ বেশ কয়েকজন বাম শ্রমিক নেতা।আটক বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও। কেন্দ্রের জনবিরোধী নীতি, কর্মসংস্থান-সহ ১২ দফা দাবিতে মঙ্গল ও বুধবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম ট্রেড ইউনিয়নগুলি। বনধকে সমর্থন করেছে একাধিক ডানপন্থী ট্রেড ইউনিয়ন, এমনকী কৃষক সংগঠনও। বনধে এখনও পর্যন্ত জনজীবনে তেমন প্রভাব পড়েনি। তবে ধর্মঘটীদের তাণ্ডবে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সাতসকালে ধর্মঘটের সমর্থনে যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের কাছে মিছিল বের করে বামেরা, ব্যাহত হয় যানচলাচল। পুলিশ মিছিল আটকালে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

টাকা ফেললেই সরকারি চাকরি! মহিলা প্রতারকের ফাঁদে যুবক

Image
টাকা ফেললেই 'সরকারি চাকরি'। কয়েক লক্ষ টাকা দুই মহিলার হাতে তুলে দিলেই হাতেহাতে নিয়োগপত্র। চাহিদা অনুযায়ী রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের। বিশ্বাসযোগ্যতা বাড়াতে এক মহিলা রাজ্যের এক রাজনৈতিক নেতার নামও নেন। যদিও নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে গিয়েই বুঝতে পারেন যে, প্রতারণা চক্রের হাতে পড়েছেন তাঁরা। আর এভাবেই মধ্য কলকাতার একটি হোটেলে বসে প্রতারণা চক্র খুলে ১ কোটি ৩০ লক্ষ টাকা রোজগার করছিল চক্রটি। মুচিপাড়া থানায় দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মালদহের এক যুবক। এই ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। গোয়েন্দাদের মতে, পুরো ঘটনাটির পিছনে রয়েছে কোনও বড় চক্র। সেই চক্রের সন্ধান চালাচ্ছেন লালবাজারের গোয়েন্দারা। এদিকে, কানাডায় চাকরি দেওয়ার নাম করে এক মহিলা চিকিৎসকের কাছ থেকে প্রায় দু'লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। এই বিষয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি বহুতল আবাসনের বাসিন্দা ওই মহিলা চিকিৎসক যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। মহিলা চিকিৎসকের অভিযোগ, শিয়ালদহের বাসিন্দা এক ব্যক্তি পরিচয় হওয়ার পর তাঁকে কানাডায় চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান। ত

রাতের অতিথিদের লালসার শিকার নাবালিকারা, বিহার হোম কাণ্ডে বিস্ফোরক খোলসা

Image
হোম কর্তার অতিথিদের যৌন লালসা তৃপ্ত করার বিনিময়ে মিলত আশ্রয়। বিহারের মুজফ্ফরপুরের বেসরকারি হোমে যৌন কেলেঙ্কারি কাণ্ডে এমনই চার্জশিট দিল সিবিআই। মূল অভিযুক্ত তথা হোমের মালিক ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে পেশ করা ৭৩ পাতার চার্জশিটে উঠে এসেছে আবাসিকা কিশোরীদের উপর যৌন নির্যাতনের বিবরণ। পকসো আদালতের অতিরিক্ত জেলা বিচারক আর পি তিওয়ারির এজলাসে পেশ করা চার্জশিটে সিবিআই জানিয়েছে, প্রায় প্রতি রাতেই হোমে অতিথি আসত। আর অতিথি এলেই বসত মজলিশ। আবাসিক কিশোরীদের খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হত। তারপর সেই স্বল্পবাসে নাচতে হত উত্তেজক ভোজপুরী গানের সঙ্গে। অতিথিদের উত্তেজনা চরমে পৌঁছালে তাদের যৌন লালসা পূরণের দায়িত্বও পড়ত আবাসিক নাবালিকাদের উপরই। হোম কর্তৃপক্ষের এই নির্দেশ মানতে রাজি না হলে জুটত মার। তাতেও কাজ না হলে রাতে জুটত শুকনো রুটি আর নুন। মুখ বুজে যারা এই নির্দেশ মেনে নিত, রাতে তাদের পাতে অবশ্য ভাল ভাল উপাদেয় খাবার পড়ত। তবে মার ও শুকনো রুটির বদলে যে সব সময় হোম কৃর্তৃপক্ষ ও অতিথিদের যৌন লালসা থেকে নিষ্কৃতি মিলত এমনটা নয় বলেই জানিয়েছে সিবিআই। রিপোর্টে উঠে এসেছে, অনেক সময়ই অনিচ্ছুক আবা

চলন্ত ট্রেনে গুলি করে খুন প্রাক্তন বিজেপি বিধায়ককে

Image
গান্ধীনগর: ট্রেনের ভিতর ঢুকে প্রাক্তন বিজেপি বিধায়ককে খুন করল আততায়ীরা৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সায়াজী নগর এক্সপ্রেসে৷ ওই ট্রেনের এসি প্রথম কামরায় যাত্রা করছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, ট্রেনে করে ভুজ থেকে আমেদাবাদ যাচ্ছিলেন জয়ন্তীলাল ভানুশালী৷ তিনি যে কামরায় সফর করছিলেন সোমবার রাতে সেখানে গিয়ে তাঁকে গুলি করে মারে অজ্ঞাতপরিচয় আততায়ীরা৷ তার প্রায় দু'ঘণ্টা পর মালিয়া রেলস্টেশনে ট্রেনটি থামে৷ তখন কামরা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, খুব কাছ থেকে গুলি করা হয় প্রাক্তন ওই বিজেপি বিধায়ককে৷ দুটি গুলি লাগে তাঁর শরীরে৷ একটি লাগে বুকে৷ অপরটি লাগে চোখে৷ ঘটনাস্থলেই মারা যান তিনি৷ গত বছর জয়ন্তীলাল ভানুশালীর বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন৷ জানিয়েছিলেন, সব অভিযোগ মিথ্যা৷ তাঁকে বদনাম করতেই এই অভিযোগ করা হয়েছে৷

বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে বনধে বিক্ষিপ্ত অশান্তি, রেল অবরোধ, সরকারি বাসে ভাঙচুর

Image
কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে  আজ ও আগামিকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘট। ধর্মঘটে সামিল আইএনটিইউসি ও সিটু সহ আঠেরোটি বাম শ্রমিক সংগঠন। বনধকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত যাদবপুর। যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে মিছিল করেন বাম সমর্থকরা।  মিছিলে বাধা দিলে পুলিসের সঙ্গে বনধ সমর্থনকারীদের বচসা এবং ধস্তাধ্বস্তি হয়। প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা। এরপর যাদবপুর স্টেশনের রেললাইনের ওপর বসে পড়েন বনধ সমর্থকরা। রেল অবরোধ করেন তাঁরা।  মিছিলে হাঁটেন সুজন চক্রবর্তীও। সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন বনধ সমর্থকদের আটক করে লালবাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সকাল থেকেই উত্তপ্ত যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের অবস্থা উত্তপ্ত হলেও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। মৌলালিতেও বনধ সমর্থকরা অবরোধ করে বিক্ষোভ দেখান। নিউটাউনেও মিছিল করেন বাম সমর্থকরা।  তবে জলপথ বেশ সচল রয়েছে। হাওড়া থেকে লঞ্চে করে যাত্রীদের যাতায়াতে তেমন কোনও অসুবিধের সম্মুখীন হতে হয়নি। স্বাভাবিকভাবেই নিত্যদিনের মতোই লঞ্চ করে শহরের বিভিন্ন জায়গায় শোভাবাজার, আর্মেনিয়ান ঘাটে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। তেমনই এক্সাইড মোড়ে স্বাভাবিক রয়েছে যান চ

হাওড়া-শিয়ালদহ শাখায় দফায় দফায় রেল অবরোধ, বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একাধিক ট্রেন, দুর্ভোগ চরমে

Image
বামেদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে সকাল থেকেই রেল অবরোধের খবর মিলেছে রাজ্যজুড়ে। এ দিন সকালে যাদবপুর স্টেশনে রেল অবরোধ করেন ব‌ন্‌ধ সমর্থকরা। অবরোধের জেরে হাওড়া এবং শিয়ালদহ শাখায় ব্যহত হয় ট্রেন চলাচল। হাওড়া-বর্ধমান মেইন শাখার শ্রীরামপুরে দফায় দফায় রেল অবরোধ করেন বন্‌ধ সমর্থকরা। যার জেরে হাওড়া-বর্ধমান মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে চলে অবরোধ। অবরোধের খবর মিলেছে উত্তরপাড়া, হিন্দমোটরেও। পাশাপাশি হুগলি, রিষড়ায় দফায় দফায় রেল অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। ট্রেনের তারে কলাপাতা ফেলে রেল চলাচল বন্ধ করে দেন বাম সমর্থকরা। বর্ধমানের সমুদ্রগড়ে দফায় দফায় রেল অবরোধের খবর মিলেছে। ভদ্রেশ্বর-মানকুণ্ডুর মাঝে রেল অবরোধ করেন বন্‌ধ সমর্থকরা।  পাশাপাশি, শিয়ালদহ শাখার হাসনাবাদ, বনগাঁয় অবরোধের জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অবরোধের খবর মিলেছে শিয়ালদহ উত্তর এবং মেইন শাখার বিভিন্ন স্টেশনে। যার জেরে ব্যহত হয় ট্রেন চলাচল। অবরোধ হয় বেলঘরিয়া-ইছাপুরে। বিভিন্ন স্টেশনে অবরোধের জেরে শিয়ালদহের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রেল অবরোধের খবর মিলিছে মধ্যমগ্রাম স্টেশনে। এরই মধ্যে

৪৮ ঘন্টার ধর্মঘটে রাজ্যের বিভিন্ন জায়গায় রেল চলাচলে প্রভাব

Image
ধর্মঘট শুরুর আগে থেকেই রেল চলাচলে প্রভাব পড়তে শুরু করেছে। সকাল ছটার আগেই বেশ কয়েক জায়গায় রেল অবরোধ করা হয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে শিয়ালদহ ও হাওড়াগামী ট্রেন। কাজে বেরনোর পরেও বিপাকে পড়েন মহিলাযাত্রীরা। একাধিক জায়গায় রেললাইনে কলাপাতা ফেলার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শহর ও শহরতলীতে রেল অবরোধ সারা দেশে বিজেপি ও তৃণমূলকে বাদ দিয়ে দশটি ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়। সকালেই বেলঘড়িয়া স্টেশনে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। লক্ষ্মীকান্তপুরে ব্যাহত ট্রেন পরিষেবা। যাদবপুর স্টেশনেও দাঁড়িয়ে পড়ে ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় একমাত্র বজবজ সেকশনে ট্রেন চলাচল করছে। বাকি শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। অন্যদিকে বনগাঁ-হাসনাবাদ শাখায় গোবরডাঙা পর্যন্ত ট্রেন চলাচল করার কথা জানানো হয়েছে রেলের তরফে। হাওড়া শাখায় রেল অবরোধ সকালেই রামপুরহাটে ধর্মঘটীদের তুলে দেয় আরপিএফ। শ্রীরামপুর স্টেশনে দফায় দফায় রেল অবরোধ চলে। অবরোধ সরাতে পুলিশ লাঠিচার্জ করে। উত্তরপাড়া-রিষড়া স্টেশনে অবরোধ চলে। যাত্রীদের অভিযোগ, হাওড়া শাখায় সকাল ছটার আগেই ট্রেন দাঁড়িয়ে পড়ে।উলুবেড়িয়ার পশ্চিম কেবিনের ক

ভোটের আগে নয়া চমক, উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ

Image
লোকসভার আগে বড় চমক। সংরক্ষণের তাস মোদি মন্ত্রিসভার। সবর্ণদের জন্য শিক্ষা এবং সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বেনজিরভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া,সাধারণ শ্রেণির যে কেউ এই সুবিধার আওতায় পড়বেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত লাগু করতে হলে অবশ্য ভারতীয় সংবিধানের ১৫ এবং ১৬ নম্বর ধারা দু'টি সংশোধন করতে হবে। চলতি অধিবেশনে শেষ দিন মঙ্গলবার। ওই দিনই সংবিধানে সংশোধন আনতে চায় কেন্দ্র। বছরের শুরুতেই এই তোড়জোড় যে লোকসভা ভোটের অঙ্ক মাথায় রেখে, তা বলাই বাহুল্য। উচ্চবর্ণ অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংবিধান অনুযায়ী পৃথক কোনও সুবিধা ছিল না। তবে প্রস্তাব ছিল বহুদিনের। শুধুমাত্র আর্থিক অস্বচ্ছলতার জন্য অনেক বাধার মুখে পড়তে হচ্ছে বলে দেশের নানা প্রান্তে কম প্রতিবাদ, বিক্ষোভ হয়নি। দীর্ঘদিন ধরে দাবি আদায়ের রাস্তায় হেঁটেছিলেন সবর্ণরা। সম্প্রতি মধ্যপ্রদেশে সবর্ণ আন্দোলনে কিছুটা বিপাকে পড়ে বিজেপি৷ এমনিতেই বিজেপির অভিভাবকসম আরএসএস বরাবর দেশের আর্থিক কাঠামোর ওপর ভিত্তি করে সংরক্ষণের পক্ষে সরব। তাদের মত, বর্ণ বা সম্প্রদায়ের ভিত্তিতে নয়, সংরক্ষণের ম

লোকসভার আগেই রিজার্ভ ব্যাংকের সঞ্চিত টাকা ঢুকবে কেন্দ্রীয় কোষাগারে!

Image
একই দিনে আর্থিক দিক থেকে জোড়া স্বস্তি কেন্দ্রের। যে সঞ্চিত টাকা নিয়ে এতদিন ধরে কেন্দ্র ও আরবিআই সংঘাত চলছিল, নয়া গভর্নর আসতেই সেই টাকার কিছু অংশ ঢুকতে চলেছে কেন্দ্রীয় কোষাগারে। সূত্রের খবর, ১ ফেব্রুয়ারি বাজেট পেশের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আরবিআইয়ের নয়া গভর্নর শক্তিকান্ত দাসও এ বিষয়ে খুব একটা আপত্তি করবেন না বলে আশাবাদী সরকার। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, আগামী মাসেই সরকারি কোষাগারে রিজার্ভ ব্যাংকের বাড়তি সঞ্চয় থেকে অন্তত ৩০-৪০ হাজার কোটি টাকা ঢুকবে। যদিও, সরকারিভাবে এখনও কোনও তরফেই কিছু ঘোষণা করা হয়নি। আসলে চলতি অর্থবছরে উল্লেখযোগ্যভাবে কমেছে প্রত্যক্ষ কর সংগ্রহ। যার জেরে রাজকোষে বিশাল আর্থিক ঘাটতি দেখা দিতে পারে। তাছাড়া, ভোটের আগে কৃষকদের জন্য বড় কোনও ঘোষণা করতে পারে কেন্দ্র। সেজন্যও প্রয়োজন বিশাল অংকের অর্থ। কিন্তু সমস্যা হল, আর্থিক দিক থেকে এই মুহূর্তে বেশ বেকায়দাতেই আছে সরকার। বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আরবিআইয়ের বাড়তি সঞ্চয়ের দিকে নজর রয়েছে কেন্দ্রের। এই অর্থ নিয়ে সংঘাতের জেরেই পদ ছেড়েছেন উর্জিত প্যাটেল। উর্জিত সরে যাওয়ার পর 'ইয়েস ম্যান' শক

আজ থেকে ৪৮ ঘণ্টার ভারত বনধ, 'সচল বাংলা'র চ্যালেঞ্জ মমতার

Image
কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে মঙ্গলবার সকাল ৬টা থেকে দেশজুড়ে টানা ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বাম-সহ একাধিক ট্রেড ইউনিয়ন। এই বনধের প্রতি সমর্থন জানিয়েছে কংগ্রেস, সিপিএম-সহ বিভিন্ন রাজনৈতিক দল। যদিও বাংলায় কোনও বন্‌ধ হবে না বলে সোমবার নবান্নে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মঘটের মোকাবিলায় সমস্ত ধরনের ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। এ নিয়ে কৌশল স্থির করতে সোমবার নবান্নে বৈঠকে বসেন শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্তারা। মঙ্গল ও বুধবার রাস্তায় পর্যাপ্ত যানবাহন থাকবে বলে আগেই জানিয়েছে প্রশাসন। এ ছাড়া রেল এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলেও সরকারি তরফে আশ্বাস পাওয়া গিয়েছে। মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্স মেন-এর পরীক্ষা আছে। পরীক্ষার্থীদের কোনও সমস্যা হলে ১০০ ডায়াল করলে পুলিশের তরফে সহায়তা পাওয়া যেতে পারে। অন্যদিকে, ধর্মঘট সফল করতে মরিয়া বাম নেতৃত্বও। কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ধর্মঘটের সমর্থনে বাম কর্মী-সমর্থকরা পিকেটিং করবেন বলে জানা গিয়েছে। এ ছাড়াও জেলায় জেলায় মিছিল বের করার পরিকল্পনা আছে তাঁদের। আমুদ্দিন সূত্রে খবর, বনধ সফল করলে সকাল থেকে বিমান বসু থাকবেন

বেলা বাড়তেই শিয়ালদহ ও হাওড়া স্টেশনে বনধের প্রভাব

Image
হাওড়া এবং কলকাতা:  কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে দু'দিনের সাধারণ ধর্মঘটে সকালের দিকে কোন প্রভাব না পড়লেও বেলা গড়তেই চিত্র বদলাতে শুরু করেছে৷ ধর্মঘটের প্রথমদিনের সকাল শুরু হয়েছিল অন্য আর পাঁচটা দিনের মতোই৷ বিশেষ করে হাওড়া ও শিয়ালদহ সকাল ছিল স্বাভাবিক৷ কিন্তু বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন আটকে থাকার খবর মিলছে৷ ফলে ভোগান্তিতে সাধারণ মানুষ৷ রেল আটকে পরিষেবা ব্যাহতের চেষ্টা বনধ সমর্থনকারীদের৷   তবে সকাল থেকে হাওড়া ব্যান্ডেল ও হাওড়া বর্ধমান লাইনে অবরোধ শুরু করেন বনধ সমর্থনকারীরা৷ জানা গিয়েছে শ্রীরামপুর, উত্তরপাড়া ও রিষড়াতে বনধ সমর্থনকারীরা রেল লাইনে নেমে অবরোধ শুরু করেন৷ অপরদিকে শিয়ালদহ বারাসাত শাখায় তিন জায়গায় ট্রেন অবরোধ করা হয়৷ মধ্যমগ্রাম ও হৃদয়পুরের মাঝে রেল অবরোধ৷ সেখানে ডাউন লাইনে কোনও ট্রেন চলছে না৷ অপরদিকে সোদপুর ও আগরপাড়া মাঝে কলা পাতা ফেলে দেওয়া হয়েছে৷ ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে সেখানে৷ একই ছবি ধরা পড়েছে যাদবপুরে৷ লাইনে নেমে ট্রেন আটকে ওভারহেড তারে কলাপাতা ফেলে রেল অবরোধের চেষ্টা৷ ঘটনাস্থলে ব়্যাফ ও পুলিশ৷ অবরোধকারীদের হঠাতে চলছে কথাবার্তা৷ রামপুরহাট স

২০১৮ তে কাশ্মীরে সবথেকে বেশি সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের

Image
শ্রীনগর: দেড় দশকে সবথেকে বেশি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে ২০১৮ সালে৷ পরিসংখ্যান বলছে গত বছর সীমান্তের ওপার থেকে প্রায় তিন হাজার বার গোলা বারুদ ছোঁড়া হয়েছে এপ্রান্তে৷ যা ২০১৭ সালের তুলনায় তিনগুণ বেশি৷ সংঘর্ষবিরতির বলি হয়েছেন ৬১ জন৷ ২৫০ জনের বেশি আহত হয়েছেন৷ সোমবার ভারতীয় সেনার তরফে এই পরিসংখ্যান তুলে ধরা হয়৷ সংঘর্ষবিরতি লঙ্ঘনে দেড় দশকের মধ্যে ২০১৮ সালে পাক সেনা অতীতের সব নজিরকে ছাপিয়ে যায়৷ বিবৃতি জারি করে সেনার তরফে এই তথ্য জানানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, লাইন অফ কন্ট্রোল ও আন্তর্জাতিক সীমান্তের কাছে থাকা গ্রাম ও চেকপোস্টগুলি লক্ষ্য করে অনবরত হেভি শেলিং করে পাক সেনা৷ সেখানকার মানুষদের মনের মধ্যে ভয়ভীতির সঞ্চার ঘটাতে পাক সেনার এই কৌশল৷ সংঘর্ষবিরতি লঙ্ঘন করাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান৷ তার প্রমাণ ২০১৮ সালে ২৯৩৬বার সংঘর্ষবিরতির ঘটনা৷ পাক সেনার হেভি শেলিং প্রাণ কেড়েছে ৬১ জন মানুষের৷ আহতের সংখ্যা ২৫০ জনের বেশি৷ সংঘর্ষবিরতির জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমান্ত ঘেঁষা কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ জেলার গ্রামগুলিতে বেশি৷ পাক সেনার শেলিং তাদের স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত ঘটা

ওয়ান ডে থেকে বিশ্রাম বুমরাকে

Image
সতর্ক: বুমরাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ভারতীয় দল। টেস্ট সিরিজে বোলারদের মধ্যে সেরা ফর্মে থাকা যশপ্রীত বুমরাকে ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। দেখা গিয়েছে, টেস্ট সিরিজে প্রচুর বল করেছেন এই মুহূর্তে ভারতের এক নম্বর পেসার। সেই কারণেই তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়ে শেষ করেছেন বুমরাই। তিনি এবং অস্ট্রেলিয়ার অফস্পিনার নেথান লায়ন সব চেয়ে বেশি উইকেট পেয়েছেন— ২১টা করে। কিন্তু লায়নের যেখানে বোলিং গড় তিরিশের উপরে সেখানে বুমরার বোলিং গড় অবিশ্বাস্য ১৭। ইকনমি অর্থাৎ, ওভার প্রতি রান দিয়েছেন ২.২৭। ভারতীয় পেসারদের মধ্যে সব চেয়ে বেশি বল করতে হয়েছে বুমরাকেই— ১৫৭.১ ওভার। এখন ভারতীয় দলে 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট' বলে অত্যাধুনিক ব্যবস্থাপনা এসে গিয়েছে। কে কতটা পরিশ্রম করছে, কতটা ধকল নিচ্ছে, সে সব মেপে ঠিক করা হয় কাকে খেলিয়ে যাওয়া হতে পারে, কার বিশ্রাম দরকার। অস্ট্রেলিয়া সিরিজে দেখা যাচ্ছে, পেসারদের মধ্যে সব চেয়ে বেশি দৌড়েছেন বুমরা। সেই কারণে আসন্ন ওয়ান ডে সিরিজ থেকে তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। এ নিয়ে জাতীয় নির্বাচকদের মধ্যে এক প্রস্ত ক

ব্যাংক অ্যাকাউন্টে ৪০ হাজার পর্যন্ত টাকা জমা পড়ায় ব্যাপক আলোড়ন

Image
পূর্ব বর্ধমান: আচমকাই বর্ধমানের আউশগ্রামের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের শাখায় গ্রাহকদের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ঢুকতে থাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হল। খবর ছড়িয়ে পড়তেই টাকা তুলে নেবার হিড়িক পড়েছে ওই ব্যাংকের শাখায়। তাই সোমবার সকাল থেকেই ব্যাংকের সামনে গ্রাহকদের লম্বা লাইন। কিন্তু কিভাবে এবং কোথা থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকল তা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়৷ পরে জানা যায়, কৃষিবিমার টাকার জন্য প্রায় বছর তিনেক আগে যাঁরা আবেদন করেছিলেন সেই টাকা মঞ্জুর হয়েছে৷ এটি সেই কৃষকবিমার টাকা। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও ধন্দ কাটেনি ব্যাংক কর্তৃপক্ষের। ওই ব্যাংক সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে কয়েকজন গ্রাহক তাঁদের পাশবই আপ টু ডেট করাতে যান। তখনই তারা দেখেন তাদের আ্যকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকেছে। কিন্তু কোথা থেকে এই টাকা এল তা অজানা ছিল অনেকের কাছে। টাকা জমা পড়া দেখেই তারা সেই টাকা তুলতে শুরু করেন। যদিও পরে জানা যায় কৃষিবিমার ক্ষতিপূরণের জন্য যারা বছর তিনেক আগে আবেদন করে রেখেছিলেন তাদের মধ্যে অনেকের টাকা সম্প্রতি গ্রাহকদের আ্যকাউন্টে জমা পড়েছে। ওই ব্যাংকের আউশগ্রাম শাখা ম্যানেজার অর্ক ধর

মঙ্গলবারের বাজার দর কেমন যাচ্ছে জেনে নিন

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ২০টাকা প্রতিকিলো .নতুন আলু – ১৫টাকা প্রতি কিলো জ্যোতি আলু – ১৪টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো .আদা – ৫০ টাকা প্রতিকিলো .রসুন – ৬০টাকা প্রতিকিলো . ফুলকপি – ১৫ টাকা প্রতি পিস .বাঁধাকপি – ১০ টাকা প্রতি কিলো .উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো .বেগুন – ২০ টাকা প্রতিকিলো .টমেটো – ৩০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ৫০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ২৫ টাকা প্রতিকিলো .পালং শাক – -২০টাকা প্রতি কিলো .লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো .গাজর – ৩০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো .পিঁয়াজকলি – ৪০ টাকা প্রতি কেজি   মাছ .গোটারুই –১৬০-২২০ টাকা কিলো .কাটারুই – ২০০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-২৮০ টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪০০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪০০ টাকা প্রতি কিলো .ভেটকি -৪০০ টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৫০০ থেকে ৬০০ টাকা . বাগদা – ৫০০- ৬০

বন্ধুর জন্মদিন থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের

Image
বন্ধুর জন্মদিন থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হেস্টিংস মোড়ের কাছে। মৃতেরা হলেন রাজা ভট্টাচার্য এবং অনিকেত গোস্বামী। দু'জনেরই বয়স ২৪ বলে জানা গিয়েছে। পুলিস এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে একটি বাইকে করে পিটিএস থেকে হেস্টিংস মোড়ের দিকে যাচ্ছিল খিদিরপুরের রাজা এবং বজবজের যুবক অনিকেত। কিন্তু "সেফ ড্রাইভ, সেভ লাইফ" নিয়ে এত প্রচারের পরেও দু'জনের কারোর মাথাতেই হেলমেট ছিল না বলে জানা গিয়েছে। আচমকাই তাঁদের বাইকটি উল্টে গিয়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় তাঁদের মুখ ও মাথা থেঁতলে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষনা করেন। রাজার পাড়ার বাসিন্দারা জানান, মাত্র দেড় বছর আগে রাজার বাবা মারা যায়। বন্ধুর জন্মদিনে যাচ্ছি বলে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বের হয় রাজা। পরে পুলিস এসে দুর্ঘটনার খবর জানায়। এদিকে, ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন রাজার মা। দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। মৃত দুই য

দেশব্যাপী দু'দিনের সাধারণ ধর্মঘট বাম শ্রমিক সংগঠনগুলির, বনধে বাংলাকে সচল রাখতে সকাল থেকেই তত্পর প্রশাসন

Image
কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে  আজ ও আগামিকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘট। ধর্মঘটে সামিল আইএনটিইউসি ও সিটু সহ আঠেরোটি বাম শ্রমিক সংগঠন। ব্যাঙ্ক, অফিস, পরিবহণের ওপর এই ধর্মঘটের প্রভাব পড়তে পারে। যদিও রাজ্যে ধর্মঘটের মোকাবিলায় কড়া অবস্থান নিয়েছে সরকার। জোর করে বনধ্ করাতে গেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে লালবাজার। রাস্তায় কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে একশো নম্বরে ডায়াল করলে দ্রুত ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে। শহর জুড়ে কড়া নিরাপত্তা বেষ্টনী রয়েছে। বনধ হচ্ছে না, সোমবার নবান্নতে দাঁড়িয়ে সাফ জানিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গল-বুধের বনধ রুখতে কড়া পদক্ষেপ করছে নবান্ন। শক্ত হাতে বনধ মোকাবিলায় প্রত্যেক আইজি, এডিজি, ডিভিশনাল কমিশনারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ৮ ও ৯ জানুয়ারি জোর করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোনও অফিস বন্ধ করা যাবে না। খোলা রাখতে হবে সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, কারখানা। বনধে কোনও ভাবেই যাতে জনজীবন বিপর্যস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। সড়ক ও রেল পরিবহণ স্বাভাবিক রাখতে বাড়তি তত্পরতা। রাজ্য সরকারের পাশাপাশি এই প্রথম কেন্দ

‘শ্বশুরবাড়ি ছাড়তে বললে মেয়ে বলত, সংসার করব, মেয়েটাকেই শেষ করে ছাড়ল’

Image
বধূর অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার স্বামী। বিয়ের পর থেকেই মেয়ের উপরে চলত নির্যাতন। সেই নির্যাতনের মাত্রা বোঝাতে বধূর মা অভিযোগ করেন, এক বার মেয়ের চোখে লঙ্কার গুঁড়ো পর্যন্ত দিয়ে দিয়েছিলেন শাশুড়ি। আর এক বার চুলের মুঠি ধরে গলা টিপে ধরেন। এত কিছুর পরেও বাগুইআটি থানার অন্তর্গত আটঘরায় শ্বশুরবাড়িতেই থেকেছেন বছর পঁচিশের নাসিমা বিবি। রবিবার রাতে মেয়ে অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়ার পর থেকে মা আক্ষেপ করে বলছেন, ''শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসতে বললে মেয়ে বলত, সংসার করব। মেয়েটাকে শেষ করে ছাড়ল।'' পুলিশ সূত্রে খবর, আশি শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন নাসিমার অবস্থা আশঙ্কাজনক। চরম অত্যাচার সহ্য করতে না পেরে ওই বধূ গায়ে আগুন দেন বলে অনুমান তদন্তকারীদের। পুলিশ সূত্রের খবর, তাঁর স্বামী শাহজাহান তরফদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে রাতে গ্রেফতার করা হয়েছে। পরিবার সূত্রে খবর, আট বছর আগে আটঘরার পূর্বপাড়ার বাসিন্দা শাহজাহানের সঙ্গে রাজারহাটের জগদীশপুরের নাসিমার বিয়ে হয়। ঝালমুড়ি বিক্রেতা শাহজাহানের সঙ্গে আগে থেকেই আলাপ ছিল তাঁর। স্থানীয়দের অভিযোগ, নাসিমার বাপের বাড়ির আর্থিক অ