‌আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ ভারতীয় গীতা গোপীনাথ


ফের বিশ্বমঞ্চে ভারতীয় মহিলার জয়জয়কার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফ–এর প্রধান অর্থনীতিবিদ হলেন কর্নাটকের গীতা গোপীনাথ। মহিলা হিসেবে তিনিই প্রথম এই পদে বসলেন। 
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সমাজ এবং অর্থনীতির অধ্যাপক, ৪৭ বছরের গীতা আদতে মাইসুরুর মেয়ে। গত ৩১ ডিসেম্বর মরিস অবস্ট্‌ফেল্ড অবসর নেওয়ার পর দায়িত্বভার গ্রহণ করেছেন গীতা। আইএমএফ–এর এমডি ক্রিশ্চিয়ান ল্যাগার্ডে গীতাকে বিশ্বের অন্যতম সেরা অর্থনীতিবিদ, অসাধারণ শিক্ষাগতযোগ্যতা, বুদ্ধিমত্তা দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এক ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন।

গীতা মনে করছেন, আজকের যুগে একাধিক অর্থনৈতিক সংস্থার ভিড়ে বিশ্বায়ন পিছিয়ে পড়ছে। সেই সমস্যা মোকাবিলা করাই সব থেকে বড় চ্যালেঞ্জ আইএমএফএর কাছে বলে মনে করছেন গীতা। সেকারণে তাঁর আশা, আইএমএফকে বিশ্ব অর্থনীতিতে নীতি বিষয়ক সমস্যায় বুদ্ধিদীপ্ত অবস্থান নিতে সাহায্য করতে পারবেন তিনি।