Posts

Showing posts from July 12, 2018

এবার থেকে ম্যারেজ রেজিস্ট্রারকে জানাতে হবে বিয়ের বাজেট, মত সু্প্রিম কোর্টের

Image
নয়াদিল্লি: পাত্র-পাত্রী দুপক্ষকেই এবার থেকে বিয়ের বাজেটের হিসেব দিতে হবে ম্যারেজ রেজিস্ট্রারকে ৷ সম্প্রতি একটি জনস্বার্থ মামলায় এমনই প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ বিয়েতে পণ অর্থাৎ যৌতুক বা নগদের আদানপ্রদান বন্ধেই এমন অভিনব দাওয়াই সীর্ষ আদালতের ৷ ভারতীয়দের বিয়ে মানেই জাঁকজমকে ভরা চোখধাঁধানো অনুষ্ঠান ৷ সঙ্গে ওড়ে হাজার হাজার টাকা ৷ সমাজের যে স্তরের মানুষই হোক না কেন, সন্তানের জন্মের পর থেকেই বিয়েতে মন ভরে খরচের জন্য টাকা সঞ্চয় শুরু করেন অভিভাবকেরা ৷ আর এই প্রবণতার কারণেই পণপ্রথার বাড়বাড়ন্ত বলে মত সমাজবিদদের একাংশের ৷ পণ দেওয়া-নেওয়ার এই ঘৃণ্য প্রথার অবসানের লক্ষ্যে অভিনব প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ ম্যারেজ রেজিস্ট্রারকে বিয়ের খরচের হিসেব দেওয়া হোক বাধ্যতামূলক । হিসেব দিক পাত্র-পাত্রী দু'পক্ষই। পাত্রীর অ্যাকাউন্টে প্রয়োজনে টাকার একাংশ থাকবে। এতে পণ নিয়ে অভিযোগের তদন্তে সুবিধা হবে বলে, একটি মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিষয়টি নিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। সব ঠিক থাকলে অদূর ভবিষ্যতে বিয়ের আগে ভারতীয়দের বিয়েতে কত টাকা খরচ হতে চলেছে তা প্রকা

ফেসবুকে লাইভ আত্মহত্যা, ২৭৫০ দর্শকের কেউ খবর দিলেন না পুলিশে

Image
মুন্না কুমার। পাঁচ বারের চেষ্টাতেও ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে না পারায় দুঃখ। সেখান থেকে আত্মহত্যা ও ফেসবুকে লাইভ সম্প্রচার তরতাজা তরুণের। আগ্রা শহর থেকে এই ঘটনা সরাসরি চাক্ষুষ করলেন সারা দেশের ২৭৫০ জন ফেসবুক ইউজার। যদিও সেই মৃত্যু আটকাতে কেউ এগিয়ে আসেনি। সরাসরি মৃত্যু ঘটতে দেখেও পুলিশে জানানো কিংবা আত্মহত্যাকারীর পরিবারকে সতর্ক করার প্রয়োজনটুকুও বোধ করেননি কেউ। প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়া  কি শুধুই দেখা আর দেখানোর বিনোদনে বন্দি করে ফেলছে নিজেকে? জানা গিয়েছে, আগ্রা শহরেই থাকতেন বিজ্ঞানে স্নাতক ২৪ বছর বয়সী মুন্না কুমার। বুধবার সকালে তিনি এক মিনিট নয় সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন। সেখানেই তিনি তাঁর আত্মহত্যা করার উদ্দেশ্য জানান। এরপরই তিনি 'লাইভ' আত্মহত্যা করেন।  তা সরাসরি সম্প্রচারিত হয় ফেসবুকে। ফেসবুকে লাইভ আত্মহত্যার ঘটনা আগেও হয়েছে। নিজের জীবনের হতাশা, দুঃখ মেটাতে তাঁরা বেছে নিচ্ছেন ফেসবুক সমাজকেই। এক সঙ্গে অনেক মানুষকে নিজের জীবনের শেষ কথা বলতে পারছেন তাঁরা। হয়তো এই মানসিকতা থেকেই আত্মহত্যা দেখানোর জন্য তাঁদের হাতিয়ার হয়ে উঠছে ফেসবুক। কিন্তু এই সমাজ শুধু দেখে, হয়তো উপভোগও

পুরসভার গেস্টহাউসে জাঁকিয়ে দেহ ব্যবসা! নেপথ্যে তৃণমূলের জাঁদরেল নেতা

Image
এই গেস্ট হাউসেই চলছিল দেহ ব্যবসা। ইনসেটে তৃণমূল নেতা শ্যামল মণ্ডল। গেস্ট হাউস থেকে যে ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি, তাঁদেরই তিন জন (অবিনাশ কানু, বিবেকানন্দ বেরা এবং সুখদেব দাস)। গোটা কোন্নগর শহর জুড়ে বেশ কিছু দিন ধরেই বিজ্ঞাপনটা নজরে পড়ছিল। দেখা যাচ্ছিল শহরের বাইরেও। ছোট্ট তিন-চারটে বাক্য। সেখানে লেখা, 'মনোরম পরিবেশে আধুনিক, সুসজ্জিত ও সব রকমের সুবিধাযুক্ত গেস্টহাউসে থাকার সুযোগ নিন। এসি/নন-এসি রুম পাওয়া যাবে।' গ্রাহক টানতে হুগলির কোন্নগর রেল স্টেশনের কাছে 'বিশ্রামিকা গেস্ট হাউস' ঠিক এমনই বিজ্ঞাপন দিয়েছিল। কিন্তু ওই বিজ্ঞাপনের মোড়কেই ওই গেস্ট হাউসে জাঁকিয়ে দেহ ব্যবসা চলছিল। বুধবার সন্ধ্যায় সিআইডি-র একটি দল ওই গেস্টহাউস থেকে ৫ নাবালিকাকে উদ্ধার করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। হাতেনাতে গ্রেফতার করা হয় গেস্টহাউসের ম্যানেজার-সহ ৪ জনকে। সিআইডি সূত্রে খবর, উদ্ধার হওয়া ৫ নাবালিকাই হুগলির শ্যাওড়াফুলি এবং বৈদ্যবাটির বাসিন্দা। কাজের টোপ দিয়ে তাদের ওই গেস্ট হাউসে নিয়ে আসা হত। প্রথমে মোবাইলে তাদের ছবি তোলা হত। তার পর হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রাহকদের কাছে পাঠানো হত সেই ছবি। ছবি দেখে

প্রেমিকাকে হোয়াটস অ্যাপে ভিডিয়ো কল, কিশোরের লাইভ আত্মহত্যা সোনারপুরে

Image
সুরজ রায় ফের ভিডিয়ো কল করে আত্মহত্যা। ফের সোনারপুর এলাকা। অষ্টম শ্রেণির প্রেমিকাকে হোয়াটস অ্যাপে ভিডিয়ো কল করে আত্মহত্যা করল দ্বাদশ শ্রেণির ছাত্র। ক'দিন আগেই ঠিক একই ভাবে নিজের প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী হয়েছিল সোনাপুরের এক দশম শ্রেণির ছাত্রী। এ বারের ঘটনায় প্রেমিকা অষ্টম শ্রেণির ছাত্রী। অন্য দিনের মতো বুধবার রাতেও প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিল। হঠাৎই কথা কাটাকাটি। শুরু হয়ে যায় বচসা। আর তার রেশ কাটার আগেই ফোনটা রেখে দেয় প্রেমিক। বার বার ফোন করতে থাকে ওই ছাত্রী। কিন্তু ফোন তুলছে না কেউ। অজানা আশঙ্কায় ভুগতে থাকে কিশোরী। খানিক পরেই কিশোরীর ফোনটা বেজে ওঠে। এ বার ভিডিয়ো কল। ফোনটা তুলতেই আতঙ্কে চিৎকার করে ওঠে ওই কিশোরী। গলায় দড়ির ফাঁস দিয়ে, সিলিং ফ্যানের সঙ্গে দড়ির অন্য প্রান্ত বেঁধে দাড়িয়ে আছে প্রেমিক। ফোনে অনুনয় করে কিশোরী, কিন্তু তাতে কান দেয় না উল্টো দিকের কিশোর। কোনও উপায় না দেখে ওই কিশোরের বন্ধুদের পাগলের মতো ফোন করে গোটা ঘটনা জানায় সে। বন্ধুরা পুলিশকে জানিয়ে, দ্রুত পৌঁছয় কিশোরের বাড়ি। দরজা ভাঙা হয়। কিন্তু তত ক্ষণে সব শেষ। কিশোরের প্রাণহীন ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পু

প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মীকে খুন !

Image
মুর্শিদাবাদ: প্রকাশ্য দিবালকে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল দুষ্কৃতীরা৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার গোবিন্দপুর ঘোষপাড়া গ্রামে৷ মৃত ব্যক্তির নাম হারাধন মন্ডল (৪৫)৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা হারাধন বাবু বৃহস্পতিবার সকালে স্থানীয় বাজার থেকে স্কুটিতে একাই বাড়ি ফিরছিলেন৷ পথে ঘোষপাড়া এলাকায় কিছু দুষ্কৃতী হারাধন মন্ডলকে ঘিরে ধরে৷ তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে৷ রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরেই পরে থাকেন হারাধন বাবু। স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে এলে পালিয়ে যায় দুস্কৃতী দল। এরপর গুরুতর জখম অবস্থায় হারাধন মন্ডলকে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রকাশ্য রাস্তার উপর এমন ভাবে খুনের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকায় জমি কেনা বেচার কাজ করতেন হারাধন মন্ডল৷ এছাড়াও এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবেও বেশ পরিচিত ছিলেন তিনি। সম্প্রতি জমি কেনা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর বিবাদ বাধে। এই বিবাদের জেরেই তাঁকে খুন কর

৭০ বছরের আদিবাসী বৃদ্ধাকে গণধর্ষণে অভিযুক্ত তিন

Image
হলদিয়া: ৭০ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে গণধর্ষণ ও মারধরের অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরার ছত্রি এলাকায়। অভিযুক্তরা হল খোকন সিং, বলাই সিং ও অনন্ত সিং৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৭ জুলাই বাড়ির পাশে মাঠে দুপুরে শাক তুলছিলেন ওই বৃদ্ধা। অভিযোগ সেই সময় মাঠের মধ্যে বৃদ্ধাকে একা দেখতে পেয়ে তিন ব্যক্তি মিলে তাকে গণধর্ষণ করে৷ সেই সময় তারা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ৷ এরপর বৃদ্ধাকে ব্যাপক মারধর করে পালিয়ে যায়। বিকেলে মাঠের মধ্যে ওই বৃদ্ধাকে অচৈতন্যভাবে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁকে উদ্ধার করে স্থানীয় এগরা হাসপাতালে চিকিৎসারর জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলার দুদিন পর ৯ তারিখে বৃদ্ধার জ্ঞান ফেরে। তারপর তিনি সমস্ত ঘটনা স্থানীয় বাসিন্দাদের জানান। ১০ তারিখ স্থানীয় এগরা থানায় অভিযোগ দায়ের হয় তিনজনের বিরুদ্ধে। বৃদ্ধার অবস্থার অবনতি হওয়ায় বৃদ্ধাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার না করায় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংঠন কাঁথি শাখার পক্ষ থেকে এগরা থানায় অভিযুক্তদের গ্রেফতারের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায়৷

বিধ্বংসী মারিয়ায় বিপর্যস্ত পূর্ব চিন, বহুতল সমান জলোচ্ছ্বাস আছড়ে পড়ছে ফুজিয়ান শহরে

Image
বিধ্বংসী ঝড়ে তছনছ পূর্ব চিনা উপকূল। যার জেরে বুধবার সকালে ফুজিয়ান প্রদেশে ব্যাপক ধস দেখা যায়। এখনও পর্যন্ত প্রাণহানির খবর না মিললেও ঝেজিয়াং প্রদেশ, ওয়েনঝো শহর থেকে প্রায় ২.৭০ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। বিধ্বংসী টাইফুন মারিয়ার প্রভাবে সে সব জায়গায় স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। স্কুল, কলেজ, অফিস অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। কমপক্ষে ২০০-র বেশি ট্রেন বাতিল করা হয়েছে। মারিয়া ঝড়ের প্রভাবে দক্ষিণ চিন সাগর ব্যাপক জলস্ফীতি দেখা যায়। বহুতল সমান জলোচ্ছ্বাস আছড়ে পড়ছে ফুজিয়ান শহরে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টা ১০০ কিলোমিটার বেগে ঝড় বইছে পূর্ব চিনের উপর দিয়ে । কমপক্ষে ২ হাজার গাছ এবং বহু বাড়ি ভেঙে পড়েছে। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী, বুধবার থেকেই শক্তিশালী ছিল মারিয়া। এখনও বিপদের আশঙ্কা কাটেনি বলে নতুন করে সতর্কতা জারি করেছে সে দেশের হাওয়া অফিস।  চলিত বছরে ৮ বার এমন বিধ্বংসী ঝড়ে মুখে পড়ল চিন। এই ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দ্বীপরাষ্ট্র তাইওয়ান-ও। তাইওয়ানের বেশ কয়েকটি শহরে স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ৭০টি অভ্যন্তরীণ উড়ান বাতিল করা হয়েছে। চ

জুভেন্তাসের ‘শ্রমিক’ রোনাল্ডো! ৯০০ কোটির ‘চাকরি’ পেতেই বনধ্ ফিয়েট কর্মীদের

Image
সুরভিত গোলাপ নয়, জুভেন্তাসে রোনাল্ডোকে স্বাগত জানানো হচ্ছে কাঁটায়! সিআর সেভেন তুরিনে পা রাখার আগেই ফিয়েট কর্মীরা ঘোষণা করলেন, ১৫ থেকে ১৭ জুলাই বনধ্ করবেন তাঁরা। কেন এই বিদ্রোহ? গাড়ি শ্রমিকদের দাবি, তাঁরা এবং রোনাল্ডো-সবাই একই মালিকের কর্মী। তিন পুরুষ ধরে আগনেলি পরিবারের মালিকাধীন ফিয়েট ক্রাইসলা অটোমোবাইলস-এর হয়ে কাজ করছেন তাঁরা। সেখানে শ্রমিকদের ভবিষ্যত্ সুরক্ষার পরিবর্তে মালিকপক্ষ কেবলমাত্র একজনের কথাই ভাবছে। নতুন গাড়ির মডেলে টাকা ঢাললে শ্রমিকদের কাজ সুরক্ষিত হবে। তাদের পরিবারও অনিশ্চয়তা থেকে স্বস্তি পাবে। সেখানে একজনের জন্য ৯০০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়) খরচ করার অর্থ কী? শ্রমিকদের দাবি, কোম্পানি তাঁদের গাড়ি তৈরিতে আরও আরও অর্থলগ্নি করুক।  একজন কোটি কোটি ইউরো রোজগার করতেই পারেন, তবে তা কখনই শত শত শ্রমিকের ভবিষ্যতকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়ে নয়। আর সেকারণেই রোনাল্ডোর ১১২ মিলিয়ন ইউরোতে জুভেন্তাসে আগমন নিয়ে জেহাদ ঘোষণা করেছে ফিয়েট গাড়ি নির্মানকারী শ্রমিকরা। উল্লেখ্য ফিয়েট শ্রমিকদের বনধ্-কে সমর্থন জানিয়ে ইতালির মেলফি শহরে ৪৮ ঘণ্টার বনধে্ সামিল হবে সিএনএইচ ইন্ডাস্ট্রির শ্রমিকরাও। 

পায়ুপথে প্লাস্টিকে মোড়া সোনার বিস্কিট, বিমানবন্দরে আটক ব্যক্তি

Image
উদ্ধার হওয়া সোনার বিস্কিট ও আটক ব্যক্তি ! আগরতলা : ফের বিমানবন্দরে সোনার বিস্কিট সহ আটক করা হল এক ব্যক্তিকে। নাম বাচ্চু লাল। উত্তরপ্রদেশের বাসিন্দা। আগরতলা থেকে ইন্ডিগোর ৮৩৩৮১ নম্বর বিমানে কলকাতা এসেছিল সে। আগরতলা থেকে কলকাতা বিমানবন্দরের শুল্ক দপ্তরের কর্মীদের কাছে খবর আসে, ওই বিমানের এক যাত্রীর কাছে বেশ কিছু সোনার বিস্কিট আছে। যার কোনও বৈধ কাগজ নেই।  তল্লাশির সময় মেটাল ডিটেক্টরে ওই ব্যক্তির শরীরে ধাতব বস্তুর উপস্থিতি লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে জওয়ানরা তাকে বিমানবন্দরের অন্য রুমে নিয়ে গিয়ে তল্লাশি শুরু করে। জেরা করায় পায়ুপথ থেকে প্লাস্টিকে মোড়া তিনটি প্যাকেট বের করে। ওই প্যাকেটগুলির মধ্যে আটটি সোনার বিস্কিট পাওয়া যায়। মোট ওজন ৯৩০গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা। এরপরই ওই যাত্রীর কাছ থেকে সোনার বৈধ কাগজ দেখতে চাওয়া হয়। কিন্তু তা দেখাতে না পারায় ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে CISF ওই ব্যক্তিকে এয়ারপোর্ট থানার হাতে তুলে দেয়।  ওই যাত্রী আগে সিঙ্গাপুর থেকে আগরতলা আসে। পরে সেখান থেকে বিমান বদল করে কলকাতায় যাওয়ার ছক কষে। সোনার বিস্কিটগুলি থাইল্যান্ড থেকে আনা হয়েছে বলে মনে ক

বিক্রি শুরু হল XIAOMI-র সবচেয়ে সস্তা ফোন REDMI 5A-এর!

Image
ভারতে Xiaomi-র সব চেয়ে কম দামের অ্যান্ড্রয়েড ফোন এটি। Xiaomi-র এই ফ্ল্যাশ সেলে সীমিত সংখ্যায় Redmi 5A বিক্রি করা হবে। সাপ্তাহিক সেলে বৃহষ্পতিবার দুপুর ১২টা থেকে Redmi 5A-এর বিক্রি শুরু হয়েছে। Flipkart ও Mi.com থেকে এই ফোন কেনা যাবে। ভারতে Xiaomi-র সব চেয়ে কম দামের অ্যান্ড্রয়েড ফোন এটি। Xiaomi-র এই ফ্ল্যাশ সেলে সীমিত সংখ্যায় Redmi 5A বিক্রি করা হবে। Redmi 5A স্পেসিফিকেশান: Redmi 5A-এ রয়েছে ৫ ইঞ্চি HD ডিসপ্লে। এই ফোনে আপাতত রয়েছে MIUI 9 অপারেটিং সিস্টেম সঙ্গে রয়েছে একটি Snapdragon ৪২৫ চিপসেট। Xiaomi-র পক্ষ থেকে জানানো হয়েছে শিঘ্রই এই ফোনে MIUI 10 আপডেট চলে আসবে। এই ফোনে থাকছে ২ জিবি থেকে ৩ জিবি RAM আর ১৬ জিবি থেকে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। রয়েছে ৩০০০ mAh ব্যাটারি। Redmi 5A-এ রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Redmi 5A-এর দাম: ভারতে Redmi 5A-এর ২ জিবি RAM + ১৬ জিবি স্টরেজ ভেরিয়েন্টের দাম ৫,৯৯৯ টাকা। অন্যদিকে Redmi 5A-এর ৩ জিবি RAM + ৩২ জিবি স্টরেজ ভেরিয়েন্ট কিনতে গ্রাহকদের ৬,৯৯৯ টাকা খরচ করতে হবে। Jio গ্রাহকরা Redmi 5A কিনলে ২,২০০ টাকার ক্যাশব্যাক পাব

ছাত্রী অপহরণের অভিযোগে উত্তপ্ত হলদিয়া

Image
হাসনাবাদ: স্কুলের প্রজেক্টের জিনিসপত্র কিনতে বেরোয় ঋষিকা ৷ কিন্তু তারপর আর ফিরে আসেনি সে ৷ পরিবারের অভিযোগ, প্রজেক্টের জিনিস কিনতে বাজারে গিয়ে কেউ অপহরণ করেছে তাকে ৷ ছাত্রী অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়ায় ৷ পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ছাত্রীর নাম ঋষিকা দাস ৷ বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ঋষিকা হলদিয়া টাউনশিপের ক্লাস্টার ৯-র বাসিন্দা ৷ শনিবার সন্ধ্যেবেলা প্রজেক্টের জিনিসপত্র কিনতে বাজারে বেরোয় ঋষিকা ৷ তারপর থেকেই আর খোঁজ মেলেনি ছাত্রীর ৷ মঙ্গলবার ছাত্রীর পরিবারের তরফ থেকে হলদিয়া থানায় নিখোঁজ ডাইরি করা হয় ৷ মেয়েটির পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ নিখোঁজ ছাত্রীর বাবার অভিযোগ, স্থানীয় এক যুবক কিশোরিকে উত্যক্ত করত ৷ ওই যুবকই কিশোরীকে অপহরণ করেছে বলে কিশোরীর পরিবারের অভিযোগ ৷ হলদিয়া থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷

স্ত্রীকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য কল্যাণীতে

Image
দেনার দায়। স্ত্রীকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী। মৃত দম্পতির নাম বাপি চক্রবর্তী ও ঝুমা চক্রবর্তী। সকালে দরজা ভেঙে মৃত বাবা-মাকে দেখতে পান বড় ছেলে বিপ্লব। নিজেই পাড়ার লোকদের খবর দেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী পুরসভার তিন নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকায়। কল্যাণী থানার পুলিশ দেহদুটি উদ্ধারের পর জওহরলাল নেহেরু হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। স্থানীয়রা জানিয়েছেন, বাজারে মোটা টাকা দেনা ছিল বাপিবাবুর। তা নিয়ে বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। সংসারেও শান্তি ছিল না। এনিয়ে মাধেমধ্যেই স্ত্রীর সঙ্গে বচসা লাগত। বুধবার রাতে তেমন কিছুই ঘটে থাকবে। তার জেরেই স্ত্রীকে খুনের পর আত্মঘাতী হয়েছেন বাপি চক্রবর্তী। এমনটাই দাবি প্রতিবেশীদের। মৃত দম্পতির ছেলেদের সঙ্গে কথা বলে একই তথ্য পুলিশের হাতে এসেছে। বাপী চক্রবর্তীর বড় ছেলে বিপ্লব জানিয়েছেন, তাঁরা দু'ভাই। দু'জনেই পড়াশোনা করেন। বাড়িতে একমাত্র রোজগেরে বাবা বাপি চক্রবর্তী। বেশ কিছুদিন ধরে দেনার ভারে প্রায় জর্জরিত তিনি। বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকত। বুধবার রাত দু'টো নাগাদ পি

অভিযোগকারিণীর বিরুদ্ধেই মামলা দায়ের করলেন খোদ বিচারক, কিন্তু কেন?

Image
কাটোয়া : শাশুড়ির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেছিলেন গৃহবধূ। এমন প্রমাণ হাতে আসার পর এবার অভিযোগকরিণী গৃহবধূর বিরুদ্ধেই মামলা দায়ের করল আদালত। বুধবার এই নজিরবিহীন সিদ্ধান্ত নিল কাটোয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারক সন্দীপ চৌধুরি কাটোয়ার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে গৃহবধূ মৌসুমী দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ১৪ আগষ্টের মধ্যে অভিযুক্তকে আদালতে হাজিরার জন্য সমনও পাঠানো হচ্ছে। মৌসুমী দাসের বিরুদ্ধে একাধিক ধারায় জামিন অযোগ্য মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, পাঁচ বছরের শিশুকন্যাকে লাগাতার যৌন হেনস্তা করেছেন ঠাকুমা। কাটোয়া থানায় গত এপ্রিলে শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গৃহবধূ মৌসুমীদেবী। অভিযোগ, শাশুড়ি মীরাদেবীই নাকি তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে মেয়েকে দিনের পর দিন যৌননিগ্রহ করেছেন। পুলিশ মীরাদেবীর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছিল। সেই সময় শিশুটির গোপন জবানবন্দিও নেওয়া হয়। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযোগ মিথ্যা। শাশুড়ির সঙ্গে বনিবনা  হচ্ছিল না। তাই মীরাদেবীর বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগ আনেন ওই গৃহবধূ। তদন

মহিলাকে পায়রার রক্ত খাইয়ে তান্ত্রিকের ঝাড়ফুঁক, মধ্যমগ্রামে শোরগোল

Image
বারাসত: আষাঢ়ের রাতে হঠাৎ মাইকে চণ্ডীপাঠ শুনে চমকে ওঠেন এলাকার বাসিন্দারা। ছুটে গিয়ে তাঁরা যা দেখলেন তা কোনও ভৌতিক হিন্দি সিনেমার দৃশ্যকেও হার মানায়। ঘরের ভিতর মুণ্ডমালা গলায় পরে যজ্ঞ করছে এক তান্ত্রিক। তার সামনে বসে গর্জন করছেন এক মহিলা। তাঁর আচার আচরণ আর রক্তচক্ষু দেখে এলাকাবাসীর আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, ওই মহিলাকে ভূতে ভর করেছে। আর সেই ভূত তাড়াতে ঝাড়ফুঁক করার পর ওই মহিলাকে পায়রার রক্ত খাওয়াল ওই তান্ত্রিক। ২০১৮ সালে দাঁড়িয়ে এমন দৃশ্য শুনে মনে হবে কোনও অজ পাড়া গাঁয়ের ঘটনা। তবে কোনও গ্রামে নয়। মঙ্গলবার রাতে ওঝা আর ভূতের এই খেলা তারিয়ে তারিয়ে দেখল শহরবাসী। যার সাক্ষী রইল বড় বড় ইমারত, কফি শপ আর শপিং মল ঘেরা মধ্যমগ্রাম শহর। রাতভর ওই মহিলার উপর ঝাড়ফুঁক চলল। তাঁকে মাটিতে ফেলে ঝাঁটার মার থেকে শুরু করে রক্ত পান করানো সবই হল। আইনের চোখে যা দণ্ডনীয় অপরাধ। অথচ লেখাপড়া জানা মধ্যমগ্রামের মানুষ সে সব দেখে উপভোগ করলেন। কিন্তু পুলিশকে খবর দিলেন না কেউ। মঙ্গলবার রাতে পায়রার রক্ত খাওয়ানোর পরই সংজ্ঞা হারান ওই গৃহবধূ। বুধবার বিকেল পর্যন্ত সেভাবেই সংজ্

ফের অফিস টাইমে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, বিঘ্নিত পরিষেবা

Image
ফের অফিস টাইমে মেট্রোয় আত্মহত্যায় চেষ্টা৷ ব্যাহত মেট্রো পরিষেবা৷ টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো চলাচল৷ চূড়ান্ত দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা৷ তবে যদিও কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলছে৷ প্রভাবিত হয়নি নোয়াপাড়া থেকে দমদম পর্যন্ত পরিষেবাও৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার কালিঘাট স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন এক যুবক৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে কেন এই আত্মহত্যার চেষ্টা তা এখনও জানা যায়নি৷ আত্মহত্যার এই চেষ্টায় দাঁড়িয়ে পড়ে রেক৷ বিঘ্নিত হয় মেট্রো চলাচল৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল৷ তবে কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ৷ অফিস টাইমে এহেন ঘটনায় বেজায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা৷ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় স্টেশনেই আটকে বহু স্কুল পড়ুয়াও৷ তবে শুধু আত্মহত্যার ঘটনাই নয়, প্রায়ই বিকল হয়ে যায় জরাজীর্ণ মেট্রো রেকগুলি৷ দরজা খোলা রেখেই একাধিকবার ছুটেছে রেক৷ পাশাপাশি রেক লাইনচ্যুত হওয়ার ঘটনাও ঘটছে৷ মেট্রোয় আত্মহত্যার ঘটনা যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে৷ বিশেষ করে অফিস টাইমে৷ ফলে প্রায়শই নাকাল হতে হয়ে যাত্রীদের৷ মে

বেআইনিভাবে হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ, পৈলান কর্তার বাড়িতে সিবিআই

Image
চিটফান্ড কাণ্ডে জড়াল বেসরকারি সংস্থা পৈলানের নাম। বেআইনিভাবে হাজার কোটি টাকা তোলার অভিযোগ। এবার অভিযোগ উঠল বেসরকারি সংস্থা পৈলানের বিরুদ্ধে। এহেন অভিযোগ পেয়েই তদন্তে নেমেছেন সিবিআইয়ের আধিকারিকরা। এই মুহূর্তে পৈলানের কর্ণধার অপূর্ব সাহার বাড়িতে ম্যারাথন তল্লাশি শুরু করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা। বালিগঞ্জ পার্কের আবাসনে পৌঁছে গিয়েছেন ছ'জনের একটি দল। চলছে অভিযান। বেআইনি টাকা ঠিক কী কী স্কিম দেখিয়ে সংগ্রহ করা হয়েছিল তাই খতিয়ে দেখা হচ্ছে। কর্ণধারের বাড়িতে সেই সংক্রান্ত নথির হদিশ করতেই চলছে তল্লাশি। জানা গিয়েছে, বেশ কিছু দিন আগেই সিবিআইয়ের কাছে পৈলানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। সেবি-র তরফ থেকেও অভিযোগ জানানো হয় যে, সংস্থার বিভিন্ন অফিস মারফত কোটি কোটি টাকা আসছে। মূলত চিটফান্ডের দোহাই দিয়েই তোলা হচ্ছে টাকা। বিভিন্ন স্কিমের লোভ দেখিয়ে জেলার বাসিন্দাদের কাছ থেকে সংস্থার কর্মীরা টাকা সংগ্রহ করছেন। ইতিমধ্যে এমন কয়েক হাজার কোটি টাকা পৈলানের সংগ্রহে এসেছে। ভিজিলেন্সের তরফেও একই অভিযোগ আসে সিবিআইয়ের কাছে। তারপরই তল্লাশির সিন্ধান্ত নেন আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে কলকাতার বালিগঞ্জ, জেলার সোনার

ভুয়ো কল সেন্টারের হদিশ, ২০০০ SBI ক্রেডিট কার্ড গ্রাহকের ₹৫ কোটি প্রতারণা

Image
২০০০ SBI ক্রেডিট কার্ড গ্রাহককে প্রায় ৫ কোটি টাকার প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার করা হল ২২জন টেলি কলার-সহ ৩০ জনকে। এদের গ্রেপ্তার করে দিল্লির সাইবেরাবাদ পুলিশ।  সাইবেরাবাদের পুলিশ কমিশনার ভিসি সজ্জনার জানিয়েছেন, কয়েকজনের অভিযোগের ভিত্তিতে তাঁরা তদন্তে নামেন। অভিযোগ ছিল, SBI-এর ক্রেডিট কার্ড শাখার কর্মী হিসেবে পরিচয় দিয়ে ফোনে গ্রাহকদের ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য জেনে নিত প্রতারকরা। এরপর অনলাইন পোর্টালের মাধ্যমে সেই কার্ডে লেনদেন করত। এই চক্রের মাস্টারমাইন্ড ছিল বিজয় কুমার শর্মা নামে এক ব্যক্তি। সে-ও এখন পুলিশের হেফাজতে। ধৃত ২২ জন টেলি কলারের মধ্যে বেশিরভাগই মহিলা বলে জানিয়েছে পুলিশ। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে কাজ করছে এই চক্র। SBI ক্রেডিট কার্ডের ভুয়ো কল সেন্টার তৈরি করে গ্রাহকদের থেকে OTP-সহ যাবতীয় তথ্য নেওয়া হত। এ ক্ষেত্রে কাজে লাগানো হত www.jayyshree.com - এই ওয়েবসাইটকে। ৮ জুলাই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের আদালতে পেশ করা হলে আদালত ২২ জন টেলিকলারকে আগামী ২৩ জুলাই স্টেশন হাউস অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয়। 

অপেক্ষা আর কয়েক মাসের, রাজপথে চলবে ১ হাজার ইলেক্ট্রিক বাস

Image
২০১৯ সালের জুন মাস থেকেই এক নয়া অভিজ্ঞতা হতে চলেছে দিল্লির বাসিন্দাদের। রাজপথে চলবে শীততাপ নিয়ন্ত্রিত লো-ফ্লোরিংয়ের বিদ্যুত্‍ চালিত বাস।  বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে মন্ত্রীসভা ১ হাজার বিদ্যুত্‍ চালিত বাসের অনুমতি দিয়েছে। এই প্রকল্পের পরামর্শকারী হিসেবে নিয়োগ করা হয়েছে দিল্লি ইন্টিগ্রেটেড মাল্টি মোডাল ট্রান্সিট সিস্টেমকে। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোডিয়া জানিয়েছেন, 'রাজধানীর পাবলিক ট্রান্সপোর্ট এবং বায়ু দূষণের সমস্যা রোধে এটি এক বড় পদক্ষেপ।' তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে DIMTS তাদের সমীক্ষা জমা দেবে।  এখনও পর্যন্ত চিন ছাড়া এত সংখ্যক বিদ্যুত্‍ চালিত বাস আর কোনও দেশে নেই। বর্তমানে ভারতে মোট ৩০টি বিদ্যুত্‍ চালিত বাস রয়েছে। তার মধ্যে ২৫টি চলে হিমাচল প্রদেশে এবং ৫টি মুম্বই শহরে। সিসোডিয়া জানিয়েছেন, আগামীদিনে সমগ্র পরিবহণ ব্যবস্থাকেই বিদ্যুত্‍ চালিত করে দেওয়ার ভাবনা রয়েছে দিল্লি সরকারের।  অন্যদিকে সুপ্রিম কোর্ট ইতোমধ্যে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে CNG-র বদলে হাইড্রোজেন চালিত বাস রাস্তায় চালানোর। শীর্ষ আদালতের মতে এই পদক্ষেপ অনেক বেশি পরি

লখনৌয়ে ৪ নাবালকের লালসার শিকার কিশোরী

Image
আরও একটা গণধর্ষণ। এ বার লখনৌয়ে। ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালাল ৪ নাবালক। ধর্ষণে বাধা দেওয়ায় মেয়েটিকে প্রবল মারধরও করা হয় বলে অভিযোগ।  জানা গিয়েছে, গত সন্ধেয় পাড়ারই এক বন্ধুর সঙ্গে বাইকে চড়ে বেরিয়েছিল মেয়েটি। পরে ওই বন্ধুর সঙ্গে যোগ দেয় তার আরও তিন সহযোগী। তারা সবাই মিলে গণধর্ষণ করে মেয়েটিকে। প্রতিরোধ করায় মেয়েটিকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। সবশেষে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় বাইক থেকে ছুড়ে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা। তারা প্রত্যেকেই নাবালক বলে সূত্রের দাবি।  পথচারীরা মেয়েটিকে ওই অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। লখনৌয়ের মদিয়োঁ পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছে পুলিশ। একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনের খোঁজে চলছে তল্লাশি।

ক্যান্সার আক্রান্তরা কি মা হতে পারেন?

Image
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল কসবা রুবি পার্ক এলাকায়। শিবিরটির ব্যবস্থাপনার দায়িত্ব সামলেছেন কলকাতা পৌরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ। মুখ্য উদ্যোক্তা ছিলেন অনির্বাণ চট্টোপাধ্যায়। সহযোগিতায় ছিল সমাজসেবী সংগঠন হিন্দোল ও বিশিষ্ট চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রায় ১০০ জন মানুষ পরামর্শ নেন। ক্যান্সার আক্রান্তরা কি মা হতে পারেন? ক্যান্সার রোগীর কি সাধারণ উপায়ে সন্তান লাভ করা সম্ভব? একজন ক্যান্সার রোগীর চিকিৎসায় সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি ইত্যাদি বিভিন্ন ধরনের চিকিৎসার দরকার পড়তে পারে। এই চিকিৎসার কারণে শরীরে নানা সমস্যার সৃষ্টি হয়। এমনই এক সমস্যা হল ফার্টিলিটির সমস্যা। অনেক ক্ষেত্রেই ক্যান্সার থেকে সম্পূর্ণ ফিরে আসার পরও ফার্টিলিটির সমস্যা থেকে যায়। এমন জটিলতা পুরুষ ও মহিলা, দু'তরফেরই হতে পারে। এই সমস্যার কারণ হল, রেডিও বা কেমোথেরাপি থেকে এগ বা স্পার্মের চরিত্রগত এবং গঠনগত বেশ কিছু পরিবর্তন আসে। ক্যান্সার চিকিৎসা পর্ব মিটলেও এই সমস্যা কিন্তু থেকেই যায়। তাই ক্যান্সার থেকে ফিরে আসা মানুষের সাধারণ উপায়ে সন্তান ধারণ বেশ কঠিন। কিছু ক্ষেত্রে

সরকারি শর্ত মেনে সন্তান হলে ১০ থেকে ১৯ হাজার টাকা পর্যন্ত ভাতা

Image
নয়াদিল্লি : বিয়ের পরেই বধূকে যাতে দ্রুত এবং একাধিক সন্তানের জন্ম দেওয়া উপর জোর না দেওয়া হয়, তার জন্য এবার শাশুড়ি-বউমা সম্মেলনের বাড়তি উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি পরিবার কল্যাণের বিষয়টিতেও জোর দিতে এই উদ্যোগ বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। শাশুড়ি-বউমা সম্মেলনের পাশাপাশি দারিদ্র্যসীমার নীচে (বিপিএল) বসবাসকারী দম্পতিদের সচেতনতা বাড়াতে আর্থিক সহায়তার উপরও জোর দিচ্ছে মোদি সরকার। সরকারের গাইডলাইন মেনে সন্তানের জন্ম দিলে মিলবে ১০ থেকে ১৯ হাজার টাকার ইনসেনটিভ বা উৎসাহভাতা। যদিও সেক্ষেত্রে দুটির বেশি সন্তানের জন্ম দেওয়া চলবে না বলেই কড়া শর্ত রেখেছে সরকার। মূলত জন্মহার বেশি, গোটা দেশের এমন সাতটি রাজ্যের ১৪৬টি জেলায় এই কর্মসূচিতে জোর দেওয়া হলেও কমবেশি গোটা দেশেই তা পালন করার হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা।  মন্ত্রকের সমীক্ষা অনুযায়ী, পরিবারে, বিশেষত গরিব নিন্মবর্গের মধ্যে এখনও মূলত শাশুড়িরা তার বউমাকে দ্রুত সন্তানের জন্ম দেওয়ার জন্য চাপ দেন। সেই চাপে পড়ে অনেক সময়ই সন্তান জন্ম দেওয়ার স্বাস্থ্যকর বয়স অথবা দু'টি সন্তানের জন্মের

মহিলার হাত-পা বেঁধে দুঃসাহসিক কাণ্ড ঘটাল শ্বশুর-জামাই

Image
বারাকপুর: মধ্যবয়স্কা মহিলাকে বাড়িতে একা পেয়ে তাকে বেঁধে রেখে লক্ষাধিক টাকার সম্পত্তি লুঠের অভিযোগ উঠেছিল৷ সন্দেহের তালিকায় ছিল প্রতিবেশী শ্বশুর ও জামাই। মঙ্গলবার সন্ধ্যায় নিমতা থানার অন্তর্গত সুকান্তপথ এলাকায় কল্পনা মণ্ডলের বাড়িতে ওই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু খবর পেয়েই তড়িঘড়ি সেই ডাকাতির কিনারা করল নিমতা থানার পলিশ৷ ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে সুকান্তপথ এলাকারই বাসিন্দা পেশায় মাছ বিক্রেতা বিশ্বনাথ দাস এবং তার জামাই পেশায় ক্ষুদ্র হোশিয়ারি কারখানার মালিক দীপান বিশ্বাসকে গ্রেফতার করে নিমতা থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে নিমতা থানার পুলিশ। বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিমতা থানার পুলিশ জানিয়েছে। প্রসঙ্গত, নিমতা থানা অঞ্চলের সুকান্তপথ এলাকার বাসিন্দা মধ্যবয়স্ক মহিলা কল্পনা মণ্ডল তাঁর ছেলের সঙ্গে থাকেন। মঙ্গলবার সন্ধ্যার পর তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানা গিয়েছে। সেদিন তাঁর বাড়ির পিছনের দরজা খোলা ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে মঙ্গলবার রাতে তার বাড়ির পিছনের দরজা দিয়ে হঠাৎ মুখে গামছা বাঁধা দুই দুষ্কৃতী তাঁর ঘরে হুড়মুড় করে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই কল্পনাদেবীক

‘৩০০ ম্যাচ খেলেছি, আমাকে কি পাগল মনে হয়?’ কেন মেজাজ হারিয়েছিলেন ধোনি?

Image
তিনি ক্যাপ্টেন কুল। ভারতীয় ক্রিকেটে ইস্পাতকঠিন অথচ হিমশীতল স্নায়ুর অধিকারী যদি কেউ হন, তবে তিনি মহেন্দ্র সিং ধোনি। সচরাচর মাঠে মেজাজ হারান না। জয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেন না। পরাজয়ে ভেঙে পড়েন না। বরং মাঠে ফিরে এসে প্রত্যাঘাত করেন। এই ধোনিও কিন্তু রেগে যেতে পারেন। এবং রেগে গিয়েওছিলেন। সম্প্রতি এরকম একটা ঘটনার কথাই ফাঁস করলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। ঘটনা আজকের নয়। গত বছর ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলছিল ভারত। সেবার কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্ব করছিলেন রোহিত শর্মা। ধোনি বহুদিন হল অধিনায়কত্ব ছেড়েছেন। তবে এখনও দলের যে কোনও সিদ্ধান্তে ভীষ্ম তিনিই। এমনকী কোহলিকেও দেখা যায় কোনও সিদ্ধান্ত নিতে গেলে ধোনির দিকেই তাকিয়ে থাকেন। কখনও তো কোহলির আগেই থার্ড আম্পায়ার কলের সিদ্ধান্ত জানিয়ে দেন ধোনি। দেশকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ককে এভাবেই সম্মান জানায় ভারতীয় দল। তো ইন্দোরে ওই ম্যাচ চলাকালীন মার খাচ্ছিলেন কুলদীপ। বলে বলে ছয় মারছিল ব্যাটসম্যান। কুলদীপ অসহায়ভাবে ধোনির দিকেই তাকাচ্ছিলেন। ধোনি তাঁকে সাহস দিয়ে বলেন, কোনও ব্যাপার নয়, বল আর একটু ফুল লেংথে ফেললেই হবে

লন্ডনের আদালতে নিজেকে ‘গরিব’ বলে দাবি বিজয় মালিয়ার

Image
আদালতে জয়ের পরও হয়তো লন্ডন থেকে খালি হাতেই ফিরতে হবে ভারতীয় ব্যাংকগুলিকে। আদালতের রায়ের শেষেও কৌশলী মালিয়া হয়তো পার পেয়ে যাবেন আবারও। আসলে ১৩টি ভারতীয় ব্যাংকের আবেদনের ভিত্তিতে মালিয়ার ইংল্যান্ডের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ওয়েস্টমিনস্টার আদালত। কিন্তু মালিয়ার দাবি, তাঁর নামে যা সম্পত্তি আছে তা নেহাতই নামমাত্র অথচ তিনি লন্ডনে থাকেন বিলাসবহুল বাড়িতে, ব্রিটেনে আরও দু'টো দামী অট্টালিকা রয়েছে তাঁর। মালিয়ার কাছে এদেশের ১৩টি ব্যাংক প্রায় ৯ হাজার কোটি টাকা পায়। সেই মামলায় এখনও কিংফিশারের মালিককে দেশে ফেরানো না গেলেও প্রাথমিক জয় পেয়ে গিয়েছিল ভারতীয় ব্যাংকগুলি। ওয়েস্টমিনস্টার আদালত নির্দেশ দিয়েছল ব্যাংকের ঋণ শোধ করার জন্য ইংল্যান্ডে মালিয়ার যত সম্পত্তি আছে তা নিলাম করা যাবে। ঠিক কত টাকার সম্পত্তি আছে তা জানানোর জন্য মালিয়াকে একটি হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু লিকার ব্যারনের দেওয়া হলফনামায় চক্ষু চড়কগাছ বিচারক থেকে শুরু করে ব্যাংক কর্তাদের। মালিয়ার দাবি, ব্রিটেনে তাঁর গোটা কয়েক গাড়ি আর কিছু সোনার গয়না ছাড়া বেশি কিছু নেই। এই টাকা দিয়ে ভারতীয় ব্যাংকগুলির ঋণ শোধ হ

‘বন্ধুবেশে’ রাজধানীতে আইএস হানার ছক ভেস্তে দিলেন ভারতীয় গোয়েন্দারা

Image
রাজধানীর বুকে বড়সড় আইএস নাশকতার ছক ভেস্তে দিলেন ভারতীয় গোয়েন্দারা৷ তাঁদের হাতে আইএস হানার সেই চাঞ্চল্যকর তথ্য তুলে দিয়েছিলেন গোয়েন্দা সংস্থারই এক অফিসার, যিনি বন্ধুর বেশে ঢুকে পড়েছিলেন এক আইএস সদস্যের অন্দরমহলে৷ জানা গিয়েছে, নয়াদিল্লির লাজপৎ নগরের বাসিন্দা সেই যুবক ২০১৭-এর সেপ্টেম্বরে একবার ভারতে গ্রেপ্তার হয়েছিল৷ পরে মুক্তি পেতেই, সে আফগানিস্তানে পালিয়ে গিয়েছিল৷ বর্তমানে মার্কিন সেনার হাতে বন্দি রয়েছে সে৷ কীভাবে এই পরিকল্পনা ব্যর্থ করলেন গোয়েন্দা সংস্থার সেই অফিসার? জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ওই যুবকের সঙ্গে সখ্যতা জমিয়েই তার ভয়ানক পরিকল্পনার আঁচ পেয়েছিলেন ওই গোয়েন্দা অফিসার৷ সেই পরিকল্পনার কথাই তিনি পৌঁছে দিয়েছিলেন গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে৷ সূত্রের খবর, একাধিকবার আফগানিস্তান ও দুবাইতে গিয়ে ওই যুবক নাশকতার পুরো প্ল্যান ছকে এসেছিল৷ নাশকতা চালানোর আগে বেশ কয়েকটি স্থান রেইকি করে ফেলেছিল ওই যুবক৷ যার মধ্যে অন্যতম ছিল, দিল্লি এয়ারপোর্ট, আনসল প্লাজা মল, বসন্ত কুঞ্জ ও সাউথ এক্সটেনশন মার্কেট৷ গোয়েন্দার জানতে পেরেছেন, কেবল নয়াদিল্লি নয়, আ

সৎ মাকে কুপিয়ে খুনের পর থানায় গেল যুবক, হাওড়ায় চাঞ্চল্য

Image
হাওড়া: সৎ মাকে কুপিয়ে খুনের পর থানায় গিয়ে আত্মসমপর্ণ করল যুবক। ধৃতের নাম চন্দন প্রসাদ (২৬)। মৃত মহিলার নাম বাসন্তীদেবী (৫৪)। চন্দন ও তার দ্বিতীয়পক্ষের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে কি কারণে খুনের ঘটনা ঘটল তা নিয়ে মুখে কুলুপ প্রতিবেশীদের। তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার দুপুরে নৃশংস ঘটনাটি ঘটেছে হাওড়ার ৭২/১০ বনবিহারী রোডে। পুলিশ জানিয়েছে, বনবিহারী রোডের আবাসনের একতলায় প্রসাদ পরিবারের বসবাস। ধৃত চন্দনের বাবা শিবদাসন প্রসাদ (৬২)। তিনি জুটমিলের অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর দু'টো বিয়ে। প্রথমপক্ষের স্ত্রীর মৃত্যু হলে শিবদাসন বাসন্তীদেবীকে বিয়ে করেন। বাসন্তীদেবীর তিন মেয়ে। তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। অন্যদিকে প্রথমপক্ষের স্ত্রীর দুই ছেলে ও এক মেয়ে। সেই মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। বড় ছেলে বিমল প্রসাদ ভিনরাজ্যে কাজ করে। বাড়িতে থাকে ছোট ছেলে চন্দন প্রসাদ। এই চন্দনেরও আবার দুটো বিয়ে।  প্রথম বউ পালিয়ে গিয়েছে বেশ কিছুদিন হল। ফের বিহারের জাহানাবাদে গিয়ে নতুন বিয়ে করে সে। মাস খানেক আগে নতুন বউকে নিয়ে এসেছে হাওড়ার বাড়িতে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীর বক্তব

স্কুলে অশ্লীল ভিডি দেখতে চাপ দেওয়ার অভিযোগ!

Image
স্কুলের ছাত্রদের অশ্লীল ভিডিও দেখতে চাপ দেওয়ার অভিযোগ। পুলিশ গ্রেফতার করেছে স্কুলের অধ্যক্ষ এবং অপর এক শিক্ষককে। ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙার লালবাগ এলাকায়। ধৃত অধ্যক্ষের নাম সুজিত কুমার মিশ্র এবং শিক্ষকের নাম কুমার আনন্দ শঙ্কর। ছাত্রদের তরফে অভিযোগ দায়ের করার পরেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে। এফআইআর-এ স্কুলের সেক্রেটারির নামও রয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধেল তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশ। ঘটনার জেরে স্কুল সাতদিনের জন্য বন্ধ রাখার কথা জানানো হয়েছে প্রশাসনের তরফে। অভিযাগ পাওয়ার পরেই জেলার এডুকেশন অফিসার মহেশ প্রসাদ সিং ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছেন। স্কুলটির আদৌ কোনও অনুমোদন ছিল কিনা তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।

কংগ্রেসকে ভেঙেছি, এবার বিজেপিকে ভাঙব! হুঙ্কার ছেড়ে শুভেন্দু বললেন তালিকা তৈরি

Image
মুর্শিদাবাদে কংগ্রেসকে ভেঙেছেন একার দক্ষতায়। খোদ অধীর চৌধুরীর গড়ে এখন কংগ্রেসকে দূরবিন দিয়ে দেখতে হচ্ছে। রাজ্যে সর্বত্রই কংগ্রেস ভুগছে অস্তিত্বহীনতায়। কংগ্রেসের মেরুদণ্ড ভেঙে এবার বিজেপি ভাঙার হুঙ্কার ছাড়লেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালদহে একটি দলীয় অনুষ্ঠানে অংশ নিয়ে বুধবার এ কথা বলেন তিনি। শুভেন্দু বলেন, পঞ্চায়েত নির্বাচনে কিছু আসনে বিজেপি জয়ের মুখে দেখেছে। কিন্তু তা ভেবে সুখে নিদ্রা যাওয়ার কিছু নেই। বিজেপি ওই জয় ধরে রাখতে পারবে না। অচিরেই তা বুঝতে পারবে বিজেপি। একে একে সব তৃণমূলে চলে আসবে। বিজেপির ভাঁড়ার শূন্য হয়ে যাবে। তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী এখন মুর্শিদাবাদের পর নজর দিয়েছেন গনিখানের জেলা মালদহে। সেখানে পঞ্চায়েতে জয়লাভের পর তিনি কংগ্রেসের সব সদস্য থেকে শুরু করে নেতা-নেত্রীরা তৃণমূলে যোগ দিতে পা বাড়িয়ে রয়েছে বলে জানিয়েছিলেন। এবার কংগ্রেসকে ছেড়ে বিজেপিকে ভাঙার হুঙ্কার ছাড়লেন। তিনি বলেন, মালদহে বিজেপি কিছু আসনে জিতেছে। কিন্তু তারা একটাও গ্রাম পঞ্চায়েত দখল করতে পারবে না। বিজেপির সদস্যরা সবাই তৃণমূলে যোগ দেবে। বিজেপির যত বড় নেতাই রাজ্যে আসুন না কেন

অঘটন ঘটাতে ঘটাতে ফাইনালে ক্রোয়েশিয়া

Image
বিশ্বকাপের ইতিহাসে এই ছবিটা অক্ষয় হয়ে থাকবে হয়তো। ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠার মতোই অবিশ্বাস্য মনে হল ঘটনাটা। অতিরিক্ত সময়ে জয়ের গোলটা করার পরে মারিয়ো মাঞ্জুকিচের ঘাড়ের উপরে উঠে পড়েছেন ইভান পেরিসিচ। ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলার নায়কের ঘাড়ের উপরে উচ্ছ্বাস প্রকাশ করতে উঠে পড়েছেন সমতায় ফেরানোর নায়ক। দুই নায়কের যুগলবন্দির অসাধারণ ছবিটার সঙ্গে সঙ্গত করতে তাঁদের উপর ঝাপিয়ে পড়ল যেন পুরো দল। আর খেলা শেষে কোচকে মাটিতে শুইয়ে তাঁর উপর সবাই শুয়ে পড়েছেন, সেটাও তো নতুন। ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপের নতুন এক শক্তির উত্থানের দিনে এ সব দেখে মনে হল, সংকল্পে অটল আর একতা থাকলে সব যুদ্ধে জেতা যায়। ইংল্যান্ডের মতো দলের কাছে পিছিয়ে পড়ে অতিরিক্ত সময়ে ম্যাচও জেতা যায়। 'এই দলটা অনেক কিছুই ওলটপালট করে দিতে পারে', রাশিয়া আসার আগে গ্যারেথ সাউথগেটের এই আশার কথা কেউ বিশ্বাস করেনি। না হলে, প্রথম দিকে এত কম সমর্থক আসেন ফুটবলের দেশ ইংল্যান্ড থেকে! কিন্তু শেষ চারে ইংল্যান্ড চলে যেতেই ছবিটা বদলে গিয়েছিল। রাশিয়ায় দলে দলে সমর্থক চলে এসেছেন রাহিম স্টার্লিংদের সমর্থন করতে। ম্যাচের আগে ইংল্যান্ড কোচকে দেখা গেল ড্রেসিংরু

তেল নিয়ে ভারতকে হুঁশিয়ারি ইরানের

Image
তাদের থেকে অপরিশোধিত তেল আমদানি না করলে ভারতকে বিশেষ কোনও সুবিধাও দেওয়া হবে না— এই ভাষাতেই নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিল ইরান। তাদের অভিযোগ, চাবাহার বন্দর নির্মাণেও ঠিক ভাবে অর্থ জোগাচ্ছে না নয়াদিল্লি।  পেট্রোপণ্যে ইরানের উপর নির্ভরতা কমাতে এখন গোটা বিশ্বের দেশগুলির উপরেই চাপ বাড়িয়েছে আমেরিকা। আগামী ৪ নভেম্বরের মধ্যে আমদানি শূন্যে নিয়ে যেতে হবে। না হলে সংশ্লিষ্ট দেশগুলিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এই পরিস্থিতিতে ভারতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত মাসুদ রেজভানিয়ান রাহাগি দিল্লিতে একটি আলোচনা সভায় বলেছেন, ''ইরানের বদলে ভারত যদি সৌদি আরব, রাশিয়া, ইরাক কিংবা আমেরিকা থেকে অপরিশোধিত তেল আমদানির উপরে জোর দেয়, তা হলে নয়াদিল্লিকে বিশেষ সুবিধা থেকে বঞ্চিত করা হবে।'' কূটনীতিকেরা মনে করছেন, নয়াদিল্লিকে চাপে ফেলতেই এই হুঁশিয়ারি। কারণ, পাকিস্তানকে এড়িয়ে ভারত, ইরান ও আফগানিস্তান চাবাহার বন্দরের পরিকল্পনা নিয়ে এগিয়েছে। মধ্য এশিয়ায় বাণিজ্যের জন্যও যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হয়। তবে গত মে মাসে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে আসার কথা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করা

চরের মাঝে চলত কঙ্কাল কারবার

Image
বর্ষার ভরা গঙ্গায় ঘন অন্ধকার চিরে একটা আলোর রেখা লক্ষ্য করে ছুটছিল নৌকাটা। তাতে‌ আরোহী পুলিশ অফিসারেরা। চরের কাছে বাঁধা অন্য একটি নৌকার টিমটিমে আলোর কাছে যেতেই পচা মাংসের বিকট গন্ধে গা গুলিয়ে উঠল সকলের। বোঝা গেল, সূত্রের খবর নির্ভুল!  ওই নৌকাতেই চলছে অবৈধ কঙ্কাল পাচার কারবারিদের কাজকর্ম! গোপনে এলাকার বিভিন্ন শ্মশান ও কবর থেকে মৃতদেহ এনে হাড় থেকে মাংস আলাদা করে তারা। তার পর হাড় পরিষ্কার করে পাচার করা হয়। পুলিশ সূত্রের খবর, আলাদা-আলাদা হাড় বিক্রি হয়, আবার গোটা নড়কঙ্কালও বেচা হয়। সে ক্ষেত্রে দেহ বিশেষ রাসায়নিক-ভর্তি ড্রামে ভিজিয়ে‌ রেখে কঙ্কাল তৈরি করা হয়। মাস আটেক আগে বর্ধমানের পূর্বস্থলীতে এই রকমই এক কঙ্কাল তৈরির ডেরায় হানা দিয়ে পুলিশ উদ্ধার করেছিল ২২টি নরকঙ্কাল-সহ প্রচুর হাড়গোড়। তবে কঙ্কাল কারবারিদের সে বার ধরতে পারেনি পূর্বস্থলী থানার পুলিশ। পলাতক দুই পাচারকারী তাপস পাল ওরফে তপসা ও কার্তিক ঘোষকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধরেছে নবদ্বীপ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি মড়ার খুলি, ৩৮টি পাঁজর, ৬টি হিপবোন, ৪টি ব্যাকবোন ও ৪টি কাঁধের হাড়। প্রাথমিক ভাবে অনুমান, সবই মানুষ

কৃষকদের ঋণ মকুব করার দাবি মমতার

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে কৃষকদের ঋণ মকুবের দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার কৃষিক্ষেত্র এবং একশো দিনের কাজের নীতি রূপায়ণে মুখ্যমন্ত্রীদের নিয়ে গঠিত 'নীতি আয়োগ'-এর সাব কমিটির সমন্বয় বৈঠক হবে। কিন্তু, জেলার প্রশাসনিক বৈঠকে ব্যস্ত থাকায় দিল্লি যেতে পারবেন না মমতা। তবে কমিটির প্রধান তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে নিজের আট দফা প্রস্তাব লিখিত ভাবে পাঠিয়েছেন তিনি। তার মধ্যে তাৎপর্যপূর্ণ হল, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের ঋণ মকুব করা হোক। এ জন্য পৃথক বাজেট বরাদ্দের দাবিও তুলেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে গোটা দেশেই কৃষকদের অবস্থা নিয়ে বিস্তর চর্চা চলছে। ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যেও। পরিস্থিতির গভীরতা বুঝে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এক ধাক্কায় অনেকটাই বাড়িয়েছে কেন্দ্র। আর লোকসভা ভোটের আগে এই সিদ্ধান্তকেই প্রচারের হাতিয়ার করতে চাইছে বিজেপি। এ নিয়ে প্রচার করতে ১৬ তারিখ মেদিনীপুরে আসছেন প্রধানমন্ত্রী। তার পাল্টা রাজনৈতিক চাল হিসেবেই মমতা কৃষিঋণ মকুবের দাবি তুললেন বলে মনে করা হচ্ছে। মমতার আরও দাবি, রাজ্যভিত্তিক প্রধান ফসলগুলির ন্যূনতম

প্রৌঢ়াকে বেঁধে লুঠ, ধৃত তিন পড়শি

Image
ঘর থেকে ভেসে আসছে টিভির আওয়াজ, সঙ্গে শোনা যাচ্ছে গোঙানির শব্দ! মঙ্গলবার রাতে বেশ কিছুক্ষণ ধরে এমন আওয়াজ পাচ্ছিলেন প্রতিবেশীরা। শেষে ওই ঘরে ঢুকে দেখেন মেঝেতে হাত-পা বাঁধা অবস্থায় পরে রয়েছেন গৃহকর্ত্রী। মুখেও শক্ত ভাবে বাঁধা রয়েছে ওড়না। ঘরের আলমারি লন্ডভন্ড। মঙ্গলবার রাতে এমন ঘটনা ঘটেছে নিমতা থানার উত্তর দমদম এলাকায়। তবে বাঁধন খুলে দিতেই ওই প্রৌঢ়া অভিযোগের আঙুল তোলেন প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। পুলিশ জানায়, কল্পনা মণ্ডল নামের ওই প্রৌঢ়া দাবি করেছেন, মুখে কালো কাপড় বেঁধে দুই দুষ্কৃতী এলেও তারা যে ওই পাড়াতেই থাকেন, তা তিনি চিনতে পেরেছেন। সেই অভিযোগ পেয়ে রাতেই পুলিশ ওই এলাকা থেকে বিশ্বনাথ দাস, তাঁর স্ত্রী অপর্ণা দাস এবং জামাই দীপন বিশ্বাসকে গ্রেফতার করেছে। যদিও বিশ্বনাথবাবুর ছেলে শুভ ঘটনার পর থেকে পলাতক বলেই দাবি তদন্তকারীদের। পুলিশ সূত্রের খবর, উত্তর দমদমের তেঁতুলতলার বাসিন্দা কল্পনাদেবী। তিনি ফিজিওথেরাপির কাজ করেন। তাঁর ছেলে সুমন একটি বেসরকারি সংস্থার কর্মী। ঘটনার সময়ে তিনি অফিসে ছিলেন। অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ খাটে বসে টিভি দেখছিলেন ওই প্রৌঢ়া। আচমকাই ঘরে ঢোকে দু

নিয়োগপত্র থেকে বেতন, গোটা চাকরিই জাল!

Image
জাল নিয়োগপত্রই শুধু নয়, প্রতারকেরা এ বার বাজারে নেমেছে জাল চাকরি নিয়ে! কী রকম? প্রার্থীকে প্রথমে দেওয়া হত সরকারি চাকরির জাল নিয়োগপত্র। পরে জাল পরিচয়পত্র, এমনকি নিয়মিত বেতনও দেওয়া হত তাঁদের। দফায় দফায় সেই বেতন বাড়ানো হত, কাজ খারাপ হলে সাসপেন্ডও করা হত। অথচ, প্রতারিতেরা ঘুণাক্ষরেও বুঝতে পারতেন না যে, পুরো বিষয়টিই সাজানো। অভিনব এমনই পদ্ধতিতে কয়েক বছর ধরে কয়েকশো মানুষকে ঠকানোর পরে শেষে পুলিশের হাতে ধরা পড়ে গেল ওই চক্রটি। পুলিশ জানিয়েছে, হেয়ার স্ট্রিট থানায় সুরজিৎ চক্রবর্তী নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুরো দলটিকে ধরে তারা। ধৃতদের নাম শুভব্রত মজুমদার, তন্ময় সামন্ত, নিশান বাঁশফোর, আবু জাফর মণ্ডল ও খুরশিদ আলম। লালবাজারের গোয়েন্দা-প্রধান প্রবীণ ত্রিপাঠী বলেন, ''ওই চক্রে আরও কয়েক জনের নাম উঠে আসছে। জানা গিয়েছে, কয়েকশো মানুষকে ঠকিয়ে পাঁচ থেকে ছয় কোটি টাকার প্রতারণা করেছে এই দলটি। বেশ কয়েক বছর ধরে এই চক্র সক্রিয়।'' পুলিশ জানিয়েছে, বন, স্বাস্থ্য, দমকল, মৎস্যের মতো বিভিন্ন সরকারি দফতরে চাকরির সুযোগ পাওয়া যাবে বলে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিত এই প্রতারণা চক্রটি। ত

বেশি সন্তানে নগদ পুরস্কার মিজোরামে

Image
এই বছর 'বিশ্ব জনসংখ্যা দিবস'-এর স্লোগান, 'পরিবার পরিকল্পনা মানবাধিকারের অঙ্গ'। আর সেই স্লোগানকেই হাতিয়ার করে মিজোরামের সবচেয়ে বড় ছাত্র ও নাগরিক সংগঠন ইয়ং মিজো অ্যাসোসিয়েশন (ওয়াইএমএ) রাজ্যবাসী মিজোদের বেশি করে সন্তানের জন্ম দেওয়ার ডাক দিল! পাশাপাশি, বেশি সন্তানের জন্ম দিলে দম্পতিদের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে প্রভাবশালী গির্জাও। পড়শি অসমে নতুন জনসংখ্যা নীতি ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, দুইয়ের বেশি সন্তান হলেই খোয়াতে হবে সরকারি চাকরি। দাঁড়ানো যাবে না ভোটে। মিলবে না কোনও সরকারি সুবিধা। কিন্তু পার্শ্ববর্তী মিজোরামে ছবিটা ভিন্ন। রাজ্য সরকারের হিসেবে, গত দশকে মিজোরামে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৯.১৮%। কিন্তু চলতি দশকে এখনও পর্যন্ত তা কমে ২৩.৪৮% হয়েছে। অথচ বিশ্বের সর্ববৃহৎ পরিবারের বাস মিজোরামে। সেরচিপ জেলার বাকতাওং লাংনুয়াম গ্রামের বাসিন্দা ৭৪ বছর বয়সী চানা পাওলের ৩৯ জন স্ত্রীর ৯৪ জন ছেলেমেয়ে। নাতি-পুতি মিলিয়ে পরিবারের সদস্য সংখ্যা ১৮০ ছাড়িয়েছে। কিন্তু ওয়াইএমএর মতে, সবাইকেই সমান 'উদ্যোগী' হতে হবে। ওয়াইএমএর দাবি, সন্তানধারণের সিদ্ধান্ত দম্পতির ব্যক্তিগত। তার '

শিশু ধর্ষণে ফাঁসি চেয়ে এ বার বিল

Image
শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের সাজায় আগেই সায় দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। জারি হয়েছিল অধ্যাদেশ। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, এ বার সেটিকে আইন করতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় 'ভারতীয় দণ্ডবিধি ও ফৌজদারি আইন (সংশোধিত) ২০১৮ বিল' আনতে চলেছে সরকার। আগামিকাল আলোচনার পরে মন্ত্রিসভা ওই সংশোধনী বিলে ছাড়পত্র দিলে বাদল অধিবেশনে সেটি সংসদে আনার কথা ভাবা হয়েছে। সম্প্রতি কাঠুয়া-সুরাত-মন্দসৌরের ঘটনায় পরপর নির্যাতনের শিকার হয়েছে শিশুরা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে দেশ জুড়ে। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ের মতো রাজ্য ইতিমধ্যেই রাজ্যওয়াড়ি আইনে ১২ বছরের নীচে কোনও মেয়েকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্তরেও অনুরূপ পদক্ষেপের দাবিতে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গাঁধী। প্রস্তাবটি মেনে নেয় কেন্দ্র। সংসদ বন্ধ থাকায় জারি হয় অধ্যাদেশ। আগামী অক্টোবর মাসে ওই অধ্যাদেশের মেয়াদ শেষ হবে। তার আগে ১৮ জুলাই থেকে শুরু হতে চলা বাদল অধিবেশনেই ওই অধ্যাদেশ বাতিল সংসদে বিল আইন আনার পক্ষে সরকার। শাসক শিবির আশা করছে ওই বিল পাশ করানোর প্রশ্নে বিরোধীরা সরকারের পাশেই থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রক জা

সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারার পক্ষে দাঁড়াল না কেন্দ্র !

Image
সমকামিতার প্রশ্নে বড়সড় বদল কেন্দ্রীয় সরকারের অবস্থানে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার সাংবিধানিক বৈধতা রয়েছে কি না, তা নির্ধারণের সম্পূর্ণ ভার আদালতের উপরেই ছেড়ে দিল সরকার। এ বিষয়ে সরকারের নিজের কোনও অবস্থান নেই বলে হলফনামা দিয়ে জানালেন অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেটা। এর আগে কেন্দ্রীয় সরকার ৩৭৭ ধারা বহাল রাখার পক্ষেই সুপ্রিম কোর্টে সওয়াল করেছিল। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা দণ্ডনীয় অপরাধ। পারস্পরিক ভাবে সহমত হয়েও যদি দুই প্রাপ্তবয়স্ক পরস্পরের সঙ্গে সমকামী যৌন সম্পর্কে জড়ান, তা হলেও তা দণ্ডনীয় ৩৭৭ ধারা অনুযায়ী। সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে এই আইনে। এলজিবিটিকিউ কমিউনিটির তরফে এই আইনকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারাকে অসাংবিধানিক আখ্যা দেয় এবং জানিয়ে দেয়, সমকামিতা কোনও অপরাধ নয়। কেন্দ্রীয় সরকার কিন্তু দিল্লি হাইকোর্টের রায় সে সময়ে মানেনি। ৩৭৭ ধারাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়। কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করা হয় ৩৭৭ ধারার সাংবিধানিক বৈধতার পক্ষেই। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট মামলাটির রায় দেয়। দিল্লি হাইকোর্টের

পরকীয়া অপরাধই, কোর্টে বলল কেন্দ্র

Image
পরকীয়া সম্পর্ককে 'বেআইনি' না-বললে বিবাহ নামক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, মত কেন্দ্রীয় সরকারের। ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারা খারিজ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই মামলায় শীর্ষ আদালতকে হলফনামা দিয়ে আজ এই কথা জানাল কেন্দ্রীয় সরকার। কী রয়েছে ৪৯৭ ধারায়? এই ধারায় বলা হয়েছে, কোনও পুরুষ যদি কোনও বিবাহিতা মহিলার সঙ্গে, তাঁর স্বামীর অনুমতি ছাড়াই, বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হন, তা হলে তিনি দণ্ডনীয় অপরাধ করবেন। পরকীয়া সম্পর্কে জড়ানো মহিলার জন্য অবশ্য কোনও সাজার কথা দণ্ডবিধির এই ধারায় উল্লিখিত নেই। ১৫৮ বছরের পুরনো এই আইনটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন এক অনাবাসী ভারতীয় জোসেফ শাইন। তাঁর মতে, এই আইনে পুরুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আবেদনে জোসেফ লিখেছিলেন, ''যেখানে দু'জন সহমত হওয়ার পরেই এই যৌন সম্পর্ক তৈরি হয়, তখন কেন শুধু পুরুষকে দণ্ডিত করা হবে? এই আইন সংবিধান-বিরোধীও বটে। কারণ সংবিধানের ১৪ (আইনের চোখে সব ধর্ম, বর্ণ, জাত এবং লিঙ্গের মানুষ সমান), ১৫ (ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ এবং জন্মস্থানের নিরিখে রাষ্ট্র কোনও