ভুয়ো কল সেন্টারের হদিশ, ২০০০ SBI ক্রেডিট কার্ড গ্রাহকের ₹৫ কোটি প্রতারণা


২০০০ SBI ক্রেডিট কার্ড গ্রাহককে প্রায় ৫ কোটি টাকার প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার করা হল ২২জন টেলি কলার-সহ ৩০ জনকে। এদের গ্রেপ্তার করে দিল্লির সাইবেরাবাদ পুলিশ। 

সাইবেরাবাদের পুলিশ কমিশনার ভিসি সজ্জনার জানিয়েছেন, কয়েকজনের অভিযোগের ভিত্তিতে তাঁরা তদন্তে নামেন। অভিযোগ ছিল, SBI-এর ক্রেডিট কার্ড শাখার কর্মী হিসেবে পরিচয় দিয়ে ফোনে গ্রাহকদের ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য জেনে নিত প্রতারকরা। এরপর অনলাইন পোর্টালের মাধ্যমে সেই কার্ডে লেনদেন করত। এই চক্রের মাস্টারমাইন্ড ছিল বিজয় কুমার শর্মা নামে এক ব্যক্তি। সে-ও এখন পুলিশের হেফাজতে। ধৃত ২২ জন টেলি কলারের মধ্যে বেশিরভাগই মহিলা বলে জানিয়েছে পুলিশ।

গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে কাজ করছে এই চক্র। SBI ক্রেডিট কার্ডের ভুয়ো কল সেন্টার তৈরি করে গ্রাহকদের থেকে OTP-সহ যাবতীয় তথ্য নেওয়া হত। এ ক্ষেত্রে কাজে লাগানো হত www.jayyshree.com - এই ওয়েবসাইটকে। ৮ জুলাই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের আদালতে পেশ করা হলে আদালত ২২ জন টেলিকলারকে আগামী ২৩ জুলাই স্টেশন হাউস অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয়।