Posts

Showing posts from November 26, 2018

যৌন উত্তেজক ওষুধ খাইয়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক! চাঞ্চল্যকর তথ্য তদন্তে

Image
পলাশিপাড়ায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে শুটআউট করে খুনের ঘটনার তদন্ত চাঞ্চল্যকর মোড় নিল। তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন, নিছক সন্দেহ নয়, নিহত সুভাষ বিশ্বাসের সঙ্গে বিভাসের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শুধু তাই নয়, যৌন উত্তেজক ওষুধ খাইয়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতেন সুভাষ। এমন চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা।   তদন্তকারীরা ধৃত বিভাস মণ্ডল, তার স্ত্রী ও অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, গর্ভনিরোধক ওষুধের নাম করে যৌন উত্তেজক ওষুধ খাওয়ানো হত বিভাসের স্ত্রীকে। বন্ধুর অনুপস্থিতিতে বন্ধুর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন সুভাষ। সেই কারণে আগেও দুবার তাঁকে খুনের পরিকল্পনা করেছিল বিভাস। পুলিশি জেরায় বিভাস স্বীকার করেছে এই খুনের পরিকল্পনার কথা। এবারও সে আগাম খুনের পরিকল্পনা করে। সেইমতো অভিন্ন হৃদয় বন্ধুকে চা দোকানে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে বিভাস। পলাশিপাড়ায় বিডিও অফিস চত্বরে একটি চায়ের দোকানে বসেছিলেন সুভাষ। হঠাৎ তাঁর বন্ধু প্রাক্তন সিআরপিএফ জওয়ান বিভাস মণ্ডল সেখানে এসে উপস্থিত হয়। দোকানে ঢুকেই পকেট থেকে

চিনকে হারিয়ে ভারতের দখলে নতুন গিনেস রেকর্ড

Image
প্ল্যাঙ্কথনে শিল্পা। উপুড় হয়ে পায়ের আঙুলের উপর ভর করে অনেকটা শোয়ার মতো। সামনের দিকে হাত ভাঁজ করে কনুইয়ের উপর গোটা শরীরের ভার রাখতে হবে। পায়ের আঙুল আর কুনই ছাড়া শরীরের কোনও অংশ মাটি ছোঁবে না। শরীরচর্চার ভাষায় একেই প্ল্যাঙ্ক পজিশন বলা হয়। এই প্ল্যাঙ্কাথনেই এ বার গিনেস বুকে চিনকে টপকে গেল ভারত। রবিবার সাত সকালেই পুনের মেডিক্যাল কলেজ মাঠে আম জনতার ভিড়। সঙ্গে কয়েক হাজার শরীর সচেতন মানুষ। এখানেই এ দিন আয়োজন হয়েছিল প্ল্যাঙ্কাথনের। উদ্যোক্তা একটি বেসরকারি বিমা সংস্থা। নেতৃত্ব দিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। প্ল্যাঙ্কাথনের চ্যালেঞ্জ ছিল অ্যাবডোমিনাল প্ল্যাঙ্ক পজিশনে ৬০ সেকেন্ড থাকতে হবে। ওই সময়ের মধ্যে শরীরের কোনও অংশ মাটি ছুঁলেই তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে যাবেন। শেষ পর্যন্ত এই প্ল্যাঙ্ক পজিশনে পূর্ণ সময় টিকে ছিলেন ২৩৫৩ জন। আর এখানেই চিনকে টপকে যায় ভারত। গিনেস বুকেও চিনকে টপকে উঠে আসে প্রথম স্থানে। ২০১৭ সালের ১৮ মার্চে আনহুইয়ের সেন্ট্রাল পার্কে চিনে ১৭৭৯ জন ৬০ সেকেন্ড ওই অবস্থানে দাড়িয়ে রেকর্ড গড়েছিল চিন। এ পর্যন্ত একসঙ্গে এত বেশি মানুষের প্ল্যাঙ্ক পজিশনে এক মিনিট সময় কাটানো

প্রথম-দ্বিতীয় শ্রেণিতে হোমওয়ার্ক নয়, ক্লাস পিছু ব্যাগের ওজনও বেঁধে দিল কেন্দ্র

Image
মুখে বহুবার সাবধান করা হয়েছে। নির্দিষ্ট গাইডলাইনও দেওয়া হয়েছে। কিন্তু সেকথা কানে তোলেনি স্কুলগুলি। স্কুল ব্যাগের ওজন কমাতে এ বার তাই রীতিমতো নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ক্লাস পিছু ব্যাগের নির্দিষ্ট ওজন বেঁধে দেওয়ার পাশাপাশি মন্ত্রকের স্পষ্ট নির্দেশ, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না।কোন ক্লাসে কোন বিষয় পড়ানো হবে, মোটের উপর তার একটি রূপরেখাও তৈরি করে দিয়েছে কেন্দ্র। সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে মন্ত্রক। ছোট্ট ছোট্ট পড়ুয়া। কিন্তু তাদেরই পিঠে বিশাল বিশাল ব্যাগ। তার ভার বা ওজন এতটাই যে সোজা হয়ে হাঁটতেও পারে না অনেকে। চেহারা ছোটখাটো হলে সমস্যা আরও বাড়ে। অবস্থা এমন যে, কুঁজো হয়ে হাঁটতে হয়। পরবর্তী কালে অনেকের মেরুদণ্ডের সমস্যাও ধরা পড়ে। এই সব বিষয় মাথায় রেখেই খুদে পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন কমাতে কেন্দ্র আগেও অনেক বার গাইডলাইন দিয়েছে স্কুলগুলিকে। কিন্তু তাতেও খুব একটা কাজ হয়নি। এই পরিস্থিতিতেই এবার নির্দেশিকা জারি করল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম ও দ

৭০ ফুট বুদ্ধমূর্তির আবরণ উন্মোচন করলেন নীতীশ কুমার

Image
এবার বিরাট উঁচু বুদ্ধমূর্তির পথে হাঁটলেন নীতীশ কুমার। তার উচ্চতা ৭০ ফুট। দেশের দ্বিতীয় উচ্চতম বুদ্ধমূর্তি এটি। সোমবার বিহারের নালন্দা জেলার রাজগিরে ঘোরা কাটরা হ্রদের মধ্যে সেই বুদ্ধমূর্তির আবরণ উন্মোচন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মূর্তিটি বিশাল একটি পিঙ্ক স্যান্ড স্টোনের বেদীর ওপরে অবস্থিত। তার আয়তন ৪৫ হাজার কিউবিক ফুট। পরিধি ১৬ মিটার।  মূর্তির আবরণ উন্মোচন করে নীতীশ কুমার বলেন, '‌ঘোরা কাটরা হ্রদ এক ঐতিহাসিক স্থান। এটি প্রাকৃতিক জলাশয়। চারপাশে পাঁচটি পাহাড় আছে। আগে প্রতিটি পাহাড়ে বুদ্ধমূর্তি ছিল। এখনও অনেকে এই হ্রদের তীরে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।'‌ ঘোরা কাটরা লেক ঘিরে বিহার সরকারের পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আছে। বিহারের মুখ্যমন্ত্রী বলেন, '‌হ্রদের পাশে একটি সুন্দর উদ্যান গড়ে তোলা হবে। জায়গাটি ইকো ট্যুরিজমের পক্ষে আদর্শ স্থান হয়ে উঠবে। এখানে কোনও পেট্রোল বা ডিজেল চালিত যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে না। এখানে বিদ্যুৎচালিত গাড়ি, সাইকেল এবং টাঙ্গায় চড়ে ঘোরা যাবে।'‌ এদিন নীতীশ রাজগির মহোৎসবেরও উদ্বোধন করে তিনি জানান, ঘোরা কাটরা লেক কেবল বৌদ্

নাতিকে বাঁচাতে গিয়ে ক্যারাটে প্রশিক্ষকের ঘুসিতে মৃত্যু বৃদ্ধার

Image
দুই পড়শি কিশোরের মধ্যে ঝগড়া। হাতাহাতি। ফয়সালা করতে গিয়ে এক কিশোরের ঠাকুরমার বুকে প্রবল আঘাত করে বসলেন অন্য কিশোরের বাবা। ক্যারাটে প্রশিক্ষক সেই ব্যক্তির ঘায়েই মৃত্যু হল ষাটোর্ধ্ব বৃদ্ধার। রবিবার রাতে একবালপুরের ডোমপট্টির ঘটনা। মৃতের নাম মীনা দেবী শর্মা। ঘটনায় গ্রেপ্তার হয়েছে দীপক রাজবংশী নামে ওই ক্যারাটে প্রশিক্ষক। ধরা পড়েছে আরও দু'জন। ক্যারাটে প্রশিক্ষক দীপক ব্ল্যাক বেল্ট উপাধিধারী। দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত। দুই কিশোরের মধ্যে গন্ডগোল মেটাতে গিয়ে দীপক এমন দায়িত্বজ্ঞানহীন কাজ করে ফেলবে তা ভাবতেও পারেননি প্রতিবেশীরা। প্রত্যক্ষদর্শীদের কথায়, শরীরের দুর্বল জায়গাগুলো কোথায় পেশার সুবাদে দীপক তা জানত। কাকে কীভাবে ধরাশায়ী করতে হয় সব তারা জানা ছিল। তাই দীপকেরই বেশি সাবধানী হওয়া উচিত ছিল। তা না করে উলটে দীপক তার বিদ্যা অন্যায়ভাবে এক বৃদ্ধার উপর প্রয়োগ করেছে। এটা কোনওভাবেই মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। ক্যারাটের বিদ্যা অনুযায়ী কান, মাথা, গলার পাশাপাশি বুকের নিচের অংশ মানব শরীরের দুর্বলতম জায়গা। বুকের মাঝ বরাবর নিচের দিকে একেবারে শেষ অংশকে বলে সোলার প্লেক্সাস। ছোট কাঠের ট

'কংগ্রেস আমলে মুম্বই হামলা, বিজেপি আমলে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক', সমঝে দিলেন মোদী

Image
২০০৮ সালে মুম্বইয়ে হামলার সময় কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস। সেই হামলায় রাজনৈতিক রং না চড়াতে সেইসময়ে কংগ্রেস অন্য দলগুলিকে অনুরোধ করেছিল। আর যখন ২০১৬ সালে ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ফেরত এল, তখন কংগ্রেস সেই অপারেশনের প্রমাণ চেয়ে সরব হয়েছিল। এই বলেই এদিন কংগ্রেসকে মুম্বই হামলার দশ বছর পূর্তিতে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি আমলে সার্জিক্যাল স্ট্রাইক মোদী বলেন, কংগ্রেস প্রমাণ চেয়েছে। জওয়ানরা কি মিশনে যাওয়ার সময় ক্যামেরা হাতে নিয়ে যান? তাঁর আমলে নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে বলেও এদিন প্রধানমন্ত্রী দাবি করেছেন।     কমেছে জঙ্গি হামলা তাঁর কথায়, কাশ্মীরের সীমা টপকে প্রবেশ করা জঙ্গিদের কাছে এখন প্রায় অসাধ্য কাজ। যা আগে ইউপিএ আমলে ততটা কঠিন ছিল না। সেইসময়ে আকছার জঙ্গি হামলার খবর পাওয়া যেত। এটা সম্ভব হয়েছে কারণ এই সরকার জঙ্গি ও মাওবাদীদের তাদের ভাষায় জবাব দিয়েছে। কংগ্রেসকে জবাব সাম্প্রতিককালে নরেন্দ্র মোদীর মা প্রসঙ্গে কংগ্রেস নেতা রাজ বব্বর কুরুচিকর মন্তব্য করেন। পরে আর এক কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীর বাবাকে অসম্মান কর

ওয়েব চেক ইনের ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, বেসরকারি বিমান সংস্থার

Image
নয়াদিল্লি: যাত্রীরা ওয়েব চেক ইনের পরিষেবা পেতে চাইলে অতিরিক্ত ১০০ থেকে ৮০০ টাকা করে দিতে হবে। আসন অনুযায়ী অতিরিক্ত টাকার পরিমাণ স্থির করা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে একটি বেসরকারি বিমান সংস্থা। এ মাসের ১৪ তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে ওই সংস্থার পক্ষ থেকে। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। এর জেরে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। আজ অসামরিক বিমান পরিবহণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম মেনেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল ট্যুইট করে ওই বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, 'আমাদের নতুন নীতি অনুযায়ী ওয়েব চেক ইনের ক্ষেত্রে সব আসনেরই ভাড়া লাগবে। বিকল্প হিসেবে যাত্রীরা বিমানবন্দরে বিনামূল্যে চেক ইন করতে পারেন। সেক্ষেত্রে যেরকম আসন থাকবে সেই হিসেবেই বরাদ্দ করা হবে।' অতিরিক্ত টাকা দিতে হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ। এর পরিপ্রেক্ষিতে অসামরিক বিমান পরিবণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, 'ভাড়ার ক্ষেত্রে এখন যে নীতি আছে, সেটি মেনেই ওই বিমান সংস্থা যাত্রীদ

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! ছ’মাসের শিশু কন্যাকে ছুরি দিয়ে কোপাল বাবা

Image
হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।  মাস ছয়েকের শিশু কন্যাটির অবস্থা দেখে আঁতকে উঠেছিলেন চিকিৎসকরা। গলায় ছুরি চালানো। কাটা হয়েছে হাতের বেশ আঙুলও। রক্তে ভেসে যাচ্ছে এক রত্তির গোটা শরীর। ভাগ্য ভাল তখন দেহে প্রাণটুকু অবশিষ্ট ছিল। চেষ্টার ত্রুটি করলেন না চিকিৎসকরা। দ্রুত অস্ত্রোপচারও হল। যদিও আশঙ্কা এখনও কাটেনি। চিকিৎসকরা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরলেও সম্ভবত কথা বলতে পারবে না। কারণ, তার ভোকাল কর্ড কেটে গিয়েছে। কিন্তু কী ভাবে এমন ঘটল শিশুটির সঙ্গে? পুলিশ জানিয়েছে, রবিবার রাতে শিশুটিকে এ ভাবেই ছুরি দিয়ে জখম করে তার বাবা। স্ত্রী সঙ্গে ঝগড়ার সময় এমন কাজ করেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। পুলিশ শিশুটির অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। মধ্য কুড়ির ওই যুবকের নাম জাহিদ। পুলিশের জেরায় তিনি জানিয়েছেন, রবিবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছিল। তখনই রাগের মাথায় এমন কাজ করেন তিনি। পড়শিরা জানাচ্ছেন, মাঝে মধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া হত জাহিদের। অন্য পুরুষের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে, এই নিয়ে নিত্যদিনই ঝামেলা চলত। রবিবার পরিস্থিতি চরম আকার নেয়। শিশুটির মায়ের অভিযোগ, এ দিন জাহিদ বারবার জি

বিমানে বসে বন্ধুর সঙ্গে মস্করাই বিপদ ডেকে আনল বেলেঘাটার ছাত্রের

Image
যোগবেদান পোদ্দার। বঙ থেকে বম্ব। সেখান থেকে জঙ্গি। বিমানের মধ্যে হুলস্থূল। হলিউডি কমিক ছবি 'হ্যারল্ড অ্যান্ড কুমার এসকেপ ফ্রম গুয়ানতানামো বে'-তে হ্যারল্ড এবং কুমার পটেলের যা হাল হয়েছিল, ঠিক সেই হালই হল বেলেঘাটার যোগবেদান পোদ্দারের। ২০০৮ এর ওই ছবিতে দেখা গিয়েছিল কুমার গাঁজা খাওয়ার একটি বঙ(গাঁজা খাওয়ার জন্য ব্যাবহৃত কাচের পাইপ)বের করেছেন বিমানের মধ্যে। এক সহযাত্রী মহিলা জিজ্ঞাসু চোখে তাকালে তিনি উচ্চারণ করেন বঙ...। আর সেটাই ওই যাত্রী বম্ব শোনেন। মুহূর্তের মধ্যে জঙ্গি ভেবে দুই যুবকের উপর ঝাঁপিয়ে পড়েন বিমানে থাকা এয়ার মার্শালরা। সোমবারও প্রায় একই দৃশ্য দমদম বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া মুম্বইগামী জেট এয়ারওয়েজের বিমানে। বিমান তখনও রানওয়েতে গতি নেয়নি। আর তখনই বিমানের আইরিশ যাত্রী বেঞ্জামিন প্লুফেটের কানে এল একটি বাক্য—"আই উইল ডেসট্রয় অল"। বেঞ্জামিনের ঠিক সামনেই বসে ছিলেন বছর তেইশের এক যুবক। তিনি স্ন্যাপচ্যাটে ভিডিয়ো কল করে কথা বলছেন। ওই যুবকের কণ্ঠস্বরই শুনেছেন বেঞ্জামিন। নিঃসন্দেহ হয়েই বিমান সেবিকাদের চুপি চুপি কথাটা বলেন তিনি। তাঁদের মারফৎ খবর যায় বিমানের দুই পাইলটের কাছে।

মধ্যপ্রদেশে ৭১% সম্পত্তি বেড়েছে বিধায়কদের !

Image
ভোপাল: মধ্যপ্রদেশে নেতাদের গত ৫ বছরে সম্পত্তির রেকর্ড বাড়বাড়ন্ত! যে সব বিধায়করা এ বার ফের ভোটে লড়ছেন, তাঁদের সম্পত্তির পরিমাণ গতবারের তুলনায় ৭১ শতাংশ বেড়ে গিয়েছে৷ অ্যাসোসিয়েশন ডেমোক্র্যাটিক রিফর্মস-এর রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷ মধ্যপ্রদেশ ইলেকশন ওয়াচ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর যৌথ তথ্যে দেখা যাচ্ছে, ১৭৪ জন গতবারের বিধায়কের মধ্যে এ বছর ভোটে লড়ছেন ১৬৭ জন৷ তাঁদের গড় সম্পত্তির পরিমাণ ২০১৩ সালে ছিল ৫.১৫ কোটি টাকা৷ ২০১৮ সালে তা বড়ে হয়েছে ৮.৭৯ কোটি টাকা৷ অর্থাত্‍‌ গড়ে ৩.৬৪ কোটি টাকা বেড়েছে সম্পত্তি৷ শতাংশের হিসেবে যা ৭১ শতাংশ৷ কিছু বিধায়কের সম্পত্তি বৃদ্ধি হয়েছে ৫৯৬ শতাংশ৷ আবার কিছু বিধায়কের -৯০ শতাংশও৷ অর্থাত্‍‌ কমেছে৷ দীপক কৈলাস যোশী, হাতপিপলিয়ার বিধায়ক৷ সম্পত্তি বেড়েছে ৫৯৬ শতাংশ৷ সেখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়তির দিকে, -৯০ শতাংশ৷ অশোক ঈশ্বরদাস রোহানির যেমন সম্পত্তি বাড়েওনি, কমেওনি৷

টি-টোয়েন্টি দল থেকে মিতালির বাদ পড়া নিয়ে মুখ খুললেন সৌরভ

Image
মিতালি রাজকে বাদ পড়তে দেখে তিনি অবাক নন। শুধু তাই নয়, এই বাদ পড়ার মধ্যে মিতালির সঙ্গে নিজের মিল খুঁজে পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশকে নেতৃত্ব দেওয়ার পরেও মিতালির মতো অবস্থা হয়েছিল তাঁর। মেয়েদের বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মিতালিকে মাঠের বাইরে বসে থাকতে দেখে সৌরভ তাঁকে 'ওয়েলকাম টু দ্য গ্রুপ' বলে স্বাগত জানিয়েছেন! দেশের অন্যতম সফল অধিনায়ক হয়েও ক্রিকেট জীবনে টানাপোড়েনের মধ্যে দিয়ে সৌরভকে যেতে হয়েছে। তিনি বলছেন, "অধিনায়ক ডাগ আউটে বসতে বললে কিছু করার থাকে না। সেটা মানতে হয়। মিতালিকে বসতে হয়েছে। আমাকেও ফয়জলাবাদে মাঠের বাইরে বসতে হয়েছিল। আমি যখন একদিনের ক্রিকেটে সেরা পারফর্মার, তখনই পনেরো মাস দলের বাইরে। জীবনে এমন হয়। সেরাকেও দরজা দেখতে হয়!" অ্যান্টিগায় মিতালির টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে বাদ পড়া নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে পরপর হাফ সেঞ্চুরি করার পর হালকা চোটের জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া ম্যাচে। এরপর দলের সব থেকে অভিজ্ঞ খেলোয়াড়কে বাইরে রেখে সেমিফাইনাল খেলে ভারত। সেই ম্যাচে ১১২ রানে ইনিংস শেষ করে ভার

দমদম বিমানবন্দরে বিমানে বসেই বিমান ওড়ানোর হুমকি-ফোন যাত্রীর

Image
কলকাতা: 'টেক-অফের সময় উড়িয়ে দেব ফ্ল‌াইট৷ কেউ বাঁচবে না৷' মুখে রুমাল বেঁধে বিমানে বসে ক্রমাগত এমনই সব কথা বলছিল যাত্রীটি৷ বাকি যাত্রীদের সেই হুমকি ফোন কানে যায়৷ এরপরই কয়েক জন যাত্রী বিষয়টি জানান বিমান কর্তৃপক্ষকে৷ বিমানটি তত্‍‌ক্ষণাত্‍‌ খালি করা হয়৷ সোমবার সকালে দমদম বিমানবন্দরের ঘটনা৷ জানা গিয়েছে, বিমানটি তখন ছাড়ার মুখে৷ এক যাত্রী বিমানে বসে টেক-অফের সময় বিমানটি বিস্ফোরণের হুমকি দিচ্ছিল ফোন৷ যাত্রীদের প্রাণে মারাও হুমকি শোনা যায় তার গলায়৷ যাত্রীদের কাছে খবর পেয়েই এয়ার ট্র্যাফিক কন্ট্র‌োলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট৷ রানওয়ে থেকে বিমানটি ফেরানো হয় ট্যাক্সি বে-তে৷ দ্রুত যাত্রীদের নামিয়ে খালি করা হয়৷ গোটা বিমান তল্লাশি শুরু করে সিআইএসএফ৷ অভিযুক্ত যাত্রীকে আটক করে জেরা করা হচ্ছে৷ কাকে ফোনম করছিল ওই যাত্রী, তা জানার চেষ্টা চলছে৷ প্রসঙ্গত, দিল্লিতেও গত সপ্তাহে একই ঘটনা ঘটেছিল৷

সিডনিতে বিশ্বরেকর্ড বিরাট কোহলির

Image
সিডনি: অস্ট্রেলিয়া সফরে রেকর্ড গড়া শুরু বিরাট কোহলির৷ সবে মাত্র তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ হয়েছে৷ তাতেই অনন্য এক বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন ভারত অধিনায়ক৷ ব্রিসবেনে মাত্র ৪ রান করে আউট হন কোহলি৷ মেলবোর্নে বৃষ্টির জন্য ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হওয়ায় ব্যাট করার সুযোগ পাননি তিনি৷ সিডনিতে বিরাটের ৪১ বলে ৬১ রানের দুরন্ত ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া৷ এসসিজি'র এই হাফসেঞ্চুরিই কোহলিকে বসিয়ে দিয়েছে অনবদ্য এক ব্যাটিং রেকর্ডের শীর্ষে৷ সিডনির ইনিংসের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির টি-২০ রান দাঁড়ায় ১৪ ম্যাচে ৪৮৮৷ কোনও একটি প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে কোনও একজন ক্রিকেটারের করা সর্বোচ্চ টি-২০ রানের বিশ্বরেকর্ড এটি৷ এই নিরিখে কোহলি ভেঙে দেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিলের রেকর্ড৷ কিউয়ি তারকা পাকিস্তানের বিরুদ্ধে ১৫ ম্যাচে ৪৬৩ রান করেছেন৷ এতদিন এটিই ছিল বিশ্বরেকর্ড৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি বিরাটের ১৯ তম হাফসেঞ্চুরি, ভারতীয় ব্যাটসম্যান হিসাবে যা যুগ্মভাবে সর্বোচ্চ৷ কোহলি ছুঁয়ে ফেলেন সতীর্থ ওপেনার রোহিত শর্মাকে৷ ইন্টারন্যাশনাল টি-২০ ক্রিকেটে রোহিতের ঝুলিতেও রয়েছে ১৯টি

পাঠানকোট রেল স্টেশন থেকে আটক তিন সন্দেহভাজন জঙ্গি

Image
চন্ডীগড়: পাঠানকোট রেল স্টেশন থেকে আটক করা হল তিন সন্দেহভাজন জঙ্গিকে৷ এরা সকলে পুজা এক্সপ্রেসে চেপে জম্মু কাশ্মীর থেকে দিল্লি যাচ্ছিল৷ কিন্তু দিল্লি যাওয়ার আগেই তাদের পাঠানকোট রেলস্টেশন থেকে আটক করা হয়৷ সূত্রের খবর, এই তিন জনের সঙ্গে কুখ্যাত জঙ্গি জাকির মুসার যোগাযোগ রয়েছে৷ তাদের এখন জেরা করা হচ্ছে৷ কেন তারা দিল্লি যাচ্ছিল সেটা জানার চেষ্টা চলছে৷ পুলিশ তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে৷ ট্রেনে করেই সেই বাইক নিয়ে যাওয়া হচ্ছিল৷ জম্মু কাশ্মীর, পাঠানকোট ও দিল্লি এই তিন জায়গা এখন জঙ্গিদের নিশানায়৷ ২০১৬ সালে পাঠানকোটের বায়ুসেনা শিবিরে হামলার পর থেকেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে৷ অন্যদিকে কয়েকদিন আগে দিল্লিতে দুই সন্দেহভাজন জঙ্গির লুকিয়ে থাকার খবর ছড়িয়ে পড়ে৷ পুলিশের তরফে জারি করা হয় সতর্কতা৷ তার আগে পুলিশের তরফে জানানো হয়, পঞ্জাব হয়ে দিল্লি ঢুকতে পারে জঙ্গিরা৷ সেখানে বড় কোনও নাশকতা করতে পারে৷ পাঠানকোট থেকে যে তিন জঙ্গিকে আটক করা হয় তার সঙ্গে সেই ঘটনার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷

নিউটাউনে ঘরে আইনজীবীর নিথর দেহ, বৌমার বিরুদ্ধে খুনের অভিযোগ!

Image
কলকাতা হাইকোর্টের আইনজীবীর রহস্য মৃত্যু। শোওয়ার ঘর থেকেই উদ্ধার আইনজীবীর নিথর দেহ। পাশের ঘরেই ছিলেন স্ত্রী। বৌমার বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ তুলেছেন আইনজীবীর বাবা। সোমবার নিউটাউনের ডিবি ব্লকে উদ্ধার আইনজীবী রজত কুমার দে-র দেহ।  তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী। তাঁর স্ত্রী অনিন্দিতা পাল দে-ও পেশায় আইনজীবী। রজতকুমারের বাবার অভিযোগ, ছেলেকে খুন করেছেন বৌমা। বাবার অভিযোগ, রবিবার রাতেও ছেলের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। পরে সোমবার ভোরে এই খবর শুনতে পান। অনিন্দিতার সঙ্গে ইদানীং রজতের সম্পর্কের অবনতি হয়েছিল বলে দাবি পরিবারের। অনিন্দিতা রজতের ওপর মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ। অভিযোগ, সোমবার রাতে অনিন্দিতা বুকের ওপর চেপে বসে জোর করে কীটনাশক খাইয়ে দেন রজতকে। যদিও রজত বাবুর স্ত্রী অনিন্দিতা পালের দাবি,  রবিবার রাতে  ঘটনার সময় তিনি  বাড়িতেই ছিলেন। তাঁর পরিচিত একজনের সঙ্গে ফোন এসেছিল। সেসময় সেই ব্যক্তির সঙ্গে কথা বলার সময় স্বামীকে পাশের ঘরে চলে যেতে বলেন তিনি।  রাত সাড়ে বারোটা পর্যন্ত সেই ব্যক্তির সঙ্গেই কথা বলেন অনিন্দিতা। এরপর রাতে লোডশেডিং হয়ে যায়। রাতে খাওয়ার পর শুয়ে পড়েন অনিন্দিতা।  আলো আস

ভয় দেখাতে সমুদ্রের দিকে মুখ করে ‘সাজানো’ থাকবে অ্যালেনের দেহ!

Image
মার্কিন পর্যটক অ্যালেন চাও। আন্দামানে সেন্টিনেলিজ জনজাতির হাতে নিহত মার্কিন যুবক জন অ্যালেন চাউয়ের দেহ মেলার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। তবে সম্পূর্ণ হাল ছাড়তে নারাজ পুলিশ। বহিরাগতদের হত্যার পরে তাঁদের দেহ নিয়ে এই জনজাতি কী করে তা জানতে নৃতত্ত্ববিদদের সাহায্য নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পুঁতে দেওয়ার কিছু দিন বাদে মৃতদেহ বালি থেকে তুলে ফেলেন সেন্টিনেলিজরা। তার পর সেটিতে বাঁশের সঙ্গে বেঁধে সমুদ্রের দিকে মুখ করে দাঁড় করিয়ে রাখেন। এই ভাবেই অনুপ্রবেশকারীদের সাবধান করেন তাঁরা। ২০০৬ সালেও দুই ধীবরকে মেরে দেহ দুটি দ্বীপে পুঁতে দিয়েছিলেন সেন্টিনেলিজ জনজাতির মানুষেরা। সেই সময়ে হেলিকপ্টারে করে দ্বীপে নেমে দেহ দুটি উদ্ধারের চেষ্টা চালিয়েছিল উপকূলরক্ষী বাহিনী ও পুলিশ। ওই ধীবরদের হত্যার এক সপ্তাহ বাদেও তাঁদের দেহ দুটি বাঁশের সঙ্গে আটকে সৈকতে দাঁড় করিয়ে রেখেছিল দ্বীপের বাসিন্দারা। বিশেষজ্ঞদের মতে, তাঁদের এলাকায় ঢুকতে চাওয়া অনুপ্রবেশকারীদের ভয় দেখাতে 'শিকার'কে 'কাকতাড়ুয়া'র মতো ব্যবহার করেন সেন্টিনেলিজরা।

26/11-র চক্রীদের তথ্য দিলে ₹35 কোটি পুরস্কার দেবে আমেরিকা

Image
২৬/১১ হামলায় দোষী বা মদতদাতাদের বিষয়ে যে তথ্য দিতে পারবে, তাকে বিশাল অঙ্কের পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করল আমেরিকা। ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০০৮ সালের মুম্বই হামলায় অভিযুক্ত, ষড়যন্ত্রকারী, আর্থিক সহায়তাদানকারী ও মদতদাতা, তারা যে কোনও দেশেরই হোক না-কেন, তাদের বিরুদ্ধে তথ্য দিতে পারলে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ আনুমানিক ৩৫ কোটি টাকারও বেশি।  ২৬/১১ হামলার ১০ বছর পূর্তিতে সোমবার এই ঘোষণা করে আমেরিকা। পাকিস্তানের লস্কর-ই-তৈবার ১০ সন্ত্রাসবাদী ওই হামলায় গণহত্যালীলা চালিয়েছিল মুম্বইতে। প্রাণ গিয়েছিল ১৬৬ জনের। তাঁদের মধ্যে ৬ আমেরিকানও ছিলেন। দিন ১৫ আগেই সিঙ্গাপুরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনসের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই বৈঠকেই নমো ২৬/১১ হামলার কথা তুলে ধরেছিলেন বলে মনে করা হচ্ছে। জানিয়েছিলেন, এই ঘটনার ১০ বছর পেরোতে চললেও, এখনও দোষীরা শাস্তি পায়নি। মার্কিন দপ্তর রিওয়ার্ডস ফর জাস্টিস সোমবার পুরস্কার ঘোষণা করে বলে, '২০০৮ মুম্বই হামলায় দোষীদের শাস্তি দিতে ও তাদের চিহ্নিত করতে আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে চেষ্টা চা

বিদেশ থেকে ফিরল কত কালো টাকা, জানাতে অস্বীকার প্রধানমন্ত্রীর দফতরের

Image
নোট বাতিলের পর দুবছর পেরিয়ে গিয়েছে। দেশবাসী এখনও জানতে পারেনি ঠিক কত পরিমাণ কালো টাকা বিদেশ থেকে দেশে ফিরল। ২০১৮ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নোট বাতিলের সময় ঘোষণা করেছিলেন নোটবন্দির ফলে বিদেশ থেকে কালোটাকা ফিরে আসবে, জাল টাকা থাকবে না, জঙ্গিদের টাকার জোগান বন্ধ হবে। এসবের কিছুর লক্ষণ এখনও দেখা যায়নি। ঠিক কত টাকা পরিমাণ কালোটাকা বিদেশ থেকেফরত এল তা জানতে তথ্য জানার অধিকার আইনে সম্প্রতি একটি আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রীর দফতর সাফ জানিয়ে দিয়েছে ওই তথ্য দেওয়া যাবে না। পিএমও থেকে জানিয়ে দেওয়া হয়েছে কালো টাকার ব্যাপারে তদন্ত করতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এখনও এ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করলে সেই তদন্ত বাধাপ্রাপ্ত হবে। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর কেন্দ্রীয় তথ্য কমিশন কেন্দ্রকে নির্দেশে দিয়েছে কালো টাকা সম্পর্কিত সব তথ্য ১৫ দিনের মধ্য প্রকাশ করতে হবে। সেই নির্দশকে পাত্তা দিল না পিএমও। সঞ্জীব চর্তুবেদী নামে এক প্রাক্তন আমলা তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন ২০১৪ সালের জুন মাসের পর থেকে কত পরিমাণ কালো টাকা বিদেশ থেকে ফেরত এল তা জানানো হোক। আবেদনের প

পাঁচতলা থেকে পড়ে ছাত্রের রহস্যমৃত্যু, গেটের ফলায় গেঁথে গেল দেহ

Image
পাঁচতলা থেকে রহস্যজনকভাবে পড়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। ওপর থেকে নীচে পড়ে ছাত্রের দেহ বাড়ির গেটের ফলায় গেঁথে যায়। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে চমকে ওঠেন এলাকাবাসী। রবিবার সন্ধেয় বেলঘাটার ৮বি আশীর্বাদ অ্যাপার্টমেন্টের ঘটনা। মাস কয়েক আগেই বেলেঘাটায় মা ও ঠাকুমার সঙ্গে ভাড়াঘরে থাকা শুরু করেছিলেন গোয়েঙ্কা কলেজের প্রথম বর্যের ছাত্র আশুতোষ মণ্ডল। মৃত ছাত্রের বাবা সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক। ফলে মায়ের সঙ্গেই থাকেতন আশুতোষ। পুলিস সূত্রে খবর, রবিবার সন্ধেয় এলাকার মানুষজন দেখেন বাড়ির গেটে গেঁথে রয়ছে এক তরুণের দেহ। মনে করা হচ্ছে কোনওরকম ভাবে ওপরের পাঁচতলার ফ্ল্যাট থেকে নীচে পড়ে গিয়েছে ওই ছাত্রটি। গেটের ওপরে বেশকিছু ফলা ছিল। সেগুলোই বিঁধে যায় আশুতোষের দেহে। এলাকার মানুষজনের বক্তব্য সন্ধেয় প্রচণ্ড একটা আওয়াজ হয়। তারা ঘুরে দেখেন গেটের ফলায় বিঁধে রয়েছে একজনের দেহ। মাথা রাস্তার দিকে, দেহের বাকী অংশ ভেতরের দিকে ঝুলছে। তারাই ট্যাক্সি ডেকে হাসপাতালে পাঠান আশুতোষকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এখন এটি দুর্ঘটনা নাকি অন্যকিছু তা জানাতে আশুতোষের পরিবারের লোকজনকে জেরা করছে পুলিস।

সম্পত্তি হাতিয়ে মৃত্যুর আগেই মায়ের শ্রাদ্ধ করল মেয়েরা

Image
মাথাভাঙ্গাঃ সম্পত্তি হাতিয়ে নিয়ে জীবিত মায়ের শ্রাদ্ধ করে তাঁকে মৃত প্রমাণ করার চেষ্টা করল মেয়ে। প্রায় সত্তর ছুঁই ছুঁই অশীতিপর বৃদ্ধার ঠিকানা এখন নদীর চর। কোচবিহারের  মাথাভাঙ্গা পুরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন নারায়ণী দাস। একসময়ে প্রচুর সম্পত্তি ছিল নারায়ণী দেবীর। স্বামী সহ তিন মেয়ে কে নিয়ে ছিল সুখের সংসার। দুই মেয়ের বিয়ের পর স্বামী মারা যান। ছোট মেয়ে কে নিয়েই থাকতেন বৃদ্ধা। ছোট মেয়ের বিয়ে দেন বিহারে। এরপর মাথাভাঙ্গার সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে মা নারায়ণী দাস কে বিহারে নিজের কাছে নিয়ে চলে যায় তার ছোট মেয়ে। সেখানে গিয়েই দুর্ভাগ্য নেমে আসে নারায়নি দেবীর কপালে। বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয় ছোট মেয়ে। জীবনধারণের জন্য সেখানে শুরু করেন পরিচারিকার কাজ। শুধু তাই নয়, বছর খানেক পর বৃদ্ধার ছোট মেয়ে আত্মীয় পরিজনদের জানায় তার মা মারা গিয়েছেন। সামাজিক মতে শ্রাদ্ধও হয়ে যায় নারায়ণীদেবীর। এক বছর পর নারায়ণীদেবী ফিরে এসেছেন। 'মৃত' মায়ের ঠাঁই হয়নি মেজ মেয়ের বাড়িতেও। স্থানীয় এক বাসিন্দা বলেন, 'হঠাৎ একদিন দেখি বৃদ্ধা রাস্তায় বসে রয়েছেন। তাঁকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। পরে জানতে পারলাম ত

‘গান’ ছেড়ে জীবনের গানে প্রাক্তন মাওবাদীরা

Image
নাচে-গানে মঞ্চ মাতালেন প্রাক্তন মাওবাদীরা। বদলে গিয়েছে জীবন। একটা সময় 'গান' অর্থাৎ বন্দুক হাতে জীবন কাড়ার হুমকি দিতেন। এখন ওঁরাই গাইছেন জীবনের গান। ওঁরা প্রাক্তন মাওবাদী। শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের প্রদ্যোত স্মৃতি সদনে শ্যামাপদ মাহাতো, বিকাশ মাহাতো, সুনীল মাহাতো, দীপালি মাহাতোরা সমবেত কণ্ঠে গাইলেন— 'পিন্দারে পলাশের বন, পলাব পলাব মন, নেংটি ইন্দুরে ঢোল কাটে, হে কাটে হে, বতরে পিরিতির ফুল ফোটে'। প্রাক্তন মাওবাদীদের ঝুমুর গান শেষ হতেই হাততালি দিয়ে উঠলেন দর্শকাসনে উপস্থিত জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। জেলা তথ্য সংস্কৃতি দফতর আয়োজিত তিনদিনের 'একতাই সম্প্রীতি' শীর্ষক অনুষ্ঠান শেষ হয়েছে রবিবার। সেই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুরোধ গিয়েছিল পুলিশের কাছে। সম্মতিও মেলে। তবে জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়ার পরামর্শ ছিল, দলে স্পেশ্যাল হোমগার্ডদেরও রাখতে হবে। প্রাক্তন মাওবাদীদের অনেকেই এখন স্পেশ্যাল হোমগার্ড। শনিবার সন্ধ্যায় তাঁদেরই জনা ১৬ মিলে জমিয়ে দিলেন অনুষ্ঠান। জঙ্গলমহলে মাওবাদী হিংসা পর্বে বিস্ফোরণ, হামলা-সহ নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল ওঁদে

জগদীশচন্দ্রকে অপমান করা তাবড় বিজ্ঞানীদের ‘ভুল’ ধরিয়ে দিলেন প্রেসিডেন্সিরই ৫ অধ্যাপক

Image
কলকাতা: উদ্ভিদের প্রাণ আছে, আছে অনুভূতিও। জগদীশচন্দ্র বসুর যুক্তি যে অকাট্য ছিল, নেটিজেনদের দুনিয়ায় দাঁড়িয়ে সেটাই নতুন করে প্রমাণ করলেন কলকাতার পাঁচ অধ্যাপক। যে ধ্রুব সত্যকে তখন উপেক্ষা করেছিলেন পশ্চিমী দুনিয়ার অনেক বিজ্ঞানী। এমনকী অনেকে তাচ্ছিল্যও করেছিলেন জগদীশচন্দ্র বসুর এই আবিষ্কার নিয়ে। পরবর্তীকালে তাঁর সেই আবিষ্কার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও প্রাক্তনীর 'অপমান'-এর জবাব দিতে গবেষণা শুরু করেছিলেন প্রেসিডেন্সির পাঁচ অধ্যাপক। তাঁরা প্রমাণ করেছেন, তখনও জগদীশচন্দ্র বসুর যুক্তি অকাট্য ছিল, এখনও আছে। কারণ, আচার্য তাঁর পরীক্ষা করেছিলেন কলকাতার জল দিয়ে। বিদেশের গবেষণাগারে বিশুদ্ধ জল ব্যবহার করে যা দুনিয়ার তাবড় বিজ্ঞানীরা প্রমাণ করতে পারেননি। আদতে পদার্থবিদ্যার বিজ্ঞানী হলেও বরাবরই অন্যান্য ক্ষেত্রের গবেষণাতেও সমান আগ্রহ ছিল জগদীশচন্দ্র বসুর। সেই আগ্রহবশতই গাছের অনুভূতি রয়েছে কি না, নিজের বানানো যন্ত্র দিয়ে অনুসন্ধান শুরু করেছিলেন তিনি। পেয়েছিলেন সাফল্যও। কিন্তু পশ্চিমী দুনিয়ার বিজ্ঞানীরা তা মেনে নিতে চাননি। উল্টে বিভিন্নভাবে জগদীশচন্দ্র বসুর গবেষণাকে ব্যঙ্গ করে গিয়েছেন। অথচ দ্বিতীয়

ভেজাল সস কারবারের পর্দাফাঁস বনগাঁয়, ধৃত মালিক

Image
বনগাঁ: পচা আলু ও কুমড়োর সঙ্গে কেমিক্যাল মিশিয়ে সস্তায় নকল চিলি সস ও টমেটো সসের রমরমা কারবারের পর্দাফাঁস করল পুলিশ৷ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা হানা দিয়ে বনগাঁর সুভাষনগর এলাকা থেকে প্রচুর নকল সস উদ্ধার করেন৷ গ্রেপ্তার কারখানার মালিক৷ বাজার চলতি চাইনিজ খাদ্যে অন্যতম প্রধান উপাদান সস৷ আর এই সসের নামে এতদিন খাওয়ানো হচ্ছিল বিষ৷ জানা গিয়েছে, বনগাঁ শহরের বেশিরভাগ সস্তার রেস্তরাঁগুলিতেই ব্যবহৃত হত এই ধরনের সস৷ মূলত, এই অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা৷ বনগাঁ থানার সুভাষনগর এলাকায় হানা দিয়ে একটি কারখানা থেকে উদ্ধার হয় পচা আলু, ভেজাল সস, কেমিক্যাল, রং ও লেবেল করার মেশিন এবং বিভিন্ন কোম্পানির লেবেল লাগানো প্রচুর প্লাস্টিকের বোতল৷ ৫০০ মিলি, ৬০০ মিলির ভর্তি সস ও কাসুন্দির বোতল৷ ভেজাল সসের কারবার চালানোর অভিযোগে কারখানার মালিক গোপীনাথ পালকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর৷ বাপি মণ্ডল ও সুব্রত ঘোষ নামে বাকি দু'জন মালিক এখনও পলাতক বলে পুলিশ সূত্রে খবর৷ জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, ধৃত নিজের বাড়িতে বসেই এই কারবার চালাত৷ তারা সস, কা

মৃত মায়ের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুবকের

Image
মৃত মায়ের সঙ্গে সেলফি তুলে নেটদুনিয়ায় ছেড়ে দিল ছেলে৷ ঘটনাটি ঘাটাল মহকুমার দাসপুরের ধরমা গ্রামে৷ সেই ছবি এখন ভাইরাল৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ধরমা গ্রামের গীতা জানাকে (৬০) সাপে কামড়ায়৷ আশঙ্কাজনক অবস্থায় কলকাতা নিয়ে যাওয়ার পথে গীতাদেবী মারা যান৷ গীতাদেবীর তিন ছেলে ও তিন মেয়ে৷ ছোট ছেলে গণেশ সোনার কাজে ভিনরাজ্যে থাকেন৷ হঠাৎ‍ মায়ের মৃত্যুর খবর পেয়ে গণেশবাবু কানায় ভেঙে পড়েন৷ দ্রুত বাড়ি চলে আসেন৷ গীতাদেবীর অন্যান্য ছেলে-মেয়েরাও মায়ের মৃত্যুসংবাদ পেয়ে চলে আসেন৷ গণেশবাবু যখন বাড়ি আসেন, তখন তার আগেই গীতাদেবীর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়৷ বাড়ি পৌঁছতে না পৌঁছতেই ছুটে যান শ্মশানে৷ গণেশবাবুর আক্ষেপ মায়ের সঙ্গে তাঁর কোনও ছবিই নেই৷ তুলব তুলব করে মায়ের সঙ্গে ছবি তোলাই হয়নি তাঁর৷ অথচ মাকে কী নাই ভালবাসতেন তিনি৷ তাই চিতায় তোলার আগে মায়ের মৃতদেহের পাশে বসে টপাটপ সেলফি তুলে নিলেন গণেশবাবু৷ আর সেই ছবি তিনি ছেড়ে দিলেন ফেসবুকে৷ অনেকেই তা নিয়ে মন্তব্য করতে থাকেন৷ ওঠে সমালোচনার ঝড়। কিন্তু, কী বলছেন গণেশবাবু? তিনি বলেন, "আমি বাইরে থাকি৷ মা আমাকে খুব ভালবাসতেন৷ কিন্তু, মায়ের সঙ্গে আমার কোনও ছ

অযোধ্যায় কী হয়েছিল? বাংলার নতুন প্রজন্মকে জানাতে জনজাগরণ কর্মসূচি নেবে VHP

Image
সচিন্দ্রনাথ সিং কলকাতা : রাম মন্দির ইশুতে গতকালই অযোধ্যায় সভা করেছে VHP ও শিবসেনা। লোকসভা ভোটের আগে এই ইশুতে মোদি সরকারের উপর চাপ বাড়াতে মাঠে নেমেছে VHP। কিন্তু, পশ্চিমবঙ্গে রাম মন্দির ইশুতে VHP-র পক্ষ থেকে কোনও বড় কর্মসূচির আয়োজন করা হবে না বলে গতকাল জানালেন সংগঠনের পূর্বাঞ্চল শাখার সম্পাদক সচিন্দ্রনাথ সিং। যদিও রাম মন্দির ইশুতে একবারে হাত গুটিয়ে বসে থাকতে নারাজ VHP-র রাজ্য নেতারা। সচিন্দ্রনাথবাবু বলেন, "অযোধ্যায় সভার রেশ স্বাভাবিকভাবে বাংলায় আসবে। তবে বাংলায় সেভাবে বড় কোনও আন্দোলন হবে না। মূলত নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে রাম মন্দির ইশু তুলে ধরার জন্য রাজ্য VHP-র তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, "আমরা চাই রাম মন্দির নির্মাণ ইশুতে হিন্দু সমাজে একটা জাগরণ আসুক। এটা ২৫-৩০ বছরের পুরোনো ঘটনা। আজকের প্রজন্মের কাছে ইশুটি তুলে ধরতে হবে যে অযোধ্যায় কী হয়েছিল। সেখানে হিন্দু মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল। এমনকী হিন্দু মন্দিরের ইট, বালি, পাথর দিয়েই মসজিদ তৈরি হয়েছিল। আদালতে প্রমাণও রাখা রয়েছে।" সেই উদ্দেশ্যে বাংলার প্রতিটি জেলায় জনজাগরণের কর্মসূচি নেওয়া হবে

"পুলিশ ভয় না পেলে আগেই মারা যেত কাসভকে"

Image
বাঁদিকে আজমল কাসভ (এই ফোটোটাই তুলেছিলেন সেবি)       মুম্বই : "ওইরাতে পুলিশ ভয় পেয়েছিল। কাসভকে যেতে দিয়েছিল। নাহলে আগেই খতম করা যেত তাকে। অনেক মানুষের প্রাণ বাঁচত।" ২৬/১১ হামলার ১০ বছর পর স্মৃতি রোমন্থন করলেন সেবাস্তিয়ান ডি'সুজ়া ওরফে সেবি। সেবি নামটা অনেকের কাছেই অপরিচিত। তবে, সাংবাদিক মহল তাঁকে স্যালিউট করে। কারণ, তাঁর একটা ফোটোতেই ধরা দিয়েছিল কাসভ। আজমল কাসভ। হাতে AK-47। মুম্বই হামলার একমাত্র জীবিত জঙ্গি ছিল সে। তার কাছ থেকে জানা গেছিল, পাকিস্তানে বসে হাফিজ় সইদ ও তার জঙ্গি সংগঠন কীভাবে ভারতে হামলার ছক কষেছিল। ১০ বছর পরও সেবির মনে আছে সেই রাত। বললেন, "তখন রাত সাড়ে ৯টা হবে। আমি অফিসে। খবর পেলাম ছত্রপতি শিবাজি টার্মিনাসে (CST) গুলি চলেছে। বেরিয়ে পড়লাম। হাতে শুধু নিকনের একটা ক্যামেরা আর লেন্স। আমার ট্রেন পৌঁছাল CST-তে। আমি একটা বগিতে দাঁড়িয়ে ছিলাম। দেখলাম কাসভকে। বন্দুক হাতে। প্রথমেই ফোটো তোলার চেষ্টা করেছিলাম। কিন্তু, অ্যাঙ্গেল ঠিক আসেনি। পরের কোচে চলে যাই। সেখান থেকে ভালো করে ছবিটা তুলি। আমি দেখলাম ওরা আমাকে দেখছে। তাতেও কিছু এসে গেছে বলে মনে হয়নি।" এরপরই পু

সীমান্তে ভয়াবহ কম্পনে মৃত দুই দেশের ২০০ মানুষ

Image
তেহরান: কেঁপে উঠল সীমান্ত। যার কারণে প্রাণ হারালেন দুই দেশের শতাধিক মানুষ। ঘটনাটি ইরাক এবং ইরান সীমান্তের। সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, রবিবার ওই দুই দেশের সীমান্তে ভূমিকম্প হয়। ওই ঘটনায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওই সংবাদ সংস্থা। ভূমিকম্প গবেষণা সংস্থা ইউএসজিএস-র থেকে প্রাপ্ত তথ্য জানাচ্ছে রবিবারে ইরাকের পশ্চিম প্রান্তে ভবেশ জোরাল ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে যার তিব্রতা ছিল ৬.৩। মাটির থেকে মাত্র ছয় মেইল নীচে ছিল ভূমিকম্পের উৎসস্থল। যার কারণে কম্পনের আঘাত ছিল বেশ তীব্র। সারপোল-ই-জাহাব, কাসের-ই-সিরিন প্রভৃতি গ্রামীণ এলাকাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ি ভেঙে পড়েছে। অনেক জায়গায় বড় দেওয়াল চাপা পরে বহু মানুষের মৃত্যু হয়েছে। পড়শি রাজ্য ইরাকেও অনুভূত হয়েছে কম্পন। ওই দেশের রাজধানী শহর বাগদাদেও সাধারণ মানুষ কম্পন অনুভব করেছেন। ইরান সীমান্ত থেকে বাগদাদের দূরত্ব অনেকটা। সেখানেও বিভিন্ন বাড়ি বা অফিসে আসবাবপত্র নড়তে দেখা গিয়েছে। অনেক জায়গায় বড় ঝাড়বাতি নড়েছে। ইরাকের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেই ছবি।

শ্রীনগরে মিলল আইএস মডিউলের হদিশ, দিল্লি পুলিসের জালে ৩ যুবক

Image
বেশ কিছুদিন ধরেই কাশ্মীরে কাজ করছিল ইসলামিক স্টেট। এমনটাই অনুমান করছিলেন গোয়েন্দারা। এবার তাদের তিনজনের একটি দলকে গ্রেফতার করল পুলিস। বিশেষ সূত্রে খবর পেয়ে জম্মু ও কাশ্মীর পুলিসের সাহায্যে তাদের ধরে দিল্লি পুলিস। রাজ্য পুলিসের এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাইক আরোহী ওই ৩ জঙ্গি ধরা পড়ে পুলিসের নাকা চেকিংয়ের সময়। শ্রীনগরের কোটলিবাগ এলাকা দিয়ে যাওয়া সময়ে তাদের আটকায় পুলিস। ধৃতদের মধ্যে তাহির আহমেদ খান চন্দিগাম এলাকার বাসিন্দা। অন্য দুজন হল মুস্তাক খান ও আসিফ সুহেল। এদের বাড়ি ওয়াথুরা ও রাইনাওয়ারিতে। পুলিস জানিয়েছে ধৃতদের কাছে থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়ছে। এদের বিরুদ্ধে ৩০৭(আরপিসি), ১৬-১৮(ইউএলএপি) ধারায় অভিযোগ আনা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা হচ্ছে। দিল্লিতে পুলিসে স্পেশাল সেলের ডিসিপি প্রমোদ কুশায়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, দিল্লি পুলিসের একটি স্পেশাল সেল ওই তিনজনেক বেশ কিছুদিন ধরে অনুসরণ করছিল। ধৃতদের কাছ থেকে ৩টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। দিল্লিতে কোনও হামলার পরিকল্পনা ছিল না ওই তিনজনের। তবে এরা অন্যরকম জঙ্গি তত্পরতায় জড়িত ছিল। কাশ্মীরের অবন্তি

কনের সাজে ঝুলন্ত স্ত্রী, আমগাছে স্বামী

Image
বার্তা: মৃত স্বামীর হাতে লেখা সেই বয়ান। পরনে লেহেঙ্গা-চোলি, খোঁপায় লাল চেলি। বারান্দার কড়ি-বরগা থেকে ঝুলছে বৌমা।  রবিবার সকালে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে চিৎকার করে উঠেছিলেন মোহনপুরের বৈতার হেমাঙ্গিনী দত্ত। প্রাণপণে ছেলেকে ডাকতে থাকেন তিনি। সাড়া মেলেনি। বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দেখেন, আমগাছে ঝুলছে ছেলেও। পরনে জিন্‌স, জ্যাকেট, মাথায় টুপি। তাঁরই বাঁ হাতের তালুতে লেখা, 'আমাদের মৃত্যুর জন্য তিন জন দায়ী। ব্যাগে নাম আছে'। বিয়ের দেড় বছরের মাথায় মৃত দম্পতির নাম সন্দীপ দত্ত (২৮) ও সুমিতা দণ্ডপাট (২০)। দেহ দু'টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন সন্দীপ। তাঁর হাতে লেখা অনুযায়ী ঘটনাস্থলে পাওয়া ব্যাগে চিরকুটও মিলেছে। তবে তাতে কাদের নাম রয়েছে, তদন্তের স্বার্থে তা বলতে রাজি হয়নি পুলিশ। সুমিতা আত্মঘাতী হয়েছেন নাকি, তাঁর মৃত্যুর পিছনে অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁদের দাবি, ঘটনাস্থলে কিছু তথ্যপ্রমাণ মিলেছে। সুমিতার জেঠতুতো দাদা মানস বলেন, ''মেয়েকে মেরে ঝোলানো হয়েছে। পরে কিছু করতে না পেরে আত্মঘাতী হয়েছে সন্দীপ। থানায় অভিযোগ জানাব।'

ফাঁসির আগের রাতে কাসভকে বোরখা পরিয়ে মুম্বই থেকে সরানো হয়েছিল পুণের জেলে

Image
আজমল কাসভ। পরনে বোরখা। রাতের অন্ধকারে জেল থেকে বের করা হচ্ছে ফাঁসির সাজাপ্রাপ্ত এক জঙ্গিকে। 'আন্ডা সেল' থেকে বের করে বসানো হল পুলিশের একটি গাড়িতে। রওনা দিল পুণের উদ্দেশে। বোরখার আড়ালের সেই কয়েদিই ছিল আজমল আমির কাসভ। ২৬/১১ মুম্বই হামলায় ধরা পড়া একমাত্র জঙ্গি। সেই জঙ্গি হানার দশ বছর পূর্ণ হওয়ার আগে কাসভের স্থানান্তর নিয়ে এরকম অনেক গোপন কথাই শেয়ার করলেন অভিযানে থাকা মুম্বই পুলিশের এক পদস্থ কর্তা। 'পার্সেল রিচড ফক্স'। মুম্বই পুলিশের শীর্ষ কর্তা থেকে স্বরাষ্ট্র দফতর—এই ক'টি কোড শব্দেই বুঝে গিয়েছিলেন, নিরাপদে গন্তব্যে পৌঁছে গিয়েছে জঙ্গি। জানাচ্ছেন ওই কর্তা। ২০ নভেম্বর ২০১২। পরের দিন ভোরেই ফাঁসি হবে কাসভের। মুম্বই থেকে পুণে। প্রায় তিন ঘণ্টার যাত্রাপথ। এক দিকে যেমন সময়ের আগে পৌঁছতে হবে, তেমনই যাত্রাপথ হতে হবে মসৃন, নিরাপদ ও নির্বিঘ্ন। তার উপর স্পর্শকাতর এমন হস্তান্তর প্রক্রিয়া থাকতে হবে সম্পূর্ণ গোপন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত যোগাযোগ, সমন্বয় রক্ষা পুরোটাই হয়েছিল কোড ল্যাঙ্গুয়েজ বা সাঙ্কেতিক শব্দবন্ধ দিয়ে। বলছেন ওই পুলিশকর্তা। তিনি জানাচ্ছেন, আর্থার রোড জেলের

কালো ধন এল কত? জবাব দিতে নারাজ মোদী

Image
বিদেশ থেকে সাড়ে চার বছরে কত কালো টাকা দেশে ফেরানো হয়েছে, তা জানাতে কেন্দ্রীয় তথ্য কমিশনের লিখিত নির্দেশ মানতে রাজি হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর। আজ প্রধানমন্ত্রীর দফতর ওই তথ্য প্রকাশ করতে অস্বীকার করে জানিয়ে দিল, কালো টাকার ব্যাপারে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে এবং তারা তদন্ত করছে। এই অবস্থায় তথ্য প্রকাশ করা হলে তদন্ত এবং দোষীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে। সঞ্জীব চতুর্বেদী নামে এক আমলা তথ্য জানার অধিকার আইনে জানতে চান, ২০১৪-র জুন মাসের পরে বিদেশ থেকে কত কালো টাকা দেশে ফেরানো হয়েছে? স্বচ্ছতার আইনের ধারা উল্লেখ করে গত বছর প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) জানিয়ে দেয়, এ ব্যাপারে তথ্য দেওয়া যাবে না। তার পরেই সঞ্জীব দ্বারস্থ হন কেন্দ্রীয় তথ্য কমিশনের। গত ১৬ অক্টোবর তথ্য কমিশন লিখিত ভাবে পিএমও-কে নির্দেশ দেয়, বিদেশ থেকে ফেরানো কালো টাকা নিয়ে ১৫ দিনের মধ্যে তথ্য প্রকাশ করতে হবে। সেই নির্দেশেরই জবাব আজ দিল পিএমও।  সাড়ে চার বছর আগে লোকসভা ভোটের প্রচারে মোদীর অন্যতম অস্ত্র ছিল কালো টাকা। বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফিরিয়ে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫