৭০ ফুট বুদ্ধমূর্তির আবরণ উন্মোচন করলেন নীতীশ কুমার


এবার বিরাট উঁচু বুদ্ধমূর্তির পথে হাঁটলেন নীতীশ কুমার। তার উচ্চতা ৭০ ফুট। দেশের দ্বিতীয় উচ্চতম বুদ্ধমূর্তি এটি। সোমবার বিহারের নালন্দা জেলার রাজগিরে ঘোরা কাটরা হ্রদের মধ্যে সেই বুদ্ধমূর্তির আবরণ উন্মোচন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মূর্তিটি বিশাল একটি পিঙ্ক স্যান্ড স্টোনের বেদীর ওপরে অবস্থিত। তার আয়তন ৪৫ হাজার কিউবিক ফুট। পরিধি ১৬ মিটার। 

মূর্তির আবরণ উন্মোচন করে নীতীশ কুমার বলেন, '‌ঘোরা কাটরা হ্রদ এক ঐতিহাসিক স্থান। এটি প্রাকৃতিক জলাশয়। চারপাশে পাঁচটি পাহাড় আছে। আগে প্রতিটি পাহাড়ে বুদ্ধমূর্তি ছিল। এখনও অনেকে এই হ্রদের তীরে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।'‌

ঘোরা কাটরা লেক ঘিরে বিহার সরকারের পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আছে। বিহারের মুখ্যমন্ত্রী বলেন, '‌হ্রদের পাশে একটি সুন্দর উদ্যান গড়ে তোলা হবে। জায়গাটি ইকো ট্যুরিজমের পক্ষে আদর্শ স্থান হয়ে উঠবে। এখানে কোনও পেট্রোল বা ডিজেল চালিত যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে না। এখানে বিদ্যুৎচালিত গাড়ি, সাইকেল এবং টাঙ্গায় চড়ে ঘোরা যাবে।'‌

এদিন নীতীশ রাজগির মহোৎসবেরও উদ্বোধন করে তিনি জানান, ঘোরা কাটরা লেক কেবল বৌদ্ধধর্মের নয়, অন্যান্য ধর্মের মানুষের কাছেও পুণ্য তীর্থ। সেখানে বন দপ্তর এবং কেন্দ্রীয় সরকার অনুমতি দিয়েছে। খুব শীঘ্রই গুরুদ্বার নির্মাণ করা হবে।