Posts

Showing posts from February 7, 2019

টাকা ফেললেই মিলবে চাকরি, প্রাথমিক শিক্ষা দফতরেই ধরা পড়ল প্রতারক

Image
প্রাথমিক শিক্ষক নিয়োগের নামে প্রতারণা চক্রের এক পান্ডাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান।  জানা গিয়েছে, বৃহস্পতিবার ডিএলেড পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেট বিলি চলছিল। তখন দফতরেরই একটি ঘরে বসে দলবল নিয়ে উত্তীর্ণ প্রার্থীদের শংসাপত্র ভেরিফিকেশন করছিল একদল লোক। টাকা দিলেই চাকরি মিলবে প্রতিশ্রুতিও দিচ্ছিল তারা। খবর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নারায়ণ সাঁতরা ওই ঘরে হানা দেন। বাকিরা পালালেও ধরা পড়ে ২ প্রতারক। তাদের কোতয়ালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই প্রাথমিক শিক্ষা সংসদের বাইরে জটলা দেখে সন্দেহ হয় প্রাথমিক শিক্ষা সংসদের কর্মীদের। তারই মধ্যে অভিনন্দন প্রামাণিক নামে এক চাকরিপ্রার্থী অভিযোগ করেন, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন জয়ন্ত ভট্টাচার্য নামে এক ব্যক্তি। সেই সঙ্গে তাঁকে কাউন্সিলিংয়ের জন্যও ডাকা হয়। জানানো হয়, ভেরিফিকেশন এর জন্য সমস্থ আসল নথিপত্র নিয়ে আসতে। সন্দেহ হওয়ায় প্রাথমিক সংসদের সভাপতি কাছে সবিস্তারে লিখিত অভিযোগ দায়ের করেন অভিনন্দন বাবু। এরপর

টাকা ফেরতের আগেই কেন বন্ধ কমিশন, সারদা মামলায় রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

Image
সারদা মামলায় রাজ্য সরকারকে তোপ কলকাতা হাইকোর্টের। আমানতকারীদের টাকা ফেরতের জন্য কমিশন গঠিত হলেও কেন কাজ শেষ হওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া হল, প্রশ্ন আদালতের। প্রায় তিন বছর পর বৃহস্পতিবার হাইকোর্টে উঠেছিল সারদা মামলা। এর আগে রাজ্যের কাছে হলফনামায় বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছিল আদালত। সারদা চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আজ রাজ্যের তরফে অমিতেষ বন্দ্যোপাধ্যায় হলফনামা দিয়ে জানান, "ইতিমধ্যেই ২৫১ কোটি টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে।পাশাপাশি ২৮৭ কোটি টাকা শ্যামল সেন কমিটিকে দেওয়া হয়েছে। এছাড়াও ২.৩৯ কোটি স্টেট ব্যাংকের কাছে বকেয়া রয়েছে। "বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এর পরই রাজ্যের কাছে একাধিক  প্রশ্ন রাখে। শ্যামল সেন কমিশন বন্ধ শুনে তার প্রশ্ন, "যে কাজের জন্য শ্যামল সেন কমিশন গঠন করা হয়েছিল, তা সম্পূর্ণ হওয়ার আগেই কেন বন্ধ কমিশন?'' কেন মেয়াদ বাড়ানো হলো না কমিশনের ?  শ্যামল সেন কমিশনের কাছে সে অব্যবহৃত অর্থ আছে তার কি হবে ? কমিশন কি আবার গঠন করার কোনও সম্ভবনা আছে ?  যদি না হয়, তাহলে যে টাকা সরকার বরাদ্দ করেছিল তা কি অন্য কোনোভাবে ফেরত দেওয়া সম্ভব ?   শ্য

দিল্লি-সহ উত্তর ভারতের নানা জায়গায় শিলাবৃষ্টি, বদলাল বিমানের অভিমুখ

Image
শিলাবৃষ্টিতে ব্যাহত যান চলাচলও।  প্রবল ঝড় ও শিলাবৃষ্টি আছড়ে পড়ল দিল্লি, এনসিআর—সহ উত্তর ভারতের নানা জায়গায়। ১৪টি  অন্তর্দেশীয় বিমান ও চারটি আন্তর্জাতিক বিমানের গতিপথ বদলে দেওয়া হল এ দিন। ন'টি বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হল জয়পুরে। তিনটি বামনকে লখনউয়ে, তিনটিকে অমৃতসরে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুটি বিমান বারাণসী ও একটি বিমানকে ইনদওরে পাঠিয়ে দেওয়া হয়। সন্ধে ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে বিমান বন্দর সূত্রে জানানো হয়েছে। দিল্লি ছাড়াও নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রামেও শিলাবৃষ্টি হয়েছে এ দিন। শিলাবৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডের হরিদ্বার, রুরকী-সহ বেশ কয়েকটি জায়গায়। সকাল থেকেই দিল্লি-সহ উত্তর ভারতের আকাশ মেঘলাই ছিল। মৌসম ভবন সূত্রে সকালেই জানানো হয়েছিল, মেঘলা আকাশের সঙ্গে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাসের কথা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও শুরু হয় এ দিন। সন্ধের পর থেকে বৃষ্টির বেগ বাড়তে থাকে।  দেশের উত্তর প্রান্তে ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রাও আরও খানিকটা কমে গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করেন নয়ডার বাসিন্দারা। শিলাবৃষ্টির ফলে নয়ডা-সহ উত্তর ভ

ধর্নায় যোগ দেওয়ার অভিযোগ, পদক কেড়ে নিয়ে ৫ আইপিএসকে শাস্তি দেওয়ার পথে কেন্দ্র

Image
ছবিতে বাঁ দিক থেকে বিনীত গোয়েল, জ্ঞানবন্ত সিংহ, বীরেন্দ্র, সুপ্রতীম সরকার ও অনুজ শর্মা। রাজ্য পুলিশের ডিজি-সহ পাঁচ আইপিএস আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে কেড়ে নেওয়া হতে পারে তাঁদের যাবতীয় পুরস্কার এবং মেডেল। ওই পাঁচ আধিকারিককে গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেট্রো চ্যানেলের ধর্নাস্থলে দেখা গিয়েছিল বলে অভিযোগকেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ডিজি বীরেন্দ্র, এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিনীত গোয়েল, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার সুপ্রতীম সরকার এবং বিধাননগরের কমিশনার জ্ঞানবন্ত সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। মন্ত্রক সূত্রে খবর,কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি) এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী যে মন্ত্রকেরকাছে যে রিপোর্টপাঠিয়েছেনসেখানে জানানো হয়,রাজীব কুমারের সঙ্গে রবিবার রাতে ধর্মতলার মেট্রো চ্যানেলে ওই পাঁচ পুলিশ কর্তাকেও মমতার পাশে চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে। এর

মমতার ধরনায় বসা ৫ IPS অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের পথে কেন্দ্র

Image
যে ৫ IPS অফিসার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে বসেছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কেন্দ্র। কাড়া হতে পারে অফিসারদের পদক ও প্রাপ্য সম্মান। সূত্রের মারফত জানা গিয়েছে, রাজ্য সরকারকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ব্যবস্থা নিতে বলা হয়েছে, ১৯৮৫ IPS ব্যাচের DGP বীরেন্দ্র, ১৯৯৪ IPS ব্যাচের ADG বিনীত কুমার, ১৯৯১ IPS ব্যাচের ADG আইনশৃঙ্খলা অনুজ শর্মা, ১৯৯৩ IPS ব্যাচের বিধাননগর কমিশনার জ্ঞানবন্ত সিং ও ১৯৯৭ IPS ব্যাচের অ্যাডিশনাল কমিশনার সুপ্রতীম সরকারের বিরুদ্ধে। এই অফিসারদের পদক ও প্রাপ্ত সম্মান কেড়ে নেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা করছে কেন্দ্র। সূত্রের দাবি, রাজনাথ সিং-এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শাস্তিস্বরূপ কিছুদিনের জন্য এই অফিসারদের কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি থেকে সরিয়ে দেওয়ার কথাও ভাবছে। সারদার তদন্তে নগরপাল রাজীব কুমারকে জেরা করতে চেয়ে CBI হানা দেওয়ায় গত রবিবার তুমুল শোরগোল বাঁধে রাজ্যে। বিনা অনুমতিতে কেন্দ্রের অঙ্গুলিহেলনে CBI হানা দিয়েছে বলে অভিযোগ করে মেট্রো চ্যানেলে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতার প

সারদায় ১০৯ টি ফাইলের হদিস পেতে চায় সিবিআই

Image
কলকাতা: সারদাকান্ডে সিবিআই তদন্তে নেমে জানতে পারে ৪৬৬ টি ফাইল বাজেয়াপ্ত করেছে সিট। তার মধ্যে ১০৯ টি ফাইল সিবিআই এখনও হাতে পায়নি বলে সিবিআই সূত্রে খবর। সারদা মামলায় যে ১০৯ টি ফাইল পাওয়া যায়নি, সেগুলো গুরুত্বপূর্ণ ফাইল বলে মনে করছে সিবিআই। এখন প্রশ্ন উঠেছে সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলো গেল কোথায়? ইতিমধ্যেই সারদাকান্ডে তথ্য লোপাটের অভিযোগ এনেছে সিবিআই। যদিও সিটের তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরেই সমস্ত ফাইল সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে সিজার লিস্ট। আর এই সিজার লিস্টে থাকা নথি পাওয়া, না পাওয়া নিয়ে সংঘাত সিবিআই বনাম কলকাতা পুলিশ। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। যদিও আদালতের নির্দেশে পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার অনুমতি পেয়েছে সিবিআই। আর সেই অনুমতি পাওয়ার পরেই উঠে পড়েছে সিবিআই। সল্টলেক সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন সিবিআই আধিকারিকরা। বৈঠকে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরেট পঙ্কজ শ্রী বাস্তব সহ উচ্চ পদস্থ সিবিআই আধিকারিকরা। মূলত কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআই আধিকারিকরা কি কি প্রশ্ন করবেন সেই বিষয়েই মূলত এদি

উন্নয়নের নিরিখে দেশে এক নম্বর রাজ্য, বিশ্ব বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

Image
শিল্পোদ্যোগীরা আগেই বুঝিয়ে দিয়েছিলেন কেন তাঁরা বাংলায় বিনিয়োগ করতে চান। বাংলার শিল্পবান্ধব পরিবেশ, তার বন্ধুত্বপূর্ণ উদার বাণিজ্যের পরিবেশই রাজ্যকে এগিয়ে দিচ্ছে। সেই কথা বলেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা অতিথিদের সকলকে প্রত্যয়ের সঙ্গে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "বাংলায় কেন বিনিয়োগ করবেন? কারণ, বাংলা প্রমাণ করে দিয়েছে বাংলা এগোচ্ছে। উন্নয়নের নিরিখে দেশের এক নম্বর রাজ্য। কর্মসংস্থান বেড়েছে। কৃষিতে হয়েছে উন্নতি। বেড়েছে কৃষকের আয়। নানা ভাষার, নানা মানুষকে সঙ্গে নিয়েই এখানে সকলের উন্নয়ন প্রকল্পে রাজ্য সরকার কাজ করে চলেছে।" বাংলায় বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "এই রাজ্য বৈচিত্রের মধ্যে ঐক্যের উৎকৃষ্ট উদাহরণ। এখানে কোথাও কোনও ভাগাভাগি হয় না। বাণিজ্যের দিক থেকে ভৌগোলিক অবস্থান ভীষণ ভাল। এখান থেকে আধঘণ্টার দূরত্বে উত্তর-পূর্বের সমস্ত দেশ। এশিয়ার উত্তর-পূর্বের দরজা হল কলকাতা। তাই এখানে লগ্নি হলে গোটা উত্তর-পূর্ব এশিয়ায় তার প্রভাব পড়বে। এখানে দক্ষ শ্রমিক রয়েছে। রয়েছে অসংখ্য প্রতিভা। বিদ্যুতের কোনও অভাব নেই। বিনিয়

ক্ষমতায় এলে তিন তালাক আইন বাতিল করে দেব: রাহুল গান্ধী

Image
বহু বিতর্কের পর তিন তালাক আইন তৈরি করেছে কেন্দ্র। অবশ্য তা লোকসভায় পাস হলেও রাজ্যসভায় আটকে গিয়েছে। লোকসভা ভোটের মুখে এবার সেই তিন তালাক আইন নিয়েই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলের সংখ্যালঘু শাখার সম্মলনে বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে 'বিতর্কিত' তিন তালাক আইন বাতিল করা হবে। ওই আইনে তাত্ক্ষণিক তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এদিন তিনি দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানের কাজে কেন্দ্রের হস্তক্ষেপ করারও অভিযোগ আনেন। ওই সম্মেলনে রাহুল বলেন, দেশের প্রতিটি মানুষ এই দেশের মালিক। এই দেশে গঠনে দেশের প্রতিটি সংখ্যালঘুর অবদান রয়েছে। ভারত প্রতিটি ধর্মের মানুষ এই দেশ তৈরি করেছে। এখন বিভিন্ন আদর্শের মধ্যে সংঘাত হচ্ছে এই সরকারের আমলে। কংগ্রেস সভাপতি আরও বলেন, দেশের কেন্দ্রীয় সংস্থাগুলি বিশেষ কোনও একটি দলের সম্পত্তি নয়। ওইসব প্রতিষ্ঠান দেশের সম্পত্তি। তাদের রক্ষা করার দায়িত্ব রাজনৈতিক দলগুলির। সুপ্রিম কোর্টের ৪ বিচারপতি প্রকাশ্যে জানিয়েছেন তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না। এর পেছনে কে! প্রসঙ্গত, রাহুল এদিন সিবিআই. আরবিআইকে নিয়ে সমস্

ওটিতে চলছিল অস্ত্রোপচার, নয়ডার বহুতল হাসপাতালে বিধ্বংসী আগুন

Image
ধোঁয়ায় ভরে গিয়েছে হাসপাতালের চারপাশ।   ভয়াবহ আগুন লাগল নয়ডার হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১২-এ একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। উদ্ধার কাজ চলছে। এ দিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ আচমকাই তৃতীয় তলে আগুন এবং ধোঁয়া দেখতে পান রোগী এবং হাসপাতালের কর্মীরা। হাসপাতালে দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুত সেই আগুন উপরের চতুর্থ তলেও ছড়িয়ে পড়ে। সেই সময় ওটি-তে অস্ত্রোপচার চলছিল। হাসপাতালে ৩১৭টি বেড রয়েছে। রোগীদের মধ্যেও ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালের কাচ ভেঙে রোগীদের উদ্ধার কাজে হাত লাগান দমকলকর্মীরা। হাসপাতাল সূত্রে খবর, ওই হাসপাতাল থেকে সমস্ত রোগীকেই বার করে আনা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী কৈলাস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান পুরুষোত্তমলালের অভিযোগ, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। হাসপাতালের তরফ থেকে দাবি করা হয়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তৃতীয় তলেই প্রথম আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে  পড়ে চারতলায়।

জিডিপি বৃদ্ধিতে দেশে প্রথম, ১০ লক্ষ কোটি টাকা ছাড়াল বাংলার অর্থনীতি: মমতা

Image
বাণিজ্য সম্মেলনে মুকেশ অম্বানি ও মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা এগিয়েছে বাংলা? শিল্প, কৃষি, কর্মসংস্থান, পরিকাঠামো এবং গড় জাতীয় উৎপাদনে সারা দেশের নিরিখে পশ্চিমবঙ্গের অবস্থান ঠিক কোথায়? বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এ উন্নয়নের এই সব সূচক দিয়েই শিল্পমহলের মন জয় করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সুরে সুর মিলিয়ে রিলায়্যান্স ইন্ড্রাস্ট্রিজের প্রধান মুকেশ অম্বানিও বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বেঙ্গল এখন হয়েছে 'বেস্ট বেঙ্গল'।                                                               বৃহস্পতিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দু'দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাইক্রো, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগে সারা দেশের মধ্যে প্রথম এখন পশ্চিমবঙ্গ। গড় জাতীয় উৎপাদন বৃদ্ধির হারেও সারা দেশের মধ্যে এখন সবার আগে এ রাজ্যই। পাশাপাশি বাংলা নিজের শ্রেষ্ঠত্বের জায়গায় উঠে এসেছে স্টিল উৎপাদন, গ্রামোন্নয়ন, সড়ক পরিবহণ এবং আবাসন পরিকাঠামোতেও। কৃষকদের রোজগার বেড়েছে তিন গু

নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি, ফের ব্যাহত মেট্রো পরিষেবা

Image
ফের মেট্রো বিভ্রাট৷ নিউ গড়িয়া স্টেশনে মেট্রোর নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে৷ আপ লাইনে পুরোপুরি বন্ধ মেট্রো চলাচল৷ একটি মাত্র লাইন দিয়ে চলছে মেট্রো৷ তার ফলে ব্যস্ত সময়ে গন্তব্যে পৌঁছতে নাভিশ্বাস আমজনতা৷ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নিউ গড়িয়ার দিকে একটি মেট্রো যাচ্ছিল৷ সেই সময় আচমকাই একটি নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়৷ তার ফলে আপ লাইনে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল৷ ডাউন লাইন দিয়েই মেট্রো চলছে৷ ব্যস্ত সময়ে মেট্রো পেতে বেশ খানিকটা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ৷ মেট্রো কর্তৃপক্ষের দাবি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যান ইঞ্জিনিয়াররা৷ শুরু হয়েছে মেট্রোর বিকল রেক সারানোর কাজ৷ খুব তাড়াতাড়ি রেকের যান্ত্রিক ত্রুটি দূর করে আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।  শহরের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে কম সময়ে কম খরচে যাতায়াতের লাইফলাইন মেট্রো৷ দিনকয়েক ধরেই মেট্রোর বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল৷ যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময়মতো মেট্রো স্টেশনে পৌঁছয় না৷ আবার তার উপর বারবার বিভ্রাটের জেরে পরি

ভোটের মুখে স্বস্তি মোদী সরকারের! সুদ কমালো RBI

Image
সামনেই লোকসভা নির্বাচন। মাসখানেকের মধ্যেই ঘোষণা হওয়ার সম্ভাবনা। তার আগেই মোদী সরকারকে স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক। কমানো হল সুদের হার। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শশীকান্ত দাস বৃহস্পতিবার জানিয়েছেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। আগে এই রেট ছিল ৬.৫। এবার তা কমে হল ৬.২৫। প্রসঙ্গত, রেপো রেট হল আরবিআই যে হারে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। এই রেট কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই আরবিআই-এর কাছ থেকে ব্যাঙ্কগুলির নেওয়া ঋণে সুদের হার কমল। প্রসঙ্গত, কয়েকদিন আগে বাজেটে কৃষক থেকে শুরু করে শ্রমিক, মধ্যবিত্ত সকলকেই স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীর সরকার। কৃষকদের অনুদান, শ্রমিকদের পেনশন প্রকল্প, আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। এবার আরবিআই-ও স্বস্তি দিল মোদী সরকারকে। কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির জন্য একটি কেন্দ্রীয় সংগঠন গড়ার প্রস্তাব এসেছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। বিষয়টি ইতিবাচক ভাবে আরবিআই ভাবছে বলে এদিন তাদের তরফে জানানো হয়েছে। আরবিআই-এর গভর্নর শশীকান্ত দাস এদিন জানিয়েছেন, ২০১৯-২০ অর্থবর্ষের জিডিপি ৭.৪ শতাংশে পৌঁছতে পারে। এছাড়া মুদ্রাস্ফীতি কমে হতে পারে

আর্থিক তছরুপের অভিযোগে আজ ফের রবার্ট বঢরাকে জেরা করবে এনফোর্সমেন্ট

Image
বুধবার রাতে। ম্যারাথন জেরার পর রবার্ট বঢরা। বুধবার পাঁচ ঘন্টারও বেশি সময় ম্যারাথন জেরার পর আজ আবার দ্বিতীয় রাউন্ড। লন্ডনে বেনামি সম্পত্তি কেনাবেচার অভিযোগে ফের জেরা করা হবে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর স্বামী রবার্ট বঢরাকে। গত কালের ম্যারাথন জেরার সময়ই তাঁকে দিয়ে একটি মুচলেকা লিখিয়ে নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে বলা ছিল, তদন্তের প্রয়োজনে যখনই ডাকা হবে, তখনই যেন ইডি-র তদন্তকারী অফিসারদের সামনে হাজির হন তিনি। গত কাল বিকেল পাঁচটা নাগাদ রবার্ট বঢরাকে নিজে দক্ষিণ দিল্লির ইডি অফিসে পৌঁছে দিয়েছিলেন প্রিয়ঙ্কা। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর রাত দশটা নাগাদ তাঁকে ছাড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র জামনগর অফিসে থেকে তিনি যখন ছাড়া পান, তখন নিজের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িতে অবশ্য একাই ফেরেন রবার্ট। লন্ডনে বেনামে বিলাসবহুল বাড়ি এবং ফ্ল্যাট কেনাবেচায় অভিযুক্ত রবার্ট বঢরা। ২০০৫ থেকে ২০১০, এই পাঁচ বছরে হাতবদল করা হয় এই সম্পত্তিগুলি। বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, যিনি এই সম্পত্তিগুলি কেনাবেচায় সরাসরি জড়িত ছিলেন, সেই মনোজ অরোরাকে চিনতেন বলে জেরায় স্বী

রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক, কমতে পারে গৃহঋণে সুদের হার

Image
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। খানিকটা অপ্রত্যাশিত ভাবেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে গৃহঋণে সুদের হার কমতে পারে বলে মনে করছেন অর্থিক বিশেষজ্ঞরা। পাশাপাশি রিভার্স রেপো রেটের সুদের হারও কমিয়ে ৬ শতাংশ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন ব্যাঙ্ককে যে সুদে স্বল্প মেয়াদী ঋণ দেয় তাই হল রেপো রেট। অন্য দিকে যে সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজার্ভ ব্যাঙ্ক তাই হল রিভার্স রেপো রেট। রেপো রেট কমালে তার সুবিধা পায় বিভিন্ন ব্যাঙ্ক। সাধারণত এই সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দেয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ক। তাই রেপো রেট কমালে কার লোন, হোম লোন-সহ আরও বিভিন্ন ক্ষেত্রে সুদের হার কমার সম্ভাবনা বাড়ে। রেপো রেট কমানোর পাশাপাশি ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবর্ষে গড় জাতীয় উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার কী হতে পারে, সেই পূ্র্বাভাসও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। জিডিপি ২০১৮-১৯ অর্থবর্ষে ৭.৪ শতাংশ এবং ২০১৯-২০ অর্থবর্ষে ৭.৫ শতাংশ হারে বাড়বে বলে বিবৃতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। খুচরো ব্যবস্থায় মুদ্রাস্ফীতির হার এখন ২.২ শতাংশ, যা গত ১৮ মা

রাজীব কুমারকে জেরা করতে ১৯জনের টিম গঠন করল সিবিআই

Image
কলকাতা: আগামী সপ্তাহে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করবে সিবিআই। সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ অর্থাৎ শনিবার কিংবা রবিবার রাজীব কুমারকে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনারকে জেরা করতে ১৯ জনের একটি দল গঠন করা হয়েছে সিবিআইয়ের তরফে। ডিএসপি তথাগত বর্ধনের নেতৃত্বে এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এমনটাই সিবিআই সূত্রে জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার ১৯জনের এই টিম সল্টলেকের সিবিআই দফতরে নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। মূলত কি কি বিষয়ের উপর প্রশ্ন করা হবে রাজীব কুমারকে সেই প্রশ্নমালা ঠিক করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। আর তাঁর আগে আজ বৃহস্পতিবার ফের একবার রাজীব কুমারকে নোটিশ পাঠাতে পারে সিবিআই।   প্রসঙ্গত, বুধবার নিজেদের মধ্যে বৈঠকে বসেন সিবিআই আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজকুমার শ্রীবাস্তব এবং এসপি পার্থ মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন সারদা মামলার সঙ্গে রয়েছে এমন গোয়েন্দা আধিকারিকরাও। এছাড়াও ছিলেন সিবিআইয়ের আইনজীবীরা। দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে এই বৈঠক হয়। সুপ্রিম নির্দেশে রাজীব কুমারকে জেরা করার অনুমতি পেয়েছে সি

শাড়ি পরে মহিলা বাথরুমে, শ্লীলতাহানি করতে গিয়ে দমদমে ধৃত পুরুষ

Image
মহিলা পুলিশ চেপে ধরতেই পর্দা ফাঁস। শাড়ি-ব্লাউজের খোলস ছেড়ে বেরিয়ে এল কাটখোট্টা এক জোয়ান। যে কিনা রেলের মহিলা শৌচালয়ে কর্মী সেজে দীর্ঘদিন ধরে কাজ করছিল। এবং সেই মওকায় বহু মহিলা যাত্রীর অজান্তেই নজর হাঁকাচ্ছিল তাঁদের একান্ত গোপনীয়তায়। কিন্তু বারবার তো ঘুঘু ধান খেয়ে পার পেতে পারে না! শেষমেশ বুধবার দমদম স্টেশনের সেই নারীবেশী দুষ্কৃতীর সব  জারিজুরি ফাঁস হয়ে গেল। এক কলেজ ছাত্রী ও তাঁর মায়ের অভিযোগে পরই পুলিশের জালে ধরা পড়ল রাজু দেবনাথ নামে যুবক। শ্লীলতাহানির অভিযোগে রেল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বুধবার বিকেলে দমদম স্টেশনে এক কলেজ ছাত্রীর বিশেষ সমস্যা দেখা দেওয়ায় তাঁর মা তাঁকে নিয়ে ১ নম্বর প্ল্যাটফর্মে বাথরুমে ঢোকেন। হঠাৎই তাঁদের নজর যায় শৌচালয়ের বাইরের দিকে। দেখতে পান, দরজার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছেন ওই 'মহিলা কর্মী'। এর পর মা ও মেয়ে বেরিয়ে এসে ওই মহিলাকে চেপে ধরেন। কেন এই আচরণ, জানতে চান তাঁরা। 'মহিলা কর্মী' জবাব দেয়, বাথরুমে তাঁরা দেরি করছিলেন বলে সে দেখতে গেছে। তার কথাবার্তা, আচরণ দেখেও ছাত্রী ও তাঁর মা বুঝতেই পারেননি, ওই কর্মীর আসল পরিচয়। কিন্তু আচরণে অসঙ্গতি থাক

‘বন্দেমাতরম’ গাইতে চাননি, শিক্ষককে গণধোলাই স্থানীয়দের

Image
'বন্দেমাতরম' গাইতে অস্বীকার করেছিল এক যুবক। ফলস্বরূপ তাকে গণপিটুনি দিল স্থানীয়রা। ঘটনাট ঘটেছে বিহারের কাটিহার জেলায়। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। তা ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। সাধারণতন্ত্র দিবসের দিন কাটিহারের আবদুল্লাপুরে একটি প্রাইমারি স্কুলে ঘটনাটি ঘটে। সাধারণত এদিন যে কোনও অনুষ্ঠানে পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীতের পাশাপাশি দেশাত্মবোধক গানও গাওয়া হয়। প্রাইমারি স্কুলটিতেও তার ব্যতিক্রম ছিল না। স্কুলে সেদিন 'বন্দেমাতরম' গাওয়া হচ্ছিল। কিন্তু স্কুলেরই এক মুসলিম শিক্ষক, নাম আফজাল হুসেন গান গাইতে অস্বীকার করেন। জানান, ধর্মীয় কারণেই তিনি 'বন্দেমাতরম' গাইতে চান না। তিনি এও বলেন, "আমরা আল্লাহ বিশ্বাস করি। 'বন্দেমাতরম' এর বিরুদ্ধে। তাই আমি গাইব না।" শিক্ষকের মুখে এমন মন্তব্য শুনে মেনে নিতে পারেনি স্থানীয়রা। ওই শিক্ষককে উত্তম-মধ্যম দেয় তারা। তাতে লাভ অবশ্য কিছু হয়নি। ওই শিক্ষক কোনওভাবেই 'বন্দেমতরম' গাননি। উলটে বলেছেন, দেশের সংবিধানে কোথাও উল্লেখ নেই 'বন্দেমাতরম' গাইতেও হবে। তা সত্ত্বেও তাঁকে গণপিটুনি দেওয়া হয়েছে। এতটাই পেট

কেষ্টর গড়ে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির চাল

Image
তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে উড়ে গেল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির চাল। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারের পাইকুনি গ্রামে। যে বাড়িতে বিস্ফোরণটি ঘটে সেটি ইলামবাজার থানার অন্তর্গত ধরমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মিনু শেখ ওরফে মিনার মোল্লার বাড়ি। বিস্ফোরণের ঘটনায় পঞ্চায়েত সদস্যের ভাই মতি মোল্লাকে আটক করেছে পুলিস৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মিনার মোল্লার পাইকুনি গ্রামের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে মিনার মোল্লার বাড়ির টিনের চাল। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় বাড়ির সকল সদস্য বাড়িতেই উপস্থিত ছিলেন। কিন্তু, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে খবর। এলাকাবাসীর অভিযোগ, বাড়ির ভিতর একটি ব্যাগে মজুত ছিল বোমা। সেই বোমা ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ইলামবাজার থানার পুলিস। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় প্রচুর পরিমাণে পুলিস মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিস। প্রাথমিকভ

লটারিতে দেড় কোটি টাকা জিতেও এখন ফকির আজিজ

Image
আজিজ মোল্লা। ছিলেন গাড়ির খালাসি। রাতারাতি হন 'রাজা'। স্ত্রী বিড়ি বাঁধেন। আর তিনি ঘরে বসে থাকেন। লোকজন এলে পরামর্শ দেন, ''লটারি কখনও মানুষের কপাল বদলাতে পারে না। সর্বনাশের পথে পা বাড়িয়ো না।'' ২০০২ সালের এক শীতের সকালে একটি 'দীপাবলি বাম্পার' যে তাঁকে দেড় কোটি টাকার পুরস্কার পাইয়ে দেবে, স্বপ্নেও ভাবেননি হাসনাবাদের মুরারিশা গ্রামের বাসিন্দা আজিজ মোল্লা। ছিলেন ম্যাটাডরের খালাসি। আগের দিন বিকেলে বসিরহাটের ত্রিমোহনীতে গিয়ে একটি দোকানে চা খেতে ঢুকেছিলেন। সেখানে এক জনের অনুরোধে ১০০ টাকা দিয়ে ওই লটারির টিকিট কেনেন। পরের দিনই 'রাজা'! মুরারিশা গ্রামের সেই 'রাজকাহিনি' এখনও লোকের মুখে ফেরে। সে দিন আজিজকে একটি বার দেখার জন্য বাড়ির সামনে জনসমুদ্র! আজিজের কাছ থেকে টিকিট কেড়ে নেওয়ারও চেষ্টা হয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। সরকারি রাজস্ব কাটার পরে আজিজের হাতে আসে ৬৮ লক্ষ টাকা। এক বার তাঁর দেখা পেতে, তাঁর ছোঁয়া লটারির টিকিট কাটতে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় বাজারে রাতারাতি গজিয়ে ওঠে একাধিক লটারির দোকান। ঝড়ের গতিতে টিকিটও বিক্রি হতে থাকে। পুরস্কারের অর্

পাকিস্তানে ফের হিন্দু মন্দিরে হামলা, পুড়িয়ে দেওয়া হল গীতা

Image
কয়েকদিন আগেই ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দিল্লিকে নৈতিক পাঠ দিলেও তাঁর নিজের দেশেই আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। এবার পাকিস্তানের সিন্ধ প্রদেশে হিন্দুদের একটি মন্দিরের উপর হামলা চালাল দুষ্কৃতীরা। মন্দিরের বিগ্রহ এবং  ধর্মগ্রন্থ গীতা-সহ বেশ কিছু ধর্মীয় পুস্তক আগুনে পুড়িয়ে দেয়। ঘটনাটি জানার পর অবিলম্বে দুষ্কৃতীদের খুঁজে বের করে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে মৌলবাদীদের পৃষ্ঠপোষক ইমরান সরকারের এই পদক্ষেপ লোক দেখানো বলেই মনে করছেন সে দেশের সংখ্যালঘুরা। গত সপ্তাহে সিন্ধ প্রদেশের খাইরপুর জেলার কুম্ব এলাকায় এই ঘটনা ঘটেছে। মন্দিরটি ভাঙচুর করার পর এলাকা থেকে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি জানার পর ইমরান টুইট করেন, 'কুম্বে যে ঘটনা ঘটেছে, তা কোরান বিরুদ্ধ। তাই সিন্ধ প্রশাসনকে অবিলম্বে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। দুষ্কৃতীরা যাতে রেহাই না পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে প্রাদেশিক প্রশাসনকে।' মন্দির ভাঙচুরের ঘটনায় এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে স্থানীয় থানায় অজ্ঞাতপরিচয় দুষ্ক

ফের মেট্রো চ্যানেলে ধরনার হুঁশিয়ারি, তবে এবার প্রতিবাদ রাজ্য সরকারের বিরুদ্ধে

Image
আর মুখ্যমন্ত্রী নন এবার ধরনায় বসার হুঁশিয়ারি দিলেন এক মেয়র। তিনি শিলিগুড়ির মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনা ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসার হুমকি দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস শাসিত বাংলায় একমাত্র শিলিগুড়ি পুরসভা বামেদের দখলে রয়েছে। অশোকের অভিযোগ, শিলিগুড়ি পুরসভাকে বঞ্চনা করা হচ্ছে। রাজ্য সরকার নানাভাবে বঞ্চিত করছে এই পুরসভাকে। এর আগে পুরসভা ফেলারও চক্রান্ত হয়েছে। বর্তমানে বিরোধীদের হাতে থাকায় এই পুরসভাকে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটে মেট্রো চ্যানেলেই ধরনা করার হুঁশিয়ারি দিয়েছেন অশোক ভট্টাচার্য। তবে সেই প্রতিবাদ রাজ্য সরকারের বিরুদ্ধে হবে বলে শিলিগুড়ি মেয়র জানিয়েছেন। তাঁর কথায়, কেন্দ্র সরকার সিবিআই লেলিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানার চেষ্টা করছে এই অভিযোগে মুখ্যমন্ত্রী মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন। তবে রাজ্য সরকারের সঙ্গে পুরসভা বা পঞ্চায়েতের সম্পর্ক যুক্তরাষ্ট্রীয় সম্পর্কের মধ্যেই পড়ে। রাজ্য সরকার যেভাবে বঞ্চনা করছে তাও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। তাই উপায় না দেখলে ধরনায় বসতেই

বিশ্বকাপে দরকার বুঝে বিরাট নামবেন চারেও, ইঙ্গিত শাস্ত্রীর

Image
বিশ্বকাপে সে রকম পরিস্থিতি হলে বিরাট কোহালিকে চার নম্বরেও খেলতে দেখা যেতে পারে। এ রকমই ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতের হেড কোচ রবি শাস্ত্রী। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ''ভারতীয় দলের ব্যাটিং লাইনের প্রথম তিন জনকে নিয়ে সুবিধেটা হল, ওদেরকে প্রয়োজনে আলাদা করা যায়। যেমন, বিরাট কোহালি চার নম্বরে চলে আসতে পারে। সে ক্ষেত্রে আমরা ভাল এক জন ব্যাটসম্যানকে তিন নম্বরে পাঠাতে পারি। তা হলে ব্যাটিংয়ের ভারসাম্যটা আরও ভাল হবে।'' শাস্ত্রী যে বিশ্বকাপকে মাথায় রেখে অঙ্ক কষা শুরু করেছেন, সেটা তাঁর কথাতেই পরিষ্কার। ভারতের হেড কোচ বলেছেন, ''বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় এই নমনীয়তার প্রয়োজন আছে। দলের কৌশল নিয়ে নমনীয় থাকলে দলের ভারসাম্যটা ভাল করা যায়। ইংল্যান্ডে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।'' পরিবেশ, পরিস্থিতি বোলারদের অনুকূলে হলে যে এ রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তাও বলেছেন শাস্ত্রী। তাঁর মন্তব্য, ''একটা বড় প্রতিযোগিতায় স্কোর তিন উইকেটে ১৮ কি চার উইকেটে ১৬ হয়ে যাক, এমনটা কেউ চাইবে না। দ্বিপাক্ষিক সিরিজে কী হচ্ছে, তা নিয়ে আমি ভাবিত নই। কিন্তু বি

বাড়ি থেকেই ধৃত ছিনতাইচক্রের মূল পাণ্ডা, উদ্ধার ১০ ভরি সোনার গয়না

Image
ছিনতাইয়ের  ঘটনার কিনারা করল কাটোয়া থানার পুলিশ।  উদ্ধার ১০ ভরি সোনার গয়না। গ্রেফতার চক্রের মূল পাণ্ডাও। পূর্ব বর্ধমানের ভাতার থানার ওড়্গ্রামে একটি বাড়ি থেকে চুরি যাওয়া ১০ ভরি সোনার গয়না  উদ্ধার করেছে পুলিস। গ্রেফতার করা হয়েছে চক্রের মূল পাণ্ডা রেজাউল শেখকে।   কাটোয়ার এসডিপিও জানান, কয়েকমাস ধরে কাটোয়া শহরে দিনেও  বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তদন্তে নেমে  বুধবার বিকালে  ভাতার থানার ওড়্গ্রামে রেজাউল শেখের বাড়িতে অভিযান চালায় পুলিস। তার বাড়ি থেকে  চুরি যাওয়া  ১০ ভরি সোনার গহনা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিস।  জেরায় জানা গিয়েছে, রেজাউল হুগলি,হাওড়া,পশ্চিম বর্ধমান সহ রাজ্যের অন্যান্য জেলাতেও অভিনব  কায়দায় ভাড়া  করা  দুষ্কৃতী দিয়ে ছিনতাই করত। রেজাউলের দলে  জড়িতদের   বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।

সমকামী সম্পর্কে ‘না’ বলাতেই খুন. মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য

Image
সমকামী প্রেমের জন্য চাপ। কিন্তু  তাতে রাজি হয়নি  মাধ্যমিক পরীক্ষার্থী। আর তার জেরেই ফেসবুক বন্ধুর  হাতে খুন হতে হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীকে।  কোচবিহারে মাধ্যমিক পরীক্ষার্থী শান্তুনু ভট্টাচার্য খুনের তদন্তে নেমে এমনটাই মনে করছে পুলিস।  গ্রেফতার করা হয়েছে শুভঙ্কর ঘোষ নামে মূল অভিযুক্তকে।  তাকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার বিকেলে কোচবিহার শহর লাগোয়া হরিণচওড়া এলাকায় তোর্সা নদীর পাড় থেকে  শান্তনু ভট্টাচার্যের  নিথর দেহ উদ্ধার হয়। তার এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার অস্বাভাবিক মৃত্যুতে রহস্য দানা বাঁধতে শুরু করে। পুলিস তার মোবাইল খতিয়ে দেখে শুভঙ্করের নাম জানতে পারে। কোতোয়ালির ঘুঘুমারি এলাকার বাসিন্দা শুভঙ্করের সঙ্গে শান্তনুর ফেসবুকে পরিচয় হয়। তারপর বন্ধুত্ব। দুজনে বেশ কয়েকবার দেখাও করে। এরপরই শান্তনুর প্রতি আসক্ত হয়ে পড়ে শুভঙ্কর।  শান্তনু  সেই সম্পর্কে যেতে রাজি হয়নি বলে দাবি শুভঙ্করের। জেরায় পুলিস জানতে পেরেছে, শান্তনু শুভঙ্করের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। এরপরই ক্ষোভ বাড়তে থাকে শুভঙ্করের। পুলিস জানিয়েছে, মঙ্গলবার বিকালেও শুভঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছিল শান্তনু। তা

নিউ টাউনের বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণে ছড়াল আতঙ্ক

Image
ভোররাতে নিউটাউনের সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন লাগল। বাগরি মার্কেট, গড়িয়াহাটের পর সাপুরজি মার্কেট। এই নিয়ে গত ৬ মাসে পরপর তিনটি বড় আগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কলকাতা। সূত্রের খবর, ভোর ৪টে নাগাদ সাপুরজি একটি দোকানে আগুন লাগে। দোকানে দাহ্য পদার্থ মজুত থাকায় খুব দ্রুত আসেপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ৩০টি দোকান। দোকানের ভিতর পরপর কতগুলি সিলিন্ডারেও বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। ৫টি ইঞ্জিনই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। দমকল সূত্রের খবর, তাদের পৌঁছনোর আগেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন এলাকার কয়েকজন ব্যক্তি। তাঁদের মধ্যে ২জন জখম হন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে মার্কেট বেশিরভাগটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। দোকানদাররা সেই ছাইয়ের মধ্যে থেকে খুচরো পয়সা খুঁজছেন, এমন দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়। এক দোকান বলেন, ''সব পুড়ে গিয়েছে। এখন খুচরো পয়সা খুঁজছি।'' এক দমকল কর্তা বলেন, ''এটা অস্থায়ী বাজার। প্রচুর বৈদ্যুতিক তারের হুকিং থাকে। দোকানের ভিতরেও আগুন জ্বালানো হয়। সেখান থেকেই আগুনটা

‌শীর্ষ আদালতের রায় মেনে মহিলাদের প্রবেশে সর্মথন শবরিমালা মন্দির কমিটির

Image
এক কথায় যাকে বলে ঐতিহাসিক সিদ্ধান্ত। অবশেষে আইয়াপ্পা স্বামীর মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারে সম্মতি জানাল শবরিমালা মন্দির পরিচালন বোর্ড।  সব বয়সের মহিলারাই এবার থেকে আইয়াপ্পাস্বামীর মন্দিরে প্রবেশ করতে পারবেন এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন তাঁরা। অথচ কয়েকদিন আগেই ঋতুমতি মহিলারা মন্দিরে প্রবেশ করায় শুদ্ধিকরণ প্রক্রিয়া হয়েছে। তাই নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ। হঠাৎ করে এই মতি পরিবর্তনের কারণ অনেকের কাছেই রহস্য।  কেরলের বাম সরকার অবশ্য প্রথম থেকেই শীর্ষ আদালতের রায়ে মান্যতা দিয়েছিল। কিন্তু মন্দির পরিচালন বোর্ড কিছুতেই শীর্ষ আদালতের রায় মানতে রাজি হচ্ছিল না। এই নিয়ে প্রবল অশান্তি চলেছে গত কয়েক মাস ধরে। বুধবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চে মন্দির পরিচালন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা শীর্ষ আদালতের রায়ের সঙ্গে একমত। কোনও ভাবেই শুধু মাত্র জৈবিক কারণে একশ্রেণি মানুষকে ভগবানকে পুজোর অধিকার কেড়ে নেওয়া যায় না। সেটা উচিতও নয়। যদিও আইয়াপ্পা স্বামীর মন্দিরে ঋতুমতি মহিলাদের প্রবেশাধিকারের রায় পুণর্বিবেচনা করার জন্য শীর্ষ আদালতের কাছে প্রায় ৪০টির

চরম আর্থিক অনটন, হজে ভরতুকি বন্ধ করল পাকিস্তান

Image
আর্থিক দিক থেকে চরম অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশের বৈদেশিক মুদ্রার ভাড়ার প্রায় শূন্য। কার্যত ভিক্ষার ঝুলি নিয়ে বন্ধু মনোভাবাপন্ন দেশগুলির কাছে হাত পাততে হচ্ছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। তাই কার্যত বাধ্য হয়েই হজযাত্রীদের ভরতুকি দেওয়া বন্ধ করতে চলেছে পাকিস্তান। পাক সরকারের হিসেব অনুযায়ী, এতে সরকারের প্রায় ৪৫০ কোটি টাকা বেঁচে যাবে। পাকিস্তানের ধর্ম ও সম্প্রীতি সংক্রান্ত বিষয়ের মন্ত্রী নূরুল হক কাদরি জানিয়েছেন, আগের নওয়াজ শরিফ সরকার হজযাত্রীদের মাথাপিছু ৪২ হাজার টাকা করে ভরতুকি দিত। যাতে রাজকোষ থেকে প্রায় ৪৫০ কোটি টাকা বেরিয়ে যেত। কিন্তু এবার মন্ত্রিসভার বৈঠকে সেই ভরতুকি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে, রাজকোষের ঘাটতির পরিমাণ কমবে। তিনি আরও জানান, এবছর প্রায় ১ লক্ষ ৮৪ হাজার মানুষ পাকিস্তান থেকে হজযাত্রা করবেন। এদের মধ্যে সরকারি ভরতুকিতে যাত্রা করবেন প্রায় ১ লক্ষ ৭ হাজার মানুষ। ব্যক্তিগত খরচে যাবেন বাকিরা। পাকিস্তানের ওই মন্ত্রী বলেন, পাকিস্তানের হজে ভরতুকি বাবদ খরচ আশেপাশের দেশগুলির তুলনায় সবচেয়ে কম ছিল। আমার মন্ত্রক চাইছিল না, হজে ভরতুকি বন্ধ হোক। কিন্তু আর্থিক অনটনের কথা

ছাত্র থাকলেও শিক্ষক নেই বহু স্কুলে, ভোটের মুখে বদলি প্রায় ৫০০ প্রাইমারি টিচার

Image
ছাত্র আছে শিক্ষক নেই। আবার কোথাও এক স্কুলে দুজন প্রধান শিক্ষক। আর এই সব অসুবিধা নিয়ে কোনও অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয়নি স্কুল শিক্ষকদের। ফলে শিক্ষা দপ্তরের এই তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন সাধারণ শিক্ষকরা। আর এই বদলির ফলে লাটে উঠে যেতে বসেছে বহু স্কুল। পঠনপাঠন ব্যাহত হওয়ার আশঙ্কায় ভুগছেন বহু ছাত্র ছাত্রী ও অভিভাবকদের একাংশ। গত ৪ ফেরুয়ারি স্কুলশিক্ষা দপ্তর থেকে একটি বদলি সংক্রান্ত আদেশনামা বের হয়। সেই আদেশনামায় বলা হয়েছে, বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে তুলে নেওয়া হবে অতিরিক্ত শিক্ষকদের। আর এই অতিরিক্ত শিক্ষকদের অন্যত্র তুলে নেওয়ায় দেখা দিয়েছে সমস্যা। বদলি হওয়া শিক্ষকদের অভিযোগ জেলার বিভিন্ন এলাকা থেকে এই সব শিক্ষকদের তোলা হয়েছে। মূলত পুরাতন শিক্ষকদের তোলা হয়েছে। অথচ কোনও নতুন শিক্ষকদের তোলা হয়নি। অথচ ২০১৮ শিক্ষক নিয়োগের আগে সেই সব স্কুলে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা অনুপাত একদম ঠিক ছিল। বিভিন্ন স্কুলে নতুন শিক্ষক আসায় ছাত্র-ছাত্রীর অনুপাতে বেড়ে গেল শিক্ষক-শিক্ষিকা। আর এই বদলির আদেশনামায় নতুন শিক্ষকরা থেকে গেলেন নিজেদের স্কুলে। আর পুরনো শিক্ষকরা অতিরিক্ত হয়ে চলে গেলেন দূরের স

উচ্চমাধ্যমিকের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মোবাইল স্ক্যানার, নজিরবিহীন সিদ্ধান্ত সংসদের

Image
উচ্চমাধ্যমিকে প্রশ্নফাঁস তথা পরীক্ষা বিভ্রাট রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। এবার পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ রুখতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চলেছে সংসদ। রাজ্যের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ব্যবহার করা হবে অত্যাধুনিক মোবাইল স্ক্যানার। কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে চাইলেই শব্দ করে সতর্কবার্তা দেবে স্ক্যানার। একবার নয়, দুবার প্রত্যেক পরীক্ষার্থীকে স্ক্যানারে সার্চ করা হবে। রাজ্যের প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই থাকবে এই স্ক্যানার। কন্ট্রোল রুম খোলা হবে প্রধান শিক্ষকের ঘরে। কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে, তাঁকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, পরীক্ষায় যতরকম বিভ্রাট, প্রশ্নফাঁস সব কিছুই হয় মোবাইলের মাধ্যমে। তাই পরীক্ষার্থীরা যাতে কোনওরকমভাবেই মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। গতবছর ময়নাগুড়ির একটি স্কুলে প্রশ্নফাঁসের ঘটনা প্রকাশ্যে আসায়, রীতিমতো মুখ পুড়েছিল পর্ষদের। পরীক্ষার প্রায় ঘণ্টা দেড়েক আগে প্রশ্নপত্র খুলে ফেলেছিলেন ময়নাগুড়ির সুভাষন

সন্ন্যাসিনীদের উপরে যৌন নির্যাতন বাস্তব ঘটনা, মেনে নিলেন পোপ

Image
প্রার্থনা: বুধবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিস। গির্জায় সন্ন্যাসিনীদের উপরে যৌন হেনস্থা ও নির্যাতনের ঘটনা যে বাস্তব, কার্যত তা এ বার স্বীকার করে নিলেন পোপ ফ্রান্সিস। ক্রমাগত এই ধরনের অভিযোগ উঠে আসায় ২০০৫ সালে একটি ধর্মসভা বাতিল করে দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন পোপ বেনেডিক্ট। সেই প্রসঙ্গ উল্লেখ করে মঙ্গলবার পোপ ফ্রান্সিস বলেন, এখনও এই অবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এই প্রথম প্রকাশ্যে এমন বিবৃতি দিলেন পোপ। তাঁর কথায়, এর সমাধান খোঁজারও চেষ্টা চলছে। সন্ন্যাসিনীদের জন্য ক্যাথলিক চার্চের যে আন্তর্জাতিক সংগঠন  রয়েছে, তাদের তরফে গত নভেম্বরে জানানো হয়েছিল, চুপ করে থাকা ও গোপন রাখার যে সংস্কৃতি, তা-ই আসলে এত দিন ধরে সন্ন্যাসিনীদের মুখ বন্ধ করে রেখেছিল। আজই পশ্চিম এশিয়া সফর সেরে ভ্যাটিকানে ফিরে এসেছেন পোপ। গতকাল আবু ধাবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে এই প্রসঙ্গ উঠে এসেছিল। গির্জার যাজকদের বিরুদ্ধে নারী  ও শিশুদের যৌন হেনস্থার যে ধারাবাহিক অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরেই, তার প্রেক্ষিতেই মঙ্গলবার এই বিবৃতি দেন তিনি। তাঁর মতে, নারীদের সর্বদা দ্বিতীয় শ্রেণির মনে করার প্রবণতার মধ্যেই এই ধরনের নির্যাতন

সারদা বিতর্কের মাঝেই নরেন্দ্র মোদীর পাল্টা অর্থ লগ্নি বিল

Image
ফেসবুকে ব্রিগেডের কথা তুলে বিরোধীদের আবার 'দুর্নীতিগ্রস্ত' বললেন আজ দুপুর নাগাদ। আর রাতে সারদা-রোজভ্যালির মতো অর্থ লগ্নি সংস্থার প্রতারণা রুখতে বিলের সংশোধন মন্ত্রিসভায় অনুমোদন করিয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুক-টুইটারে পোস্ট করে দাবি করলেন, এর ফলে আরও জোরদার হল বিলটি। 'অনিয়ন্ত্রিত অর্থ লগ্নি প্রকল্প নিষেধাজ্ঞা বিল' গত বছরই সংসদে পেশের পর অর্থ মন্ত্রকের স্থায়ী কমিটির কাছে গিয়েছিল। কমিটির অনেক সুপারিশই আজ অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে তা করার পিছনে রাজনৈতিক কারণ যে প্রধান, তার ইঙ্গিত মিলল সরকারি মঞ্চ থেকে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ স্বতঃপ্রণোদিত ভাবে রাজীব কুমার-সিবিআই প্রসঙ্গ উল্লেখ করায়।  সাংবাদিক বৈঠকে কেউ এ বিষয়ে প্রশ্ন না করলেও মন্ত্রী নিজেই বললেন, ''আমি স্পষ্ট করতে চাই, বাংলায় যে বিতর্ক চলছে... আমাদের আসার আগেই সব হয়েছে। নরেন্দ্র মোদী জিতে এসেছেন ২০১৪ সালের ১৪ মে, শপথ নেন ২৬ মে। অথচ সুপ্রিম কোর্ট বাংলার পুলিশের কাছ থেকে সিবিআইয়ের হাতে সারদা-মামলার ভার তুলে দিয়েছিল ৯ মে। ২০১৩ সালে রাজীব কুমারের অধীনে এসআইটি হয়েছে। কংগ্রেস ও বামেদের কয়েকজ

চিটফান্ড রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রের!

Image
চিটফাণ্ড রুখতে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র সরকার। চিটফান্ড রুখতে বিলে সংশোধনী আনছে কেন্দ্র। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। চিটফান্ড রুখতে সংশোধনী বিলে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নয়া বিলে আরও কড়া শাস্তির বিধান রয়েছে। বিলে বলা হয়েছে, # অনুমোদনহীন সংস্থা টাকা তুললেই FIR করা যাবে। #অনুমোদনহীন সংস্থার হয়ে কোনও ধরনের প্রচার করা যাবে না। # প্রচার এবং বিজ্ঞাপনে অংশ নিলে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের বিরুদ্ধে এফআইআর করা হবে। গত তিন বছরে চিটফাণ্ডকাণ্ডে ১৬৬টি মামলা রুজু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সবচেয়ে বেশি মামলা রুজু হয়েছে বাংলা এবং ওড়িশায়। মন্ত্রিসভার বৈঠক শেষে জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

বৃহস্পতিবার থেকে শুরু বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৪০০০ প্রতিনিধি

Image
বিনিয়োগের সেরা ঠিকানা বাংলা। রাজ্যের শিল্পের অনুকূল পরিবেশকে দুনিয়ার কাছে তুলে ধরতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। দেশ বিদেশের চার হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন এবারের সম্মেলনে। লক্ষ্য রাজ্যে আরও বেশি শিল্প, বিনিয়োগ এবং কর্ম সংস্থান। সেই টার্গেটেই  বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট।  এবারের শিল্প সম্মেলনে যোগ দিতে ইতালি, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, পর্তুগাল, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, বাংলাদেশ থেকে আসছে বাণিজ্য প্রতিনিধি দল। চিনের কুনমিং প্রদেশ থেকেও আসছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মোট ২৬টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন শিল্প সম্মেলনে। আসছেন দেশের প্রথম সারির শিল্পপতিরা। মুকেশ আম্বানি, আদি গোদরেজ, সজ্জন জিন্দল সহ আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা আসতে পারেন বলে খবর। তবে এবারের বিশ্ববঙ্গ সম্মেলনে কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধি আসছেন না। সাম্প্রতিক কেন্দ্র-রাজ্য যুযুধান পরিস্থিতিতে যে ঘটনা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে জানান, কেন্দ্রীয়

লড়াই এ বার রাজধানীতে, বিজেপিকে উৎখাত করতে বিরোধী সমাবেশে দিল্লি যাচ্ছেন মমতা

Image
গত কালই ধর্নামঞ্চ থেকে জানিয়েছিলেন— কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে এ বার লড়াই হবে রাজধানীতে। এর পরে আগামী সপ্তাহের গোড়াতেই দিল্লি আসছেন তিনি। পাশাপাশি জাতীয় স্তরে সমস্ত বিরোধী দলগুলিও প্রস্তুতি শুরু করে দিয়েছে সম্ভাব্য ১৩ ফেব্রুয়ারির প্রতিবাদ সমাবেশের। কংগ্রেসের তরফ থেকে চেষ্টা চলছে সদ্য জেতা রাজ্যগুলির কংগ্রেসী মুখ্যমন্ত্রীদের সমাবেশে আনার। মমতা এবং কংগ্রেস ছাড়াও সেখানে থাকবেন টিডিপি, আরজেডি, এসপি, বিএসপি ও এনসিপি-র শীর্ষ নেতারা। তৃণমূল সূত্রের বক্তব্য, প্রতিবাদ ধর্নায় স্লোগান হবে— 'যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধান, গণতন্ত্র এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে বাঁচানোর লড়াইয়ে সবাই একজোট হোন।' তাৎপর্যপূর্ণ ভাবে গত কাল এসপি নেতা অখিলেশ যাদব মমতাকে একটি চিঠি লিখে পশ্চিমবঙ্গের উপর 'কেন্দ্রীয় আক্রমণের' নিন্দা করেছেন। অখিলেশ বলেছেন, ''বাংলার উপর আক্রমণ শুধু সংবিধানের নীতিমালা অথবা নির্দেশের উপরই আঘাত নয়, ভারত গড়ার কারিগরদের স্বপ্নকেও আঘাত করা।'' সিবিআই-সহ বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে রাজনৈতিক হিংসা চরিতার্থের অভিযোগ সমাবেশে তুলবেন মমতা ছাড়াও