Posts

Showing posts from May 20, 2018

বিহার বিধান পরিষদের চেয়ারম্যানের দুই ছেলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ

Image
বিহার বিধান পরিষদের চেয়ারম্যান অবধেশ নারায়ণ সিংয়ের দুই ছেলে সুশান্ত রঞ্জন ও প্রশান্ত রঞ্জনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল। এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস। পুলিসকে ওই মহিলা জানিয়েছেন, গত ১৬ মে অবধেশ নারায়ণ সিংয়ের সরকারি বাসভবনে তাঁকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায় সুশান্ত রঞ্জন। কিছুক্ষণের মধ্যেই সুশান্তর ভাই প্রশান্ত সেখানে এসে পৌঁছয়। এরপরই ওই মহিলার ওপর যৌন নির্যাতন শুরু করে সুশান্ত। নির্যাতিতা জানিয়েছেন, পরে তাঁকে একটি ঘরে আটকে রেখে দুই ভাইয়ের মধ্যে লড়াই বেঁধে যায়। তাদের হাত থেকে বাঁচতে প্রাণ ভয়ে চিত্কার করতে থাকেন তিনি। তাঁর চিত্কার শুরু ওই সরকারি বাসভবনের এক কর্মী এসে তাঁকে সেখান থেকে উদ্ধার করেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সুশান্ত ও প্রশান্ত রঞ্জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিস। তবে এখনও পর্যন্ত তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

বিফ বিক্রেতা সন্দেহে ব্যক্তিকে পিটিয়ে খুন, মধ্যপ্রদেশে গ্রেপ্তার ৪

Image
বিফ বিক্রেতা সন্দেহে পিটিয়ে খুন করা হল মাঝবয়সি এক ব্যক্তিকে। বেধড়ক মার খেয়ে গুরুতর আহত আরও একজন। বৃহস্পতিবার গভীর রাতে মধ্যপ্রদেশের সাতনা জেলার আগমার গ্রামে এই ঘটনা ঘটেছে।  মৃতের নাম রিয়াজ খান। বয়স ৪৫। তাঁর সঙ্গী ৩৫ বছরের শাকিল বর্তমানে কোমায় রয়েছেন জবলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁদের অন্যান্য সঙ্গীরা কোনওক্রমে পালিয়ে বেঁচেছেন। পুলিশ জানিয়েছে, কাইমোর থেকে গ্রামে ফেরার সময় দুই গ্রামবাসী কয়েকজনকে গবাদি পশু নিয়ে যেতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা তাঁদের বন্ধুবান্ধবদের সেখানে ডাকেন এবং মারধর শুরু করেন রিয়াজ ও শাকিলকে।  রাত ৩টে নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে মাইহার হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় রিয়াজের। ঘটনাস্থল থেকে একটি কাটা মহিষ ও আরও কিছু ব্যাগে দুটি পশুর মাংস উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  রিয়াজকে খুনের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই আমগারা গ্রামের বাসিন্দা। রিয়াস ও শাকিলের বিরুদ্ধে গোহত্যার অভিযোগ দায়ের করেছে পুলিশ। যদিও দুজনের পরিবারই এই অভিযোগ অস্বীকার করেছে। মধ্যপ্রদেশের আইনে গোহত্যার অপরাধে ৭ বছরের জেল ও ৫০০০ টাকা জরিমানার কথা বলা আছে

দয়া করে ফায়ারিং বন্ধ করো, BSF-কে কাতর আর্জি পাক সেনার!

Image
সীমান্তে পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের খবর প্রায়ই পাওয়া যায়। বহু ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। এ বার ভারতীয় সেনার আকস্মিক জবাবে শেষ পর্যন্ত ভেঙে পড়ল পাক সেনা। লাগাতার আক্রমণে BSF-কে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন বন্ধ করার 'কাতর' আর্জি জানাল পাকিস্তান।  বিএসএফ-এর প্রকাশ করা একটি ১৯ সেকেন্ডের ফুটেজে দেখা যাচ্ছে, ভারতীয় সেনার কামানের গোলায় ধ্বংস হয়ে যাচ্ছে সীমান্ত সংলগ্ন পাক সেনা ছাউনি। ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ-এর আক্রমণে এক পাক সেনার মৃত্যু হয়েছে বলেও খবর। বিএসএফ জানিয়েছে, 'পাকিস্তান সেনা জম্মু বিএসএফ-এর কাছে আবেদন জানিয়েছে, গোলাগুলি বন্ধ করার জন্য। কারণ, বিএসএফ লাগাতার আক্রমণে পাকিস্তানকে নাজেহাল করে দিয়েছে।'  বিএসএফ-এর এক আধিকারিকের কথায়, 'গত তিনদিন ধরে বিএসএফ লাগাতার আক্রমণ চালিয়ে গিয়েছে পাক সেনার উপর। শনিবারের আক্রমণের মাত্র তীব্রতর ছিল। তাতে ব্যাপক ক্ষতি হয়েছে পাক সেনার।'  গত কয়েকদিনের গোলাগুলিতে সীমান্তে দু'জন ভারতীয় জওয়ানও শহিদ হয়েছেন। জম্মুর সীমান্তবর্তী এলাকায় কয়েকজন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে। 

টানা ৫ মাস কিশোরী মেয়েকে রেপ, বাবা বোঝাত এটাই দস্তুর

Image
১২ বছরের মেয়েকে টানা ৫ মাস ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল বাবাকে। মেয়েকে বাবা বুঝিয়েছিল, এটাই দস্তুর। সব বাবারাই তাঁদের মেয়ের সঙ্গে একই কাজ করে। গুরগাঁওয়ের মানেসরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।  মেয়েটির সত্‍‌ মা একদিন হাতেনাতে তাঁর স্বামীকে এই কাজ করতে ধরে ফেলেন। এরপরই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তি পতৌদির একটি কারখানায় মজুরের কাজ করত। তাঁর প্রথম স্ত্রীর দুই সন্তানের মধ্যে বড় ১২ বছরের মেয়েটি। তারা বাবা-মা ও দুই সত্‍‌ ভাইবোনের সঙ্গে থাকত।  ১৬ মে কাজ থেকে একটু আগে বাড়ি ফিরেছিলেন মেয়েটির সত্‍‌ মা। তখনই তিনি দেখেন, তাঁর স্বামী কিশোরী মেয়েটিকে যৌন নিগ্রহ করছে। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে স্বামীকে আটকান ওই মহিলা এবং পুলিশকে গোটা বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর মেয়েটির মেডিক্যাল পরীক্ষায় দেখা যায় তাকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটির অভিযোগ, তাকে প্রায় ৫ মাস ধরে ধর্ষণ করেছে তার বাবা। কারও এই কথা না-জানানোর জন্য সে হুমকি দিত। আর বলত, এটাই নিয়ম। সব বাবারাই এমনটা করেন। 

ছত্তীসগঢ়ে মাওবাদী হামলা, নিহত ৬ জওয়ান

Image
ছত্তীসগঢ়ে ফের মাওবাদী হামলায় নিহত হলেন নিরাপত্তাবাহিনীর ছয় জওয়ান। আহত হয়েছেন আরও দুই জওয়ান। শনিবার ঘটনাটি ঘটেছে রাজ্যের দান্তেওয়াড়া জেলার চোলনার গ্রামে। পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল ১১টা নাগাদ রাজ্য পুলিশের একটি সশস্ত্র বাহিনী চোলনার গ্রামের রাস্তা গিয়ে একটি গাড়িতে করে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় মাওবাদীরা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে গাড়িটি উড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় জওয়ানের। বিস্ফোরণের পরই মাওবাদীরা জওয়ানদের  কাছ থেকে পাঁচটি স্বয়ংক্রিয় অস্ত্র লুঠ করে নিয়ে পালায়। খবর পেয়েই সিআরপিএফের একটি বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে রাইপুরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যান্টি-নকশাল অপারেশন-এর ডিআইজি সুন্দর রাজ পি জানিয়েছেন, এই বিস্ফোরণে ছয় জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জওয়ান। মাওবাদীদের খোঁজে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।

১৫ দিনে বাংলাদেশে গুলিযুদ্ধে ১১ শীর্ষ মাদক কারবারি নিকেশ

Image
ঢাকা: সরকারের হাইকমান্ডের নির্দেশে বাংলাদেশ জুড়ে মাদক নির্মুলে অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগেও একাধিকবার মাদকবিরোধী অভিযান হয়েছে। তবে এবারের অভিযান ভিন্ন। এবারের অভিযানে নিশানায় মাদক ব্যবসার মূল হোতা ও গডফাদারদের দিকে। মাদক নির্মুলে এবারে একের পর এক গুলিযুদ্ধের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় নিহতরা বড় মাদক ব্যবসায়ী। গত ৪ মে থেকে শনিবার পর্যন্ত র‌্যাব সারাদেশে ৪৮৫টি মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এই ১৫ দিনে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে ১১ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৫০১ জন। ২০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। মোবাইল কোর্ট ২২৮৭ জন মাদক বিক্রেতা ও সেবনকারীর বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। গত ৪৮ ঘণ্টায় দেশব্যাপী অভিযানে ৫৫৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত ও রবিবার ভোরে গুলিযুদ্ধে ময়মনসিংহ ও ফেনী জেলায় গুলিযুদ্ধে দুজন নিহত হয়েছে। তারা মাদক চোরাকারবারি বলে পুলিশ জানিয়েছে। এদিনই যশোরের অভয়নগরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়। র‌্যাব একটি বস্তায় ৪০০ বোতল ফেনসিডিল, ২টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি গু

বাথরুমে হাত-পা বেঁধে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

Image
বিষ্ণুপুর : বাথরুমের মধ্যে হাত-পা বেঁধে কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত রহিম মণ্ডলকে (২৩) গতকাল গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে POCSO আইনে মামলা করেছে পুলিশ। এছাড়া খুনের হুমকি দেওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে। আদালতে তোলা হলে রহিমকে ৩০ মে পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার সামালি ঘোষপাড়ায়। রহিমের বাড়িতে টিভি দেখতে যেত প্রতিবেশী কিশোরী অনু (নাম পরিবর্তিত)। ১৩ মে রহিমের বাড়িতে বসে টিভি দেখছিল সে। এরপর শৌচকর্ম করতে বাথরুমে যায়। অভিযোগ, সে সময় একা পেয়ে তার মুখ চেপে ধরে রহিম। হাত-পা বেঁধে সেখানে তাকে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।  ভয়ে কয়েকদিন কাউকে কিছু না বললেও শেষ পর্যন্ত ১৭ মে অনু ঘটনাটি তার বউদিকে জানায়। সেদিন রাতেই বিষ্ণুপুর থানায় গিয়ে রহিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অনুর মা। গতকাল রহিমকে গ্রেপ্তার করা হয়।  এদিকে, রহিম গ্রেপ্তার হওয়ার পর তার পরিবারের সদস্যরা মামলা তুলে নেওয়ার জন্য অনুর পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। অনুর চরিত্র নিয়েও তারা প্রশ্ন তুলেছে। 

গুজরাতে লোক গায়কদের ওপর হল টাকার বৃষ্টি

Image
ভালসাদ: সাংস্কৃতিক অনুষ্ঠানে টাকার বৃষ্টি এ দেশে নতুন কিছু নয়। আর গুজরাতে এ ধরনের ঘটনার রীতিমত প্রচলন রয়েছে। এবার ঘটনাস্থল ভালসাদ জেলা। গতকাল এক দানধ্যানমূলক অনুষ্ঠানে গান গাওয়া লোক গায়কদের ওপর ৫০ লাখের মত টাকা বর্ষানো হয়েছে। দুই নামী গায়ক গায়িকা ব্রিজরাজদান গাদভি ও গীতা রাবারের ওপর ১০, ২০০ ও ৫০০ টাকার নোট ঝরিয়েছেন মুগ্ধ শ্রোতৃমণ্ডলী। অনুষ্ঠানটির আয়োজন করেন স্থানীয় কালওয়াদা জেলার পঞ্চায়েত প্রধান আশিস প্যাটেল। দাতব্য সংগঠন জলরাম মানব সেবা ট্রাস্টকে আর্থিক সাহায্যের জন্য হয় এই অনুষ্ঠান, যাতে তারা গ্রামের জন্য একটি অ্যাম্বুলেন্স কিনতে পারে। আশিস প্যাটেল জানিয়েছেন, অনুষ্ঠানে যোগ দেন বহু স্থানীয় মানুষ। তাঁরাই লোক গায়কদের ওপর টাকার বৃষ্টি করেন। এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে প্রায় ৫০ লাখ টাকা। পুরোটাই দেওয়া হবে ওই ট্রাস্টকে। ২০১৬ সালে গোটা দেশ যখন নোটবাতিল সংক্রান্ত সমস্যায় ভুগছে, তখন গুজরাতের নাভসারি জেলায় গায়কদের ওপর ৪০ লাখ টাকার বৃষ্টি হয়। তা নিয়ে বিতর্ক কম হয়নি।

ভোট মিটতেই ফিরল পচা মাংসের আতঙ্ক!

Image
শনিবার রাতে এলাকার স্থানীয় বেশ কিছু যুবক বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎই তাঁরা লক্ষ্য করেন, শহরের বাইরে থেকে মোহনপুর রোড হয়ে একটি টেম্পো জগন্নাথ মন্দির চক এলাকায় এসে দাঁড়ায়। ভোট মিটতেই ফের পচা মাংসের আতঙ্ক ফিরল। তবে এবারে শুধু মাংসই নয়, সঙ্গে ধরা পড়ল পচা ডিমও। ঘটনার জেরে ফের মাংস আতঙ্ক গ্রাস করেছে মেদিনীপুর শহরকে। শনিবার গভীর রাতে একটি টেম্পো ভর্তি পচা ডিম ও পচা মাংস আটক করলেন মেদিনীপুর শহরের স্থানীয় বাসিন্দারা। শহরে ঢোকার পথেই আটক করা হয় টেম্পোটিকে। স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় বারোটা নাগাদ শহরের জগন্নাথ মন্দির চক এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোহ, টেম্পোর মধ্যে কয়েক ড্রাম ভর্তি পচা মাংস, ডিম-সহ অন্যান্য খাবার ছিল। শনিবার রাতে এলাকার স্থানীয় বেশ কিছু যুবক বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎই তাঁরা লক্ষ্য করেন, শহরের বাইরে থেকে মোহনপুর রোড হয়ে একটি টেম্পো জগন্নাথ মন্দির চক এলাকায় এসে দাঁড়ায়। এলাকার চৌমাথা মোড় থেকে টেম্পোটি কোন দিকে যাবে তা নিয়ে বিভ্রান্ত ছিল চালক। তখন ওই যুবকরা এগিয়ে এসে ওই টেম্পোর চালকের সঙ্গে কথা বলে জানতে চান তিনি কোথায় যা

শাশুড়িকে নিয়ে পালাল জামাই! লজ্জায় গৃহবন্দি বাবা-মেয়ে

Image
শাশুড়ি(বাঁদিকে), জামাই(ডানদিকে)। দু'দিন ধরে স্বামীর খোঁজ পাচ্ছেন না স্ত্রী। বেকায়দায় পড়ে নিজের বাবাকে ফোন করলেন ওই মহিলা। কিন্তু সেখানে ফোন করে হতবাক হয়ে যান তিনি। জানতে পারেন দু'দিন ধরে নিঁখোজ রয়েছেন তাঁর মা-ও। বর্ধমানের কেতুগ্রামে শাশুড়িকে নিয়ে পালালেন জামাই। গুণধর এই জামাইয়ের নাম প্রসেনজিৎ হাজরা। জানা গিয়েছে, বছর দুয়েক আগে কেতুগ্রামের বাসিন্দা প্রসেনজিতের সঙ্গে বহরান গ্রামের অনুরূপা বর্মনের বিয়ে হয়। মোবাইল ফোনে পরিচয়। তার পরেই প্রেম করে বিয়ে হয় দু'জনের। তাঁদের একটি সন্তানও রয়েছে। অনুরূপার অভিযোগ, ইদানীং শ্বশুরবাড়িতে আনাগোনা বেড়ে গিয়েছিল প্রসেনজিতের। সেই থেকেই শাশুড়ির সঙ্গে প্রসেনজিতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে সন্দেহ করছেন অনুরূপা। তাঁর দাবি, মাঝে মধ্যে তিনি দেখতেন মোবাইল ফোনে দু'জনের মধ্যে লুকিয়ে কথা চলত। আলাদা বসে গল্পও করতেন তাঁর স্বামী ও শাশুড়ি। কিন্তু তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে, এমনটা কোনওদিন ভাবতে পারেননি বলে জানান অনুরূপা। জামাই-শাশুড়ির এমন কাণ্ডের পর কার্যত হইচই পড়ে গিয়েছে এলাকায়। লজ্জার পড়ে বাবা-মেয়ে— দু'জনেরই বাড়ি থেকে বেরনো কা

খাবারে মিশছে শিল্পে ব্যবহৃত রং-ও

Image
দুর্গাপুর : বাসি-পচা মাংসের খোঁজ মিলেছে, এ বার খাবারে শিল্পে ব্যবহৃত রঙের খোঁজ মিলল দুর্গাপুরে৷ শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় খাবারের মান যাচাই করতে গিয়ে এমন ঘটনা নজরে এসেছে পুরকর্মী–মেয়র পারিষদদের৷ বিরিয়ানি–কাবাবের মতো পদ ছাড়া অন্য খাবারেও মেশানো হচ্ছে শিল্প ব্যবহৃত রং৷ যা মানবদেহের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর৷ ছোট–বড় অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁয় এই রং দেদার ব্যবহৃত হচ্ছে৷ অভিযোগ উঠেছে বেশ কিছু ক্যাটারিং সংস্থার বিরুদ্ধেও৷  দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ (খাদ্য) অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, 'শহরে যে সব জায়গায় সস্তায় বিরিয়ানি বিক্রি হচ্ছে, তারা সবাই শিল্পে ব্যবহৃত রং ব্যবহার করছে৷ কয়েক 'টি হোটেল ও রেস্তোরাঁতেও এই রং দেখে অবাক হয়ে গিয়েছি৷ কী ভাবে এরা মানুষের সঙ্গে প্রতারণা করছে তা ভাবা যায় না৷ কাউকে ছাড়া হবে না৷ যারা এই অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷' বেনাচিতি এলাকার এক বিরিয়ানি বিক্রেতা সস্তার রং মেশানোর কথ্য স্বীকার করে নিয়ে বলেন, 'আমরা ৬০–৭০ টাকায় এক প্যাকেট বিরিয়ানি বিক্রি করি৷ দামি খাবারের রং ব্যবহার করলে বিরিয়ানির দাম বাড়াতে হবে৷ বেশি দাম নিলে খদ্দের

ষোলো বছরেই এভারেস্টে চড়ে ইতিহাসে নাম হরিয়ানাকন্যার!

Image
 ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী হিসেবে এভারেস্টের চূড়োয় উঠলেন হরিয়ানার ১৬ বছরের শিবাঙ্গী পাঠক। নেপালের দিক থেকে যাত্রা শুরু করে ১৭ মে, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে চড়েছেন তিনি।  হরিয়ানার হিসার জেলার এই কন্যার খুব ছোটবেলা থেকেই স্বপ্ন মাউন্ট এভারেস্টের শীর্ষে চড়বে। আর সেই লক্ষ্যে স্থির থেকে মাত্র ১৬ বছর বয়সেই স্বপ্নপূরণ করে ফেলল শিবাঙ্গী। অরুণিমা সিনহা, প্রথম ভারতীয় প্রতিবন্ধী মহিলা হিসেবে প্রথম এভারেস্টে পাড়ি দিয়েছিলেন। তাঁর অনুপ্রেরণাতেই এই ছোট মেয়েটি আজ সফল।  ২০১৪ সালে, তিব্বতের দিক থেকে এভারেস্টের চূড়োয় উঠে রেকর্ড গড়েছিল ১৩ বছরের মালাভাথ পূর্ণা। এভারেস্ট সামিটে বিশ্বের কনিষ্ঠতম হিসেবে ভারতের নাম উজ্জ্বল করেছিল ওই খুদে। 

জুতোর মালা পরিয়ে ঘোরানো হল দলীয় পঞ্চায়েত সদস্যের স্ত্রীকে, অভিযুক্ত তৃণমূলই

Image
মেদিনীপুর : দলীয় কার্যালয়ের সামনেই কান ধরে ওঠবোস করানো হল কবিতাদেবীকে। জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হল এক মহিলাকে। তিনি তৃণমূলেরই কর্মী। দলের অফিসের সামনে কান ধরে ওঠবোস করানো হল। অভিযুক্ত তৃণমূলেরই কয়েকজন কর্মী। ঘটনা মেদিনীপুর সদর ব্লকের কনকাবতীর বাগডুবির। ভয়ঙ্কর এই ঘটনার ছবি সামনে আসতে শোরগোল পড়েছে শাসক দলের অন্দরেও। সামনে এসেছে মহিলাদের নিরাপত্তার বিষয়টি। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, "মেদিনীপুরের এই ঘটনার কথা শুনেছি। বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। এ সব বরদাস্ত করা হবে না। দল কড়া ব্যবস্থা নেবে।" হেনস্তার শিকার হওয়া ওই মহিলার নাম কবিতা পাত্র। কবিতাদেবী বলেন, "দলেরই কয়েকজনের হাতে চরম হেনস্তা হতে হয়েছে। এটাই খারাপ লাগছে। আমি তৃণমূলেরই কর্মী। কখনও ভাবিনি আমার সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে বলে।" কবিতাদেবীর স্বামী গোপাল পাত্র গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকা থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। এ বার আসনটি মহিলা সংরক্ষিত হয়েছে। গোপালবাবু বলেন, "আমি এখনও পঞ্চায়েতের সদস্য। তৃণমূলের সক্রিয় কর্মী। এরপর আর তৃণমূল করব কি না ভাবছি।" কেন কবিতাদেবীর উপর এমন ন

মাওবাদী হানায় ছত্তিশগড়ে শহিদ ৬ জওয়ান

Image
রায়পুর : মাওবাদী হামলায় ছত্তিশগড়ে শহিদ হলেন ছয় জওয়ান। দান্তেওয়াড়ার চোলনার গ্রামে আজ জওয়ানদের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় মাওবাদীরা। IED বিস্ফোরণে শহিদ হন ছয় জওয়ান। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের মধ্যে তিন জন ছত্তিশগড় আর্মড ফোর্স ও দু'জন ডিস্ট্রিক্ট ফোর্সের জওয়ান। আহত হয়েছেন আরও এক জওয়ান। 

নিয়ন্ত্রণহীন বেপরোয়া লরি গুঁড়িয়ে দিল চায়ের দোকান, কেড়ে নিল প্রাণ

Image
বীরভূম: রবিবারের সকাল দিন শুরু হয়েছে এক এক ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ বীরভূমের মুরারইয়ে এক ভয়াবহ দুর্ঘটনা কেড়েছে প্রাণ ৷ মুরারইয়ে একটি চায়ের দোকানে প্রবল গতিবেগে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা মারে ৷ ঘটনাস্থালে  ২ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তাঁর চিকিৎসা চলছে  ৷ কোনও কিছু বুঝতে পারার আগে নিমেষের মধ্যে গুঁড়িযে গিয়েছ্ চাযের দোকানটি ৷ ঘটনার জেরে এলাকায় ব্য়াপক চাঞ্চল্য ৷  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ৷ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে ৷ ঘাতক লরির চালকও খালাসি পলাতক ৷ পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে ৷ পলাতক চালক, খালাসিকে ধরার জন্য এলাকায় পুলিশি টহল ৷ পুলিশ খতিয়ে দেখছে আদৌ দুর্ঘটনা না এর পিছনে লুকিয়ে আছে কোনও গভীর ষড়যন্ত্র  ?

পৃথিবীর দীর্ঘতম গাড়ি

Image
অসম্ভব বিলাসবহুল একটি গাড়ি। দেখলে যে কারও একবার উঠতে ইচ্ছা করবে। পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ি এটি। লিমোজিন মডেলের ১০০ ফুট (৩০.৫ মিটার) গাড়িটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। হলিউড চলচ্চিত্রে ব্যবহারের জন্য গাড়িটি তৈরি করা হয়েছিল। গাড়িটি তৈরি করেন ক্যালিফোর্নিয়ার 'কাস্টম কার গুরু' হিসেবে পরিচিত জয় অহরবার্গ। গাড়িটিতে ২৬টি চাকা ও ২টি চালক কেবিন রয়েছে। শুধু লম্বায় নয়, সবদিক থেকেই গাড়িটি ব্যতিক্রমী। বিলাসবহুল গাড়িটির মধ্যে রয়েছে সুইমিং পুল, স্পা রুম, কিং সাইজ বেড, সান ডেক ইত্যাদি। এই গাড়িতে হেলিকপ্টার ল্যান্ড করার জন্যও রয়েছে একটি হেলিপ্যাড। 'আমেরিকার ড্রিম' নামে লম্বা এ গাড়িটি নির্মাণ করা হয় ১৯৮০-এর দশকে। বিখ্যাত মার্কিন গাড়ি নকশাকার অহরবার্গের হলিউড কারশপে এটি তৈরি করা হয়। আর এজন্য ১৯৭০-এর দশকে গাড়ির জগতে সেরা কাডিলাক এলদোরাদো মডেলের একটি গাড়িকে বেছে নেন অহরবার্গ। পুরনো এ মডেলকে ঝালিয়ে ১০০ ফুট লম্বা ও ২৬টি চাকাজুড়ে বিশাল এ গাড়ির নির্মাণ কাজ শেষ করেন তিনি। গাড়িটি সোজা পথে চালাতে খুবই সহজ। প্রশস্ত রাস্তায়ও একে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু গাড়ির জন্য একটাই সমস্যা, তা হল

ফের পিছিয়ে গেল কুমারস্বামীর শপথগ্রহণ, কর্ণাটক নাটকের কিছুতেই যবনিকা পতন হচ্ছে না

Image
বিধানসভায় বিএস ইয়েদুরাপ্পার পদত্যাগের খবর শোনার পরই কংগ্রেস-জেডিএস শিবিরে উচ্ছ্বাস শুরু হয়ে যায়। লিঙ্গায়েত নেতা ইয়েদুরাপ্পার আবেগমথিত ভাষণ উত্তর বিরোধী জোটই যে সরকারে আসতে চলেছে তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পরই এইচডি কুমারস্বামী রাজ্যপাল বাজুভাই বালার কাছে পৌঁছে গিয়েছিলেন তাঁদের সরকার গঠন করতে দেওয়া হোক সেই প্রস্তাব নিয়ে। রাজ্যপাল সেই প্রস্তাবে সাড়া দেন। বাজুভাই বালার সঙ্গে দেখার করে এসে সাংবাদিক বৈঠক করে কুমারস্বামী জানিয়ে দেন, সোমবার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ নিতে চলেছেন। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ শপথ নেবেন।   মমতা বন্দ্যোপাধ্যায়, এন চন্দ্রবাবু নাইড়ু, কেসি রাও সহ সমস্ত আঞ্চলিক নেতাদের তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছেন বলেও জানিয়ে দেন। একইসঙ্গে কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও সভাপতি রাহুল গান্ধীকেও আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান কর্ণাটকের ভাবী মুখ্যমন্ত্রী। তবে রাতের দিকে জেডিএস নেতা দানিশ আলি ঘোষণা করেন, সোমবার কংগ্রেস নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী থাকায় সেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ন

২৯ বছরের ছোটো, কুমারস্বামীর স্ত্রী এখন সোশাল মিডিয়ায় নতুন ট্রেন্ড

Image
কুমারস্বামী ও অভিনেত্রী স্ত্রী রাধিকাবেঙ্গালুরু, ২০ মে : যুদ্ধ আপাতত শেষ হলেও কর্নাটক নির্বাচন ও নির্বাচন পরবর্তী নাটকীয় চিত্রপট থেকে এখনও পুরোপুরি বেরিয়ে উঠতে পারেনি গোটা দেশ। এবার চর্চা একটু ব্যক্তিগত। শপথ নেওয়ার আগেই নতুন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর স্ত্রী রাধিকা এখন সোশাল মিডিয়ায় নতুন ট্রেন্ড। কুমারস্বামীর থেকে ২৯ বছরের ছোটো রাধিকা। তা নিয়েই এখন চলছে জোর চর্চা। সপ্তাহ জুড়ে নাটক।  কর্নাটক বিধানসভা নির্বাচন নিয়ে টেনশনের পারদ চড়েছিল দেশজুড়ে। রাজ্যপালের ভূমিকা, BJP-র অপারেশন লোটাস, কংগ্রেসের ঘোড়া কেনাবেচার অভিযোগ, সুপ্রিম কোর্টে মাঝরাতে শুনানি - সব মিলিয়ে কর্নাটক নির্বাচন ও নির্বাচন পরবর্তী প্রতিটি মুহূর্ত গত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় ট্রেন্ড হয়েছে। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল আস্থা ভোটের আগেই ইস্তফা দেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। তারপরেই নিশ্চিত হয়ে যায় নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন কংগ্রেস-JD(S) জোটের প্রার্থী এইচ ডি কুমারস্বামী।  মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, তা নিশ্চিত হওয়ার পর গতকাল রাত থেকে কর্নাটকের রাজনীতিকে কেন্দ্র করে সোশাল মিডিয়ার চর্চায় উঠে আসছে এক ন

প্রেমিকা ফোনে কথা বলছে অন্য কারও সঙ্গে, পিটিয়ে মেরে ফেলল যুবক!

Image
জয়পুর: ফোনে অন্য লোকের সঙ্গে কথা বলছে, এটা মেনে নিতে না পেরে প্রেমিকাকে পিটিয়ে মেরে ফেলল ২১ বছরের যুবক। রাজস্থানের ডুঙ্গারপুরের ঘটনা। বিচিওয়াড়া থানার স্টেশন হাউস অফিসার সুনীল শর্মা জানান, হরিশ নামে ছেলেটি গতকাল রাতে পান্থাল গ্রামে ১৭ বছরের প্রেমিকা নিশার বাড়ি গিয়ে দেখে, সে লুকিয়ে ফোনে অন্য একজনের সঙ্গে ফোনে ব্যস্ত। তার কাছে ধরা পড়ে ফোনের ওপারের ব্যক্তিটি কে, সে ব্যাপারে সন্তোষজনক জবাব দিতে পারেনি নিশা। রাগের মাথায় তাকে মারতে শুরু করে হরিশ। নিশাকে বাঁচাতে তার মা ছুটে এলে তাকেও পেটায় সে। মারের চোটে শরীরে ভিতরে আঘাতের ফলে মারা যায় নিশা। ময়না তদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হরিশ গুজপাতের লোক। তাকে পুলিশ গ্রেফতার করে।

পাঁচশো জনের রান্না করেও এশিয়াডে রাখি

Image
আথেন্স অলিম্পিক্সে কর্ণম মালেশ্বরীর কুড়ি বছর আগের রেকর্ড  পাঁচ মাস আগে জাতীয় আসরে নেমে ভেঙে দিয়েছেন অবলীলায়। কোচিং নেওয়ার জন্য প্রয়োজনীয় ৩৫০ টাকা জোগাড় করতে দক্ষিণ ভারতের এক স্কুলে পাঁচশো ছেলে মেয়ের রান্না করতে হয়েছে। দু'বেলা অনুশীলনের পর। নদিয়ার পিছিয়ে পড়া মৎস্যজীবী গ্রামের মেয়ে হয়েও তেলুগু, তামিল, ওড়িশি, মণিপুরী ভাষাতে অনর্গল কথা বলতে পারেন।  জাতীয় শিবিরে অতিরিক্ত প্রোটিনজাত খাদ্যের টাকা জোগাড় করতে নানা জনের কাছে হাত পেতেছেন এক মাস আগেও। পাঁচ বারের ভারোত্তোলনের জাতীয় চ্যাম্পিয়ন, রেকর্ড, কমনওয়েলথ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতেও বাদ গিয়েছিলেন সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে। দু'বছর আগে দল নির্বাচিত হয়ে যাওয়ায়। এ রকম অসংখ্য চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাতের নাটকীয় জীবনে হঠাৎই যেন সূর্যের আলো এসে পড়েছে নদিয়ার হতদরিদ্র পরিবারের মেয়ে রাখি হালদারের জীবনে। দু'টি ঘটনা বদলে দিয়েছে বঙ্গকন্যার জীবনটাই। ''সেটা বলতেই পারেন। জাকার্তা এশিয়াডের জন্য ভারতীয় দলের শিবিরে নির্বাচিত হয়েছি। পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া যুব কল্যাণ দফতরের 'টপস' (টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিম) পরিকল্

কৈখালিতে বধূর খুনে একাধিক অসঙ্গতি

Image
কৈখালির চিড়িয়াবাগানে এক মহিলাকে নৃশংস ভাবে খুন করার ঘটনায় বহু প্রশ্নের উত্তর মেলেনি ২৪ ঘণ্টা পরেও। পুলিশ জানিয়েছে, শুক্রবার কৈখালির চিড়িয়াবাগানের একটি বাড়ি থেকে নিউ টাউন থানার সিভিক ভলান্টিয়ার শম্পা দাসের (৩৬) রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্বামী, পেশায় ইঞ্জিনিয়ার সুপ্রতিম দাসকে দোতলায় চেয়ারে নাইলনের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে। তিন বছরের নাতি অনুরণনের আবদার মেটাতে সন্ধ্যা সাতটা নাগাদ সর্বক্ষণের পরিচারিকা মায়া সর্দারকে নিয়ে বাগুইআটির বাজারে গিয়েছিলেন মৃতার শাশুড়ি মীরা দাস। প্রায় দু'ঘণ্টা পরে বাড়ি ফিরে পরিচারিকাই প্রথমে লক্ষ করেন, সদর দরজা খোলা। তার পরে শম্পাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া য়ায়। সিঁড়ির উপরে দেওয়ালে ঠেস দিয়ে বসা অবস্থায় ছিল তাঁর শম্পার দেহ। পরনে সিভিক ভলান্টিয়ারের পোশাক। মুখের উপরে বালিশ। তার উপরে সোফার কুশন। রক্তে ভেসে যাচ্ছে শরীর। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। তখনও সুপ্রতিম কী অবস্থায় রয়েছে, কেউ জানতেন না। বিমানবন্দর থানার পুলিশ এসে সুপ্রতিমকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তাঁর কনুইয়ের উপরের অংশে এবং কাঁধে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পুলিশ শম্পার দেহ তোলার জন্য ক

ধর্ষণে অভিযুক্ত সরকারি ডাক্তার

Image
তাঁকে গ্রেফতার করে যথাযথ তদন্ত করতে বলেছে হাইকোর্ট। অথচ, বহাল তবিয়তে সরকারি চাকরি করে যাচ্ছেন তিনি। উল্টে ধর্ষণে অভিযুক্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই চিকিৎসকের কার্যত পাশে দাঁড়াচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনে অভিযোগ জমা পড়ার পরেও সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্যকর্তারা বিষয়টি ওই ডাক্তারের 'ব্যক্তিগত ব্যাপার' বলে এড়িয়ে যাচ্ছেন। অভিযোগের তির পশ্চিম মেদিনীপুরের সোনাহাটি ব্লকে খুকুরদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার অভিজিৎ দত্তের বিরুদ্ধে। অভিযোগকারিণী চাকদহের তরুণী। চাকদহ থানার ওসি জ্যোতির্ময় বসু বলছেন, ''বেশ কয়েক বার ওই চিকিৎসককে ধরতে গিয়েও আমরা ব্যর্থ। কী ভাবে যেন তিনি খবর পেয়ে পালিয়েছেন।'' আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী অভিযুক্ত চিকিৎসক হাওড়ার চ্যাটার্জিহাটের বাসিন্দা। বয়স ৩২। সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। গত বৃহস্পতিবার অভিজিৎবাবুর আগাম জামিনের আবেদন নাকচ করেছেন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত করা দরকার বলে, তাঁর রায়ে মন্তব্য করা হয়। কিন্তু এখনও পর্যন্ত তিনি পুলিশের কাছে অধরা।

রেল মহিলা রক্ষী নেবে

Image
রেলে এক লক্ষ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি আগেই বেরিয়েছিল। শনিবার প্রকাশিত হল রেলরক্ষী বাহিনীর ৯৭৩৯টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি। আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) এবং আরপিএসএফ (রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স) এর বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য ওই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলে খবর। ১ জুন থেকে ৩০ জুনের মধ্যে অনলাইনে ওই শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে। রেল দফতর সূত্রে খবর, শূন্য পদগুলির প্রায় ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত । মোট ৯৭৩৯টি পদের মধ্যে ৪৪০৮টি পদ মহিলাদের কনস্টেবল পদে নিয়োগের জন্য সংরক্ষিত। এ ছাড়াও মহিলাদের ক্ষেত্রে সাবইনস্পেক্টর পদে নিয়োগের শূন্য পদ রয়েছে ৮১৯টি। কনস্টেবল পদে আবদনের ক্ষেত্রে ন্যুনতম যোগ্যতামান মাধ্যমিক এবং সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদনের ক্ষেত্রে ওই যোগ্যতামান স্নাতক। রেল সূত্রে খবর, চলতি বছরটিকে মহিলা এবং শিশুদের সুরক্ষা সংক্রান্ত সচেতনতা প্রচারের বছর হিসেবে বেছে নিয়েছে রেল। ইতিমধ্যেই ট্রেনের প্ল্যাটফর্ম ও কামরায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করেছ রেল। লোকাল ট্রেনের মহিলা কমারায় সিসি ক্যামেরা এবং প্যানিক বাটন বসানো ওই পরিকল্পনারই অঙ্গ। ইতিমধ

এভারেস্ট শীর্ষে অরুণাচলের চার কন্যার জননী

Image
চার কন্যার মধ্যে বড় জন সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছে। এই বয়সে আর পাঁচ জন মহিলা যখন সংসার সামলাতেই ব্যস্ত, তখনই চল্লিশোর্ধ্ব মুরি লিঙ্গি পিঠে রুকস্যাক, পায়ে কাঁটার জুতো, হাতে তুষার-গাঁইতি নিয়ে বেরিয়ে পড়লেন শীর্ষতম শিখরের পথে। অরুণাচলের লোয়ার দিবাং ভ্যালি উপত্যকার রোয়িংয়ের বাড়ি থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা দেন ৭ এপ্রিল। এক মাস ছয় দিনের মাথায় সেই মহিলাই এভারেস্ট শিখরে! রোয়িংয়ের বাসিন্দা মুরি রাজ্যে 'বেটি বচাও, বেটি পড়াও' অভিযানের অন্যতম উজ্জ্বল মুখ। সেই তিনিই এ বার নিজের মেয়েদের ও গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করলেন। রাজ্য তথা উত্তর-পূর্বের প্রথম এভারেস্টজয়ী মহিলা তিনে মেনা ও পাঁচবারের 'এভারেস্ট বিজয়িনী' আনসু জামসেনপার পরে অরুণাচলের তৃতীয় মহিলা হিসেবে এভারেস্ট আরোহণের কৃতিত্ব অর্জন করলেন মুরি। মুরি জানান, তিনে মেনাকে দেখেই ২০১৩ সাল থেকে তাঁর পাহাড় চড়া শুরু। মেনার সঙ্গেই পা মিলিয়ে তিনি প্রথমে আনিনি থেকে মালিনি পর্যন্ত অভিযানে যান। এর পর মেনার সঙ্গী হয়ে হিমাচলের মেনথোসা শৃঙ্গ আরোহণ করেন। 'নিমাস' ও দার্জিলিংয়ের এইচএমআই থেকে পর্বতারোহণের অ্যাডভান্স কোর্স সেরে ২০১৬ সাল

এই প্রথম ৭০ টাকা পেরোল ডিজেল

Image
নজির ভাঙছে রোজই। এ বার নতুন মাইলফলক স্পর্শ করল ডিজেল। আজ, রবিবার কলকাতায় লিটার পিছু ডিজেলের দর ৭০ টাকা পার করেছে। যা নতুন ও সর্বকালীন রেকর্ড। অতীতের একের পর এক নজির ভেঙে ৮০-র দোরগোড়ায় পৌঁছে গিয়েছে পেট্রলও। আজ কলকাতায় লিটার পিছু ডিজেল ও পেট্রলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৭০.১২ টাকা ও ৭৮.৯১ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম ২৬ পয়সা বেড়েছে। পেট্রল বেড়েছে ৩২ পয়সা। এর আগে ২০১৩ সালের ২১ ডিসেম্বর এবং ২০১৪ সালের ১ জানুয়ারি পেট্রলের দাম ছিল ৭৮.৬০ টাকা। ২০১৩ সালের ১ ও ১৬ অগস্ট তা ছিল ৭৮.৬৪ টাকা। আজকের দরে সেই দু'টি রেকর্ড ভেঙে গিয়েছে। তেলের দর আরও যাতে না বাড়ে, সে জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে কর কমানোর আর্জি জানিয়েছে পাম্প মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে ধর্মঘটের হুমকিও দিয়েছে তারা। সংগঠনের সভাপতি তুষার সেন শনিবার বলেন, ''ডিজেলের দাম সর্বকালীন রেকর্ড। এ ভাবে চললে তো জিনিসপত্রের দাম আরও চড়া হবে। চরম দুর্ভোগে পড়বেন মানুষ।'' তুষারবাবুর দাবি, তেলের দাম বৃদ্ধির প্রভাব তাঁদের আয়ের উপরেও পড়ছে। কারণ প্রায় রোজই আগাম টাকা দিয়ে পাম্পগুলিকে

তিন দল নিশ্চিত, রাজস্থান না মুম্বই ফয়সালা আজ

Image
শনিবার আইপিএল প্লে-অফের তিনটি দলের জায়গা নিশ্চিত হয়ে গেলেও চতুর্থ দলটি কারা ও শেষ পর্যন্ত প্লে-অফে কে কার মুখোমুখি হবে, তা রবিবার রাতের আগে জানা জানা যাবে না। মঙ্গলবার মুম্বইয়ে কোয়ালিফায়ার ১-এ কোন দুই দলের লড়াই ও বুধবার ইডেনে এলিমিনেটরে কাদের দ্বৈরথ, তা জানার জন্য রবিবার রাত পর্যন্ত অপেক্ষা করতেই হবে। যতক্ষণ না দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস ও পুণেয় চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ শেষ হচ্ছে। প্রতি ম্যাচের পরে যে ভাবে লিগ তালিকায় দলগুলির অবস্থান বদলে যাচ্ছে, তাতে অঙ্কের হিসাবই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শনিবার রাজস্থান রয়্যালসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোর হেরে যাওয়ায় মুম্বইয়ের প্লে-অফের রাস্তা কিছুটা সহজ হয়ে গেল। রবিবার জিতলে রোহিত শর্মারাই প্লে-অফে যাবে। আর তাঁরা হারলে উঠবেন অজিঙ্ক রাহানেরা। তবু অঙ্কের হিসেবে পঞ্জাবের ক্ষীণ সম্ভাবনা থাকছেই। সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাইয়ের পরে লিগ তালিকায় কলকাতা নাইট রাইডার্স। শনিবার রাতে লিগ তালিকায় দীনেশ কার্তিকরা তিন নম্বরে থাকলেও শেষ পর্যন্ত সিএসকে-কে সরিয়ে দু'নম্বরে উঠে

মুখ পুড়িয়ে রণে ভঙ্গ বিজেপি-র, কর্নাটকে সরকার গড়ছে জেডি(এস)-কংগ্রেস

Image
শেষরক্ষা হল না। পর্যাপ্ত সমর্থন না থাকায় কর্নাটক বিধানসভায় আস্থা ভোটের লড়াই থেকে নাটকীয় ভাবে সরে দাঁড়ালেন বি এস ইয়েদুরাপ্পা। দক্ষিণের রাজ্যটিতে ঘোড়া কেনা-বেচা করে সরকার গড়তে নেমে মুখ পুড়ল বিজেপির। নরেন্দ্র মোদী-অমিত শাহের কাছে অধরাই থেকে গেল কর্নাটক। অথচ, কাল পর্যন্ত আত্মবিশ্বাসী বিজেপি মনে করছিল, শেষ পর্যন্ত জাদু দেখাবেন ইয়েদুরাপ্পা। বিরোধী জোট ভেঙে ঠিক জোগাড় করে নেবেন কাঙ্ক্ষিত সংখ্যা। তবে আজ সকাল পর্যন্ত বিরোধী শিবির ভাঙার সর্বাত্মক চেষ্টা করেও শেষ পর্যন্ত হালে পানি পেলেন না ইয়েদুরাপ্পা। কংগ্রেস কেন জেডি(এস) শিবিরেও দাঁত ফোটাতে ব্যর্থ হল বিজেপি। ভোটাভুটিতে হেরে গেলে দলের অস্বস্তি বাড়বে, ওই যুক্তিতে দুপুরেই দিল্লি থেকে নির্দেশ যায় ইয়েদুরাপ্পার কাছে— 'এক্সিট গ্রেসফুলি' (সম্মান বাঁচিয়ে ইস্তফা দাও)। আজ বিধানসভা শুরুর পরেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে রাজ্যপাল বজুভাই বালার কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন ইয়েদুরাপ্পা। সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠল বিরোধী শিবির। শেষ খবর— বুধবার বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন কংগ্রেস-জেডি(এস) জোটের নেতা এইচ ডি ক