Posts

Showing posts from October 7, 2018

পৃথ্বী-২ মিসাইল পরীক্ষা করল ভারত

Image
বালাসোর: রাতেই মিসাইল পরীক্ষা করল ভারত। ভারতে তৈরি পরমাণু অস্ত্র বহনে সক্ষম পৃথ্বী-২ মিসাইল পরীক্ষা করা হল ওড়িশার বালাসোর থেকে। রাতে এই মিসাইল সঙিকভাবে কাজ করে কিনা সেটাই পরীক্ষা করা হল শনিবার রাতে। এদিন বালাসোরের কাছে চাঁদিপুরে টেস্ট রেঞ্জের কমপ্লেক্স-৩ থেকে মোবাইল লঞ্চারের মাধ্যমে সারফেস টু সারফেস মিসাইল লঞ্চ করা হয়। এদিন সার সাড়ে আটটায় হয় ওই পরীক্ষা। এর আগে এবছরের ২১ ফেব্রুয়ারিতেও রাতের অন্ধকারে পৃথ্বী-২ মিসাইল পরীক্ষা করা হয়েছিল। এই মিসাইল ৫০০ থেকে ১০০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম। এতে রয়েছে লিকুইড প্রপালসান টুইন ইঞ্জিন। ডিআরডিও-র বিজ্ঞানীদের তত্ত্বাবধানে সেনাবাহিনীর তৎপরতায় এই মিসাইল পরীক্ষা করেছে বিশেষ স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড।

নানা পাটেকরের পাশে দাঁড়ালেন মহারাষ্ট্রের মৃত কৃষকদের স্ত্রীরা

Image
মুম্বই: বলিউড প্রকাশ্যে কিছু বলা নিয়ে দ্বিধাগ্রস্ত। কিন্তু অপ্রত্যাশিত মহল থেকে সমর্থন পেলেন নানা পাটেকর। মহারাষ্ট্রের মৃত কৃষকদের স্ত্রীরা এসে দাঁড়ালেন তাঁর পাশে। নানার সমর্থনে বিদর্ভ ফার্ম উইডোজ অ্যাসোসিয়েশন স্থানীয় গ্রামে বিক্ষোভ প্রদর্শন করেছে, পুড়িয়েছে তনুশ্রী দত্তের তুশপুতুল। ওই বিধবা মহিলাদের বক্তব্য, তাঁদের ভাই নানা পাটেকরকে অকারণে কাঠগড়ায় তোলা হচ্ছে, অবমাননা করা হচ্ছে তাঁর। এখনই এ সব বন্ধ হোক। তাঁরা বলেন, নানা পিতৃতুল্য মানুষ, কৃষি সংক্রান্ত সমস্যায় যে সব কৃষকরা আত্মহত্যা করেছেন, তাঁদের স্ত্রীদের সাহায্য করেন তিনি। তনুশ্রীর কুশপুতুলও পোড়ান তাঁরা। তনুশ্রী দত্ত অভিযোগ করেছেন, ২০০৮-এ হর্ন ওকে প্লিজ ছবির সেটে নানা তাঁর যৌন নিগ্রহের চেষ্টা করেন। সফল না হতে পারায় এমএনএস দলের গুণ্ডাদের ডেকে চূড়ান্ত হেনস্থা করেন তাঁকে।

কৃষকেরা পাবেন বিনামূল্যে বিদ্যুত্‍, ঘোষণা বসুন্ধরা রাজের

Image
জয়পুর: গতকালই মুখ্য নির্বাচন কমিশনার ৫ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন রাজ্যগুলি হল মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম ও তেলেঙ্গানা ৷ এই রাজ্যগুলির মধ্যে একমাত্র ছত্তিশগড়ে দু'দফায় ভোটা নেওয়া হবে ৷ বাকি রাজ্যগুলিতে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে ৷ ফলাফল ১১ ডিসেম্বর ৷ এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কার্যত আগামী লোকসভা নির্বাচনের সেমিফাইনাল বলেই ধরা হচ্ছে ৷ ভোটের দামামা বাজতেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের এখন ব্যস্ততা তুঙ্গে ৷ নির্বাচন বড় দায় তা সব নেতা-নেত্রী জানেন তাই আজমেরে এক নির্বাচনী প্রচারে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বড় ঘোষণা কৃষকেরা পাবেন বিনামূল্যে বিদ্যুৎ ৷ আগামী ৭ ডিসেম্বর রাজস্থান বিধানসভা নির্বাচন ৷ তবে বসুন্ধরা রাজের এই সিদ্ধান্তে বিরোধী সরব হয়েছেন ৷ তবে শুধুই বিদ্যুৎ বিনামূল্যে নয় রাজস্থান সরকার কৃষকদের জন্য এনেছে বিনামূল্যে স্বাস্থ্যবিমাও ৷

জেনে নিন কোন সময় থেকে শুরু হবে মহালয়ার তর্পণ?

Image
কাল মহালয়া। পিতৃপক্ষের অবসানে শুরু হবে দেবীপক্ষ। এই দিন অমাবস্যার শুরুতে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেন বংশধররা, যাকে তর্পণ বলা হয়। কাল সকাল ১১টা ৩২ মিনিট থেকে মহালয়ার অমাবস্যা শুরু। মঙ্গলবার সকাল ৯টা বেজে ১৭ মিনিট পর্যন্ত থাকবে। তাই আগামীকাল তর্পণ শুরু হবে বেলার দিকে।

পাকিস্তানের মাটিতে ৯৩টি মাদ্রাসায় চলে জঙ্গি কার্যকলাপ: রিপোর্ট

Image
করাচী: পাকিস্তানের ৯৩টি মাদ্রাসায় পাওয়া গেল জঙ্গি-যোগ। জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার একেবারে স্পষ্ট প্রমাণ এসেছে পাক গোয়েন্দাদের হাতে। আর তাতেই টনক নড়েছে পাক সরকারের। ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সেনা ও প্রশাসন। পাকিস্তানের সিন্ধ প্রদেশে খোঁজ মিলেছে এইসব মাদ্রাসার। এখানেই জঙ্গি দলে নাম লেখানোর জন্য চলে মগজ ধোলাই। যদিও এই ধরনের অভিযোগ নতুন কিছু নয়। পাকিস্তানের বাইরেও মাদ্রাসায় জঙ্গিযোগের বহু প্রমাণ মিলেছে একাধিকবার। পাক সংবাদপত্র 'এক্সপ্রেস ট্রিবিউন'-এ প্রকাশিত খবর অনুযায়ী, এই ঘটনায় বেশ উদ্বিগ্ন সিন্ধের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। ইতোমধ্যেই এই বিষয়ে তিনি একটি বৈঠকও ডেকেছেন নিজের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন রেঞ্জার্স ডিরেক্টর-জেনারেল মেজর বিলাল আকবর। পুলিশ ও সেনাকে ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে তিনি বলেন, 'এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। আমরা কোনও নিরপরাধ মানুষের রক্ত ঝরতে দিতে পারি না। এইসব মাদ্রাসার সম্পর্কে সব রেকর্ড নথিভুক্ত করতে বলেন তিনি।

শহরের অভিজাত এলাকায় মধুচক্রের পর্দা-ফাঁস

Image
বাঁকুড়া: শহরের অভিজাত পল্লীতে মধুচক্র চালানোর অভিযোগে তিন জনকে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা এলাকার শরৎ পল্লীর এক নম্বর গলিতে। রাতেই বাঁকুড়া সদর থানার পুলিশ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের কাটজুড়িডাঙ্গা এলাকার শরৎ পল্লীর একটি বাড়িতে দীর্ঘদিন মধুচক্র চালানোর অভিযোগ ছিল। এদিন রাতে অপরিচিত কয়েকজনকে ওই বাড়িতে ঢুকতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরা ওই বাড়িতে ঢুকে এক মহিলা ও পুরুষকে আটক করে। বাকি কয়েকজন পুরুষ পালিয়ে যায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা আকাশ রুইদাস, শিশির রকেটরা বলেন, 'ওই বাড়িতে ঢুকেই আমরা এক মহিলা ও পুরুষকে আটক করি। ওই বাড়ির মধ্যে মদের বোতল, একটি নাম লেখা ডাইরি সহ অন্যান্য কিছু জিনিস উদ্ধার করি। আরও কয়েকজন পুরুষ ও মহিলা রাতে ওই বাড়িতে ছিলেন বলে ধৃত মহিলা জানিয়েছেন৷ এই ঘটনায় বাড়ির মালিক সহ এক পুরুষ ও মহিলাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি৷ যদিও পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি৷'

বৃদ্ধাকে শাসিয়ে সর্বস্ব লুট করে চম্পট যুবকের

Image
সিউড়ি: পুজোর আগে চাঁদার জুলুম প্রায় প্রতি বছরই খবরের শিরোনামে আসে৷ এই বছরও তার ব্যতিক্রম হল না৷ শান্তিনিকেতনের দিগন্ত পল্লী এলাকায় এক বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ উঠল৷ জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দুর্গা পুজোর চাঁদার নাম করে একজন যুবক ৭৯ বছরের বৃদ্ধা হৈমন্তী দত্তগুপ্তের বাড়িতে ঢোকে৷ এরপরেই বাড়িতে কেউ না থাকার সুযোগে বৃদ্ধার গলায় ছুরি ধরে তাঁর সর্বস্ব লুট করে ওই যুবক৷ আলমারি থেকে নগদ আট হাজার টাকা, দুটি সোনার বালা সহ তাঁর মোবাইলটি লুট করে পালায় ওই যুবক৷ এমনকি বৃদ্ধার মুখ চেপে ধরে বাথরুমে বন্ধ করে রেখে চম্পট দেয় সে৷ ঘটনায় হৈমন্তী দেবী চিৎকার শুরু করেন৷ তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁর বাড়িতে আসেন৷ কিন্তু তাঁকে কোথাও প্রথমে খুঁজে পাওয়া যায়নি৷ পরে তাঁর চিৎকার অনুসরণ করে বাথরুমে যান প্রতিবেশীরা৷ তাঁরাই খবর দেয় শান্তিনিকেতন থানায়৷ বৃদ্ধা হৈমন্তী দত্তগুপ্ত বলেন, 'প্রথমে ওই যুবক বলে দুর্গা পুজোর চাঁদার জন্য এসেছি৷ আমি বলি একজন দুর্গা পুজোর চাঁদা নিতে এসেছো৷ আমি বয়স্ক মানুষ বাড়িতে একা থাকি৷ সকালে এসো দেখবো৷ এরপরে ওই যুবক বাড়িতে কেউ না থাকার সুয

বারুইপুরে বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণ

Image
বারুইপুরের গোবিন্দপুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। ৫ জনের মৃত্যুর আশঙ্কা। বেলা বারোটা নাগাদ হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। একের পর এক বিস্ফোরণের সঙ্গে এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণ কমে অবস্থা খানিকটা নিয়ন্ত্রণে আসার পর স্থানীয় বাসিন্দারা যান ঘটনাস্থলে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক ভাবে ৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বেলা তখন বারোটার আশপাশে। হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে বারুইপুরের গোবিন্দপুরের গোটা এলাকা। বিস্ফোরণের সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণ কমার পর ঘটনাস্থলে যান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় দমকল ও স্থানীয় পুলিশ। বিস্ফোরণে বাড়িটির একাংশ ধসে পড়ে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে মৃতদের পাশের একটি বাগানের মধ্যে বস্তা চাপা দিয়ে রাখা হয়েছে। অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন একেতে কারখানাটি ছিল বেআইনি। তাই সেখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা যে থাকবে না তা ধরেই নেওয়া যায়। তা ছাড়াও বাজির মশলা ও রাসায়নিক পাশা রাখা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সামনেই পুজো, ছিল বড় বরাত স্থানীয় সূত্রে জ

বিষমেশানো চিঠি পাঠিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক, গ্রেফতার নৌসেনা

Image
একইসঙ্গে দেশের তিন হাইপ্রোফাইল ব্যক্তিকে বিষমেশানো চিঠি পাঠালেন তিনি। উদ্দেশ্য, একসঙ্গে তিনজনকে হত্যা। কিন্তু শেষমেশ পার পেলেন না মার্কিন নৌসেনার প্রাক্তন কর্মী উইলিয়াম ক্লাইড অ্যালেন থ্রি। তাঁর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষক্রিয়ায় হত্যার অভিযোগ উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, ডেভিস কান্ট্রি জেলে পুলিশি জেরায় দোষ কবুল করেছেন অ্যালেন। মার্কিন প্রেসিডেন্টের কাছে মারাত্মক বিষমিশ্রিত চিঠি পাঠিয়েছিলেন ৩৯ বছর বয়সী প্রাক্তন নৌসেনা কর্মী। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জিম ম্যাটিস, এফবিআই প্রধান ক্রিস্টোফার রে এবং নৌবাহিনীর প্রধান অ্যাডাম জন রিচার্ডসনকেও একই ধরনের চিঠি পাঠান ওই ব্যক্তি। জানা গিয়েছে, রাইসিন নামক মারাত্মক বিষ মিশিয়ে তিনজনকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। তবে হোয়াইট হাউজ পর্যন্ত পৌঁছনোর আগেই সেই চিঠি বাজেয়াপ্ত করা হয়।   ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে কাজ করেছেন অ্যালেন। এর পর ২০০৫-এ তাঁর বিরুদ্ধে দুটি বাচ্চা মেয়ের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। এর পর ২০০৮-এ বেআইনি অস্ত্র রাখার জন্য গ্রেফতার হন তিনি। জেল থেকে ছাড়া পান ২০

যেচে উপকারের ‘পুরস্কার’! ২ বছরের শিশুকে অপহরণ করে চম্পট তরুণীর

Image
মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে যাঁকে আশ্রয় দিয়েছিলেন, তিনি-ই ঘুরিয়ে'ছোবল' মারলেন উপকারীকে! সুযোগ বুঝে উপকারীর দু'বছরের মেয়েকে অপহরণ করে বাড়ি থেকে চম্পট দিলেন ওই তরুণী। যদিও শেষ রক্ষা হয়েছে। শনিবারএকটি ট্রেন থেকে শিশু সহ ওই তরুণীকে পাকড়াও করেছে ঠাণের পুলিশ। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২৯ সেপ্টেম্বর জলগাঁও থেকে বাড়ি ফিরছিলেন উপকারীওই ব্যক্তি। ভোর পাঁচটায় কল্যাণ রেলওয়ে স্টেশনে যখন তিনি এসে পৌঁছন, প্ল্যাটফর্ম বেশ ফাঁকা। তখনই তিনি ওই তরুণীকে দেখতে পান। তরুণী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সুইসাইড করতে যাচ্ছিলেন। ওই ব্যক্তিই তাঁকে আটকান। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। পরে তরুণী তাঁকে নিজের দুঃখের কথা জানান। তরুণী জানান, বাড়ি থেকে তাঁকে বার করে দেওয়া হয়েছে। পরিবারের কেউই তাঁর পাশে দাঁড়াননি। কোনও উপায় না পেয়ে তরুণীকে মুম্বইয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন ওই ব্যক্তি।সেই থেকে ওই বাড়িটাই আশ্রয় হয়ে ওঠে তরুণীর।গত ৪ অক্টোবর কিছু কেনাকাটা করার উদ্দেশ্যেওই ব্যক্তির দু'বছরের মেয়েকে নিয়ে বাইরে যান তরুণী। তারপর আর বাড়ি ফেরেননি। অভিযোগ পেয়ে ঠাণে পুলিশ তদন্তের জন্যছ&#

যৌন হেনস্থার প্রতিবাদ করায় স্কুলছাত্রীদেরই ধরে পেটাল বিহারের জনতা!

Image
স্কুলে ঢুকেই লাঠি নিয়ে ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে উন্মত্ত জনতা। বহু দিন ধরেই স্কুলছাত্রীদের লক্ষ্য করে চলছিল কটূক্তি এবং যৌন হেনস্থা। স্কুলের ভিতরে ছাত্রীদের উদ্দেশে অশালীন দেওয়াল লিখন। এর প্রতিবাদ করাতেই স্কুলের ভিতরে ঢুকে নৃশংস ভাবে পেটানো হল বিহারের জনা তিরিশেরও বেশি স্কুলছাত্রীদের। এমনকি, স্কুলের সম্পত্তিও ভাঙচুর করা হল। বিহারের সুপুল জেলার এই ঘটনার ভয়াবহতায় ফের প্রশ্নের মুখে রাজ্যের মহিলাদের সুরক্ষা। চলতি বছরেই মুজফ্‌ফরপুরের একটি বেসরকারি হোমে ধর্ষণকাণ্ডের পর সমালোচনার মুখে পড়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মহিলাদের সুরক্ষার প্রশ্নে সরকারি আশ্বাস সত্ত্বেও রাজ্যে হিংসার হার যে কমেনি সেই ছবিটাই প্রকাশ্যে এল। পুলিশ সূত্রে খবর, বেধড়ক মারধরের পর গুরুতর আহত ছাত্রীদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ঠিক কী হয়েছিল? শনিবার স্কুলের দেওয়ালে অশালীন মন্তব্য লেখার সময় কয়েক জন স্থানীয় যুবককে দেখে ফেলে কয়েক জন ছাত্রী। রীতিমতো বকাঝকা করে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয় তারা। তবে এক কিছু ক্ষণ পরেই লাঠিসোটা নিয়ে জনা চব্বিশ গ্রামবাসী স্কুলের ভিতরে জোর করে ঢুকে পড়েন। সে সময় খেলা

বিশ্বের সবচেয়ে বড় নিয়োগ! ১ লক্ষ ২০ হাজার পদে নিয়োগ করবে রেল

Image
২০১৯ লোকসভা ভোটের আগে রেলে বড়সড় নিয়োগ করতে চলেছে কেন্দ্র। ১.২ লক্ষ আসনের জন্য আবেদন গ্রহণ করতে চলেছে রেল।২০১৭ সালের পর এটাই হবে এখনও পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ। রেল সূত্রের খবর, এখনও পর্যন্ত ২০১৭ ফেব্রুয়ারিতে সবচেয়ে বৃহৎ মাপের নিয়োগ হয়েছে রেলে। বিভিন্ন পদে সব মিলিয়ে ১৮,২৫২ শূন্যস্থানের জন্য পরীক্ষায় বসেন চাকরিপ্রার্থীরা। তার জন্য ৯২ লক্ষ আবেদন জমা পড়েছিল রেলে। তার থেকেও আরও বড়মাপের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রেল।এই পরীক্ষার জন্য রেলওয়ের খরচ হবে ৮০০ কোটি টাকা।লোকো পাইলট, টেকনিশিয়ান, গ্যাংমেন-সহ বিভিন্ন পদে ১লক্ষ ২০ হাজার লোকনিয়োগ করবে রেল। তার জন্য ২ কোটি ৩৭ লক্ষ আবেদন গ্রহণ করা হবে। এমনকি, যাতে বেশি পরিমাণ চাকরিপ্রার্থী পরীক্ষায় বসতে পারেন, সে দিকে নজর রেখে বিভিন্ন পদেআবেদনের বয়স এবং যোগ্যতারও পরিবর্তন করা হয়েছে।যেমন গ্রুপ ডি পদে আবেদনকারীদের আইটিআই সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পর্যন্তহতে হত। এখন থেকে তা আর বাধ্যতামূলক থাকল না।অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান পদে আবেদনের বয়স ২ বছর করে বাড়ানো হল। রেল সূত্রের খবর, ডিসেম্বরের মধ্যেই গ্রুপ ডি নিয়োগ সম্পূর্ণ

বিদেশি লগ্নির টোপ, কলকাতায় সক্রিয় ‘কর্পোরেট প্রতারণা চক্র’

Image
অভিযুক্ত শুভ্রপ্রতাপ দাশগুপ্ত। এই শুভ্রপ্রতাপকে বিশ্বাস করেই পথে বসেছেন শেখ জিন্নার আলি। শেখ জিন্নার আলি দক্ষিণ কলকাতায় একটি মাঝারি মাপের জনসংযোগ এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি চালান। সম্প্রতি আরও বড় কিছু কাজের বরাত পেয়েছিলেন, কিন্তু পুঁজির অভাবে সেই বরাত নিতে পারছিলেন না। আর তখনই তাঁর পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তাঁর আলাপ হয় শুভ্রপ্রতাপ দাশগুপ্ত নামে এক ব্যক্তির সঙ্গে। প্রথম আলাপেই শুভ্রপ্রতাপের কথাবার্তায় কার্যত মুগ্ধ হয়ে যান জিন্নার। যে ব্যক্তির মাধ্যমে জিন্নারের শুভ্রপ্রকাশের সঙ্গে আলাপ, সেই দীপঙ্কর মালো শুভ্রপ্রতাপের পরিচয় দিয়েছিলেন মধ্য প্রাচ্যের একটি প্রথম সারির অর্থনৈতিক সংস্থার প্রথম সারির কর্তা হিসাবে। কিন্তু সেই কর্তাকেই বিশ্বাস করে রীতিমত পথে বসেছেন জিন্নার। প্রতারণার নয়া ছক দেখে তাজ্জব পুলিশও। জিন্নার বলেন, "শুভ্রপ্রতাপের সঙ্গে আলাপ হওয়ার পর তিনি বলেন, তাঁর কোম্পানি আবু ধাবি ফিনান্সিয়াল গ্রুপ ভারতের বিভিন্ন কোম্পানিতে টাকা ঢালতে আগ্রহী।" শুভ্রপ্রতাপ নজির হিসাবে দেখান, রাজস্থান পিডব্লিউডি-র একটি ৫০০ কোটি টাকার প্রকল্পে তাঁদের কোম্পানি লগ্নি করেছে। জিন্নার বলেন

ছাদ তৈরির জন্য ২ লক্ষ টাকা দিতে পারেননি! গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

Image
ইটাহার: বাড়ির ছাদ তৈরির জন্য পুত্রবধূর থেকে ২ লক্ষ টাকা চেয়েছিল শ্বশুরবাড়ি৷ দিতে পারেননি বছর একুশের শাবানা নার্গিস৷ গৃহবধূকে রাগে শারীরিক ও মানসিক নির্যাতন করেই খুন করে দিল শ্বশুরবাড়ির লোকেরা৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার মির্জাদিঘির কদুরগাছি এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, বাড়ির পাক ছাদ তৈরিতে ২ লক্ষ টাকা দেওয়ার জন্য অনেক দিন ধরেই শাবানাকে চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ির লোকেরা৷ শাবানার কাছে টাকা না পেয়ে শারীরিক অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ি৷ সঙ্গে চলতে থাকে মানসিক অত্যাচারও৷ শেষ পর্যন্ত হাসপাতালেই মৃত্যু হল শাবানার৷ শাবানার বাড়ির পক্ষ থেকে স্বামী জাহাঙ্গির আলম-সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত করছে ইটাহার থানার পুলিশ৷ অভিযুক্ত জামাই পেশায় সিভিক ভলেন্টিয়ার।

বাবার চিকিৎসা করাতে এসে ট্রেনে পা কাটা গেল ব্যক্তির

Image
মালদা : ট্রেন দুর্ঘটনায় পা কাটা গেল এক ব্যক্তির। আহতের নাম মঙলু বর্মণ। ঘটনাটি উত্তর দিনাজপুরের রাধিকাপুর সংলগ্ন ডালিঙ্গা স্টেশনের। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে তাঁকে প্রথমে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ও পরে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে। পেশায় চাষি মঙলু বাবার চিকিৎসা করাতে রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ধরে কালিয়াগঞ্জে আসছিলেন। ট্রেনে খুব ভিড় ছিল। ট্রেন স্টেশন ছাড়ার সময় ধাক্কাধাক্কিতে পড়ে যান মঙলু। সঙ্গে ছিলেন জামাই রিন্টু রায়। চেন টেনে ট্রেন থামান তিনি। পড়ে গিয়ে ট্রেনে পা কাটা পড়ে মঙলুর। তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভরতি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। রিন্টু জানান, রাধিকাপুর থেকে তাঁরা শ্বশুর হরেন বর্মণের চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ যাচ্ছিলেন। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। মঙ্গলু কামরার দরজার কাছে দাঁড়িয়েছিল। ট্রেনটি ডালিঙ্গা স্টেশনের কাছাকাছি আসতেই ধাক্কাধাক্কিতে মঙ্গলু ট্রেনের তলায় পড়ে যান।

সব জেলায় মদের দোকান খুলবে রাজ্য সরকার

Image
কলকাতা : রাজ্যের সব জেলায় মদের দোকান খোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আয় বাড়াতেই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকারের আবগারি দপ্তর থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রত্যেক জেলার প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে বল জানা গেছে। মদের দোকান খুলতে ইচ্ছুক ব্যক্তি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকেই যাবতীয় তথ্য পেয়ে যাবেন। যদিও বিরোধীরা এই সিদ্ধান্তের জন্য কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য সরকারকে। CPI(M) সংসদ মহম্মদ সেলিম বলেন, "যুব সমাজকে নেশায় বুঁদ করে রাখতে রাজ্য সরকারের এই পরিকল্পনা। জেলায় জেলায় যাদের এই মদ বিক্রির অনুমোদন দেওয়া হবে তারা সব শাসকদলের ঘনিষ্ঠ। এখানেও এই রাজ্যের সরকার পাইয়ে দেওয়ার রাজনীতি করছে। রাজ্যে কোনও কর্মসংস্থান নেই। চাকরি নেই। বেকারত্বের সংখ্যা বাড়ছে। বেকারদের নেশায় আসক্ত করানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।" কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যও কটাক্ষ করে বলেন, "আমরা রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। বাংলার মানুষ এর প্রতিবাদ করবে। কেন প্রাইমারি স্কুল না হয়ে মদের দোকান হচ্ছে, কেন BT কলেজ না হয়ে মদের দোকান হচ্ছে, কেন বেকারের কর্মসংস্

কালিয়াচকে BSF-এর গুলিতে মৃত পাচারকারী

Image
মালদা : বাংলাদেশে কাফসিরাপ পাচার করতে গিয়ে BSF-এর গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। নাম হৃদয় ঘোষ (৩৫)। এলাকায় রিদু নামে পরিচিত। বাড়ি শ্মশানি গ্রামের ঘোষপাড়ায়। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার শ্মশানি এলাকার চকমাইলপুর গ্রামে। এই মুহূর্তে ঘটনাস্থানে রয়েছেন BSF ও কালিয়াচক থানার পুলিশকর্মীরা। দীর্ঘদিন ধরেই রিদু পাচারের সঙ্গে জড়িত ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। পুলিশ সূত্রে খবর, আজ ভোরে শ্মশানি গ্রাম সংলগ্ন চকমাইলপুরে সীমান্তের কাঁটাতার পার করে বাংলাদেশে কাফসিরাপ পাচার করছিল সে। সেই সময় তাকে দেখতে পায় সীমান্তে কর্তব্যরত BSF জওয়ানরা। তারা প্রথমে হৃদয়কে তাড়া করে। কিন্তু, সেই সময় হৃদয় জওয়ানদের দিকে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে যায় বলে অভিযোগ। এরপরই জওয়ানরা হৃদয়কে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থানেই তার মৃত্যু হয়।  এই মুহূর্তে ঘটনাস্থানেই পড়ে রয়েছে হৃদয়ের মৃতদেহ। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত BSF কিংবা হৃদয়ের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাস্থানের ছবি তুলতে বাধা দিয়েছে BSF।

এদেশে ঢোকার অপেক্ষায় ২৫০ পাক জঙ্গি : ভারতীয় সেনা

Image
রণসজ্জায় সজ্জিত হয়ে অপেক্ষা করছে তাঁরা। উর্ধ্বতন কর্তৃপক্ষের ইশারা পেলেই ঝাঁপিয়ে পড়বে এদেশের জনগণের উপর। পাক অধিকৃত কাশ্মীরে অপেক্ষারত জঙ্গিদের নিয়ে এবার মাথায় চিন্তার ঘাম ভারতীয় সেনার। সেনাসূত্রে খবর, প্রায় ২৫০ পাক মদতপুষ্ট জঙ্গি সীমান্ত লাগোয়া অঞ্চলে লুকিয়ে রয়েছে। সুযোগ বুঝে ভারতে ঢোকার ছক কষছে তাঁরা। তবে আপাতত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার কড়া পাহাড়ায় এদেশে অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে না তাঁরা। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, এদেশে নাশকতার উদ্দেশ্য নিয়েই তাঁরা অনুপ্রবেশের ছক কষছে। ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল একে ভাট বলছেন, ''পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন টেরর লঞ্চ প্যাড-এ অপেক্ষা করছে প্রায় ২৫০ জঙ্গি। তবে আমাদের সেনা তাঁদের রুখে দেওয়ার জন্য তৈরি। সামনের এক-দু'মাসের মধ্যে তুষারপাত শুরু হবে। সেই সময় দৃশ্যমানতা কম থাকে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে জঙ্গিরা এদেশে ঢোকার ছক কষছে। সেনার প্রতিটা জওয়ানকে সতর্ক করা হয়েছে। জঙ্গিদের কাজ এত সহজ হবে না।'' সীমান্ত লাগোয়া অঞ্চলে এই মুহূর্তে প্রায় ৩০০ জঙ্গি নাশকতার ছক কষছে বলে সেনাসূত্রে খবর। তাঁদের ধরপাকরের জন্য ভারতীয় সে

৩০০ টাকার কমে দুর্দান্ত রিচার্জ অফার নিয়ে জিও এয়ারটেল

Image
১৯৯ টাকায় জিও যে ব্যয়সাধ্য প্ল্যান দিচ্ছে তাতে আনুমানিক এয়ারটেল ভোডাফোনের চেয়ে সাশ্রয়ী ৩০০ টাকার নিচে ফোর জি অনলাইন রিচার্জ: রিলায়েন্স জিও, ভোডাফোন, এয়ারটেল তাদের প্রিপেইড প্ল্যানগুলি বর্তমানে আপডেট করেছে, টেলিকম পরিষেবায় একে অপরকে টেক্কা দেওয়ার জন্য রীতিমত উঠে পড়ে লেগেছে। প্রতিযোগিতার মূল লক্ষ্য, কম খরচে কে কত বেশি ডেটা গ্রাহকদের দিতে পারে। রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন থেকে ৩০০ টাকার সেরা কয়েকটি রিচার্জের তালিকা রইল আপনাদের জন্য। Reliance Jio Rs 299 plan যাঁরা প্রতিদিন বেশি ডেটা ব্যবহার করেন, তাঁরা জিওর ২৯৯ প্রিপেইড প্ল্যানে ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। যার বৈধতা ২৮ দিন, যার মানে ব্যবহারকারীদের মোট ৮৪ জিবি ডেটা পাবেন। ফেয়ার ইউসেজ পলিসিতে (FUP) প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। কিন্তু ৩ জিবি পর ইন্টারনেট ব্যবহারের গতি কমে দাড়াবে ৬৪ kbps। জিওয়ের সমস্ত প্ল্যানেই বিনামূল্যে সীমাহীন ভয়েস কল, এসএমএস এবং জিও অ্যাপ্লিকেশনের ব্যবহারের সুবিধা রয়েছে। Reliance Jio Rs 198 prepaid plan রিলায়েন্স জিওর ১৯৮ টাকার রিচার্জে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি ডেটা ২৮ দিনের জন্য পাওয়া যাবে। ব

পৃথ্বীকে আলাদা জাতের ক্রিকেটার বললেন বিরাট

Image
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট যতই একপেশে হোক না কেন, একজন ক্রিকেটারকে ঘিরে তুমুল আকর্ষণের বলয় সৃষ্টি হয়েছে। তিনি, আঠারো বছরের পৃথ্বী শ। রাজকোটে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে তীব্র হইচই ফেলে দিয়েছেন তিনি। এবং আঠারো বছরের মুম্বই ওপেনারকে ঘিরে মুগ্ধতা এতটাই যে, স্বয়ং ভারত অধিনায়ক বিরাট কোহলির পর্যন্ত মনে হচ্ছে, পৃথ্বী আলাদা জাতের ক্রিকেটার। "পৃথ্বী আর জাড্ডুর (রবীন্দ্র জাদেজা) জন্য দারুণ লাগছে। জীবনের প্রথম টেস্ট ম্যাচে পৃথ্বীকে খেলতে দেখে, ওরকম দাপটের সঙ্গে ব্যাট করতে দেখে একটাই কথা মনে হচ্ছে, পৃথ্বী আলাদা জাতের ক্রিকেটার," শনিবার টেস্ট জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে বলে দেন কোহলি। সঙ্গে যোগ করেন, "জাড্ডুর কথাও আমি বিশেষ ভাবে বলতে চাই। আমাদের জন্য আগেও ও গুরুত্বপূর্ণ সব রান করেছে। আমরা চেয়েওছিলাম যে, ও সেঞ্চুরি করুক। আমরা বিশ্বাস করি, জাড্ডু একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।" ভারত অধিনায়ককে জিজ্ঞাসা করা হয়, ইংল্যান্ড সফরের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের টেস্টের কতটা আলাদা? কোহলির জবাব, "দু'টোর কোনও তুলনা হয় না। ইংল্যান্ড সফর অবশ্যই চ্যালেঞ্জের দিক থেকে অনে

কুকুরের কাছে ক্ষমা না চাওয়ায় যুবককে পরপর ছুরি মেরে খুন

Image
ধাক্কা মারায় কুকুরের কাছে ক্ষমা চাওয়ার দাবি, না মানায় যুবককে খুন। গাড়ি ধাক্কা মেরেছিল পোষা কুকুরকে। মালিকের দাবি, পোষ্যের কাছে ক্ষমা চাইতে হবে। রাজি না হওয়ায় যুবককে পরের পর ছুরি মেরে খুন করল পোষ্যের মালিক দুই ভাই ও তাঁদের ভাড়াটিয়া। বাঁচাতে আসায় নিহতের দাদাকেও পর পর ছুরি ঢুকিয়ে দিল অভিযুক্তরা। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এমনই রোমহর্ষক ঘটনা ঘিরে শনিবার মধ্যরাতে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ পশ্চিম দিল্লির উত্তম নগর এলাকার মোহন গার্ডেন এলাকায়। নিহতের নাম বিজেন্দ্র রানা (৪৫)। অভিযুক্ত অঙ্কিত, পরশ এবং তাঁদের ভাড়াটিয়া দেব পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী ঘটেছিল শনিবার মধ্যরাতে? গভীর রাতে রাস্তাঘাট কার্যত শুনশানই ছিল। মোহন গার্ডেন এলাকার বাসিন্দা দুই ভাই অঙ্কিত, পরশ এবং তাঁদের ভাড়াটিয়া দেব খোশগল্প করছিলেন। সঙ্গে ছিল অঙ্কিত-পরশদের পোষা একটি কালো রঙের একটি ল্যাব্রাডার। সেই সময় বিজেন্দ্র রানা নিজের টেম্পো নিয়ে বাড়ি ফিরছিলেন। ফাঁকা রাস্তায় গাড়ি আসতে দেখে ছুটে যায় সেই পোষা কুকুর। তাতে বিজেন্দ্রর টেম্পোতে কুকুরটির গায়ে সামান্য ধাক্কা লেগে যায়। কুকুরের চিৎকার শ

মোদীর কথাকেই সত্যি করে ৬০ লক্ষ ইনকাম ট্যাক্স দিলেন পকোড়াওয়ালা

Image
লুধিয়ানা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় বলেছিলেন, "কেউ যদি পকোড়া বিক্রি করে দিনে দুশো টাকা আয় করেন, তাহলে কি তা কাজ নয়?" আর এই মন্তব্য নিয়ে বারবার বিরোধীদের কটাক্ষ শুনতে হয়েছে প্রধানমন্ত্রীকে। তবে এবার এক পকোড়াওয়ালাই প্রমাণ করে দিলেন যে মোদীই ঠিক। পকোড়া বিক্রি করে যে চরম উন্নয়ন করা সম্ভব, সেটাই প্রমাণ করে দিলেন তিনি। লুধিয়ানার এক পকোড়াওয়ালা ইনকাম ট্যাক্স হিসেবে জমা করলেন ৬০ লক্ষ টাকা। আর এই টাকার পরিমাণ থেকে সহজেই অনুমান করা যায় যে, তার রোজগার টা ঠিক কত। শুধু তাই নয়, ওই পকোড়া ব্যবসায়ীর দু'আনা আউটলেট রয়েছে। একটি লুধিয়ানার গিল রোডে, অন্যটি মডেল টাউনে। ব্যবসায়ী নিজের আসল রোজগার চেপে যাচ্ছেন এমন অভিযোগ আসার পরই সতর্ক হয় আয়কর বিভাগ। তাঁর দুটি আউটলেটেই হানা দেয় ইনকাম ট্যাক্স অফিসাররা। গত শুক্রবার সকালে দেব রাজ নামে ওই পকোড়াওয়ালা আয়কর বিভাগে ৬০ লক্ষ টাকা জমা দেয়। সারাদিন ধরে দুটি আউটলেটের বিক্রি ও রোজগার খতিয়ে দেখা হয়। প্রত্যেকদিনের রোজগাররে পরিমাণ হিসেব করে ট্যাক্স জমা নেয় আয়কর বিভাগ। ১৯৫২ তে তৈরি হয়েছিল ওই পকোড়ার দোকান। গিল রোডের পকোড়া দোকান তৈরি করেছিলেন পান্না সিং নাম

পুণের স্কুলে ৭ ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার হেডমাস্টার-সহ ৩ শিক্ষক

Image
কিছুদিন আগেই পুণের পিমিপরি-চিনচওয়াদের এক স্কুলে তিন নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল পুনেরই আর এক স্কুলে। ছাত্রীদের যৌন হেনস্থা করার অভিযোগে পিমপিরি পুলিশ স্কুলের হেডমাস্টার-সহ তিন শিক্ষককে গ্রেফতার করেছে। কমপক্ষে ৭ ছাত্রীর পরিবার থানায় ওই তিন শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।  ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার জানান, ছাত্রীরা নাবালিকা হওয়ায় হেডমাস্টার-সহ বাকি দুই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে। সবকিছু জানা সত্ত্বেও ঘটনা চেপে যাওয়ার অভিযোগে আরও চার শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে স্কুলকর্তৃপক্ষ। চার জনকেই সাসপেন্ড করা হয়েছে। থানায় দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, মূল অভিযুক্ত একজন শিক্ষক। বছর দুই ধরে তিনি ছাত্রীদের শ্লীলতাহানি করছিলেন। কখনও স্টাফরুম ফাঁকা থাকলে, তার সুযোগ নিয়ে সেখানে ছাত্রীদের ডেকে অসভ্যতামি করতেন। কখনও আবার বাড়িতে ডেকেও শ্লীলতাহানি করেছেন। ঘটনাটি হেডমাস্টার জানার পরেও ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। থানাতেও খবর দেননি। উলটে ছাত্রীদের চেপে যেতে বলেন। ফলে, তাঁর বিরুদ্ধেও শ্লীলতাহানির ঘটনায় মদত দেওয়ার অভিযো

সম্বল মেধা, স্যাটে সফল খেতমজুরের ছেলে

Image
লক্ষ লক্ষ টাকা ব্যয়ে কোচিংয়ের পড়াশোনা শেষেও বহু সচ্ছল পরিবারের ছেলেমেয়ে যে সাফল্য পান না, কেবল মেধার জোরে সেই কাজটা করে দেখিয়েছেন খেত মজুরের সন্তান সৌমেন গোলদার। স্যাট (স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট)-এ কৃতকার্য হয়েছেন তিনি। বাবা কৃষ্ণপদ খেত মজুর। সংসার চালাতে সুই-ধাগায় ফোঁড় তোলেন মা বাসন্তী। সামান্য রোজগারে কোনওক্রমে সংসার চলে। কিন্তু সেই অনটনকে বুড়ো আঙুল দেখিয়ে মেধাবী সৌমেন স্যাট-এ সফল। ভবিষ্যতে চিকিৎসক হতে চান তিনি। কিন্তু স্যাটে সাফল্য তাঁকে আমেরিকা-সহ কয়েকটি ভিন্‌ দেশে পড়াশোনার ছাড়পত্র দিলেও অভাবের সংসারে সেটা কতদূর সম্ভব হবে, সেটাই সৌমেনের চিন্তা। চিকিৎসক হয়ে আগামী দিনে মানুষের সেবা করতে চান তিনি। যতদূর সম্ভব ছেলেকে সাহায্য করছেন তাঁর বাবা-মামা। এখন যাদবপুরের সন্তোষপুরে থাকলেও সৌমেনের ছোটবেলা কেটেছে বেলঘরিয়ায়। দিদি, মা-বাবাকে নিয়ে এক কামরার ছোট্ট বাড়িতে ছিল বসবাস। বাবা অন্যের খেতে চাষের কাজ করেন। কিন্তু তাতে সংসার চালিয়ে ছেলেমেয়েদের পড়ার খরচ জোগানো প্রায় অসম্ভব। স্বামীকে সাহায্যের জন্য ঘরে বসে সেলাইয়ের কাজ শুরু করেন বাসন্তী। এ ভাবেই কোনও রকমে টেনেটুনে চলে যাচ্ছিল সংসার। কি

রক্ষণশীলতার পর্দা ছিঁড়ে এবার ব্যাংক পরিচালনায় সৌদি মহিলা

Image
রিয়াধ: কিছুদিন আগেই একা রাজপথে ড্রাইভিং-এর লাইসেন্স পান সৌদি মহিলারা। এরপর মেলে সিনেমা দেখার ছাড়পত্র। এবার রক্ষণশীলতা কাটিয়ে দেশের গুরুত্বপূর্ণ পদে বসেলন এক মহিলা। প্রথমবারে একজন মহিলাকে দেওয়া হল একটি ব্যাংক পরিচালনার দায়িত্ব। সৌদি-ব্রিটিশ ব্যাংক (এসএবিবি) ও আলাওয়াল ব্যাংকের একত্র হয়ে গঠিত হতে যাওয়া নতুন একটি ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সৌদি ব্যবসায়ী লুবনা আল ওলাইয়ান। বর্তমানে পারিবারিক ব্যবসা চালান লুবনা আল ওলাইয়ান। আগামিদিনে ব্যাংকিং শিল্পে সৌদি মহিলাদের পথিকৃৎ হিসেবেই গণ্য হবেন লুবনা। ফোবর্সের ২০১৮ সালে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নারীদের তালিকায় নাম উঠে আসে আমেরিকায় পড়াশোনা শেষ করা এই মহিলার। দীর্ঘদিন ধরে রক্ষণশীল নীতি মেনে চলা সৌদি আরবের সাম্প্রতিক উদারপন্থা অবলম্বনেরই ফল হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। সৌদি যুবরাজ মহাম্মদ বিন সলমানের 'ভিসন ২০৩০' এর অংশ হিসেবে সম্প্রতি দেশটিতে নারীর ক্ষমতায়নে নানাবিধ উদ্যোগ নেওয়া হচ্ছে। গাড়ি চালানো, সিনেমা দেখা, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পেয়েছেন মহিলারা। এবার ব্যাংক পরিচালনার দায়িত্বে আসছে

সৌর জগতের বাইরেও রয়েছে চাঁদ, এই প্রথম ধরা পড়ল নাসার টেলিস্কোপে

Image
হাবল এবং কেপলার টেলিস্কোপে ধরা পড়েছে আরেকটা চাঁদ আমাদের সৌরজগতের বাইরেও রয়েছে নেপচুনের মাপের আস্ত একটা চাঁদ। সম্ভাবনার কথা আগেই বলেছিলেন মহাকাশ বিজ্ঞানীরা, তবে এই প্রথম ধরা পড়ল দূরবীক্ষণ যন্ত্রে। মার্কিন গবেষণা সংস্থা নাসা-র হাবল এবং কেপলার টেলিস্কোপে ধরা পড়ল চাঁদের মতোই আরও একটা চাঁদ। দৈত্যাকার এক গ্রহকে প্রদক্ষিণ করছে তার উপগ্রহ চাঁদ। পৃথিবী থেকে ৮০০০ আলোকবর্ষ দূরে এমন ঘটনা ঘটছে। তবে মহাকাশ বিজ্ঞানীরা অবাক হয়েছেন অন্য কারণে। টেলিস্কোপে ধরা পড়া ওই উপগ্রহ আয়তনে এতটাই বড়, যে অন্য গ্রহকে প্রদক্ষিণ করা তার পক্ষে মোটেই সহজ নয়। আমাদের সৌরজগতে নেপচুনের যা আয়তন, প্রায় সেই আয়তনেরই ওই চাঁদ। অল্প খানিক জায়গায় প্রায় ২০০ টি প্রাকৃতিক উপগ্রহ ঘোরাফেরা করছে। সৌরজগতের বাইরে অন্য গ্রহের খোঁজ শুরু হয়েছিল প্রায় তিন দশক আগেই। কিন্তু গ্রহকে প্রদক্ষিণ করতে থাকা প্রাকৃতিক উপগ্রহের খোঁজ মিলল এই প্রথম। নিউইয়র্কের কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আসিস্ট্যান্ট প্রফেসর ডেভিড কিপলিং জানিয়েছেন, "এই প্রথম সৌরজগতের বাইরে চাঁদের খোঁজ পাওয়া গেল। সুনিশ্চিত হলে ভবিষ্যতে এ থেকে গ্রহদের জন্মরহস্য উদ্ঘাটন করা সহজ হতে পারে&quo

বিজ্ঞানচর্চায় পিছিয়ে মহিলারা: কোবিন্দ

Image
উচ্চস্তরের বিজ্ঞানে মহিলাদের অংশগ্রহণ খুবই কম। শনিবার লখনউয়ের 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল'-এর আনুষ্ঠানিক উদ্বোধনে এ নিয়ে খেদ প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর মতে, ''এটা একটা সামাজিক সমস্যা।'' কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন বিজ্ঞানে আগ্রহ বাড়াতে 'বিজ্ঞান আন্দোলন'-এর ডাক দিয়েছিলেন। সেই মন্ত্রী মঞ্চে থাকাকালীনই রাষ্ট্রপতির এই মন্তব্যে শোরগোল পড়ে যায় দর্শকাসনে।  রাষ্ট্রপতি বলেন, ''মহিলা বিজ্ঞানীর সংখ্যা কুড়ি শতাংশও ছাড়ায়নি।'' 'কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ'-এ কর্মরত ৩৪৪৬ জন বিজ্ঞানীর মধ্যে মাত্র ৬৩২ জন, অর্থাৎ ১৮.৩ শতাংশ মহিলা। কোবিন্দ বলেন, ''বিজ্ঞান-বিষয়ে আমাদের কন্যাদের মধ্যে যে সম্ভাবনা আছে, তা আমরা কাজে লাগাচ্ছি না। এটা সামাজিক ও চলতি ব্যবস্থার সমস্যা, যা কাটিয়ে ওঠা আমাদের দায়িত্ব।''  তবে আশার কথাও শুনিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর দাবি, সম্প্রতি কয়েক বছরে বিদেশে থাকার পরে ভারতীয় বিজ্ঞানীরা দেশে ফিরে আসছেন। এটা খুবই ইতিবাচক। এবং এই ধরনের বিজ্ঞান ম

তেলের বোঝা রাজ্যের ঘাড়ে! ক্ষুব্ধ বিরোধীরা

Image
বাহবা কুড়োবে নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু বোঝা বইতে হবে সব রাজ্য সরকারকে! পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে আমজনতাকে খুশি করতে পেট্রল-ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্র। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি তার অনেকখানি আর্থিক দায় কৌশলে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠল। বিরোধী শাসিত রাজ্যের অর্থমন্ত্রীদের যুক্তি, মোদী সরকার লিটার প্রতি দেড় টাকা উৎপাদন শুল্ক কমিয়ে আর্থিক ক্ষতি ঘাড়ে নিচ্ছে বলে প্রচার করেছে। বাস্তব হল, এর মধ্যে আসলে ৮৭ পয়সা ক্ষতির দায় নিচ্ছে কেন্দ্র। বাকি ৬৩ পয়সা ক্ষতি বইতে হচ্ছে রাজ্যগুলিকে। তেলের উৎপাদন শুল্কের তিনটে ভাগ রয়েছে— মূল, অতিরিক্ত এবং বিশেষ। এর মধ্যে মূল উৎপাদন শুল্কের ৪২ শতাংশ পায় রাজ্যগুলি। অতিরিক্ত এবং বিশেষ উৎপাদন শুল্ক পুরোটাই পায় কেন্দ্র। কেরলের অর্থমন্ত্রী টমাস আইজ্যাক বলেন, ''যে উৎপাদন শুল্ক কমানো হয়েছে, তার পুরোটাই মূল উৎপাদন শুল্ক থেকে ছাঁটা হয়েছে। অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, এই উৎপাদন শুল্ক থেকে আয়ের ৪২ শতাংশ রাজ্যগুলিকে বিলি করতে হত। এখন সেই ক্ষতির দায় রাজ্যকেই নিতে হবে।'' উৎপাদন শুল্ক দেড় টাকা কমানোর পাশাপাশি কেন্দ্রীয়

পণ না-মেলায় অন্তঃসত্ত্বা খুন, ধৃত স্বামী-শাশুড়ি

Image
ঘটনার পর সুপর্ণার স্বামী সুকান্ত (বাঁ দিকে)। মৃতা সুপর্ণা (ডান দিকে)।  শোরগোল শুরু হয়েছিল 'ডাকাতি' করতে আসা দুষ্কৃতীদের হাতে এক অন্তঃসত্ত্বা খুনের 'ঘটনা'কে ঘিরে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল 'কাহিনি'। পণের দাবিতে বধূ খুনের অভিযোগে গ্রেফতার হল স্বামী-শাশুড়ি। শনিবার বেলা সাড়ে ১২টা। পান্ডুয়ার শিখিরা-চাপতা পঞ্চায়েতের তাবা গ্রামের প্রৌঢ়া রেণুকা বণিক বাড়িতে ঢুকেই চিৎকার শুরু করে দিয়েছিল। সঙ্গে কান্নাও, ''এ সব কে করল? আমাদের সব গেল!'' ভিড় করলেন পড়শিরা। দেখলেন, রেণুকার ঘর লণ্ডভণ্ড। আলমারি খোলা। বিছানায় পড়ে রয়েছেন রেণুকার পুত্রবধূ, আট মাসের অন্তঃসত্ত্বা সুপর্ণা বণিকের (২৪) রক্তাক্ত মৃতদেহ। ছড়াল ডাকাতির গল্প। রেণুকা পড়শিদের জানাল, দোকানে যাওয়ার সময় বাড়ির পাশের রাস্তায় মোটরবাইকে দু'জনকে সে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। কিছুক্ষণের মধ্যে বাড়ি ফেরে সুপর্ণার স্বামী সুকান্ত। আসে পুলিশও। স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সুকান্তের আক্ষেপ, ''দুষ্কৃতীরা ওড়নার ফাঁসে স্ত্রীকে খুন করেছে। সোনার হার, নগদ টাকা নিয়ে গিয়েছে।'' কিন্তু শেষরক্ষা

ক্রান্তিতে দুই কিশোরীকে ধর্ষণ করে ফেলে দেওয়া হল ক্যানালের জলে!

Image
দুই কিশোরীকে ধর্ষণ করে ক্যানালের জলে ফেলে দেবার অভিযোগ উঠল মালবাজারের ক্রান্তিতে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ক্যানাল থেকে অসুস্থ অবস্থায় দুই কিশোরীকে উদ্ধার করে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। জলপাইগুড়ি হাসপাতালে তাদের প্রাথমিক শারীরিক পরীক্ষা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাদের দেহে আঘাতের চিহ্ন মিলেছে। তবে ধর্ষণের অভিযোগ নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি চিকিৎসকেরা। তাদের ফের শারীরিক পরীক্ষা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।    শনিবার ভোরে ক্রান্তি ফাঁড়ি থেকে মাত্র ১ কিমি দূরে তিস্তা সেচ প্রকল্পের বাঁ হাতি ক্যানালে এই ঘটনার পরে ক্রান্তি বাজার এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উদ্ধার দুই কিশোরীই স্থানীয় একটি স্কুলের দশম স্কুলের ছাত্রী। শনিবার দুপুরে ক্রান্তি ফাঁড়িতে এক ছাত্রীর বাবা স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে ওই দুই কিশোরীরে ধর্ষণ করে ফেলে দেবার অভিযোগ দায়ের করেন। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেন্ডুপ শেরপা বলেন, ''অভিযোগের ব্যাপারে জেনেছি। অভিযুক্তরা যাতে দ্রুত ধরা পড়ে সে বিষয়ে দেখা হচ্ছে।''  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই কিশোরীর

চাঁদায় না বলায় মধুচক্র চালানোর অভিযোগ! পেটাল পুলিশ, বিহিত চেয়ে এসপিকে চিঠি

Image
পাড়ার একটি ক্লাব পুজোর বাড়তি চাঁদা চায়। আর সেই টাকা দিতে রাজি না হওয়ায়, বাড়িতে ওই ব্যক্তি মধুচক্র চালানোর অভিযোগ তুলে ব্যাপক মারধর করা হয়। এমনটাই অভিযোগ তুলেছেন সোনারপুরের বোসপুকুর এলাকার বাসিন্দা রবীন সর্দার। তাঁর আরও অভিযোগ, সোনারপুর থানার পুলিশও রীতিমতো মারধর করে তাঁকে। সোনারপুর থানার আধিকারিকদের বিরুদ্ধে বারুইপুরের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন রবীন। পুলিশ সুপারকে লেখা অভিযোগে তিনি জানিয়েছেন, ২ অক্টোবর স্থানীয় একটি ক্লাবের সদস্যরা তাঁর ভাড়া বাড়িতে এসে পুজোর চাঁদা চায়। রবীনের দাবি, "ক্লাব যে অঙ্কের চাঁদা চাইছিল তা আমি দিতে রাজি হইনি। সেখান থেকেই বচসার সূত্রপাত।" রবীনের অভিযোগ, "এর পরই ওই স্থানীয় ক্লাবের সদস্যরা অভিযোগ তোলে যে আমি বাড়িতে দেহ ব্যবসা চালাই। তাঁরা সোনারপুর থানাতে খবর দেয়।" রবীন পুলিশ সুপারকে জানিয়েছেন, এর পরই পুলিশ এসে তাঁকে মারধর করে। এমনকি যৌনাঙ্গে লাথিও মারে। বাড়িতে উপস্থিত মহিলাদের সামনে তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয়। শনিবার বারুইপুর জেলা পুলি‌শ সুপারকে অভিযোগ জানানোর পাশাপাশি রাজ্য মানবাধিকার কমিশনেও পুলিশ কর্মীদের শাস্তি চেয়ে অভি

অর্চনা খুনে নয়া মোড়: উদ্ধার আরও ১ বস্তাবন্দি দেহ, তিনিই কি সেই ঝাড়খণ্ডের প্রেমিক?

Image
উল্টোডাঙার বধূ অর্চনা পালংদারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়। শনিবার ওই ঘটনায় ঝাড়খণ্ড থেকে আশিস যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আর তাঁকে জেরা করেই উদ্ধার হল আরও এক বস্তাবন্দি দেহ। আশিস কলকাতা পুরসভার কাছে এক হোটেলে কাজ করেন। তাঁর দাবি, উদ্ধার হওয়া ওই দেহ বলরাম কেশরী নামে এক যুবকের। যে হোটেলে আশিস কাজ করেন, অর্চনার সঙ্গে সেই হোটেলেই বলরাম উঠেছিলেন। সেখানেই অর্চনা-বলরামের অস্বাভাবিক মৃত্যু হয়। আর আশিসই নাকি ওই দু'জনের দেহ লোপাট করে খালের জলে ফেলে দেন। যদিও ওই দেহ বলরামের কি না তা নিয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়।   গত ১৭ সেপ্টেম্বর মোবাইল সারাতে বেরোচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন অর্চনা। উল্টোডাঙা থানা এলাকার জওহরলাল দত্ত রোডে তাঁর বাড়ি। তার পর আর ফেরেননি। তিন দিন পর ২০ সেপ্টেম্বর আনন্দপুর থানার চৌবাগার লকগেট থেকে উদ্ধার হয় ৩৫ বছরের অর্চনার দেহ। সংবাদপত্রে মহিলার ছবি প্রকাশিত হওয়ার পরে এনআরএস হাসপাতালের মর্গে গিয়ে তাঁর স্বামী পিন্টু পালংদার স্ত্রীর দেহ শনাক্ত করেছিলেন। পিন্টুকে জিজ্ঞাসাবাদের পরে তদন্তকারীদের ধারণা হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হয়েছেন অর্

বর্ষশেষে পরীক্ষায় মোদী-শাহ, ৫ রাজ্যের ভোট ঘোষণা

Image
আড়াই মাস ধরে লাগাতার বাড়তে থাকা তেলের দামে আচমকা 'ব্রেক' কষার পরেই আলোচনায় উঠে এসেছিল পাঁচ রাজ্যের ভোট। সেই হিসেব মিলিয়ে  আজই নির্বাচন কমিশন জানিয়ে দিল, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, তেলঙ্গানা ও মিজোরামের বিধানসভা ভোট দীপাবলির পরে। দিন ক্ষণও জানিয়ে দিয়েছে তারা। আগামী বছর লোকসভা ভোটের আগে এই নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে দেখছে সব দলই। মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়ত আজ জানান, মাওবাদী সমস্যার কারণে ছত্তীসগঢ়ে দু'দফায় ভোট হবে। ১২ নভেম্বর দক্ষিণ ছত্তীসগঢ়ের ১৮টি কেন্দ্রে এবং ২০ নভেম্বর বাকি ৭২টি কেন্দ্রে ভোট হবে। মধ্যপ্রদেশ এবং মিজোরামে ভোট হবে ২৮ নভেম্বর। রাজস্থান ও তেলঙ্গানায় ৭ ডিসেম্বর। পাঁচ রাজ্যের ফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর। এই পাঁচটির মধ্যে হিন্দি বলয়ের তিন রাজ্য— মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তেলঙ্গানায় চন্দ্রশেখর রাওয়ের টিআরএস এবং মিজোরামে কংগ্রেস ক্ষমতায়। ৪০ আসনের মিজোরামকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি। কারণ, সেখানে জিতলে উত্তর-পূর্বের ৭টি রাজ্যই তাদের দখলে আসবে।   গো-বলয়ে বিজেপির দখলে থাকা তিন রাজ্যে জিততে মরিয়া কংগ্রেস। রাহুল গাঁধী জানেন