পুণের স্কুলে ৭ ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার হেডমাস্টার-সহ ৩ শিক্ষক

কিছুদিন আগেই পুণের পিমিপরি-চিনচওয়াদের এক স্কুলে তিন নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল পুনেরই আর এক স্কুলে। ছাত্রীদের যৌন হেনস্থা করার অভিযোগে পিমপিরি পুলিশ স্কুলের হেডমাস্টার-সহ তিন শিক্ষককে গ্রেফতার করেছে। কমপক্ষে ৭ ছাত্রীর পরিবার থানায় ওই তিন শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। 

ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার জানান, ছাত্রীরা নাবালিকা হওয়ায় হেডমাস্টার-সহ বাকি দুই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে। সবকিছু জানা সত্ত্বেও ঘটনা চেপে যাওয়ার অভিযোগে আরও চার শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে স্কুলকর্তৃপক্ষ। চার জনকেই সাসপেন্ড করা হয়েছে।

থানায় দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, মূল অভিযুক্ত একজন শিক্ষক। বছর দুই ধরে তিনি ছাত্রীদের শ্লীলতাহানি করছিলেন। কখনও স্টাফরুম ফাঁকা থাকলে, তার সুযোগ নিয়ে সেখানে ছাত্রীদের ডেকে অসভ্যতামি করতেন। কখনও আবার বাড়িতে ডেকেও শ্লীলতাহানি করেছেন। ঘটনাটি হেডমাস্টার জানার পরেও ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। থানাতেও খবর দেননি। উলটে ছাত্রীদের চেপে যেতে বলেন। ফলে, তাঁর বিরুদ্ধেও শ্লীলতাহানির ঘটনায় মদত দেওয়ার অভিযোগ ওঠে।