Posts

Showing posts from December 13, 2018

কানে হেডফোন, অসতর্ক দুই তরুণীকে প্রাণে বাঁচিয়ে মরণাপন্ন যুবক

Image
বারাকপুর: জীবনের ঝুঁকি নিয়ে অসতর্ক দুই তরুণীর প্রাণ বাঁচিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ট্রেনের ধাক্কায় জখম এক যুবক। ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার শ্যামনগর রেল স্টেশন সংলগ্ন ২৩ নম্বর রেল গেট। জখম ওই যুবকের নাম বিজয় সরকার। নৈহাটি বিজয় নগর এলাকার বাসিন্দা তিনি৷ জানা গিয়েছে, অসতর্কভাবে কানে হেডফোন লাগিয়ে ট্রেন লাইন পার হচ্ছিল দুই তরুণী৷ হঠাৎ ট্রেন এসে যাওয়ায় ওই দুই তরুণীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচন বিজয়। ট্রেনের ধাক্কায় মারাত্মক জখম হন তিনি। গত মঙ্গলবারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ফের রেলকর্মীদের উদাসীনতার অভিযোগ তুলে রেল অবরোধ করা হল শিয়ালদহ মেন শাখার উত্তর ২৪ পরগণার শ্যামনগর রেল স্টেশনে। কিছুক্ষণের জন্য রেল অবরোধ করলেন স্থানীয় নিত্য যাত্রীরা। পরে রেল পুলিশ এসে নিত্যযাত্রীদের অবরোধ তুলে দেয়।   নিত্যযাত্রীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই তরুণী শ্যামনগর ফিডার রোড দিয়ে কানে হেডফোনে কথা বলতে বলতে শ্যামনগর ২৩ নম্বর রেল গেট বন্ধ অবস্থায় গেটের নিচে দিয়ে পার হতে যায়। সেই সময় আপ ৩ নম্বর লাইনে থ্রু ধনধান্য এক্সপ্রেস ট্রেন চলে আসে। ওই দুই তরুণীর অসতর্কতা দেখে তাদের বাঁচাতে রেলওয়ে ট্রাকে ঝাঁপ দেয় প্

চুরি করতে এসে ২ দিন রেস্তরাঁর চিমনিতে আটকা পড়ে চোর!

Image
এ ভাবেই টানা ২ দিন আটকে ছিল চোর। ক্যালিফোর্নিয়ার এক রেস্তরাঁয়। ফাঁকা রেস্তরাঁয় চুরি করতে গিয়ে নিজেই ফ্যাঁসাদে চোর! চুরি তো করতে পারলই না, উল্টে ২ দিন ধরে ফাঁকা রেস্তরাঁয় চিমনির মধ্যে তেলকালি মেখে আটকে রইল! এমনভাবে আটকা পড়ে গেল যে চুপিসারে চুরির পরিবর্তে প্রাণ বাঁচাতে শেষমেশ নিজেকেই চিৎকার করে লোক ডেকে উদ্ধার হতে হল। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় এমন ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়ার একটি ফাঁকা রেস্তরাঁয় চুরি করতে ঢুকেছিল চোর। দরজা বন্ধ থাকায় রান্নাঘরের তেলকালি বেরনোর জায়গা দিয়ে ভিতরে ঢুকতে চেয়েছিল সে। তেলকালি বেরনোর চিমনির মুখ ছিল ছাদে। ভেবেছিল সেখান দিয়েই সোজা ঢুকে পড়বে রেস্তরাঁয়। কিন্তু পরিকল্পনাটা যে মোটেই সুখকর ছিল না তা বুঝতে খুব বেশি দেরি হল না। চিমনির ভিতরে ঢুকতে গিয়ে এমন শোচনীয় অবস্থা হল যে, না ফিরতি পথে বেরোতে পারে আর না ভিতরে ঢুকতে পারে। ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, টানা দু'দিন এ ভাবেই চিমনির মধ্যে তেলকালি মেখে গুটিয়ে কাটায়। তারপর বাধ্য হয়ে চিৎকার করে লোক ডাকতে শুরু করে। বৃহস্পতিবার সকালে রেস্তরাঁর পাশের আবাসনের এক ব্যক্তি ওই চোরের ক্ষীণ কণ্ঠ শুনতে পান। সে সাহায্য চাইছিল। ওই

মধ্যপ্রদেশে বিজেপির সরকার গড়ায় বাধা হয়ে দাঁড়াল ৪৩৩৭ সংখ্যাটি

Image
সংখ্যাটা মাত্র ৪৩৩৭। এই কটি ভোট পেলেই মধ্যপ্রদেশে সরকার গড়তে পারত বিজেপি। তবে তা পারেনি। ৭টি বিধানসভায় মোট এই কটি ভোট পেলেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত গেরুয়া শিবির। তবে তা হয়নি। এত কম ভোটে হেরে শেষ অবধি বিরোধী কংগ্রেসকে জায়গা ছেড়ে দিতে হয়েছে। রাজনগরে ৭৩২ ভোট, রাজপুর (এসটি)-তে ৯৩২ ভোট, সুয়াস্রাতে ৩৫০ ভোট, গোয়ালিয়র দক্ষিণে ১২১ ভোট, জব্বলপুর উত্তরে ৫৭৮ ভোট, দামোহে ৭৯৮ ভোট ও বিয়াওরায় ৮২৬ ভোটে বিজেপি হেরে গিয়েছে। এর যোগফল করলে দাঁড়ায় ৪৩৩৭ টি ভোট। মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১০৯টি আসনে। কংগ্রেস জিতেছে ১১৪টি আসনে। এই কটি আসনে বিজেপিকে হারিয়ে সবকটিতেই জয়ী হয়েছে কংগ্রেস। রাজ্যের মোট ৩.৭৭ মোটি ভোটার ২৮ নভেম্বর ভোট দান করেন। বিজেপি পেয়েছে ৪১ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছে ৪০.৯ শতাংশ ভোট। অর্থাৎ বিজেপি কংগ্রেসের চেয়ে ৪৭, ৮২৪টি ভোট বেশি পেয়েও হেরে গিয়েছে। মধ্যপ্রদেশে ১ হাজারের কম ভোটে প্রার্থী জিতেছে এমন আসন রয়েছে ১৩টি। তার মধ্যে কংগ্রেস ১১টিতে ও বিজেপি ২টিতে জয়লাভ করেছে। এরাজ্যে বিএসপি ২টি, সমাজবাদী পার্টি ১টি ও নির্দলরা ৪টি আসন পেয়েছে।

৫ বছর আগে পূরণ হওয়া পদে নিয়োগপত্র, প্রার্থী দ্বারস্থ হাইকোর্টের

Image
কলকাতা : ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দিয়েছে। তা সত্ত্বেও কাজে যোগ দিতে পারলেন না রেজাউল সরকার নামে এক যুবক। কারণ, তাঁকে যে পদে যোগ দিতে পাঠানো হয়েছিল, সেটা নাকি পাঁচ বছর আগেই পূরণ হয়ে গেছে। এনিয়ে কমিশনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। অগত্যা বিষয়টি নিয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রেজাউল সাহেব। রেজাউল সরকারের আইনজীবী ইব্রাহিম শেখ জানিয়েছেন, তাঁর মক্কেল স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পরীক্ষায় ইংরাজি(স্নাতকোত্তর) বিষয়ে উত্তীর্ণ হন। মেধাতালিকার OBC ক্যাটেগরিতে তাঁর নাম ওঠে ১৩ নম্বরে। ১৩ অক্টোবর তাঁকে উত্তর দিনাজপুরের হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে নিয়োগপত্র দিয়ে পাঠায় বোর্ড। কিন্তু, গোল বাধে স্কুলে যোগ দিতে গিয়ে। ওই স্কুল থেকে বলা হয়, পদটি ২০১৩ সালের ৬ ডিসেম্বরই পূরণ হয়ে গেছে। এরপর রেজাউল সাহেব একাধিকবার কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু, কমিশনের তরফে বলা হচ্ছে কোনও পদ আর খালি নেই। রেজাউল সাহেব অবশ্য জানতে পেরেছেন, মেধাতালিকায় ১৮ এবং ১৯-এ নাম থাকা সামিম আখতার ও রাবিয়া খাতুন নামে দুজনকে এবছর ১০ ডিসেম্বর নিয়োগপত্র দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় পাঠানো হয়েছে। ঘট

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রকারী লস্কর জঙ্গির সাজা ঘোষণা শনিবার

Image
বনগাঁ : সাজা ঘোষণা হল না লস্কর ই-তইবার জঙ্গি আবদুল নইম ওরফে শেখ সমীরের। আজ সমীরকে বনগাঁ আদালতে তোলা হয়। বিচারক বিনয়কুমার পাঠক সমীরকে জিজ্ঞাসা করেন, কী ধরনের সাজা তিনি চান। সমীর স্পষ্ট করে কিছু বলতে পারেনি। তারপরই বিচারক শনিবার সাজা ঘোষণার কথা ঘোষণা করেন। শেখ সমীর পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর ই-তইবার সক্রিয় সদস্য। ২০০৭ সালের এপ্রিল মাসে পেট্রাপোল সীমান্তে একটি ফাঁকা বাড়ি থেকে জঙ্গি সন্দেহে চার জনকে আটক করে BSF। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের নাম মহম্মদ নইম ওরফে শেখ সমীর, মহম্মদ ইউনিস, শেখ আবদুল্লা ও মুজ়ফ্ফর আহমেদ রাঠোর। তারপর CID তাদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, অস্ত্র মজুতসহ কয়েকটি ধারায় মামলা রুজু করে। গত বছর ওই মামলায় বিচারক মহম্মদ ইউনিস, শেখ আবদুল্লা ও মুজ়ফ্ফর আহমেদ রাঠোরকে ফাঁসির নির্দেশ দিয়েছিলেন।  মহারাষ্ট্রের ঔরঙ্গবাদের বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সমীর ২০০৫ সালে সৌদি আরবে গেছিল। সেখানে লস্করের এক এজেন্ট আমজাদের সঙ্গে তার পরিচয় হয়। তারপর পাকিস্তানে যায় সমীর। সেখান থেকেই জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল। কাশ্মীর সীমান্তে কড়া নিরাপত্তার কারণে ভারতে ঢুক

সবাই ভেবেছিলেন কুমীরে খেয়েছে তাঁকে, খোঁজ মিলল ১৮ বছর পর

Image
প্রথমে সকলে ভেবেছিলেন যে লেকের কুমীরের শিকার হয়েছেন উইলিয়াম। পরে অবশ্য সে ভুল ভাঙে। এমনই একটা ডিসেম্বরের সকাল। বিবাহ বার্ষিকী উপলক্ষে স্কুলের বান্ধবী তথা স্ত্রীর সঙ্গে ফ্লোরিডার লেক সেমিনোলে গিয়েছিলেন মাইক উইলিয়াম। শিকার করতে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। আর ফিরে আসেননি। তন্নতন্ন করে খুঁজে জল থেকে জামাকাপড়, গাড়ি পেলেও, উইলিয়ামকে পাওয়া যায়নি। পুলিশের খাতায় লেখা হয়, লেকের কুমীরের পেটেই চলে গিয়েছেন উইলিয়াম। সেই উইলিয়ামকেই ১৮ বছর পর খুঁজে পেল পুলিশ। লেকেই কাছে একটি কবর থেকে। ফ্লোরিডা পুলিশ জানিয়েছে, কুমীর নয়, আদপে খুন করে পুঁতে দেওয়া হয়েছিল তাঁকে। আর এই ঘটনা গ্রেফতার হয়েছে তাঁর স্ত্রী এবং বন্ধু উইনচেস্টার। স্ত্রী ডিমাইস এবং মাইক উইলিয়াম। সেই স্কুল থেকেই খুব ভাল বন্ধু ছিলেন দু'জনে। পরে বিয়েও করেন। ২০০০ সালে ১৬ ডিসেম্বর বিবাহবার্ষিকী পালন করতে ফ্লোরিডার ওই লেকে গিয়েছিলেন। কিছু পরে স্ত্রী ডিমাইস পুলিশকে ফোন করে বলেন, উইলিয়াম শিকার করতে গিয়ে আর ফেরেননি। খোঁজ শুরু হয়। পুলিশ ছাড়াও খবর পেয়ে নৌকা নিয়ে তাঁর তল্লাশি শুরু করেন আর এক বন্ধু ব্রায়ান উইনচেস্টারও। অনেক রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও উ

ভোটের আগে পরীক্ষা ডিএম-দের, পাশ না করলে রিটার্নিং অফিসারের দায়িত্ব নয়

Image
ভোটের আগে এ বার পরীক্ষা দিতে হবে রাজ্যের সব জেলাশাসকে। সেই পরীক্ষায় কৃতকার্য না হলে তাঁকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যের সেমিফাইনালের আগে থেকেই এ রাজ্যে শুরু হয়ে গিয়েছে ২০১৯-এর ফাইনালের জোর কদমে প্রস্তুতি। কারণ এই প্রথম সারা দেশে এম-৩ ইভিএমে নির্বাচন হবে। রাজ্যের মু্খ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, সেপ্টেম্বর মাস থেকেই কয়েক দফায় রাজ্য পুলিশের সশস্ত্র প্রহরায় নিয়ে আসা হয়েছে নতুন এই ইভিএম এবং ভিভিপ্যাট। নির্বাচন দফতর জানাচ্ছে, ২০১৯ সালে লোকসভা ভোট দেবেন এ রাজ্যের প্রায় ৬ কোটি ৮০ লাখ ভোটার। বুথের সংখ্যা ৭৮ হাজার ৭৯৯। সমস্ত বুথেই থাকবে নতুন এম-৩ যন্ত্র। রাজ্য নির্বাচন দফতরের কাছে থাকা অধিকাংশ ইভিএমই ১৫ বছরের বেশি পুরনো। সেই কারণে ওই যন্ত্রগুলি বাতিল হিসাবে ঘোষণা করা হয়েছে। মাত্র ২৬ হাজার নতুন ইভিএম থাকলেও তা দিয়ে নির্বাচন করানো সম্ভব নয়। তাই সমস্ত মেশিনই বাতিল করে হায়দরাবাদের ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)-এর দফতর থেকে কয়েক দফায় নিয়ে আসা হয়েছে প্রায় তিন লাখ নতুন যন্ত্র। এর মধ্যে ১ লাখ ৩৫০টি কন্ট্রোল ইউনি

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেসিআর

Image
দ্বিতীয়বার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (TRS)-র প্রধান কে চন্দ্রশেখর রাও। মঙ্গলবার তেলেঙ্গানার রাজভবনে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইএসএল নরসীমান। একইসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মহম্মদ মেহেমুদ আলি।  ১১৯ সদস্যের তেলেঙ্গানা বিধানসভায় ৮৮টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে টিআরএস। গাজেওয়াল বিধানসভা কেন্দ্র থেকে কেসিআর ৫০ হাজার ভোটে জয়ী হন। যদিও এদিন নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভা গড়ার বিষয়ে কিছুই জানাননি মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। দলীয় সূত্রে খবর, সম্ভবত শুক্রবার বা শনিবার মন্ত্রিসভা গঠন করবেন চন্দ্রশেখর। অন্যদিকে তেলেঙ্গানা বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের মধ্যে ৭৩ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। যা ২০১৪ সালের তুলনায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে মোট ৬৭ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। যা এবার বেড়ে হল ৭৩ জনের বিরুদ্ধে। এমনটাই তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েশন অফ ডেমক্র্যাটিক রিফর্মস বা ADR এর রিপোর্টে। ৭৩ জনের মধ্যে আবার ৪৭ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলা নির্যাতন এর মত মামলা রয়েছে।

তথ্য জানার অধিকারের আবেদনে সাড়া না দেওয়ায় ১ লাখ টাকা জরিমানা আধিকারিকের

Image
ইটাহার : তথ্য জানার অধিকারের আবেদনে সাড়া দেননি উত্তর দিনাজপুরের BLRO ও DLRO। তাই তাঁদের বেতন থেকে আবেদনকারীকে এক লাখ টাকা দেওয়ার নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা আদালত। আদালতের এই নির্দেশের পর ভূমি ও ভূমিসংস্কার বিভাগে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আবেদনকারীর আইনজীবী দীপঙ্কর দাস জানান,কালিয়াগঞ্জের বাসিন্দা ভূপতি রঞ্জন মিত্রের ইটাহারের পৈত্রিক জমির একাংশ ভেস্টেড হয়ে যায় ১৯৮০ সালে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। সেই মামলায় ১৯৮৫ সালে নির্দেশ দেয় আদালত। এরপরই সেই মামলার রায়ের কপি ভূপেনবাবু ইটাহারের BLRO ও DLRO অফিসে জমা করেন। হাইকোর্টের রায়কে কার্যকর করার জন্য আবেদন করা হয়। ১৯৮৫ সাল থেকে ২০১১পর্যন্ত বারবার BLRO ও DLRO-র সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেননি তাঁরা। এরপরই ভূপেনবাবু ২০১১ থেকে BLRO ও DLRO-র কাছে তথ্যের অধিকার জানার আইন অনুসারে চিঠি করে বিষয়টি জানতে চান। সেখানেই জানতে চাওয়া হয় হাইকোর্টের রায় অনুযায়ী কী পদক্ষেপ নিয়েছেন BLRO ও DLRO। কিন্তু, ২০১৮ সাল পর্যন্ত বারবার তথ্য জানার অধিকারের আইন অনুসারে চিঠি দেও

ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুন মোদী, তাকে সমর্থন করুন মমতা, রায় হাইকোর্টের

Image
ভারতকে 'হিন্দু রাষ্ট্র' ঘোষণা করা উচিত। এবার এমন দাবি উঠল আদালতের অন্দর থেকে। সোমবার এক রায়ে এমনই পর্যবেক্ষণ জানালেন মেঘালয় হাইকোর্টের বিচারপতি এসআর সেন। স্থায়ী বাসিন্দার শংসাপত্র এক মামলার শুনানিতে আরও চাঞ্চল্যকর সব পর্যবেক্ষণ জানিয়েছেন তিনি।  বিচারপতি সেন তাঁর রায়ে লিখেছেন, '১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। সেই মতো পাকিস্তান নিজেকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করেছে। ভারতকেও হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত।' বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, 'ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা উচিত নয়। আমার মনে হয় এই পরিস্থিতির গুরুত্ব একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিই বুঝতে পারেন। ভারতের ইসলামিকরণ রুখতে তাঁর উপযুক্ত পদক্ষেপ করা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁকে সমর্থন করা উচিত।' একই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করে বিচারপতি সেন বলেন, 'ভারতের সমস্ত নাগরিকের জন্য একই আইন হওয়া উচিত। যে সেই আইন মানতে অস্বীকার করবে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত সরকারের।' একই সঙ্গে প্রতিবেশী ইসলামিক দেশগুলি থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ ও খ্রি

আবেদন খারিজ, এখনই ফাঁসি নয় নির্ভয়ার ধর্ষকদের, জানাল সুপ্রিম কোর্ট

Image
দোষী চারজনকেই ফাঁসির সাজা শোনানো হয়েছে। দোষী সাব্যস্ত হয়েছে নির্ভয়ার ধর্ষকরা। ফাঁসির সাজা হয়েছে তাদের। তবে মৃত্যুদণ্ড কার্যকর করতে তাড়াহুড়ো না করাই ভাল। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলার শুনানিতে জানাল সুপ্রিম কোর্ট। দোষীদের সাজা দ্রুত কার্যকর করতে চেয়ে আবেদনটি জমা পড়েছিল। আদালতের তরফে সেটি খারিজ করে দেওয়া হয়েছে। নির্ভয়া গণধর্ষণকাণ্ডে তার দোষী সাব্যস্তকে আগামী দু'সপ্তাহের মধ্যে ফাঁসি দিতে হবে বলে সম্প্রতি শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তব। সুষ্ঠুভাবে বিষয়টি যাতে মিটিয়ে নিতেকেন্দ্র সরকারের হস্তক্ষেপও প্রার্থনা করেন তিনি। কিন্তু বৃহস্পতিবার বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্ত-র ডিভিশন বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। আবেদনকারীকে তিরস্কারও করেন বিচারপতিরা। তাঁরা বলেন, ''এ আবার কেমন আবেদন? আদালতকে নিয়ে তামাশা করছেন যে!'' ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের এক পড়ুয়াকে গণধর্ষণ করে ৬ দুষ্কৃতী। চরম শারীরিক নির্যাতন চালায়। তার পর চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেয় রাস্তায়। একটানা লড়াইয়ের পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউ

গ্রাম নয়, বিজেপির হারে শেষ পেরেক পুঁতেছে শহরের ভোটাররা, উঠে এল নয়া তথ্য

Image
মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির হারের ময়নাতদন্তে নেমে দলের খারাপ পারফম্যান্সের জন্য মূলত গ্রামাঞ্চলের জন্যই অভিযোগের আঙুল উঠেছে। তবে ঘটনা হল, গ্রামে বেশি খারাপ ফল করেনি বিজেপি। যা ক্ষতি হয়েছে তা হয়েছে শহরাঞ্চলে। তিনটি রাজ্যের মধ্যে দুটি হিন্দি বলয়ের মধ্যে অবস্থিত। ২০১৩ সালের নির্বাচনে বিজেপি ছত্তিশগড়ে ৯০টি আসনের মধ্যে ৪৯টি জিতেছিল। রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১৬৩টি জিতেছিল। আর মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১৬৫টি আসন জিতেছিল। আর এবারে মধ্যপ্রদেশে বিজেপি ১০৯টি আসন, রাজস্থানে ৭৩টি আসন ও ছত্তিশগড়ে মাত্র ১৫টি আসনে জিতেছে। রাজনৈতিক বিশেষজ্ঞ সন্দীপ শাস্ত্রী বলেছেন, এই তিনটি রাজ্যে মূলত গ্রামীণ অঞ্চল বেশি। ফলে গ্রামের ভোটাররা ভোট দেয়নি বলে তা বড় করে দেখা হচ্ছে। তবে ঘটনা হল, শহরের যে ভোটাররা রয়েছেন তাঁরা বেশি করে বিজেপিকে বাতিলের খাতায় ছুঁড়ে ফেলেছে। তিন রাজ্যেই শহুরে ভোটারদের মনে দাগ কাটতে না পারা বিজেপিকে আগামিদিনে আরও সমস্যায় ফেলবে। কারণ মধ্যবিত্ত শ্রেণিকে টার্গেট করে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পথ চলতে চাইছে। তাই শহরের ভোটারদের মনে দাগ না কাটতে পারা বিজেপিকে বেশি সমস্যা ফেলব

৫২ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক! ৫৫ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ

Image
ঢাকাঃ  দেশের গ্রামীণ জনপদের সড়ক ও সেতুর উন্নয়ন এবং দুর্যোগ প্রবণ অঞ্চলের যোগাযোগ পরিকাঠামোর উন্নয়নে দুটি প্রকল্পে ৫২ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা। পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ হারে সুদ দিয়ে এই ঋণ পরিশোধ করতে হবে। সম্প্রতি এই বিষয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্ব ব্যাংকের মধ্যে দুটি চুক্তি সই হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান এবং ইআরডির অতিরিক্ত সচিব মাহমুদা বেগম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয়, স্বাক্ষরিত দুই প্রকল্পের মধ্যে 'গ্রামীণ সেতু নির্মাণ প্রকল্পে' ৪২ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হচ্ছে। এ প্রকল্পটির মাধ্যমে ১৯টি উপকূলীয় জেলায় ২৯ হাজার মিটার সেতুর সংস্কার এবং ৬১ জেলায় নতুন করে ২০ হাজার মিটার সেতু নির্মাণ করবে সরকার। প্রকল্পটি বাস্তবায়নে দেশের ৫৫ লাখ মানুষের কর্মসংস্থানও তৈরি হবে। দ্বিতীয় ঋণ চুক্তি হয়েছে 'দ্বিতীয় গ্রামীণ পরিবহন উন্নয়ন প্রকল্পে' ১০ কোটি

সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে বাড়ছে যৌন নির্যাতন

Image
অনলাইনের মাধ্যমে বাড়ছে পাচারচক্র। জেনেবুঝে কিংবা নিজের অজান্তেই বিপদের হাতছানি ডেকে আনছে শিশু থেকে কিশোর–কিশোরীরা। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রবণতা যত বাড়ছে তত কিশোরী পাচার, যৌন হেনস্থা বৃদ্ধি পাচ্ছে। কাজেই ডিজিটাল মাধ্যমের ব্যবহার নিয়ে আরও  সচেতন হওয়া জরুরি। সে কারণে ১৪–১৫ ডিসেম্বর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ এবং ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (‌আইজেএম)‌। বুধবার শিশু সুরক্ষা আয়োগের দপ্তরে সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করা হয়। আয়োগের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী জানিয়েছেন, '‌অধিকাংশ স্কুল পড়ুয়ার হাতে এখন স্মার্টফোন। কেউ নিজের ছবি কোথাও আপলোড করছে, কেউ না–‌বুঝেই ফাঁদে পা দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ–বিদেশের বিভিন্ন পাচারচক্রের কবলে পড়ে নষ্ট হচ্ছে শৈশব। অনলাইনে বাড়ছে যৌন নিগ্রহের মতো ঘটনা। চক্রে জড়িয়ে পড়লে অনেকেই প্রকাশ্যে বলতে লজ্জা বা ভয় পায়। আন্তর্জাতিক সম্মেলনের মূল উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি ও সমাধানের রাস্তা খোঁজা।'‌ আইজেএম কলকাতার ডিরেক্টর অফ অপারেশনস সাজি ফিলিপ বলেন, '‌অনলাই

লাইনচ্যুত লোকাল, শিলিগুড়িতে আটকে কাঞ্চনকন্যা

Image
লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিঘ্নিত হল ট্রেন পরিষেবা। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ  শিলিগুড়ি থেকে দিনহাটাগামী লোকাল জলপাইগুড়ির বাগরাকোটের কাছে লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার জেরে ব্যাহত হয়ে পড়েছে ওই শাখায় ট্রেন চলাচল। সকাল ১০টা থেকেই শিলিগুড়ি জংশনে আটকে গিয়েছে আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এদিকে লোকাল লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলকর্মী এবং আধিকারিকরা। জোরকদমে লাইনচ্যুত কামরাগুলিকে সরিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। লোকালের যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে রেল। তাঁদের দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে নামিয়ে বিকল্প ব্যবস্থা করা হয়েছে গন্তব্যে পৌঁছনোর জন্য। বিকেলের মধ্যেই পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে রেল।

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ

Image
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ২৮ জুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, রাজ্যে প্রাথমিক শিক্ষক–‌নিয়োগের পরীক্ষায় এবার থেকে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরাও অংশ নিতে পারবেন। বুধবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এনসিটিই-র ওই বিজ্ঞপ্তির ওপর ১৮ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে একমাত্র ডিএলএড ডিগ্রিধারীরাই প্রাথমিক শিক্ষক–‌নিয়োগের পরীক্ষায় বসতে পারতেন। এনসিটিই–‌র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমের মহিবুর রহমান–‌সহ ৫৪ জন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরতরা। আবেদনে তাঁরা জানান, এর ফলে তাঁরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন। এদিন মামলাটি শুনানির জন্য ওঠে। মামলাকারীদের পক্ষে শক্তিনাথ মুখোপাধ্যায় ও সুবীর সান্যাল জানান, ওই বিজ্ঞপ্তির ফলে যাঁরা ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত বা যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদের চাকরির সুযোগ কমে যাচ্ছে। উচ্চ প্রাথমিকে (পঞ্চম থেকে অষ্টম) ডিএলএড এবং বিএড ডিগ্রিধারী দু ধরনের প্রার্থীরাই বসতে পারেন। প্রাথমিকের ক্ষেত্রেই একমাত্র ডিএলএড বাধ্যতামূলক ছিল। ফলে যাঁরা পঞ্চম থেকে দ্বাদশ স্তরের জন্য বিএড ডিগ্রি অর্জন

মেহুল চোকসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইন্টারপোল

Image
‌সিবিআইয়ের অনুরোধে ফেরার ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। বৃহস্পতিবারই এই ১৩,০০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মেহুল চোকসির বিরুদ্ধে ইতিমধ্যেই সিবিআই ও ইডি মুম্বই আদালতে চার্জশিট জমা করেছে। জানা গিয়েছে, মার্কিন তদন্তকারী সংস্থা মেহুল চোকসির সন্ধান পেয়েছে এবং তা ভারত সরকারকে জানিয়েছে। ফেরার ব্যবসায়ীর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে মার্কিন গোয়েন্দারা। তাঁর দেশ ছাড়ার অনুমতি নেই বলে জানা গিয়েছে। ৫৯ বছরের ওই ব্যবসায়ী আমেরিকায় চিকিৎসা করানোর নাম করে এ বছরের জানুয়ারিতে ভারত ছাড়েন। গত মাসে ফেরার ব্যবসায়ীর আইনজীবী মুম্বই আদালতে জানিয়েছিলেন যে, মেহুল চোকসি বয়ান দেওয়ার মত অবস্থায় নেই। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি দেশে ফিরে আসবেন। মেহুল চোকসি এবং তাঁর ভাগ্নে জনপ্রিয় হিরে ব্যবসায়ী নীরব মোদি ব্যাঙ্ক থেকে কয়েক কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে ফেরার হয়ে যান। এই দুই ফেরার ব্যবসায়ীকে দেশে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই অনেক আগেই ইন্টারপোলের সহায়তা চেয়েছিল। য

মিড ডে মিলে টিকটিকি, অসুস্থ হয়ে হাসপাতালে ৯০ পড়ুয়া

Image
মিড ডে মিলে মিলল মরা টিকটিকি। তাই দেখে অসুস্থ হয়ে পড়ল সরকারি হাইস্কুলের প্রায় ৯০ জন ছাত্রছাত্রী। বুধবার এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর গাড্ডিগেরি গ্রামের সরকারি হাইস্কুলে।  সূত্রের দাবি, মিড ডে মিলে পোলাও রান্না করে খেতে দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের। হঠাত্‍‌ই এক ছাত্র তাতে দেখে এক মরা টিকটিকি। তার চিত্‍‌কারে আতঙ্ক ছড়ায় অন্যান্যদের মধ্যেও। প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয় ৮৭জন পড়ুয়া। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। ডাক্তাররা জানিয়েছেন, তারা বিপন্মুক্ত। আতঙ্কে তারা জ্বরে আক্রান্ত হয়েছে। অন্যান্যদের হাসপাতালের আউটডোরে চিকিত্‍‌সার পর ছেড়ে দেওয়া হয়। ডাক্তার জানিয়েছেন, 'সব ছাত্রছাত্রী ভালো আছে। চিন্তার কোনও কারণ নেই।' এক চিকিত্‍‌সক জানিয়েছেন, পড়ুয়াদের ওই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলান্স ডেকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় অভিভাবকদের। শিক্ষকদের দিকে গাফিলতির আঙুল তুলে স্কুলের সামনে বিক্ষোভ করেন অভিভাবকরা। হাসপাতালে পড়ুয়াদের দেখতে যান পুলিশ ও শিক্ষা দফতরের আধিকারিকরা।

শিশুমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হাসপাতাল, ভাঙচুর আইসিইউতেও!

Image
চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ। রাতভর দফায় দফায় পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ-এ ভাঙচুর চালালেন মৃতের পরিবারের লোকেরা। ভাঙচুর চলল শিশু বিভাগের আইসিইউতেও। আতঙ্কে অন্য রোগী ও তাদের পরিবারের লোকেরা। হাসপাতালে মোতায়েন প্রচুর পুলিশকর্মী। বছর চারেকের সানা সাজ্জাদের বাড়িতে পার্ক সার্কাসেই। পরিবারের লোকেরা জানিয়েছেন, বুধবার রাতে আচমকাই জ্বর আসে সানার। বমিও করছিল সে। তড়িঘড়ি সানাকে নিয়ে আসা হয় ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ হাসপাতালে। পরিবারের লোকেদের অভিযোগ, হাসপাতালে প্রায় ঘণ্টা দেড়েক কার্যত বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল শিশুটিকে। রাত দুটো নাগাদ মারা যায় সানা। অথচ তিনটের সময়ে বাড়ির লোককে ওষুধ কিনে আনতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ! চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রাতভর দফায় দফায় হাসপাতালে ভাঙচুর চালায় সানা সাজ্জাদের বাড়ির লোকেরা। এমনকী, শিশু বিভাগের আইসিইউতে ঢুকে পড়েন তারা। সেখানেও চলে ভাঙচুর। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালের অন্য রোগী ও পরিবারের লোকেরা। শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু রোগীদের আতঙ্ক এখনও কাটেনি। বৃহস্পতিবার সকালেও ইনস্টিটিউট অফ চাইল্ড হেল

ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে পাকিস্তানকে ব্ল্যাক লিস্টে ফেলল আমেরিকা

Image
নিউ ইয়র্ক: পাকিস্তান ও চিন সহ ১২ টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে ব্ল্যাক লিস্টে ফেলল আমেরিকা। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে এই তালিকা প্রকাশ করেন। ইরান, চিন ও রাশিয়াসহ ১২টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। এই তালিকায় রয়েছে ইরান, চিন, উত্তর কোরিয়া, পাকিস্তান, সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মিয়ানমার, কমোরোস, ইরিত্রিয়া ও সৌদি আরব।   বিবৃতিতে পম্পেও আরও দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার সুযোগ উন্মোচন করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট তৈরি করতে গিয়ে ভুল পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং অতিরঞ্জন করা হয়েছে বলে তালিকায় থাকা দেশগুলি দাবি করেছে। পাকিস্তানের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই তালিকা সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট। যদিও ওই রিপোর্টে পরে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তানে একাধিক ধর্মের মানুষ একসঙ্গে বাস করেন এবং পাকিস্তানের সংবিধানে সংখ্যালঘুদের অধিকার দেওয়ার কথা বলা আছে।

শেষ সেনা জঙ্গি গুলির লড়াই, জারি চিরুণি তল্লাশি

Image
শ্রীনগর: বুধবার থেকে শুরু হওয়া সেনা জঙ্গি গুলির লড়াই শেষ৷ জানিয়ে দিল জম্মু কাশ্মীর পুলিশ৷ তবে জারি রয়েছে জোরদার চিরুনি তল্লাশি৷ জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় বুধবার থেকেই ভারি গুলির লড়াই শুরু হয়৷ বারামুল্লা জেলার সোপোরের ব্রাতকালান-গুন্দ মহল্লায় গুলির লড়াই প্রথম শুরু হয়৷ গোপন সূত্রে ওই এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি শুরু করে সেনা৷ তারপরেই সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ শুরু হয় পালটা জবাব দেওয়ার পালা৷   পুলিশ সূত্রে খবর নিরাপত্তার জন্য গোটা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ গুলির লড়াই শেষ হয় বৃহস্পতিবার সকালে৷ তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷

অ্যামাজন থেকে আইফোন কিনলে পাওয়া যাচ্ছে ১৬,০০০ টাকা ছাড়

Image
সম্প্রতি ভারতে অ্যাপেল প্রোডাক্ট বিক্রি শুরু করেছে অ্যামাজন। এর পরেই অ্যাপেল প্রোডাক্টে বিশান ছাড় দিতে শুরু করেছে ই-কমার্স জায়েন্ট অ্যামাজন। আইফোন, আইপ্যাড, ম্যাকবুক সহ সব অ্যাপেল প্রোডাক্টে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এই ডিসকাউন্ট চলবে। অ্যামাজন অ্যাপেল ফেস্টে এই আইফোনগুলিতে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। Apple iPhone X ১৬,৯০১ টাকা ডিসকাউন্টে ৭৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে 64GB iPhone X। ১৮,৯৩১ টাকা ডিসকাউন্টে 256GB iPhone X কিনতে খরচ হবে ৮৯,৯৯৯ টাকা। Apple iPhone 8 Plus ১২,৫৬১ টাকা ডিসকাউন্টে ৬৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে iPhone 8 Plus এর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। ১১,১১১ টাকা ডিসকাউন্টে 256GB iPhone 8 Plus কিনতে খরচ হবে ৭৯,৯৯৯ টাকা। Apple iPhone 8 ১২,৯৪১ টাকা ডিসকাউন্টে ৬৭,৯৪০ টাকা ডিসকাউন্টে iPhone 8 এর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ৫৪,৯৯৯ টাকা। 256GB iPhone 8 এ ১২,৫০১ টাকা ডিসকাউন্টের পর কিনতে খরচ হবে ৬৮,৯৯৯ টাকা। Apple iPhone 7 Plus ১২,০৪৭ টাকা ডিসকাউন্টে 64GB iPhone 7 Plus কিনতে খরচ হবে ৫০,৭৯৩ টাকা। 128GB মডেলে ১১,৫৭০ টাকা ডিসকাউন্টের পর দাম হচ্ছে ৬৮,৯৯৯ টাকা। ২২,১০০ ট

কেচ্ছা রুখতে ঘুষ, ৩ বছরের কারাদণ্ড ট্রাম্পের প্রাক্তন আইনজীবীর

Image
অন্ধ আনুগত্যের পুরস্কার তিন বছরের কারাদণ্ড। বুধবার ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে দোষী সাব্যস্ত করল আদালত। মক্কেলের জন্য গুলি খেতেও রাজি। একদা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এই স্মরণীয় উক্তি করেছিলেন যিনি, মার্কিন প্রেসিডেন্টের প্রাক্তন আইনজীবী সেই মাইকেল কোহেনকে ঘুষ দেওয়া, মিথ্যাচার, ষড়যন্ত্র-সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করল ফেডেরাল কোর্ট। তার জেরে তিন বছরের কারাদণ্ড হয়েছে কোহেনের। প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের বিভিন্ন কেচ্ছা ধামাচাপা দেওয়ার জন্য কোহেনকে দিয়ে প্রায় চল্লিশ লক্ষ ডলার মূল্যের জরিমানা, ঘুষ, প্রতারণা বাবদ খরচ-সহ নানান অপরাধমূলক কাজ করিয়েছিলেন ট্রাম্প, এমনই বক্তব্য আইনজীবীদের। আদালতের রায় শুনে ভেঙে পড়া কোহেনও জানিয়েছেন, ট্রাম্পের প্রতি তাঁর আনুগত্যই কাল হল। এদিন আদালতে তিনি বলেন, 'সম্প্রতি টুইটারে বিবৃতি দেওয়ার সময় আমাকে দুর্বল বলেছেন প্রেসিডেন্ট। কথাটা সত্যি কিন্তু তার কারণ অন্য। আসলে বার বার আমার মনে হয়েছিল, ওঁর নোংরা কীর্তিগুলি ঢেকে ফেলা আমার কর্তব্য।' শুনানিতে কোহেন জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের সঙ্গে অবৈধ সম্পর্কে

শনিবার রাত থেকে ২০ ঘণ্টা বারাসত ও মধ্যমগ্রামের মাঝে বন্ধ থাকবে ট্রেন চলাচল

Image
বারাসত স্টেশনে লেভেল ক্রসিংটি মেরামত করা হবে। শনিবার রাত থেকে প্রায় কুড়ি ঘণ্টা বারাসত ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে চলবে না লোকাল ট্রেন। শিয়ালদহ থেকে বনগাঁ ও হাসনাবাদ রুটে অর্ধেকেরও কম ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, রবিবার শিয়ালদহ থেকে মধ্যমগ্রাম পর্যন্ত লোকাল ট্রেন চলবে। বারাসত থেকে ফের ট্রেনে উঠে বনগাঁ ও হাসনাবাদ পর্যন্ত যাওয়া যাবে। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে দিনে ১১০টি ট্রেন চলে। আর বারাসত- বনগাঁ ও বারাসত-হাসনাবাদ রুটে ট্রেনের সংখ্যা যথাক্রমে ১০০ ও ৪০। লোকাল ট্রেনগুলি দিনের কোনও সময়ে ফাঁকা যায় না। অফিস টাইমে তো রীতিমতো বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হয় যাত্রীদের। রেলের তরফে জানানো হয়েছে, বারাসত স্টেশনে লেভেল ক্রসিংয়ের রাস্তাটির বেহাল দশা। সেটি মেরামতির কাজ চলছে। সেই কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়ার প্রয়োজন। তাই শনিবার রাত থেকে টানা কুড়ি ঘণ্টা শিয়ালদহ ও বনগাঁ রুটে আংশিক পরিষেবা পাবেন যাত্রীরা। সপ্তাহের শেষদিকে এই সিদ্ধান্তে ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। দিনের ব্যস্ত সময়ে লোকাল ট্রেনে যাতায়াত করেন বহু মানুষ। তাই যাত্রীদ

‘প্রিয়াঙ্কাকে নিয়ে দেশ ছেড়ে পালাব না’, ইডি প্রসঙ্গে মেজাজ হারালেন রবার্ট

Image
তিনি নীরব মোদি বা বিজয় মালিয়া নন। গান্ধী পরিবারের কন্যা প্রিয়াঙ্কাকে নিয়ে দেশ ছেড়ে পালাবেন না তিনি। তাঁর বিরুদ্ধে চলা ইডির তল্লাশি প্রসঙ্গে বলতে গিয়ে মেজাজ হারিয়ে এমনই জানালেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। যদিও নীরব মোদি বা মালিয়ার নাম করেননি তিনি৷ কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, সোনিয়া গান্ধীর জামাইয়ের কথায় স্পষ্ট যে, তিনি ঠিক কী ইঙ্গিত করতে চেয়েছেন৷ জমি কেনা নিয়ে দীর্ঘদিন ধরেই রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত করছে ইডি। বুধবার রবার্টের অফিসেও তল্লাশি চালান ইডির কর্তারা। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জামাইবাবু। তিনি বলেন, "আমি কোনও ভুল করিনি। আমরা আইনের বাইরে গিয়ে কোনও কাজ করিনি। আইন মোতাবেক সব কিছু করেছি। ইডির তদন্তে সাহায্য করছি। আমি ভারতীয় নাগরিক। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না।" এখানেই শেষ নয়, ইডির তদন্তের উপরেও প্রশ্ন চিহ্ন তোলেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী৷ তদন্ত স্বচ্ছ ভাবে হওয়া উচিত বলে দাবি করেন তিনি৷ বুধবারই দেশের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। বিজেপির গড়েই তাঁদের গেরুয়া রঙ কার্যত মুছে দিয়েছেন কংগ্রে

ফের চালু হতে পারে কোচবিহার-কলকাতা ভায়া বাংলাদেশ ট্রেন চলাচল

Image
কোচবিহারের সাংসদ পার্তপ্রতীম রায়       কোচবিহার : কোচবিহার-কলকাতা ভায়া বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ চালু নিয়ে আশার আলো দেখা দিল। গতকাল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কোচবিহারের সাংসদ পার্তপ্রতীম রায়কে চিঠি পাঠিয়ে এবিষয়ে অবহিত করেন। তিনি জানান, ওই রুটে ট্রেন চালুর বিষয়ে কেন্দ্রীয় সরকার চিন্তাভাবনা করছে। এটি চালু হলে অল্প সময়েই কোচবিহার থেকে কলকাতা পৌঁছানো সম্ভব হবে। ১৮৮৮ সাল থেকে কোচবিহার-কলকাতা ভায়া বাংলাদেশ রেল যোগাযোগ চালু ছিল। কোচবিহার থেকে ট্রেন ছেড়ে দিনহাটার গিতালদহ দিয়ে বাংলাদেশে প্রবেশ করত। এরপর গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কলকাতা পৌঁছাত। সেসময় আট ঘণ্টায় কোচবিহার থেকে কলকাতায় পৌঁছে যাওয়া যেত। কোচবিহারের রাজারা এই রেলপথেই কলকাতা থেকে কোচবিহার যাতায়াত করতেন।  কিন্তু, স্বাধীনতার পর ওই রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে আশির দশক পর্যন্ত ওই পথে মালগাড়ি চলাচল করত। পরবর্তীতে তাও বন্ধ হয়ে যায়। পরে সেই পুরোনো রেলপথে নতুন করে ট্রেন চালুর দাবিতে আন্দোলনে নামেন এলাকাবাসী। গত বর্ষাকালীন অধিবেশন চলার সময় সংসদে পুরোনো পথে রেল চালুর দাবি তোলেন কোচবিহারের সাংসদ পার্থপ্রতীম রায়। তার

দামে বড়সড় ছাড়ের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের

Image
কলকাতাঃ  রাজ্যের শিল্পের পরিবেশকে ফিরিয়ে আনতে দিনরাত কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনিয়োগ টানতে কখনও বিদেশে পাড়ি দিচ্ছে আবার কখনও তাবড় তাবড় শিল্পপতিদের দরজায় কড়া নাড়ছেন। ধীরে ধীরে বাংলার বিনিয়োগ হচ্ছে। তৈরি হচ্ছে কর্মসংস্থানও। এবার আরও বিনিয়োগ টানতে শিল্পপতিদের জন্যে ভালো 'অফার' ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের হাতে যে ল্যান্ড ব্যাঙ্ক আছে, সেখানে যাতে শিল্পসংস্থাগুলি বড় মাপের জমি নেয়, তার জন্য ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত জমির দামে ছাড় চলছে। জমি 'সেল'-এর তালিকায় আপাতত আছে ফালাকাটা, রেজিনগর এবং ইসলামপুর। এখানে কতটা সাড়া মিলছে, তার উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ করবে দফতর। এমনটাই বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবর মোতাবেক, মূলত ছোট কিংবা মাঝারি শিল্পকে একটা জায়গায় নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী। আর তাতে যাতে জমি কোনও সমস্যা নয় সেজন্যে পরিকাঠামো বাড়ানোর উদ্যোগ নিতে শুরু করেছে সংশ্লিষ্ট দফতর। ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সেই কাজের দায়িত্ব নিয়েছে অনেকটাই। তাদের আওতায় এ রাজ্যে প্রায় ৫০টি শি

‘মোদী ম্যাজিকে’ বন্ধ রফতানি, প্রভাব পড়ছে অর্থনীতিতে

Image
কলকাতা : ঘরে ঘরে নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন। কিন্তু তারপর তিনি কি করেছেন? সবজি রফতানকারিরা বলছেন , 'তাঁদের মুখ থেকে ভাত কেড়ে নিয়েছেন মোদীজি। সঙ্গে কৃষকদেরও ব্যাপকভাবে বিপদে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী।" ফলে ২০১৪ সালের পর থেকে রফতানিকারীদের অবস্থা ক্রমশ খারাপ হয়েছে সঙ্গে ক্রমশ ক্ষতি বাড়ছে গ্রাম বাংলায়। লন্ডনে ভারতের সবজি ফল রফতানি হয়েও ফিরে আসছে। বিদেশ থেকে রিপোর্ট আসছে ভারত থেকে আসা সবজি, ফল অস্বাস্থ্যকর। এতে ব্যাকটেরিয়া থাকছে অনেক বেশি। এখানেই অভিযোগ রফতানিকারিদের। তাঁদের অভিযোগের সুর অনেকটা 'মারে মোদী রাখে কে?'-র মতো শোনাচ্ছে।   অভিযোগ, ভারত সরকারের হয়ে যে সংস্থা সবজি ল্যাবরেটরিতে টেস্ট করছে তাঁরা সবজিকে পাস মার্ক দিচ্ছেন। এই নিয়ম চালু হয়েছে ২০১৪ সাল থেকেই। পরীক্ষাগারে পাস করার পরে বিদেশে গিয়ে সেই সবজি ক্লিনচিট পাচ্ছে না। ফলে বিদেশ থেকে ফিরে আসছে সবজি। এরপরেই সবথেকে বড় সমস্যায় পড়ছেন রফতানিকারিরা। যে রফতানি সংস্থার সবজি ভারতীয় ল্যবরেটরিতে পাস করেও বিদেশে আটকে যাচ্ছে তাদেরকে 'অ্যাপেডা' বরখাস্ত করে দিচ্ছে। পশ্চিমবঙ্গ শাক সবজি ফল রফতানি সংগঠনের যুগ্ম সম্পাদক অঙ্ক

কুম্বলের বিদায়ে বড় ভূমিকা কোহালির! ফাঁস ইমেল

Image
কুম্বলে-কোহালির দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল ডায়না এডুলজির ইমেলে। ভারতীয় ক্রিকেটে ফের ইমেল ফাঁস। এবং তার জেরে তৈরি হল বড় বিতর্ক। জানা গিয়েছে যে গত বছর প্রধান কোচের পদ থেকে অনিল কুম্বলের সরে যাওয়ার নেপথ্যে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। গত বছরের জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির পর পদত্যাগ করেছিলেন কুম্বলে। অধিনায়কের সঙ্গে তিনি কাজ করার পরিস্থিতিতে নেই, জানিয়েছিলেন পদত্যাগী প্রধান কোচ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদিও কোচ-অধিনায়কের ঝামেলাকে অস্বীকার করেছিল। সেই সময়ের ঘটনাই উঠে এসেছে প্রশাসকদের কমিটি বা সিওএ-র অন্যতম সদস্য ডায়না এডুলজির পাঠানো ইমেলে। সেই ইমেল তিনি করেছেন সিওএ প্রধান বিনোদ রাইকে। হালফিলের মহিলা ক্রিকেটের বিতর্কের পরিপ্রেক্ষিতে ডায়না লিখেছেন, "মহিলা ক্রিকেটরদের কোচ বাছাইয়ের ব্যাপারে মতামত দিয়ে ইমেলে আমি দোষের কিছু দেখি না। ওরা তো নিজেদের মতামত সোজাসুজি জানাচ্ছে। বিরাট কোহালির মতো তো আর সিইও (রাহুল জোহরি)-র কাছে ঘনঘন এসএমএস করছে না। কোহালির এই এসএমএসের ভিত্তিতেই তো কাজ করা হয়েছিল। বদলানো হয়েছিল কোচ।" রবি শাস্ত্রীর কোচ হওয়ার প্রতিবাদ তিনি করেছিলেন বলেও লিখেছেন

বিএড থাকলে প্রাথমিক টেট আপাতত নয়

Image
শুধু ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড ডিগ্রিধারীরা নয়, বিএড ডিগ্রিধারীরাও প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট-এ বসতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বুধবার এনসিটিই-র সেই বিজ্ঞপ্তির উপরে ১৮ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ বিএড থাকলেও আপাতত ওই টেট-এ বসা যাবে না। দীর্ঘদিনের নিয়ম ছিল, প্রাথমিক টেট-এ ডিএলএড ডিগ্রিধারীরাই সুযোগ পাবেন। কিন্তু গত ২৮ জুন এনসিটিই জানায়, বিএড থাকলেও ওই টেট দেওয়া যাবে। তার বিরুদ্ধে মামলা করেন কয়েক জন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত তরুণ-তরুণী। তাঁদের বক্তব্য, এতে তাঁরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন। মামলা করেছেন মহিবুর রহমান-সহ ৫৪ জন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত তরুণ-তরুণী। এ দিন শুনানিতে তাঁদের আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায়, সুবীর সান্যাল এবং রাতুল বিশ্বাস জানান, যাঁরা ডিএলএড প্রশিক্ষিত বা যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, নতুন ব্যবস্থায় তাঁদের চাকরির সুযোগ কমে যাবে। কারণ, পঞ্চম-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় বিএড ডিগ্রিধারী প্রার্থীর

জমি নিয়ে বিবাদের জেরেই পড়শির নাম সেক্স সাইটে, যাদবপুরে গ্রেফতার মহিলা

Image
দক্ষিণ কলকাতায় দুই মহিলার নামে এসকর্ট সার্ভিসের ওয়েবসাইটে ভুয়ো প্রোফাইল খুলে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা। ধৃতের নাম নাজিয়া রহমান। যাঁদের নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছিল, অভিযুক্ত মহিলা তাঁদের পড়শি। জমি সংক্রান্ত বিবাদের জেরেই দুই প্রতিবেশীর নামে সেক্স সাইটে ফেক প্রোফাইল খুলে তাঁদের বিপদে ফেলার চেষ্টা করেছিল নাজিয়া। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ। বুধবার লালবাজারে দীর্ঘক্ষণ জেরা করা হয় মূল অভিযুক্ত নাজিয়া রহমানকে। তার পরই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা। 'গোপনে বন্ধুত্ব পাতানো'র জন্য অনলাইনে দক্ষিণ কলকাতার এক মহিলার ছবি দিয়ে একটি ভুয়ো প্রোফাইল খোলা হয়। বন্ধুত্ব পাতানোর হাতছানি থাকলেও ওই ওয়েবসাইটগুলোর আড়ালে আদতে 'এসকর্ট সার্ভিস' চালানো হত বলে অভিযোগ। এর পর থেকেই ওই মহিলার আবাসনের ফ্ল্যাটে হাজির হতে থাকে লোকজনেরা। গত মাস দুয়েক ধরেই এ রকম ঘটছিল। অভিযোগ, ওই গৃহবধূর অজান্তেই অনলাইনে বন্ধুত্ব পাতানোর ওয়েবসাইটে তাঁর নাম নথিভূক্ত করা হয়েছে। একই ভাবে ওই মহিলার দেওরের স্ত্রীর নাম-ছবিও ওয়েবসাইটে আপলোড ক

পাঁচ রাজ্যে ভোটের ধাক্কা সামলাতে শেষমেশ ভরসা খয়রাতি!

Image
মঙ্গলবার পাঁচ রাজ্যে স্বপ্নভঙ্গ হয়েছে বিজেপির। ছ'মাসের মধ্যেই লোকসভা ভোট। সেই ভোটে জেতার লক্ষ্যে এ বার কী স্বপ্ন দেখাবেন নরেন্দ্র মোদী? ২০১৪-র লোকসভা ভোটের আগে মোদীর প্রতিশ্রুতি ছিল, কালো টাকা ফিরিয়ে সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন। কথা রাখতে পারেননি। সেই ক্ষতে মলম দিতে এ বার কি তবে মাসপয়লায় সবার অ্যাকাউন্টে টাকা দেওয়ার আশ্বাস দেবেন তিনি? হিন্দি বলয়ে বিজেপির বিজয়রথের চাকা বসে যাওয়ার পরের দিন এটাই মূল জল্পনা রাজধানী শহরে।  অনেকেরই বক্তব্য, হাত গুটিয়ে বসে থাকার মানুষ মোদী নন। ঝুলি থেকে স্বপ্নের জাদুকরের মতো নতুন কোনও প্রতিশ্রুতি ঠিকই বার করে আনবেন তিনি। সেই জাদুকাঠি হতে পারে  'সকলের জন্য ন্যূনতম আয়' বা 'ইউনিভার্সাল বেসিক ইনকাম'। দু'বছর আগে যে ভাবনার কথা এ দেশে প্রথম বলেছিলেন তৎকালীন মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন। এই প্রকল্পে নীতিগত ভাবে প্রত্যেককে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার কথা বলা হলেও দারিদ্রসীমার নীচে বসবাসকারী এবং বেকারদের জন্য তা চালু করা যায় কি না, সে ব্যাপারে চর্চা হয়েছিল। অনেকের ধারণা, লোকসভা ভোটের দিকে তাকিয়ে আগামী ১ ফেব্