মিড ডে মিলে টিকটিকি, অসুস্থ হয়ে হাসপাতালে ৯০ পড়ুয়া


মিড ডে মিলে মিলল মরা টিকটিকি। তাই দেখে অসুস্থ হয়ে পড়ল সরকারি হাইস্কুলের প্রায় ৯০ জন ছাত্রছাত্রী। বুধবার এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর গাড্ডিগেরি গ্রামের সরকারি হাইস্কুলে। 

সূত্রের দাবি, মিড ডে মিলে পোলাও রান্না করে খেতে দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের। হঠাত্‍‌ই এক ছাত্র তাতে দেখে এক মরা টিকটিকি। তার চিত্‍‌কারে আতঙ্ক ছড়ায় অন্যান্যদের মধ্যেও। প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয় ৮৭জন পড়ুয়া। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। ডাক্তাররা জানিয়েছেন, তারা বিপন্মুক্ত। আতঙ্কে তারা জ্বরে আক্রান্ত হয়েছে। অন্যান্যদের হাসপাতালের আউটডোরে চিকিত্‍‌সার পর ছেড়ে দেওয়া হয়। ডাক্তার জানিয়েছেন, 'সব ছাত্রছাত্রী ভালো আছে। চিন্তার কোনও কারণ নেই।'

এক চিকিত্‍‌সক জানিয়েছেন, পড়ুয়াদের ওই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলান্স ডেকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় অভিভাবকদের। শিক্ষকদের দিকে গাফিলতির আঙুল তুলে স্কুলের সামনে বিক্ষোভ করেন অভিভাবকরা। হাসপাতালে পড়ুয়াদের দেখতে যান পুলিশ ও শিক্ষা দফতরের আধিকারিকরা।