Posts

Showing posts from August 4, 2018

পার্টি থেকে আচমকা উধাও বিধায়কের ছেলে, রেল লাইনের পাশ থেকে উদ্ধার দেহ

Image
সুব্রত বিশ্বাস: লাইন থেকে উদ্ধার হল জেডিইউ মহিলা বিধায়কের ছেলের দেহ। বিহারের পূর্ণিয়া জেলার রুপোলি কেন্দ্রের জেডিইউ বিধায়ক বিমা ভারতী ছেলেকে খুন করে দেহ লাইনে ফেলার অভিযোগ তুলেছেন। রেল পুলিশ সুপার অশোককুমার সিং জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে, দুর্ঘটনা, খুন না আত্মহত্যা। তবে তিনটি দিক খোলা রেখেই রেল পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। মৃত দীপকের বন্ধুরা জানিয়েছেন, রানি নামের এক মেয়ের সঙ্গে তাঁর প্রেম নিয়ে টানাপোড়েন চলছিল। প্রেমের টানে চণ্ডীগড় পর্যন্তও গিয়েছিল দীপক। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিমাকে সমবেদনা জানানোর পাশাপাশি প্রকৃত ঘটনা উদ্ভাবনের আশ্বাস দিয়েছেন। বিমা ভারতীর স্বামী বাহুবলী বলে পরিচিত। পুত্রের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তিনিও। দীপক বৃহস্পতিবার মুসল্লাহপুর হাট এলাকায় বন্ধু ঋত্বিক ও মৃত্যুঞ্জয়ের সঙ্গে এক পার্টিতে যান। রাত সাড়ে ১০টা নাগাদ সে একাই সেখান থেকে বেরিয়ে যান। এর পরেই শুক্রবার সকালে নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাশের লাইনে মৃত অবস্থায় দীপককে পড়ে থাকতে দেখেন মানুষজন। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন মৃত যুবক বিধায়ক বিমা ভা

ব্যর্থ কোহালির লড়াই, ৩১ রানে টেস্ট জিতল ইংল্যান্ড

Image
আউট হয়ে ফিরছেন বিরাট কোহালি। শনিবার এজবাস্টনে।  হল না! আশা জাগিয়েও এল না স্বপ্নের জয়। বরং, তীরের কাছে গিয়েও তরী ডোবার যন্ত্রণা সঙ্গী হল এজবাস্টনে। ৩১ রানে প্রথম টেস্ট জিতল ইংল্যান্ড। একই সঙ্গে পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে গেল ১-০ ফলে। চতুর্থ ইনিংসে জেতার জন্য ভারতকে করতে হত ১৯৪ রান। বিরাট কোহালির দল থামল ১৬২ রানে। ঘাতক হয়ে উঠলেন বেন স্টোকস। তিনিই নিলেন তিন উইকেট। টানটান উত্তেজনার মধ্যে চতুর্থ দিনের সকালে শুরু হয়েছিল খেলা। জেতার জন্য ভারতের দরকার ছিল আরও ৮৪ রান। হাতে ছিল পাঁচ উইকেট। দিনের প্রথম ওভারেই ফিরেছিলেন দীনেশ কার্তিক। জেমস অ্যান্ডারসনের বলে তাঁর খোঁচা জমা পড়েছিল দ্বিতীয় স্লিপে ডেভিড মালানের হাতে। এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিরাট কোহালির সপ্তম উইকেটের জুটিতে যোগ হয়েছিল ২৯ রান। এই জুটিই স্বপ্ন জাগিয়ে তুলেছিল ভারতের জয়ের। এর মধ্যেই অ্যান্ডারসনকে ফাইন লেগ বাউন্ডারিতে পাঠিয়ে পঞ্চাশে পৌঁছন ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে ১৪৯ করার পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেন তিনি। পরের ওভারে স্টুয়ার্ট ব্রডকে দু'বার চার মারলেন হার্দিক। এদিন তিন উইকেট নিলেন বেন স্টোকস। তাঁকে অভিনন্দন সতীর্থদের। ছবি:

ইউটিউব দেখে বোমা বানানো শিখত সুমিত, প্রশান্তরা

Image
বারাকপুর: ছোটবেলার খুব চেনা একটি রচনা ছিল 'বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ'৷ বর্তমান প্রযুক্তিতে ইন্টারনেট মানুষের জীবনকে ক্রমশ দ্রুততর করে তুলেছে৷ আর সেই ইন্টারনেটের একটি বিশেষ অঙ্গ হল ইউটিউব৷ যার মাধ্যমে আপনার হাতের মুঠোয় উঠে আসতে পারে অজানা অনেক তথ্যই৷ তবে এমন ভয়াবহ ঘটনাও যে ঘটে থাকতে পারে তা বোধহয় কল্পনাও করতে পারেনি কেউ৷   প্রসঙ্গত, ইউটিউব দেখে বোমা বানানোর প্রশিক্ষণ নিত গারুলিয়ার কুখ্যাত দুষ্কৃতীরা৷ গারুলিয়ার লেনিননগর স্কুল মাঠের ভ্যাটে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ৷ এবার তাদের জেরা করেই উঠে এল এমন চাঞ্চল্যকর তথ্য। গত ১ অগস্ট উত্তর ২৪ পরগনার গারুলিয়া লেনিননগর স্কুল মাঠে বোমা ফেটে দুই পুরসভার কর্মী জখম হয়৷ সেই ঘটনায় তিন দুষ্কৃতীকে পাকড়াও করেছিল নোয়াপাড়া থানার পুলিশ। ধৃত তিন দুষ্কৃতীর নাম রণ সরকার, প্রশান্ত সরকার এবং সুমিত দাস। তিনজনই লেনিননগর এলাকার কুখ্যাত দুষ্কৃতী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নোয়াপাড়া পুলিশ সূত্রের খবর, ওই তিন দুষ্কৃতী গারুলিয়া লেনিননগরের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন ভ্যাটে বোমা লুকিয়ে রেখেছিল৷ এই তথ

যার তার সঙ্গে নয়, পাইথনের সঙ্গে রাত কাটালেন মহিলা

Image
লন্ডন : কোনোও আফ্রিকার জঙ্গল নয়, খোদ লন্ডনের মতো জায়গায় এরকম সাংঘাতিক কান্ড ৷ এমনিতেই মহিলারা খুব একটা সরীসৃপ পছন্দ করেন না ৷ তারওপর যদি কেউ ঘুম ভেঙে দেখেন তাঁর পাশে শুয়ে ঘুমোচ্ছে একটা সাপ তাহলে তো আর রক্ষা নেই ৷ ঠিক এরকমটাই হয়েছে ৷ কারোর একটি রয়্যাল পাইথন মালিকের জিম্মা থেকে পালিয়ে যায় ৷ পশ্চিম লন্ডনের কিংস্টনের বাসিন্দা নিজের ফ্ল্যাটে এই পালিয়ে যাওয়া সাপটিকে পান ৷ এরপরেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে  RSPCA ফোন করেন সেই মহিলা ৷ বন্যপ্রাণী রক্ষার এই সংস্থা নিজেদের পেশাদার কর্মীদের নিয়ে এসে ধরে নিয়ে যায় ৩ ফুটের লম্বা পাইথনটিকে ৷ আধিকারিক জিম স্যান্ডার্স অবশ্য জানিয়েছেন এই পোষ্যটি কোনও ভাবেই ক্ষতিকারক ছিল না ৷ তবে তাতেও ভয় কমেনি মহিলার ৷ তাঁর সাফ কথা , '' যারা সাধারণ মানুষ তারা যদি সাপের পাস থেকে ঘুম থেকে ওঠেন তাঁরা ভয় পেয়ে যাবেন সেটাই স্বাভাবিক ৷ '' অন্যদিকে স্যান্ডার্স জানিয়েছেন , সরীসৃপ অত্যন্ত সুযোগসন্ধানী ৷ তাঁরা ছোট একটা ফাঁকের অপেক্ষায় থাকে ৷ কিম্বা বাড়ির দরজা বা জানলার নড়বড়ে ফিটিংস খুঁজে  পেতেও তাদের বেশি সময় লাগে না ৷

শহিদ জওয়ান ঔরঙ্গজেবের হত্যার প্রতিশোধ নিতে কাশ্মীরে ফিরে এলেন ৫০ যুবক

Image
শহিদ ঔরঙ্গজেব শ্রীনগর: ১৪ জুন ইদের দিনই অপহরণ করে সেনা জওয়ান ঔরঙ্গজেবের শরীরটা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল হিজবুল মুজাহিদীনের জঙ্গীরা । তাঁর শেষকৃত্যের দিন চোখের জলে বিদায় জানাতে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ । শ্রীনগর থেকে ২৫০ কিলোমিটার দূরে সালানি গ্রামের মেন্ধরের বাসিন্দা ছিলেন ঔরঙ্গজেব। কেটে গিয়েছে ২ মাস । শহিদ ঔরঙ্গজেবের বাবা একাধিকবার সরকারের কাছে আর্জি জানিয়েছেন কাশ্মীর উপত্যকা থেকে জঙ্গী নিকাশের কাজে উদ্যত হয়েছে । ছেলের হত্যাকারীর শাস্তির দাবিতেও সরব হয়েছেন তিনি । কিন্তু কোনও ফল হয় নি । এবার ঔরঙ্গজেবের হত্যার প্রতিশোধ নিতেই সৌদি আরবের আকর্ষণীয় চাকরি ছেড়ে দিয়ে উপত্যকায় ফিরে এসেছেন প্রায় ৫০ জন যুবক । এই যুবকদের প্রত্যেকেই পুঞ্চ জেলার বাসিন্দা। ঔরঙ্গজেবের হত্যার প্রতিশোধ নিতে ছেড়ে দিয়ে এসেছেন লক্ষ টাকা মাইনের চাকরি । জম্মু-কাশ্মীরের পুলিশবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে ঔরঙ্গজেবের অপূর্ণ অভিযান সম্পূর্ণ করতে বদ্ধপরিকর তাঁরা প্রত্যেকেই । প্রসঙ্গত, কুখ্যাত হিজবুল জঙ্গী সমীর টাইগারের এনকাউন্টার দলের সদস্যও ছিলেন ঔরঙ্গজেব ।

ভারতকে বিশেষ 'মর্যাদা' আমেরিকার

Image
চিনকে কড়া রাজনৈতিক বার্তা দিতে ভারতকে তুষ্ট করল আমেরিকা। তার জন্য এমনকি, প্রথাও ভাঙা হল! প্রতিরক্ষায় ও মহাকাশকে অসামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য এ বার সর্বাধুনিক মানের মার্কিন প্রযুক্তি কিনতে পারবে দিল্লি। তার জন্য 'স্ট্র্যাটেজিক ট্রেড অথরাইজেশন-১' (এসটিএ-১) তালিকায় ভারতের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (এনএসজি)-এর সদস্য না হওয়া সত্ত্বেও ভারতের নাম অন্তর্ভুক্ত করা হল এসটিএ-১ তালিকায়। যা নজিরবিহীন। এনএসজি-র সদস্য না হওয়ায় 'বন্ধু দেশ' ইজরায়েলকেও এসটিএ-১ তালিকায় রাখেনি আমেরিকা। বিশেষজ্ঞরা বলছেন, এর পরেও ভারতের নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করে চিনকে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের পছন্দের ন্যাটো জোটের দেশগুলি আর এশিয়ার জাপান ও দক্ষিণ কোরিয়ার নামও রয়েছে এই তালিকায়। ভারত ছাড়া যে দেশগুলির নাম রয়েছে এই তালিকায়, তারা সকলেই এনএসজি-র সদস্য। নিয়ম অনুযায়ী, ওই দেশগুলি মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর), অস্ট্রেলিয়া গ্রুপ ও ভাসিনার এগ্রিমেন্টেরও সদস্য। ভারত বাকি তিনটি গ্রুপে থাকলেও এখনও এনএসজি-র সদস্য হতে পারেনি। মার্কিন প্রশাস

‘অসভ্য স্পর্শ’ অধ্যাপকের, শ্লীলতাহানির অভিযোগ NSD ছাত্রীর

Image
অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন ন্যাশনাল স্কুল অব ড্রামা বা NSD-র এক ছাত্রী। গত বুধবার অতিথি এক অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন NSD-র ওই পড়ুয়া।  পুলিশের কাছে অভিযোগে ছাত্রী জানিয়েছেন, পরীক্ষা নিতে NSD-তে এসেছিলেন ওই অতিথি অধ্যাপক। ছাত্রীকে তিনি একটি দৃশ্যে অভিনয় করতে বলেন। কিন্তু, ত্রুটি ধরাতে গিয়ে অশালীন ভাবে ছাত্রীকে স্পর্শ করেন বলে অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে। ৬২ বছরের অভিযুক্ত একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক বলে জানা গেছে। অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। যদিও এ বিষয়ে NSD-এর তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

রোজভ্যালির ৩টি সংস্থায় কোটি কোটি টাকা তছরুপ! নতুন মামলা দায়ের ইডির

Image
রোজভ্যালি হোটেল, রোজভ্যালি এন্টারটেইনমেন্ট, রোজভ্যালি রিয়েল এস্টেট- এই তিনের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোজভ্যালি কাণ্ডে নতুন করে দায়ের হল আরও একটি মামলা। বিচার ভবনে সিবিআই ১ নম্বর কোর্টে এ মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, রোজভ্যালির মোট ৩টি সংস্থার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। রোজভ্যালি হোটেল, রোজভ্যালি এন্টারটেইনমেন্ট, রোজভ্যালি রিয়েল এস্টেট- এই তিনের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোট ১৭ হাজার ৫২০ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। তদন্তের স্বার্থে রোজভ্যালির এই তিন সংস্থার কর্তাকেই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। যার জন্য এই তিন সংস্থার বেশ কয়েকজন কর্তাকে সমন পাঠাতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মর্মেই আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই সারদা-নারদা ও রোজভ্যালি তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই ও ইডি। শুক্রবারই নারদ মামলায় হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আগামী ৩ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে আদালতকে জানিয়েছে সিবিআই। পাশাপাশি, রোজভ্যালি তদন্

কসবার হোটেলে ঘাঁটি গেড়েই শহরজুড়ে এটিএম জালিয়াতির ব্লুপ্রিন্ট আঁকে হ্যাকাররা

Image
ধৃত ২ রুমানিয়ান নাগরিককে জেরা করে দিল্লির হউজ খাসে এটিএম চক্রের আরও একটি আস্তানার খোঁজ মিলেছে। কলকাতায় এটিএম জালিয়াতিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। দিল্লিতে ধৃত ২ রুমানিয়ান নাগরিকের মধ্যে একজন টানা এক সপ্তাহ কলকাতায় কসবার একটি হোটেলে ঘাঁটি গেড়েছিল। শুক্রবার দিল্লির বসন্ত বিহার থেকে জালিয়াত কাণ্ডে অভিযুক্ত ২ রুমানিয়ান নাগরিককে গ্রেফতার করে কলকাতা পুলিসের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ধৃতদের জেরা করেই কসবার ওই হোটেলের সন্ধান মেলে। জানা গেছে, অ্যাক্রোপলিশ মলের থেকে ঢিলছোঁড়া দূরত্বে কসবার প্রান্তিক পল্লিতে অবস্থিত এই ৪ তারা হোটেলটি। ৩০ এপ্রিল থেকে ৭ মে, ওই অভিজাত হোটেলেই আস্তানা গেড়েছিল ধৃত রুমানিয়ান নাগরিক। ওই হোটেলে থেকেই তৈরি হয় শহরজুড়ে এটিএম জালিয়াতির ব্লুপ্রিন্ট। ইতিমধ্যেই ওই হোটেলের সিসিটিভির হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে লালবাজার গুন্ডাদমন শাখার আধিকারিকরা। হোটেলের ম্যানেজার জানিয়েছেন, পুলিস তাদের কাছ থেকে ওই রুমানিয়ান নাগরিকের হোটেলে চেক-ইন, চেক-আউট সংক্রান্ত সবরকম তথ্য চায়। সেইসময়স্ত তথ্যই পুলিসকে দেওয়া হয়েছে। একইসঙ্গে ধৃত রুমানিয়ান নাগরিকের পাসপোর্ট, ভিসার তথ্যও পুলিসের হাতে তুলে দেওয়

এটিএম কাণ্ডে গ্রেফতার দুই রোমানীয়কে নিয়ে আসা হচ্ছে কলকাতায়

Image
এটিএম জালিয়াতি কাণ্ডে দুই রোমানীয় দিমিত্রু ক্যালিন এবং ওপরিয়া ওভিদিউ সিমিয়নকে শনিবার সকালে গ্রেফতার করল পুলিশ। এ দিন তাদের কলকাতায় নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রে খবর। তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) দিল্লিতে গিয়ে নজরদারি চালাচ্ছিল। বৃহস্পতিবার রাতে দিল্লির মুনিরকা এলাকায় একটি মিষ্টির দোকানের পাশে ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএম কাউন্টারে ঢোকার সময় ওই দু'জনকে আটক করেসিট।দিল্লির যে বাড়িতে ওই দুই যুবক উঠেছিল সেখান থেকে জাল পাসপোর্ট, প্রচুর ক্লোনিং করা কার্ড উদ্ধার করে পুলিশ। শুধু এই দু'জন নয়, এই জালিয়াতির শিকড় যে অনেক গভীরে তা আঁচ করতে পারছে তদন্তকারী দলটি। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটিএম জালিয়াতির মতো সাইবার অপরাধগুলির সঙ্গে নাইজেরিয়ান গ্যাং জড়িত থাকার ঘটনা আগে সামনে এসেছে। দেশে জুড়ে প্রতারণার জাল ছড়িয়ে রাখত তারা। বিশেষ করে দেশের বড় শহরগুলোতে এদের কারবার চলত। কলকাতায় বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণায় এই প্রথম রোমানীয় গ্যাঙের হদিশ পেল পুলিশ। পুলিশ জানিয়েছে, দিল্লি, কেরল, বেঙ্গালুরু, মু্ম্বইয়ে স্কিমার

সন্তানে আপত্তি স্বামীর, তৃতীয়বার অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় কি খুন হলেন পূজা!

Image
পূজা ও তার স্বামী দীপক জৈন। অন্য কারও সাহায্য নিয়ে পূজাকে প্রথমে গলা টিপে, তারপর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিশ।শনিবার ঘটনাস্থলে পৌঁছন ফরেনসিক বিভাগের অফিসাররা। ঘর থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। শুক্রবার ফুলবাগানে বাপেরবাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূ পূজা জৈনের দেহ উদ্ধার হয়। খাটের তলা থেকে চাদর মোড়ানো পূজার দেহ উদ্ধার করে পুলিশ। খুনের অভিযোগ উঠেছে তাঁরই স্বামী দীপক জৈনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিখোঁজ তিনি। পূজাকে কেন খুন হতে হল, তা নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, দীপককে ধরতে পারলেই অনেক তথ্য বেরিয়ে আসবে। তবে এর মধ্যেই একটি তথ্য খুনের কারণ হিসেবে বেশ জোরালো হতে শুরু করেছে। পূজার বোনের অভিযোগ, এর আগে দু'বার তাঁর দিদি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। খাবারের সঙ্গে কিছু মিশিয়ে গর্ভপাত করানো হয়। তৃতীয়বার অন্তঃসত্ত্বা হয়ে পড়াতেই ফের আপত্তি তোলেন জামাইবাবু। এ নিয়ে ঝামেলাও হত দু'জনের মধ্যে।! শুধু কি এই কারণেই পূজাকে খুন হতে হল, নাকি এর পিছনে গভীর কোনও ষড়যন্ত্র রয়েছে! ভাবাচ্ছে তদন্তকারীদের। পূজা

পুলিসকর্মীরে মারধরের অভিযোগ, অসমে FIR হল তৃণমূল প্রতিনিদলের বিরুদ্ধে

Image
অভিযোগটি করেছেন পুলিসকর্মী রুবি দাস। তাঁর অভিযোগে মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মহুয়া মিত্র। অভিযোগ, রুবি দাসকে মারধর করে আহত করেছেন মহুয়া। এই অভিযোগের ভিত্তিতে ৩২৩ ও ৩৩৮ ধারায় মামলা দায়ের করেছে পুলিস। NRC ইসুতে প্রতিনিদলের সফরকে কেন্দ্র করে আরও চরমে পৌঁছল অসম-পশ্চিমবঙ্গ বিবাদ। শিলচর বিমানবন্দরে বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে তৃণমূল প্রতিনিধিদলের সদস্যদের বিরুদ্ধে কাছাড় জেলার উদরবন্দ থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা পুলিসকর্মী।  শুক্রবার তৃণমূল প্রতিনিদলের ৮ সদস্যের বিরুদ্ধে ২টি এফআইআর দায়ের হয়েছে। একটি অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় প্রতিনিদলের সদস্যদের অভিযুক্ত করেছে অসম প্রশাসন।  অন্য অভিযোগটি করেছেন পুলিসকর্মী রুবি দাস। তাঁর অভিযোগে মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মহুয়া মিত্র। অভিযোগ, রুবি দাসকে মারধর করে আহত করেছেন মহুয়া। এই অভিযোগের ভিত্তিতে ৩২৩ ও ৩৩৮ ধারায় মামলা দায়ের করেছে পুলিস। অসমে NRC বিতর্কের মধ্যেই গত ২ অগাস্ট শিলচরে যায় তৃণমূলের প্রতিনিধিদল। শিলচর বিমানবন্দরেই তাঁদের আটকায় অসম প্রশাসন। গ্রেফতার করে আটকে রাখা হয় বিমানবন্দরে। প্রতিনিধিদলে ছিলেন তৃণমূলের ৪ সাংসদ ও ২ বিধায়ক। তৃণমূল

রাতভর গুলির লড়াই, সোপিয়ানে যৌথবাহিনীর গুলিতে নিহত পাঁচ জঙ্গি

Image
বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে  যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল পাঁচ জঙ্গি। সংঘর্ষ শুরু হয়েছিল শুক্রবার রাত থেকেই। সোপিয়ানের কিলোরা গ্রামে এক দল জঙ্গির লুকিয়ে থাকার খবর গোপন সূত্রে জানতে পারে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। খবর পাওয়া মাত্রই রাতেই অভিযান শুরু করে তারা। গোটা গ্রাম ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হয়। জঙ্গিরা ওই গ্রামেরই একটি বাড়িতে আত্মগোপন করেছিল। তবে সংখ্যায় তারা কত জন ছিল তা স্পষ্ট হয়নি। পুরো বাড়িটা ঘিরে ফেলতেই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। রাতভর দু'পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। রাতেই সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। সেনা সূত্রে খবর, নিহত জঙ্গির নাম উমর মালিক। সে লস্কর-ই-তৈবার হয়ে কাজকর্ম চালাত। তার কাছ থেকে একটা একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। শনিবার সকালেও দু'পক্ষের মধ্যে লড়াই চলে। সে সময় আরও চার জঙ্গি নিহত হয় বলে জানিয়েছে সেনা। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি শেষ পাল বৈদ জানিয়েছেন, পাঁচ জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না ত

এই সাতটি দেশ নারীদের জন্য বিপজ্জনক

Image
 কালের বিবর্তনে মানুষ নিজেকে সভ্য বলে দাবি করলেও বর্তমান যুগে বেড়েছে ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনা। এর মাত্রা এতটাই প্রকট যে, বিশ্বের কোনও প্রান্তেই নারী সুরক্ষিত নন। এই বিষয়ে সম্প্রতি থমসন রয়টার্স ফাউন্ডেশন একটি সমীক্ষা চালিয়েছে। প্রায় ৬ হাজার ৫৫০ জন নারীর ওপর পরীক্ষা চালানো হয় এই গবেষণাতে। তাতে দেখা গিয়েছে বিশ্বে এমন সাতটি শহর রয়েছে যেখানে পরিবহণ ব্যবস্থা নারীদের জন্য সুরক্ষিত নয়। অসুরক্ষিত শহরের তালিকায় সবার প্রথমেই রয়েছে নয়া দিল্লির নাম। এখানে নারীর পক্ষে একা বেড়ানো নাকি একেবারেই অসম্ভব। বিশেষ করে সন্ধ্যার পর। নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিবহণ ব্যবস্থার তালিকায় প্রথম স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটা। সমীক্ষা বলছে, এই শহরে প্রায় ৯৬ লক্ষ মানুষের বাস। তা সত্ত্বেও এখানকার বাস বা ট্রেন পরিষেবা অতি নিম্নমানের। মেক্সিকো সিটিতে প্রায় ২ কোটি ১০ লক্ষ মানুষ বসবাস করেন। এটি মেক্সিকোর রাজধানী। কিন্তু সভ্য শহর হয়েও এখানকার নারীরা অসুরক্ষিত। এই শহরে নারীরা যখন গণপরিহণের মাধ্যমে যাতায়াত করেন তখন প্রতিনিয়তই তাঁরা শ্লীলতাহানি ও শারীরিক হেনস্তার শিকার হন। পেরুর রা

‘শুধু স্বামীকে সরিয়ে দাও, সারাজীবন যৌনদাসী হয়ে থাকব’

Image
ধৃত হরেশ ও শিল্পা অবৈধ সম্পর্ক ছিলই। সঙ্গে ছিল ধরা পড়ে যাওয়ার ভয়ও। এরমধ্যেই আসে 'সারাজীবনের যৌনদাসী'র হওয়ার প্রস্তাব। আর এই লোভেই ছুরি দিয়ে তিনবার কুপিয়ে হত্যা করে গুজরাতের বাসিন্দা হরেশ পঞ্চল। পুলিশের হাতে ধরা পড়ার জেরায় পর দোষ স্বীকার করেছে হরেশ।  ঘটনা আহমেদাবাদ থেকে সামান্য দূরের জগৎপুরের। পোশাকের দোকানে কাজ করা হরেশের (৪০) সঙ্গে দীর্ঘ সময় ধরেই পরকীয়া সম্পর্ক ছিল স্থানীয় শিল্পা পঞ্চলের। শিল্পা ও হরেশ - দু'জনেরই দুই সন্তান-সহ সংসার রয়েছে। স্বামী দিলীপের সঙ্গে সম্পর্ক তলানিতে যাওয়ায় মুক্তির উপায় খুঁজছিল শিল্পা। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে বাপুনগরের বাসিন্দা গোপালের সঙ্গে সম্পর্কে জড়ায় শিল্পা। কিছু সময়ের পর গোপালকে স্বামীকে মারার টোপ দেয় মধ্যবয়সী মহিলা। কিন্তু, রাজি হননি গোপাল। এরপরই হরেশের সঙ্গে সম্পর্ক শুরু করেন শিল্পা। হরেশকে রীতিমতো যৌন আকর্ষণে মোহিত করে তোলে মধ্যবয়সী মহিলা। কিন্তু, ইতিমধ্যেই সন্তান-স্ত্রী-সহ সংসার করা হরেশ শিল্পাকে বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেয়। 'আপত্তি নেই' জানিয়ে শিল্পা আঁটে নতুন ফন্দি। হরেশকে সে জানায়, 'বিয়ে করতে হবে না। সারাজী

গলা খুসখুস? গলা ব্যথা? বাড়িতে বানানো এই পাঁচটি পানীয়ে আরাম পাবেনই

Image
বর্ষার বৃষ্টি তো শুরু হয়েই গিয়েছে, রোজ সকালে ঘুম ভেঙেই গলা খুস খুস, আর ধরা গলা নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন নিশ্চয়? ভাইরাস বা জীবাণু সংক্রমণের জন্য আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সমস্যার মুখে পড়ে। তারই একটি অংশ হিসেবে আমাদের গলা খুসখুস, গলা ধরা ইত্যাদি বিরক্তিকর বিষয়গুলির সম্মুখীন হতে হয়। গলায় আমাদের যে শ্লেষ্মা ঝিল্লি থাকে তার প্রদাহ হয়, ফুলে ওঠে এবং ব্যথাও শুরু হয় এই কারণেই। ঠান্ডা লাগা, জ্বর, অ্যালার্জি, দূষণকারী ধোঁয়া, গলার শুষ্কতা এবং গলার পেশীতে চাপ দিয়ে জোরে কথা বলার কারণেও আমাদের এমন সমস্যা হতেই পারে। এর সাধারণ উপসর্গগুলি হল, গলায় ব্যথা, গিলতে অসুবিধা, গলার গ্ল্যান্ড ফুলে যাওয়া, টনসিল লাল হয়ে যাওয়া ইত্যাদি।ঘরেই তৈরি কিছু উপাদানেই সারতে পারে এই সমস্যা। তবে, যদি বেশি সময় ধরে চলতে থাকে, তাহলে কিন্তু অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। গলার সমস্যা থেকে ঘরোয়া উপায়ে মুক্তি চাইলে  কয়েকটি উষ্ণ আরামদায়ক পানীয় বাড়িতেই বানিয়ে নিলে কিছুটা আরাম পেতে পারেন। 1. হলুদ দুধ ডাঃ বসন্ত ল্যাডের লেখা 'দ্য কমপ্লিট বুক অব আয়ুর্বেদিক হোম রেমিডিস' অনুযায়ী আধ চা চামচ হলুদ গুঁড়ো যদি এক কাপ গরম দুধে

শিয়ালদা থেকে নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার কেনিয়ার বাসিন্দা

Image
কলকাতা: আবারও কলকাতায় মাদক সহ গ্রেফতার বিদেশি নাগরিক। আর এবারও সেই লজেন্সে বলেই পাচার হচ্ছিল মাদক। ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ( এনসিবি)  সূত্রে খবর শুক্রবার শিয়ালদা স্টেশনের পাশে থাকা বিগ বাজারের সামনে থেকে 19 গ্রাম নিষিদ্ধ কোকেন সহ  কেনিয়ার বাসিন্দা ফিলস মিউজি নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়। 22টি লজেন্সের প্যাকেটের মধ্যেই ছিল এই মাদক। তাছাড়া ধৃতের কাছ থেকে  8700 টাকাও  পাওয়া গিয়েছে বলে খবর ।  এনসিবির দাবি উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় দেড় লাখ টাকা। মহিলাকে জেরা করে জানা গিয়েছে সে আজই দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে  শহরে এসেছে। 'নির্দিষ্ট জায়গায়' মাদক পৌঁছে দেওয়ার পর শিয়ালদা থেকে ট্রেন ধরে তার দিল্লি ফেরার পরিকল্পনাও ছিল ফিলসের । কিন্তু তার আগেই তাকে  গ্রেফতার করলেন এনসিবির আধিকাররিকরা।                     বিদেশের নাগরিকদের সাহায্যে কলকাতায় নিষিদ্ধ মাদকের আনাগোনা কোনও নতুন বিষয় নয়। মাঝে মধ্যেই বিমান বন্দর বা স্টেশন চত্বর থেকে মাদক সহ গ্রেফতার হন বিদেশিরা। সাম্প্রতিককালে এই প্রবণতা অনেকটাই বেড়েছে। শুধু তাই নয় তদন্ত সংস্থার কাছে এটাও স্পষ্ট এই মাদক চক্রের টার্গেট কলেজ ও বিশ্ব

মুনাফার লোভেই ATM-এ নিরাপত্তাহীনতা, অভিযোগের কাঠগড়ায় সব ব্যাঙ্কই

Image
কলকাতা : আছে রিজ়ার্ভ ব্যাঙ্কের সুনির্দিষ্ট নির্দেশ। ATM-এ ব্যবস্থা করতে হবে সর্বোচ্চ নিরাপত্তার। অভিযোগ, এই নির্দেশ মানে না কোনও ব্যাঙ্কই। অল ইন্ডিয়া রিজ়ার্ভ ব্যাঙ্ক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রিজ়ার্ভ ব্যাঙ্কের কলকাতা শাখার পদস্থ কর্মী সুদীপ্ত সাহা রায়ের অভিযোগ, ব‍্যাঙ্কের অতিরিক্ত মুনাফার লোভের ফলে অরক্ষিত রাখা হচ্ছে ATM। মানা হচ্ছে না রিজ়ার্ভ ব্যাঙ্কের গাইডলাইন। ভরসা রাখা হচ্ছে শুধুই CCTV-র উপর। ব্যাঙ্ক প্রতারণার তদন্তে নেমে আবার কলকাতা পুলিশ দেখেছে, CCTV ফুটেজে নজর রাখে না কোনও ব‍্যাঙ্কই। আসলে ফুটেজ মনিটরিংয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনও কর্মী রাখা হয় না। ফলে আমজনতার ব্যাঙ্কে গচ্ছিত টাকার কোনও সুরক্ষাই নেই বলে অভিযোগ। ইতিমধ‍্যেই ধরা পড়েছে প্রতারণা চক্রের অন্যতম দুই পান্ডা। কলকাতা পুলিশ সূত্রে খবর, দুই রোমানিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ দিল্লির বসন্ত বিহারের একটি ATM কাউন্টারের বাইরে থেকে। গতকালই ইনাডু বাংলায় প্রকাশিত হয়েছে সেই খবর। খবরের সত্যতা মেলে যুগ্ম-কমিশনার (অপরাধ), প্রবীণ ত্রিপাঠী গ্রেপ্তারির খবর দেওয়ার পর। ধৃতদের থেকে ক্লোন করা বেশ কিছু ATM কার্ড উদ্ধার হয়েছে।

সহবাসে অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে অনশনে মহিলা কর্মী

Image
বহরমপুর: মহিলার অসহয়তার সুযোগ নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ঠিকাদারের বিরুদ্ধে৷ এমনকী সহবাসে রাজি না হওয়ায় ওই মহিলাকে অস্থায়ী কর্মীর কাজ থেকে বহিষ্কার করার হুমকিও দেয় ঠিকাদার৷ অবশেষে এর প্রতিবাদে অনশনে বসলেন ওই মহিলা কর্মী৷ জানা গিয়েছে, ওই মহিলা কর্মী ২০১৬ সাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফিমেল মেডিসিন বিভাগে কাজ করতেন কয়েকজন ঠিকাদারের অধিনে। আরও বেশ কয়েকজন মহিলাও সেখানে চুক্তিভিত্তিতে কাজ করতেন৷ অভিযোগ তাঁরা চুক্তিভিত্তিক কাজ করায় তাঁদের এক ঠিকাদার কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন৷ আর কাজ টিকিয়ে রাখতে মহিলার সঙ্গে জোর করে সহবাস করে বলে দাবি ওই নির্যাতিত মহিলার দাবি৷ নির্যাতিত মহিলার অভিযোগ, ২১ জুলাই পুনরায় ওই মহিলা অস্থায়ী কর্মীকে আবারও সহবাসের প্রস্তাব দেয় ওই ঠিকাদার৷ তখন তিনি রাজি না হওয়ায় তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেয় ওই ঠিকাদার৷ এরপর ২৩ জুলাই ওই মহিলা কর্মী অভিযুক্ত ঠিকাদারের ফ্ল্যাটে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সে৷ এমনকী ওই ঠিকাদার দাবি করেন এখানে কাজ টিকিয়ে রাখতে অনেক মহিলা কর্মীই তাকে খুশি করতে সহবাস কর

হিন্দু হস্টেলে ফিরিয়ে দেওয়ার দাবিতে ঘেরাও প্রেসিডেন্সির পড়ুয়াদের

Image
কলকাতা: বিতর্ক যেন পিছু ছাড়ছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের৷ ফের আন্দোলন শুরু করল প্রেসিডেন্সির পড়ুয়ারা৷ এবারের দাবি, হস্টেল৷ অবিলম্বে ইডেন হিন্দু হস্টেল ফিরিয়ে দেওয়ার দাবিতে ডিনদের ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করলেন পড়ুয়ারা৷ শুক্রবার দুপুর ৩টে নাগাদ বিশ্ববিদ্যালয়ের ডিন অফ আর্টস, ডিন অফ সায়েন্স, ডিন অফ স্টুডেন্টস এবং ডেভলোপমেন্ট অফিসারকে আটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা৷ তাঁদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হিন্দু হস্টেল ফিরিয়ে দিতে হবে৷ সংস্কারের জন্য ২০১৫ সালের জুলাই মাসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ইডেন হিন্দু হস্টেল খালি করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তারপর কেটে গিয়েছে তিন বছর৷ গত বছর লিখিতভাবে পড়ুয়াদের এই বছরের ১৫ জুলাইয়ের মধ্যে হস্টেল ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন উপাচার্য অনুরাধা লোহিয়া৷ কিন্তু, চলতি কথায় রয়েছে 'প্রমিস করা হয় ব্রেক করার জন্যই'৷ সেই চলতি কথাকে সার্থক করে ১৫ জুলাই পার হয়ে গেলেও হস্টেল ফিরিয়ে দেওয়া তো দূরস্থান৷ এখনও পর্যন্ত সংস্কারের কাজই শেষ করতে পারল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ উল্টে, সময়ের মধ্যে

অ্যানড্রয়েডে কোন অ্যাপ ডিলিট করবেন কীভাবে?

Image
নতুন ফোন কেনার সময় কিছুদিন তা খুব ভালো চলে। কিন্তু ধীরে ধীরে তা ক্রমশ স্লো হতে থাকে। অ্যানড্রয়েড হোক বা iPhone সব ফোনেই একই গল্প। একাধিক কারণে ফোন স্লো হতে শুরু করলেও এর অন্যতম প্রধান কারন ফোনের স্টোরেজ। ফোন কেনার পরে আমরা একের পর এক অ্যাপ ইন্সটল করতে থাকি। ইন্সটল করার পরে বেশিরভার অ্যাপ কখনই ব্যবহার করা হয় না। কিন্তু এই অ্যাপ গুলি ফোনে থেকে যায়। অপ্রয়োজনীয় এই আপ গুলি সিস্টেম পার্টিশানে স্টোরেজ নষ্ট করে। অপ্রয়োজনীয় অ্যাপ ফোন থেকে ডিলিট করতে পারলে ফোনের স্টোরেজ অনেকটা বেড়ে যায়। এর ফলে ফোন আবার স্বমহিমায় চলতে শুরু করে। একাধিক পদ্ধতিতে অ্যানড্রয়েডে অ্যাপ ডিলিট করা সম্ভব। আসুন দেখে নেওয়া যাক সেই উপায়গুলি। অ্যানড্রয়েডে অ্যাপ ডিলিট করবেন কীভাবে? প্রথম পদ্ধতি স্টেপ ১। Google Play ওপেন করুন। স্টেপ ২। বাঁ দিকে উপরে ট্যাপ করে My apps & games সিলেক্ট করুন। স্টেপ ৩। উপরে Installed ট্যাব সিলেক্ট করুন। স্টেপ ৪। এখানে আপনার ডিভাইসে ইন্সটল থাকা সব অ্যাপ এক জায়গায় দেখতে পাবেন। যে যে অ্যাপ ডিলিট করতে চান সেটিকে সিলেক্ট করুন। স্টেপ ৫। এরপরে Uninstall সিলেক্ট করলে আপনার ফোন থেকে সেই অ্যাপ ডিলিট হয়ে যা

এটিএম জালিয়াতির তদন্তে আটক রোমানিয়ার দুই যুবক

Image
একটি এটিএমে যাওয়ার সময় তাদের গ্রেফতার করে পুলিশ। কলকাতার এটিএম জালিয়াতির ঘটনায় মহানগরীতে এখনও কাউকে গারদে পোরা যায়নি। তবে ওই মামলায় দিল্লিতে রোমানিয়ার দুই যুবককে আটক করেছে কলকাতা পুলিশ। তাদের নাম দিমিত্রু ক্যালিন এবং ওপরিয়া ওভিদিউ সিমিয়ন। লালবাজারের গোয়েন্দা-প্রধান প্রবীণ ত্রিপাঠী জানান, বৃহস্পতিবার রাতে দিল্লির মুনিরকা এলাকায় একটি মিষ্টির দোকানের পাশে ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএম কাউন্টারে ঢোকার সময় দু'জনকে আটক করেন গোয়েন্দারা। ওই যুবকদের কাছে বেশ কিছু এটিএম কার্ড পাওয়া গিয়েছে। কলকাতায় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের কয়েকটি শাখার এটিএম কাউন্টার থেকে অনেক গ্রাহকের টাকা লোপাটের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে কালো শার্ট পরা দুষ্কৃতীদের কালো মুখোশে মুখ ঢাকা ছবি ছিল। দিল্লিতে আটক রোমানিয়ান যুবকদের কাছেও কালো শার্ট ও কালো রঙের মুখোশ পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে দু'টি পাসপোর্ট। ওই ফুটেজ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাচ্ছে লালবাজার। এক সময় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় কলকাতা-সহ সারা দেশে নাইজিরীয় দুষ্কৃতীদের দাপট ছিল। কিন্তু গত বছরখানেক ধরে ব্যাঙ্ক ও এটিএম জালিয়াতির ঘটনায় একাধিক রোমানিয়ান যু

সন্ত্রাসের আগুনে পুড়ল ১২টি স্কুল

Image
রাতের অন্ধকার থাকতে থাকতেই লাল হয়ে উঠেছিল পাকিস্তানের দিয়ামের জেলার চিলাস শহরের আকাশ। আগুনে লাল! আজ ভোর রাতে পাকিস্তানের ওই শহরে ১২টি স্কুল জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। ক্ষতিগ্রস্ত স্কুলগুলির মধ্যে অধিকাংশই মেয়েদের। অন্তত দু'টি স্কুলে দুষ্কৃতীরা বিস্ফোরণ ঘটায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাঁদেরই এক জন জানান, কোনও কোনও জায়গায় স্কুল চত্বরে বই জড়ো করে তাতে আগুন লাগিয়েও তাণ্ডবলীলা চালায় দুষ্কৃতীরা। তবে ওই সময়ে স্কুলে কেউ না থাকায় হতাহতের কোনও খবর মেলেনি। এই ঘটনার প্রতিবাদে এ দিন ক্ষোভে ফেটে প়ড়েন স্থানীয়রা। সকাল থেকে দফায় দফায় চলে বিক্ষোভ-অবরোধ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত  তা এখনও স্পষ্ট করেনি পুলিশ। তবে সন্দেহের তির কট্টরপন্থী জঙ্গি দলগুলির দিকেই। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, সাক্ষরতায় মাপকাঠিতে অন্যান্য পাক প্রদেশের তুলনায় গিলগিট-বালুচিস্তানের চিলাস এখনও বেশ পিছিয়ে। তাই কিছু নতুন স্কুল তৈরির কাজ চলছিল। শুক্রবার দুষ্কৃতীতের হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলির মধ্যে তেমন কিছু নির্মীয়মাণ স্কুলও রয়েছে। স্কুলে হামলার ঘটনা পাকিস্তানে নতুন নয়। ২০০৪ সালের এক রাতে এই চিলাসেই ন'টি স্কুল জ্বাল

মুখ খুললেন ওসামার মা

Image
ওসামা বিন লাদেন। ''ছেলে যে জেহাদি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিলেন?'' ''না, কখনও মনেই হয়নি।'' ''যখন জানলেন?'' ''মেনে নিতে পারিনি। ও কেন সব ছেড়েছুড়ে চলে গেল?'' এই প্রথম মুখ খুললেন ওসামা বিন লাদেনের মা আলিয়া ঘানেম। সৌদি আরবের জেড্ডায় পারিবারিক প্রাসাদে বসে লন্ডনের এক সাংবাদিকের সঙ্গে সম্প্রতি কথা বলেছেন আলিয়া। সঙ্গে ছিলেন দ্বিতীয় স্বামী মহম্মদ আল-আটাস, ওসামার দুই ভাই আহমেদ এবং হাসান। দ্বিতীয় স্বামী সম্পর্কে আলিয়া প্রথমেই বলেন, ''খুব ভাল মানুষ। ওসামাকে তিন বছর বয়স থেকে মানুষ করেছেন।'' সিরিয়ার লাটাকিয়া শহরে জন্ম আলিয়ার। গত শতাব্দীর ৫০-এর দশকের মাঝামাঝি সৌদি আরবে আসেন তিনি। ১৯৫৭ সালে জন্ম ওসামার। তিন বছর পরে ওসামার বাবা মহম্মদ বিন আওয়াদ বিন লাদেনের সঙ্গে বিচ্ছেদ হয় আলিয়ার। মা জানিয়েছেন, পড়াশোনায় খুব ভাল ছিল বড় ছেলে ওসামা। তাঁকে খুব ভালও বাসত। কিন্তু কুড়ি বছর বয়সে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে অর্থনীতি পড়তে গিয়েই সর্বনাশ। মায়ের কথায়, ''ইউনিভার্সিটিতেই কয়েক জন ওর মগজ ধোলাই করে। একে 'কাল্ট' বলতে প

অন্তঃসত্ত্বা মাত্র ১৩ বছরেই, ধৃত স্বামী

Image
সন্দেশখালি ও ভাঙড় : তেরো বছরে বিয়ে। বছর ঘুরতে না ঘুরতেই অন্তঃসত্ত্বা। উনিশ শতকের পটভূমিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লি বাংলার গল্প নয়। কন্যাশ্রীর প্রচারের আলো এড়িয়ে বাল্যবিবাহ যে পুরোপুরি বন্ধ করা যায়নি, সন্দেশখালির এই ঘটনা সে দিকেই ইঙ্গিত করছে। সন্দেশখালির সুখদোয়ানির মেয়ে অতসী সর্দারের বিয়ে হয় মাত্র তেরো বছর বয়সে। দশ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। ভাঙড়ের নলমুড়ি হাসপাতালে আসার পরে জানা যায় সে কথা। পুলিশের দ্বারস্থ হন ব্লক স্বাস্থ্য আধিকারিক অনিমেষ হোড়। বাল্য বিবাহ আইন এবং পকসো ধারায় গ্রেফতার করা হয়েছে অতসীর স্বামীকে। অতসীকে পাঠানো হয়েছে হোমে। অনিমেষ বলেন, ''এ ক্ষেত্রে মেয়েটির প্রসবের সময়ে নানা সমস্যা হতে পারে। আমরা ঝুঁকি নিতে চাইনি। আর এটা সম্পূর্ণ বেআইনি।'' বিয়ে আটকাতে চেয়েছিল অতসীও। তার মা ঘর ছেড়েছেন বহু বছর আগে। থাকেন সন্দেশখালিরই গাববেড়িয়ায়। বললেন, ''আমার তিন ছেলেমেয়ে স্বামীর কাছে থাকে। বছর দেড়েক আগে মেয়ে আসে আমার কাছে। বলে, সৎ মায়ের কথায় বাবা জোর করে বিয়ে দিতে চাইছে।'' মায়ের আক্ষেপ, ''স্বামী কয়েক দিন বাদে এসে আমাদের মারধর কর

টুকলেই বাতিল হবে গবেষণা, কড়া শাস্তি গাইডেরও

Image
স্কুল এবং কলেজ স্তরে পরীক্ষায় টোকাটুকি করলে নানাবিধ শাস্তির ব্যবস্থা আছে। এ বার উচ্চতর শিক্ষা, বিশেষত গবেষণায় নকল ঠেকাতে কঠোর বিধি বা নীতি-নির্দেশিকা ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গবেষণা ক্ষেত্রে নকল ধরা পড়লে সংশ্লিষ্ট পড়ুয়া এবং গাইড বা নির্দেশক শিক্ষকেরা কী ধরনের শাস্তির মুখে পড়বেন, শুক্রবার প্রকাশিত ওই নীতি-নির্দেশিকায় তা জানিয়ে দেওয়া হয়েছে। তার মোদ্দা কথা: নকল করলে গবেষণাপত্র বাতিল হতে পারে। শিক্ষকদের ক্ষেত্রে বন্ধ হতে পারে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধিও। পরবর্তী পর্যায়ে শিক্ষকের গাইড হওয়ার অধিকার থাকবে না। ইউজিসি-র বিধিতে গবেষণায় নকলনবিশিকে চারটি 'লেভেল' বা স্তরে ভাগ করা হয়েছে। কোন পর্যায়ের টোকাটুকিতে পড়ুয়া এবং শিক্ষকের কী শাস্তি হবে, তা-ও জানানো হয়েছে ওই নির্দেশিকায়। লেভেল শূন্য: ছাত্রছাত্রীদের থিসিস, ডিজার্টেশন বা গবেষণামূলক রচনায় নকলের হার ১০% পর্যন্ত হলে কোনও শাস্তি নয়। লেভেল ১: ১০% থেকে ৪০% নকল ধরা পড়লে সংশ্লিষ্ট পড়ুয়াকে ছ'মাসের মধ্যে আবার সংশোধিত পাণ্ডুলিপি জমা দিতে বলা হবে। লেভেল ২: নকলের হার ৪০% থেকে ৬০% হলে পড়ুয়া এক বছর আর কোনও রকম

অসমে এসে পরিস্থিতি খারাপ করবেন না, মমতাকে পরামর্শ হিমন্তের

Image
মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে আক্রমণ শানালেন সোনোয়াল সরকারের সেকন্ড ইন কমান্ড হিমন্ত বিশ্বশর্মা।  মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সহযোগিতা চাইল অসম সরকার। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ এবং বিধায়কের প্রতিনিধি দলকে অসমের শিলচর বিমানবন্দরে আটকে দেওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'সুপার ইমারজেন্সি' চলছে। আর তার উত্তরেই অসম সরকারের পক্ষ থেকে ঘটনার পর শুক্রবার এই প্রথম মুখ খুললেন সোনোয়াল সরকারের সেকন্ড ইন কমান্ড হিমন্ত বিশ্বশর্মা। সচিবালয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এখানে এসে অসমের পরিস্থিতি খারাপ করবেন না।" অসমের অর্থ, স্বাস্থ্য সমেত একাধিক দফতরের দায়িত্বে থাকা এই মন্ত্রী বলেন, নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হওয়ার পর দেখা গেল ৪০ লাখ মানুষের নাম নেই। মমতাকে কটাক্ষ করে হিমন্ত বলেন, "মমতা বন্দোপাধ্যায় তো সে বিষয় নিয়ে কোনও ধারণাই নেই। এ রকম স্পর্শকাতর একটা সময়ে রাজ্যের পক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা কতটা কঠিন, তা তাঁর তো বোঝা উচিত। তিনি নিজেও তো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী।" হিমন্তের কথায়: &#

দেউলিয়া দশা থেকে অ্যাপল-র ৬৮ লক্ষ কোটি টাকা!

Image
অ্যাপল উত্থান  ১৯৯৭ সালে স্টিভ জোবস যখন অ্যাপলে ফিরছেন, তাঁর হাতে গড়া সংস্থার তখন প্রায় দেউলিয়া দশা। মার্কিন কম্পিউটার নির্মাতা ডেল-এর প্রতিষ্ঠাতা মাইকেল ডেল পর্যন্ত তখন বলেছিলেন, শেয়ারহোল্ডারদের টাকা ফেরত দিতে অ্যাপল গুটিয়ে দেওয়াই বোধহয় বুদ্ধিমানের কাজ। সেখান থেকে নতুন ভাবে দৌড় শুরু করে ১ লক্ষ কোটি ডলারের সংস্থা হয়ে গেল অ্যাপল। মানে প্রায় ৬৮ লক্ষ কোটি টাকা! যা মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটির সমস্ত শেয়ারের সম্মিলিত মূল্য। বাজারের ভাষায় মার্কেট ক্যাপিটালাইজেশন। অনেকে মজা করে বলছেন, ১০০ ডলারের নোটে এই টাকা পরপর সাজালে তা হবে পৃথিবী থেকে চাঁদের দূরত্বের অন্তত সিকি ভাগ। ওজন কমপক্ষে ১০ টন। ৫০ বছর ধরে প্রতি দিন ৩৬৭ কোটি টাকা খরচ করেও কিছুটা পড়ে থাকবে ব্যাঙ্কে! কেনা যাবে ৫০ লক্ষ টাকা দামের ১ কোটি ৩৬ লক্ষ বাড়ি। ভারতের রাজকোষ ঘাটতি ১১ বার মুছে দেওয়া যেত ওই টাকা দিয়ে। ১২ ডিসেম্বর, ১৯৮০:  মার্কিন শেয়ার বাজারে নাম লেখাল এক সময় গ্যারাজে যাত্রা শুরু করা অ্যাপল ১৬ সেপ্টেম্বর, ১৯৯৭: ১৯৮৫ সালে বিতাড়িত হওয়ার পরে ফিরলেন জোবস। সংস্থা তখন ধুঁকছে। লোকসান ১৮০ কোটি ডলার ২৩ অক্টোবর, ২০০১: দুনিয়াকে চমকে আব

এটিএমে অসাবধান হলেই টাকা ফুড়ুৎ, কী ভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে?

Image
কোথাও ফাঁকা এটিএমে ঢুকে টাকা তুললেন। ভাবলেন, সব সুরক্ষিত। কোথাও আবার লাইনে একাধিক লোকের সামনে দাঁড়িয়ে টাকা তুললেন। তার পরে লেনদেন শেষ হওয়া অবধি অপেক্ষা করে তবেই কিয়স্ক ছাড়লেন। বিশেষজ্ঞরা বলছেন, এত করেও আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত নয়। বিপদ কোথায়, কী ভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে, জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেহাল: কাচ ভাঙা এটিএম। এমন ছবি দেখা যায় সর্বত্রই। •মনে রাখবেন, কোনও ব্যাঙ্ক কখনও ফোনে গ্রাহকের কাছ থেকে তথ্য, পিন এ সব চাইবে না। চাইতে পারে না। কাজেই ব্যাঙ্ক লেনদেন, নম্বর সংক্রান্ত কোনও ফোনে সাড়া দেবেন না। তেমন ফোন এলে কেটে দিন। ব্যাঙ্কের পরিচিত ও বিশ্বাসযোগ্য কারও নম্বর আগে থেকেই সেভ করে রাখুন। তাঁর কাছে সব জানিয়ে পরামর্শ নিন। •এটিএমে টাকা তোলার সময়ে আশেপাশে কাউকে থাকতে দেবেন না। কিয়স্কে কেউ ঢুকলে বাইরে দাঁড়াতে বলুন তাঁকে। •এক ঘরে একাধিক এটিএম থাকলে খেয়াল রাখবেন অন্য যন্ত্রের সামনে একাধিক লোক নেই তো? থাকলে নিরাপত্তা রক্ষীকে জানান। রক্ষী না থাকলে ব্যাঙ্ককে জানান। কেউ আপত্তি করলে পুলিশ, প্রশাসনের সাহায্য চান। •এটিএমের কি-প্যাডের উপরে কিছু লাগানো আছে কি না, তা হাত বোলালেই বোঝা যেতে পারে। সে

মাথার দাম ৫ লক্ষ, স্ত্রীকে নিয়ে আত্মসমর্পণ মাওবাদী নেতার

Image
রায়পুর: একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ বোমা বিস্ফোরণ, লুঠ, গুলির লড়াইয়ে একাধিকবার যুক্ত ছিলেন তিনি৷ প্রশাসনের পক্ষ থেকে তার মাথার দাম ধরা হয়েছিল ৫ লক্ষ টাকা৷ বহুদিন ধরেই মাওবাদী নেতা রবিকে খুঁজছিল পুলিশ৷ সেই মাওবাদী নেতা আত্মসমর্পণ করল পুলিশের হাতে৷ ছত্তিশগড়ের জঙ্গল এলাকা কাঁপিয়ে বেড়ানো রবি, স্ত্রী বুধরি ও দুই সন্তান নিয়ে পুলিশের কাছে বৃহস্পতিবার আত্মসমর্পণ করে৷ ছত্তিশগড় পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে ও তার পরিবার৷ সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে শুধু রবি নয়, তার স্ত্রী বুধারির মাথার দামও ৫ লক্ষ টাকা ঘোষণা করেছিল পুলিশ৷ এরা দুজনেই একাধিক নাশকতা মূলক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে জানাচ্ছে পুলিশ৷ ছত্তিশগড়ের সুকমার কেরলাপাল থেকে ২০১২ সালে সুকমার কালেক্টর অ্যালেক্স পল মেননের অপহরণের পিছনে এই মাওবাদী দম্পতির হাত ছিল বলে মনে করা হয়৷ এছাড়াও একাধিক লুঠ ও বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত এই দম্পতি৷ আত্মসমর্পণের সময় রবি ও বুধরি পুলিশকে জানায়, সাধারণ গরিব মানুষদের সেবা করতেই তারা মাওবাদী দলে নাম লিখিয়েছিল৷ কিন্তু ধীরে ধীরে সেই উদ্দ্যেশ্য থেকে সরে আসে তারা৷ পাশাপাশি, সরকারের প্রতি ঘৃণা থেকে

এই লক্ষণগুলি দেখলে বুঝবেন মানুষটি সারা জীবন মূর্খই থাকবে

Image
প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু দূর্বলতা থেকেই থাকে। থাকে ভালো গুণও। কখনও তা প্রকাশ পায় কখনও তা প্রকাশ হয় না। মানুষের আদল ও আচার ব্যবহার দেখে একজন ব্যক্তি মানুষটি সম্পর্কে কিছুটা ধারণা করা যায়। এই কয়েকটি লক্ষণ যদি মানুষের মধ্যে দেখতে পান তাহলে আপনি মনে করতে পারেন ব্যক্তিটি আদতে মূর্খ। লক্ষণগুলি সম্পর্ক নিম্নে বিস্তারিত বর্ণনা করা হলো। ১. আচার্য চাণক্য-এর মতে, অনেক মানুষই আছেন আপনার সঙ্গে অন্তরঙ্গ ভাবে বন্ধুর মতো মিশবেন। মনে হবে তার থেকে প্রিয়জন আপনার আর কেউ নেই। এমনকি আপনার পাশাপাশিই চলবেন সব সময়। অতিরিক্ত প্রশংসা করবেন কাজ কর্মের। আবার সেই লোকই আপনার পিছনে গিয়ে চুড়ান্ত সমালোচনা করবেন অন্যের কাছে। যেন আপনার থেকে পৃথিবীতে আর জঘন্যতম ব্যক্তিটি আর কেউ নেই। ২. আমাদের আশেপাশে অনেককে দেখা যায় যারা নিজের পরীক্ষার আসল নম্বরটি লুকিয়ে রাখেন। তাকে দেখে মনে হয়, তার চাইতে ভালো ছাত্র আর কেউ হয় না। মানুষের কাছে জাহিরও করেন তেমনই। বাড়িয়ে বলেন পরীক্ষায় প্রাপ্ত নিজের নম্বরটিকেও। লক্ষ্য রাখবেন, এই রকম মানুষ সবার সামনে নিজেকে বড়ো করে অন্যকে হেও করতেও পিছপা হন না। ৩. অনেক বন্ধু এক সঙ্গে বসে আড্ডা দেন।

খাটের তলায় উঁকি মারতেই ঘরের মেয়েকে এ অবস্থায় দেখে পিলে চমকে উঠল বাড়ির লোকের!

Image
বাপের বাড়িতেই অন্তঃসত্ত্বার রহস্যমৃত্যু। খাটের তলা থেকে উদ্ধার হল লেপে মোড়া দেহ। প্রাথমিকভাবে সন্দেহ, ওই মহিলার স্বামীই তাঁকে খুন করেছে। ঘটনাটি ঘটেছে কলকাতার নারকেলডাঙা মেন রোডের। নারকেলডাঙা মেন রোডের বাসিন্দা পূজা জৈন। বয়স ৩৬ বছর। বছর চারেক আগে হাওড়ার মল্লিক ফটকের কাপড়ের ব্যবসায়ী দীপক জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়। সম্প্রতি নারকেলডাঙা মেন রোডে বাপের বাড়িতেই থাকছিলেন অন্তঃসত্ত্বা পূজা। মা মারা গিয়েছেন। অসুস্থ বাবা নার্সিংহোমে চিকিত্‍সাধীন। অবিবাহিতা বড় দিদি নারকেলডাঙার বাড়িতেই থাকেন। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পূজার কাছে থাকতে আসেন দীপক জৈন। কিন্তু শুক্রবার সকালে উঠে পূজা ও দীপককে আর খুঁজে পাওয়া যায়নি। এরপরই ফুলবাগান থানায় পূজার নামে নিখোঁজ ডায়েরি করে পরিবার। পুলিস এসে তল্লাশি চালাতেই খাটের নীচ থেকে লেপমোড়া অবস্থায় উদ্ধার হয় পূজার দেহ। পূজার পরিবারের অভিযোগ, দীপকই তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করেছেন। পুলিসেরও তাই সন্দেহ। এর পিছনে বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিস। অন্যদিকে, দীপক বাড়ি না ফেরায় তার নামেও নিখোঁজ ডায়েরি হয়েছে।