শিয়ালদা থেকে নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার কেনিয়ার বাসিন্দা


কলকাতা: আবারও কলকাতায় মাদক সহ গ্রেফতার বিদেশি নাগরিক। আর এবারও সেই লজেন্সে বলেই পাচার হচ্ছিল মাদক। ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ( এনসিবি)  সূত্রে খবর শুক্রবার শিয়ালদা স্টেশনের পাশে থাকা বিগ বাজারের সামনে থেকে 19 গ্রাম নিষিদ্ধ কোকেন সহ  কেনিয়ার বাসিন্দা ফিলস মিউজি নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়। 22টি লজেন্সের প্যাকেটের মধ্যেই ছিল এই মাদক। তাছাড়া ধৃতের কাছ থেকে  8700 টাকাও  পাওয়া গিয়েছে বলে খবর ।  এনসিবির দাবি উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় দেড় লাখ টাকা। মহিলাকে জেরা করে জানা গিয়েছে সে আজই দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে  শহরে এসেছে। 'নির্দিষ্ট জায়গায়' মাদক পৌঁছে দেওয়ার পর শিয়ালদা থেকে ট্রেন ধরে তার দিল্লি ফেরার পরিকল্পনাও ছিল ফিলসের । কিন্তু তার আগেই তাকে  গ্রেফতার করলেন এনসিবির আধিকাররিকরা।
                   
বিদেশের নাগরিকদের সাহায্যে কলকাতায় নিষিদ্ধ মাদকের আনাগোনা কোনও নতুন বিষয় নয়। মাঝে মধ্যেই বিমান বন্দর বা স্টেশন চত্বর থেকে মাদক সহ গ্রেফতার হন বিদেশিরা। সাম্প্রতিককালে এই প্রবণতা অনেকটাই বেড়েছে। শুধু তাই নয় তদন্ত সংস্থার কাছে এটাও স্পষ্ট এই মাদক চক্রের টার্গেট কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মোটা টাকার বিনিমিয়ে তাঁদের কাছেই পৌঁছে যায় নিষিদ্ধ সমস্ত মাদক। কয়েক মাস আগে বিধাননগরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সংবাদ শিরোনামে উঠে আসে। এনসিবির তরফেই বলা হয় সেখানকার বেশ কিছু পড়ুয়া মাদকাসক্ত হয়ে পড়েছেন। শুধু এই কলেজ নয় আরও বেশি কিছু জায়গায় ছড়িয়ে রয়েছে মাদক চক্রের জাল। এদিনের ঘটনার সঙ্গে সেগুলির কোনও যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।