Posts

Showing posts from July 27, 2018

দামী জুকেরবার্গ, নিরাপত্তার জন্যে বরাদ্দ দিনে ১৯ লাখ!

Image
ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ ও তাঁর পরিবারের নিরাপত্তা আরও কড়া করতে বাড়ানো হল ভাতা। হোম সিকিউরিটি, দেহরক্ষী, প্রাইভেট বিমানের খরচ সব মিলিয়ে নতুন ভাতা বরাদ্দ হল ১০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাত্‍ জুকেরবার্গ পরিবারের নিরাপত্তার খাতিরে প্রতিদিন ভারতীয় মুদ্রায় খরচ হবে প্রায় ১৯ লাখ টাকা। গতবছর এই অঙ্ক ছিল ৭.৩ মিলিয়ন মার্কিন ডলার।  বৃহস্পতিবার এই ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে ফেসবুকের তরফে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফাইলিংয়ে। জুকেরবার্গ ও তাঁর পরিবারের বিরুদ্ধে বেশ কিছু হুমকি রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই বাড়ানো হল নিরাপত্তা। বর্তমানে মার্ক জুকেরবার্গের নিরাপত্তার জন্যে নিযুক্ত রয়েছেন ১৬ জন দেহরক্ষীর একটি দল। এঁরা প্রত্যেকেই রোটেশনে দায়িত্ব সামলান জুকেরবার্গের প্যালো অল্টো বাড়ির। অন্যান্য সংস্থার সিইও-দের তুলনায় মার্ক জুকেরবার্গের নিরাপত্তার খরচ কয়েকগুন বেশি। ২০১৬ সালে অ্যামাজন-এর সিইও জেফ বেজস-এর নিরাপত্তার জন্যে খরচ হয়েছিল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার, অ্যাপেল সংস্থার টিম কুক-এর জন্যে বরাদ্ধ হয়েছিল ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার। ওয়ারেন বাফের নিরাপত্তার খরচও জুকেরবার্গের তুলনায় সামান্যই, মাত্র

পণের দাবিতে স্ত্রীকে খুন, সিভিক ভলানটিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ

Image
বারাকপুর:  শ্বশুরবাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। পণের দাবিতে স্ত্রীকে খুনের অভিযোগে সিভিক ভলানটিয়ার স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শ্বশুর,শাশুড়ি-সহ আরও চারজনকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ের মোহনপুরে। মৃতার নাম মীনাক্ষী মুখোপাধ্যায় ঘোষ। তিনি উচ্চশিক্ষিতা। খুব অল্প বয়েসে বাবা-মা মারা গিয়েছিলেন। টিটাগড়ের মোহনপুরে এক আত্মীয়ের কাছে মানুষ হয়েছিলেন মীনাক্ষী। পাশের পাড়ায় থাকে চন্দন মুখোপাধ্যায়। ওই যুবক সিভিক ভলানটিয়ার। মীনাক্ষীর বাপের বাড়ির লোকের জানিয়েছেন, ভালবেসে চন্দনকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ে হয়েছিল এবছরের ফ্রেরুয়ারিতে। কিন্তু, বিবাহিত জীবনে সুখী ছিলেন না ওই গৃহবধূ। তাঁর বাপের লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকে পণের জন্য মীনাক্ষীর উপর অত্যাচার করত স্বা্মী ও শ্বশুরবাড়ির লোকেরা। শুক্রবার সকালে মোহনপুরে শ্বশুরবাড়ি থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পালিয়ে গিয়েছিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। চন্দন মুখোপাধ্যায় ও তাঁর পরিবারের লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন মৃতার বাপের বাড়ির লোকেরা। সেই অভিযোগের ভিত্তিতে মৃতার স

তরুণীকে গণধর্ষণ, দুই যুবককে ২০ বছর সশ্রম কারাদণ্ডের সাজা আদালতের

Image
বারাসত:  নার্সিংহোমে আয়ার কাজ করেন। রাতে বাড়ি ফেরার পথে রেললাইনের ধারে জঙ্গলে নিয়ে গিয়ে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল।  ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হয় দুই যুবক। শুক্রবার তাদের ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করল বারাসত আদালত। বিচারক জানিয়েছেন, দোষীরা যদি জরিমানা না দেয়, তাহলে অতিরিক্ত আরও দুই মাস জেল খাটতে হবে। ঘটনাটি বছর তিনেক আগের। নির্যাতিতা ওই তরুণী কলকাতার একটি নার্সিংহোমে আয়ার কাজ করেন। মামলার সরকারি আইনজীবী জানিয়েছেন, ঘটনার দিন রাতের ট্রেনে বাড়ি ফিরছিলেন তিনি। হাড়োয়া রোড স্টেশনে নেমে যখন রেললাইন ধরে হাঁটছিলেন ওই তরুণী, তখন তাঁর পিছু নেয় শ্যামল সর্দার ও তারক সরকার নামে দুই যুবক। তারপর রেললাইনের ধারে ঝোপে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে তারা। নির্যাতিতার চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ধরা পড়ে যায় শ্যামল ও তারক। গণপিটুনির পর অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় তিন বছর ধরে মামলা চলছিল বারাসত আদালতে। বৃহস্পতিবার অভিযুক্ত শ্যামল সর্দার ও তারক সরকারকে দোষী সাব্যস্ত করেন ২ নম্বর ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারপতি পাপিয়া দ

প্রাথমিক টেট ২০১২ বাতিল নয়, পর্ষদকে ১ লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের

Image
কলকাতা: প্রায় ১৭ হাজার প্রাথমিক শিক্ষককে স্বস্তি দিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্ট ঘোষণা করল প্রাথমিক টেট ২০১২ বাতিল নয় ৷ তবে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দিল, ব‍্যাপক অনিয়ম হয়েছে। যার জন‍্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। এক মাসের মধ‍্যে এই টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে ১৯ জন মামলাকারীকে। বুধবারই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছিল, ২০১২'র টেট সম্ভবত বাতিল করা হবে না। শুক্রবার রায়ে সেটাই ঘোষণা করা হল। ২০১২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় অনিয়ম হয়েছে বলে গতকালই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ তবে অনিয়ম সত্ত্বেও ইতিমধ্যে নিযুক্ত প্রায় ১৭ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যত ও বৃহত্তর স্বার্থে আদালত ২০১২-এর নিয়োগ বাতিল না করার সিদ্ধান্ত নেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ তবে মামলাকারীদের দাবিকে মান্যতা দিয়ে অনিয়মের জন্য ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ অবশেষে পাঁচ বছর পর ভুল স্বীকার। প্রাথমিক টেট

৯০ দিনে বিশ্বভ্রমণ, পরিষ্কার আকাশের অপেক্ষায় পঞ্জাবের দুই কিশোরী পাইলট

Image
আরোহী পণ্ডিত আর কেথিয়ার মিসকুইটা। ছোট্ট বিমানে ৯০ দিনে পৃথিবী পাক দেবেন পঞ্জাবের এই দুই খুদে পাইলট। আপাতত পরিষ্কার আকাশের অপেক্ষা, সঙ্কেত মিললেই শুরু হবে তাঁদের অভিযান। ছোট থেকেই পাইলট হওয়ার স্বপ্ন। সেই লক্ষ্যেই বম্বে ফ্লাইং ক্লাবে লাগাতার প্রশিক্ষণের পর এখন পুরোদস্তুর বিমানচালক ক্যাপ্টেন পণ্ডিত আর ক্যাপ্টেন মিসকুইটা। বয়েস কুড়ির কোঠায়, তবু এর মধ্যেই তাঁরা নিয়েছেন বিশ্বজয়ের পরিকল্পনা। আকাশপথে পৃথিবীকে পাক দিতে দুই বন্ধুর হাতিয়ার স্লোভেনিয়ায় তৈরি একটি হাল্কা ওজনের বিমান। ৮০ অশ্বশক্তির এই বিমানকে তাঁরা নাম দিয়েছেন 'মাহি'। তবে খারাপ আবহাওয়ায় একদমই উড়তে পারে না এই বিমান। আবার চার ঘন্টার বেশি আকাশে একটানা ওড়ার ক্ষমতা নেই মাহি-র। তাই যাত্রাপথে বারবার মাটিতে নামতে হবে দুই বন্ধুকে। সেই কথা মাথায় রেখেই নিজেদের রুট ঠিক করেছেন তাঁরা। তবে ক্ষমতা কম হলেও মাহি-র বিশেষত্ব অন্য জায়গায়। কোনও কারণে বিপদের মুখোমুখি হলে, পুরো বিমানটিকেই আকাশে ঝুলিয়ে রাখা সম্ভব বিশেষ প্যারাসুটের সাহায্যে। তারপর ধীরে ধীরে তাঁরা নেমে আসতে পারবেন মাটিতে। তবে রাস্তার বিপদ, যান্ত্রিক গোলযোগের আশঙ্কা, কোনও কিছুই দমাতে

আর্থিক ক্ষতির নয়া নজির গড়ল ফেসবুক

Image
মেনলো পার্ক: জনপ্রিয়তার নিরিখে এগিয়েছিলই। ব্যবসায়িক সাফল্য মিলেছে অনেক আগেই। কিন্তু এবার ক্ষতির রেকর্ড গড়ল সোশ্যাল সাইট ফেসবুক। যার প্রভাব পড়ল আমেরিকার শেয়ার মার্কেটে। বুধবার শেয়ার বাজার বন্ধের সময়ে ফেসবুকের বাজারদর ছিল ১১৯ বিলিয়ন মার্কিন ডলার। শুরু সময় যা ছিল ৫১০ বিলিয়ন মার্কিন ডলার। একদিনের ফেসবুকের শেয়ারের পতন ঘটেছে প্রায় ১৯ শতাংশ। ফ্যাক্টসেট নামক একটি সংস্থা এই পরিসংখ্যান প্রকাশ করেছে। সেই তথ্য অনুসারেই ফেসবুকের বাজারদর একসময় ছিল ৬৩০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এই বিরাট পতন আমেরিকার শেয়ার বাজারের ইতিহাসেও এই প্রথমবার। শেষবার এই ধরনের প্রতিকূল পরিস্থিতি কবে সৃষ্টি হয়েছিল তা মনে করতে পারছেন না তাবড় অর্থনীতিবিদেরা। আরও বড় বিষয় হচ্ছে আমেরিকার কোনও সংস্থা কখনও একদিনে ১০০ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়নি। সেই নজির সৃষ্টি করল ফেসবুক। ২০০০ সালের এপ্রিল মাসের ২২ তারিখে ৯০.৭৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছিল ইনটেলের। ওই বছরেই শুরুর দিকে একদিনে ৮০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখ দেখেছিল মাইক্রোসফট। প্রায় সমতুল ঘটনা ঘটেছিল ২০১৩ সালে অ্যাপল-র সঙ্গে। ৫৯.৬ বিলিয়ন ডলার ক্ষতি হয় স্

ওলা, উবরের লড়াইয়ে নয়া অ্যাপ ক্যাব, কলকাতায় চালু হচ্ছে জাস্ট গো

Image
কলকাতা: নেই সার্জচার্জ। ওলা, উবরের বাজার দখলে কলকাতায় আসছে নতুন অ্যাপ ক্যাব। রাজ্যের নিরাপত্তাবিধি মেনে তিন হাজার গাড়িতে থাকছে সিসিটিভি, প্যানিক বাটন। লালবাজারের কন্ট্রোল রুমেও থাকবে যাবতীয় তথ্য। বছর ছয়েক আগে কলকাতায় চালু হয় অ্যাপ ক্যাব। ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে ওলা, উবর। কিন্তু, এই দুই ক্যাব সংস্থার বিরুদ্ধেই এখন ভুরি ভুরি অভিযোগ। অতিরিক্ত ভাড়ায় যাত্রীদের নাভিশ্বাস ওঠার অবস্থা। রাজ্যের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে। বৃষ্টি বা অফিস টাইমে তো কথাই নেই। ঝোপ বুঝে কোপ মারতে জুরি মেলা ভার ওলা, উবরের। এই পরিস্থিতিতে শহরবাসীর মুখের হাসি চওড়া করতে শনিবার চালু হচ্ছে জাস্ট গো। নয়া এই অ্যাপ ক্যাবে সস্তায় কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ মিলবে। সংস্থা সূত্রে খবর, -জাস্ট গো-র বেস ফেয়ার হচ্ছে ৪৫ টাকা -প্রথম ২ কিলোমিটার ভাড়া বাড়বে না -তারপর থেকে এসি ট্যাক্সির হারে ভাড়া বাড়বে নয়া এই অ্যাপ ক্যাবে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিধিই মানা হচ্ছে। প্রতিটি গাড়িতে থাকছে, -সিসিটিভি, প্যানিক বাটন -গাড়ি বুক করলেই যাত্রীর পরিচিত পাঁচজনের কাছে যাবতীয় তথ্য চলে যাবে -এসওএসের

আজ থেকে সস্তা হচ্ছে পঞ্চাশটিরও বেশি জিনিসপত্রের দাম

Image
নয়াদিল্লি: সুখবর ! আজ থেকে ৫০টিরও বেশি নিত্য়প্রয়োজনীয় জিনিসপত্র সহ একাধিক সামগ্রীর দাম কমছে ৷ গত সপ্তাহেই জিএসটি কাউন্সিলের বৈঠকেই প্রায় ৫০টিরও বেশি জিনিসপত্রের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ৷ অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছিল ৷ তাই আজ থেকেই কার্যকর হচ্ছে সেই সিদ্ধান্ত ৷ জিএসটির ২৮তম বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল এবার থেকে স্যানিটারি ন্যাপকিনের উপর থেকে জিএসটির তুলে নেওযা হয়েছে ৷ ১০০০ টাকা দামের জুতোর উপর জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হবে ৷ এছাড়াও ওয়াশিং মেশিনের উপর থেকে জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে ৷ সেই সঙ্গে প্রায় ১০০টিরও বেশি জিনিসপত্রের উপর থেকে জিএসটি কমানোর মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়াও জিএসটির রিটার্নে মাত্র পূরণ করতে হবে একটি পাতা ৷ স্যানিটারি ন্যাপকিন, বিভিন্ন ধরনের পাথর, মার্বেল, রাখী, কাঠ, মূর্তির উপর থেকে  জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে ৷ যে সামগ্রী গুলির জিএসটি ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হয়েছে সেগুলি হল লিথিয়াম, টিভি, ভ্যাকুয়ম ক্লিনার, মিক্সি, স্টোরেজ বাটার হিটার, হেয়ার ড্রায়ার, প্যান্ট, বার্নিশ,

অশুভ শক্তিকে তাড়াতে দুই মহিলাকে ধর্ষণ স্বঘোষিত ধর্মগুরুর

Image
লখনউ: অশুভ শক্তি তাড়াতে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে দুই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ একই পরিবারের দুই মহিলাকে মাদক খাইয়ে ধর্ষণ করার অভিযো উঠেছে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঠাকুরদ্বারা এলাকার। এক মহিলা জানিয়েছেন, পরিবারের অশান্তি লেগেই থাকত ৷ বিশ্বাস করতেন যে তাদের ছেলের উপরে কোনও অশুভ শক্তি ভর করেছিল ৷ সেই সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিল এক স্বঘোষিত ধর্মগুরু ৷ বাড়িতে পুজোর আয়োজন করা হয় ৷ পুজোর সময় মহিলাদের স্বামীদের শ্মশানে যেতে বলেন তিনি ৷ এরপর বাড়ির মহিলাদের মাদক খাইয়ে ধর্ষণ করেন ধর্মগুরু ৷ আরেক মহিলা জানিয়েছেন, পাশের ঘরে নিজের সন্তানদের সঙ্গে শুয়ে ছিলেন তিনি ৷ আচমকা ধর্মগুরু তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ধর্ষণ করার চেষ্টা করে ৷ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতার করেছে পুলিশ ৷

জনপ্রিয় ধারাবাহিকের মহিলা শিল্পীকে ধর্ষণের অভিযোগ, প্রযোজকের ৭ বছরের জেল

Image
মুম্বই: একটা সময় টেলিভিশন কাঁপাতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'বীরা'৷ এখন ধারাবাহিকটি অফ এয়ার ৷ তাতে কী? আবার খবরের শিরোনামে এই ধারাবাহিক ৷ তবে এবারের কারণটা এক্কবারে ভিন্ন ৷ এবং সুখকর নয় মোটেই ৷ এই ধারাবাহিকের এক মহিলা শিল্পীকে ধর্ষণ করার জন্য ৭ বছরের জেল হল এক্সিকিউটিভ প্রোডিউসার মুকেশ মিশ্র'র ৷ পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযোগকারিনী জানিয়েছেন, একদিন কোনও শ্যুট ছিল না ৷ তবু তাঁকে বলা হয় একটি সিক্যোয়েন্সের জন্য শ্যুটিং রয়েছে ৷ একই সঙ্গে জানানো হয়, শিল্পীদের শ্যুটিং ফ্লোরে পৌঁছনোর জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে ৷ আর সেই কথা মতো গত ২০১২ সালের ১২ ডিসেম্বর যোগেশ্বরী স্টেশনের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন ৩১ বছর বয়সী ওই মহিলা শিল্পী ৷ তবে, বাস আসেনি ৷ তার আগেই তাঁর সামনে বাইক নিয়ে হাজির হন ৩৩ বছরের মুকেশ ৷ এবং তখন তিনি ওই অভিনেত্রীকে প্রস্তাব দেন তাঁর সঙ্গে বাইকে চেপে শ্যুটিং স্পটে যাওয়ার ৷ রাজি হয়ে যান তিনি ৷ পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, যে সময় তাঁরা শ্যুটিং স্পটে গিয়ে পৌঁছেছিলেন, ওখানে ঝাঁড়ুদার ছাড়া আর কেউই ছিল না ৷ এবং সেখানকার একটি ঘরেই তাঁকে ধর্ষণ করা

পড়া না পারায় চারবছরের শিশুকে গরম খুন্তির ছেঁকা, অভিযুক্ত গৃহশিক্ষক

Image
বেলুড়: পড়া না পারায় চারবছরের শিশুকে গরম খুন্তির ছেঁকা। কাঠগড়ায় গৃহশিক্ষিকা। বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ঘটনা। শুক্রবার কেজি টু-র ছাত্র স্কুলে গেলে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান শিক্ষকরা। ছাত্র জানায়, পড়া না পারায় তাকে গরম খুন্তির ছেঁকা দেন গৃহশিক্ষিকা। শিশুটির অভিযোগ, বাড়িতে বিষয়টি জানালেও গুরুত্ব দেওয়ানি কেউ। কারণ গৃহশিক্ষিকা তাদের কমপ্লেক্সেই থাকেন। এরপরই শিশুটিকে নিয়ে বেলুড় থানায় যান শিক্ষকরা। খবর দেওয়া হয় অভিভাবকদের। চাপে পড়ে অবশেষে অভিভাবকদের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

নমোর অটোগ্রাফেই সেলিব্রিটি বাঁকুড়ার যুবতী, পরপর আসছে বিয়ের প্রস্তাব

Image
রীতাকে নমোর অটোগ্রাফ। ডানদিক থেকে দ্বিতীয় রীতা। পরিবারের সঙ্গে। বাঁকুড়ার খ্রিস্টান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কখনও স্বপ্নেও ভাবেনি যে একটা সই তাঁর জীবন বদলে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অটোগ্রাফ পেয়ে এলাকায় প্রায় সেলিব্রিটি হয়ে গিয়েছেন ১৯ বছরের রীতা মুদি। মুহুর্মুহু ফোন তো আসছেই, তার সঙ্গে আসছে একের পর এক বিয়ের প্রস্তাব।  গত ১০ দিন ধরে ফোনে ফোনে তাঁর প্রাণ ওষ্ঠাগত। শুক্রবার ফোনেই তিনি জানালেন, 'সেদিন যখন হাসপাতালে প্রধানমন্ত্রী আমার বিছানার পাশে এসেছিলেন, তখন তাঁকে বলেছিলাম কতটা খুশি হয়েছি। আমি একটা সই-এর জন্য অনুরোধ করেছিলাম। দেখলাম তিনি প্রথমে অটোগ্রাফ দিতে অস্বস্তি বোধ করছেন। আবার অনুরোধ করলাম। এরপর হেসে তিনি লিখে দিলেন, রীতা মুদি তুমি সুখে থেকো। নরেন্দ্র মোদী। তাঁর পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাঁকে কাগজটি লেখার জন্য দিয়েছিলেন।' গত ১৬ জুলাই নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে মা ও বোনকে নিয়ে মেদিনীপুরে গিয়েছিলেন রীতা। সেদিন মঞ্চের সামনে যে ছাউনিটি ভেঙে পড়েছিল, তার নীচেই ছিলেন তাঁরা। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী যখন আহতদের দেখতে হাসপাতালে যান, তখ

বউদির অশ্লীল ছবি নেটদুনিয়ায় ছড়াল দেওর, তারপর…

Image
বউদির অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। এই কাজে দেওরের স্ত্রী তার স্বামীকে সাহায্য করেছে বলেও অভিযোগ। ঘটনায় উত্তর কলকাতার টালা থানায় অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ। টালার ওলাইচণ্ডীতলা এলাকার বাসিন্দা ওই গৃহবধূর অভিযোগ, তিনি তাঁর পরিবার নিয়ে সেখানে থাকেন। কিন্তু দেওর থাকে বারাসতে। কিছুদিন আগেই দেওর তার স্ত্রীকে নিয়ে বারাসত থেকে দাদার বাড়িতে আসে। অভিযোগ, দেওর বউদিকে আগেই উত্যক্ত করত। তিনি এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পুলিশ সূত্রে খবর, মহিলা অভিযোগ জানিয়ে বলেছেন, কয়েকদিন আগে যখন তিনি ঘুমোচ্ছিলেন, তখন তাঁর ঘরে ঢুকে পড়ে দেওর। তিনি বুঝতেও পারেননি কখন সে তাঁর অশ্লীল ছবি তুলেছে। এমনকী, তাঁর শরীরও সে স্পর্শ করে বলে গৃহবধূর অভিযোগ। হঠাৎই তাঁর ঘুম ভেঙে যায়। তিনি দেখেন, ঘর থেকে পালিয়ে যাচ্ছে তাঁর দেওর। দিনকয়েক পর অন্য এক আত্মীয় তাঁকে জানান, তাঁর কিছু অশ্লীল ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। প্রথমে ছবিগুলি গৃহবধূর পরিচিতদের মধ্যে ছড়ায়। এর পর সেগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে ছড়াতে শুরু করে। ছবিগুলি তাঁর হাতেও আসে। তিনি জানতে

শহরে রমরমিয়ে চোরাই বাইকের কারবার, টাকা যাচ্ছে বাংলাদেশি জেহাদিদের তহবিলে

Image
বাইক পাচারচক্রের টাকা যাচ্ছে জঙ্গি তহবিলে। কলকাতা ও বিভিন্ন জেলা থেকে চুরি করা বাইক বাংলাদেশে পাচারের সিন্ডিকেট চক্রের সঙ্গে কয়েকজন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গি প্রত্যক্ষভাবে যুক্ত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সম্প্রতি গ্রেটার নয়ডা থেকে উত্তরপ্রদেশের এটিএস ও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হয়েছে দুই বাংলাদেশি জেএমবি জঙ্গি মোশারফ ও রুবেল। গোয়েন্দা সূত্র জানিয়েছে, তাদের জেরা করেই মিলেছে এই চাঞ্চল্যকর তথ্য। ধৃত দুই জঙ্গিও বাংলাদেশে বাইক চুরির চক্রের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সেই টাকা যে জঙ্গি কার্যকলাপে কাজে লাগানো হত, সেই তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে। গোয়েন্দারা জেনেছেন, রাজ্যে নতুন করে মডিউল তৈরির ভার দেওয়া হয়েছিল দুই জঙ্গি মোশারফ ও রুবেলকে। নতুন মডিউল তৈরি, নাশকতার জন্য জিনিসপত্র কেনা ও জেএমবি-র জন্য নতুন করে লোক নিয়োগের ক্ষেত্রে এই টাকা কাজে লাগানো হচ্ছিল। নতুন মডিউল তৈরির কাজে এবার মালদহ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনার মতো কয়েকটি জেলাকে জঙ্গিরা বেছে নিয়েছে বলে খবর পেয়েছেন গোয়েন্দারা। এই মডিউল তৈরির কাজে জঙ্গিদ

বাংলায় কৃষক আত্মহত্যার ঘটনা নেই, দাবি মুখ্যমন্ত্রীর

Image
নানা কারণে গোটা দেশে কৃষক আত্মহত্যার ঘটনা বাড়ছে। মহারাষ্ট্র-রাজস্থানের মতো রাজ্যে ঘটছে এরকম ঘটনা। তবে রাজ্যে কোনও কৃষক আত্মহত্যা করেননি বলেই শুক্রবার বিধানসভায় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, অভাব ও অন্যান্য কারণে দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। কিন্তু একজন চাষীও এই রাজ্যে আত্মহত্যা করেননি। এদিন কৃষকদের দুরবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। বলেন, কেন্দ্র শুধু বড় বড় কথা বলে আর সব ভুল তথ্য দেয়। বিমা যোজনা আছে। কিন্তু যখন ধান নষ্ট হয় রাজ্য দেয় ৬০%। কেন্দ্র দেয় ৪০%। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, "এখন একটা কাগজ দেখলাম, যদি কৃষক বিমার টাকার জন্য আবেদন করেন, সেই ফর্মে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া থাকে। আবার বলছে আধারকার্ড চাই। এ তো বাজনার চেয়ে খাজনা বেশি।" আধারের সুরক্ষা নিয়েও এদিন প্রশ্ন তুলে তিনি বলেন, "আধার কার্ডে কি জঙ্গি আটকানো যায়? এই তো দেখলেন শিলিগুড়িতে দু'জন ধরা পড়েছে। ওরা তো আমাদের সঙ্গে ডেটা শেয়ার করে না, পুলিশকে কোনও তথ্যই দেয় না। আমি কেন্দ্রকে চিঠি লিখেছি। টাকা পেতে ব্যাংকে ছুটতে জুতোর শুকতলা হয়ে

“আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে বুদ্ধিজীবীদের গুলির নির্দেশ দিতাম”, মন্তব্য বিধায়কের

Image
বিজয়পুরা (কর্নাটক) : সাম্প্রতিক অতীতে সাংবাদিক গৌরী লঙ্কেশকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এবার সেই কর্নাটকেই বুদ্ধিজীবীদের আক্রমণ করে বিতর্ক উসকে দিলেন BJP বিধায়ক বসানগৌড়া পাতিল ইয়াৎনাল। গতকাল কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তমনা এবং বুদ্ধিজীবীদের "দেশদ্রোহী" বলেন বিজয়পুরার এই বিধায়ক। তিনি বলেন, "এই লোকগুলো (বুদ্ধিজীবীরা) এদেশে বাস করেন। আমাদের দেওয়া করের টাকায় সমস্ত সুযোগসুবিধা পান। তারপর ভারতীয় সেনার বিরুদ্ধে স্লোগান দেন। যেকোনও কারও থেকে এই বুদ্ধিজীবী এবং ধর্মনিরপেক্ষরা বেশি বিপজ্জনক।" এরপরই তিনি সুর চড়িয়ে বলেন, "আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলে এই বুদ্ধিজীবীদের গুলি করার নির্দেশ দিতাম পুলিশকে।" এর আগে একটি সম্প্রদায়কে সাহায্য না করার জন্য দলের পৌরসভার সদস্যদের পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বসানগৌড়া পাতিল ইয়াৎনাল। ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত BJP বিধায়ক ছিলেন ইয়াৎনাল। ১৯৯৯ থেকে ২০০৯ পর্যন্ত বীজাপুরের সাংসদ থেকেছেন। অটলবিহারী বাজপেয়ির শাসনকালে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত বস্ত্র এবং রেল প্রতিমন্ত্রী ছিলেন। ২০১০ সালে তিনি BJP ছেড়ে JD(S)-এ য

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ফের বেতন বাড়াতে চলেছে মোদী সরকার?

Image
২০১৯ সালের লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার কর্মীদের মন জিততে চাইছে মোদী সরকার।  আর সে জন্যই সপ্তম বেতন কমিশন যা সুপারিশ করেছিল, তার চেয়ে বেশি বেতন বাড়ানোর ঘোষণা করতে চলেছে কেন্দ্র। ফিটমেন্ট ফ্যাক্টর ও ন্যূনতম ফ্যাক্টরের নিরিখে ৮ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবি করে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলি। সেই দাবি মেনে নিতে চলেছে মোদী সরকার। শুধু বেতন বৃদ্ধিই নয়, কর্মচারীদের দু'হাতেই লাড্ডু দিচ্ছে মোদী সরকার। বাড়ছে মহার্ঘ ভাতাও।   সরকারি কর্মীদের শীঘ্রই সুখবর শোনাতে চলেছে কেন্দ্রীয় সরকার। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৭ গুণ থেকে ৩.৬ গুণ বেতন বাড়ানোর দাবি করছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। একইসঙ্গে ন্যূনতম বেতন ১৮,০০০ থেকে ২১,০০০ টাকার বেশি করার দাবিও করেছেন তাঁরা। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে গড়িমসি করলেও লোকসভা ভোটের আগে এড়িয়ে যেতে পারছে না মোদী সরকার। ১৫ অগাস্ট অনুষ্ঠানিক ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে লাভবান হবেন প্রায় ৪৮.৮১ লক্ষ কর্মচারী ও ৬১ লক্ষ পেনশনভোগী। বেতনবৃদ্ধি ছাড়া আরও একটা সুখবর রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য।

হেমা মালিনী নাকি চাইলে এক মিনিটেই মুখ্যমন্ত্রী হতে পারেন!

Image
হেমা মালিনী। নেহাত স্বাধীনতা তাঁর বড্ড বেশি প্রিয়, তা না হলে এক মিনিটের মধ্যেই সাংসদ থেকে মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের বাঁসওয়ারায় এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন বিজেপি সংসদ হেমা মালিনী। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। প্রাক্তন অভিনেত্রী হেমা উত্তরপ্রদেশের মথুরার সাংসদ। ২০০৩ সালে তাঁর রাজনীতিতে আসা। অটলবিহারী বাজপেয়ী তাঁকে রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত করেন। ২০১০ সালে দলের সাধারণ সম্পাদক হন। দেড় দশকের রাজনীতি জীবন, মুখ্যমন্ত্রী হতে ইচ্ছা করে না? হেমা বলেন, ''ড্রিম গার্ল হোক বা হেমা মালিনী, আমাকে পরিচিতি দিয়েছে বলিউড, রাজনীতি নয়। আমি কোনও কাজেই বাঁধা পড়তে চাই না আমি। মুখ্যমন্ত্রী হলে স্বেচ্ছায় চলাফেরার স্বাধীনতা শেষ হয়ে যাবে। চাইলে আমি এক মিনিটেই মুখ্যমন্ত্রী হতে পারি।'' তবে বলিউড তাঁকে পরিচিতি দিয়েছে বলে সাংসদ হিসাবে নিজের দায়িত্ব-কর্তব্য থেকে যে বিরত নন, তাও বুঝিয়ে দিয়েছেন কাজের খতিয়ান দিয়ে। হেমার দাবি, সাংসদ হওয়ার আগেও দলের জন্য অনেক কাজ করেছেন। এমনকি গত চার বছরে নিজের লোকসভা কেন্দ্রে প্রভূত উন্নতিমূলক কাজ

আজ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, শুরু হবে রাত ১০টা ৪৪ থেকে

Image
নয়াদিল্লি: আজ এ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, শতাব্দীর দীর্ঘতম। ভারত সমেত বিশ্বের বেশ কয়েকটি দেশের মানুষ এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবেন। রাত ১০টা ৪৪ মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে। পৃথিবীর ছায়ার বাইরের অংশ চাঁদকে ঢাকতে শুরু করলে শুরু হবে এই গ্রহণ। সূর্য ও চাঁদের মধ্যে এসে পড়বে পৃথিবী, মনে হবে যে কোনও গাঢ় ছায়া ঢেকে ফেলেছে চাঁদকে। রাত ১১টা ৫৪ মিনিট থেকে পৃথিবীর কালো ছায়া চাঁদকে স্পর্শ করবে ও শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়া ধীরে ধীরে ঢেকে ফেলবে চাঁদকে। রাত একটায় ছায়ায় পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। রাত ২টো ৪৩ মিনিট পর্যন্ত চলবে এই পূর্ণ চন্দ্রগ্রহণ। এরপর পৃথিবীর ছায়া ধীরে ধীরে চাঁদের ওপর থেকে সরে যেতে থাকবে, ফের দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ, মনে হবে চাঁদের একটা অংশ কাটা পড়েছে। রাত ৩টে ৪৯ মিনিটে চাঁদের ওপর থেকে পুরোপুরি সরে যাবে পৃথিবীর ছায়া, চাঁদ পুরনো মহিমায় উজ্জ্বল হয়ে উঠবে আকাশে। যদিও চাঁদের ওপর কালো ছায়া তখনও দেখা যাবে, থাকবে ৪টে ৫৮ মিনিট পর্যন্ত। এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিরাট অংশে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। তবে একেবারেই দেখা যাবে না আমেরিকা, কানাডা ও

কনজাংটিভাইটিস হয়েছে? জেনে নিন কী করবেন আর কী করবেন না

Image
কেউ বলেন চোখ উঠেছে, কেউ আবার বলেন জয়বাংলা। তবে চিকিত্সা বিজ্ঞানের ভাষায় এর নাম কনজাংটিভাইটিস। এ রোগের উপসর্গ চোখ লাল হয়ে ফুলে ওঠা। কনজাংটিভাইটিস মারাত্মক কোনও রোগ না হলেও খুবই অস্বস্তিকর। চোখ কটকট করা, ফুলে ওঠা, অবিরাম জল পড়া, পিচুটি কাটা ইত্যাদি নানা সমস্যা হয় কনজাংটিভাইটিসের জন্য। সাধারণত, প্রতি বছর এই সময়টা (জুলাইআগস্ট) কনজাংটিভাইটিসের প্রকোপ বেশি লক্ষ্য করা যায়। কনজাংটিভাইটিস হলে রোদে বা আলোতেও তাকাতে কষ্ট হয়। চোখ থেকে শ্লেষ্মাজাতীয় পদার্থ নির্গত হতে থাকে ও হলুদ রঙের পুঁজ সৃষ্টি হয়। সাধারণত ৭ থেকে ৮ দিনের মধ্যে এই উপসর্গগুলি কমে আসে। কিন্তু দৃষ্টি ঝাপসা হয়ে যায়। চোখের মণি বা কর্নিয়াতে সাদা দাগ পড়ে যায়। যাদিও তা খালি চোখে দেখে বোঝা যায় না। চিকিত্সকদের মতে, কনজাংটিভাইটিসে আক্রান্ত হলে, নোংরা হাত চোখে দেওয়া উচিত নয়। শুধু তাই নয়, বার বার চোখে হাত না দেওয়াই ভাল। চোখ লাল হলে বা কটকট করলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিত্সকের পরামর্শ মেনে যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেওয়া জরুরি। কী কী সতর্কতা অবলম্বন করা জরুরি: • ধুলাবালি, আগুন, চড়া আলো বা রোদ এড়িয়ে চলা। • ময়লাআবর্জনাযুক্ত স

স্বামীর সঙ্গে থাকেন না মহিলা, 'সুযোগ নিল' প্রতিবেশী যুবক, পরিণতি ভয়ঙ্কর

Image
দিনের পর দিন এক মহিলাকে কুপ্রস্তাব দিত স্থানীয় এক যুবক। কিন্তু ওই যুবকের প্রস্তাবে কোনওভাবেই সাড়া দেননি সেই মহিলা। আর তারপরই আক্রোশে ওই মহিলার উপর ছুরি দিয়ে হামলা করল ওই যুবক। হামলার জেরে গুরুতর জখম ওই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। শালবনির পারুলিয়া গ্রামের বাসিন্দা ওই মহিলা। আত্মীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ওই মহিলা বিবাহবিচ্ছিন্না। স্বামীর সঙ্গে থাকতেন না তিনি। একাই থাকতেন। সেই সুযোগ নিয়েই দিনের পর দিন ধরে তাঁকে উত্যক্ত করত বুদ্ধেশ্বর মণ্ডল নামে এক যুবক। একই গ্রামের বাসিন্দা বুদ্ধেশ্বর ওই মহিলারই প্রতিবেশী ছিল। দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বুদ্ধেশ্বর ওই মহিলাকে নানাভাবে বিরক্ত করছিল বলে অভিযোগ। নানাভাবে ওই একাকী মহিলাকে কুপ্রস্তাব দিত সে। বৃহস্পতিবার রাতেও বুদ্ধেশ্বর ওই মহিলাকে উত্যক্ত করার চেষ্টা করে। একা পেয়ে কুপ্রস্তাব দেয়। কিন্তু বুদ্ধেশ্বরের প্রস্তাবে রাজি হননি ওই মহিলা। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, এরপরই ছুরি নিয়ে ওই মহিলার উপর হামলা করে বুদ্ধেশ্বর। হামলার জেরে গুরুতর জখম হন ওই মহিলা। বৃহস্পতিবার রাতেই ওই মহিলার অস্ত্রোপচার ক

ঘন ঘন ফোন, সামনে খোলা ল্যাপটপ, রেস্তরাঁ কর্মীর গোয়েন্দাগিরিতে জালে প্রতারণা চক্র

Image
ধৃতদের বারাসত আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। নিউটাউনের সিটি সেন্টারের নামী এক রেস্তরাঁতে বসেছিলেন তিন যুবক। সামনে ল্যাপটপ খোলা। ঘন ঘন নিচু স্বরে মোবাইলে কথা বলছেন। আর কিছু সময় পর পর সিটি সেন্টার লাগোয়া এটিএমে যাচ্ছেন তাঁরা। বৃহস্পতিবার এই দৃশ্য দেখেই সন্দেহ হয় রেস্তরাঁরই এক কর্মীর। চুপি চুপি খবর দেন নিউটাউন থানাতে। খবর পেয়ে সাদা পোশাকে পুলিশ আসে। তাঁরাও বেশ খানিক ক্ষণ নজর রাখেন ওই তিন যুবকের ওপর। তার পরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর সেখান থেকেই বেরিয়ে আসে বড়সড় প্রতারণা চক্রের হদিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেরার সময় তিন যুবকের পরিচয় জানা যায়। এক জন বিহারের নালন্দার বাসিন্দা নিশান্ত কুমার। এখানে বিরাটিতে ভাড়া থাকেন। বাকি দু'জনের এক জন দিঘার পারজিৎ তালুকদার এবং তৃতীয় জন অভিজিৎ মোদক। জেরাতেই তাঁরা স্বীকার করেন কী ভাবে প্রতারণা করা হত— নিউটাউন থানার তদন্তকারীর দাবি, ওঁরা একটি নামী টেলিমার্কেটিং সংস্থার কর্মী সেজে বিভিন্ন মানুষকে ফোন করতেন। ওই টেলিমার্কেটিং সংস্থার নিজস্ব একটি টেলিভিশন চ্যানেল রয়েছে। ধৃতদের কাছ থেকে একটি ডেটাবেসও পাওয়া গিয়েছে। সেই ডেটাবেস সেই সব ক্রেতাদের যাঁরা এর আগে ওই সংস্থার ক

মহাকাশে সন্ধান মিলল হীরের গ্রহের , যা শুনলে চমকে যাবেন।

Image
শুধুই হিরে। কত চাই আপনার। যেন হিরের পাহাড়! হিরের সমুদ্র! শুধুই হিরে ভরা আছে তার অন্তরে-অন্দরে। তার 'সারফেস' বা পিঠেও মুঠো মুঠো হিরে। এত বড় হিরের খনির হদিশ এর আগে মেলেনি মহাকাশে! আলো ঠিকরে বেরচ্ছে। যেন কয়েক লক্ষ কোটি মেগাওয়াটের আলো! যার জাঁক-জৌলুস ছিঁড়েফুড়ে দিচ্ছে মহাকাশের অতল অন্ধকার!হাত বাড়ালেই সেই হিরের খনি। আমাদের থেকে মাত্র ৪০ আলোকবর্ষ (এক সেকেন্ডে এক লক্ষ ৮৬ হাজার মাইল গতিবেগে আলো এক বছরে যতটা দূরত্ব যায়, ততটা) দূরে। বলা যায়, আমাদের সৌরমণ্ডলের 'পাশের বাড়ির বন্ধু'! সেই হিরের খনি কত বড়, জানেন? চমকে যাবেন না! তিন-তিনটি পৃথিবীকে পাশাপাশি রাখলে, তা যতটা জায়গা জুড়ে থাকে, ততটা জায়গা জুড়ে রয়েছে ওই হিরের খনি। রাতের আকাশে যাকে আমরা ছাদে উঠে খালি চোখেই দেখতে পারি। 'ক্যান্সার' নক্ষত্রপুঞ্জে। যে চক্কর মারছে '55Cancri' নামে একটা অসম্ভব রকমের গরম তারা বা নক্ষত্রের চারপাশে। সেটাই তার 'সূর্য'। সেই 'সূর্য'কে চক্কর মারছে পাঁচটি গ্রহ। 'Cancri-a' থেকে 'Cancri-e'। আমরা যে হিরের খনির কথা বলছি, সেই 'Cancri-e' গ্রহটি ওই '

জেরক্সের দোকানের ‘দাদা’র বাড়ি থেকে উদ্ধার ছাত্রীর হাত-পা বাঁধা দেহ

Image
কোচিংয়ের সামনেই জেরক্সের দোকান। নোটস জেরক্স করাতে যাওয়ার সূত্রেই পরিচয়। সেই 'দাদা'রই বাড়িতে গিয়েছিল বছর চোদ্দোর কিশোরী ইশিতা দত্ত। তাঁদেরই বাড়ির বন্ধ ঘর থেকে উদ্ধার হল ছাত্রীর হাতপা বাঁধা মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বাগনান থানার নবাসনে। স্থানীয় সূত্রে খবর, বাগনানের এন ডি ব্লকের বাসিন্দা ইশিতা বুধবার বিকালে টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় ছাত্রীর বাবামা প্রথমে প্রাইভেট টিউটারের কাছে খোঁজ করেন। সেখান থেকে তাঁরা জানতে পারেন, ইশিতা সেদিন টিউশন পড়তে যায়নি। বাড়ি ফেরার পথে ইশিতার দুই বন্ধুর সঙ্গে তাঁদের দেখা হয়। ইশিতার পরিবারের দাবি, ওই দুই বন্ধু তাঁদের জানায়, পরিচিত কিশোর শুভময় মন্ডলের মায়ের সঙ্গে তাদের নবাসনের বাড়িতে যাওয়ার কথা ছিল ইশিতার। শুভময় কোচিং সেন্টারের পাশে একটি জেরক্সের দোকানে কাজ করে। মেয়ের দুই বন্ধুর কাছ থেকে শুভময়ের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে গিয়ে হাজির হন ইশিতার বাবামা। বাড়ির মালিক জানান, শুভময়রা সপরিবারে সন্ধ্যায় ঘরে তালা লাগিয়ে বেরিয়ে গিয়েছে। এরপরই বাগনান থানায় মেয়ের নামে নিখোঁজ ডায়েরি করেন ইশিতার মাবাবা। বাগনান থানার পুলিশ গিয়

বিমানে টয়লেটে চলছে অবাধ দেহ ব্যবসা! এয়ারহোস্টেসদের রোজগার কত জানেন?

Image
ওয়াশিংটনঃ  আকাশেও রমরমা দেহ ব্যবসা! খদ্দের বিমানের পয়সাওয়ালা যাত্রী! দিনের পর দিন এই ভাবে মোটা অঙ্কের আয় করে আসছিল এক বিমান সেবিকা! অবশেষে এই এয়ারহোস্টসের কীর্তি ফাঁস! এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, থাইল্যান্ডের এক তরুণী বিমান সেবিকা উড়ানের পর বিমানের টয়লেটে যাত্রীদের সঙ্গে দেহ ব্যবসা করে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। মধ্যপ্রাচ্যের এক এয়ারলাইন্সে বিমানসেবিকা হিসেবে কাজ করতেন এই থাই সুন্দরী। গত দুই বছরে বিমান আকাশে উড়ার পরেই যাত্রীদের সঙ্গে টয়লেটে যৌন ব্যবসা করে তিনি। আর তা করে এখনও পর্যন্ত এক কোটি মার্কিন ডলার আয় করেছেন বলে খবর৷ ওই থাই-সুন্দরী বিষয়টি স্বীকার করে বলেছেন, অনেক যাত্রীর সঙ্গে চলন্ত বিমানের টয়লেটে তিনি যৌন সম্পর্কে গিয়েছেন। বিশেষ করে উপসাগরীয় ও যুক্তরাষ্ট্রের মত দীর্ঘ যাত্রায় বিষয়টি বেশি হত। এসব ঘটনা কোন এয়ারলাইন্সে হত তা প্রকাশ করা হয়নি। তবে বিমান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই তরুণীকে বরখাস্ত করেছে। সম্প্রতি রাই আল ইয়াওম নামে আরবী ভাষার একটি ওয়েবসাইটে এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ওই তরুণী গাল্ফ এয়ারে কাজ করতেন। বিমানের যাত্রীদের কাছ থেকে সা

ভিডিও দেখে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা শিক্ষক দম্পতির! ঘটে গেল মর্মান্তিক ঘটনা

Image
মর্মান্তিক ঘটনা। তামিল নাড়ুর তিরুপ্পুরে ইউটিউবের ভিডিও দেখে বাড়িতেই এক সন্তানের প্রসব ঘটানোর চেষ্টা করেছিলেন এক দম্পতি। কিন্তু, প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হল মায়ের। পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করেছে। নবজাতক অবশ্য সুস্থই আছে। কার্তিকেয়ন ও কার্তিগা দুজনেই স্থানীয় এক বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন। তাঁদের একটি ৩ বছরের মেয়ে রয়েছে। তারপর আবার গর্ভবতী হন কার্তিগা। তাঁদের বন্ধুবান্ধব জানিয়েছেন নিজেদের দ্বিতীয় সন্তানের জন্ম বাড়িতেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই দম্পতি। গর্ভবতী হওয়ার পর থেকে তাই কোনও ডাক্তারও দেখাননি তাঁরা। রবিবার দুপুরে কার্তিগার লেবার পেইন শুরু হয়। কার্তিকেয়ন ইউটিউবে বাড়িতে সন্তান প্রসবের ভিডিও দেখে ২৮ বছরের কার্তিগাকে প্রসবে সাহায্য করেন। এই অবধি কোনও সমস্যা হয়নি। কিন্তু প্রসবের এক ঘন্টা পরই জন্ম কার্তিগার রক্তক্ষরণ শুরু হয়। কোনও ভাবেই রক্তপাত বন্ধ করতে না পেরে শেষে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স ডাকেন কার্তিকেয়ন। হাসপাতালে পৌঁছনোর আগেই কার্তিগার মৃত্যু হয়। তিরুপ্পুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে বুপাথি জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়। এরপরই পুলিশ কার্

ফেসবুক তথ্য ফাঁসে সিবিআই

Image
ফেসবুক থেকে কেমব্রিজ অ্যানালিটিকার ভারতীয়দের তথ্য চুরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল নরেন্দ্র মোদী সরকার। ফেসবুক থেকে ভারতীয়দের তথ্য চুরি করে কেমব্রিজ অ্যানালিটিকা তা নির্বাচনের কাজে কংগ্রেসকে বেচেছিল বলে অভিযোগ করেছিল বিজেপি। অ্যানালিটিকার খদ্দেরের তালিকায় বিজেপি-র নামও ছিল বলে পাল্টা অভিযোগ ওঠে। বুধবারই কেন্দ্রীয় ইলেকট্রনিকস ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক সিবিআইকে চিঠি লিখে এ বিষয়ে তদন্ত শুরুর নির্দেশ দেয়। আজ সংসদে মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ''কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক থেকে বেআইনি ভাবে ভারতীয়দের তথ্য চুরি করেছে বলে সন্দেহ। যা অপব্যবহার হয়ে থাকতে পারে। তথ্য-প্রযুক্তি আইন ও ভারতীয় দণ্ডবিধির সম্ভাব্য লঙ্ঘন নিয়ে তদন্ত করতে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।'' সিবিআই তদন্তের নির্দেশের পরে বিরোধী শিবিরে প্রশ্ন উঠেছে, রাহুল গাঁধী তথা কংগ্রেসকে চাপে ফেলতেই কি এই পদক্ষেপ? কারণ এর আগে রবিশঙ্করই অভিযোগ তুলেছিলেন, রাহুলের সোশ্যাল মিডিয়ায় প্রচার সামলায় ওই সংস্থাটি। রাহুলের পাল্টা যুক্তি ছিল, সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই এ সব অভিযোগ। ফেসবুক থেকে ফাঁস হওয়া তথ্য কেমব্রিজ কাদের বেচে

নদিয়ার নেতাদের নিয়ে বসছেন মমতা

Image
নদিয়ায় তৃণমূলের সাংগঠনিক অবস্থায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার সংগঠন ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে আজ শুক্রবার বিশেষ বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবারই দলের জেলা নেতৃত্বকে তা জানিয়ে দেওয়া হয়েছে। জেলার পর্যবেক্ষক হিসাবে বৈঠকে থাকার কথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দলনেত্রীর তোপের মুখে পড়লেন নদিয়ার তৃণমূল বিধায়কেরা। বিধানসভায় অধিবেশনের ফাঁকে এদিন দলনেত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জেলার একাধিক বিধায়ক। দলীয় সূত্রে জানা যায়, তখনই সদ্য পেরিয়ে আসা পঞ্চায়েত নির্বাচনে দলের ফল নিয়ে অসন্তোষ জানান তিনি। লোকসভার ভোটের আগে এই অবস্থা যে মেরামত করতে হবে, তা-ও জানিয়ে দিয়েছেন মমতা। সূত্রের খবর, সেই আলোচনায় ভর্ৎসনার সুরেই জেলার বিধায়ক তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কাছে তিনি জানতে চান, তাঁরা করছেন কী! একইভাবে নেত্রীর প্রশ্নের মুখে পড়েন অন্য বিধায়কেরাও। নেত্রীর প্রশ্নের মুখে পঞ্চায়েত নির্বাচনে কিছু অংশে খারাপ ফলের কথা মেনে নেন নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খান। বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে বিজেপি কীভাবে বেড়েছে, তারও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন বিধায়কেরা। তাতে অবশ্য সন্তুষ্ট হননি মমতা। তখনই তিনি

‘চাকরের কাজ’ করাতেন অফিসার, আত্মঘাতী জওয়ান

Image
ছ'মাসেরও বেশি সময় উর্দ্ধতন অফিসার নিজের কোয়াটার্সে আটকে রেখে তাঁকে চব্বিশ ঘণ্টার চাকরের কাজ করতে বাধ্য করতেন। পদে পদে সেই অফিসার এবং তাঁর বাড়ির অন্য সদস্যরা শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করতেন তাঁকে। অভিযোগ, সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তিন তলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর এই জওয়ান। মৃত জওয়ানের স্ত্রী সেই ডেপুটি কমান্ডান্ট পদমর্যাদার অফিসারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন। ৩০ বছর বয়সী সিআইএসএফ জওয়ান সুনীল প্রসাদ রজক ২০১৭ সালের ২৪ জুন রায়পুর থেকে বদলি হয়ে কলকাতায় আসেন। তাঁর পোস্টিং হয় নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইএসএফের 'বি' কোম্পানিতে। তাঁর স্ত্রী প্রতিমাও সিআইএসএফ কর্মী। তাঁরও পোস্টিং হয় বিমানবন্দরেরই 'এ' কোম্পানিতে। এয়ারপোর্ট থানার পুলিশকে জানানো লিখিত অভিযোগে প্রতিমা জানিয়েছেন, পোস্টিংয়ের দু'দিন পর থেকেই অর্থাৎ ২০১৭ সালের ২৬ জুন থেকে তাঁর স্বামীকে ডেপুটি কমান্ডান্ট কুমার পুরুষোত্তম বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত কোনও ডিউটি না দিয়ে, নিজের বাড়ির ডিউটি

মা-ছেলের মাথা ফাটাল চোর

Image
প্রথমে ভেবেছিলেন স্বপ্ন দেখছেন। কিন্তু পরক্ষণেই প্রৌঢ়া বুঝতে পারলেন ঘরে চোর ঢুকেছে। আর তাকে ধরতে যাওয়ায় লোহার রড দিয়ে মেরে প্রৌঢ়া ও তাঁর ছেলের মাথা ফাটিয়ে দিল চোর। বৃহস্পতিবার ভোরে সোদপুর ৬ নম্বর এইচবি টাউনের ঘটনা। পুলিশ সূত্রের খবর, স্বাস্থ্য কমিশনের কর্মী প্রসূনকুমার বিশ্বাস ও তাঁর মা রীতা বিশ্বাস মাস দেড়েক ধরে এইচবি টাউনের একটি দোতলা বাড়ির একতলায় ভাড়া রয়েছেন। ভোর চারটে নাগাদ আচমকা ঘুম ভাঙায় রীতাদেবী দেখেন লম্বাটে চেহারার এক যুবক আলমারি থেকে মোবাইল বার করছে। প্রৌঢ়া বলেন, ''প্রথমে ভেবেছিলাম স্বপ্ন দেখছি। কয়েক মিনিটের মধ্যে বুঝতে পেরে চোর চোর বলে চেঁচিয়ে উঠতেই ওই যুবক ছুটে বেরিয়ে যায়।'' চোরকে খুঁজতে বেরিয়ে প্রসূন দেখেন পাশের ঘরের জানলা ভাঙা। আর রান্নাঘরের দরজার পিছনে লুকিয়ে রয়েছে ওই চোর। অভিযোগ, তাকে কলার ধরে টেনে বের করার চেষ্টা করতেই সে প্রসূনের মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করে। এর পরেই পাশে থাকা রীতাদেবীকেও মাথায় বেশ কয়েক বার আঘাত করে গলার হার হাতের চুরি এবং আলমারি খুলে কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণ পরে থাকার পরে কোনও মতে রাস্তায় ব

খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু প্রৌঢ়ার

Image
গ্যারাজের লোহার গেটে আগে থেকেই লেগে ছিল খোলা বিদ্যুতের তার। জমা জল ঠেলে হাঁটার সময়ে সেই লোহার গেট ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে লিলুয়ার কুমোরপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মিতা চট্টোপাধ্যায় (৫৫)। অবিবাহিতা ওই প্রৌঢ়ার বাড়ি কুমোরপাড়াতেই। এ দিন সকালে তিনি কাছেই অন্য একটি বাড়িতে যাচ্ছিলেন। তখনই ঘটে ওই দুর্ঘটনা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ঘটনার পরে পুলিশ এবং সিইএসসি-কে খবর দেওয়া হলেও কারা আগে আসবে, এই টানাপড়েনের জেরে প্রায় আড়াই ঘণ্টা মৃতদেহটি জলেই পড়ে থাকে। এলাকার বাসিন্দারা বাঁশ দিয়ে দেহটি সরানোর চেষ্টা করেন। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে কেউ গ্যারাজের কাছাকাছি যেতে পারেননি। বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে হাওড়া পুরসভার বিভিন্ন এলাকার পাশাপাশি জল জমে গিয়েছিল লিলুয়ার কুমোরপাড়াতেও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় রাস্তা-সহ আশপাশের বাড়ির দরজা এবং নিকাশি নালা প্রায় এক ফুট জলের তলায় ছিল। তপন দাস নামে স্থানীয় এক বাসিন্দা জানান, বছর তিনেক আগে এলাকায় কেব্‌ল ফল্ট হওয়ায় সিইএসসি সমস্ত তার অস্থায়ী ভাবে রাস্তার উপর দিয়ে

রাজ্যের নাম ‘বাংলা’, সর্বসম্মত প্রস্তাব পাশ বিধানসভায়

Image
রাজ্যের একটাই নাম, 'বাংলা'। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়েছে। এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 'বাংলা'য় অনুমোদন দিলেই 'পশ্চিমবঙ্গ' এবং 'ওয়েস্ট বেঙ্গল' পাল্টে যাবে। এ দিন বিধানসভায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশনে হাজির সকল বিধায়কের উদ্দেশে তিনি বলেন, ''দু'বছর আগে আমরা সর্বসম্মত হয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম, তিনটি ভাষায় রাজ্যের নাম হোক। কিন্তু, ওরা রাজি হয়নি। আমরা অনেক বার অনুরোধ করেছি। কিন্তু কেন্দ্র বলেছিল, একটা নামই হোক। তাই আজ সর্বসম্মত ভাবে রাজ্যের একটাই নাম করতে চাই, 'বাংলা'। বাংলা থেকেই শুরু হোক বাংলা।'' মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে বিরোধীরা কোনও আপত্তি জানায়নি। ফলে রাজ্যের নাম সর্বসম্মতিক্রমে 'বাংলা'ই হচ্ছে। বিরোধীরা ঐকমত্য হলেও, তাঁরা দু'বছর আগের কথা মনে করিয়ে দিচ্ছেন। কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার বলেন, ''দু'বছর আগেই আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, একটাই নাম করুন। তখন করেননি। তা হলে আর এতটা সময় নষ্ট হত না।'' একই সুর শোনা গেল

কাঁটা নয়, ভারত আপাতত আপনার গোলাপটাকেই দেখছে ইমরান

Image
সংশয় ছিল, অবিশ্বাসের বাতাবরণ ছিল। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে ভারত-পাক সম্পর্ক কোন পথে গড়াবে, তা নিয়ে বিস্তর সন্দেহ ছিল। অকারণে এই সন্দেহ বা সংশয়ের বাতাবরণ তৈরি হয়নি। নির্বাচনী প্রচারে ইমরান খানের রাজনৈতিক ভাষ্য যেরকম ছিল, তাঁর ভারতবিরোধী কণ্ঠস্বর যতটা চড়া ছিল, তাতে সংশয় তৈরি হওয়া অত্যন্ত স্বাভাবিক। কিন্তু নির্বাচনের ফল ঘোষিত হতেই ইমরান খানের সুর বদলে গেল। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রিত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ইমরান তা নিজের ভাষণে স্পষ্ট বুঝিয়ে দিলেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য যত আসন দরকার, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ততগুলি আসন পায়নি। কিন্তু সেই জাদুসংখ্যার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ইমরান খানের দল, অন্য প্রতিপক্ষদের অনেক পিছনে ফেলে দিয়েছেন ইমরান, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়া প্রায় নিশ্চিত পাক ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়কের। অর্থাৎ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে আসা ইমরান এবার গোটা জাতিকে নেতৃত্ব দিতে চলেছেন। জীবনের এই নতুন অধ্যায়ের জন্য ইমরানের প্রতি শুভেচ্ছা রইল।

মেয়েরা কোথায়? জানা নেই সন্তান হারানো মায়ের

Image
ঝাঁ-চকচকে রাজধানীকে দূরে ফেলে এসেছি পাঁচ মিনিট আগে। পটপরগঞ্জ রোডের রাস্তার ওপারে অ্যাপার্টমেন্টের সারি, নির্মীয়মাণ মেট্রোর সদর্প উপস্থিতি। সেই বড় রাস্তা ছেড়ে অলিগলির ভুলভুলাইয়া ভেদ করে, ভেসে যাওয়া নর্দমা, হাঁটু-কাদা পেরিয়ে তবে মান্ডাবলীর পণ্ডিত চকের দু'নম্বর গলি। সরু ঘিঞ্জি সেই গলিতেই ঢাল্লু কুমারের দোতলা বাড়ি। যার একতলার একটি আট ফুটের খুপরিতে গত শনিবার এসে উঠেছিলেন বীণা দেবী ও তাঁর তিন শিশুকন্যা। মানসী, পারুল ও শিখা। পুলিশের মতে, অনাহার ও অপুষ্টিতে ভুগেই মারা গিয়েছে তিনটি শিশু। ময়নাতদন্ত রিপোর্ট বলছেন, অন্তত আট দিন কিছুই খাওয়া জোটেনি তাদের কারও। মান্ডাবলী থানায় দেখা হয়েছিল বীণাদেবীর সঙ্গে। চেয়ার বসে আপন মনেই পা দোলাচ্ছিলেন। বাঁ হাতের নখ দিয়ে এক মনে খুঁটছিলেন বেঞ্চের হাতল। বাহ্যজ্ঞানশূন্য নত দৃষ্টি। ''মেয়েরা কোথায়?'' প্রশ্ন করতে ফ্যালফ্যাল করে তাকালেন মধ্য তিরিশের বীণা। এক পলক থেমে ফের চোখ নামিয়ে মনোযোগ দিলেন বেঞ্চের হাতলে। বীণার স্বামী মঙ্গল, মেদিনীপুরের যুবকের এখনও কোনও খোঁজ নেই। তাতে অবশ্য অবাক নন মঙ্গলদের পুরনো পাড়ার লোকেরা। এর আগে মান্ডাবলীরই গলি নম্বর ১৪-ত

‘ক্রিকেট আর দেশ চালানো কিন্তু এক নয়’, ইমরানকে বার্তা আজহারউদ্দিনের

Image
নিজের অভিজ্ঞতা থেকে শুরুতেই একটা কথা বলতে পারি। ক্রিকেট মাঠ আর রাজনীতির ময়দান— দু'টো কিন্তু সম্পূর্ণ আলাদা মঞ্চ। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন দেখে ক্রিকেট মহলে হয়তো অনেকে খুশি। আমিও অভিনন্দন জানাচ্ছি ওঁকে। পাশাপাশি, অনুজ ক্রিকেটার এবং রাজনীতিবিদ হিসেবে একটা কথা মাথায় রাখার পরামর্শ দেব। একটা ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি করা আর দেশকে নেতৃত্ব দেওয়া কিন্তু এক নয়। ইমরান নিজে ক্রিকেট জীবনে খুব ভাল ক্যাপ্টেন তো ছিলেনই। দারুণ বোলারও ছিলেন। বিশেষ করে ওঁর ইনডিপারগুলো খেলতে ব্যাটসম্যানেরা সব চেয়ে সমস্যায় পড়ত। পায়ের দিকে যে বলগুলো গোত্তা খেয়ে এসে ঢুকত। প্রধানমন্ত্রী ইমরানের দিকে কিন্তু এ রকম অনেক মারণ ডেলিভারি ধেয়ে আসবে। সেগুলোকে কী ভাবে উনি সামলান, সেটাই ঠিক করে দেবে ওঁর ভাগ্য। আমি রাজনীতির মাঠের নেতা ইমরানের কথা বলতে পারব না। কারণ, ওই দিকটা আমি দেখিনি। মাঠে দাঁড়িয়ে প্রতিপক্ষ ক্যাপ্টেন হিসেবে ওঁকে দেখেছি। খুবই স্পোর্টিং ছিলেন। ভারত-পাকিস্তান ম্যাচে এত ধুন্ধুমার ব্যাপার থাকে। দু'দেশের মানুষ সব কিছু ছেড়ে এই একটা ম্যাচে জিততে চায়। বিশ্বকাপের মতো আসরে গিয়ে দেখেছি, মানুষ চাইছ

ভারত এক কদম এগোলে আমি দু’কদম এগোব: ইমরান

Image
কাশ্মীরই দু'দেশের মধ্যে সব চেয়ে বড় সমস্যা। সেই সমস্যা মেটানোর লক্ষ্যে ভারত এক পা এগোলে তিনি দু'পা এগোতে রাজি। কিন্তু তাঁর দাবি, এখন চেষ্টাটা নেহাতই একপেশে। কারণ, ভারত শুধুই দোষারোপ করে যায়। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া যখন স্রেফ সময়ের অপেক্ষা, তখন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তৃতায় নরমে-গরমে ভারতকে এমনই বার্তা দিলেন ইমরান খান। বললেন, ''গত ৩০ বছর ধরে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পাকিস্তানি ও ভারতীয় নেতৃত্বের এক টেবিলে বসে সমস্যা মেটানোর চেষ্টা করা উচিত।'' ইমরান যখন এই বক্তৃতা দিচ্ছেন, তখন নওয়াজ় শরিফের পিএমএল-এনের চেয়ে প্রায় দ্বিগুণ আসনে এগিয়ে তাঁর দল তেহরিক-এ-ইনসাফ (পিটিআই)। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ঘোষিত ১৯৪টি আসনের মধ্যে পিটিআই জিতেছে ৯৮টি আসনে, সেই সঙ্গে আরও ২০টি আসনে এগিয়ে তারা। পিএমএল-এন জিতেছে ৪৯টিতে, এগিয়ে ১৪টিতে। বিলাবল ভুট্টো জ়ারদারির পিপিপি মাত্র ২৩টি আসনে জিতেছে, এগিয়ে ২০টিতে। ব্যাপক রিগিংয়ের অভিযোগ তুলেছে পিএমএল-এন, পিপিপি-সহ বেশ কয়েকটি দল। ইউসুফ রাজা গিলানি, শাহিদ খকন আব্বাসির মতো প্রাক্তন প্রধানমন্ত্রীরা হেরেছেন। ভারত সর