আজ থেকে সস্তা হচ্ছে পঞ্চাশটিরও বেশি জিনিসপত্রের দাম


নয়াদিল্লি: সুখবর ! আজ থেকে ৫০টিরও বেশি নিত্য়প্রয়োজনীয় জিনিসপত্র সহ একাধিক সামগ্রীর দাম কমছে ৷ গত সপ্তাহেই জিএসটি কাউন্সিলের বৈঠকেই প্রায় ৫০টিরও বেশি জিনিসপত্রের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ৷ অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছিল ৷ তাই আজ থেকেই কার্যকর হচ্ছে সেই সিদ্ধান্ত ৷

জিএসটির ২৮তম বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল এবার থেকে স্যানিটারি ন্যাপকিনের উপর থেকে জিএসটির তুলে নেওযা হয়েছে ৷ ১০০০ টাকা দামের জুতোর উপর জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হবে ৷ এছাড়াও ওয়াশিং মেশিনের উপর থেকে জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে ৷ সেই সঙ্গে প্রায় ১০০টিরও বেশি জিনিসপত্রের উপর থেকে জিএসটি কমানোর মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এছাড়াও জিএসটির রিটার্নে মাত্র পূরণ করতে হবে একটি পাতা ৷ স্যানিটারি ন্যাপকিন, বিভিন্ন ধরনের পাথর, মার্বেল, রাখী, কাঠ, মূর্তির উপর থেকে  জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে ৷

যে সামগ্রী গুলির জিএসটি ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হয়েছে সেগুলি হল লিথিয়াম, টিভি, ভ্যাকুয়ম ক্লিনার, মিক্সি, স্টোরেজ বাটার হিটার, হেয়ার ড্রায়ার, প্যান্ট, বার্নিশ, ওয়াটার কুলার প্রভৃতি ৷

১২ শতাংশ জিএসটি করা হয়েছে যে সব সামগ্রীর দামে জুয়েলারী বক্স, পেন্টিং সামগ্রী, পেন্টিং গ্লাস প্রভৃতির জিএসটি কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে ৷

অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে আগামী ৪ অগাস্ট ফের দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠক আছে সেখানে আরও কিছু জিনিসপত্রের দাম কমানো নিয়ে বিবেচনা করা হতে পারে মনে করা হচ্ছে ৷