Posts

Showing posts from September 28, 2018

সহজ জীবনযাপনে সবার ওপরে অন্ধ্র

Image
'সহজ কথাটা আসে না সহজে, যা হোক করে বাঁচার গরজে'… সহজ কথা আসে না, সহজ হাসি নেই ঠোঁটে, সহজ বাঁচা সেই কবেই ভুলেছি আমরা। দেশ জুড়ে কোথায় কত সহজভাবে বাঁচা যায়, তার একটি সমীক্ষা হয়েছিল। তালিকার শীর্ষে উঠে এল অন্ধ্রপ্রদেশের নাম। কেন্দ্রের অম্রুত প্রকল্পের আওতায় এই সমীক্ষা হয়েছিল। অন্ধ্রপ্রদেশের পরেই তালিকায় রয়েছে ওড়িশা এবং মধ্যপ্রদেশ। আর পশ্চিমবঙ্গ বা কলকাতা? দেশের মোট ১১১ টি শহর অংশ গ্রহণ করলেও তিলোত্তমা নাকি অংশ গ্রহণ করেনি এই সমীক্ষায়। কীসের ভিত্তিতে হয়েছে সমীক্ষা? বেশ কিছু মাপকাঠি ছিল। মূলত শহরের পরিকাঠামো এবং ন্যূনতম পরিষেবা রয়েছে কিনা, সেটাই দেখা হয়েছে সমীক্ষায়। সমীক্ষা যেহেতু তুলনামূলক, তাই ১০০-এর মধ্যে নম্বর দেওয়া হয়েছে প্রতিটি শহরকে। ৪৫ নম্বর বরাদ্দ ছিল পরিকাঠামোর জন্য। প্রাতিষ্ঠানিক এবং সামাজিক, এই দুটি মাপকাঠির ওপরই ২৫ নম্বর করে বরাদ্দ ছিল। সমীক্ষার পোশাকি নাম 'ইজ অব লিভিং ইন্ডেক্স'। সমীক্ষা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, "এই সমীক্ষার ফলে ভবিষ্যতে দেশের সব রাজ্য এবং শহর তাদের পরিকল্পনা আরও উন্নত করার চেষ্টা করবে।" প্রসঙ্গত উল্লেখ্য, মা

সেক্স করতে অস্বীকার করায় যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ মহারাষ্ট্রে

Image
বিড (মহারাষ্ট্র) : সেক্স করতে অস্বীকার করায় যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম সাইরা পাঠান। ঘটনাটি মহারাষ্ট্রের বিডের। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত আয়ুব পাঠানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে সাইরার সঙ্গে সেক্স করতে চেয়েছিল আয়ুব। কিন্তু, শরীর ভালো না থাকায় সেক্স করতে অস্বীকার করেন সাইরা। তা শুনেই রেগে যায় আয়ুব। অভিযোগ, রান্নাঘর থেকে স্টোভ নিয়ে এসে তার মধ্যে থাকা কেরোসিন সাইরার গায়ে ঢেলে দেয়। এরপর তাঁকে জ্বালিয়ে দিয়ে ঘর থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। সাইরার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে এসে তাঁকে জ্বলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে কোনওরকমে আগুন নিভিয়ে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরের ৭৫ শতাংশই পুড়ে গেছিল।  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুকালীন জবানবন্দীও দেন তিনি। এই ঘটনার জন্য স্বামীকেই দায়ি করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে আয়ুবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

মোদী সরকারের দারুণ ঘোষণা! ২০০০ টাকা জমিয়ে পান ১১ লক্ষ

Image
নয়াদিল্লি: দেশের শিশু কন্যাদের ভবিষ্যত সুরক্ষিত করতে মোদী সরকার নিয়ে এসেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই)৷ যেখানে প্রতি মাসে জমা করুন মাত্র ২০০০ টাকা, আর ১৪ বছর পর পেয়ে যান ১১ লক্ষ টাকা৷ প্রতি মাসে ২০০০ টাকা করে জমালে ১৪ বছর পর বিনিয়োগের পরিমান হবে ৩.৩৬ লক্ষ টাকা৷ সম্প্রতি, সরকার বদল এনেছে সুকন্যা সমৃদ্ধি অ্যকাউন্টের সুদের হারে, নতুন সুদের পরিমান ৮.৫ শতাংশ৷ আগে সুদের হার ছিল ৮.১ শতাংশ৷ প্রত্যেক বছরই সরকার সুদের হারে পরিবর্তন এনে থাকে৷ সরকারি প্রকল্প হওয়ার দরুণ যোজনাটিতে বিনিয়োগ হতে পারে একটি সুরক্ষিত বিনিয়োগ৷ গ্রাহকের বৈধ অভিভাবক অ্যাকাউন্টটি খুলতে পারবেন৷ যদি কেউ এক বছরের শিশুর জন্য অ্যাকাউন্টটি খোলেন এবং নিয়ম মেনে ১৪ বছর পর্যন্ত বিনিয়োগ করেন৷ তবে, সেই গ্রাহক ২২ বছর বয়সে পাবেন ১১,০০,০০০ টাকা৷ আবার কেউ যদি প্রতি মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করেন ১৪ বছর পর্যন্ত৷ তবে, সেই গ্রাহক ২২ বছর বয়সে ২৮,০০,০০০ টাকা পাবেন৷ এসএসওয়াই অ্যাকাউন্টে ১৪ বছর পর্যন্তই বিনিয়োগ করতে হবে৷ তবে, গ্রাহক টাকাটি ২১ বছর উত্তীর্ণ হলে তবেই তুলতে পারবেন৷ এসএসওয়াই অ্যাকাউন্টে গ্রাহক ২৫০ টাকা (প্রতি

রাজ্য সরকারি কর্মীদের জন্যে বড় নির্দেশিকা জারি করল নবান্ন

Image
কলকাতা:  রাজ্য সরকারি কর্মীদের জন্যে সুখবর! পেনশন সংক্রান্ত সমস্যা মেটাতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে অবসরের দুবছর আগেই তৈরি হয়ে যাবে পেনশন সংক্রান্ত ফাইল। এই বিষয়ে আজ শুক্রবার কড়া নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। যেখানে পরিস্কার বলা রয়েছে, যাতে এবার থেকে অবসরের ঠিক পরেই রাজ্য সরকারি কর্মীরা পেনশন পেয়ে যান সেটা নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, অবসরের পরে পেনশন পাওয়া নিয়ে নানারকম সমস্যায় পড়েন রাজ্য সরকারি কর্মীরা। একাধিক অভিযোগ জমা পড়ে অর্থ দফতরে। এমনকি সঠিক সময়ে পেনশন না পাওয়াতে মামলা পর্যন্ত হয়। ফলে নানা চাপ বাড়ে রাজ্য সরকারি কর্মী থেকে সরকারকেও। আগামীদিনে যাতে এই সমস্যায় না পড়তে হয় সরকার এবং রাজ্য সরকার উভয়কেই সেজন্যে কড়া নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। নয়া নির্দেশিকাতে বলা হয়েছে যে এবার থেকে রাজ্য সরকারি কর্মীদের অবসরের দু বছর আগেই তৈরি হয়ে যাবে পেনশন সংক্রান্ত ফাইল। আর অবসরের ঠিক ছয়মাস আগে অ্যাকাউন্ট জেনারেলের অফিসে যাতে জমা পড়ে যায় এই বিষয়ে সমস্ত তথ্য সেটাই দেখতে বলা হয়েছে নির্দেশিকাতে। আর তা ঠিকঠাক ভাবে করতে পারলে এবার থেকে আর সরকারি কর্মীদের অবসরের পর পেনশনের জন্যে হা

প্রচুর কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিগ বাজার

Image
হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি পুজো! সমস্ত আউটলেটেই ক্রমশ ভিড় বাড়ছে বিগবাজারের। আর সেই ভিড় সামলাতে সেই সমস্ত আউটলোটের জন্যে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বিগবাজার। পুরুষ এবং মহিলা উভয়েই এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক প্রার্থীরা অনলাইন কিংবা সরাসরি আবেদন জানাতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে বিগবাজারের এই নিয়মগুলি অবশ্যই ভালো করে পড়া উচিত। শুধু তাই নয়, আবেদনের ক্ষেত্রে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। জেনে নিন সেই জরুরি তথ্যগুলি- How To Apply : Official website- www.bigbazaar.কম। এছাড়াও সরাসরি শহরের যে কোনও বিগবাজারের শোরুমে আবেদন জানাতে পারবেন।

বন্ধ হতে চলেছে রাজ্যের অধিকাংশ সিনেমাহল

Image
কলকাতা: ঝাঁ চকচকে ম্যালটিপ্লেক্স কাছে মাথা নুইয়েছে 'এলিট'। ঐতিহাসিক এই প্রেক্ষাগৃহের দরজা বন্ধ হয়ে গিয়েছে চিরতরে। কিন্তু এবার সমস্যা আরও জটিল। যে জটে আটকে বন্ধ হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের অধিকাংশ হলের দরজা। আজকাল সিঙ্গেলস্ত্রিনে বেশি দর্শক সিনেমা দেখতে আসেন না। ব্যবসার নেই রমরমা সেই বাজার। অথচ দিন দিন এসি, চেয়ার, লাইট বেড়ে চলেছে সব বিলের বোঝা। তাই এবার থেকে সিনেমাহলের টিকিটে যোগ করা হোক মেন্টেনেন্স চার্জ। এই দাবিতে সরব ইমপা। ইমপার প্রেসিডেন্ট কৃষ্ণ দাগার কথায়, "দিন কে দিন বিদ্যুতের দাম বাড়ছে। ফলে পাল্লা দিয়ে আনুষঙ্গিক খরচও বাড়ছে। সেই জায়গায় ১৭ বছর আগেকার সর্ভিস চার্জ নিয়ে আর হল চালানো সম্ভব হচ্ছে না। তাই টিকিটে মেন্টেনেন্স চার্জ যোগ না করলে হল মালিকদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। তাই অবিলম্বে সরকার যদিও ব্যবস্থা না নেন, তাহলে নিরুপায় হয়ে পুজোর আগে বন্ধ করে দিতে হতে পারে সিনেমাহল গুলি।" তাই রাজ্যে সিঙ্গেলস্ক্রিন বাঁচানোর জন্য, টিকিটে দামে পরিবর্তন এনে মেন্টেনেন্স চার্জ নেওয়া হোক। এই দাবিতে সম্প্রতি নন্দনে বৈঠক করা হয় ইমপার তরফ থেকে। যেখানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী অরূপ

অনির্দিষ্টকালের জন্য নমাজ পড়া বন্ধ জামিয়া মসজিদে

Image
শ্রীনগর: ঐতিহ্যবাহী জামিয়া মসজিদে নমাজ পড়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জম্মু কাশ্মীরের প্রশাসন৷ নতুন করে শ্রীনগরে উত্তেজনা ছড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সিদ্ধান্ত৷ তাই সকাল থেকে মসজিদের সামনে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী৷ বন্ধ করে দেওয়া হয় মসজিদের সব গেট৷ মীরওয়াজ উমর ফারুককে ঘরবন্দি করে রাখা হয়েছে৷ প্রত্যেক শুক্রবার যিনি মসজিদে ধর্মীয় উপদেশ দিয়ে থাকেন৷ পাশাপাশি মসজিদের আশেপাশের এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ বৃহস্পতিবার জঙ্গি নিধন অভিযান চলাকালীন শ্রীনগরের অদুরে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান এক কাশ্মীরি৷ ঘটনার প্রতিবাদে এদিন বনধ ডাকে বিচ্ছিন্নতাবাদীরা৷ তারপর থেকেই আবারও উত্তপ্ত হয়ে ওঠে শ্রীনগর৷ ট্যুইট করে হুরিয়ত কনফারেন্স নেতা মীরওয়াজ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান৷ লেখেন, চলতি বছরে এই নিয়ে ১৫বার মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হল৷ এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জম্মু কাশ্মীরের লিবারেশন ফ্রন্ট চেয়ারম্যান মহম্মদ ইয়াসিন মালিককে প্রিভেনটিভ কাস্টডিতে নেয় নিরাপত্তা বাহিনী৷ তবে বনধের জেরে শ্রীনগরের অধিকাংশ জায়গায় দোকান, শিক্ষা ও ব্যবসায়ী

মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে ইরান থেকে তেল কিনবে ভারত

Image
তেহরানঃ  ইরান থেকে তেল কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। সেই নিষেধাজ্ঞা উড়িয়ে ইতিমধ্যে ইরান থেকে তেল কেনা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে চিন। ভারতও ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে অন্যতম ক্রেতা। কিন্তু মার্কিন এই নিষেধাজ্ঞার কারণে ভারত ইরান থেকে তেল কিনবে কিনা তা নিয়ে যথেষ্ট উদ্বেগ ছিল। অবশেষে সেই উদ্বেগ কাটল। মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে ইরানের বিদেশমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, ভারত ইরান থেকে তেল কিনবে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রসংঘে এই বিষয়ে আলোচনায় বসে ভারত এবং ইরান। উপস্থিত ছিলেন সুষমা স্বরাজ এবং ইরানের বিদেশমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। বৈঠক শেষে জারিফ জানান, ভারত ইরান থেকে তেল কিনবে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে ইরান পরমাণু চুক্তি থেকে সরিয়ে নেন এবং দেশটির উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এছাড়াও ইরানের তেল রফতানি শূন্যের কোটায় নামিয়ে আনতে ট্রাম্প প্রশাসন দেশটির উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, যা আগামী ৪ নভেম্বর থেকে কার্যকর হবে। শুধু তাই নয়, এই নিষেধাজ্ঞা যে দেশ

মুভি রিভিউ: স্ক্রিপ্ট নড়বড়ে, তবু ‘সব কুছ বড়িয়া হ্যায়’!

Image
ছবি: সুই ধাগা মেড ইন ইন্ডিয়া পরিচালনা: শরত কাটারিয়া অভিনয়: অনুষ্কা শর্মা, বরুণ ধবন, রঘুবীর যাদব, নমিত দাস, যামিনী দাস ছোট শহর। অতি সাধারণ নিম্নবিত্ত যাপন। ঘরে-বাইরে নিয়মিত সংগ্রাম। বাড়িতে বাপের ধ্যাতানি। বাইরে বসের চড়থাপ্পড়। দু'মিনিট বৌয়ের সঙ্গে শান্তিতে গল্প করা দূরে থাক, কোনও দিন একসঙ্গে বসে দুপুরের খাওয়াটুকুও সারেননি! তবু মওজি'র (বরুণ ধবন) জীবন দর্শন 'সব কুছ বড়িয়া হ্যায়'। শুধু মওজি কেন, শেষমেশ 'সুই ধাগা মেড ইন ইন্ডিয়া'র সারমর্ম, জীবনে যা-ই হোক, 'সব কুছ বড়িয়া হ্যায়'। উপলক্ষ, বসের ছেলের বিয়ে। পরিবারের সবাইকে নিয়ে হাজির হয় মওজি। মনোরঞ্জনের জন্য রোজের মতো সে দিনও মওজিকে কুকুর বানিয়ে আনন্দ লোটে সবাই। প্রথম বার মওজির স্ত্রী মমতার (অনুষ্কা শর্মা) চোখের সামনে ঘটে সবটা। বাড়ি ফিরে অপমানিত মমতার প্রশ্ন: "ওরা তোমাকে রোজ কুকুর বানায়?" হেলদোলহীন মওজির উত্তর: "রোজ কে কুকুর হবে? কোনও দিন গলির ষাঁড় বানায়, কখনও বাঁদর!" রোজের এই অপমান, লাঞ্ছনার প্লে-অ্যাক্ট থেকে তার স্বামীর কি তবে কোনও নিষ্কৃতি নেই? মমতার চোখের জল মওজির অত্মসম্মানের জন্ম দেয়। শুরু নি

সুনামি আছড়ে পড়ল ইন্দোনেশিয়ার শহরে

Image
সুনামি আছড়ে পড়ল ইন্দেনেশিয়ায়। তীব্র ভূকম্পের পর এ বার সুনামির ধাক্কা লাগল ইন্দোনেশিয়ার পালু শহরে। ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সির তরফে এই খবর দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভয়াবহ ভূকম্পের পরেই সুলাওয়েসি দ্বীপে সুনামি আছড়ে পড়েছে পালু শহরে। তার আগে শুক্রবার ইন্দোনেশিয়া কেঁপে ওঠে তীব্র ভূকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। তাতে অন্তত এক জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১০ জন। শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা। কেন্দ্রস্থল সুলাওয়েসি দ্বীপ। কিছুক্ষণের মধ্যেই সুনামি সতর্কতা জারি করে উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয় বাসিন্দাদের। মার্কিন জিওলজিক্যাল সার্ভে প্রথমে জানিয়েছিল, কম্পনের মাত্রা ৭.৭। তবে পরে জানানো হয়, রিখটার স্কেলে ৭.৫ তীব্রতার কম্পন ধরা পড়েছে। ইন্দোনেশিয়ার পাশাপাশি জাপানেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা।  ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে প্রথম সারিতেই রয়েছে ইন্দোনেশিয়া। মাঝেমধ্যেই কেঁপে উঠে এই দ্বীপ রাষ্ট্র। ২০০৪ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্প এবং তার জেরে সুনামি আছড়ে পড়ে অন্তত ১৩টি দেশে। সব দেশ মিলিয়ে দু'লক্ষেরও ব

‘লভ জিহাদ’-এর জিগির তুলে মেরঠে মুসলিম যুবকের যৌনাঙ্গে আঘাত!

Image
'লভ জিহাদ'-এর জিগির তুলে গণধোলাই, এমনকি খুন পর্যন্ত হতে দেখেছে এ দেশ। সেই ঘটনারই আরও এক বার সাক্ষী রইলউত্তরপ্রদেশের মেরঠ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই শোরগোল শুরু হয়েছে। নাক-মুখ ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, চোখ থেকে রক্ত বেরোচ্ছেআর সমানতালে চলছে লাথি-ঘুসি-কিল। সেই সঙ্গে চলছে শাসানি। 'লভ জিহাদ'-এর অভিযোগ এনে এক মুসলিম যুবককে এ ভাবেই মারধরের ঘটনা প্রকাশ্যে এল। শুধু তাই নয়, অভিযোগ পুলিশের সামনেই ওই যুবককে মারধর করা হচ্ছিল, কিন্তু তারা ছিল নীরব দর্শক। ঠিক কী হয়েছিল? রবিবার সকালে হিন্দু সম্প্রদায়ের এক তরুণী ওই যুবকের বাড়িতে  গিয়েছিলেন বই নেওয়ার জন্য। বই নিয়ে তরুণী বাড়ি থেকে বেরিয়ে আসতেই ১৫-১৬ জনের এক দল যুবকআচমকাই ওই যুবকের বাড়িতে হামলা চালায়। যুবককে টেনে বের করে প্রথমে শাসিয়ে বলা হয়, 'ভিন্‌ ধর্মের মহিলার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের নামে রোম্যান্স করা হচ্ছে?' যুবকের দাবি, এ রকম কোনও ব্যাপার নয়— এ কথা বলা সত্ত্বেও তাঁর কথায় কান দেয়নি হামলাকারীরা। তরুণীকেও শাসানো হয়। অভিযোগ, এর পরই শুরু হয় গণধোলাই। লাথি-ঘুসি-কিল-চড় কোনও কিছুই বাদ যায়নি। রক্ত বার হওয়

স্লোগান থামাতে বলায় ‘দেশদ্রোহী’ তকমা! এবিভিপি-র ছাত্রদের পায়ে ধরে ‘শিক্ষা’ দিলেন অধ্যাপক

Image
ক্লাসের বাইরে 'ভারত মাতা কি জয়' স্লোগান। ক্লাস নিতে অসুবিধা হচ্ছে বলতেই কলেজের অধ্যাপককে 'দেশদ্রোহী' বলে দেগে দিলেন বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি সমর্থকরা। দাবি তুললেন ওই অধ্যাপককে ক্ষমা চাইতে হবে। আর তার পর যে গাঁধীগিরির 'শিক্ষা' দিলেন অধ্যাপক, তাতে লজ্জায় মুখ লুকনোর জায়গা পেলেন না ছাত্রনেতারা। ঘটনা মধ্যপ্রদেশের মন্দসৌরের রাজীব গাঁধী পিজি কলেজের। কী করলেন তিনি? ক্ষমা চাওয়ার দাবি তুলতেই ছাত্রদের পায়ে পড়তে শুরু করলেন ১০-১২ বইয়ের লেখক বর্ষীয়ান অধ্যাপক দীনেশচন্দ্র গুপ্ত। ঘটনায় হতচকিত ছাত্ররা পালাতে শুরু করলেন। কিন্তু অধ্যাপক নাছোড়। দৌড়ে তাঁদের পিছু ধাওয়া করেই পায়ে ধরে ক্ষমা চাইবেন। বুধবারের এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল। এবিভিপি-র সমালোচনায় সরব নেটিজেনরা। ছাত্রদের আচরণের সমালোচনা করেছেন কলেজের অধ্যক্ষ। ক্ষমা চেয়ে নিয়েছে এবিভিপি-র স্থানীয় নেতৃত্ব। কী হয়েছিল বুধবার। জানা গিয়েছে, বুধবার ক্লাস নিচ্ছিলেন অধ্যাপক দীনেশবাবু। সেই সময় এবিভিপি সমর্থকরা একটি স্মারকলিপি জমা দিতে আসেন। ক্লাসের বাইরে স্লোগান তুলতে থাকেন, 'ভারত মাতা কি জয়'

সংগ্রামপুর বিষমদকাণ্ডে খোঁড়া বাদশার যাবজ্জীবন

Image
কলকাতা: বিষমদ কাণ্ডে অভিযুক্ত চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। দোষী সাব্যস্ত নুর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশা সহ মোট চার জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ৫০,০০০ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। খোঁড়া বাদশার জন্য অতিরিক্ত ১০ বছরের কারাদণ্ড ও আরও ২৫,০০০ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। আলিপুর আদলতের ৬ নম্বর এজলাসের এডিজে পার্থসারথী চক্রবর্তী রায় ঘোষণা করেন বৃহস্পতিবার৷ শুক্রবার সকালে সাজা ঘোষণা করা হয়েছে৷ ২০১১ সালে দক্ষিণ ২৪ পরগানার উস্তি থানার সংগ্রামপুরে বিষ মদ পান করে কয়েকশ মানুষ অসুস্থ হয়ে পড়েন৷ এদের মধ্যে ১৭২ জনের মৃত্যু হয়৷ অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে নুর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশার৷ ঘটনায় মোট ১১ জনের বিরুদ্ধে উস্তি থানায় অভিযোগ দায়ের হয়৷ এদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, ষড়যন্ত্র সহ বেঙ্গল এক্সাইজ অ্যাক্টেও মামলা রুজু হয়৷ ২০১২ সালের ১২ই ফেব্রুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা করে পুলিশ৷ প্রায় ছয় বছর ধরে মামলা চলে৷ এর মধ্যে মোট ৫৬ জনের সাক্ষ নেওয়া হয় আদালতে৷ সবদিক বিচার করে আদালত এদিন ১১ জন অভিযুক্তের ভেতর খোঁড়া বাদশা সহ মোট চার জনকে দো

এবার ১৭০০ কোটি টাকা প্রতারণার ফাঁদে PNB

Image
    দিল্লি : ফের আর্থিক প্রতারণার অভিযোগ। হায়দরাবাদের একটি টেলিকম সরঞ্জাম উৎপাদনকারী সংস্থা এবং তার মালিকের বিরুদ্ধে মামলা রুজু করল CBI। PNB-র অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক থেকে প্রায় ১৭০০ কোটি টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। হায়দরাবাদে সংস্থার অধিকর্তার বাড়ি এবং অফিস সহ তিন জায়গায় তল্লাশি চালিয়েছে CBI। সংস্থার অধিকর্তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ করা হয়েছে। পলাতক গয়না ব্যবসায়ী নীরব মোদি এবং গীতাঞ্জলি গ্রুপের মেহুল চোকসির প্রতারণার জেরে এমনিতেই সাড়ে ১৩ হাজার কোটি টাকার বোঝা চেপে আছে PNB-র ঘাড়ে। এর উপর টেলিকম সরঞ্জাম উৎপাদনকারী সংস্থার প্রতারণায় আরও ফাঁপড়ে পড়ল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

ছেলের দ্বিতীয় বিয়ে রুখতে ধরনায় বউ, মা-ও

Image
অবস্থান: বিয়ে আটকাতে শাশুড়ি ও বউমার ধরনা। ছেলের দ্বিতীয় বিয়ে আটকাতে বিয়ে আটকাতে পুত্রবধূর পাশে দাঁড়ালেন শাশুড়ি। বৃহস্পতিবার কোচবিহারের নিউটাউন এলাকায় পুত্রবধূ ও তাঁর সাড়ে তিন বছরের শিশু সন্তানকে নিয়ে বিয়ে বাড়ির সামনে ধরনায় বসেন শাশুড়ি। পুলিশ সূত্রের খবর, ওই গৃহবধূর নাম সুলগ্না সাহা। শাশুড়ির নাম গায়ত্রী সাহা। অভিযুক্ত স্বামীর নাম দীপক কুমার সাহা। বিষয়টি নিয়ে এ দিন সুলগ্নাদেবী কোচবিহার কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি ওই ঘটনায় উপযুক্ত ব্যবস্থাগ্রহণের দাবি তুলেছেন। কোচবিহারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে বলেন, "ওই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।" ওই গৃহবধূর সঙ্গে এ দিন থানায় যান কোচবিহার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ সাহা। তিনি বলেন, "ওই গৃহবধূর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এভাবে কেউ দ্বিতীয় বিয়ে করতে পারে না। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি করেছি আমরা।" কোচবিহার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অমরতলা এলাকার বাসিন্দা গায়ত্রীদেবী। কোচবিহার বাজারে তাঁদের কাপড়ের ব্যবসা রয়েছে। ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর তাঁর ছেলে দীপকবাবু সামাজিক মতে সুলগ্নাদেবীকে বিয়ে করেন। বিয়ের পড়ে তাঁদের একট

রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রোয় ঝাঁপ, অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহত

Image
মেট্রোয় ফের আত্মহত্যায় চেষ্টা। শুক্রবার বেলা পৌনে এগারোটা নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দেন এক যুবক। এই ঘটনার জেরে আপ-ডাউন দু'দিকের মেট্রো চলাচলই প্রায় ঘণ্টা খানেক বন্ধ হয়ে যায়। এই সময় ময়দান থেকে নোয়াপাড়া এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী মুখোপাধ্যায় জানিয়েছেন, এ দিন আপ লাইনে ঝাঁপ দেন এই যুবক। যদিও চালক দ্রুততার সঙ্গে গাড়ি থামিয়ে দেন। ফলে প্রাণে বেঁচে যান ওই যুবক। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় মেট্রো রেলের তরফে। ওই যুবকের নাম-পরিচয় কিছুই জানা যায়নি। মানসিক অবসাদ থেকেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অফিস টাইমে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া। মাঝে মধ্যে এ ভাবে মেট্রোয় আত্মহত্যার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

শবরীমালা মন্দিরে ঢুকতে পারবেন সব বয়সের মহিলারা, রায় সুপ্রিম কোর্টের

Image
শবরীমালা মন্দিরে ঢুকতে পারবেন সব বয়সের মহিলারা, রায় সুপ্রিম কোর্টের।  ৫৩ বছরের পুরনো প্রথাকে বাতিল করে সব বয়সের মহিলাদের জন্য শবরীমালা মন্দিরের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট। এতদিন এই মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সের মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার ছিল না। আজ শুক্রবার প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছে। রায়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ধর্মাচরণে সবার সমানাধিকার রয়েছে। সব মন্দিরে ঢোকার ক্ষেত্রে সবার সমানাধিকার রয়েছে। ধর্মাচরণের ক্ষেত্রে কোনও বৈষম্য চলে না। কেরলের শবরীমালা মন্দিরের আরাধ্য দেবতা আয়াপ্পা স্বামী। এই মন্দিরে ১০ থেকে ৫০ বছরের মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ৫৩ বছর ধরে চালু এই প্রথাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। সব মামলা একত্রিত করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি এ এম খানউইলকার এবং বিচারপতি ইন্দু মালহোত্র। প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে আট দিনের শুনানি শেষ

বাড়ি ফাঁকা রেখে পুজোয় ঘুরতে যাবেন না, বলছে কলকাতা পুলিশই

Image
বাড়ি ফাঁকা রেখে দুর্গাপুজোর অঞ্জলি দিতে যাবেন না। সন্ধ্যার পর অথবা রাতের দিকে প্রতিমা দর্শন করতে গেলে পরিবারের কেউ বাড়িতে থাকাই ভাল।পুজোর আগে কলকাতাবাসীকে পরামর্শ কলকাতা পুলিশের। কারণ, ফাঁকা বাড়িই যে কোনও সময় 'টার্গেট' হয়ে উঠতে পারে দুষ্কৃতীদের। এই সময় কলকাতার বাইরে থেকে চোরেরা আসে। দরজার লক ভেঙে অথবা জানালার গ্রিল খুলে তারা অনায়াসেই ভিতরে ঢুকে পড়তে পারে। আলমারি ভেঙে চুরি করতে পারে টাকা ও গয়না। পুলিশের মতে, সামনে পুজো। তার পরই রয়েছে কালীপুজো, জগদ্ধাত্রীপুজো। এই সময় পুলিশ সাধারণত মণ্ডপ নিয়ে ব্যস্ত থাকে। সেই সুযোগই নেয় দুষ্কৃতীরা। তাই পুজোর কয়েক সপ্তাহ আগে থেকেই সতর্কতামূলক বার্তা দিয়ে লিফলেট বিলি করতে শুরু করছে লালবাজারের গোয়েন্দা দপ্তর। থানার মাধ্যমে শহরের বিভিন্ন জায়গায় হচ্ছে এই লিফলেট বিলি। যদিও লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে, প্রয়োজনমতো এই লিফলেটে কিছু পরিবর্তন করা হতে পারে।

ভারতে অনুপ্রবেশের জন্য লাইন দিয়ে আছে জঙ্গিরা

Image
 সার্জিক্যাল স্ট্রাইকের ঠিক দু' বছরের মাথায় পাক অধিকৃত কাশ্মীরে ফের সক্রিয় হয়ে উঠেছে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি। মাথা চাড়া দিয়ে উঠেছে ২৭টি লঞ্চপ্যাড।  ঘাপটি মেরে রয়েছে প্রায় ২৫০ জন জঙ্গি।  গোয়েন্দা সূত্রে এমনই গোপন তথ্য পৌঁছে দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। আর এই তথ্যই বাড়িয়ে দিয়েছে নয়া আশঙ্কা৷ কয়েকদিন আগেই আবারও সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।  নয়া তথ্যে সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত৷ গোয়েন্দা সূত্রে খবর, ২০১৬-র সার্জিকাল স্ট্রাইকে যে লিপা উপত্যকায়, পাক জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করেছিল ভারতীয় সেনা, সেখানেই আবারও গজিয়ে উঠেছে নয়া লঞ্চপ্যাড৷ এছাড়া, চাকোঠি, বারারকোট, শার্দি, জুরা এবং হাজিপুরে উপস্থিতি রয়েছে লস্কর-ই-তইবার জঙ্গিদের। পাশাপাশি, পাক অধিকৃত কাশ্মীরের ফরোয়ার্ড কাহুতায় ঘাঁটি গেড়েছে হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা। এরা প্রত্যেকে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর৷ এদের উদ্দেশ্য, দক্ষিণ কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনার যথেষ্ট ক্ষয়ক্ষতি করা। একইসঙ্গে পাক জঙ্গিদের লক্ষ্য, কাশ্মীরের পুলিশ

সেঞ্চুরির পথে পেট্রলের দাম

Image
নয়াদিল্লি: আরও বাড়ল পেট্রোলের দাম ৷ ২২ পয়সা বেড়ে মুম্বইয়ে পেট্রোলের দাম পৌঁছে গেল ৯১-এর কোঠায় ৷ অন্যদিকে রাজধানী দিল্লিতে পেট্রোসের দাম ৮৩টাকা ২২ পয়সা ৷ তবে শুধু এই দুই শহরই নয়, দেশের অন্যতম বড় শহরগুলোতে পেট্রোলের দাম বাড়ছে তরতরিয়ে ৷ প্রায় সব শহরেই দাম ৮০টাকা প্রতি লিটার ছাড়িয়েছে ৷ অন্যদিকে ডিজেলের দামও একইভাবে বেড়ে চলেছে ৷ ১৮ পয়সা বেড়ে দিল্লিতে ডিজেলের দাম ৭৪টাকা ৪২ পয়সা, মুম্বইয়ে ৭৯ টাকা ৷ ব্রেন্ট ক্রুড ফিউচারের হিসেবে, যদিও বিশ্ব বাজার থেকে যে তেল আমদানি করা হয়, তার দাম ৮২ ডলার প্রতি ব্যারল থেকে কমে আজ হয়েছে ৮১.৭১ডলার প্রতি ব্যারল ৷ আজ কলকাতায় পেট্রোলের দাম ৮৫.০৩ টাকা ৷

যাত্রীদের নিয়ে হ্রদে নামল বিমান

Image
হ্রদে ভাসছে বিশালাকায় একটি বিমান। একটু একটু করে ডুবতেও শুরু করেছিল। বাঁচানোর জন্য আর্তনাদ ভেসে আসছিল বিমানের ভিতর থেকে। এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন উদ্ধারকারীরা। ছোট ছোট নৌকায় করে যাত্রীদের একে একে উদ্ধার করেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে এয়ার নিউগিনি-র ওই বিমানটি। শুক্রবারমাইক্রোনেশিয়া দ্বীপে ওয়েনো বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল বিমানটি।  ১১ জন বিমানকর্মী-সহ মোট ৪৭ জন যাত্রী ছিলেন বিমানটিতে। বিমানবন্দরের কয়েক মিটারের মধ্যেই একটি হ্রদ রয়েছে। নাম চুক। বিমানটি রানওয়েতে অবতরণ করতে গিয়েই বিপত্তি ঘটে। ছিটকে গিয়ে চুক হ্রদে সোজা গোত্তা খেয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী জানান, হ্রদের সামনেই ছিলেন তিনি। হঠাৎই দেখেন বিশাল একটা কিছু জলে আছাড় খেয়ে পড়ল। চমকে উঠে সে দিকে তাকাতেই দেখেন একটি বিমান জলে ভাসছে। আর বিমানের ভিতর থেকে বাঁচানোর জন্য যাত্রীদের আর্তনাদ ভেসে আসছে। তত ক্ষণে বিমানটি একটু একটু করে ডুবতে শুরু করেছিল। ইতিমধ্যেই আরও লোকজন জড়ো হয়ে যান সেখানে। সকলে মিলে নৌকা নিয়ে বিমানের কাছে পৌঁছে যাত্রীদের উদ্ধারের কাজে নেমে পড়েন। উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। তিনি আ

জেড প্লাস সুরক্ষা দেওয়া হল অমিত শাহকে

Image
নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সুরক্ষা ব্যবস্থা আরও কড়া করা হল৷ সূত্রের খবর অনুযায়ী, আইবি অমিত শাহের বিপদের আশঙ্কার কথা জানায়৷ এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর সুরক্ষা ব্যবস্থা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়৷ তাঁকে জেড প্লাস সিকিওরিটি দেওয়া হয়৷ এই কথার উল্লেখ করে সব রাজ্যে একটি করে চিঠিও পাঠানো হয়৷ ২০১৯-এ নির্বাচনের আগে অমিত শাহের দেশব্যাপী সফর শুরু হবে৷ চলতি বছরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের নির্বাচন হবে৷ তারপরেই পাখির চোখ ২০১৫-এর লোকসভা নির্বাচন৷ তাই জোর প্রস্তুতিতে ব্যস্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ আগামী বছরে দেশ জুড়ে পদ্ম ফোটাতে তৈরি হচ্ছে গেরুয়া শিবির৷ আর তার মাজেই আইবি দেওয়া উপরোক্ত তথ্যতে স্বরাষ্ট্রমন্ত্রক কোনও ঝুঁকি না নিয়ে অমিত শাহের সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়৷ এদিকে, বৃহস্পতিবার অল্পের জন্য রক্ষা পেলেন বিজেপি নেতা সঙ্গীত সোম৷ উত্তরপ্রদেশের মিরাটে তাঁর বাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চলে বলে অভিযোগ৷ আচমকাই একদল দুষ্কৃতী তাঁর বাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে চম্পটও দেয় তা

মোহর নয়, কিন্তু এত্ত পুরনো মুদ্রা হঠাৎ রাস্তায়, কীভাবে...

Image
লখনউ: খনন কাজ চলছিল ৷ নির্মাণ কাজের জন্য চলছিল খনন ৷ উত্তরপ্রদেশের বানডা শহরের মার্কা থানার অন্তর্গত কাজিতোলায় চলছিল এই ঘটনা ৷ সেখান থেকেই উঠে এল প্রাচীণ মুদ্রা ৷ রাস্তা খুড়তে গিয়ে মাটির তলা থেকে উঠে এল মুদ্রাগুলো ৷ প্রায় ১১১টি পুরনো মুদ্রা খুঁজে পাওয়া গিয়েছে এলাকা থেকে ৷ পুরনো এই মুদ্রাগুলো কোন ধাতু থেকে তৈরি সেটা এখনও বোঝা যায়নি ৷ আপাতত থানাতেই রয়েছে সেগুলো ৷ এই নিয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে ৷ কোথা থেকে এল এই টাকা, কতই বা পুরনো এগুলো, তারই প্রত্নত্বাতিক খোঁজ চলছে ৷ আপাতত মুদ্রাগুলো দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা ৷

SAARC-র বৈঠকের মাঝেই কক্ষ ত্যাগ সুষমার, ক্ষোভ পাকিস্তানের

Image
      নিউ ইয়র্ক : নিজের ভাষণ শেষ হওয়ার পরেই SAARC-এর কাউন্সিল অফ ফরেন মিনিস্টারস মিটিং ছেড়ে বেরিয়ে গেলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। নিজের ভাষণের পর কক্ষ ত্যাগ করেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী সালাহ্উদ্দিন রব্বানি। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ কুরেশি। প্রসঙ্গত, সুষমা স্বরাজের ভাষণের পরই পাকিস্তানের বিদেশমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল। গতকাল নিউ ইয়র্কে SAARC অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক হয়েছিল। যেখানে SAARC অন্তর্ভুক্ত সবকটি দেশের বিদেশমন্ত্রীই ভাষণ দেন। ভাষণ দেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। কিন্তু, নিজের ভাষণ দেওয়ার পরই কক্ষ ত্যাগ করেন সুষমা স্বরাজ। সুষমা স্বরাজের ভাষণের পরেই বক্তব্য রাখার কথা ছিল পাকিস্তানের বিদেশমন্ত্রীর। মিটিং ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ (সৌজন্যে ANI) গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। তিনি বলেন, "বৈঠকের মাঝখানে তিনি (ভারতের বিদেশমন্ত্রী) কক্ষ ত্যাগ করেন। হয়তো তিনি অসুস্থ বোধ করছিলেন। আমি তাঁর ভাষণ শুনেছি। আঞ্চলিক সহযোগিতা নিয়ে তিনি কথা বলছিলেন। কিন্তু, সেটা কীভাবে সম্ভব হবে

সবরিমালায় মহিলাদের প্রবেশাধিকার নিয়ে আজ রায় সুপ্রিম কোর্টের

Image
দিল্লি : কেরালার সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে আজ রায় দেবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দেবে। বর্তমানে ১০ থেকে ৫০ বছর বয়সী ঋতুমতি মহিলাদের ওই মন্দিরে প্রবেশাধিকার নেই। কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে ওই মন্দিরে দেবতা ব্রহ্মচর্য পালন করেন। ঋতুমতি মহিলাদের মন্দিরে প্রবেশাধিকারের দাবিতে কেরালা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্ররিপ্রেক্ষিতে মন্দিরের পরিচালন পর্ষদের প্রধান বলেছিলেন, "মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার দিলে মন্দির যৌন পর্যটনের আখড়া হয়ে উঠবে।" তাঁর এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপর ১৯৯১ সালে কেরালা হাইকোর্ট মন্দিরে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখে। কেরালা হাইকোর্টের এই রায়ের পর মামলাটি সুপ্রিম কোর্টে যায়। মামলার পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানিয়েছিল, মন্দির হল জনগণের সম্পত্তি। সেখানে যদি একজন পুরুষের প্রবেশাধিকার থাকে তাহলে মহিলাদেরও সমানভাবে প্রবেশাধিকার থাকবে। এরপর মামলাটি পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে যায়। আজ সেই মামলার রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দী

রান্নার গ্যাসে ভুর্তুকি স্ট্যাটাস অনলাইনে দেখবেন কীভাবে?

Image
ভারত সরকার রান্নার গ্যাসে ভুর্তুকি দিয়ে থাকে। আগে ভুর্তুকি দামেই বিক্রি হত LPG সিলিন্ডার। তবে এখন বাজারের দামেই কিনতে হয় রান্নার গ্যাস। গ্যাস কেনার পরে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুর্তুকির টাকা পৌঁছে যায়। দেশের সাধারন মানুষের সুবিধার্থে রান্নার গ্যাসে ভুর্তুকি দেয় সরকার। রান্নার গ্যাসে ভুর্তিকির জন্য গ্যাক অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অনলাইনে যেমন গ্যাস বুক করা যায় একই ভাবে অনলাইনে ভুর্তুকিং স্ট্যাটাস দেখে নেওয়া সম্ভব। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলিন্ডারের ভুর্তুকির টাকা পৌঁছালো কি না জানবেন এই উপায়ে: শুরুতেই গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে বগ্যাস অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যকাউন্ট লিঞ্চ আছে কী না তা জানতে হবে। অনেক সময় ব্যাঙ্কের তরফেও কিছু অসুবিধা হয়ে থাকে। আর সেক্ষেত্রে ব্যাঙ্কে গিয়ে আপনারা LPG ভুর্তুকি ফর্ম ফিলআপ করুন। আর সেখানে থেকে ব্যাঙ্কে আপনারা অ্যাকাউন্ট ইনফরমেশানের সঙ্গে লিঙ্ক আছে কিনা তা দেখুন। আর এমনও হতে পারে যে ব্যাঙ্ক থেকে ভুর্তিকির টাকা ট্র্যান্সফার করা হলেও অ্যাকাউন্টে টাকা আসেনি। আর এক্ষেত্রে নিজের আধার কার্ড ব্যাঙ্কে জমা করুন। এছা

সব দপ্তরের অ্যাকাউন্টে নজরদারি নবান্নের

Image
আর্থিক অনিয়ম রুখতে সব দপ্তরের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নজরদারি বাড়াতে চায় নবান্ন। সেই লক্ষ্যে রাজ্য সরকারের অধীনে থাকা সব বিভাগ এবং স্বশাসিত সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসেব চেয়েছে অর্থ দপ্তর। জানতে চাওয়া হয়েছে তাদের নিজস্ব ফিক্সড ডিপোজিটের হিসেবও। এর জন্য কয়েক দিন আগেই বিভিন্ন দপ্তরের কাছে নির্দেশিকা পাঠিয়েছেন রাজ্যের অর্থসচিব এইচ কে দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, অর্থ দপ্তরের জারি করা ওই নির্দেশিকার কপি (এফএস-৯৩, তারিখ-৪/৯/২০১৮) অতি সম্প্রতি পাঠানো হয়েছে রাজ্যের সব অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব এবং বিভাগীয় সচিবদের কাছে। তাতে জানতে চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরগুলির কোন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে? সেখানে কত টাকা জমা রয়েছে। কোন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে। ফিক্সড ডিপোজিটের পরিমাণ এবং সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও জানতে চাওয়া হয়েছে। তাতেই সন্দিহান বিভাগীয় আধিকারিকরা। আধিকারিকদের একাংশের আশঙ্কা, এত দিন বিভিন্ন দপ্তর টাকা খরচের ব্যাপারে যে স্বাধীনতা ভোগ করত, অর্থ দপ্তরের নতুন নির্দেশিকায় তা অনেকটাই খর্ব হবে। প্রতিটি দপ্তরের কাজে অর্থ দপ্তর প্রত্যক্ষ নজরদারি চালাতে পারবে। প্রশাসনে

এখনও থামেনি চোলাই-কারবার

Image
১৭২ জনের মৃত্যুর পরেও এখনও দক্ষিণ ২৪ পরগনার নানা প্রান্তে চোরাগোপ্তা চলছে চোলাইয়ের কারবার। যদিও পুলিশের দাবি, কড়া নজরদারিতে চোলাইয়ের দাপট এখন অনেক কম। অনেকের নেশা বাংলা মদে বদলেছে বলেও জানালেন মানুষজন। ২০১১ সালে চোলাই-কাণ্ডের পরে কারবারিরা বিকল্প পেশার দাবিতে রীতিমতো মিছিল করেছিলেন। চোলাইয়ের কারবার ছেড়ে তাঁরাও সমাজের মূল স্রোতে ফিরতে চান বলে পোস্টার সাঁটিয়েছিলেন এলাকায়। অনেকে সত্যিই পরবর্তী সময়ে পেশা বদলে ফেলেন। গোচরণ এলাকার ব্যক্তি জানালেন, আগে ভাটির কারবার ছিল। এখন সোনারপুরে বাড়ি করেছেন। চোলাই ব্যবসা ছেড়ে রঙের দোকান চালাচ্ছেন। এক পুলিশ কর্তা বলেন,  ''চোলাই ব্যবসায় প্রচুর মুনাফা ছিল। কিন্তু পরিস্থতির চাপে অনেকে সে পেশা ছেড়েছেন।'' স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কারবার একেবারে বন্ধ হয়নি। সুর্য্যপুর, জয়নগর, মন্দিরবাজারের কিছু এলাকায় চোরাগোপ্তা চোলাই বিক্রি হচ্ছে। ওই সব চোলাই পৈলান ও ন'হাজারি এলাকা থেকেই আসছে। কিন্তু আগের মতো নয়। পরিমাণ কমেছে। জেলা পুলিশের এক কর্তার কথায়, ''বিষ্ণুপুরের পৈলান ও ন'হাজারি এলাকায় চোলাই ভাটির খোঁজ করা হবে। প্রয়োজ

ইথাইল অ্যালকোহলই ডেকে আনে মৃত্যু

Image
চোলাই সঙ্গে মিশেছিল অতিরিক্ত মাত্রায় ইথাইল অ্যালকোহল। তার জেরেই বিষক্রিয়া। মৃত্যু হয় ১৭২ জনের। আর ওই বিষাক্ত চোলাই গিয়েছিল খোঁড়া বাদশার ঠেক থেকেই।  তদন্তে নেমে এ কথা জানতে পারে পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ইথাইল অ্যালকোহল মূলত কাঠের আসবাবপত্রে পালিশের কাজে ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে যা চোলাইয়ে নেশার মাত্রা বাড়াতে মেশানো হয়েছিল। তদন্তকারীরা জানিয়েছেন, খোঁড়া বাদশার বাড়ি থেকে একাধিক ইথাইল অ্যালকোহলের খালি ও ভর্তি প্লাস্টিকের ড্রাম পাওয়া গিয়েছিল। জার-ভর্তি রাসায়নিক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে মৃতদের পাকস্থলিতে অতিমাত্রায় ইথাইল অ্যালকোহল পাওয়া গিয়েছিল। যা চোখের রেটিনা ও শ্বাসযন্ত্র বিকল করে দিতে পারে। প্রাথমিক ভাবে শরীরে খিঁচুনি ধরে। বমি হয়।  ২০১১ সালে ১১ ডিসেম্বরের রাত থেকে যাঁরা খোঁড়া বাদশার শুঁড়িখানা থেকে মদ খেয়েছিলেন, তাঁদেরও প্রাথমিক উপসর্গ ছিল খিঁচুনি ও বমি। তারপরে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন তাঁরা। যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁরা হয় তো কেউ অন্ধ হয়ে গিয়েছেন। কেউ শ্বাসকষ্টে ভুগছেন।  ময়নাতদন্তকারী এক চিকিৎসকের

কোপ পড়বে সুবিধায়! এ বার কি মুখ্যমন্ত্রী আধার লিঙ্ক করাবেন?

Image
জেদের বশে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে আধার সংযুক্তিকরণে 'না' বলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। কিন্তু সুপ্রিম কোর্টের বুধবারের নির্দেশের পরে এখন কেন্দ্রীয় সরকারের টাকায় চলা সব প্রকল্পেই আধার যোগ করতে হবে। বিভিন্ন দফতরের আশঙ্কা, সর্বোচ্চ আদালতের নির্দেশের পরে কেন্দ্র যদি আধার সংযুক্তিকরণ ছাড়া কোনও সরকারি প্রকল্পের সুবিধা বা বিভিন্ন ভাতা দিতে রাজি না-হয়, তা হলে মোটা টাকা হারাতে পারে রাজ্য।  তবে নবান্নের একাংশের আশা, এত দিন শীর্ষ আদালতে আধার মামলা বিচারাধীন ছিল। ফলে কেন্দ্রীয় নির্দেশ মানতেই হবে, এমন বাধ্যবাধকতা ছিল না। এ বার শীর্ষ কর্তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সব চেয়ে বেশি কেন্দ্রীয় প্রকল্প চলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে। ১০০ দিনের কাজ থেকে গ্রামীণ আবাস, বার্ধক্য ভাতা থেকে পরিবার সহায়তা প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের নাম নথিভুক্ত করে সরাসরি টাকা পাঠায় কেন্দ্র। যেখানে কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তা আছেন, সেখানেই আধার সংযুক্তির নির্দেশ দিয়েছিল দিল্লি। তা মানা হয়নি। পঞ্চায়েত দফতরের কর্তারা জানাচ্ছেন, কেন্দ্র বাধ্যতামূলক করার পরেও রাজ্য বিভিন্ন ক্ষেত্রে আধার যোগ করেনি। তব

দেহ নিয়ে নেতাদের টানাটানি, বিরক্ত মৃতের পরিবার

Image
সম্মান: নিহত বিভুরঞ্জন দাসের মৃতদেহে মালা দিচ্ছেন সুব্রত বক্সী। বৃহস্পতিবার মেদিনীপুরে। তৃণমূল বলল, 'আমাদের লোক'কে খুন করেছে বিজেপি। শাসকের বিরুদ্ধে 'দেহ রাজনীতি'র অভিযোগ তুলে সিবিআই তদন্ত চাওয়ার পাশাপাশি বিজেপি দাবি করল, দুষ্কৃতী এনে তৃণমূলই হামলা করেছে। আর নিহতের পরিজনেরা বললেন, ''আর কত? অনেক তো হল।'' বুধবার সন্ধ্যায় কেশিয়াড়ির খাজরায় খুন হন বিভুরঞ্জন দাস। বৃহস্পতিবার রাত পর্যন্ত পরিবার বা তৃণমূল পুলিশে অভিযোগ জানায়নি। স্বতঃপ্রণোদিত মামলা করেনি পুলিশ। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ''অভিযোগ এলে খতিয়ে দেখা হবে।'' এ দিন বিকেলে মেদিনীপুর মে়ডিক্যালে পৌঁছন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সঙ্গে সাংসদ মানস ভুঁইয়া। ময়নাতদন্তের পরে দেহ ঢেকে দেওয়া হয় ফুল-মালায়। সু্ব্রতবাবু-সহ অন্য নেতারা মালা দেওয়ার পর শববাহী গাড়ি কেশিয়াড়ি রওনা দেয়। তবে সুব্রতবাবু যাননি। মালা দেওয়ার সময়ই মৃতের এক পরিজন বলে ওঠেন, ''আর কত? এ বার গাড়িটা ছাড়ুন।'' শববাহী গাড়ির সামনে লাগানো ফ্লেক্সে মৃতের পদবি ভুল ছাপা হয়েছিল। পরে সাদা

টাকা নিয়ে আমার বিরুদ্ধে যৌন হেনস্তার গল্প বানাচ্ছেন মহিলারা, বললেন ট্রাম্প

Image
সাক্ষ্য: সেনেটের মুখোমুখি অভিযোগকারিণী ক্রিস্টিন ব্লেসি ফোর্ড। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে। তাঁর বিরুদ্ধে মহিলারা যৌন হেনস্থা, অশালীন আচরণের অভিযোগ এর আগে বহু বারই এনেছেন। তখন সে সব অভিযোগ ওড়ালেও এই দাবি মার্কিন প্রেসিডেন্টের মুখে নতুন। এ বার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংশ্লিষ্ট মহিলারা নাকি তাঁর বিরুদ্ধে 'যৌন হেনস্থার গল্প বানিয়ে' সংবাদমাধ্যমে ছড়িয়েছেন। আর এর জন্য মহিলাদের যথেষ্ট অর্থও দেওয়া হচ্ছে।  কেন মহিলারা ফাঁসাতে চাইছেন, তার ব্যাখ্যাও নিজেই দিয়েছেন প্রেসি়ডেন্ট। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতির পদে তাঁর মনোনীত প্রার্থী ব্রেট ক্যাভানাকে নিয়ে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় এ বার প্রেসিডেন্টকেই নিশানা করা হচ্ছে। ক্যাভানার পক্ষে দাঁড়ানোয় তাঁকেও কোণঠাসা করা হচ্ছে বলে মনে করেন ট্রাম্প। ক্যাভানার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁর প্রতিক্রিয়া, ''আমি বিষয়টা অন্য ভাবে দেখি। কারণ আমার এমন অভিজ্ঞতা বহু বার হয়েছে।''  প্রেসিডেন্টের বক্তব্য, ''আমার ধারণা, চার জন মহিলা মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছেন আমায়। এ জন্য তাঁদের বিপুল অর্থও দেওয়া হয়েছে।'' যদিও বাস্তবে ট্রাম্পের ব

বাড়ির সামনে থেকেই নিখোঁজ শিশু, যৌন নির্যাতনের পর রাস্তায় ফেলে গেলেন পিতৃতুল্য ব্যক্তি

Image
বাড়ির সামনের দোকান থেকে মোবাইলের রিচার্জ কার্ড কিনতে বেরিয়েছিল সাত বছরের মেয়েটি। পাড়ার তারই বয়সি একটি মেয়ের বন্ধুর বাবার সঙ্গে দেখা। লোকটি আগে থেকেই চেনা। পিতৃতুল্য সেই লোকই মেয়েটিকে ভুলিয়েভালিয়ে নিয়ে গেল। সারাদিন শহরের নানা প্রান্তে ঘুরিয়ে, যৌন নির্যাতন চালিয়ে ফেলে দিয়ে গেল রাস্তায়। অর্ধচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। সপ্তাহের শুরুতে খাস কলকাতার বুকে এমনটাই ঘটেছে বলে অভিযোগ। ব্রেবোর্ন রোডের ফুটপাত থেকে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল কয়েক বছর আগে। সম্প্রতি নারকেলডাঙা এবং এন্টালিতে দু'টি বালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সোমবারের ঘটনা ফের দেখিয়ে দিল, এ শহরে শৈশব নিরাপদ নয় মোটেই। শিশুটির বয়ানের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ ও শিশুদের যৌন নির্যাতন বিরোধী আইনের (পকসো) ৪ নম্বর ধারায় মামলা করেছে। শিশু ধর্ষণের অভিযোগেই সাধারণত এই ধারা প্রযুক্ত হয়। তবে পুলিশ মৌখিক ভাবে 'ধর্ষণ' শব্দটি উচ্চারণ করেনি। অভিযুক্ত এলাকাছাড়া। বৃহস্পতিবার পর্যন্ত তাকে ধরা যায়নি। পুলি‌শ ও অভিভাবকদের দাবি, শিশুটি বলেছে, বন্ধ দোকানের সামনে তার সঙ্গে ওই পরিচিত ব্

‘ঠগস অব হিন্দোস্তান’ আসলে ‘পাইরেটস অব দি ক্যারিবিয়ান’-এর অক্ষম কপি ?

Image
এত গ্র্যান্ড স্কেলে একটা ছবি তৈরি হলে, তা নিয়ে আগ্রহ থাকারই কথা। 'ঠগস অব হিন্দোস্তান' নিয়েও তা বিন্দুমাত্র কম ছিল না। বৃহস্পতিবার ছবির ট্রেলার রিলিজ় হওয়ায় হইচইয়ের ঘিয়ে আগুন পড়ল! ট্রেলার থেকে জানা গিয়েছে, ১৭৯৫ সালের প্রেক্ষাপটে ছবির গল্প। ব্রিটিশ তখন বণিকের মানদণ্ড নিয়ে এ দেশে পৌঁছে শাসকের রাজদণ্ড হাতে তুলেও নিয়েছে। কিন্তু একদল ডাকাবুকো দস্যু কিছুতেই ব্রিটিশ রাজের আওতায় পড়তে চায় না। তারাই এই ছবির 'ঠগস'। যাদের লিডার হল অমিতাভ বচ্চনের চরিত্রটি, আজ়াদ তার নাম। দলে এক ক্ষিপ্র তিরন্দাজ মেয়ে জ়াফিরাও আছে, ফতিমা সানা শেখের চরিত্র। সব মিলিয়ে অদম্য টিম! কিন্তু ব্রিটিশরা ধুরন্ধর। আজ়াদের যুদ্ধ পরিকল্পনা সব জেনে নেওয়ার জন্য তারা ফিরঙ্গি, তথা আমির খানের চরিত্রটিকে দস্যুদের জাহাজে ভিড়িয়ে দেয়। তার পর কী হয়, সেটা হলে গিয়ে দেখা যাবে।  এত কিছু হওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং কিন্তু শুরু ছবি নিয়ে। কারও কারও বক্তব্য, ছবিটা 'পাইরেটস অব দি ক্যারিবিয়ান'-এর অক্ষম কপি! কারও কথায়, আমির খান এখনও মঙ্গল পাণ্ডে জ়োন থেকে বেরোতে পারেননি। ক্যাটরিনা কাইফের চরিত্র সুরাইয়া জান যে আসলে ক

নারী সম্পত্তি নয়, অপরাধ নয় পরকীয়া

Image
আবেদন জমা পড়েছিল 'পুরুষের বিরুদ্ধে বৈষম্যে'র অভিযোগ তুলে। সেই সূত্রে পরকীয়া সংক্রান্ত আইনটি খতিয়ে দেখতে শুরু করে সু্প্রিম কোর্টের বেঞ্চ। আজ এক ঐতিহাসিক রায়ে পরকীয়া সম্পর্ক শুধু অপরাধের তালিকা থেকেই বাদ পড়ল না, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিল, ব্রিটিশ আমল থেকে চলে আসা পরকীয়া আইনটি আগাগোড়া নারীর প্রতিই বৈষম্যমূলক ছিল। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ আজ ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১৯৮ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে জানাল, ''স্বামী কখনওই স্ত্রীর প্রভু হতে পারে না।'' আদালতের সিদ্ধান্ত, পরকীয়া কোনও শাস্তিযোগ্য অপরাধ নয়। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে পরকীয়া অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কারণ বলে বিবেচিত হবে। স্বামী-স্ত্রীর মধ্যে কেউ অন্যের পরকীয়ার জেরে আত্মহত্যা করলে প্রমাণসাপেক্ষে তা আত্মহত্যায় প্ররোচনা হিসেবেও গণ্য হবে। কিন্তু বিবাহিতা নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ালে পুরুষের পাঁচ বছর কারাদণ্ড বা জরিমানা বা দুইই হওয়ার যে আইন ছিল এত দিন, তা আর বলবৎ থাকবে না। এত দিন অবধি, পরকীয়ায় অভিযুক্ত হতেন পুরুষরাই। সেই সূত্রেই গত বছর 'পুরুষ-বৈষম্যের'