মোদী সরকারের দারুণ ঘোষণা! ২০০০ টাকা জমিয়ে পান ১১ লক্ষ

নয়াদিল্লি: দেশের শিশু কন্যাদের ভবিষ্যত সুরক্ষিত করতে মোদী সরকার নিয়ে এসেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই)৷ যেখানে প্রতি মাসে জমা করুন মাত্র ২০০০ টাকা, আর ১৪ বছর পর পেয়ে যান ১১ লক্ষ টাকা৷ প্রতি মাসে ২০০০ টাকা করে জমালে ১৪ বছর পর বিনিয়োগের পরিমান হবে ৩.৩৬ লক্ষ টাকা৷ সম্প্রতি, সরকার বদল এনেছে সুকন্যা সমৃদ্ধি অ্যকাউন্টের সুদের হারে, নতুন সুদের পরিমান ৮.৫ শতাংশ৷ আগে সুদের হার ছিল ৮.১ শতাংশ৷

প্রত্যেক বছরই সরকার সুদের হারে পরিবর্তন এনে থাকে৷ সরকারি প্রকল্প হওয়ার দরুণ যোজনাটিতে বিনিয়োগ হতে পারে একটি সুরক্ষিত বিনিয়োগ৷ গ্রাহকের বৈধ অভিভাবক অ্যাকাউন্টটি খুলতে পারবেন৷ যদি কেউ এক বছরের শিশুর জন্য অ্যাকাউন্টটি খোলেন এবং নিয়ম মেনে ১৪ বছর পর্যন্ত বিনিয়োগ করেন৷ তবে, সেই গ্রাহক ২২ বছর বয়সে পাবেন ১১,০০,০০০ টাকা৷

আবার কেউ যদি প্রতি মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করেন ১৪ বছর পর্যন্ত৷ তবে, সেই গ্রাহক ২২ বছর বয়সে ২৮,০০,০০০ টাকা পাবেন৷ এসএসওয়াই অ্যাকাউন্টে ১৪ বছর পর্যন্তই বিনিয়োগ করতে হবে৷ তবে, গ্রাহক টাকাটি ২১ বছর উত্তীর্ণ হলে তবেই তুলতে পারবেন৷ এসএসওয়াই অ্যাকাউন্টে গ্রাহক ২৫০ টাকা (প্রতি মাসে ) থেকে শুরু করে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা (প্রতি বছর) জমা করতে পারেন৷ গ্রাহকরা কর্মাসিয়াল ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলতে পারবেন৷'বেটি বাচাও, বেটি পড়াও'অংশ হিসেবে ২০১৫ সালে মোদী সরকার এসএসওয়াই উদ্ধোধন করেছিল৷