Posts

Showing posts from February 27, 2019

যৌন সম্পর্ক এই সব অসুখ থেকে দূরে রাখে, জানতেন?

Image
কেবল দাম্পত্যের সুখ-ই আনে না, শারীরিক নানা অসুখও ঠেকায় যৌন সম্পর্ক।  প্রিয় জনকে নিবিড় করে কাছে পাওয়া, রতিক্রীড়ায় পরস্পরের মন বুঝে নেওয়ার আবেগ, ভালবাসার চরম প্রকাশ— এ সবই যৌন সম্পর্কের শেষ কথা? চিকিৎসা বিজ্ঞান কিন্তু সে কথা বলছে না। বরং বিভিন্ন দেশের বিজ্ঞানীদের দাবি, যে সব শারীরিক সম্পর্কে মনও যুক্ত থাকে, সেখানে কেবল রতিক্রীড়ার আনন্দ বা উপভোগটুকুই শেষ কথা নয়, বরং এমন যৌনতায় যেগ হয় কিছু শারীরিক লাভও। সুখী যৌন জীবন কেবল সম্পর্ককেই তরতাজা রাখে তা নয়, শরীরকেও তুলনামূলক ভাবে অনেক সুস্থ রাখে। রোগ দূরে রাখাই শুধু নয়, মেদ কমানো থেকে শুরু করেরোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সক্ষম সুস্থ যৌন সম্পর্ক। জানেন কি, নিয়মিত সুস্থ যৌন সম্পর্ক কী কী শারীরিক উপকারও করে? ওবেসিটি কমায়: সুস্থ যৌনতা রক্তে অক্সিটোসিনের মাত্রা বাড়ায়, যা সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়ায়। এর সঙ্গে স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ কমে যায়। ফলে মন উদ্বেগমুক্ত হয়। মানসিক চাপ কমায়, শরীরে মেদের পরিমাণও কমে। এ ছাড়া যৌনতার সময় যেটুকু শ্রম ও উত্তেজনা তৈরি হয়, তাতেও মেদ কমে। রোগ প্রতিরোধ: বিভিন্ন দেশে নানা গবেষণায় প্রমাণ, সপ্তাহে দু'দিন যৌন স

বালাকোটে জেহাদের সূত্রপাত কত বছর আগে জানেন?

Image
বালাকোট আজ সংবাদের শিরোনামে। ভারতীয় বায়ুসেনা যে তিনটি জায়গার জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, তার মধ্যে রয়েছে বালাকোট। ইতিহাস বলছে, বালাকোটে জঙ্গিঘাঁটি কিন্তু আজকের নয়। এমনকী ১০-২০ বছর আগে যে এখানে সন্ত্রাসবাদীদের আস্তানা গড়ে উঠেছিল তাও নয়। বালাকোটের জঙ্গি-ইতিহাস প্রায় ২০০ বছরের পুরনো। এই জঙ্গি-ইতিহাসের বীজ পোঁতা রয়েছে কিন্তু ভারতেই। প্রায় দু'শতক আগের কথা। উত্তরপ্রদেশের রায়বরেলির এক ব্যক্তি, নাম সৈয়দ আহমেদ বরেলভি বালাকোটে জঙ্গিঘাঁটির পত্তন করে। আধুনিক যুগে এই সৈয়দই শুরু করে জেহাদ। জন্ম থেকেই ধর্ম নিয়ে মাতামাতি করত সে। ইসলামি শাসন জারি করার পক্ষপাতী ছিল। মারাঠা, শিখ ও জাঠ মোঘলদের থেকে স্বাধীন হয়ে যাওয়ায় নিরাশ ছিল সে। রায়বরেলি থেকে উত্তর-পশ্চিমদিকে চলে যায় সৈয়দ। এখন যে জায়গাটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া নামে পরিচিত সেই জায়গায় আস্তানা গড়ে সে। আফগানিস্তান তাকে 'ইসলামিক রাষ্ট্র' তৈরির সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেয়। এছাড়া ওই এলাকার মানুষ শিখদের মহারাজ রঞ্জিত সিংয়ের উপর খুব একটা প্রীত ছিল না। ফলে তারাও সৈয়দের সঙ্গে এসে যোগ দেয়। প্রায় ২ হাজার ৫০০ জনের মুজাহিদিনকে নিয়ে সে পেশোয়ার

ভারতের এয়ারস্ট্রাইকের পর কোণঠাসা ইমরানের মুখে আলোচনার আর্জি

Image
ভারতীয় বায়ুসেনার পাল্টা প্রত্যাঘাতের পর আরও কোণঠাসা পাকিস্তান। বুধবার আরও সুর নরম করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের কাছে তাঁর আর্জি যুদ্ধ কোনও সমাধান নয়। ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা হয়েছিল। হামলায় শহিদ হন ৪০ জন জওয়ান। আহত হয়েছেন অনেকে। জইশ-ই-মহম্মদ হামলার দায় স্বীকার করে নেয়। মাসুদ আজহারের এই জঙ্গি সংগঠন পাকিস্তানের মদতপুষ্ট হওয়ায় ভারতের সব রোষ গিয়ে পড়ে পাকিস্তানের উপর। পাকিস্তানকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিচ্ছিন্ন করার জন্য একাধিক কড়া পদক্ষেপ নেয় মোদী সরকার। সেই পরিস্থিতিতে ভারতকে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সঙ্গে ছিল হুঁশিয়ারি। ভারত আক্রমণ করলে জবাব দেবে পাকিস্তান, একথাও সেদিন বলেন তিনি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণরেখার ওপারে পাক-অধিকৃত কাশ্মীরে গিয়ে জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি ভেঙে দিল ভারতীয় বায়ুসেনা। তার পর বুধবার সকালে বিমান নিয়ে ভারতের দিকে তেড়ে এসেছিল পাকিস্তান। কিন্তু ৬টি মিগ-২১ সেই প্রক্রিয়া বানচাল করে দেয়। ভারতের একটি বিমান ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তানের একটি যুদ্ধবিমানকে ধ

পাক ডেপুটি হাই কমিশনারকে তলব দিল্লির

Image
নয়াদিল্লি: পাক ডেপুটি হাই কমিশনার সইদ হায়দার শাহকে তলব করল ভারতের বিদেশমন্ত্রক৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতিতেই এবার সইদ হায়দার শাহকে তলব করেচে বিদেশমন্ত্রক৷ যুদ্ধের আবহে ভারত-পাকিস্তান, দুই দেশের সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খান এরই মধ্যে জানান, সন্ত্রাসবাদ নিয়ে ভারত আলোচনায় বসতে চাইলে তারা প্রস্তুত৷ দুই পক্ষ বসে আলোচনা করাই শ্রেয়৷ কারণ যুদ্ধ শুরু হলে দুই দেশের কোনও প্রধানমন্ত্রীর হাতেই আর পরস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ থাকবে না৷ ইমরান খান আরও বলেন, যারা যুদ্ধ শুরু করে তারা নিজেরাও জানে না কোথায় গিয়ে থামতে হবে৷ আর তাই আলোচনার পথকেই সমাধানের পথ হিসেবে মনে করছেন ইমরান খান৷

বিশ্বকাপ থেকে দুই শুটারকে ডেকে নিল বায়ুসেনা

Image
নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে যুদ্ধপরিস্থিতিতে তৎপর ভারতীয় বায়ুসেনা খেলাধুলোর আঙিনা থেকে ডেকে নিল দুই জওয়ানকে, যাঁরা বিশ্বকাপের আসরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন৷ রবি কুমার ও দীপক কুমার দিল্লির ডঃ কর্নি সিং শুটিং রেঞ্জে চলতি আইএসএসএফ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন৷ নিজেদের ইভেন্ট শেষ হওয়া মাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ হাতে পান দুই তারকা শুটার৷ প্রতি টুর্নামেন্টের শেষে নিয়ম মাফিক ডাক বলে প্রাথমিকভাবে মন্তব্য করলেও রবি ও দীপক দু'জনেই জানান, প্রোটোকল মেনেই কাজ করবেন তাঁরা৷ দু'জনে এও স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁদের কাছে আগে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব৷ শিক্ষা বা খেলাধুলোর প্রসঙ্গ পরে৷ প্রযোজনে সামনে থেকে জাতীয় কর্তব্য পালণেও প্রস্তুত দুই শুটার৷নিয়ন্ত্রণরেখায় উত্তেজনার কথা মাথায় রেখেই বিশ্বকাপের আসর থেকে ডেকে নেওয়া হয় বায়ুসেনায় কর্মরত দুই ভারতীয় শুটারকে৷ খেলাধুলোর আঙিনায় জাতীয় কর্তব্য পালণ করে যুদ্ধকালীন তৎপরতায় বিমানবাহিনীতে যোদ দিচ্ছেন দুই জওয়ান৷ পুলওয়ামা হামলার পর বালাকোটের জঙ্গি ঘাঁটিতে বোমাবর্ষণ থেকে শুরু করে পাক বিমানকে নিজেদের আ

৯৮ টাকায় দুর্দান্ত অফার নিয়ে হাজির বিএসএনএল

Image
সম্প্রতি ৯৮ টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই প্ল্যানে আগের থেকে বেশি সুবিধা দিতে শুরু করেছে বিএসএনএল। গোটা দেশের বিএসএনএল প্রিপেড গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন। টেলিকম টকে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে নতুন ৯৮ টাকা প্ল্যানে আনলিমিটেড কল আর রোজ 2GB ডেটার সাথেই থাকছে ইরোস নাও সাবস্ক্রিপশান। ৯৮ টাকা প্ল্যানে বিএসএনএল গ্রাহকরা এবার আনলিমিটেড কল আর রোজ 2GB ডেটার সাথেই থাকছে বিনামূল্যে ইরোস নাও সাবস্ক্রিপশান। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন। দিনের 2GB ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে 80 kbps হয়ে যাবে। আগে এই প্ল্যানে আনলিমিটেড কলের সাথেই দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যেত। প্ল্যানের ভ্যালিডিটি ছিল ২৬ দিন। ৯৮ টাকায় বিএসএনএল ছাড়াও জিও ও এয়ারটেল আকর্ষনীয় সুবিধা দিচ্ছে। জিও গ্রাহকরা ৯৮ টাকা প্ল্যানে আনলিমিটেড কল আর মোট 2GB ডেটার সাথেই থাকছে বিনামূল্যেসব জিও অ্যাপ সাবস্ক্রিপশান। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সাথেই থাকছে দিনে ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। এয়ারটেল গ্রাহকরাও

মাসুদ আজহারকে পাকিস্তানে ঢুকে মারতে সক্ষম ভারত, জানিয়ে দিলেন অরুণ জেটলি

Image
পুলওয়ামায় জঙ্গিহানার পাল্টা জবাব মঙ্গলবারই দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তার পরের দিন জইশ-ই-মহম্মদকে আরও বড় শিক্ষা দেওয়ার হুঁশিয়ার দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বুধবার তিনি নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন। টেনে এনেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লাদেন নিধনের প্রসঙ্গও। অরুণ জেটলি এদিন বলেন, ''আমার মনে হয়, মার্কিন নেভি সিল যখন ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে (পাকিস্তান) ঢুকে মারতে পেরেছে। তখন আমরা কেন পারব না?'' কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই মন্তব্যের পর হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। তাহলে সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় সংস্করণেই সবটা শেষ হয়ে যাচ্ছে না? জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের জন্য কি আরও বড় পরিকল্পনা করে রেখেছে ভারত? যদিও নিজের মন্তব্যের কোনও ব্যখ্যা দেননি অরুণ জেটলি। বরং তিনি পুলওয়ামায় জঙ্গিহানার পর বায়ুসেনার পাল্টা প্রত্যাঘাতের মাঝের সময় নিয়ে আলোচনা করেছেন। প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানা হয়। সেই হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। আহত হন অনেকে। ওই ঘটনার ১২দিন পর জইশের উপর পাল্টা প্রত্যাঘাত করে বায়ুসেনা। গুঁড়িয়ে দে

সীমান্তে হাই অ্যালার্ট, নিরাপদ দূরত্বে সরানো হল উরির বাসিন্দাদের

Image
ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর সীমান্তে অব্যাহত টানটান উত্তেজনা। জরুরি সতর্কবার্তা জারি হয়েছে কাশ্মীরের আকাশ পথে, নিষেধাজ্ঞা রয়েছে সমস্তরকম বিমান চলাচলে। বুধবার ভারতের জবাবি আক্রমণের পর বেপরোয়া হয়ে ওঠে পাকিস্তান। জম্মু-কাশ্মীর পুলিস সূত্রে খবর, পরিস্থিতির অবনতির কারণে উড়ির কামালকোট নাল্লা এবং কালগীর বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রকের লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ বলেন, বুধবার রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে লাগাতার দফায় দফায় গুলিবর্ষণ করে পাকিস্তান। পাল্টা আক্রমণে ৫টি পাকিস্তানি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই  নিহত হয়েছে বেশ কয়েকজন পাক সেনা। পাশাপাশি বর্তমান পরিস্থিতির কারণে উরির কামান পোস্টের মাধ্যমে হওয়া বাণিজ্যিক লেনদেনেও স্থগিতাদেশ জারি করা হয়েছে।  সূত্রের খবর, গোলাগুলির আঘাতে জখম হয়েছে পাঁচ ভারতীয় সেনা, যদিও বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। মঙ্গলবার ভোর রাতে বালাকোটে জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। তার একদিন পরই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। প্রসঙ্গত, বুধবার ভোর থেকে জম্মু ও কাশ্মীরের সোপি

পাক হামলার আশঙ্কায় জম্মু–কাশ্মীরে বন্ধ স্কুল, বাতিল পরীক্ষা

Image
পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার পর পাকিস্তানি সেনারা কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ করতে পারে, এই আশঙ্কায় বুধবার নিয়ন্ত্রণরেখা সংলগ্ন রাজৌরি জেলার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল ভারতীয় সেনা। জানা গিয়েছে, সীমান্তরেখা বরাবর ৫ কিমির মধ্যে বেশ কয়েকটি সরকারি–বেসরকারি স্কুল রয়েছে।  রাজৌরির জেলা শাসক বলেন, '‌সীমান্তরেখায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৫ কিমির মধ্যে রাজৌরি জেলার সব সরকারি–বেসরকারি স্কুল বুধবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলে কোনও পরীক্ষা থাকলে তা বাতিল করে দেওয়া হয়েছে।' মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান বালাকোটে জৈশের ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর জম্মু–কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক উপত্যকার আইন–শৃঙ্খলা খতিয়ে দেখার নির্দেশ দেন। নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল জানান যে, রাজ্যে যেন কোনওভাবেই শান্তি–শৃঙ্খলা নষ্ট না হয়। তিনি উপত্যকাবাসীদের উদ্দেশ্যে জানান, অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

‘পালটা হামলা নয়’, ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা আমেরিকার

Image
পাকিস্তানকে একঘরে করে সার্জিকাল এয়ারস্ট্রাইকের পর ভারতের পাশেই দাঁড়াল আমেরিকা। পাকিস্তানকে ভারতীয় প্রত্যাঘাতের পালটা দিতে নিষেধ করে সন্ত্রাসবাদীদের দমন করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, "ভারত ও পাকিস্তান দু'দেশকেই সংযত হতে বলেছি। কোনও ধরনের সামরিক অভিযানে না করার অনুরোধ জানিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে কথা বলেছি আমরা। পাকিস্তানের উচিত নিজের জমি থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলা।" পম্পেওয়ের এই বার্তা থেকে সাফ হয়ে গিয়েছে যে সন্ত্রাস নিয়ে পাক দ্বিচারিতায় রীতিমতো বিরক্ত আমেরিকা।  গতকালই পাকিস্তানকে আরও ধাক্কা দিয়েছেন রাষ্ট্রসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।  ট্রাম্প প্রশাসনের কাছে তিনি আবেদন জানিয়েছেন, পাকিস্তানকে সাহায্য দেওয়া বন্ধ করুক আমেরিকা।  যতদিন সন্ত্রাসবাদীদের মদত দেওয়া না থামাচ্ছে ইসলামাবাদ, ততদিন তাদের চাপে রাখা উচিত।  কড়া ভাষায় হ্যালি বলেন, "আমেরিকার থেকে প্রচুর অর্থ নিয়েও সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতা করে গিয়েছে পাকিস্তান।" উল্লেখ্য, পুলওয়ামা হামলার পর থ

কাশ্মীরের আকাশসীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা, জারি চূড়ান্ত সতর্কতা

Image
পুলওয়ামার জঙ্গিহানার বদলা নিতে পাকিস্তানের উপর প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা। তার পালটা হিসেবে পাকিস্তান মঙ্গলবার রাত থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। এই পরিস্থিতিতে সতর্ক ভারত। পাকিস্তান ও পাক-মদতপুষ্ট জঙ্গিদের হামলায় ভারতীয় নাগরিকদের যাতে কোনও ক্ষতি না হয়, সেই বিষয়ে সতর্ক ভারত সরকার। সেই কারণেই জম্মু-কাশ্মীরের আকাশসীমায় চূড়ান্ত সতর্কতা জারি করা হল। বুধবার সংবাদ সংস্থা এএনআই ট্যুইট করে জানিয়েছে, জম্মু-কাশ্মীরের তিনটি বিমানবন্দরে কড়া সতর্কতা জারি করা হয়েছে। লেহ, জম্মু ও শ্রীনগর বিমানবন্দরে জারি করা হয়েছে কড়া সতর্কতা। একই সঙ্গে পঞ্জাবের পাঠানকোট বিমানবন্দরেও কড়া সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, পাঠানকোটে এর আগে বড়সড় জঙ্গি হামলা হয়েছিল। এছাড়া জম্মু-কাশ্মীরে নিরাপত্তার কারণে আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে অসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বুধবার সকালে ভারতের আকাশসীমার মধ্যে পাকিস্তানের দু'টি F-16 যুদ্ধবিমান ঢুকে পড়েছিল। কিন্তু ভারতীয় বায়ুসেনা সঙ্গে সঙ্গে প্রতিরোধ করে। তার জেরে ফের নিজেদের সীমানার মধ্যে ঢুকে পড়ে ওই দুই যু

কাশ্মীরে আকাশসীমা লঙ্ঘন ৪ পাক যুদ্ধবিমানের, ১টিকে গুলি করে নামাল বায়ুসেনা

Image
চারটির মধ্যে একটি পাক যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে বলে দাবি ভারতীয় সেনার। ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের ২৪ ঘণ্টা পর  ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করল পাকিস্তানি যুদ্ধবিমান। বুধবার সকালে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে ৪টি পাকিস্তানি যুদ্ধবিমানের দেখা মিলেছে বলে জানা গিয়েছে। তবে  সেগুলি র‌্যাডারে ধরা পড়তেই সক্রিয় হয় ভারতীয় বায়ুসেনা। তাদের তাড়া খেয়ে শেষ পর্যন্ত ফিরে যায় পাক যুদ্ধবিমানগুলি। তবে পাকিস্তান ফিরে যাওয়ার আগে তারা একটি বোমা ফেলে যায় বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বুধবার সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরের লাম উপত্যকায় একটি সেনা শিবিরের কাছে বোমা ফেলে পাক যুদ্ধবিমান।  সেনা সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে নওশেরায় ঢুকে পড়ে মার্কিন প্রযুক্তিতে তৈরি পাক বায়ুসেনার ৪টি এফ-১৬ বিমান। র‌্যাডারে তা ধরা পড়তেই সক্রিয় হয় ভারতীয় বায়ুসেনা। বিমানগুলিকে তাড়া করে ফেরত পাঠায়। তার মধ্যে একটিকে নওশেরার রুমলি ধারায় গুলি করে নামানো হয়। যদিও তার পাইলট বিমান থেকে ঝাঁপিয়ে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পালিয়ে যেতে সক্ষম হন। স্থানীয় সূত্রে দাবি, এখানেই গুলি করে নামানো হয়েছে পাক যুদ্

কওসরকে ছিনতাইয়ের ছক বানচাল, এসটিএফের জালে ২ জামাত জঙ্গি

Image
এসটিএফের জালে ধরা পড়ল দুই জামাত জঙ্গি৷ মুর্শিদাবাদ থেকে ওই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়ামের গুঁড়ো উদ্ধার করা হয়েছে৷ অ্যাসিড বোমা তৈরিতে পারদর্শী  ধৃতরা৷ খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ধৃত কওসরকে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল এই দুই জামাত জঙ্গির৷  খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম চাঁই কওসরকে নিজেদের হেফাজতে আগেই নিয়েছে এসটিএফ৷ বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছে সে৷ ওই জঙ্গিকে ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল জেএমবি৷ এই পরিকল্পনার দুই অন্যতম চক্রীকে গ্রেপ্তার করল এসটিএফ৷ ধৃতেরা হল মসিবুর রহমান এবং রাহুল আমিন৷ মুর্শিদাবাদে গা ঢাকা দিয়েছিল দু'জনে৷ মুর্শিদাবাদ জেলা পুলিশের সঙ্গে যৌথ তল্লাশি চালিয়ে মঙ্গলবার গভীর রাতে দু'জনকে গ্রেপ্তার করল এসটিএফ৷ বুধবারই কলকাতায় নিয়ে আসা হচ্ছে তাদের৷ ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়ামের গুঁড়ো এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে৷ তদন্তকারীদের দাবি, অ্যাসিড বোমা তৈরিতে পারদর্শী ছিল ধৃত মসিবুর রহমান এবং রাহুল আমিন৷ কওসরকে জেরা করেই মসিবুর রহমান এবং রাহুল আমিনের খো

সন্ত্রাস দমনে পদক্ষেপ করুক পাকিস্তান, সংযত হোক দুই দেশই, পরামর্শ আমেরিকার

Image
মাইক পম্পেয়ো পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে প্রত্যাঘাত ভারতের। সময়মতো দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এই সংঘাতে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। এতদিন পাকিস্তানের হয় সওয়াল করলেও, মঙ্গলবার ভারত-পাকিস্তান দু'পক্ষকেই সংযত হওয়ার পরামর্শ দিয়েছে চিন। এ বার আমেরিকার তরফেও তেমনই পরামর্শ এল। সন্ত্রাস দমনে পাকিস্তানকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে তারা। সেই সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে অনুরোধ জানিয়েছে দুই দেশকেই। পুলওয়ামায় হামলার জবাবে মঙ্গলবার ভোরে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। এই ঘটনায় সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় একটি বিবৃতি জারি করেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। তাতে তিনি বলেন, "সন্ত্রাস দমনে পদক্ষেপ করেছে ভারত। সেই নিয়ে তাদের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা হয়েছে আমার। ভারত এবং গোটা উপমহাদেশে নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পাশে থাকার আশ্বাস দিয়েছি ওঁকে। পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গেও কথা হয়েছে। যত শীঘ্র সম্ভব দেশের মাটিতে নাশকতামূলক কাজকর্ম

LOC-তে টান টান উত্তেজনা, সোপিয়ানে এনকাউন্টারে খতম দুই জঙ্গি!

Image
মঙ্গলবার পুলওয়ামার প্রত্যাঘাতের পর থেকেই LoC তে অশান্তি অব্যাহত। বুধবার ভোর ৪.২০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের মেমানদার এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই শুরু হয়।  সূত্রের খবর, সোপিয়ানে সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করেছিল সেনাবাহিনী, সিআরপিএফ এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ। মেমানদারের একটি বাড়িতে ৩ সন্ত্রাসবাদীকে আটক করা সম্ভব হয়। এরা জইশ জঙ্গি গোষ্ঠীর বলেই খবর। তল্লাসি চালানোর সময় সন্ত্রাসবাদীরা নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়লে পালটা গুলি ছুঁড়ে তাদের প্রতিহত করে বাহিনী। এরপর এনকাউন্টারে ২ জইশ জঙ্গি খতম হয়েছে বলে সূত্রের খবর। এখনও গোটা এলাকা ঘিরে রেখেছে বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা।

সোপিয়ানে সেনা অভিযানে নিকেশ দুই জইশ জঙ্গি, চলছে গুলির লড়াই

Image
সোপিয়ানে ভোর রাত থেকেই চলছে গুলির লড়াই। বালাকোটে বিমান অভিযানে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উপত্যকায় সাফল্য পেল ভারতীয় সেনা। বুধবার সকালে সেনা-জঙ্গি সংঘর্ষে  ফের দুই জইশ জঙ্গির মৃত্যু হল সোপিয়ান এলাকায়। ওই এলাকায় এখনও তল্লাশি জারি রেখেছে ভারতীয় সেনা। খবর রয়েছে, এখনও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে সোপিয়ানের মিমিন্দারে। এক দল জঙ্গি লুকিয়ে রয়েছে সোপিয়ান এলাকায়, এমনই নির্দিষ্ট খবর ছিল সেনাবাহিনীর কাছে।  সেই অনুযায়ী সোপিয়ানের মিমিন্দার এলাকায় তল্লাশি অভিযান শুরু হয় বুধবার রাত থেকেই।  ভোর রাত থেকে তল্লাশি চলাকালীনই জঙ্গিরা গুলি বৃষ্টি শুরু করে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে। পাল্টা জবাব দিতে বাধ্য হয় ভারতীয় সেনাও। সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। এই জঙ্গিরা জইশ ই মহম্মদ গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে।  মঙ্গলবার বিকেল থেকে পাকিস্তান জম্মু, রাজৌরি, পুঞ্চের ৫৫টি ভারতীয় চৌকিতে গোলাগুলি ছোড়া শুরু হয়েছিল। তাতে পাঁচ ভারতীয় জওয়ান আহত হন। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকে গোলাগুলি শুরু হয় সোপিয়ান-সহ বেশ কয়েকটি জায়গায় । কৃষ্ণঘাঁটি, নওশেরা, পুঞ্চ থেকে আখনুর, কোনও সেক্টরই বাদ যায়নি। ভ

প্রত্যাঘাতের পরিকল্পনা কীভাবে করেছিল সরকার?‌

Image
প্রত্যাঘাত তো হল। ধূলিসাৎও হয়ে গেল জঙ্গিদের ঘাঁটি। নিকেশ হল ৩৫০ জন জঙ্গি। কিন্তু গোটা অপারেশনে রয়েছেন অনেকেই। বলা হচ্ছে, তাঁদের মধ্যে মোদিই ছিলেন প্রধান। যাঁর সামনে রাখা ছিল এই প্রত্যাঘাতের নীল নকশা। মঙ্গলবারের বায়ুসেনার প্রত্যাঘাত করার প্রতিটি পদক্ষেপের খবর নিচ্ছিলেন ঠাণ্ডা মাথায়। নয়াদিল্লিতে সাউথ ব্লকে রাষ্ট্রপতি ভবন থেকে তিনি ক্রমাগত জানতে চাইছিলেন আপডেট। কতদূর এগোনো গেল?‌ সব ঠিক আছে তো?‌ বালাকোটে ঢোকা গিয়েছে?‌  গোয়েন্দা দপ্তরের শীর্ষ সূত্র থেকে জানা গিয়েছে, একাধিক হামলার নকশা রচনা করে তুলে ধরা হয়েছিল বায়ুসেনা প্রধান বীরেন্দ্র সিং ধানওয়াকে। যিনি এই পরিকল্পনাতেই সিলমোহর দিয়েছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিবরণ দিলেন বায়ুসেনার পর পর পদক্ষেপ ও গতিবিধির। আর এই প্রত্যাঘাতের বিষয়টি পূর্ব পরিকল্পিত। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলা ঘটেছিল। ঠিক তার পরের দিন বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। যার নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই এই প্রত্যাঘাতের নীল নকশা তৈরি হয়ে যায় বলে সূত্রের খবর। আর এই পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার হয় প্রত্যাঘাত। সোমবার রাতে নৈশভোজ সেরে রাষ্ট্রপতি ভবনে

জেনে নিন বুধবারের বাজারদর

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি  চন্দ্রমুখী আলু – ১৪টাকা প্রতিকিলো . জ্যোতি আলু – ১০টাকাপ্রতিকিলো  পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো  আদা – ৬০ টাকা প্রতিকিলো রসুন – ৭০ টাকা প্রতিকিলো  ফুলকপি – ১৫ -২০ টাকা প্রতি পিস বাঁধাকপি – ১৫ টাকা প্রতি কিলো  পটল – ৬০টাকা প্রতিকিলো ঢ্যাঁড়শ – ৫০টাকা প্রতিকিলো উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো বেগুন – ২০টাকা প্রতিকিলো টমেটো – ২০ টাকা প্রতিকিলো লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো কুমড়ো – ৩০ টাকা প্রতিকিলো পালং শাক – ২০টাকা প্রতি কিলো লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো গাজর – ৩০ টাকা প্রতিকিলো ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো পিঁয়াজকলি – ৩০ টাকা প্রতি কেজি মাছ  গোটা রুই –১৬০-২২০ টাকা কিলো কাটারুই – ২০০-৩০০ টাকা কিলো  গোটাকাতলা – ২৫০-২৮০ টাকা কিলো  কাটাকাতলা –৩৫০-৪০০টাকা কিলো  বাটা – ১৬০-১৮০ টাকা কিলো  চারাপোনা – ১৬০ টাকা কিলো  তেলাপিয়া – ১৬০টাকা কিলো পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো  পার্শ্বে –৪০০-৫০০ টাকা প্রতি কিলো  ভেটকি -৪০০-৫৫০ টাকা প্রতি কিলো চিংড়ি – গলদা ৫০০ থেকে ৮০০-এর মধ

ভোররাত থেকে সোপিয়ানে শুরু সেনা জঙ্গি গুলির লড়াই

Image
শ্রীনগর: ভোর-রাত থেকে সেনা জঙ্গি গুলির লড়াই কাশ্মীরের সোপিয়ানে৷ ভোর চারটে বেজে কুড়ি মিনিট থেকে এই লড়াই শুরু হয়েচে বলে জানা গিয়েছে৷ কাশ্মীরের সোপিয়ান জেলার মেমান্দার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জহ্গিদের গুলির লড়াই চলছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর৷ এই লড়াইয়ে তিন জঙ্গিকে লুকিয়ে রয়েছে বলে মনে করছে সেনাবাহিনী৷ নিয়ন্ত্রণরেখা ঘেঁসা সোপিয়ানে লুকিয়ে রয়েছে জঙ্গিরা৷ খবর পেয়েই সেখানে অভিযানে নামে ভারতীয় সেনা, সিআরপিএফ ও স্পেশাল অপরেশন গ্রুপের (এসওজি) বাহিনী৷ অভিযানের অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের দিকে ধেয়ে আসে গুলি৷ পালটা গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও৷   সেনাবাহিনী সূত্রে খবর, সোপিয়ানের মেমান্দার এলাকায় স্থানীয়দের বাড়ি থেকে এই হামলা চালাচ্ছে জঙ্গিরা৷ স্থানীয়দের বাড়িগুলিকেই ডাল হিসাবে ব্যাবহার করা হচ্ছে৷ ফলে সতর্কতার সঙ্গে পালটা পদক্ষেপ করতে হচ্ছে সেনাকেও৷ ইতিমদ্যেই সোপিয়ানের ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ মঙ্গলবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৮০ কিমি ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা বাহিনী৷ বালাকোট অঞ্চলে যুদ্ধ বিমান থেকে

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে, গ্রেপ্তার বাংলাদেশি তরুণী

Image
বালুরঘাট: প্রেমের টানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে ধরা পড়ল যুবতী। সঙ্গে থাকা চার যুবককেও গ্রেপ্তার করল পুলিশ। অসৎ উদ্দেশ্যে মেয়েটিকে ফুঁসলিয়ে আনা হয় বলেই উঠেছে অভিযোগ। জানা গিয়েছে, বাংলাদেশের নওগাঁ জেলার মহাদেবপুর কাছারি পাড়ার বছর একুশের যুবতী শেফালি রানি মহন্ত। তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় নদীয়ার জেলার  বাসিন্দা সত্যেন রানার। প্রেমের গল্প ধীরে ধীরে বিয়ে পর্যন্ত পৌঁছায়। এরপরেই ছেলেটির কথামত মেয়েটি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে হিলি সীমান্ত দিয়ে। হিলি থেকে একটি ছোট গাড়িতে চাপিয়ে মেয়েটিকে নিয়ে যাচ্ছিল নদীয়া জেলার বাসিন্দা সত্যেন রানা (২৬), অরুপ বিশ্বাস (২০), মহাদেব সরকার (২৮) এবং গাড়ির চালক আশিস বিশ্বাস (২৭)। সোমবার রাত ১২টা নাগাদ বালুরঘাট শহরের মঙ্গলপুরে গাড়িটি আটকায় বালুরঘাট থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিলতেই যুবতী-সহ চার যুবককে গ্রেপ্তার করে। ধৃত সকলকে মঙ্গলবার বালুরঘাটের জেলা আদালতে তোলা হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশি যুবতী জানান, বাংলাদেশে তার বাবার একটি চায়ের দোকান রয়েছে। বিয়ে করবে বলে ছেলেটি তাকে ভারতে আসতে বলেছিল। সেইমতো

বায়ুসেনার প্রত্যাঘাতে কুপোকাত হয়ে নেটদুনিয়ায় হাসির খোরাক পাকিস্তান

Image
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলায় শহিদ হন সিআরপিএফের ৪৯ জন জওয়ান৷ শহিদ ভাইদের সামনে দাঁড়িয়ে অন্য ভারতের জওয়ানরা শপথ করেছিলেন, তাঁদের বলিদান বিফলে যাবে না৷ যথাযথ শিক্ষা দেওয়া হবে জঙ্গি হানায় মদতদাতা পাকিস্তানকে৷ পুলওয়ামায় জঙ্গি হানার ১২ দিনের মাথায় সেই প্রত্যাশিত বদলা নিয়েছে ভারতীয় বায়ুসেনা৷ মঙ্গলবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে বালাকোট, মুজফ্ফরাবাদ ও চাকোটিতে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে জইশ, লস্কর, হিজবুল-সহ একাধিক জঙ্গিঘাঁটি৷ পাক অধিকৃত কাশ্মীরে জইশের অন্তত ৩টি কন্ট্রোল রুম উড়িয়ে দেওয়া হয়েছে। খতম হয়েছে প্রশিক্ষক ও কমান্ডার-সহ প্রায় সাড়ে তিনশো জঙ্গি৷ ভারতের আতর্কিত হানায় খতম হয়েছে জইশ প্রধান মাসুদ আজহারের দাদা ইব্রাহিম আজহার৷ কান্দাহার বিমান অপহরণের অন্যতম মূলচক্রী ছিল এই জইশ নেতা৷ মৃত জঙ্গিদের মধ্যে রয়েছে মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহার। হানায় খতম হয়েছে কাশ্মীরের জইশ প্রধান মুফতি আজহার খান কাশ্মীরি। সেনার প্রত্যাঘাতে নিকেশ হয়েছে মাসুদের ভাই মৌলানা তালহা সইফ এবং জইশের শীর্ষ নেতা মৌলানা আম্মর৷ প্রথম সার্জ

সন্ত্রাস দমনে সরকারের পাশে বিরোধীরা, সর্বদল বৈঠক শেষে জানালেন বিদেশমন্ত্রী

Image
'ভারতীয় বায়ুসেনার সন্ত্রাসদমন অভিযানকে স্বাগত জানিয়েছে সমস্ত রাজনৈতিক দল৷ এবং সকলেই এই অভিযানে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে'৷ মঙ্গলবার সন্ধ্যায় সর্বদল বৈঠক শেষে এমনই জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ তিনি আরও জানান, ভারতীয় বায়ুসেনার এই বিধ্বংসী জঙ্গিদমন অভিযানের বিষয়ে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও-র সঙ্গে কথা হয়েছে তাঁর৷ এবং তিনিও বিষয়টিকে স্বাগত জানিয়েছেন৷ মঙ্গলবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ, লস্কর ও হিজবুলের তিনটি জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছে ভারতীয় বায়ুসেনা৷ কীভাবে হল এই ধ্বংসাত্মক সন্ত্রাসদমন অভিযান? মঙ্গলবার সন্ধ্যায় সর্বদল বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে সেই তথ্যই পেশ করে সরকার৷ কেন্দ্রের তরফে বিরোধীদের টেবিলে ভারতীয় বায়ুসেনার পরাক্রমের তথ্য পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ জানান, এটি একটি সম্পূর্ণ সন্ত্রাসদমন অভিযান৷ যুদ্ধের উদ্দেশ্যে করা কোনও অভিযান নয়৷ এক্ষেত্রে কোনও নাগরিকের সামান্যতম ক্ষতিও হয়নি৷ বিদেশমন্ত্রী জানান, এই সন্ত্রাসদমন অভিযানে ভারতকে সমর্থন জানিয়েছে আমে

টেনশন থাকলেও বহিঃপ্রকাশ করা যায় না, বললেন প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক হুডা

Image
ভারতবাসী তখন ঘুমের দেশে। ২১ মিনিটের অভিযানে ধ্বংস হয়ে গিয়েছে জইশের জঙ্গিঘাঁটি। আগের সার্জিক্যাল স্ট্রাইকের নেতৃত্বে ছিলেন লেফট্যানান্ট জেনারেল দীপেন্দ্র সিং হুডা। এটা কি সার্জিক্যাল স্ট্রাইক ২.০ বলা যেতে পারে? ফোনে জি ২৪ ঘণ্টা ডিজিটালকে হুডার প্রতিক্রিয়া, নিশ্চিতভাবে এটা সার্জিক্যাল স্ট্রাইক বলতে পারি। নিখুঁত অভিযান সেরেছে বায়ুসেনা। গোটাটাই পরিকল্পিত অভিযান। ভারতের এয়ার স্ট্রাইকের পর নিরাপত্তার কমিটির বৈঠকে সদস্যদের নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসেন ইমরান। বৈঠকের পর তিনি বলেন, ''ভারতের আগ্রাসনের জবাব নির্দিষ্টি স্থান ও সময়ে দেবে পাকিস্তান''। পাকিস্তানের জবাব কি প্রতিহত করতে পারবে ভারত? প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের নায়কের কথায়, ''কী করবে, সেটা ওরাই জানে। তবে কোনও ধরনের পদক্ষেপ করলে পাকিস্তানের বেশি ক্ষয়ক্ষতি হবে। ভারতের তিন বাহিনীর শক্তিই ওদের চেয়ে বেশি''।          বায়ুসেনার এমন নিঁখুত অভিযানে আপ্লুত হুডা। তাঁর কথায়, ''দারুণ পেশাদারিত্ব দেখিয়েছে সেনা। স্যালুট করছি''। কীভাবে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করা হয়? হুডা বলেন,''সদর দফতরে অনেক

LOC তে ব্যাপক গোলবর্ষণ, আহত ৫ ভারতীয় জওয়ান

Image
পুলওয়ামার প্রত্যাঘাতের পর থেকেই সীমান্তে ব্যাপক গোলাবর্ষন শুরু করেছে পাক সেনাবাহিনী। সংঘর্ষবিরতি লঙ্ঘন করে LoC-তে গোলাগুলি শুরু করেছে পাকিস্তান। বিনা প্ররোচনায় তিনটি সেক্টরে হামলার চেষ্টা হয়েছে। ঘটনায় ৫ ভারতীয় জওয়ান আহত হয়েছেন। পালটা জবাব দিচ্ছে ভারতও। আহত বেশ কয়েকজন পাক সেনাও। সেনা সূত্রে খবর, জম্মু, রাজৌরি ও পুঞ্চ সেক্টর দিয়ে পাক হামলা হয়েছে। মঙ্গলবার রাতভর নিয়ন্ত্রণরেখা বরাবর গোলগুলি চলে প্রায় ১২ থেকে ১৫ টি জায়গায়। মূলত গ্রামবাসীদের ঢাল করে মিশাইল এবং মর্টার হামলা চালাচ্ছে পাক সেনা। সোপিয়ানে শুরু হয়েছে গুলির লড়াই। ২-৩ জন জইশ জঙ্গি লুকিয়ে থাকার সম্ভবনা রয়েছে। পুলিস ও সেনার যৌথ বাহিনী গোটা এলাকা ঘিরে তল্লাসি চালাচ্ছে। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানার ঠিক ১২ দিন পর এয়ার স্ট্রাইক ভারতীয় বায়ুসেনার। মঙ্গলবার ভোর রাতে ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান। ভোর সওয়া তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের ৩টি জায়গায় প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজফফরাবাদ ও চকৌটিতে জঙ্গিশিবিরগুলি। ২১ মিনিটের নিখুঁত অপারেশন শেষ করে ভারতে ফের

ভোর থেকেই ঝড়-বৃষ্টির দাপট কলকাতাসহ দক্ষিণবঙ্গে

Image
পূর্বাভাস মিলিয়ে বুধবার ভোরেই ধেয়ে এল ঝড়। সঙ্গে তুমুল বৃষ্টি। সোমবার সন্ধ্যার পর থেকে দফায় দফায় ঝড় সঙ্গে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হানা দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। মঙ্গলবার হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, রাঢ়বঙ্গ ও গাঙ্গেয় উপত্যকার একাংশে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে। ৪৮ ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস ছিল। সেই মতো, ভোর থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয় ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া৷ সব থেকে বেশি ঝড় হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর ২৪ পরগনার একাংশে। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলির একাংশ উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি এদিন ভোরে কলকাতাতেও প্রবল বেগে হাওয়া বয়ে যায়৷ শুরু হয় বৃষ্টি৷

দেড় মিনিটেই সব শেষ! পাকিস্তানে ঢুকে জইশের ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা

Image
মাত্র দেড় মিনিট! তার মধ্যেই পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান নিখুঁত লক্ষ্যে বোমা ফেলে জইশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করল নরেন্দ্র মোদীর সরকার। ভারতীয় সেনা সূত্রের দাবি, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে ১০০০ কেজি ওজনের বোমা ফেলেছে। তাতে মারা গিয়েছে প্রায় ৩০০ জন জঙ্গি। যাদের মধ্যে জইশ-প্রধান মাসুদ আজহারের শ্যালক মৌলানা ইউসুফ আজহারও রয়েছে। ১৯৯৯ সালে ভারতীয় বিমান ছিনতাই করে কন্দহরে নিয়ে যাওয়ার পিছনে এই ইউসুফই ছিল মূল মাথা। সে যাত্রা মাসুদ আজহারকে মুক্তি দিয়ে বিমানযাত্রীদের ফিরিয়ে আনে অটলবিহারী বাজপেয়ীর সরকার।  দিল্লির দাবি অবশ্য পুরোপুরি খারিজ করে দিয়েছে পাকিস্তান। তাদের পাল্টা বক্তব্য, ভারতীয় বায়ুসেনা পাক আকাশসীমা লঙ্ঘন করেছিল ঠিকই, কিন্তু তারা ঢুকেছিল পাক-অধিকৃত কাশ্মীরের ৪-৬ কিমি ভিতরে। পাকিস্তানি যুদ্ধবিমান তৎক্ষণাৎ তাদের চ্যালেঞ্জ করে। তড়িঘড়ি পালানোর সময় ফাঁকা এলাকায় বোমা ফেলে তারা। তাতে জান-মালের কার্যত কোনও ক্ষয়ক্ষতিই হয়নি। বস্তুত পাক-সেনার মুখপাত্র আসিফ গফুরই আজ ভোর সাড়ে পাঁ

অভিযানে কি ধ্বংস মাসুদের পরিবার?

Image
জইশ শিবিরের মাথারা (বাঁ দিক থেকে): ইউসুফ আজহার (মাসুদ আজহারের শ্যালক), ইব্রাহিম আজহার (মাসুদ আজহারের দাদা) ও মুফতি আজহার খান কাশ্মীরি (কাশ্মীরে জইশের মাথা) প্রায় দু'দশক পরে পাকিস্তানের ভিতরে ঢুকে কন্দহর কাণ্ডের মূল চক্রীকে মারল ভারতীয় বায়ুসেনা। জইশ-ই-মহম্মদের সব চেয়ে বড় ঘাঁটি বালাকোটে বায়ুসেনার অভিযানে আজ নিহত হয়েছে মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহার। ভারতে জেলবন্দি মাসুদের মুক্তির জন্য বিমান ছিনতাই করেছিল সে। শুধু ইউসুফই নয়, অভিযানে নিহত হয়েছে মাসুদ আজহারের দাদা ইব্রাহিম আজহার ও ভাই তলহা সইদেরও। কন্দহর কাণ্ডের পিছনে বড় ভূমিকা ছিল এই  ইব্রাহিমের। বায়ুসেনার বোমায় আজ আরও যে সব জঙ্গি নিহত হয়েছে, তার মধ্যে রয়েছে জইশের কাশ্মীর মডিউলের দায়িত্বে থাকা মুফতি আজহার খান কাশ্মীরি, আফগানিস্তান ও কাশ্মীরের বিষয়ে জুড়ে থাকা জঙ্গি মওলানা আম্মার। ভারতীয় গোয়েন্দাদের একাংশের দাবি, প্রশিক্ষণ শিবিরে উপস্থিত জইশের অন্তত ২৫ জন কম্যান্ডার মারা গিয়েছে। বালাকোটের প্রশিক্ষণ শিবিরে গোটা চল্লিশেক আত্মঘাতী জঙ্গি থাকতো, প্রাণ গিয়েছে তাদের। গোয়েন্দাদের দাবি, আজ ভোরে বায়ুসেনার অভিযানে মারা গিয়েছে অন্তত তিনশো জঙ্গি

যুদ্ধ নয়, আত্মরক্ষার্থেই প্রত্যাঘাত, অভিযানের পরেই আন্তর্জাতিক বিশ্বকে বার্তা দিল্লির

Image
আশঙ্কা রয়েছে নতুন করে জঙ্গি হামলার। ভারতের দাবি, বাধ্য হয়েই আজ পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবিরে আঘাত হানতে হয়েছে। বায়ুসেনা অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক বিশ্বকে এই বার্তা দিয়ে নয়াদিল্লি বুঝিয়ে দিল, যুদ্ধ নয়, কেবল আত্মরক্ষার্থেই প্রত্যাঘাত করেছে ভারত। ফলস্বরূপ, এ দিন রাত পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন, চিন ও অস্ট্রেলিয়া সংযত থাকার পরামর্শ দিলেও দিল্লির সমালোচনা করেনি। ফ্রান্সের মতো দেশ সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছে। কূটনীতিতে যাকে বড় সাফল্য বলেই মনে করছে ভারত।  আজ সরকারি ভাবে ভারতের পক্ষ থেকে বালাকোটের জঙ্গি ঘাঁটিতে অভিযানের তথ্য জানিয়ে বিবৃতি দেন বিদেশসচিব বিজয় গোখলে। তিনি জানান, দেশে ফের জঙ্গি হামলার আশঙ্কা থাকায় আজ সকালে 'নন মিলিটারি প্রিঅ্যাম্পটিভ অ্যাকশন' নিতে বাধ্য হয় ভারত। আমেরিকা, ইজরায়েলের দিক থেকে এ ধরনের অভিযানের নজির থাকলেও, ভারতের কূটনৈতিক ইতিহাসে সম্ভবত প্রথম বার এই শব্দবন্ধনী ব্যবহার করা হল।  সাউথ ব্লকের ব্যাখ্যা, আত্মরক্ষার্থে অসামরিক অভিযান বোঝাতেই ওই শব্দবন্ধনী ব্যবহার করা হয়েছে। ভারত বার্তা দিতে চেয়েছে যে, পাকিস্তানের সেনা বা নাগরিকদের ক্ষতি সাধন করা উদ্দেশ্