বিশ্বকাপ থেকে দুই শুটারকে ডেকে নিল বায়ুসেনা


নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে যুদ্ধপরিস্থিতিতে তৎপর ভারতীয় বায়ুসেনা খেলাধুলোর আঙিনা থেকে ডেকে নিল দুই জওয়ানকে, যাঁরা বিশ্বকাপের আসরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন৷

রবি কুমার ও দীপক কুমার দিল্লির ডঃ কর্নি সিং শুটিং রেঞ্জে চলতি আইএসএসএফ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন৷ নিজেদের ইভেন্ট শেষ হওয়া মাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ হাতে পান দুই তারকা শুটার৷ প্রতি টুর্নামেন্টের শেষে নিয়ম মাফিক ডাক বলে প্রাথমিকভাবে মন্তব্য করলেও রবি ও দীপক দু'জনেই জানান, প্রোটোকল মেনেই কাজ করবেন তাঁরা৷ দু'জনে এও স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁদের কাছে আগে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব৷ শিক্ষা বা খেলাধুলোর প্রসঙ্গ পরে৷ প্রযোজনে সামনে থেকে জাতীয় কর্তব্য পালণেও প্রস্তুত দুই শুটার৷নিয়ন্ত্রণরেখায় উত্তেজনার কথা মাথায় রেখেই বিশ্বকাপের আসর থেকে ডেকে নেওয়া হয় বায়ুসেনায় কর্মরত দুই ভারতীয় শুটারকে৷ খেলাধুলোর আঙিনায় জাতীয় কর্তব্য পালণ করে যুদ্ধকালীন তৎপরতায় বিমানবাহিনীতে যোদ দিচ্ছেন দুই জওয়ান৷

পুলওয়ামা হামলার পর বালাকোটের জঙ্গি ঘাঁটিতে বোমাবর্ষণ থেকে শুরু করে পাক বিমানকে নিজেদের আকাশসীমা থেকে দূরে সরিেয় ধ্বংস করা পর্যন্ত গোটা ঘটনাচক্রে ভারতীয় বিমানবাহিনীই এখনও পর্যন্ত মুখ্য ভূমিকা পালণ করেছে৷ এই অবস্থায় যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ হাতে পাওয়ার পর নিজেদের জওয়ানদের একজোট করা শুরু করেছে বায়ুসেনা৷