Posts

Showing posts from August 3, 2018

মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত ২০

Image
কাবুল: ফের আফগানিস্তানে রক্তাক্ত মসজিদ প্রাঙ্গন৷ জুম্মাবারে মসজিদের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে৷ আহত অন্ততপক্ষে ৫০ জন৷ তবে সরকারি মতে সংখ্যাটা ৩০৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে৷ স্থানীয় একটি শিয়া মসজিদের বাইরে প্রথমে অপেক্ষা করছিল দুই আক্রমণকারী৷ পরে মসজিদে ঢোকে তারা৷ সেই সময় মসজিদের ভিতর নমাজ চলছিল প্রার্থনা৷ মসজিদে প্রবেশের সময় দুই নিরাপত্তকর্মীকে গুলি করে খুন করে জঙ্গিরা৷ প্রথমজন বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়৷ এরপর দ্বিতীয়জন বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেওয়ার আগে পুলিশ তাকে গুলি করে৷ না হলে মৃতের সংখ্যা আরও দ্বিগুণ হতে পারত৷ পাকতিয়া প্রদেশের পুলিশের মুখপাত্র সর্দার ওয়ালি তাবাসুন জানিয়েছেন, বিস্ফোরণের জেরে বহু মানুষ আহত হয়েছে৷ তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এখনও অবধি কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি৷ তবে অনুমান ইসলামিক স্টেটের জঙ্গিরা এই বিস্ফোরণের নেপথ্যে৷ কেননা অতীতে তাদেরকে এই ধরনের হামলার দায় স্

সাড়ে ১২ লাখের 'স্বপ্ন' দেখিয়ে ৩৩ হাজার টাকা হাপিস !

Image
কলকাতা : অনলাইনে লাকি ড্রয়ের মাধ্যমে সাড়ে ১২ লাখ টাকা দেওয়ার কথা বলেছিল একটি সংস্থা। প্রতারণা চক্রের পাল্লায় পড়েছেন তা প্রথমে বুঝতেই পারেননি সন্দেশখালির আবদুল কায়েম মণ্ডল। তাই, ওই সংস্থার কথামতো বেশ কিছু টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। ভেবেছিলেন, ছেলে হাসপাতালে ভরতি, এইসময়ে সাড়ে ১২ লাখ টাকা অনেকটাই সাহায্য করবে। কিন্তু, কোথায় কী ? অবশেষে বুঝতে পারলেন কায়েম। বুঝলেন তিনি প্রতারকদের পাল্লায় পড়েছেন। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে পূর্ব যাদবপুর থানায়। তদন্ত করবে লালবাজার গোয়েন্দা দপ্তর। আবদুল কায়েম মণ্ডল। বাড়ি সন্দেশখালি। কর্মসূত্রে তিনি মুকুন্দপুরে থাকেন। কাজ করেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের প্যাথোলজি ল্যাবে। আবদুল একটি অনলাইন সংস্থার মাধ্যমে কেনাকাটা করতেন। ১৬ জুলাই সেই সংস্থা থেকে ফোন করা হয় তাঁকে। জানানো হয়, তিনি লাকি ড্র জিতেছেন। সাড়ে ১২ লাখ টাকা পুরস্কার পাবেন। সেসময়ে আবদুলের ছেলে হাসপাতালে ভরতি ছিল। তাই তিনি ভাবেন, টাকাটা এলে সত্যিই উপকার হবে। আবদুল বলেন, "আমার মাথায় শুধুই ছেলের চিকিৎসার কথা ঘুরছিল। এইসময় ফোন আসে। সংস্থা থেকে বলে আমি সাড়ে ১২ লাখ টাকা পাব। এর জন্য

রাতে প্রেমিকের সঙ্গে দেখে ফেলায়, স্বামীর যৌনাঙ্গ কামড়ে পালাল স্ত্রী!

Image
প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেছিলেন স্বামী। হুমকি দিচ্ছিলেন, 'গ্রামের লোকেদের জানিয়ে দেওয়ার'। ধরা পড়লে যে গণধোলাই কপালে রয়েছে, তা জানতেন স্ত্রী। বাঁচানোর চেষ্টায় স্বামীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে, ধুতি খুলে যায় স্বামীর। এই সুযোগের অপেক্ষায় ছিলেন স্ত্রী। এরপর যা হল...তা কল্পনা করেননি স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরা ভেল্লোরের বাসিন্দা সেন্থমরাই।  গুরুতর আহত অবস্থায় বর্তমানে চেন্নাইয়ের রাজীব গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ভেল্লোরের থুরাইমুলাই গ্রামের এই কৃষক। যৌনাঙ্কে একাধিক গুরুতর ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। বছর ৫৫-র কৃষকের বিশেষ চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু, ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে? সেন্থমরাই পুলিশকে জানিয়েছেন, রবিবার রাতে স্ত্রী জয়ন্তী (৪৫)-কে নিয়ে গ্রামের পুজোয় অংশ নিয়েছিলেন তিনি। পুজোর পর গ্রামের মেলায় যান স্বামী স্ত্রী। কিন্তু, মধ্যরাত দেড়টা নাগাদ শৌচকর্মের অজুহাতে দূরে চলে যান জয়ন্তী। প্রায় এক ঘণ্টার বেশি সময় স্ত্রীর সাড়া না পাওয়ায় গ্রাম লাগোয়া জঙ্গলে খুঁজতে যান সেন্থমরাই। সেখানেই স্ত্রীকে অন্য এক গ্রামের যুবকের সঙ

এটিএমের ভল্ট লুট, ৭০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

Image
জালিয়াতির পরও এটিএমের নিরাপত্তায় হুঁশ ফেরেনি। হাওড়ার লিলুয়ায় দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের ভল্ট ভেঙে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। প্রমাণ লোপাটে ভাঙা হয় সিসিটিভি। সিপিইউ, হার্ডডিস্কও তুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা। লিলুয়া: জালিয়াতির পরও এটিএমের নিরাপত্তায় হুঁশ ফেরেনি। হাওড়ার লিলুয়ায় দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের ভল্ট ভেঙে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। প্রমাণ লোপাটে ভাঙা হয় সিসিটিভি। সিপিইউ, হার্ডডিস্কও তুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা। এটিএমে শাটার নামানো দেখে সন্দেহ হয়। শাটার তুলতেই চমকে যান জগদীশপুরের এক বাসিন্দা। মেশিন ভাঙা। একই অবস্থা তিন কিলোমিটারের দূরে কোনার আরও এক এটিএমের। তদন্তকারীদের অনুমান, গ্যাস কাটার দিয়ে মেশিন ভাঙে দুষ্কৃতীরা। এরপর ভল্ট নিয়ে তারা উধাও হয়ে যায়। এটিএমের সিসিটিভি ভাঙা হয়েছে। মেশিনের সিপিইউ এবং হার্ডডিস্কও উধাও। পুলিশ মনে করছে, একই দল দুটি এটিএমে হানা দেয়। দুর্গাপুর বা আসানসোলের কোনও গ্যাং এই ঘটনায় জড়িত বলে অনুমান। যে সংস্থা এটিএমে টাকা ভরে তাদের কাছ থেকে জানা গিয়েছে প্রায় ৭০ লক্ষ টাকা লুঠ হয়েছে। দুটি এটিএমে কেন রক্ষী ছিল না তা নিয়ে প্রশ্ন তুল

দিল্লিতে আলমারি থেকে উদ্ধার হল বছর পঁচিশের তরুণীর দেহ

Image
ঘরের আলমারি থেকে বছর পঁচিশের এক তরুণীর মৃতদেহ উদ্ধার হওয়া নিয়ে রহস্য দানা বেঁধেছে উত্তর-পূর্ব দিল্লির গোকালপুরী এলাকায়।বন্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় খবর দেওয়া হয়েছিল পুলিশে। খবর দিয়েছিলেন ওই তরুণীরই লিভ-ইন পার্টনার। বৃহস্পতিবার উত্তর-পূর্ব দিল্লির গোকালপুরী এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বছর পঁচিশের তরুণীর সঙ্গে এক যুবকের লিভ ইন সম্পর্ক ছিল। ওই যুবক বিবাহিত। যুবকের সঙ্গে এই সম্পর্ক তরুণীর পরিবার মেনে নেয়নি। আর তার পরই বাড়ি ছেড়ে গোকালপুরী এলাকায় একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন তিনি। পুলিশ জানিয়েছে, বেশ কিছু দিন ধরেই যুবককে বিয়ের জন্য চাপ দিচ্ছেলেন তরুণী। স্ত্রীকে ডির্ভোস দেওয়ার জন্যও যুবকের উপর চাপ দিচ্ছিলেন তরুণী। বৃহস্পতিবার ঘর থেকে দুর্গন্ধ বেরনোর খবর প্রথম পুলিশের কাছে জানান তরুণীর লিভ ইন পার্টনার। সেই মতো পুলিশ ফ্ল্যাটে আসে। আলমারি থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ তরুণীর ওই লিভ ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তরুণীর বাবা-মা এবং প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভাইঝিকে নিয়ে পালানোর চেষ্টা, কাকার তত্পরতায় পুলিশের জালে যুবক

Image
শিয়ালদহ স্টেশন চত্বরে তখন প্রবল ভিড়। ফাঁক গলে হাত ধরে ছুটছে এক যুগল। পিছনে এক মধ্যবয়স্ক ব্যক্তি। দৌ়ড়তে দৌড়তেই ছেলে-মেয়েটির দিকে আঙুল তুলে তিনি চেঁচাচ্ছেন, ''চোর চোর। চুরি করে পালাচ্ছে!'' চিৎকার কানে যেতেই স্টেশনে ঢোকার মুখে কয়েক জন ধরে ফেলেন যুগলকে। তত ক্ষণে ছেলেটির গালে থাপ্পড়ও কষিয়েছেন কেউ কেউ। এ বার মধ্যবয়সী বলেন, ''চোর নয়। এই ছেলেটা আমার ভাইঝিকে নিয়ে পালাচ্ছিল। দৌড়ে ধরতে পারছিলাম না। আপনারা যাতে ধরে দেন, তাই চোর চোর বলে চেঁচাচ্ছিলাম!'' বিরক্ত ভিড়টা ফাঁকা হয়ে যায় এর পরেই। বুধবারের ওই ঘটনায় যুগলকে আটক করে শিয়ালদহ জিআরপি। পরে এন্টালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। জানা যায়, গত ২১ জুলাই থেকে এন্টালি থানার পুলিশ খুঁজছিল এই যুগলকে। ওই দিনই এক ১৫ বছরের কিশোরীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন বাবা। অভিযোগ ছিল, রোহিত সাউ নামে এক যুবক তাঁর মেয়েকে জোর করে তুলে নিয়ে পালিয়েছে। বৃহস্পতিবার ওই যুবককে শিয়ালদহ আদালতে তোলা হয়। সেখানেই গোপন জবানবন্দি নেওয়া হয়েছে কিশোরীর। কিশোরী জানায়, কয়েক বছর ধরেই রোহিতের সঙ্গে পরিচয় তার। গত ২১ জুলাই সকালে তারা পালিয়ে ব

১৯-এর প্রেমিককে যুবতীর সঙ্গে লিভ-ইনের অনুমতি হাইকোর্টের

Image
ছেলেটির বয়স ১৯। তাঁর প্রেমিকার বয়স ২০। এখনই বিয়ে করতে পারছেন না। কারণ ছেলেটির বিয়ের বয়স হয়নি। তবে তাঁরা একসঙ্গে থাকতে চান ভালোবাসার মানুষটির সঙ্গে। পরিবারের তীব্র আপত্তি থাকলেও অনুমতি দিল আদালত। গুজরাট হাইকোর্ট জানিয়েছে, কেউই নাবালক নন। আইন অনুযায়ী, যাঁর সঙ্গে ইচ্ছে তাঁর সঙ্গেই থাকতে পারেন ওঁরা।  মেয়েটি যেখানে থাকতে চায় পুলিশ এসকর্ট করে তাকে সেখানেই পৌঁছে দেবে বলে আদালতকে আশ্বস্ত করেছে রাজ্য সরকার। বাবা-মা, আত্মীয়-স্বজনকে ছেড়ে বুধবার প্রেমিকের কাছে চলে যায় ওই যুবতী। গত ১৯ জুলাই গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই তরুণ। আদালতকে সে জানায়, তার প্রেমিকাকে জোর করে তার থেকে দূরে সরিয়ে রাখছে মেয়েটির পরিবার। ছেলেটি যুক্তি দেয়, যেহেতু তার বিয়ের বয়স হয়নি, তাই সে তার প্রেমিকাকে আইনত বিয়ে করতে পারছে না। সে জন্যই তারা লিভ-ইন করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে একটি কন্ট্র্যাক্টে তারা সই করেছে। সেই নথিকে আইনসম্মতও করিয়েছে তারা। বন্ধুত্বের এই চুক্তিপত্রে আস্থা রেখেছে পিটিশনার। কারণ তার প্রেমিকা যে তাকে বিয়ে করতে ইচ্ছুক, সে কথা তাতে লেখা রয়েছে। জুন মাসে তারা একবার ১০ দিনের জন্য পালিয়ে গিয়েছিল। সেই সময়

আন্দামানের কাছে ২৫৬ জন যাত্রী নিয়ে আটকে পড়েছে একটি জাহাজ।

Image
আন্দামানের কাছে ২৫৬ জন যাত্রী নিয়ে আটকে পড়েছে একটি জাহাজ। জাহাজটির তলায় ফুটো হয়ে জল ঢুকছে বলে খবর। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে বলেও জানা গিয়েছে।  আন্দামানের কাছে মালাক্কা দ্বীপের সামনে আটকে পড়ে এমভি স্বরাজ দ্বীপ নামে জাহাজটি। তখন সেখানে ২৫৬ জন যাত্রী এবং ৯৩ জন জাহাজ কর্মী ছিলেন। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সারা দিনে চেষ্টা করেও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ সম্পূর্ণ করা যায়নি। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে ন্যানকোরি যাচ্ছিল ১৫৬.৯৭ মিটার লম্বা জাহাজটি। পথেই তার গায়ে ফুটো হয়ে জল ঢুকতে থাকে। বৃহস্পতিবার সন্ধের মধ্যে ১৪৯ জন যাত্রীকে জাহাজ থেকে উদ্ধার করে নিকোবরে পাঠিয়েছে উপকূলরক্ষী বাহিনী। জাহাজ থেকে পাম্প করে জল বের করে দেওয়ায় বিপদ কেটে গিয়েছে বলে আশা করা হচ্ছে।

18 বছরের মেয়েকে খুড়তুতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা, জেল ব্রিটিশ দম্পতির

Image
খুড়তুতো ভাইয়ের সঙ্গে বিয়ের কথা চলছিল তার। সেই ঘটনার দু'বছর বাদে জোর করে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টার জন্য মেয়েটির বাবা-মা'কে দোষী সাব্যস্ত করল আদালত। 2016 সাল। বাংলাদেশে ব্রিটেনের কূটনৈতিক মিশনের সহায়তায় একটি 18 ব্রিটিশ বছরের যুবতী নিজের বিয়ের আগের দিন গ্রাম থেকে পালিয়ে যায়। খুড়তুতো ভাইয়ের সঙ্গে বিয়ের কথা চলছিল তার। সেই ঘটনার দু'বছর বাদে জোর করে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টার জন্য মেয়েটির বাবা-মা'কে দোষী সাব্যস্ত করল আদালত। ব্রিটেনের ইতিহাসে এই ধরনের শাস্তির মধ্যে এটি দ্বিতীয়। সে তখনও স্কুলেই পড়ত। তার বাবা-মা ছ'সপ্তাহের ছুটিতে  ঘুরতে যাওয়ার কথা বলে তাকে বাংলাদেশে নিয়ে আসে বলে জানায় দ্য গার্ডিয়ান। কিন্তু, বাংলাদেশে পা রাখার কয়েকদিনের মধ্যেই সে জানতে পারে নিজের খুড়তুতো ভাইকে বিয়ে করতে হবে তাকে। সে বাধা দিলে, তার বাবা তাকে 'কেটে ফেলা'র হুমকি দেয় বলে জানা গিয়েছে। বিবিসি জানিয়েছে, মেয়েটির ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়। সে বাঁচার জন্য তার মায়ের কাছে গেলে, তিনি তাঁকে স্পষ্ট বলে দেন, এই বিয়ের জন্যই তাকে বাংলাদেশে আনা হয়েছে। ওই যুবতীর বর্তমান বয়স কুড়ি। আদালতের প্রশ্নের উত্

মাটিতে পোতা সারি সারি টিফিন বক্স, চক্ষু ছানাবড়া পুলিশের !

Image
মাটিতে পোতা সারি সারি টিফিন বক্সে ল্যান্ডমাইন আতঙ্ক ছড়াল শালবনিতে। চটজলদি বম্ব স্কোয়াড ও পুলিশের তৎপর তায় টিফিন বক্সগুলি উদ্ধারের পর দেখা গেল মাটির ভিতরে লুকনো রয়েছে রাশি রাশি কার্তুজ। শুক্রবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। পশ্চিম মেদিনীপুর পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে কার্তুজগুলি কীভাবে ওখানে এল। শালবনির আনন্দনগর জঙ্গলে এদিন গরু চড়াতে গিয়েছিল কয়েকজন রাখাল। তখনই তাদের সন্দেহ হয়, মাটির নিচে কিছু পোতা রয়েছে। কৌতুহলবশত তারা মাটি খুড়তে শুরু করে। তখনই তারা দেখেন স্টিলের টিফিন কৌটো পুতে রাখা হয়েছে। একটা-আধটা নয়, সারি সারি অনেক। ল্যান্ডমাইন মনে করে আতঙ্কে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। চটজলদি ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড ও শালবনি থানার পুলিশ। সন্তর্পণে উদ্ধার করা হয় টিফিন বক্সগুলি। তারপর দেখা যায় প্রায় টিফিন বক্সগুলিতে রয়েছে  প্রায় ২০০টি কার্তুজ। তার মধ্যে রয়েছে বিভিন্ন টাইপের কার্তুজ। রয়েছে ম্যাগাজিনও। জানা গিয়েছে, ৫২টি ইনসাস রাইফেলসের কার্তুজ রয়েছে টিফিন বক্সগুলিতে, রয়েছে ২৩টি ইমপ্রোভাইজড কার্তুজ, ১৮টি ৭.৬ বোরের কার্তুজ ও অন্যান্য। প্রাথমিক তদ

অবহেলায়-অযত্নে নেতাজির বাড়ি, তবু দেখে আসুন সেই ‘তীর্থ’

Image
কোদালিয়া। দক্ষিণ ২৪ পরগনার এই স্থান কলকাতা থেকে বেশ কাছে। মাত্র ২৮ কিলোমিটার। এখানেই রয়েছে সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এবং তিনি নাকি দু'বার এই বাড়িতে থেকেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু— নামেই এক অপার শ্রদ্ধা, এক প্রাণ গর্ব আমাদের। তাঁর জন্য অহঙ্কারেরও শেষ নেই আপামোর বাঙালির। আর যেখানেই তিনি পদার্পণ করেছেন, সেই জায়গা যেন তীর্থক্ষেত্র হয়ে গিয়েছে আমাদের কাছে।  বাংলার এমনই এক 'তীর্থক্ষেত্রে' পৌঁছে গিয়েছিলাম। নাম কোদালিয়া। দক্ষিণ ২৪ পরগনার এই স্থান কলকাতা থেকে বেশ কাছে। মাত্র ২৮ কিলোমিটার। এখানেই রয়েছে সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এবং তিনি নাকি দু'বার এই বাড়িতে থেকেছেন। এ বাড়ির ইতিহাস বলতে শুরু করলে শেষ হওয়ার নয়। তাই ইতিহাসের পাতায় হারিয়ে না গিয়ে, বাস্তবটুকু নিয়েই এগোই।  দোতলা একটি বাড়ি। একেবারেই ভগ্নদশায়। একতলার একটি কোণে এক বয়স্ক ভদ্রলোক রান্না করছিলেন। বাড়ির কেয়ারটেকার। কিন্তু আগন্তুকদের বাড়ির অন্দরে ঢুকতে দিতে নারাজ তিনি। অনেক অনুনয়-বিনয়ের পরে অবশ্য তাঁর মন গলে। খুলে দেন প্রধান দরজার তালা। প্রবেশ মাত্রই গায়ে কেমন কাঁটা দিল! এই বাড়িতেই এক সময়ে এসেছিলেন নেতাজি!  খুব

স্বামীর সঙ্গে কর্মীর খোঁজে গিয়ে মহারাষ্ট্রে গণধর্ষিতা ৮ মাসের অন্ত:সত্ত্বা

Image
মহারাষ্ট্রের সাংলিতে ৮ জন মিলে গণধর্ষণ করল ৮ মাসের অন্ত:সত্ত্বা এক মহিলাকে। মহিলার স্বামী একজন হোটেল ব্যবসায়ী। নিজেদের হোটেলের জন্য কর্মীর খোঁজে সাংলির তাসগাঁওতে গিয়েছিলেন ওই দম্পতি। কর্মীর খোঁজ মিলেছে, এই টোপ দিয়ে তাঁদের ডাকে মুকুন্দ মানে নামের এক ব্যক্তি। সঙ্গে অগ্রিম হিসেবে কুড়ি হাজার টাকাও দাবি করে সে। টাকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছতেই দলবল নিয়ে তাঁদের ওপর চড়াও হয় মুকুন্দ মানে। বাঁশ, পাইপ, রড দিয়ে বেধড়ক মারের পর তাঁদের সমস্ত টাকা পয়সা, সোনাদানা কেড়ে নেওয়া হয়। এরপর মহিলার স্বামীকে বেঁধে গাড়ির ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। একই সঙ্গে মহিলাকে গণধর্ষণ করে মুকুন্দ ও তার দলবল।পুলিশে অভিযোগ করে কোনও লাভ নেই, কারণ তারা এলাকার প্রভাবশালী মানুষ, এই হুমকিও দেওয়া হয় তাঁদের। কোনও রকমে প্রাণে বেঁচে ওই দম্পতি তাসগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। ৮ দুষ্কৃতীর মধ্যে তাঁরা চার জনের নাম পুলিশকে বলতে পেরেছেন। তারা হল মুকুন্দ, সাগর, জাভেদ আর বিনোদ। যদিও ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে সাংলি জেলার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন মহারাষ্ট্র মহিলা কমিশনের চেয়ারপার্সন। দ্রুত ব্

‘সিনিয়র লেভেল’ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত কগনিজেন্টের

Image
চলতি অর্থবর্ষে আরও বেশি করে 'সিনিয়র লেভেল' কর্মী অর্থাৎ বেশি অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের 'লে-অফ' করবে কগনিজেন্ট। বৃহস্পতিবার চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের রিপোর্ট প্রকাশ করার সময় এই কথা জানিয়েছে তারা। তবে কোনও নির্দিষ্ট দেশ বা অঞ্চল নয়, ছাঁটাই হবে সারা পৃথিবীতেই। আর এই জন্য কোম্পানির খরচ হবে ভারতীয় মুদ্রায় প্রায় ২৪০ কোটি টাকা। ২০১৭ সালেও কর্মীসংখ্যা চার হাজার কমিয়েছিল নিউজার্সি-র এই 'টেক' সংস্থা। এ ছাড়া স্বেচ্ছা-অবসরের প্রস্তাব দেওয়া হয়েছিল আরও ৪০০ জন 'সিনিয়র লেভেল' কর্মীকে। এই মুহূর্তে সারা পৃথিবীতে কগনিজেন্টের কর্মীসংখ্যা দুই লক্ষ ৬৮ হাজার নশো। সিনিয়র কর্মীদের বেতনবৃদ্ধি ও পদোন্নতিও পিছিয়ে দেওয়া হয়েছে। 'জুনিয়র' দের বেতনবৃদ্ধি ও পদোন্নতি তৃতীয় কোয়ার্টারে হলেও সিনিয়রদের ক্ষেত্রে তা চতুর্থ কোয়ার্টারে অর্থাৎ বছরের একদম শেষে করা হবে বলে জানিয়েছে কগনিজেন্ট। ''আমাদের নজরে বেশি অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরাই, অনেক সময়ই এই অবসর স্বেচ্ছায় হবে না, আসলে আমরা জুনিয়রদের তুলে আনতে চাইছি।'' সংবাদ সংস্থাকে জানিয়েছেন কগনিজেন্টের প্রেসিডেন্ট রাজ মেহ

ব্যাঙ্ক কর্তৃপক্ষ উদাসীন, নাহলে আটকান যেত এটিএম লুট

Image
কলকাতার বিভিন্ন ব্যাঙ্কের এটিএম থেকে লক্ষ লক্ষ টাকা উধাও হয়েছে গত কয়েকদিনে। এই ঘটনায় কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষের দায় কম নয়। এই জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর তদন্তে জানা গিয়েছে এই টাকা লুটের প্রক্রিয়া শুরু হয়েছিল গত এপ্রিল মাসেই। ব্যাঙ্কগুলি সতর্ক হলে এই ঘটনা আটকান যেত। প্রতিটি এটিএম কিয়স্কেই সিসি ক্যামেরা লাগানো থাকে। টাকা লুটের অভিযোগ আসার পর সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়েছে কলকাতার অন্তত দুটি ব্যাঙ্কের এটিএম কিয়স্কে কার্ডের তথ্য নকল করার যন্ত্র বসানো হয়েছিল এপ্রিলের গোড়াতেই। কলকাতা পুলিশের পক্ষ থেকে ব্যাঙ্ক জালিয়াতি রুখতে বারবার করে ব্যাঙ্ক কর্তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও ব্যাঙ্ক কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি বলেই অভিযোগ। নিয়মিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হলে এই বিষয়টি তাদের আগেই চোখে পড়ত। সেক্ষেত্রে রোজগারের টাকা লুট হওয়া থেকে রেহাই পেতে পারতেন গ্রাহকরা। জানা গিয়েছে দুষ্কৃতীরা এটিএম যন্ত্রেই কার্ডের তথ্য কপি করার যন্ত্র বসিয়ে দিত। একটি কার্ড সোয়াইপ করে সেই যন্ত্রকে চালু করা হত। পরের রাতে আবার তা খুলে নেওয়া হত। ততক্ষণে সেই যন্ত্রে উঠে যেত বহ

অন্তঃসত্ত্বা মহিলাকে কফির বদলে বাথরুম পরিষ্কার করার ক্লিনিং সলিউশন খেতে দিল ম্যাকডোনাল্ড’স !

Image
বিষাক্ত, কটূ স্বাদের এই পানীয়টি যে ল্যাটে নয় তা বুঝতে বেশি সময় লাগেনি সারার নয়াদিল্লি: কলকাতার ভাগাড় কাণ্ডের ছায়া ? নাকি শুধুই দায়িত্বজ্ঞানহীনতা ? ম্যাকডোনাল্ড'স-এর মতো নামজাদা ফুড চেন কোম্পানির ভাগ্যেও জুটল বদমান ৷ তবে এই শহর বা দেশের ঘটনা নয় ৷ এই 'ভয়ঙ্কর' ঘটনাটি ঘটেছে কানাডার লেথব্রিজে ৷ দুই সন্তানের মা সারা ডগলাস স্থানীয় একটি বেসবল টুর্নামেন্ট দেখে ফিরছিলেন ৷ সঙ্গে ছিল তাঁর ছেলেও ৷ অন্তঃসত্ত্বা সারার সে সময় কফি খেতে ইচ্ছে হওয়ায় কাছের একটি ম্যাকডোনাল্ড'স-এর স্টোরে ঢুকে পড়েন তিনি ৷ অর্ডার দেন কফি ল্যাটের ৷ কিন্তু ল্যাটেতে প্রথম চুমুক দিয়েই চমকে ওঠেন সারা ৷ বিষাক্ত, কটূ স্বাদের এই পানীয়টি যে ল্যাটে নয় তা বুঝতে বেশি সময় লাগেনি সারার ৷ সঙ্গে সঙ্গে খাওয়া থামিয়ে কর্তৃপক্ষের কাছে গিয়ে অভিযোগ করেন তিনি ৷ শেষ পর্যন্ত জানা যায়, কফি মেশিনের পাশে থাকায় ভুল করে ক্লিনিং সলিউশন দিয়ে দেওয়া হয়েছে সারাকে ৷ সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয় ম্যাকডোনাল্ড'স কর্তৃপক্ষ ৷ ম্যাকডোনাল্ড'স-এর মুখপাত্র ডান ব্রাউন জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া

পশুপ্রেমেই অতিবাহিত এই মানুষটির জীবন, অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত

Image
রেহমত খান, বয়স ৮০ বছর, গুজরাতের চারগ্রামের বাসিন্দা গুজরাত: চারদিকে নির্জন বহুদূর পর্যন্ত বিস্তৃত এই গ্রাম ৷ তবে গ্রাম আছে, আছে জনবসতিও ৷ মানুষের সঙ্গে গৃহপালিত পশুদের বেড়ে ওঠা একই সঙ্গে ৷ অন্য প্রাণীর মানুষের ক্ষেত্রেও অনেক অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি কখনও সহায়ক হয়ে থাকে বা কখনও কখনও অসহায়ক ৷ রেহমত খান, বয়স ৮০ বছর, গুজরাতের চারগ্রামের বাসিন্দা ৷ এমনই একটি মানুষের গল্প আজ আমাদের সামনে এসেছে ৷ যিনি প্রকৃতই পশুপ্রেমী ৷ তাঁর নিজের কোনও পোষ্য নেই, তাঁর কাছে প্রথাগত কোনও শিক্ষা নেই ৷ তবে পশু চিকিৎসায় তাঁর জ্ঞানের পরিধি এতখানিই যে তিনি গ্রামের মানুষের সঙ্গে তা বিনিময় করেন যাতে পোষ্যরা আপাতত প্রয়োজন মত চিকিৎসা পেয়ে ভাল থাকে ৷ অবলা প্রাণীরা ভাল থাকলে তিনিও থাকেন ভাল ৷ সর্বোপরি অবলা প্রাণীদের প্রতি অদম ভালবাসাই মিটিযে সব দূরত্ব ঘুচিয়েছে হারাবার সব যন্ত্রণা ৷ ছোটবেলা থেকেই পশুপ্রেম তাঁর মধ্যে একটু একটু করে সঞ্চারিত হয়েছে ৷ মাত্র ১৫ বছর বয়স থেকেই তিনি পশুদের ভালবাসেন ৷ এই পশুপ্রেমই তাঁকে মানসিক সুখ ও আনন্দ দিয়ে থাকে ৷ তিনি পশুদের সেবা শুশ্রুষা করেই জীবিকা নির্বাহ ক

গৃহশিক্ষককে খুনের হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার বাঁকুড়ার সোনামুখীর দুই ছাত্র।

Image
বাঁকুড়া: গৃহশিক্ষককে খুনের হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার বাঁকুড়ার সোনামুখীর দুই ছাত্র। ধৃতদের থেকে উদ্ধার পিস্তল, চার রাউন্ড কার্তুজ ও ছুরি এবং একটি নকল টাইম বোমা। কীভাবে ধৃতদের কাছে আগ্নেয়াস্ত্র এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গৃহশিক্ষককে শায়েস্তা করতে খুনের হুমকি দিয়ে মোটা টাকা আদায়ের চেষ্টা নবম ও একাদশ শ্রেণির দুই ছাত্রের। বাঁকুড়ার সোনামুখী শহরের ঘটনায় পুলিশের জালে দুই নাবালক। ভুলাই আরকেএম স্কুলের ইংরেজি শিক্ষক বিপুল বিশ্বাস। তাঁর কাছে বাড়িতে পড়ত ওই দুই ছাত্র। কিন্তু শিক্ষক মারধর করায় ক্ষোভ জমছিল। এরপরই ওই দু'জন শিক্ষকের বাড়ির সামনে দেশলাই বাক্সের মধ্যে এক রাউন্ড কার্তুজ ও একটি মোবাইল ফোনের চিপ রেখে আসে। শিক্ষককে ফোনে ওই চিপ দেখার নির্দেশ দেয়। আধঘণ্টার মধ্যে পঞ্চাশ হাজার টাকা না দিলে প্রাণে মারার হুমকিও দেয়। ফোনে ভয়েস রেকর্ড করে রাখেন বিপুল বিশ্বাস। সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন তিনি। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ও ভয়েস রেকর্ডের সূত্র ধরে কয়েক ঘণ্টার মধ্যেই দুই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে, - ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও

ধর্ষণে বাধা দেওয়ায় পিটিয়ে খুন নাবালিকা

Image
ধর্ষণে বাধা দেওয়ায় লোহার রড দিয়ে মেরে খুন করা হল ১৬ বছরের এক কিশোরীকে। ভয়াবহ এই ঘটনার সাক্ষী কর্নাটকের কোলার শহর। গত বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয় ওই কিশোরী। নিজেকে বাঁচানোর চেষ্টা করায় প্রাণে মেরে ফেলা হয় তাকে।  বুধবার বিকেল পাঁচটা নাগাদ এক প্রতিবেশীর সঙ্গে বাড়ি ফিরছিল দশম শ্রেণীর ওই ছাত্রী। তাড়াতাড়ি ফিরতে মেইন রোড ছেড়ে পাশের একটি সরু শর্টকাট রাস্তা ধরে তারা। বাড়ির কাছকাছি বাইকে চেপে উল্টোদিক দিয়ে আসা দুই ব্যক্তি তাদের পথ আটকায়। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে তারা। মেয়েটি হাত-পা ছুড়ে, চিত্‍কার-চেঁচামেচি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তার চিত্‍কারে লোকজন ছুটে আসে।  ধর্ষণে বাধা পেয়ে ওখান থেকে পালানোর আগে লোহার রড দিয়ে মেয়েটির মাথায় বারবার আঘাত করে দুই দুষ্কৃতী। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। দুই ব্যক্তির খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অ্যাপেল এখন এক ট্রিলিয়নের সংস্থা

Image
হাইলাইট অ্যাপেলের সাফল্যের নেপথ্যে আছে আইফোনের জনপ্রিয়তা 1980 থেকে এ পর্যন্ত সংস্থার শেয়ার বেড়েছে প্রায় 50,000 শতাংশ 1976 সালে স্টিভ জোবসের হাত ধরে পথ চলা শুরু অ্যাপেলের আমেরিকার প্রথম পাবলিকলি লিস্টেড কোম্পানি হিসেবে এক ট্রিলিয়নে পৌঁছে গেল অ্যাপেল। গত এক দশক ধরে আইফোন এবং অ্যাপেলের  কম্পিউটারের জনপ্রিয়তাই এই সাফল্যের নেপথ্যে আছে বলে মনে করা হচ্ছে।     জুন কোয়ার্টারের রিপোর্ট পেশ হতেই দেখা যায়  অ্যাপেলের শেয়ার বেড়েছে 2.8 শতাংশ। সাফল্য যে এই পরিমাণে আসবে সেটা সংস্থারও প্রত্যাশার বাইরে ছিল।       1976 সালে স্টিভ জোবসের হাত ধরে পথ চলতে শুরু করা সংস্থার এখনকার রোজগার পর্তুগাল এবং নিউজিল্যান্ডের থেকেও বেশি। সিলিকন ভ্যালির এই সংস্থার শেয়ার 1980 থেকে এ পর্যন্ত বেড়েছে প্রায়  50,000 শতাংশ। 2006 সালে বাজারে আসে আইফোন। অল্প সময়ের মধ্যে তা জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। বাড়তে থাকে সংস্থার রোজগার। পাশাপাশি নিয়মিত ব্যবধানে নতুন নতুন ফোনও নিয়ে আসতে থাকে সংস্থা।  এরপর 2011 সালে মৃত্যু হয়  স্টিভ জোবসের।  সংস্থার দায়িত্বে আসেন টিম কুক। তাঁর সময়ে অ্যাপেলের মুনাফা অনেকটাই বাড়লেও আইফোনের সমতুল কোনও সামগ্রী প্

স্ত্রী-সন্তান সহ নিজেকেও জ্বালিয়ে দিলেন এক ব্যক্তি !

Image
কাপুরথালা: স্ত্রী'র অবৈধ সম্পর্ক নিয়ে অবসাদগ্রস্ত হয়ে স্ত্রী ও দুই সন্তান সহ নিজেকেও জীবন্ত পুড়িয়ে ফেললেন এক প্রবাসী ভারতীয়। পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের কালাসিঙ্গিয়া গ্রামে তাদের বাড়িতে। কুলবিন্দর সিং (35)  নামের ওই ব্যক্তি স্ত্রী'র একটি ভিডিও দেখে ফেলার পর প্রবলভাবে কুপিত হয়ে পড়েন। তারই ফল এই মর্মান্তিক ঘটনা। জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, জর্ডন থেকে নিজের গ্রামের বাড়িতে এসে নিজের গায়ে এবং স্ত্রী ও সন্তানদের গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত জ্বালিয়ে দেন তিনি।  ঘটনাস্থলেই মারা যান কুলবিন্দর সিং ও তাঁর দুই সন্তান অভি (5) ও সোনাল (8)। তাঁর স্ত্রী'র দেহের আশি শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ভিডিও তৈরির জন্য ওই গ্রামেরই চারজন ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তিনমাস আগে ওই ভিডিওটি তৈরি করে অভিযুক্তরা। তারপর ওই মহিলাকে ব্ল্যাকমেল করতে আরম্ভ করে। তাতে ওই মহিলা সাড়া না দেওয়ায় সেই ভিডিওটি তারা পাঠিয়ে দেয় মহিলার স্বামীর কাছে।

একবারই পাঞ্চ করুন ATM কার্ড, বলছেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ

Image
কলকাতা : ATM-এ বার বার কার্ড পাঞ্চ করা একেবারেই ঠিক নয়। একবারে যদি টাকা না ওঠে তাহলে সেই ATM থেকে টাকা না তুলে, অন্য কোনও ATM থেকে টাকা তোলা উচিত বলে জানিয়েছেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ATM জালিয়াতির বেশ কিছু ঘটনা। তথ্য হাতিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হচ্ছে লক্ষাধিক টাকা। এমনকী, তথ্য হাতিয়ে দিল্লির ATM থেকে তোলা হচ্ছে কলকাতার গ্রাহকদের টাকা। আর তাই ATM জালিয়াতির হাত থেকে গ্রাহকদের সতর্ক করতে বিভাসবাবু বলেন, "ATM থেকে টাকা তোলার সময় কার্ড পাঞ্চ করুন। প্রথমবার পাঞ্চ করার সঙ্গে সঙ্গে মেশিন যদি কার্ড না নেয় তাহলে সেই ATM থেকে আর টাকা তুলবেন না। প্রয়োজনে ব্যাঙ্কের শাখা লাগোয়া ATM থেকে টাকা তুলুন। আর যেখানে নিরাপত্তারক্ষী থাকবে না, সেখান থেকে ভুলেও টাকা তুলবেন না। কারণ মেশিন যদি একবারে কার্ড না নেয় তাহলে তাতে কারচুপি করা রয়েছে বলে ধরে নিতে হবে।" গত এক বছরে কলকাতার বিভিন্ন ATM থেকে একাধিক পদ্ধতিতে টাকা লুট হয়েছে। গ্রাহকরা সতর্কতা অবলম্বন করে টাকা তোলার পরও হ্যাকারদের টাকা লুট করে নিতে দেখা গেছে। এছাড়া ব্যাঙ্ককর্মী সেজে গ্রাহকদের

এবার বেকার যুবকদের পেনশন দেবে রাজ্য সরকার

Image
হায়দরাবাদ: বেকার যুবকদের জন্য খুশির খবর৷ খুব শীঘ্রই অন্ধ্রপ্রদেশে বেকার যুবকরা পাবে পেনশন৷ বৃহস্পতিবার রাজ্যের ক্যাবিনেটে এই সংক্রান্ত একটি বিলও পাশ হয়েছে৷ অন্ধ্রপ্রদেশে মন্ত্রী নারা লোকেশ এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কতা বলেন৷ তিনি জানান, অন্ধ্রপ্রদেশ ক্যাবিনেট বড় সিদ্ধান্ত নিয়েছে৷ খুব শীঘ্রই আসতে চলেছে মুখ্যমন্ত্রী যুব নেস্তম৷ এই যোজনার ভিত্তিতে বেকার যুবককে পেনশন দেওয়া হবে৷ তারা ১০০০টাকা পাবে৷ এর পাশাপাশি জানা গিয়েছে, মাসের শেষ হওয়ার আগেই এই সংক্রান্ত একটি ওয়েবসাইটও লঞ্চ করা হবে, যেখানে বেকার যুবকরা তাদের বিস্তারিত তথ্য রেজিস্টার করতে পারবেন৷ এই রেজিস্ট্রেশনের ১৫দিন পর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে৷   সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অন্ধ্র প্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং তেলুগু দেশম পার্টির জেনারেল সেক্রেটারি নারা লোকেশ জানান, এই স্কিমের আওতায় ২২-৩৫বছর বয়সী ১২লক্ষ যুবক লাভবান হবে৷ অগস্টের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহ থেকে এই স্কিম শুরু হবে৷ তবে সেই যুবক চাকরি পেয়ে গেল এই পেনশন বন্ধ হয়ে যাবে৷ এই স্কিম ছাড়াও সরকারের পক্ষ থেকে প্রায় ২০,০০০ কর্মসংস্থান, ৯০০০ শিক

‘ছবি তুলবি না’ বলে পরপর ঘুষি

Image
খবর এসেছিল, নদিয়ার চাকদহ পুরসভার এক কর্মী আক্রান্ত হওয়ার প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখাচ্ছে আইএনটিটিইউসি অনুমোদিত পুর কর্মচারী কল্যাণ সমিতি।বৃহস্পতিবার, বেলা ১১টা। এক পোর্টালের বন্ধু-সাংবাদিকের সঙ্গে তড়িঘড়ি পৌঁছে দেখা গেল, সংগঠনের ব্যানার টাঙিয়ে বেশ কিছু লোকজন মাটিতে বসে। দাঁড়িয়েও আছেন বেশ কিছু মানুষ। চাকদহ পুরসভায় এত কর্মী কোথা থেকে এলেন— তা নিয়ে ফিসফাসও চলছে। অফিসে ছবি পাঠাতে হবে। সবে পকেট থেকে মোবাইল বের করেছি। কয়েকটা ছবিও তুলে ফেলেছি চটপট। হঠাৎ ডান দিন থেকে জনা কুড়ি যুবক রে-রে করে ছুটে এল। তাদের সামনে এলাকার এক নাম করা তোলাবাজ। আঙুল উঁচিয়ে সে শাসাতে থাকে— 'ছবি তুলবি না, তুললে ভাল হবে না।' পাশেই ছিল এক খুনের আসামি। আমি বলতে থাকি, ''আমি তো কারও আন্দোলনে বাধা দিচ্ছি না। আমার কাজটা আমায় করতে দিন।'' তা শুনে ওরা আরও খেপে ওঠে। কয়েক জন ছুটে এসে আমায় ঠেলতে ধাক্কা দিতে-দিতে পালপাড়ার রাস্তার দিকে নিয়ে যায়। দুমদাম চার-পাঁচটা ঘুষি এসে পড়ে মুখে। আমি মাটিতে পড়ে গেলে চারদিক থেকে কয়েক জন লাথি মারতে শুরু করে।  ডান দিকে তাকিয়ে দেখি, কয়েকটা ছেলে আমার সঙ্গী সাংবাদিককেও মারধর ক

আমরা বাংলাদেশে ঢুকলে কি থাকতে দেবে? মিছিল থেকে প্রশ্ন সংখ্যালঘু বিজেপি নেতার

Image
বৃহস্পতিবার কলকাতায় মিছিল করে এ রাজ্যে এনআরসি-র দাবি তোলা হল রাজ্য বিজেপির তরফ থেকে। অসমের মতো জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চাই বাংলাতেও— এই দাবি তুলে এ বার পথে নামল বিজেপি। বৃহস্পতিবার কলকাতায় মিছিল করে এ রাজ্যে এনআরসি-র দাবি তোলা হল রাজ্য বিজেপির তরফ থেকে। শুধুমাত্র ভোটব্যাঙ্কের স্বার্থে অনুপ্রবেশকারীদের হয়ে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী, বলল রাজ্য বিজেপি। দেশপ্রিয় পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত এ দিন বিজেপি মিছিল করেছে। যুব মোর্চা এবং মহিলা মোর্চার ব্যানারে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। তবে সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদাররা মিছিলের পুরোভাগে ছিলেন। ছিলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেনও। বাংলাদেশ থেকে আসা মুসলিমদের এ দেশে থাকতে দেওয়া হবে না বলে যে অবস্থান বিজেপি নিয়েছে, সে প্রসঙ্গে আলি হোসেন বললেন, ''১০০ শতাংশ ঠিক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টানদের ধর্মীয় সঙ্কট রয়েছে। তাঁরা শরণার্থী হিসেবে এ দেশে আসছেন। কিন্তু মুসলিমদের তো সে দেশে কোনও সঙ্কট নেই। দিনের পর দিন তাঁদের অনুপ্রবেশ মেনে নেওয়া যায় না।'' বিজেপি সংখ্যালঘ

এবার এসবিআইয়ের সঙ্গে হাত মেলাল রিলায়েন্স জিও, আধুনিক সুবিধা পাবেন গ্রাহকরা

Image
মুম্বই: দেশের টেলিকম দুনিয়ায় অনেক আগেই বিপ্লব এনেছে রিলায়েন্স ৷ জিও ঝড়ে বাকী টেলিকম সংস্থাগুলি প্রায় উড়ে যাওয়ার জোগাড় ৷ এবার পেমেন্টস ব্যাঙ্কেও নিজেদের উপস্থিতি আরও জোরদার করতে বাজারে নেমে পড়েছে জিও ৷ পেমেন্টস ব্যাঙ্ক বেশ কিছুদিন আগে দেশে চালু করেছে রিলায়েন্স জিও ৷ এবার বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র সঙ্গে নতুন একটি মউ সাক্ষর করল জিও ৷ যার মাধ্যমে MyJio এবং এসবিআইয়ের YONO অ্যাপ্লিকেশনের ব্যবহার আরও শক্তিশালী হবে ৷ মাইজিও প্ল্যাটফর্মকে যেমন ব্যবহার করবে YONO ৷ তেমনি এসবিআইয়ের গ্রাহকদের বিশেষ কানেক্টিভিটি এবং ডিভাইস সলিউশনের সুবিধা দেবে জিও ৷ এসবিআই এবং জিও, দুই সংস্থার এই ডিজিটাল পার্টনারশিপ এসবিআইকে তাদের ডিজিটাল গ্রাহকদের সংখ্যা যেমন আরও বাড়াতে সাহায্য করবে তেমনি জিও তাদের পেমেন্টস ব্যাঙ্কের ব্যবসার ভিতও মজবুত করতে সফল হবে ৷ বৃহস্পতিবার এই মউ সাক্ষরের জন্য এসবিআইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (স্ট্র্যাটেজি) এবং চিফ ডিজিটাল অফিসার মৃত্যুঞ্জয় মহাপাত্র এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (CFO) অলো

শুরু হোক রোজভ্যালির টাকা ফেরানোর প্রক্রিয়া! দাবি বিনিয়োগকারী ও কর্মী ফোরামের

Image
হাইকোর্টের নির্ধারিত পদ্ধতিতে টাকা ফেরানোর দাবিতে সরব হল রোজভ্যালি ফিল্ড এমপ্লয়িজ ইউনিয়ন অ্যান্ড ইনভেস্টরস ফোরাম। পুজোর আগেই বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে কিংবা বাজেয়াপ্ত করা টাকা ফেরানোর প্রক্রিয়া শুরুর দাবি করা হয়েছে সংগঠনের তরফ থেকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৫-র ১১ মে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠিত হয়েছিল। পরে ২০১৭-র ১৪ ডিসেম্বর তার পুনর্গঠন করা হয়। পদ্ধতি চলছে অনেকদিন ধরে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এমনটাই অভিযোগ রোজভ্যালি এমপ্লয়িজ ইউনিয়ন অ্যান্ড ইনভেস্টরস ফোরামের। ফোরামের অভিযোগ, দীর্ঘদিন টাকা আটকে থাকায় অনেকের বাড়ি বিয়ের মতো অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছে। চিকিৎসাও বাধা পাচ্ছে অনেকের। দাবি জানানোর এবং তা নিষ্পত্তির জন্য অনলাইন ব্যবস্থা চালুরও দাবি করা হয়েছে ফোরামের তরফে। নিয়ম করে অভিযোগ নিষ্পত্তির জন্য অনলাইন ব্যবস্থা জরুরি বলেও দাবি করা হয়। যেসব সম্পত্তি কিংবা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তা থেকে এই প্রক্রিয়া শুরু করার দাবি করা হয়েছে ফোরামের তরফে।

পাড়ার ভিতরে মধুচক্রের পর্দা ফাঁস সিউড়িতে

Image
সিউড়ি:পাড়ার ভিতর মধুচক্র চালাতে গিয়ে হাতে নাতে ধরা পরল দুই মহিলা এবং আরও দুই ব্যক্তি। যাদের মধ্যে একজন সিউড়ির একটি প্রতিষ্ঠিত ওষুধের দোকানের মালিক। একইসঙ্গে বাড়ির ভিতর বহিরাগত ছেলে মেয়েদের নিয়ে এসে দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠল অর্চনা দাস নামে এক মহিলা ও তার ছেলে সৌরভ দাসের বিরুদ্ধে। সিউড়ি থানার পুলিশ তাদের গ্রেফতার করলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। সিউড়ির হাটজন বাজার এলাকায় বুধবার রাতে অর্চনা দাসের বাড়িতে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ নিজের বাড়িতে বহিরাগত ছেলে মেয়েদের নিয়ে দেহ ব্যবসা চালাতো ওই মহিলা ও তার ছেলে। রাতেই ওই বাড়ি থেকে সিউড়ির এক লটারির দোকানের মালিক ও এক মহিলাকে ধরে গণপ্রহার দেয় বাসিন্দারা। সিউড়ি থানার পুলিশ তাদের সেই স্থান থেকে উদ্ধার করে নিয়ে আসে । রাত্রে ধরার পর ফের বৃহস্পতিবার সকালে শহরের প্রতিষ্ঠিত ওষুধ ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলে বাসিন্দারা। বৃহস্পতিবার তার নিজস্ব দোকান বন্ধ থাকায় কলকাতা যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে ওই বাড়িতে ঘরের পরিচারিকাকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন ওই ব্যবসায়ী। বাসিন্দারা তাকেও ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পাড়ার মধ্যে এই

ঔরঙ্গজেবের হত্যাকারীদের বদলা নিতে সৌদি ছেড়ে ফিরল ৫০ কাশ্মিরী

Image
শ্রীনগর: ইদের দিন রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ভারতীয় সেনার এক জওয়ান ঔরঙ্গজেবকে। খুশির ইদে দুঃখের ছায়া নেমে এসেছিল উপত্যকায়। তবে, সেই দুঃখকে ছাপিয়ে গিয়েছে প্রতিশোধের স্পৃহা। আর সেই উদ্দেশেই কাশ্মীরে ফিরলেন একাধিক যুবক। শ্রীনগর থেকে ২৫০ কিলোমিটার দূরে সালানি গ্রামের মেন্ধরের বাসিন্দা ছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের মৃত্যুর পর তাঁর আত্মীয় ও বন্ধুরা তাঁর বাড়িতে হাজির হন ও ঔরঙ্গজের অপূর্ণ অভিযান সম্পূর্ণ করার শপথ নেন। সেনা ও পুলিশে যোগদান করে ঔরঙ্গজেবের হত্যাকারীদের প্রতিশোধ নেওয়ার জন্য সৌদি আরব ছেড়ে চলে এসেছেন অন্তত ৫০ জন যুবক। এরকমই এক যুবক মহম্মদ কিরামত জানিয়েছেন, 'আমরা যখনই ভাই ঔরঙ্গজেবের মরত্যুর খবর শুনি, সেদিনই সৌদির চাকরি ছেড়ে দিই। ওই দিনই সৌদি থেকে ফিরে আসি। গ্রামের ৫০ জন ছেলে আমার সঙ্গে চলে এসেছে। ঔরঙ্গজেবের মৃত্যুর বদলা নেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য।' ঔরঙ্গজেবকে হত্যার পর আরও এক সিআরপিএফ জওয়ান ও এক পুলিশ অফিসারকে একইভাবে হত্যা করেছে জঙ্গিরা। কাশ্মীরের অনেক পুলিশ ও জওয়ানই জানিয়েছেন যে তাঁরা জঙ্গিদের হুমকির মুখে রয়েছেন। ঔরঙ্গজেব হত্যার ঘটনায় জঙ্গিদের বি

পদত্যাগ করেই মমতার বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সভাপতি!

Image
শিলচরঃ  এনআরসি ইস্যুতে রীতিমত উত্তপ্ত অসমের রাজ্য-রাজনীতি! এই অবস্থায় সুর চড়িয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে অসম উড়ে গিয়েছে তৃণমূলের প্রতিনিধিরা। কিন্তু শিলচর বিমানবন্দরেই তাদের আটকে দেওয়া হয়েছে। এই অবস্থায় মমতার চাপ আরও বাড়িয়ে তৃণমূল থেকে পদত্যাগ করলেন অসমের তৃণমূলের রাজ্য সভাপতি দীপেন পাঠক। আজ বৃহস্পতিবার যখন একদিকে নেত্রীর নির্দেশে শিলচর বিমানবন্দরে পা রেখেছেন তখন দীপেনের পদত্য্যাগ পত্র পৌঁছে গিয়েছে নেতৃত্বের কাছে। যা অবশ্যই বড় ধাক্কা তৃণমূলের কাছে। পদত্যাগ করার পরেই রীতিমত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন দীপেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অসম থেকে বাঙালি উৎখাত করতেই এনআরসিতে আনা হয়েছে। আমি তাঁর সঙ্গে একমত নই'। আর এই ধরনের মন্তব্যে অসমজুড়ে সমস্যা তৈরি হতে পারে বলে চাঞ্চল্যকর দাবি দীপেনের। এখানেই শেষ নয়। তিনি আরও জানিয়েছেন, 'মমতার মধ্যে অসমে ঝামেলা হলে এখানকার মানুষ সেজন্যে আমাকেই দায়ি করবে। আর তা আমি চাই না। আর সেজন্যেই পদত্যাগ' চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূল বিধায়কের। প্রসঙ্গত,

বিপাকে চন্দননগরের ‘ফেসবুক রোমিও’, ফাঁদে ফেললেন ‘প্রেমিকা’রাই

Image
'ফেসবুক প্রেমিকের' সঙ্গে ওই ছাত্রী সাক্ষাৎস্থল ঠিক করেন চন্দননগর স্টেশন এলাকায়। আগে থেকেই প্রেমিকাকে বলা ছিল একা আসতে। কোনও যুবতীর চোখে জল, কেউ বা ক্ষোভে ফুঁসছেন। মাঝে দাঁড়িয়ে পুলিশকর্মীদের দিকে অসহায় চোখে তাকিয়ে রয়েছে এক যুবক। আশেপাশে তাকে ঘিরে রয়েছেন অন্তত জনা ১৫ যুবতী। জানা গেল, প্রত্যেক যুবতীই ওই যুবকের 'গার্লফ্রেন্ড'। এহেন কাণ্ডে হতচকিত হয়ে যান পুলিশকর্মী। বছর ২২-এর ওই যুবকের বাড়ি মুম্বইয়ে। সেখানেই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনা করত সে। কয়েক দিন আগে ছুটিতে চন্দননগর আসে ওই যুবক। ইতিমধ্যে ওই যুবকের সঙ্গে চন্দননগর উইমেনস কলেজের এক ছাত্রীর সঙ্গে আলাপ হয়। আলাপ গড়ায় 'প্রেম'-এ। 'ফেসবুক প্রেমিকের' সঙ্গে ওই ছাত্রী সাক্ষাৎস্থল ঠিক করেন চন্দননগর স্টেশন এলাকায়। আগে থেকেই প্রেমিকাকে বলা ছিল একা আসতে। কিন্তু নাছোড় ওই ছাত্রী কয়েকজন বান্ধবীকে নিয়েই হাজির হন ওই যুবকের সঙ্গে দেখা করতে। পাঁচ বান্ধবীকে নিয়ে 'ফেসবুক প্রেমিকের' সঙ্গে দেখা করতে আসেন ওই যুবতী। সেখানেই ওই যুবককে দেখে প্রত্যেকে থ হয়ে যান। এর পরেই ওই যুবককে ধরে নিয়ে আসা হয় থানায়। থানায়

নিয়মিত কালোজিরা খাওয়ার উপকারিতা কী ? জেনে নিন

Image
কলকাতা: শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতেও কালোজিরার ব্যবহার হয়। কালোজিরার বীজ থেকে একধরণের তেল তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে আছে ফসফেট, আয়রন এবং ফসফরাস। এছাড়াও কালোজিরা বিভিন্ন রোগের হাত থেকে দেহকে রক্ষা করে ৷ নিয়মিত কালোজিরা খাওয়ার উপকারিতা কী ? জেনে নিন ৷ ১. নিয়মিত পেট খারাপের সমস্যা থাকলে কালোজিরা সামান্য ভেজে গুঁড়ো করে ৫০০ মিলিগ্রাম হারে ৭-৮ চা চামচ দুধে মিশিয়ে সকালে ও বিকেলে সাত দিন ধরে খেলে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়। ২. রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সতেজ থাকে। এতে করে যে কোনও জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। ৩. যারা হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়। কালোজিরা হাঁপানি বা শ্বাস কষ্টজনিত সমস্যা দূর করে। ৪. প্রচণ্ড সর্দি হয়ে মাথা যন্ত্রণা হচ্ছে ? এ ক্ষেত্রে কালোজিরা পুঁটলিতে বেঁধে শুঁকতে হবে। তবে পুঁটল

নেশার ঘোরে জ্যান্ত মুরগি খেয়ে ফেলল দুই বন্ধু!

Image
নেশা এতটাই হয়েছে যে হুঁশ নেই দুই বন্ধুর। নেশার ঘরে তাই জ্যান্ত মুরগিই খেলে ফেলল তারা! ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। গত মঙ্গলবার মহাবুবাবাদ জেলার কেসামুদরাম গ্রামের দুই যুবক এতটাই মদ্যপান করেছিল যে কোনও হুঁশ ছিল না তাদের। তাদের পরিকল্পনা ছিল চিকের কারির সঙ্গে মদ্যপান করবে। সে কারণে মুরগিও কেনা হয়ে গিয়েছিল। কিন্তু তাঁর আগে মদ্যপান এতটাই করে ফেলেছিল দুই বন্ধু যে কোনও হুঁশই তাদের ছিল না। মদ্যপানের পর বাড়ি ফেরার বদলে দুই বন্ধুই বসে পড়ে বড় রাস্তার ধারে। কিছুক্ষণ পর এক যুবক খিদের জ্বালায় জ্যান্ত মুরগির পালক ছাড়িয়ে খেতে শুরু করে। তার দেখাদেখি অপর বন্ধুও কাঁচা মাংস খেতে শুরু করে। এক ব্যক্তি তখন সেখান থেকে যাচ্ছিলেন। তিনি গোটা ঘটনা দেখে হতচকিত হয়ে যান। গোটা ঘটনাটির ভিডিও করেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ATM ব্যবহারে কী করবেন, কী করবেন না, জানিয়ে দিল কলকাতা পুলিশ

Image
কলকাতা: শহরে এটিএম জালিয়াতি ৷ কোন রকম তথ্য হাতিয়ে নয়, এটিএম থেকেই জালিয়াতি করে টাকা তুলে নিচ্ছে জালিয়াতরা ৷ ইতিমধ্যে শুধু গড়িয়াহাট এবং রবীন্দ্র সরোবর থানাতেই অভিযোগ দায়ের হয়েছে ৩৫টির বেশি। ৪০ হাজার পর্যন্ত টাকা খোয়া গিয়েছে গ্রাহকদের ৷ এতেই রীতিমত ঘবড়ে গিয়েছেন এটিএম ব্যবহারকারীরা ৷ কারণ এখন প্রায় প্রত্যেকেই এটিএম ব্যবহার করেন টাকা তোলার জন্য ৷ আর যদি সেই এটিএমের পাতা হয় ফাঁদ তাহলে তো ফাঁপড়ে পড়বেন লক্ষ লক্ষ মানুষ ৷ এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হল ৷ জানিয়ে দেওয়া হল কী করবেন বা কী করবেন না ৷ নিয়মগুলো সম্ভবত সবই আমরা জানি ৷ কিন্তু অল্প ভুলের জন্য বড় মাসুল গুণতে হয় অনেকেই ৷ তাই কলকাতা পুলিশ যে নিয়মগুলো জানাচ্ছে সেগুলো আরও একবার মন দিয়ে পড়ে নিন ৷ ১. প্রথমবার কার্ড এবং পিন পাওয়ার পর, পিন নম্বর অবশ্যই পরিবর্তন করবেন। ২. প্রহরী আছে, এরকম ATM কাউন্টার ব্যবহার করাই নিরাপদ। রক্ষীবিহীন কাউন্টার ব্যবহার করবেন না। ৩. ATM কাউন্টারে কার্ড ব্যবহারের আগে কার্ড স্লট-এ অন্য কোন Device (ডিভাইস) লাগানো আছে কিনা, দেখে নিন ভাল করে। ৪. অন্য কোন ব্যক্তির উপস্থিতিতে কখনই A

অবহেলা সইতে না পেরে রাগে স্বামীর যৌনাঙ্গ কেটে নিলেন স্ত্রী

Image
দিনের পর দিন অবহেলা সইতে সইতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার উপরে স্বামী দ্বিতীয় বিয়ে করে সতীনের সঙ্গে থাকতেন। সেই রাগে স্বামীর যৌনাঙ্গ কেটে নিলেন প্রথম স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে। পুলিশ জানিয়েছে, বুধবার মুজফফরনগরের মিমলানা এলাকায় ঘটনাটি ঘটেছে। দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীকে অবহেলার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। তারপরই এই কাণ্ড। আশঙ্কাজনক অবস্থায় আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, প্রথম স্ত্রীর কোনও সন্তান ছিল না। তাঁর সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেন আহত ব্যক্তি। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর একটি সন্তান হয়েছে। তার আগে থেকেই বেশ কিছুদিন হল দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই স্বামী থাকছিলেন। যার ফলে নিজেরে অবহেলিত মনে করতে শুরু করেন প্রথম স্ত্রী। এরপরে সুযোগ পেতেই বুধবার স্বামীর উপরে চড়াও হয়ে যৌনাঙ্গ কেটে নেন প্রথম স্ত্রী। পুলিশ তাকে গ্রেফতার করেছে। আহতের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হলে তার ভিত্তিতে মামলাও দায়ের করেছে পুলিশ।